Baga Sarahan Offbeat শান্ত পাহাড়ি গ্রাম | হিমাচলের সম্পূর্ন্য নতুন জায়গা | Offbeat Himachal Part 6

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ธ.ค. 2024

ความคิดเห็น • 450

  • @spc3461
    @spc3461 วันที่ผ่านมา +16

    অসাধারণ ভিডিও, শিবাজি দা! শান্ত পাহাড়ি গ্রাম বাগা সারাহানের সৌন্দর্য ও হিমাচলের নতুন জায়গা সত্যিই মনোমুগ্ধকর। আপনার অফবিট হিমাচল সিরিজ আমাদের আরও সুন্দর জায়গা দেখাচ্ছে। ধন্যবাদ এমন দারুণ কন্টেন্ট শেয়ার করার জন্য! 🌄✨

  • @waandertales
    @waandertales 9 ชั่วโมงที่ผ่านมา +1

    শিবাজী দা আর পৃথ্বিজীৎ দা তোমাদের দুজনের উপস্থাপন ক্ষমতা অভূতপূর্ব | ১টা বিষয়ে বলতে চাই যে ক্যামেরার সামনে অচেনা মানুষকে হুট্ করে বয়স জিজ্ঞেস করলে মানুষ অনেক সময় অস্বস্তিবোধ করেন |

  • @rupakchatterjee7598
    @rupakchatterjee7598 15 ชั่วโมงที่ผ่านมา +2

    এই গাছগুলি দেখে ফেলুদা কাহিনীর রয়্যাল বেঙ্গল রহস্যের ফোগলা ফকিরের গাছের কথা মনে পড়ে গেলো

  • @bumbachakraborty-iy6bl
    @bumbachakraborty-iy6bl วันที่ผ่านมา +2

    "" বাঘা সারাহান "" কোনো কথাই হবে না .... অসাধারণ একটি পরিবেশনা .... নিস্তব্ধতা কতটা সুন্দর হতে পারে তার একটি প্রকৃষ্ট উদাহরণ .... শিবাজী বাবু পৃথ্বীজিৎ বাবু উৎপল বাবু তিনজন‌ই ধন্যবাদ এর পাত্র এবং সেটাই মনভরে জানালাম ....
    বুম্বা চক্রবর্তী
    বরানগর

  • @tathagatadasgupta
    @tathagatadasgupta วันที่ผ่านมา +2

    এক অপূর্ব দিনের সাক্ষী হয়ে রইলাম বাগা সাহারান গ্রামে। স্থানীয় গ্রামবাসীদের প্রাণখোলা আপ্যায়ন, শিশুদের সরলতা, আর বৃদ্ধদের পাগড়ির আভিজাত্য যেন এক অনন্য অভিজ্ঞতা এনে দিল। খুলি গুহার মনোমুগ্ধকর দৃশ্য দেখে যেন প্রকৃতির অপার সৌন্দর্যে মোহিত হয়ে গেলাম। পুরো দৃশ্য যেন জীবন্ত অরণ্যদেবের প্রতিচ্ছবি। সারাদিনের প্রতিটি মুহূর্তই ছিল অবর্ণনীয় আনন্দে ভরা, যা চিরকাল স্মৃতির মণিকোঠায় জায়গা করে নেবে। ভবিষ্যতে এই গ্রামে আসার আশা রাখি।
    এই অনবদ্য পরিবেশনার পাশাপাশি একটি ভিন্ন প্রসঙ্গে আলোকপাত করতে চাই। সম্প্রতি কিছু ভ্লগে দেখা গেছে, উচ্চারণ নিয়ে অযথা দুশ্চিন্তা না করার পরামর্শ দিচ্ছেন দুই মহারথী। তাঁদের মতে, বাস্তবধর্মী পরিবেশনায় প্রাঞ্জল ভাব প্রকাশই মুখ্য। উচ্চারণের ছোটখাটো রকমফের কখনোই ভাবের গভীরতাকে ম্লান করতে পারে না।
    এই বিষয়ে শ্রী তারাপদ রায়ের একটি বিখ্যাত রচনা স্মরণে আসে। রচনার শুরুতেই তিনি উল্লেখ করেছিলেন যে, বাক্যালাপের মাধ্যমে আমরা মূলত ভাব প্রকাশ করি, আর তা ঠিকঠাক বুঝতে পারলেই যথেষ্ট।
    একবার এক মাস্টারমশাই তাঁর ছাত্রকে বকাবকি করে বলেছিলেন, “তোমার উশ্চরন একেবারেই সঠিক নয়।” অথচ বাস্তব জীবনে এমন ঘটনা ঘটে, যা উচ্চারণের ভিন্নতাকেও হাস্যরসে রূপান্তরিত করে।
    এক বাঙালি ভদ্রলোকের গল্পটা দারুণ মজার। একদিন সকালে এক হাসপাতালের সামনে বসে তিনি চা আর স্ন্যাক খাচ্ছিলেন। তাঁকে দেখে এক বন্ধু জিজ্ঞেস করলেন, “কী হলো?” উত্তরে তিনি বললেন, “আর কইবেন না… স্ন্যাক বাইট! ডাক্তার দেখতাছে, তাই আমি ততক্ষণ চা আর স্নেক খাইতাছি।” অর্ধেক খাওয়া পাউরুটি তুলে দেখিয়ে দিলেন কথার প্রমাণ!
    আমাদের পরিবারেও এমন ঘটনা ছিল। আমার এক পিসেমশাই দাঁত তুলে এসে বলেছিলেন, “দেন্টিচ ব্যচা ইডিয়েচ।” কথার অর্থ যতই বিভ্রান্তিকর হোক, ভাবটি ঠিকই পরিষ্কার ছিল! তিনি আবার কাটোয়া লোকাল ট্রেনকে কাচোয়া লোকাল বলতেন। ভাব প্রকাশে কোনো অসুবিধা হয়নি।
    তবে একবার এক মজার বিপত্তি ঘটেছিল। আমার বউদির জ্যাঠামশাই গভীর রাতে চোর দেখে চট্টগ্রামের উচ্চারণে “চুর চুর” বলে চেঁচিয়ে ওঠেন। জানালা দিয়ে চোর শুনে বলল, “আমি চুর নই… মদ খাই না… আমি চোর।” এরপর পাঁচিল টপকে পালালেন!
    এই দুই মহারথীকে বলি, এমন ঘটনা তোমাদের জীবনে হয়তো ঘটবে না, তাই চিন্তা ছাড়াই চালিয়ে যাও অসাধারণ পরিবেশনায়। উশ্চারণের রকমফের নিয়ে ভাবনার কিছুই নেই।
    অনেক শুভেচ্ছা রইল l
    পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম!

    • @sayanmukherjee1693
      @sayanmukherjee1693 วันที่ผ่านมา +1

      Amara to appreciate kori dada... We r with u...

  • @uttamkumarbanerjee1269
    @uttamkumarbanerjee1269 วันที่ผ่านมา +2

    এই যে ছোটবেলার গল্প আপনাদের মুখে শুনি তখন মনে পড়ে যায় নিজের জীবনের কথা। খুব বুড়ো হয়ে যাইনি মনে হয়।

  • @sujatabanerjee3904
    @sujatabanerjee3904 5 ชั่วโมงที่ผ่านมา

    Khub bhalo laglo, apurbo prokiti khub enjoy korchi apnader songe ❤❤

  • @monikamukherjee1722
    @monikamukherjee1722 วันที่ผ่านมา +2

    ভীষন ভালো লাগলো ভিডিও টা।পৃথ্বীর টিপ্পনী গুলো সব চেয়ে মনোরম

  • @dilipdas4986
    @dilipdas4986 วันที่ผ่านมา +4

    প্রকৃতির অসাধারণ সুন্দর রূপ দুই চোখ ভরে দেখলাম। ❤

  • @swamimananananda
    @swamimananananda 8 ชั่วโมงที่ผ่านมา

    একেবারে মন্ত্রমুগ্ধের ন্যায় এক নাগাড়ে পুরো ভিডিও টা দেখে গেলাম! আর কিছু বলার নাই।

  • @kaushikmukherji4420
    @kaushikmukherji4420 19 ชั่วโมงที่ผ่านมา +2

    Could relate with Prithvijit regarding the love for animals....The love we get from strays is truely without any expectations.

  • @kartickpal8195
    @kartickpal8195 10 ชั่วโมงที่ผ่านมา

    সত্যি বলছি আমার কাছে খুব ভালো লাগলো এই রকম শান্ত পরিবেশে ঘুরে বেড়ানো এর মজাই আলাদা। আর এই রকম অফ বিট ভ্রমন দেখানোর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই।

  • @prasantaleo
    @prasantaleo 18 ชั่วโมงที่ผ่านมา +2

    god bless your friendship , and thank you for the contents

  • @ashokghosh1203
    @ashokghosh1203 3 ชั่วโมงที่ผ่านมา

    সত্যিই অফবিট ভিডিও দেখার পুরো আনন্দ পেলাম। দারুন।
    খোকলা গাছটা তো অসাধারন।।
    বেতালের খুলি গুহা ঝরনা ও ফাটাফাটি। বেশ যেতে ইচ্ছে করছে ..........
    ধন্যবাদ
    ❤❤

  • @namitachakraborty5084
    @namitachakraborty5084 14 ชั่วโมงที่ผ่านมา

    সারাহান গেছি। বাঘা সারাহান এখন নতুন tourist spot হচ্ছে। আমরা যখন যেখানে গেছি তখন মানুষের ভীড় খুব একটা পাইনি। তাই প্রকৃতিকে উপভোগ করেছি যথাযথ। তোমাদের দেখানো এই জায়গা ভীষণই সুন্দর। ঐ খোকলা? গাছ আর ঝর্ণা আমার মন কেড়েছে। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাই।

  • @aninditaghosh7507
    @aninditaghosh7507 วันที่ผ่านมา +2

    অসম্ভব সুন্দর একটি জায়গা। এই জায়গাটির খাজিয়ারের সঙ্গে বেশ মিল আছে। নিরিবিলি নির্জন এই জায়গায় হারিয়ে যেতে ইচ্ছে করে বার বার। সত্যি বলতে কি আগের ভিডিও টায় আপনাদের হোটেলে যাওয়ার পথ প্রথম দর্শনে মন কেড়েছিল। এই পর্বটির অপেক্ষায় ছিলাম। এই স্থানটি আবার হিমাচলেরই কাংড়া ভ্যালির কোথাও মনে করিয়ে দেয়, তবে কাংড়া ভ্যালি অনেক বিস্তীর্ন আর জনবহুল। পরের পর্বের অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন।

  • @amarnathmukherjee8621
    @amarnathmukherjee8621 18 ชั่วโมงที่ผ่านมา +3

    দুচোখ ভরে প্রকৃতিকে দেখলাম মন ভরে গেল নেক্সট ভিডিও আবার কবে আসবে ভালো থাকবেন শিবাজী দা

  • @mousumisanyal5937
    @mousumisanyal5937 17 ชั่วโมงที่ผ่านมา +1

    এতো দোষ ধরা লোক পৃথিবীতে থাকার জন্য, মানুষের মনের কথা প্রকাশ করার ইচ্ছে হারিয়ে যাচ্ছে।
    আর আমার বাঙাল ভাষা শুনতে খুব ভালো লাগে। ধন্যবাদ আপনাদের।😊

  • @manasidutta6783
    @manasidutta6783 4 ชั่วโมงที่ผ่านมา

    এক কথায় অসাধারণ ভিডিও অপূর্ব জায়গা

  • @SreetamaPaulChoudhury
    @SreetamaPaulChoudhury วันที่ผ่านมา +4

    খুব ভালো লাগল ভিডিওটি! বাগা সারাহানের মতো অজানা জায়গা আমাদেরকে দেখানোর জন্য ধন্যবাদ। আপনার ভিডিওগুলো আমাদেরকে প্রকৃতির কাছাকাছি এনে দেয়। এমন আরও সুন্দর জায়গা দেখার অপেক্ষায় থাকলাম। অসাধারণ কাজ করছেন! 😊📸

  • @victorgharojatravelworld
    @victorgharojatravelworld วันที่ผ่านมา +2

    @Explorer Shibaji : আপনাদের ভ্রমনের ভিডিও গুলো ন্যাচারাল এইজন্যই আমি দেখি ও ভাল লাগে। পৃথ্বী দাদার খুনসুটি কথা গুলোও মজার হয়।

  • @kekapaul9315
    @kekapaul9315 7 ชั่วโมงที่ผ่านมา

    অসাধারণ! দারুন লাগছে। আর কেলানি কথা টা তে যে আপত্তি করবে তাকে ধরে কেলানো উচিৎ।

  • @durbatripathi6122
    @durbatripathi6122 7 ชั่วโมงที่ผ่านมา

    Oshadharon....bhison bhison bhison bhalo laglo....

  • @debabratamukherjee8263
    @debabratamukherjee8263 18 ชั่วโมงที่ผ่านมา

    Khub vhalo laglo apnar ae video's thanks for beautiful ghoranor janne.

  • @anindachanda2080
    @anindachanda2080 วันที่ผ่านมา +1

    Darun darun laglo ei gramer video ta.khub bhalo laglo Shibaji Da o Prithwijit Dadara.anek bhalovasa o suveccha o Pronaam neben ❤🙏

  • @user-blog2023
    @user-blog2023 วันที่ผ่านมา +1

    হিমাচলের শান্ত নিরিবিলি পাহাড়ী গ্রামের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য মন ভরিয়ে দিল।আর সঙ্গে আপনাদের সাবলীল কথাবার্তা ভিডিওটিকে আরও উপভোগ্য করে তুলেছে। ভীষন ভালো লাগলো।পরের ভিডিওর জন্য অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ।

  • @tulikasahachatterjee551
    @tulikasahachatterjee551 วันที่ผ่านมา +1

    তোমরা দুই বন্ধু মিলে যা কিছু করো সবই খুব ভালো লাগে। তোমাদের মজাটাই খুব ভালো লাগে। এটাই স্বাভাবিক।

  • @kishorepramanik211
    @kishorepramanik211 วันที่ผ่านมา +1

    অসাধারণ অসাধারণ সুন্দর এবং মনে রাখার মতো ভিডিও শিবাজী দা ও prithejeet দা এবং আপনাদের দুজনের চলিত ভাষার সুন্দর উপস্থাপনা অসম্ভব জনপ্রিয় করে তুলেছলেছে 🎉❤😊

  • @aniruddhahomroy7771
    @aniruddhahomroy7771 20 ชั่วโมงที่ผ่านมา +3

    আপনাদের জ্যাকেট/হুডি গুলো কিনেছিলেন পোখরা থেকে। আর অবশ্যই এই সিরিজটা খুব ভালো লাগছে। সুযোগ পেলে যেতে চাই পল'দার মাধ্যমে। ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন।

  • @jayasreedas952
    @jayasreedas952 20 ชั่วโมงที่ผ่านมา

    অফবিট বাগাসাহারান যা দেখলাম উচ্ছাস পকাশ করার ভাষা হারিয়ে ফেলেছি।যা দেখলাম মনোর মনি কোঠায় থেকে গেল।ধন্যবাদ ।

  • @subratasanyal8191
    @subratasanyal8191 14 ชั่วโมงที่ผ่านมา

    অসাধারণ লাগলো অফবিট হিমাচল ব্লগ

  • @MomosMelody
    @MomosMelody 13 ชั่วโมงที่ผ่านมา

    আমাদের দেশ এতো সুন্দর আর বৈচিত্র্যময় সেটা আপনাদের vlog এর মাধ্যমে খুব ভালো ভাবে উপলব্ধ হলো।

  • @arinrc
    @arinrc วันที่ผ่านมา +1

    Offbeat Himachal এর সবচেয়ে সুন্দর লাগলো এই পর্ব। পাইন বনের কোলে তৃণভূমির রূপ অনবদ্য। তোমাদের ভ্লগগুলো দেখার উপরি পাওনা হলো নতুন জায়গা দেখার সাথে সাথে একটা আড্ডার মেজাজ। আর এভাবেই চলতে থাকুক দুই বন্ধুর আরো অনেক বেড়ানোর গল্প.. all the best! Continue exploring the abundance of mother Nature 🌲🌳🌲

  • @ekakinidebi2615
    @ekakinidebi2615 วันที่ผ่านมา +1

    যেমন আমি তেমনই দেখাবো, কোনো মেকিপনা থাকবে না.... তবেই তো সবার সাথে সবার একজন হয়ে ওঠা যায়! এটাই মূলমন্ত্র। সেইজন্য আমরা অনায়াসে ঘুরে বেড়াই আপনাদের সাথে। আর হ্যাঁ, রামধনু দেখেছি ❤ নির্জন গ্রামে আলাদাই অনুভব।

  • @shibanibiswas217
    @shibanibiswas217 11 ชั่วโมงที่ผ่านมา

    অসাধারণ, অসাধারণ এবং অসাধারণ আজকের ভিডিওটি… অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই হিমাচলের অফবিট জায়গা বাগা সারাহান… ❤খুব ভালো লাগল উপস্থাপন ❤
    দুই দাদার জন্য একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইল❤

  • @linaroychowdhury2333
    @linaroychowdhury2333 วันที่ผ่านมา +1

    অসাধারণ ভিডিও! গাছটা দেখে 'রয়েল(রয়্যাল) বেঙ্গল রহস্য' - র কথা মনে এলো। হিমাচল অসম্ভব সুন্দর।প্রকৃতি যেন আপন আদরে সাজিয়েছে হিমাচলকে।আর এমন অসামান্য ভাষ্যের যুগলবন্দি মন ভরিয়ে দিল।
    আর হ্যাঁ, খুলি গুহা একেবারেই যথার্থ। কৈশোর আলোয় স্নাত হলাম আবার।

  • @biswanathdas3953
    @biswanathdas3953 วันที่ผ่านมา +1

    বাগা সারানের সৌন্দর্য মন মোহিত করে।
    পাইন গাছের সারি অপরূপ পাহাড় চোখে পড়ে।
    খোকলা গাছের গুহা গর্ত ও পাহাড়ি ঝরনা।
    এত ভ্রমণেও মন যেন তাও সম্পূর্ণ ভরে না। ❤ ধন্যবাদ🙏💕

  • @krishnadey2505
    @krishnadey2505 11 ชั่วโมงที่ผ่านมา

    দারুণ বিস্তীর্ণ তৃণ ভূমি অসাধারণ তার উপর khokla per একটা নূতন অভিজ্ঞতা ঝর্ণা পেছনে খুলি গুহা মনে করিয়া সত্য সত্যই ছোটো বেলা এবং অরণ্য দেব কে মনে করিলেন তাই Prithi বাবু কে পৃথক ভাবে ধন্যবাদ ভাল থাকুন, পরবর্তী ভিডিও অপেক্ষা রইল।

  • @chtculture1978
    @chtculture1978 17 ชั่วโมงที่ผ่านมา

    অনেক অনেক সুন্দর একটি ভ্রমণ ভিডিও।ধন্যবাদ দাদা ভাই।

  • @TRAVELLERARUP
    @TRAVELLERARUP 19 ชั่วโมงที่ผ่านมา +1

    Wow amazing 👌❤ khub bhalo laglo 👍

  • @MadhuriChakraborty-u8i
    @MadhuriChakraborty-u8i วันที่ผ่านมา +1

    খুব ভালো লাগলো,অনেক অনেক ধন্যবাদ আপনাকে,এত সুন্দর জায়গা, সত্যি দেখে মন ভরে যায়। আপনার কাজ অসাধারণ, কাজের প্রতি আপনার এত ভালোবাসা, এত আন্তরিকতা দেখে আপনাকে ভীষণ শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে ইচ্ছা করে।খুব ভালো লাগছে সিরিজ গুলো দেখতে। এতটুকু তে যেন মন ভরে না।খুব ভালো থাকবেন সবাই।❤❤❤❤

  • @basudevmondal6655
    @basudevmondal6655 15 ชั่วโมงที่ผ่านมา

    অসাধারন সুন্দর প্রকৃতিক দৃশ্য উপলব্ধি করলাম সেই সাথে পরিবেশ সচেতনতার মন্তব্য
    সঠিক ও গ্রহণযোগ্য🎉

  • @Bhojandbhromon
    @Bhojandbhromon 11 ชั่วโมงที่ผ่านมา

    Asadharon sundor prakriti, darun laglo ❤❤❤

  • @Malasrealvlogs
    @Malasrealvlogs วันที่ผ่านมา

    খুব সুন্দর একটা ভিডিও দেখলাম। সিমলা অফবিট এ সব ভিডিও দেখলাম দারুন লেগেছে।

  • @JakirulSh
    @JakirulSh วันที่ผ่านมา +2

    অসাধারণ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ, 🇧🇩🇧🇩👍

  • @suklachatterjee9476
    @suklachatterjee9476 วันที่ผ่านมา

    অসাধারণ লাগলো মনোমুগ্ধকর দৃশ্য দেখাবার জন্য আপনাদের অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানাই খুব ভালো থাকবেন আবার অপেক্ষায় রইলাম।

  • @bananeemukherjee5850
    @bananeemukherjee5850 วันที่ผ่านมา +1

    অসাধারণ অসাধারণ অনবদ্য একটি অফবিট হিমাচলের সাথে পরিচিত হলাম। কি যে ভালো লাগলো সেটা ভাষায় প্রকাশ করতে পারছি না। মনে হয় সারাদিন ধরে তোমার ব্লগ দেখি। এর আগেও অনন্য সুন্দর অফ বিট কাশ্মীর দেখিয়েছি। সেটাতে মানস ভ্রমণ সার্থক হয়েছে। আমি তো শারীরিক অসুবিধা র জন্য পাহাড়ে চড়তে পারি না। কিন্তু তোমার অনন্য ব্যখ্যাতে আমি মুগ্ধ হয়ে যাই। আর মাঝে মাঝে তোমার এবং পৃথ্বিজৎ এর খুনশুটি ভীষণ উপভোগ করি। একটা অনুরোধ করছি ভাই, একবার কিন্নর কৈলাস দেখাও। খুব খুব উপভোগ করবো। ভালো থেকো তোমরা পল সহ। ❤❤❤❤

  • @SuchetanaGupta
    @SuchetanaGupta 18 ชั่วโมงที่ผ่านมา

    খুব ভালো লাগলো। এই সিরিজটা বেশ সুন্দর হচ্ছে।

  • @pradiptapradhan1054
    @pradiptapradhan1054 วันที่ผ่านมา +1

    তোমাদের এই এপিসোডটা দারুন। Pristine Natural বিউটি, তোমাদের শিশুসুলভ অভিব্যাকটি, খুব ভালো । রামধনু 👌। প্রথম বংদের পায়ের ধুলো পড়লো। অভিনন্দন 🎉। হিমাচলি রাজমা খুব tasty। ট্রাই করতে পারতে।❤

  • @sekharroy7878
    @sekharroy7878 วันที่ผ่านมา

    কিছু বছর আগে পর্যন্ত কর্মসূত্রে ভারতের বহু অনামী, অখ্যাত কিন্তু অপূর্ব সুন্দর অনেক জায়গা যাওয়ার আর দেখার সৌভাগ্য হয়েছিল। আজকের পর্বটা দেখতে দেখতে সেই সমস্ত স্মৃতিগুলো আবার নতুন করে মনের মধ্যে ভেসে আসছিল। এই পর্বটা বেশ ভাল লাগল। ধন্যবাদ।

  • @aloknaskar9391
    @aloknaskar9391 22 ชั่วโมงที่ผ่านมา

    Khub khub valo congress to both of you💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏

  • @ritapramanick4201
    @ritapramanick4201 19 ชั่วโมงที่ผ่านมา +1

    অসাধারণ শিবাজী ও পৃথি

  • @debashisdas5674
    @debashisdas5674 วันที่ผ่านมา +1

    অনেক din pore khuje pelam authentic Explorer shibaji.
    Love you both.

    • @mitabhaumik9695
      @mitabhaumik9695 9 ชั่วโมงที่ผ่านมา

      Absolutely true! Shibaji of Many Purulia trips… Puri trips with family, with Prithwijit during Covid… all older videos.. always my favourite shows!

  • @amarnathmanna5789
    @amarnathmanna5789 19 ชั่วโมงที่ผ่านมา

    অসাধারণ। আপনারা ভাল থাকবেন।শুভেচ্ছা রইল।

  • @apexgamer2643
    @apexgamer2643 วันที่ผ่านมา +1

    Darun shibaji da...Apni / apnara jai kotha bolchechn it's natural...we can relate it...khub vlo laglo.....etai vlo lage...
    R prithwi da and apnader kotha atke jabar bapar Tao bujhi...it's quite natural...khub vlo lage ❤️❤️❤️
    Be like this everytime...karur kothai kan deben na ❤️...joy mohunbagan ❤️❤️

  • @sandipkarmakar9785
    @sandipkarmakar9785 วันที่ผ่านมา +1

    পৃথ্বিজিৎ দা...এটা তোমার জন্য...❤

  • @sayanichatterjee199
    @sayanichatterjee199 6 ชั่วโมงที่ผ่านมา

    You DO NOT need to change at all .. We LOVE YOU for your originality and free flow of feelings.And truth be told, your primary target audience are not kids who should rather play around than confine themselves to screens.

  • @triptighosh5470
    @triptighosh5470 13 ชั่วโมงที่ผ่านมา

    দারুন সুন্দর নিরিবিলি জায়গা। গাছের বারান্দা অপূর্ব।বুগিয়াল টি অসাধারণ, সবুজের ছোঁয়া থাকলে আরও সুন্দর লাগতো। মন্দিরের কারুকার্য এবং কাঠের মূর্তি খোদাই করা ভাস্কর্য ও খুব ই সুন্দর। অফবিট জায়গা বলে এখন সুন্দর আছে। রামধনু 🌈 টি সুন্দর দেখতে লাগলো। ভালো ই লাগছে। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।

  • @pradipchatterjee8450
    @pradipchatterjee8450 วันที่ผ่านมา

    Khub valo laaglo oi khokla gaache aamar ek raat thakar iccha roilo

  • @ekushtapader
    @ekushtapader 20 ชั่วโมงที่ผ่านมา +1

    শিবাজিদা ও পৃথিজিৎ দা, আমি বাংলাদেশ থেকে অনেকদিন যাবত নিয়মিত আপনাদের ভ্রমণের গল্প দেখি। আমার সাড়ে ৬ বছর বয়েসী পুত্রও দেখে। আপনাদের ভ্রমণের এসব গল্প আমার অনেক হতাশা, যন্ত্রণা, দু:খবোধের সময় অক্সিজেনের মতন কাজ করেছে। সকালে নাস্তা করতে করতে দেখার অভ্যাস এখন। নতুন ভিডিও না থাকলে মন খারাপ হয়।
    বাগা-সারাহান ভীষণ ভালো লাগলো৷ এরকম শান্তির জায়গায় যেতে পারলে স্বর্গপ্রাপ্তির অনুভূতি হতো। আমি হিমাচল প্রদেশে গিয়েছিলাম গত বছর। সাংবাদিক হিসেবে ওয়ানডে বিশ্বকাপ কাভার করেছি ধরমশালায়। মেকলয়েডগঞ্জে থেকে ধৌলাধর রেঞ্জের শুভ্র পাহাড় দেখে প্রশান্তি পেয়েছি রোজ। আবার কবে যেতে পারব জানি না।
    বাংলাদেশে এখন খুব অস্বস্তিকর সময়। ৫ অগাস্টের পর থেকে এখানে সেক্যুলার সব কিছু তছনছ করে ফেলা হয়েছে। বর্তমান ক্ষমতাসীনদের বীভৎস শাসনে জনজীবন বিপর্যস্ত। এই সময়ে এমন পাহাড়ি শান্ত জনপদের ছবি দেখাও যেন নি:শ্বাস নেয়ার মতন।
    অনেক ভালো থাকবেন। আরও অনেক বেশি ঘুরবেন। আমার নিজেরও ঘুরে বেড়ানোর প্রবল আগ্রহ। নানান কারণে এতটা হয়ে উঠে না।

    • @PrithwijitOMonerManus
      @PrithwijitOMonerManus 17 ชั่วโมงที่ผ่านมา +1

      আপনার জন্যে অনেক শুভকামনা আর ভালোবাসা,ভালো থাকবেন❤🙏

  • @dipccu
    @dipccu วันที่ผ่านมา +1

    ভাই সত্যি ছোটোবেলায় চলে গেলাম....🙏🙏🙏
    অরণ্য দেব এর example টা.....

  • @PapriBose-c9k
    @PapriBose-c9k 19 ชั่วโมงที่ผ่านมา +2

    বেতালের করোটি গুহা পিগমি ব্যান্ড ডায়না রেক্স তুফান বাঘা আর আলেকজান্ডারের কাট ডায়মন্ডের পানপাত্র, ইসসসসস একদিন হয়ে যাক ছোটবেলা খেলা❤❤❤❤❤❤❤❤❤

  • @NivaBanerjee-lx7ix
    @NivaBanerjee-lx7ix 16 ชั่วโมงที่ผ่านมา

    অসাধারণ ভিডিও বাগা সারাহান সুন্দর

  • @KalpanaMudi-ps4wb
    @KalpanaMudi-ps4wb วันที่ผ่านมา

    কী সুন্দর শান্ত পরিবেশ। অপূর্ব সুন্দর প্রাকৃতিক দৃশ্য

  • @kakalibhowmick4529
    @kakalibhowmick4529 วันที่ผ่านมา

    অনেক দিন অপেক্ষা করছিলাম এই পর্বটির জন্য। দারুন।

  • @swapnabhattacharjee7347
    @swapnabhattacharjee7347 วันที่ผ่านมา

    চমৎকার খুব সুন্দর দারুন দারুন দারুন জায়গা তোমরা ভালো থেকো সুস্থ থেকো এই আশীর্বাদ করি পল তুমি ও ভালো থেকো সুস্থ থেকো বাবা।

  • @arnabhanks6862
    @arnabhanks6862 วันที่ผ่านมา

    সত্যি অসাধরন। যার ভাষা প্রকাশ করা অসম্ভব❤

  • @swapnamusical6201
    @swapnamusical6201 วันที่ผ่านมา

    খুব খুব ভালো লাগলো আপনাদের চোখ দিয়ে বাগা সারাহানের অপূর্ব মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখে। আপনাদের প্রত্যেকটি ব্লগই আমরা দেখি এবং প্রাণ দিয়ে অনুভব করি শিবাজীদার পরিবেশন । খুব খুব ভালো থাকুন শিবাজীদা আপনারা দুজনেই 🙏♥️

  • @IndraneelSen05
    @IndraneelSen05 วันที่ผ่านมา

    দারুণ! ভীষণ সুন্দর জায়গা .. 👌👍👌👍❤..
    And believe me or not.. ঐ rainbow 🌈 ঝর্না দেখে, ভিরতের দিকটা দেখে আমার ও ঐ অরণ্যদেবের খুলি গুহার কথা just মনে হয়ছে.. আর পৃত্থীদাও সাথে সাথেই তার উল্লেখ করলো.. 😀😄

  • @souvikhalder1510
    @souvikhalder1510 วันที่ผ่านมา

    Darun lagche video gulo ✨ Himachal er ei rup age dekhini konodin

  • @BRISTIDIYA
    @BRISTIDIYA วันที่ผ่านมา +1

    কেউ কেউ কি বলল তাই নিয়ে নিজেদের প্লিজ বদলাবেন না । আমরা আপনাদের ভিডিও দেখতে ভালোবাসি কারন মনে হয় যেন নিজেরাই ঘুরছি , কোন মেকি কিছু নেই । ভাষার কচকচানি বা সাধু ভাষার মোড়কে তুলে ধরবার প্রয়াস নেই । আর দুজনের এই কথার পিঠে কথা ই ত মজার আর আমাদের আনন্দ দেয় । ভালো থাকবেন । ভিডিও টি তুলনাহীন । পাইন গাছের ফুল দুটো দেখে কি ভালো লাগলো । আগে কখনো দেখিনি সেভাবে।

  • @rimabhattacharjee1038
    @rimabhattacharjee1038 วันที่ผ่านมา

    Khub valo laglo,prakritir apurbo rup dekhe mugdho hoye gelam,asadharon ❤❤

  • @banighosh9288
    @banighosh9288 วันที่ผ่านมา

    হিমাচলের এই শান্ত গ্রাম্য পরিবেশ ও প্রকৃতির মুগ্ধতা মন কে টেনে নিয়ে গেলো বাগা সারাহানে। ধন্যবাদ তোমাদের এই অপূর্ব ভ্রমনের বৃত্তান্ত তুলে ধরার জন্য। ভালো থেকো। ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SatyabrataMaiti-u8h
    @SatyabrataMaiti-u8h วันที่ผ่านมา

    খুব সুন্দর লাগে আপনাদের বাক্যালাপ তার সঙ্গে প্রকৃতির অফুরন্ত প্রকাশ ❤ খুব ভাল থাকুন আপনারা

  • @bimalbanerjee5522
    @bimalbanerjee5522 17 ชั่วโมงที่ผ่านมา +1

    ব্লগকে নিয়মের বেড়াজালে বেঁধে দিলে ব্লগকে উপভোগ করে মজা পাওয়া যায়না, হাঁসি ইয়ার্কি না থাকলে কেমন যেন নিরস লাগে,তাই আপনারা যে ভাবে ব্লগ করছেন ঐভাবেই চালিয়ে যান। দর্শক হিসাবে আমরা খুব মজা করে উপভোগ করছি।

  • @anjanamukherjee2244
    @anjanamukherjee2244 วันที่ผ่านมา

    খুব সুন্দর হিমাচল র এই অংশ। সেপ্টেম্বরে কিন্নর কৈলাস গেছি। দারুণ।

  • @shouvicksvk31
    @shouvicksvk31 วันที่ผ่านมา

    khub sundor jaiga, darun laglo dada ❤❤

  • @MiguelAlmeida-d5q
    @MiguelAlmeida-d5q วันที่ผ่านมา

    দূর্দান্ত অভিজ্ঞতা পাচ্ছি এই ভিডিওর মাধ্যমে।

  • @abhisheksikdar3310
    @abhisheksikdar3310 วันที่ผ่านมา

    osadharon laglo dada. khub sundor. ❤

  • @samyabratadas
    @samyabratadas วันที่ผ่านมา

    বয়স্কা দুজনের সাথে যেভাবে আলাপচারিতা করলেন, বড় ভাল লাগল। বাগা সারাহান যেতেই হবে! ❤

  • @chitramukherjee1360
    @chitramukherjee1360 14 ชั่วโมงที่ผ่านมา

    অপূর্ব লাগলো. ❤❤

  • @JayaBanerjee27
    @JayaBanerjee27 วันที่ผ่านมา

    Khub sundor laglo ajker blog

  • @bananikundu4701
    @bananikundu4701 วันที่ผ่านมา

    খুব সুন্দর খুব সুন্দর । আপনারা ভাল থাকবেন।

  • @ashimroy912
    @ashimroy912 9 ชั่วโมงที่ผ่านมา

    বাগা সারাহান খুব সুন্দর লাগলো দাদা

  • @mohsinghosh5732
    @mohsinghosh5732 วันที่ผ่านมา

    N 1more thing sir yu bring smile n tears too

  • @rupalidasgupta6093
    @rupalidasgupta6093 14 ชั่วโมงที่ผ่านมา

    Khub sundor gram ❤❤❤❤

  • @subratadutta8451
    @subratadutta8451 12 ชั่วโมงที่ผ่านมา

    ভারতবর্ষে এরকম সুন্দর সুন্দর অফ বিট জায়গা কত আছে সেটা আমাদের জানা ছিল না। এক্সপ্লোরার শিবাজী কে ধন্যবাদ এ সমস্ত আফবিট জায়গা গুলোর সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য।
    ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে।

  • @sumitadas2033
    @sumitadas2033 วันที่ผ่านมา

    Bhai khub khub sundor ami sab vdo dekhi bhison bhalo lage

  • @pradipmukherjee3776
    @pradipmukherjee3776 วันที่ผ่านมา

    Khub khub sundor lagche dada ❤❤

  • @rinabanerjee2789
    @rinabanerjee2789 วันที่ผ่านมา

    খুব সুন্দর জায়গা খুবই ভালো লাগলো।

  • @aparnabanerjee9010
    @aparnabanerjee9010 วันที่ผ่านมา

    অসাধারণ সুন্দর!..আপনার চোখে অনেক অদেখা জায়গা দেখলাম..অপেক্ষায় থাকবো আরও অনেক সুন্দর জায়গা দেখার জন্য..ভালো থাকবেন দুজনে ❤

  • @abhishekghoshal6053
    @abhishekghoshal6053 วันที่ผ่านมา

    asadharon pine bon, pine boner modhye diye hatar darun anando, sundar jharna, apurbo mandir

  • @anitaroychowdhury2267
    @anitaroychowdhury2267 14 ชั่วโมงที่ผ่านมา

    Apurbo Baga Sarahan.Duchokh bhore galo.Waterfalls ta apurbo.Jedik chokh jai sobuj r sobuj.Jackey r Tupi Nepal r Pokhra theke kena.Apnara bhalo thakben

  • @MitaDutta-g9c
    @MitaDutta-g9c วันที่ผ่านมา

    অপূর্ব সুন্দর গ্রাম এই বাগা-সারাহান / শ্যামল পাইন তরুর স্নিগ্ধ শিহরণ । / প্রকৃতির সাথে নৈঃশব্দ্যের আলাপন - / বন্ধুর পথের ধারে ঝর্ণাধারার রণন। / আরও কত দেখিনু সৌন্দর্য অপার, / নির্বাক বচনেন্দ্রিয়, শুধু বিস্ময় অপার । ভালো থেকো ভাইয়েরা - মিতাদি

  • @AnjanaBhattacharya-wz1qy
    @AnjanaBhattacharya-wz1qy วันที่ผ่านมา

    Ek kothay অনবদ্য darun laglo jaygata

  • @jhantusarkar1618
    @jhantusarkar1618 วันที่ผ่านมา +1

    Khub khub sundor jayga jani na konodin jete parbo kina kintu jete parle jibon sarthok hoye jabe

  • @arindamchoudhury873
    @arindamchoudhury873 19 ชั่วโมงที่ผ่านมา

    Khub bhalo aapnader series

  • @timreza2889
    @timreza2889 วันที่ผ่านมา

    Thank you very very beautiful , darun r darun

  • @BISWADIPDAS-1982
    @BISWADIPDAS-1982 วันที่ผ่านมา

    দারুন দারুণ এক কথায় অসাধারন কোনো তুলনা হয়না ❤❤❤❤❤😊😊😊🎉🎉

  • @Sanchi0475
    @Sanchi0475 วันที่ผ่านมา

    Fatafati laglo ! Ki ashadharon jaega