Replacement সত্যি সহজ নয় । কেউ কারোর মতো হয় না । কিন্তু তবুও অনেকে সহজেই তোর থেকে তোদের এর পথে চলে কারণ তাদের নিজেদের মতোই কেউ নেই বলে হয়ত । ভালোবাসা এ জন্যই হয়ে দাঁড়ায় ভালোফাঁসা ! গানটা ভেতরটা নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে যদিও আমার সরবসময়ের সবচেয়ে প্রিয় "এই তো আমি চাই মাখব গায়ে সোনা "।
গান টা ৮ বছর আগে publish হয়েছে দেখে অনেক স্মৃতি মনে পড়ে গেল...তখন আমরা কলেজ, ওর নোকিয়া ফোন এ প্রথম শোনায় ও গানটা আমায়, ফর্ম ফিল up ছিল সেদিন। আজ কোথায় সেসব.. ভালো থাকুক সেসব সোনালী দিনেরা 🙂🙂
One of the many reasons why I feel so proud to be a Bengali. Listening to this for almost 100th time. The words used in the lyrics the music the feel . You just need to close your eyes and feel it. Its love pure love ❤️
This song reminds me of someone whom I never get back into my life again. Reminds me my incomplete love story.🙂💔 but still আজ ও “আমার মতে তোর মতন কেউ নেই।"😌
গানের কথাগুলো হৃদয়ের এক কোন অচিরে যেন জমে থাকা মেঘকে কান্নায় রূপান্তরিত করে একটা বোঝা হাল্কা করতে সাহায্য করে।। কেউ কখনো অন্য একজনের মতো হয় না সবাই unique নিজের মতো।। জানি একজন কে হারানোর পর কাউকে ই বিশ্বাস করা যায় না আগের মত, কিন্তু যে নতুন মন-প্রান দিয়ে কাছে আসতে চায় নিঃস্বার্থ ভাবে তাকে সময় দাও, শত অপেক্ষা করেও যদি সে না যায় একই রকম থাকে তাহলে ওকে মেনে নাও কারন যে মানুষটি জীবনে নেই ওর কথা ভেবে বর্তমানকে শেষ কোরোনা।।।।
@@BengalWarrior you are sidelining every other Language. Is there a measure by which u can say that? Also tbh bengali is a language that feels more servile than sweet.
||যৌনতার এ শহরে প্রেম যখন মাংসবিলাসী, হতভাগা বোকা মন আজও আদরে বিশ্বাসী..!! বুকে জমানো কিছু গভীর ক্ষত কিছু ভালোবাসা থাকুক না হয় অপূর্ণতা তেই আজও, "আমার মতে তোর মতন কেউ নেই"।
Hemlock society সত্যি একটা অসাধারণ মুভি ।। নতুন করে আবার বাঁচতে শেখায় ।।।জীবনে যতই খারাপ সময় আসুক না কেন সব বাধা বিপত্তি কাটিয়ে আবার নতুন করে বাঁচতে হবে , নতুন করে আবার ভালবাসতে শিখতে হবে , নতুন করে আবারো জীবনটা তৈরি করতে হবে। আমরা যদি এখন একটু ভেবে দেখি দেখব আমাদের থেকেও বড় বড় problem অনেকের আছে তাদের কাছে কিন্তু আমরা তুচ্ছ তবুও তারা বাঁচতে জানে.... ।। 😊
প্রথম যখন এই গান শুনি মাত্র কলেজ এ উঠলাম, সকাল সকাল বাসের উইন্ড সিটে কানে হেডফোন এ গান শুনতে শুনতে কলেজ এ পৌঁছে যেতাম মাঝেমধ্যে চোখ ভিজে যেত এগান শুনে। আজ ৯ বছর পরো চোখ বন্ধ করে সেইসব স্মৃতি মনে করে গান শুনতে শুনতে চোখ ভিজে এলো 🥰 বাংলাগান আসলেই জাদু ❤️
Being suicidal (passive, but sometimes gets active) in reality, and finding this movie with so many beautiful songs gives me some peace,, like this songs are really soothing..💙
I was stumbled 7 years ago, when for the first time, I'd heard it at Sangeet Bangla channel; after 7 years, for one another time, I'm stumbled hearing of it. Till now, I'm evaluating the heavier thoughtful meaning of it.
মেধা অনুভব ও নিগূঢ় সৃষ্টিশীলতায় প্রতিটি কাজ অস্মিরণীয় হয়ে বেঁচে থাকে।। কথা ভাব ও সুর বৈচিত্র্যে এ এক অসাধারণ গান। লোপামুদ্রার এমনই দুশ্চর তস্যা। তার গলায় এ গানটি শুনে হৃদপিণ্ডে নিরন্তর সুচের খোঁচা ও অবরিাম রক্তক্ষরণ। বিষন্নতায় দু’চোখ ভিজে যায়। কিছুতেই প্রবোধ মানেনা। লোপামুদ্রা তুমি কেমন করে এমন করে গাও। আর কে সেই যে এমন অমোঘ গানটি লিখেছেন। আমার মতে, তোর মত কেউ নেই, তার মত কেউ হয়না।
মাত্র এই দুইটি লাইনে জড়িয়ে আছে হাজারো গল্প, নীরবতা, বিষন্নতা আর অনেক একাকীত্বের গল্প। তারপরও মানুষ অদ্ভুত এক আশা নিয়ে বেঁচে থাকে। মানুষকে বেঁচে থাকতে হয়।
Great Song..Though I don't understand the language...But I think this song is beyond the shackles of knowing the language......Can't explain in words.... :)
yvoval2008 So many times I break your mirrors and look back In my opinion, there's no one like you So many times I bathe in your young light and sing In my opinion, there's no one like you In this dead continent, sunlight, again and again Maybe traces of a river I couldn't leave any remnants Or else, even after losing all my hands in the game, I've played one more time Didn't understand why I'm so attracted Someday, discard your slippers and clothes and come stand on the road On the way to your home, the soldiers of logic hide in poetry But they get caught much more often Huge sums etched on your courtyard I wasn't allowed to solve them, so I understood almost nothing. Someday, discard your slippers and clothes and come stand on the road. This is a very crude translation, and the lyrics are supposed to be taken metaphorically rather than literally. :)
প্রিয়, নাই বা শেষটা হলো কোনো Movie- এর মতো🙂❤️ হয়তো বা রয়ে গেল বুকে জমানো কিছু গভীর ক্ষত কিছু ভালোবাসা থাকুক না হয় অপূর্ণতা তেই 😊💕 আজও, "আমার মতে তোর মতন কেউ নেই"।❤️
দীর্ঘ সময়ের একাকীত্ব, ক্লান্তিহীন দিনের শেষ, তোমার প্রতি গভীর টান, মৃদু অন্ধকারাচ্ছন্ন পার্কের বেঞ্চ, কানে হেডফোন আর সেই বেদনা লুকোনো বিচ্ছেদ 🙂 তবুও এখনো মনে হয় "আমার মতে তোর মতন কেউ নেই♥️"
সত্যি তোর মতোন কেউ নেইরে। খুব ভালোবাসি তোকে এই জন্মে যদি তোর না হতে পারি ভগবানকে বলেদিস পরের জন্মে যাতে আমি তোরই হই। তোর সাথে না থাকতে পারার যন্ত্রনা যে কতটা হবে তা ভাবতেই ভয় করে। তবে শেষ পর্যন্ত চেষ্টা করে যাব শুধু তুই পাশে থাকিস। ❤😔
ক্লাস সিক্সে পড়তাম তখন। বাসা থেকে একটা বাটন ফোন পেয়েছিলাম ভাগ্যক্রমে, বন্ধুদের মধ্যে শুধু আমাদের দুই বন্ধুরই পার্সোনাল ফোন ছিলো। sumirbd, fusionbd থেকে এই গানগুলো ডাউনলোড করে শুনতাম। আহা কীসব দিন ছিলো!
এই গানটা শুনে জীবনে শুধু ভালোবাসার মানুষের কথা মনে পড়ে এমনটাই নয় ফেলে আসা অনেকগুলো বছরের স্মৃতি মনে পড়ে যায়,, 💔 অনেক পাওয়া না পাওয়া হারিয়ে ফেলা অনেক কাছের মানুষ হারিয়ে ফেলেছি সেগুলোই বেশি কষ্ট দেয় লাইফে এমন একজনের কথা বলতে পারব না,,এমন অনেকে আছে,,, আমার মতে তাদের মত কেউ নেই 💔 আর তারা আমার স্মৃতিতে সারা জীবন বেঁচে থাকবে❤️
This song hits different after watching the movie... Watched it Today. I heard this song before... But now can feel and understand the lyrics of it... There is a seperate life in this Song ❤️
" এই মৃত মহাদেশে রোদ্দুর বারবার , হয়তো নদীর কোনো রেশ ...." মৃত (মন থেকে) মানুষ ও জীবিত মানুষের খোঁজ রাখে কিন্তু মৃত মানুষটির খোঁজ হয়তো কেউ রাখেই না 🍂🥀 ' আমার মতে তোর মতন কেউ নেই ' সেই মৃত মানুষটি ভালো থাকুক 🌼🌾☺️ কমেন্টস টা রেখে গেলাম 🙏😌
প্রিয় মেহুনীল বৃষ্টি, কতকাল যেন দেখা নেই তোর। বিস্মৃতির অবতলে হয়তো বা হারিয়ে গেছিস, না হয় লুকিয়ে রয়েছিস নীলাভ সমুদ্রে। তবুও আমার চোখে, তোর মতো কেউ নেই। হয়তো বা আর আসবে না কেউ😢😢😢
কতবার তোর আয়না ভেঙেচুরে ঘুরে তাকাই, আমার মতে তোর মতন কেউ নেই ! কতবার তোর কাঁচা আলোয় ভিজে গান শোনাই, আমার মতে তোর মতন কেউ নেই ! এই মৃত মহাদেশে রোদ্দুর বারবার , এ মৃত মহাদেশে রোদ্দুর বারবার , হয়তো নদীর কোনো রেশ, রাখতে পারিনি অবশেষ | অথবা খেলায় সব হাতগুলো হারবার পরেও খেলেছি এক দান , বুঝিনি কিসের এত টান ! কখনো চটি জামা ছেড়ে রেখে রাস্তায় এসে দাঁড়া ! কখনো চটি জামা ছেড়ে রেখে রাস্তায় এসে দাঁড়া ! কতবার তোর আয়না ভেঙেচুরে ঘুরে তাকাই, আমার মতে তোর মতন কেউ নেই ! কতবার তোর কাঁচা আলোয় ভিজে গান শোনাই, আমার মতে তোর মতন কেউ নেই ! তোর বাড়ির পথে যুক্তির সৈন্য তোর বাড়ির পথে যুক্তির সৈন্য যতটা লুকিয়ে কবিতায় , তারও বেশি ধরা পড়ে যায় | তোর উঠোন জুড়ে বিশাল অঙ্ক , কষতে বারণ ছিল তাই, কিছুই বোঝা গেলনা প্রায় ! কখনো চটি জামা ছেড়ে রেখে রাস্তায় এসে দাঁড়া ! কখনো চটি জামা ছেড়ে রেখে রাস্তায় এসে দাঁড়া ! কতবার তোর আয়না ভেঙেচুরে ঘুরে তাকাই, আমার মতে তোর মতন কেউ নেই ! কতবার তোর কাঁচা আলোয় ভিজে গান শোনাই, আমার মতে তোর মতন কেউ নেই ! আমার মতে তোর মতন কেউ নেই ! আমার মতে তোর মতন কেউ.
বিচ্ছেদের পরেও একটা টান থেকে যায় সারাজীবন, কিন্তু কিছু মানুষের প্রতিশোধ স্পৃহা এতো তীব্র হয় যে সে বিচ্ছেদের সাথে সাথে আরো অনেক কিছু শেষ করে দিয়ে চলে যায়। আমার কাছে বিচ্ছেদে মানে সারাজীবন তার ভালো চাওয়া, সে আমার হোক বা না হোক।😊
রাত 3:35 মিনিট । রুমের ভিতর চেয়ারে বসা আর গানটি শুনি। Vape টানতেছি আর মায়াজড়িত স্মৃতিচারণ ভিতরে যেন এক হাহাকার দুমড়ে মুচড়ে একাকার। ভালো থাকিস বন্ধু। হয়তো কোন এক সময় আবার দেখা হবে। নয়তো চলে যেতে তো হবে একদিন।
ট্রেনের জানলার ধারের সিট, পাহাড়ি রাস্তা,কানে হেডফোন, বাইরে অঝোরে ঝরে পড়া বৃষ্টি,জমে থাকা কত কথা আর একরাশ বিষন্নতা, দীর্ঘ দিনের একাকিত্ব আর মনে পরে যায় সেই প্রথম ভালোবাসার বিচ্ছেদ, বিস্বাস কর কিন্তু আজও আমার মতে তোর মতন কেউ নেই।
একটা অন্ধকার ঘর, নিজের সাথে কিছুটা সময়, কানে headphone, আর প্রিয় মানুষটির কিছু স্মৃতি 😌🌍❤️ আজ হয়তো আমরা একসাথে নেই তবুও, " আমার মতে তোর মতন কেউ নেই 🙃🖤🍁"
প্রিয়,, নাই বা শেষটা হোলো কোনো movie এর মতো 🖤🙂 হয়তো বা রয়ে গেলো বুকে জমানো কিছু গভীর ক্ষত কিছু ভালোবাসা থাকুক না হয় অপূর্ণতা তেই 🙂💞আজও,, আমার মতে তোর মতো কেউ নেই🖤🥀
তোর মতো না,তোর থেকে ভালোও না!🌸 আমার তোকে চাই,তোকেই লাগবে!🙁 কারন তোর মতন সুখ আমি পৃথিবির আর কোথাও পাইনা!❤️ আর এইজন্যয় দাদা-অনুপম রায়; গানটি লিখেছেন>আমার মতে তোর মতন কেও নাই!😙
দশ বছর আগে শব্দের মানে না বুঝে চ্যানেল বদলে দিতাম, আর এখন যতবার শুনি, কেবল শুনতেই থাকি। 💙 এগুলো যেন পুরনো হওয়ার নয়। হয়ত আজ থেকে দশ বছর পরেও একই রকম থাকবে....💙
পারলে ফিরে এসো। যাকে ভালোবাসি তার সাথে এখন শুধু বন্ধুত্বের সম্পর্ক হয়তো বা তাও নেই। তোমায় অন্য কারোর পাশে দেখাটা সত্যিই কষ্টের। কিন্তু ভালো থেকো তুমি সবসময়। সত্যিই "আমার মতে তোর মতন কেউ নেই"🙃
Family er cheye r nijer ki keu hote pare ? Shey tumi joto e karor saathe mishe jao , close hoye jao , expectations ene felo , taake ekta important person er jayga diye felo , nijer bhebe felo kintu tar torof theke toh ei same jinish e thakbe sheita toh na o hote pare Actually eishob onek koshto dey , prochondo painful ekta feeling tumi jodi deeply niye nao , prochondo nijer bhebe felo . R eita o hote pare shei nijer manush ta theke same feelings nei So family chara nijer keu e temon hote parena Eita ami feel korechi. Amra non important person k importance dite family k importance dite parina ebong family er importance bujhte parina
কতবার তোর আয়না ভেঙে চুড়ে ঘুরে তাকায়, আমার মতে তোর মতন কেউ নেই।❤ ভালো থাকিস। সত্যি তোর মতন কেউ নেই। তোকে আজ ও খুব ভালোবাসি। আমি আমার ভালোবাসা হারায়নি। সময় ও পরিস্থিতীর সাথে ভালোবাসা ও প্রিয়জন বদলায় না, বদলায় প্রয়োজন। গানটা হৃদয় কে ছুয়ে যায়। আর মনটা অনেক অজানা প্রশ্নোত্তর এর মাঝে ঘুরপাক খেতে থাকে। 23.05.2020
After Uncertain Death of Actor Sushant singh Rajput this song is very linked with him so I listen to it again n again madly very emotional song..... How many people r agree with me?
একরাশ বিষণ্ণতা , দীর্ঘ দিনের একাকীত্ব , ট্রেনের windows seat কানে হেডফোন , আর সেই বিচ্ছেদ কিন্তু আজ ও আমার মতে তোর মতোন কেউ নেই🤎
❤
What a comment!❤️❤️
Sotty ❤️❤️❤️
Somai khub boro osud.
❤
Replacement সত্যি সহজ নয় । কেউ কারোর মতো হয় না । কিন্তু তবুও অনেকে সহজেই তোর থেকে তোদের এর পথে চলে কারণ তাদের নিজেদের মতোই কেউ নেই বলে হয়ত । ভালোবাসা এ জন্যই হয়ে দাঁড়ায় ভালোফাঁসা !
গানটা ভেতরটা নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে যদিও আমার সরবসময়ের সবচেয়ে প্রিয় "এই তো আমি চাই মাখব গায়ে সোনা "।
গান টা ৮ বছর আগে publish হয়েছে দেখে অনেক স্মৃতি মনে পড়ে গেল...তখন আমরা কলেজ, ওর নোকিয়া ফোন এ প্রথম শোনায় ও গানটা আমায়, ফর্ম ফিল up ছিল সেদিন। আজ কোথায় সেসব.. ভালো থাকুক সেসব সোনালী দিনেরা 🙂🙂
Akhoni ki se sathei ace
@@riyaazad658 বহুবছরের ভুলবোঝাবুঝি মান অভিমানের পর আজ আমরা আবার একসাথে... ভগবানের ইচ্ছেয় যেটুকু বাকি আছি সেটাও এক হবো আমরা... আমি বিশ্বাস করি।
@@ankitasarkar5926 khub happy thako sarajibon....Allah r kace aii douai krbo...
@@riyaazad658 onek dhonnobad go... Tumio bhalo thako... Bhogobaner kachhe prarthona kori...
@@riyaazad658 abat
Abar dijlam ag
জানি চাইলেই আমি ফিরতে পারবো না....
সে পথ যে আমি নিজেই বন্ধ করেছি...
ভালো থাকুক যাকে আমি ধরতে পারিনি কখনো...
তবুও আমার মতে তোর মতোন কেউ নেই🖤
আপনার এই ভূল বুঝতে পারাটাই তার কাছে অনেক কিছু দিদি
amaro ek e onubhuti friend...
nibbi 🤡
❤❤
One of the many reasons why I feel so proud to be a Bengali. Listening to this for almost 100th time. The words used in the lyrics the music the feel . You just need to close your eyes and feel it. Its love pure love ❤️
লোপামুদ্রা ম্যামের সুরে একটা টান আছে, যা শ্রোতা কে যাদুর মোহে আটকে রাখে, শ্রদ্ধা নিবেন ম্যাম। বাংলা গানের জয় হোক 🇧🇩 বাংলাদেশ থেকে 💖🌸
This song reminds me of someone whom I never get back into my life again. Reminds me my incomplete love story.🙂💔 but still আজ ও “আমার মতে তোর মতন কেউ নেই।"😌
Wow
love is immortal man
Ekdom dost 🙂
Ektu khuje bujhben, se jokhon apnar hoyni bhogoban apnar jonno tar cheyeo onek bhinno onek alada ekjon k apnar jonno banie rekhechen kono ek prante.
সত্যি তোর মতন কেউ নেই...হয়তো সম্পর্কটা বন্ধুত্বের কিন্তু নিঃশব্দে ভালোবেসে যাবো। 🖤🖤
Ayrokom onek somporko a6e jaigulo nisobde mone mone valobasa te porinoto hoye jaye..
@@lalitachatterjee7932 Yes..I have a such friend too..My bestu golu
Bhalobasa ta monei thukuk🫀
❤️❤️❤️😭😭
seta r holo koi?
গানের কথাগুলো হৃদয়ের এক কোন অচিরে যেন জমে থাকা মেঘকে কান্নায় রূপান্তরিত করে একটা বোঝা হাল্কা করতে সাহায্য করে।। কেউ কখনো অন্য একজনের মতো হয় না সবাই unique নিজের মতো।। জানি একজন কে হারানোর পর কাউকে ই বিশ্বাস করা যায় না আগের মত, কিন্তু যে নতুন মন-প্রান দিয়ে কাছে আসতে চায় নিঃস্বার্থ ভাবে তাকে সময় দাও, শত অপেক্ষা করেও যদি সে না যায় একই রকম থাকে তাহলে ওকে মেনে নাও কারন যে মানুষটি জীবনে নেই ওর কথা ভেবে বর্তমানকে শেষ কোরোনা।।।।
একটা লেকের সামনে বসে গানটা শুনেছিলাম। হাতে প্রেমিকার হাত ছিলো, কাধে তার মাথা ছিলো!❤❤
One of best memories of my life ❤
এখনো কি সে সাথে আছে ভাই?
❤❤
গানটা মায়ার....সুরটা বুকে লাগে
সব দান খেলার পরেও বুঝিনি কিসের এত টান...এখনো ভাবি !
ভালবাসা ভাল থাকুক,মায়ায় থাকুক ♥️
এই গানটা তো এফোঁড় ওফোঁড় করে দিলো মন ! :(
আসলেই...
oto ta hole sunis na bhai !
রাত ৩ টা ২৭ মিনিট..
বারান্দায় চেয়ারে বসা, হাতে গোল্ডলিফ
পুর্নিমার ঝলসানো চাঁদ, কিছু ভেজা স্মৃতি 🤗
এইতো জীবন🥀
**ঝলসানো
Vai Benson start koren...lighter ase shathey, 🤣
@@soronislam7023 vai chigarate chere disi bouer nised 🫰🫰
sob e mana gelo kintu gold leaf ta mana gelo na.ota jibon noi mrittu.ekrokom suicidal.ota chere din please 🥺❤.
Feel so proud being a Bengali 😭😭😭😭. The sweetest language ever spoken 😭😭
LoL 😂 though i love this song
@@mohitzen but it's a fact
@@BengalWarrior you are sidelining every other Language. Is there a measure by which u can say that? Also tbh bengali is a language that feels more servile than sweet.
@@mohitzen Talking to you everyone sweetly does not make you slave.
এই কথাটাই বাংলায় বলুন।
এখানে কমেন্ট করে গেলাম। যখনই কেউ এটায় লাইক দিবে তখনই এই গানটা আবার শোনার জন্য সুযোগ পাব।
এই সব বালের কথা বাদ দিন
@@mithunahmed6454 😂
@@mithunahmed6454 😂
Keno moshai like na korle ki search kore dekha jai na?
দিলাম সুযোগ
||যৌনতার এ শহরে প্রেম যখন মাংসবিলাসী,
হতভাগা বোকা মন আজও আদরে বিশ্বাসী..!!
বুকে জমানো কিছু গভীর ক্ষত কিছু ভালোবাসা থাকুক না হয় অপূর্ণতা তেই আজও, "আমার মতে তোর মতন কেউ নেই"।
🍃
Hemlock society সত্যি একটা অসাধারণ মুভি ।। নতুন করে আবার বাঁচতে শেখায় ।।।জীবনে যতই খারাপ সময় আসুক না কেন সব বাধা বিপত্তি কাটিয়ে আবার নতুন করে বাঁচতে হবে , নতুন করে আবার ভালবাসতে শিখতে হবে , নতুন করে আবারো জীবনটা তৈরি করতে হবে। আমরা যদি এখন একটু ভেবে দেখি দেখব আমাদের থেকেও বড় বড় problem অনেকের আছে তাদের কাছে কিন্তু আমরা তুচ্ছ তবুও তারা বাঁচতে জানে.... ।। 😊
উফ কি দারুন সুন্দর অনুভূতি জড়িয়ে আছে গান টার সাথে 🌻🖤 রেখে গেলাম যদি বেছে থাকি পতি বছর শুনবো আসে 🥺
আমার মতে তোর মতন কেও নেই...
সত্যি নেই, কিন্তু তুই হারিয়ে ফেলেছিস আমায়, অনেক ব্যস্ততার মাঝে নিঃশব্দে সরে এসেছি, ভালো থাকিস, সত্যি তোর মতোন কেও নেই
Bastotar maje harai na tar bastota gulo ke boja ta dorkar nistobdhe sore jaoi sob kichur salutations na ..........
Can relate this comment . Our 6 years relationship broked few months ago .time and money changed her..
@@BeingHuman5291 can it also happen??
@@nourinnila4574 yep
@@BeingHuman5291 would never thought that the girl can be so selfish like this...😑😑
মন ছুয়ে যায় কতবার যে গানটা শুনেছি বলার বাহিরে। পৃথিবীর প্রতিটি মানুষের প্রিয় মানুষ গুলো ভাল থাকুক ♥️♥️
বহুবার ভালো খারাপ সময়ে এই গান আমার চোখে সুখ - দুঃখের জলরাশি নিয়ে এসেছে। আজ আবার ১০ বছর পর " উত্তরন " দেখার পর এই গান শুনে চোখের জল বাঁধ মানল না।
I have never seen such a versatile singer like lopa di . Lots of love from Calcutta ❤️
প্রথম যখন এই গান শুনি মাত্র কলেজ এ উঠলাম, সকাল সকাল বাসের উইন্ড সিটে কানে হেডফোন এ গান শুনতে শুনতে কলেজ এ পৌঁছে যেতাম মাঝেমধ্যে চোখ ভিজে যেত এগান শুনে। আজ ৯ বছর পরো চোখ বন্ধ করে সেইসব স্মৃতি মনে করে গান শুনতে শুনতে চোখ ভিজে এলো 🥰 বাংলাগান আসলেই জাদু ❤️
The song that fully touch your Heart ❤️❤️❤️...A masterpiece 💯💯💯..Proud to be a Bengali!
Being suicidal (passive, but sometimes gets active) in reality, and finding this movie with so many beautiful songs gives me some peace,, like this songs are really soothing..💙
এই মৃত মহাদেশে রোদ্দুর বারবার
হয়তো নদীর কোনো রেশ,
রাখতে পারিনি অবশেষ....
অনুপমদা তোমার লেখার কোনো তুলনা হয় না ❣
নিজের ভালবাসার মানুষকে কখনোই কারও সাথে তুলনা করা যায় না। কোন যুক্তিই কাজে আসে না। তাঁকেই সবসময় সেরা মনে হয়... সাধারণ ❤️
সেদিন ছিল পূর্ণিমার রাত 😌 তখন বাজে রাত ২ টা ১৭ মিনিট । তখন গানটি শুনি 💙 আর কিছু স্মৃতি মনে পড়ে যায় ❤️....
I was stumbled 7 years ago, when for the first time, I'd heard it at Sangeet Bangla channel; after 7 years, for one another time, I'm stumbled hearing of it. Till now, I'm evaluating the heavier thoughtful meaning of it.
Same feeling,Man❤❤❤
Same ❤
সারাদিন পরীক্ষা দিয়ে সন্ধ্যে বেলা বেডে শরীল টা এলিয়ে দিয়ে আস্তে সিলিং ফ্যান চলছে আর গান টা মন খারাপ বাড়িয়ে দিয়ে যাচ্ছে এ যেন এক অদ্ভুত প্রশান্তি।
Lopa Di is always excellent...but here its out of the world in the unique composition of Anupam...
প্রিয়, পৃথিবীর সব গল্প বিচ্ছেদের হয় না,
কারন নদী মরে গেলে তার দুই তীর এক হয়।❤️😇
মানে কি?
@@mumtahinamouri423 deep thinking 😍🔥
মেধা অনুভব ও নিগূঢ় সৃষ্টিশীলতায় প্রতিটি কাজ অস্মিরণীয় হয়ে বেঁচে থাকে।। কথা ভাব ও সুর বৈচিত্র্যে এ এক অসাধারণ গান। লোপামুদ্রার এমনই দুশ্চর তস্যা। তার গলায় এ গানটি শুনে হৃদপিণ্ডে নিরন্তর সুচের খোঁচা ও অবরিাম রক্তক্ষরণ। বিষন্নতায় দু’চোখ ভিজে যায়। কিছুতেই প্রবোধ মানেনা। লোপামুদ্রা তুমি কেমন করে এমন করে গাও। আর কে সেই যে এমন অমোঘ গানটি লিখেছেন। আমার মতে, তোর মত কেউ নেই, তার মত কেউ হয়না।
(এই মৃতমহাদেশে রুদ্দুর বারবার
হয়তো নদীর কোনো রেশ.....
রাখতে পারিনি অবশেষ 🙂)
অনেক অনেক প্রিয় একটা গান💝😓
কিছু মানুষ জীবনে শুধু কষ্ট আর স্মৃতি দিতেই আসে💔
আপন হয়ে সারা জীবন পাশে থাকতে নয়💔💔😅
মাত্র এই দুইটি লাইনে জড়িয়ে আছে হাজারো গল্প, নীরবতা, বিষন্নতা আর অনেক একাকীত্বের গল্প। তারপরও মানুষ অদ্ভুত এক আশা নিয়ে বেঁচে থাকে। মানুষকে বেঁচে থাকতে হয়।
You are right
True
From "এই ঝিমানো গান কে শুনে " To " আমার মতে গান টা চালা " we all grew up ✨
এই সুরে কেমন যেন একটা জাদু কাজ করে....কি ভীষণ রকমের মায়াজালে ডুবে যাই প্রত্যেকবার ❤️
So cool
জীবনে অনেক আসবে যাবে..👣
আমার কাছে তার জায়গা কেউ নিতে পারবে না।🌻🌜💗
আলাদাই একটা টান রয়েছে তার প্রতি।😌❤️
হুম, ভোলা যায় না, সেই অতীতকে 😌💔
Great Song..Though I don't understand the language...But I think this song is beyond the shackles of knowing the language......Can't explain in words.... :)
What is your region
yvoval2008
So many times I break your mirrors and look back
In my opinion, there's no one like you
So many times I bathe in your young light and sing
In my opinion, there's no one like you
In this dead continent, sunlight, again and again
Maybe traces of a river
I couldn't leave any remnants
Or else, even after losing all my hands in the game,
I've played one more time
Didn't understand why I'm so attracted
Someday, discard your slippers and clothes and come stand on the road
On the way to your home, the soldiers of logic hide in poetry
But they get caught much more often
Huge sums etched on your courtyard
I wasn't allowed to solve them, so
I understood almost nothing.
Someday, discard your slippers and clothes and come stand on the road.
This is a very crude translation, and the lyrics are supposed to be taken metaphorically rather than literally. :)
I speak Bengali though failed but your translation give me total understanding.
@@AmritaSingh-rm8xn wow..awesome!
H
প্রিয়, নাই বা শেষটা হলো কোনো Movie- এর মতো🙂❤️
হয়তো বা রয়ে গেল বুকে জমানো কিছু গভীর ক্ষত কিছু ভালোবাসা থাকুক না হয় অপূর্ণতা তেই 😊💕 আজও,
"আমার মতে তোর মতন কেউ নেই"।❤️
tumi kauke valobeshecho?
বাঙালি হয়ে জন্ম নেওয়া আমার সৌভাগ্য।
প্রতিবার যেনো এই বাঙলাতেই আমার জন্ম হয়। ❤❤❤❤
রাধে রাধে
This is a unique song by lopamudra, she has a unique voice like this song and lyrics...great great great voice..
দীর্ঘ সময়ের একাকীত্ব, ক্লান্তিহীন দিনের শেষ, তোমার প্রতি গভীর টান, মৃদু অন্ধকারাচ্ছন্ন পার্কের বেঞ্চ, কানে হেডফোন আর সেই বেদনা লুকোনো বিচ্ছেদ 🙂 তবুও এখনো মনে হয় "আমার মতে তোর মতন কেউ নেই♥️"
২০২১ সালে কে কে এই গানটি শুনেছেন
Ami
২০২২ সালেও শুনছি
২০২২ এও শুনছি
বন্ধুত্ব হলো,
হাত এবং চোখের মধ্যে সম্পর্কের মতন.
যখন হাতে কোনো আঘাত লাগে,
তখন চোখের অশ্রু ঝরে.
আবার, যখন চোখের অশ্রু ঝরে,
তখন হাত টা মুছে দেয়….. ❤❤
সত্যি তোর মতোন কেউ নেইরে। খুব ভালোবাসি তোকে এই জন্মে যদি তোর না হতে পারি ভগবানকে বলেদিস পরের জন্মে যাতে আমি তোরই হই। তোর সাথে না থাকতে পারার যন্ত্রনা যে কতটা হবে তা ভাবতেই ভয় করে। তবে শেষ পর্যন্ত চেষ্টা করে যাব শুধু তুই পাশে থাকিস। ❤😔
Obossoi hobe...ei jonmei hobe...Valobasa sotyi hle kothao jae na ek somoy er jnyo💖🥺
ট্রেনের জানলার ধারে সিটে বসে কানে হেডফোন দিয়ে আনমনে গানটা শোনার আলাদাই স্বাদ। 🍂🥀
তোর মত সত্যি কেও নেই...তবে শেষ নিঃশ্বাস পর্যন্ত ভালোবেসে যাবো...হয়তো সম্পর্ক টা বন্ধুত্বের কিন্তু wait করে যাবো♥️☺️
Amio wait krbo🥺💖
ক্লাস সিক্সে পড়তাম তখন। বাসা থেকে একটা বাটন ফোন পেয়েছিলাম ভাগ্যক্রমে, বন্ধুদের মধ্যে শুধু আমাদের দুই বন্ধুরই পার্সোনাল ফোন ছিলো। sumirbd, fusionbd থেকে এই গানগুলো ডাউনলোড করে শুনতাম।
আহা কীসব দিন ছিলো!
অনুপমের শ্রেষ্ঠ সৃষ্টি এই গানটা 🔥❤️
এই গানটা শুনে জীবনে শুধু ভালোবাসার মানুষের কথা মনে পড়ে এমনটাই নয় ফেলে আসা অনেকগুলো বছরের স্মৃতি মনে পড়ে যায়,, 💔 অনেক পাওয়া না পাওয়া হারিয়ে ফেলা অনেক কাছের মানুষ হারিয়ে ফেলেছি সেগুলোই বেশি কষ্ট দেয় লাইফে এমন একজনের কথা বলতে পারব না,,এমন অনেকে আছে,,, আমার মতে তাদের মত কেউ নেই 💔 আর তারা আমার স্মৃতিতে সারা জীবন বেঁচে থাকবে❤️
2022 এ আবার এলাম এই গানটি শুনতে ♥️🌼 কোনো এক বিষন্নতায় ♥️
এই গানটা শুনে পাগল করে দেয় আমাকে।
সত্যিই কি অপূর্ব গান ও কণ্ঠ ❤
একটু একটু করে ভালোবাসা , একটু একটু করে কাছে আসা , অনেক ভুল বোঝাবুঝি, ঝগড়া ঝাটি , কিন্ত তবুও '' আমার মতে তোর মতন কেউ নেই ''😊💖
সত্যি তুমি খুব ভাগ্যবতী, যদি সবার ভাগ্য তোমার মতো হতো 😰
গানটা প্রথম শুনেছিলাম এসি বাসের জানালার।পাছে। জানালার পর্দা সরিয়ে বাইরে থাকাই কোন এক।জানা তীব্রতায়। এখনো বাসে উঠে একটু লম্বা জার্নি হলেই এই গানটা শুনবোই। 😍
This song hits different after watching the movie... Watched it Today.
I heard this song before... But now can feel and understand the lyrics of it...
There is a seperate life in this Song ❤️
" এই মৃত মহাদেশে রোদ্দুর বারবার , হয়তো নদীর কোনো রেশ ...."
মৃত (মন থেকে) মানুষ ও জীবিত মানুষের খোঁজ রাখে কিন্তু মৃত মানুষটির খোঁজ হয়তো কেউ রাখেই না 🍂🥀
' আমার মতে তোর মতন কেউ নেই '
সেই মৃত মানুষটি ভালো থাকুক 🌼🌾☺️
কমেন্টস টা রেখে গেলাম 🙏😌
অসাধারণ বলেছেন
@@neelotpalsayan8621 😊🌼❤️
@@comredeganesh ❤️❤️
From 🇧🇩
কাউকে মন থেকে ভালোবাসে তাকে আপন করে না পাওয়ার এক আলাদা অনুভূতি...❤️ ভালোবাসলেই কি তাকে পেতে হবে থাকুক না কিছু ভালোবাসা অপূর্ণতায় 😰❤️
One thing I learned from this movie is that we all are actually acting.....
Anupam Ray never disappoints us
Gaan ta mon chuye gylo..onk rag oviman par kore vore ekta notun sundr diner suru...commant ta thak...kono ekdin hyto chokhe porbe..amr \ tar💕
Movie টির সবকটি গান অসাধারণ 💫 মন ছুঁয়ে যাওয়া 💜
প্রিয় মেহুনীল বৃষ্টি,
কতকাল যেন দেখা নেই তোর।
বিস্মৃতির অবতলে হয়তো বা হারিয়ে গেছিস,
না হয় লুকিয়ে রয়েছিস নীলাভ সমুদ্রে।
তবুও আমার চোখে,
তোর মতো কেউ নেই।
হয়তো বা আর আসবে না কেউ😢😢😢
কতবার তোর আয়না ভেঙেচুরে ঘুরে তাকাই,
আমার মতে তোর মতন কেউ নেই !
কতবার তোর কাঁচা আলোয় ভিজে গান শোনাই,
আমার মতে তোর মতন কেউ নেই !
এই মৃত মহাদেশে রোদ্দুর বারবার ,
এ মৃত মহাদেশে রোদ্দুর বারবার ,
হয়তো নদীর কোনো রেশ,
রাখতে পারিনি অবশেষ |
অথবা খেলায় সব হাতগুলো হারবার
পরেও খেলেছি এক দান ,
বুঝিনি কিসের এত টান !
কখনো চটি জামা ছেড়ে রেখে রাস্তায় এসে দাঁড়া !
কখনো চটি জামা ছেড়ে রেখে রাস্তায় এসে দাঁড়া !
কতবার তোর আয়না ভেঙেচুরে ঘুরে তাকাই,
আমার মতে তোর মতন কেউ নেই !
কতবার তোর কাঁচা আলোয় ভিজে গান শোনাই,
আমার মতে তোর মতন কেউ নেই !
তোর বাড়ির পথে যুক্তির সৈন্য
তোর বাড়ির পথে যুক্তির সৈন্য
যতটা লুকিয়ে কবিতায় , তারও বেশি ধরা পড়ে যায় |
তোর উঠোন জুড়ে বিশাল অঙ্ক ,
কষতে বারণ ছিল তাই,
কিছুই বোঝা গেলনা প্রায় !
কখনো চটি জামা ছেড়ে রেখে রাস্তায় এসে দাঁড়া !
কখনো চটি জামা ছেড়ে রেখে রাস্তায় এসে দাঁড়া !
কতবার তোর আয়না ভেঙেচুরে ঘুরে তাকাই,
আমার মতে তোর মতন কেউ নেই !
কতবার তোর কাঁচা আলোয় ভিজে গান শোনাই,
আমার মতে তোর মতন কেউ নেই !
আমার মতে তোর মতন কেউ নেই !
আমার মতে তোর মতন কেউ.
Wow
Nice
Really nice dada
বিচ্ছেদের পরেও একটা টান থেকে যায় সারাজীবন, কিন্তু কিছু মানুষের প্রতিশোধ স্পৃহা এতো তীব্র হয় যে সে বিচ্ছেদের সাথে সাথে আরো অনেক কিছু শেষ করে দিয়ে চলে যায়।
আমার কাছে বিচ্ছেদে মানে সারাজীবন তার ভালো চাওয়া, সে আমার হোক বা না হোক।😊
স্মৃতি হিসেবে রেখে গেলাম,কোনোদিন যদি এই গান টা শুনিস, বুঝে নিস,, আজও আমার মতে তোর মতোন কেউ নেই❤️😌,
বাংলাদেশ থেকে শুনছি,
অনেক প্রিয় একটা গান।❤️
অনুপম রায়ের কথা গুলো অসাধারন।🙏
"কখনো চটি জামা ফেলে রেখে রাস্তায় এসে দাঁড়া"😍
রাত 3:35 মিনিট । রুমের ভিতর চেয়ারে বসা আর গানটি শুনি। Vape টানতেছি আর মায়াজড়িত স্মৃতিচারণ ভিতরে যেন এক হাহাকার দুমড়ে মুচড়ে একাকার। ভালো থাকিস বন্ধু। হয়তো কোন এক সময় আবার দেখা হবে। নয়তো চলে যেতে তো হবে একদিন।
Who's here in Oct 2019 , like me .
💓💓
Mee
Me
2020
ট্রেনের জানলার ধারের সিট, পাহাড়ি রাস্তা,কানে হেডফোন, বাইরে অঝোরে ঝরে পড়া বৃষ্টি,জমে থাকা কত কথা আর একরাশ বিষন্নতা, দীর্ঘ দিনের একাকিত্ব আর মনে পরে যায় সেই প্রথম ভালোবাসার বিচ্ছেদ, বিস্বাস কর কিন্তু আজও আমার মতে তোর মতন কেউ নেই।
For someone I know they listen to this song everyday... So, I just hope they know, how much I love them.
Undoubtedly an euphonium and heart throbbing one to listen.
এই মৃত মহাদেশে রোদ্দুর বার বার,
হয়তো নদীর কোনো রেশ
রাখতে পারিনি অবশেষ 🖤
একটা অন্ধকার ঘর, নিজের সাথে কিছুটা সময়, কানে headphone, আর প্রিয় মানুষটির কিছু স্মৃতি 😌🌍❤️
আজ হয়তো আমরা একসাথে নেই তবুও, " আমার মতে তোর মতন কেউ নেই 🙃🖤🍁"
এই গানের সাথে... কেন জানি না খুব মিল...❤️❤️
প্রিয়,,
নাই বা শেষটা হোলো কোনো movie এর মতো 🖤🙂 হয়তো বা রয়ে গেলো বুকে জমানো কিছু গভীর ক্ষত কিছু ভালোবাসা থাকুক না হয় অপূর্ণতা তেই 🙂💞আজও,, আমার মতে তোর মতো কেউ নেই🖤🥀
একদিন তো বিচ্ছেদ হওয়ার ছিল 💔 কিন্তু ভালবাসাটা কিছুটা হলেও পরিপূর্ণ ছিল 🐼
ভালো থেকো প্রিয় ❤️
হঠাৎ বৃষ্টিতে নির্জন রাস্তার কোনো ছাওনির আড়াল থেকে বেরিয়ে, একাই হাসতে-কাঁদতে ওই জলে ভিজতে ভিজতে অনুভব হয়- তোর মতন কেউ নেই।।
৯ বছর পরে এই গানটা শুনলাম।আফসোস হচ্ছে আগে কেনো শুনি নাই।
💔😓
তোর মতো না,তোর থেকে ভালোও না!🌸
আমার তোকে চাই,তোকেই লাগবে!🙁
কারন তোর মতন সুখ আমি পৃথিবির আর কোথাও পাইনা!❤️
আর এইজন্যয় দাদা-অনুপম রায়;
গানটি লিখেছেন>আমার মতে তোর মতন কেও নাই!😙
তোমার আকাশে আজ কাল অন্য কেও বৃষ্টি আনে ,আমার মেঘলা আকাশ আজও তোমার কারণে বৃষ্টি ভালোবাসে।
কিন্তু আমার মতে তোর মতন কেও নেই❤️🌹
I love how the beginning of the song sounds like a heartbeat
এই সব গান সেব করে না বার বার র্সাচ করে শুনতে ভালো লাগে 😌▪️🖤
দশ বছর আগে শব্দের মানে না বুঝে চ্যানেল বদলে দিতাম, আর এখন যতবার শুনি, কেবল শুনতেই থাকি। 💙 এগুলো যেন পুরনো হওয়ার নয়। হয়ত আজ থেকে দশ বছর পরেও একই রকম থাকবে....💙
পারলে ফিরে এসো। যাকে ভালোবাসি তার সাথে এখন শুধু বন্ধুত্বের সম্পর্ক হয়তো বা তাও নেই। তোমায় অন্য কারোর পাশে দেখাটা সত্যিই কষ্টের। কিন্তু ভালো থেকো তুমি সবসময়।
সত্যিই "আমার মতে তোর মতন কেউ নেই"🙃
লাইফ এ এমন কেউ নেই,, তবুও গান টা এতো ভালো লাগে,বার বার শুনি,, একা ফিল হয় গান টা শুনে 🥺🥺🥺🥺সত্যিই নিজের কেউ থাকাটা অনেক প্রয়োজন 😔
Family er cheye r nijer ki keu hote pare ?
Shey tumi joto e karor saathe mishe jao , close hoye jao , expectations ene felo , taake ekta important person er jayga diye felo , nijer bhebe felo kintu tar torof theke toh ei same jinish e thakbe sheita toh na o hote pare
Actually eishob onek koshto dey , prochondo painful ekta feeling tumi jodi deeply niye nao , prochondo nijer bhebe felo . R eita o hote pare shei nijer manush ta theke same feelings nei
So family chara nijer keu e temon hote parena
Eita ami feel korechi. Amra non important person k importance dite family k importance dite parina ebong family er importance bujhte parina
তোর শত আঘাতেও আমি তোকে চাই 🥺🥺
কী করব তোকে ছাড়া কিছুই ভাবতে ও পারিনা 😔😔 আর তোকে সেটা বোঝাতে ও পারিনা 💔💔💔🥀🌼🥀🌼🥀🌸
সত্যি এত বছর পরে গানটা আবার শুনছি...... আমার চাকুরী জীবনের কত স্মৃতি। এইরকম মন ছুঁয়ে যাওয়া গান আজকাল আর হয় না 😪😪😪😪😪😪😪😪😪
Underrated song , a masterpiece !❤️
এত দিন শুধু আমি ই মনে করতাম যে তোর মতো কেউ নেই💕 কিন্তু না, অনেক আগেই কেউ একজন মনে করেছে এমন কিছু ♥️
কতবার তোর আয়না ভেঙে চুড়ে ঘুরে তাকায়, আমার মতে তোর মতন কেউ নেই।❤
ভালো থাকিস। সত্যি তোর মতন কেউ নেই। তোকে আজ ও খুব ভালোবাসি। আমি আমার ভালোবাসা হারায়নি। সময় ও পরিস্থিতীর সাথে ভালোবাসা ও প্রিয়জন বদলায় না, বদলায় প্রয়োজন।
গানটা হৃদয় কে ছুয়ে যায়। আর মনটা অনেক অজানা প্রশ্নোত্তর এর মাঝে ঘুরপাক খেতে থাকে।
23.05.2020
March 2021
Ekhono ei gaan gulo search diye na shunle moner khudha miTe na!
It’s been almost 10 Years!!
Love from Bangladesh 🇧🇩
After Uncertain Death of Actor Sushant singh Rajput this song is very linked with him so I listen to it again n again madly very emotional song..... How many people r agree with me?
Murder
It's a murder, not suicide
এ মৃত মহাদেশের রোদ্দুর বারে বার,,, লাইন টা জাস্ট 🥰❤️
Beautiful voice.. অসম্ভব সুন্দর composition.
Onek sundor ganti, khub sundor geyeche ❤️
আমার মতে তোর মতন কেউ নেই! ❤ লাইন টা একদম বুকের ভেতরে গিয়ে লাগে!
বিষন্ন মনকে আরো বিষন্ন করে দেয় এই গানের লিরিক্সগুলো,,তারপরেও বারবার শুনতে মন চায়,💙
- কিছুতো আছে ভালবাসায়
- না হয় একটা লাশের জন্য কেও
- 'তাজমহল' বানাইতো না😔