MonKyamonerJonmodin Lyrical |FemaleVersion|Hridpindo|Arpita,Shaheb,Prantik |Mekhla|Ranajoy|SVF Music
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
- Love comes in many forms in our lives, sometimes it fills us with happiness, and sometimes we become completely silent. Presenting the lyrical video of 'Mon Kyamoner Jonmodin' in the voice of Mekhla Dasgupta from the movie 'Hridpindo' only on SVF Music.
প্রেম যখনই আসে, তখনই আমাদের জীবন নানা রঙে রঙিন হয়ে ওঠে। শুনুন রণজয় ভট্টাচার্যের কথা, ও সুরে মেখলা দাশগুপ্তর কণ্ঠে 'হৃদপিণ্ড' ছবির গান 'মন কেমনের জন্মদিন'। রইল এই গান সম্পূর্ণ লিরিক্স সহ কেবলমাত্র SVF Music এ।
#MonKyamonerJonmodin #Hridpindo #ArpitaChatterjee #ShahebChattopadhyay #MekhlaDasgupta #Ranajoy #Lyrical #femaleversion #svfmusic
__________________________________________________________________
Listen to full audio song :
Resso : bit.ly/3vPs2mJ
Hungama : bit.ly/37TFTAD
Spotify : spoti.fi/3MDpBKL
JioSaavn : bit.ly/3OEIKOt
Amazon Prime Music : amzn.to/3vTspN3
Shadhin : shadhinco.app....
__________________________________________________________________
Song Credits :
Singer - Mekhla Dasgupta
Music & Lyrics- Ranajoy Bhattacharjee
Music arrangement,programming and music production - Ranajoy Bhattacharjee
Guitar & Bass guitar - Raja Chowdhury
Sarod - Pratik Srivastava
Recorded at Fusion Pro Studio.
Mixing and mastering - Anirban Ganguly
-----------------------------------------------------------------------------------------------------
Enjoy and stay connected with us!!
► Subscribe Us: / svfmusic
► Like us on Facebook: / svfmusic
► Follow us on Twitter: / svfmusic
► Follow us on Instagram: / svfmusic
এই গান আবার চোখে পড়লো।অনেক গুলো মাস হলো তার ছেড়ে যাওয়া,চোখে জল ঝরলো... অনেক মিস করছি তাকে..... যদি কেউ এই কমেন্ট টাই লাইক করে notification পেয়ে আবার শুনে যাবো গান টা ......সত্যি প্রথম ভালোবাসা ভুলে যাওয়া যায়না....❤
যার কাছে যার শান্তি মিলে, তার কাছে তার ঠাঁই হোক😊
সত্যি তাই... প্রথম ভালোবাসা ভূলে যাওয়া যায় না কখনোই। দিন যাবে, মাস পেরিয়ে বছর চলে যাবে।সময় সময়ের নিয়মেই চলে যাবে। যতক্ষণ পর্যন্ত বুকের বা পাশে হৃদ পিন্ড সচল থাকবে ততক্ষণ পর্যন্ত ভূলে যাওয়া যায় না।❤❤❤ পৃথিবীতে এই কষ্টের চেয়ে আর বড় কোনো কষ্ট মনে হয় আর দ্বিতীয়টি আর নেই। 😢
2 week e 30 like,
Perday 2 bar kore suncho.
Nayo ar ekbar sune nayo.😁
😊
Us Bhai us
লেখকদের কে নেপথ্যে রাখা হয় অথচ সেই লেখকেরা নেপথ্যের প্রেম সংলাপ গান গল্পে রুপান্তরিত করে।
প্রত্যেক লেখক কবি কে আমার অনন্ত শ্রদ্ধা 🙏🖤💙
কিছু মানুষ কখনোই জানতে পারবে না, তাদেরকে ঠিক কতটা চাওয়া হয়েছিল.....
hum.jibonei love very importencs
কিছু মানুষ হয়তো জানতে পারবে না তাদের কতটা চাওয়া হয়েছিল আর কিছু মানুষ তো জেনেও ........😢
😊😊
😢😢😢😢
right😢
প্রতি টা মানুষের জীবনে একটা করে ভুলতে না পারা মানুষ রয়েছে!!❤️✨
🥹😭😭
Ha sotti amaro sobai duya korben
Right ❤
♥ touching compliment...!!🎀 💔🌷
Ekdom sotti kotha ❤
কথা না বলা, রাগ করে number delete করে দেওয়া, তারপর যখন রাগ আরো তীব্র আকার নিয়ে equator এ low pressure তৈরি করে তখন block করে দেওয়া.... তারপর যখন অনেকটা সময় পরে southwestern monsoon wind এসে বৃষ্টি র প্রথম ফোটায় সবটা শান্ত আর শীতল করে দেই সেটাই সময় আবার "কী রে কী করছিস" বলে কথা বলতে শুরু করা .... এটাই হয়তো ভালোবাসা 😌😌... তারপর কী ভাবে যে এই আবহাওয়ার পরিবর্তন হয়ে পুরো পরিবেশ টাকেই পাল্টে দিলো বুঝতেই পারলাম না...... আজও মনে পড়ে সেই দিন গুলো, সেই ছোট্ট বেলায় আমাদের ভালোবাসার যে অসম্পূর্ন গল্পটা তৈরি হয়ে ছিলো তার কিছুটা আভা এই গানের comment box এ ছেড়ে গেলাম... ভালো থাকুক ভালোবাসা.............
❤
❤
❤
Erokom e ak golpo amr jiboneo...bt odiker block ta sarajibon e amy boye berate hbe
ভাগ্যিস বাঙালি হয়ে জন্মেছিলাম,,না হলে এতো সুন্দর গানের অনুভূতির স্পর্শ কখনই পেতাম নাহ যা একনিমিষে চোখে জল এনে দিতে পারে।🙂
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
🎉❤🇧🇩
😊😊❤❤❤
Akdom
Me too.
আজ থেকে ঠিক ৬ বছর ২ মাস ৫ দিন আগে সে ছেড়ে যায়। কিন্তু এখনো ঠিক সম্পর্কের শুরুর দিনের মতোই তাকে ভালোবাসি। গানটা যতোবার শুনি ততোবার তাকে ভেবে চোখ ভিজে যায়। না হোক বিচ্ছেদ, পূর্ণতা পাক সব ভালোবাসা।
"বেধে রাখতে পারলে তুমিও হতে আমারই শুধু আমারই "
Pocish bochor poro prothom diner moto bhalobashi
চিরজীবি হোক ভালোবাসা....❤
Relax kor bhai...egiye ja
পার্থক্য এটাই,,, কেউ গল্প সৃষ্টি করে চলে যায় আর কেউ সেই গল্প সারাজীবন বয়ে বেড়ায়🙂
Hmm😫
Indeed 🙂
Khub sundor kotha bolechen.. Ata e bastob
@@smitahalder2231 Hmm🙂
আমি সেই গল্পের ভিতরে রয়েই গেলাম
Epic line:
বেঁধে রাখতে পারলে তুমিও হতে আমারই
শুধু আমারই ``🖤
সত্যি 😊
Hm but bastobe jotoi bedhe rakho se nije thakhe thakte na chaile bedhe rakha jai na😊
@@kw5qi সে বেঁধে রাখতে পারে নি তাই এই আক্ষেপ।
bedhe kau k rakha jaayna somporke
@@sayantanmajumdar5168Ami to take bedhe rakhte chai ni..Chaisilm se njiei jeno amk bedhe rakhe...
Amk bedhe rakhte parle se amr hoito...
সবাই বলে মুভঅন করে গেছিস,,,সত্যি কী মুভঅন করা যায়? আবার বলে সময়ের সাথে সাথে কষ্টটা কমে যায়,,,,সত্যি বলতে কষ্টটা কমেনা কষ্ট লুকিয়ে হাসার ওবভ্যাশ হয়ে যায় 🙂
"বেধে রাখতে পারলে তুমিও হতে আমারই শুধু আমারই "
আহা line ta মন ছুঁয়ে যায় ❤❤
😢
Kintu kawka ka jor kora badha raka jaii ki 🥺
Thik
Mon die badhar kotha bolche @@saumyapramanik6844
Jiboner sathe mile gache
রাত ২.৩০
অন্ধকার
বৃষ্টি, অসহায় কান্না হয়তো কারো কাছে পৌঁছাবে না, আমরা তবুও বেঁচে থাকি 💔
😢😢😢😢
So sweet ❤❤
hai re manush amra,,kotoi nh kosto buke chepe rakhi
আমার বিয়ে হয়ে গেছে, আমার হাসবেন্ড আমাকে খুব ভালোবাসেন,কিন্তু সব কিছু থেকেও কিছু অপূর্ণতা মনের মধ্যে শূন্যটা কাজ করে। প্রথম ভালোবাসা আসলে সত্যি ভুলা যায় না।সবার মাঝে থেকেও কোথায় যেন একলা রয়ে যায় বার বার🥺।
তোমার কথা গুলো সত্যিই খুব যন্ত্রনার
ভালবেসেছ তাই ভালবাসার কষ্ট সহে যাবার সাহস তো থাকতেই হবে...
best of luck
তোমাকে পেয়ে গেলে হয়তো এত সুন্দর গান টা শোনা হত না প্রিয় 🙂
স্মৃতি রেখে গেলাম, যুগ যুগ ধরে এই গান টা শুনতে আসা মানুষ গুলো হয়তো তোমাকে আমার মাঝে বাঁচিয়ে রাখবে 💖💖💖
সকলে জানবে একটা অসমাপ্ত ভালোবাসার আর্তনাদ 🙂🙂
❤
❤৳
❤️
❤❤❤❤
🤗
এই গান গুলো এমন ভাবে মন ছুঁয়ে ভেতরের কোনে পড়ে থাকা স্মৃতি গুলো কে টেনে হিচড়ে বের করে নিয়ে আসে, আবার ও মনে হয় চিৎকার করে কান্না করি। অপর প্রান্তের মানুষ টা হয়তো জানেও না, তাকে এখন ও মনে পড়লে অনেক বেশি কষ্ট পাই।
তোমাকে পেয়ে গেলে এত সুন্দর গানটা শোনা হতো না প্রিয়,স্মৃতি রেখে গেলাম।যুগ যুগ ধরে মানুষ যখন এই গানটা শুনতে আসবে।তখন কেউ লাইক দিলে আমিও আবার তোমায় ভেবে গানটা শুনবো প্রিয়!🙂💔🥀
😅💔
🙂@@Alhamdulillah-k9k
সব কিছু পেয়ে গেলে তো না পাওয়ার কষ্ট আর থাকত না।❤️🩹
এতো মায়া গান টা তে 😢
Abar suno😊
আজ গানটার প্রতিটা lyrics মন ছুঁয়ে যাচ্ছে আগে গান টা শুধু ভালো লাগতো কিন্তু এখন গানটাকে অনুভব করতে পারছি সত্যি onesided love বড্ড যন্ত্রণাদায়ক 🥀
দূরের থেকে ভালোবাসার অনুভূতি টা একটু অন্যরকম।। ❤🙂
One side love always beautiful.... তাকে পাবনা জেনেও ভালোবাসা✨
ঠিক
Gan ga apnake dake😢
One sided love is most beautiful because we fell it but can't tell him...........love you Mr. ❤
Akdo
Right🙂💔
Lyrics In Bengali :
কেন রোদের মতো হাসলে না
আমায় ভালোবাসলে না,
আমার কাছে দিন ফুরালেও আসলে না।
এই মন কেমনের জন্মদিন
চুপ করে থাকা কঠিন,
তোমার কাছে খরস্রোতাও গতিহীন।
নতুন সকাল গুলো কপাল ছুঁলো তোমারই
দূরে গেলেও এটাই সত্যি তুমি আমারই,
শুধু আমারই ..
রোদের মতো হাসলে না
আমায় ভালোবাসলে না,
আমার কাছে দিন ফুরালেও আসলে না।
জলে ভেজা, চোখবোজা
ঘুম খোঁজা ভোর,
নিশানা তীর, স্মৃতির ভীড়
এলোমেলো ঘর'দোর।
মেঘ আসে এলো কিসে
ছুঁয়ে দিলেই সব চুপ,
সেই মেঘবালিকার গল্প হোক,
শহরজুড়ে বৃষ্টি হোক,
রোদ্দুর হোক আজ শুধুই তাহার ডাকনাম।
পাতাভরা সব দু-টুকরোরা
কাল বৈশাখীর মতো মুখচোরা,
সব ভিজে যাক শুধু বেঁচে থাক অভিমান
নতুন সকালগুলো কপাল ছুঁলো তোমারই
বেঁধে রাখতে পারলে তুমিও হতে আমারই
শুধু আমারই ..
❤
Thanks a lot for this post( full lyrics) may Dayamoy bless you always
Can u write the lyrics in Roman script but bangla language (not translate) I can’t read bangla but only speak it and I’d like to sing this song
Apurbo
2:51
2025 এসে কে কে শুনেছেন 🙂
আমি গো
Ami
Hi
Ami❤❤❤❤
My favourite song ❤❤❤❤❤❤❤
সত্যিই এইসব গান গুলো আমাদের নতুন মানুষ হতে শেখায় ৷
এই হিংসা বিদ্বেষ ভরা পৃথিবীর নতুন রুপ দেখায়, ভালোবাসা শেখায়, নতুন করে আঁকড়ে বাঁচতে শেখায়,
এই গান টা খুজে শুনতে আসা মানুষ গুলো খুব সুন্দর মনেরই হবে।গানটাতে এক অসম্ভব ভালোলাগা আছে।❤️ভগবান তাদের ভালো রাখুক যাদের আমরা চাই-কিন্তু তারা আমাদের চায় না🥰
Ekdom
তুমি একদম ঠিক বলেছো
যারা ভালোবাসাকে সম্মান করে এমন ভালোবাসতে জানে তারাই আগে শুনবে গানটা❤❤❤
একদম ঠিক বলেছেন দাদা । বাংলাদেশ থেকে
Satii kotha bhai
🎉
একটা মানুষ ছেড়ে চলে যায়, কিন্তু তারা কখনোই জানতে পারেনা যে যাকে সে ছেড়ে গেলো সে কতটা যন্ত্রণা নিয়ে প্রতিদিন একটু একটু করে মরে💔😊
😢😢😢😢
রাইট,যে যন্ত্রনা কোন দিন ভোলা সম্ভব নয়।
মানুষ টা চলে যায় কিন্তু তার সাথে কাটানো সময় গুলো তো জীবন্ত থাকে।
😔😊✨
ভালো রাখার জন্যও অনেকে ছেড়ে আসে।
ছেড়ে যাওয়া কতোটা কষ্টের হয় যদি সে ছেড়ে না যেতো আমায়, কখনোই এটা বুঝতে পারতাম না। এতো টা কষ্ট হয় যে নিজেকে নিজে শান্তনা দেওয়ার মতো ও ভাষা খুঁজে পাই না😢যদি কেউ আমার কমেন্টা কে লাইক করো Notification পেয়ে আবার শুনতে আসবো এই গান টা।
সত্যি ।। খুব মিস করি তোকে❤
তুই থাকলে হয়তো গল্প টা আরো সুন্দর হতো ... তোকে তো আর পাওয়া হলো না 🥹 তাই আমিও একটা কমেন্ট করলাম যাতে কেউ লাইক করলে তোকে আবার নতুন করে মনে পড়ে...!🥹
Tik bolecho
ভীষণ প্রিয় একটি গান। ❤🌻
এই গানটা শুনলে যাদের মনের মধ্যে একটা বিশেষ অনূভুতি জাগে।কান্না পায়😭😭😭। মুখের কথা বন্ধ হয়ে যায় । তারা লাইন দেন 💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
💔💔💔
❤
প্রিয় বাবাই (SONTU),
তোকে পেয়ে গেলে আমি হয়তো বুঝতামই না,যে না পাওয়ার ব্যাথাটা এতো কষ্টের। আর এই গানের কথাগুলো হয়তো বুঝতাম না। জোর করে কোনো সম্পর্ক না রাখাই ভালো।
এই গানের লাইনগুলো সত্যিই জীবনের সাথে কতটা বাস্তব। সত্যিই যদি তোকে বেঁধে রাখতে পারতাম তুই আমারই হতিস শুধু আমারই। আমি তোকে আজও বড্ড ভালোবাসি রে।
ভাল থাকিস ❤️❤️❤️❤️❤️
❤
❤️❤️❤️
u just made me cry...similar story here....
❤❤❤❤❤❤❤❤❤❤❤
🥺❤️🩹
একজন মন ভাঙ্গা আর্তনাদের মতো কমেন্টে নিজের স্মৃতি রেখে গেলাম 😢 ।
বেধেঁ রাখতে পারলে হতে শুধু আমারই 😭😭 ।
ভালো থাকো, নতুন কাউকে নিয়ে,নতুন সংসার নিয়ে,নতুন ভালোবাসা নিয়ে... 💔
মোদের আশা মোদের ভাষা 😇
প্রাণ জুড়ায় বাংলা ভাষা । ❤
The line " bedhe rakhte Parle tumio hote amari...sudhu amari " hits hard ❤
গান টার মধ্যে এক বিশেষ অনুভূতি, ভালোলাগা,মোহ,আবেগ ,কষ্ট রয়েছে যা প্রতি শ্রোতা কে আসক্ত করে তুলেছে বারবার ❤❤❤
akdom sothik bolechen
Akdom thik
@@BinayKrishna-dj1wzq❤
Thik.. ❤
বাঙালি না হলে এই গানটার প্রতিটি লাইন হয়তো এতো নিখুঁত ভাবে অনুভব করতে পারতাম নাহ 🥺💔
একদম ঠিক বলেছেন
গান বুঝতে বাঙালি হতে হয় নাকি
গানটায় একটা আবেগ আছে। বহুবার শুনলেও বিরক্ত হই না। বরং এক অদ্ভুত শান্তির সৃষ্টি করে ❤️
Thik dada
@@debasishdas173 💞
Akdom sotty
Ekdom tai ❤
@@kabyasanjibani 🥰
দারুন একটা গান ❤
2025 এ কে কে এসেছো
আমাদের প্রতিটি প্রিয় গানের 🌿
পিছনে একটি না বলা গল্প.........থাকে!✨
অদ্ভুত নেশা আছে গানটা তে ! 🖤😌
স্মৃতি রেখে গেলাম, যুগ যুগ ধরে এই গান টা শুনতে আসা মানুষ গুলো হয়তো তোমাকে আমার মাঝে বাঁচিয়ে রাখবে 💖💖💖
সকলে জানবে একটা অসমাপ্ত ভালোবাসার আর্তনাদ
অসাধারণ লিখন।।
গান টা যতবারই শুনি , মন টা শান্ত হয়ে যায় , একটা আশ্চর্য শীতলতা আছে এই গানে।
''প্রিয় একটা গান"।🖤🖤
বেঁধে রাখতে পারলে তুমিও হতে আমারই 🖤🙂
This line 🖤😌
কিছু মানুষ আমাদের জীবনে না আসলেই হয়তো জীবন টা সুন্দর হতো🙂
Akdam❤
আগে যখন এই গানটা শুনতাম এতো বেশি ভালোলাগা কাজ করত না। তবে এখন আলাদাই এক অনুভুতি কাজ করে। ভালোবাসা সত্যিই মানুষকে আর যাই হোক এই ধরণের গান মন থেকে অনুভব করতে শেখায়। 💗
পেয়ে হারিয়ে ফেলার চেয়ে একবারে না পাওয়াই ভালো 😊
Akdom thik
Eta ekdom thik
Absolutely Right 😊
Harobo jenai amra pai
ভালো থাকুক সবার ভালোবাসার মানুষ গুলো
এই গান টা কার কার প্রিয় ❤
Jei bangali sunbe sobari priyo hoye jbe
আমার ❤😇
কিছু কিছু গান থেকে যায় সকলের মনে প্রাণে, এটা সেই ধরনের একটা গান....! সত্যি যদি প্রিয় মানুষ টাকে বেঁধে রাখা যেত সেও হয়তো আমার হতে পারতো...!!!
"বেঁধে রাখতে পারলে তুমিও হতে আমারই"... গানটা অনেকদিন পরে শুনলাম, স্মৃতি গুলো যেন চোখের সামনে ভেসে উঠলো। সেই পাথরের মতো ভারী অথচ মিষ্টি কষ্টতে বুকটা ভরে গেলো।
আজ প্রায় সাত বছর হয়ে গেলো তুমি নতুন মানুষ এর সাথে হয়তো বেশ সুখেই আছো... হয়তো আমার কথা মনেও নেই কিন্তু আমি এত বছর পরেও সেই আগের জায়গাতেই পড়ে রয়েছি তোমার আমার একসাথে কাটানো স্মৃতির সাথে...
শেষ যেদিন দেখা হল তোমায় একটু ছুয়ে দেখা হয়নি... মেনে নিতে হচ্ছে তুমি আমার না... গান এর লাইন গুলো এখনো মনে ঝড় তুলে দিচ্ছে চোখের জল বাঁধ মানছে না
শুধু মনে হচ্ছে "বেঁধে রাখতে পারলে তুমিও হতে আমারই.. শুধু আমারই.. কেনো রোদ এর মত হাসলে না আমায় ভালোবাসলে না আমার কাছে দিন ফোরালেও আসলে না" 😔❤
মা শব্দ পৃথিবী জুড়ে অনেক সুন্দর একাট শব্দ ❤️❤️
প্রতি টা মানুষের জীবনে এমন একটা করে মানুষ থাকে যাকে কোনো দিন ভোলা সম্ভব নয় আর আমার কাছে সেই মানুষ টা তুমি প্রিয় 🥺❤।যত দিন বাঁচবো তোমার স্মৃতি নিয়ে থেকে যাবো।❤️
মনের সাথে গানটার অনেক মিল রয়েছে ।
কিছু মানুষ আমাদের কে অনেক কিছুই শিখিয়ে দিয়ে যায় তাই কিছু মানুষ ছেড়ে যাওয়াই ভালো 😊😊🖤
তোমাকে পেয়ে গেলে হয়তো এতো সুন্দর একটা গান শোনা হতো না প্রিয়।😇 স্মৃতি রেখে গেলাম।🙃 যুগ যুগ ধরে মানুষ যখন এই গানটি শুনতে আসবে, তখন কেউ like দিলে notification পেয়ে আমি আবার ও শুনতে আসবো প্রিয় গানটা😊😊
😢
😢😢😢
😊😊😊😊😊😊😊
🥲
Aj kub mon krp ai gan ta sunci...hoytho tar sate sob kicu ses hoye jabe....jdi kew comment tay like den tahole notification jabe abro sunbo ai gan😥😭 3:09
Song ta r eakbar sunta asun. Ami like dilam karon AJ amr Mon kharab thik apnar sediner Mon kharab er motone
এই গানের সাথে রিলেটেবল কোন ঘটনা জীবনে না ঘটার পরও, কেন জানি গানটা শুনলে বুকটা মুচড়ে ওঠে। সুর, কণ্ঠ, ভাষা মিলিয়ে গানটা কেন যেন মনে হয় আমার হৃদয়ের অনেক কাছের।
Update: ঘটে গেছে! 😑
Jano na ghote vai
কত মানুষ থাকা সত্ত্বেও, একজনের প্রতি ভালোলাগা, অন্য এক অনুভূতি ❤
এই গানটা জীবনে অনেক বার শুনেছি ❤ গানটা মনের অজান্তেই অনেক অনুভূতি দেয়। এই গানের ভাষা বোঝার অনুভূতি সবার হবে না। ভালো থাকুক ঐসব মানুষগুলো
আমরা খুব করে চাওয়ার পরও অনেক কিছু হারিয়ে যায়.. এই গানের কথাগুলো সেই হারানো স্মৃতিগুলোকে জাগিয়ে দেয় 💔
রনোজয় ভট্টাচার্যকে শ্রদ্ধা 🙏
কি অপূর্ব মনোমুগ্ধকর লেখা ❤
মেখলা দাসগুপ্ত কে ধন্যবাদ
কি অপূর্ব মনোমুগ্ধকর কণ্ঠস্বর ❤️
❤e k❤
আমি শিউর দিয়ে বলতে পারি ইউটিউব আপনাকে এই গানটা সাজেস্ট করেনি,😊আপনি এই গানটাকে সার্চ দিয়ে শুনছেন এবং মনের তৃষ্ণাটা তৃপ্তি সহকারে মিটাছেন একদম গভীর থেকে অনুভব করে।😌🥀
গানটার জন্য অসংখ্য ভালোবাসা 🙂। যত বার শুনি মাইয়াই পরে যাই গান টার প্রতি 😌
Gantar starting er 0-27 sec. Sunle moner vetor ta je kemon kore seta kauke bole bojhate parbo na. 😔❤️🩹
2053 সালের জন্য একটা কমেন্ট করে গেলাম, 30 বছর পর কোনো এক সন্ধ্যায় একাকি বসে যখন আবার এই গানটি শোনব, তখন মনে পড়ে যাবে জীবনের ফেলে আসা কিছু স্মৃতি।
❤❤
Sera bole6o to
🥹💔
২০৫৩ পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কোন গ্যারান্টি আছে
Tokhon youTube e thakbe na boss, onno kichu chole asbe market a🙄
বাঙ্গালী হয়ে জন্মে ছিলাম বলেই হইতো এত সুন্দর গান শুনতে পারি 😊
Exactly. Love you ❤❤
তোমাকে পেয়ে গেলে হয়তো এমন সুন্দর গানটা শোনা হতো না প্রিয় 😊।স্মৃতি রেখে গেলাম যুগ যুগ ধরে মানুষ গান শুনতে আসবে তখন কেউ লাইক দিলে আমি নোটিফিকেশন পেয়ে আবার তোমায় ভেবে গানটা শুনবো প্রিয়..!💔
আমাকে ভালোবাসবে..?
ভালবাসার মানুষের সাথে দেখা না হওয়া টাই ভালো। কারণ, পেয়ে গেলে মানুষটা থাকে কিন্তু রেসপেক্ট জিনিসটা থাকে না।
Right... ❤ bro
ভালোবাসার মানুষ গুলো ভালো থাক😢
ভালবাসার পূর্ণতা না পাওয়ায় ।
গান টা না শুনলে ঘুমোতে পারিনা।কি করবো? তুমি অনবদ্য, চিরন্তন...........দারুন।ভাষা পাচ্ছিনা,কি বলব!
না পাওয়াটা খুবই অসুন্দর।
আর পেয়ে হারানোটার কষ্টো কি বোঝানো যাই?
এই কষ্টে যেকোন একজনের অবহেলা বা স্বার্থপরতা থাকে।
আর যার অপরাধ থাকে তার কষ্ট থাকেনা।
যার কষ্ট থাকে তার অপরাধ থাকে না,
কিন্তু এই কষ্ট থেকে বেরহওয়া যাই না ।
কষ্ট গুলো আমারই থাক।
কষ্টে যখন বুকের ভেতর মোচড় দেয়
তখন কাউকে
আশীর্বাদ দেওয়া যাই না।
তবে কষ্ট গুলো আমারই শুরু আমারই
''কেন রোদের মতো হাসলে না
আমায় ভালোবাসলে না '' গানের এই লাইনটা শুধু মনটা কেরে নেয় 😊😢 ।
গানটা শেষ হয়ে যায়, কিন্তু আফসোস থেকে যায়।
আহা ❤️
এই গানটি ভুলতে পারা খুব ই কঠিন
অনেক সুমধুর স্মৃতি জড়িয়ে রয়েছে এ গানে !
Eta amar valobasar phone er caller tune😊❤
এই গানটি পছন্দেদের জায়গা করে নিলো, একজন মানুষের পছন্দের গান এটি। একটা ফিল আছে। ভালো লাগলো। গানটা সুনে।
আজ আমার জন্মদিন আর এই গান টার প্রতিটা লাইন যেন আমার জীবনের সাথে মিলে যায়।
আজকের দিনে এই গান শুনি আর পুরোনো কথাগুলো আবার মনে যায়
অদ্ভুত রহস্যময় গান টা ❤।যারা অনেক কষ্ট পেয়ে এই গান টা শুনতে আসে।তারাও শান্ত মনে ফিরে।🥰 just feel 💔
একজন বাঙালি শুধুমাত্র এতটা নিখুঁত করে গাইতে পারে।।
গানটা মনকে নাড়া দেয়
❤❤❤❤😢😢😢
priyo Ankit .....
কখনো ভাবিনি যে আমাদের গল্প টা এত তাড়াতাড়ি সমাপ্ত হয়ে যাবে। ভেবেছিলাম তোমার সাথে সারাজীবন কাটিয়ে দেব কিন্তু কিছু উপায় নেই।
ছোট থেকেই সব কিছু হারিয়েছি বাবা, মা একমাত্র তুমিই ছিলে যে আমার বাবা, মা দুজনের কস্ট টা বুঝতে দাওনি আমাকে বাবা র মত আগলে রেখেছিলে কিন্তু আজ তুমি ও আমাকে একা করে রেখে চলে গেলে । তবুও একটা কথা শেষ জীবন পর্যন্ত বলবো.............
দূরে গেলেও এটাই সত্যি তুমি আমার ই ................🫂🥲
আসলে ভালোবাসা বলতে কিছু নেই,যা আছে, তা সবই মায়া😊
এক্কেবারে ঠিইইইইইইইক
সত্যিই অসাধারণ গেয়েছে,
কষ্ট, আবেগ, স্মৃতি সবকিছু ফুটে উঠেছে।
প্রিয়মানুষগুলো 💜যদি ফিরে আসতো-শতবার,হাজারবার, শত,হাজারকোটিবার। তাহলে কষ্ট পেয়ে জীবন নষ্ট হতো না!!!
"বেঁধে রাখলে তুমিও হতে শুধু আমারই"
নিজের সাথে মিল পাই গানটাতে🥰
তোমার কাছে খরস্রতাও গতিহীন।
সত্যি সময়ের দ্রুততার সাথে এগিয়ে চলা এই জীবনে আমরা প্রত্যেকেই একটা নির্দিষ্ট মানুষের কাছে এসে থমকে যাই।। ❤️❤️
কি অসম্ভব সুন্দর নাম টা তাই না.. "মন কেমনের জন্মদিন ❤"
নাহ্ !! আজ আর এই সুর আর লাইন চোখ থেকে জল ঝরাতে পারে না, সে এক সময় ছিলো যখন এই সুর মনে এলেই বুক কাঁপতো, চোখের কোনায় জল আসতো আর তার সাথে চোখে ভেসে উঠতো ভালোবাসার মানুষটার জন্য তুলে রাখা স্মৃতি গুলো।
........ এখন নিজেকে নিজেই সামলে নিতে নিতে অনেকটা শক্ত হয়ে গেছি, এখন শুধু ভালোলাগা থেকে এই গান শুনি, আর ঠোঁটের কোনায় হালকা হাসি রাখি 🌚
Onek sundor akta gan...jokhoni suni mon ta onk halka hye jay!! Onk vlo lage.....cmnt ta kore rakhlam.....10 bochor por abr jokhon sunbo ajker o ager sob sriti mone porbe...🍁🙂...onk miss kori tmk priyo 🍁
আবারও ফিরে এলাম গান টা শোনার জন্য। সেই একই অনুভূতি রয়েছে ❤❤
তার সাথে যদি কোনোদিন আবার কথা বলার সুযোগ পাই তো তাকে একটাই প্রশ্ন করবো "কেনো রোদের মত হাসলে আমায় ভালোবাসলে না" 😅 "দূরেও গেলেও এটা সত্যি তুমি শুধু আমারি" আমি তাকে যখন রাতে লুকিয়ে call করতাম এই গান খুব গাইতাম..... 😅 স্মৃিতি রেখে গেলাম আবার ❤ ভালো থেকো ❤
Ami roj suni ei gaan ta . Kotha gulo eto valo lage. Ganer lekha o sur Apurbo 🙏 mon chuye jay 👌❤️❤️
Sotti e
এটা শুধু গান নয় মনের সকল না বলা কথা। কেউ লাইক দিলে নোটিফিকেশন পেলে আবার শুনতে আসবো
Bengali isn't my mother tongue. I can only understand bits and pieces. However, as they say music knows no barrier as language and apparently this one happens to be one of my favorite songs. Bhishon bhalo 🌸
ব্যর্থ প্রেমীক ,একতরফা ভালোবাসায় এক অদ্ভুত অনুভূতি থাকে যেটিতে প্রিয় মানুষটিকে তোমার মন থেকে কেও মুছতে পারবে না কোনো এক অজানা স্বপ্নের দেশে বেঁচে থাকা যায় প্রতিনিয়ত 💔💔💙💙
গানটায় অন্য রকম একটা মায়া আছে💓 এই পযন্ত কতবার যে শুনছি হিসেব নাই🥰
প্রথম প্রেম, প্রথম ভালোবাসা সারাজীবন মনেই থেকে যায় কপালে না ❤️
খুব সুন্দর ♥️ এত দিন পর গানটা শুনে কত পুরনো স্মৃতি মনে পড়ে গেলো ❤️😔
এই গানটায় এক অজানা অনুভুতি কাজ করে।। গানটা শুনলে অজান্তেই চোখের অশ্রু ঝরে।।কাউকে কতো ভালোবাসি সেটা তাকে না বোঝাতে পারা টা অনেক কষ্ট দেয় প্রাতি ক্ষণে ক্ষণে 😓
সত্যিই তো, বেঁধে রাখতে পারলে তুমিও হতে আমারই.....
"শুধু আমারই"
কিন্তু এখন বুঝি তোমায় বেঁধে রাখলেও তোমার মনকে আমি কখনোই বেঁধে রাখতে পারতাম না, তাই তো তোমাকে মুক্ত করাটাই সেদিন ঠিক মনে হলো।🥀🌹
সেই মেঘ বালিকার গল্প হোক শহর জুড়ে বৃষ্টি হোক রোদ্দুর হোক আজ শুধুই তাহার ডাকনাম🙂🍂❤️
জানিনা কেনো তবে গানটা শুনলে গলা টা শুখিয়ে যায়, হৃদয় স্পর্শ করে যায়।❤
কেনো রোদের মতো হাসলে না,
আমায় ভালবাসলেনা,, আহা কি কন্ঠ লগ্নোজিতা তুমি বেস্ট
।
আমার কাছে দিন ফুরালেও আসলেনা
বেঁধে তো রাখতেই চেয়েছিলাম তবে সত্যি কি সে থাকতে চেয়েছিল?🌝♥️✨
স্মৃতি রেখে গেলাম,, যুগ যুগ ধরে মানুষ যখন এই গানটি শুনতে আসবে,, তখন কেউ লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আমিও আবার শুনতে আসবো প্রিয় এই গানটি❤😇😇
October 2023 e alum.
😊
এই গানগুলো যারা শুনে তারা বিশেষ এক ধরনের মানুষ 🥰
Right
এই ক্ষনিক জীবনে নিজের ভালোটা যতটা চেয়েছি।...
তার থেকেও বেশি চেয়েছি তোমার ভালোটা ...
তুমি ফিরলেনা চেয়ে দেখলেনা
এই আমি টা আজ ও
তোমার অপেক্ষায় কতোটা বিভোর।🙂
গানটা শোনার সংখ্যা হাজার বার পেরোল তবুও বিরক্ত লাগেনা বারবার শুনতে ইচ্ছা করে গানটার সাথে কেমন যেন আটকে গেছি। 🙂🙂
নতুন সকালগুলো কপাল ছুঁল তোমারই
দূরে গেলেও এটাই সত্যিই আমারই,
শুধু আমারই, এই লাইনটা শুনলে ভেতর থেকে আলাদা একটা আবেগ কাজ করে।❤❤