Phiriye Dewar Gaan (ফিরিয়ে দেওয়ার গান) | Hemlock Society | Parambrata | Koel | Anupam | Rupam | SVF

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ธ.ค. 2024

ความคิดเห็น • 1.2K

  • @shankumondal2881
    @shankumondal2881 ปีที่แล้ว +94

    ১১ বছর পরে ও আবার সেই একই রকম আবেগ নিয়ে শুনছি। ❤
    বেঁচে থাকুক এই গান।

    • @Dsquare09
      @Dsquare09 4 หลายเดือนก่อน

  • @sagnikchatterjee866
    @sagnikchatterjee866 3 ปีที่แล้ว +347

    "কিছু পারলাম না শুধু বাড়লো ওজন বুক
    সুখী গাল বোঝেনা - কবিদের অসুখ "
    জাস্ট মন ছুঁয়ে যায় ❤️🥀

    • @sarkerbrothers3087
      @sarkerbrothers3087 2 ปีที่แล้ว +2

      ভাই আমাকে একটু বুঝান তো, লিরিক্স সব মাথার উপর দিয়ে যায়😞

    • @BengoliNationalistবাঙালিজাতীয়
      @BengoliNationalistবাঙালিজাতীয় 2 ปีที่แล้ว +2

      কিছু পারলাম না শুধু বাড়ল ওজন বুক সুখী গাল বোঝেনা কবিদের অসুখ

    • @livelifewithpritha929
      @livelifewithpritha929 2 ปีที่แล้ว +1

      Exactly

    • @avranildutta79
      @avranildutta79 2 ปีที่แล้ว

      Sukhi Gal noy "Gaan"

    • @bongiyosolution6581
      @bongiyosolution6581 10 หลายเดือนก่อน

      ​​@@sarkerbrothers3087কিছু পারলাম না শুধু বাড়লো ওজন বুক'' এটা বলতে অনেক চেষ্টা করেও তাকে ভুলতে বা এড়িয়ে চলতে পারল না খামোখা মনের ওজন বাড়লো, আসলে সুখী গাল বলতে সেইসব কাপালদের বোঝায় যারা তাদের ভালোবাসায় পূর্ণতা পেয়েছে গাল আর হাতটি হচ্ছে সেই আদুরেপনার প্রতীক,, এবং ব্যর্থ প্রেমিকরাই সাধারণত কবি হয় এবং তার প্রাক্তনকে নিয়ে লেখালেখি করে। কবিদের সেই লেখার চাহিদা এবং আগ্রহটাকে অসুখ হিসেবে এড্রেস করা হয়েছে যেটা সুখী গাল গুলো জানেনা বোঝেনা অথবা ধরতেও পারবেনা❤

  • @obaidulhaquesuhan3633
    @obaidulhaquesuhan3633 3 ปีที่แล้ว +192

    এই গান গুলোতে কি বিরক্ত কোনদিনও আসবে না। এত শোনার পরও ভাললাগা থেকেই যায় ❤️
    ফিরিয়ে দিতে পারিনি ❤️

    • @Ani4636
      @Ani4636 ปีที่แล้ว

      bhag sala terrorist

  • @Sanghamitravlog2333
    @Sanghamitravlog2333 3 ปีที่แล้ว +184

    যখন রূপম দা বলছে "আমাকে ঘুড়ি ভেবে ওড়াস না,নরম আঙুল কেটে যাবে উপড়ে নেবো নিজেকে..'🍁তখন একলা,অন্ধকার ঘরে শুয়ে থাকা ব্যর্থ প্রেমিকরা ও হয়তো মুচকি হাঁসছে।🖤

  • @ashikuzzamanabir6684
    @ashikuzzamanabir6684 3 ปีที่แล้ว +145

    "কিচ্ছু পারলাম না" লাইনটা বুকর ভেতর দিয়ে চিড়ে বের হয়ে গেল।সত্যিই তো কিচ্ছু পারলাম না!
    তার নরম আঙুল কাটল কিনা জানি না,তবে আমি যে ঘুড়ি হয়েই রইলাম!

    • @sandipmanna93
      @sandipmanna93 3 ปีที่แล้ว +4

      Kotha ta khub mil khai...amr jiboner sathe

    • @raktimroy9314
      @raktimroy9314 2 ปีที่แล้ว +3

      Same bro 💔😭

    • @jannatsadika871
      @jannatsadika871 8 หลายเดือนก่อน

      বাহ! ঘুড়ি হয়ে কি উড়ে বেড়াচ্ছেন নাকি গন্তব্য পেয়েছেন?

  • @arkadas9539
    @arkadas9539 ปีที่แล้ว +30

    গায়ে কাঁটা দিয়ে উঠলো। এই গানটা আবেগে ভরা। ১০০ বছর পরেও মানুষ এই গান শুনবে। তাদের জন্য কমেন্ট টা রেখে গেলাম ❤

  • @dhoon9150
    @dhoon9150 4 ปีที่แล้ว +356

    "সুখী গাল বোঝে না...কবিদের অসুখ.।" 🙃🍁

  • @hindunisam
    @hindunisam 2 ปีที่แล้ว +54

    প্রথমত আমি গর্বিত আমি ভারতীয় ,পরে আমি বাঙালি হিসেবে গর্বিত। কারণ যদি বাঙালি হিসেবে জন্ম না নিতাম তাহলে হয়তো বুঝতেই পারতাম না যে বাংলা ভাষা এত মধুর এত মিষ্টি। এই জন্যই বাংলাকে পৃথিবীর সবথেকে মিষ্টি ভাষা বলা হয়।।।

    • @DhrubajyotiRaja01
      @DhrubajyotiRaja01 ปีที่แล้ว +1

      Gan ta nischoi sundor but Bangla bhasa ke kothao sobtheke "misti" bhasa bola hoi na Ota WhatsApp a chorano fake news!!

  • @Sandip_Roy_Tukai
    @Sandip_Roy_Tukai 3 ปีที่แล้ว +35

    বুঝবি না, তোর ক্ষতয় হাত বোলালে
    জানবি না, কেন যে চোখ ঢাকি,
    বুঝবি না, কেন ওপাশ ফিরে শুলে
    জানতে চাস না, কেন এভাবে থাকি।
    Few will understand ❤️

  • @cr7sougata352
    @cr7sougata352 ปีที่แล้ว +233

    2020 এর পরে যারা গানটি শুনতে আসবেন, একটি like দিয়ে যাবে বুঝবো, আমার মতো কেউ এই গানটি খুব ভালোবাসে

    • @Bappadityakarmakar-s6z
      @Bappadityakarmakar-s6z 9 หลายเดือนก่อน +2

      2024 সালে এসেও এই গান টা এখনও খুব প্রিয় ♥️

  • @joydeepmandal8666
    @joydeepmandal8666 3 ปีที่แล้ว +35

    পাতলা ঠোঁটের ডগায়, সাজানো গল্পের খই😌
    তোকে ফিরিয়ে দেওয়া উচিত অবশ্যই🥀

  • @চারুলতারপাঁচালি
    @চারুলতারপাঁচালি 6 หลายเดือนก่อน +4

    কিভাবে যে ১২ টি বছর চলে গেলো বুঝতেই পারলাম না। ভালো লাগাটা আগের মতোই। ধন্যবাদ রুপম দা।

  • @sukdevmaity659
    @sukdevmaity659 4 ปีที่แล้ว +48

    বর্তমান পরিস্থিতি তে একটা সত্যিকারের Hemlock society প্রয়োজন. 🙂🙂

    • @muskanamonsur7648
      @muskanamonsur7648 3 ปีที่แล้ว +1

      Sotti e, ami sobsomoi eta vabtam.ar ami ei movie ta dekhe beche thakar assas pai

    • @souvikg347
      @souvikg347 3 หลายเดือนก่อน

      And Fight club

  • @anontokallolkhan1883
    @anontokallolkhan1883 3 ปีที่แล้ว +60

    বুকের ভিতর জ্বলতে থাকা আগুন নেভানোর একমাত্র গান।অবিশ্বাস্য ভাবে এত কম ভিউ নিয়ে ও আজ ও সকলের বুকে অবস্থান করে আছে

    • @swarnalihalder7370
      @swarnalihalder7370 3 ปีที่แล้ว +4

      যারা নিজের অসুখ বুঝতে গিয়ে এই গান খুঁজে পেয়েছে শুধু তাদের মধ্যেই আবদ্ধ থাক এই গান 😌 এই গানের মূল্য এর ভিউ এর উপর নির্ভর না 🖤🙃

  • @kunal-l1j
    @kunal-l1j 6 หลายเดือนก่อน +11

    ভেবেছিলাম তোকে ফিরিয়ে দেবো আমি ...
    ভেবেছিলাম ঘুরে তাকাবো না | ...
    ভেবেছিলাম তোকে পুড়িয়ে ফেলবো আমি ...
    ভেবেছিলাম উড়িয়ে দেবো ছাই | ...
    কিচ্ছু পারলাম না,
    শুধু বাড়ল ওজন বুক ...
    সুখী গাল বোঝে
    না, কবিদের অসুখ ...
    পাতলা ঠোঁটের ডগায়,
    সাজানো গল্পের খই ...
    তোকে ফিরিয়ে দেওয়া
    উচিত অবশ্যই...
    এভাবে ...
    গাছপালার স্নেহ
    দিয়ে ঢাকা,
    থাক সে পথ ফাঁকা ...
    থাক তোর
    ডাকে সাড়া
    দেবো না, দেবো না, না, না |
    শত বসন্তের আদরে যেই,
    রেখেছি বালিশে ঘুম ...
    থাক পাতার ভাঁজে রাখা,
    আমার এই ভালো লাগা | ...
    আমাকে ঘুড়ি ভেবে ওড়াস না
    নরম আঙুল কেটে যাবে
    উপড়ে নেবো নিজেকে..
    ভেবেছিলাম তোকে নিভিয়ে ফেলবো আমি
    ভেবেছিলাম তাঁরা ফোটাবো না ...
    ভাল হত পেলে সময় অফুরন্ত ...
    ফুরিয়ে যায়, ফিরিয়ে দেওয়া গান ...
    কেন ভাঙছে আকাশ,
    আমি ভাঙছি না ...
    হয়ত তোর ভেতরেও একই অবস্থা | ...
    পাতলা ঠোঁটের ডগায়,
    সাজানো গল্পের খই ..
    তোকে ফিরিয়ে দেওয়া উচিত অবশ্যই...
    এভাবে ...
    গাছপালার স্নেহ দিয়ে ঢাকা,
    থাক সে পথ ফাঁকা ...
    থাক তোর ডাকে সাড়া দেবো না,
    দেবো না, না, না | ...
    শত বসন্তের আদরে যেই,
    রেখেছি বালিশে ঘুম
    ... থাক পাতার ভাঁজে রাখা,
    আমার এই ভালো লাগা | ...
    আমাকে ঘুড়ি ভেবে ওড়াস না
    নরম আঙুল কেটে যাবে
    উপড়ে নেবো নিজেকে |
    বুঝবি না,
    তোর ক্ষতয় হাত বোলালে ...
    জানবি না,
    কেন যে চোঁখ ঢাকি ...
    বুঝবি না,
    কেন ওপাশ ফিরে শুলে ...
    জানতে চাস না,
    কেন এভাবে থাকি ...
    কেন প্রশ্ন এড়াস,
    আমি ঠকব না ...
    বিশাল ফারাক আছে, তা কি বুঝিস না? ...
    পাতলা ঠোঁটের ডগায়,
    সাজানো গল্পের খই ...
    তোকে ফিরিয়ে দেওয়া উচিত
    অবশ্যই...
    এভাবে ...
    গাছপালার স্নেহ দিয়ে ঢাকা,
    থাক সে পথ ফাঁকা ...
    থাক তোর ডাকে সাড়া
    দেবো না, দেবো না, না, না | ...
    শত বসন্তের আদরে যেই,
    রেখেছি বালিশে ঘুম
    থাক পাতার ভাঁজে রাখা,
    আমার এই ভালো লাগা | ...
    আমাকে ঘুড়ি ভেবে ওড়াস না
    নরম আঙুল কেটে যাবে
    উপড়ে নেবো নিজেকে |

  • @jobayer1763
    @jobayer1763 2 ปีที่แล้ว +13

    ছোট বেলায় একবার শুনেছিলাম, তখন আমার বয়স ছিল ৯ বছর। এখন আবারও শুনতে আসলাম এই গান। অসাধারণ, ছোট বেলার কথা মনে পড়ে গেলো❤️❤️❤️

  • @totallyrandomtotally
    @totallyrandomtotally 12 ปีที่แล้ว +73

    lyricist/composer- Anupam Roy has done a great job. Rupam has sung this very well too!

  • @shamanta462
    @shamanta462 2 ปีที่แล้ว +4

    এই অদ্ভুত গান টা যাকে মনে রেখে প্রথম শুনেছিলাম তাকে ভালোবাসি না, তার আঙ্গুল ছুঁই নি আদৌও, দেখিনি তার মুখের আদল। তবুও তার দুঃখে কান্না পায়, তাকে ভেবে গান টা শুনি, তাকেই উৎসর্গ করি এই গান❣️

  • @diegohazard6964
    @diegohazard6964 12 ปีที่แล้ว +34

    Beche thakar gaan theke phiriye dewar gaan!!!!!!!!!!!!!!
    The 'PAM' duo is unbelievable!!!!!!!!!!!

  • @aishani949
    @aishani949 5 ปีที่แล้ว +3

    Ei film ta eto bochor por dekhe khub bhalo laglo , honestly bhabi ni ji param ar koyel er juti tao ato jombe. Ar story ta niye to kono kothai nei , gan gulo oshadharon. Cinematography is beyond outstanding. Ekdom complete ekta package.

  • @Egyptroy2353
    @Egyptroy2353 3 ปีที่แล้ว +229

    2021 এ এসে কে কে শুনছেন like করুন ।

    • @Khonastore
      @Khonastore 3 ปีที่แล้ว +2

      এই গানটা বের হওয়ার পর আমার মা অনেক শুনত। আমি তখন অনেক ছোট ছিলাম। গত ৮ বছর ধরে খোঁজার পর এই গানটা পেলাম।

    • @Egyptroy2353
      @Egyptroy2353 3 ปีที่แล้ว

      @@Khonastore বাহ্ , একটু মন খারাপ থাকলে আমি শুনি । মনটা বেশ ভালো হয়ে যায় 😌❤️
      তুমিও মন খারাপ থাকলে শুনতে পারো

    • @aninditadas1926
      @aninditadas1926 3 ปีที่แล้ว +1

      ami ❤

  • @pritikundu3972
    @pritikundu3972 3 ปีที่แล้ว +33

    "পাতলা ঠোঁটের ডগায় সাজানো গল্পের খই..., তোকে ফিরিয়ে দেওয়া উচিত অবশ্যই।"🙃💞 -This line has a separate fan bose..🤘🔥.

    • @AR71428
      @AR71428 2 ปีที่แล้ว

      Ekdom thik bolecho ei line tar separate fan base ache.r ami ei line ta ekjon ke dedicated krte cheyeo parini.koreo ba ki hbe..mitthye valobasa r mitthye potisruti gulou beche thakuk 🙂

    • @shykotrahman8626
      @shykotrahman8626 2 ปีที่แล้ว

      প্রীতি,, একমত।

    • @shibnathsardar5123
      @shibnathsardar5123 ปีที่แล้ว +1

      Accha akta question females der o ki same feel hoi?

  • @ronypatra
    @ronypatra 12 ปีที่แล้ว +58

    I've been listening to this song on loop ever since I bought the CD...it's a bloody masterpiece! :)

  • @samirsarkar8575
    @samirsarkar8575 5 ปีที่แล้ว +149

    Collage er Final year. 3rd yr r ekta meye ke valo laglo.kintu bolte parlam na. sudhu gaan ta sombol chilo, farewell party te geyechilm. Fb te dekhlm tar biye hoe geche.
    7yrs por purono sriti ta abar akre dhorlo.,😣

    • @sarwanasdreamworld6311
      @sarwanasdreamworld6311 4 ปีที่แล้ว +18

      valobasha bole kichu nei........ache shudu acceptance....je take jotota accept kore totota e valo bashe.....tai manush tar bacha der ato valobashe...ashole accept kore nei....nadir tan, valobasha ei sob kichu na....

    • @sagnikganguly4651
      @sagnikganguly4651 4 ปีที่แล้ว +4

      The main meaning of life and love is to move on.

    • @sagnikganguly4651
      @sagnikganguly4651 4 ปีที่แล้ว +7

      Amar ekti childhood friend achhe Jake niye Ami feel Kori. Hope Ami success pabo.

    • @Suvam005
      @Suvam005 4 ปีที่แล้ว +3

      @@sagnikganguly4651 best of luck..

    • @sonali_shom
      @sonali_shom 4 ปีที่แล้ว

      @@sagnikganguly4651 correct

  • @butaiofficial230
    @butaiofficial230 8 ปีที่แล้ว +134

    One of best Bengali movie, I have ever seen.... Superb.

    • @abir4855
      @abir4855 6 ปีที่แล้ว +4

      aishik ghosh somoi pele akbr aalo cinema ta dekhben

    • @piyaliroy8440
      @piyaliroy8440 6 ปีที่แล้ว +4

      এই সিনেমাটার লিংক টা কি আমাকে দিতে পারবেন প্লিজ?

    • @syedmarwan8069
      @syedmarwan8069 5 ปีที่แล้ว +3

      But i think
      22 e Shrabon is the best work of Srijit Mukherjee
      Matir Moyna special mention

    • @shiladityasarkar6066
      @shiladityasarkar6066 4 ปีที่แล้ว +1

      Agree....totally new concept....even in indian movie

    • @bapigoldar6146
      @bapigoldar6146 4 ปีที่แล้ว +1

      🔥😭❤️❤️🎉👍🙏🙏

  • @ankitroyofficial5069
    @ankitroyofficial5069 2 ปีที่แล้ว +10

    ছোট্ট বেলার স্মৃতি! হঠাৎ করেই গানটার কথা মনে পরে গেলো, তাই ছুঁটে চলে এলাম শুনতে... ❤

  • @piyasikundu3189
    @piyasikundu3189 ปีที่แล้ว +5

    Kichu gan views er bichar kre sona hoyna.. manus khuje khuje gan bar kre sone r Santi pay.. eta Tari mddye ekti gan... masterpiece

  • @salilmandal4123
    @salilmandal4123 4 ปีที่แล้ว +1934

    2050 কেউ আসবেন শুনতে ?

    • @WALKWITHBONGBOYS1
      @WALKWITHBONGBOYS1 4 ปีที่แล้ว +122

      বেঁচে থাকলে বারবার আসবো..

    • @subhadip.mondal83
      @subhadip.mondal83 4 ปีที่แล้ว +15

      @@WALKWITHBONGBOYS1 yes brother me too

    • @WALKWITHBONGBOYS1
      @WALKWITHBONGBOYS1 4 ปีที่แล้ว +10

      @@subhadip.mondal83 Thank you brother 😊

    • @sayantansarkar8599
      @sayantansarkar8599 4 ปีที่แล้ว +18

      অবশ্যই বেঁচে থাকলে।

    • @mahfuzalam32163
      @mahfuzalam32163 4 ปีที่แล้ว +13

      Jodi bache thaki

  • @arnabroy5474
    @arnabroy5474 2 ปีที่แล้ว +15

    Today I was watching this movie and I am honestly saying that after watching this movie you will realize that we can start anything in our life again. And you can understand the underlying meaning of the songs in this movie!!

  • @Sujoy10
    @Sujoy10 2 ปีที่แล้ว +2

    থাক পাতার ভাঁজে রাখা, আমার এই ভালোলাগা 🖤... Just Asadharon.. Amr Ottonto Priyo Gaan Gulir moddhe Ekta.. Bangla Rock Er Kotha Uthlei Eii Manush Tir kotha Sobar Age Mone pore... Sotti Asadharon Ini 🙏🏻❤️

  • @srinjoy1814
    @srinjoy1814 2 ปีที่แล้ว +19

    কলেজ এর first year একটা মেয়েকে পছন্দ হয়েছিল..... বলতে পারিনি কখনো farewell party তে এই গান টা গেয়েছিলাম🙃fb তে দেখলাম বিয়ে হয় গেছে তার😄
    7 বছর এর আগের সেই পুরোনো স্মৃতি টা আবার আখরে ধরলো💔☺️........

    • @scetchpackraze2460
      @scetchpackraze2460 2 ปีที่แล้ว

      Shei meye bhalo nei....eta sure 😊

    • @soumyajitdatta308
      @soumyajitdatta308 2 ปีที่แล้ว +2

      @@scetchpackraze2460 ha or patla paykhana hoyeche.

  • @madhouzzz3176
    @madhouzzz3176 6 ปีที่แล้ว +303

    বাঙালি তো তাই ভালো লাগে গানটা✌
    বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ দুটাই দেশ✌
    দুটাকেই ভালোবাসি👌আর গানটা?
    বলতে হবে না😊

    • @saju3791
      @saju3791 6 ปีที่แล้ว +22

      দুর্দান্ত লেভেলের ভাদাইম্যা মার্কা কমেন্ট, গানের ইজ্জতটাই মেরে দিয়েছে। বেশি কাব্য ঝরাতে গিয়ে কানাবগির ছা হয়ে গেছে।

    • @luckyboy11000
      @luckyboy11000 5 ปีที่แล้ว +14

      West Bengal is not a country , it's a part of India which is known as country....

    • @neonology_officials
      @neonology_officials 4 ปีที่แล้ว +1

      @@saju3791 🤣🤣🤣

    • @crazygirl-hy8xl
      @crazygirl-hy8xl 4 ปีที่แล้ว +1

      😊😊....

    • @Métaphores007
      @Métaphores007 3 ปีที่แล้ว +4

      @@saju3791 don’t be too harsh please... it could have been said politely...

  • @Subho_dreamwbp
    @Subho_dreamwbp 3 ปีที่แล้ว +10

    পাতলা ঠোঁটের ডগায় সাজানো গল্পের খই
    তোকে ফিরিয়ে দেওয়া উচিত অবশ্যই!!"💕🌻
    - This line has a separate fan base🤘🖤

  • @anirbandey8712
    @anirbandey8712 ปีที่แล้ว +8

    10 বছর আগে গানটা সঙ্গীত বাংলায় দিলে skip করতাম আর এখন এই সব গান ইউটিউবে এসে সার্চ দিয়ে শুনছি ❤😅

  • @ghoshmitracreations1203
    @ghoshmitracreations1203 3 ปีที่แล้ว +12

    Throwback scenes of college days.... ❤ first realisation of frustration... Love breakups... So... Romantic were those days...truly ..!!

  • @abirhimu6157
    @abirhimu6157 5 ปีที่แล้ว +8

    আমাকে ঘুড়ি ভেবে উড়াস না...নরম আংঙুল কেটে যাবে... উপরে নেবো নিজেকেএএএএএএএএ..
    awesome lyric

  • @NehaMukherjee-l6v
    @NehaMukherjee-l6v 9 หลายเดือนก่อน +7

    2k24 akhon ei gaan tah k sunche?❤️

  • @hhrid
    @hhrid 7 ปีที่แล้ว +4

    "Amake ghuri bhebe odas na, norom angul kete jabe..."fantastic lyrics..one of my best!

  • @AyanMukherjeeayanrules
    @AyanMukherjeeayanrules 12 ปีที่แล้ว +50

    what a gift to bengali cinema :) wonderful song :)

  • @shahriarifa
    @shahriarifa ปีที่แล้ว +1

    আমাকে ঘুড়ি ভেবে উড়াস না.. নরম আঙুল কেটে যাবে....
    " JUST WOW "❤

  • @sumitdebnath5342
    @sumitdebnath5342 3 ปีที่แล้ว +12

    Sey school fire barite asa Practical class sesh , Nokia 5233 , Higher Secondary .............................. Nostalgia .❤️

  • @mdsajibmolla3825
    @mdsajibmolla3825 2 ปีที่แล้ว +2

    তখন ২০১২ সাল,ক্লাস সিক্সে পড়তাম। সঙ্গীত বাংলায় এই মুভির গান‌গুলো দেখতাম অনেক বার।
    আর আজ ২০২২, অনার্সে পড়ি।
    দিনগুলো মিস করি খুব 😒
    বাংলাদেশ থেকে 🇧🇩

  • @OnlyMusicMore
    @OnlyMusicMore 9 ปีที่แล้ว +37

    Thank you
    SVF
    Srijit sir
    and
    anupam da
    also Rupam da ...... thank you so much

  • @nusratjahanshimu1202
    @nusratjahanshimu1202 ปีที่แล้ว +1

    কিছু গান কখনো পুরনো হয় না,,,
    সর্বদা অসাধারণ হয়ে রয়ে যায়,,,
    Really,,This song is outstanding,, 🥰🥰🥰
    ❤️❤️❤️

  • @MrSearchayan
    @MrSearchayan 12 ปีที่แล้ว +17

    "ebhabe gachh-palar sneho diye dhaka" theke shuru kore piece-ta durdanto!! Rupam-er asol flavor-ta beriyechhe.

  • @fangytyrant4689
    @fangytyrant4689 4 หลายเดือนก่อน +2

    ১২ বছর ধরে গান টা শুনেই যাচ্ছি।
    Right now, গানের প্রত্যেকটা কথা রিলেট করতে পারছি।

  • @bishudey-004
    @bishudey-004 7 หลายเดือนก่อน +15

    ❝আমাকে ঘুড়ি ভেবে উড়াস না
    নরম আঙুল কেটে যাবে
    উপড়ে নেবো নিজেকে❞
    বি কেয়ারফুল🔥

  • @music2am117
    @music2am117 2 ปีที่แล้ว +1

    এই গানটা বছরের পর বছর ধরে নিজের সৌরভ ছড়িয়ে দিচ্ছে ক্রমশ। আচ্ছন্ন হয়ে পড়ি গানটা শুনতে শুনতে।। 2075 কেউ আসবে শুনতে। তখন এই রাত জেগে শুনতে চাওয়া গানগুলো হয় তো তাদেরও খুবই প্রিয় হবে।।

  • @nilanjanaghosh25
    @nilanjanaghosh25 5 ปีที่แล้ว +3

    Onek din por hothat kore ai gaan tar kotha mone pore gelo...ekhono dekhchi j kichu kichu lyrics amar mone roye geche..💙

  • @JahidAliKhan361
    @JahidAliKhan361 6 หลายเดือนก่อน +8

    2024 তে কে কে শুনছো,,এসব গান কোনদিনও বিরক্ত আসবেনা

  • @subhadip4680
    @subhadip4680 3 ปีที่แล้ว +4

    অবুঝ তুমি নও
    তবু অবুঝের ন্যায় থাকো;
    তবে অজানাই থাক বিচ্ছেদের কারণ
    অহংকার হারিয়ো নাকো।। 😊

  • @altuniaarfin
    @altuniaarfin หลายเดือนก่อน +1

    কোন এক শীতলতম বছরে তাকে মনে ধরেছিলাম,কি অসম্ভব ভালোবেসেছিলাম সেই সুদর্শনকে , কত্ত কাগজ ফুরিয়ে ফেললাম তাকে না বলা কথাগুলো লিখে।
    কত্তকিছু ভাবতাম তাকে নিয়ে,অথচ একবারও নিজেকে নিয়ে ভাবলাম না আমি কি তার যোগ্য, আয়নাতে নিজেকে না দেখেই সুদর্শন এর প্রেমে পড়ে গেলাম ,কি বোকা আমি! 😅
    ওসব এখনো একপাক্ষিক, সে এখন হয়তো তার প্রেয়সীর 💝 শুধু শুধু আমি এত্তকিছু ভেবে গেছি একবারও ভাবি নি এসব কি আদৌ বাস্তব হবে 😅
    তবে সে ভালো থাক এই আমি চাই,সে খুব ভালো থাক, সবকিছু যে সবসময় জানতেই হয় এমন না, কিছু লুকোনো ভালোবাসা থেকে যাক,ক্ষতি কি....

  • @aaraddhyakusumghosh9051
    @aaraddhyakusumghosh9051 2 ปีที่แล้ว +8

    এই গান গুনগুন করতেই হয়। ২০২২ এটা। পুরো বছর শুনে শুনে কেটে যাবে। ❤

  • @ahadplays44
    @ahadplays44 10 หลายเดือนก่อน +4

    ২৪ সালে গানের বয়স এখন ১১ বছর, ❤️
    তাও শুন্তেছি।

  • @subhankarghosh8319
    @subhankarghosh8319 3 ปีที่แล้ว +6

    সত্যিই rupam islam এক আলাদাই জিনিস ❤️

  • @mallikasinha6166
    @mallikasinha6166 หลายเดือนก่อน

    My boyfriend sings this song to me. He is bengali and I am not. Whenever he sings this song to me I sleep very peacefully. Today we fought due to some reason and I wanted to sleep peacefully so I TH-camd the song with whatever lyrics I knew and I am glad I found it. Maybe I can sleep in peace now. But I really wish he would have sung to me. I really love him, he is the love of my life.
    P.S. I love bengali songs as he introduced it to me especially Anupam Roy songs.

  • @dr.sheldoncopper3861
    @dr.sheldoncopper3861 4 ปีที่แล้ว +8

    " কেন প্রশ্ন এড়াস আমি ঠকবো না
    বিশাল ফারাক আছে তা কি বুঝিস না?"
    It's 12:37 a.m. Friday & I'm Listening This Song Lying Under My Blanket! Nostalgia!!

  • @vlogger.indian
    @vlogger.indian ปีที่แล้ว +3

    It's imotion yr.. With the dialogue
    Ei gar mereche

  • @neelhajra3878
    @neelhajra3878 12 ปีที่แล้ว +23

    Koel's looking absolutely awesome with her glasses on !

  • @TheArpanpal
    @TheArpanpal 3 ปีที่แล้ว +2

    ভেবেছিলাম ফিরিয়ে দেবো আমি,নিজেই সে চলে গেলো।।। তাদের ভালোবাসা পুরনতা পাক।।। আমার ভালবাসা আমার থাক,একান্তই নিজের,একতরফা ভালবাসাই নয় বেচে থাক।।।

  • @goutombiswas6553
    @goutombiswas6553 8 ปีที่แล้ว +204

    ‌কেন যে এই গানটা বার বার শু‌নি!

    • @sadiyahshamsuzzaman5266
      @sadiyahshamsuzzaman5266 7 ปีที่แล้ว +1

      Robindro Sangeet

    • @madhushreedas8072
      @madhushreedas8072 7 ปีที่แล้ว +1

      GOUTOM BISWAS same feelings

    • @chandukhan2865
      @chandukhan2865 7 ปีที่แล้ว +1

      GOUTOM BISWAS

    • @imsouvik11
      @imsouvik11 7 ปีที่แล้ว +5

      Gaan tai erkm....baar baar sunte badhyo ktai.....kaar gola dekhte hbe na......joy rock.

    • @neojohns2487
      @neojohns2487 7 ปีที่แล้ว +1

      GOUTOM BISWAS apnaro bodh hoi keuachhe...jake apni prem ferot dite chan..(embraced feel korben na plz)

  • @ranjitbarui512
    @ranjitbarui512 3 ปีที่แล้ว +1

    প্রেমের পূর্ণতা যে শুধু মিলনেই সে নাও হতে পারে, কিছু প্রেম ভালোবাসা বিচ্ছেদ আর বিরহেও পূর্ণতা পেয়ে থাকে 💔☹️

  • @rifatamanna4087
    @rifatamanna4087 5 ปีที่แล้ว +6

    2012 থেকে গানটা শুনছি। তখন ছোট ছিলাম গানটার কিছুই বুঝতাম না just music টা ভালো লাগতো।
    এখন!!!!!
    গানটা শুনে কাঁদা অভ্যাস হয়ে গেছে 🙂

  • @sadiasultanachaity7876
    @sadiasultanachaity7876 3 ปีที่แล้ว +4

    প্রচন্ড মন খারাপের সময় গানটা শুনি।
    গানের প্রতিটা কথা মনের ভিতর গিয়ে লাগে,
    এতো সুন্দর হতে পারে কথা, শুরের বহিঃপ্রকাশ ।

  • @moarifnoor403
    @moarifnoor403 3 ปีที่แล้ว +8

    জানিনা এই গানে কি আছে?তবে এই গানটি যত শুনি ততই নতুনের মত লাগে,,
    লাভ ফরম বাংলাদেশ

  • @Mamonidasvlog
    @Mamonidasvlog 2 ปีที่แล้ว +12

    𝗧𝗵𝗶𝘀 𝗹𝗶𝗻𝗲'𝘀 :-" পাতলা ঠোঁটের ডগায় সাজানো গল্পের খই...তোকে ফিরিয়ে দেওয়া উচিত অবশ্যই " 𝗶𝘀 𝗽𝘂𝗿𝗲 𝗻𝗼𝘀𝘁𝗮𝗹𝗴𝗶𝗮 !! 🖤😌

  • @totallyrandomtotally
    @totallyrandomtotally 12 ปีที่แล้ว +15

    Thanks ANUPAM, for writing these words and composing the number. kudos!!

  • @souravsamaddarllb1
    @souravsamaddarllb1 2 ปีที่แล้ว +1

    কেন প্রশ্ন এড়াস, আমি ঠকবো না
    বিশাল ফারাক আছে, তা কি বুঝিস না?
    পাতলা ঠোঁটের ডগায়, সাজানো গল্পের খই
    তোকে ফিরিয়ে দেওয়া উচিত অবশ্যই,,,,,,,,,This line's touch my heart.... 💞

  • @maahi2101
    @maahi2101 2 ปีที่แล้ว +4

    Nostalgic. ✨ used to wait for this song to play on sangeet bangla. Those childhood memories!! Miss those days.❤

  • @avijitdutta7388
    @avijitdutta7388 2 ปีที่แล้ว +2

    srijit dar ekta sera movie....aajo ei gan er premik ami...😊

  • @sharonsamuel7652
    @sharonsamuel7652 4 ปีที่แล้ว +17

    The lyrics of this song is just wow!💙😍🥰

  • @moonsharkar6959
    @moonsharkar6959 6 ปีที่แล้ว +202

    আমাকে ঘুড়ি ভেবে উড়াস না,,, নরম আংগুল কেটে যাবে,,,,,।।।।😎✌ 13/04/2018 .... 11:25 pm

    • @swarnankasarkar
      @swarnankasarkar 5 ปีที่แล้ว +1

      23/04/2019 😁

    • @toto23141
      @toto23141 5 ปีที่แล้ว +1

      01/05/2019😊😊

    • @nuhashrafee2340
      @nuhashrafee2340 5 ปีที่แล้ว +2

      14-05-2019

    • @somnathsadhu5965
      @somnathsadhu5965 5 ปีที่แล้ว +1

      17/05/2019....01ঃ48 am...

    • @samirsarkar8575
      @samirsarkar8575 5 ปีที่แล้ว +8

      Collage er Final year. 3rd yr r ekta meye ke valo laglo.kintu bolte parlam na. sudhu gaan ta sombol chilo, farewell party te geyechilm. Fb te dekhlm tar biye hoe geche.
      7yrs por purono sriti ta abar akre dhorlo.,😣

  • @nusratjahansara3085
    @nusratjahansara3085 3 ปีที่แล้ว +40

    গানটা শুনলেই বুকের ভিতর অনেক কষ্ট হয়। 🙁😣

  • @Behudalap_420
    @Behudalap_420 3 หลายเดือนก่อน

    কতটা প্যাথিটিক সিচুয়েশন হলে এই গানটা বুকের মধ্যে ক্ষত করে দিয়ে যাচ্ছে ছুরির মতো,প্রথম পার্থ কর্ণ বীরের করুণ একাকী তীরের মত

  • @nehaghosh4971
    @nehaghosh4971 3 ปีที่แล้ว +9

    আমাকে ঘুড়ি ভেবে ওড়াস না নরম আঙুল কেটে যাবে উপড়ে নেব নিজেকে........ ❤️❤️❤️❤️❤️😍😍😍😍😍😍

  • @Rudranildas
    @Rudranildas 12 ปีที่แล้ว +6

    Movie ta ei matro dekhe elam. asadharon hoyeche. totally new type. Ek matro Srijit Mukherjee r pokhei samvob eta.

  • @uzzaldas1972
    @uzzaldas1972 2 ปีที่แล้ว

    Ei gaan ta amar life er school life er sathe prochondo relatable. Class 10 e jokhon school chari tokhon thekei ei gaan ta mone anchor kerechilo.
    Kichhu parlamna sudhu barlo ojon bukk💔💔

  • @bijoyghosh5548
    @bijoyghosh5548 6 ปีที่แล้ว +46

    গানটার মধ্যে যে একটা দুঃখ আছে তা দুখীরাই বোঝে😢😥😭

  • @md.fazlehalahi4232
    @md.fazlehalahi4232 7 ปีที่แล้ว +2

    first watch this song on a music channel....but then forgot the lyrics....suddenly got it on you tube....really awesome song....heart says more after watching once

  • @kumrulhassaneftiefti5221
    @kumrulhassaneftiefti5221 3 ปีที่แล้ว +4

    এতো আগের গান এখনো শুনতে ভালো লাগে কেন জানি না চোখ দিয়া পানি পড়ে অনেক আবেগি হয়ে পড়ে পারি 😏😏

  • @nayan681
    @nayan681 ปีที่แล้ว

    From chittagong, Bangladesh.. Listening to this song from 2012... Love it.. Always sing it😊.. Amar mone hoi oi shomoi kolkata te je shundor gaan petam ekhn aar nei

  • @missDisha006
    @missDisha006 3 ปีที่แล้ว +6

    "পাতলা ঠোঁটের ডগায় সাজানো গল্পের
    খ্‌ই, তোকে ফিরিয়ে দেওয়া উচিৎ
    অবশ্যই " 🙂💔My Fev line

  • @thefricklebrat
    @thefricklebrat ปีที่แล้ว +1

    2023 ekhono amar playlist e.. Ekhono thik temon e feel pai jemon ta prothom baar shune peyechilam..

  • @Techpipash
    @Techpipash 5 หลายเดือนก่อน +7

    2024 কে কে শোনতে এসেছেন ❤

  • @ChandanaBhattacharya-bn3rt
    @ChandanaBhattacharya-bn3rt ปีที่แล้ว

    Khub sundar gan kokhono.bholar noi khub sundor exlression mon bhore galo parambrator abhinoi amar sob somoy bhalo lage

  • @AhamedBauani
    @AhamedBauani 8 ปีที่แล้ว +32

    // বুঝবি না, তোর ক্ষতয়ে হাত বোলালে
    জানবি না, কেন যে চোখ ঢাকি
    বুঝবি না, কেন ওপাশ ফিরে শুলে
    জানতে চাস না, কেন এভাবে থাকি
    কেন প্রশ্ন এড়াস, আমি ঠকব না,
    বিশাল ফারাক আছে, তা কি বুঝিস না ... ?

  • @Sourov_Ahammad_Official
    @Sourov_Ahammad_Official 3 หลายเดือนก่อน +1

    বেঁচে থাকলে ৫০ সালে শুনতে আসবো..!!

  • @sudiptaroychoudhury2671
    @sudiptaroychoudhury2671 8 ปีที่แล้ว +13

    Awesome song plus superb movie....loved this one

  • @abhishekbardhan8125
    @abhishekbardhan8125 4 ปีที่แล้ว +168

    অনুপম রায় যে কত দূরদর্শী গীতিকার তা এখন বুঝছি। "সুখী গাল বোঝে না কোভিডের (কবিদের) অসুখ"... you have to decode the mystery!

    •  4 ปีที่แล้ว +2

      Genius 😏😏😏

    • @magicalheart8685
      @magicalheart8685 3 ปีที่แล้ว +3

      কিন্তু এই লাইনটার সঠিক অর্থ বা এটা দিয়ে কি বোঝানো হয়েছে পুরোপুরি বুঝতে পারি নি।কেউ বলতে পারবেন⁉️

    • @Asimplehuman708
      @Asimplehuman708 3 ปีที่แล้ว +2

      🤣🤣

    • @magicalheart8685
      @magicalheart8685 3 ปีที่แล้ว +2

      @@Asimplehuman708 হাসির কি আছে 🙄

    • @ayandalal9618
      @ayandalal9618 3 ปีที่แล้ว

      Sera

  • @tiyashasenapati9679
    @tiyashasenapati9679 3 ปีที่แล้ว +5

    “তোকে ফিরিয়ে দেওয়া উচিৎ অবশ্যই”💙

  • @myshatasnim13
    @myshatasnim13 ปีที่แล้ว +1

    অসম্ভব সুন্দর লিরিক্স
    বাংলাদেশ থেকে অনেক অনেক ভালোবাসা রইলো Rupam Islam ভাইয়া ❤🇧🇩

    • @prodiptodatta1666
      @prodiptodatta1666 ปีที่แล้ว +1

      rupam er choddo purusher khomota nei ei gaan lekhar
      😀😁🤣

    • @Shikkhito-Chhotolok
      @Shikkhito-Chhotolok 10 หลายเดือนก่อน +1

      Eta Anupam Roy likheche​@@prodiptodatta1666

  • @swarnadeepsarkar7091
    @swarnadeepsarkar7091 2 ปีที่แล้ว +3

    খুব কষ্টের গান ।।আর রূপমদা অসাধারণ।।

  • @SUDIPTABALA-c4n
    @SUDIPTABALA-c4n 9 หลายเดือนก่อน

    "আমাকে ঘুড়ি ভেবে ওরাস না
    নরম আঙুল কেটে যাবে "
    উবরে নেবো নিজেকে 💔🥀
    লাইন টা তেই অনেক অতীত লুকিয়ে আছে 😊

  • @dibyendujana
    @dibyendujana 11 ปีที่แล้ว +11

    এভাবে গাছ পালার স্নেহ দিয়ে ঢাকা
    থাক সে পথ ফাঁকা |
    থাক তোর ডাকে সাড়া দেবোনা দেবোনা না না !
    শত বসন্তের আদরে যেই রেখেছি বালিশে ঘুম,
    থাক পাতার ভাঁজে রাখা আমার এই ভালো-লাগা !
    আমাকে ঘুড়ি ভেবে ওড়াস না,
    নরম আঙুল কেটে যাবে !
    উপড়ে নেবো নিজেকে ............

    • @nirjharbrahma8909
      @nirjharbrahma8909 3 ปีที่แล้ว

      Ajke daklo se amake.... Onk mas por.... Uttor na die je parlam na... 😊

  • @parthasaradar8128
    @parthasaradar8128 11 หลายเดือนก่อน +1

    অলটাইম হিট ২০০ বার শোনার পরও একই অনুভূতি

  • @shilpakoley7765
    @shilpakoley7765 12 ปีที่แล้ว +9

    Rupamda amezing.. Touched lyrics! Koeldi just splendid....

  • @zenerdiode79
    @zenerdiode79 12 ปีที่แล้ว +1

    bhabtei darun lagche amader i dept er junior ekjon erokom gaan rochona korte pare.....ufff tooo goood

  • @subhadip.mondal83
    @subhadip.mondal83 4 ปีที่แล้ว +5

    কিছু কথা মনে পরে এই গান টা শুনলেই বুক টা ফাকা হয়ে যায় আর আফসোস হয় বয়েস টা বেড়ে গেলো

  • @shanku1844
    @shanku1844 4 ปีที่แล้ว

    Daarun gaan...jamon katha... temni shur...ar temni gala...Rupam...daaruun

  • @akashshah1735
    @akashshah1735 6 ปีที่แล้ว +8

    I'm addicted by this song........
    Feel nostalgic....