Sun Temple Ranchi, Jharkhand, রাঁচি র সূর্য মন্দির

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ค. 2024
  • #explore_jharkhand #ranchi_tour #travel
    Sun Temple Ranchi, Jharkhand, রাঁচি র সূর্য মন্দির রাচির সূর্য মন্দির যশ সৌর দেবতা বা সূর্যকে উৎসর্গ করে নির্মিত এটি ঝাড়খন্ডের রাজধানী শহর রাঁচি থেকে প্রায় 40 কিলোমিটার অর্থাৎ 25 মাইল দূরে অবস্থিত ন্যাশনাল হাইওয়ে 43 রাঁচি টাটা রোডের উপর একটি পাহাড়ের অবস্থিত মন্দিরটিতে 18 টি চাকা এবং সাতটি প্রাকৃতিক ঘোড়া সহ বিশাল রথের আকারে নির্মিত মন্দিরটিতে সেই পার্বতী এবং গণেশ সহ আরো বেশ কিছু দেবতা রয়েছে মন্দিরটি রাঁচি এক্সপ্রেস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শ্রী সীতা রাম মারুর নেতৃত্বে একটি দাতব্য ট্রাস্ট সংস্কৃতি বিহার দ্বারা নির্মিত হয়েছিল 24 শে অক্টোবর 1991 সালে। স্বামী-স্ত্রী বাসুদেবানন্দ সরস্বতী এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন এবং দশই(10) জুলাই 1994 সালে স্বামী শ্রী বামদেব জি মহারাজ এটির প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন। #tour #tourist_spot তীর্থ যাত্রীদের জন্য একটি ধর্মশালা নির্মাণ করা হয়েছে এছাড়াও একটি পুকুর রয়েছে যেখানে ভক্তরা সূর্য দেবতার উপাসনা জন্য ছট পুজো স্নান করতে পারেন ট্রাভেল উইথ Anchor প্রসেনজিৎ❤️ প্রিয়া

ความคิดเห็น • 2