His voice and tune are outstanding. You do not get much artist who produces the same tune live. Any body can be a singer behind the stage. We do not get gems like him often
Bearing a burnt damaged heart since long but don't know how this master piece gives me a strength, magical one, in last 72 hrs I listened at least over 1oo times
ছেড়ে যাওয়ার প্রতিটা গল্প প্রতিনিয়ত বলে যায় ছেড়ে যাওয়া মানে ছেড়ে যাওয়া কিছু রেখে যাওয়া না।যে ছেড়ে যায় সে সবটা নিয়েই ছেড়ে যায়। উপাশের মানুষটা তবুও বাচে, কোন বৃষ্টিস্নাত অবেলায় ভেজা চোখ লুকিয়ে আকাশ পানে চিৎকার করে বলে যে ছেড়ে গেছে সে আমার কেউ না...
এখানে এসে কমেন্ট রেখে গেলাম একদিন আমি থাকবো না কিন্তু আমার ছেলে মেয়ে এসে দেখবে তার আব্বাজান এই গানটার ভক্ত ছিলেন। এরকম শিল্পীর গান শুনে আমার ছেলে মেয়েরাও গানের প্রেমে পড়ে যাবে।
ভাইরে ভাই কি গাইলেন রে,খালি গলায় এমন ফিল নিয়ে এই গানটা যুগযুগ ধরে চেষ্টা করলেও অন্য কারো পক্ষে গাওয়া সম্ভব না,যখন উপর স্কেলে গাইলেন সত্যি অসাধারণ,ভাই কি আর বলবো প্রত্যেকটা লিরিক্স মন ছুয়ে যায়,অর্জিনিয়াল গানের চেয়ে এটা বেস্ট মনে হলো আমার,মন দিয়ে চোখ বন্ধ করে শুনতে শুনতে হঠাৎ গান শেষ,পুরোপুরি গাইলেন না কেন ভাই,ভালোবাসি শিরোনামহীন❤️❤️
চাইলেও কিছু অনুভুতি থেকে পালিয়ে বাঁচা যায় না! যদি তাই হতো, তাহলে হয়তো এই গানের লিরিক্স গুলোর মদ্ধে কোথাও একটা তার জন্য অস্থিরতা কাজ করতো না! 💞 বেঁচে থাকুক যে যার মতো; অভিনয় করে হলেও!
গানটা শুনলে ইমোশনাল হয়ে যাই বলে, পুরোপুরি আর শুনা হয়ে উঠেনি। আমি শুধু চাই আমার সুন্দর বেলা গুলা অবেলা করে দেওয়া মানুষটা একদিন চাপা ব্যাথায় চটফট করতে করতে বাচুক, যেইভাবে আমি বেচে আছি।
গানটি শুনে কখনো মন ভরার মতো না।💚। বার বার শুনতে মন চাইবে।।❤️গভীর ভাবে প্রতিটা লাইনের অনুভূতি গুলো বুঝতে বুঝতে গানটি শেষ হয়ে যায়....!!🥰শত শত হাজার বছর পরও এই গানটি কখনো পুরনো হবে না....! ❤️❤️❤️ প্রত্যেকটি লাইন এক একটা অনুভূতি প্রকাশ করে ....!💚💚 ইশতিয়াক ভাই অনেক ভালোবাসা রইলো 🥰🥰 ❤️❤️ লাভ ইউ শিরোনামহীন 💚💚💚
প্রাক্তন সেতো এক মায়ার নাম, যাকে সব সময় ভালোবাসা যায় 🙂 সে বিবাহিত হোক বা অবিবাহিত 🙂 হয়তো ছেড়ে যাওয়ার পিছনে কারণ ছিলো, তার কোন হাত ছিলো না 🙂 অসম্ভব ভালোবাসা বুকে নিয়ে দূরে থাকা ব্যক্তিটাই প্রাক্তন ❤️🥀
৩ সিগারেট ফুরার পর রাত ২:২৩ বাজে,, আর একটা জ্বালিয়ে গানটি শুনতে শুনতে অজানা দেশে তুলিয়ে যাওয়া,,জানিনা কখন আসবে ঘুম আবেগের স্মৃতি রোমন্থন না করে??????হইতো চোখের জল শুকিয়ে,চোখের পাতা নুয়ে পড়বে অপেক্ষার সেই নিদ্রায়, সকালে কেউ ডেকও না, ভেবে বসতে পারি হইতো সেই তুমিই ডাকছো
এই গানটির এই টুকরো অংশটি Office Version থেকেও কয়েকগুণ বেশি ভালো গেয়েছেন ইশতিয়াক। এই টুকরো অংশতে গানের লিরিকের সঙ্গে আবেগের দারুণ মেলবন্ধন রয়েছে, যেটা অফিশিয়ালে কিছুটা হলেও অনুপস্থিত লেগেছে আমার নিকট।
মন ভাংচুর মানুষ গুলোর কমেন্ট পড়তে পড়তে যেন নিজের ভিতর হারিয়ে যায়। তাই গান শুনতে শুনতে সবার কমেন্ট পড়তে আসি। তাদের প্রিয় মানুষ গুলো কে না বলা কথা,,আবেগ। কমেন্টে কিছু মনের কথা প্রকাশ করে যায় তারা ,, যে হারিয়ে গেছে তার জন্য এখনও কতো মায়া তাকে নিয়ে এখনও কতো ভাবনা। ভালো থাকুক পৃথিবীর সকল ভালোবাসা 💜💜
আমি আসলে কাউকে ভালোবাসতে পারি না বলা মানুষটাকেও দেখি খুব সহজেই নতুন একজনকে ভালোবাসাতে, সংসার করতে। সেই মানুষটা কি আসলেই জানে কত অবেলায় কত শীতল ভেজা চোখ লুকিয়ে আমি আজও হেঁটে যাই?......
তাকে ঘৃণাতে রাখিনা; প্রার্থনাতেও না! যে ছেড়ে গেছে, সমস্ত অধিকারের গল্প মুছে ফেলেই ছেড়ে গেছে; সে আমার কেউ না!❤️
বিষয় টা অন্য ভাবেও ভাবতে পারতে ব্রো
indeed :V
ঠিক তাই! 🖤 সেই অধ্যায় ভুলে যাওয়ার চেষ্টায় নিজেকে খুঁজে নিতে হয়! 🙃
same to u bro
Vulte pari na vai 🙂
কি গাইলো, কি লিরিকঃ
উফ এইগুলো ভাবতে ভাবতেই গানটা শেষ হয়ে যায়
ইশতিয়াক ভাই আপনি অমায়িক।
লাভ ইউ শিরোনামহীন ❤️❤️❤️
Vai ami ki korlam?
singer er nam ki
শিরোনামহীন
@@israkali9640 ইশতিয়াক
তুহিন ভাই এই গানটা গাইলে জানি না কি হত, তার গলায় শিরোনামহীন অসাধারন।
His voice and tune are outstanding. You do not get much artist who produces the same tune live. Any body can be a singer behind the stage. We do not get gems like him often
One of my favourite song ❤️
Love form Kolkata(🇮🇳❤️)
Welcome
যার দুঃখ বেশি তার প্রতি আল্লাহর ভালোবাসাও বেশি! '🌸
~ হযরত মোহাম্মদ (সাঃ)🖤
কাজ আছে কোনো???
একটা গানের কমেন্ট বক্সে এ গুলো লিখতে লজ্জা করে না???
ছি ছি ।
@@azalza7708 কেন ভায়া সে আহামরি খারাপ কি বলছে??
গানটির পরিপূর্ণ অর্থ বুঝার জন্য কাউকে প্রচন্ড ভালোবেসে প্রচুর আঘাত পেতে হবে 😔❤️
একদম ঠিক বলেছেন ভাই,,
Akdom right
এক্কেবারে মুখের কথাটা কইলেন
Hmm vai,💔💔
Amk ektu bjhy diben plz
~ সে এমন এক মায়া যার কারনে নিজের অজান্তেই নামাজে দাড়িয়ে কান্না করেছিলাম।
ভালো থাকুক সবাই সবার জায়গায়
মায়া বড্ড খারাপ একটা ব্যাপার। কান্নার ব্যাপার টা আপনার সাথে মিলে গেলো।😊
Valo thakuk valobasha...
Amio...
নামজে দাড়িয়ে বহুবার আমি কেদেছি!
Bpr ta mile gelo j vai 😅😅
এই গানগুলো হয়তো ইউটিউবে ট্রেন্ডিংয়ে থাকেনা
কিন্তু অনেক মানুষের হৃদয়ে থাকে❤️
এই গানটি যখন চোখ বন্ধ করে শুনি তখন মনে হয় গানটির প্রতিটা শব্দ আমি স্পর্শ করতে পারছি...অন্যরকম অনুভূতি 😍😍
দারুণ ফিল
Ekdm thik
Try korbo first sunlam gaan ta
🥰
@@maniruzzamanmonir5463 ❤️❤️
অসাধারণ! এটি শুধু গান নয়,এটি হৃদয়ের হৃৎস্পন্দনের না বলা কারন আর একটি লিখিত প্রতিচ্ছবি! 🙂
The host was very lucky to listen this masterpiece live
গল্পের যেমনটা শুরু থাকে তেমনি শেষটা ও থাকে, নির্ভর করে গল্পটা কতটুকু মধুর করে পড়লাম,,।। থাক না এই অবেলায় সেই পুরনো স্মৃতি❤️
Bearing a burnt damaged heart since long but don't know how this master piece gives me a strength, magical one, in last 72 hrs I listened at least over 1oo times
ঘুনে খাওয়া মেঘে কালো হয়ে যায় হৃদয় যখন
একা একা শুধু অকারণেই ঝরে বৃষ্টি এমন।
আজও তাই, অবাক রঙে এঁকে যাই
সাদাকালো রঙ মাখা ফানুসের মুহুর্ত রাঙাই।
ভীষণ কালো মেঘ,
পুড়ে ছাই আবেগে আজও তাই,
অবাক জোছনায় পোড়া চোখ তবুও সাজাই।
এই সন্ধ্যায়, দুচোখ সাগরে,
বুকের পাঁজরে ভেসে যায়।
অবাক জোছনায় লুকিয়ে রেখেছি
ভেজা চোখ দেখাইনি তোমায়।
♥️
Hj
💝💝
Ufffff😢❤
চোখ বন্ধ করে শুনতে শুনতে মাঝে মাঝে বালিশ ভিজে যায়,সত্যি প্রতিটা লিরিক্স কলিজা তে লাগে। ভালোবাসি শিরোনামহীন❤️❤️
তাবে ঘৃণাতে রাখিনা ; প্রার্থনাতেও না ! যে ছেড়ে গেছে , সমস্ত অধিবারের গল্প মুছে ফেলেই ছেড়ে গেছে : সে আমার কেও না!❤️
গানটা যদি না শুনতাম তাহলে হয়তো জীবনে অনেক বড় একটা জিনিস মিস করে যেতাম ❤️
Love from India ❤️
এই শহরে প্রচুর অভাব 🙂
কারো শিক্ষার, কারো ভালোবাসার!
কারো ভাতের, কিংবা কারো মনুষ্যত্বের💔💔
কতোবার যে শুনেছি! জানা নাই! এই গান টা আমার কাছে কখনোই পুরোনো হবে না!
গানটির প্রতিটি কথা ও সুরে হৃদয়ে কাঁপন ধরে। এক কথায় অসাধারণ 🌹🌹❤❤ ভালো থাকুক সবার প্রিয়জন
অসাধারণ প্রতিটা কথা, প্রতিটা শব্দ যেন ছুতে পারি। স্মৃতি রেখে গেলাম আজ।।
- শেখ তিতাস, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
১ মে ২০২১
প্রচন্ড কান্না করি আর এটা শুনি। প্রতিটা শব্দ যেনো তীর হয়ে বুকে বিধে, আরো আরো আরো বেশী শুনতে ইচ্ছে করে। এ যেনো অতৃপ্ত সুখ
ছেড়ে যাওয়ার প্রতিটা গল্প প্রতিনিয়ত বলে যায় ছেড়ে যাওয়া মানে ছেড়ে যাওয়া কিছু রেখে যাওয়া না।যে ছেড়ে যায় সে সবটা নিয়েই ছেড়ে যায়। উপাশের মানুষটা তবুও বাচে, কোন বৃষ্টিস্নাত অবেলায় ভেজা চোখ লুকিয়ে আকাশ পানে চিৎকার করে বলে যে ছেড়ে গেছে সে আমার কেউ না...
গানটা শুনে আরেকবার কাঁদলাম! শেষ বার শবেবরাতের নামাজে দাড়িয়ে কেদেছিলাম! হারানো মানুষটার জন্য!
আমার মন খারাপের দিনগুলোর প্রিয় লাইন 💓💓
একদিন হয়ত থাকবনা। কিন্তু পরবর্তী প্রজন্মের শিরোনামহীনের ভক্তরা কমেন্ট দেখে বুঝতে পারবে কতটা আবেগ নিয়ে শুনতাম এই লিরিক্সটা 🖤🖤
"অনুভূতি পুষে রাখা মাঝরাতের গান 💜"
কখনো পুরনো হবেনা...চিরসবুজ! 💚
wow
Thik bolaycen
Right
maye manus ai gaan sune bes to
Hm🎗💔🎗
এই গানটার lyrics যে করছে তার অতীত মেনে নেওয়ার ক্ষমতা সাধারন কোন মানুষের নেই 😓
গানটা শুনতেও সাহস লাগে 💔
যতবার শুনি ততবারই হেরে যায় নিজের কাছে 🥀
ঘুণে খাওয়া মেঘে কালো হয়ে যায় হৃদয় যখন
একা একা শুধু অকারণেই ঝরে বৃষ্টি এমন
আজও তাই, অবাক রঙে এঁকে যাই
সাদাকালো রঙ মাখা ফানুসের মুহুর্ত রাঙাই
ভীষণ কালো মেঘ, পুড়ে ছাই আবেগে আজও তাই
অবাক জোছনায় পোড়া চোখ তবুও সাজাই।
এই সন্ধ্যায়, দুচোখ সাগরে, বুকের পাঁজড়ে
ভেসে যায়
অবাক জোছনায় লুকিয়ে রেখেছি
ভেজা চোখ দেখাইনি তোমায়
এই অবেলায়, তোমারই আকাশে, নিরব আপোষে
ভেসে যায়
সেই ভীষন শীতল ভেজা চোখ
কখনো দেখাইনি তোমায়
কেউ কোথাও ভালো নেই যেন সেই
কতকাল আর হাতে হাত অবেলায়?
কতকাল আর ভুল অবসন্ন বিকেলে
ভেজা চোখ দেখাইনি তোমায়
Command theke jaak.
অসীম দুরত্ব সৃষ্টি করার এক অনন্য প্রতিভা নিয়ে জন্মায় প্রিয় মানুষগুলো।
🙂💔
ভাইজান!!😊
দূরত্ব তখনই সৃষ্টি হয়ে যায়,🙂
যখনই মানুষটা যেনে যায়😅 আপনার কাছে সে প্রানাধিক প্রিয় 🥀💔
এখানে এসে কমেন্ট রেখে গেলাম একদিন আমি থাকবো না কিন্তু আমার ছেলে মেয়ে এসে দেখবে তার আব্বাজান এই গানটার ভক্ত ছিলেন। এরকম শিল্পীর গান শুনে আমার ছেলে মেয়েরাও গানের প্রেমে পড়ে যাবে।
When he says “ এই সন্ধায় , দু চোখ সাগরে , বুকের পাজরে ভেসে যায় । “ I feel it ! ❤️
Ami o tasu k nea vabi tkn💔🥺
@@nazmusbsmrstu4438 who is Tabu!?
ভাইরে ভাই কি গাইলেন রে,খালি গলায় এমন ফিল নিয়ে এই গানটা যুগযুগ ধরে চেষ্টা করলেও অন্য কারো পক্ষে গাওয়া সম্ভব না,যখন উপর স্কেলে গাইলেন সত্যি অসাধারণ,ভাই কি আর বলবো প্রত্যেকটা লিরিক্স মন ছুয়ে যায়,অর্জিনিয়াল গানের চেয়ে এটা বেস্ট মনে হলো আমার,মন দিয়ে চোখ বন্ধ করে শুনতে শুনতে হঠাৎ গান শেষ,পুরোপুরি গাইলেন না কেন ভাই,ভালোবাসি শিরোনামহীন❤️❤️
সেই ভীষণ শীতল ভেজা চোখ কখনো দেখাইনি তোমায়।।।।💔💔💔
"কেউ কোথাও ভালো নেই যেন সেই,
কতকাল আর হাতে হাত অবেলায়?
কতকাল আর ভুল অবসন্ন বিকেলে
ভেজা চোখ দেখাইনি তোমায়।" 🖤
এই দুই বছরে প্রায় দশ হাজার বার এর উপরে শুনেছি। কখনো ক্লান্ত হয়নি, ক্ষুধা মিঠে নাই।
This is best & also better than original song..there is different emotions...i loved this❤️❤️❤️
এতদিন পর আমি প্রথম ভালো করে শুনলাম গান টা। ছ্যাকা খাওয়া দু একটা বন্ধু মাঝে মাঝে শুনত দেখতাম
অসম্ভব সুন্দর অনুভূতির সৃষ্টি হয় গানটি শ্রবণ করলে, হারিয়ে যাই অজানায় ফিরে যাই প্রিয় মানুষের সাথে কাটানো মুহূর্তগুলোর কাছে💔💔
একদিন সব বিলীন হবে! কফিনে ঢুকবে জোনাকিরা,
পুরোনো হবে মেন্ডোলিন,সন্ধ্যা হারাবে সঙ্গ!
তবুও কিছু একটা রয়ে যাবে!
সেই কিছু একটার নাম ‘’স্মৃতি’’ !
🖤🖤🖤🖤
যার থাকার সে হাজার সমস্যাতেও থাকবে আর যে থাকবেনা তাকে হাজার সমাধান দিলেও থাকবেনা🙃
কোনো না কোনো বাহানা দিয়ে ঠিক চলে যাবে😊
পরিস্থিতি এমন একটা জিনিস যে মানিয়ে নেওয়াটাই যেন শর্ত।
কিচ্ছু করার নেই, কেউ নেই।
Depressed nki vai?
পরিস্থিতি এমন একটা জিনিস যে মানিয়ে নেওয়াটাই যেন শর্ত। কিছু করার নেই, কেউ নেই🙂🥀
এই গানের যতগুলো ভিডিও দেখলাম তার মধ্যে এইটা অসাধারণ ❤️❤️
চাইলেও কিছু অনুভুতি থেকে পালিয়ে বাঁচা যায় না! যদি তাই হতো, তাহলে হয়তো এই গানের লিরিক্স গুলোর মদ্ধে কোথাও একটা তার জন্য অস্থিরতা কাজ করতো না! 💞
বেঁচে থাকুক যে যার মতো; অভিনয় করে হলেও!
মধ্যরাতে কানে হেডফোন আর সাথে শিরোনামহীন! বেস্ট অনুভূতি 💖মন ছুঁয়ে যায় প্রত্যেকটা শব্দ😌
True🙂
অবাক এক মায়া আছে গানটার মধ্যে ❤️
কেন বারবার শুনতে বাধ্য করে আমায় ❤️
একলা নির্জনে বসে বসে কতোবার যে এই গানটা। আর গানের লাইনে
নিজেকে খুঁজে ফিরি।
ঘুণে খাওয়া মেঘে কালো হয়ে যায় হৃদয় যখন
একা একা শুধু অকারণেই ঝরে বৃষ্টি এমন
আজও তাই, অবাক রঙে এঁকে যাই
সাদাকালো রঙ মাখা ফানুসের মুহুর্ত রাঙাই..
ভীষণ কালো মেঘ, পুড়ে ছাই আবেগে আজও তাই
অবাক জোছনায় পোড়া চোখ তবুও সাজাই।
এই সন্ধ্যায়, দুচোখ সাগরে, বুকের পাঁজড়ে
ভেসে যায়
অবাক জোছনায় লুকিয়ে রেখেছি
ভেজা চোখ দেখাইনি তোমায়..
এই অবেলায়, তোমারই আকাশে, নিরব আপোষে
ভেসে যায়
সেই ভীষন শীতল ভেজা চোখ
কখনো দেখাইনি তোমায়
কেউ কোথাও ভালো নেই যেন সেই
কতকাল আর হাতে হাত অবেলায়?
কতকাল আর ভুল অবসন্ন বিকেলে
ভেজা চোখ দেখাইনি তোমায়।
Osm
He just killed it. I'm in awe of his singing.
স্মৃতি গুলো মিষ্টি💝 এই গানের মাধ্যমে সবার স্মৃতি গুলো বেঁচে থাকুক, তাই কামনা করি।।😊
মিষ্টি? কিভাবে?
ভাই শতবার শুনেছি।।। তারপর ও মন সান্ত হয় না। মন ছুয়ে যায় প্রত্যেকটা শব্দ।
This song is much enough to melt your eyes and heart both💓🤎
Ahhhhaa voice just wow and wow bro always your biggest supporter ❤️❤️❤️❤️🇧🇩
অসাধারণ একটা গান ❤️ ৫০ বছর পরেও গানটা মায়ায় জড়িয়ে থাকবে
তুহিন ভাই এই গানটা গাইলে জানি না কি হত, তার গলায় শিরোনামহীন অসাধারন।
"এই অবেলায়,,,,"এই বাক্যটি ই আপনাকে বুঝতে হবে এখানেই সব সমাধি,আবার নয়তো শেষ!শব্দটাই গানের সার্থকতা🖤আজও ভালোবাসি আবার বাসি না।🖤
গানটা শুনলে ইমোশনাল হয়ে যাই বলে, পুরোপুরি আর শুনা হয়ে উঠেনি।
আমি শুধু চাই আমার সুন্দর বেলা গুলা অবেলা করে দেওয়া মানুষটা একদিন চাপা ব্যাথায় চটফট করতে করতে বাচুক, যেইভাবে আমি বেচে আছি।
এই গানটা -ই ইশতিয়াক ভাইকে বাঁচিয়ে রাখবে চিরকাল। শুভকামনা।
One of my favorite from shironamhin .
Reminds me of those who never understood my feelings 💓
১৫ দিন হলো তাকে ছাড়া।
অথচ আজ তাকে দেখলে বুঝাই যায়না ৫ বছর আমাদের কোনো স্মৃতিও যে ছিলো💔
কিভাবে পারে সে ভুলে যেতে। যেখানে আমি স্মৃতিতে মরি🥀
গানটি শুনে কখনো মন ভরার মতো না।💚। বার বার শুনতে মন চাইবে।।❤️গভীর ভাবে প্রতিটা লাইনের অনুভূতি গুলো বুঝতে বুঝতে গানটি শেষ হয়ে যায়....!!🥰শত শত হাজার বছর পরও এই গানটি কখনো পুরনো হবে না....! ❤️❤️❤️ প্রত্যেকটি লাইন এক একটা অনুভূতি প্রকাশ করে ....!💚💚 ইশতিয়াক ভাই অনেক ভালোবাসা রইলো 🥰🥰 ❤️❤️ লাভ ইউ শিরোনামহীন 💚💚💚
এই গানটার ভিতর কি আছে ভাই!!
যতবার আসে ততোবার দেখি,চাইলেও স্কিপ করতে পারিনা😔🖤
প্রাক্তন সেতো এক মায়ার নাম, যাকে সব সময় ভালোবাসা যায় 🙂
সে বিবাহিত হোক বা অবিবাহিত 🙂
হয়তো ছেড়ে যাওয়ার পিছনে কারণ ছিলো, তার কোন হাত ছিলো না 🙂
অসম্ভব ভালোবাসা বুকে নিয়ে দূরে থাকা ব্যক্তিটাই প্রাক্তন ❤️🥀
🙂❤
এই গানগুলো যারা শুনে তারাও এক ধরনের বিশেষ মানুষ 😭😭😭
ei version ta sei,,,
ভালোবাসার মধ্যে খুত থাকে কিন্তু এই গানের মধ্যে খুত নেই🙂🌺🤞
I feel goosebumps everytime I listen these lines.
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেন, তোমাদের মধ্যে ঐ ব্যাক্তি সর্বোত্তম যে কুরআন শিখে এবং অন্যকে শিখায়🥰
মধ্য রাত কানে হেডফোন আর সাথে শিরোনামহীন! বেস্ট অনুভূতি 🖤
Such a talented artist. Beautiful song!
আমার মত এমন কেউ আছেন যে দিনে একবার হলেও এই গানটা শুনেন?! ❣️❣️
Me
গানের কথা গুলো অনুভূতিতে ছুয়ে যায়। শত কোটি বছর পরের আমার প্রজন্মের জন্য কমেন্ট টা রেখে গেলাম ।
One of the favourite song in my life💙
same here
৩ সিগারেট ফুরার পর রাত ২:২৩ বাজে,, আর একটা জ্বালিয়ে গানটি শুনতে শুনতে অজানা দেশে তুলিয়ে যাওয়া,,জানিনা কখন আসবে ঘুম আবেগের স্মৃতি রোমন্থন না করে??????হইতো চোখের জল শুকিয়ে,চোখের পাতা নুয়ে পড়বে অপেক্ষার সেই নিদ্রায়, সকালে কেউ ডেকও না, ভেবে বসতে পারি হইতো সেই তুমিই ডাকছো
কিছু মানুষ চলে যায় কিন্তু স্মৃতি গুলো রেখে যায় । 💔
কেউ কোথাও ভালো নেই 😓
One of my favourite song ❤️✨🔥🖤🥀🫀
I am from Ranaghat Nadia ❤️
Thank you for this 🖤🤙
i will come back Again and Again to hear this line 🥀
অনিকেত প্রান্তর আর এই অবেলায়,,এই দুটি গানে বেচে আছে হাজারো জীবন্ত লাশ,,
ঘামে ভেজা কপাল😓
- এলোমেলো চুল🤡
- অন্ধকার রুম◼️❗
-। নেশাগ্রস্থ দেহ🍁😇
-তোমার রেখে যাওয়া কিছু না ভুলতে
পারা স্মৃতি😰
- কানে হেডফোন আর ভালোবাসার
শিরোনামহীন🌺🥀
- আহ্ আমার সুন্দর জীব😔💔💔
এটা কোন গানের লাইন নাকি ভাই
এই গানটির এই টুকরো অংশটি Office Version থেকেও কয়েকগুণ বেশি ভালো গেয়েছেন ইশতিয়াক।
এই টুকরো অংশতে গানের লিরিকের সঙ্গে আবেগের দারুণ মেলবন্ধন রয়েছে, যেটা অফিশিয়ালে কিছুটা হলেও অনুপস্থিত লেগেছে আমার নিকট।
He is a great vocalist.. though aj i ami tare fst suntachi!! just মনে হইলো প্রশান্তির হাওয়া বয়ে গেল !! keep it up bro👍👍
এই গানটা শুধু ভালোবাসার মানুষের প্রতি নয়। এই গানটা প্রত্যেকটা মানুষের সাথে জীবনসঙ্গর মতো লেগে আছে যেনো।
ঘুণে খাওয়া মেঘে কালো হয়ে যায় হৃদয় যখন
একা একা শুধু অকারণেই ঝরে বৃষ্টি এমন
আজও তাই, অবাক রঙে এঁকে যাই
সাদাকালো রঙ মাখা ফানুসের মুহুর্ত রাঙাই
One of the best masterpiece created in recent times !! It touches so deep so deep
ইশতিয়াক ভাই🤗🖤
ঘুণে খাওয়া মেঘে কালো হয়ে যায় হৃদয় যখন
একা একা শুধু অকারণেই ঝরে বৃষ্টি এমন
আজও তাই, অবাক রঙে এঁকে যাই
সাদাকালো রঙ মাখা ফানুসের মুহুর্ত রাঙাই
ভীষণ কালো মেঘ, পুড়ে ছাই আবেগে আজও তাই
অবাক জোছনায় পোড়া চোখ তবুও সাজাই।
এই সন্ধ্যায়, দুচোখ সাগরে, বুকের পাঁজড়ে
ভেসে যায়
অবাক জোছনায় লুকিয়ে রেখেছি
ভেজা চোখ দেখাইনি তোমায়
[Chorus: Sheikh Ishtiaque]
এই অবেলায়, তোমারই আকাশে, নিরব আপোষে
ভেসে যায়
সেই ভীষন শীতল ভেজা চোখ
কখনো দেখাইনি তোমায়
কেউ কোথাও ভালো নেই যেন সেই
কতকাল আর হাতে হাত অবেলায়?
কতকাল আর ভুল অবসন্ন বিকেলে
ভেজা চোখ দেখাইনি তোমায়
কল্পনার জগতে নিয়ে যায় ❤️
মন ভাংচুর মানুষ গুলোর কমেন্ট পড়তে পড়তে যেন নিজের ভিতর হারিয়ে যায়। তাই গান শুনতে শুনতে সবার কমেন্ট পড়তে আসি। তাদের প্রিয় মানুষ গুলো কে না বলা কথা,,আবেগ। কমেন্টে কিছু মনের কথা প্রকাশ করে যায় তারা ,, যে হারিয়ে গেছে তার জন্য এখনও কতো মায়া তাকে নিয়ে এখনও কতো ভাবনা।
ভালো থাকুক পৃথিবীর সকল ভালোবাসা 💜💜
বারবার শুনছি কিন্তু মন ভরছে না❤️
শিরোনামহীনের গান শুনতে শুনতে কখন যে সময় চলে যায় টেড়ি পাই না। লাভ ইউ ইশতিয়াক ভাই❤️❤️
A LEGENDARY BAND(Shironamhin), A LEGENDARY SONG,A LEGENDARY LYRICS,A Good Singer,UFFFF WHAT A COMBO♥
17-11-2021
This amazing voice 🥰😍❤️
এগুলা গান না রে ভাই
বেঁচে থাকার কারন🖤
গানটি শুনে নিজের অজান্তেই কখন চোখের কোনে জল অনুভব করলাম
হৃদয় ছুঁয়ে গেলো 🖤🖤🖤
টাকা ছাড়া ভালোবাসা হয় না। আবেগ কেবলই অবাস্তব
Insane lyrics and this vocalist, amazing❤
আমি আসলে কাউকে ভালোবাসতে পারি না বলা মানুষটাকেও দেখি খুব সহজেই নতুন একজনকে ভালোবাসাতে, সংসার করতে।
সেই মানুষটা কি আসলেই জানে কত অবেলায় কত শীতল ভেজা চোখ লুকিয়ে আমি আজও হেঁটে যাই?......
আবার কবে টিএসসিতে আপনার গান শুনবো? পৃথিবীর সব অসুখ ধোয়ে মুছে গানের সুরে।
বুঝলে প্রিয়🖤
প্রতিষ্ঠিত না হওয়া অবধি তোমার ব্যর্থতার গল্প কেউ শুনতে চাইবে নাহ🙂💔
কাউকে অতিরিক্ত ভালোবাসলে 💔অবহেলা বাড়িয়ে দেয় 😥 ভালোবাসাটা তার কাছে অনেক বিরক্তিকর হয়ে যায় 💔😥🙂
After tuhin bhai istiaq is my only reasson to love shironamhin and obviously zia bhai,♥️
মাস্টারপিস👍