@@BorhanKhan-n1x একই মাল কিভাবে বুঝলেন? মালের কোয়ালিটি অনুসারে দাম কম-বেশি হয়। ভালো কোয়ালিটির মাল কম দামে পাওয়া যায় না, এটা এখন সবাই বুঝে, আপনাকেও বুঝতে হবে।
@BorhanKhan-n1x সাধারণত: বাজারে ভালো কোয়ালিটির মালামাল ডিসকাউন্ট দিয়ে বিক্রয় করতে হয়না, যারা ভালো মানের মালামাল কিনতে চায় তারা ডিসকাউন্টের জন্য অপেক্ষা করেনা। তাছাড়া আগে দাম বাড়িয়ে পরে ডিসকাউন্ট দেওয়ার সিস্টেমে আমরা ব্যবসা করি না। আমাদের কাস্টমার গণ সেটা জানে।
বিদেশ থেকে সরাসরি আমদানিকৃত উন্নতমানের ড্রিপ ইরিগেশান পাইপ, ড্রিপার, স্প্রিংলার, রেইনগান, ফগার স্প্রিংলার, মাইক্রো ও মিনি স্প্রিংলার হেড সহ ড্রিপ ইরিগেশান এবং স্প্রিংলার ইরিগেশান সিষ্টেম'এর যাবতীয় ফিটিংস ও যন্ত্রাংশ ক্রয় করতে যোগাযোগ করুন:
আয়োনেক্স এগ্রো টেকনোলজি
ঢাকা, বাংলাদেশ।
মোবাইল: ০১৭১০৮৮১৪০৯, ০১৭১৬২৫১৫২১।
www.iat-bd.com
facebook.com/ionexagrotech/
১ বিঘাতে খরচ কত পড়বে?
@@RafiAhmed-cx5ph ৩৫,০০০-৪০,০০০ টাকা (আনুমানিক)
একি মাল (ড্রীব এরিগেসন বিডি) থেকে আমি আরো অনেক কম দামে আনছি
@@BorhanKhan-n1x একই মাল কিভাবে বুঝলেন? মালের কোয়ালিটি অনুসারে দাম কম-বেশি হয়। ভালো কোয়ালিটির মাল কম দামে পাওয়া যায় না, এটা এখন সবাই বুঝে, আপনাকেও বুঝতে হবে।
@ionexagro তাদের মাল গুলো অনেক ভালো মানের
তাছাড়া তারা একটা ডিসকাউন্ট দেয় আপনাদের কাছে ওইটা পাওয়া যায় না
@BorhanKhan-n1x সাধারণত: বাজারে ভালো কোয়ালিটির মালামাল ডিসকাউন্ট দিয়ে বিক্রয় করতে হয়না, যারা ভালো মানের মালামাল কিনতে চায় তারা ডিসকাউন্টের জন্য অপেক্ষা করেনা। তাছাড়া আগে দাম বাড়িয়ে পরে ডিসকাউন্ট দেওয়ার সিস্টেমে আমরা ব্যবসা করি না। আমাদের কাস্টমার গণ সেটা জানে।