পৌষ মূলার বীজ তিন রকম বাজারে পাওয়া যাচ্ছে।পুরো লাল রঙের। অর্ধেক লাল ও অর্ধেক সাদা । আর পুরো মূলা টাই সাদা। আপনার কোন বীজ চাই ওইভাবে দোকানে গিয়ে বললেই হবে। তবে সাধারণত লং রেড, কন্টাই লঙ, জাপানীজ হোয়াইট এই জাতগুলো বাজারে বেশি চলে।
আপনার ভিডিও দেখার পরে মনে একটা প্রশান্তি লাভ করি।খুব ভয়ে ভয়ে কমেন্টস করি,যদি কোন ও ভুল ভাল মন্তব্য করে ফেলি ।যাইহোক আজ কিন্তু আপনাকে একটু ক্লান্ত ই দেখাচ্ছে ।আমাদের জন্য আপনাকে সুস্থ থাকতেই হবে ।বিরক্ত করব না, নমস্কার নেবেন ।
sir akhn mulo chas korle lav korte parbo??? koto ta mati khurte hobe??? r sir ami barite ghute,pak,khol,vat pochiyea akta liquid toiri korechi..... ota ki siter sob gache dewa jabe??? kivabe dobo....jol mesate hobe ote???🙏🙏
@@farmingadviseranathhalder7579 স্যার আমি একটা নতুন জায়গা তে(যেখানে আগে একবার মাত্র লাউ শাক চাষ করেছি) ফুলকপি আর টমেটো চাষ করতে চাই ... এর জন্য রাসায়নিক সারের মাত্রা টা জানাবেন....
প্রিয় স্যার, আমার বাবা একজন কৃষি অফিসার ছিল। বাবা 3 বছর যাবৎ হলো মারা গিয়েছে। স্যার এখন আমার কৃষি ক্ষেত্রে অনেক সমস্যার সমাধান আমাকে খুঁজতে হয়। স্যার আপনার চ্যানেল থেকে আমি অনেক ধারণা পেয়েছি কিন্তুু স্যার আমি দেখতে পাচ্ছি আমার বাড়ির নারকেল গাছের পাতার নিচে এক ধরনের চুনের মতন দেখতে সাদা সাদা হয়ে আছে কিন্তুু পাতার উপরে সবুজ আছে এর সমাধান কি স্যার। আমার নারকেল গাছ কি বাচঁবে?
স্যার. আমি নামখানা থেকে বলছি. ব্যবসা ভিত্তিক উচ্ছে চাষ সম্পর্কে একটা ভিডিও করুন. বিশেষ ভাবে অনুরোধ করছি. কারণ আমাদের এখানে যমীনের আল বাঁধে উচ্ছে বীজ দেওয়ার সময় এসেছে. প্রচুর পরিমান উচ্ছে চাষ হয়. স্যার দয়া করেএকটা ভিডিও করুন. আমি এবারে 300 মাডা উচ্ছে চাষ করছি.
দাদা মুলা ও টমেটো গাছে এক সাথে ছত্রাকনাশক, সলোয়ার বোরন ও কীটনাশক দেওয়া যাবেকি। ২ PGR , সলোয়ার বোরন ও জ্যিংক দেওয়া যাবে কি। আর দাদা কোন কোন বিষ এক সাথে মিশিয়ে ব্যাবহার করা যাবে? ও প্রতিটা আলাদা করে ব্যাবহার করলে কি উপকার, এবং সারের বিষয়টাও নিয়ে «ভিডিও চাই»
Apni je company r joibo sar r bij bolen segulo Howrah te kothay pabo ektu janale valo hy... Ebong apnar sob koti video dekhi amar khub valo lage.. apnar video dekhe ami apnar moto gach er porichorja nite sikhechi... Amar arekti prosno holo matite calcium er jonno har guro r bodol e chun ki dewa jabe ? Seta ki khoti korbe ? Na korle ki poriman dewa jabe...doya kore egulo ektu janale khub upokar hoy..
উলুবেরিয়া বীজ ভান্ডার ভালো দোকান আর না হলে আপনাকে আমতলা তে চলে আসতে হবে হাওড়া থেকে হাওড়া স্টেশন থেকে একটা স্টেট বাস আসছে সোজা আমতলা ওখানে আপনি সবকিছু পাবেন। ক্যালসিয়ামের জন্য আজকাল প্রতি বিঘা জমিতে 4kg ক্যালবাহার অথবা ক্যান্ডি দানা সার পাওয়া যাচ্ছে এগুলো ব্যবহার করবেন। চুন মাটি পরীক্ষা করে ব্যবহার করা উচিত।
বৃষ্টির থেকে পেঁপে গাছও বাঁচাতে শিখলাম ও করলাম। বৃষ্টির পর পর পেঁপে গাছেরপরিচর্যার জন্য একটি ভিডিও দিলে উপকৃত হব। পেঁপে গাছে কি ভাত আর তাজা পুকুরের পাক দেওয়া যাবে ?
দাদু আমি একটা ধানের ভিডিও ছাড়ছি ওটা তুমি দেখবেই এবং বাড়ির লোকদের দেখিও এটা আমার বিশেষ করে বলা। আর সব দিন তো আর মানুষের সমান যায় না । যাক ঠিক ধরেছো ভালো থেকো।
@@farmingadviseranathhalder7579 অনেক ভালো লাগলো দাদা, আপনার মতো মানুষ হয় না। আর একটা কথা ওষুধ দেয়ার পর, বেড়ে গেলে তা ৪-৫ দিন পর আর ব্যবহার করা যাবে নাকি?
পৌষ মূলো বড় করতে যাবেন । মাটিতে গোবর সার বেশি দিতে হবে আর ইউরিয়া দেয়া চলবে না ।আর সেচের উপর নির্ভর করে আপনি যদি জল বেশি করে দিয়ে ফেলেন পাতা বেশি হবে মূল্য কম হবে সেচটা কন্ট্রোল করতে হবে ।পাতা ছোট রাখবো মুলো বড়া হবে তবে 25/ 26 দিন পর মাটিটা একটু খুশে দিতে হবে নিড়ানি দিয়ে প্রত্যেক মূলার চারপাশে তবে মূলা বড় হবে । সব সময় 10 26 26সার দেবেন ।
নমস্কার স্যার আপনি কেমন আছেন? আপনি ভালো থাকুন।আপনি আছেন বলে আমাদের মতো ছেলে বাইরে কাজ করতাম এসে বসেই ছিলাম বেকার হয়ে আপনার আশির্বাদে বাড়ির সবজি বেগ টি হাতে আজ তিন মাস নেই আমি মনে করি এর থেকে বড় কিছু হয় না। ধন্যবাদ আপনাকে স্যার।নমস্কার।
এখন বিন কড়াই বুনে দাও। চেষ্টা করো বাঁধাকপির চারা এখন বসাতে ।সহজ চাষ টমেটোর থেকে অথচ লাভ বেশি।তাছাড়া পালংশাক কম পয়সায় ফেলে দাও বিক্রি করো বসে থেকো না।
জৈব উপায়ে কিভাবে লাউ চাষ করবেন ভিডিওটা ছেড়েছি দেখে নেবেন।আজকের কিভাবে মাটি তৈরি করতে হবে শীতকালের সবজি জন্য একটা ভিডিও করেছি একটু কষ্ট করে দেখবেন প্লিজ এটা আমার অনুরোধ।
দাদা আপনার ভিডিও দেখতে নাপেলে মন খারাপ লাগে।দাদা সুস্থ থাকঙন সাবধানে থাকুন আপনি কৃষি জগৎ এর সম্পদ,অনেক কিছু শেখার আছে আপনার কাছে।আমার একটা জবা গাছ একদম হলুদ হয়ে পাতা সব ঝরে গেছে কিকরব?অনেক কষ্টে অনেক প্রতি কূল অবস্থায় একে বড় করে ছিলাম। ছবি পাঠানোর সুযোগ থাকলে ছবি পাঠাতাম। যাক ভালো থাকবেন আমার প্রনাম নেবেন, রোজ ভিডিও করবেন
প্রতি লিটার জলে তিন গ্রাম কোসাইড পাউডার মিশিয়ে গাছের গোড়ায় জল ঢালুন আর যে পাতাগুলো ভালো আছে ওই পাতাতে প্রতি লিটার জলের 3 গ্রাম সাফ পাউডার মিশিয়ে স্প্রে করুন তিন-চারদিন পর থেকে সুস্থ হয়ে যাবে আর যদি টবে গাছ থাকে তাহলে গাছের গোড়াতে ঘাস লতাপাতা দিয়ে ছায়া করে রাখবেন গরম হতে দেবেন না মাটিটা । আর মাঝে মাঝে খৈল পচা জল দেবেন যখন গোড়ার মাটি শুকনা থাকবে আর কিছু করতে হবে না।
Sir ami 10 katha jomita mula chash koraci,mulo tulci kintu mulo ta sport daag hocca ki karona sir bujta parci na mulor daam dicca na ki korbo sir ektu bolun sir ....
দুটো কারণে হয়। মাটিতে একধরনের পোকা থাকে তারা খাওয়ার ফলে মাটিতে থাকা ছত্রাকের আক্রমনে হয়। আবার শুধু ছত্রাক রোগের কারনে হয়। এখন কম দামের রোকো পাউডার প্রতি লিটার জলে দুই গ্রাম মিশিয়ে গাছের গোড়ায় স্প্রে করে ভিজিয়ে দিতে পারেন।
Sir, আপনার video এর সাথে আমার প্রশ্নের যদিও কোন মিল নেই তবুও উত্তরের অপেক্ষায় রইলাম.... প্রতিবার শীতের শুরুতে ফুল গাছের পাতায় সাদা powder এর মতো একরকম আস্তরণ পড়ে আর ধীরে ধীরে গাছের পাতা হলুদ হয়ে ঝড়ে যায়। অবশেষে গাছ মরে যায়। দোকানে বললে সালফার গুড়ো দেয় কিন্তু ভালো কাজ হয়না। আর একটা সমস্যা কোন fungicides বা ওষুধ spray করলে পাতায় ধরে না ওই আবরনের জন্য। Sir আর কী করলে এই মৃত্যু আটকানো যায় সেটা জানাবেন দয়া করে... । অগ্রীম উত্তরের অপেক্ষায় থাকলাম.....।
এই ওষুধ ব্যবহার করো কোন সমস্যা হবে না। যেমন প্রতি লিটার জলে 3 গ্রাম টাটা মাস্টার মিশিয়ে বিকালবেলা স্প্রে করবে প্রথম দিন তারপর চারদিন পরে প্রতি লিটার জলে 3 গ্রাম কবচ মিশিয়ে স্প্রে করবে আর কোন সমস্যা হবে না।
দাদা আমি ছাদে একটা পেপে গাছ লাগিয়েছি,,৪ মাস হলো,,,একটা পেপে সামান্য বড় হলো,,কিন্তু এখন অনেক ফুল আসছে, সবগুলো ঝড়ে পরে যাচছে।।।এখন আমি কি পেপে গাছটা টব থেকে মাটিতে আবার বসাতে পারি,,,আর মাটিতে বসালে কি আমার ফলন ভালো হবে???..
টবের মাটি গরম হচ্ছে নাতো টবের উপরে ঘাস পাতা দিয়ে আচ্ছাদন করা আছে তো? এটা করতেই হবে আর খোলপচা জল মাঝে মাঝে দিয়ে যাবেন টব থেকে গাছ সরাবেন না । আর পাঁচ দিন ছাড়া প্রতি লিটার জলে তিন গ্রাম সাফ মিশিয়ে স্প্রে করুন তিন বার সব ঠিক হয়ে যাবে কিন্তু খৈল পচা জল দিতেই হবে সাতদিন ছাড়া ছাড়া।
কাকু আমার মূলো জমিতে মূলো গাছ গুলির 20 দিন বয়স কিন্তু গাছ গুলি বেঁকে যাচ্ছে ও ভেঙ্গে যাচ্ছে, মূল গুলো অর্ধেক দূর থেকে শুকিয়ে যাচ্ছে। শুকালেও গাছ সতেজ আছে। এখন আমি কি করবো।
kaku namaskar.. aami pray 20 din aage sob dhoroner fruit tree (mango,litchi,sopeda,malta, batabi,guava,lemon, amla, aata, kathal,coconut,jamrul,golapjam etc.) lagiyechi _city compost & rice skin use kore ( tree size-2.5 ft to 3ft)...ekhon gache nuton kuri berochche_ ekhon ki kono fertilizer dewa uchit hobe? / taratari gaach bere uthte ki ki korbo? supari gaach taratari bere uthte ki korbo?
সুপারি গাছ বেড়ে উঠুক না কোন অসুবিধা নাই গোড়ায় মাটি ভর্তি করে দেন ওকে সার দিতে হবে না। এই যে ফল গাছ গুলো একটু আপনি দুর দিয়ে সরিষার খোল 500 গ্রাম , সুপার ফসফেট 300 গ্রাম ,পটাশ 150 গ্রাম আর 25 গ্রাম ইউরিয়া এই সব দিন গাছের গোড়া থেকে অন্তত 15 ইঞ্চি দুর দিয়ে। তারপর সারের উপরে মাটিচাপা দিন।
মিঠুন তুমিআছো আর এম ডি হাসান আছে আর বাংলাদেশ থেকে এসকে তুতান আছে আর কয়েকজন মহিলা আছে তোমরা সত্যিই এগিয়ে চলেছো খুব বেশিজানতে ইচ্ছে করে তোমাদের ।তোমাদের নিয়ে আলাদা বেশ ক্লাস করা যায় এক ঘন্টা 45 মিনিট করে তোমরা অনেক এগিয়ে যেতে পারো অনেক অফিসারদের কাছাকাছি চলে যেতে পারো। কিন্তু সে সুযোগ পাচ্ছি না।।যদি ট্রাইকোডার্মা ভিরিডি এবং ভার্মিকম্পোস্ট মিশিয়ে গাছ বসাতে পারো তাহলে অতো পচার ভয় নেই এবারে যদি না পারো তাহলে তুমি থায়ো ফেনেট মিথাইল স্প্রে করে দেবে।
আমাকে ক্ষমা করবেন স্যার আমি অফিসার হতে চাই না।আমি আপনার শিষ্য হয়ে থাকতে চাই আর আজীবন আপনাকে অনুসরণ করতে চাই।স্যার টাটা তাকাত কখন ইউজ করতে হয় যদি দয়া করে বলেন।আপনি ভালো থাকুন তাহলেই আমরা ভালো থাকবো।আম গাছের পাতা গুলো ধার ধরে ব্রাউন hoea শুকিয়ে যাচ্ছে কি করবো plz বলে দিন।
হ্যাঁ অবশ্যই জল দেবেন তবে শুকনো ডালগুলো কেটে দিতে হবে আর 10 লিটার জলে 30 গ্রাম কোসাইড পাউডার মিশিয়ে স্প্রে করুন সেই সঙ্গে একপাতা সং 6 গ্রাম স্ট্রেপটোসাই ক্লিন মেশাবেন। এবার আপনার যদি জল সামান্য লাগে সেই ভাবে ওষুধটা ভাগ করে নেবেন।
সাধারণত ব্যাকটেরিয়া লাগলে সঙ্গে সঙ্গে ওষুধ দেওয়া দরকার আর একবার জুন ওষুধটা আরেকবার ব্যবহার করুন আর একটু অপেক্ষা করুন নতুন যে পাতাগুলো আসছে সেই পাছাটা ভালো আছে কিনা খেয়াল করবেন।
পোল্ট্রি লিটার অন্তত এক বৎসরের পচানো চাই তবে তুমি গাছে আনতে পারবে নাহলে কিন্তু মাটির ক্ষতি হবে। ছাউনি করে তার নিচে জমা করে মাঝে মাঝে জল দেবে আর একটু করে মাটি দেবে 1 কেজি মাটি ছড়িয়ে দেবে একটু জল দেবে আবার তার লিটার জমা করবে আবার এক কেজি মাটি ছড়িয়ে দেবে আবার জল দেবে ।এক বছর পর ওটা ব্যবহার করবে।
Sir ami Dist-Bankura,,west bengal.theke bolchi.ami 5 bigha tormuj chas narsary te chara kore tarpor jomite lagate chai kivabe korle valo folon pabo ,,koto sar, khol, lagbe 'A to Z' video korun taratari 🙏🙏Thanks.
আমি ভিডিও তো দেখাতে পারবো না মুখে বললে ভালো লাগবে না ।তাই বলি তুমি দানা সরাসরি মাটিতে বুনবে ।গোবর সার পর্যাপ্ত পরিমাণে দেবে সেই সঙ্গে ট্রাইকোডার্মা ভিরিডি মেশালে ভালো হয়। ভেনান্ট কোম্পানি অথবা কলস কোম্পানি অথবা কিরণ জাতের তরমুজ যেগুলো লম্বা সাইজের হয় ওইগুলো বুনবে। গাছ বেরোনোর পর ফাংগিসাইড মারতে হবে আসলে আমি গত বছর পশ্চিম মেদিনীপুরে প্রচুর তরমুজ চাষ করিয়েছিলাম।খুব ভালো হয়েছিল ওখানে গাড়িতে করে নিয়ে যেত চাষীদের কাছ থেকে মাঠে থেকে।বেশি করে চাষ করলে তবে কিন্তু মাঠে গাড়ি যাবে।
মনে হচ্ছে দাদা, আপনার শরীর ঠিক নেই, পরপর জলকাদায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও কোরেছেন, ঠান্ডা লেগে গেছে, এখন আবহাওয়া ভালো নেই, ক'দিন বিশ্রাম নিন, আপনার থেকে আমরা অনেক উদ্দীপনা পাই, মংগল কামনা করি, 🙏
ওটাতো বোরণের অভাবে হচ্ছে আপনাকে একটু চুন দিতে মাটিতে । তারপর কুড়ি পঁচিশ দিন পর মাটি চার্জ দিয়ে এবারে গোবর সার অথবা খৈল দিয়ে ছড়িয়ে দেবেন তার তিনদিন পরে মূলা দানা ফেলবেন। মূলা গাছ 20দিন হলে প্রতি লিটার জলে 2 গ্রাম বোরন মিশিয়ে স্প্রে করতে হবে।
গাছ হবে ফল হবে হয়তো কম হবে একটা-দুটো হবে বা বড় হবে বা ছোট ছোট হবে তবে কম হবে ওটা একটু কম করে করবেন চারা কিনে নিয়ে করবেন।আমি হাইব্রীড বীজ নিয়ে একটা ভিডিও করব ভিডিওটা দেখবেন। আর আজকের একটা মাটি তৈরি নিয়ে ভিডিও ছাড়লাম একটু ভিডিওটা দেখবেন অনুরোধ আমার সেভ সয়েল সেভ লাইফ। মাটিকে বাঁচান নিজে বাঁচুন ।
ট্রে টা এক ঘণ্টার বেশি রোদে রাখবেন না তারপর ছায়া তিনি যাবেন যদি প্রয়োজন হয় বিকালে পড়ন্ত বেলায় 1 ঘন্টা রোদ্দুর খাইয়ে দেবেন । বাকি সময় ছায়াতে রাখবেন। আর টাটা মাস্টার প্রতি লিটার জলে 3 গ্রাম মিশিয়ে স্প্রে করুন। মানে সাফের উপরে উঠতে হবে আপনাকে। যদি গাছের গোড়া তে হালকা মাটির দেবার প্রয়োজন হয় মাটি দেবেন।
যদি আপনি ওই জায়গাটা জল দিয়ে একমাস ডুবিয়ে রাখেন সব নিমাটোড মারা যাবে এটা হচ্ছে সহজ পথ। গাঁদা ফুল চাষ করতে হবে নিমাটোড জব্দ হবে এটা দ্বিতীয় পথ। বিশেষ করে বেগুন টমাটো যেগুলো সহজে নেমাটোডে আক্রান্ত হয় এগুলো চাষ করা চলবে না। আর নিমাটোড মারার ওষুদ হলো কাঠাপ্রতি মাঠে চাষ দিয়ে 1 কেজি ফুরাডন থ্রিজি দানা দিয়ে হালকা ঝাপটা সেচ দেবেন।
সরিষার খোল ছড়িয়ে তারপর বীজ বুনে ছিলেন তো? যদি ঐভাবে বুনে থাকেন তাহলে এবার অল উইন গোল্ড সুপার প্রতি লিটার জলে দুই মিলি মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় চার দিন ছাড়া দুবার।
স্যার নিম্নচাপ এর জন্য ১০-১২ দিন খোল পচা জল দিতে পারিনি কি করে খোল পচা জল ব্যাবহার করবো তার উপায় জানাবেন (৭ কেজি খোল ভিজিয়ে ছিলাম , না জানালে নষ্ট হয়ে যাবে স্যার জানাবেন প্লিজ) কুদরী, পটল আছে আর সবজি সব নষ্ট হয়ে গেছে।
খোল পচানো জল ফেলবেন না কুড়ি দিন হয়ে গেল ও রাখবেন । এখন মাটি শুকনো হচ্ছে নিশ্চিত ব্যবহার করবেন ওর সঙ্গে জল মিশিয়ে ব্যবহার করুন । খুব যদি মনে করেন দুর্গন্ধ হচ্ছে তাহলে আপনি কুড়ি লিটার জলে 10 গ্রাম চুন দিয়ে একদিন রাখার পরে ওই জল দেবেন।
খুব মাটি শুকনো হয়ে গেল তারপর আপনি ডুবিয়ে জল সেচ দিলেন তখন মূলা ফাটতে পারে। আবার বোরনের অভাব হলে মূলা ফেটে যায়। আপনি প্রতি লিটার জলে দুই গ্রাম বোরন মিশিয়ে স্প্রে করবেন পাঁচ দিন ছাড়া দুবার।
স্যার আমার জবা গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে তারপর আস্তে আস্তে গাছ মরে যাচ্ছে ও পাতা ফুঁটো হয়ে যাচ্ছে কি করবো (টবে) গাছ।মূলো কি টবে হবে স্যার আর মূলোর জন্য যে সকল ওষুধ বলেছেন সেগুলো কি জবা গাছে প্রয়োগ করতে পারবো স্যার না কি অন্য ব্যাবস্থা করতে হবে কি করবো একটু বলবেন স্যার?? স্যার আপনার শরীর কী খারাপ??
মূলা তে যা বলেছি করতে পারো। তবে জবা গাছে কোসাইড পাউডার প্রতি লিটার জলে 3 গ্রাম মিশিয়ে সেই জল গড়ায় দাও আর টাটা মাস্টার 3 গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করো আশা করি হলুদ ভাব কেটে যাবে। তারপরে পোকার জন্য চিন্তা করবে। আর টবে অবশ্যই মূল্য হবে একটু অপেক্ষা করো তুমি পৌষ মূলা ফেলবে।
বিঘা প্রতি 33 শতক যদি হয় তাহলে 10 কেজি পটাশ দেবেন দুপুরবেলা আর মাটি একটু ঘেটে দেবেন তারপর প্রতি লিটার জলে দু গ্রাম করে অবতার মিশিয়ে স্প্রে করবেন গাছ ঠিক হয়ে যাবে
মাঝে মাঝে একটু জল ছড়া দাও আর একমাস পচাও সব ঠিক হয়ে যাবে একটু করে জল ছড়া দাও আবার ঢাকা দিয়ে রাখো একমাস সেই সঙ্গে একটু মাটি দিতে পারো তাড়াতাড়ি করতে গেলে 500 গ্রাম।
আপাতত পটলের দুটো ভিডিও ছেড়েছি একটা রোগ পোকা নিয়ে বলেছি আর একটা পটল চাষ করতে বলছি। তবে এবার জলদি পটল মানে তোমাকে কার্তিক মাসে মূল বসাতে হবে বসিয়েই পরিচর্যা করতে হবে যেন তুমি মাঘ মাস থেকে পটল বিক্রি করতে পারো এই ব্যাপারটা করতে হবে ।
এগুলো সাধারণত অনু খাদ্যের অভাবে হয় । আপনাকে ডালিম গাছের গোড়ায় হয়তো টবে আছে গাছটা 50 গ্রাম ট্রাস্কো সয়েল অথবা agromin soil অনুখাদ্য খাবার পাওয়া যায় 50 গ্রাম করে দিলে ভালো হয় আর প্রতি লিটার জলে ওই যে ভিটামিন গুলো দিতে বলি যেমন ধরুন অল উইন গোল্ড সুপার বা বায়ো ভিটা এক্স এদের যে কোনো একটির সঙ্গে প্রথমে প্রতি লিটার জলে দু গ্রাম করে বোরন স্প্রে করবেন মোট 7 দিন ছাড়া দু বার আর আপনার যে ওখানে ফেটে যাচ্ছে গাছের কান্ড ওই জায়গাতে ব্লাইটক্স কিনে একটু জল দিয়ে মলম তৈরি করে ওই মলমটা ফাটা জায়গায় ভর্তি করে দেবেন ।
Krishi Rasayan কোম্পানির তৈরি Flick super প্রতি লিটার জলে দেড় গ্রাম মিশিয়ে স্প্রে করবেন। যদি না পাওয়া যায় তাহলে Cabrio top দু গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করবেন। আর যদি ঘরোয়া ভাবে চাষ করেন তাহলে কম দামের ওষুধ টাটা মাস্টার প্রতি লিটার জলে আড়াই গ্রাম মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় তিন দিন ছাড়া দুবার।
স্লাগ আউট অথবা স্লাগ কিলার অথবা ডেডলাইন যেকোনো একটা ওষুধ সন্ধ্যার কিছুক্ষণ আগে ছড়িয়ে দিন এগুলো খেয়ে শামুক মারা যাবে । চেষ্টা করুন না যতটা ধরে মারতে পারেন আমার মত।
Bhalo mulo bij er details dile khub help hoy.
পৌষ মূলার বীজ তিন রকম বাজারে পাওয়া যাচ্ছে।পুরো লাল রঙের। অর্ধেক লাল ও অর্ধেক সাদা । আর পুরো মূলা টাই সাদা। আপনার কোন বীজ চাই ওইভাবে দোকানে গিয়ে বললেই হবে। তবে সাধারণত লং রেড, কন্টাই লঙ, জাপানীজ হোয়াইট এই জাতগুলো বাজারে বেশি চলে।
আপনার প্রতিটি ভিডিও আমার খুব ভালো লাগে, অনেক কিছু জানতে পারি এই ভিডিও গুলো থেকে l ধন্যবাদ স্যার l
ধন্যবাদ জানাই একটা অনুরোধ করবো আজকের একটা সেভ সয়েল সেভ লাইফ ভিডিও ছাড়লাম একটু দেখে নিন মাটি কি করে তৈরি করতে হয়।
আপনার ভিডিও দেখার পরে মনে একটা প্রশান্তি লাভ করি।খুব ভয়ে ভয়ে কমেন্টস করি,যদি কোন ও ভুল ভাল মন্তব্য করে ফেলি ।যাইহোক আজ কিন্তু আপনাকে একটু ক্লান্ত ই দেখাচ্ছে ।আমাদের জন্য আপনাকে সুস্থ থাকতেই হবে ।বিরক্ত করব না, নমস্কার নেবেন ।
হাঁ ঠিকি ধরেছেন একটু অসুবিধে ছিল চেষ্টা করছি। যাই হোক সকলে এগিয়ে চলুন আমারা আমাদের লক্ষ্যে যেন পৌঁছাতে পারি। ধন্যবাদ।
Bah darun laglo .
Pronam neben Dadu
তুমিও ভালো থেকো দাদুভাই।
sir akhn mulo chas korle lav korte parbo??? koto ta mati khurte hobe??? r sir ami barite ghute,pak,khol,vat pochiyea akta liquid toiri korechi..... ota ki siter sob gache dewa jabe??? kivabe dobo....jol mesate hobe ote???🙏🙏
ভীষণ উপকার হলো ☘️
ভালো থাকুন সেই সঙ্গে পরিবারের সবাই সুস্থ থাকুক এই কামনা করব।
আমিও লাইক দিতে দেখতে শুরু করলাম
ধন্যবাদ জানাই ভাল থাকুন ।
আপনারা ফসলের video দারুণ কাজ করছে আমার অনুরোধে আপনি একটি সরিষা video করুন
আচ্ছা চেষ্টা করে পরে ধন্যবাদ জানাই।
অনেক helpful video sir.
ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন...
আপনারা ভাল থাকুন আমি ও ভালো থাকার চেষ্টা করছি ধন্যবাদ জানাই।
@@farmingadviseranathhalder7579 স্যার আমি একটা নতুন জায়গা তে(যেখানে আগে একবার মাত্র লাউ শাক চাষ করেছি) ফুলকপি আর টমেটো চাষ করতে চাই ... এর জন্য রাসায়নিক সারের মাত্রা টা জানাবেন....
Kaku may mase mular chas kara jabe ? Aar jadi jay, tabe bicher name janaben.
মহাশয় প্রনাম নেবেন...🙏🙏🙏
আদার সঙ্গে কি মুলো চাষ করা যায়। এতে কি কোনো সমস্যার পড়তে হবে দয়া করে জানাবেন।
প্রিয় স্যার,
আমার বাবা একজন কৃষি অফিসার ছিল। বাবা 3 বছর যাবৎ হলো মারা গিয়েছে। স্যার এখন আমার কৃষি ক্ষেত্রে অনেক সমস্যার সমাধান আমাকে খুঁজতে হয়। স্যার আপনার চ্যানেল থেকে আমি অনেক ধারণা পেয়েছি কিন্তুু স্যার আমি দেখতে পাচ্ছি আমার বাড়ির নারকেল গাছের পাতার নিচে এক ধরনের চুনের মতন দেখতে সাদা সাদা হয়ে আছে কিন্তুু পাতার উপরে সবুজ আছে এর সমাধান কি স্যার। আমার নারকেল গাছ কি বাচঁবে?
Sir, Mulo gachh 2 inch moto size hobar por opor theke haate kore chhitiye jol dite gelei matite benke suye porchhe, kibhabe jol debo? Please bolun
স্যার. আমি নামখানা থেকে বলছি. ব্যবসা ভিত্তিক উচ্ছে চাষ সম্পর্কে একটা ভিডিও করুন. বিশেষ ভাবে অনুরোধ করছি. কারণ আমাদের এখানে যমীনের আল বাঁধে উচ্ছে বীজ দেওয়ার সময় এসেছে. প্রচুর পরিমান উচ্ছে চাষ হয়. স্যার দয়া করেএকটা ভিডিও করুন. আমি এবারে 300 মাডা উচ্ছে চাষ করছি.
খুব সুন্দর
#SokherBagan
ধন্যবাদ জানাই ভাল থাকুন।
এখন মুলো চাষ করা যাবে। কি বীজ বুনবো একটু বলবেন স্যার
দাদা
মুলা ও টমেটো গাছে এক সাথে ছত্রাকনাশক, সলোয়ার বোরন ও কীটনাশক দেওয়া যাবেকি।
২
PGR , সলোয়ার বোরন ও জ্যিংক দেওয়া যাবে কি।
আর
দাদা কোন কোন বিষ এক সাথে মিশিয়ে ব্যাবহার করা যাবে?
ও প্রতিটা আলাদা করে ব্যাবহার করলে কি উপকার, এবং সারের বিষয়টাও নিয়ে
«ভিডিও চাই»
অবশ্যই এই বিষয়ে আমি ভিডিও বানাবো একটু সময় দিতে হবে।
আপাতত বোরণ, পিজিআর ,ছত্রাক নাশক ওষুধ একসঙ্গে মিশিয়ে স্প্রে করুন
ছত্রাকনাশক এর সাথে PGR দিলে কোন সমস্যা হবে নাতো?
আমরা সাধারনত ছত্রাকনাশক এর সাথে কোন ধরনের Pgr/ভিটামিন ব্যাবহার করিনাতো, তাই।
কাকু আজ আপনার কি শরীর ভালো নেই ... অন্য দিনের মতো লাগছে না ।আপনি সুস্থ থাকুন ...আপনার মত মানুষ কে আমাদের খুব দরকার।
মানুষের সব দিন সমান যায় না । ঠিকই বলেছো । ধন্যবাদ জানাই ভাল থাকুন।
Apni je company r joibo sar r bij bolen segulo Howrah te kothay pabo ektu janale valo hy... Ebong apnar sob koti video dekhi amar khub valo lage.. apnar video dekhe ami apnar moto gach er porichorja nite sikhechi... Amar arekti prosno holo matite calcium er jonno har guro r bodol e chun ki dewa jabe ? Seta ki khoti korbe ? Na korle ki poriman dewa jabe...doya kore egulo ektu janale khub upokar hoy..
উলুবেরিয়া বীজ ভান্ডার ভালো দোকান আর না হলে আপনাকে আমতলা তে চলে আসতে হবে হাওড়া থেকে হাওড়া স্টেশন থেকে একটা স্টেট বাস আসছে সোজা আমতলা ওখানে আপনি সবকিছু পাবেন। ক্যালসিয়ামের জন্য আজকাল প্রতি বিঘা জমিতে 4kg ক্যালবাহার অথবা ক্যান্ডি দানা সার পাওয়া যাচ্ছে এগুলো ব্যবহার করবেন। চুন মাটি পরীক্ষা করে ব্যবহার করা উচিত।
বৃষ্টির থেকে পেঁপে গাছও বাঁচাতে শিখলাম ও করলাম। বৃষ্টির পর পর পেঁপে গাছেরপরিচর্যার জন্য একটি ভিডিও দিলে উপকৃত হব। পেঁপে গাছে কি ভাত আর তাজা পুকুরের পাক দেওয়া যাবে ?
না পুকুরpank দিলেই মরে যাবে গাছ। ভাত অনেক দূর দিয়ে, দিয়ে মাটি চাপা দিতে হবে আর খৈল পচান জল দাও আর আমি পরিচর্যা নিয়ে অবশ্যই ভিডিও আনব।
স্যার বিশ প্রয়োগ করলে কয়দিন পর খাওয়া যাবে যা মানব শরীরের জন্য খতি হবেনা। আমরাতো মুলার পাতাও খাই। ধন্যবাদ। স্যার ভালো থাকেন ।
সাত-আট দিন পরে খাবেন।
দাদু-
আজকে ভিডিওটি এমন হলো কেন?
খাপছাড়া টাইপ?
আপনি সুস্থ আছেন তো?
নিজের যত্ন নিবেন।
আপনাকে ভাল থাকতে হবে তো।
বাংলাদেশ থেকে নাজিয়া।
দাদু আমি একটা ধানের ভিডিও ছাড়ছি ওটা তুমি দেখবেই এবং বাড়ির লোকদের দেখিও এটা আমার বিশেষ করে বলা। আর সব দিন তো আর মানুষের সমান যায় না । যাক ঠিক ধরেছো ভালো থেকো।
দাদা আমি চাষের সময় কোনো রাসানিক সার দি নাই, এখন গাছের বয়স ৫দিন কি সার দুবো? 9/7/22 বীজ বুনেছি।
মাটি ভিজে থাকলে বিকেল বেলায় পাঁচটার দিকে 10 26 26 সার ছড়িয়ে দিতে পারেন।
@@farmingadviseranathhalder7579 অনেক ভালো লাগলো দাদা, আপনার মতো মানুষ হয় না। আর একটা কথা ওষুধ দেয়ার পর, বেড়ে গেলে তা ৪-৫ দিন পর আর ব্যবহার করা যাবে নাকি?
মুলার গায়ে দাগ হচ্ছে কি করনিয়?
ছত্রাক নাশক M 45 mancozem দিলে হবে স্যার?
হবে তবে এর মধ্যে একটা টেকনিক্যাল আছে ম্যানকোজেব আপনি সাফ পাউডার দিন আরো ভালো কাজ করবে কারন ওর মধ্যে দুটো টেকনিক্যাল আছে।
ভালো লাগলো দাদা।ভালো থাকবেন।
আপনারা ও ভাল থাকুন এই কামনা করব।
মূলো বড়ো করার পদ্ধতি নিয়ে কিছু বললে ভালো হতো।জয়হিন্দ সার
পৌষ মূলো বড় করতে যাবেন । মাটিতে গোবর সার বেশি দিতে হবে আর ইউরিয়া দেয়া চলবে না ।আর সেচের উপর নির্ভর করে আপনি যদি জল বেশি করে দিয়ে ফেলেন পাতা বেশি হবে মূল্য কম হবে সেচটা কন্ট্রোল করতে হবে ।পাতা ছোট রাখবো মুলো বড়া হবে তবে 25/ 26 দিন পর মাটিটা একটু খুশে দিতে হবে নিড়ানি দিয়ে প্রত্যেক মূলার চারপাশে তবে মূলা বড় হবে । সব সময় 10 26 26সার দেবেন ।
দারুন বলেন দাদা বা কাকু
ধন্যবাদ জানাই সেইসঙ্গে সপরিবারে ভালো থাকুন এই কামনা করব।
Kon osud ar sathe kon osud pail kora jay ata niye ekta video koren sir
হ্যাঁ ভালো পরামর্শ দিয়েছেন সেটা নিয়ে ভিডিও আনবো।
নমস্কার স্যার আপনি কেমন আছেন? আপনি ভালো থাকুন।আপনি আছেন বলে আমাদের মতো ছেলে বাইরে কাজ করতাম এসে বসেই ছিলাম বেকার হয়ে আপনার আশির্বাদে বাড়ির সবজি বেগ টি হাতে আজ তিন মাস নেই আমি মনে করি এর থেকে বড় কিছু হয় না। ধন্যবাদ আপনাকে স্যার।নমস্কার।
এখন বিন কড়াই বুনে দাও। চেষ্টা করো বাঁধাকপির চারা এখন বসাতে ।সহজ চাষ টমেটোর থেকে অথচ লাভ বেশি।তাছাড়া পালংশাক কম পয়সায় ফেলে দাও বিক্রি করো বসে থেকো না।
নমস্কার স্যার। কেমন আছেন? স্যার উচেছ গাছের পাতা কুকড়ে গেছে কী ঔষধ দেব বলে দেবেন স্যার?।
fulkopi gach bosanor somoy mati te TV na diye onno kichu deoa jabe ki??
গোবর সার বা ভার্মি কম্পোস্ট দিয়েও বসাতে পারেন।
Sir June a kon variety palong lagabo?
ভিডিও র জন্য অনেক অপেক্ষা কোরতে হচ্ছে , মনে হয় বৃষ্টি র জন্য দেরী হচ্ছে, আজকে ঠিক চনমনে লাগছে না, সুস্থ থাকুন 🙏
হ্যাঁ খুব পরিস্থিতি তখন অন্যরকম ছিল ঠিকই ধরেছেন। ধন্যবাদ জানাই।
এখন লাগানো যাবে প্রতিদিন বৃষ্টি হচ্ছে
সাত /আট দিন পরে বীজ বুনবেন।
লাইক দিয়ে দেখতে শুরু করলাম
ধন্যবাদ জানাই ভাল থাকুন।
Misti paan chaas er ekti full vidio banan
লাউ চাষ নিয়ে একটা ভিডিও দিবেন প্লিজ
জৈব উপায়ে কিভাবে লাউ চাষ করবেন ভিডিওটা ছেড়েছি দেখে নেবেন।আজকের কিভাবে মাটি তৈরি করতে হবে শীতকালের সবজি জন্য একটা ভিডিও করেছি একটু কষ্ট করে দেখবেন প্লিজ এটা আমার অনুরোধ।
দাদা আপনার ভিডিও দেখতে নাপেলে মন খারাপ লাগে।দাদা সুস্থ থাকঙন সাবধানে থাকুন আপনি কৃষি জগৎ এর সম্পদ,অনেক কিছু শেখার আছে আপনার কাছে।আমার একটা জবা গাছ একদম হলুদ হয়ে পাতা সব ঝরে গেছে কিকরব?অনেক কষ্টে অনেক প্রতি কূল অবস্থায় একে বড় করে ছিলাম। ছবি পাঠানোর সুযোগ থাকলে ছবি পাঠাতাম। যাক ভালো থাকবেন আমার প্রনাম নেবেন, রোজ ভিডিও করবেন
প্রতি লিটার জলে তিন গ্রাম কোসাইড পাউডার মিশিয়ে গাছের গোড়ায় জল ঢালুন আর যে পাতাগুলো ভালো আছে ওই পাতাতে প্রতি লিটার জলের 3 গ্রাম সাফ পাউডার মিশিয়ে স্প্রে করুন তিন-চারদিন পর থেকে সুস্থ হয়ে যাবে আর যদি টবে গাছ থাকে তাহলে গাছের গোড়াতে ঘাস লতাপাতা দিয়ে ছায়া করে রাখবেন গরম হতে দেবেন না মাটিটা । আর মাঝে মাঝে খৈল পচা জল দেবেন যখন গোড়ার মাটি শুকনা থাকবে আর কিছু করতে হবে না।
Sir suprabhat, can we spray the mixture of fungicide and insecticide on vegitable? Please answer me.
Never spray both fungicide and pesticides jointly it will be sprayed separately. Thank you and be happy in life
Sir ami 10 katha jomita mula chash koraci,mulo tulci kintu mulo ta sport daag hocca ki karona sir bujta parci na mulor daam dicca na ki korbo sir ektu bolun sir ....
দুটো কারণে হয়।
মাটিতে একধরনের পোকা থাকে তারা খাওয়ার ফলে মাটিতে থাকা ছত্রাকের
আক্রমনে হয়।
আবার শুধু ছত্রাক রোগের কারনে হয়।
এখন কম দামের রোকো পাউডার প্রতি লিটার জলে দুই গ্রাম মিশিয়ে গাছের গোড়ায় স্প্রে করে ভিজিয়ে দিতে পারেন।
Sir, আপনার video এর সাথে আমার প্রশ্নের যদিও কোন মিল নেই তবুও উত্তরের অপেক্ষায় রইলাম....
প্রতিবার শীতের শুরুতে ফুল গাছের পাতায় সাদা powder এর মতো একরকম আস্তরণ পড়ে আর ধীরে ধীরে গাছের পাতা হলুদ হয়ে ঝড়ে যায়। অবশেষে গাছ মরে যায়।
দোকানে বললে সালফার গুড়ো দেয় কিন্তু ভালো কাজ হয়না।
আর একটা সমস্যা কোন fungicides বা ওষুধ spray করলে পাতায় ধরে না ওই আবরনের জন্য।
Sir আর কী করলে এই মৃত্যু আটকানো যায় সেটা জানাবেন দয়া করে... । অগ্রীম উত্তরের অপেক্ষায় থাকলাম.....।
এই ওষুধ ব্যবহার করো কোন সমস্যা হবে না। যেমন প্রতি লিটার জলে 3 গ্রাম টাটা মাস্টার মিশিয়ে বিকালবেলা স্প্রে করবে প্রথম দিন তারপর চারদিন পরে প্রতি লিটার জলে 3 গ্রাম কবচ মিশিয়ে স্প্রে করবে আর কোন সমস্যা হবে না।
দাদা আমি ছাদে একটা পেপে গাছ লাগিয়েছি,,৪ মাস হলো,,,একটা পেপে সামান্য বড় হলো,,কিন্তু এখন অনেক ফুল আসছে, সবগুলো ঝড়ে পরে যাচছে।।।এখন আমি কি পেপে গাছটা টব থেকে মাটিতে আবার বসাতে পারি,,,আর মাটিতে বসালে কি আমার ফলন ভালো হবে???..
টবের মাটি গরম হচ্ছে নাতো টবের উপরে ঘাস পাতা দিয়ে আচ্ছাদন করা আছে তো? এটা করতেই হবে আর খোলপচা জল মাঝে মাঝে দিয়ে যাবেন টব থেকে গাছ সরাবেন না । আর পাঁচ দিন ছাড়া প্রতি লিটার জলে তিন গ্রাম সাফ মিশিয়ে স্প্রে করুন তিন বার সব ঠিক হয়ে যাবে কিন্তু খৈল পচা জল দিতেই হবে সাতদিন ছাড়া ছাড়া।
@@farmingadviseranathhalder7579 donnobad dada.... tober uppore gas pata de ni..akon teke dibo...
Very very nice line Jay Kisan Jay Jagannath
জগন্নাথ দেব আপনাকে রক্ষা করুন।
Tobe Bedana gacher prachur phul achha, kintu phol hochhana. Ki korbo pls suggatuon Dan.
কাকু আমার মূলো জমিতে মূলো গাছ গুলির 20 দিন বয়স কিন্তু গাছ গুলি বেঁকে যাচ্ছে ও ভেঙ্গে যাচ্ছে, মূল গুলো অর্ধেক দূর থেকে শুকিয়ে যাচ্ছে। শুকালেও গাছ সতেজ আছে। এখন আমি কি করবো।
FMC কোম্পানির Legendএক পাতা ১৫ লিটার জলে মেশাবেন সেই সঙ্গে কম দামের ওষুধ টাটা মাস্টার ৩০ গ্রাম মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় পাঁচ দিন ছাড়া দুবার।
স্যার এপ্রিল মাসে কি মূলো চাষ করা যাবে?🌹🌹🌹
kaku namaskar.. aami pray 20 din aage sob dhoroner fruit tree (mango,litchi,sopeda,malta, batabi,guava,lemon, amla, aata, kathal,coconut,jamrul,golapjam etc.) lagiyechi _city compost & rice skin use kore ( tree size-2.5 ft to 3ft)...ekhon gache nuton kuri berochche_ ekhon ki kono fertilizer dewa uchit hobe? / taratari gaach bere uthte ki ki korbo? supari gaach taratari bere uthte ki korbo?
সুপারি গাছ বেড়ে উঠুক না কোন অসুবিধা নাই গোড়ায় মাটি ভর্তি করে দেন ওকে সার দিতে হবে না। এই যে ফল গাছ গুলো একটু আপনি দুর দিয়ে সরিষার খোল 500 গ্রাম , সুপার ফসফেট 300 গ্রাম ,পটাশ 150 গ্রাম আর 25 গ্রাম ইউরিয়া এই সব দিন গাছের গোড়া থেকে অন্তত 15 ইঞ্চি দুর দিয়ে। তারপর সারের উপরে মাটিচাপা দিন।
Potol cas bissnag kon jata hola besi propit hoba janaban.plz
Nomoskar neben sir.chara othoba ektu boro gach k pocha theke rokkha korar jonno ki thyphonate mythil ki use korbo.captan powder kokhon use korbo.
মিঠুন তুমিআছো আর এম ডি হাসান আছে আর বাংলাদেশ থেকে এসকে তুতান আছে আর কয়েকজন মহিলা আছে তোমরা সত্যিই এগিয়ে চলেছো খুব বেশিজানতে ইচ্ছে করে তোমাদের ।তোমাদের নিয়ে আলাদা বেশ ক্লাস করা যায় এক ঘন্টা 45 মিনিট করে তোমরা অনেক এগিয়ে যেতে পারো অনেক অফিসারদের কাছাকাছি চলে যেতে পারো। কিন্তু সে সুযোগ পাচ্ছি না।।যদি ট্রাইকোডার্মা ভিরিডি এবং ভার্মিকম্পোস্ট মিশিয়ে গাছ বসাতে পারো তাহলে অতো পচার ভয় নেই এবারে যদি না পারো তাহলে তুমি থায়ো ফেনেট মিথাইল স্প্রে করে দেবে।
আমাকে ক্ষমা করবেন স্যার আমি অফিসার হতে চাই না।আমি আপনার শিষ্য হয়ে থাকতে চাই আর আজীবন আপনাকে অনুসরণ করতে চাই।স্যার টাটা তাকাত কখন ইউজ করতে হয় যদি দয়া করে বলেন।আপনি ভালো থাকুন তাহলেই আমরা ভালো থাকবো।আম গাছের পাতা গুলো ধার ধরে ব্রাউন hoea শুকিয়ে যাচ্ছে কি করবো plz বলে দিন।
স্যার আপনি সুস্থ্য তো আপনাকে অনেক অসুস্থ মনে হচ্ছে 🙏🙏🙏🙏🙏🙏
হ্যাঁ একটু খারাপ লাগছিলো ঠিকই ধরেছেন । ভাল থাকুন আপনারা চলুন সকলে এগিয়ে চলি।
Contaf plus dile hobe?
সবচাইতে ভালো হবে সেকটিন 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করবেন যদি না থাকে আপনার ঐ ওষুধ দেবেন ।
দাদা ছাদে লাউ গাছ আছে 10"টবে, সেটা বড় ড্রামে করবো নাকি বস্তায় করবো ?কিসে ভালো হবে?
10 ইঞ্চি তবে থাক না। আমি আজকে একটা ভিডিও ছেড়েছি টবে লাউ গাছ ওটা দেখে নিন ভালো লাগবে।
স্যার নমস্কার, ফাঙ্গিসাইড পাওডারের সঙ্গে বোরন এবং জিংক এক সঙ্গে মেসানো যায় কি? যদি বলেন তাহলে খুবই উপকৃত হব। ভালো থাকবেন ধন্যবাদ।
অবশ্যই মিশানো যাবে কোন অসুবিধা হবে না। নিশ্চিত মেশাবেন কিন্তু ফাংগিসাইড এর সঙ্গে পোকা মারার ওষুধ মেশাবেন না তাহলেই গোলমাল হয়ে যাবে।
আম গাছ নিয়ে খুব সমস্যাতে পড়েছি।পাতা আর ডাল শুকিয়ে যাচ্ছে।টবের গাছ।সর্ষে আর বাদাম গুড়োর জল দেবো?
হ্যাঁ অবশ্যই জল দেবেন তবে শুকনো ডালগুলো কেটে দিতে হবে আর 10 লিটার জলে 30 গ্রাম কোসাইড পাউডার মিশিয়ে স্প্রে করুন সেই সঙ্গে একপাতা সং 6 গ্রাম স্ট্রেপটোসাই ক্লিন মেশাবেন। এবার আপনার যদি জল সামান্য লাগে সেই ভাবে ওষুধটা ভাগ করে নেবেন।
আমার ও পালং পচে যাচ্ছে এই আবহাওয়ায়, ৪ দিন আগে এক বার সাফ পাউডার স্প্রে করেছি, কত দিন পর পর স্প্রে করব ?
সাফে সম্ভব নয় এবারে প্রতি লিটার জলে 3 গ্রাম কোসাইড পাউডার মিশিয়ে স্প্রে করতে হবে পাঁচদিন ছাড়া দুবার।
দাদু আমার ড্রামের পেয়ারা গাছে ব্যাকটেরিয়া ও ছএাকনাশক ঔষধ ৫দিন অাগে দিছি কিন্তু এখনও কোনো ফলাফল পাইনি, কি করব জানাবেন 🙏🙏
দাদু কিছু বলেন!!
সাধারণত ব্যাকটেরিয়া লাগলে সঙ্গে সঙ্গে ওষুধ দেওয়া দরকার আর একবার জুন ওষুধটা আরেকবার ব্যবহার করুন আর একটু অপেক্ষা করুন নতুন যে পাতাগুলো আসছে সেই পাছাটা ভালো আছে কিনা খেয়াল করবেন।
Namaskar sir.Roko ater combination oshud janaben please.Bhalo thakben.
থায়োফেনেট মিথাইল।
Nice video
ধন্যবাদ জানাই ভাল থাকুন।
Sir, poultry waste thke kivabe sar toiri hbe bolun pls
.mk a vdo plz
পোল্ট্রি লিটার অন্তত এক বৎসরের পচানো চাই তবে তুমি গাছে আনতে পারবে নাহলে কিন্তু মাটির ক্ষতি হবে। ছাউনি করে তার নিচে জমা করে মাঝে মাঝে জল দেবে আর একটু করে মাটি দেবে 1 কেজি মাটি ছড়িয়ে দেবে একটু জল দেবে আবার তার লিটার জমা করবে আবার এক কেজি মাটি ছড়িয়ে দেবে আবার জল দেবে ।এক বছর পর ওটা ব্যবহার করবে।
Sir ami Dist-Bankura,,west bengal.theke bolchi.ami 5 bigha tormuj chas narsary te chara kore tarpor jomite lagate chai kivabe korle valo folon pabo ,,koto sar, khol, lagbe 'A to Z' video korun taratari 🙏🙏Thanks.
আমি ভিডিও তো দেখাতে পারবো না মুখে বললে ভালো লাগবে না ।তাই বলি তুমি দানা সরাসরি মাটিতে বুনবে ।গোবর সার পর্যাপ্ত পরিমাণে দেবে সেই সঙ্গে ট্রাইকোডার্মা ভিরিডি মেশালে ভালো হয়। ভেনান্ট কোম্পানি অথবা কলস কোম্পানি অথবা কিরণ জাতের তরমুজ যেগুলো লম্বা সাইজের হয় ওইগুলো বুনবে। গাছ বেরোনোর পর ফাংগিসাইড মারতে হবে আসলে আমি গত বছর পশ্চিম মেদিনীপুরে প্রচুর তরমুজ চাষ করিয়েছিলাম।খুব ভালো হয়েছিল ওখানে গাড়িতে করে নিয়ে যেত চাষীদের কাছ থেকে মাঠে থেকে।বেশি করে চাষ করলে তবে কিন্তু মাঠে গাড়ি যাবে।
Sir,
Good morning
Valo thakben
Coconut farming ar akta video karun plz
অবশ্যই খুব ভালো ভিডিও করব নারকেল নিয়ে আপনাদের অনেক প্রশ্ন আছে সকলের উত্তর পেয়ে যাবেন একটু সময় দিন নিশ্চিত করবো।
Thanks
Sir দয়া করে কিছু জৈব কীটনাশক ও PGR নাম বলবেন যেগুলো যেকোনো গাছের ব্যবহার করা যাবে
জৈব কীটনাশক বলেছি যেমন ধরুন প্রহরী প্লাস, থান্ডার এবং ট্র্যাপ । আর বায়ো ভিটা এক্স অথবা cropmax বায়ো ওষুধ. Pgr
@@farmingadviseranathhalder7579 thunder তো ছত্রাকনাশক
Saap ,মাটিতে মিশিয়ে সেই মাটিতে কী কফির দানা দেওয়া যাবে
হ্যাঁ অবশ্যই দিতে পারেন ওটা মাটি শোধন হয়ে গেল।
মনে হচ্ছে দাদা, আপনার শরীর ঠিক নেই, পরপর জলকাদায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও কোরেছেন, ঠান্ডা লেগে গেছে, এখন আবহাওয়া ভালো নেই, ক'দিন বিশ্রাম নিন, আপনার থেকে আমরা অনেক উদ্দীপনা পাই, মংগল কামনা করি, 🙏
আসলে জলে অনেকক্ষণ দাঁড়িয়ে ভিডিও করেছি ঠিকই ধরেছেন আমাদের চোখ ভালো আছে। আপনারা ভাল থাকুন আমি ভালো থাকার চেষ্টা করছি ধন্যবাদ।
Sir jaibamate kibhabe mulo chas korbo.mulo chaser prokrito samay kakhon janaben dhonyobad
এখন শাকটা বেশি হবে মূলোটা কম হবে আর যদি 15 দিন পরে ফেলেন তখন মুলো শাক সমান সমান হবে আর যদি একমাস পরে ফেলেন শুধু মূলো বেশি হবে ।শাক একটু কম হবে।
আমার ক্ষেতে মুলোর গায়ে কালো কালো দাগ দেখা দেই। তাই মুলো চাষ করতে ইচ্ছা থাকলেও করতে পারি না। কোনো সমাধান দিলে খুব উপকৃত হবো
ওটাতো বোরণের অভাবে হচ্ছে আপনাকে একটু চুন দিতে মাটিতে । তারপর কুড়ি পঁচিশ দিন পর মাটি চার্জ দিয়ে এবারে গোবর সার অথবা খৈল দিয়ে ছড়িয়ে দেবেন তার তিনদিন পরে মূলা দানা ফেলবেন। মূলা গাছ 20দিন হলে প্রতি লিটার জলে 2 গ্রাম বোরন মিশিয়ে স্প্রে করতে হবে।
Ami bazar r kena tomato theke chara gach kore chi fol pabo to
গাছ হবে ফল হবে হয়তো কম হবে একটা-দুটো হবে বা বড় হবে বা ছোট ছোট হবে তবে কম হবে ওটা একটু কম করে করবেন চারা কিনে নিয়ে করবেন।আমি হাইব্রীড বীজ নিয়ে একটা ভিডিও করব ভিডিওটা দেখবেন। আর আজকের একটা মাটি তৈরি নিয়ে ভিডিও ছাড়লাম একটু ভিডিওটা দেখবেন অনুরোধ আমার সেভ সয়েল সেভ লাইফ। মাটিকে বাঁচান নিজে বাঁচুন ।
Sir, টমাটো চারা ও ফুল কপি চারা ট্রে তে করেছি 10 দিন হলো দু একটা করে গোরা পচে saaf দিয়ে ছি তবুও কি করব ছার plz
ট্রে টা এক ঘণ্টার বেশি রোদে রাখবেন না তারপর ছায়া তিনি যাবেন যদি প্রয়োজন হয় বিকালে পড়ন্ত বেলায় 1 ঘন্টা রোদ্দুর খাইয়ে দেবেন । বাকি সময় ছায়াতে রাখবেন। আর টাটা মাস্টার প্রতি লিটার জলে 3 গ্রাম মিশিয়ে স্প্রে করুন। মানে সাফের উপরে উঠতে হবে আপনাকে। যদি গাছের গোড়া তে হালকা মাটির দেবার প্রয়োজন হয় মাটি দেবেন।
Sir apnar video gulo deklam
আজকের একটা মাটির ভিডিও ছেড়েছি একটু দেখে নিন ভালো লাগবে।
@@farmingadviseranathhalder7579 thanku sir
Thanks a lot. Very nice posts. Sir, how to control nematodes in soil?
যদি আপনি ওই জায়গাটা জল দিয়ে একমাস ডুবিয়ে রাখেন সব নিমাটোড মারা যাবে এটা হচ্ছে সহজ পথ। গাঁদা ফুল চাষ করতে হবে নিমাটোড জব্দ হবে এটা দ্বিতীয় পথ। বিশেষ করে বেগুন টমাটো যেগুলো সহজে নেমাটোডে আক্রান্ত হয় এগুলো চাষ করা চলবে না। আর নিমাটোড মারার ওষুদ হলো কাঠাপ্রতি মাঠে চাষ দিয়ে 1 কেজি ফুরাডন থ্রিজি দানা দিয়ে হালকা ঝাপটা সেচ দেবেন।
ঝিঙের নতুন ফল গুলুদ হচ্ছে কি ওষুধ💊 দিবো কমেন্টে বললে খুব ভালো হয়।
প্রতি লিটার জলে 3 গ্রাম টাটা মাস্টার মিশিয়ে খুব সকালে স্প্রে করবেন।
বর্ষায় ধনে পাতা চাষ দেখান স্যার
হ্যাঁ অবশ্যই দেখাবো।
Sir begun pache jache
Baguner vetar poka ache
Ki korbo ki medicine debo chatrak nasak debo pokar medicine debo
আগে পোকার ওষুধ দিতে হবে 10 লিটার জলে 4 মিলি কোরাজেন মিশিয়ে স্প্রে করুন দেখবেন সব পরিষ্কার হয়ে যাবে
Kon mase kora jay bolben sir
এখনই মুলার বীজ বুনে দিন।
স্যার, আমার লাল আর সাদা নটে শাক বাড়ছে না...কি করা যায় একটু দয়া করে বলুন
সরিষার খোল ছড়িয়ে তারপর বীজ
বুনে ছিলেন তো? যদি ঐভাবে বুনে থাকেন তাহলে এবার অল উইন গোল্ড সুপার প্রতি লিটার জলে দুই মিলি মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় চার দিন ছাড়া দুবার।
@@farmingadviseranathhalder7579 অসংখ্য ধন্যবাদ স্যার...ভালো থাকবেন
স্যার আমার adenium গাছে প্রচুর ফুল হচ্ছে কিন্তু ফল হচ্ছে না কি করবো । please বলবেন ।
ঐ গাছ ফুলের জন্যই করা হয় এবং অনেকদিন ধরে ফুলটা থাকে সুন্দর দেখতে লাগে।
স্যার নিম্নচাপ এর জন্য ১০-১২ দিন খোল পচা জল দিতে পারিনি কি করে খোল পচা জল ব্যাবহার করবো তার উপায় জানাবেন (৭ কেজি খোল ভিজিয়ে ছিলাম , না জানালে নষ্ট হয়ে যাবে স্যার জানাবেন প্লিজ) কুদরী, পটল আছে আর সবজি সব নষ্ট হয়ে গেছে।
খোল পচানো জল ফেলবেন না কুড়ি দিন হয়ে গেল ও রাখবেন । এখন মাটি শুকনো হচ্ছে নিশ্চিত ব্যবহার করবেন ওর সঙ্গে জল মিশিয়ে ব্যবহার করুন । খুব যদি মনে করেন দুর্গন্ধ হচ্ছে তাহলে আপনি কুড়ি লিটার জলে 10 গ্রাম চুন দিয়ে একদিন রাখার পরে ওই জল দেবেন।
tokita কোম্পানি মূলার চারা গোড়া ফেটে যাচ্ছে কারণ কি স্যার এবং প্রতিকার বলুন
খুব মাটি শুকনো হয়ে গেল তারপর আপনি ডুবিয়ে জল সেচ দিলেন তখন
মূলা ফাটতে পারে।
আবার বোরনের অভাব হলে মূলা ফেটে যায়। আপনি প্রতি লিটার জলে দুই গ্রাম বোরন মিশিয়ে স্প্রে করবেন পাঁচ দিন ছাড়া দুবার।
@@farmingadviseranathhalder7579 DAP সার দিয়ে মূলো বুনেছিলাম স্যার, গাছের বয়স 15 দিন কেবল মূলো বাধন এসেছে এবং গোড়া ফেটে যাচ্ছে।বোরন আজ স্প্রে করেছি ।DAP কারণে কি হতে পারে? আগের বারে 10:26:26 দিয়ে বুনেছিলাম ফাটেনি।এখন কি সার দেবো একটু বলবেন।
স্যার আমার জবা গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে তারপর আস্তে আস্তে গাছ মরে যাচ্ছে ও পাতা ফুঁটো হয়ে যাচ্ছে কি করবো (টবে) গাছ।মূলো কি টবে হবে স্যার আর মূলোর জন্য যে সকল ওষুধ বলেছেন সেগুলো কি জবা গাছে প্রয়োগ করতে পারবো স্যার না কি অন্য ব্যাবস্থা করতে হবে কি করবো একটু বলবেন স্যার?? স্যার আপনার শরীর কী খারাপ??
মূলা তে যা বলেছি করতে পারো। তবে জবা গাছে কোসাইড পাউডার প্রতি লিটার জলে 3 গ্রাম মিশিয়ে সেই জল গড়ায় দাও আর টাটা মাস্টার 3 গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করো আশা করি হলুদ ভাব কেটে যাবে। তারপরে পোকার জন্য চিন্তা করবে। আর টবে অবশ্যই মূল্য হবে একটু অপেক্ষা করো তুমি পৌষ মূলা ফেলবে।
Sir , Aamon dhan er doga sada hoia gacha . Ki korbo. Aamar bari purulia r pase.
যদিও আমি ভিডিও আনবো তবু বলি প্রতি লিটার জলে দু মিলি হামলা বা ফাইটার বা খাতমা বা নুরেল ডি যে কোন একটা ওষুধ বিকালে স্প্রে করবেন।
Thank you sir
ধন্যবাদ জানাই ভাল থাকুন।
Sir ami protikkha dhan chas korachi amar dhaner pata lal ho a jachhy ki korbo?
বিঘা প্রতি 33 শতক যদি হয় তাহলে 10 কেজি পটাশ দেবেন দুপুরবেলা আর মাটি একটু ঘেটে দেবেন তারপর প্রতি লিটার জলে দু গ্রাম করে অবতার মিশিয়ে স্প্রে করবেন গাছ ঠিক হয়ে যাবে
Dadavai apnar ki sorir kharap ? Valo thakun .thank you.
হ্যাঁ সেদিনকে আমি একটু অন্যরকম ছিলাম ঠিক আছে আপনারা ভালো থাকুন।
আমি ভার্মিকম্পোস্ট এ চালের গুড়ো মিশিয়ে রেখেছিলাম,ছাতা পড়ে দলা হয়ে আছে,কি কোরবো?
মাঝে মাঝে একটু জল ছড়া দাও আর একমাস পচাও সব ঠিক হয়ে যাবে একটু করে জল ছড়া দাও আবার ঢাকা দিয়ে রাখো একমাস সেই সঙ্গে একটু মাটি দিতে পারো তাড়াতাড়ি করতে গেলে 500 গ্রাম।
Koku potol cas bissnag neya akta video Korban ...jolde potol ..plz
আপাতত পটলের দুটো ভিডিও ছেড়েছি একটা রোগ পোকা নিয়ে বলেছি আর একটা পটল চাষ করতে বলছি। তবে এবার জলদি পটল মানে তোমাকে কার্তিক মাসে মূল বসাতে হবে বসিয়েই পরিচর্যা করতে হবে যেন তুমি মাঘ মাস থেকে পটল বিক্রি করতে পারো এই ব্যাপারটা করতে হবে ।
Sir Ami sitter mulo lagabo to mati tairi karar somay matite saaf powder dite pari ki
হ্যাঁ খুব ভালো হবে তিন গ্রাম মিশিয়ে স্প্রে করে দেবেন মাটিতে।
স্যার, যেকোনো ছত্রাক নাশকের সাথে যেকোনো ব্যাকটেরি়ইয়া নাশক মিশিয়ে স্প্রে করা যাবে কি?
দুটো জৈব অথবা দুটোই রাসায়নিক যেন হয়।
Dada beguner pata upor dike uthe jarchi thi khorgoser kaner moto ki korbo plz bolun
প্রতি লিটার জলে 2 গ্রাম ক্রিটাপ সেইসঙ্গে 1 গ্রাম থিম দুটো ওষুধ মিশিয়ে স্প্রে করুন। আশা করি ঠিক হয়ে যাবে। আবার আপনাকে পাঁচ দিন পর স্প্রে করতে হবে।
amar lau korola gacha ful ascha sir onak fal ascha na ki korbo..
মাটি শুকনা থাকলে গাছের গোড়ায় খোলপচা জল দিন অনেক ফসল হবে কোন কিছু ব্যবহার করতে হবে না শুধু খোলপচা জলদিন ।
Nice sir
ধন্যবাদ জানাই ভাল থাকুন।
Amar toba dalim gachear sob dalim fata jacchay.
Labu gachay 4-5 labu fata gachay r kando thaka atha atha kechu bar hocchay. Akhon ke korbo?
এগুলো সাধারণত অনু খাদ্যের অভাবে হয় । আপনাকে ডালিম গাছের গোড়ায় হয়তো টবে আছে গাছটা 50 গ্রাম ট্রাস্কো সয়েল অথবা agromin soil অনুখাদ্য খাবার পাওয়া যায় 50 গ্রাম করে দিলে ভালো হয় আর প্রতি লিটার জলে ওই যে ভিটামিন গুলো দিতে বলি যেমন ধরুন অল উইন গোল্ড সুপার বা বায়ো ভিটা এক্স এদের যে কোনো একটির সঙ্গে প্রথমে প্রতি লিটার জলে দু গ্রাম করে বোরন স্প্রে করবেন মোট 7 দিন ছাড়া দু বার আর আপনার যে ওখানে ফেটে যাচ্ছে গাছের কান্ড ওই জায়গাতে ব্লাইটক্স কিনে একটু জল দিয়ে মলম তৈরি করে ওই মলমটা ফাটা জায়গায় ভর্তি করে দেবেন ।
Sir, brokoli chass er vdo korun.. chhad bagane korbo..
হ্যাঁ আমি টবে বসাবো শীগ্রই ।
Adhere agrohe railam dekher Jonno.
Dada neem jal ki deoa jay or holud jal?
নিম জল পোকা তাড়ানোর জন্য দেবেন আর হলুদ জল ছত্রাক রোগের জন্য দেবেন। দুটোই ব্যবহার করা যায় তবে একসঙ্গে দেবেন না।
দাদা ছত্রাক দমনের জন্য হলুদ গুরা মেশানো পানি দেয়া জাবে?
অবশ্যই দেওয়া যাবে। ধন্যবাদ জানাই ভাল থাকুন।
Sir mulo te kalokalo dag hoche ki korbo
Krishi Rasayan কোম্পানির তৈরি
Flick super প্রতি লিটার জলে দেড় গ্রাম মিশিয়ে স্প্রে করবেন।
যদি না পাওয়া যায় তাহলে Cabrio top
দু গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করবেন।
আর যদি ঘরোয়া ভাবে চাষ করেন তাহলে
কম দামের ওষুধ টাটা মাস্টার প্রতি লিটার জলে আড়াই গ্রাম মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় তিন দিন ছাড়া দুবার।
আমি ফুলকফি চাষ করেছি।কিন্তু এই কযেক দিন বৃষ্টি জন্য গাছ হলুদ হয়ে য়াচ্ছে। কি করবো।
অতি বৃষ্টির হাত থেকে কি করে সবজিকে বাঁচাবেন আমার ভিডিওটা দেখে নেন খুব সুন্দর করে বলা আছে এখানে অনেক সময় লেগে যায় একটু কষ্ট করে দেখে নিন।
Kaku, kemon accho??? Kaku samuk e sob kheye nilo, v6/ F1 kumro sob sesh... Jhak jhak samuk Kaku.. please help koro
স্লাগ আউট অথবা স্লাগ কিলার অথবা ডেডলাইন যেকোনো একটা ওষুধ সন্ধ্যার কিছুক্ষণ আগে ছড়িয়ে দিন এগুলো খেয়ে শামুক মারা যাবে । চেষ্টা করুন না যতটা ধরে মারতে পারেন আমার মত।
পি জি আর গাছ কত বড়ো হলে দেবো?
স্যার, সব্জী বাগানের জন্য একটি আলোক ফাঁদের ভিডিও করুন
আমি আসলে করণা সমস্যার জন্য বাইরে বেরোতে পারছিনা আমাদের এখানে খুব হচ্ছে একটু স্বাভাবিক হোক নিশ্চয়ই দেখাবো।