বীন চাষের পরিচর্যা part 1|| caring of Beans

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 พ.ย. 2024

ความคิดเห็น • 581

  • @anjanbasu7309
    @anjanbasu7309 4 ปีที่แล้ว +17

    দারুন বললেন !
    শেষ ওভারে সব ছয় মেরে , ম্যাচে জিতিয়ে দিলেন , গাছের মাস্টারমশাই !

  • @apurbabhowmik6256
    @apurbabhowmik6256 4 ปีที่แล้ว +7

    অপ্রাসঙ্গিক একেবারেই নয়, খুব ভালো লাগলো। আপনি খুব ভালো থাকবেন এবং এমন কিছু দার্শনিক টোটকা আমাদের উপহার দিবেন। গাছের পরিচর্যার সাথে সাথে আমাদের মানসিক অবসাদের অবসান হয় আপনার কথা শুনে। সহজ ভাবে অনেক জটিল কথা আপনি বলতে পারেন।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว +2

      যাক আপনাদের যে ভালোবাসার লেগেছে এতেই আমি খুব খুশি হয়েছি। আসলে মানুষ কত রকমের আছে হয়তো কেউ খারাপ মনে করতে পারে এইজন্য বলি। ভালো থাকুন সপরিবারে সেই সঙ্গে ধন্যবাদ জানাই।

  • @debnarayangayen6834
    @debnarayangayen6834 4 ปีที่แล้ว +6

    স্যার খুব খুব মূল্যবান কিছু কথা বললেন, শেষ সময়ে।
    অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা রইলো আপনাকে ও আপনার পরিবারের প্রতি।

  • @sudiptobanerjee7932
    @sudiptobanerjee7932 4 ปีที่แล้ว +2

    সত্যি বলছি গাছের পরিচর্যা বিষয়ের জন্য তো আপনার video দেখি, কিন্তু আমার আরও আকর্ষণীয় লাগে আপনার কথা, আপনার উপমা। কোনো অপ্রাসঙ্গিক কথা আপনি বলেননি। সত্যি আপনি আমার অত্যন্ত প্রিয়। খুব খুব ভালো থাকবেন। ভালো আপনাকে থাকতেই হবে নইলে যে আমার মতো অনেকরই অনেক ক্ষতি হয়ে যাবে

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว

      ধন্যবাদ আপনি এবং আপনার পরিবার ভালো থাকুক এই কামনা করি।

  • @parthapratimchakraborty3609
    @parthapratimchakraborty3609 4 ปีที่แล้ว

    Apnar Seser kotha ta hridoy chue gelo.... sotti ekta darun o amulya udaharan...

  • @debashischakraborty2320
    @debashischakraborty2320 4 ปีที่แล้ว

    আপনার আত্মদর্শন আমাদের সকলের যেন দর্শন হয় ,আপনি বড় দার্শনিক। খুবই ভালো লাগলো আপনার প্রতিবেদন। আপনার সঙ্গে থেকে আমি ক্ষুদ্র খামারি হয়ে গেছি শহরের বুকে থেকে।

  • @biswajitkarmakar7330
    @biswajitkarmakar7330 4 ปีที่แล้ว +7

    অপ্রাসঙ্গিক কথা গুলো শুনতেই তো ভিডিও দেখি😊😊। এটা সারা জীবন মনে রাখবো ।🙏🙏🙏🙏. আবার অপেক্ষায় রইলাম। প্রাসঙ্গিক আর সাথে কিছু ফাউ পাওয়ার আশায়।

  • @nilanghorai987
    @nilanghorai987 4 ปีที่แล้ว +1

    খুব দামী কথা বললেন । অনেক ধন্যবাদ স্যার, ভালো থাকবেন।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว +1

      আপনারাও সপরিবারে ভালো থাকুন এই কামনা করব চলুন সকলে এগিয়ে চলি।

  • @BiswajitSheet-s4t
    @BiswajitSheet-s4t 15 วันที่ผ่านมา

    খুব সুন্দর কথা বললেন, খুব ভালো লাগলো। ভালো থাকবেন।

  • @sampadbiswas3846
    @sampadbiswas3846 3 ปีที่แล้ว +1

    স্যার আপনাকে শতকোটি প্রনাম জানাই আপনি ভালো থাকবেন ঈশ্বরের কাছে কামনা করি

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 ปีที่แล้ว +1

      তোমরাও সপরিবারে ভালো থেকো, সুস্থ থাকো এই কামনা করবো , আর চলো সকলে নতুন ফসল চাষ করে এগিয়ে চলি।

  • @sonartori2211
    @sonartori2211 4 ปีที่แล้ว

    খুবই গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়েছে

  • @rahulpramanick1617
    @rahulpramanick1617 2 ปีที่แล้ว

    আপনার ভিডিও আমার খুবই ভাল লাগে
    আপনার কাছে আমার একান্ত অনুরোধ আপনি রজনীগন্ধা চাষের ওপর একটি ভিডিও বানান তাতে আমাদের খুব উপকার হবে।

  • @suvobarman449
    @suvobarman449 ปีที่แล้ว

    Sir খুব ভালো কথা বললেন শেষে এটা সবাই কে মনে রাখা উচিত।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  ปีที่แล้ว +1

      ধন্যবাদ জানাই,
      সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।

    • @suvobarman449
      @suvobarman449 ปีที่แล้ว

      @@farmingadviseranathhalder7579 ধন্যবাদ 🙏💯👍

  • @joykumarsastrideb6061
    @joykumarsastrideb6061 3 ปีที่แล้ว

    আপনার শেষের কথা গুলো দারুন লাগলো!

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 ปีที่แล้ว

      ধন্যবাদ জানাই ভাল থাকুন আর চলুন সকলে নতুন নতুন ফসল চাষ করে এগিয়ে চলি।

  • @sharmisthamishra8226
    @sharmisthamishra8226 2 ปีที่แล้ว

    আপনার কথা খুব মূল্যবান

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 ปีที่แล้ว

      সপরিবারে ভালো থাকুন,
      আর চলুন সকলে বিভিন্ন ফসল চাষ করে এগিয়ে চলি।

  • @sumitabiswas6434
    @sumitabiswas6434 4 ปีที่แล้ว

    Khub Bhalo laglo.

  • @debojitbanerjee2916
    @debojitbanerjee2916 3 ปีที่แล้ว

    আপনার শেষ কথা গুলো বাস্তব সুন্দর ।ভালো থাকবেন।

  • @soumitghosh5909
    @soumitghosh5909 4 ปีที่แล้ว +1

    pronam neben kaku .. apner video sotti osadharon ..wait kore thaki apner video r jonno

  • @nanigopalghosh3158
    @nanigopalghosh3158 4 ปีที่แล้ว +1

    Very beautiful and informative vedio . Thanks Sir

  • @rabinsardar7673
    @rabinsardar7673 4 ปีที่แล้ว +1

    Thamku sir, apni khub dami kotha bolechen.

  • @naosadmallik4309
    @naosadmallik4309 3 ปีที่แล้ว

    বাজে কথা নয় স্যার একদম রাইট কথা বলেছেন সত্যি করেই তো করণাতে আমাদের কাজ চলে গেছে একবছর বাড়িতে বসে আছি কি করবো কি করবো ভাবছি আপনার আপনার ভিডিও দেখার পরে মনে অনেকঅনেক সাহস এসেছে সঙ্গে থাকুন স্যার এই ভাবে সাহায্য করুন

  • @samiranganguly2025
    @samiranganguly2025 4 ปีที่แล้ว

    এই তো....অনেকদিন পর আবার আপনাকে আগের মত নিজস্ব স্ট্যাইলে বলতে দেখলাম..সেই আগের মত....খুব ভালো লাগলো...বলার মধ্যে একটা কনফিডেন্স..আর অভিজ্ঞতা এমন ভাবে প্রকাশ পায় যে খুব ভরসা লাগে..মনে হয় আমরাও এইভাবেই পারবো এমন কোনো কঠিন ব্যাপার নয়...খুবই প্রভাবিত করে...
    ভালো থাকবেন সপরিবারে..

  • @sushovonadak3552
    @sushovonadak3552 4 ปีที่แล้ว +1

    দারুন বলেছ জেঠু শেষের কথাগুলো।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว

      জীবনের আসল কথা হলো এইগুলো। ধন্যবাদ জানাই মনে রেখো কথাগুলো ভালো থেকো।

  • @tanmoyghosh698
    @tanmoyghosh698 3 ปีที่แล้ว

    স্যার. আপনি একদম ঠিক কথা বলেছেন , ধন্যবাদ।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 ปีที่แล้ว

      ভিডিওটি ভালো লাগার জন্য ধন্যবাদ জানাই সেই সঙ্গে সপরিবারে ভালো থাকুন এই কামনা করব।

  • @rakhidas7739
    @rakhidas7739 4 ปีที่แล้ว

    দাদা প্রণাম।কিছু আসাধারন কথা বললেন..... বাস্তব মুখী, সত্যি ,সুখ- দুখঃ কে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে হবে ।দ্রুততার সাথে ক্যাব কথা বললেও মনে রেখাপাত করে যায় আপনার কথাগুলো।ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের জন্য ভিডিও তৈরি করুন।

  • @sarobindumondal9914
    @sarobindumondal9914 4 ปีที่แล้ว +1

    গাছের ডাক্তার বাবু অনেক অনেক কিছু শিখছি।
    আপনি এবং আপনার পরিবার সুস্থ থাকুন ভালো থাকুন। আমি অনেক ছোট আমার প্রণাম নেবেন।🙏

  • @mrinalroy8802
    @mrinalroy8802 4 ปีที่แล้ว

    Sera Kotha bolechen sir

  • @biswajitmondal5617
    @biswajitmondal5617 4 ปีที่แล้ว

    Apnar kotha ondhar moto bisase hoi Thanks 💐💐💐💐

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว

      সত্যি কথা বলছি আমি কাউকে ঠকাতে পারব না। আর জীবনের শেষ প্রান্তে চলে এসেছি সকলে এগিয়ে যাক এই কামনা করব অন্তর থেকে।

  • @simadas6490
    @simadas6490 4 ปีที่แล้ว +2

    কাকু আপনার ভিডিও দেখার অপেক্ষায় থাকি . প্রতিটি কথাই অমূল্য .. আর আজকের শেষ টা বাউন্ডারি হাঁকিযে ম্যাচ টা জিতিয়ে দিলেন। প্রণাম নেবেন।

    • @chandanadhargupta6973
      @chandanadhargupta6973 4 ปีที่แล้ว

      দাদা নমস্কার নেবেন ।অপ্রাসঙ্গিক কথা গুলোকে প্রাসঙ্গিক করে বলার মতো লোকের ই তো আজ বড্ড অভাব ।আমাদের পরবর্তী প্রজন্ম এই অপ্রাসঙ্গিক কথা গুলো যদি শুনতে পেত তবে হয়তো তাদের জীবনে এতো অস্থিরতা থাকতো না ।বেঁচে থাক্
      ।ধন্যবাদ জানাই আন্তরিক ধএই অমূল্য অপ্রাসঙ্গিক কথা,আরো যেন বেশি করে শুনতে পাই কাঠের বেড়ালের মতো ভালো ভালো হিতোপদেশ।সবাই কেমন অল্প কথায় কমেন্টস করে ,আমি কেন যে পারিনা? অনেক কথা লিখে আপনার সময় নষ্ট করি। কি করবো? একমাত্র সন্তানকে উপযুক্ত করে বড়ো করে সমস্ত কর্তব্য শেষ করার পর জীবনের শেষ বেলায় হারিয়ে ফেলা একজন মা আজে বাজে লেখা ছাড়া আর কি নিয়ে থাকবে? তাই আপনার এতো সুন্দর সুন্দর কথা গুলো এতো সুন্দর সুন্দর উপমা শুনলে আর থাকতে পারিনা,মনে হয় তাকে যদি শোনাতে পারতাম ।সে যে বড্ড ভালোবাসতো।যাক্ গে সে সব কথা,জীবন কাহিনী শোনানোর Platform এটা নয়।তবুও..............

  • @abdulmabudmandal2767
    @abdulmabudmandal2767 4 ปีที่แล้ว

    স্যার, আমার নাম আব্দুল মাবুদ মণ্ডল, বাঁকুড়া জেলা, আমি কোন ছাদ বাগানি বা চাষী নয়। তবুও আপনার প্রতিটি ভিডিও আমি রেগুলার দেখি কেবল মাত্র আপনার কথা বলার স্ট্যাইল এবং আন্তরিকতার এর জন্যই। আপনি ভালো থাকুন এটাই কামনা করি।

  • @bapimondal832
    @bapimondal832 4 ปีที่แล้ว +5

    আপনি তো ভিডিওর Comments এর উত্তর দিচ্ছেন না ।আবার একটা ভিডিও দিলেন ।আপনার ভিডিও অপেক্ষায় থাকি কিন্তু উত্তর গুল দিন । Sirভালো থাকুন ।

  • @sayantantutubhandari4706
    @sayantantutubhandari4706 4 ปีที่แล้ว

    Bah dadu...sotti darun laglo

  • @mybonsaigardensantanu1599
    @mybonsaigardensantanu1599 4 ปีที่แล้ว

    দারুন বলেছেন স্যার, বিড়াল হোকনা কাঠের ইঁদুর ধরতে পারলেই হলো !!! আরো শোনার অপেক্ষায় থাকলাম।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว

      ধন্যবাদ জানাই মনোযোগ দিয়ে ভিডিওটি শোনার জন্য।

  • @joymohanta2571
    @joymohanta2571 3 ปีที่แล้ว

    খুব সুন্দর বলেছেন স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ ❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 ปีที่แล้ว

      আপনাকে ধন্যবাদ জানাই সেই সঙ্গে সপরিবারে ভালো থাকুন আর চলুন সকলে এগিয়ে চলি।

    • @poujapjb4938
      @poujapjb4938 ปีที่แล้ว

      @@farmingadviseranathhalder7579 sar apnar mubil nambar diben

  • @abdulmohid2
    @abdulmohid2 4 ปีที่แล้ว +1

    দাদা আপনার ভিডিও ফুটেজ গুলো অসাধারণ

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว

      আপনাদের আশীর্বাদ ও সহযোগিতাই আমাকে এই পথে এনেছে ভালো থাকুন সপরিবারে চলুন সকল এগিয়ে চলি ধন্যবাদ।

  • @ajoybasak3789
    @ajoybasak3789 4 ปีที่แล้ว

    খুব সুন্দর বলেছেন স্যার ধন্যবাদ

  • @goutamkumarpatra5514
    @goutamkumarpatra5514 4 ปีที่แล้ว

    জেঠু নমস্কার, আমার ওল কফি গাছ ৬ দিন হয়েছে ট্রান্সপ্লান্টেশনের পর।কিছু চারার পাতা হলদেটে ছিল কেনার সময়।যদি ছত্রাকনাশক দিতে হয় তাহলে অবতার যেটা ধানে দিয়েছিলাম সেটা কি দিতে পারি?আর খোল পচা জল কবে দেব আর কত দিন পরে পরে দেব? আপনার ভিডিও খুব ভালো লাগে,আশা করি বাংলার কৃষকের জন্য এক বিশাল জ্ঞান ভান্ডার তৈরি করবেন আপনার ভিডিওর মাধ্যমে 🙏

  • @souvikbarman136
    @souvikbarman136 4 ปีที่แล้ว

    Sir....khub bhalo video....bhalo thakun.....

  • @farihatabassumsmita5888
    @farihatabassumsmita5888 2 ปีที่แล้ว

    অসাধারণ ভাই

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 ปีที่แล้ว

      ধন্যবাদ জানাই,
      সেইসঙ্গে সপরিবারে ভালো থাকুন,
      আর চলুন সকলে এগিয়ে চলি।

  • @yusufkhokon4111
    @yusufkhokon4111 2 ปีที่แล้ว

    দাদা অনেক অনেক ধন্যবাদ

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 ปีที่แล้ว

      অসংখ্য ধন্যবাদ জানাই ।
      আল্লাহ আপনার পরিবারের সকলের মঙ্গল করুন এই কামনা করবো।

  • @sumanmondal5987
    @sumanmondal5987 4 ปีที่แล้ว +1

    শেষের কথাগুলোই আরো সুন্দর মাত্রা এনে দিলো এই ভিডিওটিতে।আরো এই রখম অপ্রাসঙ্গিক কথা হোক এটাই আশা রাখবো।

  • @naturebeautyandgardening7943
    @naturebeautyandgardening7943 4 ปีที่แล้ว

    Darun Kotha Sir...

  • @santoshraypandit5522
    @santoshraypandit5522 11 หลายเดือนก่อน

    ধন্যবাদ আপনাকে।

  • @swapannaskar7573
    @swapannaskar7573 4 ปีที่แล้ว

    স‍্যার দারুণ বলেন টমেটো চারা এখন কতটা অনতর বসাতে হবে

  • @tapashchatterjee6546
    @tapashchatterjee6546 4 ปีที่แล้ว

    Darunnnnnn khub bhalo thakon.

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว

      আপনারাও সপরিবারে ভালো থাকুন এই কামনা করব, চলুন সকলে এগিয়ে চলি। ধন্যবাদ।

  • @tanmoydas6563
    @tanmoydas6563 4 ปีที่แล้ว +4

    স্যার আপনার ভিডিওর জন্য অপেক্ষা করে থাকি। খুব ভালো লাগে আপনার উপস্থাপনা। ধন্যবাদ স্যার।আপনি খুব ভালো থাকবেন স্যার 🙏

  • @apalimandal9858
    @apalimandal9858 4 ปีที่แล้ว

    আপনার ভিডিও দেখতে বসলাম, সারাদিন ঘরে বাইরের কাজকর্ম সেরে। শুনতে শুনতে সব ক্লান্তি, অবসাদ যেন নিমেষে দূর হয়ে গেল। গাছ চাংগা করার ব্যবস্থা তো কাল করব। আমি তো এখন চাংগা হয়ে গেলাম 👍। এইরকম ভোকাল টনিক পাব বলেই তো আপনি সবার ঊর্ধ্বে 🙏🙏🙏

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว +1

      অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো মা। চাষকে ছেড়ো না।

  • @somensutradhar6861
    @somensutradhar6861 4 ปีที่แล้ว +3

    শিম ও মুলো চাষ নিয়ে ভিডিও করুন স্যার

  • @archanasom1606
    @archanasom1606 4 ปีที่แล้ว

    অপূর্ব আপনার বক্তব‍্য।শুভেচ্ছা ।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว

      আপনাকেও আগাম শারদীয়ার শুভেচ্ছা জানাই ।সপরিবারে ভালো থাকুন এই কামনা করব ,চলুন সকলে এগিয়ে চলি।

  • @Akash-ck2ml
    @Akash-ck2ml 4 ปีที่แล้ว +1

    স্যার কেমন আছেন অনেকদিন পর, আপনার ভিডিওর অপেক্ষায় থাকি, আপনার কাছে আমার একটা অনুরোধ আমি অনুখাদ্য কিনেছি টাটার পরশ( মাটির জন্য) এটা কিভাবে টবে দেব,আপনি তো জানেন আমার ছাদ বাগান কোকোপিটে তৈরি, 14 ইঞ্চি টবে বারোমাসি আম গাছ লাগানো আছে একদম বাড়ছে না কি দেবো একটু যদি বলেন মাঝে মাঝে মুকুল আসে ঝরে যায়

  • @santanupaul4665
    @santanupaul4665 4 ปีที่แล้ว

    গত তিনমাসের বৃষ্টি তে আমার একটি কাঁঠাল গাছের চারা, দুটি আম্রপালি চারা একটি মাত্র নারকেলের চারা লাগিয়ে ছিলাম সেটাও মারা গেছে। তবু আমি হার মানিনি। আবার লাগাবো। সঠিক পথে। আপনার দেখানো পথে এবার গাছ লাগাবো। এ পথে আমি একেবারে নতুন, তাই শুরুতেই ভুল গুলো ধরা পরে গেলো। শিখলাম অনেক কিছুই। আরো জানতে চাই। ধন্যবাদ আপনাকে।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว

      নিশ্চয়ই এই জীবন যুদ্ধে জয় হবেন ই হবেন এবং প্রকৃতিকে জয় করবেনই করবেন আমি কথা দিচ্ছি চলুন সকলে এগিয়ে চলি।

  • @samimmondal8533
    @samimmondal8533 4 ปีที่แล้ว +3

    স্যার বীজতলার মাটি কীভাবে তৈরী করবো এবং কি কি সার দিতে হয়(টমেটো, কপি, ঝাল, বেগুন)

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว +1

      মাটি 1 কেজি গোবর সার অথবা ভার্মিকম্পোস্ট 500 গ্রাম আড়াইশো গ্রাম লাল জলেধোয়া বালি এইভাবে মাটি করলে একটা দানা আপনার মিস করবে না আর উপরে দানা ছড়ানোর পর আবারও মাটি দেবেন দিয়ে বীজগুলো ঢাকা দেবেন এবং উপরে ঘড় বা ঘাসগুলো চাপা দেবেন ওর উপরে জল দেবেন।

  • @pulakmandal9974
    @pulakmandal9974 4 ปีที่แล้ว +3

    স্যার, cutting aid rooting hormone গুটি কলম করার জন্য ব্যবহার করা হয়। আমিও গুটি কলম করেছি। কিন্তু এই পাউডার ধান গাছে কি ব্যবহার করা যায়। যদি ব্যবহার করা যায় কিভাবে ব্যবহার করবো।স্যার, আর এই পাউডার সম্বন্ধে একটু বিস্তারিত বিবরণ জানাবেন।

  • @sangeetahere
    @sangeetahere 4 ปีที่แล้ว +1

    Sir aaj ami apnar video r first viewer.sir ektu lal saag,mulo r korieshuti gach laganor video jodi koren khub valo hoa.ami tobe gach lagabo

  • @somasaha1660
    @somasaha1660 4 ปีที่แล้ว

    অসংখ্য ধন্যবাদ কাকু

  • @sokherbagan3434
    @sokherbagan3434 4 ปีที่แล้ว

    দারুন
    #SokherBagan

  • @khodejabujem9465
    @khodejabujem9465 4 ปีที่แล้ว

    দাদুভাই এখানে শুধু ফ্যানটাক প্লাস (পরীআকাঁ) পিজিয়ার টা পাওয়া যাচ্ছে ওটা ভালোকাজ হবে কি একটু বলুন দাদু ভাই

  • @satadalmondal69
    @satadalmondal69 4 ปีที่แล้ว +1

    ফুলকপির পরবর্তী পরিচর্যার সংক্রান্ত video টা দিলে উপকৃত হই।

  • @souravmondal1622
    @souravmondal1622 3 ปีที่แล้ว

    Apnar video follow kor6e.khub valo lag6e.

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 ปีที่แล้ว

      ধন্যবাদ জানাই ভালো থাকুন। চলুন সকলে এগিয়ে চলি।

  • @parthasarkar4011
    @parthasarkar4011 4 ปีที่แล้ว

    স্যার লাস্ট লাইন গুলো একদম ঠিক বলেছেন । স্যার ওই রোকো পাউডারের পরিবর্তে সাফ পাউডার দিলে কি কাজ হবে ? রোকো পাঊডাড় তো এখানে পাওয়া যচ্ছেনা ।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว +1

      হ্যাঁ সাফ পাউডার দিলে কাজ হবে। ধন্যবাদ জানাই ভালো থাকুন।

  • @beautysarkar324
    @beautysarkar324 4 ปีที่แล้ว

    Kothagulo darun bollen🙏🌴🍎

  • @amitdinda5856
    @amitdinda5856 4 ปีที่แล้ว

    Sir amar bin gache pata sob kukre jache gacher bayos hayeche 8 din jodi kichu suggest koren please

  • @biswajitray1667
    @biswajitray1667 4 ปีที่แล้ว

    Sir,
    khub valo bolechen 'কাঠের বেড়াল ' r amader প্রথম kannar kotha ja সত্যি sara জীবন মনে রাখার মতো , আমাদের মনোবল বাড়ানো কথা।
    Sir pokhraj আলু নিয়ে একটা পুরো ভিডিও চাই..... সময় ও চলে এল। jani na keno আপনার কাছে আবদার করতে কোনো দ্বিধাই হয় না।
    আসুন sir ekbar Jalpaiguri তে ঘুরতে। নমস্কার।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว +1

      আমি অবশ্য জলপাইগুড়িতে কাজ করিনি আমি দিনাজপুর পর্যন্ত কাজ করেছি। যাইহোক ফোন নাম্বারটা জানাবে আমাকে যদি গরমের সময় একবার যেতে পারি ট্রেন চলাচল স্বাভাবিক হলে সেই সঙ্গে এই করোনা সমস্যা মিটলে অবশ্যই একবার যাব।আর আলু চাষ কাকে বলে আমি দেখাবো একটু সময় দাও এই ট্রেন চলাচল স্বাভাবিক হলে।আমি যেখানে কাজ করছি দেখাবো আমি যেতে পারছিনা ট্রেন চলছে না বলে ,দেখলে খুব ভালো লাগবে।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว +1

      আর আলু চাষের ভিডিওটা টবে বসানো দেখাবো কিভাবে বসাতে হয় ।ওটা দেখে চেষ্টা করবে এ ভাবে করতে।

    • @biswajitray1667
      @biswajitray1667 4 ปีที่แล้ว

      @@farmingadviseranathhalder7579 7001442157 sir amr ph no. Asben sir.

  • @sankarmaity7268
    @sankarmaity7268 4 ปีที่แล้ว

    Very very nice sir Jay Kisan Jay Jagannath

  • @monorajonpatro7951
    @monorajonpatro7951 4 ปีที่แล้ว +1

    স্যার মটরশুঁটি চাষ নিয়ে একটা ভিডিও করলে ভিষন উপকৃত হব। আশায় রইলাম।

  • @--pigeonloverschannel2276
    @--pigeonloverschannel2276 4 ปีที่แล้ว

    দাদু আপনিও ভাল থাকুন। ভালবাসা নিন।

  • @parthamondal8658
    @parthamondal8658 4 ปีที่แล้ว

    দারুন স্যার। অনেক কিছু জানলাম। গ্রাফটিঙ এর ভিডিও পাওয়া গেলে ভালো হতো।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว

      আজ সকালে আপনার ভিডিও ছাড়ছি দেখো কিন্তু।

    • @parthamondal8658
      @parthamondal8658 4 ปีที่แล้ว

      @@farmingadviseranathhalder7579 ধন্যবাদ স্যার।

  • @rajkumarparai1861
    @rajkumarparai1861 4 ปีที่แล้ว +1

    আপনার বাক্য সঞ্চালনায় আমি প্রভাবিত হয়েছি।আপনার একান্ত সাহায্য আমার প্রয়োজন।বাড়ি আমার কুকড়া হাটি। ফেরিঘাটের কাছে। আপনার সানিধ্য চাই।

  • @prasenjitbiswas589
    @prasenjitbiswas589 4 ปีที่แล้ว

    Next part ta aktu taratari deben dada....

  • @kamalkantimaity7129
    @kamalkantimaity7129 4 ปีที่แล้ว

    স্যার আমি এই সময় সিনজেন্টা কোম্পানির লিটিল চ্যাম্প উচ্ছের বিচ বসাচ্ছি আপনার করলা চাষের ভিডিও দেখে আমি অনুপ্রাণিত হয়ে চাষ করতে অবশ্যই পারব এই অনুভব করছি। যেহেতু বৃষ্টি যায়নি তাই আমি এটিকে মাচায় করতে চাইছি। আমার জমির পরিমাণ প্রায় কাছাকাছি এক 40 শতক। আমি যেটা জানতে চাইছি গাছ থেকে গাছের দূরত্ব এবং সারি থেকে সারির দূরত্ব কত হবে

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว

      গাছ থেকে গাছের দূরত্ব 5 ইঞ্চি,
      সারি থেকে সারির দূরত্ব 5 ফুট
      ধন্যবাদ । এগিয়ে যাও। আশাকরি সফল হবে।

  • @chandanadhargupta6973
    @chandanadhargupta6973 4 ปีที่แล้ว

    দাদা নমস্কার নেবেন,আপনার এই অপ্রাসঙ্গিক কথা গুলো এতো সুন্দর ভাবে বলার লোকের ই তো আজ বড্ড অভাব ।এইসব অপ্রাসঙ্গিক কথা গুলো যদি আমাদের পরবর্তী প্রজন্ম শুনতে পেত তবে হয়তো তাদের জীবনে এতো অস্থিরতা থাকতো না ।বেঁচে থাক্ আপনার এই অমূল্য জীবন দর্শনের বাস্তব তত্ত্ব কথা,বেঁচে থাকা সেই কাঠের বেড়ালের অদ্ভুত সুন্দর হিতোপদেশ ।সবাই কেমন অল্প কথায় কমেন্টস করে কিন্তু আমি কেন কমেন্টস লিখতে গিয়ে এতো বড়ো করে ফেলি?প্রসঙ্গ ছাড়া অন্য আজেবাজে কথা লিখে আপনার মূল্যবান সময় নষ্ট করে ফেলি ।কিন্তু কি করবো? একমাত্র সন্তান কে উপযুক্ত করে বড়ো করে সমস্ত কর্তব্য শেষ করার পর জীবনের শেষ বেলায় হারিয়ে ফেলা একজন মা আজে বাজে লেখা ছাড়া আর কি নিয়ে থাকবে? আপনার ভিডিও দেখার পরে মনে হয়,আপনার এতো সহজ ভাবে উপস্থাপিত সুন্দর সুন্দর রূপক ,যুক্তিপূর্ণ ও বিজ্ঞান ভিত্তিক উপমা এ সব যদি তাকে শোনাতে পারতাম ,
    ,কারণ সে যে বড্ড ভালোবাসতো এ সব ।যাক্ গে সেসব কথা ।জীবন কাহিনী শোনানোর Platform এটা নয়।ধৃষ্টতা মার্জনা করবেন ।আসলে যতই মনের জোর দেখিয়ে চলার চেষ্টা করি না কেন আমার রাস্তার শেষ প্রান্তে যে বিশাল এক নিরেট পাথর দিয়ে গলির মুখ বন্ধ করে (Target- less life)রাখা আছে সেটা ভুলে থাকতে ই লেখার এই আধিক্য ।ক্ষমা করবেন ।
    আন্তরিক ধন্যবাদ জানাই ।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว +1

      আপনি যদি সাহিত্যিক অথবা লেখিকা হতেন খুব খুব ভালো হতো।এতো সুন্দর ভাষার আলপনা আঁকতে পারেন ভাবা যায় না। সত্যিই বিস্মিত হতে হয়। আসলে আমি তো বয়স্ক মানুষ জীবনটাকে ততটুকু বুঝেছি তার উপলব্ধিতেই বাস্তব সত্য পরিষফুট করার চেষ্টা করি। আপনার সামনে বাধাই নেই ,সুখে আছেন খুব ভালো আছেন মনে করে এগিয়ে চলুন।

  • @sanjoychowdhury3612
    @sanjoychowdhury3612 3 ปีที่แล้ว

    কেরোসিন তেল দিয়ে এভাবে সব রকমের বিচিতে করা যায় দয়া করে জানাবেন ধন্যবাদ আপনাকে

  • @sahidsakh3179
    @sahidsakh3179 4 ปีที่แล้ว

    Kaku amader ekhane bele Mati . Ki sobji Chas korbo . Please janaben.

  • @bipulghosh8770
    @bipulghosh8770 4 ปีที่แล้ว +1

    জেঠু গাজর চাষের মতন মূলো চাষ কি প্রথমে বীজ বুনে দিয়ে আবার তুলে অন্য জায়গায় রোপণ করে চাষ করা যাই?

  • @arunavabarua2637
    @arunavabarua2637 4 ปีที่แล้ว +1

    Darun darun

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว

      ধন্যবাদ জানাই সেইসঙ্গে সপরিবারে ভালো থাকুন এই কামনা করব।

  • @amitghosh6076
    @amitghosh6076 4 ปีที่แล้ว

    দারুন লাগলো

  • @লক্ষ্মীকান্তখাঁড়া

    দারুন উপদেশ স্যার,
    আমার বীন কড়াই গাছের পাতা বাদামি কালার যাচ্ছে এবং মরমরে ভাব হয়ে যাচ্ছে ,আর ফুল এসে ঝরে যাচ্ছে, একবার টাটা মাষ্টার দিয়েছি,কাজ হবে কি স্যার, দয়াকরে জানাবেন, নমস্কার
    আসুন সবাই মিলে এগিয়ে চলি,
    আমরা সবাই আপনার নৌকায় উঠে পরেছি, আপনি এই নৌকার মাঝি,তাই আপনার ভরসাতেই পার হতে পারবো
    ধন্যবাদান্তে-লক্ষী কান্ত খাঁড়া

  • @alpanadas6252
    @alpanadas6252 4 ปีที่แล้ว

    টবের মাটিতে কেচো এবং কেন্নো না হওয়ার জন্য কি ব‍্যবহার করতে হবে। জানালে খুব উপকৃত হব।

    • @kamalkantimaity7129
      @kamalkantimaity7129 4 ปีที่แล้ว

      মাটিতে হাফ চা চামচ পটাশ সার জল করে ছড়িয়ে তাতেই কাজ হবে এটি স্যারের কথা

  • @skenamul271
    @skenamul271 4 ปีที่แล้ว

    Aj kaler modhe korola US6214 fi hybrid lagale hove? Local farmer ra bolchen sit kale US6214 f1 korola hove na fol debe na plz help me. Ami mada redy kore bose ache voye lagate parchi na. From birbhum. Plz ansar me.

  • @tanmoyghosh698
    @tanmoyghosh698 2 ปีที่แล้ว

    স্যার, বিম নিয়ে বাকি ভিডিও দেওয়ার জন্য অনুরোধ রইল।

  • @haimantikaadak6294
    @haimantikaadak6294 4 ปีที่แล้ว

    পিয়াজের চারা ব্যাবসা ভিত্তিক করতে চাই।যদি এর উপর কোনো ভিডিও বানান ভালো হয়।।।plz

  • @jagannathbhowmick315
    @jagannathbhowmick315 4 ปีที่แล้ว +1

    Sir roko Chara anoo ki fungicides deyo jabe

  • @paltuparua9652
    @paltuparua9652 4 ปีที่แล้ว

    স্যার আমার প্রনাম নেবেন। আপনি ভালো থাকুন। আপনার শরীরের দিকে খেয়াল রাখবেন। আপনার হাত ধরে নুতন পথ চলতে শিখলাম স্যার। স্যার আমি অনেক খুজে একটি
    Biovita x.পেয়েছি এটি অগাস্ট মাসে পযন্ত ডেট ছিল। এটি কী সব সবজি গাছে দেওয়া যাবে?। আর ক্যারাটে টি অনেক খুজেছি কিন্তু পাই নি স্যার এ ছাড়া অন্য ঔষধ কী দেওয়া যাবে স্যার যদি অন্য কোন ঔষধ দেওয়া যায় সেই ঔষধের নাম কী। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ ও প্রনাম।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว

      হ্যাঁ bioVita X প্রতিটি গাছে দেওয়া যাবে।
      ক্যারাটে পরিবর্তে Loc 5 ।
      যদি না পান তাহলে আমার ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। ওখান থেকে পেয়ে যেতে পারেন।
      ধন্যবাদ ভালো থেকো।

    • @paltuparua9652
      @paltuparua9652 4 ปีที่แล้ว

      @@farmingadviseranathhalder7579 নমস্কার স্যার ও আমার প্রনাম নেবেন। স্যার আপনার ডেসক্রিপশন বক্সে অনেক ঔষধের নাম দেওয়া আছে কিন্তু কোনটি সেটি আমি বুঝতে পরছি না স্যার তাই আমাকে যদি আপনি লিখে দেন তাহলে খুব ভালো হয়। আসলে এই সব বিষয়ে অনেক কাচা। স্যার আমার প্রনাম নেবেন। ধন্যবাদ।স্যার loc 5 এটি কোন ঔষধ?।

  • @Husain786Vlogs
    @Husain786Vlogs 4 ปีที่แล้ว

    স্যার মটরশুঁটি লাগানোর পদ্ধতি কি ভিডিও করলে খুবই উপকৃত হতাম

  • @mithunkantibanik267
    @mithunkantibanik267 4 ปีที่แล้ว

    Khub bhalo laglo.apni onek bhalo moner manush.bhalo thakben.kathberalir protikar ta plz bolun and super sonta ki kaje lage bolben

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว +1

      কাঠবেড়ালি সাধারণত মারা উচিত নয়। যদি মারতে চান তাহলে ধানের সাথে বিষ মিশিয়ে রেখে দিন যেখানে কাঠবিড়ালি আসে। আর সুপার সোনাটা এটা একটা পিজিআর

    • @mithunkantibanik267
      @mithunkantibanik267 4 ปีที่แล้ว

      @@farmingadviseranathhalder7579 nomoskar neben.ami kathberali marte chai na sudhu tarate chai.

  • @santwanachatterjee2738
    @santwanachatterjee2738 4 ปีที่แล้ว +1

    Osadharon ❤️

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว

      ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য এবং সেইসঙ্গে সপরিবারে ভালো থাকুন এই কামনা করব।

  • @sujatasengupta7800
    @sujatasengupta7800 4 ปีที่แล้ว

    আর একটা প্রশ্ন ছিল।biovota x আর agromin max একসাথে মিশিয়ে গাছে দেওয়া যাবে? না আলাদা আলাদা ভাবে দেবো?

    • @sujatasengupta7800
      @sujatasengupta7800 4 ปีที่แล้ว

      ওটা viovita x হবে

    • @kamalkantimaity7129
      @kamalkantimaity7129 4 ปีที่แล้ว +1

      দুটো একসঙ্গে স্প্রে করা যায়। একটি গ্রোথ রেগুলেটর অন্যটি অনুখাদ্য

    • @sujatasengupta7800
      @sujatasengupta7800 4 ปีที่แล้ว

      @@kamalkantimaity7129 ধন্যবাদ

  • @hemantamarik8863
    @hemantamarik8863 4 ปีที่แล้ว +1

    ধন্যবাদ স্যার

  • @mallisaparia9530
    @mallisaparia9530 4 ปีที่แล้ว

    Sir ঝিঙ্গা tub এ কি করে চাষ করবো বলবেন। খুবই উপকৃত হব।

  • @RobinToppo-lp6bs
    @RobinToppo-lp6bs 6 หลายเดือนก่อน +1

    👌👌👌🙏🙏🥰

  • @salinahaqueshelly2177
    @salinahaqueshelly2177 3 ปีที่แล้ว

    অন্য কোন তেল ( পেপেরমেন্ট, টি ট্রি) দেয়া যাবে? from Canada

  • @rakhalbarman6745
    @rakhalbarman6745 ปีที่แล้ว +1

    Full. Poregele ki debo

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  ปีที่แล้ว

      Planofix পনের লিটার জলে 15 ফোঁটা
      সেই সঙ্গে একপাতা Legend মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় দশ দিন ছাড়া দুবার।

    • @rakhalbarman6745
      @rakhalbarman6745 ปีที่แล้ว

      Kaku amr gachser full gulo fotar pare jharejchse

  • @bksbiplabsarkarvlog
    @bksbiplabsarkarvlog 4 ปีที่แล้ว

    nice

  • @ganeshchandramandal7201
    @ganeshchandramandal7201 4 ปีที่แล้ว +1

    আপনি মহান

  • @nabakumarsamanta4768
    @nabakumarsamanta4768 4 ปีที่แล้ว

    Good video sir 💐 💐 💐 many many thanks 🙏🏻 🙏🏻

  • @priyabrata2144
    @priyabrata2144 ปีที่แล้ว

    দাদা আমার বিম গাছের বয়স 45 দিন। কিছু গাছের কান্ডের দিকটা সাদা ছত্রাক এর মতো হয়ে যাচ্ছে। আস্তে আস্তে গাছগুলো ঝিমিয়ে মরে যাচ্ছে।আমি Cymoxanil 8%+Mancozeb 64% ঔষধ টা দিয়েছি 50g করে কিন্তু কোনো কাজ হয়নি। কি ঔষধ দিলে ওই রোগটা ভালো হবে একটু বলুন। খুব চিন্তায় আছি দাদা।

  • @debjyotimondal3975
    @debjyotimondal3975 4 ปีที่แล้ว

    শীতের ভেনডি চাষের একটি ভিডিও দেবেন দয়াকরে।খুব উপকার হয় তাহলে ।🙏🙏

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว

      অবশ্যই দেবো আসলে আমার শরীরটা একটু খারাপ ভিডিও দেখাতে পাচ্ছিনা অবশ্যই লাভজনক চাষ নিশ্চিত করবেন।

  • @debasisbiswas4913
    @debasisbiswas4913 4 ปีที่แล้ว +1

    আপনার কথা মতো আমিও টমেটো গাছ বসিয়েছি, এইবার পরিচর্চা করবো। দাদা, আমি দুটো লাউ গাছ কিনেছি, কিন্তু দুটোই এক সাথে ছোট প্লাস্টিক ব্যাগ এ আছে , দুটোই কি এক সাথে টবে রিপট করবো?
    ধন্যবাদ ।
    Onek bar ei ta Jane chaichi kintu answer dilen na tai abar o korlam
    Asha Kari ebar pabo nischoi

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว

      যদি টবে বসাতে চান তাহলে দুটো গাছ একসঙ্গে বসালে কিন্তু আপনাকে বড় টবে বসাতে হবে অন্তত কুড়ি থেকে 22 ইঞ্চি টব চাই ।আর যদি একটা গাছ বসান তাহলে আপনার 16 ইঞ্চি টব হলে চলবে। শুধু জৈব সার দিয়ে করুন।

  • @madhumitahaldar8761
    @madhumitahaldar8761 4 ปีที่แล้ว +1

    দেখছি দাদা, সঙ্গে আছি।

  • @MM-qx3yq
    @MM-qx3yq 4 ปีที่แล้ว

    Sir akhane triko darma viridi paoya jachchhe na er poriborte ki use korbo.

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว

      না পাওয়া গেলে কি করবেন শুধু জৈব সার দিয়ে বসান বীজ শোধন করে। তারপর সমস্যা দেখা দিলে তখন ওষুধে দিতে হবে।