এরাই সত্যিকারের নেতা, এরাই মুলতো দেশ প্রেমিক।এদের প্রতি শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে।স্যালুট নেতা আপনার প্রতি আপনার মত সত এবং সাহসি নেতারা বঙ্গ বন্ধু আশে পাশে ছিলেন বলেই দেশটা স্বাধিন করা সম্ভব হয়েছিল।
প্রয়াত তাজউদ্দীন সাহেবকে দেখি নাই , তবে উনার ছেলে সোহেল তাজকে দেখে বুঝতে পারি উনি একজন সৎ ব্যক্তি ও দেশ প্রেমিক নেতা ছিলেন। আল্লাহ পাক উনাকে জান্নাতবাসী করুন।
আমার বাড়ি কাপাসিয়া। আমি ঢাকায় বড় হয়েছি। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় উনার বিষয়ে ভালো ভাবে জানলাম। অসাধারণ মানুষ গুনি প্রকৃত দেশ প্রেমিক। আললাহ উনাকে জান্নাত দান করুন।
Dekhun karo kharap bola ta thik na . Ek Dol ache arek Doler shudu kutsha rotay, Arek Dol serokom kutsha rotay na . Ekhon Bolun tu Arek Dol Jodi kutsha na Rotay tahole aponi kharap janben kivabe ? Proshno ta bujle reply diyen. Dhonnobad .
@@msdrhmn887 কারো কুৎসা নিয়ে আমি পরে থাকি না। যে কোন মানুষের মাঝে কোন না কোন ভালো গুণ থাকে। ওনার মধ্যে আমি অনেক ভালো গুণ পেয়েছি। উনি একজন সম্মানিত ব্যক্তি আর সম্মানিত ব্যক্তিকে সম্মান দেখানো নৈতিক দায়িত্ব। আপনার গ্রামের বাড়ি কোথায় জানতে পারি? উত্তর দিলে ভালো লাগবে।
@@nurajannatulferdous7649 কে বলেছে উনি সম্মানিত ব্যক্তি নয়? আমদের প্রব্লেম হচ্ছে--- একটু ব্যতিক্রম হলেই অন্যভাবে নেই । অবশ্য এইটা আশা করাই বোকামি-- কারন রাষ্ট্রপ্রধানই যখানে মেইন পৃষ্ঠপোষক । আমি বলতে চেয়েছিলাম--- ধরুন আমি আর আপনি দুজন জনপ্রিয় নেতা । বাকিরা আম জনতা --- সহজ সরল কিছু বেকুব । এখন আমি সারাক্ষণ আপনার কুৎসা বলে বেড়াই আর আপনি নীরব থাকেন । তাহলে বলেন তো আমি যতটা সহজে ভালো লোক সম্মানিত হবো আপনার পক্ষে কি তা সহজ হবে ? এইটাই ছিলো মেইন বার্তা । ও আরেকটা কথা --- কাপাসিয়া রাস্তা-ঘাট , বাড়ি-ঘর কিন্তু তেমন উন্নয়ন হয় নাই কিন্তু সে হিসেবে মাশা-আল্লাহ্ অনেক----- । সব দিক খেয়াল রাখুন । ভালো থাকুন। আল্লাহ্ হাফেজ ।
আমার question এর উত্তরতো দিলেন না। আপনার বাড়ি কোথায়? আমি কোন দল করি না। তবে ভালো সাহসী মানুষ হলে তাকে সাপোর্ট করি। সে যেই হোক। যে যাই বলুক। সত্যের জয় হবেই আজ না হয় কাল। মিথ্যা ধ্বংস হবে আজ না হয় কাল।
ভালোই লাগছে বাংলাদেশের প্রথম প্রধান মন্ত্রীর নিজ বাড়ীটি দেখে,তবে সোহেল তাজ উনার উচিৎ ছিলো উনার বাবার রেখে যাওয়া সেই জন্মভিটা পূনরায় নতুনত্বের ছোঁয়া দেয়া!
@@bonolotabd সাবেক স্বরাষ্ট্র প্রতি মন্ত্রী জনাব সোহেল তাজ কি তার পিতার বাসস্থান রক্ষা করতে চান না। যদি তাই হয় তাহলে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব মন্ত্রালয়ের নিকট হস্তান্তর করে দিতে পারেন।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার আমার মতো এরকম কোটি কোটি মানুষের হৃদয়ের তাজ হয়ে আজীবন থাকবেন তাজউদ্দীন আহমদ। ওপারেও যেন ভালো থাকেন উনি সেই দোয়া করি সব সময়। 🥰❤️💖😍
বাংলাদেশের প্রথম প্রধান মন্ত্রীর বাড়ী টি খুবই সুন্দর। বর্তমানে বাড়িটি রক্ষণাবেক্ষণ করা অতীব জরুরী। আমি মাননীয়া প্রধান মন্ত্রীকে বিনীত অনুরোধ করবো, তিনি যেন সোহেল তাজ সাহেবের সাথে আলোচনা করে কিভাবে বাড়ীটি রক্ষণাবেক্ষণ করা যায় সেই দিকে দৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ জানাইতেছি। জানিনা এই কমেন্ট টি আমাদের প্রধান মন্ত্রীর ও মাননীয় সোহেল তাজের চোখে পড়বে কিনা। কেননা এটি তার পিতার নিজের বাড়ী। এই সম্পতি দেশের সম্পদ। এটি রক্ষা করা সোহেল তাজের দায়িত্ব।
Congratulations Ranjan Roy to add from Kolkata, India. I think, it’s my great achievement to get friends from our neighbour country who helped us on great liberation war in 1971. Pray for me as I may cover carefully more historical events.🥰 Take care of you and your family in pandemic situation. 🥰💖❤️
২৫শে মার্চ কালরাতে বংগবন্ধু গ্রেপ্তার হয়ে যাওয়ার পর ৭১ সালে তাজউদ্দিন আহমেদ প্রবাসী সরকার গঠন ও মুক্তিযুদ্ধ পরিচালনা করতে অত্যন্ত উঁচু মাত্রার দক্ষতা ও প্রজ্ঞার পরিচয় দিয়েছিলেন। । এমন কুশলী নেতা স্বাধীনতার সংগ্রামে লিপ্ত একটি জাতির জন্য এক বিশাল প্রাপ্তি।
আলহামদু লিল্লাহ আল্লাহ পাক তাছ উদ্দিন আহমেদ রং কে বাংলাদেশের স্বাধীনতা প্রধান মন্ত্রী তাজ উদ্দিন আহমেদ কে আল্লাহ পাক উনাকে জান্নাতে উচু মাকাম দান করুক আমিন ইয়ারাব্বাল আলামিন উনার পরিবার পরিজন কে আল্লাহ পাক হেফাজতে রাখার জন্য দোয়া করি
As salamualikum. When I was studying in the University of Dhaka one of our beloved late leader of AL helped me in getting tuition , being the son of a poor Primary school teacher , I had the only source of surviving was that activity for completing my 6 years study. He was known to my eldest brother who was a blind supporter of Morhum Tajuddin and Bongobondhu. He was a devoted worker of AL. I recall his comment that " history forgets the role of bricks and chips used in the foundation of a wonderful building which are not visible . Without those foundation materials no building is built. Time will come when people will forget their role in building our beloved Bangladesh. May Allah SWT give rewards to those who sacrificed their talent and time for this nation. Ameen.
আমি আরবদেশের থেকে দেখছি তাজউদ্দীন ভাইয়ের জন্য আমি বিদেশের মাটিতে কাঁদলাম এর জন্য জীবন দিয়েছে তাদের কারণেই আজ আমরা বিদেশের মাটিতে আছি আল্লাহ রাব্বুল আলামীন তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন আমিন
অসাধারণ সুন্দর ১টি বাড়ি ৷ সত্যি তিনি ছিলেন সাদা মনের মাটির মানুষ আর তাই তাহার ঘরটি ও তৈয়ার করিয়াছেন মাটি দিয়ে ৷ হে অাল্লাহ তুমি মরহুম কে জান্নাতবাসী করিও ৷
Welcome brother. It's really a a realistic mater. Now a day's it is very difficult to find such kind of leader. We are very proud of that, we had a such kind of leader. 🥰💖❤️
মাটির বাড়ি বড় কথা না। উনি এত ভালো একজন মানুষ ছিলেন। নিজের জীবন বাজি রেখে যুদ্ধ পরিচালনা করেছেন। দেশের জন্য জীবন দিতে যে মানুষটা প্রস্তুত ছিল, বাংলার ইতিহাস থেকে তার নামটাই বাদ পড়তে চলেছে। এগুলো দেখলে ভীষণ কষ্ট পেতে হয়।
জী ভাই অামিও একমত অাপনার সাথে। ভিডিও লিংকটি বেশি বেশি শেয়ার করে মানুষের মাঝে ছড়িয়ে দিন। কর্তৃপক্ষও এ বিষয়ে আন্তরিক হবে আশা করি। আমার জন্যও দোয়া করবেন ভাই।
HE Taj Uddin Ahmed was a real man for the people of Bangladesh, and the First PM of Bangladesh. Hope for his eternal peaceful life. Alhamdulillah. Ameen! Thanks and best regards. Hai
Salute.awesome legese bariti.tabe anek dukho o kasto legese dekhe je bangladesh er prothom prodhan montri er bari jemoni hauk.anek anek sundor.but ai awamiliuge sarkar ajo keno kono padokhep naeni ta sangrakhon o meramot karar janno.jadi paribar raji thake amora sarkarer kase desher prime minister bangobandhur sujoggo kanna desh ratno amader pran prio sheikh hasina nijer uddoge anoti bilombbe ai bariti jadhu ghore parinato karuk.jeno joge juge ai Bangladesh er manush banglar prothom prodhan montri saheb er bari sab samoy darshon karte paren.tai ai sriti anek anek beshi jaruri desh tatha jatir kase.sheik paribar o Taj paribarer kase banglar manush chiro rhini. Salute
Thanks vai. 🥰💖 Apni Onek mulloban comments diesen. Asha kori videoti manonio prodhan montrir dristi akorshon korbe, ebonng jothajotho podokkhep nea hobe. R e jonno video link ta nijer ebong bondhuder Facebook e beshi beshi kore share kore sorie din. Insha manonio pm er dristite ashbei.🥰💖❤️ th-cam.com/video/p763L5pBzsA/w-d-xo.html
কুয়েত থেকে দেখছি ইউটিউব ভাই আপনাকে আমার অন্তর অন্তর থেকে শুভেচ্ছা জানাইলাম ভাই এত সুন্দর একটি ভিডিও আপনি কিভাবে বাহারি করলেন ভাই দিয়েই তাজউদ্দিনের বাড়ি আমার দেখার অনেক ইচ্ছা ছিল ভাই আপনি দেখেছেন আপনাকে অন্তর অন্তর থেকে শুভেচ্ছা জানাইলাম ভাই
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। ভিডিওটি ভালো লাগলে আপনার ফেসবুক বন্ধু এবং প্রিয়জনদের মাঝে শেয়ার করতে পারেন যাতে তারাও দেখতে পারেন। আর আমার জন্য দোয়া করবেন ভাই যেন পরবর্তীতে আরও এমন ভিডিও দিতে পারি। 🥰💖❤️
আমি শৈশব থেকেই বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থক। আমি সত্যিই হতাশ হয়েছি যে, বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর যত্ন নেয় না এবং তাকে সম্মান, যথাযোগ্য মর্যাদা ও সম্মান দেয় না। যিনি পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে ৯ মাস দীর্ঘ যুদ্ধে বাংলাদেশের স্বাধীন যুদ্ধের মেরুদণ্ড ছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশ সরকারকে লজ্জা।
ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত দেয় দেয়ার জন্য। আশা করবো সরকার বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর প্রতি মানুষের আবেগ ও৷ ভালোবাসার মূল্যায়ন করে বাড়িটি যথাযথভাবে সংরক্ষণের ব্যববস্থা করবেন।
বিদেহী আত্মার শান্তি কামনা করছি।বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর নিকট অনুরোধ দেশের একজন একনিষ্ঠ সৎ দেশপ্রেমিক দেশের প্রথম প্রধানমন্ত্রীর বাড়িটি সংরক্ষণের সু ব্যাবস্হা করুন।আপনি না করলে আর কে করবে?
এই বাড়িটি তৈরি করা হয় ১৯৫৪ সালের নির্বাচনের পরে। আগে এটি ছিল না। তিনি ভূলেশ্বর প্রাইমারী স্কুলে, কাপাসিয়া হাইস্কুলে, ঢাকার নবাব সলিমুল্লাহ কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা করেন। দরদরিয়ায় তখন কোন স্কুল ছিল না।
Jak bhai tubu valo apni anare manob bolen ni . Moha manob bolechen. Ji bhai tic e bolechen, tobe anara jodi amader moto manob hoto manuser katare ak hoye kaj korto koto valo hoto, manuser moner vitore sthan kore nito, aj ad dewa lagto na.
জী ভাই। এখনো ওই এলাকায় দুই একটি মাটির বাড়ি চোখে পড়ে। যেটা অমরা ভিডিওর শুরুর দিকে রাস্তার পাশে দেখেছি। অামার মনে হয় একজন প্রধানমন্ত্রী হয়ে উনার সাদা মাটা জীবন যাপন যেমন দৃষ্টান্ত হয়ে আছে তেমনি দেশের প্রথম প্রধানমন্ত্রীর বাড়িটি কিভাবে পরবর্তী প্রজন্মের জানার ও দেখার জন্য সরকারিভাবে সংরক্ষণের বিষয়টিতে গুরুত্ব দেয়া বা মানুষের মাঝে ছড়িয়ে দেয়া, যাতে সরকার এর গুরুত্ব অনুধাবণ করতে পারে।😍🥰💖❤️
I had an opportunity to visit the House in the year 1973 with my classmate Fayes Uddin Ahmed of village Hailjor under Kapasia upa zilla. I surprised to see such a Simple living standard of the honourable the then Prime minister, May almighty Allah bless him with the Peace of Jannah. Amen Amen Amen. With Profound Regards to our beloved honourable the then Prime minister late "Bongo Taj " Taj uddin Ahmed.
লোভ লালসা হীন সাদামাটা বাংলাদেশের সর্বপ্রথম প্রধান মন্ত্রী তাজুদদীনের মত আর জন্ম হয়ত হবেনা মহান সৃষ্টিকর্তা আল্লাহ তায়ালা উনাকে জান্নাতুল ফেরদৌস নছিব করুন আমীন চুম্মা আমিন।
এরাই সত্যিকারের নেতা, এরাই মুলতো দেশ প্রেমিক।এদের প্রতি শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে।স্যালুট নেতা আপনার প্রতি আপনার মত সত এবং সাহসি নেতারা বঙ্গ বন্ধু আশে পাশে ছিলেন বলেই দেশটা স্বাধিন করা সম্ভব হয়েছিল।
ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামতের জন্য। 🥰💖❤️
জাতির দুর্ভাগ্য, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর প্রতি যথাযথ সম্মান জানাতে ব্যর্থ আমরা।
জী ভাই অামিও একমত অাপনার সাথে।
ভিডিওটা ভালো লাগলে ফেসবুকে লিংকটি শেয়ার করার অনুরোধ রইলো ভাই।
th-cam.com/video/p763L5pBzsA/w-d-xo.html
প্রয়াত তাজউদ্দীন সাহেবকে দেখি নাই , তবে উনার ছেলে সোহেল তাজকে দেখে বুঝতে পারি উনি একজন সৎ ব্যক্তি ও দেশ প্রেমিক নেতা ছিলেন। আল্লাহ পাক উনাকে জান্নাতবাসী করুন।
Allah apnar doa kobul korun, Ameen.
😍🥰💖❤️
Ki r hobe...sobe ses hobe...ekdin
এমন নির্মোহ সাদামাটা দেশপ্রেমিক নেতা আর জন্ম হবে না।আল্লাহ উনাকে জান্নাতে শান্তিতে রাখুন।
অাল্লাহ অাপনার দোয়া কবুল করুন অামীন। 🥰😍💖❤️
আমার বাড়ি কাপাসিয়া। আমি ঢাকায় বড় হয়েছি। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় উনার বিষয়ে ভালো ভাবে জানলাম। অসাধারণ মানুষ গুনি প্রকৃত দেশ প্রেমিক। আললাহ উনাকে জান্নাত দান করুন।
Ameen 🥰😍💖
Dekhun karo kharap bola ta thik na .
Ek Dol ache arek Doler shudu kutsha rotay,
Arek Dol serokom kutsha rotay na .
Ekhon Bolun tu Arek Dol Jodi kutsha na Rotay tahole aponi kharap janben kivabe ?
Proshno ta bujle reply diyen.
Dhonnobad .
@@msdrhmn887 কারো কুৎসা নিয়ে আমি পরে থাকি না। যে কোন মানুষের মাঝে কোন না কোন ভালো গুণ থাকে। ওনার মধ্যে আমি অনেক ভালো গুণ পেয়েছি। উনি একজন সম্মানিত ব্যক্তি আর সম্মানিত ব্যক্তিকে সম্মান দেখানো নৈতিক দায়িত্ব। আপনার গ্রামের বাড়ি কোথায় জানতে পারি? উত্তর দিলে ভালো লাগবে।
@@nurajannatulferdous7649
কে বলেছে উনি সম্মানিত ব্যক্তি নয়?
আমদের প্রব্লেম হচ্ছে--- একটু ব্যতিক্রম হলেই অন্যভাবে নেই ।
অবশ্য এইটা আশা করাই বোকামি-- কারন রাষ্ট্রপ্রধানই যখানে মেইন পৃষ্ঠপোষক ।
আমি বলতে চেয়েছিলাম--- ধরুন আমি আর আপনি দুজন জনপ্রিয় নেতা ।
বাকিরা আম জনতা --- সহজ সরল কিছু বেকুব ।
এখন আমি সারাক্ষণ আপনার কুৎসা বলে বেড়াই
আর
আপনি নীরব থাকেন ।
তাহলে বলেন তো
আমি যতটা সহজে ভালো লোক সম্মানিত হবো
আপনার পক্ষে কি তা সহজ হবে ?
এইটাই ছিলো মেইন বার্তা ।
ও
আরেকটা কথা --- কাপাসিয়া রাস্তা-ঘাট , বাড়ি-ঘর কিন্তু তেমন উন্নয়ন হয় নাই
কিন্তু সে হিসেবে মাশা-আল্লাহ্ অনেক----- ।
সব দিক খেয়াল রাখুন ।
ভালো থাকুন।
আল্লাহ্ হাফেজ ।
আমার question এর উত্তরতো দিলেন না। আপনার বাড়ি কোথায়? আমি কোন দল করি না। তবে ভালো সাহসী মানুষ হলে তাকে সাপোর্ট করি। সে যেই হোক। যে যাই বলুক। সত্যের জয় হবেই আজ না হয় কাল। মিথ্যা ধ্বংস হবে আজ না হয় কাল।
ভালোই লাগছে বাংলাদেশের প্রথম প্রধান মন্ত্রীর নিজ বাড়ীটি দেখে,তবে সোহেল তাজ উনার উচিৎ ছিলো উনার বাবার রেখে যাওয়া সেই জন্মভিটা পূনরায় নতুনত্বের ছোঁয়া দেয়া!
হয়তো, বাবার রেখে যাওয়া স্মৃতি বিকৃত করতে চাননি উনি। এই জন্যই হয়তো নতুন কিছু সংযোজন বিয়োজন করতে চাননি।
@@bonolotabd সাবেক স্বরাষ্ট্র প্রতি মন্ত্রী জনাব সোহেল তাজ কি তার পিতার বাসস্থান রক্ষা করতে চান না। যদি তাই হয় তাহলে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব মন্ত্রালয়ের নিকট হস্তান্তর করে দিতে পারেন।
Sobae eto Atel marka kotha bole !
Dekha jabe nijer bari-ghor , Baba-Ma , Poribarer proti kono kheyal nai .
Ekhon aiche arek joner Bari-Ghorer khobor nite !
Bangladesh R Bangladesh ache ni ?
Valo kore cheye dekhon ----Unnoyoner chua peye Gram-Bangla Bosti hoye jachche .
Bishal Bishal Ottalika , Mill-Factory chara Haat, Mat-Ghat , Nodi-nala ache naki .
Bakti Ghor rekhe DESHER oitijjo niye kotha bolun .
মাটির ঘরে,সোনার মানুষ,বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ কে শত কোটি প্রনাম জানাই,স্বর্গ থেকে আমাদের আশীর্বাদ করুন,ঈশ্বর ওনার আত্মার শান্তি দিন
অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার আমার মতো এরকম কোটি কোটি মানুষের হৃদয়ের তাজ হয়ে আজীবন থাকবেন তাজউদ্দীন আহমদ। ওপারেও যেন ভালো থাকেন উনি সেই দোয়া করি সব সময়। 🥰❤️💖😍
ভিডিওটা দেখে ভালো লেগেছে ভাই। ধন্যবাদ এমন একটা ভিডিও উপহার দেয়ার জন্য।
ধন্যবাদ ভাই। দোয়া করবেন অামার জন্য যেনো পরবর্তীতে অারও ভালো ভালো প্রতিবেদন তৈরি করতে পারি। 🥰😍💖❤️
Khub valo laglo ,thank you .
Welcome vai. Doa korben amar jonno 😍💖❤️
বাংলাদেশের প্রথম প্রধান মন্ত্রীর বাড়ী টি খুবই সুন্দর। বর্তমানে বাড়িটি রক্ষণাবেক্ষণ করা অতীব জরুরী। আমি মাননীয়া প্রধান মন্ত্রীকে বিনীত অনুরোধ করবো, তিনি যেন সোহেল তাজ সাহেবের সাথে আলোচনা করে কিভাবে বাড়ীটি রক্ষণাবেক্ষণ করা যায় সেই দিকে দৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ জানাইতেছি। জানিনা এই কমেন্ট টি আমাদের প্রধান মন্ত্রীর ও মাননীয় সোহেল তাজের চোখে পড়বে কিনা। কেননা এটি তার পিতার নিজের বাড়ী। এই সম্পতি দেশের সম্পদ। এটি রক্ষা করা সোহেল তাজের দায়িত্ব।
জী ভাই অামিও একমত অাপনার সাথে। ফেসবুকে লিংকটি বেশি বেশি শেয়ার দিয়ে ভাইরাল করে সরকার ও দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করার অনুরোধ রইলো ভাই।
@@bonolotabd ধন্যবাদ
খুবেই ভাল লাগল আল্লাহ উনাকে জননাত দান। করুন।
আল্লাহ আপনার দোয়া কবুল করুন, আমীন
আমীন।
Excellent. খুব সুন্দর পরিবেশ এবং বাড়িটাও চমৎকার। ভালো থাকবেন সুস্থ থাকবেন।
অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনিও ভালো থাকবেন। দোয়া করবেন অামার জন্য। 😍🥰💖❤️
অনেক সুন্দর বাড়িটি ধন্যবাদ আপনাকে ভাই
Apu, apnakeo onek dhonnobad 🥰
Doa korben amar jonno
ঠিক লেখেছেন
দয়াময় আল্লাহ উনাকে জান্নাতুল ফিরদাউস দান করুন। আমাদেরকে তাঁর মত মানুষ হওয়ার সৌভাগ্য দান করুন। আমিন।
আমীন।💖❤️💖
মাশাল্লাহ খুব ভাল ভিডিও করছেন পুরোনো কিছু জিনিস
Thank you so much Apu 😍💖❤️
@@bonolotabd ভাই আমার বন্ধু হবেন আমি হবো কথা দিলাম
মন্তব্য করার ভাষা আমার জানা নাই কিন্তু এরাই ছিল সত্তিকারের ভালো মানুষ এবং দেশপ্রেমিক' মহান নেতা
জী ভাই ঠিক বলেছেন। আমি একমত অাপনার সাথে। 🥰💖❤️
সৎ মানুষের জীবন যাপন এই রকমেই আমি ওনার আত্তার মাকফেরাত কামনা করছি আল্লাহর কাছে।
Ameen 💖❤️💖
মহান নেতা তাজউদ্দিন আহমেদ আমরা কাপাসিয়া গরবিত আমাদের মহান নেতা তাজউদ্দিন আহমেদ
জী ভাই, অবশ্যই। 😍🥰💖❤️
চমৎকার কাজ করেছেন, ধন্যবাদ আপনাকে। স্যালুট দ্য গ্রেট তাজ।।
Thanks vai, emon shundor comments korar jonno. Doa korben jeno next e aro emon shundor shundor video korte pari 🥰💖❤️
My heartiest respect to HE Tajuddin Ahmed, the first prime minister of Bangladesh. I am from Kolkata, India
Congratulations Ranjan Roy to add from Kolkata, India. I think, it’s my great achievement to get friends from our neighbour country who helped us on great liberation war in 1971. Pray for me as I may cover carefully more historical events.🥰
Take care of you and your family in pandemic situation.
🥰💖❤️
খুবই ভালো কাজ করেছো বন্ধু।
স্যালুট তোমাকে।
ধন্যবাদ বন্ধু, দোয়া কোরো❤️💖💖
২৫শে মার্চ কালরাতে বংগবন্ধু গ্রেপ্তার হয়ে যাওয়ার পর ৭১ সালে তাজউদ্দিন আহমেদ প্রবাসী সরকার গঠন ও মুক্তিযুদ্ধ পরিচালনা করতে অত্যন্ত উঁচু মাত্রার দক্ষতা ও প্রজ্ঞার পরিচয় দিয়েছিলেন। । এমন কুশলী নেতা স্বাধীনতার সংগ্রামে লিপ্ত একটি জাতির জন্য এক বিশাল প্রাপ্তি।
Very nice and informative video. Go ahead.
Thank you so much 🥰💖❤️
Thanks a lot Vai for your videos
you are most welcome Sister.🥰😍💖❤️
আলহামদু লিল্লাহ আল্লাহ পাক তাছ উদ্দিন আহমেদ রং কে বাংলাদেশের স্বাধীনতা প্রধান মন্ত্রী তাজ উদ্দিন আহমেদ কে আল্লাহ পাক উনাকে জান্নাতে উচু মাকাম দান করুক আমিন ইয়ারাব্বাল আলামিন উনার পরিবার পরিজন কে আল্লাহ পাক হেফাজতে রাখার জন্য দোয়া করি
ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামতের জন্য।
As salamualikum. When I was studying in the University of Dhaka one of our beloved late leader of AL helped me in getting tuition , being the son of a poor Primary school teacher , I had the only source of surviving was that activity for completing my 6 years study. He was known to my eldest brother who was a blind supporter of Morhum Tajuddin and Bongobondhu. He was a devoted worker of AL. I recall his comment that " history forgets the role of bricks and chips used in the foundation of a wonderful building which are not visible . Without those foundation materials no building is built. Time will come when people will forget their role in building our beloved Bangladesh. May Allah SWT give rewards to those who sacrificed their talent and time for this nation. Ameen.
Ameen. 😍🥰💖❤️
তাজউদ্দীন আহমেদ আমার দাদা।
এটাই আমার গর্ভ আমার অহংকার। 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩জয় বাংলা জয় বংগবন্ধু।
এটা জেনে খুবই ভালো লাগছে যে এমন একজন মহান ব্যক্তির আত্মীয়ের সাথে কথা বলতে পারছি আমি।
বাহ খুবই ভালো লাগলো শুনে। সত্যিই অহঙ্কার করার মতো একটা বিষয়।
ভালোই লাগলো
ধন্যবাদ ভাই।😍
ভিডিওটি শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে।
অসাধারণ,,,,,,
অনুভূতি বলে বোঝানোর নয়।এত ভালো মানুষকে নিয়ে বলার যোগ্যতা রাখিনা।
জী ভাই। অনেক ধন্যবাদ এতো সুন্দর মন্তব্য করার জন্য।
মাশাআল্লাহ অসাধারণ লাগলো ভিডিও টা 💛❤
অসংখ্য ধন্যবাদ আপু। দোয়া করবেন অামার জন্য। 🥰💖❤️
Historical and informative video. thanks to cover this special event.
Thanks Vai 😍💖
Excellent report. He was the great patriot in our country.Thanks
Welcome brother 😍🥰💖❤️
আমি আরবদেশের থেকে দেখছি তাজউদ্দীন ভাইয়ের জন্য আমি বিদেশের মাটিতে কাঁদলাম এর জন্য জীবন দিয়েছে তাদের কারণেই আজ আমরা বিদেশের মাটিতে আছি আল্লাহ রাব্বুল আলামীন তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন আমিন
ধন্যবাদ ভাই। আল্লাহ আপনার দোয়া কবুল করুন, আমীন।
অসাধারণ সুন্দর ১টি বাড়ি ৷ সত্যি তিনি ছিলেন সাদা মনের মাটির মানুষ আর তাই তাহার ঘরটি ও তৈয়ার করিয়াছেন মাটি দিয়ে ৷ হে অাল্লাহ তুমি মরহুম কে জান্নাতবাসী করিও ৷
ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য। আমিও একমত অাপনার সাথে। আল্লাহ আপনার দোয়া কবুল করুন, আমীন। 😍🥰💖❤️
Oshadharon ekta video. salute janai ei mohan leader ke.
Thanks Vai, doa korben amar jonno 🥰💖❤️
Agree with you brother.
আল্লাহ্ তায়ালা যেনো ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করুন আমিন
আমীন ❤️💖❤️
একজন সৎ ও মহৎ মানুষ ছিলেন তাজউদ্দীন সাহেব । উনার বিদহী আত্মার শান্তি কামনা করি ।
আমীন, অাল্লাহ অাপনার দোয়া কবুল করুন।
আজ দেশে এ মহান মানবের অতিব প্রয়োজন।
Very realistic and thanks
Welcome brother. It's really a a realistic mater. Now a day's it is very difficult to find such kind of leader. We are very proud of that, we had a such kind of leader. 🥰💖❤️
Thanks your nice Video
Welcome brother 😍💖❤️
Doa korben amar jonno 💖❤️💖
Taj uddin is one of our nation builder.
Yes brother, I am also agree with you.🥰😍💖❤️
চীর কাল বাংলাদেশ এই মহান মানুষ টার কাছে ঋনী। সবকালের সেরা এক দেশপ্রেমিক মানবহিতৈষী নেতা।
জী ভাই অামিও একমত অাপনার সাথে। 🥰💖❤️💖
একমত পোষন করছি ভাই।
অতুলনীয়
জী ভাই ঠিক বলেছেন। ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য। 🥰😍💖❤️
মাটির বাড়ি বড় কথা না। উনি এত ভালো একজন মানুষ ছিলেন। নিজের জীবন বাজি রেখে যুদ্ধ পরিচালনা করেছেন। দেশের জন্য জীবন দিতে যে মানুষটা প্রস্তুত ছিল, বাংলার ইতিহাস থেকে তার নামটাই বাদ পড়তে চলেছে। এগুলো দেখলে ভীষণ কষ্ট পেতে হয়।
জী ভাই অামিও একমত অাপনার সাথে। ভিডিও লিংকটি বেশি বেশি শেয়ার করে মানুষের মাঝে ছড়িয়ে দিন। কর্তৃপক্ষও এ বিষয়ে আন্তরিক হবে আশা করি। আমার জন্যও দোয়া করবেন ভাই।
কেয়ারটেকার এর সাথে সহমত। ভালো লাগলো tnx,,,
Jee, thanks 🌹❤️💖
Excellent post
Very nice explanations and authentic stories ,Yes dear brother it was excellent .thank you very much to updated some uncommon subjects
Welcome dear 😍🥰💖
Pray for me pray for me as I can do more work like this one.🥰💖❤️
অনেক ভাল লাগল।
ধন্যবাদ ভাই। 🥰😍💖❤️
আমি গিয়েছি তাজউদ্দীন এর বাড়িতে,আসরের ওয়াক্ত হলেই ভয় লাগে।চারিদিক শুনশান, কোন জনমানুষ নাই,যেন একটা ভূতুড়ে এলাকা মনে হয়।আমরা ভয়ে তাড়াতাড়ি চলে এসেছিলাম।
জী, একদমই নিরিবিলি প্রাকৃতিক পরিবেশ। আশপাশে বাড়িঘরও তেমন একটা নেই। শুনশান নীরবতা।
HE Taj Uddin Ahmed was a real man for the people of Bangladesh, and the First PM of Bangladesh. Hope for his eternal peaceful life. Alhamdulillah. Ameen! Thanks and best regards. Hai
Yes brother, I am also agree with you. I also hope for his eternal peaceful lief.😍🥰💖❤️
ভালো লেগেছে।
Thank you so much apu.🥰😍💖❤️
আরও এমন ভিডিও দেখতে চাই আমরা।
ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য। 😍🥰💖❤️
অবশ্যই পরবর্তীতে আরও এমন ভিডিও করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
Salute.awesome legese bariti.tabe anek dukho o kasto legese dekhe je bangladesh er prothom prodhan montri er bari jemoni hauk.anek anek sundor.but ai awamiliuge sarkar ajo keno kono padokhep naeni ta sangrakhon o meramot karar janno.jadi paribar raji thake amora sarkarer kase desher prime minister bangobandhur sujoggo kanna desh ratno amader pran prio sheikh hasina nijer uddoge anoti bilombbe ai bariti jadhu ghore parinato karuk.jeno joge juge ai Bangladesh er manush banglar prothom prodhan montri saheb er bari sab samoy darshon karte paren.tai ai sriti anek anek beshi jaruri desh tatha jatir kase.sheik paribar o Taj paribarer kase banglar manush chiro rhini. Salute
Thanks vai. 🥰💖
Apni Onek mulloban comments diesen. Asha kori videoti manonio prodhan montrir dristi akorshon korbe, ebonng jothajotho podokkhep nea hobe. R e jonno video link ta nijer ebong bondhuder Facebook e beshi beshi kore share kore sorie din. Insha manonio pm er dristite ashbei.🥰💖❤️
th-cam.com/video/p763L5pBzsA/w-d-xo.html
বাড়িটি দেখে গর্বে মনটা ভরে গেল।
Thanks Vai 🥰😍💖❤️
চাচা একদম ঠিক কথাই বলেছেন। ভালো লেগেছে উনার কথা।
Jee, amio ekmot apnar shathe. 🥰😍❤️
হুম আমাদের বাড়ির কাছে উনার বাড়ি🥰🥰🥰
Wow! Tai naki? Onek valo legese apnar elaka.😍🥰💖❤️
@@bonolotabd ধন্যবাদ 🥰🥰🥰❤️
কুয়েত থেকে দেখছি ইউটিউব ভাই আপনাকে আমার অন্তর অন্তর থেকে শুভেচ্ছা জানাইলাম ভাই এত সুন্দর একটি ভিডিও আপনি কিভাবে বাহারি করলেন ভাই দিয়েই তাজউদ্দিনের বাড়ি আমার দেখার অনেক ইচ্ছা ছিল ভাই আপনি দেখেছেন আপনাকে অন্তর অন্তর থেকে শুভেচ্ছা জানাইলাম ভাই
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। ভিডিওটি ভালো লাগলে আপনার ফেসবুক বন্ধু এবং প্রিয়জনদের মাঝে শেয়ার করতে পারেন যাতে তারাও দেখতে পারেন। আর আমার জন্য দোয়া করবেন ভাই যেন পরবর্তীতে আরও এমন ভিডিও দিতে পারি। 🥰💖❤️
মহান নেতা আল্লাহ আপনাকে জান্নাত বাসি করুক
খুব সুন্দর।
ধন্যবাদ। 🥰😍💖
Nice Video
Thanks a lot ❤️
ধন্যবাদ আপনাকে
আপনাকেও ধন্যবাদ ভাই। 🥰😍💖❤️
অসাধারন।।।।।
অসংখ্য ধন্যবাদ ভাই। দোয়া করবেন অামার জন্য। 🥰😍❤️💖
দেশের সরকারের কাছে আমরা অনুরোধ
করছি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর বাড়িটা
সংগ্রখিত করার জন্য ধন্যবাদ
Jee vai 🥰😍💖❤️
আমি শৈশব থেকেই বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থক। আমি সত্যিই হতাশ হয়েছি যে, বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর যত্ন নেয় না এবং তাকে সম্মান, যথাযোগ্য মর্যাদা ও সম্মান দেয় না। যিনি পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে ৯ মাস দীর্ঘ যুদ্ধে বাংলাদেশের স্বাধীন যুদ্ধের মেরুদণ্ড ছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশ সরকারকে লজ্জা।
ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত দেয় দেয়ার জন্য। আশা করবো সরকার বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর প্রতি মানুষের আবেগ ও৷ ভালোবাসার মূল্যায়ন করে বাড়িটি যথাযথভাবে সংরক্ষণের ব্যববস্থা করবেন।
Great freedom fighter. I salute bongo taj. Who lost his life but donot change his principal in front of gun.like other monister of in 1975.
Thank you so much for your valuable comments. 😍🥰💖❤️
বিদেহী আত্মার শান্তি কামনা করছি।বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর নিকট অনুরোধ দেশের একজন একনিষ্ঠ সৎ দেশপ্রেমিক দেশের প্রথম প্রধানমন্ত্রীর বাড়িটি সংরক্ষণের সু ব্যাবস্হা করুন।আপনি না করলে আর কে করবে?
ধন্যবাদ ভাই 😍🥰💖❤️
Nice good job
Thank you so much friend 😍❤️💖
এই বাড়ি একটি ঐতিহাসিক বাড়ি হিসাবে ঘোষণা দেওয়া হোকো
জী ভাই অামিও একমত অাপনার সাথে। 🥰💖❤️
একমত পোষণ করছি আপনার সাথে।
আমারা হযরত ওমরেরর মত একজন নেতা চাই।
জী ভাই। 😍🥰💖
অসাধারণ সুন্দর
Thank you so much apu. Doa korben amar jonno 😍🥰💖
gracias
Thanks vai 🥰💖❤️
চমৎকার উপস্থাপন।
ধন্যবাদ ভাই ❤️💖💖
Thanks vai ❤️🌹😍🥰
এক মত আপনার সাথে
বাংলার মহান নেতা
Thank you so much 🥰💖❤️
এই বাড়িটি তৈরি করা হয় ১৯৫৪ সালের নির্বাচনের পরে। আগে এটি ছিল না।
তিনি ভূলেশ্বর প্রাইমারী স্কুলে, কাপাসিয়া হাইস্কুলে, ঢাকার নবাব সলিমুল্লাহ কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা করেন।
দরদরিয়ায় তখন কোন স্কুল ছিল না।
ধন্যবাদ ভাই, মূল্যবান তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য। 😍🥰💖❤️
আজকে ১৫-৮-২০২২আমাদের স্কুল থেকে ১১-৮-২০২২ তারিখে পিকনিকে গেছিলাম জায়গাটা আনেক সুন্দর।
Jee apu, onek shundor ekta jayga. Onnorokom ekta shanti pawa jay Ekhane. 🙂
@@bonolotabd Sotti onek sundor
তাজ উদ্দীন সাহেব কিন্তু কোরানে হাফেজ এ কথাটা অনেকেই জানেন না।জানতে হবে উনার সম্পর্কে।
Jee Vai
R kicu.... 😄😀😂....tora really hasshokor
এই মহামানবের বিদেহী আত্মার শান্তি কামনা করছি
অামীন....❤️💖❤️
Jak bhai tubu valo apni anare manob bolen ni .
Moha manob bolechen.
Ji bhai tic e bolechen, tobe anara jodi amader moto manob hoto manuser katare ak hoye kaj korto koto valo hoto, manuser moner vitore sthan kore nito, aj ad dewa lagto na.
তাজউদ্দীন আহমেদ ছার অনেক ভালো লোক ছিলো আল্লাহ্ জেনো ওনাকে বেহেশতো নছিব করে
আল্লাহ আপনার দোয়া কবুল করুন, আমীন। 💖❤️💖
আমীন।
সাদা মনের মানুষ ছিলেন
জী ভাই ঠিক বলেছেন আপনি। আমিও একমত অাপনার সাথে। ❤️❤️❤️
এখানে যাবার খুব ইচ্ছে আছে কিন্তু যাবার পরে কতটা সময় নিজের চোখের পানি আটকে রাখতে পারবো তা আমি জানিনা।😭😭
জী, ভাই। অবশ্যই আসবেন এখানে। চোখে পানি আসলেও মনে এক ধরনের প্রশান্তিও পাবেন একটু নিশ্চিত করে বলতে পারি অাপনাকে। দোয়া ও শুভকামনা রইল ভাই। 🥰💖❤️
VERY NICE HOME
Thanks a lot 🥰😍❤️💖
বাড়ি টিকে ঐতিহাসিক স্থাপত্য বিভাগের আওতায় নিয়ে কিয়ামত পর্যন্ত সংরক্ষণের প্রক্রিয়া সম্পন্ন করা হোক।
জী ভাই অামিও একমত অাপনার সাথে। 😍🥰💖❤️
সে মানুষ ভাল ছিল তার সন্তানরা ও ভাল
জী ভাই 😍🥰💖❤️
আমার ধুলাভাই। সবাই দোয়া করবেন ।
আমার বাড়ি চাদপুর জেলা ।
আজাগরা গ্রামে। সবাই কে ধন্যবাদ ।
অবশ্যই, দোয়া করি আল্লাহ উনাকে বেহেশত নসিব করুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইলো ভাই।
Nice sharing
Thanks apu.🥰😍❤️
মাটির বাড়ি টি সাদা মাটা হলে কি হবে, রুচির পরিচয় বহন করে। সামনে ফুলের গাছ বাড়িটাকে আকর্ষণীয় করে তুলেছে।
জী, অাপনি ঠিকই বলেছেন। আমিও একমত অাপনার সাথে।🥰😍❤️💖
আহাঃ কি শান্ত শান্তির ছায়াময় সব চারিপাশ !
স্থায়ী ভাবে থেকে যেতে চায় মন ☘️☘️🌿🍀🌴🌴🍀🍀🌱🌲!
আহাঃ যদি সত্যি সত্যি থাকা যেত !!
এদেরই প্রকৃত দেশ প্রেম ছিলো
জী ভাই, একদম ঠিক কথা বলেছেন। বর্তমানে এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল।
বাংলার তাজ, সত্যিকারের সাহসী পুরুষ ছিলেন বঙ্গতাজ।
ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মন্তব্যের জন্য। বাড়টি যথাযথভাবে সংরক্ষণে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য আপনার ফেসবুকের টাইমলাইনে লিংকটি শেয়ার করতপ পারেন ভাই।
অসাধারণ ভাল লাগল
অসংখ্য ধন্যবাদ ভাই। দোয়া করবেন অামার জন্য। 🥰💖❤️
উনি যথেষ্ট উচ্চমানের নেতা। তবে, মাটির বাড়ি। অস্বাভাবিক কিছু নয়।ঐ এলাকায় আগের বাড়িগুলো এমন ই। মাটিতে গড়া।
জী ভাই। এখনো ওই এলাকায় দুই একটি মাটির বাড়ি চোখে পড়ে। যেটা অমরা ভিডিওর শুরুর দিকে রাস্তার পাশে দেখেছি। অামার মনে হয় একজন প্রধানমন্ত্রী হয়ে উনার সাদা মাটা জীবন যাপন যেমন দৃষ্টান্ত হয়ে আছে তেমনি দেশের প্রথম প্রধানমন্ত্রীর বাড়িটি কিভাবে পরবর্তী প্রজন্মের জানার ও দেখার জন্য সরকারিভাবে সংরক্ষণের বিষয়টিতে গুরুত্ব দেয়া বা মানুষের মাঝে ছড়িয়ে দেয়া, যাতে সরকার এর গুরুত্ব অনুধাবণ করতে পারে।😍🥰💖❤️
Fain
Thanks Vai 😍🥰💖❤️
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি তাজউদ্দীন আহমদ।
Nice vai
Thank you so much 🥰😍💖❤️
সত্যিই আজকাল এমন রাজনীতিবিদ খুঁজে পাওয়া মুশকিল।
Khub valo laglo videota dekhe.
Thanks vai 😍🥰💖
I had an opportunity to visit the House in the year 1973 with my classmate Fayes Uddin Ahmed of village Hailjor under Kapasia upa zilla. I surprised to see such a Simple living standard of the honourable the then Prime minister, May almighty Allah bless him with the Peace of Jannah. Amen Amen Amen. With Profound Regards to our beloved honourable the then Prime minister late "Bongo Taj " Taj uddin Ahmed.
Thank you so much for your valuable comments. I am very much proud to get such an honourable friend/subscriber like you. 🥰❤️❤️💖
লোভ লালসা হীন সাদামাটা বাংলাদেশের সর্বপ্রথম প্রধান মন্ত্রী তাজুদদীনের মত আর জন্ম হয়ত হবেনা মহান সৃষ্টিকর্তা আল্লাহ তায়ালা উনাকে জান্নাতুল ফেরদৌস নছিব করুন আমীন চুম্মা আমিন।
আল্লাহ আপনার দোয়া কবুল করুন, আমীন। 🥰😍💖❤️
সৎ ও নিষ্ঠাবান এরকম হন। তাই তো উনারা সমাজের কাছে অমর।
জী ভাই, ঠিক বলেছেন। 😍🥰❤️💖
Amr bari kapasia.thank you vie.
Welcome vai.
Doa korben amar jonno 😍🥰💖❤️
I am proud of him
Yes brother. We All should proud of him. 🥰😍💖❤️
ওনারা ছিলেন প্রকৃত রাজনৈতিক
Jee Vai, thik bolesen. 😍💖❤️