মীর জাফরকে বেঈমান বললেন তার বংশধর | সিরাজউদ্দৌলা ভাল মানুষ | Descendants of Mir Zafar in Bangladesh
ฝัง
- เผยแพร่เมื่อ 4 ก.พ. 2025
- বাংলাদেশের কুষ্টিয়া জেলা শহরে মীর জাফরের বংশধরদের কয়েকজন বসবাস করছেন পাকিস্তান আমল থেকে। সারাজীবন বংশ পরিচয় অনেকটা আড়ালে রাখা মানুষগুলো আজ নিজেদের সম্পর্কে কিছু বলতে চান। বাংলার ইতিহাসের এক উল্লেখযোগ্য অংশের স্মৃতিকথা আর আবেগ অনুভূতি বিশ্ববাসীর সামনে তুলে ধরতে, তারা নিজেরাই আমার সাথে যোগাযোগ করে তাদের বাসায় ডাকেন। মীর জাফরের বংশধরেরা বলেন, মীর জাফর অন্যায় কাজ করেছেন, তিনি বেঈমান। একই সাথে নবাব সিরাজউদ্দৌলাকে ভালো মানুষ হিসেবে অভিহিত করেন তারা।
Contact email address for sponsorship, affiliate or other business purpose: sumonmcj@yahoo.com
#মীর_জাফরের_বংশধর #কুষ্টিয়া
দিদিমা এই বয়সে সত্যতা স্বীকার করেছেন এটাই অনেক বড় সাহসিকতা ও প্রশংসা যোগ্য। আমি মুর্শিদবাদের মানুষ এই রকম খবর পেয়ে বুকের মাঝে মোচড় দিয়ে ওঠে, খুব ভালো লাগে আমরা মুর্শিদাবাদ বাসি 🙏
এই বয়সে উনি সত্যতা স্বীকার করেনি, আমরা জানতে পারলাম তাঁর এই বয়সে, এই সুমনের মাধ্যমে
@@Bapi605 ৌোৌদধদ
Kothai bari apnar ,amar ichaganj
@@astikdey2932 jiaganj
@@tapaskumar1666 ichaganj naam ta sunecho asa krchi , amar bari BSF battalion center er kachei
আমাদের প্রতিবেশী চাচী, তিনি চিরকালই ভালো মানুষ,
Vi ami kishtiar cele
Onar Address ta den
এই বৃদ্ধ মহিলা টা অনেক ভালো আল্লাহ ওনাকে ভালো রাখুক
Respect and love for Asghori Begum❤, very well spoken honest lady.
আমিন
P
আমিন
এই শিক্ষিত, স্পষ্ট ভাষী ও সাধা মনের বৃদ্ধার প্রতি সম্মান রইল!
ভালো মানুষকে সাদা কেন বলেন,,,? চিন্তাভাবনা বদলান!
সুমন ভাই,,,,লুপ্ত প্রায় ইতিহাস গুলো কে নতুন প্রজন্মের কাছে উপস্থাপন করার জন্য ভালবাসা অবিরাম।।
মাননীয়া ভদ্র মহিলার একটি উক্তি আমার হৃদয়ে দাগ কেটেছে,মহম্মদী বেগ সম্ভন্দে,মাননীয়া বলেছেন,নবাবের নির্যাতন ও কষ্টের অবসান করতেই,নবাবকে হত্যা করেছিলেন,মহম্মদী বেগ হয়তো নবাব কে ভালো বাসতেন তাই দুজনকেই কষ্টের শিকার করেন,সেজন্যহয়তোবা উভয়ের সম্মতিতেই এই হত্যা করে দুই জনই যন্ত্রণা র সমাপ্তি ঘটিয়েছেন,মাননীয়ার কথায় তাই মনে হলো।।
এই ভদ্র মহিলা সত্যিই অসাধারন একজন ভাল মানুষ। দোয়া করি আল্লাহ্ যেন এই ভদ্র মহিলাকে সবসময় ভাল রাখেন❤❤❤❤❤
Thank you... She is my grandmother ❤❤
আসগরী বেগমের কথা গুলো এত বয়সেও এত স্পষ্ট শিক্ষিত যে বোঝা যায়, শ্রদ্ধা🥰
Respect and love for Asghori Begum❤, very well spoken honest lady.
She is my grandmother ❤❤
akdom e tai...
@@mdtasin5540 সত্যি।। ভাই আপনি খুব ভাগ্যবান
@@mdtasin5540 আপনি ভাগ্যবান.. উনার যত্ন নেবেন৷ আর ভালো থাকবেন৷
বৃদ্ধা এই দাদুকে দেখলেই মন থেকে শ্রদ্ধা আসে।একজনের অপরাধে অপরকে দোষারোপ করা যৌক্তিক নয়।
ভাই
ওই মহিলা বা তাদের বংশধরদের তো কোনো দোষ নাই।
ওদের কটূক্তি না করার জন্য সবাইকে বিনিত অনুরোধ করছি।
How
বাপ যদি ডাক্তার হয় সন্তান ডাক্তার হবে সেটা কোন কথা না কোন জ্ঞানী মানুষ তাদেরকে কটুক্তি করে কথা বলতে পারবে না জেছিলো খারাপ সে তো চলেই গেছে
রাইট বলছেন
রাইট বলছেন ভাইয়া
Respect and love for Asghori Begum❤, very well spoken honest lady.
আপনার কথায় স্পষ্ট দুই বাংলার ঐতিহ্য, কৃষ্টি এবং অতীত সংস্কৃতি এক। রাজনৈতিক ভাবে বাংলাকে যতোই ভাগ করা হোক। বাঙালিকে ভাগ করা কোনো রকমেই সম্ভব নয় বলেই আমি মনে করি। এরকম উপস্থাপনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
👍👍👍
❤ সুমন ভাই কে ধন্যবাদ তার এই খুঁজে ফেরায় পদ্মার চরের মানুষ, ইংরাজদের কবর স্থান স্থান কত কি সুমন ভাইয়ের দীর্ঘ জীবনের জন্য প্রার্থনা
একজনের পাপের, বোঝার মত যেনো বয়ে বেড়াচ্ছে পুরো বংশধর !
তাঁদের কোনো অপরাধ নেই, এই বংশধর লোকজন অনেক ভালো মনের মনে হচ্ছে। ধন্যবাদ সালাউদ্দিন সুমন ভাই আপনাকে।
Arekbar chance diee deken, ekon ki mirjaforera nei.
ওনার বংশধরদের তো কোনো দোষ নেই। অযথা দোষারোপ বন্ধ হোক। দিদা, আপনার দীর্ঘায়ু কামনা করি।🙏🏼❤️
তাই নাকি
সালাউদ্দিন ভাই.... ব্যাক টু ব্যাক দুটি পর্ব... একটি সিরাজের বংশধর আরেকটি মীরজাফরের বংশধর, তাও বাংলাদেশে...
সত্যিই অসাধারণ হয়েছে...
অনেক ধন্যবাদ আপনাকে।
আমাদের প্রতিবেশী চাচী তিনি চিরকালই ভালো মানুষ ছিলেন চাচী কে অনেক অনেক ধন্যবাদ
বংশধরদের কোন দোষ নাই,ওদের কে স্বাভাবিক ভাবে মেনে নেওয়াই মানবিকতা
E..... S vai
একজনের পাপের ভার অন্য জন বহন করবে না,, এটাই যক্তিযুক্ত এবং ধর্মভিত্তিক
কুরআনেই আল্লাহ সুবহানু তায়ালা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে, একজনের কৃত কর্ম অন্যজন বহন করবে না।
তাই আসুন যারা স্বেচ্ছায় সুমন সাহেবকে ডেকে নিয়ে নিজেদেরকে মীরজাফরদের বংশধর হিসেবে পরিচয় দিলেন এবং মীরজাফরের প্রতি অনাস্থা জ্ঞাপন করলেন তাদেরকে আমরা ভালবাসি। তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদের রিজিক বৃদ্ধি করে দেন। আমীন।
ঠিক
ঠিক
মাশা আল্লাহ্। জাযাকাল্লাহু খাইরান ফিদ্দারাইন। কখনওই একের দোষে অন্যকে দোষারোপ করা যায় না। যার যার কৃত কর্ম তার তার কাঁধে এটাই বাস্তবতা ও আল্লাহ্ তায়ালা ঘোষণা। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা ও শিক্ষণীয় বিষয়। আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। উক্ত প্রতিবেদনের জন্য।
_দাদি মা আপনি অনেক ভালো একটা মানুষ, সারাজীবন ভালো থাকবেন। সুস্থ থাকবেন। নিজের প্রতি যত্ন নিবেন। সুমন দা নিজেও ভাল থাকবেন,অন্যকেও ভাল রাখবেন এই কামনা করি।🙏_
এই বৃদ্ধ মহিলা কে আমার শতকোটি প্রনাম জানাই । আল্লাহ ওনাকে ভালো ও সুস্থ রাখুন ।
আমিন
❤❤❤ you
বৃদ্ধ মহিলাটাকে আল্লাহ তা'য়ালা সুস্থ ও ভালো রাখুক। আমীন
Ameen
7
সবাই অনুতপ্ত। অনেক কষ্টে তারা কষ্ট পাচ্ছে। আসলে" পাপী মরে সাতঘর নিয়ে "
আপনার উপস্থাপন গুলো ভুলার মত না ভাইয়া মন চাই বার বার দেখি যতই দেখি ততই ভালো লাগে...?
Hi
সালাউদ্দিন সুমন এই বাংলার ইতিহাস, ঐতিহ্য, প্রকৃতি ও সংস্কৃতির এক নিরন্তর সাধক। যিনি উপস্থাপনাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। অনেক ধন্যবাদ সুমন ভাইকে, তার সুন্দর প্রচেষ্টা গুলির জন্য। যেগুলোর মাধ্যমে আমাদের নতুন প্রজন্ম ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে।
Respect and love for Asghori Begum❤, very well spoken honest lady.
@Hanjala Ibn Hasan sriously?
ভগবান ওনাকে ও ওনার পরিবারের সকল মানুষকে ভালো রাখুক🙏🏻❤️❤️🙏🏻
আর অল্প বাকি তাহলে আমাদের
সবার প্রিয় সালাউদ্দিন ভাইয়ের চ্যানেলে
১মিলিয়ন সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যাবে। ❤️❤️
Respect and love for Asghori Begum❤, very well spoken honest lady.
মা প্রণাম আপনাকে ۔۔এই হলো বাংলার মা
দোষ যেই করুক সেটা দোষই হবে। এটাই এই মহিলা প্রমাণ করেছেন।
বাংলার যে ক্ষতি হয়েচেহ তা আজও সে ক্ষতি পুরন হয় নি হবে ও না কোন দিন
দিদি খুব ভালো মানুষ। তিনি আকুন্ঠ চিত্তে সত্য কথা বলে দিলেন। সৃষ্টিকর্তা তার মঙ্গল করুক।
বাংলায় এত অনন্য উপস্থাপনা খুব কম চোখে পড়ে৷ আপনার ভিডিওর বিষয়বস্তু আমাকে বারবার টানে৷ আনেক অনেক দোয়া রইল ভাই৷
ভালো লাগছে মদিনা থেকে আল্লাহর শুকরিয়া আদায় করি
সুমন ভাই আমি ভারত থেকে দেখি আপনার প্রতিটা ভিডিও। অসাধারণ উপস্থাপনা এবং বাচনভন্গি ।আমি পূর্ব মেদিনীপুরের বাসিন্দা এখানকার খাল বিল নদী গাছ গাছপালা ,এককথায় ভূ -প্রাকৃতিক দিক থেকেও দুই দেশের এত সামঞ্জস্য, যে মনে হয় আমার বাড়ির পাশের মাঠ ঘাট দেখতে পাচ্ছি।জীবনে একবার অন্তত বাংলাদেশে যেতে চাই আর আপনার সঙ্গে দেখা করতে চাই। আপনার ও আমন্ত্রণ রইল আমার বাড়ি ,আমার দেশে।জানি আপনি ভীষণ ব্যস্ত, তবুও আমার মন্তব্য পড়েন খুব আনন্দ পাব।
আমি লোকাল কোনো চ্যানেলের কোন রিপোর্ট বা খবর দেখিনা কিন্তু আপনার আপনাকে শুনলাম খুব ভালো লাগলো,একবারে প্রফেশনাল সাংবাদিকের মতো
কোন গোত্র এর কেও পাপ করলে তার দায় পুরা গোত্র নেবে না
-মহানবি হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
.
এই বৃদ্দাকে আল্লাহ নেক হায়াত দিন আমিন। এইকানে এই মহিলার কিছু করার নাই।
দাদিমা কে দেখে কেন জানি খুব খারাপ লাগল।। পূর্ব পুরুষের পাপ এর জন্য তাকে ও কথা শুনতে হচ্ছে :( :(
সত্য প্রকাশের জন্য দিদাকে ধন্যবাদ জানাই।ইনারা অপরাধীনয়।
সালাহউদ্দিন ভাই আপনাকে অশেষ ধন্যবাদ, সরকারের উচিত পরবর্তী এই বংশের লোকদের কে সম্মান নিয়ে বাঁচতে দেয়া উচিত।
উনি একজন সত্যিকারের ভদ্রমহিলা। 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩💙💙💙
আমার দেখা ভালো লাগার আপনার ব্লগ গুলো তৈরি জন্য ধন্যবাদ আগামী প্রজন্ম শিক্ষা নিতে পারে এসব বিষয় নিয়ে কাজ ধারাবাহিকতায় চাই ইতিহাস অংশ জন্য। বাংলাদেশ ভারতের এসব পরিবার কে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে। ধন্যবাদ ♥️♥️🇧🇩🇧🇩♥️♥️👌👌👌
.একটিমাত্র মানুষের অন্যায়ের দায় যুগ যুগ ধরে তার বংশধররা কেন বহন করবে? যারা তাদের দিকে তীর্যক দৃষ্টিতে তাকায় তারাই প্রকৃত অপরাধি।
সালাউদ্দিন ভাই সুন্দর ভিডিওটি উপহার দেয়ার জন্য অনেক ধন্যবাদ।
রঞ্জিত সরকার। কাঁচড়াপাড়া
পঃ বঙ্গ, ভারত
মীরজাফর কে পারলে অন্তত একটা বড়ো করে ধন্যবাদ দিন। কারণ তার জন্যই আমাদের দেশ আজ সম্পূর্ণ রূপে ইসলামিক রাষ্ট্রে পরিণত হওয়া থেকে বেঁচে গেছে।
Ek joner baimanir karona agh deshe ato doroner obam .....so era bongsho porayon ay shasti patai hoba
@@soumyadebbal7366 islamik rasto hoyle apnar somossa ki hoyto bessami giri ar mod kaytea parten na
@@raffeislam8388 best reply 👌👏👍
@@soumyadebbal7366 আপনারা তো ধর্মবিদ্বেষ নিয়েই থাকেন দাদা। ইতিহাস জানুন, আপনাদের বিজেপি প্রবর্তিত ইতিহাস না,সঠিক ইতিহাস জানুন। এই ভারতীয় উপমহাদেশকে অর্থনৈতিক,সামাজিকভাবে পঙ্গু করে দিয়ে গিয়েছিলো ব্রিটিশরা। আজকে অ্যামেরিকা যে সারা পৃথিবীকে নাচিয়ে বেড়ায়,আজ ভারত অ্যামেরিকার জায়গায় থাকতো যদি ব্রিটিশদের গণলুটের সম্মুখীন না হতো। তাই ধন্যবাদ না,মূর্দাবাদই মীরজাফরের প্রাপ্য। ধর্মবিদ্বেষ কখনো শান্তি নিয়ে আসে না,এটা মাথায় রাখবেন।
দাদি সঠিক কথা বলছে দাদি কে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ, জম্ম হোক জথা তথা কর্ম হোক ভালো, আপনার জন্য শুভকামনা রইল,
বাবার মতামতের সাথে ছেলের মতামত মেলে না। ভাইয়ের সাথে ভাইয়ের মতামত মেলে না। আর তো বংশধর? যার যার নিজের কর্মের জন্য সে নিজেই দায়ী অন্য কেউ বা বংশধর নয়। তাছাড়া তারা সিরাজ- উদ- দৌলাকে ভালই বলছেন। সিরাজ এর সাথে মীর জাফর অন্যায় করেছেন তা তারা স্বীকার করছেন। তাই তাদের উপর আমার কোন ক্ষোভ রইল না।
আপনি একদম ১০০% সঠিক কথা বলেছেন!
A
ঠিক 💗
একজন মানুষ বেইমানি করেছে বলে তাদের বংশধর খারাপ সেটা আমি কিছুইতে মানতে পারিনা।ভিডিওটি খুব ভালো লাগল।💖🙏
মাশাল্লাহ বাইনানি মুরুব্বি মানুষ তার পূর্বপুরুষের ও কর্মের কথা সে নিজেই স্বীকার গেছে সে নিজের দুঃখিত তো নানীর জন্য দোয়া করি উনি যেন ভালো থাকে
দাদিতো সত্য বলেছে। বংশধর অন্যায় করলে তাদেরকে দোষী করা যাবে না।
কালের বিবর্তনে মানুষ খারাপ কাজও করে-ভালো কাজও করে। তাই বলে কি সব মানুষ খারাপ হতে পারে! (🖤-❤)
এই দাদীমা অনেক ভালো এবং বড় মনের মানুষ।
আসলে ইতিহাস অনেক কষ্টের তার পরেও ইতিহাসের পিছনে ঘুরি ধন্যবাদ সুমন ভাই
সুমন ভাই আবেকে মনটা ভরে গেল।ওনার মুখে ওনার জীবনের পুরনোদিনের কথাগুল শুনে মনে হল।উনি যেনফিরে গেছেন ওনার সেইছোটবেলায়।আসলে মানুষ যখন মানুষের পরিনত বয়সে আসে তখন মানুষ ছোটবেলার স্মতিগুল মনের আনায় দেখতে থাকে।আর ভাবে যদি ফিরে যেতে পারতাম কতভালই না হত।আসলে তাত হয় না।তাইওনাকে ওনার ছোটবেলার কিছুটা সুখ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।
ওনাদের কোন দোষ নাই।।।। আশা করি ওনাদের সাধারন নাগরিকদের মতোই সম্মান করা উচিত।
ভাল লাগলো ভিডিও টি। দাদির কথা গুলো সহজ সরল। তাদের পূর্ব পুরুষ বাংলার সাথে বিশ্বাসঘাতকতা করলেও আমি মনে করি এই দাদি অনেক ভাল মানুষ। একজনের দোষে তাদের বংশের সবাই দোষী নয়। ভালবাসা রইল সকল ভাল মানুষদের জন্য ❤❤
সিরাজুদ্দৌলা ও মির জাফরের ইতিহাস
এক অসহনীয় চ্যাপ্টার ।
বুকে যেন শেল বাজে ।
রাজাকার সাইদী, কাদের মোল্লারা হল মীর জাফরের প্রকৃত বংসধর। সাইদীর ফাঁশি হলেই সিরাজের আত্মা শান্তি পাবে।
@@durjoy2329 toke k bolse pagol
@@mdkushal6709 তোর মা
Respect and love for Asghori Begum❤, very well spoken honest lady.
মাশাআল্লাহ ভাই ঠিক আছে ❤️💚💛
আমি পশ্চিমবঙ্গ থেকে বলছি। আমরা তো ইতিহাস থেকে সব জেনেছি। তবুও কত কিছুই অজানা থেকে গেছে। আপনারা যে উদ্যোগ নিয়ে আমাদের কে অনেক ঐতিহাসিক তথ্য জানালেন সেজন্য আপনাদের কে অনেক ধন্যবাদ। খুবই ভালো লাগলো। মে মাসীমা তথ্য গুলো দিলেন, ওনাকে আমার বিনম্র শ্রদ্ধা, সন্মান,ও প্রনাম জানাই। 🙏🙏
অনেক ভালোবাসা.... From Kolkata ❤️
আপনি আমাদের ইতিহাস সম্পর্কে ভাল তথ্য দিচ্ছেন।আপনি এগিয়ে চলুন।ইতিহাস এ ঐতিহ্যকে সকলের জানা উচিত ।
শিক্ষিতা ভদ্রমহিলার সাবলীল সত্য উচ্চারণ।
আসলে ভালো মানুষ বেশিদিন দুনিয়ায় থাকেনা
আমার পক্ষথেকে এই দাদি মাকে ছেলুট সত্য কথাবলার জন্য আল্লাহ পাক তাকে দিরগাইও করুন মানুষ যাতে সত্যি ইতিহাস আরো বেশিবেশি জানতে পারে
সত্যি মুগ্ধ হলাম মীরজাফরের বংস ধরের মুখে স্বাধীনচেতা সত্য ভাষন শুনে।।।তারা সেলুট পাবার দাবিদার।
ধন্যবাদ সালাউদ্দিন সাহেব কে। সত্য ইতিহাসকে প্রতিষ্ঠা করবার এমন প্রচেষ্ঠাকে সাধুবাদ জানাই।।।ভবিষ্যতে এমন ভাল কিছু তুলে ধরবার বিনীত অনুরোধ রইলো।।।
আপনি সাংবাদিক আপনার কাজি হইলো সত্য উন্মোচন করা । এতে কার কি এসে যায় তা দেখার প্রয়োজন নেই আপনার। carry on bro / go ahead
সহমত 💗
দাদীমা খুব ভালো কথা শুনে খুব ভালো লাগলো আমিও মুর্শিদাবাদ থেকে
একটা ভালো মানসম্মত চ্যানেল এটি, সফলতা পাপ্য ছিল এবং তাই হতে যাচ্ছে। ১মিলিয়নের জন্য আগাম শুভেচ্ছা ও শুভকামনা রইল। ❤️
আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এত কস্ট ও ধর্য্যধারন করে অনেক না জানা তথ্য জনসম্মুখে এনেছেন। আমি মনে করি আপনার এই কাজ কে সন্মান জানিয়ে সরকারী তরফ থেকে আপনাকে পুরুস্কার দেয়া উচিত।
ধন্যবাদ।
এই ভদ্র মহিলার কথাগুলো আমি প্রতিটা শব্দে বিশ্লেষণ করেছি।
মীর জাফরকে ইতিহাস অসংখ্য শব্দে আক্রমণ করেছে, তার কৃতকর্মের জন্য।
কিন্তু দুই শতাব্দী পরে তার বংশধরদের কিছু বলা বা তাদের প্রতি বৈষম্য করা, একদমই অনুচিত।
ধন্যবাদ জানবেন প্রিয় সালাউদ্দিন সুমন ভাই।
এই বৃদ্ধা ইতিহাসের সত্যটা তুলে ধরেছে।
উনার কথাগুলো ভালো লাগলো।
সবচেয়ে বড় ব্যাপার হলো আমরা সবাই মানুষ। সুমন ভাইকে ধন্যবাদ প্রাচীণ ইতিহাস তুলে আনার জন্য।
এই দাদীমি আসলেই অনেক ভাল মানুষ ।আশলাহসূবহানাহুতাআলা যেন উনাকে সুস্থ রাখেন ।
সুমন ভাই আপনাকে অনেক ধন্যবাদ ইতিহাসের এইসব তথ্য তুলে ধরার জন্য | সবার উপর মানুষ সত্য |
সালাউদ্দিন সুমন এই বাংলার ইতিহাস, ঐতিহ্য, প্রকৃতি ও সংস্কৃতির এক নিরন্তর সাধক। যিনি উপস্থাপনাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। অনেক ধন্যবাদ সুমন ভাইকে, তার সুন্দর প্রচেষ্টা গুলির জন্য। যেগুলোর মাধ্যমে আমাদের নতুন প্রজন্ম ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে।
২১ শতকে এসে এই মানুষগুলিকে খুজে পেয়েছেন এবং তুলে ধরেছেন। দারুণ একটি ঐতিহাসিক কাজ হয়েছে।
মাশাল্লাহ বাইনানি মুরুব্বি মানুষ তার পূর্বপুরুষের ও কর্মের কথা সে নিজেই স্বীকার গেছে সে নিজের দুঃখিত তো নানীর জন্য দোয়া করি উনি যেন ভালো থাকে I
দাদির সত্য প্রকাশের সাহসিকতার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কারণ ইংরেজ জারজরা যে মিথ্যা কলংক লাগিয়ে দিয়েছে তা মিথ্যা তা আবার প্রমাণ হলো।আল্লাহ নবাব সিরাজদৌলাকে জান্নাতবাসি করুন।আমিন
অনেক সুন্দর করে উপস্থাপন করে মানুষের মনের আবেগ অনুভূতি জাগরিত করতে পারছেন , এভাবে সুন্দর সুন্দর ডিডিও করে মানুষের মনের না বলা অনুভূতিতে নাড়া দিতে সফল হয়েছেন ।
একজন মহিয়সী মহিলাকে দেখলাম, ঈশ্বর ওনার ও ওনার পরিবারের মঙ্গল করবেন আশা রাখি, ওনার সততা কে কুর্নিশ জানাই, প্রণাম🙏
এক বাবার ৭ সন্তান সমান হয় না। বংশধরদের কোনো দোষ নাই ।
Thik bolsan vai
এই ভিডিওটা জনগণের জন্য ঐতিহাসিক বাস্তবতা মিরজাফরের কু কর্মের বাস্তবতার ইতিহাসের জলন্ত পমাণ দিয়ে গেলেন । হে আল্লাহ আপনি এই মাকে সত্যি কথা বলেছেন তাই উনাকে জান্নাত ধান করুণ আমিন আমিন আমিন ।
কথা শুনলেই বুঝা যায় কতটুকু ভদ্র নম্র এই ভদ্রমহিলা ❤️
উনার কথাগুলি হৃদয়বিদারক সত্যের জয় হোক মিথ্যার পরাজয় আল্লাহ উনাকে নেক হায়াত দান করুক
আমার সবাই মীর জাফরকে দোষ দি কিন্তু এই ষড়যন্ত্র প্রথম যারা শুরু করে সেই রাজবল্লভ, উমিচাঁদ এদের কেউ কিছু বলে না। যা বলা হয় শুধু মীর জাফরকে নিয়ে। এদের জন্যই মীর জাফরের এই পরিনতি।
রাজবল্লভ উমিচাঁদ এদের বংশধর দের নিয়ে ভিডিও বানানো উচিত।
একদভ ঠিক
আরে মূর্খ তুই যাদের নাম করলি তাদের সবাই কে আমি ধন্যবাদ জানায়। কেনো জানিস? কারণ এদের জন্যই আজও তুই রাজা চৌধুরী নামে বহাল তবিয়তে আছিস। তোর ইসলাম ভালো লাগলে মুসলিম হলে যেতেই পারিস। কিন্তু ইসলামের তাবেদারী করতে গিয়ে বাকি সাচ্চা হিন্দুদের বিপদে ফেলিস না।
@@soumyadebbal7366ওরে bal মূর্খ তো তুই সেই জন্য তো তোরা বেইমানী করে জাইস। সামনাসামনি হতে পারিস না।
Palashir main plan korechilo jogotshet
আর একজনের নাম ভুলে গেলেন 🤔
কৃষ্ণনগরের 'রাজা কৃষ্ণচন্দ্র রায়' মির্জাফরের কাছের বন্ধু ও জগৎ - এর ব্যবসাদার বন্ধু 😌
পশ্চিমবঙ্গের মানুষ আমি আপনি একজন পারদর্শী ইউটিউবার এবং আমার খুব পছন্দ
সুমন ভাইয়ের উপস্থাপনা সত্যি
অসাধারণ। সুমন ভাইকি এখন বিবিসি তে আছেন নাকি
মাশাআল্লাহ মুরুব্বি বয়স হলেও অনেক সুন্দরী।
আমার মৃত নানুর মত দেখতে এবং কথাও তেমনই বলেন। খুবই ভালো লাগলো উনাকে দেখে। ❤️
ভালোর বংশে খারাপ, খারাপের বংশে ভালো জন্মে এটাই বহু ক্ষেত্রে দেখা যায়,এর ব্যতিক্রম যে হয়না তানয়।
ভিডিওটা আমার খুব ভালো লেগেছে এটা সত্যি কথা সেটাই বলেছে আল্লাহ ওনাকে খুব ভালো রাখে
মায়ের জন্য শুভকামনা রইলো।
উনার কথা গুলো একদম পশ্চিমবঙ্গের বাংলা ভাষা। খুব ভালো লাগলো।সুমন ভাইকে অসংখ্য ধন্যবাদ। পশ্চিমবঙ্গের নদীয়া কৃষ্ণনগর থেকে।
Nodia ar kustia to same vhi 🙄
সুমন ভাইয়ের ডকুমেন্টারি গুলো অসাধারণ তথ্যবহুল খুব ভালো তার ভিডিও গুলো দোয়া রইলো সুমন ভাইয়ের পতি
ধন্যবাদ সঠিক ইতিহাস তুলে আনার জন্য। এতদিন সিরাজউদ্দৌলা কে কিছু কুচক্রী মহল খারাপ শাসক হিসেবে দেখিয়েছে কিন্তু সিরাজউদ্দৌলা ছিলেন ভালো শাসক, দেশ প্রেমিক ও ধার্মীক মুসলিম। আপনার চেষ্টা চালিয়ে যান, সমালোচকদের কথায় থামবেন না।
ধন্যবাদ। বৃদ্ধার কথাবার্তায় ঐতিহ্যের সুস্পষ্ট ছাপ। তাঁর প্রতি শ্রদ্ধা রইল। সাক্ষাতের ইচ্ছা।
আমাদের প্রিয় নবি হজরত মুহুম্মদ (সঃ) বলেছেন পিতার অন্যায় এর জন্য পুত্রের অথব পুত্রের অপরধের জন্য পিতার বিচার হবে না। আর এরা তো বংশধর।
আল্লাহ তুমি রহমত কর আমিন। 😢😢
দাদীমার জন্য অনেক শুভ কামনা । কি সুন্দর করে সত্য বিষয়গুলো তুলে ধরেছে ।
ব্যক্তি দোষী হতে পারে কিন্তু বংশ দোষী নয়
যে পাপ করে আল্লাহর হক বিচার হলো সেই পাপিকেই তার পাপের ধরণ মোতাবেক সাজা শাস্তি দেয়া -
অন্য কাউকেই নয়
আপনার প্রতিটি কাজে যদি সহযোগিতা করতে পারতাম নিজেকে অনেক ধন্য মনে হতো
সত্য কোনু দিন ছাপা থাকে না সত্য কে সত্য বলায় এই বৃদ্ধ মহিলা কে অসংখ্য ধন্যবাদ জানাই
নবাব সিরাজউদ্দৌলা আমি তোমায় ভালবাসি । তুমি বাংলার মানুষের হৃদয়ের নবাব হয়ে থাকবে চিরদিন । যত দিন সূৃর্য পূর্ব দিকে উদিত হবে পশ্চিমে অস্ত যাবে ততদিন বাংলা, বিহার ও উড়িষ্যার মানুষের হৃদয়ের নবাব তুমি সিরাজউদ্দৌলা । ভালবাসি তোমায় । ভালবাসবো তোমায়। আজও আমরা তোমরা শূন্যস্থান পূরণ করতে পারিনি । আজও তোমার ঋণ শোধ করতে পারিনি । পলাশীর প্রান্তরে তোমার পরাজয় হয়নি , পরাজয় হয়েছে আমাদের । এই পরাজয়ের গ্লানি এখনও আমরা বহন করছি । অবিভক্ত বাঙলা, বিহার ও উড়িষ্যার নবাব সিরাজউদ্দৈালা আমাদের ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো ।
ধন্যবাদ আপনাকে সত্য ইতিহাস তুলে ধরার জন্য, কিন্তু বর্তমান বংশধরদের কোন দোষারোপ করবোনা আমরা।
আপনার এই অসাধারণ ভিডিওটির জন্য অসংখ্য ধন্যবাদ স্যার 🙏
দাদীমার কথা গুলো অসম্ভব সুন্দর দুবাই থেকে অনেক ধন্যবাদ ভাইয়া ❤❤❤❤
মীরজাফর যদি বেইমানি না করতো তাহলে তারা কি অবস্থায় থাকত একটু ভেবে দেখেছে ,সবাই নবাব পরিবারেরই থাকতো। একজনের জন্য আজ সবার কপালে দুর্ভোগ।
শুধু তাদের অবস্থা না ভারতীয় উপমহাদেশের অবস্থাই অন্যরকম হতো,
🙂
@@maxrehman9426 ঠিক বলেছেন
Right talk
Amra o khub sundor vabe thaktam
@@maxrehman9426ইংরেজরা অনুমানকি ৪৫ ট্রিলিয়ন ডলারের মূল্য পরিমাণ এই ভারতবর্ষ থেকে পাচার করসে যা আজকের যুক্তরাজ্যের মোট জিডিপির ১৫ গুন অবং এর সিংহভাগই ছিল এই বাংলা থেকে ।
জাস্ট চিন্তা করা যায় এই দেশের সম্পত্তি দেশেই থাকলে আজ এই বাংলার দেশ কোন অবস্থায় থাকতো!!?
@@Masternaldo eisob chinta korle chokhe pani chole ashe. Amader desh to gorib chilo na gorib erai banaise. Prothom british then Pakistan
একটা কথা আছেনা আলেমের ঘরে জালেম হয় আবার জালেমের ঘরে আলেম হন।উনারা আমার মনে হয় অনেক ভালো মানুষ।
উনার কথা গুলো ভালো লাগছে। সত্য বলার জন্য।
বুড়ি মার কথা গুলি খুব সুন্দর মনেরহয় তিনি খুব সরল সহজ। সদা সত্য কথা বলার জন্য বুড়ি মাকে অনেক অনেক ধন্যবাদ।
তবে তার বংশ ধরদের কোন দোষনাই।তাহারা আমাদের বন্ধু সুলভ।
সুমন ভাই, গৌরগোবিন্দর পতনের ইতিহাস একটু তুলে ধরবেন।
আমাদের মুসলিম বাংলাদেশ থেকে তার কিভাবে পতন হলো
মুসলিম হিসেবে আমাদের এটা জানা প্রয়োজন।
@@banglaprathamikshiksha471 @ হিন্দু কোন ধর্ম নয়, সিন্ধু তীরের অববাহিকায় বসবাসকারীদের হিন্দু বলা হয়, ভারতে একসময় বৌদ্ধদেরও ক্ষমতা ছিলো, মুসলমানদেরও ক্ষমতা ছিলো, ইতিহাস বলে নির্যাতন বেশি করে ছিলো বৌদ্ধরা, আর সবচেয়ে কম মুসলমানরা। সুতরাং সমাজ দেশ বিভাগের কারনের আমরা ভারত থেকে আলাদা রাষ্ট্র, তাই সুমন ভাই এখন আর হিন্দু নন!
@@allrounder8583 vul bolechen
@@madhubanerjee5752 আপনার সঠিকটা বলেন, সবাই একটু জানি।
@@allrounder8583 apnak ba apnr moto islam dhormo virudr busiye lub nhi to sthik history khuje nije pore tror k koto boro choto....k ki.....janben....sala islm.....moto.... dhormer ....lok dr khub duniyar malik hota...
Sala nijera Jemn sukher atole ache sby k ti krar chesta kre....tora...Donna y vater alla alla kre .....
Jekhane jalla sakhanai asantti👍👍
দাদা আপনার পরিবেশনা অসম্ভব সুন্দর৷ আমি পশ্চিমবঙ্গবাসী, দীর্ঘদিন ধরে আপনার বিভিন্ন পরিবেশনা দেখছি৷ অামার পূর্ব পুরুষদের জন্ম বাংলাদেশের বরিশাল জেলার গৈলা তে৷ অনেকদিনের ইচছা ওইসব অঞ্চলে স্বাদ আস্বাদন করার৷ কিন্তু এখন পর্যন্ত তা হয়ে ওঠেনি৷ প্রসঙ্গতঃ জানাই ঐ ওই অঞ্চলেই সৃষ্টি হয়েছে বাংলার আর এক মহাকাব্য মনসামঙ্গল৷ লেখক বিজয় গুপ্ত, যার জন্মজন্মও হয়েছিল ঐ গৈলাতে৷ তাই বন্ধু আপনার কাছে বিশেষ অনুরোধ ঐ স্থনের ওপর একটি ঝকঝকে আপনার উপস্থাপনা দেখতে চাই৷