ভারত সীমান্তঘেরা আঙ্গরপোতা-দহগ্রাম ছিটমহলের মানুষেরা কেমন আছেন এখন? || Tin Bigha Corridor

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 พ.ย. 2024

ความคิดเห็น • 784

  • @gunamaybanerjee3142
    @gunamaybanerjee3142 2 ปีที่แล้ว +25

    অনেকদিন পর একটা যুৎসই প্রামাণ্যচিত্র দেখলাম।তিনবিঘা র উপর অনেকে ভিডিও করেছেন কিন্তু এটা ভিন্নধর্মী এবং সম্পূর্ণ।দহগ্রাম ও অঙ্গারপোতার অনেক ছেলে আশির দশকে আমাদের সাথে ভারতের মেখলিগঞ্জ হাই স্কুলে পড়তে আসতো।তবে কোনও মেয়ে কখনও পড়তে আসেনি।কয়েকজন ভালো athlete ছিল,তারা কোচবিহার জেলা meet এও অংশগ্রহণ করেছিল।অঙ্গারপোতার জমিদার ছিলেন উমের আলী সাহেব,তাঁর এক ছেলের নাম বাবলু।দহগ্রাম সেই সময় খুব ভালো একটা ফুটবল টুর্নামেন্ট হতো।ভারত থেকেও অনেকে সেখানে খেলতে যেত। ধন্যবাদ আবার খুব ভালো উপস্থাপনার জন্য।পাটগ্রামের চাচা কেও অনেক শ্রদ্ধা জানাই আপনাকে গাইড করার জন্য।

    • @brazilfans496
      @brazilfans496 ปีที่แล้ว +2

      যে বাবলুর কথা বলছেন উনি আমার চাচা

    • @Rakib_133
      @Rakib_133 ปีที่แล้ว +2

      ধন্যবাদ জনাব,সত্যি আমি মর্মাহত, পুরোনো স্মৃতি মনে করিয়ে সত্যি আগের দিনের কথা মনে গেলো,যদিও আগে অনেক কষ্ট ছিলো দহগ্রাম আঙ্গোরপোতার মানুষের তা সত্বেও ভারত বাংলার মানুষের মধ্যে যতটা মিল বা মেলবন্ধন ছিলো সত্যি গর্বকরার মত।

  • @dilipbiswas6693
    @dilipbiswas6693 ปีที่แล้ว +14

    সালাহউদ্দিন ভাই তোমার প্রতিবেদন দেখে আমার মনে নাড়া দিয়ে গেলো | আমার পূর্বপুরুষের বাস তো ওপারে ছিলো, খুব ছোটবেলায় গিয়েছিলাম কিছু মনে নেই | এখন সেখানে আর কেউ নেই তাই যাবার জন্যও মন উতলা হয় না | আমার এই সত্তর বছর বয়সে এসে মনে হয় সেই সময়ের কিছু স্বার্থপর মানুষের জন্য এই বাংলা ভাগ হয়, না হলেই বোধহয় ভালো হোতো | ওপার থেকে চলে আসা শিশুকাল, কৈশোর কাটানো বহু মানুষের মনে মাতৃভূমি ছেড়ে আসার কষ্ট দেখেছি, সে যে কী কষ্ট যাদের মাতৃভূমি ছাড়তে হয়েছে তারা ছাড়া কেউ বুঝতে পারবে না | আমাদের বিজয়া দশমীর শুভেচ্ছা জানাই আপনাদের, সবাই ভালো থাকবেন | আমার জন্ম এপারে হলেও আমার শিকড় তো ওপারেই রয়ে গেলো |

    • @ummeysalma384
      @ummeysalma384 7 หลายเดือนก่อน

      আপনারা এখান থেকে গিয়েও এই মাতৃভূমির জন্য কাদেন মন টানে আর বর্তমানে আমাদের অনেক হিন্দু ভাই বোন আছেন যাদের এই মাতৃভূমির প্রতি টান অনূভব হয় না।তাদের কাছে ইন্ডিয়া প্রিয়।আপনাদের মতো দেশপ্রেমিক মানুষের জন্ম এই বাংলাদেশের মাটিতে আর হবে কিনা জানা নেই। 😢 কারণ এখন সবাই দেশের চেয়ে সংস্কৃতি নিয়েই ভাগ হতে চায়।

    • @lal2gsh6964
      @lal2gsh6964 5 หลายเดือนก่อน

      আমাদের ভারতেও একই সমস্যা , এখানকার মুসলিম দের প্রাণ কাদে পাকিস্তান আর বাংলাদেশের জন্য , অথচ সীমান্ত পেরিয়ে বেশির ভাগ মুসলিমরাই ভারতে আসে আরো ভাল জীবন যাপন এর জন্য।

  • @sazzadhira2776
    @sazzadhira2776 2 ปีที่แล้ว +33

    আমার বাবা মোফাজ্জল হোসেন 🤍
    ব্যস্ততার কারণে ওভাবে কথা বলা হয়ে উঠেনি আপনার সাথে কিন্তু দহগ্রাম ও আঙরপোতার গ্রামীণ মানুষদের সাথে আপনার অসাধারণ উপস্থাপনা আমার মনকে সত্যি মনমুগ্ধকর করেছে! প্রত্যন্ত গ্রাম দুটিকে অনেক সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। আপনি ভীষণ রকমের ভালো মনের মানুষ। আল্লাহ আপনার নেক হায়াত দারায করুক। 🤗 বাবা আপনার খুব প্রশংসা করেছেন, আবারো নতুন করে নতুন কোনো বিষয় নিয়ে পাটগ্রামে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।
    ধন্যবাদ। ❤️

    • @umx6vir212
      @umx6vir212 2 ปีที่แล้ว +2

      কিরে বাউ... কেমন আছিস? তোর বাড়ি কোটে?

    • @sazzadhira2776
      @sazzadhira2776 2 ปีที่แล้ว +1

      আলহামদুলিল্লাহ তোমা কেমন আছেন বাহে !
      হামার বাড়ি পাটগ্রামোত তোমার বাড়ি কোটে ?

    • @umx6vir212
      @umx6vir212 2 ปีที่แล้ว +1

      @@sazzadhira2776 মোর বাড়ি সরকারি কলেজের ওদি।

    • @Mdkawsar-ko6ep
      @Mdkawsar-ko6ep 2 หลายเดือนก่อน

      ভালো লাগলো আঞ্চলিক ভাষায় কমেন্ট পরে

  • @hossainmdnabi7687
    @hossainmdnabi7687 2 ปีที่แล้ว +109

    সুমন ভাই আমি একজন মালয়েশিয়া প্রবাসী,প্রতিদিন কাজ শেষ করে যখন রাতে একটু বিশ্রামে যাই তখনি মোবাইল হাতে নিয়ে আপনার ভিডিও গুলো খুঁজি, বিশেষ করে আপনার উপস্থাপনা আমাকে বেশ মুগ্ধ করে ❤️❤️❤️❤️।

    • @maxisroco9009
      @maxisroco9009 2 ปีที่แล้ว

      অতি আবেগ প্রোবন বোকাচোদা বাঙালি। কতটা বোকাচোদা হলে এমন কমেন্ট করে মানুষ 🤣🤣🤣

    • @mahfuzurrahman9900
      @mahfuzurrahman9900 2 ปีที่แล้ว +3

      ❤️ from NYC for Shumon bro

    • @meherunnesa7728
      @meherunnesa7728 2 ปีที่แล้ว

      Qqqqqqqq

    • @nayeef11
      @nayeef11 2 ปีที่แล้ว

      th-cam.com/video/yZrjmqXxFIE/w-d-xo.html

    • @arifahmed7962
      @arifahmed7962 2 ปีที่แล้ว +5

      আসলেই সুমন ভাইয়ের উপস্থাপনা মুগ্ধকর, অসাধারণ ❤️

  • @Ronaldo-y5r
    @Ronaldo-y5r 2 ปีที่แล้ว +123

    ভালো লাগলো এই সীমান্তবর্তী এলাকার মানুষদের একে অপরের প্রতি মিল বন্ধন দেখে। ঠিক ই একদিন এই কাঁটাতারের বেড়া পেরিয়ে অবশ্যই যাবো সীমান্তবর্তী দেশ বাংলাদেশে। প্রিয় বাংলাদেশি ভাই ও বোনেরা আপনারাও ভালোবাসা নেবেন এই ভারতীয় ভাই এর পক্ষ থেকে।🇮🇳🖤🇧🇩

    • @mdharunroshidmdharunroshid1869
      @mdharunroshidmdharunroshid1869 2 ปีที่แล้ว +6

      ধন্যবাদ ভাই আপনাকে

    • @kamrujjamanmondol1101
      @kamrujjamanmondol1101 2 ปีที่แล้ว +3

      Good

    • @rezzabisshas5332
      @rezzabisshas5332 2 ปีที่แล้ว +3

      Thanks

    • @HannanNowab
      @HannanNowab ปีที่แล้ว +3

      ধন্যবাদ ভাই। আপনার কমেন্ট অনেক ভালো লাগলো।

    • @lalmati840
      @lalmati840 ปีที่แล้ว +2

      স্বাগতম আপনাকে

  • @kazisalim1128
    @kazisalim1128 2 ปีที่แล้ว +4

    ২০১৯ সালে আমরা ২০ জনের একটি টিম ঘুরে বেড়াতে গিয়েছিলাম নাটোর রাজবাড়ী, তিস্তা ব্যারেজ, দহগ্রাম, আঙ্গর পোতা 0 পয়েন্ট এবং দিনাজপুর স্বপ্নপুরীতে । অনেক স্মৃতি আছে, অনেক ছবি আছে বেশ ভালো লেগেছিল । অনেকদিন পর সুমন ভাইয়ের ভিডিওটা দেখে পুরনো সব স্মৃতি মনে পড়ে গেল । ধন্যবাদ সুমন ভাইকে ।

  • @manasbangla
    @manasbangla 2 ปีที่แล้ว +291

    চাকরি সূত্রে কোচবিহারে আড়াই বছর ছিলাম তখন তিনবিঘা করিডরে গিয়েছিলাম। ওপার বাংলার মানুষদের সাথে বেশ কিছু সময় গল্প করে কাটিয়েছিলাম। খুব ভালো লেগেছিল জায়গাটা।

    • @ManikAli-zk2oc
      @ManikAli-zk2oc 2 ปีที่แล้ว +12

      মানুষ বাংলার ভিডিও আমি খুব বেশি দেখি ধন্যবাদ মানুষ বাংলা কে

    • @ashishdev9711
      @ashishdev9711 2 ปีที่แล้ว +4

      Iove u dada

    • @nafizvlogs4132
      @nafizvlogs4132 2 ปีที่แล้ว +6

      দাদা আমি আসছি মুরর্শিদাবাদ

    • @dabasishdeymajumder9448
      @dabasishdeymajumder9448 2 ปีที่แล้ว +1

      ❤️

    • @rezaulkhan1134
      @rezaulkhan1134 2 ปีที่แล้ว +3

      আপনার ভিডিও আমি দেখি । খুব ভাল লাগে। ধন্যবাদ দাদা ।

  • @aqtiarliton641
    @aqtiarliton641 2 ปีที่แล้ว +30

    অনেক ছোট বয়সে দহগ্রাম-আঙ্গরপোতা সম্পর্কে একটা বই পড়েছিলাম কৈশোরে পড়া বইটা পড়ে মন অনেক খারাপ হয়েছিল ওখানকার মানুষের দুঃখ কষ্টের কথা পড়ে ,,সুস্পষ্ট ধারণা ছিলো না এতদিন, আজ সব স্পস্ট করে বুঝলাম,, ধন্যবাদ ভাই।।

  • @shahporanhossainshahporanh6392
    @shahporanhossainshahporanh6392 2 ปีที่แล้ว +3

    সুন্দর, একটা,গ্রাম,বাংলার,চিত্র, তুলে দরার,জন্য, সুমন,ভাই, আপনাকে,জানাই,অনেক, অনেক, ধন্যবাধ,

  • @MizanurRahman-fk3zm
    @MizanurRahman-fk3zm ปีที่แล้ว +6

    এত সুন্দর করে প্রিয় মাতৃভূমি সবার কাছে তুলে ধরার জন্য ধন্যবাদ।

  • @jahidhasanshanto5579
    @jahidhasanshanto5579 2 ปีที่แล้ว +12

    20.13
    A good fence makes good neighbour.
    Robert Forst ( Mending Wall)
    এই লাইনটির বাস্তব যথার্থতা তুলে ধরলেন লোকটি। একটি দেশের সব চাইতে প্রত্যন্ত এলাকায় বাস করেও, নিজ ভূখন্ডের সীমানা প্রাচীরের জন্য,কতটা দরদ মাখা ভাষায় প্রকাশ করলেন এবং সীমানা না থাকার আশঙ্কাটা কত সুন্দর ভাবে তুলে ধরলেন।
    সালাম চাচা

    • @ayondash7063
      @ayondash7063 2 ปีที่แล้ว

      হুট করে ভারত করিডর বন্ধ করে দিলে এই লোক খাঁচায় বন্দি হয়ে যাবে বুঝতে পারতেছে না।

  • @kalpananath9375
    @kalpananath9375 ปีที่แล้ว +4

    ধন্যবাদ আপনাকে তিন বিঘা করিডোর দেখার সুযোগ করে দেয়ার জন্য। অনেক দিনের ইচ্ছা পূরণ হলো।

  • @shamsulkhan8534
    @shamsulkhan8534 ปีที่แล้ว +8

    আঙ্গুর পোতা দহগ্রাম তিন বিঘা করিডোর দেখে অত্যন্ত আনন্দদায়ক ভ্রমণ মনে হলো কোন ধনাত্মক ব্যক্তি যদি আঙ্গুর পোতা দহগ্রামে পিকনিক স্পট করতেন তাহলে ভ্রমণ পিপাসু মানুষগণ আনন্দঘন পরিবেশে যাতায়াত করতে পারতেন। অপেক্ষায় থাকলাম। আপনার ভ্রমণ চিত্রটি দেখে খুবই অভিভূত হলাম। মনে হচ্ছে ব্রিটিশ লোকরা দুই দেশের মধ্যে এমন জঞ্জাল তৈরি করে গেছে। এভাবে পাশাপাশি দুটি দেশের সীমানা হতে পারে না। অদূর ভবিষ্যতে এর কোনো সমাধান হবে কিনা জানিনা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।

  • @labonnyashuvro1046
    @labonnyashuvro1046 2 ปีที่แล้ว +23

    সুমন দাদা আপনার ভিডিও গুলো দেখে খুব অবাক হয়ে যাই। মাঝে মাঝে মনে হয় আপনি পাখির মতো উড়াল দিয়ে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে গিয়েছেন।

  • @ashrafulkabir7464
    @ashrafulkabir7464 2 ปีที่แล้ว +13

    ভাইয়া, বাংলাদেশ সময় এখন রাত ১টা ৩০ মিনিট। আমি ঢাকায় থাকি। এইমাত্র আপনার ভিডিও চিত্রটি দেখলাম। খুব ভালো লাগলো। ভারতীয় সীমান্ত ঘেষা আমাদের বাংলাদেশের ছিটমহল দহগ্ৰাম অধিবাসীদের প্রতিদিনের জীবন যাপন চিত্র তুলে ধরেছেন আমাদের নিকট।
    আমরা জানতে পারলাম আমাদের দেশের মানুষ কেমন আছেন।
    তাই অসংখ্য ধন্যবাদ আপনাকে।
    ভালো থাকুন ও সুস্থ থাকুন।
    শুভ রাত্রি 🌷

  • @mithunbag6238
    @mithunbag6238 2 ปีที่แล้ว +28

    আমি অবাক হয়ে যাচ্ছি একটু আগেই আমি এই জায়গাটা গুগল ম্যাপে দেখছিলাম তারপরে ইউটিউব খুলতেই আপনার ভিডিও সত্যি অবাক হয়ে গেলাম। ভিডিওটা দেখি তারপরে জানাবো কেমন লাগলো।

    • @theka8793
      @theka8793 2 ปีที่แล้ว +3

      It's Googles ai things

  • @abedali2539
    @abedali2539 ปีที่แล้ว +4

    স্বাগতম সু স্বাগতম পাটগ্রাম বাসির সৌজন্যে সালাউদ্দিন ভাইকে সুদুর কুয়েত থেকে দেখছি আমার বাড়ীর খুব কাছে দহগ্রাম অনেক আত্তীয় আছে দহগ্রামে খুব সহজ সরল মনের মানুষ আল্লাহ তাদেরকে নিরাপদে রাখুক।

  • @MAHMUDULHASAN-ir8qu
    @MAHMUDULHASAN-ir8qu 2 ปีที่แล้ว +3

    রিপোর্টার ভাইকে আন্তরিক মোবারকবাদ জানাই ভাই এগিয়ে জান দীর্ঘজিবী কামনা করি ধন্যবাদ।

  • @SARKERJEE104
    @SARKERJEE104 2 ปีที่แล้ว +3

    আমি ৮৮ সালে গিয়েছিলাম। এখন অনেক উন্নত হয়েছে। দারুন মজা লাগলো। ধন্যবাদ সুমন। ধন্যবাদ পাটগ্রাম বাসি সহ সকলকে।

  • @AbulKalam-ml8sh
    @AbulKalam-ml8sh ปีที่แล้ว +6

    আলহামদুলিল্লাহ। আমরা চট্টগ্রামের বোয়ালখালী থেকে ৮ জনের একটি দল তেতুলিয়া,'তিস্তা ব্যারেজ, তিন বিঘা করিডোর আঙ্গরপোতা দহগ্রাম দেখার সুযোগ হয়েছিল। আমার নিকট ঐ জায়গা টা ছিল ঐতিহাসিক স্থান।

  • @pradipkar2685
    @pradipkar2685 2 ปีที่แล้ว +7

    তিন বিঘা নাম শুনেছিলাম, আজ আপনার কল্যাণে সেটা দেখতে পারলাম সেজন্য ধন্যবাদ আপনাকে🍁

  • @Manikruidas-l2h
    @Manikruidas-l2h 2 หลายเดือนก่อน +2

    আপনার ভিডিওর মাধ্যমে তিন বিঘা
    করিডর সম্বন্ধে সঠিকভাবে বুঝতে পারলাম।
    আপনাকে অশেষ ধন্যবাদ।

  • @paromitadey891
    @paromitadey891 ปีที่แล้ว +7

    West Bengal 🇮🇳🇮🇳এর কোচবিহার জেলা শহর থেকেই দেখছি আপনার ভিডিও দাদাভাই, আমার কাকাতো বোনের বিয়ে হয়েছে মেখলীগঞ্জ এ। তাই এই করিডোর আমার ভীষন চেনা জায়গা। খুব ভালো লাগল সমস্ত মুহূর্ত গুলো❤❤

  • @juthikabarua3599
    @juthikabarua3599 2 ปีที่แล้ว +5

    অনেক ধন্যবাদ আপনাকে তিনবিঘা করিডর দেখলাম । এটা আগে ও দেখেছি তবে আপনার উপস্থাপনায় খুব ভালো ভাবে উপভোগ করলাম । সীমান্ত এলাকার ভিডিও গুলো খুব ভালো লাগে ।

  • @ranjitchakraborty6094
    @ranjitchakraborty6094 2 ปีที่แล้ว +5

    প্রিয় সুমন , আপনার আরো পাঁচটা ভ্লগের মত এই ভ্লগটাও আমার ভীষন সুন্দর লাগল। অসম্ভব সুন্দর এর ভিডিওগ্রাফি ।
    গাঢ় নীলআকাশে সাদা মেঘের ভেসে চলা , নীচে মন পাগল করা সবুজ প্রকৃতি, এদিক-ওদিক ছড়ান-ছিটান গ্রাম্য জীবনের কোলাজ চিত্র , তার মাঝে আংকেলের গাড়ী ছুটে চলেছে কালো ফিতের মত অক্ষত রাস্তা ধরে। মনে হচ্ছিল ওই ফিতেটা যেন ওই গাড়ী র নীচে এসে গুটিয়ে যাচ্ছে এবং এর সাথে আপনার সুন্দর সাবলীল পথ ও দৃশ্য বর্ননা, চমৎকার এবং দুর্দান্ত লেগেছে আমার।
    ' তিন বিঘা করিডর '-- এই বিষয়ে সংবাদপত্রে বিভিন্নসময় অনেক কথা পড়েছি কিন্তু ওই জায়গাটা না দেখার ফলে বিষয়টা একদমই বুঝিনি । কিন্তু আপনি যেভাবে ম্যাপ দিয়ে সুন্দর ভাবে বুঝিয়ে দিয়েছেন , তাতে এতদিনে বিষয়টা পরিস্কার হয়েছে। এজন্য আপনাকে অনেক ধন্যবাদ ।
    আপনি সুস্থ থাকুন , ভাল থাকুন , ভগবানের কাছে এই প্রার্থনা করি ।

  • @suvashchandraroy1349
    @suvashchandraroy1349 2 ปีที่แล้ว +3

    আপনার ধারাভাষ্য অত্যন্ত সুন্দর এবং সাবলীল। আপনি উত্তরোত্তর উৎকর্ষ লাভ করুন, শুভকামনা রইল।

  • @Sohel.Gulandaz628
    @Sohel.Gulandaz628 2 ปีที่แล้ว +7

    সালাহউদ্দিন সুমন ভাইয়ের জন্য দোয়া ও ভালোবাসা সবসময়। আমরা সুমন ভাইয়ের মাধ্যমে প্রত্যন্ত এলাকার ভিডিও বেশি বেশি দেখতে চাই।

  • @shyamnarayanbiswas1905
    @shyamnarayanbiswas1905 2 ปีที่แล้ว +3

    Suman ভাই এর গলার আওয়াজ শুনলে মনটা আনন্দে ভরে ওঠে

  • @mdtahasanemon6005
    @mdtahasanemon6005 ปีที่แล้ว +18

    ভারতের অভ্যন্তরে বাংলাদেশের অংশটাকে আরও উন্নত করা দরকার। যাতে একটা ভালো পর্যটন শিল্প গড়ে ওঠে

  • @selinaakter4257
    @selinaakter4257 2 ปีที่แล้ว +15

    সালাহউদ্দীন ভাইয়া কতো ভালো মানুষ। উনাকে দেখে ও তো অমানুষ মানুষ হতে পারে। সালাহউদ্দীন ভাইয়ার ভিডিও গুলো অসাধারণ। আল্লাহ সালাহউদ্দীন ভাইয়া দীর্ঘ হায়াত দান করুক, এই আমার দোয়া। আলহামদুলিল্লাহ 🌏🇧🇩👩‍🎓🚗🏍️😀💝🌛✈️💔🌺

  • @alaminrahul140
    @alaminrahul140 2 ปีที่แล้ว +2

    সুমন ভাই এর প্রতিবেদন গুলো বিগত কয়েক বছর ধরে দেখছি সত্যিই অসাধারণ (যশোর থেকে)।

  • @anowarulislam842
    @anowarulislam842 ปีที่แล้ว +2

    ধন্যবাদ আপনাকে, আমাদের জেলা লালমনিরহাটের তিন বিঘা করিডর তুলে ধরার জন্য।

  • @md.yousuf566
    @md.yousuf566 2 ปีที่แล้ว +4

    তিন বিঘা করিডোর নিয়ে অনেক ভিডিও দেখেছি। কিন্তু আপনার মত এত সুন্দর করে কেউ ভিডিও বানাতে পারে নি। ধন্যবাদ সুমন ভাই♥️❤️

  • @bijoychakma4173
    @bijoychakma4173 ปีที่แล้ว +3

    একটি অদ্ভুত দৃশ্য দেখলাম আপনার মাধ্যেমে, তাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জীবনে আশা আছে একবার হলেও যাবো, আমি একজন বাংলাদেশী হিসেবে.........

  • @reforcesign2778
    @reforcesign2778 ปีที่แล้ว +7

    সীমান্তবর্তী এলাকাগুলি বিশেষ-বিশেষ স্থানে খুব রোমাঞ্চকর। এইসব অনুভুতি আলাদা। 🙏🌱

  • @moniruddin8469
    @moniruddin8469 ปีที่แล้ว +1

    অনেক ভালো বললেন এবং চমৎকার দৃশ্যও দেখালেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

  • @mofidurrahman594
    @mofidurrahman594 2 ปีที่แล้ว +20

    আসাম রাজ্যের ধুবুরী থেকে অবিরাম ভালোবাসা রইলো ভাইয়া।

    • @travelwithsazib8902
      @travelwithsazib8902 2 ปีที่แล้ว +2

      Vai apnar sathe mone hoy comment a kotha bolchilam❤️ mone ache??

    • @mofidurrahman594
      @mofidurrahman594 2 ปีที่แล้ว +1

      @@travelwithsazib8902 Apni kothay theke

    • @travelwithsazib8902
      @travelwithsazib8902 2 ปีที่แล้ว +2

      @@mofidurrahman594 ami vai Bangladesh ei,, er age ki niye jeno apnar sathe kotha hoyechilo,, aponar pic dekhe mone porlo🥞

    • @mofidurrahman594
      @mofidurrahman594 2 ปีที่แล้ว +1

      @@travelwithsazib8902 ohh

    • @travelwithsazib8902
      @travelwithsazib8902 2 ปีที่แล้ว +1

      @@mofidurrahman594 হুম🥰

  • @aftabjulficar1840
    @aftabjulficar1840 2 ปีที่แล้ว +13

    দুই বাংলার মানুষের জন্য শুভকামনা রইল

  • @mohuyachowdhury1850
    @mohuyachowdhury1850 2 ปีที่แล้ว +5

    আপনার খুটিনাটি সহ ছিট মহলের প্রতিবেদন দেখে অনেক ভালোলাগলো. আগেও অনুন্নত অবস্থার এখানকারই ভিডিও দেখাছিল.সিমান্ত অঞ্চলের অসুবিধার কথা কিছুটা হলেওজানা আছে তবুও জীবনের তাগিদে বসবাস করতেই হয়.

  • @Rktauhidtv
    @Rktauhidtv 2 ปีที่แล้ว +7

    আমি ভারত থেকে,,তিন বিঘা করিডোর,নিয়ে অনেক ভিডিও খুঁজেছি আগে,,সেরকম পাইনি,,, আপনার ভিডিও প্রায় দেখি আমি, আপনি যে তিন বিঘার। ভিডিও বানাবেন ভাবতেও পারিনি,,, মাশাআল্লাহ,,,আমি ভারত বাংলাদেশ যেখানে, তার,বেরা হয়,নি , ওখানে,আমি বেশ কয়েকবার,গিয়েছি, আপনি যে ,০পয়েন্টে গিয়েছেন,আমি একদিন,রাস্তার এপার থেকে ওপারে,, বাংলাদেশি ভাইদের সাথে কথা বলেছি,,, এবং কি বাংলাদেশের,অনেক ভাই ,, ভারতে ০পয়েন্টে কাজ,করে

  • @whatteverr
    @whatteverr 2 ปีที่แล้ว +22

    7:26 মে ১৬, ১৯৭৪ সালে ইন্দিরা গান্ধী-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মধ্যে করা চুক্তি অনুসারে ভারত-বাংলাদেশ পরস্পরের সাথে ছিটমহল বিনিময়ের কথা ছিল। বাংলাদেশ সাথে সাথেই দক্ষিণ বেরুবাড়ী ভারতের কাছে হস্তান্তর করে চুক্তি বাস্তবায়ন করে, কিন্তু ওই সময় ভারত তাদের দাদাগিরী দেখিয়ে তিনবিঘা করিডোর বাংলাদেশের কাছে হস্তান্তর করেনি।

    • @Insaniyahbd
      @Insaniyahbd ปีที่แล้ว

      😢😢😢😢😢

    • @jagobangla-tv
      @jagobangla-tv 7 หลายเดือนก่อน

      Vai chhitmahal ar Manus India ar sange thakte chai..😅

  • @TechnicalAlamgir177
    @TechnicalAlamgir177 ปีที่แล้ว +2

    এত সুন্দর করে প্রিয় মাতৃভূমি সবার কাছে তুলে ধরার জন্য ধন্যবাদ। 🥰🥰

  • @asaduzzaman7834
    @asaduzzaman7834 2 ปีที่แล้ว +3

    আমাদের সবার খুব প্রিয় সালাউদ্দিন সুমন ভাইয়ের আরও একটি ভিডিও। খুবই ভালো লাগলো ভিডিও টা। বরাবরের মতোই খুবই প্রাণবন্ত উপস্থাপনা। মন ছুঁয়ে যায়।

  • @jjannatulferdouse689
    @jjannatulferdouse689 2 ปีที่แล้ว +2

    অসাধারন মনমুগ্ধকর উপস্থাপনা ! গ্রাম দুটি অনেক সুন্দর!

  • @biswajitguha358
    @biswajitguha358 2 ปีที่แล้ว +4

    আপনার এই প্রচেষ্টা খুব ভালো লাগলো। বেশ নির্ভিক, সাবলীল,, নিরপেক্ষ ও সুন্দর পরিবেশনা । বিভেদকামীদের ভারতকে গাল পাড়ার আগে এটা দেখা উচিৎ।
    এই করিডোর ওই দুই গ্ৰামের জীবনযাত্রার উন্নতি করেছে জেনে ভাল লাগলো ।
    আপনার ভিডিওগ্ৰাফি ও ভাষ্য খুব ভালো। এগিয়ে চলুন ভাই। এই জাতীয় প্রচেষ্টা দুই দেশের মানুষ কে কাছাকাছি আনতে সাহায্য করবে ।
    ধন্যবাদ, ভারতের দিনাজপুর জেলা থেকে ।

  • @ChoyonExpress
    @ChoyonExpress 2 ปีที่แล้ว +27

    ❤️❤️বাবা মা কে চিকিৎসার জন্য ইন্ডিয়া এগিয়ে দেবার সময় পাটগ্রাম গিয়েছিলাম, অনেক আগে, খুব শীঘ্রই আবার যাব ভাইয়া ❤️

  • @sanjitsarkar2595
    @sanjitsarkar2595 ปีที่แล้ว

    অসাধারণ উপস্থাপনা সুমন ভাই! আমি ভারত থেকে বলছি!অনেক অজানা তথ্য জানতে পারলাম! ধন্যবাদ আপনাকে! ভালো থাকবেন সবসময়!

  • @shyamalpaul4844
    @shyamalpaul4844 ปีที่แล้ว +2

    সত্যিই এটি একটি তথ্য সমৃদ্ধ ভিডিও 🎉👍👍

  • @mdatikur624
    @mdatikur624 2 ปีที่แล้ว +2

    খুব সুন্দর উপস্থাপনা ,,খুব ভালো লাগলো love from🇮🇳

  • @duttamoshaibipul
    @duttamoshaibipul 2 ปีที่แล้ว +2

    ব্যাকগ্রাউন্ড মিউজিক টা অসাধারন ছিলো। যার কারনে ভিডিওটি আরো বেশি আকর্ষনীয় করে তুলেছে।

  • @mdhossainmanik2825
    @mdhossainmanik2825 2 ปีที่แล้ว +4

    কি অদ্ভুত জায়গা ভিডিও টা দেখে নিজেই হাড়িয়ে গেলাম সেই আমার দাদার বাবার আমলে হয়ত ঐ সময়ে মহাভারত ছিলো কোন সীমা ছিলোনা,কঠিন জীবনযাপন এদের,

  • @OmarOmar-de8js
    @OmarOmar-de8js 8 หลายเดือนก่อน

    অনেক অনেক বেশি ইচ্ছে ছিল তিনবিঘা সীমান্ত দেখার আজ আপনার ভিডিও টা দেখার পর অনেক ভালো লাগছে অসংখ্য ধন্যবাদ সালাউদ্দিন সুমন ভাই আপনাকে

  • @shyamalpaul4844
    @shyamalpaul4844 2 ปีที่แล้ว +2

    খুবই জানার ইচ্ছা ছিল তিন বিঘা সম্পর্কে🌹 সালাউদ্দিন ভাই আপনাকে অশেষ ধন্যবাদ এত সব খবরা খবর দেওয়ার জন্য 🌹👍

  • @ajayjana8630
    @ajayjana8630 2 ปีที่แล้ว +4

    আজ, ভিডিও টা খুবই ভালো লাগলো 🌹🌹🌹🙏🏻🙏🏻🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @mdmahbub6214
    @mdmahbub6214 2 ปีที่แล้ว +22

    আমার জন্মস্থান ❤🥰
    আলহামদুলিল্লাহ্ এমন একটা সুবর্ণভূমি, প্রাকৃতিক ও ভৌগলিক সৌন্দর্যের লীলাভূমিতে আমার জন্ম❤

  • @khaledkhan49
    @khaledkhan49 ปีที่แล้ว +10

    কে করলো এই অদ্ভুত বন্টন,একই ভূখণ্ডে এত কাটা ছেড়া,এটা আমার ঐটা তোমার,ভাষা সাহিত্য সংস্কৃতি এক হওয়া সত্বেও কেন এই বিভেদ।আমার দেশের বুক চিরে নদীর পানি বন্ধ করে দিয়ে আমরা মাইলের পর মাইল ভারতকে ট্রানজিট বা করিডোর দিয়েছি অথচ মাত্র তিন বিঘা জায়গায় জন্য কত দেন দরবার।যে আকারে বড় তার মন ও বড় হওয়া চাই।

    • @rkentertainmentbd6186
      @rkentertainmentbd6186 7 หลายเดือนก่อน +1

      অনেক সুন্দর কথা বলেছেন

  • @shovodey3269
    @shovodey3269 2 ปีที่แล้ว +3

    খুব ভালো লেগেছে ধন্যবাদ আপনাকে সুমন ভাই।

  • @muhammadhabib1252
    @muhammadhabib1252 2 ปีที่แล้ว +6

    পাটগ্রাম থেকে দেখতেসি ভাই...💜...নিজের এলাকা নিয়ে সুন্দর উপস্থাপন ধন্যবাদ।

  • @mdanarulislam3763
    @mdanarulislam3763 2 ปีที่แล้ว +4

    প্রথমে শুভেচ্ছা জানাই সালাউদ্দিন ভাই
    আপনি আমার জন্মস্থান পাটগ্রাম আসার জন্য। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা
    পাটগ্রাম আমার জন্মস্থান হওয়ার কারনে
    প্রতি মাসে দহগ্রাম তিন চারবার জাওয়া হয়। কিন্তু আজকে আপনার
    উপস্থাপনায় দহগ্রাম আরো ভালো ভাবে
    ফুটে উঠলে।। আর জে হত আমি আপনার ভিডিও মোটামুটি দেড় বছর থেকে ভিডিও সব দেখি।। বাংলাদেশি ইউটিউবারের মধ্য
    আপনি আর মহসিনউল হক হাকিম ভাইয়ের ভিডিও আমি মিস করি না আপনারা দুজন আমার কাছে বেস্ট ইউটিউবার.....।

  • @subratachakraborty4836
    @subratachakraborty4836 2 ปีที่แล้ว +7

    মুক্তির আস্বাদ কে না পেতে চায় কিন্তু সেই আস্বাদ পেতে গেলে কারও বদান্যতার প্রয়োজন। যে মুক্তির আস্বাদ পায় আর যে বা যারা সেই মুক্তি দেয় উভয়েই যৎপরোনাস্তি হর্ষ অনুভব করে। ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ্য থাকবেন ।

  • @NYP76
    @NYP76 ปีที่แล้ว

    আজ পর্যন্ত ইউটিউবে যত ভিডিও দেখেছি আপনার এই ভিডিওটা তার মধ্যে থেকে সবথেকে বেটার ছিল অনেক ভালো লাগলো।

  • @sarithossain3967
    @sarithossain3967 2 ปีที่แล้ว +2

    আপনার ভিডিও গুলির বর্ননা জীবন্ত।অসংখ্য ধন্যবাদ।

  • @VlogTheWanderer
    @VlogTheWanderer 2 ปีที่แล้ว +7

    মনে মনে এই বিষয়টির উপরে আপনার ভিডিও চাচ্ছিলাম। আর কি দ্রুতই দারুণভাবে আপনি আমার মনে আশাটা পূর্ণ করলেন! 🤨 ধন্যবাদ ভাই ❤️

    • @nafizvlogs4132
      @nafizvlogs4132 2 ปีที่แล้ว +2

      আপনার কাছে দেখতে চাই

  • @omrafaruque3419
    @omrafaruque3419 8 หลายเดือนก่อน

    তিন বিঘা করিডোর শুধু শুনেছিলাম... আজ মনে হলো স্বচক্ষে দেখলাম! ধন্যবাদ!

  • @Discovery52-zw7km
    @Discovery52-zw7km 2 หลายเดือนก่อน

    ধন্যবাদ জানাই সালাউদ্দিন সুমন ভাইকে আমাদের উত্তরবঙ্গের ঐতিজ্য তুলে ধরার জন্য

  • @biplabbarua4754
    @biplabbarua4754 ปีที่แล้ว

    সুমন ভাই, আমি ভীষণ অভিভূত, পুলকিত ও শিহরিত হলাম আপনার ভিডিওতে তিন বিঘা করিডোর দেখে! এক অজানাকে জানলাম এবং অচেনাকে দেখলাম। ধন্যবাদ ভাই। ভালো থাকবেন।

  • @madhairoy6246
    @madhairoy6246 2 ปีที่แล้ว +1

    সুমন ভাইয়া আপনার প্রত্যেকটি ভিডিও মনোমুগ্ধকর। আমি আপনার একজন ভক্ত।

  • @shimulsk8984
    @shimulsk8984 2 ปีที่แล้ว +3

    আপনি আর মহসীন ভাই দুজন খুবই প্রিয় মানুষ

  • @sdrajib7296
    @sdrajib7296 2 ปีที่แล้ว +3

    লাভ ইউ ব্রো।।।। আপনাকে অনেক ধন্যবাদ এই সুন্দর সুন্দর জিনিস ইসথাপন করার জন্য

  • @MdJakirhjj
    @MdJakirhjj 9 หลายเดือนก่อน +1

    তিনবিঘা করিডর দিয়ে দহগ্রাম গিয়েছিলাম আমার খালার বাড়ি তাদের একসময় ইন্ডিয়াতেই যাতায়াত ছিল এবং তাদের সাথে অনেকবার ইন্ডিয়াতে গিয়েছি অনেক দিন পর জায়গাটা দেখে খুব ভালো লাগলো

  • @iqramoni4174
    @iqramoni4174 8 หลายเดือนก่อน +1

    বেরুবাড়ী ছিটমহল ভারতকে দিয়ে আমরা তিন বিঘা করিডোর পেয়েছি।এটি পুরোপুরি আমাদের সম্পদ।

  • @alam90786
    @alam90786 ปีที่แล้ว +6

    কোচবিহার এর এক ছিটমহল থেকে বলছি, আমি আপনার ভিডিও নিয়মিত দেখি। খুব সুন্দর ভাবে উপস্থাপন করেন আপনি ভিডিও গুলি । ❤️❤️❤️

    • @wahlyullahbhuiyan
      @wahlyullahbhuiyan 11 หลายเดือนก่อน

      আপনি কি ইন্ডিয়ান?

    • @alam90786
      @alam90786 11 หลายเดือนก่อน

      হ্যাঁ

  • @mithunbag6238
    @mithunbag6238 2 ปีที่แล้ว +2

    ভিডিওটা দেখা শেষ হলো খুব ভালো লাগলো আপনাকে অনেক ধন্যবাদ। ❤️❤️❤️❤️❤️♥️

  • @mdsahebmdsaheb5469
    @mdsahebmdsaheb5469 2 ปีที่แล้ว +1

    আমাদের লালমনিরহাট দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

  • @oyesahmed1920
    @oyesahmed1920 2 ปีที่แล้ว +2

    অসাধারণ ধন্যবাদ সালাউদ্দীন সুমন সাহেবকে

  • @Chotoporda
    @Chotoporda 2 ปีที่แล้ว +2

    এই জায়গা দেখার খুব শখ ছিলো। ধন্যবাদ আপনাকে

  • @madhubhadra
    @madhubhadra ปีที่แล้ว

    কলকাতা থেকে দেখলাম, খুব ভাল লাগল। খুব সুন্দর প্রকৃতি। ব্যাক গ্রাউন্ড মিউজিকটা খুব সুন্দর। উপস্থাপনা খুব ভাল।

  • @asikbillah5962
    @asikbillah5962 2 ปีที่แล้ว +2

    ধন্যবাদ ভাই আপনাকে, আমাদের উত্তরবঙ্গের প্রতিবেদন তৈরি করার জন্য।

  • @rakibuddinkhan918
    @rakibuddinkhan918 2 ปีที่แล้ว +2

    মাশা আল্লাহ অসাধারন একটি ভিডিও দেখে মন ভরে গেলো ❤️

  • @dyutimoybose5713
    @dyutimoybose5713 2 ปีที่แล้ว +2

    Onek onek Dhonyobad bhai tomake. Khub e sundor uposthapona. Thanks for posting such a nice video.

  • @Injoygz4mq
    @Injoygz4mq 2 ปีที่แล้ว +2

    আমি তো সালাহউদ্দিন ভাইকে অগ্রীম সারা জীবনের জন্য লাইক করে রেখেছি সেই কবে থেকে,আমি নিজেও জানি না,তাই ফার্সট লাইক সব সময় আমারই থাকবে।👍👍👍👍👍👍👍

    • @SalahuddinSumon
      @SalahuddinSumon  2 ปีที่แล้ว +3

      অনেক ধন্যবাদ, অশেষ কৃতজ্ঞতা❤️

  • @mihirnag1590
    @mihirnag1590 2 ปีที่แล้ว +1

    সুমন ভাই, কেনো কথা হবেনা,,, একদম ফাটাফাটি

  • @MdJubayer-l7i
    @MdJubayer-l7i ปีที่แล้ว

    Apnar video gulo khub valo lage osadharon uposthapona poribarer sobai dekhi amra

  • @drnahidhasan7891
    @drnahidhasan7891 2 ปีที่แล้ว +4

    পান খাওয়া চাচির কনফিডেন্স দেখে ভালো লাগলো।আপনাদের জীবন আরো ভালো কাটুক।

  • @rayhanuddin6219
    @rayhanuddin6219 6 หลายเดือนก่อน

    চমৎকার উপস্থাপনা।
    কল্পনায় মনে হচ্ছে নিজে ঘুরে দেখলাম।

  • @alomgirhossain7545
    @alomgirhossain7545 ปีที่แล้ว +1

    দহগ্রাম এ আমার খালা বারি আছে। অনেক দিন পর গিয়েছিলাম। জায়গাটা অনেক সুন্দর। এক কথায় ইন্ডিয়া জাওয়ার ফিলিংস হয়

  • @anupamdolai7801
    @anupamdolai7801 2 ปีที่แล้ว +1

    এই ভিডিও টা আগেও দেখেছি , সুমন দা কিন্তু আপনার মতো এতো সুন্দর করে কেউ বুঝিয়ে বলতে পারেনি , আপনি যে রকম ভিডিও করেন না কেন আপনার কথাই ভিডিও টা কে খুব খুব সুন্দর করে তুলে ,

  • @palashmalik9415
    @palashmalik9415 2 ปีที่แล้ว +2

    Suman da ami India theke dhekchi ❤️🌺 very beautiful place and attractive video ❤️🌺🍊🍉 so thanks dada.❤️🌺 carry on continue ❤️ onek onek dhoya o bhalobasa janalam ❤️🍏🍒💖

  • @PadminiBiswas
    @PadminiBiswas 2 ปีที่แล้ว

    Gramer charpash dekhe shotti chokh juriye gelo! Khub bhalo laglo Video.

  • @shabuddinshaheen5814
    @shabuddinshaheen5814 2 ปีที่แล้ว +6

    স্বাধীনতা কি সুন্দর সুখের আমেজ এটি দহগ্রাম,,অংগরপোতা এলাকার মানুষ গুলোই ভালো বলতে পারবেন ❤️👍

  • @goonhridoy
    @goonhridoy 2 ปีที่แล้ว +3

    Bhaia Onek Onek Dhonnobad Bcz Ami Recently Bangladesh er Map dekhe Shit mohol er Side a jete ceyesilam and okhankar Manuser Life style dekte caisilam apnr maddhome dekhe nilam seta ❤️❤️ thank you

  • @farukgaming4785
    @farukgaming4785 2 ปีที่แล้ว +1

    ভাই আমিই প্রথম কমেন্ট করলাম আপনার এইসব কাজ আমার অনেক ভাল লাগে

  • @afjalhossnia
    @afjalhossnia ปีที่แล้ว +4

    ভাইয়া আপনাকে ধন্যবাদ আমাদের এলাকায় যাওয়াই। আমাদের বাড়ি লালমনিরহাট

  • @manjulax
    @manjulax 2 ปีที่แล้ว +1

    Khub valo laglo dekhe 👌👌
    From India.

  • @citizen_journal
    @citizen_journal ปีที่แล้ว +7

    মিডিয়ার মাধ্যমে অনেক আগে থেকেই এই বিষয়ে জানতাম, তবে ওখানে গিয়ে দেখার সৌভাগ্য হয়তো কখনো হতো না । কোরিডরটি দেখার সুযোগ করে দেওয়াতে আপনাকে অশেষ ধন্যবাদ ।

  • @MdHarun-go2yf
    @MdHarun-go2yf 2 ปีที่แล้ว +2

    ভাই আপনার জন্য দোয়া করি ! আপনারজন্য আমি নোয়াখালী জেলা থেকে বলছি

  • @JoyHind123
    @JoyHind123 2 ปีที่แล้ว +3

    Vedio টা besh ভালো তবে pic quality not clear

  • @salahuddinbabu9765
    @salahuddinbabu9765 2 ปีที่แล้ว +2

    জানুয়ারীতে গিয়েছিলাম, ভিডিওটা দেখে কিযে ভালো লাগছে বলে বোঝাতে পারবোনা। ধন্যবাদ সুমন ভাই।

  • @foridlaskar3850
    @foridlaskar3850 2 ปีที่แล้ว

    Thinvigha.koridor.nam.sunesi.aj.sumon.bhai.dekaiyasen.kub.valo.lagse.thank.you.sumonbhai

  • @Amikibujhlam.
    @Amikibujhlam. 2 ปีที่แล้ว +11

    I'm an indian but I love bangladesh

    • @ddbhhh7989
      @ddbhhh7989 ปีที่แล้ว +2

      oh really love you my dear sister

    • @Technical_Guruji_SRV
      @Technical_Guruji_SRV 11 หลายเดือนก่อน +1

      আমিও বাংলাদেশকে ভালবাসি। যাবার খুব ইচ্ছে ভিসা ও নেওয়া আছে মাল্টিপল এন্ট্রি কিন্তু কেউ আপন নেই উখানে আর একা ভালো লাগছে না।
      তুমি যাবে বাংলাদেশ ঘুরতে তাহলে চলো ঘুরে আসি বাংলাদেশ সব খরচ আমি বহন করবো।