এক কথায় অসাধারণ, আমি দু দিন আগেই আমার বড় ভাই কে হারালাম করোনার ছোবলে, এই গান টা ভাই কে উৎসর্গ করলাম। এই গানটিকে এত সুন্দর করে কাভার করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।
I Just only watch this cover over n over.... I feel that kind of feelings when i used to get as a teenager hearing artcells original one...best wishes for u both
Obosh onuvutir deyal at 2:00 am with a cup a unforgettable memories and guilts are as sooting as this cover.🖤 Love you both.Never let this amazing band songs remove from our heart❤
এত সুন্দর করে এই গান আর কেউ কাভার করছে কি না জানা নাই। ইউনিভার্সিটির লাইফে চলে গেলাম যখন পড়ন্ত বিকেলে ঝুপড়িতে সবাই মিলে এই গান গাইতাম। অসাধারণ। অসাধারণ।। অসাধারণ।।।
This is absolutely mesmerizing. And the most soothing cover has been done. The back-vocal puts a layer over the main vocal. It makes perfect harmony together. Lower-voice feels like base masking. This makes the song soothing.
সত্যি অসাধারণ,,,,, অনেক অনেক শুভ কামনা আপনাদের জন্য,,,,,গানটা শুনছিলাম আর মনে হচ্ছিল,,, আমি আমার বেশ কিছু বন্ধু নিয়ে লং ড্রাইভে যাচ্ছি, অনেক গতিতে গাড়ি চলছে, গুড়ি গুড়ি ব্রিস্টি পড়ছে,,,, আর জানলা দিয়ে আমি হাত দিয়ে অনুভব করছি,,,,,আর চলে যাচ্ছি অজানার পথে,,,,,
Been listening to this version every day 3 to 4 times n sometimes even more for last 6 months. So i can say that im the one who listen to this version most of the time... its my favourite song n i always wanted a acoustic version of this song from Linkon da... but this so closed to that imagination version of my desire... guys u hve done a grt job this song. Thnx
প্লাকিং জোস। পুরোটা গানই দারুণ বাজিয়েছেন। ৩.৩২ সেকেন্ডে ৩ নম্বর ফ্রিকুয়েন্সিটা যোগ হইল যখন, আই মিন... ভাইয়ের হাই পিচ বা ফলস পার্ট ঢুকলো, ওই জায়গাটা একটু ইমব্যালান্সড লেগেছে আমার কাছে। ঠিক তার একটু পরেই ভাইয়ের হাই পিচ আর লো পিচের সিনক্রোনাইজেশনটা এই কভারের সেরা জায়গা। অনেক শুভকামনা।
two couple ...one romanticism ....love this song .....love the way you both perform ....really nice and I'm eagerly waiting for the next duet 😍.....#Ruslan Rehman -jio mamu ......
Mash Allah apu and vaiya you two are just awesome. Ami ei cover ta shunar por etar proti addicted hoye gesi. Mash Allah apu apnar voice ta ownk shundor and you are just a cutiepie❤ Thank you etw xoss ekta cover korar jonne. Ami artcell er ownk boro fan apnader cover shunar pore I am so happy ❤ May Allah bless you both❤
এই এইজ টায় বেশির ভাগ ছেলে মেয়েরাই ইংলিশ গান গুলোর পোকা হয়ে থাকে।বাংলা ব্যান্ডের কঠিন অর্থবহ গান গুলো বুঝতেই চায় না এরা।তবে তোমাদের অনেক ব্যাতিক্রম দেখলাম।❤আমি মাত্র ক্লাস নাইনে পড়ছি শুনছি ক্লাস সেভেন থেকে।আর এর ভেতর ই অন্নেক টা ভালোবাসা জন্মেছে এই বাংলা গানের জন্য।তবুও বলে ফেললাম আরকি।🌸ভালোবাসি আপনাদের।এগিয়ে যান আর আমাদের এরকম ভাবেই ভালোবাসা উপহার দিয়ে যান। শুভকামনা।✨
কিচ্ছু বলার নেই শুধু শোনার আছে, repeat এ 😍.... Lyrics টা পারলে add করে দিলে সুবিধা হয় আমাদের ও একসাথে গান টা গাইতে । উষ্ণ একটা ছোয়া দিয়ে গেল গান টা, Thank you TH-cam recommendation. অনেক ভালোবাসা কলকাতা থেকে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ❤️❤️❤️
You guys, probably unbeknownst to you, have pulled off one of the best examples of harmonization in a Bangla song. Congratulations and please don't stop!
Ei cover taaaa bhai ekdom dil e jeye lagee❤️ watched 1000times .. 10 mash dhore shuntesi regular.... And Mon kharap thakle etai shunte thaki, I feel better ❤️ lots of love ...
তোমার জন্য পৃথিবী আজ নিয়েছে বিদায় তবুও তোমার টুকরো ছায়ায় ডুবে আছে কত মিথ্যে আগুন অন্ধকারময় কত স্মৃতি, কত সময় তোমার জন্য পৃথিবীতে আজকে ছুটির রোদ নিজের মাঝে তোমায় খোঁজা আকাশ নীলে তাকিয়ে থাকা তোমার জন্য পৃথিবী আজ নিয়েছে বিদায় মেঘাচ্ছন্ন ব্যস্ত ঢাকায় মানুষগুলো শূন্য চোখে দুঃখ দ্বিধায় আকাশ পানে তাকায় তোমার জন্য পৃথিবীতে থেমে যায় সময় আমার দেহে রাত্রি নামায় মিথ্যে আগুন অন্ধকারময় ভিড়ের মাঝে আবার ভীড়ে আমার শরীর মেশে কোলাহলে দুঃখ ভুলে মিশে যাই মুখোশ স্রোতে অনেক দূরের একলা পথে ক্লান্ত আমি ফিরি তোমার কাছে মুখোশ খুলে বসে রই জানলা ধরে আমার গানের শব্দ সুরের অন্তরালে তোমায় আঁকি কান্না চেপে মহাকালের ক্লান্ত পথে তোমার জন্য বৃষ্টি ঝরে আমার লেখায় আলোর মতন মিথ্যে ছায়ায় পাথর হয়ে ঘুরে মরে আমার হৃদয় কত স্মৃতি, কত মিথ্যে ভয় তোমার জন্য গলার ভেতর আটকে থাকে ক্রোধ আমার চোখে স্মৃতির ঘোলা জল নির্জনতায় তোমার কোলাহল তোমার না থাকা অস্তিত্ব রয়ে গেছে আমার নিঃশ্বাসে ফেলে আসা এই পথে দু'জনেই একসাথে আমার অবশ অনুভূতির দেয়াল জুড়ে কত সময় হেঁটে এসে আমরা দু'জন হারিয়েছি পথ কোথায় কখন আমার দেহে খুঁজে ফিরি তোমার অনুভূতি তোমার চোখের দূরের আকাশ মিশে থাকে রূপক হয়ে তোমার জন্য বিষণ্ণ এক নিথর হৃদয় আমার ভেতর দাঁড়ায় সরব একা তোমার পৃথিবী স্বর্গের মতো চির অদেখা তোমার পৃথিবী স্বর্গের মতো চির অদেখা তোমার জন্য পথ হারিয়ে অজানায় তবুও তোমার লেখায় কথায় ফেরে ক্লান্ত আমার অলস সময় কত স্মৃতি অন্ধকারময়
Best cover ever for this song... Ami kokhono linkon vai er ai gan ta r back vocal ershad vai er legendary voice ta ei gan e vaiya ta dise sera ❤ apu to joss e... But viya take my heartest love❤ sera back vocal ❤ ki feel ta pailam❤
আপু আপনাকে যে এই ভাবে দেখবো আসলে কখনো ভাবিনি।আমি আপনার ফেসবুক ফ্রেন্ড ছিলাম।।আপনার মা একজন পুলিশ অফিসার ছিলেন।।আর এই গানের টাইটেল টা ফেসবুকে আপলোড করেছিলেন।।।। বলেছিলেন পরে পুরো আপলোড করবেন,কিন্তু তার আগেই কেন জানি আনফ্রেন্ড করেছিলেন,,, আমি সত্য সারপ্রাইজড।।।।।।। কোনোদিন কল্পনাও করিনি যে আপনাদের দেখবো।।।।।ভালো লাগলো অনেক।।। ভালোবাসা আপনাদের প্রতি।।।।।
তোমার জন্য পৃথিবী আজ নিয়েছে বিদায়, তবুও তোমার টুকরো ছায়ায় ডুবে আছে কত মিথ্যে আগুন, অন্ধকারময় কত স্মৃতি কত সময়। তোমার জন্য পৃথিবীতে আজকে ছুটির রোদ, নিজের মাঝে তোমায় খোঁজা, আকাশ নীলে তাকিয়ে থাকা। তোমার জন্য পৃথিবী আজ নিয়েছে বিদায় মেঘাচ্ছন্ন ব্যাস্ত ঢাকায়, মানুষগুলো শূন্য চোখে দুঃখ দ্বিধায় আকাশ পানে তাকায়। তোমার জন্য পৃথিবীতে থেমে যায় সময়, আমার দেহে রাত্রি নামায় মিথ্যে আগুন অন্ধকারময়, ভিড়ের মাঝে আবার ভীড়ে আমার শরীর মেশে কোলাহলে দুঃখ ভুলে মিশে যাই মুখোশ স্রোতে। অনেক দূরের একলা পথে ক্লান্ত আমি ফিরি তোমার কাছে, মুখোশ খুলে বসে রই জানলা ধরে, আমার গানের শব্দ সুরের অন্তরালে তোমায় আঁকি কান্না চেপে মহাকালের ক্লান্ত পথে। তোমার জন্য বৃষ্টি ঝরে আমার লেখায় আলোর মত মিথ্যে ছায়ায়, পাথর হয়ে ঘুরে মরে আমার হৃদয় কত স্মৃতি, কত মিথ্যে ভয়। তোমার জন্য গলার ভেতর আতকে থাকে ক্রোধ আমার চোখে স্মৃতির ঘোলা জল, নির্জনতায় তোমার কোলাহল। তোমার না থাকা অস্তিত্ব রয়ে গেছে আমার নিঃশ্বাসে, ফেলে আসা এই পথে দুজনেই একসাথে, আমার অবশ অনুভুতির দেয়াল জুড়ে কত সময় হেঁটে এসে আমরা দু’জন হারিয়েছে পথ কোথায় কখন। আমার দেহে খুঁজে ফিরি তোমার অনুভূতি তোমার চোখের দূরের আকাশ মিশে থাকে রূপক হয়ে, তোমার জন্য বিষণ্ণ এক নিথর হৃদয় আমার ভেতর দাঁড়ায় সরব একা। তোমার পৃথিবী স্বর্গের মত চির অদেখা, তোমার জন্য পথ হারিয়ে অজানায়, তবুও তোমার লেখায় কথায়, ফেরে ক্লান্ত আমার অলস সময়, কত স্মৃতি কত অন্ধকার ভয়। =========================================
I wish I could get the tab note so that I can play on my guitar perfectly. Btw, best cover ever I have seen. You are really awesome and I am a huge fan of you
At first i listened this cover through one of my friends shared video on Facebook. But it was half clip. I was waiting for full version. Great work keep up . Looking forward to new covers. Love form china ❤️
এতো সুন্দর করে কভার টা তৈরী করেছেন, এটার পিছনে অনেক পরিশ্রম রয়েছে, দোয়া রইলো
আপনাদের এই প্রচেষ্টা সফলতা এনে দিবে...
রজনীগন্ধা ফুল আপনাদের জন্য...
Obosh onuvutir deyal by ershad zaman
th-cam.com/video/UNYKFgQvhVs/w-d-xo.html
4years passed but still addicted to their voice❤
How well she sang!🥺
এক কথায় অসাধারণ, আমি দু দিন আগেই আমার বড় ভাই কে হারালাম করোনার ছোবলে, এই গান টা ভাই কে উৎসর্গ করলাম। এই গানটিকে এত সুন্দর করে কাভার করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।
এত কঠিন একটি গান এত সাবলীলভাবে গাওয়া সত্যিই অসাধারণ ❤❤
এটা বেস্ট নিসন্দেহে।
অসম্ভব সুন্দর কভার হয়েছে।
এর থেকে ভাল কভার এই গানটাতে কেও করতে পারবে বলে মনে হয়না।
এক কথায় অসাধারন।
মুগ্ধ হয়ে কত বার যে শুনলাম।
অনেক ধন্যবাদ! আমাদের যাত্রায় সাথে থাকবেন ❤️🙏
সে সাজেস্ট করেছিল। না এসে পারি নি। এসেও আর যেতে ইচ্ছে করছে না। সত্যিই অসাধারণ
I Just only watch this cover over n over.... I feel that kind of feelings when i used to get as a teenager hearing artcells original one...best wishes for u both
Obosh onuvutir deyal at 2:00 am with a cup a unforgettable memories and guilts are as sooting as this cover.🖤
Love you both.Never let this amazing band songs remove from our heart❤
Thanks a lot!! Check out our original track and show some support! th-cam.com/video/eSV5wir74PA/w-d-xo.html
Obosh Onubhutir Deyal || Artcell || Re-uploaded by G series music🖤
th-cam.com/video/0r8BzQrnXwY/w-d-xo.html
এত সুন্দর করে এই গান আর কেউ কাভার করছে কি না জানা নাই। ইউনিভার্সিটির লাইফে চলে গেলাম যখন পড়ন্ত বিকেলে ঝুপড়িতে সবাই মিলে এই গান গাইতাম। অসাধারণ। অসাধারণ।। অসাধারণ।।।
Motassem Sifat we grew up listening to these legends....this rendition is just a humble tribute to the favorite band!
This is absolutely mesmerizing. And the most soothing cover has been done. The back-vocal puts a layer over the main vocal. It makes perfect harmony together. Lower-voice feels like base masking. This makes the song soothing.
সত্যি অসাধারণ,,,,, অনেক অনেক শুভ কামনা আপনাদের জন্য,,,,,গানটা শুনছিলাম আর মনে হচ্ছিল,,, আমি আমার বেশ কিছু বন্ধু নিয়ে লং ড্রাইভে যাচ্ছি, অনেক গতিতে গাড়ি চলছে, গুড়ি গুড়ি ব্রিস্টি পড়ছে,,,, আর জানলা দিয়ে আমি হাত দিয়ে অনুভব করছি,,,,,আর চলে যাচ্ছি অজানার পথে,,,,,
Been listening to this version every day 3 to 4 times n sometimes even more for last 6 months. So i can say that im the one who listen to this version most of the time... its my favourite song n i always wanted a acoustic version of this song from Linkon da... but this so closed to that imagination version of my desire... guys u hve done a grt job this song. Thnx
প্লাকিং জোস। পুরোটা গানই দারুণ বাজিয়েছেন। ৩.৩২ সেকেন্ডে ৩ নম্বর ফ্রিকুয়েন্সিটা যোগ হইল যখন, আই মিন... ভাইয়ের হাই পিচ বা ফলস পার্ট ঢুকলো, ওই জায়গাটা একটু ইমব্যালান্সড লেগেছে আমার কাছে। ঠিক তার একটু পরেই ভাইয়ের হাই পিচ আর লো পিচের সিনক্রোনাইজেশনটা এই কভারের সেরা জায়গা।
অনেক শুভকামনা।
This video should get 1M views at least. God your low octave voice and her high scale added extra flavour. Peace in the ears.
"তোমার পৃথিবী স্বর্গের মতো"... এই অংশটা ❤️❤️
two couple ...one romanticism ....love this song .....love the way you both perform ....really nice and I'm eagerly waiting for the next duet 😍.....#Ruslan Rehman -jio mamu ......
আমি সাধারণত আর্টসেলের গানের কভার শুনি না। তবে এই গানটা শুনে গুনগুন করে গলা মিলাচ্ছিলাম। এত সুন্দর কভার ভাবাই যায় না। আরো চাই এরকম..
Mash Allah apu and vaiya you two are just awesome. Ami ei cover ta shunar por etar proti addicted hoye gesi. Mash Allah apu apnar voice ta ownk shundor and you are just a cutiepie❤ Thank you etw xoss ekta cover korar jonne. Ami artcell er ownk boro fan apnader cover shunar pore I am so happy ❤
May Allah bless you both❤
আমি মূল গান বাদ দিয়ে এটাই শুনি বারবার।এত কঠিন গান কিভাবে এত সুন্দর করে কাভার করা সম্ভব!!!!মাইন্ড ব্লোয়িং!!!
ভীষণ প্রিয় গান, আর এই অসাধারণ কাভারটা কতবার শুনেছি.. হিসেব নেই।
এই এইজ টায় বেশির ভাগ ছেলে মেয়েরাই ইংলিশ গান গুলোর পোকা হয়ে থাকে।বাংলা ব্যান্ডের কঠিন অর্থবহ গান গুলো বুঝতেই চায় না এরা।তবে তোমাদের অনেক ব্যাতিক্রম দেখলাম।❤আমি মাত্র ক্লাস নাইনে পড়ছি শুনছি ক্লাস সেভেন থেকে।আর এর ভেতর ই অন্নেক টা ভালোবাসা জন্মেছে এই বাংলা গানের জন্য।তবুও বলে ফেললাম আরকি।🌸ভালোবাসি আপনাদের।এগিয়ে যান আর আমাদের এরকম ভাবেই ভালোবাসা উপহার দিয়ে যান।
শুভকামনা।✨
আপুর উপর ফিদা হয়েছি সাথে আপুর ভয়েজের প্রতিও। এত সুন্দর করে কভার করেছেন মন কেড়ে নিলো। ভাইয়াও জোস☺। দুজনেই 🔥❤। ভালোবাসা রইলো ❤।
তোমার পৃথিবী স্বর্গের মতোই চির অচেনা -Hits different
I'm loving your songs. Listening to them from yesterday. Hooked on your voice. Both of you are amazing!! Loads of love from India, West Bengal!
Ank din dhore obosh onubhutir dewal er ekta ei rokom e cover sunte chaichilum ....ank dhonnyobad....epar bangla theke ank valobasa❤️❤️❤️❤️❤️
Playing it in loop for an hour, still want to listen one more time everytime. Best cover,keep it up.
One of the best bangla covers I've come across in a long time...kudos!
We are truly overwhelmed! Take lots of love n be with us...❤️🙏
কলকাতা থেকে শুনছি। অসাধারণ লাগছে গানের কথাগুলো। বারবার খালি শুনে যাচ্ছি।
আর্টেসেলের ভক্তদের জন্য এইটা একটা উপহার ❤
Shanto Shahriar we ourselves are the biggest fan of artcell , we grew up listening to the band. we just remembered them in our own way with this song.
কিসের উপহার ভাই? অরিজিনাল টাই আসল উপহার বাকিসব ডুবলি
@@himuhimaloy9370 exactly.. He's a freaking simp
❤️❤️❤️🥰🥰🥰
The addition of 3rd voice was somewhat beautiful. Loved every single cover of yours. Best wishes
Ganta Na holeo 100 bar shunechi Minimum.Prottek bar e Refreshment pai.Love you Both!
the greatest cover of one of the legendary song by artcell, the nation wants more cover of artcell like this
We are truly overwhelmed! Take lots of love n be with us...❤️🙏
Obosh Onubhutir Deyal || Artcell || Re-uploaded by G series music🖤
th-cam.com/video/0r8BzQrnXwY/w-d-xo.html
কিচ্ছু বলার নেই
শুধু শোনার আছে, repeat এ 😍....
Lyrics টা পারলে add করে দিলে সুবিধা হয় আমাদের ও একসাথে গান টা গাইতে ।
উষ্ণ একটা ছোয়া দিয়ে গেল গান টা,
Thank you TH-cam recommendation.
অনেক ভালোবাসা কলকাতা থেকে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ❤️❤️❤️
You guys, probably unbeknownst to you, have pulled off one of the best examples of harmonization in a Bangla song. Congratulations and please don't stop!
Hats off to you - we bongs in WB have to learn a lot from you. If I watch a natok or a movie or listen to songs I listen to Bangladeshi only
Aj e apnader discover korlam r por por sunei jacchi ❤️ thanks for gifting such Melodies
Ei cover taaaa bhai ekdom dil e jeye lagee❤️ watched 1000times .. 10 mash dhore shuntesi regular.... And Mon kharap thakle etai shunte thaki, I feel better ❤️ lots of love ...
Ten out of ten,n new subscriber....
Onek bar dekhlam...
Khubi valo kage....Cryptic fate er Bidaye ta cover korle khusi hobo.joss hobe korte parle..
চমৎকার! খুব সুন্দর হয়েছে ❤
The best cover to me till date! Absolutely soulmelting! Helped me out off a lot of bad phases. Thank you! 🙏
absolutely fantastic cover of one of my favorite number. Kudos to the guitarist, makes it look so easy!
আসলে,,,কি যে বলবো,ভেবে পাচ্ছি না!!!
অসাধারণ কাভারিং!!!❤️❤️
Probably the best cover of Obosh Onubhutir Dewal
khub e bhalo laglo... bhalobasha apu- bhaiya ke
duijon e onk joss geyechen 🎉.......best of luck
অপূর্ব সুন্দর। আর্টসেল খুব কম শুনেছি। যত শুনছি তত প্রেমে পড়েছি। বাংলাদেশ এর মিউজিক নিয়ে আমরা এদেশে খুবই কম খোঁজ খবর পাই। কভারটি চমৎকার।
Not listening to artcell is a crime bro 😂
তোমার জন্য পৃথিবী আজ নিয়েছে বিদায়
তবুও তোমার টুকরো ছায়ায়
ডুবে আছে কত মিথ্যে আগুন অন্ধকারময়
কত স্মৃতি, কত সময়
তোমার জন্য পৃথিবীতে আজকে ছুটির রোদ
নিজের মাঝে তোমায় খোঁজা
আকাশ নীলে তাকিয়ে থাকা
তোমার জন্য পৃথিবী আজ নিয়েছে বিদায়
মেঘাচ্ছন্ন ব্যস্ত ঢাকায়
মানুষগুলো শূন্য চোখে দুঃখ দ্বিধায়
আকাশ পানে তাকায়
তোমার জন্য পৃথিবীতে থেমে যায় সময়
আমার দেহে রাত্রি নামায়
মিথ্যে আগুন অন্ধকারময়
ভিড়ের মাঝে আবার ভীড়ে
আমার শরীর মেশে কোলাহলে
দুঃখ ভুলে মিশে যাই মুখোশ স্রোতে
অনেক দূরের একলা পথে
ক্লান্ত আমি ফিরি তোমার কাছে
মুখোশ খুলে বসে রই জানলা ধরে
আমার গানের শব্দ সুরের অন্তরালে
তোমায় আঁকি কান্না চেপে
মহাকালের ক্লান্ত পথে
তোমার জন্য বৃষ্টি ঝরে আমার লেখায়
আলোর মতন মিথ্যে ছায়ায়
পাথর হয়ে ঘুরে মরে আমার হৃদয়
কত স্মৃতি, কত মিথ্যে ভয়
তোমার জন্য গলার ভেতর আটকে থাকে ক্রোধ
আমার চোখে স্মৃতির ঘোলা জল
নির্জনতায় তোমার কোলাহল
তোমার না থাকা অস্তিত্ব
রয়ে গেছে আমার নিঃশ্বাসে
ফেলে আসা এই পথে দু'জনেই একসাথে
আমার অবশ অনুভূতির দেয়াল জুড়ে কত সময়
হেঁটে এসে আমরা দু'জন
হারিয়েছি পথ কোথায় কখন
আমার দেহে খুঁজে ফিরি তোমার অনুভূতি
তোমার চোখের দূরের আকাশ
মিশে থাকে রূপক হয়ে
তোমার জন্য বিষণ্ণ এক নিথর হৃদয়
আমার ভেতর দাঁড়ায় সরব একা
তোমার পৃথিবী স্বর্গের মতো চির অদেখা
তোমার পৃথিবী স্বর্গের মতো চির অদেখা
তোমার জন্য পথ হারিয়ে অজানায়
তবুও তোমার লেখায় কথায়
ফেরে ক্লান্ত আমার অলস সময়
কত স্মৃতি অন্ধকারময়
💔
Joshhh
Joto Ber shune ojante Choke jol ase 💗💗🤘
I am just astonished to hear Artcell track on your voice.
Obosh Onubhutir Deyal || Artcell || Re-uploaded by G series music🖤
th-cam.com/video/0r8BzQrnXwY/w-d-xo.html
Best Artcell cover ever!!!!
Xoss.....Kishor Alo te news dekhe aslam...kop lagtese 👌
Just wow
Wow
Kichu bolar nai
Nice song to pick. Well sung. I am so much touched.
প্রসংশা করার মতো উপযুক্ত বিশেষণ এই মুহুর্তে মাথায় আসছে না। ব্যাতিক্রম ধর্মী একটা কাভার। ❤
Onk onk bhalo hoyese cover tah❤❤
artcell fan ra oboshoi oboshoi shunbe....
Maratok ai porjon to 20 bar suna hoya gese
Best of luck apu
অসাধারণ কভার,,,আমার শোনা সবচেয়ে বেস্ট কভার ছিল এটা:)....আর্টসেলের আরো কিছু গান কভার করার অনুরোধ রইল
Best cover ever for this song... Ami kokhono linkon vai er ai gan ta r back vocal ershad vai er legendary voice ta ei gan e vaiya ta dise sera ❤ apu to joss e... But viya take my heartest love❤ sera back vocal ❤ ki feel ta pailam❤
onkkk sundr hoiche... voice ta jebabe change korchen.. wow.. ♥️♥️♥️
Kothai jeno hariye gechilam. Love you duos. Valo thakish tora eksathe onek onek.
আপু আপনাকে যে এই ভাবে দেখবো আসলে কখনো ভাবিনি।আমি আপনার ফেসবুক ফ্রেন্ড ছিলাম।।আপনার মা একজন পুলিশ অফিসার ছিলেন।।আর এই গানের টাইটেল টা ফেসবুকে আপলোড করেছিলেন।।।। বলেছিলেন পরে পুরো আপলোড করবেন,কিন্তু তার আগেই কেন জানি আনফ্রেন্ড করেছিলেন,,, আমি সত্য সারপ্রাইজড।।।।।।। কোনোদিন কল্পনাও করিনি যে আপনাদের দেখবো।।।।।ভালো লাগলো অনেক।।। ভালোবাসা আপনাদের প্রতি।।।।।
অনেকদিন পর তোমাদের দেখলাম ।অনেক দোয়া রইলো তোমাদের জন্য
O vai...osthir...... TH-cam a dhuka ta sharthok hoye gelo ajk...
Lovely apu & vai😌😌
অপূর্ব উপস্থাপনা। শুভেচ্ছা রইলো।
মানুষ গুলো শূন্য চোখে দুঃখ দ্বিধায়
আকাশ পানে তাকায়.....👌
Bah❤
5.29 secend er ek secend skip korte pari na😱
joto somoy sunechi ...sudui obak hoye sunechi😳.
may allah bless yours!
keeps rocking❤️
Thank you so much for the good vibe!
Eloquence at its best! Khub bujhmaner moto ganta rerendered hoeychey! Great! It felt there were three voices! The third face needed to be shown also!
Maybe there was someone behind the camera.
সবাস্ক্রাইব ডান!!
মুগ্ধ আমি।।।
গতকাল প্রথম শোনার পর থেকে থেকে মাথায় ঢুকে আছে। কয়বার শুনেছি হিসাব নাই।
একটা রিকুয়েস্ট ছিলো
অসম্ভব সুন্দর। গিটারিস্ট ভাইয়া কে অনেক ধন্যবাদ প্রতিটা কভার কে এত সুন্দর ভাবে রিপ্রেজেন্ট করার জন্য।
I found a third voice singing along. Anyone else?
Anyways, You guys are awesome! Keep up the good work.
গানটা শুনতে খুব সহজ মনে হয় কিন্তু বেশ কঠিন একটা গান। অসাধারণ একটা কভার। 💗
💥It's one of my most favourite song ever...lots off love from India. 💥
I have listened this song more than 100 times. Waiting for the next and wish you guys all the best.
I just can't pause the video anywhere...
Great.
So soothing! Almost sounds like a lullaby and love it ❤️
Also, the harmonizations are absolutely on point!
finally cover ta download korte parbo , facebookk theke daily shunte bhalo lagto na , ekhn download kore shona jabe
কলকাতা থেকে বলছি অনেক ভালোবাসা নিয়ো তোমরা এবং ধূসর সময় করার অনুরোধ করলাম
গানই বেঁধে রাখুক দুই বাংলা কে
Pleased brother
ARTCELL ARMY😍
Obosh onuvutir deyal by ershad zaman
th-cam.com/video/UNYKFgQvhVs/w-d-xo.html
Onek din por osadharon cover sunlam...God bless you all.
Dhusor somoy please...
ভালো ছিলো...পুরোটাই
লাভ ইউ...!!!
অনেক সুন্দর কভার হয়েছে আপু,অনেক ভালো voice আপনার👌
Gaan temon suni na ager moto ..bt can't ignore this .. amazing
অসাধারণ। কাল থেকে অনেকবার শুনলাম। এত সুন্দর উপহার দেওয়ার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ।💙
Thanks a lot!! Check out our original track and show some support! th-cam.com/video/eSV5wir74PA/w-d-xo.html
কলকাতা থেকে বলছি দারুণ কভার এটা।।
গিটার টা জোশ বাজাইসে,ভোকাল টাও সুন্দর ম্যাচ করসে😍😍😍😍😍😍😍😍
Lucky me that I'm starting my day with something like this! Great job guys!
Speechless.... outstanding singing by both of you.
You guys deserved more subscriptions! 💛💙
Amazing duet voice improvisation is so good ♥️♥️♥️ all the best to both of you🌷
Keep it up apu & Bhaiya onk shundor cover korechen...
Artcell🥰🤩
তোমার জন্য পৃথিবী আজ নিয়েছে বিদায়,
তবুও তোমার টুকরো ছায়ায় ডুবে আছে কত মিথ্যে আগুন,
অন্ধকারময় কত স্মৃতি কত সময়।
তোমার জন্য পৃথিবীতে আজকে ছুটির রোদ,
নিজের মাঝে তোমায় খোঁজা,
আকাশ নীলে তাকিয়ে থাকা।
তোমার জন্য পৃথিবী আজ নিয়েছে বিদায়
মেঘাচ্ছন্ন ব্যাস্ত ঢাকায়,
মানুষগুলো শূন্য চোখে দুঃখ দ্বিধায়
আকাশ পানে তাকায়।
তোমার জন্য পৃথিবীতে থেমে যায় সময়,
আমার দেহে রাত্রি নামায় মিথ্যে আগুন অন্ধকারময়,
ভিড়ের মাঝে আবার ভীড়ে
আমার শরীর মেশে কোলাহলে
দুঃখ ভুলে মিশে যাই মুখোশ স্রোতে।
অনেক দূরের একলা পথে ক্লান্ত আমি ফিরি তোমার কাছে,
মুখোশ খুলে বসে রই জানলা ধরে,
আমার গানের শব্দ সুরের অন্তরালে তোমায় আঁকি কান্না চেপে
মহাকালের ক্লান্ত পথে।
তোমার জন্য বৃষ্টি ঝরে আমার লেখায়
আলোর মত মিথ্যে ছায়ায়,
পাথর হয়ে ঘুরে মরে আমার হৃদয়
কত স্মৃতি, কত মিথ্যে ভয়।
তোমার জন্য গলার ভেতর আতকে থাকে ক্রোধ
আমার চোখে স্মৃতির ঘোলা জল,
নির্জনতায় তোমার কোলাহল।
তোমার না থাকা অস্তিত্ব রয়ে গেছে আমার নিঃশ্বাসে,
ফেলে আসা এই পথে দুজনেই একসাথে,
আমার অবশ অনুভুতির দেয়াল জুড়ে কত সময়
হেঁটে এসে আমরা দু’জন
হারিয়েছে পথ কোথায় কখন।
আমার দেহে খুঁজে ফিরি তোমার অনুভূতি
তোমার চোখের দূরের আকাশ মিশে থাকে রূপক হয়ে,
তোমার জন্য বিষণ্ণ এক নিথর হৃদয়
আমার ভেতর দাঁড়ায় সরব একা।
তোমার পৃথিবী স্বর্গের মত চির অদেখা,
তোমার জন্য পথ হারিয়ে অজানায়,
তবুও তোমার লেখায় কথায়,
ফেরে ক্লান্ত আমার অলস সময়,
কত স্মৃতি কত অন্ধকার ভয়।
=========================================
Wow.. There r total 3 voices.. The low one is really amazing.
I wish I could get the tab note so that I can play on my guitar perfectly. Btw, best cover ever I have seen. You are really awesome and I am a huge fan of you
What voices !!!!! xoooosssssssssssss
At first i listened this cover through one of my friends shared video on Facebook. But it was half clip. I was waiting for full version. Great work keep up . Looking forward to new covers. Love form china ❤️
We are truly overwhelmed! Take lots of love n be with us...❤️🙏
excellent performance, u both r so much talented. Keep it up.❤❤
Music video korar jonno Bandarban theke welcome ❤️
This cover is pure dope...🖤
Best Artcell cover ever...🖤
Osthirrr bon
Tomra agiye jao❤