Obosh Onuvutir Deyal || অবশ অনুভুতির দেয়াল || Artcell || Onno Shomoy || Original Track

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ย. 2024

ความคิดเห็น • 617

  • @Duraybabai
    @Duraybabai 4 ปีที่แล้ว +509

    ঠিক ১৮ বছর আগের স্টুডিও সাউন্ড গার্ডেনে Artcell অন্য সময় এর রেকর্ডিংয়ের দিন গুলো চোখে ভাসছে
    Love u Artcell ❤️ কি যে মজার সময় ছিলো দিনগুলো। অনেক মিস করি অনেক 🖤🖤🖤

    • @abirrabin9907
      @abirrabin9907 4 ปีที่แล้ว +27

      Boss
      ARTCELL, Black, Cryptic fate, Aurthohin
      আরো অনেক mainstream band আর underground band নিয়ে mixed album এর আয়োজন করুন
      আমরা সেই পুরাতন দিনের আবারো সাক্ষী হতে চাই.... 🙂

    • @nahian333
      @nahian333 4 ปีที่แล้ว +11

      Apni chilen bolei Tara eto shundor gaan gula present korte parsen.
      Apni ki parben abar Artcell ke Dushto chokro theke mukto korte?
      Thanks Duray bhai for all your support in early days.

    • @TheStratexplorer
      @TheStratexplorer 3 ปีที่แล้ว +7

      Duray bhai you are the legend of new Bangla Rock music

    • @passionbd8413
      @passionbd8413 3 ปีที่แล้ว +1

      @@abirrabin9907)

    • @niniyeadarefin6555
      @niniyeadarefin6555 3 ปีที่แล้ว +4

      @IshaKhanDuray Artcell শুধু আজকের এই আকাশচুম্বী সফলতাই নয় একটি ব্র‍্যান্ড যারা হতাশাগ্রস্থ মানুষদের নতুন করে বেচে থাকার অনুপ্রেরণা যোগায় গানের মাধ্যমে। Artcell শুধু একটি ব্র‍্যান্ডই নয় একটি লাইফস্টাইলও বটে! কারণ আমার মতো যারা "অন্য সময়" অ্যালবাম টি ক্যাসেটে শুনেছে, ক্যাসেট প্লেয়ারের ভিতরে যতবার ক্যাসেটের রিল প্যাচ খেয়েছে ততবার বের করে সেই রিল পেন্সিল বা আঙ্গুল দিয়ে সামনে পিছনে ঘুরিয়ে আবার তা ক্যাসেট প্লেয়ারে ঢুকিয়ে অ্যালবামের গানগুলো বার বার শুনেছে, মুখস্থ করেছে ও বন্ধুদের সাথে জোরে গানগুলো গেয়েছে। আর্টসেল ব্যান্ড টি হয়তো একদিন চলে যাবে তবে তাদের গান বাংলাদেশের কোটি মানুষের হ্রদয়ে শতশত বছর জীবিত থাকবে। আর আজকে Artcell এতোদূর আসার পিছনে আপনার অবদানের কথা আমি কোনোদিনই ভুলবো না।

  • @hasinshahriyarananta8240
    @hasinshahriyarananta8240 2 ปีที่แล้ว +87

    “তোমার পৃথিবী স্বর্গের মতো চির অদেখা”
    The deep ness in this line proves why Artcell is one of the best bands in the world.

    • @sharfarazifty6315
      @sharfarazifty6315 ปีที่แล้ว +2

      not in the world but in bangladesh yes!!!!!

  • @NisargaBahar
    @NisargaBahar ปีที่แล้ว +13

    স্কুল কলেজে থাকতে আর্টসেল শুনতাম ঠিকই কিন্তু বিশ্ববিদ্যালয়ে ওঠার পর আর্টসেলের আসল মজাটা বুঝতে পেরেছি। আমার বিশ্ববিদ্যালয়ের হলের জীবন কেটেছে এইসব গান শুনতে শুনতে। এতো মানুষের কোলাহলের মাঝেও কানে হেডফোন লাগিয়ে অন্য দুনিয়ায় চলে যাওয়া আহা কী সব দিন। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় জীবন পার করে এসে এখন বন্ধুবান্ধবহীন একা শহরে চাকরি জীবন, তবুও এখনো যেন ঠিক আগের মতোই অনুভূতি হয় এ গানগুলো শুনলে। ধন্যবাদ আর্টসেল, জীবনে এতো সুন্দর কিছু অনুভূতির জন্ম দেওয়ার জন্য।

  • @sourav4071
    @sourav4071 4 ปีที่แล้ว +149

    তোমার জন্য পৃথিবী আজ নিয়েছে বিদায়
    তবু তোমার টুকরো ছায়ায়
    ডুবে আছে কত মিথ্যে আগুন অন্ধকারময়
    কত স্মৃতি, কত সময়
    তোমার জন্য পৃথিবীতে আজকে ছুটির রোদ
    নিজের মাঝে তোমায় খোঁজা
    আকাশ নীলে তাকিয়ে থাকা
    তোমার জন্য পৃথিবী আজ নিয়েছে বিদায়
    মেঘাচ্ছন্ন ব্যস্ত ঢাকায়
    মানুষগুলো শূন্য চোখে দুঃখ দ্বিধায়
    আকাশ পানে তাকায়
    তোমার জন্য পৃথিবীতে থেমে যায় সময়
    আমার দেহে রাত্রি নামায়
    মিথ্যে আগুন অন্ধকারময়
    ভিড়ের মাঝে আবার ভিড়ে
    আমার শরীর মেশে কোলাহলে
    দুঃখ ভুলে মিশে যাই মুখোশ স্রোতে
    অনেক দূরের একলা পথে
    ক্লান্ত আমি ফিরি তোমার কাছে
    মুখোশ খুলে বসে রই জানলা ধরে
    আমার গানের শব্দ সুরের অন্তরালে
    তোমায় আঁকি কান্না চেপে
    মহাকালের ক্লান্ত পথে
    তোমার জন্য বৃষ্টি ঝরে আমার লেখায়
    আলোর মতন মিথ্যে ছায়ায়
    পাথর হয়ে ঘুরে মরে আমার হৃদয়
    কত স্মৃতি, কত মিথ্যে ভয়
    তোমার জন্য গলার ভেতর আটকে থাকে ক্রোধ
    আমার চোখে স্মৃতির ঘোলা জল
    নির্জনতায় তোমার কোলাহল
    তোমার না থাকা অস্তিত্ব
    রয়ে গেছে আমার নিঃশ্বাসে
    ফেলে আসা এই পথে দু'জনেই একসাথে
    আমার অবশ অনুভূতির দেয়াল জুড়ে কত সময়
    হেঁটে এসে আমরা দু'জন
    হারিয়েছি পথ কোথায় কখন
    আমার দেহে খুঁজে ফিরি তোমার অনুভূতি
    তোমার চোখের দূরের আকাশ
    মিশে থাকে রূপক হয়ে
    তোমার জন্য বিষণ্ণ এক নিথর হৃদয়
    আমার ভেতর দাঁড়ায় সরব একা
    তোমার পৃথিবী স্বর্গের মতো চির অদেখা
    তোমার পৃথিবী স্বর্গের মতো চির অদেখা
    তোমার জন্য পথ হারিয়ে অজানায়
    তবু তোমার লেখায় কথায়
    ফেরে ক্লান্ত আমার অলস সময়
    কত স্মৃতি অন্ধকারময়
    Lyrics : Rumman Ahmed

    • @এপিটাফ_এর_লেখা
      @এপিটাফ_এর_লেখা 25 วันที่ผ่านมา

      @@sourav4071 রুম্মান আহমেদ আর্টসেলের আর কোন কোন গানের লিরিসিস্ট? জানতে চাই...

  • @mahatab-uddinhridoy9738
    @mahatab-uddinhridoy9738 4 ปีที่แล้ว +74

    অন্যতম শক্তিশালী লিরিক্স!
    অবিরাম ভালবাসা আর্টসেল

  • @kashfikazi5837
    @kashfikazi5837 3 ปีที่แล้ว +18

    অসাধারণ অনুভূতি সৃষ্টিকারি রিলিক্স!!!!!
    আর্টসেল,ওয়ারফেজ,অর্থহীন এই এ্যালবামের গানগুলোর কখনো তুলনা হয় না,,,,
    যারা এই এ্যালবামের গানগুলোকে পছন্দ করে আমি তাদের নিঃসন্দেহে বলবো,,,,
    ভাইরে,,, তোদের মেন্টিলিটি আসলেই জোশ!!!!!!!!!!!

  • @hossainahmedfarhad3337
    @hossainahmedfarhad3337 2 ปีที่แล้ว +69

    'Walls of Numb Feelings'
    (A translation of Artcell's 'অবশ অনুভূতির দেয়াল')
    For you, the universe has stopped.
    Still in whatsoever left from your shadow
    In that dark, countless fake flames gets drowned
    Along with endless memories and endless moments.
    For you, here are sunshine of freedom,
    A search for you inside me
    And looking at the blue sky.
    For you, the crowd has left
    This cloudy busy city.
    In grief and at a loss, the people with their dead eyes
    Look at the sky.
    For you pauses time.
    Nights of sorrow are brought to my veins
    By those darkling untrue flames.
    Among the crowd amongst crowds,
    My body gets mingled with that flow.
    Forgetting sorrows, I get mingled with the flow of masks.
    At a far distant lonely road;
    I, weary, come back to you.
    Putting aside the mask, I keep sitting beside the window.
    Amidst the words and tunes of my songs,
    I draw your face suppressing all my cries
    While stepping towards the toilsome path of eternity.
    For you, my tears get penned down.
    Amid the bewildering shadows just like lights,
    My dead heart starts decaying while wandering
    Along with countless memories and countless fake fears.
    Just because of you, my anger gets stuck inside my throat
    And there are memory stricken tears in my eyes.
    You roam around even in my loneliness.
    Your absence exists
    Still in my breath.
    We are still tied with the paths we crossed yesterday.
    For so long, round and round inside my walls of numb feelings;
    We both roamed and suddenly got lost;
    Yet to know where and when.
    Still today I wander searching for your feelings in my bones.
    The distant sky through your eyes
    Still reminds me of you.
    For you, one beatless heart dejected
    Stands alone vibrantly inside me.
    Just like heaven, your world is eternally unseen.
    Your world, just like heaven, is eternally unknown.
    For you, getting lost in the unknown;
    Yet in all your words
    Come back my weary idle times
    Along with countless dark memories.

    • @dystopian_1
      @dystopian_1 2 ปีที่แล้ว +6

      WOW... I can't believe anyone could translate this song in English! I always felt this song has too much emotions and can't be translated!

    • @nazmulhassan4755
      @nazmulhassan4755 ปีที่แล้ว +1

      Excellent Work Bro

  • @neel7105
    @neel7105 2 ปีที่แล้ว +41

    No one in Bangladesh can ever create a solo as good as this....hats off to the guitar lord Ershad Zaman bhai....Artcell can never ever replace you

    • @metalhasib630
      @metalhasib630 ปีที่แล้ว +4

      Little disagreement
      While Bacchu bhai was alive he could create this kinda solo... He's the real Guitar god of our country.... and also ex Maher from Nemesis...
      However this solo is amazingly mind blowing...No comparison... Masterpiece

    • @neel7105
      @neel7105 ปีที่แล้ว +1

      ​@@metalhasib630 I totally agree with you brother...AB EZ MK- 3 legends of Bangladesh music industry

  • @mdtanvir1034
    @mdtanvir1034 4 ปีที่แล้ว +48

    অবশেষে আবারো খুজে পেলাম অবশ অনুভূতির দেয়াল নামক ভালবাসাকে।
    হয়তো কোনো এক কনসার্টে লিংকন দা'র সাথে চিৎকার করে গাইবো "তোমার পৃথিবী স্বর্গের মতো, চির অদেখা"। 🤟
    ভালবাসা অবিরাম।🖤

  • @tahinislam2921
    @tahinislam2921 3 ปีที่แล้ว +58

    'অবশ অনুভূতির দেয়াল' শুধুই একটি গান নয়,
    এ যেন দেড় যুগ পুরনো এক ব্যারেল হুইস্কি!
    হৃদয় নিঙরানো ভালোবাসা এরশাদ এবং প্রয়াত রূপকের জন্য! 🖤

    • @littletravel
      @littletravel 2 ปีที่แล้ว +1

      Who is Rupok? Is he a member of Artcell? How he died?

    • @ehtashamulhaquerafin3064
      @ehtashamulhaquerafin3064 2 ปีที่แล้ว +1

      he was the first lyricist of artcell. he died at an early age due to seribral maleria. then current lyricist came named rumman

    • @littletravel
      @littletravel 2 ปีที่แล้ว +1

      @@ehtashamulhaquerafin3064 sad to know. Thanks for the reply.

    • @muhibmahirmahmud8278
      @muhibmahirmahmud8278 2 ปีที่แล้ว +1

      @@littletravel
      Artcell's most songs are influenced by Rupok's departure.

  • @drRownakJahan
    @drRownakJahan 4 ปีที่แล้ว +565

    এই গান গুলা শুনতে কখনো ক্লান্তি আসেনা। আর্টসেল, ওয়ারফেজ, অর্থহীন, শিরোনামহীন শুনতে শুনতে ছোট থেকে বড় হওয়া।

    • @ratulhasanrudro6217
      @ratulhasanrudro6217 4 ปีที่แล้ว +16

      LRB, Nagar boul????

    • @drRownakJahan
      @drRownakJahan 4 ปีที่แล้ว +18

      @@ratulhasanrudro6217 জ্বী এলআরবি, নগরবাউল,
      সাথে মাইলস, সোলস, ব্লাক, শূন্য।

    • @AlamKhan-yt9wd
      @AlamKhan-yt9wd 3 ปีที่แล้ว +5

      @@drRownakJahan ark???

    • @kawsarranab
      @kawsarranab 3 ปีที่แล้ว +1

      Same

    • @kawsarranab
      @kawsarranab 3 ปีที่แล้ว +1

      Joss lage just amazing

  • @abdesakib4424
    @abdesakib4424 3 ปีที่แล้ว +28

    ভার্সিটির জীবনে ডিপ্রেশনের সাথী ছিলো এই গান। মনে পড়ে একটা পহেলা বৈশাখ পুরো দিন এই গান শুনে কাটাইছিলাম।

    • @Infos68644
      @Infos68644 3 ปีที่แล้ว +4

      amaro.. all time shuntam. JU er rastay hatte or varsity bus e shudhu obosh onuvuty feel krtam.

    • @EmUvai13579
      @EmUvai13579 3 ปีที่แล้ว

      @@Infos68644. Nm.nn
      .
      Nnn.nnnn
      N:n
      Nn.nn.:.nnnn
      Nn.n
      .nnnnnnnnnn:mnnnnmn..nnnn
      .nnn.n:nnnn
      Nnnn:nnn
      N:nnn..nn
      Nnnn.nn.mnnnnnnnnnn:nnnnn..nnnnnn.n.n.nn.nnnn.n.n::.nn.nnnnnn::nnmnnnnnn.nn.nn:n.nnnnnmn..nnn.nn:nnnnnn:nnnnnnnnn.nnnnn..nnnn:n:nnnnnnnn.:n.n.nnn:nn.n.n:..
      Nnnnnnnnnnnng.nnnnnnnn.nnnn.nn:n.n:n:...n.nn:nnnn::nnn::n.mnn::nnn..:.nnnn:n::n::nn.nnnnn:nn::.nn::nnhn:n:nn.nnnnn.nnnn:nn:nghn:n:nnn:n::nnn:g:nnnnnnnnnnnn:nbnnnnnhnn:n:nnnnnnnghnnbnnnnnnhnnnnnn:bnhngnnnnnnnnnnnnbnnnnnhhnnnnhnn:nnnhnhhnnnnnnnnnhnnnhnhnhhbnnngnnbhnbnnnnhnnbhbnnbhnnnhnhhhbnhhnnnnhbnnbgnnnhngnnghnhnbnnnnnnhnhnhbhbnbhhhhnnnhhhnnbhhnbhhnghnhhhnhnhnhhhnnhnhnnhgnbbbhbnhhnnhnbnhnbnhhhhhgnhnnhbhnnhbnbhnhhhhnnhhhhhhhhnhbbnhhnghhhbnbhbbgnnnhnbgbhhghbnnhbhhbnhhhbgbhhbhhnhhbbhnnhnhbbbhnhhbhhhhhnbhhnhhgbhhhnghhgbhhghhbbhhghnhhhghhhhhhnghhhbhhgbhbhbhhgbhhhhghbhhhnbhbghhnhhhhhghhgbhhghhhghhbbhnhgnhbhghhhhhhhbhhhghhhnbhhhhbbhbnhhghgghhhhnhhhhnnghhbnghhhhhhhgbhgbhhhhhhbngbghhhhhghhbhhhhghhhhhnhhhnhhhghbhhhbbhhhbhhhhhbhhhbhbhhhhhhhghnbhbhhhhhhhgbbhbhhhhhbhbhhbnbhgbghhbhbhhgghbnbnbbbhnhhhbhhhhhhbhbhbbhhhhbnbhhhhhbhhhhhhbhnbnhhnhbhbhnnhhhhnhnnnhhhhhhhhhhhbhghhbhnhghnghhhhhhhhhbnbnhh!bbhhhhhbhhhhhhbbhhnhhbhhghbhhhhhhhhhhbhhhbhbbhhbhghhhhhhhhhhhhhhhhbhhhhhh!hhhhhhhbghhhnhhhh!bhbbhhhghhhbh_hhhhhhhhgb!!hhhhhhhh!!hhhh!hhhhhhh!hhhh!hhhhhbhhhhhhhhh!hh!hhhhhh!b

    • @EmUvai13579
      @EmUvai13579 3 ปีที่แล้ว

      !hhhhbhhhhhhhh!!!hh!hhhh!hhh!!!!hh!hh!!h!h!!

  • @এপিটাফ_এর_লেখা
    @এপিটাফ_এর_লেখা หลายเดือนก่อน +1

    লিংকন-এরশাদ-সেজান-সাজু-রূপক সর্বোপরি আর্টসেল, তারা নিজেরাও জানেনা, "অবশ অনুভূতির দেয়াল" তাদের কি অসাধারণ-অপূর্ব সৃষ্টি। ১৬ বছর যাবত শুনছি, প্রতিটা শব্দ, প্রতিটা নোট মুখস্ত! বাকি জীবন শুনলেও ক্লান্তি আসবেনা। A timeless creation.

  • @এপিটাফ_এর_লেখা
    @এপিটাফ_এর_লেখা หลายเดือนก่อน +2

    "তোমার পৃথিবী স্বর্গের মত, চির অদেখা....."
    "তোমার না থাকা অস্তিত্ব, রয়ে গেছে আমার নি:শ্বাসে.."
    শুধু বাংলা অল্টারনেটিভ রক নয়, সমগ্র বাংলা গানের ইতিহাসে অবশ অনুভূতির দেয়ালের মত অসাধারণ লিরিক/শব্দচয়ন খুজে পাওয়া যাবে না।

    • @yourshahriaroppy2734
      @yourshahriaroppy2734 27 วันที่ผ่านมา

      অথচ বাংলা ব্যান্ডেরই সবথেকে আন্ডাররেটেত গান এটা💔

  • @অনিকেতপ্রান্তর-য৫ঞ

    " আজও মনে পড়ে,
    ইয়ারফোনসে্ গানটা বাজিয়ে, মাঝরাতে তোমাকে ভেবে, কণ্ঠটা এক রকম চেপে ধরে, হলের ছাদে এই গানটা গলা ছেড়ে গাওয়ার ব্যর্থ চেষ্টা চালাতাম...
    গলা দিয়ে গানটা বের হতে না চায়লেও, চোখ গড়িয়ে জল নামত ঠিকই..." ( হলের হালখাতা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়)

    • @anik-zu4ez
      @anik-zu4ez 8 หลายเดือนก่อน

      Vai,
      Pore ki hoiche unar?
      Se akhon koi?

  • @mushfiqurrahmansharot1730
    @mushfiqurrahmansharot1730 3 ปีที่แล้ว +4

    এই গানটা হঠাৎ করে হারিয়ে গেছিলো youtube থেকে। কতো তন্ন তন্ন হয়ে খুজে বেড়াইসি।
    ARTCELL এক অনবদ্য সৃষ্টি অবশ অনুভূতির দেয়াল ❤️

  • @MM31123
    @MM31123 3 ปีที่แล้ว +36

    এই গানের মাধ্যমে আর্টসেলের সাথে পরিচয় তারপর একটি একটি করে বাংলার প্রত্যেকটা ব্যান্ডের সাথে পরিচয়।
    জয় হোক হে আর্টসেল।💜

  • @redoxxx5050
    @redoxxx5050 4 ปีที่แล้ว +62

    এই গান টাই এতোদিন খুজছিলাম ❤️
    তোমার পৃথিবী স্বর্গের মতো চির অদেখা💔 🥰🥰

  • @anik7396
    @anik7396 3 ปีที่แล้ว +16

    Ershad ভাই এর গিটার SOLO টা 🖤
    " তোমার পৃথিবী স্বর্গের মত চির অদেখা " 💔
    BLOODCELL 🖤🖤

  • @TanmoyAhmed
    @TanmoyAhmed 4 ปีที่แล้ว +25

    অবশেষে সিঙ্গেল ট্র্যাক হিসেবে রিলিজ হলো

  • @mdotheet6677
    @mdotheet6677 4 ปีที่แล้ว +132

    এরশাদ ভাইয়ের গিটার সলো আমার অবশ অনুভুতি জাগ্রত করে তুলে🤎

  • @faysalahmad7004
    @faysalahmad7004 4 ปีที่แล้ว +3

    আর্টসেল এক অনুভূতি আর এই গান তার বহিঃপ্রকাশ.. শত বছরে জন্মায় এইসব অবশ অনুভূতির দেয়াল। এরশাদের সলো,লিংকনের জ্বালাময়ী কন্ঠ,সেজানের বেজ আর সাজুর ড্রামিং চিরকাল প্রানবন্ত হয়ে থাকবে যুগ থেকে যুগান্তর 💜💙💜

  • @badrulsuhan2321
    @badrulsuhan2321 3 ปีที่แล้ว +49

    আর্টসেল,ওয়ারফেজ আর অর্থহীনের মধ্যে কখনো কম্পেয়ার চলেনা৷ যখন যেটা শুনি তখন সেইটাই সেরা হয়ে কানে বাজে৷ ❤

  • @abdulahalmamun4965
    @abdulahalmamun4965 3 ปีที่แล้ว +13

    আমি হতভাগা এখনো আর্টসেল কনসার্ট
    দেখার সুযোগ হয়নি
    চিটাগাং আসছিলো আমি যাইতে পারলাম না
    তবুও ভালোবাসি অনেক♥♥♥

  • @rajibgazi8356
    @rajibgazi8356 2 ปีที่แล้ว +6

    এই গানটা কখনোই পুরানো হবে না
    ঠিক 5 বছর আগে প্রথম গান টা শুনার যে অনুভূতিটা ছিল এখনো ও ঠিক সেই অনুভূতিটা আছে Keep Rock ARTCELL

  • @mwm111
    @mwm111 2 ปีที่แล้ว +4

    আমার জন্মের আগে রিলিজ হওয়া একটা অ্যালবামের গান শুনে রাতের পর রাত কাটিয়ে দিচ্ছি আহা অসম্ভব সুন্দর!!

  • @shayakhrahman5054
    @shayakhrahman5054 7 หลายเดือนก่อน +3

    Who can create such meaningful solos.... Ans is gifted soul like ershad vi

  • @AbdulMatin-eo1kb
    @AbdulMatin-eo1kb 3 ปีที่แล้ว +22

    রুপক চলে গেলো, কিছুদিন আগে এরশাদও দেশ ছেড়ে চলে গেলো 😢 রয়ে গেলো অবশ অনুভূতির দেয়াল অসংখ্য স্মৃতির সাক্ষী হয়ে ❤️

    • @coxtube6016
      @coxtube6016 2 ปีที่แล้ว +1

      এই দুইজনের জায়গা কখনো পূরন করতে পারবে নাহ 💔

    • @mohammadrakibulislam7573
      @mohammadrakibulislam7573 ปีที่แล้ว

      Rupak was highly talented lyricist.🙂

    • @alhossainnayan6449
      @alhossainnayan6449 2 หลายเดือนก่อน

      😢😢😢😢

  • @ArafDiaz
    @ArafDiaz 4 ปีที่แล้ว +7

    "তোমার পৃথিবী স্বর্গের মত চির অদেখা"❤️❤️
    আহহহহ কি সুন্দর লিরিক!❤️❤️
    কি সুন্দর লেখনী রুম্মান ভাই।
    কি সুন্দর সলো এরশাদ জামান ভাই।
    কি সুন্দর ড্রামস প্লেয়িং সাজু ভাই।
    লিংকন দা সেজান ভাই ত আছেই....
    অলওয়েজ লাভ আর্টসেল=ব্লাডসেল=হার্টসেল!
    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @sohaali9114
      @sohaali9114 4 ปีที่แล้ว +1

      Correction plz
      Lyrics rumman na
      Ershad er

    • @ArafDiaz
      @ArafDiaz 3 ปีที่แล้ว

      @@sohaali9114 description e deken!🙂

  • @nabirwaheerafin6201
    @nabirwaheerafin6201 3 ปีที่แล้ว +8

    এই গানের solo বাংলা ব্যান্ড মিউসিক ইন্ডাস্ট্রির অন্যতম সেরা ❤️

  • @rahatullah5470
    @rahatullah5470 2 ปีที่แล้ว +2

    আর্টসেল একটা আবেগ এর নাম
    যুগের পর যুগ মানুষ আর্টসেল এর গান ইউটিউবে এ সার্চ দিয়ে শুনবে ❤️ লাভ ইউ আর্টসেল

  • @bdmusiclover2428
    @bdmusiclover2428 4 ปีที่แล้ว +13

    G Series World Music চ্যানেলে Artcell এর অন্য গানগুলো হলো (Original Track) till now 03.12.20
    1.Bangladesh Smriti O Amra (বাংলাদেশ স্মৃতি ও আমরা )
    2.Leen (লীন)
    3.Kandari Hushiar (কান্ডারী হুশিয়ার)
    4.Dhushor Shomoy (ধূসর সময়)
    5.Chile Kothar Shepai (চিলে কোঠার সেপাই)
    6.Ei Bidaye (এই বিদায়ে)
    7.Opshori (অপ্সরী)

    • @tafsirontheway3074
      @tafsirontheway3074 4 ปีที่แล้ว

      Oniket prantor, chile kothar sepai, onno shomoy

  • @tahmidhasanshifat4637
    @tahmidhasanshifat4637 3 ปีที่แล้ว +2

    তার স্বর্গের পৃথিবীর সামান্য টুকুও আমি দেখি নাই । কিন্ত একবুক ভালোবাসা নিয়ে এখনো অপেক্ষায় আছি।

  • @omersharifrafi6045
    @omersharifrafi6045 2 ปีที่แล้ว +13

    After AB, none could play gutiar solo like with this touchy notes. Great Guitarist of Bangladesh. Ershad Zaman.

    • @chamonmahmud
      @chamonmahmud 5 หลายเดือนก่อน

      Kamal oni?

  • @bandbibortonbangladesh1432
    @bandbibortonbangladesh1432 4 ปีที่แล้ว +4

    ধন্যবাদ জি সিরিজ। ❤️❤️
    তোমার জন্য বৃষ্টি ঝরে আমার লেখায়,
    আলোর মতো মিথ্যে ছায়ায়,
    পাথর হয়ে ঘুরে মরে আমার হৃদয়,
    কত স্মৃতি কত মিথ্যে ভয়

  • @mahiranjum6872
    @mahiranjum6872 4 ปีที่แล้ว +4

    সব গান গুলো নতুনভাবে আপলোড দিবেন আশা করি। টিফিনের টাকা জমিয়ে Album কিনে গান শোনা যুগের মানুষ আমি। এগুলো শুধু গান না, এগুলো শৈশবের আবেগ মিশ্রিত ভালোবাসা। ❤️

  • @mdsujon2662
    @mdsujon2662 8 หลายเดือนก่อน +2

    এই গানটি রুপক কে স্বরন করে গাওয়া হয়েছে। তার স্মৃতি আর্টসেল কে এখনো কাঁদায়।

  • @shadinsamrat5264
    @shadinsamrat5264 4 ปีที่แล้ว +4

    তোমার জন্য পৃথিবী আজ নিয়েছে বিদায়..…
    আমার কাছে আর্টসেলের সবচেয়ে প্রিয় গান ❤️

  • @EMONEeowja
    @EMONEeowja 3 ปีที่แล้ว +8

    অনেক দিন পর ২০২১ সালে আবার শুনছি।। প্রিয় একটা গান, একটা সময় এফবি আইডি নেইমও ছিলো "অবশ অনূভুতির দেয়াল" 🔥।

  • @younuskhanmomen4635
    @younuskhanmomen4635 2 หลายเดือนก่อน

    অনিকেত প্রান্তরে তপ্ত ঘুনে খাওয়া রোদে পথচলা,তারপর বৃষ্টি ভেজা রাতে,না পাওয়া তোমাকে ঘিরেই আমার যতো দুঃখ বিলাশ.....বেচে থাকুক ভালোবাসা,বেচে থাকুক আর্টসেল❤❤❤

  • @aminulhaque69
    @aminulhaque69 3 ปีที่แล้ว +5

    অনেক দূরের একলা পথে,ক্লান্ত আমি ফিরি তোমার কাছে,মুখোশ খুলে বসে রই জানালা ধরে

  • @shihabkabirtagor4979
    @shihabkabirtagor4979 4 ปีที่แล้ว +5

    ধন্যবাদ জি সিরিজ, অনেকদিন পর অরিজিনাল ভার্সনটা পেলাম।

  • @sharleensh5783
    @sharleensh5783 4 ปีที่แล้ว +4

    এই গান টার অপেক্ষায় ছিলাম।
    হঠাৎ করে পাচ্ছিলাম না ইউটিউবে।

  • @abcdef-nt1ke
    @abcdef-nt1ke 4 ปีที่แล้ว +13

    Heyy world... This is our very own Ershad Zaman.....the solo from out of the planet..........

  • @a.s.m.mahmudulhasan_titu
    @a.s.m.mahmudulhasan_titu 3 ปีที่แล้ว +4

    রূপক 💔 তোমার পৃথিবী স্বর্গের মতো চির অদেখা 😥

  • @soumik9876
    @soumik9876 3 ปีที่แล้ว +14

    অনেকদিন পর প্রিয় এই গানটা শোনা। গানটার সাথে বিশ্ববিদ্যালয় জীবনের কত স্মৃতি জড়িয়ে আছে,খুব আপন লাগে অবশ অনুভূতির দেয়ালকে ❤️

  • @bdvipers6043
    @bdvipers6043 3 ปีที่แล้ว +31

    That solo Oh My God
    Ershad bhai is a magician 💚

  • @Tawhie33
    @Tawhie33 3 ปีที่แล้ว +6

    গিটার সোলো আর লিরিক্স।🔥❤️
    কি কম্বিনেশন রে ভাই।❤️🔥

  • @symonshuvo
    @symonshuvo 3 ปีที่แล้ว +5

    আহা, কি দিন গেছে আমাদের! কি সময়! কি অসাধারণ সেই দিনগুলো!!!!

  • @__wasif_here__1174
    @__wasif_here__1174 9 หลายเดือนก่อน +1

    এরকম গান সবাই শুনলে তো গানটার ফিল'ই হারাই যাবে এরকম গান আন্ডাররেটেড ই জোস,
    যাদের রুচিতে ঝামেলা নাই তাদের গানের 'taste' আলাদা থাকে এমন গান তাদের জন্য।....🖤

  • @sheikh.rayhan
    @sheikh.rayhan 4 ปีที่แล้ว +3

    তোমার জন্য পৃথিবীতে থেমে যায় সময়
    আমার দেহে রাত্রি নামায়
    মিথ্যে আগুন অন্ধকারময়..🖤

  • @AhmedJubaerShauki
    @AhmedJubaerShauki 4 ปีที่แล้ว +4

    তোমার পৃথিবী স্বর্গের মতন চির অদেখা ❤️

  • @mohammadsamiul3763
    @mohammadsamiul3763 3 ปีที่แล้ว +3

    তোমার না থাকা অস্তিত্ত্ব, রয়ে গেছে আমার নিঃশ্বাসে...
    #artcell is ❤️

  • @tahmidahmed9185
    @tahmidahmed9185 3 ปีที่แล้ว +4

    এই গানটা শুনলে রুপক ভাইয়ের কথা মনে পড়ে যায়
    প্রিয় রুপক ভাই আপনার পৃথিবী স্বর্গের মত চির অদেখা💔! আর্টসেল এবং আর্টসেল ভক্তরা আপনাকে মনে রাখবে আজীবন 💔😭

    • @BD-23
      @BD-23 3 ปีที่แล้ว

      সত্যি বলছেন "রূপক ভাই" সব সময় আর্টসে এর ভক্তরা মনে রাখবে।
      আমার মাথা কাজ করা বন্ধ হয়ে যায় তখন যখন গানে লিরিক্স পড়ি আর ভাবি একটা মানুষের অনুভূতি কোন পর্যায়ে আসলে এমন লিরিক্স লিখতে পারে!...

  • @MdShishirkhan7212
    @MdShishirkhan7212 6 หลายเดือนก่อน +1

    তারা ভালো থাকুক যারা এই ভালো
    থাকা শব্দটিকে কঠিন করে রেছে!🙏😅🥀
    প্রজন্মদের জন্য চিঠি রেখে গেলাম,,
    যুগ যুগ ধরে মানুষ যখন এই গানটি শুনতে আসবে তখন বুঝতে পারবে কেন এই গানটির জন্য এত পাগল ছিলাম!

  • @arkomallick205
    @arkomallick205 3 ปีที่แล้ว +7

    Thanks Artcell for this song . It was unavailable in youtube for a long time.

  • @hrashedhrashed8750
    @hrashedhrashed8750 4 ปีที่แล้ว +3

    ধন্যবাদ অফিসিয়াল গানটা ইউটিউবে দেয়ার জন্যে

  • @HadikulIslamHasan
    @HadikulIslamHasan 3 ปีที่แล้ว +2

    তোমার পৃথিবী স্বর্গের মতো চির অদেখা...🔥

  • @rafirahmananabil7514
    @rafirahmananabil7514 4 ปีที่แล้ว +18

    ATLAST..........
    ARTCELL
    HEARTCELL
    BLOODCELL

  • @fardinsaikat6588
    @fardinsaikat6588 3 ปีที่แล้ว +2

    তোমার পৃথিবী স্বর্গের মতোন চির অদেখা😅
    হয়তো সারা জীবন অদেখা ই থাকবে😊
    কারণ সবাই সবসময় সবকিছু পায় না😊

  • @adrito7145
    @adrito7145 3 ปีที่แล้ว +1

    কখনো ভাবিনি হারিয়ে যাবে নীলা। 😢
    আজ সত্যি "পাথর হয়ে ঘুরে মরে আমার হৃদয়,
    কত সৃতি কত মিথ্যে ভয়😢
    সত্যি "তোমার পৃথিবী সর্গের মতো চির অদেখা" যেখানে বিচরণ করেও করা হয়ে ওঠা হলো না💔😢

  • @mahmudtalib175
    @mahmudtalib175 3 ปีที่แล้ว +6

    অবশ অনুভুতির দেয়াল শুনতেছি কিশোর,তরুন পেরিয়ে এখন যুবক বয়সে।
    শুনে যেতে হবে মৃত্যুর আগ পর্যন্ত,,,,,,,
    হ্যা এটাই আর্টসেলের সেরা সৃষ্টি

  • @shihabkabirtagor4979
    @shihabkabirtagor4979 3 ปีที่แล้ว +3

    ভিষণ হতাশায় এই গান পেইন কিলার হিসেবে কাজ করে, আর্টসেল ভালোবাসার আরেক নাম।

  • @RifatDKhan
    @RifatDKhan 2 หลายเดือนก่อน +1

    অনেকটা পথ পার করে আসছি , মনটা আজ পাথর হয়ে গেছে , ভালো স্মৃতি, ক্ষত সবই আজ ধোয়াশা লাগে 🙂

  • @xeroxsayeem7121
    @xeroxsayeem7121 2 ปีที่แล้ว +6

    My favorite lines from this song ❤️
    ১. মানুষগুলো শূন্য চোখে দুঃখ দ্বিধায় আকাশ পানে তাকায়
    ২. আমার দেহে রাত্রি নামায়
    ৩. মিশে যাই মুখোশ স্রোতে
    ৪. মুখোশ খুলে বসে রই জানলা ধরে
    ৫. তোমার জন্য গলার ভেতর আতকে থাকে ক্রোধ
    ৬. নির্জনতায় তোমার কোলাহল
    ৭. তোমার না থাকা অস্তিত্ব রয়ে গেছে
    ৮. আমার দেহে খুঁজে ফিরি তোমার অনুভূতি

    • @rahimaakter6480
      @rahimaakter6480 ปีที่แล้ว

      Even best line you missed,
      *তোমার পৃথিবী স্বর্গের মত চির অদেখা ..!

  • @mdnayemuddin7079
    @mdnayemuddin7079 3 ปีที่แล้ว +3

    তোমার জন্য
    বিষণ্ণ এক নিথর হৃদয় আমার ভেতর।
    অবশ অনুভুতির দেয়াল❤️

  • @shihabkabirtagor4979
    @shihabkabirtagor4979 4 ปีที่แล้ว +2

    তোমার পৃথিবী স্বর্গের মত চির অদেখা।
    ❤❤❤

  • @farhanisrak4171
    @farhanisrak4171 4 ปีที่แล้ว +9

    অবশেষে 😌💖ARTCELL💝

  • @towhidmahmud9300
    @towhidmahmud9300 4 ปีที่แล้ว +3

    ভালোবাসা অভিরাম লিংকন দাহ।
    আহ কি ভোকাল ❤️❤️

  • @rkomiftadulrko2489
    @rkomiftadulrko2489 4 ปีที่แล้ว +8

    ভালোবাসার আর্টসেল😊❤️

  • @Azizul-OfficiaI
    @Azizul-OfficiaI 4 ปีที่แล้ว +3

    তোমার জন্য পৃথিবী আজ নিয়েছে বিদায়❤️

  • @iyanopipris705
    @iyanopipris705 3 ปีที่แล้ว +6

    এই গানটা নিয়া আমি পুরো একটা থিসিস পেপার লিখতে পারবো।

  • @TomarSchool
    @TomarSchool 2 ปีที่แล้ว +1

    অবশেষে, ২০১৪ সালের ডিসেম্বরে শুরু করা দীর্ঘ ৭ বছরের সম্পর্ক গতকাল ২০২১ সালের ডিসেম্বরের ৫ তারিখ সকালে আমার প্রিয় মানুষটার সাথে বিচ্ছেদ ঘটলো। কিন্তু বিচ্ছেদটা আমার কাছে আনন্দ, সম্মান এবং শ্রদ্ধার। দুইজনে একসাথে থেকে মনমালিন্য হওয়ার চেয়ে দুজন আলাদা থেকে একে অপরকে সম্মান করে বেঁচে থাকতে পারাটাই, আমার কাছে মনে হয় ভালোবাসা।
    গতকাল সকালে যখন তাকে আমি বুকে জড়িয়ে ধরলাম, তখন কোনো প্রকার ভালোবাসার অনুভুতি পেলাম না। ব্যাপারটা আমার কাছে তখনই একটু ঘোলাটে লাগছিল। ভালোভাবে বুঝতে পারিনি। তার কিছুক্ষণ পরই তার মোবাইলের ম্যাসেজগুলো পড়ে বুঝতে পারলাম যে, গত ৫/৬ মাসে সে Ahyan Kawser নামের আরেকটা সুদর্শন ছেলের সাথে সে সম্পর্কে জড়িয়ে গেছে।
    তো, তারপর তাকে জিজ্ঞাসা করলাম যে Ahyan Kawser কে? সে বললো তার বান্ধবী লিজার বয়ফ্রেন্ড! আমি তখন আর আর কিছুই জিজ্ঞেস করলাম না তাকে। কিছুক্ষণ পর সে নিজে থেকেই বললো এইটা কিন্তু আমার একাউন্ট না। তখন আমি বললাম, আমি কি জিজ্ঞেস করছি কিছু? চুপ থাকেন, যখন প্রশ্ন করবো তখন উত্তর দিয়েন। তার কিছুক্ষণ পরে জোহরের আজান দিল।তখন তার মোবাইল টা তার কাছে দিয়ে আমি গোসল করতে চলে গেলাম.….
    প্রথমে খুবই খারাপ লাগতে শুরু হলো, পরে চিন্তা করে দেখলাম যে সবারই ব্যাক্তি স্বাধীনতা আছে এবং থাকা উচিতও। তাই তাকে কোনো প্রকার চাপ দিলাম না। বরং, তাকে বললাম যে, এটা স্বাভাবিক ব্যাপার, সমস্যা নেই, আমি একটুও রাগ করিনি তোমার ওপর, এত্তো প্যারা নেওয়ার কিছু নাই। তুমি আমার চেয়েও ভালো কাউকে খুঁজে নিয়েছো তার জন্য শুভকামনা রইলো। তুমি হয়তোবা আমার ভাগ্যে নাই।
    সত্যিকার অর্থে, তার নতুন সম্পর্কে আমি কোনো সমস্যা সৃষ্টি করতে চাইনি। তবে, তার একটা বদ অভ্যাস ছিল। সেটা হচ্ছে, আমি তাকে কোনো ব্যাপারে প্রশ্ন করলে সে সত্য কথা বলতো না। আর গতকাল অর্থাৎ ৫ ডিসেম্বর ২১ এর সন্ধায় তাকে বললাম, যা হবার হয়ে গিয়েছে, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। কিন্তু তুমি তোমার বর্তমান প্রেমিক এর সাথে এমন করবা না প্লিজ...
    যাই হোক দোয়া করি সে ভালো থাকুক।
    এতোকিছুর পরেও তোমাকেই ভালোবাসি প্রিয় (শারমিন) ❤
    • ওরে নন্দিনী ও জীবন সঙ্গিনী,
    তোমার আমার ঘর হইলো না আর...
    • শেকড় পোতা পথের বায়ে,
    জগৎ বাঁধা তোমার পায়ে।
    সাগর তোমার পাহাড় তোমার,
    আমার মাথায় পড়ে বাজ।
    সারা দেহে কাঁটা লইয়া,
    পিরিতি নয় আমার কাজ!
    • এই অবেলায় তোমারই আকাশে,
    নীরব আপসে ভেসে যায়।
    সেই ভীষণ শীতল ভেজা চোখ,
    কখনো দেখাইনি তোমায়।
    • আজ কবিতা অন্য কারো,
    দু'হাতে সে তার সুখকে উড়ায়।
    আমি আর আমার ফেরারি মন,
    মুঠো মুঠো শুধু দুঃখ কুড়াই।
    • কেউ কোথাও ভালো নেই যেন সেই,
    কতকাল আর হাতে হাত অবেলায়।
    কতকাল আর ভুল-অবসন্ন বিকেলে,
    ভেজা চোখ দেখাইনি তোমায়।
    • অভিযোগ নয়তো নয়,
    প্রতিটি নির্ঘুম রাত ভীষণ বড় মনে হয়।
    নিদ্রাহীনতাকে এখন ধরে রাখে,
    অযাচিত সংশয়।
    • কখনো অভিমান, অবাধ্য পিছুটান,
    জানি না কী কষ্টে এই অবেলায়।
    তবুও নির্বাসন বাসর সাজিয়ে
    ঠোঁটে চেপে ধরা থাক ভালোবাসায়।
    • ঘুণে খাওয়া মেঘে,
    কালো হয়ে যায় এ হৃদয় যখন,
    একা একা শুধু,
    অকারণেই ঝরে বৃষ্টি এমন।
    আজও তাই,
    অবাক রঙে এঁকে যাই।
    সাদা কালো রঙ মাখা,
    ফানুসের মুহূর্ত রাঙাই।
    • বেশি ভালোবাসলে মানুষ,
    দুঃখ দেয় তার প্রতিদান।
    এই দুনিয়ার কিছু মানুষ,
    স্বার্থপর বেঈমান।
    • ভীষণ কালো মেঘ,
    পুড়ে ছাই আবেগে।
    আজও তাই অবাক জোছনায়,
    পোড়া চোখ তবুও সাজাই।
    • ভাঁজ করা সেই স্মৃতির পৃষ্ঠা খুলে দেখি,
    পুরনো সেই সে আকাশ।
    স্বপ্নহীনতাকে এখন ধরে রাখে,
    পরিচিত দীর্ঘশ্বাস।
    • এই সন্ধ্যায় দু'চোখ সাগরে,
    বুকের পাঁজরে ভেসে যায়।
    অবাক জোছনায় লুকিয়ে রেখেছি,
    ভেজা চোখ দেখাইনি তোমায়।
    • এতদিন পরেও প্রশ্ন জাগে,
    শুধুই কি হেরেছি আমি।
    হৃদয় ভাঙ্গার সেই নিপুন খেলায়,
    একটু কি হারোনি তুমি!
    • বিশ্বাস যেখানে অবিশ্বাসের সুরে বেজে উঠেছে,
    থাকবে না আমার সে কথা বুঝতে যেন দেরি হয়েছে।
    মগ্ন ছিলাম তোমার ভালবাসার ইন্দ্রজালে,
    মানুষ আমি যেনো তলিয়ে গেছি আমারই ভুলে।
    • তুমি নিজে নিজে প্রশ্ন করে দেখ দুঃখ দিতে,
    চেয়েছো কৌশলে অভিনয়ে মেতেছিলে আহা।
    তুমি ভেবেছিলে, পড়বো ভেঙ্গে আমি এক কথাতেই।
    চূর্ণ হয়ে যাবো সেই থেকে হায়, এখনো আমি একা।
    Sharmin I love you. ❤
    Date: 19/12/2021
    Time: 03ঃ50 P.M.
    - মেহেদী হাসান (আমি নিজে)

  • @shahriaroppy3942
    @shahriaroppy3942 3 ปีที่แล้ว +1

    তোমার জন্য পৃথিবীতে আজকে ছুটির রোদ,
    নিজের মাঝে তোমায় খোঁজা,
    আকাশ নীলে তাকিয়ে থাকা। ❤️💖❤️

  • @md.moinkhan1653
    @md.moinkhan1653 2 ปีที่แล้ว

    আসলেই !
    তোমার পৃথীবি স্বর্গের মতো চির অদেখা।

  • @withabd8111
    @withabd8111 3 ปีที่แล้ว +4

    বহু প্রতিক্ষারপর গানগুলো আলাদাআলাদা দেওয়ার জন্য ধন্যবাদ 💜💜
    Artcelllism

  • @tanvirrizvi1
    @tanvirrizvi1 4 ปีที่แล้ว +14

    অবশেষে.....!!!!!

    • @ftibrahim6389
      @ftibrahim6389 3 ปีที่แล้ว

      কিছু ই পেলাম না

  • @AlamKhan-yt9wd
    @AlamKhan-yt9wd 3 ปีที่แล้ว +2

    তোমার জন্য পৃথিবী আজ নিয়েছে বিদায়
    তবু তোমার টুকরো ছায়ায়,
    ডুবে আছে কত মিথ্যে আগুন অন্ধকারময়
    কত স্মৃতি, কত সময়।
    তোমার জন্য পৃথিবীতে আজকে ছুটির রোদ
    নিজের মাঝে তোমায় খোঁজা,
    আকাশ নীলে তাকিয়ে থাকা।
    তোমার জন্য পৃথিবী আজ নিয়েছে বিদায়
    মেঘাচ্ছন্ন ব্যস্ত ঢাকায়,
    মানুষগুলো শূন্য চোখে দুঃখ দ্বিধায়
    আকাশ পানে তাকায়।
    তোমার জন্য পৃথিবীতে থেমে যায় সময়
    আমার দেহে রাত্রি নামায়,
    মিথ্যে আগুন অন্ধকারময়।
    ভিড়ের মাঝে আবার ভিড়ে
    আমার শরীর মেশে কোলাহলে,
    দুঃখ ভুলে মিশে যাই মুখোশ স্রোতে
    অনেক দূরের একলা পথে,
    ক্লান্ত আমি ফিরি তোমার কাছে
    মুখোশ খুলে বসে রই জানলা ধরে।
    আমার গানের শব্দ সুরের অন্তরালে
    তোমায় আঁকি কান্না চেপে,
    মহাকালের ক্লান্ত পথে..
    তোমার জন্য বৃষ্টি ঝরে আমার লেখায়
    আলোর মতন মিথ্যে ছায়ায়,
    পাথর হয়ে ঘুরে মরে আমার হৃদয়
    কত স্মৃতি, কত মিথ্যে ভয়।
    তোমার জন্য গলার ভেতর আটকে থাকে ক্রোধ
    আমার চোখে স্মৃতির ঘোলা জল,
    নির্জনতায় তোমার কোলাহল..
    তোমার না থাকা অস্তিত্ব
    রয়ে গেছে আমার নিঃশ্বাসে,
    ফেলে আসা এই পথে দু'জনেই একসাথে
    আমার অবশ অনুভূতির দেয়াল জুড়ে কত সময়
    হেঁটে এসে আমরা দু'জন
    হারিয়েছি পথ কোথায় কখন ...
    আমার দেহে খুঁজে ফিরি তোমার অনুভূতি
    তোমার চোখের দূরের আকাশ
    মিশে থাকে, রূপক হয়ে..
    তোমার জন্য বিষণ্ণ এক নিথর হৃদয়
    আমার ভেতর দাঁড়ায় সরব একা
    তোমার পৃথিবী স্বর্গের মতো চির অদেখা,
    তোমার পৃথিবী স্বর্গের মতো চির অদেখা..
    তোমার জন্য পথ হারিয়ে অজানায়
    তবু তোমার লেখায় কথায়,
    ফেরে ক্লান্ত আমার অলস সময়
    কত স্মৃতি অন্ধকারময়।

  • @asifsiddique3382
    @asifsiddique3382 3 ปีที่แล้ว +4

    গান গুলো যেন পুরোনো হয় না, গানগুলো শুনতে শুনতে শৈশব থেকে যৌবন পেরিয়ে যাচ্ছে.......

  • @zahidurrahman1997
    @zahidurrahman1997 ปีที่แล้ว +3

    Artcell, your music has always been a source of inspiration for me. You have touched the hearts of millions with your unique sound and meaningful lyrics. Keep making magic, and thank you for being a part of my life.

  • @user-pk4vx7mi8q
    @user-pk4vx7mi8q 4 ปีที่แล้ว +3

    ♥♥অনেকদিন ধরে lyric সহ এই গানটার আশা করছিলাম!! ♥♥ ধন্যবাদ আপনাকে!!

  • @BMSOB
    @BMSOB 4 ปีที่แล้ว +6

    তোমার জন্য পৃথিবী আজ নিয়েছে বিদায়💔

  • @smsihab
    @smsihab 3 ปีที่แล้ว +1

    পৃথিবীর সেরা একটি গান।। অন্যভাষীদের জন্যে এর ইংরেজী সাবটাইটেল দেয়া দরকার।। এত অসাধারন

  • @tasrefmahmud8639
    @tasrefmahmud8639 3 ปีที่แล้ว +6

    ২০০২ সালের গান কিন্তু সাউন্ড কোয়ালিটি শুনলে মনে হয় ২-১ বছর আগের গান।

  • @azclips6249
    @azclips6249 3 ปีที่แล้ว +5

    একদিন হয়তাে আমি থাকবাে না 😭 নতুন প্রজন্ম এই গান টা শুনবে আর শিউরে উঠবে 🥺স্মৃতি হিসেবে কমেন্ট রেখে গেলাম😓

  • @danieltajrim2001
    @danieltajrim2001 7 หลายเดือนก่อน +1

    EZ🔥
    My guitar hero❤️

  • @mdmiftadul1021
    @mdmiftadul1021 4 ปีที่แล้ว +10

    First View, First Like, First Comment ❤️❤️

  • @martinpritom7632
    @martinpritom7632 3 ปีที่แล้ว +1

    তোমার জন্য পথ হারিয়ে অজানায় তবু তোমার লেখায় খাতায়❤️

  • @mdmiftadul1021
    @mdmiftadul1021 4 ปีที่แล้ว +15

    Mighty Artcell 🖤🖤🔥

  • @abdussaqur3396
    @abdussaqur3396 ปีที่แล้ว +1

    যখন সব কিছু মুখ ফিরিয়ে নেয় #artcell দেয় ঠাঁই 🖤

  • @ahmedshahin4880
    @ahmedshahin4880 3 ปีที่แล้ว +2

    “মানুষগুলো শূন্য চোখে দুঃখ দ্বিধায়”🖤🔥

  • @m-zeme
    @m-zeme 6 หลายเดือนก่อน +19

    ২০২৪ এ এসে কে কে শুনছেন? শুধু তারাই লাইক দিবেন।

  • @bohemianrakib5111
    @bohemianrakib5111 3 ปีที่แล้ว +1

    ভীড়ের মাঝে আবার ভীড়ে,
    আমার শরীর মেশে কোলাহলে,
    দুঃখ ভুলে মিশে যাই মুখোশ স্রোতে।
    অনেক দুরের একলা পথে,
    ক্লান্ত আমি ফিরি তোমার কাছে,
    মুখোশ খুলে বসে রই জানলা ধরে।
    আমার গানের শব্দ সুরের অন্তরালে,
    তোমায় আঁকি কান্না চেপে,
    মহাকালের ক্লান্ত পথে।
    তোমার জন্য বৃষ্টি ঝরে আমার লেখায়,
    আলোর মতন মিথ্যে ছায়ায়,
    পাথর হয়ে ঘুরে মরে আমার হৃদয়,
    কত স্মৃতি, কত মিথ্যে ভয়!
    তোমার জন্য গলার ভেতর,
    আটকে থাকে ক্রোধ,
    আমার চোখে স্মৃতির ঘোলা জল,
    নির্জনতায় তোমার কোলাহল।

  • @remon....1116
    @remon....1116 2 ปีที่แล้ว +2

    আমার দেহে খুঁজে ফিরি তোমার অনুভুতি 💕

  • @krishnadey1745
    @krishnadey1745 ปีที่แล้ว

    তার সাথে অভিমান করে এই গানটা কতবার যে শুনেছি,, আহ্
    ভালোবাসা প্রিয় ব্যান্ড আর্টসেল 🤘🎙️☠️

  • @Azizul-OfficiaI
    @Azizul-OfficiaI 3 ปีที่แล้ว +2

    কতোবার যে শুনছি ....!
    ক্লান্তি আসেনো।

  • @hsakA0
    @hsakA0 4 ปีที่แล้ว +5

    G series thanks for uploading this😍 Artcell a love is endless 🖤

  • @imtiyaznijhum6287
    @imtiyaznijhum6287 3 ปีที่แล้ว +3

    এই গানের আবেদন কখনোই ফুরাবে না৷ ❤️

  • @jobayedredoy7211
    @jobayedredoy7211 2 ปีที่แล้ว +1

    তোমার জন্য বৃষ্টি ঝড়ে আমার লেখায়
    আলোর মতন মিথ্যে ছায়ায়🥀

  • @akakib2335
    @akakib2335 3 ปีที่แล้ว

    আকাশ পানে চেয়ে বসে আছি
    আমার অবশ অনুভূতি নিয়ে
    স্মৃতি সব রেখে গেলাম শোক যত ধুয়ে নিও কথা দিলাম দেখা হবে আমায় এভাবেই যেতে দিও।