আসসালামুয়ালাইকুম। প্রতিবেদনটি ভালো লাগলো ।প্রত্যেক নতুন খামারি ভাইদের প্রতি অনুরোধ রইল গাভী কেনার সময় কোন প্রেগন্যান্ট গাভী যেন না কিনেন। গাভী কেনার সবচাইতে উপযুক্ত সময় হল বাচ্চা দেওয়ার দুই সপ্তাহ পর থেকে। তাহলে আপনি গাভী থেকে যতটুকু দুধ আছে সেই পরিপূর্ণ দুধটুকু দেখে নিতে পারবেন এবং বাছুরের মৃত্যু ঝুঁকি অনেক কমে যাবে। কারণ প্রথম সপ্তাহে বাচ্চার পাতলা পায়খানা হয় যদি পরিমাণমতো দুধ খাওয়াতে না পারেন ও ঠিকমতো পরিচর্যা না করতে পারেন। এজন্য নতুন খামারি ভাইদের প্রতি অনুরোধ রইল কোনভাবেই প্রেগন্যান্ট গাভী কেনা যাবে না । প্রেগন্যান্ট গাভী কিনলে কোন বাটে বা ওলানে সমস্যা থাকলে আপনি বুঝতে পারবেন না ফলে ক্ষতিগ্রস্ত হবেন। গাভীর যখন বাচ্চা দেওয়ার সময় কাছাকাছি চলে আসে তখন সবচাইতে বেশি বিশ্রামের প্রয়োজন হয়।। কিন্তু দুঃখজনক হলেও সত্যি আমাদের দেশে এই সময় গাভী বেচাকেনা সবচাইতে বেশি হয় এবং দূর-দূরান্তে গাভীগুলোকে পাঠানো হয়। পর্যাপ্ত বিশ্রাম না পাওয়ার কারণে গাভীর বাচ্চা দেওয়ার সময় কোন না কোন সমস্যা আপনাকে মোকাবেলা করতে হবে। তাই বোবা জন্তু গাভীর প্রতি আমাদের আরো সদয় ব্যবহার করতে হবে তাহলে আল্লাহও আমাদের উপর সদয় হবেন।আর আমরা যদি প্রেগন্যান্ট গাভী না কিনি তাহলে সব ব্যাপারীই প্রেগন্যান্ট গাভী বিক্রি করা বন্ধ করতে বাধ্য হবে। আর বেপারী ভাইদের কে অনুরোধ করব তারা যেন নতুন খামারি ভাইদেরকে প্রেগন্যান্ট গাভী কেনার জন্য উৎসাহিত না করেন ও তাদের কাছে প্রেগন্যান্ট গাভী বিক্রয় না করেন।তাহলে কেউ ক্ষতিগ্রস্ত হবে না ইনশাআল্লাহ। খামারি ভাইদেরকে আরেকটি বিশেষ ভাবে অনুরোধ করবো যেন গাভী কেনার সময় বিশেষ করে হলস্টিয়ান ফ্রিজিয়ান গাভীর নাভি আছে কিনা খুব ভালভাবে লক্ষ্য করার জন্য। কারণ নাভি থাকলে বুঝতে হবে গাভীটাতে শাহীওয়ালের ক্রস আছে। সে ক্ষেত্রে গাভীর আকৃতি অনেক বড় হলেও বাচ্চা দেওয়ার প্রথমদিকে ভালো দুধ দিবে কিন্তু পরবর্তীতে দ্রুত দুধ কমে যাবে। তাহলে আপনি কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। ক্রেতা ভাইদের (বিশেষ করে প্রবাসী ভাইদের) প্রতি আরেকটা অনুরোধ কোনভাবেই অনলাইনে গাভী কেনা যাবে না। অনলাইনে গাভী পছন্দ হলে সরেজমিনে গাভীর কাছে চলে যাবেন(অবশ্যই বায়না না করে, বায়না করেছেন তো মরেছেন) কিংবা অভিজ্ঞ প্রতিনিধি পাঠাবেন। তিনবার দুধ দোহন করবেন। প্রথমে বিকালে এরপর পরদিন সকালে এরপর বিকালে দুধ দোহন করার পর যদি দুধের সাথে কথার মিল থাকে তাহলে গাভী কিনবেন। গাভী কেনার পর নিজে অথবা আপনার নিজস্ব লোক গাড়ির সাথে থেকে আপনার বাসায় নিয়ে যাবেন। কোনভাবেই পাবনার ট্রান্সপোর্ট অথবা ড্রাইভারকে বিশ্বাস করবেন না। তাহলে আপনি 100% ক্ষতিগ্রস্ত হবেন। হয় আপনার গাভী ডাকাতে নিয়ে যাবে অথবা অন্যান্য হাটের গরুর সাথে আপনার সুস্থ গাভীকে একসাথে নেওয়ার কারণে ক্ষুরা রোগে আক্রান্ত হবে। অথবা পৌঁছানোর জন্য লম্বা সময় লাগার কারণে আপনার বাচ্চাটা মারা যাবে আর প্রেগন্যান্ট গাভী হলে রাস্তায় বাচ্চা দিয়ে দিবে। এতে আপনি নিশ্চিত ক্ষতিগ্রস্ত হবেন এতে কোন সন্দেহ নেই। কথাগুলো বাস্তব অভিজ্ঞতার আলোকে লেখা। যদি কারো পছন্দ হয় অন্যের কাছে পৌঁছাবেন। সবশেষে আমার পরামর্শ হলো যদি সম্ভব হয় আপনি আপনার বাড়ির আশেপাশে এলাকা থেকে গাভী কেনার চেষ্টা করুন। দুধ একটু কম হলেও আপনি ক্ষতিগ্রস্ত হবেন না। সবার জন্য দোয়া রইল। বি. দ্রষ্টব্য: ট্রেনিং অথবা অভিজ্ঞতা ছাড়া গরুর খামার বিশেষ করে গাভীর খামার না করার জন্য প্রবাসী ও নতুন খামারি ভাইদের প্রতি বিশেষ অনুরোধ রইল। জহির স্যারের অন্তত তিন দিনের ট্রেনিং হলেও করে নিবেন।
ভিডিওটি দেখে যদি আপনার ভাল লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আপনার মতামত জানান এই পোস্টের কমেন্টে। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার অফিশিয়াল ইউটিউব চ্যানেল||
স্যার, উনার খামারের খাদ্যের উপকরণ এর তালিকা নিয়ে এবং কি উপাদান কি পরিমাণে মেশান তা নিয়ে একটি ভিডিও করতেন তাহলে অনেক উপকৃত হতাম। স্যার আপনার প্রত্যেক ভিডিওগুলো দেখি খুব ভালো লাগে শিক্ষনীয় বিষয় থাকে আপনার ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে।
একেবারে সত্য কথা বলেছেন ভাইজান তার কারণ উনি বলছে যে 40 লিটার করে দুধ হয় ওনার 100 গরু আছে কিন্তু আমার মাথায় আসেনা একটা গরুর কিভাবে 40 লিটার দুধ হয় উনার ফিটের ভিতরে ভেজাল আছে অতএব সকলে সাবধানে যাবেন লোকটা আসলেই চিটার বাটপার মিথ্যাবাদী
Sir আমি সব ভিডিও গুলি দেখি কিন্তু উনাকে কখনও ঘাস খাওয়াতে দেখলাম না। ডাক্তার বা পশু চিকিতসকগণ বলেন গবাদিপশু তৃণভোজী । তাদের ঘাস প্রধান খাদ্য। কিন্তু উনি কি ঘাস খাওয়ান না
আসসালামুয়ালাইকুম। প্রতিবেদনটি ভালো লাগলো ।প্রত্যেক নতুন খামারি ভাইদের প্রতি অনুরোধ রইল গাভী কেনার সময় কোন প্রেগন্যান্ট গাভী যেন না কিনেন। গাভী কেনার সবচাইতে উপযুক্ত সময় হল বাচ্চা দেওয়ার দুই সপ্তাহ পর থেকে। তাহলে আপনি গাভী থেকে যতটুকু দুধ আছে সেই পরিপূর্ণ দুধটুকু দেখে নিতে পারবেন এবং বাছুরের মৃত্যু ঝুঁকি অনেক কমে যাবে। কারণ প্রথম সপ্তাহে বাচ্চার পাতলা পায়খানা হয় যদি পরিমাণমতো দুধ খাওয়াতে না পারেন ও ঠিকমতো পরিচর্যা না করতে পারেন। এজন্য নতুন খামারি ভাইদের প্রতি অনুরোধ রইল কোনভাবেই প্রেগন্যান্ট গাভী কেনা যাবে না । প্রেগন্যান্ট গাভী কিনলে কোন বাটে বা ওলানে সমস্যা থাকলে আপনি বুঝতে পারবেন না ফলে ক্ষতিগ্রস্ত হবেন। গাভীর যখন বাচ্চা দেওয়ার সময় কাছাকাছি চলে আসে তখন সবচাইতে বেশি বিশ্রামের প্রয়োজন হয়।। কিন্তু দুঃখজনক হলেও সত্যি আমাদের দেশে এই সময় গাভী বেচাকেনা সবচাইতে বেশি হয় এবং দূর-দূরান্তে গাভীগুলোকে পাঠানো হয়। পর্যাপ্ত বিশ্রাম না পাওয়ার কারণে গাভীর বাচ্চা দেওয়ার সময় কোন না কোন সমস্যা আপনাকে মোকাবেলা করতে হবে। তাই বোবা জন্তু গাভীর প্রতি আমাদের আরো সদয় ব্যবহার করতে হবে তাহলে আল্লাহও আমাদের উপর সদয় হবেন।আর আমরা যদি প্রেগন্যান্ট গাভী না কিনি তাহলে সব ব্যাপারীই প্রেগন্যান্ট গাভী বিক্রি করা বন্ধ করতে বাধ্য হবে। আর বেপারী ভাইদের কে অনুরোধ করব তারা যেন নতুন খামারি ভাইদেরকে প্রেগন্যান্ট গাভী কেনার জন্য উৎসাহিত না করেন ও তাদের কাছে প্রেগন্যান্ট গাভী বিক্রয় না করেন।তাহলে কেউ ক্ষতিগ্রস্ত হবে না ইনশাআল্লাহ।
খামারি ভাইদেরকে আরেকটি বিশেষ ভাবে অনুরোধ করবো যেন গাভী কেনার সময় বিশেষ করে হলস্টিয়ান ফ্রিজিয়ান গাভীর নাভি আছে কিনা খুব ভালভাবে লক্ষ্য করার জন্য। কারণ নাভি থাকলে বুঝতে হবে গাভীটাতে শাহীওয়ালের ক্রস আছে। সে ক্ষেত্রে গাভীর আকৃতি অনেক বড় হলেও বাচ্চা দেওয়ার প্রথমদিকে ভালো দুধ দিবে কিন্তু পরবর্তীতে দ্রুত দুধ কমে যাবে। তাহলে আপনি কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন না।
ক্রেতা ভাইদের (বিশেষ করে প্রবাসী ভাইদের) প্রতি আরেকটা অনুরোধ কোনভাবেই অনলাইনে গাভী কেনা যাবে না। অনলাইনে গাভী পছন্দ হলে সরেজমিনে গাভীর কাছে চলে যাবেন(অবশ্যই বায়না না করে, বায়না করেছেন তো মরেছেন) কিংবা অভিজ্ঞ প্রতিনিধি পাঠাবেন। তিনবার দুধ দোহন করবেন। প্রথমে বিকালে এরপর পরদিন সকালে এরপর বিকালে দুধ দোহন করার পর যদি দুধের সাথে কথার মিল থাকে তাহলে গাভী কিনবেন। গাভী কেনার পর নিজে অথবা আপনার নিজস্ব লোক গাড়ির সাথে থেকে আপনার বাসায় নিয়ে যাবেন। কোনভাবেই পাবনার ট্রান্সপোর্ট অথবা ড্রাইভারকে বিশ্বাস করবেন না। তাহলে আপনি 100% ক্ষতিগ্রস্ত হবেন। হয় আপনার গাভী ডাকাতে নিয়ে যাবে অথবা অন্যান্য হাটের গরুর সাথে আপনার সুস্থ গাভীকে একসাথে নেওয়ার কারণে ক্ষুরা রোগে আক্রান্ত হবে। অথবা পৌঁছানোর জন্য লম্বা সময় লাগার কারণে আপনার বাচ্চাটা মারা যাবে আর প্রেগন্যান্ট গাভী হলে রাস্তায় বাচ্চা দিয়ে দিবে। এতে আপনি নিশ্চিত ক্ষতিগ্রস্ত হবেন এতে কোন সন্দেহ নেই। কথাগুলো বাস্তব অভিজ্ঞতার আলোকে লেখা। যদি কারো পছন্দ হয় অন্যের কাছে পৌঁছাবেন। সবশেষে আমার পরামর্শ হলো যদি সম্ভব হয় আপনি আপনার বাড়ির আশেপাশে এলাকা থেকে গাভী কেনার চেষ্টা করুন। দুধ একটু কম হলেও আপনি ক্ষতিগ্রস্ত হবেন না। সবার জন্য দোয়া রইল।
বি. দ্রষ্টব্য: ট্রেনিং অথবা অভিজ্ঞতা ছাড়া গরুর খামার বিশেষ করে গাভীর খামার না করার জন্য প্রবাসী ও নতুন খামারি ভাইদের প্রতি বিশেষ অনুরোধ রইল। জহির স্যারের অন্তত তিন দিনের ট্রেনিং হলেও করে নিবেন।
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ খামারে ভাইয়ের বলে কথাগুলো খুব সুন্দর কথা জাযাকাল্লাহ খায়ের
ভিডিওটি দেখে যদি আপনার ভাল লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আপনার মতামত জানান এই পোস্টের কমেন্টে। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার অফিশিয়াল ইউটিউব চ্যানেল||
তার র্ফামে ভালো জাতের জার্সি বকনা আছে কি আংকেল
@@Mrvillagebd আছে, সরাসরী একবার যান।
স্যার, উনার খামারের খাদ্যের উপকরণ এর তালিকা নিয়ে এবং কি উপাদান কি পরিমাণে মেশান তা নিয়ে একটি ভিডিও করতেন তাহলে অনেক উপকৃত হতাম।
স্যার আপনার প্রত্যেক ভিডিওগুলো দেখি খুব ভালো লাগে শিক্ষনীয় বিষয় থাকে আপনার ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে।
খামারিদের আইডল বলা যেতেই পারে আনোয়ার ভাইকে,,💞💞💞
বাইজিদ স্যার আপনাকে অনেক ধন্যবাদ
জাযাকাল্লাহ
আল্লাহ আপনা সহায় হোন।
এটা আমি কি দেখলাম আমার জিবনে ও দেখেিনি অসাধারণ ধন্যবাদ আপনাকে
আববা আপনি অনেক ভালো মনের মানুষ ধন্যবাদ আপনাকে জসিম সৌদি আরব থেকে
যেসব গরু বেশি দুধ দেয়, সেসব গরুর দুধের ফ্যাট বা ননি কম হয়,
দানাদার ও শুধু হইড্রোপনিকে ঘাশ দারা কি ডেইরি ফ্যটেনিং ফারম সম্ভব?
❤❤❤❤
আমার মনে হয় আনোয়ার ভাইয়ের যক্ষ্মা হয়েছে, কারণ সব ভিডিও তে দেখি উনি খাকুত খাকুত করে কাশি দেয়
😂😂😂
Nice video
আমি এই লোকটার খামারে আমি গেছি । ওনি একটা বাজে লোক ও মিথ্যাবাদি।
একেবারে সত্য কথা বলেছেন ভাইজান তার কারণ উনি বলছে যে 40 লিটার করে দুধ হয় ওনার 100 গরু আছে কিন্তু আমার মাথায় আসেনা একটা গরুর কিভাবে 40 লিটার দুধ হয় উনার ফিটের ভিতরে ভেজাল আছে অতএব সকলে সাবধানে যাবেন লোকটা আসলেই চিটার বাটপার মিথ্যাবাদী
কেন ভাই
Dr Bayazid sir, Please double think before do Anowr's program in future.
নাইচ বিডও
বাজীদ ভাই জানতে চাই। বাজারের প্রচলিত গুরুর ফিড খাওয়ানো জাবে কি। এটার ভালও খারাপ দিক জানতে চাই।
একদিন সময় করে আমার জিটিভি অফিসে আসবেন তখন বলবো।
@@MdBayezidMoral ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। কমেট উত্তর দেয়ার জন্য। ঝিনাইদহ সদর।
ফুল ক্রিম র হাফ ক্রিম তা একটু বুঝাবেন।
আসসালামু আলাইকুম ফারামের যেকোনো জিনিস সবচেয়ে ভালো এবং উন্নত মানের
আল্লাহ আপনা সহায় হোন।
সঠিক তথ্য বহুল আলোচনা কিন্ত আনোয়ার ভাই কথা একটু বেশি বলে।
সার এর কাছে জানতে চাই আমার একটা গাভী বীজ দিছি দেওয়ার ২৬ দিন হল এখনো ডাকে আসে নাই কিন্তু সাদা ভাতের মারির মত শ্লামা বহির হইতেছে আমাকে জানাবেন
আপনর,গভিটার,গাবরইছে
Sir আমি সব ভিডিও গুলি দেখি কিন্তু উনাকে কখনও ঘাস খাওয়াতে দেখলাম না। ডাক্তার বা পশু চিকিতসকগণ বলেন গবাদিপশু তৃণভোজী । তাদের ঘাস প্রধান খাদ্য। কিন্তু উনি কি ঘাস খাওয়ান না
উনি প্রচুর পরিমানে ঘাস খাওয়ান। আমরা যখন সুটিং করি তখন ওদের ঘাসের ট্রাক এসে পারিনি। পারলে উনার অনুসারী হোন। আল্লাহ আপনা সহায় হোন।
@@MdBayezidMoral ধন্যবাদ প্রিয় স্যার
@@MdBayezidMoral ধন্যবাদ ভাই
মনোয়ার হোসেন ডিপজলের ভাই আনোয়ার হোসেন পেচাল তো পারবেই
Nice
আল্লাহ আপনা সহায় হোন।
আনোয়ার হাফ ক্রিম ও ফুল ক্রিম বাছুরকে খওয়ান এটা কি? বুঝতে পারিনি
অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি আপনার পারামের নাম্বারটা দিতেন আমাদের জন্য অনেক ভালো হতো তাহলে
কেমন আছেন
মনোকরোচো, পাগল হয়ে যাব😊
আসসালামু আলাইকুম ভালো আছেন কিনা ভালো থাকে কামনা
আল্লাহ আপনা সহায় হোন।
ভাই আমি জাতে চাই ওনি কোন কমপানির বিজ বেবহার করেন
😊😊OK
আল্লাহ আপনা সহায় হোন।
স্যার , জাকির সাহেব বকনা বিক্রায় করে?
বয়ান কম দেন।
Mone korenso
আল্লাহ আপনা সহায় হোন।
New training update Diban Sir plz
কোন জায়গাতে বেশি দুধের মহিষ কিনা যাবে এর বিডিও করেন please 🙏
Vaiya ai khamarer nambar dan
আমাদের গ্রামে দুধ 40টাকা আর দেখনা এর বালেই দাম
Adl এর সব গুলা ভুলের ভিডিও দিতে পারবেন।
আনোয়ার স্যার আমরা কিনতে চাইলে তো ভালো গরু দিবেননা।
Mone korenso
একবার যেয়ে দেখুন। আল্লাহ আপনা সহায় হোন।
🤘🤘
দুধ দোহানোর কাজে কেন মেসিন ব্যাবহার করেন না কেন ?
একদিন ওনার খামারে গিয়ে ঘুরে আসুন।
Manoniyo Poshu Montri 🤣🤣🤣
আল্লাহ আপনা সহায় হোন।
Please
আল্লাহ আপনা সহায় হোন।
ফোন নাম্বারটা দেন তা না হলে মাল নেবো কিভাবে
তার সাতে কথা বলা যায় না।
Mone korenso 😆😆😆
আল্লাহ আপনা সহায় হোন।
আপনি বাছুরকে কতদিন দুধ খাওয়ান
Number ki
dodher dham r o kom kora ocit
কেন?
।
আল্লাহ আপনা সহায় হোন।
ভাল দুধ এর মহিষ এর ভিডিও দেন
সামনের মাসে পাবেন।
♥️♥️♥️
কেমন আছেন