জমিদার সাহেব উনি একটা ইতিহাস। জীবন দশায় হয়তো উনি থাকবেন না। এই ডকুমেন্টটা স্মৃতি হয়ে থাকবে পরবর্তী প্রজন্মের কাছে। প্রতিবেদনটা আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রতিবেদনকারী অসংখ্য ধন্যবাদ।
আমার বাড়ি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানায়,, মানব বাবু একজন অত্যন্ত বিনয়ী এবং শিক্ষা অনুরাগী মানুষ,, একটা সময় শিক্ষার্থীদের কথা চিন্তা করে মানব বাবু বৃত্তির দেওয়া শুরু করেন যা মানব বাবুর বৃত্তি নামে পরিচিত ছিল..... মানুষের কল্যাণে তিনি অনেক কাজ করেছেন এবং এখনো করছেন যা বলে শেষ হবে না.... ❤
আমি ও গিয়েছিলাম। খুবই সৌখিন, শিক্ষিত, জ্ঞানী ও সদালাপী মানুষ উনি। কিছুটা সময় মানব বাবুর সাথে থাকার ইচ্ছে ছিল। কিন্তু কোন একটা ব্যাস্ততার কারনে বেশি সময় থাকা সম্ভব ছিল না। মানব বাবু ও চাচ্ছিলেন যেন আমি বেশি সময় থাকি। ইচ্ছে হয় আবারও যাই।
খুব বেশি ভালো লাগলো এই ডকুমেন্টারি ভিডিওটি দেখে, জমিদারের শেষ বংশধর হিসেবে সরকার কর্তৃক তার জন্য রাষ্ট্রীয় সম্মান এবং যতদিন বেঁচে আছেন সরকারি সহযোগিতা কাম্য করছি
এই জমিদার বাড়িতে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিলো। ওনার বড়ভাইয়ের নাম ছিল মাধব বামন আর ওনার নাম মানব বামন। উনি আমাদের একটি ক্লাসিকাল গান গেয়ে শুনিয়েছিল। আমিও দুটো গান গেয়ে শোনাবর সাহস করেছিলাম। ওনার গানের অভিজ্ঞতার কাছে আমি নেহতই বাচ্চা। তার পরও আমার গান শুনে তিনি খুব খুশি হয়েছিলেন। হায় বরষা, আমার সারা দেহ খেয়োগো মাটি এই দোটো গান গেয়েছিলাম।মনে রাখার মতো অভিজ্ঞতা ছিলো সেটা।
মানব বাবু আমাদের এলার গর্ব,ওনি অতন্ত্য ভাল মানুষ, ওনার মতন সরল, শিক্ষিত বিনয়ী মানুষ এখনও ওনি ব্যাতিত অন্য কোন মানুষ আমার চোখে পরেনি।আমরা যদি এখনও ওনার কাছে যাই আন্তত চা না খেয়ে আসতে দেয় না,দাদা বলি ওনাকে ওনি যেন আমাদের আপন দাদা নাতির সম্পর্কে চেয়েও বেশি গুরুত্ব দেয়।ওনি আমাদের কে আনেক সময় নানা অতীতের গল্প বলে শুনতে খুব ভাল লাগে।ওনার কথা বলে শেষ করা যাবে না।দোয়া করবেন দাদা জন্য। ❤❤❤❤❤❤
উনার কথাবার্তা শুনে মনে হল যে উনি খুবই ভালো মনের এবং উদার মনের মানুষ তার ভিতরে কোন অহংকার নেই উনার গানের গলাটা খুবই সুন্দর আমাদের মানুষের কিছু টাকা পয়সা হয়ে গেলে অহংকারের মানুষ কথা বলতে চায় না। এত বড় জমিদার যেভাবে কথা বলতেছে তা অতুলনীয়।
জমিদার মানব বাবুকে আমার সশ্রদ্বা চিত্তে প্রণাম জানাচ্ছি, এই বঙ্গদেশে এখনো যে জমিদারী মেজাজে বসবাস সত্যিই তিনি একজন সাংস্কৃতিকমনা বিশাল ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ এবং উনাকে দেখে আমি নিজকে ধন্য মনে করছি , বাবুকে আমার আবার প্রণাম । ❤
অসাধারণ অসাধারণ♥️ খুব বেশি মানবতা পরায়ণ মানুষটা ♥️ ওনার প্রতি গভীর শ্রদ্ধা আর অনন্ত অসীম ভালবাসা রইলো🙏 মহান আল্লাহ পাক তার সর্বাঙ্গীণ কল্যাণ করুন এই দোয়া করি 🌹🌹🌹🌹🌹
আমি ভারতবর্ষের... পশ্চিমবঙ্গের... ছোটো জেলা দক্ষিণ দিনাজপুরের...বাসুরিয়া গ্ৰামে আমাদের জমিদার বাড়ি আছে... আমার দাদু জমিদার ছিলেন...তাই জমিদার বাড়ির প্রতি আমার খুব টান ও ভালোবাসা ❤❤❤
উনি একজন ভালো মনের মানুষ, আমাদের বাড়ি থেকে প্রায় ১২ মিনিটের দূরত্ব, বাড়িতে ঘুরতে গেলে, ছোট বড় সবাই উনার সাথে ছবি তুলতে পারে,আর ঘুরতে যাওয়া হবে না কারণ আমি প্রবাসে। 🇸🇦
I feel feudal dynasty. After division of Bengal & India in I947 our ancestors left the feudal palaces & feudal Estates & went to India. Now I salute Manab babu, he stays in his feudal palace. I imagine, how does he exist in his feudal Lord's Palace? Please stay well & safe. May God bless you to live long & well. Thank you so much.
অসংখ্য ধন্যবাদ আপনাকে এই ভিডিওটা দেওয়ার জন্য , আমার বাড়ি হোসেনপুর থানায়। অনেকবার গিয়েছি উনাদের জমিদার বাড়িতে , আমার বড় চাচার সাথে উনার খুব ভালো পরিচিতি। সেই সূত্রেই একবার মাছ ধরার সময় উনাদের পুকুরে গেছিলাম , আমাকে একটা বড় মাছ দিয়েছিলেন , অত্যন্ত বিনয়ী শিক্ষিত মানুষ , আল্লাহতালা উনাকে দীর্ঘজীবী করুক
@@fundo555 তা জানিনা, তবে সেই সময় দেখেছি সব ভাইবোনেরা কোনো না কোনো যন্ত্রসঙ্গীতে পারদর্শী।কেউ বেহালা বাজায় তো কেউ সারারাত সেতার বাজিয়ে চলেছেন। তাদের মেজাজ ও অদ্ভুত, এক ভাই একটু ঘুরে আসি বলে চোদ্দ বছর পরে ফিরেছিলেন, সারা ভারত ঘুরে। একভাই খুব বড় ডাক্তার অনেক টাকা রোজগার করেছেন , সব ভাইদের বলেন নিতে , কিন্তু অনেক দরকার থাকলেও কেউ নেয়না। নিলে নাকি তাদের সন্মানে আঘাত পাবে। সত্যিই অদ্ভুত এদের মেজাজ। অনেক বছর যোগাযোগ নেই, জানিনা এখন কেমন আছেন।
কিছুদিন আগে এ জমিদার বাড়ি আমরা শুটিং করছি মানব বাবুর বাড়ির জমিদার বাড়ি , তিনি অনেক ভালো মানুষ। আমাদের গান শুনায়ছে।তার দোতলা রুমে কাউরে যেতে দেয় না। শুধু তার নিজের লোক ছাড়া। এখন বর্তমানে তার কেউ নেই তুমি ভেবে বেঁচে আছেন। কিশোরগঞ্জ আমরা তিন দিন শুটিং করছি তার বাড়িতে।🌹🌹🌹❤❤❤
I was posted at ibbl Kishore gonj 1992 to 1995 but unfortunately I couldn't meet the good person I felt happy enough to see the video Thanks for the uploader of the video
গতকাল ২৫ অক্টোবর ২০২৪ইং আমরা কতক বন্ধু মিলে গিযেছিলাম জীবন্ত জমিদার মানবেন্দ্র চক্রবর্তী এবং তার জমিদারী দেখার জন্য।যথারীতি অনেকের কাছে লোকেশন জিজ্ঞাসা করে খুজে বের করলাম কাঙ্খিত সেই জমিদার বাড়ি।বাড়ি প্রবেশ করার পর জমিদারের লোকজনের সহায়তায় ঘুরেফিরে দেখলাম বিভিন্ন স্থাপনা তবে কিছু কিছু স্থাপনায় রয়েছে আধুনিকতার ছোঁয়াও।কিন্তু খারাপ লেগেছে অনেক চেষ্টা করেও কাঙ্খিত সেই ব্যক্তি মানবেন্দ্র চক্রবর্তীর সঙ্গে সাক্ষাত না মেলায়। জমিদার বাড়ির প্রত্যেকটি লোক খুবই সহজ সরল তারা যথেষ্ট সহযোগীতা করেছে আমাদের।
জমিদার সাহেব উনি একটা ইতিহাস। জীবন দশায় হয়তো উনি থাকবেন না। এই ডকুমেন্টটা স্মৃতি হয়ে থাকবে পরবর্তী প্রজন্মের কাছে। প্রতিবেদনটা আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রতিবেদনকারী অসংখ্য ধন্যবাদ।
একজন জমিদারের মুখ থেকে এরূপ বর্ননা খুব ভাল লাগল। প্রতিবেদনকারীকে ধন্যবাদ জানাই
❤
চোখে পানি চলে আসছে ওনার একাকিত্বর কথা শুনে মানুষটি অনেক সুন্দর মনের
অহংকার হিংসা বিদ্বেষ মুক্ত একজন সুন্দর মনের মানুষ দেখলাম ❤️👌 আল্লাহর রহমতে খুব তাড়াতাড়ি দেখা হবে ❤️🙏
আগের মানুষ ছোটলোক ছিলো না! মন অনেক বড় ছিলো তাই বরকত ও ছিলো! কিন্তু এখনকার মানুষ তো ছোটলোক ছোট মন মানুষিকতার
খুব ভালো লাগলো, আজকেই প্রথম জানলাম জমিদার দের বংশ আছে এখনো।
আমারো সেই কথা, জীবন্ত এক জমিদার বংশের তাজা ছবি দিয়ে বিভিন্ন কথা শুনলাম।
র
আমার বাড়ি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানায়,, মানব বাবু একজন অত্যন্ত বিনয়ী এবং শিক্ষা অনুরাগী মানুষ,, একটা সময় শিক্ষার্থীদের কথা চিন্তা করে মানব বাবু বৃত্তির দেওয়া শুরু করেন যা মানব বাবুর বৃত্তি নামে পরিচিত ছিল..... মানুষের কল্যাণে তিনি অনেক কাজ করেছেন এবং এখনো করছেন যা বলে শেষ হবে না.... ❤
❤
কিশোরগঞ্জ মেইন পয়েন্ট থেকে কিভাবে যেতে হয় এবং কোন জায়গায় গিয়ে নামতে হয় যদি একটু বলতেন
@@user-kl9ut7pq9l কিশোরগঞ্জ পাগলা মসজিদ এর ওইখান থেকে অটোরিকশা করে গোবিন্দপুর চৌরাস্তায় গিয়ে অটো চেঞ্জ করে গাংঘাটিয়া জমিদার বাড়ি !
@@user-kl9ut7pq9l❤
@@mdovi6521কিশোরগঞ্জ শহরের যেকোনো জায়গা থেকে অটোরিকশাকে বল্লেই হবে মানব বাবুর বাড়ি যাবো।
৩০বছর বয়সের মধ্যে আজকে জানলাম কমেন্টর ওপর ডাবল টাস করলে লাইক হয়ে যায়। ভালো লাগলো অনেক সুন্দর ভিডিও টা ❤❤
তোর বা বোনের দুইভাগ হওয়া ফাটা ভোদা
Eto koidin bal falaitasila?
ভাই ডাবল টাচ করলাম কিন্তু dislike হয়ে গেলো 😮😢
❤❤
টেস্ট করে দেখলাম।
সর্বশেষ একি গান গাইলেন মানব বাবু??
হৃদয় টাই স্পর্শ করে গেল!!!!!!
মহান আল্লাহ পাক আপনাকে দীর্ঘায়ু দান করুক।
আস্তাগফিরুল্লাহ
❤❤❤
মানব বাবু কি এখনো জীবিত আছেন?
দীর্ঘায়ু কামনা করছি, শুভকামনা রইল।
উনি কাফের, বাদ্যযন্ত্র ব্যবহার করার মতো ঘৃণ্য কাজ করে যাচ্ছেন। এরপরেও আল্লাহ পাক কৃপা করবেন ?
জমিদারের গমগমে গলায় শেষ গানটা গায়ে কাঁটা দেওয়া। অতীত থেকে উঠে আসা কত না জানি স্মৃতিসমৃদ্ধ। মন কেমন করে সেই সকল দিনের ওঠাপড়ার ইতিহাসের কথা মনে করে।
আমি ও গিয়েছিলাম। খুবই সৌখিন, শিক্ষিত, জ্ঞানী ও সদালাপী মানুষ উনি। কিছুটা সময় মানব বাবুর সাথে থাকার ইচ্ছে ছিল। কিন্তু কোন একটা ব্যাস্ততার কারনে বেশি সময় থাকা সম্ভব ছিল না। মানব বাবু ও চাচ্ছিলেন যেন আমি বেশি সময় থাকি। ইচ্ছে হয় আবারও যাই।
❤
আমিও গিয়েছিলাম অনেক ঞ্জানী একজন মানুষ। আমাদের সাথে অনেকক্ষণ আড্ডা দিয়েছেন, কথা বলে বেশ ভালো লেগেছিলো!!
লোকেশন টা কোথায় ভাই?
আমি যেতে চাই
লোকেশন টা জানাবেন প্লিজ
@@shorolkabiraj3343
06:10
সত্যি এতো পুরনো ঐতিহ্য তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ।
খুব বেশি ভালো লাগলো এই ডকুমেন্টারি ভিডিওটি দেখে, জমিদারের শেষ বংশধর হিসেবে সরকার কর্তৃক তার জন্য রাষ্ট্রীয় সম্মান এবং যতদিন বেঁচে আছেন সরকারি সহযোগিতা কাম্য করছি
সর্বশেষে উনার নিজ কন্ঠে গান,প্রাণ জুড়িয়ে দিলো।
এই জমিদার বাড়িতে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিলো। ওনার বড়ভাইয়ের নাম ছিল মাধব বামন আর ওনার নাম মানব বামন। উনি আমাদের একটি ক্লাসিকাল গান গেয়ে শুনিয়েছিল। আমিও দুটো গান গেয়ে শোনাবর সাহস করেছিলাম। ওনার গানের অভিজ্ঞতার কাছে আমি নেহতই বাচ্চা। তার পরও আমার গান শুনে তিনি খুব খুশি হয়েছিলেন। হায় বরষা, আমার সারা দেহ খেয়োগো মাটি এই দোটো গান গেয়েছিলাম।মনে রাখার মতো অভিজ্ঞতা ছিলো সেটা।
❤
সুন্দর একটি বস্তুনিষ্ঠ ইতিহাস খ্যাত, একটা সত্যি কারের মানবিক লোককে দেখতে পেলাম। উনার দীর্ঘায়ু কামনা করি।
মানব বাবু আমাদের এলার গর্ব,ওনি অতন্ত্য ভাল মানুষ, ওনার মতন সরল, শিক্ষিত বিনয়ী মানুষ এখনও ওনি ব্যাতিত অন্য কোন মানুষ আমার চোখে পরেনি।আমরা যদি এখনও ওনার কাছে যাই আন্তত চা না খেয়ে আসতে দেয় না,দাদা বলি ওনাকে ওনি যেন আমাদের আপন দাদা নাতির সম্পর্কে চেয়েও বেশি গুরুত্ব দেয়।ওনি আমাদের কে আনেক সময় নানা অতীতের গল্প বলে শুনতে খুব ভাল লাগে।ওনার কথা বলে শেষ করা যাবে না।দোয়া করবেন দাদা জন্য। ❤❤❤❤❤❤
ভাই ঠিকানা দিবেন? কি ভাবে যেতে পারি।দেখতে খুব ইচ্ছে করছে
ওনার গল্পগুলো রেকর্ড করে রাখবেন প্লিজ
Valo! Khob valo
দাদা জমিদার বাড়ির লোকেশন টা কোথায়?
কতথেকে যেতে চান জানাবেন@@a_h_Chowdhury_vlog
তার কথায় বুঝা যায় কতটা শিক্ষিত মানুষ' বিনয়ী আচরণ সুন্দর❤
❤
গীতার দর্শন বলে কথা।।।
কোথায় এই জিমিদার বাড়ী
Kothay ei bari
@@y73318 shUna
মানব বাবুর জন্য অনেক অনেক শুভকামনা রইল। আপনি ভালো থাকুন এমন টা -ই প্রত্যাশা।
❤
অসাধারণ। কত কিছুর মালিক কোন অহংকার নেই।দারুন
❤
একটি সুন্দর বাস্তব সম্মত প্রতিবেদন। খুব ভালো লাগলো। এটা একটা ডকুমেন্টারি।
চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ একটা ইতিহাস তুলে ধরার জন্য। ধন্যবাদ চ্যানেল চলতি ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
আমি সত্যিই মুগ্ধ হলাম। ধন্যবাদ উপস্থাপক কে
উনি অত্যান্ত ভালো মানুষ, আমি যতোবারই গিয়েছি উনার সাথে সাক্ষাৎ করেছি।
❤
আরে ভাই উনি বুঝাতে চাইছে বাংলাদেশ এখনো অশিক্ষিত নামে ভদ্র
এখন উনাদের আয় হয় কিভাবে? কোন খাত থেকে?
But cleaning kore nai
@@kaisarahmed6424 এখনো অনেক সম্পদ বিদ্যমান আছে।
আসলেই কয়েক শত বছর পিছিয়ে গিয়েছিলাম।এই ভিডিও দেখতে দেখতে।
অসংখ্য ধন্যবাদ চলতি টিমকে।
❤
উনার কথাবার্তা শুনে মনে হল যে উনি খুবই ভালো মনের এবং উদার মনের মানুষ তার ভিতরে কোন অহংকার নেই উনার গানের গলাটা খুবই সুন্দর আমাদের মানুষের কিছু টাকা পয়সা হয়ে গেলে অহংকারের মানুষ কথা বলতে চায় না। এত বড় জমিদার যেভাবে কথা বলতেছে তা অতুলনীয়।
জমিদার মানব বাবুকে আমার সশ্রদ্বা চিত্তে প্রণাম জানাচ্ছি, এই বঙ্গদেশে এখনো যে জমিদারী মেজাজে বসবাস সত্যিই তিনি একজন সাংস্কৃতিকমনা বিশাল ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ এবং উনাকে দেখে আমি নিজকে ধন্য মনে করছি , বাবুকে আমার আবার প্রণাম । ❤
জীবন্ত উদাহরণ উনি। উনার ইতিহাসভিত্তিক কথাগুলো রেকর্ড করা উচিত। উনার চলে যাওয়ার পর এ জমিদার বাড়িও একদিন স্মৃতি হয়ে যাবে।
মনে হচ্ছিল ইতিহাস পড়তেছি 😮😊এতটা ভালো লেগেছে যা ভাষায় প্রকাশ করার মত না❤।ধন্যবাদ আপনাকে
এই ইতিহাস তুলে ধরার জন্য।
❤
বাবুর পিসারির সাথে আমার নানা বাড়ি কত বার গেছি ভিডিওতে ত আরো সুন্দর লাগতেছে❤
অসাধারণ অসাধারণ♥️ খুব বেশি মানবতা পরায়ণ মানুষটা ♥️ ওনার প্রতি গভীর শ্রদ্ধা আর অনন্ত অসীম ভালবাসা রইলো🙏 মহান আল্লাহ পাক তার সর্বাঙ্গীণ কল্যাণ করুন এই দোয়া করি 🌹🌹🌹🌹🌹
❤
এতোদিন বইতে পড়েছিলাম, আজকে দেখলাম।
জমিদারদের আভিজাত্য দেখে, সত্যি অভিভূত।
❤
আমি ভারতবর্ষের... পশ্চিমবঙ্গের... ছোটো জেলা দক্ষিণ দিনাজপুরের...বাসুরিয়া গ্ৰামে আমাদের জমিদার বাড়ি আছে... আমার দাদু জমিদার ছিলেন...তাই জমিদার বাড়ির প্রতি আমার খুব টান ও ভালোবাসা ❤❤❤
আমার বাড়ি দক্ষিণ দিনাজপুরে, কিন্তু আমার জানা ছিল না। জেনে ভালো লাগলো।
@@masuddewan4928 💝
Tai naki,
Khub isca silo jomidarer natnir sathe prem korbo
একেই বলে ব্যাক্তিত্ববান সিংহপুরুষ❤️
💌
Pp000p00⁰😊😊
,চমৎকার একটা ডকুমেন্টরি,,ইচ্ছা আছে ইটালি থেকে বাংলাদেশে গেলে বাচ্চাদের নিয়ে যাবো,,কিশোরগঞ্জ
❤
Italy Jete chai....koto bocor jabot asen Apni bhai
Kangladesh
ভিডিও টা দেখে মানব বাবুর উপর ভালোবাসা বেড়েগেলো উনি অসাধারণ মানুষ। শেষ অংশে তার কন্ঠে অনেক সুন্দর একটা গান শুনে আরো ভালো লাগলো।ঈশ্বর তাকে সুস্থ রাখুক
সুন্দর লাগলো উপস্থাপনাটা সাথে ভাষার ব্যবহার ও মোটামুটি ভালো ধন্যবাদ
❤
উনি একজন ভালো মনের মানুষ, আমাদের বাড়ি থেকে প্রায় ১২ মিনিটের দূরত্ব, বাড়িতে ঘুরতে গেলে, ছোট বড় সবাই উনার সাথে ছবি তুলতে পারে,আর ঘুরতে যাওয়া হবে না কারণ আমি প্রবাসে। 🇸🇦
Where is the location
Could you tell me
Kibhabe jabo pls bolun dada...
অতীত খুবই নির্দয় আর কষ্টদায়ক। ওনার গান টা সত্যিই মর্মান্তিক হ্নদয়বিদারক।
❤
ধন্যবাদ; ঐতিহাসিক গুরুত্ব আছে এই অনুষ্ঠানের।
❤
খুব ধন্যবাদ আপনাকে। এতো সুন্দর একটা উপস্থাপনার জন্য। সবার শেষে চমকটি অসাধারণ!
দেখে অনেক ভালো লাগলো,মন ভরে গেল,,এই মানুষটাও অনেক সুন্দর মনের মানুষ,ঝুঝা গেল। কালের বিবর্তনে সব কিছু হারিয়ে যাচ্ছে 😢
অনেক অনেক সত্যি একটা গল্প আমার প্রথম দেখা,
,ইন্টারেস্টিং,,,💚💚✌️✌️
I feel feudal dynasty. After division of Bengal & India in I947 our ancestors left the feudal palaces & feudal Estates & went to India. Now I salute Manab babu, he stays in his feudal palace. I imagine, how does he exist in his feudal Lord's Palace? Please stay well & safe. May God bless you to live long & well. Thank you so much.
খুব আবেগপ্রবণ হয়ে যাই এগুলো দেখলে❤
সন্ধ্যার ছবিটুকু দারুণ লাগছিলো। বাড়িগুলো রহস্যময় লাগলো
❤
ভগবানের কাছে মানব বাবুর দীর্ঘ আয়ু কামনা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
বাবু ওনি আসলেই খুবি ভালো মনের মানুষ আল্লাহ অনাকে দীর্ঘ হায়াত দারাজ করুক আমিন ❤️🩹🤲
বাহ, প্রতিবেদন টি খুবই ভালো লাগলো। জমিদার মশাই কে প্রণাম 🙏
অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কন্টেন্ট
অনেক অজানা জানা হলো, খুবই ভালো লাগলো।
❤
যিনি উপস্থাপক ওনাকে কোটি কোটি প্রণাম🙏🙏🙏
এতো সুন্দর ভাবে উপস্থাপন না করলে হয়তো এতো ভালো লাগতো না ❤❤❤❤
❤
এই বাড়িতে চিত্র নায়ক রিয়াজ ও চিত্র নায়িকা পূর্নিমার একটা ছবি সুট করা হয়েছে, ওই ছবির নাম (আকাশ ছোঁয়া ভালোবাসা)
উনার কথা ও আচরণে উনার শিক্ষা &ব্যাক্তিত্ব খুব ভালো ভাবে ফুটে উঠেছে❤
অসংখ্য ধন্যবাদ আপনাকে এই ভিডিওটা দেওয়ার জন্য , আমার বাড়ি হোসেনপুর থানায়। অনেকবার গিয়েছি উনাদের জমিদার বাড়িতে , আমার বড় চাচার সাথে উনার খুব ভালো পরিচিতি। সেই সূত্রেই একবার মাছ ধরার সময় উনাদের পুকুরে গেছিলাম , আমাকে একটা বড় মাছ দিয়েছিলেন , অত্যন্ত বিনয়ী শিক্ষিত মানুষ , আল্লাহতালা উনাকে দীর্ঘজীবী করুক
ঐতিহ্য সংস্কৃতি এটা বাঙালি ও দেশের একটা অংশ❤❤
❤
আমাদের কিশোরগঞ্জে অনেক ঐতিহাসিক স্থান আছে। ঈশা খাঁর জমিদার বাড়ি ও আছে(জংগল বাড়ি),সোয়ালাখিয়া মাঠ ইত্যাদি।
Lungi উড়ে বাংলাদেশে
উনি সত্যবাদি একজন মানুষ, এর আগের একটি প্রতিবেদনে সেম কথা শুনে ছিলাম।
❤
অসাধারণ ডকুমেন্টরী,, বাবুকে শ্রদ্ধা, ধন্যবাদ চলতি ♥️
Asombhob sundor ekti video, sotti Manab Babu ke dekhe oner kotha shune mon ta juriye galo
নতুন কিছু জানতে পেলাম মানব বাবুর জমিদারির ইতিহাস ও তার সমন্ধে।
ধন্যবাদ চলতি,
আপনাদের সব তথ্য ভিত্তিক উপস্থাপনা অনেক প্রাণবন্ত ও ভাললাগার 🩵
❤
এই বাবুর প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা!
❤
সত্যি ওনি এখন জমিদার,কারন ফকির বড়োলোক হলে মনটা ফকির ই থাকে,আর জমিদার ফকির হইলেও মনটা জমিদার থাকে।❤ওনার জন্য দোয়া রইলো।
আমি দেখেছি ওনাকে, উনি একজন ভালো মনের ব্যক্তিত্বের অধিকারী এবং অনেক আন্তরিক।
হোসেনপুর বাজার থেকে কীভাবে যেতে পারি
আপনাদের করা বেস্ট একটি ডকমেন্টারি ❤ এক যুগ পর আপনার এই ডকুমেন্টারি ফিল্ম বহুল আলোচিত হবে নিশ্চিত ।❤
আমরা চাই মানব বাবুর বংশধরেরা এসে আবারো জমিদার বাড়িতে বসবাস করুক।
❤
ওনিই শেষ বংশধর, ওনার কোন সন্তান নেই
@@yeasminakter651 ওনার সন্তান নেই বটে, কিন্তু ওনার অনেক খুড়তুতো ইত্যাদি ভাই বোনেরা ভারতে থাকেন। আমার সঙ্গে তাদের কয়েকজনের পরিচয় ছিল একসময়।
@@UtpalBnaerjeeকি বলেন সত্যি নাকি?তাহলে তাদের এখানে আসা উচিত 😢
@@fundo555 তা জানিনা, তবে সেই সময় দেখেছি সব ভাইবোনেরা কোনো না কোনো যন্ত্রসঙ্গীতে পারদর্শী।কেউ বেহালা বাজায় তো কেউ সারারাত সেতার বাজিয়ে চলেছেন। তাদের মেজাজ ও অদ্ভুত, এক ভাই একটু ঘুরে আসি বলে চোদ্দ বছর পরে ফিরেছিলেন, সারা ভারত ঘুরে। একভাই খুব বড় ডাক্তার অনেক টাকা রোজগার করেছেন , সব ভাইদের বলেন নিতে , কিন্তু অনেক দরকার থাকলেও কেউ নেয়না। নিলে নাকি তাদের সন্মানে আঘাত পাবে। সত্যিই অদ্ভুত এদের মেজাজ। অনেক বছর যোগাযোগ নেই, জানিনা এখন কেমন আছেন।
Ufff what a romantic place.... ❤❤aha jibon koto sohoj hote pare❤
May Almighty Allah Bless Him with a long and healthy lif
Touched my y heart
Took me way back in time!
Thanks for this rare insight into the past
❤
রুচির দূর্ভিক্ষে এসেও দারুণ ভিডিও উপহার দিলেন ধন্যবাদ ❤
আসলেই অসাধারণ একটি ভিডিও এবং মনে হচ্ছে জমিদারি সময় আছি
❤
Excellent. খুব ভালো লাগলো।
অসাধারণ একটি উপস্থাপনা , জীবনের আসল সত্য মানব বাবু ওনার গান দিয়ে বুঝিয়ে দিয়েছেন ।
এই বাবুর প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা!❤❤❤❤
বাংলাদেশের জমিদার বাড়িগুলো আসলে অনেক সুন্দর। ❤
জমিদার বাবুর জন্য শুভ কামনা ও ভালোবাসা রইলো ❤️❤️।
💌
Asholei ruchishil silo,,unio ty,,ki shundor kore boltese Sober color hobe😍..raja,jomidar,somrat ra asholei generous silo❤️🔥
আমারও তার সাথে কথা হয়েছে, ওনি খুবই বিনয়ী, চমৎকার একজন মানুষ
জায়গাটাতে যেতে ইচ্ছে করছে, শ্রদ্ধা রইলো ওনার জন্য 🙏❤
প্রতিবেদনটা অসাধারণ লেগেছে
❤
I am very hapy to seen the Jamider Bari. This kaler witness for nexr genaration. Well done Keep it up to collected you from Old jamider Bari.😊😊😊😊
অসাধারণ প্রতিবেদন।
অসংখ্য ধন্যবাদ আপনাকে। দারুণ ডকুমেন্টারি ভিডিও ❤❤❤
চিন্তা করেন তিনি একজন জমিদার। কি সুন্দর আচরণ বাহ্। আগের আমলের জমিদার যদি এমন হতো।
❤
সবাই খারাপ ছিলো না বংগ এলাকার জমিদার রা অনেক ভালো ছিলো,,,প্রজারা অনেক ভালো ছিলো ইতিহাস পরে দেখুন বাংলায় কোন অত্যাচারী জমিদারী ছিলো না@@chalti
অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর প্রতিবেদন করার জন্য আর আপনার জন্য দোয়া করব ইনশাআল্লাহ
জমিদার বাবু,,, আপনি একসময় ভালো গাইতে পারতেন,, বুঝা যায়,, এখনো সুন্দর কণ্ঠ,,, ভালো থাকুন, দোয়া করি,,।।
❤
দারুন একটা কাজ করেছেন।এসব অজানা কাহিনী ঢাকা পড়ে ছিল , ভাবা যায় না। একটা জীবন্ত দলিল। আরও এরকম থাকলে তুলে ধরুন।❤
❤
কিছুদিন আগে এ জমিদার বাড়ি আমরা শুটিং করছি মানব বাবুর বাড়ির জমিদার বাড়ি , তিনি অনেক ভালো মানুষ। আমাদের গান শুনায়ছে।তার দোতলা রুমে কাউরে যেতে দেয় না। শুধু তার নিজের লোক ছাড়া। এখন বর্তমানে তার কেউ নেই তুমি ভেবে বেঁচে আছেন। কিশোরগঞ্জ আমরা তিন দিন শুটিং করছি তার বাড়িতে।🌹🌹🌹❤❤❤
aita kothai
জমিদার অলওয়েজ জমিদার।।
আমি যদি কোন জমিদার পরিবারে জন্ম নিতাম।
যাই হোক আলহামদুলিল্লাহ।।
😂😂
জমিদারদের এ্যাসাইন করেছিল বৃটিশরা, সাধারণ মানুষের রক্ত চোষার জন্য
❤
@chalti আমি জমিদার কন্যা কে বিয়ে করতে চাই।
ভাই আপনি ভাগ্যবাম।খুব ভালো একটা সময় কাটিয়েছেন
1987সালে ওনাকে কাছ থেকে দেছে ছিলাম । তখন আমার বয়স 13/14 হবে। হোসেন পুরে চেয়ারম্যান ছিল
❤
আমার বাড়িও কিশোরগঞ্জ ।আমাদের জেলায় এই জমিদার বাড়ি । অনেক গর্ব হয় 😊😊☺☺😍😍💜💓👍✌👌
অসাধারণ একটা এপিসোড, ধন্যবাদ, এধরণের এপিসোড আরো চায়।
আপনারা চাইলে অবশ্যই আসবে
আমাদের বাসাও কিশোরগঞ্জ, কিন্তু আগে জানতাম না এইরকম একটা জমিদার জীবিত আছে, ইনশাআল্লাহ যাবো দেখতে ❤
❤
fantastic. I will use the narrative for our historical research. A gem of a worl. Congrats and Thanks .
Please do!
জীবন কত বৈচিত্রময় । ১৯৪৭ এর আগের জীবন কতই না ভিন্ন ছিল। আমরা এক শতাব্দীতে কত পরিবর্তন হয়ে গেছি । কত স্মৃতি মাটিতে মিশে গেছে । কিসের এত অহংকার ❤
11:06সেই একটা গান ভালোবাসা যদি যন্ত্রণা হর, মন কেন দিয়ে ছিলে,,❤
I was posted at ibbl Kishore gonj 1992 to 1995 but unfortunately I couldn't meet the good person
I felt happy enough to see the video
Thanks for the uploader of the video
❤
@chalti love for you and your family members and friends around the globe
গতকাল ২৫ অক্টোবর ২০২৪ইং আমরা কতক বন্ধু মিলে গিযেছিলাম জীবন্ত জমিদার মানবেন্দ্র চক্রবর্তী এবং তার জমিদারী দেখার জন্য।যথারীতি অনেকের কাছে লোকেশন জিজ্ঞাসা করে খুজে বের করলাম কাঙ্খিত সেই জমিদার বাড়ি।বাড়ি প্রবেশ করার পর জমিদারের লোকজনের সহায়তায় ঘুরেফিরে দেখলাম বিভিন্ন স্থাপনা তবে কিছু কিছু স্থাপনায় রয়েছে আধুনিকতার ছোঁয়াও।কিন্তু খারাপ লেগেছে অনেক চেষ্টা করেও কাঙ্খিত সেই ব্যক্তি মানবেন্দ্র চক্রবর্তীর সঙ্গে সাক্ষাত না মেলায়। জমিদার বাড়ির প্রত্যেকটি লোক খুবই সহজ সরল তারা যথেষ্ট সহযোগীতা করেছে আমাদের।
অনবদ্য উপস্থাপনা। মানববাবুকে আমার শ্রদ্ধা।
কত কষ্ট আর বেদনা নিয়ে শেষে গানটি গেয়েছেন।
❤
❤
সত্যিই তার ব্যবহার জমিদারের মতোই খুব ভালো লাগলো যে এমন মানুষ এখনো বেচে আছেন 🤲🤲
অনি খুব ভালো মানুষ। অনেক আগে একবার গিয়েছিলাম উনাদের ব্যাবহার খুব ভালো ছিল।
অসাধারণ! চমৎকার ব্যক্তিত্ব! গুনি মানুষ!
অসাধারণ এপিসোড। এই একটা এপিসোড দেখে আপনাদের সাবস্ক্রাইব করতে বাধ্য হলাম।❤