"কখনও চেয়েছিস আকাশের রঙ নীল হোক? কিংবা মিস্টি কখনও মিষ্টি খেতে হোক? যেইটা হবার সেইটা হবে, যার থাকার সে থেকে যাবে, এত ভাবিস না" কথাগুলো মন ছুঁয়ে গেল সত্যিই খুব ভালো লাগলো গল্পটা শুনে, বছর বছর পূজো আসুক আর প্রতিটা মানুষ তার ভালোবাসার মানুষটাকে বলতে পারুক তার মনের কথা; তারাও অভি আর লালীর মতোই একসঙ্গে 'পূজো-সংখ্যা জীবন' কাটাক♥ দুগ্গা দুগ্গা
30:55 অভি কী ভালো! অভি একটু কাঁদ ভাই! সত্যিই অগ্নি পারেও..... 😂🤭 তবে গল্পটা ভালো ছিল। বেশ ভালো লাগল। নিলিমা দিদার মতো এমন অনেকের শৈশবের শিশুসুলভ বন্ধুত্বপূর্ণ ভালোবাসা সময় এবং কিছু মানুষের দরূন হারিয়ে যায়। কখনো কখনো তাদের ফিরে পাওয়া যায় আবার কখনো তারা একেবারে জীবন সমুদ্রের অতল গভীরে তলিয়ে যায়। তবে তারা যেখানেই থাকুক না কেন মন থেকে কখনো সম্পূর্ণ মুছে যায় না। মনের অজ্ঞাত কোনো একান্ত গোপন স্থানে বিরাজ করে। যেখানে একরকম ইচ্ছে করেই সেই রক্ষক অন্য কাউকে প্রবেশ করতে দেয় না কেবল সেই গোপন সত্যের প্রত্যক্ষ সাক্ষীর দ্বারা তা সম্ভব। বেঁচে থাকুক এমন নিঃস্বার্থ ভালোবাসা; যাতে থাকে একচিলতে বাঁচার আশা! যেখানে ইচ্ছা থাকলেও ফিরে না যায় আসা, তবুও তাতে থাকে একচিলতে বাঁচার আশা। আশা মানুষকে অজান্তেই ঠকায় জানা সত্ত্বেও মানুষ আশার পথেই যায়; ঠকালেও শেষে আশাই মানুষকে বাঁচায়। যেখানেই থাক তবু যেন সে থেকে যায় যদি পারে বাস্তবে, না হয় মনের মণিকোঠায়! যেখানেই হোক তবু তো কোথাও থাকা তা দিয়েই হয় মনের কত স্বপ্ন আঁকা। হোক না কিছু অংশ রঙ না দিয়ে ঢাকা, কিছু জায়গা না হয় পরেই রইল ফাঁকা। দিন শেষে আর লাগবে না নিজেকে একা; মনে মনে অন্তত নীরবে যাবে তাকে ডাকা! না হয় এভাবেই বেঁচে থাকুক আমার ভালোবাসা, যেথায় থাকবে একচিলতে বেঁচে থাকার আশা! ✨💝😌
কি অদ্ভুত! আমার বাড়ি মুর্শিদাবাদ এর জঙ্গিপুরে। এখানেও একটা ঘোষাল বাড়ি আছে এবং ঢাকির সাজেই প্রতিমা তৈরি হয়। আর আমার এক বন্ধু যার নাম অভি এবং তার gf এর নাম লাবণ্য। কি অদ্ভুত তাই না।।।
১৮ বছর হতে চললো আমাদের বাড়ির পুজোর। গল্পটার সাথে এক অদ্ভুদ টান জড়িয়ে গেলো। লালি আর অভিষেক এর ঘটনাটার সাথে এক অদ্ভুদ মিল। বহুবছর হতে চললো। প্রতিটা পুজোয় শুধু এই না বলা মুহূর্তর জন্য অপেক্ষায় থাকি। প্রতিবছর সেই বলতে চেয়েও না বলে চেপে যাওয়ার অপেক্ষায় থাকি দুগ্গা দুগ্গা
আমি জানিনা কার কার এরকম মনে হয়েছে তবে নীলিমা ওরফে সুদীপা বাসুর গলায় কি যেনো একটা ছিল। সত্যি এত সুন্দর,শান্ত,নমনীয় গলা,হৃদয় ছুঁয়ে যায়, চরিত্রটিকে যেন জীবন্ত করে দিয়ে যায়।
সত্যই তো কতজনই বা থাকে যারা আমাদের জীবনে নির্দ্বিধায় পাশে এসে দাঁড়ায় কিন্তু কোনো প্রশ্ন করে না..... পূজোর আগে এমন গল্পঃ শুনে একদম মনটা ভরে গেলো দুগ্গা দুগ্গা 🙏🙏
ভালোবাসার চেয়ে বড় মায়া আর হয় নাকি , ভালোবাসা কাটিয়ে ওঠা যায় মায়া কাটিয়ে ওঠা যায় না এই লাইন টা সত্যি বাস্তবতা কে তুলে ধরলো , হয়তো প্রতিটা পুজোয় এরম করেই কোনো শুভ তার লাবন্য কে পায় আর সুবিমল হারিয়ে ফেলে তার নীলিমা দেবী কে ❤❤❤❤ কারুর জন্য হয়তো পুজো শেষে একটা নতুন কিছু অপেক্ষা করে আর কারুর জন্য পুরনো সবচেয়ে প্রিয় জিনিস টা হারিয়ে যাওয়ার শুধু সুযোগ খোঁজে ।।
একটা গল্প শেষ হয়ে গেলে বুকের ভেতরটা এত খালি খালি লাগে! প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা মুহূর্ত অনুভব করতে পারছিলাম। অনেক ধন্যবাদ এত সুন্দর মুহূর্তগুলো উপহার দেবার জন্য।
Prem dot kom এর প্রতিটা গল্প শুনলেই কোনো জানিনা চোখ দিয়ে জল চলে আসে। ছোটবেলাটাকে না খুব miss করি। কি সুন্দর ছিল না ওই দিনগুলো আর ভালো লাগে না এই দিনগুলো । জীবন থেকে যেনো আনন্দ জিনিসটাই বড় হওয়ার সাথে সাথে উবে যাচ্ছে ।
আরো একটা Masterpiece golpo...It's full of emotions & fellings...🥹❣️ কবে যে আবার ছোট বেলার মত পুজোতে দাদু - দাদিদের কাছে তাদের ছোটো বেলার গল্প শুনতে পাবো জানি না...💖
গল্পটা শুনতে শুনতে নিজের মামারবাড়ির গল্প মনে পড়ে গেল, মামারবাড়ির দুর্গাপুজো, ষষ্ঠীর সন্ধ্যে সবাই মামারবাড়ি, ব্যাস চারদিন ওখানেই গ্যারেজ, কত হাসাহাসি, মারামারি, কান্নাকাটি শেষে একটা নস্টালজিক মোমেন্ট নিয়ে বাড়ি ফেরা, আবার এক বছরের অপেক্ষা, এখন আর দুই দিদাও নেই, আমারা আর চারদিন মামারবাড়িতে গ্যারেজ হই না, চারদিন যেটা অজুহাত দিয়ে আমরা পাঁচদিন করে নিতাম এখন সেটা সর্বসাকুল্যে দেড় থেকে পৌনে দুই দিন, সম্পর্ক গুলো আর সহজ নেই, ভাইবোনের মধ্যে সেই সরলতাও নেই, সবচেয়ে বড়ো কথা সময় থেকেও নেই, আর এবছর মামারবাড়ির দুর্গাপুজোটা skip করবো ভাবছি ,we all grew up
নবীন প্রবীণ দুই প্রজন্মের ভালোবাসাই মন ছুঁয়ে গেলো😍 দারুণ গল্প 😇😇 Er age utsa mam er jhorphoring golpotao khub valo legechilo 😊 Rwitobrata dada surangana didi❤ Sudipa mam deep sir ❤ Mahalaya aste thik saat din baki tai seshe bolli Dugga dugga🙏❤😊
অনেক দিন পর প্রেম ডট কম এ একটা অসাধারণ গল্পঃ পাওয়া গেলো গল্পের শুরুটা সাধারণ হলেও শেষটা just মন ছুঁয়ে গেলো অনেকদিন ধরে এই রকম একটা গল্পের প্রতীক্ষাতেই ছিলাম। এই season 4 এ এই রকম গল্পঃ প্রথম বার অনেক অনেক ধন্যবাদ team mirchi বাংলা কে আমাদের এত ভালো একটা গল্পঃ উপহার দেবার জন্য।
তোর মনে আছে তুই আমাকে একবার বলেছিলিস তোর জীবনে থেকে যেতে, আমি তখন বলেছিলাম,কখনো কি চেয়েছিস আকাশ এর রং নীল হোক ! কিংবা মিষ্টি কখনো মিষ্টি খেতে হোক ! Ei line ta just mon chuye gelo❤❤❤
শৈশবে দাদু-ঠাকুমার হাত ধরে ঠাকুর দেখতে যাওয়ার মতো নস্টালজিক মূহুর্ত বারবার ফিরে আসে না। সেইসব মানুষেরা আজ হয়তো নেই, কিন্তু স্মৃতিগুলো বেঁচে আছে এবং থাকবে। ❤❤❤
পূজোর প্রাক্কালে এই ধরনের গল্প শুনলাম, ছোটবেলার পূজোর অনেক স্মৃতি ভেসে উঠল। এককথায় অসাধারণ লাগলো গল্পটা ❤। আর অগ্নি দা- র মাঝে মাঝে ' দুগ্গা দুগ্গা ' বলে গল্পের মাঝে মাঝে আগমন গল্পটাকে একটা অন্যমাত্রা এনে দিয়েছে 😍। রীতব্রত দা , সুরঙ্গনা দি, সুদীপা দি -র অংশগ্রহণ গল্পটাকে সত্যিই অসাধারণ করে তুলেছে ❣️😌.
অপেক্ষায় থাকি আজকের দিনটার জন্য খুব ভালো লাগলো একটা কথা তারই সাথে মনে পড়লো " আকাশের বুকে তারাদের দেখে মনে জাগে প্রেম তা বলে কি আর ভালোবাসা ডেকে নেয় আমার মন, সেও তো আমার আকাশে ছিলো তারা - তবুও ছিলো না মনে বলার দম "
নিজের অজান্তেই চোখে জল চলে এল। "শুধু দশমী কেনো প্রতিটি পূজো ঘিরে রাখবো তোকে" hits different 🦋! "ভালোবাসার চেয়ে বড় মায়া হয় না কি"? কপালে ভালোবাসা না থাকাটা ও একটি অভিশাপ।😄
শারদীয়া উৎসবে মাতোয়ারা বাঙালির মন হয়তো দুটো জিনিসের জন্যই উদগ্রীব। একটা হলো পুজোয় প্যাণ্ডেলে প্যাণ্ডেলে ঘুরে ঠাকুর দেখা ও আর একটা হলো ঠাকুর দেখার পাশাপাশি এদিক ওদিক তাকিয়ে ঐ একটু 'চোখের আরাম' খুঁজে পাওয়া
Amader aka manushder jonno ai golpo gulo sotti asadharon.. Mon valo kore day.. Ar amader ki6u manush er kotha mone pore Jay ai golpo gulon sonar somoy..
সবথেকে ভালো হলো ,সাদা কালো সিনেমা,কারন এরমতো কালো অধ্যায় সমাজে আরো আছে। তবে এটাও এক অন্যতম কালো অধ্যায় তাই এইরকম কালো থেকে সাদায় ফেরার জন্যই মনে হয় সাদা কালো রঙের আবিরভাব ।❤❤❤
পুজোর সাজো সাজো রব । তাও মনের গভীরে কিছু একটা না পাওয়া অনুভূতি সবার লুকোনো যেটা পাওয়ার আশা নেই কিন্তু একটা আক্ষেপ আছেই । সেই ভালোবাসার মানুষগুলো যদি হঠাৎ করেই জীবনের এতো toxicity আর সমালোচনা ছাড়াই চলে আসতো তাহলে কতই না ভালো হতো ।। দুগ্গা দুগ্গা❤
"কখনও চেয়েছিস আকাশের রঙ নীল হোক? কিংবা মিস্টি কখনও মিষ্টি খেতে হোক?" "যেইটা হবার সেইটা হবে, যার থাকার সে থেকে যাবে, এত ভাবিস না" এই লাইনটা সত্যিই খুব সুন্দর ছিল ❤😌🤌🏻 29:27
পুজোর আগেই পুজোর আমেজ ঘেরা ভরপুর একটি গল্প ❤ যেমন সুন্দর Utsa -দির লেখা তেমনি সুন্দর Agni -দার গল্পের মাঝে বলে ওঠা "দুগ্গা দুগ্গা"😍 "ভালোবাসা কাটিয়ে ওঠা যায়,মায়া কাটিয়ে ওঠা যায় না" - This Lines 😌 আসছে বছর হতেই হবে 💕
"কখনও চেয়েছিস আকাশের রঙ নীল হোক? কিংবা মিস্টি কখনও মিষ্টি খেতে হোক? যেইটা হবার সেইটা হবে, যার থাকার সে থেকে যাবে, এত ভাবিস না"
কথাগুলো মন ছুঁয়ে গেল
সত্যিই খুব ভালো লাগলো গল্পটা শুনে, বছর বছর পূজো আসুক আর প্রতিটা মানুষ তার ভালোবাসার মানুষটাকে বলতে পারুক তার মনের কথা; তারাও অভি আর লালীর মতোই একসঙ্গে 'পূজো-সংখ্যা জীবন' কাটাক♥
দুগ্গা দুগ্গা
❤️
29:29 ❤
30:55 অভি কী ভালো! অভি একটু কাঁদ ভাই! সত্যিই অগ্নি পারেও..... 😂🤭
তবে গল্পটা ভালো ছিল। বেশ ভালো লাগল।
নিলিমা দিদার মতো এমন অনেকের শৈশবের শিশুসুলভ বন্ধুত্বপূর্ণ ভালোবাসা সময় এবং কিছু মানুষের দরূন হারিয়ে যায়। কখনো কখনো তাদের ফিরে পাওয়া যায় আবার কখনো তারা একেবারে জীবন সমুদ্রের অতল গভীরে তলিয়ে যায়। তবে তারা যেখানেই থাকুক না কেন মন থেকে কখনো সম্পূর্ণ মুছে যায় না। মনের অজ্ঞাত কোনো একান্ত গোপন স্থানে বিরাজ করে। যেখানে একরকম ইচ্ছে করেই সেই রক্ষক অন্য কাউকে প্রবেশ করতে দেয় না কেবল সেই গোপন সত্যের প্রত্যক্ষ সাক্ষীর দ্বারা তা সম্ভব।
বেঁচে থাকুক এমন নিঃস্বার্থ ভালোবাসা;
যাতে থাকে একচিলতে বাঁচার আশা!
যেখানে ইচ্ছা থাকলেও ফিরে না যায় আসা,
তবুও তাতে থাকে একচিলতে বাঁচার আশা।
আশা মানুষকে অজান্তেই ঠকায়
জানা সত্ত্বেও মানুষ আশার পথেই যায়;
ঠকালেও শেষে আশাই মানুষকে বাঁচায়।
যেখানেই থাক তবু যেন সে থেকে যায়
যদি পারে বাস্তবে, না হয় মনের মণিকোঠায়!
যেখানেই হোক তবু তো কোথাও থাকা
তা দিয়েই হয় মনের কত স্বপ্ন আঁকা।
হোক না কিছু অংশ রঙ না দিয়ে ঢাকা,
কিছু জায়গা না হয় পরেই রইল ফাঁকা।
দিন শেষে আর লাগবে না নিজেকে একা;
মনে মনে অন্তত নীরবে যাবে তাকে ডাকা!
না হয় এভাবেই বেঁচে থাকুক আমার ভালোবাসা,
যেথায় থাকবে একচিলতে বেঁচে থাকার আশা!
✨💝😌
কি অদ্ভুত!
আমার বাড়ি মুর্শিদাবাদ এর জঙ্গিপুরে।
এখানেও একটা ঘোষাল বাড়ি আছে এবং ঢাকির সাজেই প্রতিমা তৈরি হয়।
আর আমার এক বন্ধু যার নাম অভি এবং তার gf এর নাম লাবণ্য।
কি অদ্ভুত তাই না।।।
Nice ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
"আসছে বছর, হতেই হবে" এটা শুনতেই মনটা ভরে গেল♥️✨
সত্যিই "ভালোবাসা কাটিয়ে ওঠা যায়, কিন্তু মায়া কাটিয়ে ওঠা যায় না"।... লাইন টা চোখে জল এনে দিলো 😔
Ekdom
@@ari_chakraborty baki episode gulo kothay pabo
@sony shaw
১৮ বছর হতে চললো আমাদের বাড়ির পুজোর। গল্পটার সাথে এক অদ্ভুদ টান জড়িয়ে গেলো। লালি আর অভিষেক এর ঘটনাটার সাথে এক অদ্ভুদ মিল। বহুবছর হতে চললো। প্রতিটা পুজোয় শুধু এই না বলা মুহূর্তর জন্য অপেক্ষায় থাকি। প্রতিবছর সেই বলতে চেয়েও না বলে চেপে যাওয়ার অপেক্ষায় থাকি
দুগ্গা দুগ্গা
হঠাৎ চোখ থেকে জল বেরিয়ে এলো। এতো বাস্তবতা কিভাবে? প্রতিটা লাইন ছুঁয়ে গেলো। পুজো যেন আসার আগেই পালিয়ে গেলো। সেরা গল্প সেরা❤
দীপের গলার গাম্ভীর্য টা যেনো শুনি না , চোখের সামনে দেখতে পাই সেই চরিত্র কে । ভগবান এর অনেক আশীর্বাদ না থাকলে এই পাওয়া সম্ভব না।
বেঁচে থাকো। ❤
আমি জানিনা কার কার এরকম মনে হয়েছে তবে নীলিমা ওরফে সুদীপা বাসুর গলায় কি যেনো একটা ছিল। সত্যি এত সুন্দর,শান্ত,নমনীয় গলা,হৃদয় ছুঁয়ে যায়, চরিত্রটিকে যেন জীবন্ত করে দিয়ে যায়।
Amar to momota whankarer golar moton laglo besh bujhte parlam na...keno jaano....
Golata chena chena kintu chinte parchhina...
বাঙালি আর শারদীয়া আর শারদীয়া তে গল্প, এটার অনুভূতি ই আলাদা🤩❤️
সবাইকে জানাই শারদ শুভেচ্ছা
"শুধু দশমী কেনো
প্রত্যেক টা পূজো ঘিরে রাখবো তোকে "this line hits different❤
এগুলোই পুজোর আবেগ ...
সত্যই তো কতজনই বা থাকে যারা আমাদের জীবনে নির্দ্বিধায় পাশে এসে দাঁড়ায় কিন্তু কোনো প্রশ্ন করে না..... পূজোর আগে এমন গল্পঃ শুনে একদম মনটা ভরে গেলো
দুগ্গা দুগ্গা 🙏🙏
প্রেম না হোক, প্রেম ডট কম থেকে যাক 🖤 প্রত্যেক বছর হতেই হবে ❤️
Ekdomm....hoteiii hobe❤❤
@@raichakraborty8793 এটার জন্য ভীষণ ভাবে অপেক্ষা করে থাকি... সিজন এর শেষ হলে খুব কষ্ট লাগে...🥺
ভালোবাসার চেয়ে বড় মায়া আর হয় নাকি , ভালোবাসা কাটিয়ে ওঠা যায় মায়া কাটিয়ে ওঠা যায় না
এই লাইন টা সত্যি বাস্তবতা কে তুলে ধরলো ,
হয়তো প্রতিটা পুজোয় এরম করেই কোনো শুভ তার লাবন্য কে পায়
আর সুবিমল হারিয়ে ফেলে তার নীলিমা দেবী কে
❤❤❤❤ কারুর জন্য হয়তো পুজো শেষে একটা নতুন কিছু অপেক্ষা করে
আর কারুর জন্য পুরনো সবচেয়ে প্রিয় জিনিস টা হারিয়ে যাওয়ার শুধু সুযোগ খোঁজে ।।
একটা গল্প শেষ হয়ে গেলে বুকের ভেতরটা এত খালি খালি লাগে!
প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা মুহূর্ত অনুভব করতে পারছিলাম।
অনেক ধন্যবাদ এত সুন্দর মুহূর্তগুলো উপহার দেবার জন্য।
36:38 "আমার সাথে প্রতিটা দশমী কাটাবি,যতদিন বেঁচে আছি" ....দারুন❤💙
Prem dot kom এর প্রতিটা গল্প শুনলেই কোনো জানিনা চোখ দিয়ে জল চলে আসে। ছোটবেলাটাকে না খুব miss করি। কি সুন্দর ছিল না ওই দিনগুলো আর ভালো লাগে না এই দিনগুলো । জীবন থেকে যেনো আনন্দ জিনিসটাই বড় হওয়ার সাথে সাথে উবে যাচ্ছে ।
Ekdom 😢
আরো একটা Masterpiece golpo...It's full of emotions & fellings...🥹❣️
কবে যে আবার ছোট বেলার মত পুজোতে দাদু - দাদিদের কাছে তাদের ছোটো বেলার গল্প শুনতে পাবো জানি না...💖
কিছু কিছু গল্প মন ছুঁয়ে যায় তার মধ্যে এটাও যুক্ত হলো❤,বাড়ির পুজো, একটা নিজের মানুষ 😊 বন্ধুত্ব আর ভালোবাসা খুব সুন্দর করে ভাবিয়ে তুলো😊
এই সিসন এর সেরা গল্প....এটা একান্তই নিজের মতামত😊❤
"শুধু দশমী কেনো, প্রত্যেকটা পূজো ঘিরে রাখবো তোকে"... the line of this story❤
গল্পটা শুনতে শুনতে নিজের মামারবাড়ির গল্প মনে পড়ে গেল, মামারবাড়ির দুর্গাপুজো, ষষ্ঠীর সন্ধ্যে সবাই মামারবাড়ি, ব্যাস চারদিন ওখানেই গ্যারেজ, কত হাসাহাসি, মারামারি, কান্নাকাটি শেষে একটা নস্টালজিক মোমেন্ট নিয়ে বাড়ি ফেরা, আবার এক বছরের অপেক্ষা, এখন আর দুই দিদাও নেই, আমারা আর চারদিন মামারবাড়িতে গ্যারেজ হই না, চারদিন যেটা অজুহাত দিয়ে আমরা পাঁচদিন করে নিতাম এখন সেটা সর্বসাকুল্যে দেড় থেকে পৌনে দুই দিন, সম্পর্ক গুলো আর সহজ নেই, ভাইবোনের মধ্যে সেই সরলতাও নেই, সবচেয়ে বড়ো কথা সময় থেকেও নেই, আর এবছর মামারবাড়ির দুর্গাপুজোটা skip করবো ভাবছি ,we all grew up
এই কমেন্টটা পড়ে কী ভীষণ মন খারাপ লাগল
"ভালবাসার চেয়ে বড়ো মায়া আর হয় নাকি!
ভালোবাসা কাটিয়ে ওঠা যায়, মায়া কাটিয়ে ওঠা যায়না" ❤️🩹
ভালোবাসা অনেক সুন্দর 🌙
লাবণ্য আর অভি যেন একে অপরের হয়ে থাকে ❤️।।।।।
আমি ডেঙ্গুতে আক্রান্ত ....আপাতত শরীর খারাপ.... এই গল্পটায় মন ভার করা ভালো লাগা পেলাম ❤️
নবীন প্রবীণ দুই প্রজন্মের ভালোবাসাই মন ছুঁয়ে গেলো😍
দারুণ গল্প 😇😇
Er age utsa mam er jhorphoring golpotao khub valo legechilo 😊
Rwitobrata dada surangana didi❤
Sudipa mam deep sir ❤
Mahalaya aste thik saat din baki tai seshe bolli
Dugga dugga🙏❤😊
অসাধারণ গল্প, অগ্নির কান্নার মোমেন্টে অগ্নির কন্ঠস্বর সেরা, ঋতব্রত আর সুরঙ্গনা অসাধারণ আর শেষে ওই পাগলি তোমার সাথে ধূলোবালির কাটাবো জীবন।❤️❤️❤️
Hm puro Govindar sei dialogue tar moto lagchilo... itni khusi itni khusi mujhe ajj Tak nahi mila😅😂
লালি আর অভির প্রেম টা একটু তাড়াতাড়ি শেষ হয়ে গেলো, আর কয়েকটা love moment বললে আরো ভালো লাগতো গল্পটা❤
সত্যি তাই
অনেক দিন পর প্রেম ডট কম এ একটা অসাধারণ গল্পঃ পাওয়া গেলো
গল্পের শুরুটা সাধারণ হলেও শেষটা just মন ছুঁয়ে গেলো
অনেকদিন ধরে এই রকম একটা গল্পের প্রতীক্ষাতেই ছিলাম।
এই season 4 এ এই রকম গল্পঃ প্রথম বার
অনেক অনেক ধন্যবাদ team mirchi বাংলা কে আমাদের এত ভালো একটা গল্পঃ উপহার দেবার জন্য।
তোর মনে আছে তুই আমাকে একবার বলেছিলিস তোর জীবনে থেকে যেতে, আমি তখন বলেছিলাম,কখনো কি চেয়েছিস আকাশ এর রং নীল হোক ! কিংবা মিষ্টি কখনো মিষ্টি খেতে হোক !
Ei line ta just mon chuye gelo❤❤❤
ও মা 🥹 কি মিষ্টি একটা গল্প 🥹 মন ভোরে গেল 🥹 মন ছুঁয়ে গেল 🥹
"dugga dugga".. 🙏🙏 গল্পের দরজা খোলার কায়দা খানা খুব সুন্দর.. 🎉👏 🎉 আর দিদার চরিত্রে যিনি আছেন মনে হয় সুদীপা দেবী.. আজকের গল্প পরিচালনায় অগ্নি বেশ উচ্ছল.. 😅😅🎉 dugga dugga.. 🙏🙏
দিদার কবিতাটা দিতেই হবে আমাদের, দিতেই হবে ব্যাস!! 😢❤ কি মিষ্টি
সত্যিই এই পুজো পুজো ভাব টা,আর পুজোর কিছু মুহূর্ত just খুব সুন্দর ❤❤
"ভালোবাসা কাটিয়ে ওঠা যায়, মায়া কাটিয়ে ওঠা যায় না😌❤️"
সদ্য ভালোবাসায় ঠকেছি তাই লাইনটা relate করতে পারছি নিজের জীবনের সাথে❤️
ভালোবাসার মানুষের সাথে পুজো কাটানো সবার ভাগ্যে হয় না ,,,ভীষণ খুশী আর ভালোলাগার সেই সব মুহূর্ত গুলো ❤❤❤ ।
লালি অর্থাৎ সুরঙ্গনার অভিনয় চমৎকার..😃 dugga dugga.. 🙏 🙏 ব্রাজিলের বিচ্ছু যে কে,, সেকি আর বুঝিনা অগ্নি বাবু.. 😂 😂 এই গল্পে "অভি~লালি" র প্রেম,, নাকি দিদা আর তাঁর বন্ধুর প্রেমের গল্প.... 🤩 অগ্নির ভাষায় বলি, dugga dugga.. 😂😂❤🙏❤🌹💚🌹
Bah...... besh laaglo.... star-studded compact performance......!! Congratulations...... keep it up.....!!
শৈশবে দাদু-ঠাকুমার হাত ধরে ঠাকুর দেখতে যাওয়ার মতো নস্টালজিক মূহুর্ত বারবার ফিরে আসে না। সেইসব মানুষেরা আজ হয়তো নেই, কিন্তু স্মৃতিগুলো বেঁচে আছে এবং থাকবে। ❤❤❤
Dugga dugga❤❤❤
Abar prithibi ta ke ager moto valo kore dao ma🙏
Prem-moi hoye uthuk sabar jibon❤❤
Mon ta chuye gelo ekdm.... Pujor ei week ta ei rkme kichu golpo hok....
সত্যি অপূর্ব ❤ দুর্গা পুজোর প্রতিটা দিন যেনো চোখের সামনে ভাসছে এত সুন্দর ভাবে প্রতিটা মুহূর্তকে বলেছে।
এই season এর best গল্প এখনও পর্য্যন্ত, thank you 😊
আশা করবো পরের গল্প গুলো ঠিক এরকমই একটা মিষ্টি প্রেমের vibes নিয়ে আসবে, শুভ শারদীয়া 🥮
এইভাবেই প্রতি টা পুজো য় লালি আর অভি রা এক হয়ে যাক ❤😌✨
Ufffff golpo ta sei laglo ❤ , sotti doshomir din charidike Maya te vhore thake 💫🌼❤️
পূজোর প্রাক্কালে এই ধরনের গল্প শুনলাম, ছোটবেলার পূজোর অনেক স্মৃতি ভেসে উঠল। এককথায় অসাধারণ লাগলো গল্পটা ❤। আর অগ্নি দা- র মাঝে মাঝে ' দুগ্গা দুগ্গা ' বলে গল্পের মাঝে মাঝে আগমন গল্পটাকে একটা অন্যমাত্রা এনে দিয়েছে 😍। রীতব্রত দা , সুরঙ্গনা দি, সুদীপা দি -র অংশগ্রহণ গল্পটাকে সত্যিই অসাধারণ করে তুলেছে ❣️😌.
Agni da just fatiye diyeche ajkey 😂🙏.. Bakirao oshadharon ❤
I'm already feeling the emptiness that hits right after the dashami. Aghh, so deep and so heart wrenching!!!
ভালোবাসা কাটিয়ে উঠতে পারলেও, মায়া কাটানো যায় না ♥️
Darun. Barir pujo bandhyo hoye geche bahu bochor, golpota sune abar mon kharap hoye gelo. Joint family bhenge jawar poreo jader barite aaj o pujo hoi tara sotti bhagyaban. Pitripokkher suruta khub sundor holo
অপেক্ষায় থাকি
আজকের দিনটার জন্য
খুব ভালো লাগলো
একটা কথা তারই সাথে মনে পড়লো
" আকাশের বুকে তারাদের দেখে মনে জাগে প্রেম
তা বলে কি আর ভালোবাসা ডেকে নেয় আমার মন, সেও তো আমার আকাশে ছিলো তারা - তবুও ছিলো না মনে বলার দম "
নিজের অজান্তেই চোখে জল চলে এল।
"শুধু দশমী কেনো প্রতিটি পূজো ঘিরে রাখবো তোকে" hits different 🦋!
"ভালোবাসার চেয়ে বড় মায়া হয় না কি"?
কপালে ভালোবাসা না থাকাটা ও একটি অভিশাপ।😄
Kaj er chap e deri holo sunte...kintu sune bujlam ami mone hoi Agni r prem e pore gaychiii 🙂..... (Kaj er😅)
Ek kothai puro ta chilo onobodho❤
শারদীয়া উৎসবে মাতোয়ারা বাঙালির মন হয়তো দুটো জিনিসের জন্যই উদগ্রীব। একটা হলো পুজোয় প্যাণ্ডেলে প্যাণ্ডেলে ঘুরে ঠাকুর দেখা ও আর একটা হলো ঠাকুর দেখার পাশাপাশি এদিক ওদিক তাকিয়ে ঐ একটু 'চোখের আরাম' খুঁজে পাওয়া
Hmm😊😊😊
00000000000000😊😊00😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊0😊😊😊😊😊😊😊😊
😊😊😊😊000😊😊😊😊😊😊😊😊😊0😊😊😊😊😊0😊😊😊😊0😊😊😊😊😊😊😊😊😊😊0😊
😊😊😊😊0😊0😊0
😅😅
Sotti ki osadharon ❤♥️🥹🥹
Ashche bochor abar hbe ei golpo tar 2nd part cahi... 🙏🙏🙏
অনেকদিন পর এত সুন্দর আর অন্যরকম গল্প শুনলাম... কত রকম অনুভুতির মিশেল মিলিয়ে ছিল গল্পটায়...ভীষণ সুন্দর ❤
শারদীয়ার মিষ্টি মায়া আর ভালোবাসা মাখানো বড্ড মায়ায় ভরিয়ে দিল ❤❤❤
Just darun laglo golpo ta...duga duga...
ইন্দ্রানীদি নিজের "ভাষার" প্রতি ভালোবাসা , "উচ্চারণের" প্রতি যত্নবান, আপনাকে না শুনলে বোঝাই যায় না ।❤️🧡💛
Zizipus এর পরে এইটা বেশ শান্তি দিলো মনে ❤
প্রথম থেকে গল্পটা তো ভালো লাগছিল কিন্তু শেষের music মন ছুঁয়ে গেলো❤ সব মিলিয়ে অসাধারণ👏✊❤। দুগ্গা দুগ্গা🙏🌼
শেষ একবার দেখা হওয়া টা, সম্পর্কে খুব জরুরী। অনেক জটিলতার জোট খুলে যায় 😊
Amader aka manushder jonno ai golpo gulo sotti asadharon.. Mon valo kore day.. Ar amader ki6u manush er kotha mone pore Jay ai golpo gulon sonar somoy..
সাধারণের মধ্যে মারাত্মক অসাধারণের ছোঁয়া ❤️ ছোটবেলা বরবেলা সব সময়ের আবেগ ভেসে এলো❤ তবে শুভেচ্ছার গলায় নিজের অনুভূতি feel করে মারাত্মক মজা লেগেছে
সত্যিই গল্পটা শুনে মন ছুঁয়ে গেলো । কিছু লেখার মতো খুঁজে পাচ্ছিনা । শুধু বলতে পারি সবার সত্যিকারের ভালোবাসা যেনো পূর্ণতা পাক।❤😊
Last er 2 liner Avi er dialogue😍.... Akta erokom dialogue bola lok chai .... Erokom akta Prem chai ❤
ভালোবাসা কাটিয়ে ওঠা যায় কিন্তুু মায়া কাটিয়ে ওঠা যায়না।......আমিও কাউর মায়ায় আটকে গেছি, কাউর ভালোবাসার মায়া আমাকে চিরকালের জন্য বেঁধে ফেলেছে।🌚🌚🌚
সবথেকে ভালো হলো ,সাদা কালো সিনেমা,কারন এরমতো কালো অধ্যায় সমাজে আরো আছে। তবে এটাও এক অন্যতম কালো অধ্যায় তাই এইরকম কালো থেকে সাদায় ফেরার জন্যই মনে হয় সাদা কালো রঙের আবিরভাব ।❤❤❤
Gotobochor o sunechilm ebar abaro❤❤❤
একটা একটা গল্প যেনো একটা একটা মাইলস্টোন, কত কিছু শিখিয়ে দিয়ে যায়
দুর্গাপুজোর গল্পগুলো যেন বেশিই মনের কাছাকাছি❤️
শুনতে শুনতে ছোট বেলাটা ফিরে পেয়েছিলাম,চোখে জল চলে এলো দুগ্গা দুগ্গা
অগ্নিদার Narration শুনে মন টা জুড়িয়ে গেলো......
সারাটা বছর এই ৫ টা দিনের অপেক্ষায় থাকি...কত গল্প কত স্মৃতি...
আজ পঞ্চমী কাল থেকে পুজো শুরু....
সকলকে শুভ শারদীয়া...সবার পুজো ভালো কাটুক.....
দুগ্গা দুগ্গা
বাংলাদেশ থেকে🇧🇩🇧🇩
সত্যি"ভালোবাসা কাটিয়ে ওঠা যায় ,কিন্তু মায়া কাটিয়ে ওঠা যায় না" ...কথাটা feel করতে পারি🙂
পুরো "আসছে বছর আবার হবে" অনুভূতি........❤️
যাই বলো না কেন অগ্নি দা just সেরা কোনো কথা হবে না ❤
প্রতিটা প্রেম যদি এইরকম পূর্ণতা পেত, তাহলে হয়তো দুঃখ, কষ্ট গুলো থাকত না কিন্তু কথায় আছে না যে থাকার সে থেকে যাবে আর যে যাওয়ার.. 🙂
Amr nijer thammi er kotha mone pure gelo🥺khb khb valo hoyeche!❤️
Next part er jonne opekkha krbo ae pujo a🙂
Durdanto laglo ❤❤
Agni jast perfect monta kere nilo shudu voice diey ❤❤❤❤
Osadharon সুন্দর
যতো সুন্দরি বলিনা কেনো তত কম পরে যাবে।।।।❤❤❤
পুজোর সাজো সাজো রব ।
তাও মনের গভীরে কিছু একটা না পাওয়া অনুভূতি সবার লুকোনো যেটা পাওয়ার আশা নেই কিন্তু একটা আক্ষেপ আছেই ।
সেই ভালোবাসার মানুষগুলো যদি হঠাৎ করেই জীবনের এতো toxicity আর সমালোচনা ছাড়াই চলে আসতো তাহলে কতই না ভালো হতো ।।
দুগ্গা দুগ্গা❤
Durga pujo jeno ekhoni hocche...❤️ golpota just speechless, riti moto kadiye dilo ek odbhut maya joriye...❤️
Oshadharon, khub mishti golpo😍 mon ta bhalo hoye gelo shune
"কখনও চেয়েছিস আকাশের রঙ নীল হোক? কিংবা মিস্টি কখনও মিষ্টি খেতে হোক?" "যেইটা হবার সেইটা হবে, যার থাকার সে থেকে যাবে, এত ভাবিস না"
এই লাইনটা সত্যিই খুব সুন্দর ছিল ❤😌🤌🏻 29:27
❤❤❤❤
ভালোবাসার অনুভূতির আর এক নাম premdotcom ❤❤❤❤❤
Love you premdotcom all members ❤❤❤🎉🎉
যদি সুযোগ থাকতো হাজারটা like দিতাম এই গল্পটার জন্য♥️🥰
dugga dugga,, পুজোর মরসুমে আজকের গল্পটা বেশ লাগলো কিন্তু.. কারণ, দিদা নাতির ডাবল প্রেম কাহিনী শুনে চমৎকার জমলো আজ....!! 🤗 🤗 💚 💚 😚 সব শেষে বলি, অগ্নি আজ ফাটিয়ে প্রেমের ফুল ফুটিয়েছে.. ❤ অগ্নির জন্য অনেক শুভেচ্ছা 🔥 🔥 🔥 🙏🌹🙏
Thank you mirchi for making us see our lives in such a beautiful perspective ❤
প্রেম ডট কমের সেরা গল্প, আর অগ্নি, তোমার সেরা performance!
Golper Part 2 Chai Next Year Pujoy 2024 e ❤
Dugga Dugga ❤
পুজোর আগেই পুজোর আমেজ ঘেরা ভরপুর একটি গল্প ❤ যেমন সুন্দর Utsa -দির লেখা তেমনি সুন্দর Agni -দার গল্পের মাঝে বলে ওঠা "দুগ্গা দুগ্গা"😍
"ভালোবাসা কাটিয়ে ওঠা যায়,মায়া কাটিয়ে ওঠা যায় না" - This Lines 😌
আসছে বছর হতেই হবে 💕
Thank you! Keep supporting, stay prem-ed!
স্মরণজিৎ বাবুর কম্পাস, চুয়ান্ন, সেফটিপিন, মোম কাগজ পাঠ হোক plz ❤️
আগের বছর একটা গল্প শুনেছিলাম
আসছে বছর আবার হবে গল্পের পার্ট ২ শুনতে চাই পুজোর আগে ☺️☺️
ভালোবাসা কাটিয়ে ওঠা যায়, মায়া কাটিয়ে ওঠা যায় না, ভালো থাকুক এরকম সুবিমলরা যারা আজও পালিয়ে যায় নিজেদের থেকে।
খুব মিষ্টি একটা গল্প ❤ ভীষণ ভালো লাগলো
বড়ো সুন্দর মনে প্রলেপ দিয়ে গেলো🥰🥰। ভালোবাসা যুগ যুগ জিও ❤❤।
অগ্নি দা দারুন গল্প পাঠ করে 😂🫶🏻❤️ ওনার পাঠ করার ধরণ গল্প টিকে অন্য মাত্রায় নিয়ে গেছে 🥹❤️
Janina pujar golpo sunte sunte kivabe chokhe jol chole aslo.
সত্যিই দারুণ লাগলো.....এক্কেবারে হারিয়ে গিয়েছিলাম...
প্রতি বছরের মতো এই বছরেও পুজোর আগে mirchi র তরফ থেকে এরম একটা গল্প শুনে মনে হলো আজই হয়তো অষ্টমি ........❤✨🥀