ছোটবেলায় বইটা পড়ার খুব শখ ছিল....বাবার কাছে আবদারও করেছিলাম...কিন্তু সেবার চাইলেও বইটা বাবা আমায় কিনে দিতে পারেন নি....বড় পরিবার অনেক দায়িত্ব বাবার উপর....বাবা বলেছিলেন বড় হয়ে গল্পের বইটা দেখবি নিজেই কিনে নিতে পারবি....বড় হতে হতে নিজের ছোট ছোট ইচ্ছাগুলো ভুলে যেতে বসেছিলাম.... ধন্যবাদ গপ্পো মীরের ঠেককে ছোটবেলার সেই অপূর্ণ স্বাদটা আজ পূর্ণ করে দিল।❤️❤️❣️❣️
দেখতে দেখতে " গপ্পো মীরের ঠেক" আমাদের অসংখ্য সাহিত্য মনিকাঞ্চন উপহার দিয়েছেন। যার সৌন্দর্য উপলব্ধি ভাষারহিত। এইটুকু জীবনে,জীবনের এই স্বাদ,অন্য আর কোন স্থানে পাইনি। যেন প্রাণের মধ্যে দূর নক্ষত্র প্রবাসী,নির্ঝরিণীর আনন্দ অনুভব করছি। একশত পর্ব এবং ভবিষ্যৎ দিনের জন্য,নিজ অন্তর থেকে একবুক শুভেচ্ছা ও অভিনন্দন ক্যাপ্টেন।।🙏🏻❤🩷
হাঁটি হাঁটি পা পা করে গপ্পো মীর এর ঠেক একশো পা পেরিয়ে গেলো.. এই একশো তম পর্বের সোনার খনি.. গপ্পো মীর এর ঠেক আমাদের নয়ন মণি.. মীর আফসার আলী সহ ঠেক এর সমস্ত সদস্যদের জন্য অন্তরের আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা ও আশীর্বাদ.. 🎉❤🎉🔥 আরও অনেক অনেক শতক শো এর অধিকারী হবে এই মীর এর ঠেক.. 👍🙏⭐🙏⭐🙏🌿🌹🌹
আজকাল ছেলে মেয়েরা তো গল্পের বই পড়ে না শুধু মোবাইল ফোন ঘাটে দিন রাত তাই এই ভাবে যদি তাদের কাছে বাঙলা ভাষার সাহিত্য সম্ভার তুলে দেয়া হয় তবে আগামী শতকে এই সম্ভার হয়তো সুরক্ষিত থাকবে। শততম পর্বের শুভ কামনা রইলো।
সেই জন্যই আমি মীর কে এত ভালবাসি। তারই প্রচেষ্টায় এই গল্পপাঠ শুরু হয় বছর পনেরো কুড়ি আগে সানডে সাসপেন্স। তার শুরু থেকেই বাকিরা শিখেছে গল্পঃ পাঠ। ইংলিশ মিডিয়াম এ পড়া বাচ্চারাও এখানেই বাংলা সাহিত্য খুঁজে পেয়েছে। আমি প্রচুর প্রচুর বাংলা গল্পঃ উপন্যাস পড়েছি ২০০০ সাল অবধি। তারপর প্রায় বন্ধ। এখন মীর এবং আরো অনেকের পাঠএ আমি সমৃদ্ধ। Thanks😮 Mir.
একশোয় বাক্স ❤❤❤ লীলা মজুমদার মানেই একটা মজার জগতে প্রবেশ করা নিজের ছোটবেলা ফিরে পাওয়া 😊😊😊 গোধূলিদির কাছে অনুরোধ লেখিকার "টংলিং","পাড়ার মধ্যে","দিবাকরের বিবাহ","পিলখানা","মহালয়ার উপহার" ইত্যাদি গল্পগুলো যেন ভবিষ্যতে ঠেকে পরিবেশিত হয় 🙏🙏🙏
উফ উফ উফ, পাঁচু মামাকে শুনতে এমন আনন্দ লাগছে.. কী ভাষায় বলব বুঝতে পারছি না মীর আফসার আলী.. কিন্তু পদিপিসি কে আর শুনবো না ছেদ পড়ে গেল.. 😢😢 যাই হোক, বাকী গুলো শুনি এখন.. ঋতব্রত-র গপ্পো পাঠ বেশ পরিপাটি.. 🎉👍🌹👍 ইমন ওরফে ঘনশ্যাম এর চরিত্র খানা বেশ মজার.. মোট কথা, একশো পর্বের আনন্দ সত্যি ই আনন্দময়.. "কবর আর ভূতের ভয় কী আলাদা".. উফ ইমন এর এই উত্তেজনা দূর্দান্ত.. 🎉❤🎉💕💕
কোন কিছু ঐতিহ্যময় হতে সময় লাগে ।সময়ের পরশে অভিজ্ঞতার পালিশে চিকন হতে হতে উজ্জ্বলতর হয়ে নিজের আভা চারিদিকে বিকিরণ করে ,ব্যতিক্রম এই গল্পের আসর এই ঠেক ❤ এত তাড়াতাড়ি ঐতিহ্যে উন্নীত হলো ❤এমন চিকন হয়েছে যে দৃষ্টি আটকে থাকতে বাধ্য বেঁচে থাকুক এই ঠেক এই কথক🤲
শুনছি দীপ দা মিরচি ছেড়ে দিচ্ছে। যদি এটাই সত্যি হয় মীর দা আপনার কাছে হাতজোড় করে অনুরোধ করছি যে দীপ দা কে প্লিজ গল্প মীরের ঠেকে পারমেন্টলি রেখে দেবেন ( মির দা যদি আমাদের কাছে অক্সিজেন হয় দীপ দা আমাদের কাছে জল দুজনের গল্পপাঠ না শুনলে আমাদের বাঁচা অসম্ভব)......
এই চ্যানেল টা no 1 , আমার কাছে, খুব খুব ভালো লাগে গল্পঃ গুলো অফটাইম এ শুনতে as a student।।। বাংলা তে এতো দারুণ content, সত্যিই unexpectable।।।। ❤❤ Thank U so much।।। 😊😊 ১০০ তম পর্বের জন্য অনেক অনেক অভিন্দন।।।🎉
এরকম অসাধারণ একটা পরিবেশনা শুধু captain আর তার team এর কাছে থেকেই পাওয়া সম্ভব। যত্ন আর নিষ্ঠা কাজে সুস্পষ্ট। গপ্পো শোনানোতে ১০০ এ ১০০ পাবে এই ঠেক। আরও সাফল্য পাও তোমরা, আমাদের শুভেচ্ছা সবসময় থাকবে 💓
ক্যাপ্টেন ❤❤❤❤ মন ভরে গেল। আজ তুমি অনবদ্য। সব কিছু ছাপিয়ে গেছো। ঋতব্রতর গল্প পাঠের তুলনা নেই। ওর থেকে আরো উপস্থাপনা শুনতে চাই। পাপিয়াদি আর গোধূলিদিও খুব ভালো। আর সব শেষে আমাদের পদিপিসি ঊর্মিমালা ম্যামের কথা না বললেই নয়। ওনার উপস্থিতি, অভিনয়, বাচনভঙ্গি আমাদের ঠেকের ১০০ তম পর্ব আরো জমজমাট করে তুলেছে।🎉🎉🎉🎉❤❤❤❤
রবি ঠাকুরের "মাস্টারমশাই" থেকে লীলা মজুমদারের "পদিপিসির বর্মিবাক্স" একটা গল্পও মিস করিনি 😊 সামনের জানুয়ারি মাসে ঠেকের দুবছর সম্পূর্ণ হবে তার আগেই ১০০তম পর্ব পরিবেশিত হল 🎉🎉 এত কম সময়ে এত জনপ্রিয়তা হয়তো অডিও স্টোরির জগতে আর কেউ পাইনি ❤❤ মীর ও ঠেকের সব সদস্য ও শিল্পীদের শুভকামনা জানাই 😊 আরও এগিয়ে চলুন পাশে আছি 🎉
দুর্দান্ত লাগলো গপ্পো মীরের ঠেক এর ১০০ তম পর্ব.... খুব খুব মনে ধরেছে "পদিপিসির বর্মিবাক্স" এর উপস্থাপনা , ❤️❤️.... ঠেকের কিছু কিছু বিশেষ গপ্পো আছে যার কাছে অনায়াসে মন ও কান দুইয়ের সুখেই বার বার ফিরে আসা যায় - এই গপ্পো ও সেই তালিকায় যুক্ত হলো। Thank you Goppo Mir♥️♥️..... চলতে থাকুক "গপ্পো মীরের ঠেক".... #GMT100NOTOUT
শুনতে ভালো লাগলো, মজাটাও পেয়েছি ! কিন্তু, গল্পটা ঠিক মনের মতন লাগলো না ! বিশেষত শেষ দিকটা অতি তাড়াহুড়ো করে.…..... ঠিক সার্থকতা অনুভব করতে পারলাম না.….….! অবশ্যই ' লেখার ' কারনে ভালো অভিনয়ের চেষ্টা ও হারিয়ে গেলো ! বাংলা গল্প, সাহিত্যের . জগৎ এর অসাধারন এক জনপ্রিয় লেখায় যেমন আশা করেছিলাম তা, কেন যে মনে জায়গা পেলনা সেটা ই বুঝতে পারছিনা..……..! হয়তো আমারই বোঝার ভুল.….... আবার শুনতে হবে নতুন ভাবে ! সবই ব্যক্তিগত মতামত..…! ভালো থেকো, '...……. ঠেকের ' সব্বাই , আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই সব শিল্পীদের | ' ঠেকের ' সামান্য এক শ্রোতা এবং শুভাকাঙ্ক্ষী...... নিরন্তর | নতুন দিন এর জন্য শুভ কামনা জানালাম , এখন আসি কেমন | 👍💐♥️🙏
@@suman-patra গুপ্তধনের সন্ধানে ( সঞ্জীব চট্টোপাধ্যায়) আদর্শ হিন্দু হোটেল ( বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়) কাউরি বুড়ির অভিশাপ ( অভীক সরকার) কৃত্তিবাস খুন( শিবরাম চক্রবর্তী), বুড়ো ঘোড়া (মতি নন্দী) These are my personal favourites...Hope you'll like it!!
শততম প্রাপ্তির অনেক অনেক শুভেচ্ছা। আমরা এভাবেই গপ্প শুনতে পাই বছরের পর বছর জুড়ে। মীরদা আমি আপনাকে যত শুনি ততই মুগ্ধ হই। আপনার প্রতি আমার অনেক শ্রদ্ধা অনেক ভালোবাসা। ❤❤ আর ফেলুদা গপ্প শুনতে চাই।
সত্যি বলতে এ ধরণের গল্প আমি কোনোদিন পড়িনি এক্ষেত্রে শুনিনি তাই খুব ভালো লাগলো;captain কে অনেক ধন্যবাদ। এবং goppo mir er thek কে অনেক শুভেচ্ছা 100 তম episode এর জন্য । এভাবেই এগিয়ে যাও তোমরা আর আমাদের এরকমই goppo উপহার দিতে থাকো।❤❤
মীরদা আমরা সবাই তোমাকে ভালোবাসি আর তোমার গল্পের চ্যানেলকেও এইভাবে যেন প্রত্যেকবার শত শত গল্পপূর্তি পালিত হয় তোমার চ্যানেলে আমরা সেই আশায় থাকব তোমার তরফ থেকে ❤❤
দেখতে দেখতে একশো পর্ব পার হয়ে গেল আমাদের সকলের প্রিয় ঠেক " গপ্পো মীরের ঠেক" 🎉🎉 এভাবেই এগিয়ে চলুক নিজের ছন্দে, আমরা সবাই ছিলাম, আছি এবং যত যুগ চলবে ততদিন থাকব ❤️❤️❤️❤️❤️❤️ We are extremely proud of you Captain and the entire team ❤❤❤❤❤❤❤❤❤❤
আপনার ১০০ তম পর্ব আর ওদিকে আর এক কান্ড 💔 আনন্দ করবো না দুঃখ পাব তাই ভাবছি। যাইহোক Deepanjan Sir- কে আপনার সাথে আবার হয়তো শুনতে পাবো, এই কথা ভেবে কিছুটা হলেও আনন্দ হচ্ছে, স্বীকার করছি। এই ইচ্ছাটুকু দয়া করে রাখবেন Captain ।❤
ভবিষ্যতে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের "অদ্ভূতুড়ে" সিরিজ থেকে "ভূতুড়ে ঘড়ি", "নৃসিংহ রহস্য", "পটাশগড়ের জঙ্গলে" ইত্যাদি এমন ধরণের কয়েকটি গপ্পো শোনানোর অনুরোধ রইল
অনেক অনেক অভিনন্দন মীর Sir, মূলত এই গল্প শোনার ও পড়ার ইচ্ছে আপনার Sunday suspense শুনেই আসে, এটা আমার ছোটবেলার বন্ধু, প্রথমে আমার বাবা শুনত তারপর সেই শুনে শুনে এক্ষণ আমি শুনি, বাবাকেও শোনাই গল্প গুলো, গল্প পড়িও।আমার ছোট্ট পৃথিবীর মধ্যে এই শুয়ে শুয়ে গল্প শোনা আমার ভালোলাগা ও ভালবাসা। প্রথমে ভীষন মনখারাপ হয়েছিল যখন শুনেছিলাম যে আপনি mirchi ছেড়ে চলে যাচ্ছেন, তারপর যখন আপনি এই চ্যানেল শুরু করলেন আনন্দের আর শেষ থাকলোনা। বলা ভালো ঘুমিয়ে পড়া mirchi Sunday suspense ঘুমিয়ে পড়েছিল সেটা একটা আপনার এই চ্যানেল এর গল্পের জন্যই জেগে উঠেছে , এক্ষণ বরং আরো ভালো লাগে,দু -দুটো গল্প শুনতে পাই, Thank you amader সাহিত্য কে এত সুন্দর সুন্দর গল্প শুনিয়ে তাঁদের সাথে পরিচিতি করানোর জন্যে❤🙏🏻
পদিপিসির বর্মীবাক্স আমি পড়েছিলাম অনেক ছোটবেলায়.... শীতের ছুটিতে, অলস দুপুরে পদিপিসির সেই বাড়িতে লম্বা দালানে, বড় বড় সারিবদ্ধ ঘরে, উঠোনে, সিঁড়ি দিয়ে ওঠা উঁচু পালঙ্কে, আর ছাদের সেই অজস্র পায়রার খোপের মধ্যেই মন পড়ে থাকতো...… তার সঙ্গে ছিল বহুদিন আগে হারিয়ে যাওয়া এক রহস্যময় বর্মীবাক্স উদ্ধারের উত্তেজনা..... ❤️ আমার এ হেন শৈশব স্মৃতি কে আবারও নতুন করে উস্কে দিলো আমার প্রিয় 'গপ্পো মীরের ঠেক'....👌👌👌 এত সুন্দর উপস্থাপনা ছিল, যে কাহিনী টি শুধু শুনলাম না, প্রত্যক্ষও করলাম বটে....ছায়াদেবী অভিনীত ছায়াছবি টিও দেখেছিলাম, কিন্তু এই উপস্থাপনা সত্যিই আমাকে আমার শৈশব ফিরিয়ে তো দিলোই, সেইসঙ্গে লীলা মজুমদারের লেখনীর অনবদ্য স্টাইল টি অক্ষুন্ন রেখে, পরিবেশন করলো এক অনবদ্য হাস্যরস সম্বলিত বৈচিত্র্যময় উপাখ্যান....👌👌 ভীষণ ভীষণ ভালো লাগলো পদিপিসির বর্মীবাক্স....👌 ১০০ তম পর্ব সার্থক হল...❤️❤️ অনেক অনেক অভিনন্দন ও ভালবাসা গপ্পো মীরের ঠেক কে...💐💐💐
অতসী মামী গল্পে বাশীর সুরে "মন রে কৃষি কাজ জানো না" অতি চমৎকার ভাবে উপস্থাপন করা হয়েছে। গপ্পো মীরের ঠেকের অনেক ভক্তরা এর পুরো কভার করা অডিও চায়। দয়া করে একটু কনসিডার করে দেখবেন পুরো অডিওটা দেওয়া যায় কি-না।🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Baba bolechilo eta taanr dekha prothom cinema... tokhon kaar Kolkata'r Bina e . Thank you Mir Da, desh er theke aar bari'r theke eto dur e theke tomar content k healing er jonyo sob somoy pai.
খুব খুব ভালো লাগলো সব মিলিয়ে। বিশেষ করে দিদিমার চরিত্রে যিনি আছেন, তাঁর পারফরম্যান্স। দুর্দান্ত! যেমন ফোকলা দাঁতে বয়স্করা কথা বলেন , এক্কেবারে সেইরকম। অসাধারণ!
Congratulations মীর দা! 🎉 এই channel এ প্রথম থেকে সঙ্গে আছি আগামী দিনেও থাকবো মীর দাকে অংসখ্য ধন্যবাদ আমাদের সুন্দর সুন্দর 100 টা episode উপহার দেওয়ার জন্য। ❤
আমার নিজের ছিলনা বইটা তবে খুব ইচ্ছা ছিল পড়বার পরে মেয়েকে কিনে দিয়েছিলাম বইমেলা থেকে। কি সুন্দর নক্সা করা একটা লাল রঙের বাক্সের মধ্যে ভেতরে নীল রঙের ভেলভেট তার মধ্যে বইটা ছিল। এক নিঃশ্বাসে পড়ে ফেলেছিলাম। আজ এতোদিন পর গল্প মীরের ঠেকে শুনতে পেয়ে ঠিক সেদিনের আনন্দ টা আবার ফিরে পেলাম।
দুই তিন বার পড়ে ফেলেছি কিন্তু আর পড়তে ইচ্ছে করছিল না অনেক টা বড়ো গল্প আর আমার পড়তেই হবে তাই ভাবলাম এই বার না হয় গল্পটা শুনি অসংখ্য ধন্যবাদ ❤❤ গল্প মির এর ঠেকতকে❤
স্যালুট মীরদা দীপদা কে গপ্পো মীরের ঠেকে আনার জন্য।মনে হচ্ছে গপ্পো মীরের ঠেকে স্বর্ন যুগ শুরু হয়েছে। অনেক ধন্যবাদ মীরদা ও গপ্পো মীরের ঠেকের সকল সদস্যদের।😊
Darun laglo...Leela Majumdar er golpo sei chotobalai saradiyo pujo sankhai khub porechi ..sabar abhinoy ato valo hoeche ..rwitobroto to emni tei khub valo abhinoy kore...had lots of fun listening to the story...darun enjoy korlam....thank you GMT❤ 🎉🎉 congratulations 👏 for this lovely 100th episode...GMT-r bar baronto hok🎉🎉🎉
কী করে যে goppo mir er theke 100 number episode e পৌঁছালো তা জানতে পারলাম না কারণ প্রত্যেকটা গল্প এতই ভালো ছিল❤❤❤❤ Tobe 100 number episode er joono আমার শুভেচ্ছা রইল🎉
মীর এটা আমাদের কাছে মীরের ভারত বাক্স।কি কি রত্নযে আছে তার কোন ঠিকঠিকানা নেই।এতো রত্ন পাও কোথায় মীর?খুব খুব ভালো থেকো তোমরা আর আমাদেরও ভালো রেখো। ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤অনেক অনেক ভালোবাসা নিও সবাই।
মীর দা জানি আমার কমেন্ট পড়ার সময় হবেনা তবু আমি একটাই কথা বলব mirchi bengal থেকে golpo mirear theke গল্পগুলো বেশি vewi হয় তার কারণ মীর দা গালার জাদু সবাই আশায় থাকে মীর দার জাদু দেখতে না জাদু শুনতে...❤❤❤ thank you Mir Da....❤❤❤
আজ GMT এর ১০০ নম্বর episode, ভেবেছিলাম somnaths এর মত আগুন ঝরানো কিছু লাইন লিখব,,কিন্তু না,অনেক ভেবেও কোনো শব্দ আমার মাথায় এলো না,তাই শুধু বলবো,ভালো থেকো মীরদা, এভাবেই আমাদের গল্প শোনাতে থাকো, আর এভাবেই যেনো সব genre এর গল্প GMT তে আসতে থাকে ❤️
ছোটবেলায় বইটা পড়ার খুব শখ ছিল....বাবার কাছে আবদারও করেছিলাম...কিন্তু সেবার চাইলেও বইটা বাবা আমায় কিনে দিতে পারেন নি....বড় পরিবার অনেক দায়িত্ব বাবার উপর....বাবা বলেছিলেন বড় হয়ে গল্পের বইটা দেখবি নিজেই কিনে নিতে পারবি....বড় হতে হতে নিজের ছোট ছোট ইচ্ছাগুলো ভুলে যেতে বসেছিলাম.... ধন্যবাদ গপ্পো মীরের ঠেককে ছোটবেলার সেই অপূর্ণ স্বাদটা আজ পূর্ণ করে দিল।❤️❤️❣️❣️
Boita kine deoa uchit 6ilo...😢
Yes 😢😢😢
❤
ছোটবেলার না পাওয়া গুলো বড় হয়ে আয়ত্বে এসে গেলেও,কিরকম নিরাসক্ত হয়ে গেছি।
পূরণ করতে ইচ্ছা হয় না।
@@subhajitmaity9456 পরিবারের সবার দায়িত্ব পালনের দায় থাকলে উচিত কাজও অনেক সময় করা হয়ে ওঠে না।
দেখতে দেখতে " গপ্পো মীরের ঠেক" আমাদের অসংখ্য সাহিত্য মনিকাঞ্চন উপহার দিয়েছেন। যার সৌন্দর্য উপলব্ধি ভাষারহিত। এইটুকু জীবনে,জীবনের এই স্বাদ,অন্য আর কোন স্থানে পাইনি। যেন প্রাণের মধ্যে দূর নক্ষত্র প্রবাসী,নির্ঝরিণীর আনন্দ অনুভব করছি। একশত পর্ব এবং ভবিষ্যৎ দিনের জন্য,নিজ অন্তর থেকে একবুক শুভেচ্ছা ও অভিনন্দন ক্যাপ্টেন।।🙏🏻❤🩷
🎉😂🎉🎉🎉🎉😮😮
Ekdom ❤❤❤❤
Bt Deep er last hlo Magnomoinak
O chirokal achhe thakbe ❤❤❤❤
Ekdom thik moner kotha bolechen
হাঁটি হাঁটি পা পা করে গপ্পো মীর এর ঠেক একশো পা পেরিয়ে গেলো.. এই একশো তম পর্বের সোনার খনি.. গপ্পো মীর এর ঠেক আমাদের নয়ন মণি.. মীর আফসার আলী সহ ঠেক এর সমস্ত সদস্যদের জন্য অন্তরের আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা ও আশীর্বাদ.. 🎉❤🎉🔥 আরও অনেক অনেক শতক শো এর অধিকারী হবে এই মীর এর ঠেক.. 👍🙏⭐🙏⭐🙏🌿🌹🌹
অপূর্ব ❤, এরকম শীর্ষেন্দু র অদ্ভুতুড়ে সিরিজ শুনতে চাই
একশোর দরজা খুলে গেল অবশেষে.. দারুণ উত্তেজনা লাগছে মীর আফসার আলী.. শুরুতেই তোমার চিরাচরিত অভিনব কন্ঠস্বর শুনে.. 😅😅🎉 বাপরে বাপ, পাঁচু মামা ওরফে মীর আফসার আলীর সুড়সুড়ি টা অপূর্ব.. লীলা মজুমদার এর, "পদিপিসির বর্মিবাক্স" তে এত এত মজা.. সত্যি অসাধারণ.. একশো পর্বের সেরা উপহার এই গপ্পো খানা.. awesome excellent 👍⭐👍 সবচেয়ে আনন্দের কথা হল.. উর্মিমালা বসুর অমন সুন্দর স্মার্ট কন্ঠস্বর.. পদিপিসি ওরফে উর্মিমালা বসু অতুলনীয়া .. 🙏⭐🙏🔥🔥
আজকাল ছেলে মেয়েরা তো গল্পের বই পড়ে না শুধু মোবাইল ফোন ঘাটে দিন রাত তাই এই ভাবে যদি তাদের কাছে বাঙলা ভাষার সাহিত্য সম্ভার তুলে দেয়া হয় তবে আগামী শতকে এই সম্ভার হয়তো সুরক্ষিত থাকবে। শততম পর্বের শুভ কামনা রইলো।
Akdom tik kotha ❤
সেই জন্যই আমি মীর কে এত ভালবাসি।
তারই প্রচেষ্টায় এই গল্পপাঠ শুরু হয় বছর পনেরো কুড়ি আগে সানডে সাসপেন্স। তার শুরু থেকেই বাকিরা শিখেছে গল্পঃ পাঠ। ইংলিশ মিডিয়াম এ পড়া বাচ্চারাও এখানেই বাংলা সাহিত্য খুঁজে পেয়েছে।
আমি প্রচুর প্রচুর বাংলা গল্পঃ উপন্যাস পড়েছি ২০০০ সাল অবধি। তারপর প্রায় বন্ধ। এখন মীর এবং আরো অনেকের পাঠএ আমি সমৃদ্ধ।
Thanks😮 Mir.
একশোয় বাক্স ❤❤❤
লীলা মজুমদার মানেই একটা মজার জগতে প্রবেশ করা নিজের ছোটবেলা ফিরে পাওয়া 😊😊😊
গোধূলিদির কাছে অনুরোধ লেখিকার "টংলিং","পাড়ার মধ্যে","দিবাকরের বিবাহ","পিলখানা","মহালয়ার উপহার" ইত্যাদি গল্পগুলো যেন ভবিষ্যতে ঠেকে পরিবেশিত হয় 🙏🙏🙏
উফ উফ উফ, পাঁচু মামাকে শুনতে এমন আনন্দ লাগছে.. কী ভাষায় বলব বুঝতে পারছি না মীর আফসার আলী.. কিন্তু পদিপিসি কে আর শুনবো না ছেদ পড়ে গেল.. 😢😢 যাই হোক, বাকী গুলো শুনি এখন.. ঋতব্রত-র গপ্পো পাঠ বেশ পরিপাটি.. 🎉👍🌹👍 ইমন ওরফে ঘনশ্যাম এর চরিত্র খানা বেশ মজার.. মোট কথা, একশো পর্বের আনন্দ সত্যি ই আনন্দময়.. "কবর আর ভূতের ভয় কী আলাদা".. উফ ইমন এর এই উত্তেজনা দূর্দান্ত.. 🎉❤🎉💕💕
কোন কিছু ঐতিহ্যময় হতে সময় লাগে ।সময়ের পরশে অভিজ্ঞতার পালিশে চিকন হতে হতে উজ্জ্বলতর হয়ে নিজের আভা চারিদিকে বিকিরণ করে ,ব্যতিক্রম এই গল্পের আসর এই ঠেক ❤
এত তাড়াতাড়ি ঐতিহ্যে উন্নীত হলো ❤এমন চিকন হয়েছে যে দৃষ্টি আটকে থাকতে বাধ্য
বেঁচে থাকুক এই ঠেক এই কথক🤲
এই সেঞ্চুরির রাতে মীর'দা কে জানাই অজস্র ফুলেল ভালোবাসা, আমৃত্য চলুক গপ্পো মীরের এই ঠ্যাক
কাতার প্রবাসী ফ্রম বাংলাদেশ ❤
এই সেঞ্চুরি শুধু GMT এর না ।আমার মত যারা এপিসোড ১ থেকে ১০০ অবধি পাশে ছিলে ক্যাপ্টেন এর এই সেঞ্চুরি আমাদের সবার 🙏💯। এগিয়ে যাও ক্যাপ্টেন।
you are right bro
Correct
Right
শুনছি দীপ দা মিরচি ছেড়ে দিচ্ছে। যদি এটাই সত্যি হয় মীর দা আপনার কাছে হাতজোড় করে অনুরোধ করছি যে দীপ দা কে প্লিজ গল্প মীরের ঠেকে পারমেন্টলি রেখে দেবেন ( মির দা যদি আমাদের কাছে অক্সিজেন হয় দীপ দা আমাদের কাছে জল দুজনের গল্পপাঠ না শুনলে আমাদের বাঁচা অসম্ভব)......
90 percent chance আছে এখানে আসার,,কিন্তু সেটা সম্ভবত সব সময়ের জন্য নয়,,মাঝে মধ্যে
Avik sarkar er valo tan tan golpo chai..
Dada
এত গুরুত্বপূর্ণ এবং গুপ্ত খবরটা ফাঁস করে দিলেন !
@@dipalidas56গুপ্ত আবার কিসের
😢
এই চ্যানেল টা no 1 , আমার কাছে, খুব খুব ভালো লাগে গল্পঃ গুলো অফটাইম এ শুনতে as a student।।। বাংলা তে এতো দারুণ content, সত্যিই unexpectable।।।। ❤❤ Thank U so much।।। 😊😊 ১০০ তম পর্বের জন্য অনেক অনেক অভিন্দন।।।🎉
Absolutely, very nice content is available here....❤
পদিপিসির বর্মিবাক্স ..
গপ্পো মীর এবার একশো!...🎉
গল্প হবে ঝুড়ি ঝুড়ি --
Let's celebrate century...✨
এভাবেই ঠেকের সঙ্গী হয়ে থাকতে চাই আরও শত শত এপিসোডে ... সবাইকে নিয়ে এই আড্ডা চলতে থাকুক । ধন্যবাদ Captain 💖
❤❤
মীর দা একঘেয়েমি , ক্লান্ত, মানুষের জীবনে অক্সিজেন এর বাতাবরণ করেন। ধন্যবাদ আপনাকে দাদা এই রকম বিনোদন আমাদের উপহার দেওয়ার জন্য।
Pp
Ppppppppppppp
Pppppppppppppp
Pppp
Ppp
এরকম অসাধারণ একটা পরিবেশনা শুধু captain আর তার team এর কাছে থেকেই পাওয়া সম্ভব। যত্ন আর নিষ্ঠা কাজে সুস্পষ্ট। গপ্পো শোনানোতে ১০০ এ ১০০ পাবে এই ঠেক। আরও সাফল্য পাও তোমরা, আমাদের শুভেচ্ছা সবসময় থাকবে 💓
ক্যাপ্টেন ❤❤❤❤ মন ভরে গেল। আজ তুমি অনবদ্য। সব কিছু ছাপিয়ে গেছো। ঋতব্রতর গল্প পাঠের তুলনা নেই। ওর থেকে আরো উপস্থাপনা শুনতে চাই। পাপিয়াদি আর গোধূলিদিও খুব ভালো। আর সব শেষে আমাদের পদিপিসি ঊর্মিমালা ম্যামের কথা না বললেই নয়। ওনার উপস্থিতি, অভিনয়, বাচনভঙ্গি আমাদের ঠেকের ১০০ তম পর্ব আরো জমজমাট করে তুলেছে।🎉🎉🎉🎉❤❤❤❤
অনেক অনেক শুভেচ্ছা জানাই গপ্পো মীরের ঠেকের সকল সদস্য গণ কে। আমাদের এত ভালো ভালো গল্প শোনানোর জন্য।
মীর দা একাই একশো। লাভ ইউ দাদা❤❤❤❤
অপেক্ষার অবসান। এত ভালো গল্প শুনে ঘুমটা দারুণ হবে। অভিনন্দন একশত গপ্পোর জন্য। ❤❤❤❤❤❤
রবি ঠাকুরের "মাস্টারমশাই" থেকে লীলা মজুমদারের "পদিপিসির বর্মিবাক্স" একটা গল্পও মিস করিনি 😊 সামনের জানুয়ারি মাসে ঠেকের দুবছর সম্পূর্ণ হবে তার আগেই ১০০তম পর্ব পরিবেশিত হল 🎉🎉
এত কম সময়ে এত জনপ্রিয়তা হয়তো অডিও স্টোরির জগতে আর কেউ পাইনি ❤❤
মীর ও ঠেকের সব সদস্য ও শিল্পীদের শুভকামনা জানাই 😊
আরও এগিয়ে চলুন পাশে আছি 🎉
Thank you captain🎉🎉.. Ai story ta onk diner iccha chilo porar...pora haye otheni.. Ajj sune nilam.. Take love❤❤
দুর্দান্ত লাগলো গপ্পো মীরের ঠেক এর ১০০ তম পর্ব.... খুব খুব মনে ধরেছে "পদিপিসির বর্মিবাক্স" এর উপস্থাপনা , ❤️❤️.... ঠেকের কিছু কিছু বিশেষ গপ্পো আছে যার কাছে অনায়াসে মন ও কান দুইয়ের সুখেই বার বার ফিরে আসা যায় - এই গপ্পো ও সেই তালিকায় যুক্ত হলো। Thank you Goppo Mir♥️♥️..... চলতে থাকুক "গপ্পো মীরের ঠেক".... #GMT100NOTOUT
শুনতে ভালো লাগলো, মজাটাও পেয়েছি ! কিন্তু, গল্পটা ঠিক মনের মতন লাগলো না ! বিশেষত শেষ দিকটা অতি তাড়াহুড়ো করে.…..... ঠিক সার্থকতা অনুভব করতে পারলাম না.….….! অবশ্যই ' লেখার ' কারনে ভালো অভিনয়ের চেষ্টা ও হারিয়ে গেলো !
বাংলা গল্প, সাহিত্যের . জগৎ এর অসাধারন এক জনপ্রিয় লেখায় যেমন আশা করেছিলাম তা, কেন যে মনে জায়গা পেলনা সেটা ই বুঝতে পারছিনা..……..!
হয়তো আমারই বোঝার ভুল.….... আবার শুনতে হবে নতুন ভাবে !
সবই ব্যক্তিগত মতামত..…!
ভালো থেকো, '...……. ঠেকের ' সব্বাই , আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই সব শিল্পীদের |
' ঠেকের ' সামান্য এক শ্রোতা এবং শুভাকাঙ্ক্ষী...... নিরন্তর |
নতুন দিন এর জন্য শুভ কামনা জানালাম , এখন আসি কেমন |
👍💐♥️🙏
Kichu bhalo golpo recommend korun ekhan theke
@@suman-patra গুপ্তধনের সন্ধানে ( সঞ্জীব চট্টোপাধ্যায়)
আদর্শ হিন্দু হোটেল ( বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)
কাউরি বুড়ির অভিশাপ ( অভীক সরকার)
কৃত্তিবাস খুন( শিবরাম চক্রবর্তী), বুড়ো ঘোড়া (মতি নন্দী)
These are my personal favourites...Hope you'll like it!!
শততম প্রাপ্তির অনেক অনেক শুভেচ্ছা। আমরা এভাবেই গপ্প শুনতে পাই বছরের পর বছর জুড়ে।
মীরদা আমি আপনাকে যত শুনি ততই মুগ্ধ হই। আপনার প্রতি আমার অনেক শ্রদ্ধা অনেক ভালোবাসা। ❤❤
আর ফেলুদা গপ্প শুনতে চাই।
সত্যি বলতে এ ধরণের গল্প আমি কোনোদিন পড়িনি এক্ষেত্রে শুনিনি তাই খুব ভালো লাগলো;captain কে অনেক ধন্যবাদ। এবং goppo mir er thek কে অনেক শুভেচ্ছা 100 তম episode এর জন্য । এভাবেই এগিয়ে যাও তোমরা আর আমাদের এরকমই goppo উপহার দিতে থাকো।❤❤
মীরদা আমরা সবাই তোমাকে ভালোবাসি আর তোমার গল্পের চ্যানেলকেও এইভাবে যেন প্রত্যেকবার শত শত গল্পপূর্তি পালিত হয় তোমার চ্যানেলে আমরা সেই আশায় থাকব তোমার তরফ থেকে ❤❤
100 তম পর্বের অনেক অনেক শুভেচ্ছা। আরো এগিয়ে যান❤।
আমরা 1000 তম পর্ব শুনবো,
আমরা 10,000 তম পর্ব শুনবো,
কিংবা তারও বেশি ❤।
এই গপ্পো খানা তে কত কত চরিত্র.. দিদিমা, দাদা মশাই, বামনদিদি, ইত্যাদি ইত্যাদি.. আরও না জানি কত আছেন, এই 'পদিপিসির বর্মিবাক্স' তে.. 😊👍😊 'পাপিয়া দিদিমা আজ কোন সমুদ্রের ঢেউ.. অসাধারণ তরঙ্গ আজ পদ্ম-ঝি র".. 👍❤️👍🙏🥰🙏⭐⭐🌿🌿
আরও 1000 episodes চাই..🎉 congratulations to your whole team ❤❤ thank you এতো সুন্দর সুন্দর গল্প পরিবেশন করার জন্য ❤
দেখতে দেখতে একশো পর্ব পার হয়ে গেল আমাদের সকলের প্রিয় ঠেক " গপ্পো মীরের ঠেক" 🎉🎉
এভাবেই এগিয়ে চলুক নিজের ছন্দে, আমরা সবাই ছিলাম, আছি এবং যত যুগ চলবে ততদিন থাকব ❤️❤️❤️❤️❤️❤️
We are extremely proud of you Captain and the entire team ❤❤❤❤❤❤❤❤❤❤
100 পর্বে র অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই Mir da and his full team of Goppo mirer thek❤❤❤
যারা দৈনন্দিন জীবনে অনেকরকম মানসিক টানাপোড়েন এ ভুগছেন, তাদের কাছে অনুরোধ, " গপ্পো মীরের ঠেক" শুনুন নিয়মিত। মানসিক ভাবে অনেক সুস্থ থাকবেন ।
দেখতে গপ্পো মীরের ঠেক ১০০ পর্বে পৌঁছে গেলো তোমার টিমকে অসংখ্য ধন্যবাদ জানাই মীর দা তোমাকে আন্তরিক অভিনন্দন জানাই ❤️❤️❤️❤️
Today is my birthday and this story makes my day.Thanks to all of you Mir Sir😊
লীলা মজুমদার মানে অপূর্ব সুন্দর হাস্য কৌতুক রঙ্গ খুব ভালো লাগলো ধন্যবাদ মীর অনেক দিন পর আবার পুনরায় সৃতির পাতায় চোখ ফেরানো ❤❤❤
অসাধারণ, কি অসামান্য উপস্থাপনা, আর যা পেলাম তা ভাষায় প্রকাশ করতে পারবোনা, অনেক অনেক শুভেচ্ছা ও ভালবাসা রইল মীর আর টিম এর জন্য ❤
আপনার ১০০ তম পর্ব আর ওদিকে আর এক কান্ড 💔
আনন্দ করবো না দুঃখ পাব তাই ভাবছি।
যাইহোক Deepanjan Sir- কে আপনার সাথে আবার হয়তো শুনতে পাবো, এই কথা ভেবে কিছুটা হলেও আনন্দ হচ্ছে, স্বীকার করছি। এই ইচ্ছাটুকু দয়া করে রাখবেন Captain ।❤
Congratulations 🎉 goppo Mir er thek we want 1000 episode only one goppo Mir er thek❤❤
উফ! BGM এর যন্ত্রনায় যে কান পাতা দায়! এ কী অত্যাচার! পদি পিসির বর্মী বাক্স দেখেই মনটা নেচে উঠেছিল, কিন্তু কান ঝালাপালা BGM এর গুঁতায় শান্তি মত গল্পটা শুনতেই পারছি না! ধ্যাত্!
2024..as promised.. ফাটিয়ে দিয়েছো শুরু । ❤❤❤.. following your list only 😎😎
Goppo Mir er Thek Zindabad 🎉🎉🎉
ভবিষ্যতে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের "অদ্ভূতুড়ে" সিরিজ থেকে "ভূতুড়ে ঘড়ি", "নৃসিংহ রহস্য", "পটাশগড়ের জঙ্গলে" ইত্যাদি এমন ধরণের কয়েকটি গপ্পো শোনানোর অনুরোধ রইল
Sunday suspense e hayeche, ei channel hoini @@28Sahana
আজ ১০০ এপিসোড পার করলো ,, আমি কিন্তু একটাও মিস করনি মীরদা | প্রতি শনিবার না শুনতে পারলে কেমন যেন ভালো লাগে না |
Congratulations to entire team of GMT 🎉
১-১০০ 🎉🎉 complete ❤❤🥳🥳🥳🥳🥳🥳🥳 অসংখ্য ধন্যবাদ স্যার এত সুন্দর ভাবে বাংলার সাহিত্য, উপন্যাস উপস্থাপনার জন্য ❤❤
khub sundor golpo, sundor uposthapona, Mirda just awesome
শনিবার শনিবার করে আর অপেক্ষায় থাকা যায় না মনে হয় রোজ ই এমন একটা গল্প উপহার পেলে সত্যি খুব ভালো হয় ❤❤❤❤❤
Amar khub favorite golpo! Thank you Mir da for selecting it!!
মীরদা, দীপদা তো সানডে সাসপেন্স ছাড়লো তাহলে দয়া করে তাঁকে তোমার ঠেকে নিয়ে এসো 😢
মনে হয়, আসবে একদিন!!!🤩
১০০-এর পাশে শূন্যর পর শূন্য বসতে থাকুক আর আমরা তার রসের সাগরে ডুব দিতে থাকি❤❤❤❤❤❤❤
১০০ পর্বের সেলিব্রেশনটা দারুন হল🎉🎉🎉🎉
অনেক অনেক অভিনন্দন মীর Sir, মূলত এই গল্প শোনার ও পড়ার ইচ্ছে আপনার Sunday suspense শুনেই আসে, এটা আমার ছোটবেলার বন্ধু, প্রথমে আমার বাবা শুনত তারপর সেই শুনে শুনে এক্ষণ আমি শুনি, বাবাকেও শোনাই গল্প গুলো, গল্প পড়িও।আমার ছোট্ট পৃথিবীর মধ্যে এই শুয়ে শুয়ে গল্প শোনা আমার ভালোলাগা ও ভালবাসা। প্রথমে ভীষন মনখারাপ হয়েছিল যখন শুনেছিলাম যে আপনি mirchi ছেড়ে চলে যাচ্ছেন, তারপর যখন আপনি এই চ্যানেল শুরু করলেন আনন্দের আর শেষ থাকলোনা। বলা ভালো ঘুমিয়ে পড়া mirchi Sunday suspense ঘুমিয়ে পড়েছিল সেটা একটা আপনার এই চ্যানেল এর গল্পের জন্যই জেগে উঠেছে , এক্ষণ বরং আরো ভালো লাগে,দু -দুটো গল্প শুনতে পাই, Thank you amader সাহিত্য কে এত সুন্দর সুন্দর গল্প শুনিয়ে তাঁদের সাথে পরিচিতি করানোর জন্যে❤🙏🏻
পদিপিসির বর্মীবাক্স আমি পড়েছিলাম অনেক ছোটবেলায়.... শীতের ছুটিতে, অলস দুপুরে পদিপিসির সেই বাড়িতে লম্বা দালানে, বড় বড় সারিবদ্ধ ঘরে, উঠোনে, সিঁড়ি দিয়ে ওঠা উঁচু পালঙ্কে, আর ছাদের সেই অজস্র পায়রার খোপের মধ্যেই মন পড়ে থাকতো...… তার সঙ্গে ছিল বহুদিন আগে হারিয়ে যাওয়া এক রহস্যময় বর্মীবাক্স উদ্ধারের উত্তেজনা..... ❤️
আমার এ হেন শৈশব স্মৃতি কে আবারও নতুন করে উস্কে দিলো আমার প্রিয় 'গপ্পো মীরের ঠেক'....👌👌👌
এত সুন্দর উপস্থাপনা ছিল, যে কাহিনী টি শুধু শুনলাম না, প্রত্যক্ষও করলাম বটে....ছায়াদেবী অভিনীত ছায়াছবি টিও দেখেছিলাম, কিন্তু এই উপস্থাপনা সত্যিই আমাকে আমার শৈশব ফিরিয়ে তো দিলোই, সেইসঙ্গে লীলা মজুমদারের লেখনীর অনবদ্য স্টাইল টি অক্ষুন্ন রেখে, পরিবেশন করলো এক অনবদ্য হাস্যরস সম্বলিত বৈচিত্র্যময় উপাখ্যান....👌👌
ভীষণ ভীষণ ভালো লাগলো পদিপিসির বর্মীবাক্স....👌
১০০ তম পর্ব সার্থক হল...❤️❤️
অনেক অনেক অভিনন্দন ও ভালবাসা গপ্পো মীরের ঠেক কে...💐💐💐
Many many congratulations 👏👏👏👏🎉🎉🎉🎉. Thank you mir da
একশোতে একশো ❤❤❤❤❤❤
অনেক অনেক শুভেচ্ছা রইল #GoppoMirerThek
অতসী মামী গল্পে বাশীর সুরে "মন রে কৃষি কাজ জানো না" অতি চমৎকার ভাবে উপস্থাপন করা হয়েছে। গপ্পো মীরের ঠেকের অনেক ভক্তরা এর পুরো কভার করা অডিও চায়। দয়া করে একটু কনসিডার করে দেখবেন পুরো অডিওটা দেওয়া যায় কি-না।🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
সব্বাইকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আরও অনেক অনেক গপ্পো শুনতে চাই। ভালো থাকবেন ক্যাপ্টেন ও সবাই। অনেক অনেক ভালবাসা রইল দাদা❤❤❤❤❤
❤❤❤❤❤❤Osadharan chilo golpota podipishir ,, darun Darun laglo khub valo laglo purotai darun ❤❤
পদিপিসী ওরফে উর্মিমালা বসুকে কুর্ণিশ জানাই তার সঙ্গে সব অভিনেতাকে ধন্যবাদ এত সুন্দর অভিনয়ের জন্য।
মীর দা congratulations for 100❤ এভাবেই একদিন 1000 হবে তার পর 10000❤ এভাবেই চিরকাল থেকো আমাদের সাথে❤😊
Baba bolechilo eta taanr dekha prothom cinema... tokhon kaar Kolkata'r Bina e . Thank you Mir Da, desh er theke aar bari'r theke eto dur e theke tomar content k healing er jonyo sob somoy pai.
100 পর্ব...গপ্পো মীরের ঠেক ও আমাদের প্রিয় ক্যাপ্টেন কে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা...আরও অনেক পর্ব পেরিয়ে ঠেক এর আড্ডা চলতে থাকুক..
খুব খুব ভালো লাগলো সব মিলিয়ে। বিশেষ করে দিদিমার চরিত্রে যিনি আছেন, তাঁর পারফরম্যান্স। দুর্দান্ত! যেমন ফোকলা দাঁতে বয়স্করা কথা বলেন , এক্কেবারে সেইরকম। অসাধারণ!
❤❤❤100 not out❤❤❤ ভালোবাসা নিও❤❤❤এভাবেই এগিয়ে যাও❤❤❤
বহুদিন ধরে এই গল্পটি পড়ার ইচ্ছা ছিলো, কিন্তু তা আর হয়ে ওঠেনি। আজ গল্পটা শুনে অন্তত কিছুটা হলেও সে সাধ পূরণ হলো! অনেক ধন্যবাদ গল্প মীর এর ঠেক! ❤❤
অসাধারণ!অসাধারণ! কি ভাল লাগল!!!!
Congratulations মীর দা! 🎉 এই channel এ প্রথম থেকে সঙ্গে আছি আগামী দিনেও থাকবো
মীর দাকে অংসখ্য ধন্যবাদ আমাদের সুন্দর সুন্দর 100 টা episode উপহার দেওয়ার জন্য। ❤
দারুন উপস্থাপনা ❤❤❤❤
চোখের সামনে দৃশ্যপট তৈরি করা সহজ না❤❤❤❤যেটা তৈরি হয়েছে🥰🥰🥰🥰
আর কিচ্ছু বলবো না
100 Episode er jonno congratulations 🎉GMT..eivabei aro poth choluk GMT..aro shoto shoto episode chai..ajker golpo darun laglo..❤❤
আমার নিজের ছিলনা বইটা তবে খুব ইচ্ছা ছিল পড়বার পরে মেয়েকে কিনে দিয়েছিলাম বইমেলা থেকে। কি সুন্দর নক্সা করা একটা লাল রঙের বাক্সের মধ্যে ভেতরে নীল রঙের ভেলভেট তার মধ্যে বইটা ছিল। এক নিঃশ্বাসে পড়ে ফেলেছিলাম। আজ এতোদিন পর গল্প মীরের ঠেকে শুনতে পেয়ে ঠিক সেদিনের আনন্দ টা আবার ফিরে পেলাম।
ছেলে বেলা সিনেমা দেখে ছিলাম...পদী পিসির বর্মমি বাক্স...শুধু ছাদের দৃশ্য টা মনে আছে...ফিরে দেখা ...❤❤
Eker por ek masterpiece upohar dite dite aksho hoye gaylo....aro boro hok ai thek ❤❤❤ai kamona kori 😊😊
মীরদা কে অসংখ্য ধন্যবাদ, গপ্পোর জন্য, শুধু আমি নিজে শুনিনা আমার মা,নানী সবাইকে তোমার গপ্পো শোনায়।
Happy 100 days. Goppo mirer thek. 🎉🎉❤❤😊😊.
ছোটবেলায় ফিরে যাবার আনন্দ এখানেই পেলাম ❤
বোধহয় শ'খানেক বার পড়েছি। মন ভালো হয়ে যায় নিমেষে। কিন্ত শুনে বেশি আনন্দ পেলাম।❤
দুই তিন বার পড়ে ফেলেছি কিন্তু আর পড়তে ইচ্ছে করছিল না অনেক টা বড়ো গল্প আর আমার পড়তেই হবে তাই ভাবলাম এই বার না হয় গল্পটা শুনি অসংখ্য ধন্যবাদ ❤❤ গল্প মির এর ঠেকতকে❤
এই এতদিন বাদে একটু মনের মতো গল্প শুনলাম ধন্যবাদ😊❤❤❤❤❤
Also thanks 🙏 মির দাদা❤❤
স্যালুট মীরদা দীপদা কে গপ্পো মীরের ঠেকে আনার জন্য।মনে হচ্ছে গপ্পো মীরের ঠেকে স্বর্ন যুগ শুরু হয়েছে। অনেক ধন্যবাদ মীরদা ও গপ্পো মীরের ঠেকের সকল সদস্যদের।😊
100th Episode Goppo Mirer Thek e "Podipishir Bormi Baksho" golpota amader jonno ekta sera upohar hisabe thakbe sarajibon...Thank you Goppo Mirer Thek aaro egiye jao eibhabe ❤❤
অনেক দিন ধরে শোনার ইচ্ছে ছিল ধন্যবাদ মীর দা ❤
ছোটবেলায় গল্প টা পড়ে খুব ভালো লেগেছিল আর এখন গল্প টা শুনলাম শেষটা ভুলে গেছিলাম আবার মনে করিয়ে দিলে।
দারুন সুন্দর হয়েছে ❤❤❤❤❤❤ ভাষাতে প্ৰকাশ করা যাবে না ❤❤❤❤❤❤
দারুণ, একশো episode জিন্দাবাদ, হাজার episodes পূর্ণ হোক. ❤❤❤❤❤❤❤
১০০ পর্বের জন্য ক্যাপ্টেন কে অনেক অনেক শুভেচ্ছা। তবে ১০০ পর্ব আরো অনেক জমকালো হবে ভেবেছিলাম।
Darun laglo...Leela Majumdar er golpo sei chotobalai saradiyo pujo sankhai khub porechi ..sabar abhinoy ato valo hoeche ..rwitobroto to emni tei khub valo abhinoy kore...had lots of fun listening to the story...darun enjoy korlam....thank you GMT❤ 🎉🎉 congratulations 👏 for this lovely 100th episode...GMT-r bar baronto hok🎉🎉🎉
Waah onno rkm er ki6u...thnx Mir DA🙏
100🎉🎉🎉🎉❤❤❤❤
Congratulations team
কী করে যে goppo mir er theke 100 number episode e পৌঁছালো তা জানতে পারলাম না কারণ প্রত্যেকটা গল্প এতই ভালো ছিল❤❤❤❤
Tobe 100 number episode er joono আমার শুভেচ্ছা রইল🎉
Ak kothay" Oshadharon "🥰🥰🥰
একশোয়ে বাক্স রহস্য অসাধারণ অপূর্ব অতুলনীয় ❤❤
Congratulations🎉🎉🎉🎉 to goppo Mir for your 100th episode🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
একশ পর্বে রইল অনেক অভিনন্দন। বাংলা সাহিত্যের এই রত্ন ভান্ডার সর্বসাধারণে ছড়িয়ে দেবার জন্য Long live GMT
Koto din dhore ei golpo tar wait korchilam❤❤❤ aha...sudhu vbtam ei golpo ta kobe sunbo
Century ta হয়েই যাবে..আজকে. officially captain ❤❤❤❤❤❤
মীর এটা আমাদের কাছে মীরের ভারত বাক্স।কি কি রত্নযে আছে তার কোন ঠিকঠিকানা নেই।এতো রত্ন পাও কোথায় মীর?খুব খুব ভালো থেকো তোমরা আর আমাদেরও ভালো রেখো। ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤অনেক অনেক ভালোবাসা নিও সবাই।
অভিনন্দন ১০০তম পর্বের অসাধারণ মাইলফলকে! 🎉 আপনার গল্পের মায়াবী জগতে আমরা বারবার মুগ্ধ হয়েছি। এগিয়ে চলুন, গল্পের পথে ইতিহাস গড়ুন!😊
মীর দা জানি আমার কমেন্ট পড়ার সময় হবেনা তবু আমি একটাই কথা বলব mirchi bengal থেকে golpo mirear theke গল্পগুলো বেশি vewi হয় তার কারণ মীর দা গালার জাদু সবাই আশায় থাকে মীর দার জাদু দেখতে না জাদু শুনতে...❤❤❤ thank you Mir Da....❤❤❤
গপ্পো মীরের ঠেকের সকল সদস্যকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা ❤❤❤❤❤
আজ GMT এর ১০০ নম্বর episode, ভেবেছিলাম somnaths এর মত আগুন ঝরানো কিছু লাইন লিখব,,কিন্তু না,অনেক ভেবেও কোনো শব্দ আমার মাথায় এলো না,তাই শুধু বলবো,ভালো থেকো মীরদা, এভাবেই আমাদের গল্প শোনাতে থাকো, আর এভাবেই যেনো সব genre এর গল্প GMT তে আসতে থাকে ❤️
Hey! Goppo Mir er thek scored CENTURY 🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊
এই সেঞ্চুরি শুধু ঠেকে হয়নি হয়েছে আমাদের মনেও।।। এমন আরো আরো সেঞ্চুরি চাই।।।🎉🎉🎉🎉🎉🎉