এভাবেই চিরকাল আপনার গল্প শুনে শুনে কাটিয়ে দিতে চাই। জীবনে আর কিছু চাইনা। ভগবান এর কাছে প্রাথনা করি আপনি এভাবেই আমাদের মতো গল্প পাগল মানুষদের মনের মাঝে বিরাজ করুন। ধন্যবাদ স্যার। আমি আপনার এক পাগল শ্রোতা। আর এই পাগলামি আমি সারাজীবন করে যেতে চাই।
আমি একজন গৃহিনী সংসারে দৈনন্দিন কাজ করতে করতে গল্প শুনি । মনটা একটু অন্য দিকে থাকলে কাজের একঘেয়েমি কাটে আবার কাজগুলো হয়েও যায় । এই বিনোদন টা দেওয়ার জন্য মীর আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন মীর।
দারুন লাগলো। এরপর হেমেন্দ্র কুমার রায়ের লেখা জয়ন্ত মানিক জুটির আরেকটা উপন্যাস সোনার আনারস এবং তার পরের অংশ জগৎশেঠের রত্নকুঠী গপ্পো মীরের ঠেকে শোনালে পুরো জমে যাবে।
Arekta lomhorshok golpo! Sudip Mukherjee bharat gombhir kanthe golpo narration darun laglo...aro narration onar theke sunte apekhai roilam. Thanks to goppo Mir er thek's team for presenting another bengali gem of literature!!🎉🎉❤
তুমি মীর আমাদের বেঁচে থাকার আর একটা রসদ প্রচন্ড মন খারাপে তোমার গ্লপো আমায় বাঁচিয়ে তোলে। আমি তোমার সেই খাস খবর থাকে তোমায় দেখি তোমায় অনেক ভালবাসি তোমায় অনেক ধন্যবাদ। এই ভাবে আমায় বাঁচিয়ে রাখার জন্যে ❤
মীর দা সত্যি বলতে গেলে CAPTAIN word টা মনে হয় তোমার জন্যই বানানো হয়েছে ,❤ কেননা আমি যতটুকু বাংলা সাহিত্য জানি শুধু তোমার জন্য , আর গল্পের কোথায় এলে এককথায় দারুন ❤❤,,,,তোমার পরিচালনায় , সৌমক দার গলায় , আর গোধূলি দির বিষয়বস্তু ভাবনায় , এবং অন্যান্য cast এবং crew সবার জন্য গল্পটা এক নতুন প্রাণ পেয়েছে ,,,, সত্যি গপ্পমীর এক জাদুর মতো মনটা কে উড়িয়ে নিয়ে এক অজানা জগতে নিয়ে যায় ❤ we ❤ u
ছত্রপতির ছোরায় আর মীরদার কণ্ঠস্বরের শাণিত ধারে বাঙালি হৃদয় ছিন্নভিন্ন। Special Thanks To গপ্পো মীরের ঠেক। মীরদাকে জানাই সশ্রদ্ধ প্রণাম। মীরদা, এভাবে ফিরে এসো বারবার। 😇😇😇😇
প্রাপ্ত বয়স্ক চরিত্র গুলোতে মীর স্যার নিজেকে রাখলে সব থেকে বেশি রোমাঞ্চক মনে হয়। সানডে সাসপেন্স এর পুরাতন গল্পগুলোয় উনার লিড চরিত্রে কণ্ঠ গুলো এখনো মনে মনে মহাকাব্য রচনা করে।
মীর দা প্রায় প্রথম থেকেই আপনার আওয়াজ শুনছি। আজ আমি ৪৩ কিন্ত আপনার আওয়াজ আজও খুবই পছন্দের❤। আশা করছি আমার মৃত্যু পর্যন্ত শুনবো❤ বাঙালি হয়ে জন্মে আমার এই জন্ম সার্থক🎉
Mir da amar ghum na asle apner golpo suni..... tarpor ghum ase r ghumiye pori.... bachha jemon tar maa er golpo sune ghumiye pore thik temon kaj kore apnar golpo amar kache...❤
গল্পের শেষে জানা গেল যে সুযোগ থাকলেও কখনো লোভ করতে নেই। ধন্যবাদ মীরদাএবং আপনার টিমকে।। এরপর কোন ঐতিহাসিক উপন্যাস শোনানোর জন্য অনুরোধ করছি, যেমন "সদাশিবের অভিযান", "তুঙ্গ ভদ্রার তীরে" র মতো গল্প আমাদের ছাত্র জীবনে অনেক সাহস যোগায় এবং জীবনে এগিয়ে যাওয়ার উদ্যম পায় ।। ❤❤❤
গোধূলি দির কণ্ঠস্বরে যে অদ্ভুত মাদকতা রয়েছে, তা হয়তো আমার পক্ষে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। কিন্তু, আগামী দিনেও আরো অনেক গল্পে দি-র কণ্ঠস্বর শুনতে চাই।
এই গল্প গুলো শুনতে শুনতে সেই ছোটবেলায় ফিরে যাই খুব Nostalgic লাগে । আমাদের সময় রেডিও ই ছিল একমাত্র সম্বল এবং মনোরঞ্জন । মীর আরও অনেক অনেক নতুন নতুন গল্প শুনতে চাই । তুমিই আমাদের মত পঞ্চাশোর্ধ মানুষদের গল্পের বইয়ের আস্বাদন দাও । 💕💕
বাংলার সাহিত্য চর্চা সবাই করতে পারে না কিন্তু এই বাংলা সাহিত্যকে নিজের কন্ঠে চর্চার মাধ্যমে অন্য দিশা দেখিয়েছে মীরদা.... আর সত্যি বলতে তুমি আবার সেই বাংলার অমূল্য সম্পদ তুলে ধরেছো আপামোর বাঙালির কাছে ❤অনেক ধন্যবাদ তোমাকে... ভালো থেকো আর এইভাবে চালিয়ে যাও তোমার ঠেক, ঠিক রাত 9 টায়, শনিবার...❤️
মীর দা তুমি অসাধারণ ❤ সেই কবে থেকে তোমার ফ্যান মনে নেই ঠিক, এভাবে গল্প শোনানোর জন্য এরকম অসাধারণ অনুভূতি দেওয়ার জন্য কোটি কোটি ধন্যবাদ ❤ চাইবো পরের জন্মে যেন আবার বাংলী হয়েই জন্মাই।
কিছু দিন আগে আমি জয়ন্ত মানিক এর গল্প এর জন্য আবেদন করেছিলাম ... তখন তুমি বলেছিলে যে অব্বসই দেবার চেষ্টা করবে । সত্যি সত্যি দেব এটা আসা করি নি। Great surprice অসংখ্য ধন্যবাদ । আরো একটা অনুরোধ রাখছি কুমার বিমল এর গল্প চাই এবার❤❤
Mir daa sei 2010 theke tomar voice e golpo sona shuru. Ei niye 2024 golar kontho 1 inch o change hoe ni . Jei din Mirchi charle seidn ar akhon new lyf based upon your stories. Lots of love Mir Daa. Akhon o tomar ar deep daa r gola miss kori . Tomra duijon mile Ekta golpo porte sob akhon e Shriti❤❤❤
আপনার গলায় গল্প শুনতে শুধু আসি । আপনি যেভাবে গল্প গুলো শোনান ,কোনো দিন মনে হয়নি এইগুলো গল্প শুনছি , মনে হয় সব বাস্তব ঘটনা ।মনে হয় গল্পের মধ্যে আমি আছি , চোখ বুজলে মনে হয় সব আমার সামনে ঘটে চলে ছে । আর আমি আপনার গল্প শুনে অনেক কিছু শিখে ছি । ভালোভাবে গুছিয়ে বাংলা বলতে শিখে ছি । সব থেকে বেশি ভালো লাগে আমার , সার্লক হোমস , ব্যোমকেশ । এখন তো মুভি দেখাই ছেড়ে দিয়ে ছি সময় পেলে শুধু আপনার গলায় গল্প শুনি।
Mir da ami class 9 er student topper hoyeo tomar voice sonar jonno pagal hoye geche tai golpo soner jonno time ber kore nei anek podar modhye you are great mir sir you are my story teller 😊😊😊❤❤😊💯💯🏆🏆🏆🏆🏆👍👍👍👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤝🤝🤝🤝🙋 just awesome
Mir Da তুমি হলে magician... দিনের শেষে গপ্পো মীরেরঠেকে এলে মনে হয় সমস্ত ক্লান্তি এক মুহূর্তে উবে গেল কোনো এক magic এর সাহায্যে। আর বাকিরা যারা starring করে খুব সুন্দর লাগে শুনতে ।আমার গপ্পো মীরের ঠেকে voice over দেওয়ার খুব শখ। তাই তো ক্লাস 12th এর পর competitive exam এর preparation নিতে নিতেও ভাবি ..হয়তো আমাদের গপ্পো মীরেরঠেকের description box এ আমারও নাম থাকবে কোনোদিন😊 Love you Mir da❤❤❤
মীরদা একে যত দিন থেকে শুনছি কত্ত যে গল্প জানা হলো, কত্ত ভালো ভালো সাহিত্যের সন্ধান পেলাম। জীবনে কোনো দিন ভাবতে পারি নি আসলে কী হতে চাই। মীরদা সাথে আরো এই মেধাবী কণ্ঠশিল্পীদের কণ্ঠ শুনে আজকাল লাগে ইশশ যদি মীর দার সাথে যদি কোনো দিন কাজ করার সুযোগ পেতাম♥️♥️♥️♥️ মীরদা তোমাকে আর ঠেক কে ভালোবাসা বাংলাদেশ থেকে
❤❤বাংলা সাহিত্য অসামান্য মণিমাণিক্যের সমাহার।সেই সব মণিমাণিক্যের আস্বাদন পাওয়া'' আর তার সাথে বিশ্বসাহিত্যের ও রস আস্বাদন করতে পারছি আমরা।অসাধারণ বাচনভঙ্গি'' আর এই অভিনয় শ্রুতিনাটক শোনার অভিজ্ঞতা মনে পড়িয়ে দেয়।ভালো থাকুন আর আমাদের ঋদ্ধ করুন প্রতিনিয়ত।❤❤
Captain আমি তোমার অনেক পুরনো শ্রোতা।আর এখন তোমার একজন ভক্ত ও সাপোর্টার। সব গল্প শুনি আর মাঝে মাঝে এক্সট্রা views ও দিই 🤭। একবার অভিক সরকারের 'কালিয়া মাশান' বা 'কাউড়ি বুড়ির মন্দির' গপ্পো শোনানোর আবেদন জানালাম। 🙏
এমন একদিনও নেই যে সানডে সাসপেন্স সোনা হয় না। দিনের সমস্ত কাজ করতে করতে গল্প শুনি কখন যে কাজ শেষ হয়ে যায় বুঝতেই পারিনা। মোবাইলের সমস্ত নেট এবং মোবাইলের চার্জ সানডে সাসপেন্স শুনে ইউটিউব এ শেষ করে দি। যতই দিন যাচ্ছে সানডে সাসপেন্স এর উপর এত আকর্ষণ বাড়ছে যে এর থেকে দূরে সরে থাকতেই পারছি না।❤❤❤❤
অসাধারণ একটি গল্প শুনলাম। অসাধারণ উপস্থাপন। বাঙালি না হলে সত্যিই খুব Miss করতাম এত সুন্দর বাঙালি লেখকদের গল্প রস । এবার হবে নাকি হেমেন্দ্র বাবুর ঐতিহাসিক গল্প একটা আশায় রইলাম ❤❤
মীর দাদা ,ছোটো বেলায় দাদুর কাছে গল্পো শুনতে শুনতে ঘুমোতে যেতাম। দাদু মারা যাওয়ার পর সেই শূন্য স্থান তুমি পূরণ করে দিয়েছো। ক্লাস five থেকে সানডে সাসপেন্স শুনছি। তারপর এখন গপ্পো মীরের ঠেক আমার প্রতিদিন রাতের সঙ্গী। নতুন গল্পো যতক্ষণ না আসছে। ততক্ষণ পুরোনো গল্প গুলো শুনি। আমি নিজে থিয়েটার করি 14বছর। যদি কোনোদিন তোমার কোনো কাজে আসতে পারি ধন্য হবো সেদিন। গপ্পো মীরের ঠেকের আরও শ্রীবৃদ্ধি কামনা করি। ভালো থেকো মীর দাদা। নিজের শরীরের খেয়াল রেখো।
সুদীপ দার গলা কিন্তু অসাধারণ, মীর দার শ্রবণ শক্তি আর প্রতিভা খুঁজে বার করার ক্ষমতা অসাধারণ, মীর দা সব্যসাচী বাবু কে যদি কোনো একটা গল্পের জন্য আনা হয় খুব খুশি হবো। একটু ভেবে দেখো❤
কি বলবো বুঝতে পারছি না। অসাধারণ অনবদ্য।❤। মাঝে মাঝে মনে হয় ভাগ্যিস মীর স্যার ছিলেন তাইতো এতো সুন্দর গল্প গুলো সুন্দরভাবে শুনতে পাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ মীর স্যার ❤😊
গল্প টা শুনতে শুনতে জয়ন্ত চরিত্র টা তে বার বার অভিনেতা আবির চট্টোপাধ্যায় কে যেন সাক্ষাৎ দেখতে পাচ্ছিলাম, খুব ভালো লাগলো, আরো সুন্দর সুন্দর গল্প শুনতে চাই ।
জয়ন্তের চরিত্রে সোমকদা আর মানিকের চরিত্রে সৌমেনদা একদম পারফেক্ট ♥ সুন্দরবাবুর চরিত্রে অরিত্রও ভাল ছিলেন কিন্তু আমার দীপঙ্করবাবুকেই এখন বেশী ভালো লাগে 🙂 প্রদ্যুতদার আবহসঙ্গীতও প্রতিবারের মতোই অসাধারণ 🙏
Mirer representation er niye to kono kothai hobena❤Mir ei field ae THE ONE & ONLY⭐but ebare golpo choosing ae khamti legeche,personal opinion eta.. Mir janen SS ae kotto blockbusters gift korechen sathe ei channeleo.. ei bar ta set kore akhon jodi pati golpo gulo dyan to akhonkar SS er mawtoi hoye gelo na byaparta? Jaai hok we all love you a load.. Thanks for entertaining us with your aura❤
Khub darun lege6ey❤ prothome manish pisach 🔥ar tarpore ei darun story ar storyteller der onek valobasa @somok da to kapa66en ei ar onnorao besh darun mejaje kaj kore6en.......❤
Ami thaki Bangladesh e. Tai konodin radio te mirchu sona hoy ni. Aj onek bochor youtube theke sunechi. Tomake prothom chinechilam miracle show te tarpor bakita history ❤
সারাদিন শেষে মীর দা তোমার গলা টা যখন শুনি ,, মনে হয় সব ক্লান্তি দূর হয়ে গেলো,,, সামনে না দেখেও শুধু তার গলা শুনে যে কাওকে এত ভালোবাসা যায় তার এক অন্যতম উদহরন হলো তুমি ❤
ami ekta corporate chakor... kintu coding testing ar so called senior der gali galaj er pore, bari fire varakranto udashin mon theke beriye ashte ei interesting golpo gulo onek ta sahajyo kore...dhonyobad❤
Dhanno bad mir sir❤ apnake amader pase paoyar jonno❤....aro ekti kotha holo je apnar voice sunle aladai ekta santi paoya jay... You are great sir thank you 🙏🫡💯
সবার performance দুর্দান্ত। সত্যি বলতে আমি হেমেন্দ্র রচনাবলী পড়িনি। আর প্রয়োজন ও নেই। গপ্পো মির এর ঠেক আছে যে। সুদীপ বাবু কে narrator রোলে তো কখনো কল্পনা ও করতে পারিনি। দারুন লাগছে।
দাদা এরকম একটা ব্লগ খোলার জন্য অনেক অনেক ধন্যবাদ। অনেক অনেক গল্প শুনতে চাই দাদা। এটা বন্ধ না করার অনুরোধ রইল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবার জন্য শুভ কামনা রইল দাদা ❤❤❤
ছত্রপতির ছোরা পাওয়া গেল কি? কেমন লাগলো জয়ন্ত মানিকের গোয়েন্দাগিরি? কমেন্ট করে গপ্পোমীরকে জানাতে ভুলো না।
অসাধারণ ❤❤❤
Sobi golpo valo lage tomader ❤
গুরু এবার একটা "নিরেন ভাদুড়ী" চরিত্রের গল্প চাই।
Darun laglo 👌👌
ভালো কিন্তু ওই আমেজ টা নাই। আমি তোমার নিজের গল্প শুনতে চাই। ক্যাপ্টেন
মীর স্যার আমি ব্যাগের মেশিনে ব্যাগ তৈরি করি আর আপনার গল্প শুনে কাজ করতে করতে কষ্ট টুকু বুঝতে পারিনা আপনি আমাদের গরিবের বেঁচে থাকার টনিক ❤❤❤❤❤
আর তোমরা হচ্ছ আমার বেঁচে থাকার টনিক ❤❤❤।
❤❤❤
😂 আমিও ব্যাগের মেশিনে বসে ব্যাগ তৈরি করি আর তোমার মত ব্যাগ তৈরি করি স্যারের গল্প শুনি
এভাবেই চিরকাল আপনার গল্প শুনে শুনে কাটিয়ে দিতে চাই।
জীবনে আর কিছু চাইনা।
ভগবান এর কাছে প্রাথনা করি আপনি এভাবেই আমাদের মতো গল্প পাগল মানুষদের মনের মাঝে বিরাজ করুন।
ধন্যবাদ স্যার। আমি আপনার এক পাগল শ্রোতা। আর এই পাগলামি আমি সারাজীবন করে যেতে চাই।
Amio apnar goppo sunta sunte kaj Kori kono kosto bujhtei parina r golpo ta asadharon
মাঝে মাঝে ভীত হয়ে পড়ি , ভাগ্যিস বাঙালি হয়ে জন্মেছি , নইলে পৃথিবীর একটি শ্রেষ্ঠ অনুভূতি থেকে আমি বঞ্চিত হতাম। ধন্যবাদ ক্যাপ্টেন।🙏🏻🙏🏻☺️🥰
সত্যিইই বাঙালি না হলে অনেককিছুই হতো না ❤❤❤।
@@realmir আমি মনে করি, আমি অতি ভাগ্যবান যে আমি ভারত মাতার পৃষ্ঠে জন্মগ্রহণ করেছি। এবং বাঙালি হয়েই জন্মগ্রহণ করেছি।❤❤
@@realmirsir freda warrington er dracula return টা নিয়ে আসুন না ।প্লিজ sir আপনার কাছে চির কৃতজ্ঞ থাকবো প্লিজ sir ❤❤❤❤
সত্যিই 😌🙏🏻
O mane britishers jar moddhe conan doyle, Shakespeare, christie, ra golpo likhe geche, seta bangali howar theke kharap
আমি একজন গৃহিনী সংসারে দৈনন্দিন কাজ করতে করতে গল্প শুনি । মনটা একটু অন্য দিকে থাকলে কাজের একঘেয়েমি কাটে আবার কাজগুলো হয়েও যায় । এই বিনোদন টা দেওয়ার জন্য মীর আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন মীর।
সুখী গৃহকোণে ঠেক চলুক একমনে... ❤❤❤
আমিও শুনি ও ওড়িশার raurkela থেকে ।একই রকম অনুভব
দারুন লাগলো। এরপর হেমেন্দ্র কুমার রায়ের লেখা জয়ন্ত মানিক জুটির আরেকটা উপন্যাস সোনার আনারস এবং তার পরের অংশ জগৎশেঠের রত্নকুঠী গপ্পো মীরের ঠেকে শোনালে পুরো জমে যাবে।
সব আসবে আস্তে আস্তে 😊😊।
Arekta lomhorshok golpo! Sudip Mukherjee bharat gombhir kanthe golpo narration darun laglo...aro narration onar theke sunte apekhai roilam. Thanks to goppo Mir er thek's team for presenting another bengali gem of literature!!🎉🎉❤
পথের দাবী শুনেছ? ওটাও ওনারই ন্যারেশন 😊😊।
@@realmir oho...sonar sujog hoini...but thank you for the update. Obosshoi sunbo ei golpo ta!!🫶
বিশেষ চরিত্রে মীরের কন্ঠদান শুনেই বোঝা যায় কে আসল খলনায়ক। ☺️অপেক্ষা শুধু রহস্য উন্মোচনের পরতগুলি উপভোগ করা। ❤
এবাবাহ, তাহলে কী করা যায়?
Deep da k niya asun sir plsss...
Akdom sotti eta 😅
মীরদার কণ্ঠ শোনার জন্যই ২০০৪-০৫ এর দিকে শীতকালেও ছাদে উঠে রেডিও মির্চি শুনতাম (কারন বীরভূম থেকে বাড়ির ভেতর থেকে কোলকাতার এফএম ধরত না, আর শীতকালেই ধরত)। মির্চি ছাড়ার সময় যথারীতি খুব হতাশ হয়েছিলুম। এখন এতো ভালোভাবে ওই কণ্ঠস্বর শুনতে পাই, সত্যিই অসাধারণ লাগে।
❤❤❤❤❤❤❤❤
Amio Birbhum A Ghan Ghan Korto Radio 😂
এতে আর আলাদা করে কিছু বলার নেই । এতসুন্দর কন্ঠের জন্যই ক্যাপটেন কে এত ভালোবাসি ❤❤❤
Hellow sir my name is swarnadip
@@realmir nostalgia.....those old days are Diamond ❤❤❤
মীর স্যার আপনি আমাদের মন খুশি করে রাখার একটা উৎস।❤❤❤❤
তোমরাও তাইই, তোমাদের জন্যই তো ঠেক বসে শনিবারে শনিবারে ❤❤।
তোমার মতো গলায় এমন দৃঢ়তা খুব কম লোকেরই থাকে মীরদা। ভগবানের কাছে প্রার্থনা করি তুমি যেন খুব ভালো থাকো।
তুমি মীর আমাদের বেঁচে থাকার আর একটা রসদ প্রচন্ড মন খারাপে তোমার গ্লপো আমায় বাঁচিয়ে তোলে। আমি তোমার সেই খাস খবর থাকে তোমায় দেখি তোমায় অনেক ভালবাসি তোমায় অনেক ধন্যবাদ। এই ভাবে আমায় বাঁচিয়ে রাখার জন্যে ❤
Detective Story আমার বরাবরই খুব প্রিয়। আপনাদের জন্য এত সুন্দর সুন্দর গল্প শুনতে পারছি। পবিত্র বাবুর চরিত্রে মীর স্যার আপনি অসাধারণ 👌।
মীর দা সত্যি বলতে গেলে CAPTAIN word টা মনে হয় তোমার জন্যই বানানো হয়েছে ,❤ কেননা আমি যতটুকু বাংলা সাহিত্য জানি শুধু তোমার জন্য , আর গল্পের কোথায় এলে এককথায় দারুন ❤❤,,,,তোমার পরিচালনায় , সৌমক দার গলায় , আর গোধূলি দির বিষয়বস্তু ভাবনায় , এবং অন্যান্য cast এবং crew সবার জন্য গল্পটা এক নতুন প্রাণ পেয়েছে ,,,, সত্যি গপ্পমীর এক জাদুর মতো মনটা কে উড়িয়ে নিয়ে এক অজানা জগতে নিয়ে যায় ❤ we ❤ u
মীর দা অসংখ্য অসংখ্য ধন্যবাদ ... সাথে আপনার পুরো টিমকে 🙏🙏🙏🙏 বর্ণনা করতে পারবো না কতখানি ভালোলাগা জড়িয়ে আছে ...
টিমে তো তুমিও আছ। আমাদের সবার তো একটাই টিম, টিম গপ্পোমীরের ঠেক 😊😊।
খুব ভালো লাগছে.... দারুণ অনুভুতি...গপ্পো মীর এর ঠেক যুগ যুগ জিও ❤
থ্যাংক ইউ, থ্যাংক ইউ❤❤❤❤।
দারুণ কাহিনী! গপ্পো মির এর উপস্থাপনার গুনে তা আরও মনে দাগ কাটে। মির স্যার এর কণ্ঠ শুনলে মনটা ভালো হয়ে যায়। বাকীরাও কেউ পিছিয়ে নেই। সবার জন্য ❤❤❤❤❤
ভীষন ভীষন ভালো লাগলো,আপনাদের প্রত্যেকের কণ্ঠস্বর ,অভিনয় কি বলবো always hit and favorite, এমন একটি সুন্দর গল্প শোনানোর জন্য অনেক ধন্যবাদ ❤❤❤❤
❤❤❤❤❤❤❤
ছত্রপতির ছোরায় আর মীরদার কণ্ঠস্বরের শাণিত ধারে বাঙালি হৃদয় ছিন্নভিন্ন। Special Thanks To গপ্পো মীরের ঠেক। মীরদাকে জানাই সশ্রদ্ধ প্রণাম। মীরদা, এভাবে ফিরে এসো বারবার। 😇😇😇😇
তোমাদের গপ্পো শোনাতেই তো বারবার ফিরে আসা, তোমরা ভালোবেসে শুনবে গপ্পো সেটাই আশা। উফফফ... দু-লাইনের ছড়াটা কেমন হয়েছে? 😅
❤
@@realmir তুমি বানাবে Captain আর ভালো লাগবে না এমন কি হয়😊
Superb @@realmir
@@realmir Porandar bhashay, "Darun"....
প্রাপ্ত বয়স্ক চরিত্র গুলোতে মীর স্যার নিজেকে রাখলে সব থেকে বেশি রোমাঞ্চক মনে হয়। সানডে সাসপেন্স এর পুরাতন গল্পগুলোয় উনার লিড চরিত্রে কণ্ঠ গুলো এখনো মনে মনে মহাকাব্য রচনা করে।
Sir😮
Ekdom thik kotha..
na era khub bhalo korche
ক্যাপ্টেন সবার জন্য, সেটা তিনি খুব ভালো জানেন এবং বোঝেন। তাই তিনি ক্যাপ্টেন। আমাদের শ্রোতাদেরও এটুকু বোঝা উচিৎ। যদিও এ আমার একান্ত ব্যক্তিগত মতামত।
Nah amaro mone hoye Mir da r uchit ektu train kora. Thik standard mention hochchena.
গোধূলি ম্যামের গলায় একটা আলাদাই জাদু আছে যা সর্বদাই অভিভূত করে। খুব সুন্দর গল্প।❤️
Onek dhonyobad mir da tomake. Aeto sundor sundor golpo amader jonno poribeson korar .,🙏🙏🙏🙏
খুনটা কে করেছে বলো দেখি?
Manosi
মীর দা প্রায় প্রথম থেকেই আপনার আওয়াজ শুনছি। আজ আমি ৪৩ কিন্ত আপনার আওয়াজ আজও খুবই পছন্দের❤। আশা করছি আমার মৃত্যু পর্যন্ত শুনবো❤ বাঙালি হয়ে জন্মে আমার এই জন্ম সার্থক🎉
সোমক+মীর দা+অরিত্র দা=❤ অপূর্ব ❤
❤❤❤❤❤❤
Mir da amar ghum na asle apner golpo suni..... tarpor ghum ase r ghumiye pori.... bachha jemon tar maa er golpo sune ghumiye pore thik temon kaj kore apnar golpo amar kache...❤
গল্পের শেষে জানা গেল যে সুযোগ থাকলেও কখনো লোভ করতে নেই। ধন্যবাদ মীরদাএবং আপনার টিমকে।। এরপর কোন ঐতিহাসিক উপন্যাস শোনানোর জন্য অনুরোধ করছি, যেমন "সদাশিবের অভিযান", "তুঙ্গ ভদ্রার তীরে" র মতো গল্প আমাদের ছাত্র জীবনে অনেক সাহস যোগায় এবং জীবনে এগিয়ে যাওয়ার উদ্যম পায় ।। ❤❤❤
গোধূলি দির কণ্ঠস্বরে যে অদ্ভুত মাদকতা রয়েছে, তা হয়তো আমার পক্ষে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। কিন্তু, আগামী দিনেও আরো অনেক গল্পে দি-র কণ্ঠস্বর শুনতে চাই।
মীর বাবু,বিভূতি বাবুর আরণ্যক উপন্যাসের প্রত্যাশায় রইলাম।ভালো এবং সুস্থ থাকবেন।🙏🙏
আমার খুব প্রিয় উপন্যাস। আসবে খুব তাড়াতাড়ি 😊😊।
@@realmir অসাধারণ।
ধন্যবাদ দিয়ে রাখলাম।
😢 ki
মীর দা তোমার তুলনা তুমি নিজেই। সেই মীরাক্কেল এর সময় থেকে তুমি হৃদয় এ আছো❤
মীর স্যার আপনার voice টা কী যে মায়াভরা খুব টানে আমাকে কী জানি কোনদিনও আপনাকে কাছ থেকে দেখতে পাবো কী না সেই সৌভাগ্য হবে কী না🙏🙏♥️♥️
"Kehte hain agar kisi cheez ko dil se chaho toh puri kainaat usse tumse milane ki koshish mein lag jaati hai."
@@realmirgalath kehte hai sab😢
@@realmir suparb
@@realmirsei 10 bochor agey mir dar sathe haath miliye chilam amar office annual party te....ki jani abar kobe dekha hobe....
এই গল্প গুলো শুনতে শুনতে সেই ছোটবেলায় ফিরে যাই খুব Nostalgic লাগে । আমাদের সময় রেডিও ই ছিল একমাত্র সম্বল এবং মনোরঞ্জন । মীর আরও অনেক অনেক নতুন নতুন গল্প শুনতে চাই । তুমিই আমাদের মত পঞ্চাশোর্ধ মানুষদের গল্পের বইয়ের আস্বাদন দাও । 💕💕
বাংলার সাহিত্য চর্চা সবাই করতে পারে না কিন্তু এই বাংলা সাহিত্যকে নিজের কন্ঠে চর্চার মাধ্যমে অন্য দিশা দেখিয়েছে মীরদা.... আর সত্যি বলতে তুমি আবার সেই বাংলার অমূল্য সম্পদ তুলে ধরেছো আপামোর বাঙালির কাছে ❤অনেক ধন্যবাদ তোমাকে... ভালো থেকো আর এইভাবে চালিয়ে যাও তোমার ঠেক, ঠিক রাত 9 টায়, শনিবার...❤️
মীর দা তুমি অসাধারণ ❤ সেই কবে থেকে তোমার ফ্যান মনে নেই ঠিক, এভাবে গল্প শোনানোর জন্য এরকম অসাধারণ অনুভূতি দেওয়ার জন্য কোটি কোটি ধন্যবাদ ❤ চাইবো পরের জন্মে যেন আবার বাংলী হয়েই জন্মাই।
Mir da ❤️ ese gechi tomar magical voice sunte r tar sathe somok asamanyo😊
থ্যাংক ইউ😊😊।
Hmm,mir dar magical voice to achei r somak dar voice ta jano মায়ায় joray...❤❤
সেই প্রাগ্জ্যোতিষ থেকে আপনার কন্ঠের প্রেমে পড়েছি. যতই শুনি ততই ভালো লাগে. Somak ❤
ফেলুদা এর সিরিজ করা করা চাও????❤❤❤❤❤🎉😢😢
❤
Ami
Ami
We most wanted it
Ami
কিছু দিন আগে আমি জয়ন্ত মানিক এর গল্প এর জন্য আবেদন করেছিলাম ... তখন তুমি বলেছিলে যে অব্বসই দেবার চেষ্টা করবে । সত্যি সত্যি দেব এটা আসা করি নি।
Great surprice
অসংখ্য ধন্যবাদ ।
আরো একটা অনুরোধ রাখছি কুমার বিমল এর গল্প চাই এবার❤❤
গপ্পো শোনা যদি আসক্তি হয়ে থাকে তবে এ আসক্তি যেন আমার মৃত্যুর আগ পর্যন্ত থাকে। ধন্যবাদ তোমায়, ক্যাপ্টেন।
বাংলা সাহিত্যে ভালোলাগা জাগাতে মীর স্যার সব সময়ই সিদ্ধহস্ত 😊 ধন্যবাদ 😊
তোমাদের মতো আমিও বাংলা সাহিত্যের গপ্পোর ফ্যান। 😊😊
Mir da puro shopta je kemon kore katai se ami jani ei 2din onek santi pai sudhu tomar voice sune
Mir daa sei 2010 theke tomar voice e golpo sona shuru. Ei niye 2024 golar kontho 1 inch o change hoe ni . Jei din Mirchi charle seidn ar akhon new lyf based upon your stories. Lots of love Mir Daa. Akhon o tomar ar deep daa r gola miss kori . Tomra duijon mile Ekta golpo porte sob akhon e Shriti❤❤❤
কাল শবেবরাত আজ গপ্পো মিরের ঠেক এ এমন একটা গপ্পো শুনবো আসা করা যায়নি thanks GMT
Spacial thanks মির ভাই❤
আপনার গলায় গল্প শুনতে শুধু আসি । আপনি যেভাবে গল্প গুলো শোনান ,কোনো দিন মনে হয়নি এইগুলো গল্প শুনছি , মনে হয় সব বাস্তব ঘটনা ।মনে হয় গল্পের মধ্যে আমি আছি , চোখ বুজলে মনে হয় সব আমার সামনে ঘটে চলে ছে । আর আমি আপনার গল্প শুনে অনেক কিছু শিখে ছি । ভালোভাবে গুছিয়ে বাংলা বলতে শিখে ছি । সব থেকে বেশি ভালো লাগে আমার , সার্লক হোমস , ব্যোমকেশ । এখন তো মুভি দেখাই ছেড়ে দিয়ে ছি সময় পেলে শুধু আপনার গলায় গল্প শুনি।
খুব তারা তারি 1মিলিয়ন হয়ে যাবে মির ভাই 1মিলিয়ন হয়ে গেলে শার্লক হোম চাই❤
আর ওয়ান মিলিয়নের আগে যদি শার্লক এসে পড়ে? 😊😊
@@realmir এই কথা টাই শুনে এখন এত টা আনন্দ হচ্ছে যে কি বলবো ঠিক যেমন আনন্দ হয় ঈদ এর আগে চাঁদ রাতে
@@realmir kindly bring Deepanjan Ghosh or RJ Deep. He is an outstanding storyteller. Nobody knows that better than you, I guess.
কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায়! কত অনুরোধ এর পর হারানো কাকাতুয়া পাওয়া যায় ? একান্ত অনুরোধ রইল ❤❤❤❤❤
You're love Caption ❤️ Eagerly waiting for 1M soon❤❤❤🎉
আমিওওওওও অপেক্ষা করে আছি 😊😊
Mir da ami class 9 er student topper hoyeo tomar voice sonar jonno pagal hoye geche tai golpo soner jonno time ber kore nei anek podar modhye you are great mir sir you are my story teller 😊😊😊❤❤😊💯💯🏆🏆🏆🏆🏆👍👍👍👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤝🤝🤝🤝🙋 just awesome
মানিক বন্দ্যোপাধ্যায় 'পদ্মা নদীর মাঝি ' এটা শুনতে চাই। অনুরোধ রইল 😊
হবে হবে 😊😊😊।
আমিও
হবে হবে তবে ৫ এপিসোডে। ২ এপিসোড পাব আর ৩ এপিসোডের জন্য ৩ বছর অপেক্ষা করতে হবে।
Eken Babu 😊@@realmir
Mir Da তুমি হলে magician... দিনের শেষে গপ্পো মীরেরঠেকে এলে মনে হয় সমস্ত ক্লান্তি এক মুহূর্তে উবে গেল কোনো এক magic এর সাহায্যে। আর বাকিরা যারা starring করে খুব সুন্দর লাগে শুনতে ।আমার গপ্পো মীরের ঠেকে voice over দেওয়ার খুব শখ। তাই তো ক্লাস 12th এর পর competitive exam এর preparation নিতে নিতেও ভাবি ..হয়তো আমাদের গপ্পো মীরেরঠেকের description box এ আমারও নাম থাকবে কোনোদিন😊
Love you Mir da❤❤❤
Osadharon ajker golpo ❤
❤❤❤❤❤
মীরদা একে যত দিন থেকে শুনছি
কত্ত যে গল্প জানা হলো, কত্ত ভালো ভালো সাহিত্যের সন্ধান পেলাম। জীবনে কোনো দিন ভাবতে পারি নি আসলে কী হতে চাই। মীরদা সাথে আরো এই মেধাবী কণ্ঠশিল্পীদের কণ্ঠ শুনে আজকাল লাগে ইশশ যদি মীর দার সাথে যদি কোনো দিন কাজ করার সুযোগ পেতাম♥️♥️♥️♥️
মীরদা তোমাকে আর ঠেক কে ভালোবাসা বাংলাদেশ থেকে
সোমক দা কে❤গপ্পো মীরের ঠেকে নিয়মিত শুনতে চায় । কে কে একমত?
❤❤বাংলা সাহিত্য অসামান্য মণিমাণিক্যের সমাহার।সেই সব মণিমাণিক্যের আস্বাদন পাওয়া'' আর তার সাথে বিশ্বসাহিত্যের ও রস আস্বাদন করতে পারছি আমরা।অসাধারণ বাচনভঙ্গি'' আর এই অভিনয় শ্রুতিনাটক শোনার অভিজ্ঞতা মনে পড়িয়ে দেয়।ভালো থাকুন আর আমাদের ঋদ্ধ করুন প্রতিনিয়ত।❤❤
Captain আমি তোমার অনেক পুরনো শ্রোতা।আর এখন তোমার একজন ভক্ত ও সাপোর্টার। সব গল্প শুনি আর মাঝে মাঝে এক্সট্রা views ও দিই 🤭। একবার অভিক সরকারের 'কালিয়া মাশান' বা 'কাউড়ি বুড়ির মন্দির' গপ্পো শোনানোর আবেদন জানালাম। 🙏
আচ্ছা বেশ, খাতায় লিখে নিলাম 😊😊।
@@realmir oh captain ! My captain 🙏
Apnar golpo sunle sob chinta jeno dure chole jai...mon ta valo hoye jai thanks to গপ্পো মীরের ঠেক ❤
Osadharan laglo👌😊🎉❤❤❤
Thank you Tanmoy..
এমন একদিনও নেই যে সানডে সাসপেন্স সোনা হয় না। দিনের সমস্ত কাজ করতে করতে গল্প শুনি কখন যে কাজ শেষ হয়ে যায় বুঝতেই পারিনা। মোবাইলের সমস্ত নেট এবং মোবাইলের চার্জ সানডে সাসপেন্স শুনে ইউটিউব এ শেষ করে দি। যতই দিন যাচ্ছে সানডে সাসপেন্স এর উপর এত আকর্ষণ বাড়ছে যে এর থেকে দূরে সরে থাকতেই পারছি না।❤❤❤❤
Love u mir da
❤❤❤❤❤❤❤
নাটক গুলো শুনতে এত ভালো লাগে যে খানিকটা সময় চিন্তা মুক্ত থাকতে পারি। সবাই কে ধন্যবাদ।
জয়ন্ত মানিক is ❤
আরো জয়ন্ত মানিক শুনতে চাই Somok দা ও সৌমেন দার গলায়😊
খুব ভালো লাগলো গল্পটা।এই ভাবেই ভালোবাসার জয় হোক সর্বদা।
অসাধারণ একটি গল্প শুনলাম। অসাধারণ উপস্থাপন। বাঙালি না হলে সত্যিই খুব Miss করতাম এত সুন্দর বাঙালি লেখকদের গল্প রস । এবার হবে নাকি হেমেন্দ্র বাবুর ঐতিহাসিক গল্প একটা আশায় রইলাম ❤❤
মীর দাদা ,ছোটো বেলায় দাদুর কাছে গল্পো শুনতে শুনতে ঘুমোতে যেতাম। দাদু মারা যাওয়ার পর সেই শূন্য স্থান তুমি পূরণ করে দিয়েছো। ক্লাস five থেকে সানডে সাসপেন্স শুনছি। তারপর এখন গপ্পো মীরের ঠেক আমার প্রতিদিন রাতের সঙ্গী। নতুন গল্পো যতক্ষণ না আসছে। ততক্ষণ পুরোনো গল্প গুলো শুনি। আমি নিজে থিয়েটার করি 14বছর। যদি কোনোদিন তোমার কোনো কাজে আসতে পারি ধন্য হবো সেদিন। গপ্পো মীরের ঠেকের আরও শ্রীবৃদ্ধি কামনা করি। ভালো থেকো মীর দাদা। নিজের শরীরের খেয়াল রেখো।
ঘুমানোর আগে.....এই গপ্পো মীরের ঠেকে আসা টা... একটা নিত্য দিনের অভ্যাসে পরিণত হয়ে গেছে.. 💙
Khoobi chittakorsok uposthapon . Daroon laaglo .
Dhonnobad Mir Da ke ebong aki sathey dhonnobad Mir Dar Team er Sobbai ke . 💎 👑 💎
ছত্রপতির ছোরা |
শুনে মুগ্ধ হলাম মোরা ||
এভাবেই এগিয়ে চলো তোমরা |
তোমাদের পাশে আছি আমরা ||
কীরিটির অপেক্ষায় রইলাম।
Ashadharon
Somak Babu r Sudip Babu bhison bhalo legeche
Ato. Bochor por jante pere mon vore galo.great.
সুদীপ দার গলা কিন্তু অসাধারণ, মীর দার শ্রবণ শক্তি আর প্রতিভা খুঁজে বার করার ক্ষমতা অসাধারণ,
মীর দা সব্যসাচী বাবু কে যদি কোনো একটা গল্পের জন্য আনা হয় খুব খুশি হবো। একটু ভেবে দেখো❤
কি বলবো বুঝতে পারছি না। অসাধারণ অনবদ্য।❤। মাঝে মাঝে মনে হয় ভাগ্যিস মীর স্যার ছিলেন তাইতো এতো সুন্দর গল্প গুলো সুন্দরভাবে শুনতে পাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ মীর স্যার ❤😊
Just fatafati অনেকে অনেকে ভালোবাসা gopomir ar thek
গল্প টা শুনতে শুনতে জয়ন্ত চরিত্র টা তে বার বার অভিনেতা আবির চট্টোপাধ্যায় কে যেন সাক্ষাৎ দেখতে পাচ্ছিলাম, খুব ভালো লাগলো, আরো সুন্দর সুন্দর গল্প শুনতে চাই ।
বাংলাদেশের ফরিদপুর সংলগ্ন মধুখালি থেকে শুনছি।
আমরা ২ ভাই অত্যান্ত আগ্রহের সাথে নিয়মিত শুনি।
বেশ ভালো লেগেছে। যদিও এতে অবাক হওয়ার কিছুই নেই। মীর বাবু ❤। তারানাথ তান্ত্রিকের গল্প শোনার অপেক্ষায় রইলাম
সুদীপ্তার গলা আমার খুব ভালো লাগে। উনার অভিনয় খুব লাউড হলেও গল্পে উনার কণ্ঠস্বর খুব ভালো লাগে। ওনাকে আরো ব্যবহার করা হোক।
গপ্প মিরের ঠেক এ একসাথে কতজন আমরা সবাই গল্প শুনি, মীর দা এবং টিমের প্রত্যেকটা সদস্যকে আন্তরিকভাবে ধন্যবাদ,
Hit like for Mir Da,
❤️❤️ এভাবেই শুনতে থেকো। আমরা এভাবেই গপ্পো শুনিয়ে যাবো। ❤
অসাধারণ 👌 👌
রাতে প্রতিদিনে ঘুমের দেশে যাওয়ার আগে গল্প শোনার অভ্যাস হয়ে গেছে এখন..... ❤❤❤ মীর দাদা ভালো থাকবেন 💐💐
জয়ন্তের চরিত্রে সোমকদা আর মানিকের চরিত্রে সৌমেনদা একদম পারফেক্ট ♥ সুন্দরবাবুর চরিত্রে অরিত্রও ভাল ছিলেন কিন্তু আমার দীপঙ্করবাবুকেই এখন বেশী ভালো লাগে 🙂 প্রদ্যুতদার আবহসঙ্গীতও প্রতিবারের মতোই অসাধারণ 🙏
Mirer representation er niye to kono kothai hobena❤Mir ei field ae THE ONE & ONLY⭐but ebare golpo choosing ae khamti legeche,personal opinion eta.. Mir janen SS ae kotto blockbusters gift korechen sathe ei channeleo.. ei bar ta set kore akhon jodi pati golpo gulo dyan to akhonkar SS er mawtoi hoye gelo na byaparta? Jaai hok we all love you a load.. Thanks for entertaining us with your aura❤
খুব ভাল লাগল। অপেক্ষা করছি আবার কবে জয়ন্ত মানিকের গল্প পড়বেন।
Khub darun lege6ey❤ prothome manish pisach 🔥ar tarpore ei darun story ar storyteller der onek valobasa @somok da to kapa66en ei ar onnorao besh darun mejaje kaj kore6en.......❤
মীর দা আপনার গোয়েন্দা গপ্পো আমার নেশা। প্লিজ দয়া করে আরো গোয়েন্দা গপ্পো নিয়ে আসবেন। ❤❤❤❤❤
যেমন গল্প, তেমনই উপস্থাপনা!! অনবদ্য!!! ❤
Hemendra Kumar Ray err ei adventure series gulo besh bhalo
বড়দাকে নিয়ে একটি episode তৈরি করলে খুব ভালো হয়। অনেক আশা ও শুভেচ্ছা রইল।
ঠিক
Apurbo Mir sir joto shuni toto valo laage. Shotti bolte khub chinta hoy apnar ekhonkar chobi gulo dekhle, bhalo thakben captain... Aapni ekmatro amar moto manushder bhalo thakar oshudh.. sustho thakun sir
স্যার আপনার কণ্ঠে গল্প শুনলে কাজের পরিশ্রম ভুলে যাই❤❤❤
Anubhuti prakash kore aparog holam, eto sundor abhinoy, bgm, uposthapona golpo take aro sundor koreche
প্রত্যেকেই অনবদ্য এবং অসাধারণ। তবে সুদীপ মুখার্জীর গাম্ভীর্যপূর্ণ স্বর এক অমূল্য প্রাপ্তি।
বঙ্কিমচন্দ্রের রাজসিংহ,,, শরৎচন্দ্রের অভাগীর স্বর্গ এগুলোর জন্য অপেক্ষা করে থাকছি।🙏🙏🙏🙏🙏
Ami thaki Bangladesh e. Tai konodin radio te mirchu sona hoy ni. Aj onek bochor youtube theke sunechi. Tomake prothom chinechilam miracle show te tarpor bakita history ❤
Khub sundor laglo.
Tobe eta 2nd baar sunlam.
Prothom baar horoscope official channel a sunechhilam.
সারাদিন শেষে মীর দা তোমার গলা টা যখন শুনি ,, মনে হয় সব ক্লান্তি দূর হয়ে গেলো,,, সামনে না দেখেও শুধু তার গলা শুনে যে কাওকে এত ভালোবাসা যায় তার এক অন্যতম উদহরন হলো তুমি ❤
তোমরা যে আমাকে এত্ত ভালোবাসো, তাইই তো শনিবারে শনিবারে ছুট্টে আসি 😊😊।
@@realmir ❤️
Khub valo laglo....dhonnobad purob team ke valo valo golpo sonanor jonne
ami ekta corporate chakor... kintu coding testing ar so called senior der gali galaj er pore, bari fire varakranto udashin mon theke beriye ashte ei interesting golpo gulo onek ta sahajyo kore...dhonyobad❤
Dhanno bad mir sir❤ apnake amader pase paoyar jonno❤....aro ekti kotha holo je apnar voice sunle aladai ekta santi paoya jay... You are great sir thank you 🙏🫡💯
খুব ভালো লাগলো আরও এরকম গল্প শুনতে চাই।
সবার performance দুর্দান্ত। সত্যি বলতে আমি হেমেন্দ্র রচনাবলী পড়িনি। আর প্রয়োজন ও নেই। গপ্পো মির এর ঠেক আছে যে। সুদীপ বাবু কে narrator রোলে তো কখনো কল্পনা ও করতে পারিনি। দারুন লাগছে।
দাদা এরকম একটা ব্লগ খোলার জন্য অনেক অনেক ধন্যবাদ। অনেক অনেক গল্প শুনতে চাই দাদা। এটা বন্ধ না করার অনুরোধ রইল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবার জন্য শুভ কামনা রইল দাদা ❤❤❤
সত্যি কথা বলতে কি মিরদার সাথে সাথে সুদীপ দার গলা অসামান্য।। perfect ambience creat করেছে।।