Ami Kotodin Kotorat Vebeci | আমি কতদিন কতরাত ভেবেছি | Razzak & Bobita | Manusher Mon

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ธ.ค. 2024

ความคิดเห็น • 328

  • @MahmudAlamgir-yq8cg
    @MahmudAlamgir-yq8cg 10 หลายเดือนก่อน +16

    সোনালী দিনের রাজ্জাক-সোনালী দিনের ববিতা-সোনালী দিনের মোহম্মদ আলী সিদ্দিকী-অতুলনীয় শুধুই ভালো লাগে-আবেদন ফুরিয়ে যায়না...

  • @alamshamsul3236
    @alamshamsul3236 ปีที่แล้ว +12

    নায়িকা ববিতার মতো এত সুন্দরী
    কেউ নাই, বাংলাদেশে।

  • @mithumd541
    @mithumd541 2 ปีที่แล้ว +36

    যতদিন পৃথিবীতে বাংলা ভাষার মানুষ থাকবে ততদিন এই গান থাকবে।এত রোমান্টিক গান আর আসবে কিনা জানিনা।

  • @ranjan041973
    @ranjan041973 ปีที่แล้ว +17

    অসাধারণ কথা, সুর, কন্ঠ, অভিনয়। বড় পর্দায় দেখার সুযোগ হয়েছিল এক পুরোনো প্রেক্ষাগৃহে। আজ সেই স্বপ্নীল প্রেক্ষাগৃহের স্থানে উৎকট উপহাসের মত দাঁড়িয়ে আছে এক শপিং মল।

    • @khaledsaad1760
      @khaledsaad1760 หลายเดือนก่อน

      Dada apni ba cha asen?????

  • @mhbabu69
    @mhbabu69 3 ปีที่แล้ว +41

    আহা!কত সুন্দর সুর ও কথা।এমন গান আর মনে হয় বাংলার বুকে ফিরে আসবে না।

  • @zahidahmed9243
    @zahidahmed9243 ปีที่แล้ว +10

    ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত প্রথম বাংলা সিনেমা মানুষের মন, যদিও সিনেমাটি মুক্তিযদ্ধের আগে শ্যুটিং হয়েছিলো কিন্তু যুদ্ধের কারণে ছবিটি মুক্তি পেতে পারেনি।

  • @khairulbasher468
    @khairulbasher468 3 ปีที่แล้ว +17

    মাহমুদ আলী সিদ্দিকী এবং সাবিনা ইয়াসমিনের কন্ঠে এই গানটি এতদিন পরে এসেও ঠিক আগের মতই ভালো লাগে। রাজ্জাক ভাই এবং ববিতা আপার অনবদ্য অভিনয় ভুলে যেতে চাইলেও ভুলতে পারবোনা। রাজ্জাক ভাই ওপারে ভালো থাকবেন। খুলনার পিকচার প্যালেস ছবিটি দেখেছিলাম।

  • @MohibulArif
    @MohibulArif 2 ปีที่แล้ว +20

    খুবই আশ্চর্য লাগছে এই গানের চলচ্চিত্রের পরিচালক আমার স্যার। মোস্তফা মেহমুদ স্যারের জীবদ্দশায় শেষ চারটা বছর কল্পনাতীত আদর কেড়েছিলাম আমি।
    আজ হঠাৎ এই গানটা শুনে আবেগাপ্লুত হয়ে গিয়েছি। আল্লাহ আমার স্যারকে জান্নাতুল ফেরদৌসের মেহমান করুন।

  • @mdraselhossainraaj408
    @mdraselhossainraaj408 4 ปีที่แล้ว +47

    আমি মুগ্ধ,,,।।।
    সত্যিই আগে যেমন ছিলেন গীতিকার, সুরকার আর তেমনই আবেগ দিয়ে গাইতেন সেই সোনালী যুগের শিল্পীরা,,,।।।
    জানিনা এমন আবেগঘন কণ্ঠশিল্পী আর কোন দিন পাবো কি না,,,।।।

    • @khanniloy9361
      @khanniloy9361 4 ปีที่แล้ว +2

      এইসব অসাধারণ গানের যুগ আর কোন দিন ফিরে আসবে না।

    • @istiaque-ahmed
      @istiaque-ahmed 3 ปีที่แล้ว +1

      আসুন না ভাই নিজেরাই গান শেখা শুরু করি।

  • @hammaadidrishi5989
    @hammaadidrishi5989 4 ปีที่แล้ว +24

    স্বাধীন বাংলাদেশের প্রথম চলচ্চিত্র মানুষের মন ছবির গান, ছবিটি ১৯৭২ সালে মুক্তি পায়

  • @afazahmed3338
    @afazahmed3338 3 ปีที่แล้ว +26

    অসাধারণ গানটি,আজ ও পুলকিত হই।এরকম সুন্দর এবং অর্থবহ গান আজকাল খুব কমই শোনা যায়।

    • @shawapanchakraborty396
      @shawapanchakraborty396 ปีที่แล้ว

      Aponar sathe 100% saho mot. Ekhon epar/ opar doi kole bangla gaan.. E kother akal.. Surer akal tutha salinoter buro. E akal lokhonio

  • @aminislam4884
    @aminislam4884 4 ปีที่แล้ว +32

    অসাধারণ তুলনা হয় না এই সব গানের, আর নায়ক রাজ রাজ্জাকের অসাধারণ অভিনয়ে মন মুগ্ধ করে দেয়

  • @rafiqulislam1637
    @rafiqulislam1637 3 ปีที่แล้ว +13

    পুরনো দিনগুলোর কথা মনে হলে শুধু সেই ছোটবেলার দিনগুলোর কথা মনে পরে, এই গানটি এতদিন পরে এসেও ঠিক আগের মতই ভালো লাগে। রাজ্জাক ভাই এবং ববিতা আপার অনবদ্য অভিনয় ভুলে যেতে চাইলেও ভুলতে পারবো না। রাজ্জাক ভাই ওপারে ভালো থাকবেন।

  • @khairulenam4650
    @khairulenam4650 2 ปีที่แล้ว +9

    অসম্ভব সুন্দর একটি সিনেমার হৃদয়ের রাঙানো গান। যখন এই সিনেমা যখন হলে মুক্তি পায় যারা সেই সময় ইনস্ট্যান্ট দেখেছিল তারা কতই ভাগ্যবান। গাছ গাছালিতে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যে ভরা সেই জমানায় সেই ছবি সেই গান অনিন্দ্য সুন্দর স্মৃতি বয়ে বেড়ায়। সিনেমা হলে সেই দর্শক গুলো কি আজ বেঁচে আছে। প্রায় সবই চলে গেছে কবরে। সাথে চলে গেছে তাদের প্রিয় নায়ক রাজ্জাক প্রিয় নায়িকা কবরী প্রিয় নায়ক আজিম প্রখ্যাত অভিনেতা আনোয়ার হোসেন প্রখ্যাত নায়ক ওয়াসিম প্রমুখ। সেই জমানার দর্শক এবং নায়ক নায়িকা অভিনেতা প্রায় সবাই আজ কবরে। আমাদের জন্য রেখে গেছে বেদনাময় মধুর স্মৃতি।

    • @abulkalamazad8322
      @abulkalamazad8322 11 วันที่ผ่านมา

      আপনার লেখা পড়তে এসে চোখের জল ধরে রাখতে পারলাম না। অসাধারণ লিখেছেন। ধন্যবাদ

  • @MahmudAlamgir-yq8cg
    @MahmudAlamgir-yq8cg 10 หลายเดือนก่อน +4

    তখনকার চলচ্চিত্র সপরিবারে একসাথে বসে দেখা গেছে....অপূর্ব প্রাণের ছোঁয়া....

  • @ayeshakhatun238
    @ayeshakhatun238 3 ปีที่แล้ว +16

    অসাধারণ গান । ববিতা আগের ববিতা অপুরব সুন্দরী ।

  • @MominMia-h1f
    @MominMia-h1f 7 หลายเดือนก่อน +2

    Unparalleled brilliant singer nice performance famous in world ❤❤❤❤

  • @vitocorleone4337
    @vitocorleone4337 3 ปีที่แล้ว +12

    এসব গান কেউ রিকমেন্ড করেনায় এসব গান খুঁজে খুঁজে বের করে তারপর শুনতেছি। আহা কতো সুন্দর গান। মুগ্ধ হয়ে শুধু শুনি। মধ্যে রাতে শুনতে খুব ভালো লাগে

  • @mustafakamal5318
    @mustafakamal5318 3 ปีที่แล้ว +48

    সেই দিনগুলি এমন দিন ছিল পড়া লেখার সাথে সাথে বাংলা সিনেমা দেখা একটা রুটিন কাজ ছিল।বাঙ্গালীরা স্ব-পরিবারে ছবি দেখতো।কিশোর তরুন বয়সে সেই সময়কার বাংলা ছবিগুলি দেখতে অভিবাবকরাও তেমন শাষাতেন না।এর কারন একটিই ছিল রুচিশীল,শিক্ষনীয়, জীবন ঘনিষ্ট এবং অশ্লিলতা বিবর্জিত ছবির কাহিনী,চিত্র নাট্য এবং গান।

  • @ovivai832
    @ovivai832 5 ปีที่แล้ว +92

    2030 সালের জন্য কমেন্ট রেখে গেলাম।যারা গানটা পছন্দ করো তারাই লাইক দিয়ে যাও।

    • @abuhayat164
      @abuhayat164 4 ปีที่แล้ว

      হারামজাদা

    • @sultanaakther8633
      @sultanaakther8633 3 ปีที่แล้ว +1

      দারুণ গান

    • @jollyhoque4885
      @jollyhoque4885 หลายเดือนก่อน

      এখন ২০২৪ এর অক্টোবরের শেষ দিন।এখনো তেমনই মুগ্ধতায় ভরা এইসব গান।

  • @Akashvora449
    @Akashvora449 4 ปีที่แล้ว +23

    পুরোনো দিনের গান শুনলে চোখে পানি আসে।

  • @mamunurrashid4161
    @mamunurrashid4161 ปีที่แล้ว +8

    পুরোনো দিনের সিনেমা গুলোর অন্যতম আকষণ ছিলো গান যা বারবার শুনলে ছেলে বেলার সোনালী দিনের কথা মনে পড়ে যায়।

  • @najirimran1424
    @najirimran1424 ปีที่แล้ว +4

    লিরিক,সুর,কন্ঠ কি অসাধারণ।
    রাজ্জাক + ববিতা কি অনবদ্য অভিনয়।

  • @mdjahagir6319
    @mdjahagir6319 3 ปีที่แล้ว +29

    বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ নায়ক রাজ রাজ্জাক এমন নায়ক আর কখনও আসবে না

    • @mojharulislam4618
      @mojharulislam4618 2 ปีที่แล้ว

      নায়ক রাজ রাজ্জাক আমাদের অহংকার গর্ব করার মতো একজন আদর্শ মহানায়ক। তিনি হচ্ছেন এক এবং অদ্বিতীয়। তাঁর তুলনা শুধুই তিনি নিজেই।

    • @mojharulislam4618
      @mojharulislam4618 2 ปีที่แล้ว

      নায়ক রাজ রাজ্জাক আমাদের অহংকার গর্ব করার মতো একজন আদর্শ মহানায়ক। তিনি হচ্ছেন এক এবং অদ্বিতীয়। তাঁর তুলনা শুধুই তিনি নিজেই।

    • @mojharulislam4618
      @mojharulislam4618 2 ปีที่แล้ว

      নায়ক রাজ রাজ্জাক আমাদের অহংকার গর্ব করার মতো একজন আদর্শ মহানায়ক। তিনি হচ্ছেন এক এবং অদ্বিতীয়। তাঁর তুলনা শুধুই তিনি নিজেই।

    • @TRAXCNDY
      @TRAXCNDY 2 ปีที่แล้ว

      Nice

    • @mjron1269
      @mjron1269 ปีที่แล้ว +1

      সম্পূর্ণ একমত। রাজ্জাক মহানায়ক।

  • @MahmudAlamgir-yq8cg
    @MahmudAlamgir-yq8cg 10 หลายเดือนก่อน +2

    আহা রাজ্জাক-আহা ববিতা অতুলনীয়.....

  • @md.mijanmia6457
    @md.mijanmia6457 5 ปีที่แล้ว +62

    পুরনো দিনগুলোর কথা মনে হলে শুধু চোখে পানি আসে, কত সুন্দর ছিল সেই ছোটবেলার দিনগুলো দিনে দিনে বড় হলাম আর কষ্ট বাড়তে শুরু হলো।

  • @rafiqulalam5797
    @rafiqulalam5797 ปีที่แล้ว +19

    অসাধারণ, আবার যদি আমাদের সংগীত জগত এই ধারায় ফিরে আসতো!

  • @mohonbaske3883
    @mohonbaske3883 3 ปีที่แล้ว +7

    আহা...মন জুড়ে গেলো। ধন্যবাদ দিই অনুপম মুভির গান কর্তৃপক্ষকে।

  • @afazahmed3338
    @afazahmed3338 ปีที่แล้ว +3

    অসাধারণ মনোমুগ্ধকর!!

  • @tastycookingworld4069
    @tastycookingworld4069 5 หลายเดือนก่อน +3

    ২০২৪ সালে এসে কে কে এই গান শুনছেন লাইক দিয়ে বুঝিয়ে দেন

  • @amzadhossain9527
    @amzadhossain9527 6 หลายเดือนก่อน +1

    ছবির বেশ কিছু অংশ শুটিং হয়েছিল গুলশান পার্কে, কি অসাধারণ গানের কথা যা বর্তমান সময়ে চিন্তাই করা যায় না, সেই সময় রাজ্জাক কবিতা জুটি অসম্ভব জনপ্রিয় ছিলো ❤❤❤

  • @lmnop9149
    @lmnop9149 3 ปีที่แล้ว +17

    হে বাংলাদেশ চলচ্চিত্রের রাজাধিরাজ,
    আমাদের মহানায়ক নায়করাজ রাজ্জাক-
    সশ্রদ্ধ ভালবাসা তোমায়,
    আবার এসো এ বাংলায়
    নতুনত্ত্বের মধ্য দিয়ে-
    নিয়ে তোমার শৈল্পিকতার যাদুর বাঁশি।
    অতঃপর বিমোহিত ভক্তবৃন্দের
    অন্তঃস্পর্শী চিত্ত হতে
    ক্ষমাশীল পরম করুণাময়ের প্রতি প্রার্থণা-
    তিনি তোমায় স্বর্গবাসী করুন।

  • @abulkalam-ts6re
    @abulkalam-ts6re 2 ปีที่แล้ว +28

    আল্লাহ্ দয়া করে আপনী রাজ্জাক সাহেব কে তার জীবনের সব গুনা গুলি মাপ করে দিয়া উনাকে জান্নাত বাসি করুন। আমিন আমিন

    • @mjron1269
      @mjron1269 ปีที่แล้ว +1

      আমিন

  • @mdrafiqulislam7071
    @mdrafiqulislam7071 11 หลายเดือนก่อน +1

    কথা,সুুর,অভিনয় সত্যিই খুবই মনোমুগ্ধকর। এগুলো আর হয়তো পাওয়া যাবে না।

  • @helaluddinbhuiyan1003
    @helaluddinbhuiyan1003 ปีที่แล้ว +1

    আহা,,,,,আমার বাংলা সিনেমা! কোথায় যেন হারিয়ে গেল?

  • @alihossain9947
    @alihossain9947 10 หลายเดือนก่อน +1

    খুবই মুগ্ধকর সুরারোপ করেছেন সংশ্লিষ্ট সুরোকার।গানের আবেদনের সাথে সুর একদম ১০০% মিলে গেছে।

  • @jalalmunshi11
    @jalalmunshi11 3 ปีที่แล้ว +11

    আগের দিনের গীতিকার আর সুরকারদের বিরুদ্ধে অজামিন যোগ্য মামলা করা উচিৎ এমন গান গুলো ওই সময় উপহার দেবার জন্য!😍😎

  • @BatulRahman13
    @BatulRahman13 4 ปีที่แล้ว +17

    আমি কতদিন কতরাত ভেবেছি
    ভেবেছি বলবো তোমারে
    একটি পুরনো কথা নতুন করে ❤️❤️

  • @Yourfamily-f2s
    @Yourfamily-f2s 4 ปีที่แล้ว +16

    ভবিষ্যতের যারা আসবে এই গান শুনবে এই রোমান্টিক গান কত সুন্দর যত্নে ধারন করা গান ।এই রকম গান আর হবে না ।

  • @mdsabbirhosenripon8046
    @mdsabbirhosenripon8046 3 ปีที่แล้ว +11

    💖❤💜 ভালোবাসার মানুষ গুলো.... যার প্রতিজন ই এখন দূরে.......তবুও ভালোবাসা অফুরন্ত

  • @khanniloy9361
    @khanniloy9361 4 ปีที่แล้ว +18

    এই সব অসাধারণ গানের যুগ আর কোন দিন ফিরে আসবে না

  • @MD.wadudrana2
    @MD.wadudrana2 ปีที่แล้ว +3

    যতদিন আমাদের আবহাওয়া মান বাংলাদেশে আছে ততদিন পর্যন্ত এই গান আমাদের দর্শকদের মাঝে অমর হয়ে থাকবে এবং গীতিকার ও সুরকার কণ্ঠশিল্পী এ গানের মাঝে বেঁচে থাকবে

  • @AbulHossanRoni
    @AbulHossanRoni 2 หลายเดือนก่อน

    রাত ১২টা ৪৮ মিনিট মালয়েশিয়া রুমে থেকে শুনছি৷ খুব মনে পড়ে প্রিয় মানুষটার কথা৷

  • @alammoni5006
    @alammoni5006 3 หลายเดือนก่อน +1

    সৰাৱ ভাৰনা ও কথা গুলো পুৱাতন গানেৱ কথাৱ মত সুন্দৱ ও অনুভক্তিপূৰ্ণ ধন্যবাদ সবাইকে ভালে থাকুক আপনাদেৱ অনুভূতি ভালো থাকুন আপনাৱা❤❤

  • @MDShakib-et4ke
    @MDShakib-et4ke ปีที่แล้ว +2

    ময়মনসিংহ গফরগাঁও থেকে বলছি আমি 😢

  • @narayandebnath7818
    @narayandebnath7818 3 ปีที่แล้ว +10

    এই গান শুনে ফেলে আসা দিনের কথা মনে পড়ে। মনে পড়ে বাবার পকেট থেকে পয়সা চুরি করে ‌সিনেমা দেখা।

  • @fiverprogamer3935
    @fiverprogamer3935 2 ปีที่แล้ว +4

    এত সুন্দর গান শুনলে মনটা স্নিগ্ধ হয়ে যায়

  • @mdemdadhossain3800
    @mdemdadhossain3800 ปีที่แล้ว +3

    একদমই সত্যি কথা ভাই আমি ও ১৯৬৯ মাধ্যমিক পরীক্ষা দিয়ে ঐ দিনই কবরী ও রাজ্জাক অভিনত ময়নামতি ছবি টা দেখেই বাড়ীতে গেছি

  • @mohammadmohsinprodhania1573
    @mohammadmohsinprodhania1573 3 ปีที่แล้ว +12

    অনেক ভালো লাগে গানগুলো। আগের দিনে ফিরে যাই।

  • @babitaborthakur7125
    @babitaborthakur7125 4 หลายเดือนก่อน +1

    অসম্ভৱ সুন্দৰ❤❤❤

  • @mojharulislam4618
    @mojharulislam4618 2 ปีที่แล้ว +35

    বাংলা চলচ্চিত্র জগতের ইতিহাসে সবচেয়ে রোমান্টিক নায়ক বলতে আমরা একজনকেই বুঝি, আর তিনি হচ্ছেন আমাদের অহংকার, গর্ব করার মতো একজন আদর্শ মহানায়ক নায়ক রাজ রাজ্জাক। আমি মনে করি তিনি উত্তম কুমারের চেয়েও বেশি রোমান্টিক।

  • @smamannan5600
    @smamannan5600 3 ปีที่แล้ว +5

    Some modern songs have especial feelings no doubt. It seems to me, those are really for ever. Sometimes we do become emotional and thought out in detail. This is modernism and realism. No more.Thanks everybody. Allah Hafeez.

    • @smamannan5600
      @smamannan5600 3 ปีที่แล้ว

      This type of songs do arrise love-sick mind in the past no doubt. Really fantastic these sort of modern songs. We have to realise feelings and significance of the words and rythms. So to speak, after then, we may be a part of the audience. No more at this moment. Thanks to audiences. Allah Hafeez.

  • @mdlalukhan5057
    @mdlalukhan5057 4 ปีที่แล้ว +17

    আমি কতদিন কতরাত ভেবেছি কার কথা ভাবছে'?মনের কথা"?মনের কথা বলে শেষ করা যায়না! কারণ মনের ভিতরই স্রষ্টা থাকে বাহিরের চোখে তা দেখা যায়না!মনই সব কিছু'?মন দিয়ে লেখা পড়া'?মন দিয়ে গান শুনা'?মন দিয়ে প্লেনে চড়া'?মন দিয়ে প্লেন তৈরি'?মন দিয়ে গানের ছন্দ'? মন দিয়ে প্রেম'?মন দিয়ে সবকিছুই'?মন তুমি কি'?আমি কিছুই চাইনা মন শুধুই তোমাকেই চাই!হে খোদা তুমি কত সুন্দর মন দিয়েছো! মনে র মালিক তুমিই!তাই শুকরিয়া তোমার দরবারে।

    • @mahbubislamchowdhury6625
      @mahbubislamchowdhury6625 2 ปีที่แล้ว

      So excellent nice melody and voice
      Of the singer ever green our mind

  • @MahmudAlamgir-yq8cg
    @MahmudAlamgir-yq8cg 10 หลายเดือนก่อน +1

    এসব দেখলে চাহিদা ফুরিয়ে যায়না...বার বার শুনতে/দেখতে ইচ্ছে করে...

  • @ninakabir7299
    @ninakabir7299 3 ปีที่แล้ว +4

    চমৎকার অপূর্ব সুন্দর গান শুনে ভালো লাগলো। অসাধারণ

  • @shamshankar7200
    @shamshankar7200 2 ปีที่แล้ว +1

    হুম এখনো সেই গান সেই অভিনয় রিদয়ে গেথে আছে।কত সুন্দর ভাবে ওনারা চলচ্চিত্র থেকে বিদায় নিয়েছে।কোন কালিমা ওনাদের ছুঁতে পারে নি।

  • @anwarulhaque4909
    @anwarulhaque4909 2 ปีที่แล้ว +3

    এত সুন্দর গান লেখার মত গীতিকার কি এদেশে আর জন্ম হবে?

  • @fazlulhaque8518
    @fazlulhaque8518 ปีที่แล้ว

    নামেই আমরা আধুনিক, প্রকৃত আধুনিক গান এইসব। আগামী ৫০ বছরেও এসব অনবদ্য গান বাঙালী দের অন্তরে জাগ্রত থাকবে।

  • @AhadAliMolla
    @AhadAliMolla 3 ปีที่แล้ว +18

    গানের শিল্পী প্রয়াত মো. আলী সিদ্দিকী ও সাবিনা ইয়াসমিন। ছায়াছবি মানুষের মন

  • @md.sahajalalsheikh1179
    @md.sahajalalsheikh1179 4 ปีที่แล้ว +26

    বিদেশে কাজ শেষে গানটা শুনলে মনটা শীতল হয়ে যায়

    • @istiaque-ahmed
      @istiaque-ahmed 3 ปีที่แล้ว

      ভাই আপনার কথাটা শুনে ভালো লাগলো। বিদেশে সুন্দর বাংলা গান শুনতে কেমন লাগে আরো জানাবেন।

  • @azimaliul1428
    @azimaliul1428 ปีที่แล้ว +1

    ২০২৩ এ কে কে শুনেছেন

  • @treeandanimal
    @treeandanimal 4 หลายเดือนก่อน +1

    We viewers want this song 8k video
    আমরা দর্শকরা এই গানটির 8k ভিডিও চাই

  • @UdrajiChannel
    @UdrajiChannel ปีที่แล้ว +1

    বাংলা সিনেমায় সেরা প্রেমের গান কোনটি এবং যদি আমাকে একটি গান সিলেক্ট করতে বলেন, তবে আমি ১৯৭২ সালের ১২ ফ্রেবুয়ারীতে মুক্তি পাপ্ত ছবি 'মানুষের মন' ছবির 'আমি কতদিন কতরাত ভেবেছি, ভেবেছি বলবো তোমারে, একটি পুরনো কথা নতুন করে...' এই গানটা সিলেক্ট করবো। এই ছবির পরিচালক ছিলেন জনাব মোস্তাফা মেহমুদ, গানের সুরকার ছিলেন জনাব সত্য সাহা, আর গানটা লিখেছিলেন, জনাব গাজী মাজহারুল আনোয়ার (উনার লেখা প্রতিটা গানই অসাধারন), গাইছিলেন জনাব মোহামদ আলী সিদ্দিকি এবং সাবিনা ইয়াসমিন, অভিনয়ে ছিলেন নায়ক রাজ রাজ্জাক এবং ববিতা (রাজ্জাকের সাথে যে কোন নায়িকার জুটি অনায়েসে মিলে যেত)। এই ছবির আরো গান গুলো তখন ইট হয়েছিল। তবে এই গানটা আমি যতবার শুনি/দেখি, আমার কাছে নুতন লাগে এবং মনে হয় এই তো প্রেমের ভাষা!🙂 facebook.com/udraji/posts/pfbid037ztouzDJhGzWBxv4G3fnVS742PCPbwRn4PzXaoHBx6YD6Y3ehi6wZDBRhrCF3Tnfl

  • @swapnamajumder4010
    @swapnamajumder4010 4 ปีที่แล้ว +11

    আমি কতদিন কতরাত ভেবেছি।
    ভেবেছি বলবো তোমারে
    একটি পুরনো কথা নতুন করে
    কতদিন কত রাত ভেবেছি
    যে কথা ভ্রমর বলে ফুলের কানে
    যে দোলা জাগায় মেঘ নদীর প্রাণে।
    এই কি শোনাতে এলে গানে গানে।
    না না সে কথা হয়ত বলেছি
    হয় নি বলা তবু তেমন করে
    বলবো ভাবি আমি যেমন করে
    হাজার বছর ধরে শিল্পী কবি
    কত রঙ্গে এঁকেছে তারই ছবি।
    বোঝাতে পারেনি তবু মনের সবই।
    না না সে ভাষা হয় না বোঝাতে
    মনের ভাষা মন বুঝতে পারে
    চোখের পাতায় তার ছায়া পড়ে
    আমি কতদিন কতরাত ভেবেছি
    ভেবেছি বলবো তোমারে
    একটি প্রেমের কথা নতুন করে।

  • @alkamur4739
    @alkamur4739 5 หลายเดือนก่อน

    বাংলা চলচ্চিত্রের চিরকালের রোমান্টিক গানগুলোর মধ্যে অন্যতম।

  • @alihossain9947
    @alihossain9947 10 หลายเดือนก่อน

    গানটি শুনার সময় মনের অজান্তেই দুচোখ বেয়ে অশ্রু চলে আসলে।আল্লাহ,তুমি ক্ষমা পছন্দ কর।তুমি উনাদের সমস্ত পাপ মার্জনা করে দাও ;আমীন!

  • @rafezabegum4753
    @rafezabegum4753 2 ปีที่แล้ว

    অসাধারণ একটি গান, অনুপমকে ধন্যবাদ।

    • @mojharulislam4618
      @mojharulislam4618 2 ปีที่แล้ว

      ধন্যবাদ আপনাকে। যেমন গান ঠিক তেমনি জুটি। কিসের উত্তম সুচিত্রা ? পাক ভারত উপমহাদেশের ইতিহাসে সবচেয়ে অন্যতম সর্বাধিক সেরা মানানসই মধুময় রোমান্টিক কালজয়ী কিংবদন্তি চির স্বরনীয় জুটি দ্বয় হচ্ছেন রাজ্জাক কবরী, রাজ্জাক শাবানা এবং রাজ্জাক ববিতা। এ-সব জুটি দ্বয় তরুণ তরুণীর মনে কাঁপন ধরিয়ে দিয়ে আবালবৃদ্ধবনিতার মনের মনিকোঠায় আসীন হয়ে মিশে গিয়ে আজও অমলিন হয়ে আছেন। এ-সব জুটি দ্বয় হচ্ছেন সর্ব কালের সর্ব সেরা এবং অহংকার এবং গর্ব করার মতো।

  • @mofizuddin4747
    @mofizuddin4747 4 ปีที่แล้ว +13

    তখন এ গান গুলো‌ শোনার জন্যে রেডিও নিয়ে বসে থাকতাম

    • @বিশ্বসম্রাট
      @বিশ্বসম্রাট 3 ปีที่แล้ว +1

      আমিও ঠিক তাই করতাম অর্থাৎ সারা রাতদিন রেডিও কানের কাছে নিয়ে বসে থাকতাম ।

  • @FoyezSorkar
    @FoyezSorkar 6 หลายเดือนก่อน

    সুন্দর করে ভালো থাকার গান।☺🌺

  • @mahtaburrahat4525
    @mahtaburrahat4525 4 ปีที่แล้ว +2

    This Type Of Sweet Old Bangla Gan Will Be Long Lasting In Our Bengal Industry ???

    • @hammaadidrishi5989
      @hammaadidrishi5989 4 ปีที่แล้ว

      Right, I am only 19 and I really love to listen old songs. It's very sad to see that our generation and the next generation will not be able to watch good movies and listen to sweet songs. Rather, they will see the peculiar acting of today's actors. When I watch the Bangla movies of late 60s and early 7os I wished I was born during that era, at least I could've seen some talented artists like Kha Ataur Rahman, Anwar Hossain, Razzak, Babita,Suchanda etc.

  • @mdmoza4331
    @mdmoza4331 8 หลายเดือนก่อน

    চলচ্চিত্র নির্মাতা কে অনেক অনেক ধন্যবাদ জানাই স লাভ ❤

  • @mansuraakhtarruby8389
    @mansuraakhtarruby8389 2 ปีที่แล้ว +2

    Razzak & babita nice juti.

    • @mojharulislam4618
      @mojharulislam4618 2 ปีที่แล้ว

      আপনার সাথে আমি সম্পূর্ণ একমত পোষণ করছি। পাক ভারত উপমহাদেশের ইতিহাসে সবচেয়ে অন্যতম সর্বাধিক সেরা মানানসই মধুময় রোমান্টিক কালজয়ী চির স্বরনিয় অমর জুটি দ্বয় হচ্ছেন রাজ্জাক কবরী, রাজ্জাক শাবানা এবং রাজ্জাক ববিতা। এ-সব জুটি দ্বয় তরুণ তরুণীর মনে কাঁপন ধরিয়ে দিয়ে আবালবৃদ্ধবনিতার মনের মনিকোঠায় আসীন হয়ে মিশে গিয়ে আজও অমলিন হয়ে আছেন। এ-সব জুটি দ্বয় হচ্ছেন সর্ব কালের সর্ব সেরা এবং অহংকার এবং গর্ব করার মতো।

  • @hasmotkhan3480
    @hasmotkhan3480 ปีที่แล้ว

    ❤️❤️ki shundor lagche songs,,,Old is gold

  • @rabindranathsarkar7563
    @rabindranathsarkar7563 8 หลายเดือนก่อน

    নায়ক রাজ 😢❤ মনে পড়ে সেই ছবি গুলো,,.

  • @salimhkbd2195
    @salimhkbd2195 4 ปีที่แล้ว +12

    আমাদের সেই গানগুলো এখন পুরোপুরি হারিয়ে গেছে। নতুন প্রজন্মের কাছে গানগুলো ভালো লাগে না। খুব মিস করি পুরনো গান গুলো

  • @mokbulhossain8724
    @mokbulhossain8724 5 ปีที่แล้ว +19

    ছোট ছিলাম ভাল ছিলাম বড় হয়ে দায়িত্ব ভারে নুইয়ে পড়েছি

  • @MDShakib-et4ke
    @MDShakib-et4ke ปีที่แล้ว

    2023এসে মনে পড়ে গেলো গান গুলার কথা 😢আগের দিন গুলোই ভালো ছিলো 😢😢

  • @khaledakhan747
    @khaledakhan747 3 ปีที่แล้ว +7

    কী সুন্দর গান!
    মুগ্ধতায় পরিপূর্ণ।

    • @saberasultana9271
      @saberasultana9271 2 ปีที่แล้ว

      Innocent. Love. Ekhon. R. Nei. Healthy. Song heart. Touching

  • @mznpinturaj7194
    @mznpinturaj7194 3 หลายเดือนก่อน

    গাজী মাজহারুল আনোয়ার স্যারের অনবদ্য অমর সৃষ্টি সুরের গান মধু মাখা সুর কথা।

  • @webcrawler3688
    @webcrawler3688 3 ปีที่แล้ว +3

    💚💛❤💚💚💚💚💚💚💚🌈আমি কত দিন কত রাত ভেবি ছি বলবো তোমায়....

  • @mustafizurrahmanbabu4690
    @mustafizurrahmanbabu4690 5 ปีที่แล้ว +6

    আমি কি পুরনো দিনের মানুষ, না কিন্তু আমার যে ভালো লাগে তবে কি আমি সেকেলে মানুষ ??

    • @khanniloy9361
      @khanniloy9361 4 ปีที่แล้ว +1

      এটাই ছিল আমাদের গানের মূল ধারা থেকে উৎসারিত। আর এখন আমরা এই ধারাটি ত্যাগ করেছি। ফলে যা হওয়ার তাই হয়েছে।

  • @siddiquerrahman1749
    @siddiquerrahman1749 3 ปีที่แล้ว +3

    এই রকম গান,এখনকার শিল্পীরা কি?গাইতে পারবে?

  • @DolanDhar-lj9it
    @DolanDhar-lj9it 6 หลายเดือนก่อน

    অসাধারন কাল জয়ি গান। হারিয়ে যাই সেই দিনে

  • @kashemstudiocenter7809
    @kashemstudiocenter7809 5 ปีที่แล้ว +3

    যখন আমি ঢাকায় ছিলাম তখন গানটা একদিন দেখেছিলাম
    আজ আবার দেখলাম

  • @motaharhossain9393
    @motaharhossain9393 ปีที่แล้ว

    বাংলা গান বাংলাদেশের গান কতইনা শ্রুতিমধুর।

  • @riazmorshed4105
    @riazmorshed4105 ปีที่แล้ว

    অসাধারণ যত বার শুনি মন ভরে না।

  • @smbdnews2455
    @smbdnews2455 9 หลายเดือนก่อน

    প্রিয় গান! প্রিয় নায়ক!

  • @badolbadol967
    @badolbadol967 ปีที่แล้ว

    সত্য সাহার সুর কতই না মধুর ছিল।

  • @mdlalukhan5057
    @mdlalukhan5057 หลายเดือนก่อน

    শাহানাজ রহমতুল্লাহর কন্ঠে ববিতার লিপ কালজয়ী এই গান অনেবার এই ছবিটি দে খেছি ভালই লাগে ভবিষ্যৎ দেখতে পাইনা বলেই কি অতীত নিয়ে ভাবনা!!

  • @mustakahmed7876
    @mustakahmed7876 3 ปีที่แล้ว +3

    সৃতি কাতর হয়ে যায়, গুষ্টি কিলাই প্রবাসের?

  • @mustakahmed3799
    @mustakahmed3799 ปีที่แล้ว +1

    ববিতা মেডাম অসম্ভব রকমের সুন্দর

  • @bellezaman199
    @bellezaman199 4 ปีที่แล้ว +5

    মন চায় ফিরে যেতে ঐ দিন গুলোতে

    • @masudmilan9430
      @masudmilan9430 2 ปีที่แล้ว

      ZamanZaman

    • @mahbubislamchowdhury6625
      @mahbubislamchowdhury6625 2 ปีที่แล้ว

      Melody sweet singers attract me upon my heart and mind again and again and ever memorable

  • @tumpaakter2015
    @tumpaakter2015 ปีที่แล้ว

    Onno industry dine dine improve hoise r amader industry improve toh durer kotha dongsho ee hoye jachhe..

  • @alihossain9947
    @alihossain9947 10 หลายเดือนก่อน

    আল্লাহ তুমিই জানো তোমার সৃষ্টির প্রকৃত রহস্য! অন্য কেহ তা জানে না!

  • @smbdnews2455
    @smbdnews2455 9 หลายเดือนก่อน

    ৪/৩/২০২৪ কমেন্ট রেখে গেলাম

  • @mafruhaatabin1898
    @mafruhaatabin1898 ปีที่แล้ว

    Razzak sir r Bobita mam er eksathe kono movie ache jantamna . Amar chotobelay heroine chilen Purnima mam ,uni amar vishon priyo . Bobita mam k o amar onek valo laglo purano movie gulite ❤.

  • @LipiIqbal-z2r
    @LipiIqbal-z2r ปีที่แล้ว

    সুরকার, গীতিকার আর শিল্পীর নাম থাকা উচিৎ।

  • @supriyasanyal3020
    @supriyasanyal3020 2 ปีที่แล้ว

    Mustafa kamal ji ekdom amar moner kothha bolechhen... Thank you. Kolkata thheke bolchhi

  • @alihossain9947
    @alihossain9947 10 หลายเดือนก่อน

    আমীন! ওদের অভিনয় কত নিখুঁত অভিনয় ছিলো!

  • @rafiqulalam5797
    @rafiqulalam5797 ปีที่แล้ว

    আবার যদি আপনারা ফিরে আসতেন!