আমি একজন গার্মেন্টস শ্রমিক। আমিও আমার বউকে খুলনা নার্সিং ইনস্টিটিউটে পড়াইতেছি। এই নাটকটা আমার জীবনের সাথে 90% মিল আছে। আমি আমার সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে চেষ্টা করতেছি আমার বউকে পড়ালেখা শেষ করার জন্য। যারা শুধুমাত্র গার্মেন্টসের চাকরি করে তারাই জানে গার্মেন্টসের চাকরিটা কত কষ্টের। সবাই আমাদের জন্য দোয়া করবেন।❤
কতোদিন পর একটা ব্যতিক্রম নাটক দেখলাম.. অনেক ভালো লাগছে, এই নাটক থেকে অনেক কিছু শিখার আছে, নাটকের লাস্ট 10 মিনিট শুধু চোখ দিয়ে পানি পড়ছে, ধন্যবাদ তৌসিফ মাহবুব ও তাসনিয়া ফারিন কে এতো সুন্দর ভাবে নিখুঁত অভিনয় করার জন্য.. এবং অসংখ্য ধন্যবাদ পরিচালক ভাইকে 😊❤
আমার স্বামীও ঠিক এভাবে ছায়ার মত আমার পাশে ছিলো। এসএসসি পরীক্ষার মাঝে বিয়ে হয়ে যায়।সবাই অনেক বুঝিয়েছে যেনো আমাকে না পড়ায় কিন্তু ও কারো কথা শুনে নি সব সময় আমার পাশে ছিলো। ইন্টারফাস্ট ইয়ারে বাবু হয় কিন্তু এতো কিছুর পরও আমার পড়া লেখা থেমে থাকে নি। আমার স্বামী আর আমার মা আমাকে অনেক সাপোর্ট করেছে। আর এক মাস পর আমি অনার্স চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষা দিবো। সবাই আমার আর আমার পরিবারে জন্য দোয়া করবেন।
ছালেহা যখন ভার্সিটিতে ভর্তি হলো মনে করছি অন্য ছেলের সাথে রিলেশন করে মোবারককে কষ্ট দিবে৷ কিন্তু পরিচালক চিরচারিত তা না করে এভাবে এন্ডিংটা করার জন্য অসংখ্য ধন্যবাদ। পুরা নাটকে নেগেটিভিটি বলতে কিছুই ছিলোনা।।
জি আমিও এটাই ভেবেছিলাম তবে সেইসব নাটক গুলো নেগেটিভ ধারনা ক্রিয়েট করলেও এইটা পজেটিভ করছে তার জন্য মোবারকের মতো অসংখ্য মানুষ তাদের পরিবারের বউ মেয়েকে শিক্ষিত করার সপ্ন দেখতে পারবে যদিও নাটকটা কাল্পনিক তবে সুন্দর শিক্ষা বহন করে এইটা আর সালেহার চরিত্রটাও সুন্দর সঠিক সম্মান সে দিতে পারছে, ❤
নেগেটিভ ছিল যেরকম এইটা উনারা নাটকের মধ্যে বুঝাতে চেয়েছে গ্রামের মেয়েরা বড় হলেও ওড়না ছাড়া থাকে এভাবে কিন্তু গ্রামের মেয়েরা কখনো ওড়না ছাড়া ঘোরে না এইগুলো করলে শহরের বড়লোকের ধনী মেয়েরাই করে গ্রামের মেয়েরা অনেক ভালো ভালো খারাপ সব জায়গায় আছে কিন্তু নাটকের ভিতরে ওনারা যেভাবে গ্রামের মেয়েদের কে ওড়না ছাড়া দেখাতে চাচ্ছে যেভাবে বানিয়েছে নাটকটা মনে হচ্ছে গ্রামের মেয়েরা ওড়না ছাড়াই ঘোরাফেরা করে এটা কিন্তু নেগেটিভ ভাবেই তৈরি করছে
আজকে ঈদের দিন উপলক্ষে কমেন্ট করে রেখে গেলাম। আমার এই ছোট্ট জীবনে বাস্তবতার সাথে অনেক মিল রয়েছে, নাটকটা আমার কাছে অনেক ভালো লেগেছে, কমেন্টটা স্মৃতি হিসেবে রেখে গেলাম, কেউ যদি দেখে থাকেন, তাহলে একটা লাইক দিবেন, নোটিফিকেশন পেয়ে যেন আবার আমার এই দিনের কথা মনে পড়ে 🥰
১) "স্মৃতি স্মারক" ২) "গর্ভ" ৩) "অভিশাপ" ৪) "চাওয়া থেকে পাওয়া" ৫) "বিদায় বসন্তে মধ্যাহ্ন রোদে" ৬) "সিদ্ধান্ত" ৭) "সুখনীড়" প্রত্যেকটা কাজ গল্প নির্ভর, আলাদা ধাচের, ভিন্ন ভিন্ন গল্পের নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পছন্দের অভিনেতা *তৌসিফ মাহবুব।* 🤩 তার ভিন্ন ধর্মীয় গল্পের শিক্ষনীয় নাটকগুলো ইদানীং অনেক বেশি ভালো লাগছে। 😊❤
Kicho kicho porosh ache omanoser cheye o srestho omanosh . Joto ottachar ai doniyate ache sob golo kore bower sathe. Ami tar jolojento odahoron. Ami amar jamaiyer nam dichi ferayon
এই নাটকের স্বামী স্ত্রীর অভিনয়টা খুব সুন্দর হয়েছে. মোবারক মিয়ার অভিনয়টা তো অসাধারণ. অনেকদিন পর একটা ভালো নাটক দেখলাম. এখনকার পরিচালকরা. পরকীয়া নাটক বানিয়ে তৃপ্তি পায়. আসলে এই নাটকটা সব নাটকের চাইতে আলাদা হয়েছে
এমন বাস্তব পেক্ষাপট নিয়ে সুন্দর উপস্থাপনা নিয়ে এই যুগে এমন নাটক দেখা যাইনা বললেই চলে.... আসলেই সবাই শিক্ষিত হয়ে ছেড়ে চলে যাই নাহ মনুষ্যত্ব আজও বেচে আছে হয়তো এজন্যই দুনিয়ায় মানুষকে মানুষ নামেই চিনে.....অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটা বাস্তবতাবাদী কাহিনী আমাদের মাঝে তুলে ধরার জন্য❤
১০০ টার ভিতরে এমন একটা মেয়ে পাওয়া যায়, ইতিহাসে আছে অনেক ছেলে নিজের ঘাম পানি করে মেয়েকে লেখাপড়া শিখায়, পরবর্তীতে তার লেভেলের কোন ছেলেকে বিয়ে করে চলে যায়, এই কারণে আমি বর্তমান যুগে ছেলেরা বিয়ের পরে লেখাপড়া করায় না, কারণ মেয়েরা হচ্ছে বেইমান!
Amar husband o onak kosto kora amaka pora SAS korca,sa tar onak kotar tk deyea 😢Amar shopno puron korca,akon doi jon ak Sathe happy family Dua korban sobai,ame Bussmann o job kora,
বর্তমান সময়ে এমন নাটক পাওয়া ভাগ্যের ব্যাপার । পরিচালক কে অসংখ্য ধন্যবাদ কোন অশ্লীলতা ছাড়া একটি নাটক । আমার দেখা মতে এই ঈদে কাজল আরফিন অমির শেষমেষ এরপরে এই নাটক জায়গা করে নিয়েছে❤❤ আমার সঙ্গে কে কে একমত
মন পবিত্র তাকলে সব কিছু তে সফল হওয়া যায় তারা স্বামী স্ত্রী দুজনের ভালোবাসা কাটি এবং পবিত্র ছিল তাই তারা সফল হয়েছে সব ছেলে মেয়ের কপালে যেন এরকম স্বামী এবং বউ জুটে সব মিলিয়ে অসাধারণ হইছে নাটক
How innocently he described NEPOLEON as NEPAL SIr....simplicity at its best..that's way I am a die heart fan of Bangladeshi natok since my childhood...love from India 🇮🇳
বাস্তব প্রেক্ষাপট ভিন্ন। যেইখানে লাখ লাখ টাকা খরচ করে মেডিক্যালে ভর্তি করালাম, সে যখন তার কাঙ্কিত ডিগ্রি অর্জন করলো, তখন ডিবোর্স লেটার পাঠিয়ে দিল, আমিও দ্বিতীয় বার ভাবি নাই, সিগন্যাচার করে মুক্তি দিলাম 🙂 । দোয়া করবেন সবাই আসসালামু আলাইকুম ।
সবার ক্ষেত্রে এই প্রেক্ষাপট ভিন্ন হয় না। 🙂 হ্যাঁ আপনার সঙ্গে ঘটেছে তাই আপনি সবার ক্ষেত্রেও একই ভাবছেন। ওইযে নাটকে তো তৌসিফ ভাই বলেছিলো শুনেননি? "কপালের উপরে কারোর নাই" নাটকে যা দেখালো এটা বাস্তবে আমাদের সমাজে সত্যিই বিরল একটা ব্যাপার। এটা সত্যি। তবে একেবারে বিরল নয়। সৃষ্টিকর্তা চাইলে সবই পারে। এমন জীবনসঙ্গী/জীবনসঙ্গিনী পেতেও কপাল লাগে ভাই। 😊❤
চাওয়া থেকে পাওয়া কথাটার মধ্যে শিক্ষোনিয়ো বিষয় আছে,,,বাস্তবে রূপ ঠিক তার উলটো,,, বলতে গেলে কম দেখা যায়,,একজন পুরুষ মানুষ জিবনে অনেক করে যে নিজের ভালো লুকিয়ে রেখে খুশি রাখার চেষ্টা করে,,, ভালো লাগলো আবেগের বশে চোখে জল এসে গেল,,, সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন,,,
সত্যি বলতে ভাষায় প্রকাশ করার মত নয় এত সুন্দর নাটক, আমার কাছে অনেক ভালো লাগছে,, নাটকের পরিচালক কে অনেক অনেক ধন্যবাদ 👌তারা সাথে তৌসিফ মাহবুব ও তাসনিয়া ফারিন কে,এত সুন্দর অভিনয় করার জন্য🥰👌Love You❤
🙏সাহায্যের আবেদন🙏 আসসালামু আলাইকুম আমার শ্রদ্ধেয় সকল ভাই ও বোনেরা। আমি আপনাদের একজন মুসলমান বোন হিসেবে আল্লাহ পাকের অশেষ দয়া ও রহমতের উপর ভরসা করে আমরা আপনাদের সহযোগিতা আশা করছি। কারন আমার বাবা আলহামদুলিল্লাহ একজন অসুস্থ বৃদ্ধ খেটে খাওয়া শ্রমজীবি মানুষ। তিনি একজন বাবুর্চির রান্না করা দুপুরের ভাত তরকারির বক্স দোকানে দোকানে অফিসে অফিসে গিয়ে ফেরি করে বিক্রি করেন। আমার বাবার দৈনিক এই সামান্য হালাল আয় রোজগার দিয়ে আলহামদুলিল্লাহ আমাদের ৬ জনের সংসার মোটামুটি কোন রকমে চলে যায়।আজকেই বাবার এই কাজ শেষ হবে ইন শা আল্লাহ কিন্তু প্রতি বছর পুরা রমজান মাসে,ঈদ উল ফিতর এর জন্য দেড় মাস এবং কুরবানি ঈদের জন্য প্রায় ১৫ দিন আমার বাবার এই কাজ বন্ধ থাকে। কারণ সবাই রোযার মাসে রোযা রাখে এবং ঈদের ছুটিতে দোকান অফিস বন্ধ করে সবাই বাড়িতে চলে যায়। তাই বাবাকে এই কয়েকদিন বেকার থাকতে হয়। এমতাবস্থায় আমার বাবার পক্ষে রোযার মাসে ও ঈদের বন্ধের জন্য আমাদের পরিবারের বাজার খরচ চালাতে অনেক কষ্টদায়ক হয়ে যায়। আর আমি একজন ক্যানসার রোগী ছিলাম ২০১৫ সাল থেকে তাই এর কারণে বিভিন্ন রোগে ভুগতেছি। আমার বৃদ্ধ আব্বা আম্মাই আমাকে পালতেছেন। কারণ অসুস্থতার কারনে আমি বিয়ের পর থেকে বাবার বাড়িতেই থাকি। প্রথম স্বামী আমার অসুস্থতার কারনে আমাকে তালাক দিয়ে চলে যান।এরপর আবার আড়াই বছর পর দ্বিতীয় বিয়ে দেন কিন্তু আমার বর্তমান স্বামীর আর্থিক অবস্থা ভালো না থাকায় এবং ঋণগ্রস্ত থাকায় তার সাথে বিয়ের পর থেকে আমি আমার বাবার বাড়িতেই থাকি।আমার ১০ মাসের একটি মেয়ে আছে। যাই হোক যারা দয়াবান বিত্তশালী সচ্ছল মানুষ আছেন এবং আল্লাহর উপর ভরসা রেখে আমি আশা করি আমাদের এই পরিবারের জন্য আমার ঐ সকল দয়াবান ভাইবোনেরা আতৃীয় স্বজনরা যার যার অবস্থান থেকে সাম্যর্থ অনুযায়ী খুব সামান্য হলেউ এগিয়ে আসবেন আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য। আর আপনারা দয়াবান মানুষগুলো এগিয়ে আসলেই আমাদের মতো অসহায় এই পরিবার রমযান ও ঈদের আনন্দ করতে পারবে। আমাদের পারসোনাল বিকাশ নাম্বার ০১৭৫২৫৭২৮৮৫
এটা আমার স্বপ্ন ছিল কিন্তু বাস্তবে পরিণত করতে পারিনি এ-ই নাটক টা দেখে আগামী প্রজন্মের কাছে অনুরোধ নিজের স্বপ্ন ভেঙ্গে গেল আর একজনের স্বপ্ন কখনও ভাঙ্গবেন না বন্ধু হয়ে পাশে থাকার চেষ্টা করবেন। মন থেকে দোয়া করি নাটকের টিম সহ সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক এবং সুন্দর হোক আগামী দিনের পত চলা।
এই নাটক থেকে এদেশের নারী-পুরুষ সবার অনেক কিছু শেখার আছে। শিক্ষার পাশাপাশি এখানে স্বামীর প্রতি একজন নারীর কৃতজ্ঞতা কেমন হওয়া উচিত তাও বোঝানো হয়েছে। পরিচালককে অসংখ্য ধন্যবাদ বাংলা নাটকে ভিন্ন মাএা যোগ করার জন্য।
কোন দিন কোন বাংলা নাটকে কমেন্টস করিনি but এই নাটকটা দেখে কিছু না লিখে থাকতে পারলাম না। অসাধারণ ❤ যিনি এ নাটক লিখেছেন আরা যারা অভিনয় করেছেন আমি মনে করি এটা তাদের সৃষ্টির মাঝে সেরা চেয়ে ও সেরা হয়ে থাকবে। একটা আমার মতো এতো কঠিন মনের মানুষের চোখে পানি চলে আসছে 😢😍
এইরকম সাদামাটা সিম্পল গল্প সবসময় মনে জায়গা করে নেই সুন্দর একটা সময়োপযোগী মেসেজ ছিল ভালো লাগল অনেক কিছুই শিখার আছে নাটক টাতে!!সবশেষে, তৌসিফ ভাইয়ের সহজ সরল স্বভাবের চরিত্র টার প্রতি মায়ায় পড়ে গেলাম কি দারুণ ন্যাচারাল অভিনয় মন ছুয়ে যাওয়ার মত❤❤
আমিও আমার স্বামী কে নিয়ে গর্বিত। আমি চেয়েছিলাম নিজে জব করবো। দুজন মিলে সংসারের হাল ধরবো। আমার স্বামী আমাকে আজ পর্যন্ত তেমন রান্নাঘরে ঢুকতে দেয়নি। বরং বিয়ের পর আমি তার কাছ থেকে রান্না শিখেছি। এখনো আমার ব্যস্ততায় ও অফিস থেকে এসে রান্না করে আলহামদুলিল্লাহ, এমন সাপোর্টিভ স্বামী পেয়ে।
এক কথায় বলতে গেলে বর্তমান প্রেক্ষাপটে এই সব ঘটনা চলতেছে। বাস্তবিক অর্থে ব্যবহার করে এমন একটা কাজ আমাদের মধ্যে ঈদের সময় উপহার দিবেন। সত্যিই অনেক ভালো লাগলো আপনাদের পরিকল্পনা এবং চিন্তা ভাবনা। পাশাপাশি নায়ক নায়িকা ঝুঁটি ও অনেক ভালো ভাবে মানিয়েছে। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম। আগামী ঈদে মুক্তি দিবেন। আমার সাথে যারা সহমত তাঁরা লাইক দিন। নাখালপাড়া তেজগাঁও ঢাকা থেকে ছিলাম এবং থাকবো ইনশাআল্লাহ্ 🫂🤲🤝🇧🇩💪
কি লিখবো ভাষা হারিয়ে ফেলেছি আমি এক কথায় অসাধারণ একটা নাটক ছিল এটা চোখের পানি ধরে রাখতে পারলাম না 😥😥 সত্যি বলতে এই নাটক টা ঈদের সবচেয়ে সেরা নাটক আমার মতে অসংখ্য ধন্যবাদ যে এই নাটকের গল্প টা লিখেছেন এবং যারা অভিনয় করেছেন
আমার স্বামী❤আমায় পড়াইছে, এখন আলহামদুলিল্লাহ একটা নয় পর পর ২টা সরকারি চাকরী পাইছি। অনেক কথা শুনছি দুজনে ওনেক কষ্ট করছি। আল্লাহ আমাদের আশা পুরন করছে আর সকলের মুখ বন্ধ করে দিছে😥তবে অন্যের কটুকথা সংগ্রামের সময় কষ্ট না দিলেও এখন অনেক কষ্ট লাগে।তবে টাকাপয়শা মানসিক সাপোর্ট আমার মা ❤ও করছে তাই কঠিন পথ পারি দেয়া সহজ হইছে।
Apu amr comment pora amr onk sasus barlo.amr husband o nijer sobtuko diye amr porasca amr jibon a tar obodhan onk Ami jeno tar shopno puron korta pare doya korban
নাটক দেখতে দেখতে কমেন্ট করতে চলে আসলাম মাঝপথে নায়িকা যখন তার বান্ধবীদের সাথে তার স্বামীকে পরিচয় করিয়ে দিল এবং বান্ধবীরা স্বামী কি কোন ইনসাল্ট করেনি ভাইয়া বলে সম্মান করছে এইটা খুব ভালো লাগছে পাশাপাশি নাটকটা খুব সুন্দর হয়েছে আমি অলরেডি ২৮ মিনিট নাটকের দেখতেছি পরে কি হয় দেখতে থাকি।
সত্যি ভালবেসে বিয়ে করেও স্বামীর কাছ থেকে এই সাপোর্ট টা পাইনি। শ্বশুর বাড়ির বাঁধা আর তার নির্লিপ্ততা সহ্য করে ই মাস্টার্স শেষ করে ছিলাম। কিন্তু নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছে টা অধরাই রয়ে গেছে।যোগ্যতা বলে সুযোগ পেয়েও স্কুলের চাকরিটা করতে পারিনি। শ্বাশুড়ি ও ননদের ধারণা ছিল পিতাহারা পরিবারের মেয়ে চাকরি করলে টাকাটা মায়ের হাতেই চলে যাবে। আজো এই কষ্টটা বুকের গহীনে লুকিয়ে বয়ে বেড়াচছি ২৪ বছর ধরে😢😢।
কালকে একটা ঈদের দিন গেল সেই দিন ও আমি ঢাকা মেডিকেলে আছি আমার ছোট ভাই কে নিয়ে সবাই দোয়া করবেন আমার ভাই জন্য গত এক মাস ধরে মেডিকেলে আছি এই জন্য সবাইর কাছে দোয়া চাই 😢😢😢😢
এক ভিন্ন ধরনের গল্প নিয়ে ঈদের প্রথম নাটক "'চাওয়া থেকে পাওয়া"' নাটকের ট্রেইলার দেখে খুবই ভালো লেগেছিল এবং সম্পূর্ণ নাটকটি এখন দেখার পালা। ভালোবাসা অবিরাম প্রিয় Tawsif Mahbub ভাইয়া ❤️❤️🥰
আমার বিয়ের পর যখন আমার পড়ালেখা বন্ধ হয়ে যায় আমি খুব কান্না করছিলাম তখন আমার স্বামী বলেছিল যে আমি যদি তোমার পড়াশোনা বন্ধ করি কেয়ামতের দিন আল্লাহ কাছে জবাবদিহি করতে হবে আমার পাশে শক্ত ঢাল হয়ে অনার্স কমপ্লিট করিয়েছেন । আমি ও ডিপাটমেনট ফাস্ট হয়েছি এখন মাস্টার্স করছি স। দোয়া করবেন সবাই আমি যেন আমার হাসব্যান্ড এর স্বপ্ন পূরণ করতে পরি। আমার জন্য অনেক ত্যাগ স্বীকার করছেন উনি আমি ও চেষ্টা করছি তার এই ত্যাগের মূল্য দেওয়ার ।
Peralekha chola kalin karo sathe somporko hoy nai..karon varsity te pora lekha manei to free mixing,,eitaito dese cholche,,, ,,,amar hobu bou lekhapora korto kintu bortoman sikkha babostha ar somaj babostha dekhe boure poralekha korar onumoti dei nai
ভুল বোন কখনোই এই চেষ্টা করবেন না কারন ত্যাগ হলো ভালবাসার মহত্ব এটাকে পরিশোধ করতে যাবেন না বা প্রতিদান দেবার চেষ্টা ও করবেন তাহলে ঠকে যাবেন আপনি শুধু তার পাশে থেকে ভালবেসে যাবেন তাহলেই জেতার সামান্য মাত্র চান্স আছে কারন যারা ত্যাগ করতে জানে তারা শুধু ভালবাসা বিলতে জানে কোন প্রতিদান নয়, আপনি একজন শিক্ষিত ও ঞ্জানী মানুষ আপনাকে ঞ্জান দেবার মত বোকামি করবো না আমার কাছে যা মনে হলো তাই বললাম ধন্যবাদ বোন মন দিয়ে পড়াশোনা করুন আর আমার পক্ষ থেকে দোয়া রইলো জাতি যেন সুশিক্ষায় শিক্ষিত একজন মা উপহার পায় আমার ভাইয়ের উত্তম ত্যাগের দ্বারায়
Ishkere Nazrana Song: th-cam.com/video/ZX69HcDAD-w/w-d-xo.htmlsi=uwwwxmCWI8QJMNs6
অসাধারণ একটি নাটক বর্তমান যুগে শিক্ষামূলক একটি গল্প ধন্যবাদ নাটকের সমস্ত লোক কে এ সমস্ত নাটক এই ঈদে আমাদেরকে উপহার দেওয়ার জন্য❤❤
Khop shundor akta natok eirokom natok diven
😮😮😮😮😮😮😮😮😮😮😮
Ei meyer orna koi?? Ki obostha
দিতিও পাট চাই,, তার পরে কি হলো😅
আমি একজন গার্মেন্টস শ্রমিক। আমিও আমার বউকে খুলনা নার্সিং ইনস্টিটিউটে পড়াইতেছি। এই নাটকটা আমার জীবনের সাথে 90% মিল আছে। আমি আমার সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে চেষ্টা করতেছি আমার বউকে পড়ালেখা শেষ করার জন্য। যারা শুধুমাত্র গার্মেন্টসের চাকরি করে তারাই জানে গার্মেন্টসের চাকরিটা কত কষ্টের। সবাই আমাদের জন্য দোয়া করবেন।❤
সেম
দোয়া করি কিন্তু মাঝে মধ্যে খেয়াল রাখবেন
ভাই, আমার ওকটা চাকুরির খুব প্রয়োজন, ভাই, আমাকে একটু চাকুরী দিয়া সাহায্য করবেন,....??? প্লিজ.... রিপ্লাই দিবেন...??
দোয়া রইলো তোমার বউ যখন কামিয়াব হইবো তখন যেন তোমারে ছাইড়া অন্য জনের হাত ধইরা পালাই যায় 😂
ভাই এই গুলা নাঠক সিনামায় মানায় বাস্তবে না 😂😂😂❤❤❤❤
কতোদিন পর একটা ব্যতিক্রম নাটক দেখলাম.. অনেক ভালো লাগছে, এই নাটক থেকে অনেক কিছু শিখার আছে, নাটকের লাস্ট 10 মিনিট শুধু চোখ দিয়ে পানি পড়ছে, ধন্যবাদ তৌসিফ মাহবুব ও তাসনিয়া ফারিন কে এতো সুন্দর ভাবে নিখুঁত অভিনয় করার জন্য.. এবং অসংখ্য ধন্যবাদ পরিচালক ভাইকে 😊❤
Right
ভাই এতো আবেগ রাখেন কই
🫠🫠@@faizanshafique4023
এই নাটক টা খুব ভালো লাগছে,,,,,
Humm right 😢❤
সত্যিই চোখে জল চলে আসলো, এই নাটকটি ঈদের সেরা নাটক হওয়া উচিত, আমারমত কে কে একমত।।।
হুম
Ami ❤
ভালোবাসা সুন্দর যদি ভালোবাসার মানুষকটি সঠিক হয়😭😭😭😭 সত্যি নাটকটি দেখে চোখে পানি এসে পড়ছে😢
সেরা নাটক
খুব ভাল নাটক
এরকম স্বামী পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার।❤❤❤ এরকম স্বামী যেন সব মেয়েদের ভাগ্যে নসিব হয়। আমিন
হুম,,দোয়া করবেন যাতে এরকম কোনো এক রাণীর হতভাগা লাইফ পার্টনার হতে পারি।🤍
Tawshif ar sathe dekha krn
এটা নাটক সিনেমায় হয় বাস্তবে এমন মেয়ে পাওয়া যাবে না এটা কোটি পার্সেন্ট সিওর।
Dilei vala na dile jala hmmmm
আপনি কি করেন আর কোথায় থাকেন
আমার স্বামীও ঠিক এভাবে ছায়ার মত আমার পাশে ছিলো। এসএসসি পরীক্ষার মাঝে বিয়ে হয়ে যায়।সবাই অনেক বুঝিয়েছে যেনো আমাকে না পড়ায় কিন্তু ও কারো কথা শুনে নি সব সময় আমার পাশে ছিলো। ইন্টারফাস্ট ইয়ারে বাবু হয় কিন্তু এতো কিছুর পরও আমার পড়া লেখা থেমে থাকে নি। আমার স্বামী আর আমার মা আমাকে অনেক সাপোর্ট করেছে। আর এক মাস পর আমি অনার্স চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষা দিবো। সবাই আমার আর আমার পরিবারে জন্য দোয়া করবেন।
দুয়া রইল
Doya royelo
Jara apnakey saport deachay tader kokhono bulben na insaallah
আমিও বিয়ের পরে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি চাকরি করেছি স্বামীর সহায়তা ছাড়া সম্ভব ছিল না এত সব।
Amr o same kahini ami abar masters ses korlam
ছালেহা যখন ভার্সিটিতে ভর্তি হলো মনে করছি অন্য ছেলের সাথে রিলেশন করে মোবারককে কষ্ট দিবে৷ কিন্তু পরিচালক চিরচারিত তা না করে এভাবে এন্ডিংটা করার জন্য অসংখ্য ধন্যবাদ। পুরা নাটকে নেগেটিভিটি বলতে কিছুই ছিলোনা।।
Amio tai vabchi...jodio ekhono shurutei achi...amio eki vabnai chilam
জি আমিও এটাই ভেবেছিলাম তবে সেইসব নাটক গুলো নেগেটিভ ধারনা ক্রিয়েট করলেও এইটা পজেটিভ করছে তার জন্য মোবারকের মতো অসংখ্য মানুষ তাদের পরিবারের বউ মেয়েকে শিক্ষিত করার সপ্ন দেখতে পারবে যদিও নাটকটা কাল্পনিক তবে সুন্দর শিক্ষা বহন করে এইটা আর সালেহার চরিত্রটাও সুন্দর সঠিক সম্মান সে দিতে পারছে, ❤
@@miftahulsayem❤
আপনি যেটা ভেবেছেন এমনটাই হওয়ার ..এমনটাই হয়।যেটা নাটকে দেখালো এটা কেবল নাটক সিনেমাতেই হয়।
নেগেটিভ ছিল যেরকম এইটা উনারা নাটকের মধ্যে বুঝাতে চেয়েছে গ্রামের মেয়েরা বড় হলেও ওড়না ছাড়া থাকে এভাবে কিন্তু গ্রামের মেয়েরা কখনো ওড়না ছাড়া ঘোরে না এইগুলো করলে শহরের বড়লোকের ধনী মেয়েরাই করে গ্রামের মেয়েরা অনেক ভালো ভালো খারাপ সব জায়গায় আছে কিন্তু নাটকের ভিতরে ওনারা যেভাবে গ্রামের মেয়েদের কে ওড়না ছাড়া দেখাতে চাচ্ছে যেভাবে বানিয়েছে নাটকটা মনে হচ্ছে গ্রামের মেয়েরা ওড়না ছাড়াই ঘোরাফেরা করে এটা কিন্তু নেগেটিভ ভাবেই তৈরি করছে
আজকে ঈদের দিন উপলক্ষে কমেন্ট করে রেখে গেলাম। আমার এই ছোট্ট জীবনে বাস্তবতার সাথে অনেক মিল রয়েছে, নাটকটা আমার কাছে অনেক ভালো লেগেছে, কমেন্টটা স্মৃতি হিসেবে রেখে গেলাম, কেউ যদি দেখে থাকেন, তাহলে একটা লাইক দিবেন, নোটিফিকেশন পেয়ে যেন আবার আমার এই দিনের কথা মনে পড়ে 🥰
natok ta sotti sundor
১) "স্মৃতি স্মারক"
২) "গর্ভ"
৩) "অভিশাপ"
৪) "চাওয়া থেকে পাওয়া"
৫) "বিদায় বসন্তে মধ্যাহ্ন রোদে"
৬) "সিদ্ধান্ত"
৭) "সুখনীড়"
প্রত্যেকটা কাজ গল্প নির্ভর, আলাদা ধাচের, ভিন্ন ভিন্ন গল্পের নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পছন্দের অভিনেতা *তৌসিফ মাহবুব।* 🤩
তার ভিন্ন ধর্মীয় গল্পের শিক্ষনীয় নাটকগুলো ইদানীং অনেক বেশি ভালো লাগছে। 😊❤
এই নাটকে সেষ পর্যন্ত মেয়ে যে তার স্বামী কে ছেড়ে যায় নি আমার কাছে সবচেয়ে ভালো লাগলো যে সব বেইমান না❤❤
হু একদম সত্যি কথা...সব এক না...
রাইট❤
এরকম বাস্তবে হয় না
Asolei.
হহুম @@nazmulsheikh711
গ্ৰামের পরিবেশে নাটক সত্যিই খুব সুন্দর, নিজের দেশের মাটির গন্ধ পাই
_কে কে বিশ্বাস করেন নামাজ এবং কোরআন শরিফ
পরলে চেহারা সুন্দর হয়💞💞💞
আমি
Vadaimma natok. Kon grame ase, bsper samne meye orna chara ghure berai?
নিজে পড়ো নাকি 😂
✋
আমি
আমি এই নাটকটা ফেসবুক থেকে দেখে এসেছি আমার মত কারা করা আছে তারা লাইক করুন অনেক ভালো একটা নাটক। অনেক ভালো লাগছে চোখে পানির চলে এসেছে দেখে 😊😊😊
কান্না করিয়ে ছারলো পুরুষে ভালোবাসা দায়িত্ব সর্বদায় অসাধারণ,,
Same vhi
Kicho kicho porosh ache omanoser cheye o srestho omanosh . Joto ottachar ai doniyate ache sob golo kore bower sathe. Ami tar jolojento odahoron. Ami amar jamaiyer nam dichi ferayon
পেটে খাবার ছিল না তবুও মুখে হাসি ছিল তিনি হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ স. ❤❤
❤❤
❤❤
❤❤❤
👠👠👠👠👠👠
Subhanallah ❤❤
এই নাটকের স্বামী স্ত্রীর অভিনয়টা খুব সুন্দর হয়েছে. মোবারক মিয়ার অভিনয়টা তো অসাধারণ. অনেকদিন পর একটা ভালো নাটক দেখলাম. এখনকার পরিচালকরা. পরকীয়া নাটক বানিয়ে তৃপ্তি পায়. আসলে এই নাটকটা সব নাটকের চাইতে আলাদা হয়েছে
কিন্তু আপনার মতো তো সব মেয়ে না আপু বেশির ভাগ মেয়ে এটা ভুলে জায় তার সামির অবদান
সত্যি পরিচালককে ধন্যবাদ দিতেই হয়।কারন এই শিক্ষনীয় একটি নাটক উপহার দেওয়ার জন্য।
এমন বাস্তব পেক্ষাপট নিয়ে সুন্দর উপস্থাপনা নিয়ে এই যুগে এমন নাটক দেখা যাইনা বললেই চলে....
আসলেই সবাই শিক্ষিত হয়ে ছেড়ে চলে যাই নাহ মনুষ্যত্ব আজও বেচে আছে হয়তো এজন্যই দুনিয়ায় মানুষকে মানুষ নামেই চিনে.....অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটা বাস্তবতাবাদী কাহিনী আমাদের মাঝে তুলে ধরার জন্য❤
ঠিক
আমি ও এক মত
তৌসিফ এবং ফারিনের ফ্যানগুলো কই ছাড়া দেন।❤
Hi
What a massage for the society ❤❤❤ এই জন্য বাংলা দেশের নাটক এত ভালো বাসি।
এমন জামাই পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। মা শা আল্লাহ যদিও এটা নাটক❤।দোয়া করি প্রত্যেকটা মেয়ে যেন এমন একটা জামাই পায় আমিন❤️।
Echa Korle Aponi Paben
Ha re pagol eta natok real file a mile na 😅😢
@@FriendDurjoy Natok Thikache but dujon Manus Jodi dujon ke Valo bave dujon buje ta holei somvab
১০০ টার ভিতরে এমন একটা মেয়ে পাওয়া যায়, ইতিহাসে আছে অনেক ছেলে নিজের ঘাম পানি করে মেয়েকে লেখাপড়া শিখায়, পরবর্তীতে তার লেভেলের কোন ছেলেকে বিয়ে করে চলে যায়, এই কারণে আমি বর্তমান যুগে ছেলেরা বিয়ের পরে লেখাপড়া করায় না, কারণ মেয়েরা হচ্ছে বেইমান!
Amar husband o onak kosto kora amaka pora SAS korca,sa tar onak kotar tk deyea 😢Amar shopno puron korca,akon doi jon ak Sathe happy family Dua korban sobai,ame Bussmann o job kora,
বর্তমান সময়ে এমন নাটক পাওয়া ভাগ্যের ব্যাপার । পরিচালক কে অসংখ্য ধন্যবাদ কোন অশ্লীলতা ছাড়া একটি নাটক ।
আমার দেখা মতে এই ঈদে কাজল আরফিন অমির শেষমেষ এরপরে এই নাটক জায়গা করে নিয়েছে❤❤
আমার সঙ্গে কে কে একমত
স্মৃতি স্মারক নাটক দেখে আসো।
অসাধারন
সত্যিই নাটকটি ঈদের সেরা নাটক হওয়া উচিত ছিল নাটকটা দেখে আমার চোখে জল চলে এসেছে আমার সাথে কে কে একমত
হু ঠিক তাই
Okay
মন পবিত্র তাকলে সব কিছু তে সফল হওয়া যায় তারা স্বামী স্ত্রী দুজনের ভালোবাসা কাটি এবং পবিত্র ছিল তাই তারা সফল হয়েছে সব ছেলে মেয়ের কপালে যেন এরকম স্বামী এবং বউ জুটে সব মিলিয়ে অসাধারণ হইছে নাটক
এতো সুন্দর নাটক এই প্রথম দেখলাম।
তৌসিফ & ফারিন ও পরিচালক সহ
সকলকে ধন্যবাদ। চোখের পানি চলে এসেছে কখন বুঝতেই পারিনি।❤
How innocently he described NEPOLEON as NEPAL SIr....simplicity at its best..that's way I am a die heart fan of Bangladeshi natok since my childhood...love from India 🇮🇳
সহমত আপনার সঙ্গে। এখানকার জি বাংলা স্টার জলসা কে বলে বলে গোল দেবে।
বাস্তব প্রেক্ষাপট ভিন্ন। যেইখানে লাখ লাখ টাকা খরচ করে মেডিক্যালে ভর্তি করালাম, সে যখন তার কাঙ্কিত ডিগ্রি অর্জন করলো, তখন ডিবোর্স লেটার পাঠিয়ে দিল, আমিও দ্বিতীয় বার ভাবি নাই, সিগন্যাচার করে মুক্তি দিলাম 🙂
।
দোয়া করবেন সবাই আসসালামু আলাইকুম ।
সবার ক্ষেত্রে এই প্রেক্ষাপট ভিন্ন হয় না। 🙂
হ্যাঁ আপনার সঙ্গে ঘটেছে তাই আপনি সবার ক্ষেত্রেও একই ভাবছেন। ওইযে নাটকে তো তৌসিফ ভাই বলেছিলো শুনেননি? "কপালের উপরে কারোর নাই" নাটকে যা দেখালো এটা বাস্তবে আমাদের সমাজে সত্যিই বিরল একটা ব্যাপার। এটা সত্যি। তবে একেবারে বিরল নয়। সৃষ্টিকর্তা চাইলে সবই পারে। এমন জীবনসঙ্গী/জীবনসঙ্গিনী পেতেও কপাল লাগে ভাই। 😊❤
❤
Really😢
@@rubaiyabinteazad9012জি
🥺🥺
চাওয়া থেকে পাওয়া কথাটার মধ্যে শিক্ষোনিয়ো বিষয় আছে,,,বাস্তবে রূপ ঠিক তার উলটো,,, বলতে গেলে কম দেখা যায়,,একজন পুরুষ মানুষ জিবনে অনেক করে যে নিজের ভালো লুকিয়ে রেখে খুশি রাখার চেষ্টা করে,,, ভালো লাগলো আবেগের বশে চোখে জল এসে গেল,,, সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন,,,
সত্যি বলতে ভাষায় প্রকাশ করার মত নয় এত সুন্দর নাটক, আমার কাছে অনেক ভালো লাগছে,, নাটকের পরিচালক কে অনেক অনেক ধন্যবাদ 👌তারা সাথে তৌসিফ মাহবুব ও তাসনিয়া ফারিন কে,এত সুন্দর অভিনয় করার জন্য🥰👌Love You❤
আজকে ঈদের দিন সেই হিসাবে আমি কমেন্টটা স্মৃতি হিসেবে রাখলাম, সবাই একটা করে লাইক দিবে আর এই ঈদের দিনের কথা আমার মনে পড়বে,, মালশিয়া থেকে ঈদ করলাম
আমি মালয়েশিয়া থেকে ইপো
🙏সাহায্যের আবেদন🙏
আসসালামু আলাইকুম আমার শ্রদ্ধেয় সকল ভাই ও বোনেরা।
আমি আপনাদের একজন মুসলমান বোন হিসেবে আল্লাহ পাকের অশেষ দয়া ও রহমতের উপর ভরসা করে আমরা আপনাদের সহযোগিতা আশা করছি। কারন আমার বাবা আলহামদুলিল্লাহ একজন অসুস্থ বৃদ্ধ খেটে খাওয়া শ্রমজীবি মানুষ। তিনি একজন বাবুর্চির রান্না করা দুপুরের ভাত তরকারির বক্স দোকানে দোকানে অফিসে অফিসে গিয়ে ফেরি করে বিক্রি করেন। আমার বাবার দৈনিক এই সামান্য হালাল আয় রোজগার দিয়ে আলহামদুলিল্লাহ আমাদের ৬ জনের সংসার মোটামুটি কোন রকমে চলে যায়।আজকেই বাবার এই কাজ শেষ হবে ইন শা আল্লাহ কিন্তু প্রতি বছর পুরা রমজান মাসে,ঈদ উল ফিতর এর জন্য দেড় মাস এবং কুরবানি ঈদের জন্য প্রায় ১৫ দিন আমার বাবার এই কাজ বন্ধ থাকে। কারণ সবাই রোযার মাসে রোযা রাখে এবং ঈদের ছুটিতে দোকান অফিস বন্ধ করে সবাই বাড়িতে চলে যায়। তাই বাবাকে এই কয়েকদিন বেকার থাকতে হয়। এমতাবস্থায় আমার বাবার পক্ষে রোযার মাসে ও ঈদের বন্ধের জন্য আমাদের পরিবারের বাজার খরচ চালাতে অনেক কষ্টদায়ক হয়ে যায়। আর আমি একজন ক্যানসার রোগী ছিলাম ২০১৫ সাল থেকে তাই এর কারণে বিভিন্ন রোগে ভুগতেছি। আমার বৃদ্ধ আব্বা আম্মাই আমাকে পালতেছেন। কারণ অসুস্থতার কারনে আমি বিয়ের পর থেকে বাবার বাড়িতেই থাকি। প্রথম স্বামী আমার অসুস্থতার কারনে আমাকে তালাক দিয়ে চলে যান।এরপর আবার আড়াই বছর পর দ্বিতীয় বিয়ে দেন কিন্তু আমার বর্তমান স্বামীর আর্থিক অবস্থা ভালো না থাকায় এবং ঋণগ্রস্ত থাকায় তার সাথে বিয়ের পর থেকে আমি আমার বাবার বাড়িতেই থাকি।আমার ১০ মাসের একটি মেয়ে আছে।
যাই হোক যারা দয়াবান বিত্তশালী সচ্ছল মানুষ আছেন এবং আল্লাহর উপর ভরসা রেখে আমি আশা করি আমাদের এই পরিবারের জন্য আমার ঐ সকল দয়াবান ভাইবোনেরা আতৃীয় স্বজনরা যার যার অবস্থান থেকে সাম্যর্থ অনুযায়ী খুব সামান্য হলেউ এগিয়ে আসবেন আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য। আর আপনারা দয়াবান মানুষগুলো এগিয়ে আসলেই আমাদের মতো অসহায় এই পরিবার রমযান ও ঈদের আনন্দ করতে পারবে। আমাদের পারসোনাল বিকাশ নাম্বার ০১৭৫২৫৭২৮৮৫
একমত
টঙ্গী থেকে। বাংলাদেশ।
আমার মত জারা
এখানে তৌসিফ ভাইয়ের ফ্যান কে কে ❤❤
Vai aci❤
Ami
Achi
tor moto pagol rai tousif er fan😆
@@jasleenmehrim7145Tui mayya manus chup thak
বর্তমান বাস্তবতা বড়োই কঠিন 😢
দারুন গল্প ❤
এটা আমার স্বপ্ন ছিল কিন্তু বাস্তবে পরিণত করতে পারিনি
এ-ই নাটক টা দেখে আগামী প্রজন্মের কাছে অনুরোধ নিজের স্বপ্ন ভেঙ্গে গেল আর একজনের স্বপ্ন কখনও ভাঙ্গবেন না বন্ধু হয়ে পাশে থাকার চেষ্টা করবেন। মন থেকে দোয়া করি নাটকের টিম সহ সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক এবং সুন্দর হোক আগামী দিনের পত চলা।
নাটক টা দেখে
মুখের ভাষা হারিয়ে ফেলেছি
কি বলবো, অসাধারণ একটা গল্প,
মন ভরে গেলো,,
চোখে পানিও ছলে আসলো ❤❤❤❤❤
সিলেট গোয়ালা বাজার
থেকে আলামিন,
Humm.😢😢
সবাই কে ধন্যবাদ
এই নাটক থেকে এদেশের নারী-পুরুষ সবার অনেক কিছু শেখার আছে। শিক্ষার পাশাপাশি এখানে স্বামীর প্রতি একজন নারীর কৃতজ্ঞতা কেমন হওয়া উচিত তাও বোঝানো হয়েছে। পরিচালককে অসংখ্য ধন্যবাদ বাংলা নাটকে ভিন্ন মাএা যোগ করার জন্য।
অনেকে সুন্দর হয়েছে নাটক ❤❤❤❤❤ আর অনেক কষ্ট আছে 😢😢❤❤❤❤❤❤❤❤
অসাধারণ একটি নাটক বর্তমান যুগে শিক্ষামূলক একটি গল্প ধন্যবাদ নাটকের সমস্ত লোক কে এ সমস্ত নাটক এই ঈদে আমাদেরকে উপহার দেওয়ার জন্য❤❤
পছন্দের মানুষের নাটক দেখলেই ভালো লাগে অসাধারণ হয়েছে গল্প টা অভিনন্দন তৌসিফ মাহবুব ভাই কে। 🥰🥰🥰🥰
কোন দিন কোন বাংলা নাটকে কমেন্টস করিনি but
এই নাটকটা দেখে কিছু না লিখে থাকতে পারলাম না।
অসাধারণ ❤
যিনি এ নাটক লিখেছেন আরা যারা অভিনয় করেছেন আমি মনে করি এটা তাদের সৃষ্টির মাঝে সেরা চেয়ে ও সেরা হয়ে থাকবে।
একটা আমার মতো এতো কঠিন মনের মানুষের চোখে পানি চলে আসছে 😢😍
সুন্দর একটা নাটক,, যেখানে কোন অশ্লীলতা নেই,,নেই কোন বেহায়াপনা,,, এক কথায় নাটকটি অন্যরকম একটা ভালো অনুভূতি দিয়েছে 🎉😢😊
বাস্তবতা খুবই ভিন্ন,,,
সহজ সরল মানুষ টাও পরিবেশে এতো আল্ট্রা মর্ডান হয় যে অর্জনের পরে অতীত ভুলে যায়,,,,আল্লাহ ওকে ভালো রাখুক
একটি শিক্ষনীয় গল্প ছিল, অসাধারণ,,, এই নাটকের ২য় পাঠ আগামী কোরবানি ঈদে দেখবো
তার পরের পাটে দেখনবেন মেয়েটা ছেলেটাকে শুধু বাশ আর বাশ দিচ্ছে
এইরকম সাদামাটা সিম্পল গল্প সবসময় মনে জায়গা করে নেই সুন্দর একটা সময়োপযোগী মেসেজ ছিল ভালো লাগল অনেক কিছুই শিখার আছে নাটক টাতে!!সবশেষে, তৌসিফ ভাইয়ের সহজ সরল স্বভাবের চরিত্র টার প্রতি মায়ায় পড়ে গেলাম কি দারুণ ন্যাচারাল অভিনয় মন ছুয়ে যাওয়ার মত❤❤
নাটকটা চমৎকার। এভাবে প্রতিটা মেয়ের সাপোর্ট প্রয়োজন। প্রতিটা মেয়ে যেন তার স্বপ্ন পূরণ করতে পারে।
আমিও আমার স্বামী কে নিয়ে গর্বিত। আমি চেয়েছিলাম নিজে জব করবো। দুজন মিলে সংসারের হাল ধরবো। আমার স্বামী আমাকে আজ পর্যন্ত তেমন রান্নাঘরে ঢুকতে দেয়নি। বরং বিয়ের পর আমি তার কাছ থেকে রান্না শিখেছি। এখনো আমার ব্যস্ততায় ও অফিস থেকে এসে রান্না করে আলহামদুলিল্লাহ, এমন সাপোর্টিভ স্বামী পেয়ে।
Tnx
রাতে ঠিক মতো খাওয়ায়েন
Alhamdulillah
তোমার সামি হাফ লেডিস
@@Ismail-m6j3e ভাই, আপনি বিবাহিত হলে আপনার স্ত্রীর উপর খুশি থাইকেন। সবার সংসার এক না। ভালোবাসাও এক না। আমি আমার সংসার নিয়ে থাকি আলহামদুলিল্লাহ।
তৌসিফ ফারিন সেরা জুটির সেরা নাটক ❤️
অনেক দিন পর এমন ভিন্ন ধরনের নাটক আবারো দেখলাম। 🤗
ধন্যবাদ জানাই পরিচালক সোহাগ রানাকে এমন একটা নাটক আমাদের মাঝে নিয়ে আসার জন্য। 👏🏻
কান্না ধরে রাখতে পারলাম না.
এত সুন্দর অভিনয় দেওয়ার জন্য ধন্যবাদ 🥰🌿
আরো এরকম অভিনয় চাই.
এক কথায় বলতে গেলে বর্তমান প্রেক্ষাপটে এই সব ঘটনা চলতেছে। বাস্তবিক অর্থে ব্যবহার করে এমন একটা কাজ আমাদের মধ্যে ঈদের সময় উপহার দিবেন। সত্যিই অনেক ভালো লাগলো আপনাদের পরিকল্পনা এবং চিন্তা ভাবনা। পাশাপাশি নায়ক নায়িকা ঝুঁটি ও অনেক ভালো ভাবে মানিয়েছে। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম। আগামী ঈদে মুক্তি দিবেন। আমার সাথে যারা সহমত তাঁরা লাইক দিন।
নাখালপাড়া তেজগাঁও ঢাকা থেকে ছিলাম এবং থাকবো ইনশাআল্লাহ্ 🫂🤲🤝🇧🇩💪
এরা কারা যারা মুভি থেকে নাটক বেশি পছন্দ করেন ❤
Pgl toh apni natok er mormo ki bujbn vai 🙄
আমি
ami 😂
আমি
আমি😂😂😂
কি লিখবো ভাষা হারিয়ে ফেলেছি আমি এক কথায় অসাধারণ একটা নাটক ছিল এটা চোখের পানি ধরে রাখতে পারলাম না 😥😥 সত্যি বলতে এই নাটক টা ঈদের সবচেয়ে সেরা নাটক আমার মতে অসংখ্য ধন্যবাদ যে এই নাটকের গল্প টা লিখেছেন এবং যারা অভিনয় করেছেন
মাশাআল্লাহ খুব ভালো লেগেছে এবং খুব সুন্দর হয়েছে সবাই জেন তার মত হয়
আমার কান্না চলে আসছে ,সত্যি বাবার চেয়েও বোঝে ভালোবাসে এমন মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার। অন্যের স্বপ্নকে নিজের স্বপ্ন করে নেয়া!!! কত বড় একটা কথা ❤
ঈদ মোবারক, আজ মালোশিয়া ঈদের দিন , সৃতি হিসাবে রেখে গেলাম, সবাই লাইক দিবেন।
😢😢
Amio Malaysia theke vi
আমার স্ত্রীকেও আমি ভীষণ ভালবাসি। নাটক টা এতো সুন্দর এতো আবেগে ভরা যে নাটক টা দেখে নিজের অজান্তে চোখ বেয়ে পানি গড়িয়ে পরলো।
সত্যি অসম্ভব সুন্দর একটা কাহিনী দ্বারা নির্মিত একটি নাটক ❤
কারা কারা তৌসিফ মাহবুবের নাটক পছন্দ করেন ❤❤❤❤
নাটকের গানটি অনেক ভালো লাগছে আর সুন্দর হয়েছে ❤❤❤
gan ta ki TH-cam a ace
মন টা ভালো হয়ে গেল অনেক সুন্দর একটি নাটক এরকম গার্লফ্রেন্ড নাটক সব সময় দেখতে চাই আমরা❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
আমার চোখ থেকে পানি বেরিয়ে আসলো নাটকটি দেখে।
দারুণ নাটক
তাওসিফ মাহাবুব❤❤
আর
তাসিন ফারিন ❤❤
এক কথায় Joss🎉🎉
নাটক টা অসাধারণ হয়েছে। অজান্তে চোখে কোনে জল চলে আসল। নাটক এই রকম হওয়া উচিত। যা দেখে কিছু শেখা যায়। ধন্যবাদ পরিচালক কে?
কাউকে ভালোবাসা কঠিন নয়, কঠিন হল কারো মনে ভালোবাসা সৃষ্টি করা।❤❤
So beautiful natok ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ and heroin and hero ❤❤❤❤
1k আল্লাহর প্রেমিক দেখতে চাই ❣️
কি করতে হবে
গল্প অসম্ভব সুন্দর অভিনয় সুন্দর এটা তো বলার অপেক্ষায় রাখে না পুরস্কার পাওয়ার যোগ্য রাখে নাটকটি
তৌসিফ মাহবুব আর তাসনিয়া ফারিন বেস্ট জুটি ❤❤❤❤
শেষ টা এতো সুন্দর হবে ভাবতে পারি নাই। অনেক ভালো লাগছে। বাস্তব জীবনে যেন এমন টাই হয় সবার।
নাটক যগতে সবচেয়ে স্মার্ট পার্সন হচ্ছে 👉
Tawsif Mahbub 🖤🌿
আমি সাধারণত কোনো নাটক দেখি না। ফেসবুক থেকে দেখতে আসলাম, কান্না করতে বাধ্য হয়েছি
ফেইসবুকে ১০ মিনিটের ক্লিপ দেখেই চোখের পানি আটকাতে পারিনি।😢😢
অসাধারণ নাটকটি।🥰
ঈদের দিন এই নিয়ে দুইটি নাটক দেখলাম, দুটুতেই কান্না আসছে।😢
Natokti towsif mahbuber best natok ke ke ek mot like korun👇
খুব সুন্দর একটা প্রেমের গল্প এরকম সব স্বামীকে নিজের বউয়ের পাশে দাঁড়ানো উচিত❤❤❤
সব বউয়েরা যে এমন হয় না
বউ ভালো হলে সব সম্ভব
হ্যালো ভিউয়ার্স সবার দৃষ্টি আকর্ষণ করছি, যারা এই নাটকটির ২য় পার্ট দেখতে চান তারা কমেন্ট করুন জলদি। ❤️🥰
এই রকম একটা স্বামী থাকলে পুরা পৃথিবীটাই জয় করা যায় মারশাআল্লাহ
ভালো মানুষ এর কদর সবাই দিতে পারে না?
যে মানুষ টা আমাকে স্বপ্ন দেখিয়েছিলো বড় হবার, মাঝ পথে এসে সব শেষ করে দিলো।অসাধারণ হতে গিয়ে অতি সাধারণ হয়ে গেলাম।
অসাধারণ!!
এই রকম পসিটিভ নাটক নারীদের নিয়ে অনেক অনেক বেশি করে করা প্রয়োজন!!
একটি গান দুই থেকে তিন বার শুনলে বিরক্ত লাগে কিন্তু মধুর সুরের আজান ১০০০ বার শুনলেও বার বার শুনতে ইচ্ছে করে সুবহানাআল্লাহ ❤❤❤
দয়া করে আজানের সাথে গানের কনো তুলনা দিবেন না
পাগল ছাগল কোথায় কি কমেন্ট করতে হয় বুঝে না
নাটকের মধ্যে এইসব ভণ্ডামি বাদ দিয়ে ভালো হয়ে যা
আমার স্বামী❤আমায় পড়াইছে, এখন আলহামদুলিল্লাহ একটা নয় পর পর ২টা সরকারি চাকরী পাইছি। অনেক কথা শুনছি দুজনে ওনেক কষ্ট করছি। আল্লাহ আমাদের আশা পুরন করছে আর সকলের মুখ বন্ধ করে দিছে😥তবে অন্যের কটুকথা সংগ্রামের সময় কষ্ট না দিলেও এখন অনেক কষ্ট লাগে।তবে টাকাপয়শা মানসিক সাপোর্ট আমার মা ❤ও করছে তাই কঠিন পথ পারি দেয়া সহজ হইছে।
Apu amr comment pora amr onk sasus barlo.amr husband o nijer sobtuko diye amr porasca amr jibon a tar obodhan onk
Ami jeno tar shopno puron korta pare doya korban
মাশাআল্লাহ জাযাকাল্লাহ সুন্দর হয়েছে নাটকটা 🩵❤️🍒🍒🍒❤️🇧🇩🇧🇩💕❣️🍀🍀
আপু আমি ইন্ডিয়া থেকে বলছি আপনাদের নাটক গুলো অনেক সুন্দর হয়... আর এই ঘটনাটি ইন্ডিয়া তে ঘটেছে অরিজিনাল.. কিন্তু আপনারা একটু আলাদা করেছেন..
এই নাটক টা থেকে আমাদের অনেক কিছু শিক্ষানীও অনেক কিছু আছে ❤ ভালো ছিলো দুইজনের অভিনয় ই
নাটক দেখতে দেখতে কমেন্ট করতে চলে আসলাম মাঝপথে নায়িকা যখন তার বান্ধবীদের সাথে তার স্বামীকে পরিচয় করিয়ে দিল এবং বান্ধবীরা স্বামী কি কোন ইনসাল্ট করেনি ভাইয়া বলে সম্মান করছে এইটা খুব ভালো লাগছে পাশাপাশি নাটকটা খুব সুন্দর হয়েছে আমি অলরেডি ২৮ মিনিট নাটকের দেখতেছি পরে কি হয় দেখতে থাকি।
Excellent, tawaif mahbub & tasniya farhin tomader ovinoy aaj amar ontorer ontosthol chhuye gelo, eirokom sikkhoniyo natok aage kono din dekhina, khub bhalo laglo, fatafati, apurbo, thanks sobby k. ❤❤❤
মোবারকতো ফাটাই দিছে
পাট ২ চাই
Natok টা সত্যিই অসাধারণ
I am from India
সত্যি ভালবেসে বিয়ে করেও স্বামীর কাছ থেকে এই সাপোর্ট টা পাইনি। শ্বশুর বাড়ির বাঁধা আর তার নির্লিপ্ততা সহ্য করে ই মাস্টার্স শেষ করে ছিলাম। কিন্তু নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছে টা অধরাই রয়ে গেছে।যোগ্যতা বলে সুযোগ পেয়েও স্কুলের চাকরিটা করতে পারিনি। শ্বাশুড়ি ও ননদের ধারণা ছিল পিতাহারা পরিবারের মেয়ে চাকরি করলে টাকাটা মায়ের হাতেই চলে যাবে। আজো এই কষ্টটা বুকের গহীনে লুকিয়ে বয়ে বেড়াচছি ২৪ বছর ধরে😢😢।
😭😭😭
এমন কেনো মানুষ নিজের মেয়ের মতো কেনো বউমাদের ভাবেনা কেনো 😢😢
😢😢😢
Protibad koren akon onek bosor gese
এখন অনেকে ভাবে, আগের লোকেরা অশিক্ষিত হবার কারনে বউদের অনেক জুলুম করতো শাসুরওরা, এখন আলহামদুলিল্লাহ অনেক মায়রা এটা বুজে, @@SumiaktherSumiakther-co7vu
Onek balo laglo deke 😊😊😊
অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর নাটক উপহার দেওয়া জন্য,,,
নাটক দেখি না। ফেসবুকে ক্লিপ দেখে আসলাম।
অনবদ্য..🩷🌸
এমন স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার।🥹
কালকে একটা ঈদের দিন গেল সেই দিন ও আমি ঢাকা মেডিকেলে আছি আমার ছোট ভাই কে নিয়ে সবাই দোয়া করবেন আমার ভাই জন্য গত এক মাস ধরে মেডিকেলে আছি এই জন্য সবাইর কাছে দোয়া চাই 😢😢😢😢
ফি আমানিল্লাহ্
আপনার ভাই সুস্থ্ হয়ে উঠবে এই প্রার্থনা করছি।
Goto bochor o Amio chelam
Khub valo laglo Allah deya sestho upohar ekjon valo manus jibon a pawa
বাংলাদেশের নাটকের চাহিদা বাড়ছে ভারতের বাংলাভাষী দর্শকদের মাঝে 😊
এক ভিন্ন ধরনের গল্প নিয়ে ঈদের প্রথম নাটক
"'চাওয়া থেকে পাওয়া"'
নাটকের ট্রেইলার দেখে খুবই ভালো লেগেছিল এবং সম্পূর্ণ নাটকটি এখন দেখার পালা। ভালোবাসা অবিরাম প্রিয় Tawsif Mahbub ভাইয়া ❤️❤️🥰
Natok ta vlo legacy tarmodday sob ceya vlo lagcay natoker Gaan ta
নাটকটা অনেক অসাধারণ অনেক ভালো লাগছে আসলে ইচ্ছা করলে সবকিছুই করা সম্ভব❤❤❤❤❤❤❤
আজ ৩০ রমজান, ১০ ই এপ্রিল, চাঁদ রাত। 🌙
🎬 নাটক : *"চাওয়া থেকে পাওয়া"*
তৌসিফ-ফারিন জুটির এই নাটক দিয়েই শুরু করলাম ঈদের নাটক দেখা। 🤗❤
আমার বিয়ের পর যখন আমার পড়ালেখা বন্ধ হয়ে যায় আমি খুব কান্না করছিলাম তখন আমার স্বামী বলেছিল যে আমি যদি তোমার পড়াশোনা বন্ধ করি কেয়ামতের দিন আল্লাহ কাছে জবাবদিহি করতে হবে আমার পাশে শক্ত ঢাল হয়ে অনার্স কমপ্লিট করিয়েছেন । আমি ও ডিপাটমেনট ফাস্ট হয়েছি এখন মাস্টার্স করছি স। দোয়া করবেন সবাই আমি যেন আমার হাসব্যান্ড এর স্বপ্ন পূরণ করতে পরি। আমার জন্য অনেক ত্যাগ স্বীকার করছেন উনি আমি ও চেষ্টা করছি তার এই ত্যাগের মূল্য দেওয়ার ।
Peralekha chola kalin karo sathe somporko hoy nai..karon varsity te pora lekha manei to free mixing,,eitaito dese cholche,,,
,,,amar hobu bou lekhapora korto kintu bortoman sikkha babostha ar somaj babostha dekhe boure poralekha korar onumoti dei nai
অসাধারণ নাটক
ভুল বোন কখনোই এই চেষ্টা করবেন না কারন ত্যাগ হলো ভালবাসার মহত্ব এটাকে পরিশোধ করতে যাবেন না বা প্রতিদান দেবার চেষ্টা ও করবেন তাহলে ঠকে যাবেন আপনি শুধু তার পাশে থেকে ভালবেসে যাবেন তাহলেই জেতার সামান্য মাত্র চান্স আছে কারন যারা ত্যাগ করতে জানে তারা শুধু ভালবাসা বিলতে জানে কোন প্রতিদান নয়, আপনি একজন শিক্ষিত ও ঞ্জানী মানুষ আপনাকে ঞ্জান দেবার মত বোকামি করবো না আমার কাছে যা মনে হলো তাই বললাম ধন্যবাদ বোন মন দিয়ে পড়াশোনা করুন আর আমার পক্ষ থেকে দোয়া রইলো জাতি যেন সুশিক্ষায় শিক্ষিত একজন মা উপহার পায় আমার ভাইয়ের উত্তম ত্যাগের দ্বারায়
❤❤❤❤❤❤❤❤❤
❤
নাটক একে বলে যা হতে সমাজ ও রাস্ট্রের জন্য তথ্য বা কিছু শিক্ষার থাকে।আর এ জুটির সাংসারিক পারিবারিক আরও নাটক চাই
শিক্ষা মূলক নাটক, সবাই কে এই নাটক দেখার জন্য অনুরোধ করব, অসংখ্য ধন্যবাদ সিনেমাওএলা টিম কে ❤❤❤❤