মোশাররফ করিম ও সামিরা খান মাহি অভিনীত সোহেল হাসান পরিচালিত তীর নিবেদিত ঈদের বিশেষ নাটক "নেশার লাটিম", দেখতে লিংকে ক্লিক করুন th-cam.com/video/LR1S1nfCSus/w-d-xo.html
আমি হতাশ😢 এত ভালো গল্পের নাটক,জীবনের গল্প আছে, মানুষের কথা আছে। এই ধরনের নাটকে ভিউ হয়না। অথচ তথাকথিত প্রেমের নামে যা ইচ্ছে তাই নাটকের মিলিয়ন মিলিয়ন ভিউ হয়। ভালো গল্পের নাটক আমরা যদি না দেখি তাহলে সামনের দিনগুলোতে ভালো নাটক হবে না। আমাদের রুচির পরিবর্তন জরুরী। ধন্যবাদ এই নাটকের কলাকুশলীকে। ভালো একটা গল্প বর্তমান সময় মানুষের জীবনকে একসাথ করার জন্য।
কোন বেপর্দা নারী, প্রেম ভালোবাসার নামে ফালতু কাহিনী, কোন সস্তা আবেগ এগুলো কিছুই নেই নাটকটিতে।।।অসাধারণ একটা নাটক অথচ এই নাটকগুলোতে ভিউ হবে না কারণ রুচির দুর্ভিক্ষ আমাদের দেশে।।। দরকার নেই ভিউ লাইকের আপনারা চালিয়ে যান আমরা আপনাদের পাশে আছি সব সময়।।আশা করি এরকম নাটক আমাদেরকে উপহার দিবেন সবসময়।।
থেমে যেও না তোমার মত ছেলেরা থেমে গেলে এ সমাজ ভেঙে পড়বে। ওহ কি অসাধারণ সংলাপ। সেলুট নাটকের সাথে সংশ্লিষ্ট সবাইকে। দোয়া করি এবার যেন প্রথম আলো পুরস্কারে এ নাটকটি প্রথম হয়। দিনার ভাই ও তৌসিফের অভিনয় সমাজ বাস্তবতা ফুটিয়ে তুলেছে। ধন্যবাদ সবাইকে।
সামাজিক শিক্ষার জন্য নাটকটি অত্যন্ত প্রয়োজনীয়। আসলেই শিক্ষার কোন শেষ নেই। আমাদের ভিতরের ভালো মানসিকতা কে বাঁচিয়ে রাখার জন্য প্রতিদিন লড়াই করে যেতে হবে আমৃত্যু পর্যন্ত। সবশেষে একজন ভালো মানুষের বড়ই প্রয়োজন এই পৃথিবীর।
আমার দেখা তৌসিফ মাহাবুব এর সেরা নাটক ছিলো এটা । পরিচালক কে ধন্যবাদ দিচ্ছি এবং দিপ্ত টিভি কে এমন একটা নাটক জীবন বাস্তবতা নিয়ে আমাদের মাঝে নতুন করে কিছু স্বপ্ন ধরে রাখার মটিবেট করার জন্য। আসলে ভালো মানুষ এর সাথে ভালোটাই হয় যদি না সে সত হয়। যদিও আমাদের বাস্তব জীবনের গল্পের খানিক টা বাস্তবায়ন করতে সময় লাগে, তবে দরর্য কারিকে আল্লাহ সময় মত তার চেষ্টার সকল পুরুষ্কার আল্লাহ নিজে দেন। মানুষ এই সমস্ত নাটক কেন দেখেনা জানি না। তবে বাস্তব জীবনে অনেক কিছু শিক্ষার আছে এই সুশীল সামাজীক নাটক এ। সবাই কে দেখার অনুরোধ রইলো হয়তো আমাদের জেনারোশনে কাজে দিবে।
নাটক জগতের এই দেখা একটা নাটকই ছিলো যার প্রতিটা অংশই ভালো লেগেছে। কোনো অশালীনতা, এ্যাডাল্ট মেয়ের অভিনয়, মাত্রাতিরিক্ত ধুর্ততা কিছু নেই এটাতে। বরং প্যালেস্টাইনের ব্যাপারে বিশেষ সুহৃদ প্রীতি রেখেছে। ধন্যবাদ ডিরেক্টর ও স্পঞ্জারদেরকে... আপনারা পুরুষ অভিনেতাদের কে কাজে লাগিয়ে এমন তৃপ্তিকর নাটক তৈরি করতে পারেন, যা ইসলামের সাথে কোনো সাংঘর্ষিকতা রাখবেনা বরং যথাসম্ভব হৃদ্যতা দেখাবে❤
এটা কোনো নাটক নয় আজ আমি অনেক কিছু শিখলাম নির্মাতার কাছ থেকে... জীবনে সবকিছু শেষ হয়ে যায় না প্রতিটি আগামীকাল নতুন ভাবে বাচায়। বাস্তবতার চরম নির্মান এই নাটক টা❤
নমস্কার আমি কোলকাতা থেকে তন্দ্রা মন্ডল 🙏।অসাধারণ একটা নাটক।কয়েকটি চরিত্র ও দৃশ্য স্বল্পে অনেক শিক্ষা ও অনেক সচেনতার মেসেজ দিয়ে গেলো নাটকটাতে।তবে আমরা কতটা নিতে পারলাম তা জিজ্ঞাসা চিহ্ন! লেখক ও অভিনয়ে সকলকে একরাশ শুভেচ্ছা ও শুভকামনা জানালাম 💐💐💐💐🙏🙏।
বিদায় বসন্তে -এই নাটক এক ব্যতিক্রম একটি নাটক..... এই নাটক আমাদের শিখিয়ে দিয়েছে বাস্তবতা কি জিনিস.... বাবারা তার পরিবার এর জন্য কত কষ্টই না করেন.... তাওসিফ মাহবুব এর মতো হাজারো অপরিচিত সেই ব্যক্তি একটি মানুষকে চিনে না জানে না কতই না উপকার করে.... পুরো নাটকটি একটি শিক্ষামুলক💔🙂
এই নাটকটি আমাদের এই শিক্ষা দেয় যে জীবনে সবকিছু শেষ হয়ে যায় না পরের দিনের সূর্য উদয়ের সাথে নিজেকে ও নতুন ভাবে মেলে ধরতে পারলেই জীবন সুন্দর ।ভালো থাকুক সবাই এই প্রার্থনা করি ❤
পরিচালককে অনেক ধন্যবাদ এমন একটা নাটক উপহার দেওয়ার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য, প্রেমের কাহিনি ছাড়াও যে এত সুন্দর নাটক উপহার দেওয়া যায় তা আপনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ ❤️🇵🇸
দেখেছি আর কেঁদেছি...... নাটকের কোন কোন অংশে নিজের জীবনের ঘটে যাওয়া বিশেষ মুহূর্তের স্মৃতি খুঁজে পেয়েছি......! নাটকের প্রতি আগ্রহ নেই কিন্তু এই শুরুর একটা ভিডিওর বিজ্ঞাপন দেখেই আকৃষ্ট হয়েছি পুরোটা দেখতে...... না ঘুমানো চোখের পাতা এইভাবে ভোর রাত্রে ভিজবে কল্পনায় ও ভাবিনি। দিন শেষে লেখক,পরিচালক,প্রযোজক, অভিনেতা ও কলা-কৌশলীবৃন্দ সবার প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন এবং হৃদয় নিংড়ানো নেক দোয়া। কেউ কেউ বলতে পারেন মিয়া দোয়া আসলো কোথা থেকে? এটা তো বিনোদন + ইত্যাদি ইত্যাদি (নেগেটিভ যা হয়ে থাকে...) প্রিয় সমালোচক ভাই.....! মেয়ে+অবৈধ প্রেম-ভালোবাসার ফুল জুড়ি আকথা-কুকথা, রম্যরস,অভদ্রতা,অশ্লীল বাচন ভংগী ইত্যাদি মুক্ত যে নাটক শিক্ষনীয় হতে পারে তার জন্য অন্তত নেক দোয়া আসতেই পারে। আল্লাহ রাব্বুল আলামিন ই উত্তম প্রতিদান প্রদানকারী ও জ্ঞানী।
এক কথায় খুবই সুন্দর কাহিনী, সমাজের সবাইকে একটি মেসেজ দেওয়া হল , তৌসিফ এর অভিনয় খুবই ভালো হয়েছে, সবচেয়ে মজার বিষয় কোন নায়িকা ছাড়া মাত্র চার জন লোক দিয়ে একটি নাটক কমপ্লিট করা, ধন্যবাদ পরিচালক এবং রাইটারকে
এখন আর কেন যে এমন বাস্তব সম্মত নাটক হয় না। যে নাটক দেখে মানুষ কিছু জানবে, কিছু শিখবে মনের অজান্তেই আবেগে চোখের কোনে বিন্দু বিন্দু নোলা জল চলে আসবে ধন্যবাদ পরিচালক কে
খুব ভালো লাগলো.... আমার জীবনের সাথে মিলে গেলো পুরোপুরি.... এ শহরে এমন হাজারো শুভ আর শহিদ আছে যারা টিকে থাকার লড়াইয়ে প্রতিনিয়ত হেরে গিয়েও আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টায় নিজেকে বিলীন করে চলছে।
অসাধারণ নাটক।পৃথিবীতে এখনো এই রকম হাজারো মানুষ রয়েছে। যারা শুধু অন্যদের ভাবে আর কাজ করে।অনেক কিছু শিখার আছে এই নাটকে।পরিচালককে অসংখ্য ধন্যবাদ। সামনে যেন আরো এই রকম বাস্তব গল্প আমাদের মাঝে তুলে ধরে।অসংখ্য ধন্যবাদ পরিচালককে।
অসাধারণ একটি নাটক। খুব সুন্দর করে ফিলিস্তিনি নির্যাতিত মানুষের কথা তুলে ধরার জন্য ধন্যবাদ পরিচালক কে। মানবিক কাজে সবাইকে এগিয়ে আসতে হবে খুব সুন্দর একটা মেসেজ ছিল নাটকে। খুব নিখুঁত অভিনয় করেছেন তৌসিফ মাহমুদ ভাই ধন্যবাদ সবাইকে এত সুন্দর একটি নাটক উপহার দেওয়ার জন্য আমাদেরকে।
চারদিকে উচ্ছৃঙ্খলতার ভীড়ে নাটকটি সুন্দর একটি ম্যাসেজ দিয়ে গেলো, নাটক যে সমাজের দর্পণ তা এসব নাটক দেখলেই মনে হয়। সাথে ফিলিস্তিনিদের নিয়ে সুক্ষ্ম ম্যাসেজ। সবকিছু মিলে নাটকটি অসাধারণ একটা কন্টেন্ট। ধন্যবাদ জানাই রাইটার, পরিচালক সহ অভিনেতা সবাইকে এবং দীপ্ত টিভিকে।
অসাধারণ বাস্তবতা ও ভিন্ন ধর্মি নাটক টা, যেমন কাহিনি তেমন তৌসিফ মাহবুব ভাইয়া ও সবাইর অভিনয় অস্থির ❤ জীবনে বহু নাটক দেখেছি কিন্তু এমন নাটক যে নাটকে বর্তমান সময়ের অনেক কিছু তুলে ধরা হয়েছে, ধন্যবাদ পরিচালক, ভালোবাসা অবিরাম তৌসিফ মাহবুব ভাই, আপনি ছাড়া এমন গল্পে কাউকে মানায় না❤
একটি সার্থক নাটকের প্রধান শর্ত হলো যাতে গল্প হৃদয় ছুঁয়ে যায়। অসাধারণ সংলাপ। অসামান্য একটা গল্প যা তৌসিফের অভিনয়ের স্পর্শে খরস্রোতা তটিনীর মতো দর্শককে আবেগে ভাসিয়ে নিয়ে যায় পরিনতির দিকে। এই ভয়ঙ্কর বাজার অর্থনীতির আবহে এইরকম মানবিক মূল্যবোধের নাটক বানিজ্য এনে দেবে না, একথা যেমন সঠিক, তেমনি বহু মানুষের আশীর্বাদ শ্রাবণের বর্ষা ধারার বর্ষিত হবে আপনাদের মস্তকে। পরিচালক কে অন্তহীন অভিনন্দন কোলকাতা থেকে....
বেস্ট👌 আমাদের দেশের নাটক গুলো এই ধরনের গল্প নিয়ে বানানো উচিৎ। আমার দেখা সেরা ৫ টা নাটকের মধ্যে এটা একটা। best of luck Tawsif Mahbub. আর হ্যা ২য় পার্ট হলে ভালো হবে হয়তো।
আমার দেখা অন্যতম সেরা নাটক 🎭।জীবনের জয়গানে মুখরিত হোক এই সমাজ , দেশ।অসাধারণ গল্প ।অপুর্ব চিত্রনাট্য।আর অভিনয় ,কোন কথা হবে না ।তৌসিফ মাহবুব , আমার দেখা অন্যতম সেরা অভিনেতা ।প্রতিটি নাটকে নিজেকে ভেঙ্গেচুরে নতুন অবতারে নিজেকে প্রকাশ করছেন 👏👏👏।প্রত্যেকের অভিনয়ই , অনবদ্য 👍। পরিচালনা অতুলনীয় । প্রজোযনা সংস্থাকে অসংখ্য ধন্যবাদ, এমন সুন্দর একটা নাটক উপহার দেওয়ার জন্য 👌। সবাইকে জানাই, অনেক অনেক শুভেচ্ছা ❤❤❤
মধ্যবিত্ত, চাকরি,টাকা-পয়সা 😑 যে জীবন বদরুলের,জোবেদার সত্যের সাথে তার হয় নাকো দেখা ! সুন্দর স্ক্রিপ্ট,সুন্দর ডায়লগ, এ যেনো আমাদেরই গল্প,কিন্তু বাস্তবে সুখের কোন ইন্ডিং-ই হয় নাহ ! এই টানা পোড়নের সার্কেল চলতেই থাকে 🥺 ধন্যবাদ 9/10 💥💖
আমি নাটক দেখলাম আমি আমি উপলব্ধি করলাম আমার বিগত দেখা নাটকগুলোর মধ্যে এটাই বেস্ট। নাটকটি দেখার সময় আমার অন্য রকম অনুভূতি হয়েছিল যা আমি বোঝাতে পারব না। যা আমাদের বাস্তব জীবনের সাথে মিলে যায়।
নাটক টা যারা দেখেছে তাদের মতো এখন আমাকেও বলতে হয়। আমি হতাশ এরকম একটা নাটক দেখে সত্যি অসাধারণ চিন্তা ধারা। বাস্তব মুখি নাটক শিক্ষা নিয় নাটক।আরেক টা কথা না বললেই নয় সেটা হলো কোন ধরনের অশালীন তা নেই। ভালো বাসা রইল পরিচালকের প্রতি❤❤❤
এই নাটকে নিজের চরিত্রকে দেখতে পেলাম। সারাজীবন অনাত্মীয়কে আত্নীয় ভেবে মানুষের জন্য করে গেছি। জীবনের কোথাও ঠেকে যাইনি, কোন না কোন রাস্তা ঠিকি খুজে পেয়েছি। হ্যা, খুব বেশি টাকা পয়সার মালিক হতে পারিনি। তবে প্রচণ্ড আত্নতুষ্টিতে থাকি সবসময়। ❤️
নাটকটা অনেক ভালো। গল্প, কাহিনী, অভিনয়, সবকিছু ভালো লাগছে ❤ তৌসিফ ভাই এর অভিনয় অতুলনীয়। মধ্যবিত্ত পরিবারের অবস্থা, চাকরি চলে যাওয়া, ভেঙে না পড়ে নতুন করে কিছু করার চেষ্টা, মানুষের বিপদে পাশে দাড়ান সবকিছু , নাটকটি দর্শকদের মনে দাগ কেটেছে ❤❤❤
এই নাটক থেকে আমরা অনেক কিছু শিখলাম 😢 পরিবার পরিজন নিয়ে দেখার মত একটা নাটক।এক কথায় তৌসিফ মাহবুব এর অভিনয় অকল্পনীয়। ধন্যবাদ জানাই পরিচালকে এতো সুন্দর একটা নাটক উপহার দেওয়ার জন্য।
মোশাররফ করিম ও সামিরা খান মাহি অভিনীত সোহেল হাসান পরিচালিত তীর নিবেদিত ঈদের বিশেষ নাটক "নেশার লাটিম",
দেখতে লিংকে ক্লিক করুন
th-cam.com/video/LR1S1nfCSus/w-d-xo.html
প্লিজ বিদায় বসন্তের মধ্যাহ্ন রোদে এই নাটকের দ্বিতীয় পাঠ বের করেন প্লিজ প্লিজ প্লিজ
4ধ😂
@@Mtkonnaজান্নাতুল নন ওও
Ami
আমি😅
আমি হতাশ😢 এত ভালো গল্পের নাটক,জীবনের গল্প আছে, মানুষের কথা আছে।
এই ধরনের নাটকে ভিউ হয়না। অথচ তথাকথিত প্রেমের নামে যা ইচ্ছে তাই নাটকের মিলিয়ন মিলিয়ন ভিউ হয়।
ভালো গল্পের নাটক আমরা যদি না দেখি তাহলে সামনের দিনগুলোতে ভালো নাটক হবে না।
আমাদের রুচির পরিবর্তন জরুরী।
ধন্যবাদ এই নাটকের কলাকুশলীকে। ভালো একটা গল্প বর্তমান সময় মানুষের জীবনকে একসাথ করার জন্য।
লাইক আর ভিও দেখে আমিও হতাশ
মানুষের রুচির দূরবীক্ষ চলছে।
এক কথায় অসাধারণ,,
আসলে ভাই পঁচা জীনিসের গন্ধ বেশি,,,
@@rojena-bm3kq সঠিক।
@@alrafsan7619 সহমত।
মাস্টারপিস।।।
এই ঈদের সব থেকে সেরা নাটক।। অনেক কিছু শেখার আছে এখান থেকে
জীবনের সাথে মিল রেখে নাটক টা তৈরি করছে। অনেক সুন্দর বলার ভাষা নেই।
কোন বেপর্দা নারী, প্রেম ভালোবাসার নামে ফালতু কাহিনী, কোন সস্তা আবেগ এগুলো কিছুই নেই নাটকটিতে।।।অসাধারণ একটা নাটক অথচ এই নাটকগুলোতে ভিউ হবে না কারণ রুচির দুর্ভিক্ষ আমাদের দেশে।।। দরকার নেই ভিউ লাইকের আপনারা চালিয়ে যান আমরা আপনাদের পাশে আছি সব সময়।।আশা করি এরকম নাটক আমাদেরকে উপহার দিবেন সবসময়।।
ভাই ঠিক বলছেন 😢
Abal
Inshallah ❤️
Agree
@@chandansamanta7098 tui mental.🤧
থেমে যেও না তোমার মত ছেলেরা থেমে গেলে এ সমাজ ভেঙে পড়বে। ওহ কি অসাধারণ সংলাপ। সেলুট নাটকের সাথে সংশ্লিষ্ট সবাইকে। দোয়া করি এবার যেন প্রথম আলো পুরস্কারে এ নাটকটি প্রথম হয়। দিনার ভাই ও তৌসিফের অভিনয় সমাজ বাস্তবতা ফুটিয়ে তুলেছে। ধন্যবাদ সবাইকে।
সামাজিক শিক্ষার জন্য নাটকটি অত্যন্ত প্রয়োজনীয়। আসলেই শিক্ষার কোন শেষ নেই। আমাদের ভিতরের ভালো মানসিকতা কে বাঁচিয়ে রাখার জন্য প্রতিদিন লড়াই করে যেতে হবে আমৃত্যু পর্যন্ত। সবশেষে একজন ভালো মানুষের বড়ই প্রয়োজন এই পৃথিবীর।
নায়িকা ছাড়া যে এত সুন্দর নাটক হয় আগে জানা ছিলো না। এক কথায় অসাধারণ ছিলো।
Akmot vai
Nice
এই প্রথম কোনো নায়িকার বা কোনো নারী ছারা নাটক দেখলাম , তাও নাটক টা যথেষ্টই ভালো লেগেছে , ভালোবাসা নেবে 🇮🇳🇮🇳
Amio
এরকমটা আমারও মনে হয়েছে
কামান ইন্ডিয়া
Ami potom bar deklam
এতো সুন্দর একটা গল্প,,,
বাস্তব গল্প
আমার দেখা তৌসিফ মাহাবুব এর সেরা নাটক ছিলো এটা । পরিচালক কে ধন্যবাদ দিচ্ছি এবং দিপ্ত টিভি কে এমন একটা নাটক জীবন বাস্তবতা নিয়ে আমাদের মাঝে নতুন করে কিছু স্বপ্ন ধরে রাখার মটিবেট করার জন্য। আসলে ভালো মানুষ এর সাথে ভালোটাই হয় যদি না সে সত হয়। যদিও আমাদের বাস্তব জীবনের গল্পের খানিক টা বাস্তবায়ন করতে সময় লাগে, তবে দরর্য কারিকে আল্লাহ সময় মত তার চেষ্টার সকল পুরুষ্কার আল্লাহ নিজে দেন। মানুষ এই সমস্ত নাটক কেন দেখেনা জানি না। তবে বাস্তব জীবনে অনেক কিছু শিক্ষার আছে এই সুশীল সামাজীক নাটক এ। সবাই কে দেখার অনুরোধ রইলো হয়তো আমাদের জেনারোশনে কাজে দিবে।
তৌসিফ মাহমুদের জীবনের শ্রেষ্ঠ নাটক
Hmm
আমার দেখা মতে ও
বিদায় বসন্তে মধ্যাহ্নের রোদে লুকিয়ে আছে হাজারো গল্প।যা রয়ে যায় অগোচরে।
নাটক জগতের এই দেখা একটা নাটকই ছিলো যার প্রতিটা অংশই ভালো লেগেছে। কোনো অশালীনতা, এ্যাডাল্ট মেয়ের অভিনয়, মাত্রাতিরিক্ত ধুর্ততা কিছু নেই এটাতে। বরং প্যালেস্টাইনের ব্যাপারে বিশেষ সুহৃদ প্রীতি রেখেছে। ধন্যবাদ ডিরেক্টর ও স্পঞ্জারদেরকে... আপনারা পুরুষ অভিনেতাদের কে কাজে লাগিয়ে এমন তৃপ্তিকর নাটক তৈরি করতে পারেন, যা ইসলামের সাথে কোনো সাংঘর্ষিকতা রাখবেনা বরং যথাসম্ভব হৃদ্যতা দেখাবে❤
ধর্ম টানিস কেন ধর্মান্ধ?
ভালজিনিসে গু লাগাতে আসিস কেন অন্ধ কানা??
Sundor bolechen❤
Thanks for comment
আমি একদম সত্যি কথা বলেছেন ভাই.. অনেক অনেক অসম্ভব সুন্দর একটা নাটক
এটা কোনো নাটক নয় আজ আমি অনেক কিছু শিখলাম নির্মাতার কাছ থেকে... জীবনে সবকিছু শেষ হয়ে যায় না প্রতিটি আগামীকাল নতুন ভাবে বাচায়।
বাস্তবতার চরম নির্মান এই নাটক টা❤
আপনার সাথে আমিও একমত❤
উফ একদম অসাধারণ
নমস্কার আমি কোলকাতা থেকে তন্দ্রা মন্ডল 🙏।অসাধারণ একটা নাটক।কয়েকটি চরিত্র ও দৃশ্য স্বল্পে অনেক শিক্ষা ও অনেক সচেনতার মেসেজ দিয়ে গেলো নাটকটাতে।তবে আমরা কতটা নিতে পারলাম তা জিজ্ঞাসা চিহ্ন! লেখক ও অভিনয়ে সকলকে একরাশ শুভেচ্ছা ও শুভকামনা জানালাম 💐💐💐💐🙏🙏।
শিক্ষনীয় ১টা নাটক ❤❤❤
ফিলিস্তিন ইস্যুটা তুলে ধরার জন্য অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর আমার মনে হয় তৌসিফ মাহবুবের রোল করা এ পর্যন্ত সবচেয়ে ভালো অভিনয় ছিল এটা।
এই রকম সুন্দর নাটক তৌসিফ ভাই এর কাছেই আশা করি , বাস্তব কাহিনী, love you সকলকে
বিনা প্রশ্নে সর্বকালের সেরা বাংলা নাটক।
কোনো বেপর্দা মেয়ে আর সস্তা আবেগ দেখানো হয়নি নাটকে।
নাটকের প্রত্যেকটা সদস্যদের জাযাকাল্লাহু খাইরান।
ভালো লাগলো অনেক। এমন জীবনমুখী হওয়া উচিত নাটক গুলো....
এত ভালো, সাবলীল, অসাধারণ, পরিনত অভিনয় @Tawsif Mahbub!
নাটকের মতো বাস্তব জীবনেও ভালো মানুষ গুলোর কষ্ট বেশি।
ঠিক বলেছেন ❤
বিদায় বসন্তে -এই নাটক এক ব্যতিক্রম একটি নাটক..... এই নাটক আমাদের শিখিয়ে দিয়েছে বাস্তবতা কি জিনিস.... বাবারা তার পরিবার এর জন্য কত কষ্টই না করেন.... তাওসিফ মাহবুব এর মতো হাজারো অপরিচিত সেই ব্যক্তি একটি মানুষকে চিনে না জানে না কতই না উপকার করে.... পুরো নাটকটি একটি শিক্ষামুলক💔🙂
আমি
তুমি থেমে যেওনা,তোমার মত ছেলেরা থেমে গেলে এই সমাজ ভেঙ্গে পড়বে। তখন আমাদের দেখার কেউ থাকবে না।
এই নাটকটি আমাদের এই শিক্ষা দেয় যে জীবনে সবকিছু শেষ হয়ে যায় না পরের দিনের সূর্য উদয়ের সাথে নিজেকে ও নতুন ভাবে মেলে ধরতে পারলেই জীবন সুন্দর ।ভালো থাকুক সবাই এই প্রার্থনা করি ❤
আমরা সবাই তৌসিফ মাহবুব কে ধন্যবাদ জানায় সুতরাং এই নাটকের পটভূমি সব নাটকের থেকে উপরে।
জীবনের চরম বাস্তবতা নিয়ে অসাধারণ নাটক 👌👌❤️🌹
পরিচালককে অনেক ধন্যবাদ এমন একটা নাটক উপহার দেওয়ার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য, প্রেমের কাহিনি ছাড়াও যে এত সুন্দর নাটক উপহার দেওয়া যায় তা আপনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ ❤️🇵🇸
প্রতিটা মুহুর্ত মন ছুয়ে গেছে,, বিশ্বের বর্তমান পরিস্থির কাহিনীও তুলে ধরা হয়েছে,,এক কথা আদর্শ নাটক।🥰
বহুদিন পর খুব সুন্দর একটা নাটক দেখলাম। সাধারণ গল্প টা কতটা অসাধারণ করে সাজানো হয়েছে।। আর শুভ এবং শহীদ ভাই অনবদ্য!
A drama has a lot of emotions with Heart touching feeling... ❤❤❤
বাহ্ বহু দিন পরে মনের মতো নাটক দেখলাম ❤
দেখেছি আর কেঁদেছি...... নাটকের কোন কোন অংশে নিজের জীবনের ঘটে যাওয়া বিশেষ মুহূর্তের স্মৃতি খুঁজে পেয়েছি......!
নাটকের প্রতি আগ্রহ নেই কিন্তু এই শুরুর একটা ভিডিওর বিজ্ঞাপন দেখেই আকৃষ্ট হয়েছি পুরোটা দেখতে......
না ঘুমানো চোখের পাতা এইভাবে ভোর রাত্রে ভিজবে কল্পনায় ও ভাবিনি।
দিন শেষে লেখক,পরিচালক,প্রযোজক, অভিনেতা ও কলা-কৌশলীবৃন্দ সবার প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন এবং হৃদয় নিংড়ানো নেক দোয়া।
কেউ কেউ বলতে পারেন মিয়া দোয়া আসলো কোথা থেকে? এটা তো বিনোদন + ইত্যাদি ইত্যাদি (নেগেটিভ যা হয়ে থাকে...)
প্রিয় সমালোচক ভাই.....! মেয়ে+অবৈধ প্রেম-ভালোবাসার ফুল জুড়ি আকথা-কুকথা, রম্যরস,অভদ্রতা,অশ্লীল বাচন ভংগী ইত্যাদি মুক্ত যে নাটক শিক্ষনীয় হতে পারে তার জন্য অন্তত নেক দোয়া আসতেই পারে।
আল্লাহ রাব্বুল আলামিন ই উত্তম প্রতিদান প্রদানকারী ও জ্ঞানী।
আমার জীবনে দেখা সবচেয়ে সুন্দর গল্পের একটি নাটক।
এক কথায় খুবই সুন্দর কাহিনী, সমাজের সবাইকে একটি মেসেজ দেওয়া হল , তৌসিফ এর অভিনয় খুবই ভালো হয়েছে, সবচেয়ে মজার বিষয় কোন নায়িকা ছাড়া মাত্র চার জন লোক দিয়ে একটি নাটক কমপ্লিট করা, ধন্যবাদ পরিচালক এবং রাইটারকে
অসম্ভব সুন্দর একটা নাটক বাস্তবতায় মোড়ানো.... অশ্লীলতার স্রোতে একরকম নাটক গুলো হৃদয়ে আশা জোগায়.....ধন্যবাদ সকলকে
অজান্তেই চোখ গড়িয়ে পানি পরলো 😭
কোনদিন কোন নাটকে আমি কমেন্টস করিনি, কিন্তু এই নাটকটা আমার হৃদয়ে গেঁথে গেছে, অনেক শিক্ষনীয় নাটক।
আমিও সেম
এখন আর কেন যে এমন বাস্তব সম্মত নাটক হয় না। যে নাটক দেখে মানুষ কিছু জানবে, কিছু শিখবে মনের অজান্তেই আবেগে চোখের কোনে বিন্দু বিন্দু নোলা জল চলে আসবে ধন্যবাদ পরিচালক কে
নাটক আসলে এমন হওয়া উচিত। যেটা থেকে মানুষ কিছু জানবে, বুঝবে ও শিখবে। খুবই ভালো লাগলো, ❤❤
এই ঈদের সেরা নাটকগুলোর আরেকটা দেখতেছি👍আসলেই অসাধারণ, জীবন যেখানে যেমন👍জীবন যুদ্ধ চলছেই, এর শেষ একদিনই হবে, যেদিন আর.................!
অসাধারণ এক নাটক।
যেন বাস্তব জীবনের এক টুকরো প্রতিচ্ছবি।
অনেক কিছু শিখিয়েছে আমাদের।
খুব ভালো লাগলো.... আমার জীবনের সাথে মিলে গেলো পুরোপুরি.... এ শহরে এমন হাজারো শুভ আর শহিদ আছে যারা টিকে থাকার লড়াইয়ে প্রতিনিয়ত হেরে গিয়েও আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টায় নিজেকে বিলীন করে চলছে।
অসাধারণ নাটক।পৃথিবীতে এখনো এই রকম হাজারো মানুষ রয়েছে। যারা শুধু অন্যদের ভাবে আর কাজ করে।অনেক কিছু শিখার আছে এই নাটকে।পরিচালককে অসংখ্য ধন্যবাদ। সামনে যেন আরো এই রকম বাস্তব গল্প আমাদের মাঝে তুলে ধরে।অসংখ্য ধন্যবাদ পরিচালককে।
অসম্ভব সুন্দর, বেঁচে থাকুক চির অমর হয়ে মানবতা। মানুষতো মানুষেরই জন্য, জীবন জীবনের জন্য যদি মানবতা অটুট থাকে। ধন্যবাদ সবাইকে। ❤
এই প্রথম নায়িকা ছাড়া এতো সুন্দর একটা নাটক দেখলাম সত্যিই মন ছুঁয়ে যাওয়ার মতো একটা নাটক
অনেক দিন পর একটা মনের মতো নাটক দেখলাম ধন্যবাদ পরিচালক অভিনয় শিল্পী সবাইকে
Tawsif vaiyer jonno 10 ta laik hoye jak
অসাধারণ একটি নাটক।
খুব সুন্দর করে ফিলিস্তিনি নির্যাতিত মানুষের কথা তুলে ধরার জন্য ধন্যবাদ পরিচালক কে।
মানবিক কাজে সবাইকে এগিয়ে আসতে হবে খুব সুন্দর একটা মেসেজ ছিল নাটকে।
খুব নিখুঁত অভিনয় করেছেন তৌসিফ মাহমুদ ভাই ধন্যবাদ সবাইকে এত সুন্দর একটি নাটক উপহার দেওয়ার জন্য আমাদেরকে।
চারদিকে উচ্ছৃঙ্খলতার ভীড়ে নাটকটি সুন্দর একটি ম্যাসেজ দিয়ে গেলো, নাটক যে সমাজের দর্পণ তা এসব নাটক দেখলেই মনে হয়। সাথে ফিলিস্তিনিদের নিয়ে সুক্ষ্ম ম্যাসেজ। সবকিছু মিলে নাটকটি অসাধারণ একটা কন্টেন্ট। ধন্যবাদ জানাই রাইটার, পরিচালক সহ অভিনেতা সবাইকে এবং দীপ্ত টিভিকে।
অসাধারণ বাস্তবতা ও ভিন্ন ধর্মি নাটক টা, যেমন কাহিনি তেমন তৌসিফ মাহবুব ভাইয়া ও সবাইর অভিনয় অস্থির ❤
জীবনে বহু নাটক দেখেছি কিন্তু এমন নাটক যে নাটকে বর্তমান সময়ের অনেক কিছু তুলে ধরা হয়েছে, ধন্যবাদ পরিচালক, ভালোবাসা অবিরাম তৌসিফ মাহবুব ভাই, আপনি ছাড়া এমন গল্পে কাউকে মানায় না❤
অসম্ভব সুন্দর, বেঁচে থাকুক চির অমর হয়ে মানবতা! মানুষতো মানুষেরই জন্য, জীবন জীবনের জন্য যদি মানবতা অটুট থাকে! ধন্যবাদ সবাইকে! 😢❤🎉😮
অসাধারণ,,বাস্তবতার স্পর্শে শিক্ষনীয়'র ছোঁয়া
ভীষণ ভালো লাগলো নাটকটি🥰
টিকটক বা ফেসবুক থেকে কারা কারা এসেছো দেখি তাদের ...!! 👀💗
আমি f
Ami❤
আমি টিকটিক থেকে আসছি 🤭
আমি এখন আসলাম
আমি
অনেক দিন পর বেতিক্রম ধ´মী নাটক দেখলা...বাস্তব জীবন সত্যি বড্ড কঠিন...আল্লাহ তুমি সবার প্রতি রহমত নাজিল করো...🤲
গল্প ও অভিনয় মিলে অসাধারণ।
এই ঈদের সেরা নাটক ছিল, বাস্তবতা একে বারে ফুটে উঠেছে, আই লাভ all
মাশাআল্লাহ... অনেক ভালো লাগলো নাটক টা..🥰 আমার জিবনে সেরা নাটক গুলোর মধ্যে এটা একটা. অনেক কিছু শিখলাম 😊😊Thanks All take love 🌹💚
এসব কাহিনীর নাটক গুলো এককথায় অসাধারন। যা না দেখে মানুষ ফালতু নাটক দেখে
আসাধরন নাটক । আমার দেখা সেরা ৫ টির মাঝে একটি । এই নাটকের সাথে জড়িত সাবাইকে ভালবাসা ।
একটি সার্থক নাটকের প্রধান শর্ত হলো যাতে গল্প হৃদয় ছুঁয়ে যায়। অসাধারণ সংলাপ। অসামান্য একটা গল্প যা তৌসিফের অভিনয়ের স্পর্শে খরস্রোতা তটিনীর মতো দর্শককে আবেগে ভাসিয়ে নিয়ে যায় পরিনতির দিকে।
এই ভয়ঙ্কর বাজার অর্থনীতির আবহে এইরকম মানবিক মূল্যবোধের নাটক বানিজ্য এনে দেবে না, একথা যেমন সঠিক, তেমনি বহু মানুষের আশীর্বাদ শ্রাবণের বর্ষা ধারার বর্ষিত হবে আপনাদের মস্তকে। পরিচালক কে অন্তহীন অভিনন্দন কোলকাতা থেকে....
আহা...! কি নিদারুণ নিষ্ঠুর সত্যের এই ধরনী। ওয়ান অফ দ্যা বেষ্ট নাটক আমার দেখা❤️❤️🖤
Really
বেস্ট👌 আমাদের দেশের নাটক গুলো এই ধরনের গল্প নিয়ে বানানো উচিৎ। আমার দেখা সেরা ৫ টা নাটকের মধ্যে এটা একটা। best of luck Tawsif Mahbub. আর হ্যা ২য় পার্ট হলে ভালো হবে হয়তো।
Ami ekmot
হাল ছেড়ে দিও না আল্লাহ কাউকে নিরাশ করে নাহ!
আল্লাহর উপর বিশ্বাস রাখো,
সময় মতো সব আশা পুরণ হবে!! ❤️
ইনশাআল্লাহ ❤️🥀
এতো সুন্দর শিক্ষনীয় নাটক। আমি কখনো দেখিনী৷ মন থেকে ধন্যবাদ অভিনেতা, পরিচালক এবং নাটকের সাথে জড়িত সকল'কে৷ আশা করি এমন নাটক আরো দেখতে পাবো৷ ❤
সত্যিই অসাধারণ 😊
তৌসিফ এর যতগুলো নাটক আছে, আমার দেখা সবচেয়ে সুন্দর উত্তম নাটক এটি 💞
এই নাটক টি থেকে অনেক কিছু শেখার আছে ভালবাসা অবিরাম প্রিয় তৌসিফ ভাই❤️🇪🇭
মন ছুয়ে গেলো 🥰👌
দারুণ অভিনয় তৌসিফ মাহবুব ❤️🩹
প্রচুর পরিমাণ শিখার আছে,
জিবণে চলার পথে, এমন অনেক মহান মানুষ আছে, যে অন্য কে একটু সহায়তা করলে তার জিবণ পড়ি পৃরন ও সঠিক হয়ে যায়,
তৌসিফ মাহবুব মানেই ভালোবাসা ও ভালোলাগার গল্প সবসময় ❤❤
আমার জীবনে প্রথম নায়িকা ছাড়া নাটক দেখলাম, অসাধারণ অনেক সুন্দর হয়েছে অভিনন্দন তোসিফ কে
তৌসিফ এর অভিনয় দেখে মনে হচ্ছে উনি বাস্তবে ও ভাল মনের মানুষ ❤
আমার দেখা অন্যতম সেরা নাটক 🎭।জীবনের জয়গানে মুখরিত হোক এই সমাজ , দেশ।অসাধারণ গল্প ।অপুর্ব চিত্রনাট্য।আর অভিনয় ,কোন কথা হবে না ।তৌসিফ মাহবুব , আমার দেখা অন্যতম সেরা অভিনেতা ।প্রতিটি নাটকে নিজেকে ভেঙ্গেচুরে নতুন অবতারে নিজেকে প্রকাশ করছেন 👏👏👏।প্রত্যেকের অভিনয়ই , অনবদ্য 👍। পরিচালনা অতুলনীয় । প্রজোযনা সংস্থাকে অসংখ্য ধন্যবাদ, এমন সুন্দর একটা নাটক উপহার দেওয়ার জন্য 👌। সবাইকে জানাই, অনেক অনেক শুভেচ্ছা ❤❤❤
অনেক দিন পরে একটা নাটক মন ছুয়ে গেল।
মধ্যবিত্ত, চাকরি,টাকা-পয়সা 😑
যে জীবন বদরুলের,জোবেদার
সত্যের সাথে তার হয় নাকো দেখা !
সুন্দর স্ক্রিপ্ট,সুন্দর ডায়লগ, এ যেনো আমাদেরই গল্প,কিন্তু বাস্তবে সুখের কোন ইন্ডিং-ই হয় নাহ ! এই টানা পোড়নের সার্কেল চলতেই থাকে 🥺
ধন্যবাদ 9/10 💥💖
এটা Best নাটকগুলোর মধ্যে একটা । নাটক তো এমনই হওয়া উচিত। ইদের সেরা নাটক। সত্যিই সেরা❤❤❤
নাটক টা সেরা ১০ এর তালিকায় থাকবে আশা করি
Tawsif Mahbub ashadharon!!!
❤👍
আমি নাটক দেখলাম আমি আমি উপলব্ধি করলাম আমার বিগত দেখা নাটকগুলোর মধ্যে এটাই বেস্ট। নাটকটি দেখার সময় আমার অন্য রকম অনুভূতি হয়েছিল যা আমি বোঝাতে পারব না। যা আমাদের বাস্তব জীবনের সাথে মিলে যায়।
অসাধারণ নাটক,,দারুণ মেসেজ জাতীর জন্য ❤❤❤
বাস্তব
কে কে আমার মতো ফেসবুক থেকে দেখে এসেছেন.? তারাই লাইক দিন
আমও😅
আমিও ঠিক আপনার মতো
এখন পেজবোকে দেখে আসলাম
তোসিফ ভাইয়ের বন্দুর মেয়ের কেরেক্টারটা অনেক ভালো লেগেছে বিশেষ করে মেয়েটার সালাম দেওয়ার মূহূত্বটা খুব ভালো লাগছে খুবি ভালো একটা story,,,,, ❤❤❤❤❤
চমৎকার একটা নাটক, ১০০% অশ্লীলতা মুক্ত। নাটকটি নির্মাণের সাথে যারা জড়িত সকলের প্রতি অনেক অনেক শুকরিয়া।
এবারের ঈদুল ফিতরের শ্রেষ্ঠ নাটক
❤😅
২০২৪ এর সেরা নাটক ❤
নাটক টা যারা দেখেছে তাদের মতো এখন আমাকেও বলতে হয়। আমি হতাশ এরকম একটা নাটক দেখে সত্যি অসাধারণ চিন্তা ধারা। বাস্তব মুখি নাটক শিক্ষা নিয় নাটক।আরেক টা কথা না বললেই নয় সেটা হলো কোন ধরনের অশালীন তা নেই। ভালো বাসা রইল পরিচালকের প্রতি❤❤❤
কোন বলার ভাষা নায় 😢😢,চোখ দিয়ে পানি চলে আসছে, ফিলিস্তিন শিশুদের নিয়ে কথা বলেছে, অসাধারণ,, প্রথম একটা নাটক দেখতাম, তার থেকে কোন নাটক বেস্ট হতে পারে না
A wonderful story line and thanks to support plahestin 🇵🇸
এই নাটকে নিজের চরিত্রকে দেখতে পেলাম।
সারাজীবন অনাত্মীয়কে আত্নীয় ভেবে মানুষের জন্য করে গেছি।
জীবনের কোথাও ঠেকে যাইনি, কোন না কোন রাস্তা ঠিকি খুজে পেয়েছি।
হ্যা, খুব বেশি টাকা পয়সার মালিক হতে পারিনি। তবে প্রচণ্ড আত্নতুষ্টিতে থাকি সবসময়। ❤️
কি বলব আর কি লেখব এ যেন বাস্তব জীবনের গল্প ❤️
ভালো লাগছে নাটকটি ❤
ধন্যবাদ পুরো টিম কে।
অল্প ভুলেই মানুষ ছেড়ে যায় অথচ হাজার
ভুলের পরেও মহান আল্লাহ ক্ষমা করে দেয় সুবহানাল্লাহ
তৌসিফ ভাই অভিনয় খুবই ভালো লেগেছে 🥰
ভাইয়ের অভিনীত নাটক সবসময় খুবই ভালো লাগে ❤❤
নাটকটা অনেক ভালো। গল্প, কাহিনী, অভিনয়, সবকিছু ভালো লাগছে ❤
তৌসিফ ভাই এর অভিনয় অতুলনীয়।
মধ্যবিত্ত পরিবারের অবস্থা, চাকরি চলে যাওয়া, ভেঙে না পড়ে নতুন করে কিছু করার চেষ্টা, মানুষের বিপদে পাশে দাড়ান সবকিছু , নাটকটি দর্শকদের মনে দাগ কেটেছে ❤❤❤
এখনকার নাটক শুধু প্রেম ভালোবাসা নিয়ে, যাহা খুবই বিরক্তিকর
প্রযোজক সাহেবকে অনেক ধন্যবাদ,এমন সুন্দর একটা নাটক উপহার দেওয়ার জন্য
এই নাটক থেকে আমরা অনেক কিছু শিখলাম 😢 পরিবার পরিজন নিয়ে দেখার মত একটা নাটক।এক কথায় তৌসিফ মাহবুব এর অভিনয় অকল্পনীয়। ধন্যবাদ জানাই পরিচালকে এতো সুন্দর একটা নাটক উপহার দেওয়ার জন্য।
অসাধারণ ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
হায় আফসোছ এই নাটক ভিউ কম কিন্তু নাটক আমার দেখা সেরা নাটকের মধ্যে এক টা ❤
তৌসিফ ইদানিং দারুন সব নাটক করছে।
এর থেকে শিক্ষনীয় নাটক আর হয়না❤️