Smritisharok (স্মৃতিস্মারক) | Tasnia Farin | Tawsif Mahbub | Nouman | Ria | Masum | Mili | EID Natok
ฝัง
- เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024
- Smritisharok (স্মৃতিস্মারক) | Tasnia Farin | Tawsif Mahbub | Nouman | Ria | Masum | Mili | EID Natok
Presenting New Bangla EID Natok " Smritisharok (স্মৃতিস্মারক) ” This Bangla new drama is directed by Ashikur Rahman . THE Producer is Akbor Haider Munna. Starring by Tawsif Mahbub, Tasnia Farin, Shibly, Nouman, Riya Ghosh & many more in lead cast.
স্মৃতিস্মারক
Story | Shakhawat Hossen
Screenplay | Monirul Islam Rubel
Dialogue | Shakhawat Hossen & Monirul Islam Rubel
Direction | Ashikur Rahman
The Producer | Akbor Haider Munna
Executive Producer | Khan Mohammed Badruddin Fakhrul Haasan
Cast | Tawsif Mahbub, Tasnia Farin, Shibly, Nouman, Riya Ghosh, Aymon Shimla Muntasir Shahriar Syed Nazmus Sakib
Chief Assistant Director | Foisal Agun
Assistant Director | Sheikh Shuvo Md Arfin Islam
Cinematography | Sumon Hossain
Gaffer | Tofizul Islam
Art Direction | Shajib Rehman
Costume Design | Eimon Khandker
Make up | Shohag Hosen
Production Controller | Din Islam Dinar
Edit & Color | Mithun Devnath
Background Score | Neel Kamrul
Lyrics | Kazi Hasibul Alam
Composition | Jahid Nirob
Vocal | Shibu Kumar Shil
Sound Design | Bau La Nazmul
Photography | Zahid Hasan Zibon
Typography | Mominur Rahman Royal
Publicity Design | Md Didar Hossen
#Smritisharok
#স্মৃতিস্মারক
#tasniafarin
#TawsifMahbub
#BanglaNatok
#BanglaNatok2024
#BanglaNatok
#newbanglanatok2024
#newbanglanatok2024
#banglanatok2024
#club11entertainment
#banglanatok
#bangladrama
#banglanewnatok
#banglanewdrama
#newbanglanatok
#newbangladrama
#banglanatoknew
#bangladramanew
#banglanewdrama2024
#latestbanglanatok
#latestbangladrama
#bangladeshinatok2024
#bangladeshidrama2024
#banglanotunnatok
#banglanotundrama
#বাংলানাটক
#বাংলাড্রামা
#বাংলানতুননাটক
#বাংলানতুনড্রামা
Share your thoughts on this drama in the comments section, and remember to subscribe to our channel. Hit the bell icon to be the first to catch our latest video. We appreciate your ongoing support!
ANTI-PIRACY NOTICE
This content is the copyrighted property of Club 11 Entertainment. Unauthorized reproduction, redistribution, or re-upload of this material is strictly prohibited. Legal action will be pursued against those who infringe upon the copyright of the presented material.
All rights are reserved by Club 11 Entertainment. The visual and audio elements are copyrighted content of Club 11 Entertainment, and any unauthorized publishing is strictly prohibited.
আমার বিচ্ছেদ হয়েছে আজ ৮ মাস। বিচ্ছেদ টা অবশ্য আমিই করেছিলাম কারণ সে আমার সাথে ভালো ছিল না সে বলেছিল আমাকে নিজের মুখে যা আমি তোমার সাথে ভালো নেই তাই সরে এসেছিলাম তার রাস্তা থেকে আজ তার নতুন এক সঙ্গী হয়েছে সে এখন হয়তো তার সাথে ভালো আছে । আজ অনেকদিন পর এই রকম একটা সুন্দর নাটক দেখলাম দেখে সত্যিই চোখে জল চলে এলো ভাবতে পারিনি শেষটা এরকম হতে পারে । ভালো থাকুক সবার প্রিয় মানুষ এরাম বিচ্ছেদ যেন কারো না হয় বিচ্ছেদের যন্ত্রণা অনেক কষ্টের আর সবার মতো আমিও আমার কমেন্টটা এখানে রেখে গেলাম যদি কেউ লাইক দেয় তাহলে নোটিফিকেশন থেকে আবারও আসবো এইখানে এই নাটকটা দেখতে অসম্ভব সুন্দর একটি নাটক❤
💔
জি
আমাদেরও বিচ্ছেদ হওয়ার পথে😢
@@tamimikbal-td9vh chinta koro na bicchad hbe na
কেন আপনার বিচ্ছেদ হয়েছিল
gaanta shundor ❤
শূন্য করে গেলে (45:08, 54:18)
Lyrics :
শূন্য করে গেলে, তুমি এই করেছো ভালো।
স্মৃতিস্মারক জুড়ে তাই ভীষণ আধার কালো!
হাত দুটো তোমার, আজ অন্য হাতে বাঁধা।
এই বেদনার দুর্বিপাকেই জীবন গোলকধাঁধা!
যাও চলে যাও বহুদূরে, খুজবো না তোমায় আর।
মন খারাপের দিনে দিও, তোমায় ভাবার অধিকার!
যাও চলে যাও বহুদূরে, খুজবো না তোমায় আর।
শুধু মন খারাপের দিনে দিও, তোমায় ভাবার অধিকার!
............................................................
............................................................
ঘাসের তোড়ায় ফুল, কার ছিলো কি ভুল।
কার ছিলো দোষ, পৌষের রাতে ভাঙা এক মাস্তুল!
ফেনিল সমুদ্দুর, তার কান্না মাখা সুর।
এখন আমি দুঃখ কুড়াই, ব্যথার অচিনপুর!
যাও চলে যাও বহুদূরে, খুজবো না তোমায় আর।
মন খারাপের দিনে দিও, তোমায় ভাবার অধিকার!
যাও চলে যাও বহুদূরে, খুজবো না তোমায় আর।
শুধু মন খারাপের দিনে দিও, তোমায় ভাবার অধিকার!
পরবে আমায় মনে, জনশূন্য নির্জনে।
তখন আমি বিষন্ন এক একলা তারার সনে!
দেখছি তোমায় খুব, তুমি কাঁদছো বুঝি আজ।
যেনো দূরে গেলেও কাছেই ছিলাম হয়ে আদূরে বাতাস!
যাও চলে যাও বহুদূরে, খুজবো না তোমায় আর।
মন খারাপের দিনে দিও, তোমায় ভাবার অধিকার!
যাও চলে যাও বহুদূরে, খুজবো না তোমায় আর।
শুধু মন খারাপের দিনে দিও, তোমায় ভাবার অধিকার!
গান টা কোথায় পাব ইউটিউব এ পাচ্ছিনা।
গানটি কার গাওয়া
@@rezwanasFamily শিবু কুমার শীল
ওনার আরো কিছু গান : এ হাওয়া, না বলা ফুল....
লাশের তোড়ায় ফুল লিখে ইউটিউবে সার্চ দিলে গানটা পাওয়া যাবে।
Ganta kono vabei pa66i na.aktu bolben plz kothai kivabe pabo
ভাই আমি স্ক্রিপ্ট রাইটার কে প্রশ্ন করবো কিভাবে লিখলেন এমন মাষ্টার পিস গল্প। এক কথাই ইউনিক। আর ডিরেক্টর কে বলব মেকিং জাস্ট অন্য লেভেলের। সবশেষে অভিনেতা আর নেত্রীদের বলতে চাই আপনারা সেরা ছিলেন। ভালবাসা সবাইকে এমন মুগ্ধকর কাজ উপহার দেয়ার জন্য..❤
সব গল্প গল্প হয়না😌💔
Write
@@upasanabag79 হাই সুইট আপু
সাখাওয়াত ভাই বরাবরই ভালো লেখেন
@@Arifakhatun689 হাই সুইট আপু
রিং টা ফেরত চাইতে দুই দুই বার দৃঢ় ভাবে "না" করাটা আমার কাছে এই নাটকের সবচাইতে শ্রেষ্ঠ অংশ বলে মনে হয়েছে। আমি বিবাহিত, আমাদের একটি সন্তানও আছে এবং আমরা খুব খুব সুখে আছি। তাও জানিনা কেনো নাটকটি দেখার পর মনটা খুব খারাপ লাগছে ।ভালো থাকুক সকল ভালোবাসার মানুষেরা। ❤❤
আমি ও আপনার মতো একজন
Yes, I have also liked that NO
নাটকটা মন ছুঁয়ে গেছে! কেঁদেছি অনেক! এই নাটকটা এতটাই মনে ছুঁয়ে গেছে যে... আর কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি নাহ! যাদের জীবনে একজন প্রিয় মানুষ আছে... আর তাকে কাছে চাইলেও কাছে না পাওয়ার আক্ষেপ আছে... তারা এই নাটকের মর্মকথা গুলো অনেক বেশি বুঝতে পারবে!
আমিও স্মৃতি স্মারক হিসেবে এই কমেন্ট টা করে রাখলাম... যেন অনেক বছর পরে কেউ আমার এই কমেন্টটা পড়ে লাইক দিলে, যদি ততদিন আমি বেঁচে থাকি তাহলে তখন আমি আমার আজকের এই ক্ষতটা আবার অনুভব করতে পারবো!
সম্পর্কের দূরত্বটা আসলেই ভীষণ ক্ষতিকর!
সম্পর্কে পরস্পরের প্রতি সমপরিমাণ যত্ন না থাকলে... একসময় সব শেষ হয়ে যায়! পরে হাজার আক্ষেপ করলেও কিছুই আর ফিরে পাওয়া যায় নাহ!
হুম প্রায় মানুষকে নিজের করে না পাওয়ার আক্ষেপ টা অনেক কষ্টের🥹🥺
Hmm balobasar manush ka bola thaka sombob nah
এই নাটক এর সারমর্ম হলো মেয়েরা একটু সময় কম পেলে আরেকজনের দিকে ঘুরে যায়
প্রিয় মানুষ টা কে হারানোর যন্ত্রণা যে এতো বেশি কঠিন নিজের সাথে না ঘটলে বুঝতে পারতাম না
Kisu bolar moto vasha nai ato sundor akta natok
রিং টা ফেরত না দেয়া,
এমনকি একবারের জন্যও পরতে না দেয়া এবং
ট্রেনে (Imagination) বিদায় দেয়া
এক কথায় অসাধারন।
বচজগ🎉🎉😢😮এহহগনআহ
Emotions ❤
এটাই নাটকটাকে অনন্য করেছে.....
এটাই নাটকটাকে অনন্য করেছে.....
রিংটা ফেরত না দেওয়া, এমনকি একবারের জন্য পড়তে না দেওয়া, আমার কাছে এটাই রাইট মনে হয়েছে? এক কথায় অসাধারণ নাটকটি ❤️❤️❤️
এদেশের নাটকগুলি দিনদিন এমন হচ্ছে, নাটকের লেখককে বুকের বামপাশে জড়িয়ে ধরতে খুবই ইচ্ছে করছে । অনেক ধন্যবাদ এতো সুন্দর নাটক উপহার দেওয়ার জন্যে ❤❤❤❤
শব্দটা বুকের হবে যুকের নয়, বানানে ভূল করেছেন।
ভুল বানানটা ভুল লিখেছেন।।।।। @@mdriyadnoor1841
সত্যি বলতে নাটকটা অসাধারণ হয়েছে।
কিন্তু আমাদের একটায় সমস্যা ভালো নাটক
বুজি খালি হাসাহাসি কিন্তু নাটকের সুন্দর গল্প এইগুলো বুজিনা। সত্যি বলতে এই নাটকে অভিনয় অসাধারণ
আমার পক্ষ থেকে নির্মাতার সকল কলাকৌশলি ধন্যবাদ।
আশাবাদী সামনে এইরকম সুন্দর উপহার দিবন।❤
😂😂
লাস্টে বুক ভারি হয়ে গেলো,,চোখ জ্বলজ্বল করছে পানিতে।এই অনুভূতি টা পরিচালক সাহেব আমাদের দিতে পেরেছেন। 😢
পরিচালক এখানেই সাকসেস..! ❤🌸🥀💔
এখন রাত ৪ টা,আমি দেখবো না দেখবো না বলেও কখন যে নাটক টা শেষ করে ফেললাম বুঝতেই পারলাম না 🙂🙂
অদ্ভুত সুন্দর ভালোবাসা,মায়া,বিচ্ছেদ।
এক কথায় অসাধারণ। ❤
ঠিক বলেছেন
ঠিক আমিও রাত ৪ টার সময় নাটক টা দেখা শুরু করলাম দেখবো না দেখবো না করে শেষ করে পেললাম😮 কারন তাসনিয়া ফারিন কে আমি একটুও দেখতে পারি না তাই বাবছি দেখবো না.. কিন্তু নাটক টা দারুন চিলো😢
Amio same onuvuti niye rat 4 tay natok ta ses krlm… ojantei buk ta kepe uthlo
এক কথায় অসাধারণ, লেখক কে বলতে ইচ্ছে করে কিভাবে প্রেমিক কে এতো সুন্দর ভাবে ফুটিয়ে তুললেন! হয়ত কখনো মৃন্ময়ী'র চোখে আমার এই মন্তব্য পরবে কিংবা না তবে চোখে পরলে আমাকে মনে পরতেই হবে।
apnar shate jogajog kora jabe ? important
লেখক আমার চট্টগ্রাম মিরসরাইয়ের ছেলে।
নাটকটি ডাউনলোড দেওয়ার পরে, দুইদিন পরে নাটকটি দেখে😢, আবার ফিরে আসলাম কমেন্ট করতে,, ধন্যবাদ জানাই পরিচালক কে এত সুন্দর একটা নাটক উপহার দেওয়ার জন্য,, যে নাটক দেখলে এমনিতেই চোখের পানি আসে,, এবং কি নারীর কি ছলনা এই নাটক দেখলে বোঝা যায়।😊। সেজন্যই কেউ একজন বলেছিল, এই পৃথিবীতে নারী না থাকলে পুরুষ কখনো কষ্টে থাকত না😢😢
নাটক টা দেখে চোখের পানি আটকাইতে পারলাম না । প্রিয় মানুষ তাকে এইভাবে হারাইছিলাম । তাকে তো মনে হয় আর কখনও পাবো না😢 শুধু এই কমেন্টে অপরিচিত লোকেরা যখন লাইক রিপ্লাই দিবে তখন নোটিফিকেশন চেক করে নাটক টার কিছু অংশ দেখে আবার কেঁদে দিবো 😅 ভালো থাকুক ভালোবাসা । যাদের ভালোর জন্য আমরা আমাদের ভালোলাগা ভুলে গেছি😞💔
❤❤
😢শেষে কান্না চলে আসলো😢😢
😢
I'm so sad
😢😢😢😢
এই নাটক টা দেখে এটাই বুঝতে পারলাম যে কোনো সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কথা বলাটা ভীষণ জরুরি 🙂 সম্পর্কে স্পেস থাকা ভালো তবে এতোটা ও না যেখানে মান অভিমান এর পাল্লা দিনকে দিন ভারী হতে থাকে কিন্তু কেউ সেটা বুঝতেই পারেনা,,,,,মন খারাপে কাছের মানুষ এর উপস্থিতি দরকার স্পেস নয়🙂নাটক টা তে মেয়েটা কে ছলনাময়ী উপাধি দেয়া হলেও সে তার যায়গা থেকে ঠিক,,,,কাছের মানুষ থাকতেও যদি নিঃসঙ্গ ভাবে থাকতে হয়,তাকে যদি মন খারাপে পাশেই না পাওয়া যায় তবে একাকিত্বই শ্রেয় 🙂ভালোবাসা যদি ভালো থাকতেই না দেয় তবে সেখানে ভালোবাসাটা কোথায়??
সম্পর্কে যত্ন দরকার স্পেস নয়🥰
সহমত। অনিমের মতো ছেলেরা এক প্রহর ভালোবাসা দিলে একশ প্রহর
কষ্ট দেয়। এরা নিজেরাও ভালো থাকে না অন্যকেও ভালো থাকতে দেয় নাহ। এই প্রকৃতির মানুষের জীবনের উদ্দেশ্য থাকে নাহ, কী চায় নিজেরাও যানে নাহ, দূর্ভাগ্যবশত এমন একজনের নির্মম ভালোবাসা আমার কপালেও জুটেছিল 😅
অনিমের মৃত্যুটা কাম্য ছিল নাহ তবে যেহেতু এই ধরনের মানুষের জীবনের উদ্দেশ্য থাকে না তাই এমন মৃত্যুতে অবাক হওয়ার কিছু নাই। ভালোই যদি বাসে তবে দূরত্ব কেন করে? কেন স্বাভাবিক মানুষের মতই একসাথে একছাদের নিচে বাঁচতে পারে না তারা? অনিমের অবহেলা দূরত্ব চুপ থাকায় রীমিও যে মরে গেছিল শ্বাসকষ্টের মতই কতরাত ছটফট করেছে সেটা কজনে দেখেছে বা বুঝতে পেরেছে? 😅
এমন ভালোবাসা কারো জীবনে না আসুক
True. More jawa to easy. Beche thaka hard
Ei comment tay khujchilam
Right😢
আপনি ঠিক বলেছেন।
এবারের ঈদে এত নাটক রিলিজ হচ্ছে, শুধু মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা দেখি। ইউটিউব এ এসে হঠাৎ এই নাটকটির উপর ক্লিক পড়ে গেল, তো নাটকটা দেখতে আরম্ভ করলাম। কি আর বলবো, পরিচালক আমাকে হতাশ করেনি। অসাধারণ একটা নাটক উপভোগ করলাম। তাসনিয়া ফারিন এবং তৌসিফ মাহবুবের অভিনয় নিয়ে বলার কোন কিছু নেই। তারা তো জাস্ট চমৎকার। ধন্যবাদ, সকল অভিনয় শিল্পী এবং কলাকুশলীদের এতো সুন্দর একটি নাটক পরিবেশনের জন্য। ❤
♥️✨
ভাইয়া গল্প যখন ভাল হয় তখন সব কিছুই ভাল হবে।
৬০০/
জাস্ট অসাধারণ.... একদম শৈল্পিক মানের নাটক... বাংলাদেশী হিসেবে খুব গর্ব অনুভব হচ্ছে...এরকম মাস্টারপিস আমাদের দেশে তৈরি হচ্ছে... সকল কলাকুশলীকে অন্তরের অন্তস্তল হতে বিনম্র ধন্যবাদ জ্ঞাপন করছি....
ভালোবাসা ভীষণ ন্যাচারাল ভীষণ ভীষণ ন্যাচারাল একটা অনুভূতি । জোর জবরদস্তি করে ভালোবাসা হয় না ।
মানুষ জোর করে রাগ করতে পারে , কান্না করতে পারে, হাসতে পারে এমন কি কাওকে খুন ও করতে পারে, কিন্তু জোর করে ভালোবাসাসতে পারে না ।
কাউকে মিথ্যে বললে নয়
সবচেয়ে বড় সমস্যাটা হয়
যখন আমরা নিজেদেরকে মিথ্যা বলি ।
একদম মন ছুঁয়ে যাওয়া কথাগুলো ।
এখনো নাটক শেষ করিনি এতটুকু দেখেই মন ছুঁয়ে গেছে ।
একদম ইউনিক । অসাধারণ ❤
স্মৃতি রেখে গেলাম ।
মেয়েরা এরো কমই হয়
মেয়েরা সব সময় স্বর্থপর হয় কেনো বলেন তো?
আপা, আমার ভালোবাসাটা জোর করে করা ,জানি না ভালোবাসা পূর্ণতা পাবে কী । তবে তার দেওয়া কোনো স্মৃতিস্মারক নেই আমার কাছে । যেটা আছে সেটা হলো তার সাথে কাটানো মুহূর্তগুলো,তার ভালোবাসার গুলো। আমি নিজেকে কীভাবে রেখে যাবো এই পৃথিবীতে? কিছু কিছু ভালোবাসা কোনো স্মৃতিস্মারক থাকে না ।
মন তো ছুয়ে যাবেই 😂 কারন থার্ড পার্টিরা এভাবেই বুঝায় সব কিছু 😅
সত্যিই অনেক কষ্টের একটা নাটক দেখলাম, কিভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করবো ভাষা হারিয়ে ফেলেছি 😂😂😂
ফাষ্ট হাইলি রেকমেন্ড সবাইকে দেখার জন্য। এই নাটকটায় হুমায়ুন আহমেদ এর হিমুর ছোঁয়া পেলাম। যেনো হুমায়ুন আহমেদ এর এক গভীর উপন্যাস। আজ ৩ দিন যাবত যতগুলো নাটক দেখেছি এটাই সেরা। ❤❤❤❤❤❤❤
⁰
গানটা চমৎকার।
শিবলী ভাইয়ের গলায় সেই লাগছে।
"যাও চলে যাও বহুদূরে,
খুঁজবো না তোমায় আর,
শুধু মন খারাপের দিনে দিও তোমায় ভাবার অধিকার"। ❤❤
গানটা কই পাবো ভাই
@@AyanAhmed-dp9ffগানটি এখনো রিলিজ দেয়া হয়নি। পরিচালক জানিয়েছেন শীঘ্রই ইউটিউবে রিলিজ দেয়া হবে।
গানটা কোথায় পাবো?
@@forhadhasan2576 এই চ্যানেলেই দিবে। এখনো দেয় নি।
@@AyanAhmed-dp9ff এই চ্যানেলেই দিবে। এখনো দেয়নি
বাংলা নাটকে ইংলিশ সাবটাইটেল যোগ করা খুবই ভালো একটি উদ্যোগ। এতে ভাষাগত গন্ডি পেরিয়ে বহির্বিশ্বে পরিচিতি লাভ করা যায়। বাংলা নাটকের মান আরো ভালো হোক, এই শুভকামনায়ই রইল।
সত্যি ভালো জিনিসের মর্ম মানুষ কম বুঝে। তা না হলে এই নাটক টার view হওয়া দরকার ছিলো ১১ দিনে ১৫ মিলিয়ন। গল্প টার মধ্যে না অন্য রকম একটা ব্যাপার আছে, একদম রিয়েল স্টিক। নাটক টা দেখতে দেখতে না আমি একটা ঘোর এর মধ্যে চলে গিযয়েছিলাম। আমি সব সময় নাটক শেষ হওয়ার সাথে সাথে TH-cam ক্লোজ করে ফেলি কিন্তু এই নাটক টা শেষ হওয়ার পর শিরোনামও শেষ হয়ে গিয়েছে কিন্তু আমি অফ করি নি। অন্য রকম একটা ঘোরের মধ্যে ছিলাম। সত্যি অসাধারণ ছিলো।
ধন্যবাদ,
আশিকুর রহমান ভাই..❤
same here
@@SharminTahira এমন গল্প খুব রেয়ার
Osomvob valo lagca ay Natok ta
ঠিক বলছেন ভাই মানুশ ভালো গল্পের মূল্য দিতে জানে না❤❤❤
সবাই গ্যান্জাটি মুশফিক আর টিসা’রে নিয়ে ব্যস্ত …😅😅😅
এখন রাত একটা,নাটকটা কে বলি আমি শেষ করলাম, নাটকের গল্পটা,সত্যি আজ আমাকে অনেক কাঁদালো, জানিনা কেন কাঁদতেছি, হয়তো গল্পটা কান্না করার মত ছিল , 🥺🥺গল্পটা কার কার বন ভারী করেছে সবাই লাইক করে জানো,,,😢😥😭
এখন রাত ২:৪৭
২৭-০৪-২০২৪
অনেক কষ্ট লাগলো,মুখে বালিশ চাপা দিয়ে কান্না করছি।বুকটা কেনো এতো চাপা কষ্ট লাগছে
নাটকের কাহিনির সাথে আমার জীবনের অনেক প্রেক্ষাপটের মিল পেলাম😥
এতো কান্না কই পান ভাই? পুরুষ মানুষ মরে যাবে তবুও কান্না করা যাবে না। চোখের পানি এতো সহজে বিসর্জন দেওয়া যাবে না। দেখেননি লোকটা এতো কষ্টের মাঝেও কান্না করেনি। 😅
Rat 1 ta....
মাস্টারপিস বললে হয়তো বেশি একটা ভুল হবে না ! কিছুদিন আগেও আমি এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে অতিক্রম করেছি 😅❤ ভালো থাকুক প্রতিটা সখের নারী 😅
ভিষণ প্রিয় মানুষ গুলোই হঠাৎ হারিয়ে যায়...
হারায় না শুধু স্মৃতিতে গেঁথে থাকা মায়া গুলো।। আমিও হারিয়েছি কাউকে নিজ দৃষ্টি থেকে কিন্তু ভিতর থেকে হারানো সম্ভব হয় নি.... অসংখ্য ধন্যবাদ পরিচালক কে এমন নিখুঁত ভাবে আমার মতো আমাদের অনেকর না বলা কথা গুলো একটু হলেও অনুভব করানোর জন্য।।
অসাধারণ।
আমার জীবনের দেখা কয়েকটা সেরা নাটকের একটা। গল্প,অভিনয় কি অসাধারণ।
শেষে রিং না দেওয়ার অভিনয়টা কি দুর্দান্তই না ছিলো।
❤
Darun darun darun laglo...
Ekta vinnasader natak..
এক অন্যরকম বিচ্ছেদের গল্প....
এযাবৎ আমার দেখা বেস্ট নাটক।।
স্টরি, অভিনয়, স্ক্রীনপ্লে সব মিলিয়ে একবারে অনবদ্য...
টিম "স্মৃতিস্মারক"- এর সকলকে আমার তরফ থেকে কুর্নিশ....
ভালবাসা রইল এপার বাংলা থেকে 🙏
এক কথায় অসাধারণ ১টা নাটক।
আমি আমূর্ত মনে রাখবো "স্মীতিস্মারক" নাটক টি।
হয়তো এই কমেন্ট এ আসা কোনো নোটিফিকেশনে আবারও নাটক টা দেখা হবে।
সব সেষ বলবো ভালো থাকুক পৃথিবীর সব ভালোবাসা গুলো।
ভালোবাসায় জেনো কখনো বিচ্ছেদ না হয়। এই কামনা করি।
ভালো থাকবেন সবাই ধন্যবাদ।
One of the strongest 'No' I've ever heard in my life, when she refuses to give that ring to Farin by saying a strong & impactful 'No'!
এই ঈদে অনেক নাটক দেখলাম।আজকের তারিখ টা ১৩ মার্চ ২০২৪.সময় রাত ১.৫১ মিনিট,নাটক টা দেখা শুরু করার আগে মাথা কিছুটা ব্যাথা করছিলো,তারপর কিছু কিছু মহুর্ত আমার জীবনের সাথে মিলে যাওয়ায় চোখের এক কোনে পানি চলে আসে,তারপর নিজের এতো স্মৃতি এই নাটকের মাঝে কাকতালীয় ভাবে মিলে যাবে সেটা ভাবি নি,তারপর ভাবলাম নাটক টা দেখা বন্ধ করে দিবো,নাটক দেখা বন্ধ করার আগ মহুর্তে চোখ বন্ধ করে কিছু একটা ভাবলাম তারপর নিজের মনের অজান্তেই চোখ খুলে নাটক টা দেখা শুরু করলাম।আর পরিশেষ এ এত কঠিন একটা সমাপ্তি আসবে কখনো ভাবি নাই,যাই হোক নাটকের নির্মাতা আশিকুর রহমান কে অনেক ধন্যবাদ এই ঈদেএ এতো সুন্দর একটা নাটক উপহার দেওয়ার জন্য।❤
নাটকের সব অভিযোগ শেষ হয়ে গেছে,,শেষের ৫মিনিট দেখার পর।🖤🥰
Apnar lekhar Sakkhi hoye roilam❤
সত্যি যিনি গল্পটা লিখেছেন উনি অসাধারণ জ্ঞানের অধিকারী,,,,, এতটা গভীরতা এতটা নিপুণা তাঁর শিল্পকলা ।
রাইট, অনেক দিন পর একটা কাব্যিক নাটক দেখলাম।
এই নাটক টা খুব সুন্দর হইছে মাশাল্লাহ আমি আমার বোনের মেয়েকে ঠিক আমার মেয়ের মতন ভাবি সবাই যেন আমার মেয়ের জন্য দোয়া করুক আমিন আমি ওকে কখনো তুই চোখে দেখি না ও আমার কাছে আমার বাচ্চার মত আমি ওকে কখনো পর চোখে দেখতে পারবো না ও আমার কাছে রাজার গান ও আমার কাছে কখনো আমি ওকে ছেড়ে যাব না না যদি যতদিন আল্লাহ তারা বাঁচিয়ে রাখেন আমাকে আমি ততদিন ওর পাশে থাকবো মায়ের মতন 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
এপার বাংলা থেকে দেখছি ....এই নিয়ে পাঁচবার দেখলাম ....অসম্ভব সুন্দর কিছু কথা ....যা হৃদয় নাড়িয়ে দেবে যে কারোর ...আমারও হৃদয় ছুঁয়ে গেছে এই ...গল্প টা ....আমারও গত মাসে খুব সুন্দর একটা বিচ্ছেদ হয়েছে ....জানেন তো কোনো ঝগড়া হয়নি কত সুন্দর নীরবে আমাদের বিচ্ছেদ হয়ে গেলো .....যাক থাক নাহয় সেসব ....স্মৃতি রেখে গেলাম মন্তব্য হিসেবে ....❤
Ai kj plz apni abr kore bosen na plz ata natok .. sikkha neuar kicu nai …
নাটক একটি বিনোদনের মাধ্যম। আর আমরা আবেগি জাতি। এই নাটকে আবেগের সর্বোচ্চটা দেওয়া হয়েছে। গল্পকার ও পরিচালক আবেগের সর্বোচ্চ ব্যবহার করেছে। যে নাটক, সিনেমা দেখে আমরা নিজের অজান্তে আবেগে কেঁদে ফেলি সেটাই তো পুরো নাটকের সফলতা। নাটকের পরিচালককে ধন্যবাদ এত সফল একটা নাটক নির্মানের জন্য। বর্তমানে আজে বাজে কমেডি আর জোর করে হাসানোর যে ট্রেন্ড তৈরী হয়েছে। পাশাপাশি অশালীন অঙ্গভঙ্গি, ডায়ালগের ভীড়ে এই নাটকটি এক কথায় অসাধারণ। কোন অশ্লীল দৃশ্য, সংলাপ কিছু নেই। দুর্দান্ত একটা নাটক।
The best drama of this year.....
Asadharon ❤❤❤
ঠিক বলেছেন ভাই
কত শত হাজার দিন পর এমন একটা অসাধারণ নাটক দেখলাম। অনেক অনেকদিন মনে থাকবে এই নাটক। ❤️❤️❤️
এক কথায় অসাধারণ, লেখক কে বলতে ইচ্ছে করছে কিভাবে প্রেমিক কে এত সুন্দরভাবে ফুটিয়ে তুললেন! কিছু মানুষ কখনোই জানবে না তাদের কতটা ভালোবেসেছে কেউ, যতটা ভালোবাসলে মানুষ নিজেকে ভালোবাসতে ভূলে যায় ইভেন অন্য কারো দিকে তাকাতেও ইচ্ছে করে না।
ওই সব মানুষ গুলো এই রকম পাগলামি ভালোবাসা কোনদিন ও বুঝে নাই আর বুঝবে ও না 😢
ঠিক বলেছেন
❤❤
💙💙
অভি নামের ছেলেটার কথায় একটা অদ্ভুত মুগ্ধতা আছে। ❤
অসাধারণ খুব ভালো লাগলো । সত্যি বলতে আমার গল্প তাও এরকম কিন্তু একটু আলাদা । নাটকে সে মারা গেছে আর আমার গল্প সে বেঁচে থেকেও দূরে আছে থাক সব কিছু যে আমাদের ইচ্ছায় চলবে সেটারও কোনো কথা নেই।। আমি India theke দেখছি। আপনাদের দেশের নাটক দেখতে আমার খুব ভালো লাগে ❤❤❤❤
রাজকুমার মুভি থেকে ১০০ গুণ ভালো হয়েছে এই নাটকটা,, এক কথাই অসাধারণ❤
রাজকুমার এর ধারের কাছেও আসতে পারবেনা
তাহলে দেখা শুরু করে দিলাম
ভাই.. কিসের সাথে কিসের তুলনা করলেন। নাটকটাকে ছোট করলেন।
দুটাই এই বাংলাদেশের, তাই দুটোকেই সম্মান দেখান, নিজের হাইপ কে বেশি আলাদা ভাবে তুলে ধরার কিছু না, যত্তসব, পারলে মুভি টা গিয়ে দেখেন, আজাইরা ভাব মাইরেন না
যারা ইদের দিন থেকে কোথাও ঘুরতে না গিয়ে, নাটক দেখে দিন কাটালেন, শুধুমাত্র তারাই লাইক দিবা।
Ami achi,🤗
আমি দুবাই থেকে
❤❤❤
Ken
apnar motamoter sathe ami sohobash kori🥵
আমার প্রিয় মানুষটি এই নাটক দেখে বুঝতে পারে দুরত্ব কতটা ভয়ংকর একটা সম্পর্কে। এখন সে আর দুরত্বে রাখে না আমাকে। অসংখ্য ধন্যবাদ আমাদের কাছাকাছি থাকার অনুভূতি আনার জন্য। 🥰❤️
কি অসাধারণ একটা নাটক।
রাইটার কে সালাম জানায়।
একজন pure জিনিয়াস না হলে এই রকম একটা গল্প লেখা সম্ভব না।
last character who didn't gave the ring stole the show,love her.
I agree absolutely genius
Yes, that shows her true love & respect for Tausif. She Kept her word. Pure & Innocent Vengeance
মনে দাগ কেটে গেলো নাটকটা💔 চ্যালেঞ্জইং অভিনেত্রী তাসনিয়া ফারনি আর অভিনেতা টাউসিফ মাহবুব বেস্ট👍🏻করে দেখালো👍🏻
চমৎকার সংলাপ , সাবলীল উপস্থাপন, মনোমুগ্ধকর অভিনয়, সর্বোপরি অসাধারণ, মর্মস্পর্শী হৃদয় স্পর্শ করার মতো এবং দীর্ঘদিন মনে রাখার মতো একটি নাটক ।
❤❤❤❤❤❤❤❤❤❤
স্মতিস্মারক অসাধারণ মুগ্ধ না হয়ে উপায় নেই। এমন গুছানো কাজ খুবই কমই দেখা যায়। বিচ্ছেদ যে এত সুন্দর হয়, তার শেষটা চমকিয়ে দিলো। প্রশংসা পাওয়ার মতো কাজ। ঈদের অন্যতম সেরা গল্প হবে লিখে দিলাম মিলিয়ে নিয়েন। অভিনেতা, অভিনেত্রী ফাটিয়ে দিলেন।
আমার থেকে তাসনিয় ফারিন প্লাস তৌসিফ ভাইয়ের নাটক অনেক ভালো লাগে,, ওদের দুইজনের সব নাটকগুলো আমি দেখে ফেলছি🎉🎉আপনারা আর কে কে দেখছেন ওদের সবগুলো নাটক ,,
নিজেকে ফিরে দেখার অনুভূতি যে এমনটা হতে পারে আগে কোন ভাবেনি 🙂ধন্যবাদ সবাইকে যারা এই নাটকটা তৈরি করেছে।
ভেবেছিলাম আজ রাতে দুটো নাটক দেখব। অনেকদিন পর নাটক দেখে চোখে পানি চলে আসলো। আবেশটা ধরে রাখতে কটাদিন আর নাটক দেখবোনা। কৃতজ্ঞতা কলাকুশলীদের।❤❤
খুব শীতল অনুভূতির একটা নাটক। শান্ত গান,নিরবতায় নির্ঝঞ্ঝাট মিউজিক টোন। ম্যাচুরিটি ভালোবাসা,বিচ্চিন্নতায়ও শান্তিপূর্ণ বিদায়। এক কথায় অসাধারণ ❤বাংলাদেশের নাটক যে কতটা সুন্দর আর হৃদয়স্পর্শে হয় তা এই নাটক গুলা না দেখলে বুঝতাম ই না।
পুরো ব্যতিক্রম একটা গল্প এই ঈদে 600 নাটকের মধ্যে এটাই হবে বেস্ট
অসাধারণ বললে বোধহয় কম হয়ে যাবে। একটা মৌলিক গল্প নিয়ে নির্মিত নাটক। তাসনিয়া ফারিনের অভিনয়ে অনেকে অনেক উন্নতি হয়েছে। ডাবিং খুব ভালো ভাবে করার কারনে অডিও শুনতেও অনেক ভালো লেগেছে। সবমিলিয়ে নির্দ্বিধায় বলা চলে এই ঈদ উপলক্ষে যতগুলো নাটক রিলিজ হয়েছে তার মধ্যে এটা একটা অন্যতম সুন্দর নাটক।
পারসোনাল রেটিং: ৯/১০
অসাধারণ। নাটকটা দেখার পর অনেক কষ্ট পেয়েছি। আমাদের জীবনটা এরকম। আমাদেরকে সবকিছুই এভাবে মেনে নিতে হবে।ইচ্ছে করলে আমরা সবকিছুই পেতে পারিনা এটাই হলো আমাদের স্মৃতিচারণ। ভালো থাকুক ভালোবাসার মানুষগুলো 😢😢😢
মেয়েটার সাথে লাস্ট পর্যন্ত একদম ঠিক হইছে...... পরিচালক পরিণতিটা অনেক সুন্দর ভাবে দেখাইছে, ধন্যবাদ, তাকে😊😊
Ek Dom vul,,cele ta meye ta k onk ignore kortw 2 mas por por contact kortw ,,,meye tar onk kostw hoto sei kostw ta Ami boji,,,cele ta mara gece ek Dom thik hoice er moto janoyar pithibite na thakai vlo,,,sarthopor nijer dorkar hole kotha bole ,,mara gece vlo hoice
ভালোবাসার শুরুটা হয় খুব চমৎকার ... একদম
স্বপ্নের মত
দিন কেটে যায় ...
ভালোবাসার মানুষটাকে ২৪ ঘন্টা "ভালোবাসি"
বলে
বলে বুঝিয়ে দেয়া হয় ভালোবাসা ...
পার্কের বেঞ্চের নিচে জমে থাকা বাদামের
খোসা
জানিয়ে দেয়, খুব চমৎকার
কিছু বিকেলে কেটে গেছে একসাথে ... রিচার্জের
দোকানের খাতাটায় লেখা থাকে
হাজারটা রাতের হাজার মিনিটের গল্পের
হিসাব !!
বেশিরভাগ ভালোবাসাই বছরখানেক পরে একটু
একটু
করে দমে যেতে থাকে ...
হাজারটা নির্ঘুম রাত শুধু কথা বলেই পার করে
দেয়ার পর
হঠাৎ করেই কোন এক
রাতে নিজের ভেতরটা হাতড়ে কোথাও কথা খুঁজে
পাওয়া যায় না ...
গৎবাঁধা "কেমন আছো, ভালো আছি, কি করো, আই
লাভ
ইউ" - এর চক্রে পড়ে
বুকের ভেতরটা কেমন জানি শূন্যতা দিয়ে ভরে
ওঠে ...
খুব সম্ভবত এর চেয়ে অসহায় অনুভূতি আর নাই !!
একটা সময় মনে হয়, ভালোবাসাটা আর জমছে না ...
সেই
আগের উন্মাদনাটা আর নেই ...
ঐ জোড়া চোখের দিকে তাকালে আর আগের মত
বুকের
ভেতরটায় হাতুড়ি দিয়ে
কেউ বাড়ি দেয় না ... ঐ হাতটা স্পর্শ করলে আর
আগের
মত বিদ্যুতের প্রবাহ
শিরশির করে নিজের ভেতর দিয়ে বয়ে যায় না ...
কোথায় জানি একটা গন্ডগোল হয়ে গেছে ...
কিভাবে জানি একটা কিছু হারিয়ে গেছে ...
কেমন
জানি একটা একঘেয়েমি নিজের ভেতরে
বাসা বেধেছে আর ফিস ফিস করে বলছেঃ "সব
ফুরিয়ে
গেছে ... কিচ্ছু বাকি নেই আর !!"
ভালোবাসা আসলেই এইভাবে ফুরিয়ে যায় কিনা
আমার
জানা নেই ...
তবে অনেকগুলা সম্পর্ক সময়ের সাথে সাথে এই
কারণে
ফুরিয়ে যায় ...
খুব হাসিখুশি একটা রঙ্গিন জোড়ার ছবিটা হুট
করেই
সাদাকালো হয়ে যায় ...
যখন জিজ্ঞেস করা হয়, "কী হয়েছিলো ?? সব তো
ভালোই চলছিল তোমাদের !!"
গালে হাত দিয়ে অন্য দিকে তাকিয়ে জোড়া
থেকে
ছুটে যাওয়া মানুষটা বলেঃ
"জানি না ... অনেক দিন কেটেছিলো ভালোই ...
তারপর
ঠিক জমছিলো না !!"
হয়তোবা অনেকগুলা ভালো দিন কেটে যাওয়ার পর
ভালোবাসা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে ...
তুমি ভালোবাসাটাকে ঘুমুতে দাও না ... ব্যস্ত
হয়ে যাও
জাগানোর জন্য ... সে জাগে না ...
তারপর তুমি হাল ছেড়ে দাও ... তুমি ধরে নাও,
ভালোবাসা মরে গেছে ...
আর কখনোই ভালোবাসা জাগবে না ... তুমি ঘুমন্ত
ভালোবাসাটাকে মাটিচাপা দিয়ে চলে আসো !!
তারপর অনেক অনেক দিন পর তুমি বুঝতে পারো,
ভালোবাসা আসলে মরে নি ...
তোমার বুকের ভেতরটায় খা খা করে ওঠে ... তুমি
চোখ
বন্ধ করে অতীত দেখো
আর বুঝতে পারো, ভীষণ ভুল হয়ে গেছে ... পিছনে
ফিরতে
গিয়েই তুমি টের পাও শক্ত
একটা দেয়াল ... ঐ দেয়াল তোমার নিজের হাতেই
গড়া
... দেয়ালের ওপাশ থেকে
তোমারই পুরনো ভালোবাসা ফিসফিস করে বলেঃ
"বড্ড
বেশিই দেরি হয়ে গেছে !!
Kotha guli khub valo laglo . Kothai Jeno Mone hocce kothaguli Amar moner Kotha .
সত্যি
কথা গুলো খুবই সত্যি
আপনার মন্তব্য গুলুি ভিষণ ভালো লাগলো,
আর কিছু কথা আমার নিজের লাইফের সাথে মিশে গেছে ❤ you vaiya
Osadaron kotha gulo,, ekdom real 😢😢😢😢
কমেন্ট টা অনেক সুন্দর
😢এভাবেই প্রতিটা ভালোবাসার গল্প একটা সময় এরকম ভয়াবহ স্মৃতি হয়ে থাকে আজীবন।
হটাৎ কি যেনো হয়ে যায় আমার।
মন খারাপ হয়ে যায় ভীষণ ভাবে। তখন কিছুই সহ্য করতে পারিনা। এমনকি নিজের স্ত্রীকেও না। একা একা থাকতে তখন খুব ভালো লাগে।
নাটকটা দেখার পর মনে হচ্ছে নিজেকে অনেকদিনের জন্য সবার আড়াল করে রাখতে পারবো।
এখানে সব অপরিচিতরা কমেন্টটাতে 👍 লাইক করবেন প্লীজ। যখনই আমার কাছে নোটিফিকেশন টা যাবে, সাথে সাথে নাটকটা দেখে আড়াল হয়ে যাবো সবার কাছ থেকে। এটা যে এখন আমার কাছে নেশায় পরিনত হয়ে গিয়েছে। 😢😢😢
আমার এলাকার ছোট ভাইয়ের লেখা এই নাটকটি। সত্যি অসাধারণ
আমার লেখা আছে নিতে বলিয়েন।
কাছে আসার গল্প দিব।
বাহ খুব সুন্দর নাটক, খুব ভালো লাগছে ।এটা এবারের ঈদের টপ ১০ টা নাটকের মাঝে একটা। আমার জীবনের গল্পের সাথে অনিম এর কাহিনী অনেক খানি মিলে যায় । তবে একটা বিশ্বাস ঘাতক মেয়ের জন্য এভাবে জীবন দিতে রাজী না ।
অসাধারন ব্যাকুগ্রাউন্ড মিউজিক এবং শিবুদার গান। তওসিফ মাহবুব দিনে দিনে অনন্য হয়ে যাচ্ছে
স্মৃতিস্মারক নাটক টা আমার জীবনের সাথে অনেকাংশই মিল। আমার প্রিয় মানুষটি এভাবে ঠিক ৭টি বছর পর এভাবে চলে গেল। আমি ওকে ভালোবাসি কখনো আমার ভালোবাসা মিথ্যে ছিল না।
নাটকে নায়ক টি মারা গেলেও আমিও মরেছি তবে দেহের দিক থেকে নয় মনের দিক থেকে, আত্মার দিক থেকে। 😭
❤❤❤❤❤❤❤
তৌসিফ মাহবুব এবং তাসনিয়া ফারিনের জুটিটা কিন্তু সেই❤
কমেন্ট করতে বাধ্য হলাম। রিলেশনশিপ কমপ্লিকেশন্সের এত সুন্দর উপস্থাপনা আর দেখিনি আমি।
নাটক টা আমার লাইফের সাথে অনেকটাই মিলে গেছে। নাটকে ৩য় ব্যক্তি উপস্থিতি'র অংশগুলো আমি স্কিপ করে গেছি। অসহ্য লাগে তাই।
এই তৃতীয় ব্যক্তিরা বেশিরভাগ সময়ই কারো লাইফে ক্ষনিকের জন্য এসে সবকিছু তছনছ করে কেটে পড়ে।
আমাদের সম্পর্ক এখনো হ্যাপি এন্ডিং বা স্যাড এন্ডিং কোনোটাই হয়নি! মাঝামাঝি একটা অবস্থায় অবস্থান আমাদের। অদৃশ্য এক জঙ্ ধরা তারকাটায় আটকে আছে! নড়াচড়া করলে কাটা বিধবে আবার বেশি ছটফট করলে জং ধরা তারকাটা ছিড়ে দু'জন ই কালের অতল গহ্বরে হারিয়ে যাওয়ারো শঙ্কাও আছে।
আমি তাকে নাটকের লিংটা পাঠাবো যদি সে দেখতে আসে আর যদি সে কমেন্টস পড়তে আসে তাইলে সে যেনো এইটা বুঝে যে, সম্পর্ক এগিয়ে নেওয়া যদি আর কোনোভাবেই সম্ভবপর না হয় তবে যেনো সুন্দর একটা এন্ডিং সে দিয়ে যায় নিজ থেকেই।
আর যদি নাটকের শেষ সিনের মতো কখনো অপ্রত্যাশিতভাবে চোখের জল ফেলতে হয় বা ৩য় ব্যক্তির সাথে কন্টিনিউ করে শেষ পর্যন্ত ঠকে যাওয়ার শঙ্কা থাকে বা ভালোবাসার প্রথম মানুষটাকে ক্ষমা না করার আফসোস টা মনের কোণে থেকে যাওয়ার সম্ভাবনা থাকে আজন্ম! তবে যেনো তার যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে গভীরভাবে চিন্তা করে। উদ্ভোত পরিস্থিতিতে অনেক সময় মানূষ সঠিক সিদ্ধান্ত গ্রহন করতে পারেনা। এমন পরিস্থিতিতে তুমি তোমার ভালো কোনো বন্ধু, আত্মীয়স্বজন যারা আসলেই তোমার ভালো চায় তাদের সাথে স্ববিস্তার আলোচনা করে তাদের পরামর্শ নিও।
ইনশা আল্লাহ। তুমি সঠিক সিদ্ধান্তটাই গ্রহন করতে পারবা।
আপনারা যারা কমেন্ট টি পড়বেন সবাই আমাদের জন্য দোয়া করবেন। যেনো সবকিছু আবার সুন্দর ও স্বাভাবিক হয়ে যায়🤲
জীবনে কখনো ভুল সিদ্ধান্ত নিবেন না.
কিছুদিনের কষ্ট সহ্য করে এই ঠিকানাহীন সম্পর্ক হতে ফিরে আসুন...
এমন ঝুলন্ত সম্পর্ক মৃত্যুর চেয়েও অনেক বেশি ভয়াবহ যন্ত্রণা
কিছু কিছু ছেলে তো মিথ্যা অবভিনয় ও করে অনেক মানুষ আছে মিথ্যা সম্পর্কে মঝা পায়
মাথা নিচু করেন সব কিছুই সমাধান হয়ে যাবে
আসলে সম্পর্কের মাঝে তৃতীয় ব্যক্তি আসলে বা যে কনো ভাবেই সম্পর্কে ফাটল ধরলে সেই সম্পর্ক আর আগের মতো থাকে না। ধন্যবাদ
আপনার মেসেস পুরোটা ধয্য ধরে পড়লাম।।। খুব ভালোবাসেন।। কিন্তুু তৃতীয় ব্যক্তি জিবনে আসলে আর পথম ব্যক্তিকে আর ভালো লাগেনা এইটাই সত্য
কমেন্ট না করেই পারলাম না এ এক অসম্ভব সুন্দর গল্প ছিলো,,, নাটকের নাম টা সেই মানিয়েছে,,,,।
খুব সুন্দর একটা নাটক, বাংলাদেশের এ প্রজন্মের ছেলেমেয়েরা এতো সুন্দর অভিনয় করছে …খুব খুব ভালো লাগলো.. নাটকের সমস্ত কলাকুশলী, স্ক্রিপ্টরাইটার, মিউজিক, ডিজাইনার, লোকেশন অসম্ভব স্মার্ট এবং Heart touching ছিলো।। ❤❤❤
বাংলাদেশে যে এত ভালো নাটক বানানের কারিগর রয়েছে এটা জানাই ছিল না। আমার পক্ষ থেকে স্যালুট জানাই এই কারিগর কে। যারা যারা এই নাটক দেখতে আসবেন তারা তারা তারা কমেন্ট এবং লাইক দিয়ে একটা করে স্যালুট দিয়ে যাবেন। এবং আমাকে মনেই করিয়ে দিয়ে যাবেন আমি একজন আপনাদের মতন নাটক দেখার অংশীদার।
এ্যাডাল্টহুডে পা রেখেছি খুব বেশী দিন হয়নি। বয়ঃপ্রাপ্ত হওয়ার আগেই ফেইস করেছি অনেক কঠিন কঠিন পরিস্থিতি।আমি ভাবতেও পারিনি এমন সময় এমন এক পরিনত নাটক দেখতে পারব। নাটক বললে ভুল হবে।কারন এই কাহিনীগুলো আমাদেরই অংশ, আমাদের জীবনের গল্প এগুলো।
"আমি তোমাকে ভালোবাসি,ভালোবেসেই চলছি"
Best feeling ever♥️
"আমি তোমাকে আর ভালোবাসতে পারছি না"
worst feeling ever in the world
আপনেরা মেয়েরা এমন কেনো করেন বলতে পারেন?
পরিচালক হতাশ করেন নাই, তবে কাঁদিয়েছেন। আমার বয়স ৩৫+। তাও কাঁদলাম। পুরুষদের ভালবাসা অদ্ভুত সুন্দর। আমি নিজেও প্রেম করে বিয়ে করেছি। রাজপুত্র ও রাজকন্যার পিতা আমি। তাদের মাকেও রানীর মতো করে রেখেছি। আশীর্বাদ করবেন আমাদের জন্য। 💜
নাটকটা নিয়ে লিখতে গেলে হয়তো কোটি ভাঙা হৃদয়ের আর্তনাদ লিখতে হবে যা কখনোই লিখে শেষ করা সম্ভব না। হয়তো এই নাটকটাই ১ম এবং শেষ বেস্ট এভার। যাহোক অনেক বেশি লিখতে ইচ্ছে করছে।
ভালো থাকুক প্রত্যেকের শখের মানুষগুলো।
নাটকটা শুধুই অনুভব করতে চেয়েছি কিন্তু কমেন্ট টা স্মৃতি হিসেবেই করে গেলাম।
What a creation dear author! 🫡🫡
সম্পূর্ণ স্ক্রিপ্ট ছিলো মন ও হৃদয় স্পর্শ করার মতো 🥰🥹🥹🥹😢
এরকম বাস্তবতা তুলে ধরার মতো নাটক পৃথিবীতে কম আছে 🥲🥰🥰
অবশ্য'ই তুমি পাবে যা চলে গেছে তার চেয়ে উত্তম--হযরত মহাম্মাদ (সাঃ)..😊🌸
❤
এখানে কি করেন😂
vai apnader moto kichu that class marka lok kon kane ki bolte hoye janin na 😠
right ❤
Amin
অসাধারণ একটি গল্প। আমার জীবনের সাথে অনেক টা মিল রয়েছে।শুধু মরে যাই নি।তবে বেচে থেকেও সুস্থ মানসিকতায় বেচে নেই।টাইম লাইনে লিখে গেলাম,,পুরুষের সত্যিকারের ভালোবাসার যোগ্যতা নারী রাখে না।
এটাই এই নাটকের সারসংক্ষেপ😢❤️
পুরুষের ভালোবাসা অত্যন্ত ভয়ঙ্কর 😊
তবে গল্পের শেষ প্রান্তে নায়িকার সঙ্গে যেটা হয়েছে সেটা আসলেই একদম হার্ট টাচ করে ফেলেছে। 🔥
পরিচালক মহোদয় অনেক সুনিপুণভাবে সিনটা সাজিয়েছে। ❤
আসলে জীবন টা অদ্ভুত। ভালোবাসা নেচেরাল হলেও বিচ্ছেদ টা নেচেরাল হয় না। মায়া বড় অদ্ভুত যা আসে সহজে কিন্তু যায় না সহজে🖤
অসাধারণ একটা গল্প শেষে চোখের পানি আর আটকিয়ে রাখতে পারলাম না 😔
নাটকের প্রতিটি চরিত্রের প্রায় প্রতিটা বাক্যই কাব্যিক ও সত্য ছিলো। গারবেজ কন্টেন্ট এর ভিরে এটি একটি অসাধারণ কাজ। ঘুমের আগে দেখা শুরু করি রাত ২ টায় দেখা শেষ হল, বেশ ভাল লেগেছে❤
তোসিফ এর একটা ইন্টারভিউ দেখে এই ইদে শুধু ওর নাটক খুজে খুজে দেখছি। এই ইদে ও স্ক্রিপ্ট বেছে বেছে ১০ টার কম নাটকে কাজ করেছে যেন মান্সম্মত ও মনেরাখার মত কাজ হয়, হয়েছে ও তাই।
হয়তো কবিতাকে,, পেলে এমন হৃদয়বিদারক নাটকটি দেখা হতো না, হয়তো হাজার বছর হয়ে গেল তাকে পাবনা,, কেউ যদি এসে আমারে কমেন্টে একটা লাইক করে তাহলে তার নোটিফিকেশন পেয়ে আবারো নাটকটি দেখব 😢
তৌসিফ ভাই ও তাসনিয়া আপু জুটি বেঁধে নাটকটা এককথায় দারুন এ নাটকের পূরো টিমের অভিনয় খুব সুন্দর হয়েছে।
অসাধারণ 😢😢
তৌসিফ ভাই ও তাসনিয়া আপু কে ধন্যবাদ।
নাটকটি আমার জীবনের একটা অংশ।অনিমের মতো মরে যেতেও চেষ্টা করেছি।শুধু আমার বড় ভাইদের ভালোবাসার জোরে আজ এই পর্যন্ত বেঁচে আছি।শুধু শিখেছি একটা জিনিস,ছেলেদের ভালোবাসা অদ্ভুত সুন্দর আর মেয়েদের ভালোবাসা ভয়ংকর সুন্দর।
আমার ও একই অবস্থা ভাই, শুধু পরিবারের জন্য কিছু করি নাই।
অসাধারণ সুন্দর আর হৃদয়স্পর্শী একটা নাটক দেখলাম। এই নাটকের সাথে যুক্ত প্রতিটি মানুষকে অসংখ্য ধন্যবাদ এমন একটা নাটক উপহার দেওয়ার জন্য। এটা শুধু নাটক বললে ভুল হবে অনেক মানুষের জীবনে ঘটে যাওয়া কঠিন বাস্তবতা যা আপনারা এই নাটকের মাধ্যমে ফুটিয়ে তুললেন। শেষটুকুতে যে বেদনাদায়ক অনুভূতি তা প্রতিটি মানুষের মনকেই দোলা দিয়ে যাবে বিশেষ করে যারা কখনো কাউকে ভালোবেসেছে। আমার সম্পর্কের ইতি আমার হাত দিয়েই হয় যখন জানতে পারলাম আমি ছাড়াও একাধিক মানুষের সঙ্গে তার সম্পর্ক আছে, এতটাই ভেঙে পড়ছিলাম এমনই শেষ করে দিতে চেয়েছিলাম নিজেকে কয়েকজন কাছের বন্ধুর জন্য এই লড়াইয়ে বেঁচে গেলেও নাটকের মধ্যে সেই আমিটাকে যেন দেখলাম। নাটকের পুরো টিম মেম্বার প্রত্যেককে আবার ও অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা এত সুন্দর একটা উপস্থাপনার জন্য। ❤️🙏
আজ থেকে আমি হারিয়ে যাবো! অনেক দূরে,, যেখানে আমার স্বপ্নগুলো বাস্তবায়ন করতে পারব|| স্বপ্নগুলো পূরণ করে ,, আবারো ফিরে আসবো বীরের বেশে||সবাই দোয়া করবেন❤❤❤❤
Doya roilo apnr jonno
আমি ভারত থেকে বলছি বাঙগলাদেশের নাটক একনম্বর। মনে হয়না এরা মুসলীম। মনে এরা সর্বজনীন বিশবের সেরা সারবোভৌমিক পথদষটা।
ধন্যবাদ বাঙগলা দেশের উচচ শিক্ষিক সমাজের নাটক।
মন ছুঁয়ে গেল নাটকটি দেখে,, তৌসিফ ফারিন অসাধারণ মুগ্ধ করা অভিনয় করেছে,,খুব ভালো লাগলো নাটকটি
অসাধারণ ছিলো গল্পটা। তবে অনিমের মাঝেমােঝ সব ছেড়ে হারিয়ে যাওয়ার ব্যাপারটার সাথে আমার কিছুটা মিল রয়েছে 🥹
নাটক টা দেখে মন ছুঁয়ে গেলো। অসাধারণ একটা নাটক। হয়তো এই টা নাটক কিন্তু নাটক টা দেখে কেনো জানি কষ্ট হইতাছে 😭 ভালোবাসা ভয়ংকর ।এই ভালোবাসার মূল্যে সবাই দিতে জানে না 😭 মানুষ বড় স্বার্থপর। 😭😭😭😭😭
অনেক দিন পর.......! এতো শোভন কথোপকথন আর সাবলীল অভিনয় উফফফফ..... রীতিমতো এধরণের গল্প পছন্দের শীর্ষে💝💝💝💝💝। মনে হয় যে যেরম সে সেরম গল্পের দাবিদার আর এমনটা যদি কোন গল্পের সাথে মিশে যাওয়া যায় তবে কারো অমৃত সমান মনে হতেই পারে!!
সাখাওত হোসাইন স্যারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি🙏🙏🙏🙏
অসম্ভব সুন্দর নাটক ছিল ।। অতীতের কিছু স্মৃতি মনে করিয়ে দিল।।।
"যাও চলে যাও বহুদূরে,
খুঁজব না তোমায় আর,
শুধু মন খারাপের দিনে দিও তোমার ভাবার অধিকার ""
এতো সুন্দর একটা নাটক হয় কি করে..! এ তো যেন বাস্তব সবকিছু।সব সিনেমাটিক শট এত অসাধারণ,, একদম প্রাণবন্ত।
সেরা গল্পের নাটক দেখলাম।অভিনয় দুর্দান্ত ❤❤
খুব চমৎকার উপস্থাপন, গল্পের লেখককে অনেক অনেক শুভকামনা, সেই সাথে ডিরেক্টর ও প্রডিউসার কে অভিনন্দন জানাই। এই গল্পটিতে জিনারা অভিনয় করেছেন তাদের প্রত্যেককে অভিবাদন, ধন্যবাদ। ( From West Bengal India)
এই নাটক টা আমার মন ছুঁয়ে গেলো,, ভীষণ কান্না পাচ্ছে,, কোনরকম নিজেকে সংযত করে রাখছি,, আসলেই একটা সম্পর্কে কথা বলাটা খুব জরুরী আমার প্রিয় মানুষের সাথে বিচ্ছেদের কাহিনী ছিল ঠিক এই নাটকের মতো। অতিরিক্ত ভালোবেসে ও এই দূরত্বের কারণে নিজেদের সম্পর্ক টা আজ আর নেই 🙂😔
আমি কখনো কোনো নাটক দেখে কমেন্ট করিনি।আজ করবো। সত্যিই অসাধারণ!!! আর কিছু বলবো না। কারণ যাই বলি সব-ই কম পরে যাবে। অনেকটা জীবনের সাথে মিলে গিয়েছে ☺️
বুকটার ভেতর কেমন জানি করে উঠলো,এ অনুভূতি প্রকাশ করা যায় না।অসাধারণ নাটক,অসাধারণ অভিনয় তৌসিফ মাহবুব ও তাসনিয়া ফারিন এর।আমাদের এমন কিছু নাটক থাকে যা পৃথিবীর সব মুভিকে ও হাড় মানিয়ে দেয়।ধন্যবাদ লেখক, পরিচালক সবাইকে।
এই পৃথিবীতে ভালোবাসা বলতে কিছু নেই সব মিথ্যা এক মাত্র মৃত্যু ছাড়া 😢😢😢
নাটকটা দেখার পর চিৎকার করে কান্না করতে ইচ্ছে করছে,, আমি নিজেও কিছুদিন হলেও এই যন্ত্রণার ভিতর দিয়ে যাচ্ছি,,,শখের নারী এগুলো কিভাবে পারে,, আরেকজনের সাথে সম্পর্ক করতে,,, প্রতিটা মুহূর্ত তার কথা ভাবি জানিনা শেষ পরিণতি কি হবে,,???? 💛💙💛 😭😭😭
তৌসিফ মাহাবুব মানে ভালোলাগা ও ভালোবাসার গল্প। ❤️
নাটকের গল্প কোথায় থেকে কোথায় চলে গেলো সত্যই চমৎকার খুবই সুন্দর হয়েছে 🙂
এই নাটকে মন্তব্য করার মতো ভাষা আমার জানা নাই, সত্যিই চিঠির প্রত্যেক টা শব্দ যতোবারই শুনবো প্রত্যেক বারই হৃদয় টা কেঁপে উঠবে,😢😢
যাও চলে যাও বহুদূরে খুঁজবো না তোমায় আর,
মন খারাপের দিনে দিও তোমায় ভাবার অধিকার, ?❤
স্মৃতি স্বাক্ষর খুবই আনকমন ইন্টারেস্টিং অভিনয় তৌসিফ মাহবুব ভাই এবং তাসনিয়া ফারিন আপু।
জুটি বেঁধে সুন্দর করে জটিল ভাবে অসাধারণ অভিনয় করেছেন ধন্যবাদ 🖤🇧🇩🤎
যতই লিখল মনে কম হয়ে যাবে আপনার নাটক মানেই আমার হার্ড যেটা আমি আপনাকে দিয়ে পেলেছি ভইয়া❤
আমি কখোনো কোন প্লাটফর্মে কমেন্ট করি নি। কিন্তু আজ না করে পারছি না। শেষ টা অসম্ভব কষ্টের ছিল।যা আমি ভাবিনি।না চাইতে চোখে জল চলে এল। ভালোবাসার মানুষটির কথা মনে পড়ে গেল। সত্যি অসম্ভব কষ্টের ছিল।😢😢😢😢 ভালো থাকুক সবার ভালোবাসা
একটা গান তিন-চারবার শুনলেই বিরক্ত লেগে যায় কিন্তু হাজার বার সূরা ফাতিহা শুনতে বিরক্ত লাগেনা 😒😶 আলহামদুলিল্লাহ ❤
ইসলাম হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব। তাই ইসলাম ধর্ম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কোন ধরনের কমেন্ট করা এই সমস্ত জায়গায় একজন মুসলিম হিসেবে আমাদের কাম্য নয়। এতে করে ইসলামের সৌন্দর্যতা নষ্ট হয়। আপনার যদি ইসলামিক কমেন্ট করতে হয় তাহলে ইসলামিক কোন প্লাটফর্মে গিয়ে করবেন।
পাগল ছাগল কোন জায়গায় কোন কমেন্ট করতে হয় জানা নেই