একটা প্রশ্ন করে গেলাম রিপ্লাই আশা করবো। ছাদে ঢালাই দিয়ে ও-ই দিনে কি নেট ফিনিশিং দেওয়া ভালো না পরে দেওয়া ভালো। ও-ই দিন দিলে ঢালায়ে কি পানি বসবে। না পানি বসতে হয় না। শুধু ঠান্ডা রাখার জন্য পানি দিতে হয়?
লম্বা ১৭ ফিট পর পর কলম পাশে ১৪.৫ ফিট পরে ১২ ফিট পর এখন কি চাঁদ দেওয়া যাবে আর চাদ দেওয়া গেলে উপরে কি আরেক তালা করা যাবে,,? এখন কলম আর গাঁথুনি করে রাখছি চাঁদ ঢালাই দেই না
ভাই এর মাঝখানে আবার ৬ টি কলম দিছি ৬"-৫" ইন্ছি ১০ মিলি ৪ রট দিয়ে এক কলম থেকে অন্য কল ১৭ ফিট দুরে এর মাঝখানে আবার চাপা কলম দিছি ৮.৫ ফিট পরে চাপা কলমের সাইজ ৬"-৫" ইন্ছি
আপনি কথাটা ঠিক বলছেন যে শেওলা পড়ে নষ্ট হয়ে যায় ঠিক কথা বলেছেন , এসির যে বিল্ডিং এর লাগেবে সেই বিল্ডিংয়ে এসি লাগানোর জন্য রাস্তা রাখা দরকার
ঠিক বলেছেন✔।
Alhamdulillah
স্যার ছাদ বাগান করতে চাইলে কি আলাদা এটার জন্য এক তলা বেশি ফাউন্ডেশন করতে হয়? প্লিজ একটু বলবেন
কি পরিমান লোড চাপাবেন নির্ভর করবে তার উপরে।
স্যর বহুতল ভবন নির্মাণে এসি আউটডোর ইউনিট ফিটিং করার জন্য একটু জায়গা রাখলে ভাল হয়
মানুষ জায়গা ছাড়তে চায়না। জায়গা ছাড়ার অনেক সুফল রয়েছে।
ধন্যবাদ আপনাকে স্যার এগিয়ে যান 👍
ধন্যবাদ
আসসালামু আলাইকুম ভাই।আমার ব্রিক ফাউন্ডেশনে করা একটি একতলা বাড়ি আছে। এখন আমার ইচ্ছা এটাকে না ভেঙে আরসিসি ফাউন্ডেশনে ২তলা বা তিন তলা করা যাবে কি?
জি করা যাবে
একতালা বাড়ির ছাদে কি ৬" ইন্চি কার্নিস দেওয়া যাবে কি?
জি যাবে।
ভালো লাগলো তাই সাবস্ক্রাইব করলাম
ধন্যবাদ
আসসালামু আলাইকুম স্যার, আমার বাড়ি দোতলা ফাউন্ডেশন বর্তমানে একতলা করব। আমার কি প্রথম তলায় কার্নিশ দেওয়া লাগবে
না দেওয়াই ভালো। তবে ছাদের চারপাশ ইট দ্বারা গাথুনি করে রাখবেন যেন বৃষ্টির পানি দেওয়াল গড়িয়ে না পরে। ছাদের পানি পাইপ দিয়ে নামানোর ব্যবস্থা করবেন।
দাদা মিনি কালাম বাড়ি বানালে ২-৪বছর পর কি দু তালা করা যাবে বলুন
মিনি কলাম ব্যপারটা একটু বুঝিয়ে বলুন।
@BuildingPlanPoint মিনি কালমা বলতে পিলিন্থ বিম পর্যন্ত কালাম দিয়ে বাকি দেয়াল গুলো ইট দিয়ে তুলে ছাদ দিয়ে বাড়ি
@amirhossain7391 এভাবে না করাই ভালো হবে। যদি একটা ছাদ করেন তাহলে ঠিক আছে। তবে দোতলা করা যাবেনা।
@@BuildingPlanPoint ধণ্যবাদ
তবে শেষ ছাদে ছয় ইঞ্চি ছাদ বারিয়ে ইটের গাথনির থেকে কানিশ সৌন্দর্য বৃদ্ধি বেশি করে?
@@MD.SOHELGAZI9297 জি
@BuildingPlanPoint তাহলে আপনি কোনটা পরামর্শ দিবেন শেষ ছাদে কানিশ নাকি গাথনি বলবেন প্লিজ
@MD.SOHELGAZI9297 কার্নিশ আর গাথুনি দুটোই ভিন্ন। আপনাকে আগে কার্নিশ করতে হবে তারপর কার্নিশের উপর গাথুনি দিতে হবে। আর গাথুনিকে বলে পেরাপেট ওয়াল।
আবুধাবিতে শহর থেকে দেখা সাগতম আপনাকে বিজয়
ধন্যবাদ
একটা প্রশ্ন করে গেলাম রিপ্লাই আশা করবো। ছাদে ঢালাই দিয়ে ও-ই দিনে কি নেট ফিনিশিং দেওয়া ভালো না পরে দেওয়া ভালো। ও-ই দিন দিলে ঢালায়ে কি পানি বসবে। না পানি বসতে হয় না। শুধু ঠান্ডা রাখার জন্য পানি দিতে হয়?
ঐদিনে নেটফিনিশিং দেওয়া ভালো। পানি খায়না হিট কমানোর জন্য পানি দেওয়া হয়।
ধন্যবাদ ❤
ভাই কার্ণিশ দেখতে খুব বাজে লাগে, একতলা বাড়ি বাট কার্ণিশ দিতে চাচ্ছি না। ওপরের দিকে ৩ ফিট ওয়াল টানতে চাই মানে সাদের বাউন্ডারী।
যারা বোঝে তারা এই বাজে কাজ করেনা। আপনার সিদ্ধান্ত ঠিক আছে।
👍খুব ভালো ব্যাখ্যা।
ধন্যবাদ স্যার।
@BuildingPlanPoint আপনি কি Building 3D Modeling এর জন্য REVIT Software ব্যবহার করেন?
Analysis & Design এর জন্য কি ETAB, না কি StaadPro ই যথেষ্ট?
@koushikchakravarti মডেলিং এর জন্য Sketchup & vray আর Analysis & Design এর জন্য MS Excel ব্যবহার করি।
ধন্যবাদ 😊😊
ধন্যবাদ
লম্বা ১৭ ফিট পর পর কলম
পাশে ১৪.৫ ফিট পরে ১২ ফিট পর
এখন কি চাঁদ দেওয়া যাবে
আর চাদ দেওয়া গেলে উপরে কি আরেক তালা করা যাবে,,? এখন কলম আর গাঁথুনি করে রাখছি চাঁদ ঢালাই দেই না
ভাই এর মাঝখানে আবার ৬ টি কলম দিছি ৬"-৫" ইন্ছি
১০ মিলি ৪ রট দিয়ে
এক কলম থেকে অন্য কল ১৭ ফিট দুরে এর মাঝখানে আবার চাপা কলম দিছি ৮.৫ ফিট পরে চাপা কলমের সাইজ ৬"-৫" ইন্ছি
দুইতলা করার স্বপ্ন দেখা যাবেনা।
😊 অনেক রাজমিস্ত্রি Cantilever কার্নিশে Reinforcements নীচের দিকে দিতে চায়। এ ব্যাপারে সাবধান করে একটা Presentation দিন।
ধন্যবাদ স্যার এরপরে এই বিষয়ে কথা বলবো।
ভাই শুধুমাত্র একতলার জন্য সর্বনিম্ন কতটুকু কার্নিশ দিলেই চলবে অথবা যদি দিতে না হয়,
দয়া করে কমেন্টে উত্তর দিবেন
@@RabeyaToma 12" দিলেই যথেষ্ট।
ধন্যবাদ
ভাই বুঝলাম এটা বারতি টাকা খরচ কিন্তু এটা মানুষে দেয় দেখতে সুন্দর লাগবে তাই
@@mdjahangirhasanjoy2108 দেওয়ার ক্ষেত্র আমি বলেছি।
হুম আপনার কথায় যুক্তি আছে
সাওনট নাই
কেও যদি কার্নিশ বের করে সেখানে ওয়াল করে দুই তলা থেকে রুম বড় বানায়?
করা যাবে।
@BuildingPlanPoint ধন্যবাদ।