নতুন প্রযুক্তি কতটা ব্যয় সাশ্রয়ী হবে এবং সাধারণ মানুষের পক্ষে এর গ্রহণ যোগ্যতা কতোটা তার ওপর নির্ভর করবে এর সফলতা। স্থপতিদের এই বিষয়ে গুরুত্ব দেয়া অত্যন্ত জরুরি। ধন্যবাদ।
ঘরের গরম কমানো বা বাইরের তাপমাত্রা রোধ করার জন্য খুব সহজ প্রযুক্তি আছে। এতে ব্যয় খুবই কম। কিন্তু সে তুলনায় লাভবান হবেন অনেকবেশি। এসি লাগবে না, ইলেক্ট্রিক বিল কমবে, পরিবেশ দূষণ কম হবে। এককথায় বলতে গেলে, বিষয়টা খুবই সহজ। স্থপতিরা ডিজাইন করার সময় এগুলো চিন্তা করেন। সানশেডকেই অনেকভাবে ডিজাইন করা যায়। বাইরে স্ক্রিন ব্যবহার করা যায়। মাটির পাতিল দিয়ে জলছাদ করা যায়। পাঁচ ইঞ্চি + পাঁচ ইঞ্চির ডাবল দেয়াল করে মাঝের গ্যাপে শোলা বা অন্যান্য ইনসুলেশন ঢুকিয়ে দিলেও সেই দেয়াল তাপ রোধ করে৷ কিন্তু মফস্বলে দেখবেন একশ্রেণির ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা ডিজাইনের মূল বিষয়গুলো না জেনেই স্রেফ কতগুলো দেয়ালের প্ল্যান আঁকে এবং কমদামে তা বিক্রি করে। উত্তর-দক্ষিণ-পূর্ব-পশ্চিম খেয়াল না করেই আন্দাজে মানুষ ঘর বানায়। কোনদিকে জানালা দরকার, কোনদিকে গ্লাস দরকার না, সেটা জানে না। সেসব বাড়ির ক্ষেত্রেই দুর্ভোগ বেশি হয়।
গুরুত্বপূর্ণ আলোচনা, অপরিকল্পিত নগরায়ন ও শিল্প কারখানা এবং অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধি বাংলাদেশের মূল সমস্যা দেশের আয়তন ও সম্পদের তুলনায় জনসংখ্যা অতিরিক্ত বেশি
@@tariqarchগ্রামের মানুষ গ্রামে থাকতেই চায় না। গ্রাম থেকে কেউ বাসাবাড়িতে কাজ করলে তার সামাজিক সম্মান নাকি কমে যায়। মেয়ের ভাল বিয়ে হয় না। গ্রামের নিরাপত্তা কম। আজে বাজে ছেলে পেলে বেশি। মেম্বার, চেয়ারম্যান এবং অনেক ক্ষেত্রে প্রতিবেশিরা বিরক্ত করে। শহরে জীবন অনেক মুক্ত স্বাধীন। এই স্বাধীনতার স্বাদ যে পায় সে গ্রামে ফিরতেই চায় না।
আমাদের দেশে তো এখনো ঐ মিস্ত্রীদের প্রাধান্য দেওয়া হয়। স্থপতি যদি একটু বেশি খরচ করিয়ে ভালো কিছু দেয় তার কথার দামই তো দেয় না। কিন্তু সস্তা স্থপতিরা যখন শুধু কাজ পাওয়ার জন্য সস্তায় কোনোমতে একটা কম খরচের ডিজাইন দিয়ে দেয় তখন হয়ত বাড়ির মালিক খুব খুশি থাকে। কিন্তু পরবর্তীতে সমস্যা শুরু হয়।
Mistri rai practical kaz koren tai unara bhalo janen amon dharona thakay engineer der pichoney hudai taka khoroch na korar ichchay nijer dhongso deke anche .
আসসালামু আলাইকুম, ভাই আপনার শেষের কয়েক মিনিটের কথা গুলো অসাধারণ ছিলো, আল্লাহ আমাকে তৌফিক দিলে আমিও একটা মাটির ঘর বানাবো ইনশাআল্লাহ। তবে আমি বন্ধুদের এই মাটির ঘর বানানোর কথা বললে সবাই হাসি ঠাট্টা করে। 😒
হলো ব্লগগুলো শক্তিশালী কিনা এর জন্য কিভাবে লোকালি পরীক্ষা করা যায় কারণ ইদানিং যত্রতত্র যে ব্লকগুলো তৈরি করা হচ্ছে সেগুলো যে যথেষ্ট টেকসই তা বোঝার কোন উপায় থাকে নাএ বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গভাবে ভিডিও বানালে খুব উপকৃত হতো আমিসহ সাধারণ মানুষজন।
ভালো বলেছেন। সুচিন্তিত মতামতের জন্য ধন্যবাদ। হাউজিং রিসার্চ ইন্সটিটিউট (এইচবিআরআই), বিটিআই সহ অনেক প্রতিষ্ঠান ভালো মানের কংক্রিট ব্লক বানাচ্ছে। হাতে নিলেই বুঝতে পারবেন। একটা ব্লক হাতে নিয়ে ছুড়ে ফেলুন, যদি ভেঙে ঝুরঝুরে হয়ে যায়, তবে বুঝবেন এর মান ভালো না। স্থানীয়ভাবে অনেকেই ব্লক বানাচ্ছে, যাদের ম্যাটেরিয়ালড কোয়ালিটি বা মিক্সিং ঠিকমতো হচ্ছে না। সেসব ব্লক অল্প চাপেই গুড়ো হয়ে যেতে দেখেছি৷ আমরা নির্মাণ রসায়নের আগামী কোনো পর্বে এ নিয়ে কাজ করব। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে থাকুন। প্রতি শনিবার রাত সাড়ে ৯টায় এটিএন নিউজে চোখ রাখুন।
আপনার আইডিয়া গুলো নতুন বাড়ি বানানোর ক্ষেত্রেই শুধু কার্যকর, কিন্তু আমরা যারা অলরেডি বাড়ি বানিয়ে ফেলেছি বা বাসা ভাড়া নিয়ে থাকছি, তারা কি কোনভাবে টেম্পারেচার আপগ্রেডিং করতে পারি ন্যাচারালি? এই নিয়ে একটা ভিডিও থাকলে আমাদের ও উপকার হত।
Govt.’s planning Comission must include these sustainable features to make common to all plannings for approval and experts should also work on how to make existing buildings sustainable. Basic knowledge on these can be included as an important chapters to High schools and College text books with increasing information, so that this can be a common habit. Thank you
ছাই এর ইট নতুন ধারণা, এর থার্মাল প্রোপার্টিজ সংক্রান্ত গবেষণায় বিস্তারিত জানা যাবে। তবে গঠন বিবেচনায় পোড়ামাটির ইট আর ছাই এর ইট তাপ আটকানোর পারফরম্যান্স কাছাকাছি হবার কথা। পরিবেশের ক্ষতি বিবেচনায় অবশ্যই ছাই এর ইট এগিয়ে থাকবে। পোড়ামাটির ইট পরিবেশের ক্ষতির কারণ।
বাড়ির রেডিমেড নকশা হয় না। আপনার বাড়ি কেমন হবে তা নির্ভর করে আপনার চাহিদা, বাজেট, আপনার জায়গা, তার আশেপাশের প্রকৃতি ও ভবনের অবস্থান, রাস্তা, দিক এমন অনেক বিষয়ের উপর। একজায়গার নকশা অন্য জায়গায় কাজ করে না। যথাযথ সম্মানী দিয়ে একজন ভালো স্থপতি নিয়োগ দিন। বাড়ি সারাজীবনের বিনিয়োগ। অল্প টাকা বাঁচাতে গিয়ে বড় ক্ষতির সম্মুখীন হবেন না।
ভেন্টিলেটর না দিয়েও তো মশা আটকানো যাচ্ছে না। জানালায় যেমন মশা আটকানোর নেট ব্যাবহার করেন, ভেন্টিলেটরেও করা যেতে পারে প্রয়োজন অনুযায়ী। এটার কাজ আপনার রুমের উপরের দিকে যে গরম বাতাস জমে থাকে সেটা বের করে দেয়া। নেট লাগানোতে বাতাস প্রবাহ কিছুটা কমলেও সমস্যা নেই।
অবশ্যই কমবে। কিন্তু অতিরিক্ত দাম এবং স্বাস্থ্য ঝুকি বিবেচনায় রকউল ব্যবহার না করাই ভালো, বা করলেও ভালভাবে সিল করে ব্যবহার করতে হবে যাতে করে বাতাসে ছড়াতে না পারে। বরঞ্ছ ক্যাভিটি ওয়াল / মোটা ওয়াল এর মত সহজ ও সস্থা অল্টারনেটিভ বাবস্থায় তুলনামুলক অনেক কম খরচে কাছাকাছি ফল পাবেন।
ঢাকা সিটি কর্পোরেশনের ভিতরে আর কোন হাউজিং প্রজেক্ট হচ্ছে না যেমন বনশ্রী আফতাবনগর মহানগর মিরপুর ইস্টার্ন হাউজিং ও বসুন্ধরার মত এত বড় জমি পাওয়া দুঃসাধ্য ব্যাপার এখন যেই জমিগুলো আছে এগুলোই শেষ পর্যন্ত 👍
এই অনুষ্ঠানে আমরা স্থাপনার অভ্যন্তরে স্বাচ্ছন্দ্যময় তাপমাত্রা নিশ্চিত করার ব্যাপারে আলোচনা করেছি৷ একে বলা হয় 'ইনডোর থারমাল কমফোর্ট৷ বিস্তারিত জানতে হলে পুরো আলোচনাটি দেখুন। ধন্যবাদ
স্থপতি তারিকুল ইসলামের কথা এবং চিন্তা ভাবনা অনেক ভাল লেগেছে। ধন্যবাদ
ধন্যবাদ। এই আলোচনা যদি আপনার একটু হলেও কাজে আসে, তবে সেটাই আমাদের স্বার্থকতা।
নতুন প্রযুক্তি কতটা ব্যয় সাশ্রয়ী হবে এবং সাধারণ মানুষের পক্ষে এর গ্রহণ যোগ্যতা কতোটা তার ওপর নির্ভর করবে এর সফলতা। স্থপতিদের এই বিষয়ে গুরুত্ব দেয়া অত্যন্ত জরুরি। ধন্যবাদ।
ঘরের গরম কমানো বা বাইরের তাপমাত্রা রোধ করার জন্য খুব সহজ প্রযুক্তি আছে। এতে ব্যয় খুবই কম। কিন্তু সে তুলনায় লাভবান হবেন অনেকবেশি। এসি লাগবে না, ইলেক্ট্রিক বিল কমবে, পরিবেশ দূষণ কম হবে। এককথায় বলতে গেলে, বিষয়টা খুবই সহজ। স্থপতিরা ডিজাইন করার সময় এগুলো চিন্তা করেন। সানশেডকেই অনেকভাবে ডিজাইন করা যায়। বাইরে স্ক্রিন ব্যবহার করা যায়। মাটির পাতিল দিয়ে জলছাদ করা যায়। পাঁচ ইঞ্চি + পাঁচ ইঞ্চির ডাবল দেয়াল করে মাঝের গ্যাপে শোলা বা অন্যান্য ইনসুলেশন ঢুকিয়ে দিলেও সেই দেয়াল তাপ রোধ করে৷
কিন্তু মফস্বলে দেখবেন একশ্রেণির ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা ডিজাইনের মূল বিষয়গুলো না জেনেই স্রেফ কতগুলো দেয়ালের প্ল্যান আঁকে এবং কমদামে তা বিক্রি করে। উত্তর-দক্ষিণ-পূর্ব-পশ্চিম খেয়াল না করেই আন্দাজে মানুষ ঘর বানায়। কোনদিকে জানালা দরকার, কোনদিকে গ্লাস দরকার না, সেটা জানে না। সেসব বাড়ির ক্ষেত্রেই দুর্ভোগ বেশি হয়।
বুঝলাম, ইনসুলেশন ঢুকাতে গিয়ে দেয়ালের ফাঁকে পোকা মাকড় জন্মাবে নাতো?
পোকামাকড় প্রতিরোধী ইনসুলেশন ও করা সম্ভব
এই অনুষ্ঠানটি দারুণ ভালো লাগে ❤❤❤❤❤
ধন্যবাদ স্যার । আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে।
অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে থাকুন। প্রতি শনিবার রাত সাড়ে ৯টায় এটিএন নিউজে চোখ রাখুন।
অসাধারণ !!
গুরুত্বপূর্ণ আলোচনা, অপরিকল্পিত নগরায়ন ও শিল্প কারখানা এবং অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধি বাংলাদেশের মূল সমস্যা দেশের আয়তন ও সম্পদের তুলনায় জনসংখ্যা অতিরিক্ত বেশি
জনসংখ্যা সমস্যা আরো প্রকট অনুভূত হয় ঢাকা কেন্দ্রিক জনজটের কারণে। বিকেন্দ্রীকরণ জরুরী। গ্রামে কিন্তু মানুষ কমছে।
@@tariqarchগ্রামের মানুষ গ্রামে থাকতেই চায় না। গ্রাম থেকে কেউ বাসাবাড়িতে কাজ করলে তার সামাজিক সম্মান নাকি কমে যায়। মেয়ের ভাল বিয়ে হয় না। গ্রামের নিরাপত্তা কম। আজে বাজে ছেলে পেলে বেশি। মেম্বার, চেয়ারম্যান এবং অনেক ক্ষেত্রে প্রতিবেশিরা বিরক্ত করে। শহরে জীবন অনেক মুক্ত স্বাধীন। এই স্বাধীনতার স্বাদ যে পায় সে গ্রামে ফিরতেই চায় না।
@@Morpheus-x7t আপনার সাথে অনেকঅংশে একমত। মানসিকতার পরিবর্তন জরুরী, গ্রামের সামাজিক সংস্কার জরুরী।
আমার সেই ছোট্ট বেলা থেকে স্বপ্ন এমন করে একটা ঘর তৈরি করা,গরমেও রুম ঠান্ডা থাকবে,আবার শীতে গরম থাকবে❤❤❤
বিরক্তিকর ব্যাকগ্রাউন্ড মিউজিক বাদ দেন.... খুব বিরক্তিকর
Lots of thanks to Nirman Roshayon...
১০০%সঠিক কথা ❤
আমাদের দেশে তো এখনো ঐ মিস্ত্রীদের প্রাধান্য দেওয়া হয়। স্থপতি যদি একটু বেশি খরচ করিয়ে ভালো কিছু দেয় তার কথার দামই তো দেয় না। কিন্তু সস্তা স্থপতিরা যখন শুধু কাজ পাওয়ার জন্য সস্তায় কোনোমতে একটা কম খরচের ডিজাইন দিয়ে দেয় তখন হয়ত বাড়ির মালিক খুব খুশি থাকে। কিন্তু পরবর্তীতে সমস্যা শুরু হয়।
একমত, আমরা মেধার মূল্যায়ন কম করি। আমরা দূরদর্শী নই। সাময়িক খরচ বাঁচাতে গিয়ে সামগ্রিক খরচ ও দীর্ঘ মেয়াদী ভোগান্তির পথ বেঁছে নেই।
Mistri rai practical kaz koren tai unara bhalo janen amon dharona thakay engineer der pichoney hudai taka khoroch na korar ichchay nijer dhongso deke anche .
বাংলাদেশের মানুষ সম্পুর্ন জ্ঞান হীন হীনমন্য কোনো যায়গা ছারবে না, আলো বাতাস রাস্তা পরিবেশ কোনো জ্ঞান রাখে না
জনসচেতনতা জরুরী।
আসসালামু আলাইকুম, ভাই আপনার শেষের কয়েক মিনিটের কথা গুলো অসাধারণ ছিলো, আল্লাহ আমাকে তৌফিক দিলে আমিও একটা মাটির ঘর বানাবো ইনশাআল্লাহ।
তবে আমি বন্ধুদের এই মাটির ঘর বানানোর কথা বললে সবাই হাসি ঠাট্টা করে। 😒
হাসি ঠাট্টা করলে করবে। আপনি যদি মনে মাটির ঘরে শান্তিতে থাকতে পারবেন, তাহলে সেটাই করেন
যথাযথ। সবাই যদি বুঝে ব্যবস্থা নিতো।
অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে থাকুন। প্রতি শনিবার রাত সাড়ে ৯টায় এটিএন নিউজে চোখ রাখুন।
music ছাড়া কী খবর পরিবেশন সম্ভব নয়???
Sundor alochona. Existing basai cross ventilation korte hobe
হলো ব্লগগুলো শক্তিশালী কিনা এর জন্য কিভাবে লোকালি পরীক্ষা করা যায় কারণ ইদানিং যত্রতত্র যে ব্লকগুলো তৈরি করা হচ্ছে সেগুলো যে যথেষ্ট টেকসই তা বোঝার কোন উপায় থাকে নাএ বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গভাবে ভিডিও বানালে খুব উপকৃত হতো আমিসহ সাধারণ মানুষজন।
ভালো বলেছেন। সুচিন্তিত মতামতের জন্য ধন্যবাদ। হাউজিং রিসার্চ ইন্সটিটিউট (এইচবিআরআই), বিটিআই সহ অনেক প্রতিষ্ঠান ভালো মানের কংক্রিট ব্লক বানাচ্ছে। হাতে নিলেই বুঝতে পারবেন। একটা ব্লক হাতে নিয়ে ছুড়ে ফেলুন, যদি ভেঙে ঝুরঝুরে হয়ে যায়, তবে বুঝবেন এর মান ভালো না। স্থানীয়ভাবে অনেকেই ব্লক বানাচ্ছে, যাদের ম্যাটেরিয়ালড কোয়ালিটি বা মিক্সিং ঠিকমতো হচ্ছে না। সেসব ব্লক অল্প চাপেই গুড়ো হয়ে যেতে দেখেছি৷
আমরা নির্মাণ রসায়নের আগামী কোনো পর্বে এ নিয়ে কাজ করব। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে থাকুন। প্রতি শনিবার রাত সাড়ে ৯টায় এটিএন নিউজে চোখ রাখুন।
আপনার আইডিয়া গুলো নতুন বাড়ি বানানোর ক্ষেত্রেই শুধু কার্যকর, কিন্তু আমরা যারা অলরেডি বাড়ি বানিয়ে ফেলেছি বা বাসা ভাড়া নিয়ে থাকছি, তারা কি কোনভাবে টেম্পারেচার আপগ্রেডিং করতে পারি ন্যাচারালি? এই নিয়ে একটা ভিডিও থাকলে আমাদের ও উপকার হত।
Govt.’s planning Comission must include these sustainable features to make common to all plannings for approval and experts should also work on how to make existing buildings sustainable. Basic knowledge on these can be included as an important chapters to High schools and College text books with increasing information, so that this can be a common habit.
Thank you
Agreed
আমি আমার নতুন বাডীতে বাহিরের চারপাশে বাহিরে ৫" দেওয়াল বিতরে ৫" দেওয়াল মাজ খানে ২" থরমো কল /কক সিট ব্যবহার করবো
আমার গ্রামের বাসায় এখনো ২ তলা মাটির বাড়ি আছে 😁
a bhai aiv ideo te ai BG Music Jay?
Vidweo ta To dehkar agroho nosto kore dicen.
wall insulation helps but you still need ac to cool it and heating to heat it. air circulation helps but when air itself is hot you need ac.
Even if you use AC insulation will help to reduce cooling load. Air can be cool before entering building by selective landscape design.
Window ba door jodi opposite thake then batash ek dik theke dhuke onno dik theke ber hoye jabe
Please stop annoying, disgusting, disturbing background music.😊
খুব সুন্দর বলেছেন
Interested to know about Sandwich Panel.Is it properly effective as thermal insulator ?
it is
পোড়া মাটির ইঁট ও ছাই-এর ইঁটের মধ্যে কোনটা তুলনামূলক হিট প্রুফ হবে? পরামর্শ চাইছি।
ছাই এর ইট নতুন ধারণা, এর থার্মাল প্রোপার্টিজ সংক্রান্ত গবেষণায় বিস্তারিত জানা যাবে। তবে গঠন বিবেচনায় পোড়ামাটির ইট আর ছাই এর ইট তাপ আটকানোর পারফরম্যান্স কাছাকাছি হবার কথা। পরিবেশের ক্ষতি বিবেচনায় অবশ্যই ছাই এর ইট এগিয়ে থাকবে। পোড়ামাটির ইট পরিবেশের ক্ষতির কারণ।
এই ইঞ্জিনিয়ারের কথাগুলো যদি সবাই বুঝতো! আমরা সিংগাপুর বানাতে চাই, কিন্তু তিলোত্তমা ঢাকা বানাতে চাই না ।
নতুন মডেল ডুপ্লেক্স ছোট নান্দনিক বাড়ির নকশা পাওয়া যাবে কিনা ভাই,জায়গা ২০/৪০লাগলে লম্বা জায়গা দেওয়া যাবে।
বাড়ির রেডিমেড নকশা হয় না। আপনার বাড়ি কেমন হবে তা নির্ভর করে আপনার চাহিদা, বাজেট, আপনার জায়গা, তার আশেপাশের প্রকৃতি ও ভবনের অবস্থান, রাস্তা, দিক এমন অনেক বিষয়ের উপর। একজায়গার নকশা অন্য জায়গায় কাজ করে না। যথাযথ সম্মানী দিয়ে একজন ভালো স্থপতি নিয়োগ দিন। বাড়ি সারাজীবনের বিনিয়োগ। অল্প টাকা বাঁচাতে গিয়ে বড় ক্ষতির সম্মুখীন হবেন না।
❤❤❤
You should have explained it with graphics rather than spending time by talking too much. From BD.
Thank you for your comment. We have many limitations, but we are always trying to do better. Thank you.
খাজনার থেকে বাজনা বেশি
❤
বিরক্তিকর ব্যাকগ্রাউন্ড মিউজিক
ঢাকায় এইসব technology use করা হয় না কেন?
অজ্ঞতা এবং জমির অত্যধিক দামের কারনে জমির মালিকদের ছাড় না দেয়া মনভাব
ভেন্টিলেটর এখন বাসা বাড়িতে দিলে মশার কামড়ে থাকা যাবে না। নাহলে দেয়া যেতো।
ভেন্টিলেটর না দিয়েও তো মশা আটকানো যাচ্ছে না। জানালায় যেমন মশা আটকানোর নেট ব্যাবহার করেন, ভেন্টিলেটরেও করা যেতে পারে প্রয়োজন অনুযায়ী। এটার কাজ আপনার রুমের উপরের দিকে যে গরম বাতাস জমে থাকে সেটা বের করে দেয়া। নেট লাগানোতে বাতাস প্রবাহ কিছুটা কমলেও সমস্যা নেই।
ওয়ালে রকউল স্থাপন করলেই অনেকটা টেম্পারেচার কমে যাবে।
অবশ্যই কমবে। কিন্তু অতিরিক্ত দাম এবং স্বাস্থ্য ঝুকি বিবেচনায় রকউল ব্যবহার না করাই ভালো, বা করলেও ভালভাবে সিল করে ব্যবহার করতে হবে যাতে করে বাতাসে ছড়াতে না পারে। বরঞ্ছ ক্যাভিটি ওয়াল / মোটা ওয়াল এর মত সহজ ও সস্থা অল্টারনেটিভ বাবস্থায় তুলনামুলক অনেক কম খরচে কাছাকাছি ফল পাবেন।
ঢাকা সিটি কর্পোরেশনের ভিতরে আর কোন হাউজিং প্রজেক্ট হচ্ছে না যেমন বনশ্রী আফতাবনগর মহানগর মিরপুর ইস্টার্ন হাউজিং ও বসুন্ধরার মত এত বড় জমি পাওয়া দুঃসাধ্য ব্যাপার এখন যেই জমিগুলো আছে এগুলোই শেষ পর্যন্ত 👍
এই অনুষ্ঠানে আমরা স্থাপনার অভ্যন্তরে স্বাচ্ছন্দ্যময় তাপমাত্রা নিশ্চিত করার ব্যাপারে আলোচনা করেছি৷ একে বলা হয় 'ইনডোর থারমাল কমফোর্ট৷ বিস্তারিত জানতে হলে পুরো আলোচনাটি দেখুন। ধন্যবাদ
@@tawsifmunawar7001আমি একটু যোগাযোগ করতে চাই আপনাদের সাথে। নতুন একটা বাড়ি করব তো তাই।
There is only one tilottoma in the world
Irritating music
সবার পক্ষে সম্ভব....??????
সচেতনতা থাকলে পুরোপুরি সম্ভব না হলেও অনেক খানি সম্ভব
edese cor er karone ekhn ventilator o deoya jay na
এখনকার চোররা ভেন্টিলেটর দিয়ে কষ্ট করে আসে না। দরজা দিয়ে ঢুকে। তারপরেও সন্দেহ থাকলে মেটাল/কাস্টআয়রন এর ভেন্টিলেটর ব্যবহার করা যেতে পারে।
boycott Ind`an Amit Syngle's Asian Paints
Faltu Music er jnno ki shunbo ar
বাতাসের মধ্যে ধুলাবালি থাকলে
বাংলাদেশের মিহি ধুলা আটকানো বেশ কঠিন। বাতাসের গতিপথে গাছ দিয়ে বা পানির ধারা তৈরি করে ধুলো কিছুটা কমানো যায়
আতিকের হিট গবেষক সুপারহিট মেয়েকে ইনভাইট করলে তো ,,,,,।
চোরের দেশে ক্যামনে কি😮
দেশ তো চোর না। চোর মানুষ। আমি আপনি ভালো হয়ে গেলেও দুটো চোর কমবে।
মাটির বাড়ি আমারও খুব পছন্দ কিন্তু মাটির বাড়িতে সাপ মোটামুটি থাকবেই এজন্য ভালো লাগে না।
K bolse?
দেয়াল মাটির রেখে ফ্লোর পাকা করতে পারেন, এধরণের সম্ভাবনা থাকলে
❤
❤❤❤❤❤❤❤