সীমিত বাজেটে এই মনোমুগ্ধকর ইন্টেরিয়র ডিজাইন যেভাবে সম্ভব হলো | Nirman Rroshayon | EP 84 | Dec 14

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ม.ค. 2025

ความคิดเห็น • 84

  • @rudmilamahbub4152
    @rudmilamahbub4152 หลายเดือนก่อน +12

    স্বল্প খরচে কিভাবে বাসাটিকে দৃস্টিনন্দন করা যায়, সে বিষয়টি বেশ ভালোভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। সব মিলিয়ে বিশ্লেষণভিত্তিক পর্যালোচনা প্রশংসার দাবিদার। তবে এধরনের একটি ফ্ল্যাট সাজাতে কি ধরনের বাজেট লাগতে পারে, তার একটি আনুমানিক ধারণা পেলে আরও ভালো হতো ।

  • @abdulmazed9163
    @abdulmazed9163 หลายเดือนก่อน +8

    একজন আর্কিটেক্টের রং নিয়ে বিশ্লেষণ খুবই ভাল লেগেছে। ধন্যবাদ

    • @SyedTawsifMunawar
      @SyedTawsifMunawar หลายเดือนก่อน +2

      এবারের এক্সপার্ট টাইমে রঙয়ের পরিমিত ব্যবহার নিয়ে চমৎকার আলোচনা করেছেন আমাদের অতিথি।
      আপনাকেও ধন্যবাদ।

  • @Aftabhaeckerbd
    @Aftabhaeckerbd 24 วันที่ผ่านมา +3

    Wonderful

  • @salmahmud7668
    @salmahmud7668 5 วันที่ผ่านมา

    Possibly one of the best designs in BD ✅

  • @taefoi
    @taefoi หลายเดือนก่อน +4

    Looks like my dream interior. Nice work. Keep it up. Keep motivating.

    • @SyedTawsifMunawar
      @SyedTawsifMunawar หลายเดือนก่อน

      Thank you very much for your good words. This is also a great motivation for us!

  • @faisunessachoudhury3620
    @faisunessachoudhury3620 หลายเดือนก่อน +1

    কাজটা অনেক ভালো লেগেছে

    • @SyedTawsifMunawar
      @SyedTawsifMunawar หลายเดือนก่อน

      আন্তরিক ধন্যবাদ।

  • @ahnafananta5878
    @ahnafananta5878 หลายเดือนก่อน +7

    এধরনের একটি ফ্ল্যাট সাজাতে কি রকম বাজেট লাগতে পারে, তার একটি আনুমানিক ধারণা পেলে সবার জন্য ভাল হত সিদ্ধান্ত নিতে, জানাবেন দয়া করে খরচ কেমন হবে এমন সাইজ এর বাসায় ইন্টেরিয়র ডিজাইন করতে??

    • @SyedTawsifMunawar
      @SyedTawsifMunawar หลายเดือนก่อน

      সুনির্দিষ্টভাবে খরচ উল্লেখ করা কঠিন। কারণ যার যার পছন্দ অনুযায়ী ম্যাটেরিয়ালের ভিন্নতার ফলে দাম ও মোট খরচে বিরাট হেরফের হতে পারে। আপনি এ বিষয়ে বিস্তারিত আলাপ করতে চাইলে আমাদের সঙ্গে ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।

    • @khosnuralam6223
      @khosnuralam6223 หลายเดือนก่อน +1

      ​@@SyedTawsifMunawar apnader email address ta din

    • @SyedTawsifMunawar
      @SyedTawsifMunawar หลายเดือนก่อน

      @@khosnuralam6223
      ডিজাইন সংক্রান্ত যেকোনো আলোচনার জন্য ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। অনুষ্ঠানের শেষ অংশে স্ক্রিনে দেখানো ইমেইল ঠিকানায় আপনার প্রকল্পের ব্যাপারে লিখুন। আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। ধন্যবাদ।

    • @milonhossain9306
      @milonhossain9306 หลายเดือนก่อน

      ​@@SyedTawsifMunawar এই বাসার প্রতি স্কয়র ফিট কেমন খরচ পড়েছে??

    • @LifeinCanada226
      @LifeinCanada226 หลายเดือนก่อน

      খুব সুন্দর। যিনি ইন্টেরিয়র ডিজাইন করেছেন, তার ইমেইল, কিভাবে যোগাযোগ বা কথা বলা যাবে, জানালে খুব ভালো হয়। ইন শা আল্লাহ।

  • @adifas9848
    @adifas9848 หลายเดือนก่อน +1

    অনেক সুন্দর ❤

    • @SyedTawsifMunawar
      @SyedTawsifMunawar หลายเดือนก่อน +1

      আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

  • @robiulhasan7831
    @robiulhasan7831 3 วันที่ผ่านมา

    খরচ টা বলেন না কেন আপনারা❤

  • @LifeinCanada226
    @LifeinCanada226 หลายเดือนก่อน +1

    খুব সুন্দর হয়েছে। যিনি ইন্টেরিয়র ডিজাইন করেছেন, তার সাথে কিভাবে যোগাযোগ করা যাবে, জানালে খুব ভালো হয়। ইমেইল এড্রেস বা ফোন নাম্বার। ইন শা আল্লাহ।

    • @SyedTawsifMunawar
      @SyedTawsifMunawar หลายเดือนก่อน

      ধন্যবাদ। অনুষ্ঠানের শেষ অংশে স্ক্রিনে দেখানো ইমেইল অ্যাড্রেসের মাধ্যমে আপনি যেকোনো প্রশ্ন, মতামত বা পরামর্শ জানাতে পারেন।

  • @mdshawon-kn4yo
    @mdshawon-kn4yo 27 วันที่ผ่านมา +2

    কিভাবে যোগাযোগ করব

    • @SyedTawsifMunawar
      @SyedTawsifMunawar 25 วันที่ผ่านมา

      অনুষ্ঠানের শেষদিকে স্ক্রিনে দেখানো ইমেইল অ্যাড্র্বসের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। নির্মাণ রসায়নের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

  • @khaledahmed980
    @khaledahmed980 หลายเดือนก่อน +3

    মার্বেল টেক্সচার কালার কিভাবে করেন জানাবেন প্লিজ।

    • @SyedTawsifMunawar
      @SyedTawsifMunawar หลายเดือนก่อน +3

      এটাকে বলে স্টুকো (Stucco) পেইন্ট। ইদানীং অনেকে এই কাজটি করছেন। স্টুকো পেইন্ট অন্যান্য রঙয়ের চেয়ে অনেক দামী। খরচও বেশি। তবে হাতের কাজ ভালো হলে দেখতে সুন্দর দেখায়।

    • @MDMasud-bm5jo
      @MDMasud-bm5jo หลายเดือนก่อน

      @@SyedTawsifMunawar Apnar sathe kivabe Jogajog korbo

  • @mrfdesign7559
    @mrfdesign7559 29 วันที่ผ่านมา +1

    আসসালামু আলাইকুম............ অসাধারণ ডিজাইন এবং চিন্তাধারা.........।আপনারা দোলনাকে কিভাবে সিলিং এ ফিক্সড করেছেন প্লিস

    • @SyedTawsifMunawar
      @SyedTawsifMunawar 24 วันที่ผ่านมา

      ওয়ালাইকুমসালাম। এখানে রয়্যাল বোল্ট ব্যবহার করা হয়েছে।

  • @MdRayhan-tq7yt
    @MdRayhan-tq7yt หลายเดือนก่อน +1

    কেন জানি রাকিবুল হাসান ভাইয়ের বাসার মত লাগছে

  • @MdSiam-qn8ss
    @MdSiam-qn8ss หลายเดือนก่อน +5

    Interior company nam ki?

    • @SyedTawsifMunawar
      @SyedTawsifMunawar หลายเดือนก่อน +3

      এই কাজটি নির্মাণ রসায়ন টিমের কাজের অংশ হিসেবেই ধরতে পারেন। যদিও আমরা বিশেষজ্ঞ স্থপতি, প্রকৌশলী ও পরামর্শকদের নিয়ে অনুষ্ঠান আয়োজন করে থাকি, তবে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে প্রাসঙ্গিক আরও অনেককিছু দেখাবার সুযোগ হয়। এছাড়া অনুষ্ঠানে এবং ইমেইলের মাধ্যমে আমরা অনেককে বিনামূল্যে পরামর্শ দিই, সহযোগিতা করি।

    • @valiantheart8891
      @valiantheart8891 หลายเดือนก่อน +1

      ​@@SyedTawsifMunawar aponader website ase?

  • @MahmudaNaher
    @MahmudaNaher หลายเดือนก่อน +1

    Apnara ki dhakar baire kaj koren? Apnader interior house er nam ta jodi bolten

    • @SyedTawsifMunawar
      @SyedTawsifMunawar หลายเดือนก่อน

      ডিজাইন সংক্রান্ত যেকোনো আলোচনার জন্য ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। অনুষ্ঠানের শেষ অংশে স্ক্রিনে দেখানো ইমেইল ঠিকানায় লিখুন। আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। ধন্যবাদ।

  • @MDRBR-n7n
    @MDRBR-n7n หลายเดือนก่อน +1

    Company er nam ki..

    • @SyedTawsifMunawar
      @SyedTawsifMunawar หลายเดือนก่อน

      এই কাজটি নির্মাণ রসায়ন টিমের কাজের অংশ হিসেবেই ধরতে পারেন। যদিও আমরা বিশেষজ্ঞ স্থপতি, প্রকৌশলী ও পরামর্শকদের নিয়ে অনুষ্ঠান আয়োজন করে থাকি, তবে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে প্রাসঙ্গিক আরও অনেককিছু দেখাবার সুযোগ হয়। এছাড়া আমরা অনেককে বিনামূল্যে পরামর্শ দিই, সহযোগিতা করি।

    • @SyedTawsifMunawar
      @SyedTawsifMunawar หลายเดือนก่อน +1

      ডিজাইন সংক্রান্ত যেকোনো আলোচনার জন্য ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। অনুষ্ঠানের শেষ অংশে স্ক্রিনে দেখানো ইমেইল ঠিকানায় আপনার প্রকল্পের ব্যাপারে লিখুন। আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। ধন্যবাদ।

  • @md.ahsanhabib2849
    @md.ahsanhabib2849 หลายเดือนก่อน +2

    আপনাদের ইন্টেরিয়র প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে চাই।

    • @dilrubashimu6336
      @dilrubashimu6336 หลายเดือนก่อน +1

      আপনার সাথে যোগাযোগ করতে চাই। অনুগ্রহ পূর্বক আপনার প্রতিষ্ঠানের নাম ও মোবাইল নম্বর সহ

    • @dilrubashimu6336
      @dilrubashimu6336 หลายเดือนก่อน +1

      সহ জবাব দিলে উপকৃত হব। আল্লাহ আপনাকে ভালো রাখুন আমীন।

  • @MohammadMuaaz-y7y
    @MohammadMuaaz-y7y หลายเดือนก่อน +1

    মেইল করেছি,এখনো জবাব পাইনি,চেক করবেন প্লিজ

  • @sobviralekhanei9819
    @sobviralekhanei9819 หลายเดือนก่อน +2

    ভাল লাগল না । কেমন যেন অফিস অফিস মনে হচ্ছে, বাসা বাসা মনে হচ্ছে না

    • @SyedTawsifMunawar
      @SyedTawsifMunawar หลายเดือนก่อน +3

      আপনার মতামতের জন্য ধন্যবাদ। পছন্দ ও রুচি ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। আপনার কোনো পরামর্শ থাকলে আমাদের জানাতে পারেন। ভালো থাকুন।

  • @mamunkhan-bz2wc
    @mamunkhan-bz2wc หลายเดือนก่อน +2

    বাজেট নিয়ে তো কিছু বললেন না

    • @SyedTawsifMunawar
      @SyedTawsifMunawar หลายเดือนก่อน +1

      এখানে আমরা বোঝাতে চেয়েছি যে, বাজারে এখনকার সময়ের প্রচলিত তথাকথিত অনেক ইন্টেরিয়র ডিজাইন আপনারা দেখতে পাবেন যা অহেতুক অর্থের অপচয় ঘটায়। অর্থাৎ যে কাজটা অল্পের ভেতর করা যায়, সেটা হয়তো পরিকল্পনা ছাড়া কয়েকগুণ বেশি খরচ করলেও ততোটা মানসম্মত বা দৃষ্টিনন্দন হবে না। যেমন এই ফ্ল্যাটের ক্ষেত্রে যদি বলি- এর ইন্টেরিয়র ফিটআউটের কাজগুলো ১০ থেকে ১২ লাখ টাকার ভেতর সম্পন্ন করা হয়েছে, কারণ এখানে অপ্রয়োজনীয় ওয়াল প্যানেল বা সিলিং না করে সীমিত পরিমাণে পার্টিকেল বোর্ড ব্যবহার করা হয়েছে, এবং কালার ও লাইটিংয়ের মাধ্যমে বাসার সাজসজ্জা ফুটিয়ে তোলা হয়েছে। এর ভেতরের পরিবেশ খুবই সাদামাটা কিন্তু শান্তিপূর্ণ। অথচ একই বিল্ডিংয়ে সমান আয়তনের অন্যান্য ফ্ল্যাটে কেউ কেউ ৪০-৫০ লাখ টাকা খরচ করেছেন শুধু ইন্টেরিয়র ডিজাইনের পেছনে। অথচ সেগুলো অনেকক্ষেত্রেই চোখে শান্তি দিচ্ছে না, বরং সেখানে গেলে আপনি অস্থিরতায় ভুগবেন। আমরা সেগুলোর সঙ্গে একধরনের পার্থক্য নিরূপণ করে বিষয়টিকে 'সীমিত বাজেট' হিসেবে উল্লেখ করেছি। যারা ফ্ল্যাট সাজানোর কথা ভাবছেন, তারা হয়তো এতে উপকৃত হবেন, আর অল্প কাজ করলেও যে সৌন্দর্যের ঘাটতি হয় না তা বুঝলে তারা অর্থের অপচয় থেকেও বেঁচে যাবেন।

  • @rafid999
    @rafid999 20 ชั่วโมงที่ผ่านมา

    connect number?

  • @mayenuddin9934
    @mayenuddin9934 หลายเดือนก่อน +1

    যে পরিমাণ লাইট দিছেন,, বিদ্যুৎকেন্দ্র একটা লাগবে 😃

    • @SyedTawsifMunawar
      @SyedTawsifMunawar หลายเดือนก่อน

      এখানে তিন ওয়াট, পাঁচ ওয়াট, এবং সাত ওয়াটের এলইডি লাইট ব্যবহার করা হয়েছে। ডিজাইনে একটা স্পেসে বেশিসংখ্যক লাইট ব্যবহার করা মানেই যে বিল বেশি আসবে বা লোড বাড়বে, তেমন না। কেউ হয়তো রুমে চল্লিশ ওয়াটের দু'টো টিউবলাইট ব্যবহার করছে, ধরুন সেটা না করে আমরা রুমের আবহ ভিন্নভাবে ফুটিয়ে তোলার জন্য পাঁচ ওয়াটের আটটা লাইট ব্যবহার করলাম। হিসাব করে দেখুন, এতে বরং খরচ কম হচ্ছে, কিন্তু ভিন্নতা নিয়ে আসা যাচ্ছে।
      ডিজাইন করার ক্ষেত্রে এমন খুঁটিনাটি অনেককিছুই বিবেচনা করা হয়। আমরা যেহেতু তুলনামূলকভাবে সীমিত বাজেটের কথা বলেছি, তাই এতে মেইন্টেইনেন্স-সহ সবকিছুই একটা নির্দিষ্ট সীমার ভেতর রাখার চেষ্টা করা হয়েছে৷ ধন্যবাদ। ভালো থাকবেন।

  • @saimasultana4372
    @saimasultana4372 หลายเดือนก่อน +1

    বাংলাদেশে ভয়াবহ গরম। আপনি ওয়েষ্টার্ণ ষ্টাইলে দ্রইং ডাইনিং কিচেন ওপেন রেখেছেন। এসির ব্যাপারটা মাথায় রেখেছেন কি?

    • @SyedTawsifMunawar
      @SyedTawsifMunawar หลายเดือนก่อน +8

      আপনার মতামতের জন্য ধন্যবাদ। আমরা ইন্টেরিয়র ডিজাইনের আগে এই ইউনিটের থারমাল কমফোর্টের ব্যাপারটা যাচাই করেছি। ফ্ল্যাটটি একটি উঁচু ভবনের মাঝামাঝি অংশে। এর ঠিক পশ্চিমের পুরোটা জুড়ে একেবারেই সন্নিকটে বেশ বড় একটি বহুতল ভবন আছে, এতে পশ্চিমের (দুপুরের) তীব্র গরম রোদ কখনো এই অ্যাপার্টমেন্টের জানালা দিয়ে আসে না, এমনকি দেয়ালেও লাগে না। অর্থাৎ পুরো পশ্চিম পাশটাই প্রটেক্টেড বলতে পারেন। তবে উত্তর দিক খোলামেলা, এবং দক্ষিণের একটি বারান্দা থেকে যে বাতাসের প্রবাহ আসে সেটিও আমরা কমন স্পেস পর্যন্ত ফ্লো করার ব্যবস্থা করেছি। এখানে ভালোভাবে ক্রস ভেন্টিলেশন হচ্ছে। সবমিলিয়ে বাসাটি বেশ ঠাণ্ডাই থাকে। ওপেন কিচেনের হুড বা চিমনি ব্যবহার করে ভারী রান্নাবান্নাও করা হয়েছে, তাপ ঘরের ভেতর ছড়ায়নি। গন্ধও ছড়ায়নি। তাছাড়া ওপেন স্পেস না রেখে যদি প্রতিটা স্পেস খোপ খোপ করা হতো, সেক্ষেত্রে হিট ট্র্যাপ হওয়ার আশঙ্কা থাকতো। বাসায় মাস্টার বেডরুম ছাড়া অন্যকোনো রুমে এসি রাখা হয়নি। মাস্টার বেডরুমেও এসি রাখা খুব একটা প্রয়োজন ছিল না, কিন্তু একটা এসি আগে থেকেই কেনা ছিল বিধায় সেখানে সংযুক্ত করা হয়েছে। অন্যান্য রুম সিলিং ফ্যানেই যথেষ্ট স্বাছন্দ্য দিয়েছে। আমি কিন্তু গরমের সময়টার অভিজ্ঞতাই বললাম আপনাকে!

  • @shuvo589
    @shuvo589 หลายเดือนก่อน +1

    এখানে টাকা কোন ব্যাপার না 😅

    • @SyedTawsifMunawar
      @SyedTawsifMunawar หลายเดือนก่อน

      আমরা সকলেই জানি, সমাজে বিভিন্ন অর্থনৈতিক শ্রেণি আছে। কেউ প্রাসাদে থাকেন, কেউ কুড়েঘরে। যার যার সামর্থ্য ভিন্ন, জীবনযাপনের ধরনও ভিন্ন। এ কথা সত্যি যে, দ্রব্যমূল্যের প্রচণ্ড উর্ধ্বগতির ফলে অতিসাধারণ বা নিম্ন ও মধ্যআয়ের মানুষের খুব কষ্ট হচ্ছে। সেই প্রেক্ষাপট বিবেচনায় 'ইন্টেরিয়র ডিজাইন' নিয়ে আলাপ-আলোচনা অর্থহীন।
      কিন্তু, এই দেশে তো সৎ ও সামর্থ্যবান বহু মানুষও আছেন, তাই না? হতে পারে উত্তরাধিকার সূত্রে কেউ বিত্তশালী, কেউ বেশকিছু জায়গাজমি বা সম্পদের মালিক; কিংবা কেউ হয়তো সৎভাবে ব্যবসা করে টাকার মালিক হয়েছেন। সেক্ষেত্রে তারা তো অবশ্যই নিজের সাধ্য, শখ ও প্রয়োজনমতো বাড়ি তৈরির অধিকার রাখেন, তাই না? সামর্থ্যবান সকল মানুষের টাকার উৎসই যে অসৎ পথে আসে, এমন তো নয়!
      যাই হোক, এখানে আলাপ করা হয়েছে ইন্টেরিয়র ডিজাইনের ব্যাপারে। যারা ডিজাইন করার কথা ভাবছেন, বা করবেন, তাদের জন্য এই অনুষ্ঠানটা করা হয়েছে। এখানে আমরা বোঝাতে চেয়েছি যে, বাজারে এখনকার সময়ের প্রচলিত তথাকথিত অনেক ইন্টেরিয়র ডিজাইন আপনারা দেখতে পাবেন যা অহেতুক অর্থের অপচয় ঘটায়। অর্থাৎ যে কাজটা অল্পের ভেতর করা যায়, সেটা হয়তো পরিকল্পনা ছাড়া কয়েকগুণ বেশি খরচ করলেও ততোটা মানসম্মত বা দৃষ্টিনন্দন হবে না। যেমন এই ফ্ল্যাটের ক্ষেত্রে যদি বলি- এর ইন্টেরিয়র ফিটআউটের কাজগুলো ১০ থেকে ১২ লাখ টাকার ভেতর সম্পন্ন করা হয়েছে, কারণ এখানে অপ্রয়োজনীয় ওয়াল প্যানেল বা সিলিং না করে সীমিত পরিমাণে পার্টিকেল বোর্ড ব্যবহার করা হয়েছে, এবং কালার ও লাইটিংয়ের মাধ্যমে বাসার সাজসজ্জা ফুটিয়ে তোলা হয়েছে। এর ভেতরের পরিবেশ খুবই সাদামাটা কিন্তু শান্তিপূর্ণ। অথচ একই বিল্ডিংয়ে সমান আয়তনের অন্যান্য ফ্ল্যাটে কেউ কেউ ৪০-৫০ লাখ টাকা খরচ করেছেন শুধু ইন্টেরিয়র ডিজাইনের পেছনে। অথচ সেগুলো অনেকক্ষেত্রেই চোখে শান্তি দিচ্ছে না, বরং সেখানে গেলে আপনি অস্থিরতায় ভুগবেন। আমরা সেগুলোর সঙ্গে একধরনের পার্থক্য নিরূপণ করে বিষয়টিকে 'সীমিত বাজেট' হিসেবে উল্লেখ করেছি। যারা ফ্ল্যাট সাজানোর কথা ভাবছেন, তারা হয়তো এতে উপকৃত হবেন, আর অল্প কাজ করলেও যে সৌন্দর্যের ঘাটতি হয় না তা বুঝলে তারা অর্থের অপচয় থেকেও বেঁচে যাবেন।
      কথাগুলো ইতিবাচক দৃষ্টিকোণ থেকে ভেবে দেখবেন, এই প্রত্যাশা করি। ভালো থাকুন।

  • @zahidhossain9166
    @zahidhossain9166 หลายเดือนก่อน +1

    সুম্দর হয়েছে , আমি আপনাদের দিয়ে দিয়ে কাজ করাতে চাই আমার বাড়ির জন্য , যোগাযোগ কীভাবে করবো জানাবেন প্লিজ

    • @SyedTawsifMunawar
      @SyedTawsifMunawar หลายเดือนก่อน

      ডিজাইন সংক্রান্ত যেকোনো আলোচনার জন্য ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। অনুষ্ঠানের শেষ অংশে স্ক্রিনে দেখানো ইমেইল ঠিকানায় আপনার প্রকল্পের ব্যাপারে লিখুন। আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। ধন্যবাদ।

  • @arnob_vevo114
    @arnob_vevo114 หลายเดือนก่อน +5

    জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ সোহেল নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগ

    • @paprirahman7007
      @paprirahman7007 หลายเดือนก่อน +7

      লাজ লজ্জার মাথা খেয়েছে

    • @AlnabaAcademy
      @AlnabaAcademy หลายเดือนก่อน +4

      😂😂😂😂

    • @murshedalam819
      @murshedalam819 หลายเดือนก่อน

      এলাকায় থাক পুটকি লাল করমু

    • @freedommusafir9288
      @freedommusafir9288 หลายเดือนก่อน

      হিছা দি হিডি গেছে

    • @sarwarhosen6688
      @sarwarhosen6688 หลายเดือนก่อน

      জয় বাংলা তোমার পাছা দিয়ে ডুকানো হবে

  • @shafiqurrahman4562
    @shafiqurrahman4562 หลายเดือนก่อน +2

    আমি চট্টগ্রাম থেকে আপনাদের সেবা কিভাবে পেতে পারি ? আমার আনুমানিক কার্পেট এরিয়া ১৮৭০ স্কয়ার ফিট!

    • @SyedTawsifMunawar
      @SyedTawsifMunawar หลายเดือนก่อน

      ডিজাইন সংক্রান্ত যেকোনো আলোচনার জন্য ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। অনুষ্ঠানের শেষ অংশে স্ক্রিনে দেখানো ইমেইল ঠিকানায় আপনার প্রকল্পের ব্যাপারে লিখুন। আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। ধন্যবাদ।

  • @sakibmahmudemu8516
    @sakibmahmudemu8516 หลายเดือนก่อน +3

    ব্রো এইটা যদি সীমিত বাজেট হয় তাহলে বেশী বাজেট কোনটা?
    দেশের মানুষ ক্ষেতে পায়না আর এইসব অভিজাত বাড়িকে আপনারা সীমিত বাজেট বলেন। অর্থের উৎস জাতী জানতে চাই।

    • @SyedTawsifMunawar
      @SyedTawsifMunawar หลายเดือนก่อน +3

      আপনার কমেন্টের জন্য ধন্যবাদ, ভাই। সকল মত, ভিন্নমত, আলোচনা-সমালোচনাকে স্বাগত জানাই। আমরা সকলেই জানি, সমাজে বিভিন্ন অর্থনৈতিক শ্রেণি আছে। কেউ প্রাসাদে থাকেন, কেউ কুড়েঘরে। যার যার সামর্থ্য ভিন্ন, জীবনযাপনের ধরনও ভিন্ন। এ কথা সত্যি যে, দ্রব্যমূল্যের প্রচণ্ড উর্ধ্বগতির ফলে অতিসাধারণ বা নিম্ন ও মধ্যআয়ের মানুষের খুব কষ্ট হচ্ছে। সেই প্রেক্ষাপট বিবেচনায় 'ইন্টেরিয়র ডিজাইন' নিয়ে আলাপ-আলোচনা অর্থহীন।
      কিন্তু, এই দেশে তো সৎ ও সামর্থ্যবান বহু মানুষও আছেন, তাই না? হতে পারে উত্তরাধিকার সূত্রে কেউ বিত্তশালী, কেউ বেশকিছু জায়গাজমি বা সম্পদের মালিক; কিংবা কেউ হয়তো সৎভাবে ব্যবসা করে টাকার মালিক হয়েছেন। সেক্ষেত্রে তারা তো অবশ্যই নিজের সাধ্য, শখ ও প্রয়োজনমতো বাড়ি তৈরির অধিকার রাখেন, তাই না? সামর্থ্যবান সকল মানুষের টাকার উৎসই যে অসৎ পথে আসে, এমন তো নয়!
      যাই হোক, এখানে আলাপ করা হয়েছে ইন্টেরিয়র ডিজাইনের ব্যাপারে। যারা ডিজাইন করার কথা ভাবছেন, বা করবেন, তাদের জন্য এই অনুষ্ঠানটা করা হয়েছে। এখানে আমরা বোঝাতে চেয়েছি যে, বাজারে এখনকার সময়ের প্রচলিত তথাকথিত অনেক ইন্টেরিয়র ডিজাইন আপনারা দেখতে পাবেন যা অহেতুক অর্থের অপচয় ঘটায়। অর্থাৎ যে কাজটা অল্পের ভেতর করা যায়, সেটা হয়তো পরিকল্পনা ছাড়া কয়েকগুণ বেশি খরচ করলেও ততোটা মানসম্মত বা দৃষ্টিনন্দন হবে না। যেমন এই ফ্ল্যাটের ক্ষেত্রে যদি বলি- এর ইন্টেরিয়র ফিটআউটের কাজগুলো ১০ থেকে ১২ লাখ টাকার ভেতর সম্পন্ন করা হয়েছে, কারণ এখানে অপ্রয়োজনীয় ওয়াল প্যানেল বা সিলিং না করে সীমিত পরিমাণে পার্টিকেল বোর্ড ব্যবহার করা হয়েছে, এবং কালার ও লাইটিংয়ের মাধ্যমে বাসার সাজসজ্জা ফুটিয়ে তোলা হয়েছে। এর ভেতরের পরিবেশ খুবই সাদামাটা কিন্তু শান্তিপূর্ণ। অথচ একই বিল্ডিংয়ে সমান আয়তনের অন্যান্য ফ্ল্যাটে কেউ কেউ ৪০-৫০ লাখ টাকা খরচ করেছেন শুধু ইন্টেরিয়র ডিজাইনের পেছনে। অথচ সেগুলো অনেকক্ষেত্রেই চোখে শান্তি দিচ্ছে না, বরং সেখানে গেলে আপনি অস্থিরতায় ভুগবেন। আমরা সেগুলোর সঙ্গে একধরনের পার্থক্য নিরূপণ করে বিষয়টিকে 'সীমিত বাজেট' হিসেবে উল্লেখ করেছি। যারা ফ্ল্যাট সাজানোর কথা ভাবছেন, তারা হয়তো এতে উপকৃত হবেন, আর অল্প কাজ করলেও যে সৌন্দর্যের ঘাটতি হয় না তা বুঝলে তারা অর্থের অপচয় থেকেও বেঁচে যাবেন।
      কথাগুলো ইতিবাচক দৃষ্টিকোণ থেকে ভেবে দেখবেন, এই প্রত্যাশা করি। ভালো থাকুন।

    • @MDMasud-bm5jo
      @MDMasud-bm5jo หลายเดือนก่อน +2

      @@SyedTawsifMunawar sir ai flate ki sob furniture soho 10 -12 lac tk lagce

    • @MahmudaNaher
      @MahmudaNaher หลายเดือนก่อน +2

      Apnader cell no ta jodi diten. Ami gazipur thaki. Amar apnader kaj ta valo legeche. Appnara ki dhakar baire kaj koren?

    • @SyedTawsifMunawar
      @SyedTawsifMunawar หลายเดือนก่อน

      @@MahmudaNaher ডিজাইন সংক্রান্ত যেকোনো আলোচনার জন্য ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। অনুষ্ঠানের শেষ অংশে স্ক্রিনে দেখানো ইমেইল ঠিকানায় আপনার প্রকল্পের ব্যাপারে লিখুন। আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। ধন্যবাদ।

    • @SyedTawsifMunawar
      @SyedTawsifMunawar หลายเดือนก่อน

      @@MDMasud-bm5jo জি। ডিজাইন সংক্রান্ত যেকোনো আলোচনার জন্য ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। অনুষ্ঠানের শেষ অংশে স্ক্রিনে দেখানো ইমেইল ঠিকানায় আপনার প্রকল্পের ব্যাপারে লিখুন। আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। ধন্যবাদ।

  • @mdsaifulislambhuiyan6774
    @mdsaifulislambhuiyan6774 10 วันที่ผ่านมา

    স্বল্প খরচে কিভাবে বাসাটিকে দৃস্টিনন্দন করা যায়, সে বিষয়টি বেশ ভালোভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। সব মিলিয়ে বিশ্লেষণভিত্তিক পর্যালোচনা প্রশংসার দাবিদার। তবে এধরনের একটি ফ্ল্যাট সাজাতে কি ধরনের বাজেট লাগতে পারে, তার একটি আনুমানিক ধারণা পেলে আরও ভালো হতো ।