স্বল্প খরচে কিভাবে বাসাটিকে দৃস্টিনন্দন করা যায়, সে বিষয়টি বেশ ভালোভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। সব মিলিয়ে বিশ্লেষণভিত্তিক পর্যালোচনা প্রশংসার দাবিদার। তবে এধরনের একটি ফ্ল্যাট সাজাতে কি ধরনের বাজেট লাগতে পারে, তার একটি আনুমানিক ধারণা পেলে আরও ভালো হতো ।
এধরনের একটি ফ্ল্যাট সাজাতে কি রকম বাজেট লাগতে পারে, তার একটি আনুমানিক ধারণা পেলে সবার জন্য ভাল হত সিদ্ধান্ত নিতে, জানাবেন দয়া করে খরচ কেমন হবে এমন সাইজ এর বাসায় ইন্টেরিয়র ডিজাইন করতে??
সুনির্দিষ্টভাবে খরচ উল্লেখ করা কঠিন। কারণ যার যার পছন্দ অনুযায়ী ম্যাটেরিয়ালের ভিন্নতার ফলে দাম ও মোট খরচে বিরাট হেরফের হতে পারে। আপনি এ বিষয়ে বিস্তারিত আলাপ করতে চাইলে আমাদের সঙ্গে ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।
@@khosnuralam6223 ডিজাইন সংক্রান্ত যেকোনো আলোচনার জন্য ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। অনুষ্ঠানের শেষ অংশে স্ক্রিনে দেখানো ইমেইল ঠিকানায় আপনার প্রকল্পের ব্যাপারে লিখুন। আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। ধন্যবাদ।
এটাকে বলে স্টুকো (Stucco) পেইন্ট। ইদানীং অনেকে এই কাজটি করছেন। স্টুকো পেইন্ট অন্যান্য রঙয়ের চেয়ে অনেক দামী। খরচও বেশি। তবে হাতের কাজ ভালো হলে দেখতে সুন্দর দেখায়।
এই কাজটি নির্মাণ রসায়ন টিমের কাজের অংশ হিসেবেই ধরতে পারেন। যদিও আমরা বিশেষজ্ঞ স্থপতি, প্রকৌশলী ও পরামর্শকদের নিয়ে অনুষ্ঠান আয়োজন করে থাকি, তবে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে প্রাসঙ্গিক আরও অনেককিছু দেখাবার সুযোগ হয়। এছাড়া অনুষ্ঠানে এবং ইমেইলের মাধ্যমে আমরা অনেককে বিনামূল্যে পরামর্শ দিই, সহযোগিতা করি।
ডিজাইন সংক্রান্ত যেকোনো আলোচনার জন্য ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। অনুষ্ঠানের শেষ অংশে স্ক্রিনে দেখানো ইমেইল ঠিকানায় লিখুন। আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। ধন্যবাদ।
এই কাজটি নির্মাণ রসায়ন টিমের কাজের অংশ হিসেবেই ধরতে পারেন। যদিও আমরা বিশেষজ্ঞ স্থপতি, প্রকৌশলী ও পরামর্শকদের নিয়ে অনুষ্ঠান আয়োজন করে থাকি, তবে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে প্রাসঙ্গিক আরও অনেককিছু দেখাবার সুযোগ হয়। এছাড়া আমরা অনেককে বিনামূল্যে পরামর্শ দিই, সহযোগিতা করি।
ডিজাইন সংক্রান্ত যেকোনো আলোচনার জন্য ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। অনুষ্ঠানের শেষ অংশে স্ক্রিনে দেখানো ইমেইল ঠিকানায় আপনার প্রকল্পের ব্যাপারে লিখুন। আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। ধন্যবাদ।
এখানে আমরা বোঝাতে চেয়েছি যে, বাজারে এখনকার সময়ের প্রচলিত তথাকথিত অনেক ইন্টেরিয়র ডিজাইন আপনারা দেখতে পাবেন যা অহেতুক অর্থের অপচয় ঘটায়। অর্থাৎ যে কাজটা অল্পের ভেতর করা যায়, সেটা হয়তো পরিকল্পনা ছাড়া কয়েকগুণ বেশি খরচ করলেও ততোটা মানসম্মত বা দৃষ্টিনন্দন হবে না। যেমন এই ফ্ল্যাটের ক্ষেত্রে যদি বলি- এর ইন্টেরিয়র ফিটআউটের কাজগুলো ১০ থেকে ১২ লাখ টাকার ভেতর সম্পন্ন করা হয়েছে, কারণ এখানে অপ্রয়োজনীয় ওয়াল প্যানেল বা সিলিং না করে সীমিত পরিমাণে পার্টিকেল বোর্ড ব্যবহার করা হয়েছে, এবং কালার ও লাইটিংয়ের মাধ্যমে বাসার সাজসজ্জা ফুটিয়ে তোলা হয়েছে। এর ভেতরের পরিবেশ খুবই সাদামাটা কিন্তু শান্তিপূর্ণ। অথচ একই বিল্ডিংয়ে সমান আয়তনের অন্যান্য ফ্ল্যাটে কেউ কেউ ৪০-৫০ লাখ টাকা খরচ করেছেন শুধু ইন্টেরিয়র ডিজাইনের পেছনে। অথচ সেগুলো অনেকক্ষেত্রেই চোখে শান্তি দিচ্ছে না, বরং সেখানে গেলে আপনি অস্থিরতায় ভুগবেন। আমরা সেগুলোর সঙ্গে একধরনের পার্থক্য নিরূপণ করে বিষয়টিকে 'সীমিত বাজেট' হিসেবে উল্লেখ করেছি। যারা ফ্ল্যাট সাজানোর কথা ভাবছেন, তারা হয়তো এতে উপকৃত হবেন, আর অল্প কাজ করলেও যে সৌন্দর্যের ঘাটতি হয় না তা বুঝলে তারা অর্থের অপচয় থেকেও বেঁচে যাবেন।
এখানে তিন ওয়াট, পাঁচ ওয়াট, এবং সাত ওয়াটের এলইডি লাইট ব্যবহার করা হয়েছে। ডিজাইনে একটা স্পেসে বেশিসংখ্যক লাইট ব্যবহার করা মানেই যে বিল বেশি আসবে বা লোড বাড়বে, তেমন না। কেউ হয়তো রুমে চল্লিশ ওয়াটের দু'টো টিউবলাইট ব্যবহার করছে, ধরুন সেটা না করে আমরা রুমের আবহ ভিন্নভাবে ফুটিয়ে তোলার জন্য পাঁচ ওয়াটের আটটা লাইট ব্যবহার করলাম। হিসাব করে দেখুন, এতে বরং খরচ কম হচ্ছে, কিন্তু ভিন্নতা নিয়ে আসা যাচ্ছে। ডিজাইন করার ক্ষেত্রে এমন খুঁটিনাটি অনেককিছুই বিবেচনা করা হয়। আমরা যেহেতু তুলনামূলকভাবে সীমিত বাজেটের কথা বলেছি, তাই এতে মেইন্টেইনেন্স-সহ সবকিছুই একটা নির্দিষ্ট সীমার ভেতর রাখার চেষ্টা করা হয়েছে৷ ধন্যবাদ। ভালো থাকবেন।
আপনার মতামতের জন্য ধন্যবাদ। আমরা ইন্টেরিয়র ডিজাইনের আগে এই ইউনিটের থারমাল কমফোর্টের ব্যাপারটা যাচাই করেছি। ফ্ল্যাটটি একটি উঁচু ভবনের মাঝামাঝি অংশে। এর ঠিক পশ্চিমের পুরোটা জুড়ে একেবারেই সন্নিকটে বেশ বড় একটি বহুতল ভবন আছে, এতে পশ্চিমের (দুপুরের) তীব্র গরম রোদ কখনো এই অ্যাপার্টমেন্টের জানালা দিয়ে আসে না, এমনকি দেয়ালেও লাগে না। অর্থাৎ পুরো পশ্চিম পাশটাই প্রটেক্টেড বলতে পারেন। তবে উত্তর দিক খোলামেলা, এবং দক্ষিণের একটি বারান্দা থেকে যে বাতাসের প্রবাহ আসে সেটিও আমরা কমন স্পেস পর্যন্ত ফ্লো করার ব্যবস্থা করেছি। এখানে ভালোভাবে ক্রস ভেন্টিলেশন হচ্ছে। সবমিলিয়ে বাসাটি বেশ ঠাণ্ডাই থাকে। ওপেন কিচেনের হুড বা চিমনি ব্যবহার করে ভারী রান্নাবান্নাও করা হয়েছে, তাপ ঘরের ভেতর ছড়ায়নি। গন্ধও ছড়ায়নি। তাছাড়া ওপেন স্পেস না রেখে যদি প্রতিটা স্পেস খোপ খোপ করা হতো, সেক্ষেত্রে হিট ট্র্যাপ হওয়ার আশঙ্কা থাকতো। বাসায় মাস্টার বেডরুম ছাড়া অন্যকোনো রুমে এসি রাখা হয়নি। মাস্টার বেডরুমেও এসি রাখা খুব একটা প্রয়োজন ছিল না, কিন্তু একটা এসি আগে থেকেই কেনা ছিল বিধায় সেখানে সংযুক্ত করা হয়েছে। অন্যান্য রুম সিলিং ফ্যানেই যথেষ্ট স্বাছন্দ্য দিয়েছে। আমি কিন্তু গরমের সময়টার অভিজ্ঞতাই বললাম আপনাকে!
আমরা সকলেই জানি, সমাজে বিভিন্ন অর্থনৈতিক শ্রেণি আছে। কেউ প্রাসাদে থাকেন, কেউ কুড়েঘরে। যার যার সামর্থ্য ভিন্ন, জীবনযাপনের ধরনও ভিন্ন। এ কথা সত্যি যে, দ্রব্যমূল্যের প্রচণ্ড উর্ধ্বগতির ফলে অতিসাধারণ বা নিম্ন ও মধ্যআয়ের মানুষের খুব কষ্ট হচ্ছে। সেই প্রেক্ষাপট বিবেচনায় 'ইন্টেরিয়র ডিজাইন' নিয়ে আলাপ-আলোচনা অর্থহীন। কিন্তু, এই দেশে তো সৎ ও সামর্থ্যবান বহু মানুষও আছেন, তাই না? হতে পারে উত্তরাধিকার সূত্রে কেউ বিত্তশালী, কেউ বেশকিছু জায়গাজমি বা সম্পদের মালিক; কিংবা কেউ হয়তো সৎভাবে ব্যবসা করে টাকার মালিক হয়েছেন। সেক্ষেত্রে তারা তো অবশ্যই নিজের সাধ্য, শখ ও প্রয়োজনমতো বাড়ি তৈরির অধিকার রাখেন, তাই না? সামর্থ্যবান সকল মানুষের টাকার উৎসই যে অসৎ পথে আসে, এমন তো নয়! যাই হোক, এখানে আলাপ করা হয়েছে ইন্টেরিয়র ডিজাইনের ব্যাপারে। যারা ডিজাইন করার কথা ভাবছেন, বা করবেন, তাদের জন্য এই অনুষ্ঠানটা করা হয়েছে। এখানে আমরা বোঝাতে চেয়েছি যে, বাজারে এখনকার সময়ের প্রচলিত তথাকথিত অনেক ইন্টেরিয়র ডিজাইন আপনারা দেখতে পাবেন যা অহেতুক অর্থের অপচয় ঘটায়। অর্থাৎ যে কাজটা অল্পের ভেতর করা যায়, সেটা হয়তো পরিকল্পনা ছাড়া কয়েকগুণ বেশি খরচ করলেও ততোটা মানসম্মত বা দৃষ্টিনন্দন হবে না। যেমন এই ফ্ল্যাটের ক্ষেত্রে যদি বলি- এর ইন্টেরিয়র ফিটআউটের কাজগুলো ১০ থেকে ১২ লাখ টাকার ভেতর সম্পন্ন করা হয়েছে, কারণ এখানে অপ্রয়োজনীয় ওয়াল প্যানেল বা সিলিং না করে সীমিত পরিমাণে পার্টিকেল বোর্ড ব্যবহার করা হয়েছে, এবং কালার ও লাইটিংয়ের মাধ্যমে বাসার সাজসজ্জা ফুটিয়ে তোলা হয়েছে। এর ভেতরের পরিবেশ খুবই সাদামাটা কিন্তু শান্তিপূর্ণ। অথচ একই বিল্ডিংয়ে সমান আয়তনের অন্যান্য ফ্ল্যাটে কেউ কেউ ৪০-৫০ লাখ টাকা খরচ করেছেন শুধু ইন্টেরিয়র ডিজাইনের পেছনে। অথচ সেগুলো অনেকক্ষেত্রেই চোখে শান্তি দিচ্ছে না, বরং সেখানে গেলে আপনি অস্থিরতায় ভুগবেন। আমরা সেগুলোর সঙ্গে একধরনের পার্থক্য নিরূপণ করে বিষয়টিকে 'সীমিত বাজেট' হিসেবে উল্লেখ করেছি। যারা ফ্ল্যাট সাজানোর কথা ভাবছেন, তারা হয়তো এতে উপকৃত হবেন, আর অল্প কাজ করলেও যে সৌন্দর্যের ঘাটতি হয় না তা বুঝলে তারা অর্থের অপচয় থেকেও বেঁচে যাবেন। কথাগুলো ইতিবাচক দৃষ্টিকোণ থেকে ভেবে দেখবেন, এই প্রত্যাশা করি। ভালো থাকুন।
ডিজাইন সংক্রান্ত যেকোনো আলোচনার জন্য ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। অনুষ্ঠানের শেষ অংশে স্ক্রিনে দেখানো ইমেইল ঠিকানায় আপনার প্রকল্পের ব্যাপারে লিখুন। আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। ধন্যবাদ।
ডিজাইন সংক্রান্ত যেকোনো আলোচনার জন্য ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। অনুষ্ঠানের শেষ অংশে স্ক্রিনে দেখানো ইমেইল ঠিকানায় আপনার প্রকল্পের ব্যাপারে লিখুন। আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। ধন্যবাদ।
ব্রো এইটা যদি সীমিত বাজেট হয় তাহলে বেশী বাজেট কোনটা? দেশের মানুষ ক্ষেতে পায়না আর এইসব অভিজাত বাড়িকে আপনারা সীমিত বাজেট বলেন। অর্থের উৎস জাতী জানতে চাই।
আপনার কমেন্টের জন্য ধন্যবাদ, ভাই। সকল মত, ভিন্নমত, আলোচনা-সমালোচনাকে স্বাগত জানাই। আমরা সকলেই জানি, সমাজে বিভিন্ন অর্থনৈতিক শ্রেণি আছে। কেউ প্রাসাদে থাকেন, কেউ কুড়েঘরে। যার যার সামর্থ্য ভিন্ন, জীবনযাপনের ধরনও ভিন্ন। এ কথা সত্যি যে, দ্রব্যমূল্যের প্রচণ্ড উর্ধ্বগতির ফলে অতিসাধারণ বা নিম্ন ও মধ্যআয়ের মানুষের খুব কষ্ট হচ্ছে। সেই প্রেক্ষাপট বিবেচনায় 'ইন্টেরিয়র ডিজাইন' নিয়ে আলাপ-আলোচনা অর্থহীন। কিন্তু, এই দেশে তো সৎ ও সামর্থ্যবান বহু মানুষও আছেন, তাই না? হতে পারে উত্তরাধিকার সূত্রে কেউ বিত্তশালী, কেউ বেশকিছু জায়গাজমি বা সম্পদের মালিক; কিংবা কেউ হয়তো সৎভাবে ব্যবসা করে টাকার মালিক হয়েছেন। সেক্ষেত্রে তারা তো অবশ্যই নিজের সাধ্য, শখ ও প্রয়োজনমতো বাড়ি তৈরির অধিকার রাখেন, তাই না? সামর্থ্যবান সকল মানুষের টাকার উৎসই যে অসৎ পথে আসে, এমন তো নয়! যাই হোক, এখানে আলাপ করা হয়েছে ইন্টেরিয়র ডিজাইনের ব্যাপারে। যারা ডিজাইন করার কথা ভাবছেন, বা করবেন, তাদের জন্য এই অনুষ্ঠানটা করা হয়েছে। এখানে আমরা বোঝাতে চেয়েছি যে, বাজারে এখনকার সময়ের প্রচলিত তথাকথিত অনেক ইন্টেরিয়র ডিজাইন আপনারা দেখতে পাবেন যা অহেতুক অর্থের অপচয় ঘটায়। অর্থাৎ যে কাজটা অল্পের ভেতর করা যায়, সেটা হয়তো পরিকল্পনা ছাড়া কয়েকগুণ বেশি খরচ করলেও ততোটা মানসম্মত বা দৃষ্টিনন্দন হবে না। যেমন এই ফ্ল্যাটের ক্ষেত্রে যদি বলি- এর ইন্টেরিয়র ফিটআউটের কাজগুলো ১০ থেকে ১২ লাখ টাকার ভেতর সম্পন্ন করা হয়েছে, কারণ এখানে অপ্রয়োজনীয় ওয়াল প্যানেল বা সিলিং না করে সীমিত পরিমাণে পার্টিকেল বোর্ড ব্যবহার করা হয়েছে, এবং কালার ও লাইটিংয়ের মাধ্যমে বাসার সাজসজ্জা ফুটিয়ে তোলা হয়েছে। এর ভেতরের পরিবেশ খুবই সাদামাটা কিন্তু শান্তিপূর্ণ। অথচ একই বিল্ডিংয়ে সমান আয়তনের অন্যান্য ফ্ল্যাটে কেউ কেউ ৪০-৫০ লাখ টাকা খরচ করেছেন শুধু ইন্টেরিয়র ডিজাইনের পেছনে। অথচ সেগুলো অনেকক্ষেত্রেই চোখে শান্তি দিচ্ছে না, বরং সেখানে গেলে আপনি অস্থিরতায় ভুগবেন। আমরা সেগুলোর সঙ্গে একধরনের পার্থক্য নিরূপণ করে বিষয়টিকে 'সীমিত বাজেট' হিসেবে উল্লেখ করেছি। যারা ফ্ল্যাট সাজানোর কথা ভাবছেন, তারা হয়তো এতে উপকৃত হবেন, আর অল্প কাজ করলেও যে সৌন্দর্যের ঘাটতি হয় না তা বুঝলে তারা অর্থের অপচয় থেকেও বেঁচে যাবেন। কথাগুলো ইতিবাচক দৃষ্টিকোণ থেকে ভেবে দেখবেন, এই প্রত্যাশা করি। ভালো থাকুন।
@@MahmudaNaher ডিজাইন সংক্রান্ত যেকোনো আলোচনার জন্য ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। অনুষ্ঠানের শেষ অংশে স্ক্রিনে দেখানো ইমেইল ঠিকানায় আপনার প্রকল্পের ব্যাপারে লিখুন। আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। ধন্যবাদ।
@@MDMasud-bm5jo জি। ডিজাইন সংক্রান্ত যেকোনো আলোচনার জন্য ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। অনুষ্ঠানের শেষ অংশে স্ক্রিনে দেখানো ইমেইল ঠিকানায় আপনার প্রকল্পের ব্যাপারে লিখুন। আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। ধন্যবাদ।
স্বল্প খরচে কিভাবে বাসাটিকে দৃস্টিনন্দন করা যায়, সে বিষয়টি বেশ ভালোভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। সব মিলিয়ে বিশ্লেষণভিত্তিক পর্যালোচনা প্রশংসার দাবিদার। তবে এধরনের একটি ফ্ল্যাট সাজাতে কি ধরনের বাজেট লাগতে পারে, তার একটি আনুমানিক ধারণা পেলে আরও ভালো হতো ।
স্বল্প খরচে কিভাবে বাসাটিকে দৃস্টিনন্দন করা যায়, সে বিষয়টি বেশ ভালোভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। সব মিলিয়ে বিশ্লেষণভিত্তিক পর্যালোচনা প্রশংসার দাবিদার। তবে এধরনের একটি ফ্ল্যাট সাজাতে কি ধরনের বাজেট লাগতে পারে, তার একটি আনুমানিক ধারণা পেলে আরও ভালো হতো ।
একজন আর্কিটেক্টের রং নিয়ে বিশ্লেষণ খুবই ভাল লেগেছে। ধন্যবাদ
এবারের এক্সপার্ট টাইমে রঙয়ের পরিমিত ব্যবহার নিয়ে চমৎকার আলোচনা করেছেন আমাদের অতিথি।
আপনাকেও ধন্যবাদ।
Wonderful
Thank you.
Possibly one of the best designs in BD ✅
Looks like my dream interior. Nice work. Keep it up. Keep motivating.
Thank you very much for your good words. This is also a great motivation for us!
কাজটা অনেক ভালো লেগেছে
আন্তরিক ধন্যবাদ।
এধরনের একটি ফ্ল্যাট সাজাতে কি রকম বাজেট লাগতে পারে, তার একটি আনুমানিক ধারণা পেলে সবার জন্য ভাল হত সিদ্ধান্ত নিতে, জানাবেন দয়া করে খরচ কেমন হবে এমন সাইজ এর বাসায় ইন্টেরিয়র ডিজাইন করতে??
সুনির্দিষ্টভাবে খরচ উল্লেখ করা কঠিন। কারণ যার যার পছন্দ অনুযায়ী ম্যাটেরিয়ালের ভিন্নতার ফলে দাম ও মোট খরচে বিরাট হেরফের হতে পারে। আপনি এ বিষয়ে বিস্তারিত আলাপ করতে চাইলে আমাদের সঙ্গে ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।
@@SyedTawsifMunawar apnader email address ta din
@@khosnuralam6223
ডিজাইন সংক্রান্ত যেকোনো আলোচনার জন্য ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। অনুষ্ঠানের শেষ অংশে স্ক্রিনে দেখানো ইমেইল ঠিকানায় আপনার প্রকল্পের ব্যাপারে লিখুন। আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। ধন্যবাদ।
@@SyedTawsifMunawar এই বাসার প্রতি স্কয়র ফিট কেমন খরচ পড়েছে??
খুব সুন্দর। যিনি ইন্টেরিয়র ডিজাইন করেছেন, তার ইমেইল, কিভাবে যোগাযোগ বা কথা বলা যাবে, জানালে খুব ভালো হয়। ইন শা আল্লাহ।
অনেক সুন্দর ❤
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
খরচ টা বলেন না কেন আপনারা❤
খুব সুন্দর হয়েছে। যিনি ইন্টেরিয়র ডিজাইন করেছেন, তার সাথে কিভাবে যোগাযোগ করা যাবে, জানালে খুব ভালো হয়। ইমেইল এড্রেস বা ফোন নাম্বার। ইন শা আল্লাহ।
ধন্যবাদ। অনুষ্ঠানের শেষ অংশে স্ক্রিনে দেখানো ইমেইল অ্যাড্রেসের মাধ্যমে আপনি যেকোনো প্রশ্ন, মতামত বা পরামর্শ জানাতে পারেন।
কিভাবে যোগাযোগ করব
অনুষ্ঠানের শেষদিকে স্ক্রিনে দেখানো ইমেইল অ্যাড্র্বসের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। নির্মাণ রসায়নের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
মার্বেল টেক্সচার কালার কিভাবে করেন জানাবেন প্লিজ।
এটাকে বলে স্টুকো (Stucco) পেইন্ট। ইদানীং অনেকে এই কাজটি করছেন। স্টুকো পেইন্ট অন্যান্য রঙয়ের চেয়ে অনেক দামী। খরচও বেশি। তবে হাতের কাজ ভালো হলে দেখতে সুন্দর দেখায়।
@@SyedTawsifMunawar Apnar sathe kivabe Jogajog korbo
আসসালামু আলাইকুম............ অসাধারণ ডিজাইন এবং চিন্তাধারা.........।আপনারা দোলনাকে কিভাবে সিলিং এ ফিক্সড করেছেন প্লিস
ওয়ালাইকুমসালাম। এখানে রয়্যাল বোল্ট ব্যবহার করা হয়েছে।
কেন জানি রাকিবুল হাসান ভাইয়ের বাসার মত লাগছে
Interior company nam ki?
এই কাজটি নির্মাণ রসায়ন টিমের কাজের অংশ হিসেবেই ধরতে পারেন। যদিও আমরা বিশেষজ্ঞ স্থপতি, প্রকৌশলী ও পরামর্শকদের নিয়ে অনুষ্ঠান আয়োজন করে থাকি, তবে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে প্রাসঙ্গিক আরও অনেককিছু দেখাবার সুযোগ হয়। এছাড়া অনুষ্ঠানে এবং ইমেইলের মাধ্যমে আমরা অনেককে বিনামূল্যে পরামর্শ দিই, সহযোগিতা করি।
@@SyedTawsifMunawar aponader website ase?
Apnara ki dhakar baire kaj koren? Apnader interior house er nam ta jodi bolten
ডিজাইন সংক্রান্ত যেকোনো আলোচনার জন্য ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। অনুষ্ঠানের শেষ অংশে স্ক্রিনে দেখানো ইমেইল ঠিকানায় লিখুন। আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। ধন্যবাদ।
Company er nam ki..
এই কাজটি নির্মাণ রসায়ন টিমের কাজের অংশ হিসেবেই ধরতে পারেন। যদিও আমরা বিশেষজ্ঞ স্থপতি, প্রকৌশলী ও পরামর্শকদের নিয়ে অনুষ্ঠান আয়োজন করে থাকি, তবে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে প্রাসঙ্গিক আরও অনেককিছু দেখাবার সুযোগ হয়। এছাড়া আমরা অনেককে বিনামূল্যে পরামর্শ দিই, সহযোগিতা করি।
ডিজাইন সংক্রান্ত যেকোনো আলোচনার জন্য ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। অনুষ্ঠানের শেষ অংশে স্ক্রিনে দেখানো ইমেইল ঠিকানায় আপনার প্রকল্পের ব্যাপারে লিখুন। আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। ধন্যবাদ।
আপনাদের ইন্টেরিয়র প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে চাই।
আপনার সাথে যোগাযোগ করতে চাই। অনুগ্রহ পূর্বক আপনার প্রতিষ্ঠানের নাম ও মোবাইল নম্বর সহ
সহ জবাব দিলে উপকৃত হব। আল্লাহ আপনাকে ভালো রাখুন আমীন।
মেইল করেছি,এখনো জবাব পাইনি,চেক করবেন প্লিজ
ধন্যবাদ।
ভাল লাগল না । কেমন যেন অফিস অফিস মনে হচ্ছে, বাসা বাসা মনে হচ্ছে না
আপনার মতামতের জন্য ধন্যবাদ। পছন্দ ও রুচি ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। আপনার কোনো পরামর্শ থাকলে আমাদের জানাতে পারেন। ভালো থাকুন।
বাজেট নিয়ে তো কিছু বললেন না
এখানে আমরা বোঝাতে চেয়েছি যে, বাজারে এখনকার সময়ের প্রচলিত তথাকথিত অনেক ইন্টেরিয়র ডিজাইন আপনারা দেখতে পাবেন যা অহেতুক অর্থের অপচয় ঘটায়। অর্থাৎ যে কাজটা অল্পের ভেতর করা যায়, সেটা হয়তো পরিকল্পনা ছাড়া কয়েকগুণ বেশি খরচ করলেও ততোটা মানসম্মত বা দৃষ্টিনন্দন হবে না। যেমন এই ফ্ল্যাটের ক্ষেত্রে যদি বলি- এর ইন্টেরিয়র ফিটআউটের কাজগুলো ১০ থেকে ১২ লাখ টাকার ভেতর সম্পন্ন করা হয়েছে, কারণ এখানে অপ্রয়োজনীয় ওয়াল প্যানেল বা সিলিং না করে সীমিত পরিমাণে পার্টিকেল বোর্ড ব্যবহার করা হয়েছে, এবং কালার ও লাইটিংয়ের মাধ্যমে বাসার সাজসজ্জা ফুটিয়ে তোলা হয়েছে। এর ভেতরের পরিবেশ খুবই সাদামাটা কিন্তু শান্তিপূর্ণ। অথচ একই বিল্ডিংয়ে সমান আয়তনের অন্যান্য ফ্ল্যাটে কেউ কেউ ৪০-৫০ লাখ টাকা খরচ করেছেন শুধু ইন্টেরিয়র ডিজাইনের পেছনে। অথচ সেগুলো অনেকক্ষেত্রেই চোখে শান্তি দিচ্ছে না, বরং সেখানে গেলে আপনি অস্থিরতায় ভুগবেন। আমরা সেগুলোর সঙ্গে একধরনের পার্থক্য নিরূপণ করে বিষয়টিকে 'সীমিত বাজেট' হিসেবে উল্লেখ করেছি। যারা ফ্ল্যাট সাজানোর কথা ভাবছেন, তারা হয়তো এতে উপকৃত হবেন, আর অল্প কাজ করলেও যে সৌন্দর্যের ঘাটতি হয় না তা বুঝলে তারা অর্থের অপচয় থেকেও বেঁচে যাবেন।
connect number?
যে পরিমাণ লাইট দিছেন,, বিদ্যুৎকেন্দ্র একটা লাগবে 😃
এখানে তিন ওয়াট, পাঁচ ওয়াট, এবং সাত ওয়াটের এলইডি লাইট ব্যবহার করা হয়েছে। ডিজাইনে একটা স্পেসে বেশিসংখ্যক লাইট ব্যবহার করা মানেই যে বিল বেশি আসবে বা লোড বাড়বে, তেমন না। কেউ হয়তো রুমে চল্লিশ ওয়াটের দু'টো টিউবলাইট ব্যবহার করছে, ধরুন সেটা না করে আমরা রুমের আবহ ভিন্নভাবে ফুটিয়ে তোলার জন্য পাঁচ ওয়াটের আটটা লাইট ব্যবহার করলাম। হিসাব করে দেখুন, এতে বরং খরচ কম হচ্ছে, কিন্তু ভিন্নতা নিয়ে আসা যাচ্ছে।
ডিজাইন করার ক্ষেত্রে এমন খুঁটিনাটি অনেককিছুই বিবেচনা করা হয়। আমরা যেহেতু তুলনামূলকভাবে সীমিত বাজেটের কথা বলেছি, তাই এতে মেইন্টেইনেন্স-সহ সবকিছুই একটা নির্দিষ্ট সীমার ভেতর রাখার চেষ্টা করা হয়েছে৷ ধন্যবাদ। ভালো থাকবেন।
বাংলাদেশে ভয়াবহ গরম। আপনি ওয়েষ্টার্ণ ষ্টাইলে দ্রইং ডাইনিং কিচেন ওপেন রেখেছেন। এসির ব্যাপারটা মাথায় রেখেছেন কি?
আপনার মতামতের জন্য ধন্যবাদ। আমরা ইন্টেরিয়র ডিজাইনের আগে এই ইউনিটের থারমাল কমফোর্টের ব্যাপারটা যাচাই করেছি। ফ্ল্যাটটি একটি উঁচু ভবনের মাঝামাঝি অংশে। এর ঠিক পশ্চিমের পুরোটা জুড়ে একেবারেই সন্নিকটে বেশ বড় একটি বহুতল ভবন আছে, এতে পশ্চিমের (দুপুরের) তীব্র গরম রোদ কখনো এই অ্যাপার্টমেন্টের জানালা দিয়ে আসে না, এমনকি দেয়ালেও লাগে না। অর্থাৎ পুরো পশ্চিম পাশটাই প্রটেক্টেড বলতে পারেন। তবে উত্তর দিক খোলামেলা, এবং দক্ষিণের একটি বারান্দা থেকে যে বাতাসের প্রবাহ আসে সেটিও আমরা কমন স্পেস পর্যন্ত ফ্লো করার ব্যবস্থা করেছি। এখানে ভালোভাবে ক্রস ভেন্টিলেশন হচ্ছে। সবমিলিয়ে বাসাটি বেশ ঠাণ্ডাই থাকে। ওপেন কিচেনের হুড বা চিমনি ব্যবহার করে ভারী রান্নাবান্নাও করা হয়েছে, তাপ ঘরের ভেতর ছড়ায়নি। গন্ধও ছড়ায়নি। তাছাড়া ওপেন স্পেস না রেখে যদি প্রতিটা স্পেস খোপ খোপ করা হতো, সেক্ষেত্রে হিট ট্র্যাপ হওয়ার আশঙ্কা থাকতো। বাসায় মাস্টার বেডরুম ছাড়া অন্যকোনো রুমে এসি রাখা হয়নি। মাস্টার বেডরুমেও এসি রাখা খুব একটা প্রয়োজন ছিল না, কিন্তু একটা এসি আগে থেকেই কেনা ছিল বিধায় সেখানে সংযুক্ত করা হয়েছে। অন্যান্য রুম সিলিং ফ্যানেই যথেষ্ট স্বাছন্দ্য দিয়েছে। আমি কিন্তু গরমের সময়টার অভিজ্ঞতাই বললাম আপনাকে!
এখানে টাকা কোন ব্যাপার না 😅
আমরা সকলেই জানি, সমাজে বিভিন্ন অর্থনৈতিক শ্রেণি আছে। কেউ প্রাসাদে থাকেন, কেউ কুড়েঘরে। যার যার সামর্থ্য ভিন্ন, জীবনযাপনের ধরনও ভিন্ন। এ কথা সত্যি যে, দ্রব্যমূল্যের প্রচণ্ড উর্ধ্বগতির ফলে অতিসাধারণ বা নিম্ন ও মধ্যআয়ের মানুষের খুব কষ্ট হচ্ছে। সেই প্রেক্ষাপট বিবেচনায় 'ইন্টেরিয়র ডিজাইন' নিয়ে আলাপ-আলোচনা অর্থহীন।
কিন্তু, এই দেশে তো সৎ ও সামর্থ্যবান বহু মানুষও আছেন, তাই না? হতে পারে উত্তরাধিকার সূত্রে কেউ বিত্তশালী, কেউ বেশকিছু জায়গাজমি বা সম্পদের মালিক; কিংবা কেউ হয়তো সৎভাবে ব্যবসা করে টাকার মালিক হয়েছেন। সেক্ষেত্রে তারা তো অবশ্যই নিজের সাধ্য, শখ ও প্রয়োজনমতো বাড়ি তৈরির অধিকার রাখেন, তাই না? সামর্থ্যবান সকল মানুষের টাকার উৎসই যে অসৎ পথে আসে, এমন তো নয়!
যাই হোক, এখানে আলাপ করা হয়েছে ইন্টেরিয়র ডিজাইনের ব্যাপারে। যারা ডিজাইন করার কথা ভাবছেন, বা করবেন, তাদের জন্য এই অনুষ্ঠানটা করা হয়েছে। এখানে আমরা বোঝাতে চেয়েছি যে, বাজারে এখনকার সময়ের প্রচলিত তথাকথিত অনেক ইন্টেরিয়র ডিজাইন আপনারা দেখতে পাবেন যা অহেতুক অর্থের অপচয় ঘটায়। অর্থাৎ যে কাজটা অল্পের ভেতর করা যায়, সেটা হয়তো পরিকল্পনা ছাড়া কয়েকগুণ বেশি খরচ করলেও ততোটা মানসম্মত বা দৃষ্টিনন্দন হবে না। যেমন এই ফ্ল্যাটের ক্ষেত্রে যদি বলি- এর ইন্টেরিয়র ফিটআউটের কাজগুলো ১০ থেকে ১২ লাখ টাকার ভেতর সম্পন্ন করা হয়েছে, কারণ এখানে অপ্রয়োজনীয় ওয়াল প্যানেল বা সিলিং না করে সীমিত পরিমাণে পার্টিকেল বোর্ড ব্যবহার করা হয়েছে, এবং কালার ও লাইটিংয়ের মাধ্যমে বাসার সাজসজ্জা ফুটিয়ে তোলা হয়েছে। এর ভেতরের পরিবেশ খুবই সাদামাটা কিন্তু শান্তিপূর্ণ। অথচ একই বিল্ডিংয়ে সমান আয়তনের অন্যান্য ফ্ল্যাটে কেউ কেউ ৪০-৫০ লাখ টাকা খরচ করেছেন শুধু ইন্টেরিয়র ডিজাইনের পেছনে। অথচ সেগুলো অনেকক্ষেত্রেই চোখে শান্তি দিচ্ছে না, বরং সেখানে গেলে আপনি অস্থিরতায় ভুগবেন। আমরা সেগুলোর সঙ্গে একধরনের পার্থক্য নিরূপণ করে বিষয়টিকে 'সীমিত বাজেট' হিসেবে উল্লেখ করেছি। যারা ফ্ল্যাট সাজানোর কথা ভাবছেন, তারা হয়তো এতে উপকৃত হবেন, আর অল্প কাজ করলেও যে সৌন্দর্যের ঘাটতি হয় না তা বুঝলে তারা অর্থের অপচয় থেকেও বেঁচে যাবেন।
কথাগুলো ইতিবাচক দৃষ্টিকোণ থেকে ভেবে দেখবেন, এই প্রত্যাশা করি। ভালো থাকুন।
সুম্দর হয়েছে , আমি আপনাদের দিয়ে দিয়ে কাজ করাতে চাই আমার বাড়ির জন্য , যোগাযোগ কীভাবে করবো জানাবেন প্লিজ
ডিজাইন সংক্রান্ত যেকোনো আলোচনার জন্য ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। অনুষ্ঠানের শেষ অংশে স্ক্রিনে দেখানো ইমেইল ঠিকানায় আপনার প্রকল্পের ব্যাপারে লিখুন। আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। ধন্যবাদ।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ সোহেল নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগ
লাজ লজ্জার মাথা খেয়েছে
😂😂😂😂
এলাকায় থাক পুটকি লাল করমু
হিছা দি হিডি গেছে
জয় বাংলা তোমার পাছা দিয়ে ডুকানো হবে
আমি চট্টগ্রাম থেকে আপনাদের সেবা কিভাবে পেতে পারি ? আমার আনুমানিক কার্পেট এরিয়া ১৮৭০ স্কয়ার ফিট!
ডিজাইন সংক্রান্ত যেকোনো আলোচনার জন্য ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। অনুষ্ঠানের শেষ অংশে স্ক্রিনে দেখানো ইমেইল ঠিকানায় আপনার প্রকল্পের ব্যাপারে লিখুন। আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। ধন্যবাদ।
ব্রো এইটা যদি সীমিত বাজেট হয় তাহলে বেশী বাজেট কোনটা?
দেশের মানুষ ক্ষেতে পায়না আর এইসব অভিজাত বাড়িকে আপনারা সীমিত বাজেট বলেন। অর্থের উৎস জাতী জানতে চাই।
আপনার কমেন্টের জন্য ধন্যবাদ, ভাই। সকল মত, ভিন্নমত, আলোচনা-সমালোচনাকে স্বাগত জানাই। আমরা সকলেই জানি, সমাজে বিভিন্ন অর্থনৈতিক শ্রেণি আছে। কেউ প্রাসাদে থাকেন, কেউ কুড়েঘরে। যার যার সামর্থ্য ভিন্ন, জীবনযাপনের ধরনও ভিন্ন। এ কথা সত্যি যে, দ্রব্যমূল্যের প্রচণ্ড উর্ধ্বগতির ফলে অতিসাধারণ বা নিম্ন ও মধ্যআয়ের মানুষের খুব কষ্ট হচ্ছে। সেই প্রেক্ষাপট বিবেচনায় 'ইন্টেরিয়র ডিজাইন' নিয়ে আলাপ-আলোচনা অর্থহীন।
কিন্তু, এই দেশে তো সৎ ও সামর্থ্যবান বহু মানুষও আছেন, তাই না? হতে পারে উত্তরাধিকার সূত্রে কেউ বিত্তশালী, কেউ বেশকিছু জায়গাজমি বা সম্পদের মালিক; কিংবা কেউ হয়তো সৎভাবে ব্যবসা করে টাকার মালিক হয়েছেন। সেক্ষেত্রে তারা তো অবশ্যই নিজের সাধ্য, শখ ও প্রয়োজনমতো বাড়ি তৈরির অধিকার রাখেন, তাই না? সামর্থ্যবান সকল মানুষের টাকার উৎসই যে অসৎ পথে আসে, এমন তো নয়!
যাই হোক, এখানে আলাপ করা হয়েছে ইন্টেরিয়র ডিজাইনের ব্যাপারে। যারা ডিজাইন করার কথা ভাবছেন, বা করবেন, তাদের জন্য এই অনুষ্ঠানটা করা হয়েছে। এখানে আমরা বোঝাতে চেয়েছি যে, বাজারে এখনকার সময়ের প্রচলিত তথাকথিত অনেক ইন্টেরিয়র ডিজাইন আপনারা দেখতে পাবেন যা অহেতুক অর্থের অপচয় ঘটায়। অর্থাৎ যে কাজটা অল্পের ভেতর করা যায়, সেটা হয়তো পরিকল্পনা ছাড়া কয়েকগুণ বেশি খরচ করলেও ততোটা মানসম্মত বা দৃষ্টিনন্দন হবে না। যেমন এই ফ্ল্যাটের ক্ষেত্রে যদি বলি- এর ইন্টেরিয়র ফিটআউটের কাজগুলো ১০ থেকে ১২ লাখ টাকার ভেতর সম্পন্ন করা হয়েছে, কারণ এখানে অপ্রয়োজনীয় ওয়াল প্যানেল বা সিলিং না করে সীমিত পরিমাণে পার্টিকেল বোর্ড ব্যবহার করা হয়েছে, এবং কালার ও লাইটিংয়ের মাধ্যমে বাসার সাজসজ্জা ফুটিয়ে তোলা হয়েছে। এর ভেতরের পরিবেশ খুবই সাদামাটা কিন্তু শান্তিপূর্ণ। অথচ একই বিল্ডিংয়ে সমান আয়তনের অন্যান্য ফ্ল্যাটে কেউ কেউ ৪০-৫০ লাখ টাকা খরচ করেছেন শুধু ইন্টেরিয়র ডিজাইনের পেছনে। অথচ সেগুলো অনেকক্ষেত্রেই চোখে শান্তি দিচ্ছে না, বরং সেখানে গেলে আপনি অস্থিরতায় ভুগবেন। আমরা সেগুলোর সঙ্গে একধরনের পার্থক্য নিরূপণ করে বিষয়টিকে 'সীমিত বাজেট' হিসেবে উল্লেখ করেছি। যারা ফ্ল্যাট সাজানোর কথা ভাবছেন, তারা হয়তো এতে উপকৃত হবেন, আর অল্প কাজ করলেও যে সৌন্দর্যের ঘাটতি হয় না তা বুঝলে তারা অর্থের অপচয় থেকেও বেঁচে যাবেন।
কথাগুলো ইতিবাচক দৃষ্টিকোণ থেকে ভেবে দেখবেন, এই প্রত্যাশা করি। ভালো থাকুন।
@@SyedTawsifMunawar sir ai flate ki sob furniture soho 10 -12 lac tk lagce
Apnader cell no ta jodi diten. Ami gazipur thaki. Amar apnader kaj ta valo legeche. Appnara ki dhakar baire kaj koren?
@@MahmudaNaher ডিজাইন সংক্রান্ত যেকোনো আলোচনার জন্য ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। অনুষ্ঠানের শেষ অংশে স্ক্রিনে দেখানো ইমেইল ঠিকানায় আপনার প্রকল্পের ব্যাপারে লিখুন। আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। ধন্যবাদ।
@@MDMasud-bm5jo জি। ডিজাইন সংক্রান্ত যেকোনো আলোচনার জন্য ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। অনুষ্ঠানের শেষ অংশে স্ক্রিনে দেখানো ইমেইল ঠিকানায় আপনার প্রকল্পের ব্যাপারে লিখুন। আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। ধন্যবাদ।
স্বল্প খরচে কিভাবে বাসাটিকে দৃস্টিনন্দন করা যায়, সে বিষয়টি বেশ ভালোভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। সব মিলিয়ে বিশ্লেষণভিত্তিক পর্যালোচনা প্রশংসার দাবিদার। তবে এধরনের একটি ফ্ল্যাট সাজাতে কি ধরনের বাজেট লাগতে পারে, তার একটি আনুমানিক ধারণা পেলে আরও ভালো হতো ।