নামাজরত আবস্থায় ইমামের কাঁধে বিড়াল Sheikh Walid Mehsas আর তখনই বিড়ালটি তার কাঁধে উঠে যায়।

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ย. 2024
  • আলজেরিয়ায় শেখ ওয়ালিদ মেহসাসের (Sheikh Walid Mehsas) তেলাওয়াত উপভোগ করতে একটি বিড়াল এসে হাজির 🤗❤️ @amolghor
    শায়খ অন্যান্য রাতের মতো মসজিদে তারাবির নামাজ পড়াচ্ছিলেন। আর তখনই বিড়ালটি তার কাঁধে উঠে যায়।
    এত বড় একজন শায়খ তিনি, কই তিনি তো বিড়ালটাকে কাঁধ থেকে আছাড় মেরে ফেলে দেন নি 😒
    কারণ তিনি জানেন আমাদের মহানবী (সা:) বিড়ালকে অত্যন্ত স্নেহ করতেন 🤗
    অথচ আমাদের দেশে কিছু কাঠ-মোল্লা আর বৃদ্ধগন বিড়াল দেখলেই তেড়ে যান বিড়ালকে মারতে 😑
    বাহিরের দেশের মসজিদের ভেতরেই বিড়াল ঘোরাফেরা করে। কেউ তাদেরকে কিছু বলে না। কারণ তারা জানেন রাসুল (সা.) বলেছেন, ‘বিড়াল অপবিত্র নয়, এরা তোমাদের আশপাশে বিচরণকারী এবং বিচরণকারিনী।’ (নাসায়ি: ৩৪১)
    পরিশেষে যারা আল্লাহর নবীর প্রিয় প্রাণী বিড়ালকে কষ্ট দেয় তাদের জন্য, আবদুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত এক হাদিসে রাসুল (সা.) বলেন-
    দয়াবানদের ওপর দয়াময় আল্লাহও দয়া করেন। তোমরা জমিনের অধিবাসীদের প্রতি দয়া করো, তাহলে যিনি আসমানে আছেন, তিনি তোমাদের প্রতি দয়া করবেন।
    (সুনান আবু দাউদ, হাদিস : ৪৯৪১)
    আরেকটি হাদিসে বর্ণিত হয়েছে, সাহাবিরা প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসুল! পশুপাখিদের মধ্যেও কি আমাদের জন্য সওয়াব রয়েছে? তিনি বললেন, “প্রতিটি তাজা কলিজায় সওয়াব রয়েছে।’ (বুখারি, হাদিস : ৩৪৬৭; মুসলিম, হাদিস : ২২৪৫)

ความคิดเห็น •