জুম্মান ভাই হয়তো জানে কিনা, তার কন্টেন্ট নিয়ে বাংলাদেশের আইসিটি মন্ত্রণালয় (বিভাগ) ইতোমধ্যে প্রায় ১০ টি ওয়ার্কশপ ও প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়েছে। এসব অনুষ্ঠান বিভাগের সকল কর্মকর্তাদের নিয়ে সচিব মহোদয় (সামসুল আরেফিন স্যার) নিজে পরিচালনা করেছেন এবং আরো হবে। জুম্মন ভাইয়ের ফিউশন এনার্জি, কোয়ন্টাম মেথড ইত্যাদির ওপর এসব ওয়ার্কশপ ও প্রেজেন্টেশনগুলো হয়েছে। জুম্মন ভাইকে প্রানঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।
যদি এমন হয় তাহলে ভালো খবর, তবে যার Content use করা হচ্ছে তাকে তার প্রাপ্য সম্মান টা দেওয়া উচিৎ ছিল. এটাই bangladesh, আরেক জনকে ক্রেডিট দিতে আত্ম সম্মান এ লাগে. তবে Mr. Jumman আপনি দারুণ করেছেন. দোয়া রইলো @BigganPiC
জুম্মান সার আমি বিজ্ঞান খুব ভালোবাসি ছোট কাল হতে। আমি বিজ্ঞান ও বিভিন্ন গণিতের সূত্র নিজে নিজে বের করেছি পাই এর অনেকগুলো প্রমান নিজে নিজেই বের করেছি। এখন পদার্থবিজ্ঞান নাকি গণিত- ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বো সেটা আপনাকে জিজ্ঞেস করতে চাই
যতই দেখছি ততই শিখছি। গত ৮ ফেব্রুয়ারি (সকাল ৮টা) ছিল স্মরণীয় একটি দিন। কাকতালীয়ভাবে জুম্মন ভাইয়ের সাথে দেখা হয়ে যায়। মন থেকে একটা কথা বলতে চাই জুম্মন ভাই দেশের একজন সম্পদ।
👌সহজ কথা কইতে আমায় কহ যে, সহজ কথা যায় না বলা সহজে। ___রবীন্দ্রনাথ ঠাকুর..... 👌কিন্তু আপনি অনেক কঠিন জ্ঞান সরল ভাষায় বুঝিয়ে দিলেন। স্মার্ট উদ্যোগ। ধন্যবাদ। ❤❤
আমিও প্রায় ভাবতাম, ফুটো করতে থাকলে কি অন্য দেশ দিয়ে বের হতে পারবো 😊 বায়ুমন্ডল এর স্তর গুলো এবং কোথায় কি চলাচল করে, স্যাটেলাইট কোথায় থাকে, বিমান পাখি এবং স্তরের আবহাওয়ার উপাদান নিয়ে একটা ভিডিও প্লিজ 🙏🙏🙏🙏🙏 চাকুরিপ্রার্থীদের উপকার হবে ভাই প্লিজ ❤❤❤❤
আমি একজন হিসাব বিজ্ঞানের ছাত্র তবুও জুম্মান ভাই এর প্রতিটা ভিডিও খুব মনোযোগ সহকারে দেখি আর ভাবি আমার বিজ্ঞানের ছাত্র হওয়া দরকার ছিল। আমি মনে করি এক সময় জুম্মান ভাই এর ভিডিও দেখে আমাদের দেশের সকল ছাত্রছাত্রী বিজ্ঞান বিষয়ে পরাশোনা করতে চাইবে। কারণ তিনি সব কিছু খুব সুন্দর ও সহজ ভাবে উপস্থাপন করেন। ভাই যদি আমার কমেন্টটা পরে থাকেন তাহলে আপনাকে আমি অনুরোধ করবো যে, মাদারীপুরে আসলে আমাদের বাসায় একটু চা খেয়ে যাবেন, আমি তাতে ধন্য হবো।
জুম্মান ভাই, আপনার প্রতিটা ভিডিও দেখা হয়েছে। কিছু কিছু ভিডিও পর পর দেখতেই থাকব। কিছু কারণ যতোই শুনি ততোই নতুন জ্ঞান সঞ্চালন হয়। বেস্ট অফ লাক ভাইয়া। আপনি সত্যি আমাদের গর্ব।
Subhan allah allah ,, Allahor sristi sotti osadharon. Allah koto sondor niom tantrik vabe prithibir vo pristher maddhome sorjer kkhotikor rosni theke prithibike rokkha korchen. Emon video dekhle eman aro bere jay. Allah ke sejda dite iccha hoy. Thank you so much jommon vai. ❤
পদার্থবিজ্ঞান নিয়ে পড়াশোনার অনেক ইচ্ছা থাকলেও পারিনি ! পারিবারিক চাপে মেডিক্যাল এডমিশন টেস্ট দেয়া লাগলো এবং ডাক্তার হওয়া লাগলো! যাক,এটাই আল্লাহর প্ল্যান ছিল আলহামদুলিল্লাহ। তবে আমি আমার প্রথম ভালোবাসা physics কে ভুলি নি,তার ই প্রমাণ হলো এই যে-আমার ব্যস্ততার মাঝেও আমি পদার্থবিজ্ঞান সংক্রান্ত ভিডিও গুলো আগ্রহ নিয়েই দেখি,,সেই পরিক্রমায় একদিন এই চ্যানেলটি পাই!! অনেক ধন্যবাদ ❤
আর ভাই আপনি যতটা সুন্দরভাবে ফিজিক্সকে উপস্থাপন করেন এমনটা আর পাইনি। ভাই আপনি ন্যানো টেক নিয়ে ভিডিও তৈরি করেছেন কিন্তু ন্যানো টেকে এতো ক্ষুদ্র ট্রানজিস্টর কিভাবে তৈরি করা হয় আর তৈরির রোবটইবা কেমন সেটা দেখাননি, আর একটি পর্ব ন্যানো টেকের করার অনুরোধ রইলো।
আপনার বিজ্ঞান নিয়ে গবেষণা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং সহজভাবে বুঝিয়ে বলেন আর ভাই আমার একটা বিষয় জানার ইচ্ছা সেটা হল পৃথিবীর যদি ঘুরতে থাকে তাহলে বিমান কিভাবে গন্তব্যস্থলে পৌঁছায়
আমার কাছ থেকে সবসময় বাংলাদেশের ১ নাম্বার ইউটিউবার 🥰🥰🥰 আপনাদের তুলনা হয় না,,, যেখানে কলেজে পড়ে কোনো ধারণা পাওয়া যায় না,, আপনার কন্টেন্ট এ অনেক ধারনা পাওয়া যায়,,,,, অন্যান্য কন্টেন বাংলা ভাষায় না তাই বুঝা যায় না,, কিন্তু আপনি বাংলা ভাষায় বলেন সব বুঝতে পারি,, ভালোবাসা ভাই 💗💓🤎
বিজ্ঞান প্রিয় হওয়ার কারণেই হয়তো জুম্মান ভাইয়ের সেই প্রথম থেকে একটা ভিডিও মিস দেইনি। আমি অপেক্ষায় থাকি। এত সহজ ভাবে বাংলায় বিজ্ঞান যে আমরা জানতে পারছি সেই জন্য ভাইয়াকে ধন্যবাদ❤️
হয়তো জেনেছেন(বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজে) আপনার ভিডিও থেকে ক্লাস করানো হয়, আপনার ক্লাসের জন্য যখন তাদের ডিক্লেয়ার করা হয়, অনেকেই আপনার ক্লাসের নাম দিয়েছে পাঞ্জাবি পরা ভাইয়ের এখন ক্লাস হবে ☺️🥀 তবে তারা অনেক এক্সাইটেড থাকে আপনার ক্লাস নিয়ে
আপনার চ্যানেলে আমি নতুন তিনটা ভিডিও দেখলাম ভালোই লাগলো বাকি ভিডিও গুলো ধীরে ধীরে দেখবো বিজ্ঞান ভিত্তিক আরো ভালো ভালো ভিডিও চাই যাতে নতুন জেনারেশন কুসংস্কার মুক্ত জীবন যাপন করতে পারে শুভ কামনা রইলো আপনার জন্য
ভূপৃষ্ঠ থেকে যত নিচে দেওয়া যায় অভিকর্ষজ ত্বরণ ততোই কমতে থাকে। সবখানে g এর মান সমান হবে না। তাই ভূপৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত পৌঁছাতে ১৯ মিনিটেরও বেশি সময় লাগবে। হিসাবের জন্য ডিফারেন্সিয়ার ইকুয়েশন ব্যবহার করা যেতে পারে😃
ভাই কৃতিম ভাবে ভূমিকম্প তৈরি করা কি সম্ভব আর হলেও কি ভাবে আর এই প্রুযুক্তি কি কোন দেশের কাছে রয়েছে বা কি ভাবে এই প্রযুক্তি কাজ করে।!?এই নিয়ে একটা ভিডিও বানান। আপনার ভিডিও গুলো দারুন হয়। ধন্যবাদ 💛
The core মুভি টা আমার দেখা one of the most interesting মুভিগুলার মধ্যে একটা। একটা imaginary theme কিভাবে বাস্তবের মতো করে তোলা যায় তার একটা প্রকৃষ্ট উদাহরণ 💖
আপনি বাংলাদেশের একটি অমূল্য সম্পদ। আপনাদের মত মানুষকে সরকারের প্রাপ্য সম্মান দেওয়া উচিত। দেশের শিক্ষাব্যবস্থায় আপনাদের মত মানুষের ভিডিও কাজে লাগানো হোক।
জুম্মান ভাই হয়তো জানে কিনা, তার কন্টেন্ট নিয়ে বাংলাদেশের আইসিটি মন্ত্রণালয় (বিভাগ) ইতোমধ্যে প্রায় ১০ টি ওয়ার্কশপ ও প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়েছে। এসব অনুষ্ঠান বিভাগের সকল কর্মকর্তাদের নিয়ে সচিব মহোদয় (সামসুল আরেফিন স্যার) নিজে পরিচালনা করেছেন এবং আরো হবে। জুম্মন ভাইয়ের ফিউশন এনার্জি, কোয়ন্টাম মেথড ইত্যাদির ওপর এসব ওয়ার্কশপ ও প্রেজেন্টেশনগুলো হয়েছে। জুম্মন ভাইকে প্রানঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।
কি বলেন!!
যদিও আমি জানি না তবে এমনটা হলে আমার পরিশ্রম সার্থক।
@@BigganPiCq😊😊😊😊😊😊😊😅
Ihave 9😊and
যদি এমন হয় তাহলে ভালো খবর, তবে যার Content use করা হচ্ছে তাকে তার প্রাপ্য সম্মান টা দেওয়া উচিৎ ছিল. এটাই bangladesh, আরেক জনকে ক্রেডিট দিতে আত্ম সম্মান এ লাগে. তবে Mr. Jumman আপনি দারুণ করেছেন. দোয়া রইলো @BigganPiC
মাত্র কনটেন্ট দেখায় সচিবদের বুঝাতে হয়, তাহলে দেখেন এরা মানুষের সব কিছু কিভাবে চুরি করে!
আপনার বুঝানো প্রত্যেকটি বিষয় অসাধারণ৷আমি একজন ভারতীয়,আপনার দেওয়া সবগুলি বিডিও নিয়মিত দেখি৷ছোটবেলা পড়াশুনা করে গেছি কিন্তুু কয়েকটি বিষয় আপনার কাছ থেকে বুঝে জানতে পারলাম কতটুকু অজানা ছিল৷সত্যি আপনি মহান৷
জুম্মান স্যারের কন্টেন্ট মানেই টপ-নচ, ফার্স্ট ক্লাস! আপনার বোঝানোর স্টাইলটাও খুবই সুন্দর, একজন বিজ্ঞানপ্রেমী হিসেবে আপনার ভিডিও সবসময় ই দেখি।
💌
জুম্মান সার আমি বিজ্ঞান খুব ভালোবাসি ছোট কাল হতে। আমি বিজ্ঞান ও বিভিন্ন গণিতের সূত্র নিজে নিজে বের করেছি পাই এর অনেকগুলো প্রমান নিজে নিজেই বের করেছি। এখন পদার্থবিজ্ঞান নাকি গণিত- ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বো সেটা আপনাকে জিজ্ঞেস করতে চাই
I like his explanation .
যতই দেখছি ততই শিখছি।
গত ৮ ফেব্রুয়ারি (সকাল ৮টা) ছিল স্মরণীয় একটি দিন। কাকতালীয়ভাবে জুম্মন ভাইয়ের সাথে দেখা হয়ে যায়। মন থেকে একটা কথা বলতে চাই জুম্মন ভাই দেশের একজন সম্পদ।
ji amar mone ache ❤️
জুম্মান ভায়ের বাসা কোথায় বলবেন প্লিজ দয়া করে
জীবনে খুব ইচ্ছে ১ দিন দেখা করার ❤❤❤❤
O@@BigganPiC
আমি ইন্ডিয়া থেকে বলছি আমার কাছে বাংলাদেশের সেরা 10 ইউটিউবার দের একজন জুম্মান ভাই
Ar 9 jon ke ke
💌
Bakider nam o bolon.
ইনি আমার দেখা সেরা ফিজিক্স ও বিজ্ঞান বর্ণনা কারী।অনেক সুন্দর করে তুলে ধরেন
Right brother 🇧🇩
👌সহজ কথা কইতে আমায় কহ যে, সহজ কথা যায় না বলা সহজে। ___রবীন্দ্রনাথ ঠাকুর..... 👌কিন্তু আপনি অনেক কঠিন জ্ঞান সরল ভাষায় বুঝিয়ে দিলেন। স্মার্ট উদ্যোগ। ধন্যবাদ। ❤❤
আপনার বাংলায় বিজ্ঞান বোঝাবার পদ্ধতিটা আমার খুব ভালো লাগে। দারুন!
আরো বানিয়ে যান আর আমরা শিখতে থাকবো! Love from India🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
💌
love
@@BigganPiC 1a
Love you so much
আমিও প্রায় ভাবতাম, ফুটো করতে থাকলে কি অন্য দেশ দিয়ে বের হতে পারবো 😊 বায়ুমন্ডল এর স্তর গুলো এবং কোথায় কি চলাচল করে, স্যাটেলাইট কোথায় থাকে, বিমান পাখি এবং স্তরের আবহাওয়ার উপাদান নিয়ে একটা ভিডিও প্লিজ 🙏🙏🙏🙏🙏 চাকুরিপ্রার্থীদের উপকার হবে ভাই প্লিজ ❤❤❤❤
নিশ্চয়ই আকাশ এবং পাতালের যা কিছু রয়েছে সব কিছুর সৃষ্টিকর্তা একজন।
হে আল্লাহ! আমাদেরকে ঋণমুক্ত, অভাবমুক্ত, রোগমুক্ত, শত্রুমুক্ত, দুশ্চিন্তামুক্ত ও গোনাহমুক্ত একটি সুন্দর জীবন দান করুন!
ভাইরে এখানেও এসব!
@@anonymoussoul3343 কি? সমস্যা কি তোমার?
হঠাৎ করে ধর্মকে টেনে আনছেন কেন। আর তাছাড়া এসব বলার উপযুক্ত জায়গায় না গিয়ে এখানে বলতে শুরু করলেন কেন?
আমিন
তুই তোর চু.....দন আল্লাহ কাছে চাইতে তাহলে ওয়াজ মাহফিলে গিয়ে চাও এখানে এসে গেও গেও করছিস কেন।
জুম্মান ভাই মানেই বিজ্ঞানের অন্য এক বিস্ময়কর দুনিয়া। 👌
Love ❤️❤️❤️ From Sylhet👌👌
অসম্ভব সুন্দর ও শিক্ষা নীয় ভিডিও ।
আমি একজন হিসাব বিজ্ঞানের ছাত্র তবুও জুম্মান ভাই এর প্রতিটা ভিডিও খুব মনোযোগ সহকারে দেখি আর ভাবি আমার বিজ্ঞানের ছাত্র হওয়া দরকার ছিল। আমি মনে করি এক সময় জুম্মান ভাই এর ভিডিও দেখে আমাদের দেশের সকল ছাত্রছাত্রী বিজ্ঞান বিষয়ে পরাশোনা করতে চাইবে। কারণ তিনি সব কিছু খুব সুন্দর ও সহজ ভাবে উপস্থাপন করেন। ভাই যদি আমার কমেন্টটা পরে থাকেন তাহলে আপনাকে আমি অনুরোধ করবো যে, মাদারীপুরে আসলে আমাদের বাসায় একটু চা খেয়ে যাবেন, আমি তাতে ধন্য হবো।
সুপার ভিডিও, ভাই আসলেই আপনি একজন ইনটেলিজেন্ট ম্যান, আপনার বুঝানোর ক্যাপাসিটি খুবই সুন্দর
খুবি খুবি ভালো লাগে
যখন রংতামাশার ইউটিউবারদের মাঝে
আপনাদের মতো জ্ঞানী ইউটিউবারদের পাই
অনেক কিছু অজানা কে জানতে পারি
শ্রদ্ধা এবং দোয়া রইলো আপনাদের জন্য
আপনার বিষয় ও বোঝানোর ধরন টা ইউনিক।
দোয়া ও ভালোবাসা অবিরাম।
জুম্মান ভাই,
আপনার প্রতিটা ভিডিও দেখা হয়েছে। কিছু কিছু ভিডিও পর পর দেখতেই থাকব। কিছু কারণ যতোই শুনি ততোই নতুন জ্ঞান সঞ্চালন হয়।
বেস্ট অফ লাক ভাইয়া। আপনি সত্যি আমাদের গর্ব।
Subhan allah allah ,, Allahor sristi sotti osadharon. Allah koto sondor niom tantrik vabe prithibir vo pristher maddhome sorjer kkhotikor rosni theke prithibike rokkha korchen. Emon video dekhle eman aro bere jay. Allah ke sejda dite iccha hoy.
Thank you so much jommon vai.
❤
এতদিন পর একটা কাজের ভিডিও আসলো,,,ধন্যবাদ🌷🌷🌷❤️,,,বাসায় গিয়ে দেখবো
বাহ, বাংলা সাবটাইটেল দেখে খুব ভালো লাগলো । You are one of the best youtubers in Bangladesh। Love you জুম্মান ভাই from ময়মনসিংহ
বাংলায় বিজ্ঞানের সহজ উপস্থাপনা রেয়ার জিনিস।
অসংখ্য ধন্যবাদ স্যার।
পদার্থবিজ্ঞান নিয়ে পড়াশোনার অনেক ইচ্ছা থাকলেও পারিনি ! পারিবারিক চাপে মেডিক্যাল এডমিশন টেস্ট দেয়া লাগলো এবং ডাক্তার হওয়া লাগলো! যাক,এটাই আল্লাহর প্ল্যান ছিল আলহামদুলিল্লাহ।
তবে আমি আমার প্রথম ভালোবাসা physics কে ভুলি নি,তার ই প্রমাণ হলো এই যে-আমার ব্যস্ততার মাঝেও আমি পদার্থবিজ্ঞান সংক্রান্ত ভিডিও গুলো আগ্রহ নিয়েই দেখি,,সেই পরিক্রমায় একদিন এই চ্যানেলটি পাই!!
অনেক ধন্যবাদ ❤
কি লাভ physics পড়ে যদি কাল্পনিক আল্লাহ কে মানেন
@@englishexpert1989কি বুঝাতে চাইছেন?
@@pannabegum9059 - আল্লাহ বলে কিছু নেই
তার ভিডিও ভোলো লাগে,
তার ভিডিওই চাই 🎉🎉🎉।।
সবার থেকে সেরা 🎉🎉মোদের,
প্রিয় জুম্মন ভাই।😮😮😮
Thanks vai
আর আমরা কুর'আনে পড়েছি পৃথিবীর কেন্দ্রে রয়েছে উত্তপ্ত জাহান্নাম। আলহামদুলিল্লাহ, সত্য কুর'আনের ছাত্র আমরা।
কোন সূরার কত নাম্বার আয়াত❓
Bolod
আমি কোনোদিন কোনো চ্যানেল সাবস্ক্রাইব করি নাই। কিন্তু আজকে আপনার ভিডিও গুলো দেখার পর সাবস্ক্রাইব করতে বাধ্য হলাম। ঠাকুর আপনার মঙ্গল করুক।
অনেক ভালো লাগছে ভাই, আলহামদুলিল্লাহ।
💌
খুবই অসাধারণ এগিয়ে যান,আপনার আলোচনায় সাধারণ মানুষ ও রহ্যস বুঝতে পারবে।❤
বুঝিয়ে বলার ধরণ টা খুবই অসাধারণ-❤️
মাশা-আল্লাহ খুবই গুরুত্বপূর্ণ বিষয়
জুম্মান ভাই, আমি একজন ভুগোলের ছাএ,৷ আপনার ভিডিও গুলো দেখে আমি অনেক শিক্ষা পাই,,,এ জন্য আপনাকে অনেক ধন্যবাদ 💛💛💛💛
Vai apnar video gula onk beshi vallage.....bangla sera informative channel...
আপনার ভিডিওগুলো সত্যিই অসাধারণ।
আসলেই আমাদের জুম্মান ভাই অসাধারণ। তিনি অনেক পরিশ্রম করেন একটা ভিডিওর পেছনে
আর ভাই আপনি যতটা সুন্দরভাবে ফিজিক্সকে উপস্থাপন করেন এমনটা আর পাইনি।
ভাই আপনি ন্যানো টেক নিয়ে ভিডিও তৈরি করেছেন কিন্তু ন্যানো টেকে এতো ক্ষুদ্র ট্রানজিস্টর কিভাবে তৈরি করা হয় আর তৈরির রোবটইবা কেমন সেটা দেখাননি, আর একটি পর্ব ন্যানো টেকের করার অনুরোধ রইলো।
অসম্ভব সুন্দর ও শিক্ষা নীয় ভিডিও । অবাক করা অজানা তথ্য জানতে পেরে আপনার কাছে কৃতজ্ঞ ।
এতো সুন্দর উপস্থাপন, আমি আমার SSCপড়ুয়া সন্তান কে জুম্মন ভাই এর সব ভিডিও দেখতে বলেছি।
আপনি সেরা,দের মধ্যে একজন!
উপস্থাপনা ও বিভিন্ন তথ্য গুলি খুব সুন্দর হয়েছে। শেষে কল্পনা ভিত্তিক উদাহরণ টা অনবদ্য। 💜💙
আমার প্রিয় বিজ্ঞানভিত্তিক বাংলা চ্যানেল ❤
Vaiya, apnar sob video gulo excellent.......❤️❤️❤️❤️
জুম্মান ভাই ❤️
অসাধারণ ।
বাংলা সাবটাইটেল অ্যাড করার জন্য অনেক ধন্যবাদ
এই ভিডিও টারই অপেক্ষায় ছিলাম ।
ধন্যবাদ ভাই
হারপ প্রযুক্তি সম্পর্কে একটি ভিডিও বানান যাতে আমরা বুঝতে পারি হারপ প্রযুক্তি টা আসলে কি, এর দ্বারা কি আসলে কোন কিছু করা সম্ভব,
চমৎকার ভিডিও বড় ভাই
আল্লাহ আপনাকে আরো ভিডিও দেবার তৌফিক দিন।
আমিন
আসসালামু আলাইকুম। আল্লাহর কি অপরুপ সৃষ্টি। দেখেলেই মন জুড়িয়ে যায়। আল্লাহ আপনাকে আরও জ্ঞান দান করুক। আমিন।
Prithibi Je Allah sristy karchhe tar proman ki
Alla keco banay ne Ram nae ace🚩
আপনার কনটেন্টের বিষয়বস্তু খুব গুরুত্বপূর্ণ এবং উঁচুমানের।
Video tar sathe interesting part holo banglay caption subtitles ❤️
Again Wonderful 💗 Video 🔥
কে কে আল্লাহ এবং রাসুলকে ভালোবাসেন ❤
আমার কাছে জুম্মান ভাই সব থেকে সেরা আমি ভারত থেকে বলছি খুব ভালো লাগে ভাইয়ের কথা অনেক নতুন কিছু জানতে পারি ভাইয়ের কাছে ❤
আপনার বিজ্ঞান নিয়ে গবেষণা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং সহজভাবে বুঝিয়ে বলেন আর ভাই আমার একটা বিষয় জানার ইচ্ছা সেটা হল পৃথিবীর যদি ঘুরতে থাকে তাহলে বিমান কিভাবে গন্তব্যস্থলে পৌঁছায়
সুন্দর একটা প্রশ্ন।😲🤔
আমার মনে হয় চৌম্বক শক্তির কারনে, বাতাসের স্তর ও মেঘ একসাথে নিয়ে ঘুড়ে।🤔
আল্লাহু আকবার
সৃষ্টিকর্তা কত মহান
কত সুন্দর তার সৃষ্টি
Jai Sri ram... 🚩
4 GB ram @@badalroy9359
যতই জানছি ততই অবাক হচ্চি । সুবহানআল্লাহ , আল্লাহ কত মহান আর তার কত কথা অমান্ন করি আমরা😭😭
আমি ঢাকা ইউনিভার্সিটি জিওলজি ডিপার্টমেন্ট এ সিসমোমিটার নিয়ে কাজ করেছি, এই ভিডিওটি দেখে পুরো বিষয়টা পরিস্কার হলাম😀
🥰
আপনার বাংলায় বিজ্ঞান বোঝাবার পদ্ধতিটা আমার খুব ভালো লাগে। দারুন!
জুম্মান ভাইয়ের ব্যাখ্যাগুলো সেরাহ্!!👍👍
💌
জুম্মন ভাইয়ের জন্য ভালোবাসা রইলো।
অনেক বেশি সুন্দর, চমৎকার, ভূমিকম্প নিয়ে আরও বিস্তারিত তথ্যমূলক ভিডিও চাই, ধন্যবাদ ভাই, এগিয়ে যাও, শুভকামনা করছি
💌
অসাধারন ভিডিও।
আপনার ভিডিও এলেই মনের ভিতর একটা আনন্দ কাজ করে।
সুবহানাল্লাহ,,, এগুলো কি এমনি এমনি হয়েছে? আল্লাহু আকবার
খুবই প্রয়োজনীয় একটা ভিডিও, ধন্যবাদ ভাই ❤️
কত সুন্দর ভাবে বুঝালেন ধন্য বাদ আপনাকে
Best scientific content chennel ever
খুবি গুরুত্বপূর্ণ ছিল। ধন্যবাদ।
আপনি আমাদের অহংকার ভাই।❤❤
অনেক কিছুই নতুন করে জানতে পারলাম, ধন্যবাদ
আমার কাছ থেকে সবসময় বাংলাদেশের ১ নাম্বার ইউটিউবার 🥰🥰🥰
আপনাদের তুলনা হয় না,,, যেখানে কলেজে পড়ে কোনো ধারণা পাওয়া যায় না,, আপনার কন্টেন্ট এ অনেক ধারনা পাওয়া যায়,,,,, অন্যান্য কন্টেন বাংলা ভাষায় না তাই বুঝা যায় না,, কিন্তু আপনি বাংলা ভাষায় বলেন সব বুঝতে পারি,, ভালোবাসা ভাই 💗💓🤎
1st time High quality video dekhlam 🔥🔥🔥
দেশের বিজ্ঞান বিষয়ক আমার ভালোলাগা দুইটি চ্যানেলের একটি এটি।❤️
❤️
জুম্মান ভাই, আরো একটা সেরা ভিডিও উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।
বিজ্ঞান প্রিয় হওয়ার কারণেই হয়তো জুম্মান ভাইয়ের সেই প্রথম থেকে একটা ভিডিও মিস দেইনি। আমি অপেক্ষায় থাকি।
এত সহজ ভাবে বাংলায় বিজ্ঞান যে আমরা জানতে পারছি সেই জন্য ভাইয়াকে ধন্যবাদ❤️
❤️
হয়তো জেনেছেন(বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজে) আপনার ভিডিও থেকে ক্লাস করানো হয়, আপনার ক্লাসের জন্য যখন তাদের ডিক্লেয়ার করা হয়, অনেকেই আপনার ক্লাসের নাম দিয়েছে পাঞ্জাবি পরা ভাইয়ের এখন ক্লাস হবে ☺️🥀 তবে তারা অনেক এক্সাইটেড থাকে আপনার ক্লাস নিয়ে
মাশাআল্লাহ খুব সুন্দর ভিডিও
সহজ উপস্থাপনা ভালো লেগেছে
অামার মত science (Physics) পাগল Student এর জন্য জুম্মান দার video গুলো অনেক অজানাকে জানতে সাহায্য করে। 😊
আপনি বহুদূর এগিয়ে যান এই প্রত্যাশা করি 🥰
এখানে একটি মভির নাম বল-কেউ যদি শুনে থাকেন -প্লিজ কমেন্টে বলে যাবেন-
Apni khub valo bolechen..sob koyta kotha thik ...erom bangladeshi channel khub kom pawa jay .. Btw Love from india..
মাতৃভাষায় এত চমৎকার বিষয় জানতে পারা সত্যি অসাধারণ।
আপনার চ্যানেলে আমি নতুন
তিনটা ভিডিও দেখলাম ভালোই লাগলো
বাকি ভিডিও গুলো ধীরে ধীরে দেখবো
বিজ্ঞান ভিত্তিক আরো ভালো ভালো ভিডিও চাই যাতে নতুন জেনারেশন কুসংস্কার মুক্ত জীবন যাপন করতে পারে
শুভ কামনা রইলো আপনার জন্য
অসাধারণ বিশ্লেষণ,
শুভ কামনা রইল, এগিয়ে যান
সুন্দর আলোচনা যা জাতিকে বিজ্ঞানমনস্ক হতে সাহায্য করবে।
ভূপৃষ্ঠ থেকে যত নিচে দেওয়া যায় অভিকর্ষজ ত্বরণ ততোই কমতে থাকে। সবখানে g এর মান সমান হবে না। তাই ভূপৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত পৌঁছাতে ১৯ মিনিটেরও বেশি সময় লাগবে। হিসাবের জন্য ডিফারেন্সিয়ার ইকুয়েশন ব্যবহার করা যেতে পারে😃
ভাই আপনার সব ভিডিও দেখা হয়। এবং আমিও নরসিংদির ছেলে। প্রতিদিন আপনার স্কুলের সামনে দিয়ে যাওয়া আসার সময় আপনার কথা মনে হয় 😊
আপনার উপস্থাপনা খুব গুছানো ৷
খুবই জ্ঞান মূলক ভিডিও ❤
মিয়াঁ ভাই..
আপনি একটা Science Fiction Book লেখেন Next Generation এর জন্য❣️
কি অসাধারণ বুঝানোর দক্ষতা আপনার ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারি।
জুম্মন ভাইয়ার ভিডিও আমার অনেক ভালো লাগে
ধন্যবাদ 💌
ভাই কৃতিম ভাবে ভূমিকম্প তৈরি করা কি সম্ভব আর হলেও কি ভাবে আর এই প্রুযুক্তি কি কোন দেশের কাছে রয়েছে বা কি ভাবে এই প্রযুক্তি কাজ করে।!?এই নিয়ে একটা ভিডিও বানান।
আপনার ভিডিও গুলো দারুন হয়।
ধন্যবাদ 💛
এটা ভূয়া
ভূ অভ্যন্তরে শক্তিশালি পারমানবিক বোমা ব্লাস্ট করলে রিখটার স্কেলে ২-৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।
The core মুভি টা আমার দেখা one of the most interesting মুভিগুলার মধ্যে একটা। একটা imaginary theme কিভাবে বাস্তবের মতো করে তোলা যায় তার একটা প্রকৃষ্ট উদাহরণ 💖
আলাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ
আল্লাহ মহান
আজই আপনার ভিডিও প্রথম দেখছি,
অসাধারণ ভিডিও।
ফ্যান না হয়ে পারলাম না।
শুভকামনা রইলো ভাই ❤️🌹
❤️❤️
Mind-blowing brother, keep it up
গুরুত্বপূর্ণ এপিসোড
Vai Harp technology neia video chai.... ❤️❤️❤️
জুম্মান ভাই সব সময় আপনার নতুন ভিডিওর অপেক্ষায় থাকি 🥰
খুব সুন্দর হয় আপনার ভিডিও গুলো,,,
আমরা আরো নুতান নুতান ভিডিও চাই
Jumman vai ALLAH apnaka aro succes dik ami akjon medical student.but i want to say that your contents are really fascinating and easy to understand
সাধন সিং❤❤❤
আপনি বাংলাদেশের একটি অমূল্য সম্পদ। আপনাদের মত মানুষকে সরকারের প্রাপ্য সম্মান দেওয়া উচিত। দেশের শিক্ষাব্যবস্থায় আপনাদের মত মানুষের ভিডিও কাজে লাগানো হোক।
অসাধারণ উপস্থাপন এবং তথ্যবহুল। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।।
❤️
জ্ঞান সম্মত ভিডিও-- যাহা থেকে শিখা ও জানা যায়--✌️