@STAUNCH KAAFIR Quran a leka ache Prithibi gulakar, Kin2 tokon bigganira boltho Prithibi chepta pore gobeshona kore janlo prithibi golakar! Na jene kotha bolbenna! Kono kichu janar takle obossoi quran a paben!
আবার আল্লাহকে যে সৃষ্টি করেছেন সে তার চেয়েও কত মহান । আল্লাহ সাত আসমানের মালিক । কিন্তু আল্লাহর যিনি মালিক তিনি যে কত কোটি আসমানের মালিক, ভাবা যায় না । আর সেই মালিকের মালিক যিনি , তার আন্ডারে আছে কত কোটি আল্লাহ । এসব ভাবা যায় না ।
Nasa official channel থেকে আমি অনেক আগেই জেনেছিলাম । কিন্তু , বেশি বুঝে উঠতে পারিনি । এই প্রথম বাংলায় এতো সুন্দর ভিডিও পেলাম । অনেক সুন্দর করে উপস্থাপন করলেন যা বলতে গেলে অসাধারণ । কত সুন্দর করে বুঝালেন আমরা মানুষ কতোই না নগণ্য । Love you my brother.
আল্লাহু আকবার,আল্লাহু আকবার, আল্লাহতালার সৃষ্টি জগৎ যে কত বিস্তৃত তা আমাদের ধারণার বাহিরে, আমরা সেই মহান সত্তার এবাদত করি। যিনি এই তার সৃষ্টি জগৎর মধ্যে আমাদেরকে মুমিন হওয়ার সৌভাগ্য দিয়েছেন। আমরা কতোই না ক্ষুদ্র সৃষ্টি।
@@salim-hm6xp ۣالَّذِیۡ خَلَقَ السَّمٰوٰتِ وَ الۡاَرۡضَ وَ مَا بَیۡنَہُمَا فِیۡ سِتَّۃِ اَیَّامٍ ثُمَّ اسۡتَوٰی عَلَی الۡعَرۡشِ ۚۛ اَلرَّحۡمٰنُ فَسۡـَٔلۡ بِہٖ خَبِیۡرًا ﴿۵۹﴾ আল্লাযী খালাকাছছামা-ওয়া-তি ওয়ালা আরদা ওয়ামা-বাইনাহুমা-ফী ছিত্তাতি আইয়া-মিন ছু ম্মাছতাওয়া-‘আলাল ‘আরশি আররাহমা-নূফাছআল বিহী খাবীরা- তিনি আকাশমন্ডলী, পৃথিবী এবং ওগুলির মধ্যবর্তী সমস্ত কিছু ছয় দিনে সৃষ্টি করেন; অতঃপর তিনি আরশে সমাসীন হন; তিনিই রাহমান। তাঁর সম্বন্ধে যে অবগত আছে তাকে জিজ্ঞেস করে দেখ। Who created the heavens and the earth and all that is between them in six Days. Then He Istawa (rose over) the Throne (in a manner that suits His Majesty). The Most Beneficent (Allah)! Ask Him (O Prophet Muhammad SAW), (concerning His Qualities, His rising over His Throne, His creations, etc.), as He is Al-Khabir (The All-Knower of everything i.e. Allah).
আজকে প্রথম সৌরজগত সম্পর্কে একটু বিস্তারিত জানলাম.....আসলেই সৃষ্টির খুব সামান্যই আমরা জানতে পেরেছি.... আর যিনি সৃষ্টি করেছেন তিনি কত মহান তা আমাদের কল্পনার ও বাইরে....আল্লাহু আকবার
আল্লাহ্ পাক বলেন "তোমরা মানুষকে সৃষ্টি করা কঠিন নাকি সাত আসমান? তাকিয়ে দেখ কোথাও কি কোন অসংগতি দেখতে পারছো ? আবার দেখ বার বার দেখ তোমার দৃষ্টি ক্লান্ত হয়ে ফিরে আসবে"। " সুবহানআল্লাহ" 🌌🌠
ভাই আমি মনে করি ইউটিউব এর মধ্যে এটা হচ্ছে সবচেয়ে সেরা চ্যানেল।আপনার ভিডিও গুলো অসাধারণ। আপনার ভিডিওএর অপেক্ষায় থাকি।আপনাকে ধন্যবাদ এত কষ্ট করে ভিডিও গুলো তৈরি করা জন্য।
আল্লাহু আকবার এই ধরনের ভিডিও দেখলে শুধু মুখ থেকে আল্লাহু আকবার ই বের হয়। এত বড় সৃষ্টিজগৎ একা একা কিভাবে তৈরি হয় আমার বুঝে আসেনা 😐😐😐 সবচেয়ে মজা লাগলো ব্ল্যাকহোল চোখে দেখা যায় না কিন্তু আছে আমরা বিশ্বাস করি কিন্তু আল্লাহকে চোখে দেখা যায় না কিন্তু আল্লাহ যে ১জন আছেন এটা বিশ্বাস করে না। আমার কাছে দুনিয়ার সব থেকে বড় বোকা মনে হয় নাস্তিকদের 😥😥😥 আমার কমেন্ট আপনার ভালো না লাগতেই পারে (কিন্তু বাজে রিপ্লে করে নিজের ছোটলোকের পরিচয় দিবেন না) Btw ভাই এই পর্যন্ত দেখা বেস্ট ভিডিও ছিল এটা ❤❤❤
নাস্তিক আস্তিক কোনো বিষয় নয় । সত্য বলতে গেলে ভাই, নাস্তিকরাই তো এতো সব আবিষ্কার করছেন । বাকিরা তো কেবল কোরআন তেলাওয়াত আর ওয়াজ করে তাদের দায়িত্ব শেষ করে । সাত আসমানের উপরেও যে এমন কোটি কোটি সাত আসমান আছে সেটা কি বিশ্বাস করেন ? কোনো লোক যদি বলে--- কেবল সাত নয়, আরও আছে, আরও আছে, তাকেই তো নাস্তিক বলে গালি দিয়ে থাকেন ।
@@telawat9613 আল কুরআন ছাড়া কোনো বিজ্ঞান এসব আবিষ্কার করতে পারবে না সেটা আপনিও ভালো করে জানেন আপনার বিজ্ঞান যেটা এখন আবিষ্কার করতেছে আর সেটার সম্পর্কে 15বছর আগে কুরআনে বলা হইছে এখন সময় নাস্তিকতা বাদ দিয়ে সত্যর পথে আসুন🥰
আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর,,, আল্লাহ তা'য়ালার সৃষ্টির কি বিশাল সমাহার, আমাদের ধারণাতিত বস্তু আল্লাহ তায়ালা সৃষ্টি করেছেন, এই ভিডিওটা দেখে আমাদের রব আল্লাহর প্রতি আরো বেশি এই বিশ্বাস জন্মেছে যে আল্লাহু আকবর আল্লাহ সবচেয়ে বড়। লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
এসব কিচ্ছু র স্রস্টা একমাত্র আল্লাই ভাল জানেন...💖💙💜 মানুষ শুধু অনুমান করে মাত্র...! The Secret of Universe is beyond of human's Knowledge... & logic... 🌌
গ্যালাক্সি সম্পর্কে কোরআনে: বর্ণিত হয়েছে, পবিত্র সেই মহান সত্তা, যিনি মহাকাশে অসংখ্য গ্যালাক্সি স্থাপন করেছেন যাতে সূর্য ও আলোকোজ্জ্বল চন্দ্রও স্থাপন করেছি। (সুরা : ফুরকান, আয়াত : ৬১) বিগব্যাঙ্গ তত্ত্ব: স্টিফেন হকিং যে তত্ত্ব আমাদের সেদিন দিল , সেটা কোরআন ১৪০০ বছর আগেই আছে : পবিত্র কোরআনে এ প্রসঙ্গে ইরশাদ হয়েছে, ‘ভূপৃষ্ঠ নির্মাণের কাজ সমাধার পর তিনি আকাশ নির্মাণের দিকে মনোনিবেশ করলেন আর তখন তা ছিল ধোঁয়াশাঘেরা।’ (সুরা : ফুসিসলাত, আয়াত : ১১) ২০১৯ সালের এপ্রিল মাসের আগে যার অস্তিত্ব কাল্পনিক ছিলো , সেটা কোরআন এ ১৪০০ বছর আগেই উল্লেখ আছে: ব্ল্যাকহোল আমি শপথ করছি নক্ষত্র সমূহের পতিত হবার স্থানের। (সূরা ওয়াক্বিয়া , আয়াত: ৭৫) আর ও মহাকাশ সম্পর্কে অনেক আয়াত আছে যেগুলোর অস্তিত্ব কিছু দিন আগেই প্রকাশে এসেছে । আল্লাহু আকবার, তিনিই আমাদের কে বুদ্ধি দান করেছেন।
আল্লাহু আকবার! হে আমার প্রতিপালক! আপনার বরত্ব আমি এই নাধান এই অতি ক্ষুদ্র একটা জিহ্বা দিয়ে কেমনে প্রকাশ করবো গো! মাবুদ! 😥 কিয়ামত পর্যন্ত যদি সিজদাহ্ করে পরে থেকে ও যদি দুইটা চোখের শুকরিয়া ও আদায় না হয়! মানুষের কল্পনার পরে ও তুৃমি এতটা মহান এতটা বড় এতটা পবিত্র যা তুমি ছাড়া আমরা প্রকাশ করতে অক্ষম! আল্লাহ মাফ করে দিয়েন কনো একটা ছায়াপথের, কোনো একটা সৌর জগৎ এর, কনো একটা গ্রহের, কনো একটা মহা দেশের, কোনো একটা দেশের, কোনো একটা অঞ্চলের, কোনো একটা গ্রামের ক্ষুদ্র নাদান গুনাহগারকে! 😫 😫😫😫😫
আমি যখন স্কুলে পড়তাম তখন আমার বিজ্ঞান বইটিতে এই ছায়া পথ সম্পর্কে বিস্তারিত লিখা ছিলো কিন্তু মানুষ যতটা না কোনো জিনিস দেখে শুনে বুঝতে পারে ততটা পড়ার মাধ্যমে আমার মতো দূর্বলরা আন্দাজ আনুমান অথবা কল্পনা করতে পারে না এসব বিষয় নিয়ে। এই ভিডিওটি আমি এজন্যই দেখেছি আবার এই বিষয়টি বুঝার জন্য এবং আপনার অসাধারণ উপস্থাপনা কারণে খুবই সহজে বুঝতে পারলাম। আমাদের দেশে পড়া লেখায় মানুষ পিছিয়ে থাকার কারণ এধরনের মাল্টিমিডিয়া ভিত্তিক লেখাপড়া সুযোগ না থাকা কারণ শুধু পরে এত জটিল বিষয়গুলোকে সহজে অনুমান কল্পনা করা যায় না যদি আমাদের দেশে এমনভাবে মাল্টিমিডিয়া ভিত্তিক পড়া লেখা চালু হয় তাহলে অবশ্যই আমাদের দেশও অন্যান্য দেশ থেকে পড়ালেখায় পিছিয়ে থাকবে না। ধন্যবাদ ভাই আপনাকে।❤
আপনাদের ভিডিও অনেক সুন্দর হয়েছে, আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা আইসল্যান্ডের প্রকৃতির উপর ভিত্তি করে একটি ভিডিও তৈরি করবেন, এটি আপনাদের কাছে একটি অনুরোধ। যারা যারা আমার সাথে একমত তারা একটি লাইক দিবেন
আমি মানবিক বিভাগের শিক্ষার্থী। আমি গ্যালাক্সি সম্পর্কে পাঠ্যবই এর ধারনাটি এখনও পুরোপুরি বুঝে উঠতে পারিনি। কিন্তু আপনার বিবরণ আমাকে মুগ্ধ করে। ধন্যবাদ ভাইয়া আপনাকে😍
মহাবিশ্বের বিশালতায় বিচারের মাঠ তো কেবল এই ক্ষুদ্র বালিকণার চেয়েও ক্ষুদ্র পৃথিবীকে নিয়ে বলা হয়েছে । ভালো-মন্দ, পাপ-পুন্য তো কেবল আমরা এই পৃথিবীকে দিয়েই বিচার করি । এর বাইরে আমরা ভাবতে পারি না । আরও যে কোটি কোটি সূর্য, কোটি কোটি পৃথিবী, সেগুলির কি হবে ? আসল কথা হচ্ছে, এক পৃথিবী ধ্বংস হবে তো আরও লক্ষ কোটি পৃথিবী সৃষ্টি হবে । হতেই থাকবে । মানে সৃষ্টিরও শেষ নেই, ধ্বংসেরও শেষ নেই ।
এতো সুন্দর বিশ্ব জগৎ যিনি সৃষ্টি করেছেন, তিনি না জানি কত সুন্দর ।
আলহামদুলিল্লাহ্ ❤️
এত এত সৃষ্টি তাও সব কিছু প্রথম আসমানের ভিতর..
হাই আল্লাহ তুমি সত্যি মহান....
এই যে আবার আল্লাকে নিয়ে এসছে। সব জায়গায় আল্লাকে নিয়ে আইসেন না তো। নাহলে আপনাদের আল্লাহকে জনসম্মুখে চুদে দিতে দ্বিধাবোধ করবো না!
subahanallah
যেই আল্লাহ্ এইসব সৃষ্টি করেছেন না জানি তিনি কত বড় মহান😲
আল্লাহু আকবার❤
@STAUNCH KAAFIR ভালো ভাবে আগে কোরআন পড়েন তার পরে বলেন।
@STAUNCH KAAFIR
Quran a leka ache Prithibi gulakar,
Kin2 tokon bigganira boltho Prithibi chepta pore gobeshona kore janlo prithibi golakar!
Na jene kotha bolbenna!
Kono kichu janar takle obossoi quran a paben!
Quran says sun goes to a stopping point and sets in a mud spring. So much science in Quran. Haha.
@Muslim Network carton
আবার আল্লাহকে যে সৃষ্টি করেছেন সে তার চেয়েও কত মহান । আল্লাহ সাত আসমানের মালিক । কিন্তু আল্লাহর যিনি মালিক তিনি যে কত কোটি আসমানের মালিক, ভাবা যায় না । আর সেই মালিকের মালিক যিনি , তার আন্ডারে আছে কত কোটি আল্লাহ । এসব ভাবা যায় না ।
Nasa official channel থেকে আমি অনেক আগেই জেনেছিলাম । কিন্তু , বেশি বুঝে উঠতে পারিনি । এই প্রথম বাংলায় এতো সুন্দর ভিডিও পেলাম । অনেক সুন্দর করে উপস্থাপন করলেন যা বলতে গেলে অসাধারণ । কত সুন্দর করে বুঝালেন আমরা মানুষ কতোই না নগণ্য । Love you my brother.
আল্লাহু আকবার,আল্লাহু আকবার, আল্লাহতালার সৃষ্টি জগৎ যে কত বিস্তৃত তা আমাদের ধারণার বাহিরে, আমরা সেই মহান সত্তার এবাদত করি। যিনি এই তার সৃষ্টি জগৎর মধ্যে আমাদেরকে মুমিন হওয়ার সৌভাগ্য দিয়েছেন। আমরা কতোই না ক্ষুদ্র সৃষ্টি।
এই যে আবার আল্লাকে নিয়ে এসছে। সব জায়গায় আল্লাকে নিয়ে আইসেন না তো। নাহলে আপনাদের আল্লাহকে জনসম্মুখে চুদে দিতে দ্বিধাবোধ করবো না!
allahu akbar
সৌরজগৎ নিয়ে কিছু শুনলে গা শিউরে উঠে আল্লাহ কত মহান
@মুক্তির পথে সত্যের সাথে apni ki nastik naki?
@@salim-hm6xp ۣالَّذِیۡ خَلَقَ السَّمٰوٰتِ وَ الۡاَرۡضَ وَ مَا بَیۡنَہُمَا فِیۡ سِتَّۃِ اَیَّامٍ ثُمَّ اسۡتَوٰی عَلَی الۡعَرۡشِ ۚۛ اَلرَّحۡمٰنُ فَسۡـَٔلۡ بِہٖ خَبِیۡرًا ﴿۵۹﴾
আল্লাযী খালাকাছছামা-ওয়া-তি ওয়ালা আরদা ওয়ামা-বাইনাহুমা-ফী ছিত্তাতি আইয়া-মিন ছু ম্মাছতাওয়া-‘আলাল ‘আরশি আররাহমা-নূফাছআল বিহী খাবীরা-
তিনি আকাশমন্ডলী, পৃথিবী এবং ওগুলির মধ্যবর্তী সমস্ত কিছু ছয় দিনে সৃষ্টি করেন; অতঃপর তিনি আরশে সমাসীন হন; তিনিই রাহমান। তাঁর সম্বন্ধে যে অবগত আছে তাকে জিজ্ঞেস করে দেখ।
Who created the heavens and the earth and all that is between them in six Days. Then He Istawa (rose over) the Throne (in a manner that suits His Majesty). The Most Beneficent (Allah)! Ask Him (O Prophet Muhammad SAW), (concerning His Qualities, His rising over His Throne, His creations, etc.), as He is Al-Khabir (The All-Knower of everything i.e. Allah).
👍
Amaro
@মুক্তির পথে সত্যের সাথে দোয়া করি সুস্থ্য হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসুন, আপনি ভয়ঙ্কর রকম ভাবে অসুস্থ্য হয়ে আছেন।
আজকে প্রথম সৌরজগত সম্পর্কে একটু বিস্তারিত জানলাম.....আসলেই সৃষ্টির খুব সামান্যই আমরা জানতে পেরেছি.... আর যিনি সৃষ্টি করেছেন তিনি কত মহান তা আমাদের কল্পনার ও বাইরে....আল্লাহু আকবার
আল্লাহ্ পাক বলেন "তোমরা মানুষকে সৃষ্টি করা কঠিন নাকি সাত আসমান? তাকিয়ে দেখ কোথাও কি কোন অসংগতি দেখতে পারছো ? আবার দেখ বার বার দেখ তোমার দৃষ্টি ক্লান্ত হয়ে ফিরে আসবে"। " সুবহানআল্লাহ" 🌌🌠
Sura ar roham
Sura mulk
@@shakilsorkar3978 সুরা মূলক
@@asadulislam-vg9ev সুরা মূলক
Right
সেরা একটা এপিসোড, আমি ভাবছিলাম কি ক্ষুদ্র আমরা!! ধন্যবাদ কি কেন কিভাবে টিমকে।
ALLAHU AKBAR..
আমরা কত ক্ষুদ্র..আর এই এতটুকু একটা পৃথিবীতে মানুষের কত বাহাদুরি।
এরকম আরো বিভিন্ন গ্লাক্সি সম্পর্কে ভিডিও তৈরি করুন ধন্যবাদ কি কেন কিভাবে ♥️🧡❤️
Ha
অবাক হয়ে শুধু শুনলাম আর বিস্ময় নিয়ে তাকিয়ে রইলাম। মহাকাশ নিয়ে আমার প্রচুর আগ্রহ। আরো এমন ভিডিওর অপেক্ষায় 😊😊
😍😍
আমার ও অনেক আগ্রহ
নিশ্চই এসব সৃষ্টি করার পেছনে কারো না কারো হাত রয়েছে আর তিনি হলেন মহান আল্লাহ তায়ালা। এ সব কিছুই একমাত্র তিনিই নিয়ন্ত্রণ করেন।
এই যে আবার আল্লাকে নিয়ে এসছে। সব জায়গায় আল্লাকে নিয়ে আইসেন না তো। নাহলে আপনাদের আল্লাহকে জনসম্মুখে চুদে দিতে দ্বিধাবোধ করবো না!
ভাই ইসলাম ধর্ম এর বয়স মাত্র 3 দিন ।তাই জা বলবেন ভেবে বলবেন ।
Lord Vishnu
ইসলাম ধর্মের বয়স ৫০০০০০০০০০@@sujanmondal6215
কেন রে তোদের আল্লা রাজমিস্ত্রি ছিল নাকি? যে এই সব সৃষ্টি করেছে 😂
আপনার সুস্পষ্টভাবে বুঝানোর স্টাইল টা দারুন লাগে😋
Right
H
Right
@@nurjahanbegum8727right
একদম ঠিক বলেছেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে তো সুন্দর একটা ভিডিও তুলে ধরার জন্য
সূবহানআল্লাহ _আল্লাহ মহা পবিত্র
আল্লাহু আকবর _ আল্লাহ সবচেয়ে বড়
এই যে আবার আল্লাকে নিয়ে এসছে। সব জায়গায় আল্লাকে নিয়ে আইসেন না তো। নাহলে আপনাদের আল্লাহকে জনসম্মুখে চুদে দিতে দ্বিধাবোধ করবো না!
অসুস্থতা নিয়ে ভিডিও উপহার দেওয়ার জন্য ধন্যবাদ
ভিডিওটি খুব ভালো লাগলো 👍👌👍👌👍👌
আহ । মনটাই ভরে গেল। এত বড় মহাবিশ্ব😳। না জানি আরো কত কিছু ভবিষ্যতে আবিষ্কার হয়
ভালো লাগলো ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য ধন্যবাদ আপনাকে।
সুন্দর হইছে আপনার ভিডিও
ধন্যবাদ ভাইয়া। এগুলো থেকে আনেক কিছু শিখতে পারি
অসাধারণ ভিডিও।
Love from Kolkata 🇮🇳
ইংরেজি ক্যালেন্ডার কীভাবে আসলো, এই নিয়ে ভিডিও করেন ভাইয়া।
ঈসা আলাইহিস সালামের জন্মের দিন থেকে
যীশু ক্রিষ্ঠর জন্মের পরেই ইংরেজি ক্যালেন্ডার আসলো ।
কি লাভ ? সকলে বুঝতে পারবে না
আজকের ভিডিও ছিলো খুব গুরুত্বপূর্ণ
আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর সৃষ্টি কত বৈচিত্তময়!! এইগুলো খুব জানতে ইচ্ছা করে!! ধন্যবাদ, আপনাকে এত সুন্দর একটা ভিডিও উপহার দেওয়ার জন্য!!!
ভাই আমি মনে করি ইউটিউব এর মধ্যে এটা হচ্ছে সবচেয়ে সেরা চ্যানেল।আপনার ভিডিও গুলো অসাধারণ। আপনার ভিডিওএর অপেক্ষায় থাকি।আপনাকে ধন্যবাদ এত কষ্ট করে ভিডিও গুলো তৈরি করা জন্য।
ভাই, আপনার কথা গুলো অনেক ভালো লাগে এবং background music ও অনেক ভালো লাগে। এবং অনেক ভালো ভাবে বুঝান আপনি।
আল্লাহ কত কিছু ই না তৈরি করে রেখেছেন যা আল্লাহ ছাড়া আমরা কেউ জানি না, খুব সুন্দর তথ্য ভিত্তিক ভিডিও, ধন্যবাদ আপনাকে
Hehehe 😅
দারুন হয়েছে video taa 💕💕💕💕
আল্লাহু আকবার
এই ধরনের ভিডিও দেখলে শুধু মুখ থেকে আল্লাহু আকবার ই বের হয়।
এত বড় সৃষ্টিজগৎ একা একা কিভাবে তৈরি হয় আমার বুঝে আসেনা 😐😐😐
সবচেয়ে মজা লাগলো ব্ল্যাকহোল চোখে দেখা যায় না কিন্তু আছে আমরা বিশ্বাস করি কিন্তু আল্লাহকে চোখে দেখা যায় না কিন্তু আল্লাহ যে ১জন আছেন এটা বিশ্বাস করে না।
আমার কাছে দুনিয়ার সব থেকে বড় বোকা মনে হয় নাস্তিকদের 😥😥😥
আমার কমেন্ট আপনার ভালো না লাগতেই পারে (কিন্তু বাজে রিপ্লে করে নিজের ছোটলোকের পরিচয় দিবেন না)
Btw ভাই এই পর্যন্ত দেখা বেস্ট ভিডিও ছিল এটা ❤❤❤
@@জীবনেরগতি সুরা ইখলাস পরুন উওর পেয়ে যাবেন।।
না বুঝতে পারলে সুরা ইখলাসের ব্যাখ্যা নেট দুনিয়ায় ছড়িয়ে আছে, একটু খুজুন সব পরিষ্কার হবে
Why bring religion in everything?
নাস্তিক আস্তিক কোনো বিষয় নয় । সত্য বলতে গেলে ভাই, নাস্তিকরাই তো এতো সব আবিষ্কার করছেন । বাকিরা তো কেবল কোরআন তেলাওয়াত আর ওয়াজ করে তাদের দায়িত্ব শেষ করে ।
সাত আসমানের উপরেও যে এমন কোটি কোটি সাত আসমান আছে সেটা কি বিশ্বাস করেন ? কোনো লোক যদি বলে--- কেবল সাত নয়, আরও আছে, আরও আছে, তাকেই তো নাস্তিক বলে গালি দিয়ে থাকেন ।
ব্ল্যাকহোল সম্পর্কে আল কুরআনে বলা হয়েছে।এবং এরকম আরো সকল বৈজ্ঞানিক বিষয়ে কুরআনে রয়েছে।শুধু আমাদের মুসলমানদের অবহেলার কারনে তারা এগুলা জানে না।
@@telawat9613 আল কুরআন ছাড়া কোনো বিজ্ঞান এসব আবিষ্কার করতে পারবে না
সেটা আপনিও ভালো করে জানেন
আপনার বিজ্ঞান যেটা এখন আবিষ্কার করতেছে আর সেটার সম্পর্কে 15বছর আগে কুরআনে বলা হইছে এখন সময় নাস্তিকতা বাদ দিয়ে সত্যর পথে আসুন🥰
অনেক ধন্যবাদ নতুন ভিডিও আপলোড দেওয়ার জন্য, কারণ অনেক কিছু জানতে পারলাম
ভালোবাসি কি কেন কিভাবে।
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Nice. Onek kiso janlam 🖤
hmm
আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর,,, আল্লাহ তা'য়ালার সৃষ্টির কি বিশাল সমাহার, আমাদের ধারণাতিত বস্তু আল্লাহ তায়ালা সৃষ্টি করেছেন, এই ভিডিওটা দেখে আমাদের রব আল্লাহর প্রতি আরো বেশি এই বিশ্বাস জন্মেছে যে আল্লাহু আকবর আল্লাহ সবচেয়ে বড়। লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
মাশাল্লাহ
Bokasoda😂😂
আপনার দেওয়া ভিডিও দেখা শুরু করলে লাইক না দিয়ে থাকতে পারিনা, I'm proud of you
চমৎকার লেগেছে কয়েটি তথ্য আমার অজানা বলে।
আল্লাহর সৃষ্টি অপূর্ব♥♥
Vaia insallah smne airokom great great video pabo
ভাইয়া আমার মথে এটা আপনাদের চ্যানেলের সবছে ভাল ভিডিও।।।😀😁😍😚😷
হরে কৃষ্ণ 🙏🙏
সত্যি ইশ্বর এর সৃষ্টি কল্পনার বাহিরে।
তুমি কৃপা কর প্রভু🙏🙏
আপ্নার ভিডিওগুলো দেখলে সর্বদাই মনে হয়...
কি দেখলাম?
কেনো দেখলাম?
কিভাবে দেখলাম?.....
অসাধারণ কাজ....
খুবই সুন্দর ভিডিও
নিশ্চই আল্লাহ কোন কিছু অনর্থক সৃষ্টি করেন নি। যখন আমরা জান্নাতে যাব তখন সকল বিষয়ে জানতে পারব ইনশাআল্লাহ্।
Morar por kichu nai
অনেক কিছু জানলাম এইদরনের ভিডিও খুবই ভালো লাগে
😍 ভিডিও গুলো অনেক ভালো লাগে, শিক্ষনীয় হয়,ধন্যবাদ এমন তথ্য দেয়ার জন্য।
Khb sundor.. onkki6u jante parlam..
Shobai boli SUBAHANALLAH
SUBHAN ALLAH
250তম লাইকার👍😊
আল্লাহু আকবার ♥।
You are my favourite teacher sir
Yes
অসাধারণ ভিডিও, অনেক তথ্য বহুল ছিলো।
Onk valo laglo vaiya vdo ta😍😍
এসব কিচ্ছু র স্রস্টা একমাত্র আল্লাই ভাল জানেন...💖💙💜
মানুষ শুধু অনুমান করে মাত্র...!
The Secret of Universe is beyond of human's Knowledge... & logic... 🌌
দারুন ভিডিও
ধন্যবাদ। তুতান খামেন কে একটি ভিডিও তৈরি করুন। অনুরোধ রইল। 🙏🙏🙏🙏🙏
Osadharon
Video Request:
Radiation/বিকিরণ "কি"?
মানব দেহের জন্য ক্ষতিকারক "কেন"?
বাঁচার উপায় ও ১ম আবিষ্কার হয় "কিভাবে"?
ভালো লাকছে দেখে বিডিও টা ভাইয়া
outstanding presentation
এতো সুন্দর বিশ্ব জগৎ তিনি সৃষ্টি করেছে তিনি না জানি কত সুন্দর ❤
গ্যালাক্সি সম্পর্কে কোরআনে:
বর্ণিত হয়েছে, পবিত্র সেই মহান সত্তা, যিনি মহাকাশে অসংখ্য গ্যালাক্সি স্থাপন করেছেন যাতে সূর্য ও আলোকোজ্জ্বল চন্দ্রও স্থাপন করেছি। (সুরা : ফুরকান, আয়াত : ৬১)
বিগব্যাঙ্গ তত্ত্ব:
স্টিফেন হকিং যে তত্ত্ব আমাদের সেদিন দিল , সেটা কোরআন ১৪০০ বছর আগেই আছে :
পবিত্র কোরআনে এ প্রসঙ্গে ইরশাদ হয়েছে, ‘ভূপৃষ্ঠ নির্মাণের কাজ সমাধার পর তিনি আকাশ নির্মাণের দিকে মনোনিবেশ করলেন আর তখন তা ছিল ধোঁয়াশাঘেরা।’ (সুরা : ফুসিসলাত, আয়াত : ১১)
২০১৯ সালের এপ্রিল মাসের আগে যার অস্তিত্ব কাল্পনিক ছিলো , সেটা কোরআন এ ১৪০০ বছর আগেই উল্লেখ আছে:
ব্ল্যাকহোল
আমি শপথ করছি নক্ষত্র সমূহের পতিত হবার স্থানের। (সূরা ওয়াক্বিয়া , আয়াত: ৭৫)
আর ও মহাকাশ সম্পর্কে অনেক আয়াত আছে যেগুলোর অস্তিত্ব কিছু দিন আগেই প্রকাশে এসেছে । আল্লাহু আকবার, তিনিই আমাদের কে বুদ্ধি দান করেছেন।
♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
👍
❤
👍
Amin
ধন্যবাদ, ভিডিওটা তৈরি করার জন্য।
Alhamdulillah. Allha apni mohan😍
Carry on bro. Good quality of video. I want more videos🤗🤗
আল্লাহু আকবার! হে আমার প্রতিপালক! আপনার বরত্ব আমি এই নাধান এই অতি ক্ষুদ্র একটা জিহ্বা দিয়ে কেমনে প্রকাশ করবো গো! মাবুদ! 😥 কিয়ামত পর্যন্ত যদি সিজদাহ্ করে পরে থেকে ও যদি দুইটা চোখের শুকরিয়া ও আদায় না হয়! মানুষের কল্পনার পরে ও তুৃমি এতটা মহান এতটা বড় এতটা পবিত্র যা তুমি ছাড়া আমরা প্রকাশ করতে অক্ষম! আল্লাহ মাফ করে দিয়েন কনো একটা ছায়াপথের, কোনো একটা সৌর জগৎ এর, কনো একটা গ্রহের, কনো একটা মহা দেশের, কোনো একটা দেশের, কোনো একটা অঞ্চলের, কোনো একটা গ্রামের ক্ষুদ্র নাদান গুনাহগারকে! 😫 😫😫😫😫
কিয়ামত কোনোদিন আসবে না । তার আগে তোদের নরকে জায়গা হবে ।
😂😂😂😂 pagol hiye gese. Osikkhito
আমি যখন স্কুলে পড়তাম তখন আমার বিজ্ঞান বইটিতে এই ছায়া পথ সম্পর্কে বিস্তারিত লিখা ছিলো কিন্তু মানুষ যতটা না কোনো জিনিস দেখে শুনে বুঝতে পারে ততটা পড়ার মাধ্যমে আমার মতো দূর্বলরা আন্দাজ আনুমান অথবা কল্পনা করতে পারে না এসব বিষয় নিয়ে। এই ভিডিওটি আমি এজন্যই দেখেছি আবার এই বিষয়টি বুঝার জন্য এবং আপনার অসাধারণ উপস্থাপনা কারণে খুবই সহজে বুঝতে পারলাম। আমাদের দেশে পড়া লেখায় মানুষ পিছিয়ে থাকার কারণ এধরনের মাল্টিমিডিয়া ভিত্তিক লেখাপড়া সুযোগ না থাকা কারণ শুধু পরে এত জটিল বিষয়গুলোকে সহজে অনুমান কল্পনা করা যায় না যদি আমাদের দেশে এমনভাবে মাল্টিমিডিয়া ভিত্তিক পড়া লেখা চালু হয় তাহলে অবশ্যই আমাদের দেশও অন্যান্য দেশ থেকে পড়ালেখায় পিছিয়ে থাকবে না।
ধন্যবাদ ভাই আপনাকে।❤
Allhahuakber
around 200 million galaxy in our universe😯
এতকিছু দেখার পরও যারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করেনা তাদের ধ্বংস হওয়াটাই শ্রেয়। আল্লাহ সর্বশক্তিমান। সবাইকে মহান আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমিন।
আল্লাহু আকবার আল্লাহু আকবর
আল্লাহর কি অপরূপ সৃষ্টি।
সত্যিই বোধশক্তির বাইরের ব্যাপার,তবুও অত্যন্ত প্রান্জল ভাষায় ব্যাখ্যা করেছেন।আপনাদের চ্যানেল থেকে অনেককিছু জানতে পারি। ধন্যবাদ।
আপনাদের ভিডিও অনেক সুন্দর হয়েছে, আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা আইসল্যান্ডের প্রকৃতির উপর ভিত্তি করে একটি ভিডিও তৈরি করবেন, এটি আপনাদের কাছে একটি অনুরোধ। যারা যারা আমার সাথে একমত তারা একটি লাইক দিবেন
তোমাকে ধন্যবাদ ভাই। আমিও আইসল্যান্ড নিয়ে বিডিও দেওয়ার জন্য কি কেন কিভাবের কাছে একটা কমেন্ট করেছি।আবারো ধন্যবাদ।
Very knowledgeable vedio
মহাবিশ্বের রহস্য খুব ভাল লাগে, আল্লাহ কত কিছু ই না তৈরি করে রেখেছেন যা আল্লাহ ছাড়া কেউ জানে না, ধন্যবাদ আপনাকে
অসাধারণ ! - প্রিন্স
এরকম আরও ভিডিও চাই।💓
সুন্দর মানুষ খুঁজতে গিয়ে তুমি তোমার সুন্দর জীবনকে নষ্ট করো না!!
কারণ পৃথিবীতে সুন্দর মানুষের অভাব নেই,,,,
কিন্তু সুন্দর মন-মানসিকতার মানুষের বড়ই অভাব।
পৃথিবী থেকে আকাশে তারা,গ্রহ, নক্ষত্র দেখা যায় সেটাই milky way Galaxy.
তারমানে আমরা milky way Galaxy তে বাস করি।
Thank you vaia galaxy niye video korar jnno er age request kore silam sheta rekhesen tar jonno thank you 💝
আল্লাহ্ আকবর, মহান আল্লাহ্ কি ভাবে সৃষটি করেছেন।
এই রকম আরো ভিডিও চাই 💗
অতএব, সমস্ত প্রশংসা মহান আল্লাহর, যিনি আসমান,যমিন এবং এগুলোর ভিতর যা কিছু আছে সবকিছু সৃষ্টি করেছেন। এবং সকল অহংকার তারই।
আল্লাহ সর্বশক্তিমান।
ভাই আপনার সব ভিডিও তথ্যবহুল।
ভিডিওটি খুব ভালো লাগলো। মহান আল্লাহর সৃষ্টি কত বৈচিত্র্যময়। 👍
ধন্যবাদ কি কেন কিভাবে
Apurbo...asonkhyo dhonnyobaad emon sundor tothhyobohul ekti video tule dhorar jonnyo💐
আইসল্যান্ড নিয়ে একটি ভিডিও দেন।
Apnake thanks
@@kazimuhammad3117 me to
ধন্যবাদ। অনেক কিছু জানলাম
ভাই বাংলাদেশের কক্সবাজার সমুদ্র সৈকত নিয়ে একটা ভিডিও বানান
Dhonnobad ato sundor vdo bananor jnno
Ageo dekhechi eirkm video, kintu joto bar dekhi asb..aro dekhte iccha kore
অসাধারণ উপস্থাপন
ভালো লাগলো আপনার ভিডিও টি দেখে।
plz make a video on parallel universe
খুবই তথ্যবহুল ভিডিও খুবই তথ্যবহুল ভিডিও এরকম আরো ভিডিওর জন্য আমি অপেক্ষায় রইলাম ❤️ from kolkata 🇮🇳❤️🇧🇩
SUPER VIDEO💙. THIS VIDEO IS SO INFORMATIVE. MAKE VIDEO ABOUT ANIMATTER. LOVE KI KENO KIVABE🤗👍❤
ব্লাকহৌলের কথা পবিত্র কুরআন মাজিদে মহান আল্লাহ তাআলা ১৪০০ বছর বলে দিয়েছেন। আল্লাহু আকবার।
Love you
Ki keno kivabe 👍🌹
ধন্যবাদ। এমন ভিডিও আরো চাই। জ্ঞান এর কোন সীমা নেই। যত জ্ঞান আহরন হবে ততই মানুষ বেশি ভাববে। যত ভাববে ততই তার আশেপাশের সব কিছু ছোট মনে হবে।
👌👌👌👌👌
আমি মানবিক বিভাগের শিক্ষার্থী। আমি গ্যালাক্সি সম্পর্কে পাঠ্যবই এর ধারনাটি এখনও পুরোপুরি বুঝে উঠতে পারিনি। কিন্তু আপনার বিবরণ আমাকে মুগ্ধ করে। ধন্যবাদ ভাইয়া আপনাকে😍
বিচারের মাঠে এই সমস্ত কিছু আল্লাহর মুশঠির মধ্যে থাকবে। আল্লাহু আকবার...
মহাবিশ্বের বিশালতায় বিচারের মাঠ তো কেবল এই ক্ষুদ্র বালিকণার চেয়েও ক্ষুদ্র পৃথিবীকে নিয়ে বলা হয়েছে । ভালো-মন্দ, পাপ-পুন্য তো কেবল আমরা এই পৃথিবীকে দিয়েই বিচার করি । এর বাইরে আমরা ভাবতে পারি না । আরও যে কোটি কোটি সূর্য, কোটি কোটি পৃথিবী, সেগুলির কি হবে ? আসল কথা হচ্ছে, এক পৃথিবী ধ্বংস হবে তো আরও লক্ষ কোটি পৃথিবী সৃষ্টি হবে । হতেই থাকবে । মানে সৃষ্টিরও শেষ নেই, ধ্বংসেরও শেষ নেই ।
আল্লাহ তায়ালা কত মহান তা কেউ জানে না।
এই যে আবার আল্লাকে নিয়ে এসছে। সব জায়গায় আল্লাকে নিয়ে আইসেন না তো। নাহলে আপনাদের আল্লাহকে জনসম্মুখে চুদে দিতে দ্বিধাবোধ করবো না!