Ekbar Birajo Go Maa || Jayati || Official Video || Matribandana || Swami Krishnananda || Prattyush

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 1.3K

  • @arabindachattaraj9279
    @arabindachattaraj9279 2 ปีที่แล้ว +1280

    এই গানটির ঐতিহাসিক গুরুত্ব অসাধারণ... মা সারদা দেবী এই গানটি শুনতে খুবই ভালবাসতেন। এবং বেলুড় মঠের দুর্গা প্রতিমা বিসর্জনের পর এই গানটি মঠে বহুদিন ধরে গীত হয়ে আসছে। ... জয়তীর গলায় যে আন্তরিকতা - আকুতি এবং নিষ্ঠা প্রকাশিত হয়েছে তা বিস্ময়কর !.. ভেতর না নিংড়ালে এই রকম গান আসেনা... বাংলা ভক্তিগীতি জগতে উনার অনেক কিছু দেওয়ার আছে।.... বুবাই -য়ের মাদকতা মিশ্রিত বাঁশুরি এটিকে অন্য মাত্রা প্রদান করেছে । প্রত্যুষের সরদ এবং সংগীতের মর্যাদাবোধের গুরুত্ব দেখে মনে হচ্ছে.... বাঙ্গালী জাতিটা এখনো তাঁর শিরদাঁড়াটা সোজা রেখেছে। কোনও বাদশা বা ফানি সিং.. এ মোজে-মজে আছে যে বয়েল -বাঙ্গালী ... তাঁদের জন্য করুণা হয়!... এবার বিরাজোগো মা হৃদি কমলাসনে 🏵️

    • @tushardas9825
      @tushardas9825 2 ปีที่แล้ว +18

      Bhsion Sundor laglo comment ta pore. Thank you Bhai.

    • @arabindachattaraj9279
      @arabindachattaraj9279 2 ปีที่แล้ว +3

      @@tushardas9825 ধন্যবাদ 🙏

    • @shuvendudutta3423
      @shuvendudutta3423 2 ปีที่แล้ว

      ,

    • @shuvendudutta3423
      @shuvendudutta3423 2 ปีที่แล้ว +3

      @@tushardas9825 by 😭😭😭😭😭

    • @ratnadipseth2965
      @ratnadipseth2965 2 ปีที่แล้ว +11

      খেয়াল রাখতে হবে শিল্পী সম্পূর্ণ গান টি‌‌ গান নি
      এতে কি গান টি‌‌র‌ অবমাননা করা হয় নি কি
      একটু ভাববেন

  • @geetadutta9088
    @geetadutta9088 2 ปีที่แล้ว +66

    মা স্বয়ং যদি হৃদে না বিরাজ করেন, এমন গান অমন করে গাওয়া অসম্ভব!
    মা যেন
    সব সময় এমন করে আমাদের বার বার ধরা দেন!🙏🙏🙏

    • @dnag02
      @dnag02 2 ปีที่แล้ว +1

      Kintu Thakur je bolegechen amader shobar moddheyee Maa biraaj koren regardless of whether amra gaan gaitey paari ba na paari.

    • @ashokechowdhury3793
      @ashokechowdhury3793 6 หลายเดือนก่อน +1

      আহারে মন জুড়িয়ে গেল

    • @awmrizzz.7
      @awmrizzz.7 5 หลายเดือนก่อน +1

      ইউটিসি tbhgxbki is 😂😂😂😂😂😂😂

    • @mrityunjoygoswami822
      @mrityunjoygoswami822 18 วันที่ผ่านมา

      Baray sundar

  • @dasminakshi
    @dasminakshi ปีที่แล้ว +48

    এই গানের ভাব মাধুর্য যে কি অসীম যতবার শুনি মনে হয় যেনো আমি মায়ের সামনে বসে আছি।শান্ত মনে,ভক্তিপূর্ণ হৃদয়ে শুধু অপলকে তাকিয়ে আছি মায়ের দিকে।মন উছলে পরে মায়ের প্রতি ভবসাগরে। দিদি আপনার গানের মহিমা এতটাই যে যেখানেই থাকি সেখানেই যেনো দৈব পরিবেশ সৃষ্টি হয়ে যায়।

    • @swadippaul7075
      @swadippaul7075 3 หลายเดือนก่อน

      EKDOM SOTTI BOLECHHEN

  • @riyanka12
    @riyanka12 ปีที่แล้ว +106

    এই গানটি স্বামী কৃষ্ণানন্দ মহারাজ আমাদের সারদা মা কে উৎসর্গ করে রচনা করেছিলেন..অনেকেই বলছেন দেখলাম যে এটা শ্যামা সঙ্গীত কিন্তু না..এটা আমাদের মায়ের গান..এখানে পুরো গানটা গাওয়া হয়নি দেখলাম..লাস্টের একটা stanza তে ছিল "পরিব্রাজক ভিখারী সাধ মনেতে ভারী" , এখানে পরিব্রাজক বলতে মহারাজ আমাদের স্বামীজিকে বুঝিয়েছেন..এই গানটি শ্রীশ্রী ঠাকুরের তিরোধানের অনেক পরে রচিত..মা তুমি আমার শত কোটি প্রণাম নিও..প্রণাম ঠাকুর প্রণাম স্বামীজি মহারাজ প্রণাম গুরুদেব 🙏🏻❤️

    • @Instrimental-xx3lq
      @Instrimental-xx3lq 9 หลายเดือนก่อน +4

      Yes

    • @pratimamukherjee4010
      @pratimamukherjee4010 6 หลายเดือนก่อน +2

      Joy Ma
      🎉

    • @mrstranger3130
      @mrstranger3130 6 หลายเดือนก่อน +5

      Sri maa r maa kali ek
      Shyma Sangeet bolleo bhul hobe na😊

    • @positivitysantiniketan
      @positivitysantiniketan 4 หลายเดือนก่อน +3

      আরো একটা অন্তরা আছে। " তুমি জগতের মাতা , যোগি ....."

    • @prithwibatabyal2750
      @prithwibatabyal2750 2 หลายเดือนก่อน

      Apnio je ektu vul bollen eta shyama sangeet e sudhu tribute to Sarada ma comparing her as ma bhabotarini

  • @avirupdutta5664
    @avirupdutta5664 2 ปีที่แล้ว +478

    বাড়িতে মা নেই। দুদিনের জন্য বাইরে গেছে। মা বাড়িতে না থাকলে সন্ধারতির গুরুদায়িত্ব আমার ওপরই থাকে। এমন একটা সময়ে premire করলো, ঠিক এইসময়ই সন্ধ্যারতির সময় ব্লুটুথ ডিভাইস এ কানেক্ট করে সন্ধ্যাকালীন দায়িত্ব টা পালন করে ফেললাম। আজকে সিংহাসন এর মূর্তিগুলোকে অনেকটা জীবন্ত অনুভব করলাম। জয়তী চক্রবর্তী জিন্দাবাদ...🙏❤️

    • @birendrachaudhuri3999
      @birendrachaudhuri3999 2 ปีที่แล้ว +6

      AmarPranJuriaGalo

    • @tapasmajumder6110
      @tapasmajumder6110 2 ปีที่แล้ว +11

      অসাধারণ অতুলনীয় গানের পরিবেশনায় নিজস্বতা রাখার জন্য আপনি সতন্ত্র ।

    • @saboridutta6753
      @saboridutta6753 2 ปีที่แล้ว +2

      @@tapasmajumder6110 চ

    • @debasismsd
      @debasismsd 2 ปีที่แล้ว +10

      মা বাইরে না ভেতরেই আছে । কখনো ভাববি না মা বাইরে গেছে। সে সবসময় তোর সাথেই আছেন।

    • @birendrachaudhuri3999
      @birendrachaudhuri3999 2 ปีที่แล้ว +2

      GantiBarbarSuniKintuManerKhudhaMetaenaAhhha

  • @ripondas7905
    @ripondas7905 ปีที่แล้ว +51

    প্রায়ই রাতের বেলা ঘুমোতে দেরি হয়ে যায়, ঠিক ঘুমানোর জন্য এটা ঘুমপাড়ানি গান হিসেবে প্লে লিস্টে রেখে দিছি।
    ভালোবাসা নিবেন দিদি 🇧🇩🇧🇩

    • @subhajitchakraborty5077
      @subhajitchakraborty5077 6 หลายเดือนก่อน +3

      Apnar nerve er asudh khawa uchit vai..na hole besi din r nei apni prithibite..

    • @sohamsaha1246
      @sohamsaha1246 4 หลายเดือนก่อน

      তুমি ভালো থেকো ভাই ❤️

  • @FRAGRANT007
    @FRAGRANT007 2 ปีที่แล้ว +65

    আধা-রাধা-আধা-কৃষ্ণ..আহা।
    ঈশ্বর মুক্তি দেন তবু ভক্তি দেন না। কিন্তু তোমাকে ভক্তি ঢেলে দিয়েছেন তাই মুক্তি নেই, এমন গান গেয়েই যেতে হবে যাতে কোরে সবার স্বত্বভাব বেড়েই চলে।
    প্রত্যূষদা একইরকম ভাবে সুযোগ্য সঙ্গত দিয়েছেন।
    আলাদা করে low light shot এর কথা না বললে অপরাধ হবে। দারুন কাজ রানা আর টিমের।

    • @rmzt984_2
      @rmzt984_2 2 ปีที่แล้ว +1

      একদম ঠিক কথা।

    • @MothballZone
      @MothballZone 11 หลายเดือนก่อน +2

      Apni je ki opurbo kotha likhechen jayati di r gane... apnar kotha pore chokhe jol elo❤😊

    • @prithwirajmukherjee1019
      @prithwirajmukherjee1019 7 หลายเดือนก่อน +1

      Apurbo ghan. Ami prodin ghanti suni

    • @RamaDas-bv1rp
      @RamaDas-bv1rp 4 หลายเดือนก่อน

      Joy Ma Saroda,Joy Thakur Ramkrishna,Joy Swamiji

    • @taniasen8232
      @taniasen8232 หลายเดือนก่อน

      ঈশ্বর মুক্তি দেন তবু ভক্তি দেন না ,আহা কি বললেন 😢

  • @mousompatra9808
    @mousompatra9808 ปีที่แล้ว +18

    দিদি কি বলি তোমায়,চোখে জল এনে দাও!!!খুব ভালো থাকো,পরম ঈশ্বরের কৃপায় সুস্থ থাকো।💛

  • @sujatachandra3185
    @sujatachandra3185 ปีที่แล้ว +13

    অপূর্ব। বড়ো মনকে ছুঁয়ে যায়। বার বার শুনতে ইচ্ছে করে। জীবনের সব যন্ত্রনা যেন মা নিমেষে উধাও হয়ে যায়। আমার প্রিয় শিল্পী কে অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন।

  • @banomalibhattacharjee9143
    @banomalibhattacharjee9143 2 ปีที่แล้ว +116

    অসাধারণ কণ্ঠ! স্বয়ং সরস্বতী যেনো কণ্ঠে বসে আছেন। মন ভরে গলো। আপনাকে নমস্কার।

  • @tapankumarrakshit3855
    @tapankumarrakshit3855 ปีที่แล้ว +12

    এই গান যখনই শুনি চোখের জল ধরে রাখতে পারি না, কি অপূর্ব কণ্ঠে আপনি গানটি আমাদের উপহার দিয়েছেন তার জন্য অনেক ধন্যবাদ জানালাম আপনাকে
    খুব ভালো থাকবেন
    জয়ীতা দেবী।

  • @SmaranikaDas-kn7tz
    @SmaranikaDas-kn7tz ปีที่แล้ว +40

    আত্মা ঠান্ডা হয়ে যায় আপনার কন্ঠের মধুমিশ্রিত সুরে....মা এর মহিমা কেউ এত দরদ নিয়ে কণ্ঠে ধারণ করতে পারে!!!!অসাধারণ অনবদ্য....জয় মা 🌺

  • @tapanroy672
    @tapanroy672 2 ปีที่แล้ว +22

    এইভাবে ঈশ্বর ধ্যন করলে ঈশ্বর নিশ্চয়ই শুনতে পাবে সেই আবেদন... মন ভরে গেলো...

  • @tirthankarroy1515
    @tirthankarroy1515 2 ปีที่แล้ว +55

    আপনার গান শুনলে মন শান্ত হয়ে যায়। মা সরস্বতীর কৃপাধন্য আপনি। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন ।

    • @abhirupmukherjee1623
      @abhirupmukherjee1623 2 ปีที่แล้ว +2

      একদিন দক্ষিণেশ্বরে লাইভ শোনবার ইচ্ছে রইলো, মায়ের দালানে, মায়ের সম্মুখে

    • @paritoshchakraborty1122
      @paritoshchakraborty1122 ปีที่แล้ว

      ​@@abhirupmukherjee1623 _____\ 5:44

    • @anandinisahoo6376
      @anandinisahoo6376 ปีที่แล้ว

      Uuhuhhiujkj

    • @anandinisahoo6376
      @anandinisahoo6376 ปีที่แล้ว

      8

  • @somachanda5277
    @somachanda5277 ปีที่แล้ว +12

    আহা আহা কোন ভাষা নেই বাকরুদ্ধ হয়ে গেলাম দিদি।মন প্রান ভরে আহা আহা❤️❤️❤️🤗🤗🤗🤗

  • @manojchakraborty9208
    @manojchakraborty9208 ปีที่แล้ว +8

    অপূর্ব, এই গানটা বার বার শুনছি, তবুও মনে হয় আবার শুনি, মায়ের গান সুমধুর কণ্ঠস্বর, মা সরস্বতী আপনার কন্ঠে বিরাজমান, মঙ্গলময় ঈশ্বরের আশীর্বাদে সুস্থ থাকুন

  • @munmunsasi4451
    @munmunsasi4451 2 ปีที่แล้ว +29

    সুরের অঞ্জলীতে তৃপ্ত সাধনা, সম্পূর্ন করে দিল মাতৃ বন্দনা। সাধু সাধু সাধু

  • @BJha-bc2li
    @BJha-bc2li 2 ปีที่แล้ว +64

    Goosebumps! As a Maithili speaking shakta I bow down to you joyoti ma'am!
    Though I don't know Bangla I understood everything. Jay Maa Bhagbati 🙏

    • @jayitadas7416
      @jayitadas7416 2 ปีที่แล้ว

      মন ভরে গেল।

    • @BJha-bc2li
      @BJha-bc2li 2 ปีที่แล้ว

      @@jayitadas7416 একদম 🤗

    • @EkCupEnglish
      @EkCupEnglish ปีที่แล้ว +2

      Though I am a Bengali, I love this Maithili language!

    • @BJha-bc2li
      @BJha-bc2li ปีที่แล้ว

      @@EkCupEnglish Thank you 🤗

  • @adityabhattacharyaofficial2622
    @adityabhattacharyaofficial2622 ปีที่แล้ว +19

    স্বয়ং মা সরস্বতী যেন পরমাত্মার আরাধনায় রত হয়েছেন সুরের আরতির মাধ্যমে .... অভূতপূর্ব ❤️🙏

  • @OishiBhaddra
    @OishiBhaddra 10 หลายเดือนก่อน +2

    গানটা শুনলে মনের সব গ্লানি মুছে যায়। অসাধারণ এক শান্তি ছায়ায় মন নিবৃত হয়।একই সঙ্গে মা কালী, মহাদেব পার্বতী ,কৃষ্ণ সকলের আবাহনী ধ্বনিতত্ত্ব হয়। সত্যিই অসাধারণ এক সৃষ্টি ❤️❤️

  • @shampamitra977
    @shampamitra977 2 ปีที่แล้ว +59

    সকাল বেলায় মন ভরে গেল আপনার সমধুর কণ্ঠের জাদুতে।যেমন সুন্দর গানের কথা ও সুর তেমনই অপূর্ব সুন্দর নিবেদন ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @supriyamali727
    @supriyamali727 2 ปีที่แล้ว +7

    ঐতিহাসিক গুরুত্বের কারণে গানটির তো একটাআলাদা জায়গা আছেই, দিদির কন্ঠে শুনলে মনে হয় মা সাড়া না দিয়ে পারবেন না। প্রণাম দিদি । আমাদের সকলের ভক্তি আপনার কন্ঠ দিয়ে নিবেদিত হোক।।

  • @rsatyt9031
    @rsatyt9031 2 ปีที่แล้ว +5

    Arrangements এত সম্পৃক্ত, যে প্রতিবার শ্রবণ শেষে বলতেই হয় - আহা! আহা!
    জয়তী, আপনি ভাল থাকুন। আপনাকে আমাদের খুব দরকার। সকল যান্ত্রিক-কুশলীরাও ভাল থাকুন। আপনাদেরও খুব প্রয়োজন আমাদের।

  • @purbamanna1049
    @purbamanna1049 ปีที่แล้ว +2

    Apnar vaber sathe onno karor kono tulona hoina.....🙏🙏🙏🙏🙏

  • @maitreyichakraborty248
    @maitreyichakraborty248 ปีที่แล้ว +4

    দিদি কিছু বলার ভাষা নেই। কি অপূর্ব ভাব । বারবার শুনতে ইচ্ছে করে । চোখে জল এসে গেল । কিন্তু আপনার কাছে একটি ছোট্ট বিনম্র নিবেদন শেষ স্তবক টি কেন শুনতে পেলাম না
    " পরিব্রাজক ভিখারী সাধ মনেতে ভারী
    মধু হাসি মাখা মায়ের মুখখানি হেরি
    বসে মায়ের কোলে মা মা বলে
    মাতিবো যোগ ধ্যানে। ....
    কমলাসনে .....

  • @miltonbiswas9292
    @miltonbiswas9292 ปีที่แล้ว +2

    কি সুন্দর উচ্চারণ! intonation এর কি অসাধারন। মান্না দে, গীতা দত্তের গানে এর ব্যাবহার প্রতি গানে পেয়েছি। আপনার গানের ভাবটাই তাই আলাদা।

  • @pramitsarkar9085
    @pramitsarkar9085 2 ปีที่แล้ว +43

    পরিমিতিবোধের জন্যই আপনার গান এত অসাধারণ লাগে।
    Truly commendable ❤

  • @SumanRuj
    @SumanRuj 3 หลายเดือนก่อน +2

    চোখে জল আসে। কী যে আছে আপনার ঐ কণ্ঠে জানিনা! ভগবান বিরাজ করেন আপনার কণ্ঠে।
    বহুদিনের ইচ্ছে শ্রবণা, প্রকৃতির সাথে একদিন আপনার বাড়ি গিয়ে প্রণাম করে আসবো আপনাকে। 🙏🔱❤

  • @saskol5
    @saskol5 2 ปีที่แล้ว +14

    প্রথম line শুনেই চৌক্ এ জল চলে এলো 🤍। এত ভাব ও ভক্তি উনার কণ্ঠে। 🙏 The manner in which she sang the word Maa each time pierced my soul 🤍🙏

    • @SoohasVlog
      @SoohasVlog ปีที่แล้ว

      আমার ও🥺

  • @chandradas4364
    @chandradas4364 2 ปีที่แล้ว +4

    আহা মন ভরে গেল তার সাথে দুচোখে অশ্রুধারা বয়ে যাচ্ছে। কি ভাব কি আকুতি মায়ের জন্য। ভেতর থেকে না জাগলে কি এরকম গান গাওয়া যায়। তুমি এই ভাবেই আমাদের আনন্দ দিতে থাকো আর আমরা চোখ বন্ধ করে তোমার গান শুনতে থাকি। অনেক শুভেচ্ছা আর শুভকামনা রইল। ❤️❤️❤️❤️👍👍

  • @bidhandas315
    @bidhandas315 2 ปีที่แล้ว +32

    কী অপূর্ব কণ্ঠ মাধূর্য্য! আর সেই রকম ভক্তিরসে আপ্লুত সুর! অবশ্য- এমনটাই হওয়ার ছিল... 🙏🙏🙏

  • @nabanitapaul5346
    @nabanitapaul5346 19 วันที่ผ่านมา

    বিমোহিত হয়ে শুনলাম। চিত্তে ভক্তি জাগানিয়া এ গান। আপনার কন্ঠে জীবন্ত হয়ে উঠেছে কথাগুলো।

  • @anandamukherjee9924
    @anandamukherjee9924 2 ปีที่แล้ว +7

    অসাধারণ গান। গান শুনেই মন ভরে গেল দিদি। আপনার পূজো খুব ভালো কাটুক। শুভেচ্ছা জানাই। 🙏💖🎵👌

  • @debasmitamondal7305
    @debasmitamondal7305 ปีที่แล้ว +13

    আহা কী গেয়েছেন......
    বারবার শুনতে ইচ্ছে করে।
    মন প্রাণ ভরে যায়।❤❤

  • @parthadey1817
    @parthadey1817 2 ปีที่แล้ว +11

    🙏🙏💐💐😌😌
    অসাধারণ ম্যাম।।🙏🙏🙏🙏🙏
    এতো শান্তি কোথাও পাইনি।।😌
    চোখ বন্ধ করে শোনার পর সব শান্তি।।😌💐💐🙏🙏

  • @subhrasinha3920
    @subhrasinha3920 ปีที่แล้ว +1

    Aha mon-pran vore galo,ki opurbo sobdo abong sur er melbandhon,tar sathe obossoi JAYOTI DIDIVAI R sundor konthoswar,apni khuuub valo R sustho thakun abong eirokom sundor sundor gaan suniye moner joto kalima-dukkho-bedona sob vuliye amader o sustho rakhun saririk -manoshik swastho ke.🙏🙏🙏🙏❤❤❤❤

  • @tandrabose7631
    @tandrabose7631 2 ปีที่แล้ว +11

    অপূর্ব! অপূর্ব! মন ভরে গেল।একম মধু মাখা কন্ঠে এই অপূর্ব গান টি শুনে আপ্লুত। 🙏🙏🙏

  • @supriadas3668
    @supriadas3668 2 ปีที่แล้ว +58

    মায়ের জন্য আকুতিতে চোখে জল আসল আপনার গান শুনে। প্রাণভরা ভালোবাসা রইল 💙💙💙
    বাংলাদেশ থেকে প্রণাম জানাই 🙏

  • @alivmarick4884
    @alivmarick4884 ปีที่แล้ว +5

    এমন মাধূর্য্য সম্বিত কন্ঠের সুরেলা অবগাহণ ছাড়তে কে চায়?অসাধারণ🙏🙏

  • @shaikatdebnath9621
    @shaikatdebnath9621 8 หลายเดือนก่อน +2

    মনের সকল প্রকার রাগ,দ্বেষ,বিদ্বেষ দুশ্চিন্তা নিমিষেই দূর করতে পারে গানটি!!!
    অসাধারণ♥

  • @parulkelshikar6763
    @parulkelshikar6763 9 หลายเดือนก่อน +9

    I don'tknow bengali, but i just love bengali compositions
    I really love ur voice n ur fully engrossed signing, jayatiji
    Enjoyed this bhajan thoroughly.
    Thank you for uploading such sweet music in today's violent time in the world🙏🙏🕉️🩷
    🔱🕉️🇮🇳🔱

  • @rimaraha9545
    @rimaraha9545 29 วันที่ผ่านมา

    মনের উঠাল পাতাল নিমেষই দূর হয়ে গেলো মা 🙏....কি মধুর কণ্ঠস্বর

  • @Tagoremeandyou
    @Tagoremeandyou 2 ปีที่แล้ว +15

    'তুমি পুরুষ কি নারী' - আহা কি অসাধারন 'universalist concept.' কথাগুলো বড্ড মনে আসনপিড়ি করে বসল । আর জয়তী তোমার ভক্তিরসের expression পূজার আবহ কে এই দূর প্রবাসে নিয়ে এল, এই চতুর্থীর পুন্য দিনে । কি ভাল গাইলে উফফ! প্রত্যুষের arrangement গানের তরনী কে তরতর করে বয়ে নিয়ে চলেছে। ভালবাসা নিরন্তর !

    • @GouriGhosh-mc3nr
      @GouriGhosh-mc3nr 3 หลายเดือนก่อน

      Co incidentally আজ্ chaturthi

  • @samarpitanag5188
    @samarpitanag5188 ปีที่แล้ว +2

    Just osadharon. Bar bar sunte icche kore. Jayati didir konther jadute jeno sotti ma k choker samne dekhte paoa jay.

  • @shamima9177
    @shamima9177 2 ปีที่แล้ว +22

    সমস্ত কিছুর ঊর্ধ্বে।
    শান্তির পরম তৃপ্তি। এককথায় বর্ণনা করা সম্ভবপর না।
    ভিডিও ধারণ অপূর্ব 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    এ-ই কণ্ঠে ভেসে উঠুক গোটা দুনিয়া।
    সবার হৃদয়ে আরও অনেক অনেক দূর এগিয়ে যাক শুধুই প্রার্থনা।🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
    দিদি অনেক অনেক ভালোবাসা প্রণাম 🙏🏻🙏🏻

  • @AadritiChatterjee-g3d
    @AadritiChatterjee-g3d ปีที่แล้ว +1

    Eto sundor uposthapon ki je valo lage sunte.. Monta kothai jeno hariyea jai... Odhut sundor... Valo thekeo joyoti... Aro erkm sundor sundor gan upohar dio amader

  • @debanjanroy3364
    @debanjanroy3364 2 ปีที่แล้ว +3

    স্বামী সর্বগতানন্দের গলায় এই গানটি প্রথম শোনা... তারপর থেকে অদ্ভুত প্রেমে পড়া...আজকে আপনার গলায় শুনে সে প্রেম আর প্রগাঢ়তম হল... অনেক অনেক ধন্যবাদ জয়তী দি❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻

  • @ankurbhattacharyya4560
    @ankurbhattacharyya4560 ปีที่แล้ว +1

    গানের মধ্যে দিয়ে যেন বিশ্বরূপ দর্শন করলাম। এই 5 মিনিট যেন অন্য কোনো জগতে বিরাজ করছিলাম, যেখানে আছে শুধু অনন্ত সুখ, শান্তি ও সমৃদ্ধি, না আছে কোনো প্রতিযোগিতা, না আছে কোনো প্রতিদ্বন্দ্বিতা। গান শেষ হওয়ার পর মনে হল : "was it a vision or a waking dream ? " - (John Keats)
    এছাড়া, আর কিছু বলার সাহস বা স্পর্ধা কোনোটাই আমার নেই। আর, জয়তি দি কে নিয়ে নতুন করে আর কিই বা বলবো! She is the theatre of her own universe...
    তিনি তো নিজেই একটা গানে পরিণত হয়ে গেছেন। ✨💫
    এই অধমের প্রণাম নেবেন 🙏🏻🙏🏻।

  • @bapan2727
    @bapan2727 2 ปีที่แล้ว +6

    মনোমুগ্ধকর এই সুর ও গানে শরতের নির্মলতা আরও হাজার গুন বৃদ্ধি পেল...
    গান আর সুরের সাথে সাথে video টা খুব খুব সুন্দর হয়েছে... জয়তী ম্যামকে দেবী প্রতিমার মতো লাগছে... শ্রদ্ধা ও প্রণাম জানাই আপনাকে...🙏🙏🙏

  • @jayantinandi654
    @jayantinandi654 3 หลายเดือนก่อน

    অসাধারণ। আমার সুখে দুঃখে জয়তী চক্রবর্তীর গান। এর আগে বিরাজ গো মা শুনেছি। প্রতিদিন শুনি একবার। তুমি আমার সবথেকে প্রিয় শিল্পী।

  • @indiraroysarma1590
    @indiraroysarma1590 2 ปีที่แล้ว +48

    আহা...আনন্দময়ীর আগমনবার্তা যেন মূর্ত হয়ে উঠল জয়তীদির মধুর কণ্ঠে ..তোমাকে শারদীয়া' র শুভেচ্ছা !🙏♥️

  • @Pookie_Octopus
    @Pookie_Octopus หลายเดือนก่อน

    She is criminally underrated. I am obsessed with her voice.

  • @sonalisantra9001
    @sonalisantra9001 ปีที่แล้ว +3

    খুবই সুন্দর ভাবে মা কে আহ্বান করেছেন শিল্পী।ওনাকে আমার ধন্যবাদ, মা কে আমার কোটি কোটি প্রণাম।❤🙏🙏🙏🌺🌺🌺

  • @akashkoley9407
    @akashkoley9407 ปีที่แล้ว +2

    মনটা ভালো হয়ে গেলো.. কিছু সময়ের জন্য যেন সমস্ত চিন্তা ভাবনা দূরে চলে গেলো.. এক অদ্ভুত অনুভূতি বলে বোঝানো যাবে না..❤️

  • @nirjondas4404
    @nirjondas4404 2 ปีที่แล้ว +11

    সত্যিই খুবই প্রশান্তিদায়ক একটি গান আর গায়কীর কথা নতুন করে কী বলব!!!। সত্যিই অসাধারণ!!! অনেক অনেক শুভকামনা। এইভাবেই আজীবন গেয়ে যান । আপনারা আছেন বলেই বাংলা গান আজও তার চিরাচরিত সুমিষ্টতা হারায়নি। প্রণাম🙏

  • @manojchakraborty9208
    @manojchakraborty9208 ปีที่แล้ว +1

    অনেক গানটা শুনলাম, প্রতিদিন এই গানটা না শুনলে প্রাণীর মধ্যে একটা অপূর্ণতা থেকে যায়, অপূর্ব আপনার কন্ঠে এই গানটা দারুন লাগে, মঙ্গলময় ঈশ্বরের আশীর্বাদে সুস্থ ও ভালো থাকুন।

  • @malabikalahiri9431
    @malabikalahiri9431 ปีที่แล้ว +3

    অপূর্ব , মন ছুঁয়ে গেল।
    ঈশ্বরের কৃপা না হলে এই ভাবে হৃদয় নিংড়িয়ে গান গাওয়া সম্ভব নয়। 🙏♥️♥️

  • @pratimamanna3792
    @pratimamanna3792 ปีที่แล้ว +1

    Ki sundor amader sonskriti.... ma'am apnar golay ganti sune mon pran bhore othe❤️

  • @mridulasaha8895
    @mridulasaha8895 ปีที่แล้ว +3

    Asadharan kantha napurba sangeet . Amon gaan shune mon proshantite bhore jaay . ❤🎉

  • @anuradhasarkar5797
    @anuradhasarkar5797 2 ปีที่แล้ว +3

    যতবার শুনছি গায়ে কাঁটা দিচ্ছে!! জীবন্ত কন্ঠস্বর!!

  • @binitabhattacharjee6677
    @binitabhattacharjee6677 ปีที่แล้ว +1

    গান টা শুনতে শুনতে যেনো এক অন্য জগতে চলে গিয়েছিলাম .. অসাধারণ ❤❤❤ সব ক্লান্তি মুছে যায় এমন গান শুনলে..🙏

  • @donakarmakar555
    @donakarmakar555 ปีที่แล้ว +7

    সত্যি আমার বলার কোনো ভাষা নেই। ❤ যত বার শুনেছে চোখের জল ধরে রাখতে পারেনি। অসাধারণ । ❤❤❤

  • @srijanisaha6559
    @srijanisaha6559 ปีที่แล้ว +2

    আহা, মন ভরে গেল । এত আকুতি এত ভক্তি.. চোখে জল চলে এল 🥺 মা আপনার মঙ্গল করুন । জয় মা🙏

  • @niloydas4417
    @niloydas4417 ปีที่แล้ว +3

    আমাদের পানিহাটি সৎসঙ্গ ঠাকুর বাড়ী দেখা যাচ্ছে এই ভিডিও টি তে জয়গুরু 🙏🙏🙏😌😌😌😌😌

  • @amarghosh6565
    @amarghosh6565 2 ปีที่แล้ว +1

    আহা.. শুধুই প্রশান্তি..🙏 মিষ্টি মধুর কন্ঠে মায়ের গান খানি বার বার শুনেও মন ভরেনা..জয়তীর জয় হোক ❤️

  • @ahenjtadebnath77
    @ahenjtadebnath77 ปีที่แล้ว +9

    আমি এই প্রথম গানটা করার চেষ্টা করছি,
    যদিও ভালভাবে নয়,
    তাও ,It is one of my favourite song ❤
    জয় মা কালী 🙏

  • @ShreyasheeDeb
    @ShreyasheeDeb ปีที่แล้ว +2

    Asadharan didi ❤❤

  • @World_Tour_07
    @World_Tour_07 2 ปีที่แล้ว +10

    কী অপূর্ব সুন্দর গান,🥰🥀 শুনে মন ভরে গেলো।💖💝

    • @indranichatterjee917
      @indranichatterjee917 2 ปีที่แล้ว

      অসাধারন।মন ভরে গেলো।

  • @tapatisarkar3529
    @tapatisarkar3529 10 หลายเดือนก่อน

    Ashadharan. Shune mon juriye gelo.

  • @chandandas9269
    @chandandas9269 ปีที่แล้ว +47

    তুমি অন্নপূর্ণা মা, শ্মশান এর শ্যামা ❤🙏

  • @A.g.969
    @A.g.969 28 วันที่ผ่านมา +1

    outstanding, beautiful 🤗 JAYATI MAM 💖💗

  • @tushardas1327
    @tushardas1327 2 ปีที่แล้ว +4

    Ek Bar Birajo Go MAA Hridi Komolasone ♥
    Tomar Bhubon Bhora Rupti Ekbar Dekhe Loi MAA Noyone ♥

  • @avadasmitadas613
    @avadasmitadas613 4 หลายเดือนก่อน +1

    আহঃ আহঃ কি অপূর্ব অমৃত সুধা বর্ষন হচ্ছে 🙏🌺🌹🙏🙏🙏🙏🙏🌺🌹🌺🌹

  • @mousumidebangshi4088
    @mousumidebangshi4088 2 ปีที่แล้ว +4

    দিদি তোমার কন্ঠে গান শুনলে মনটা আনন্দে ভরে যায় ❤️❤️
    যাই হোক দিদি তুমি খুব ভালো & আনন্দে থাকো ❣️❣️
    শুভ বিজয়া 🙏🏻🙏🏻

  • @The_JourneyWithin
    @The_JourneyWithin ปีที่แล้ว +1

    Odbhut shundor gaan aar atou prem ar bhakti diye geyechen Jayati di..oshadharon!! ❤

  • @mohammadshahalam1455
    @mohammadshahalam1455 2 ปีที่แล้ว +8

    We don't just sing; we are the song.
    Beautiful, Soul Touching..
    Thank you Joyoti...

  • @Patrasoma1983
    @Patrasoma1983 ปีที่แล้ว +1

    মন ও প্রাণ দুই জুড়িয়ে গেলো।আজ আমার মনের খিদে মিটলো।আমি নিজেকে বড়োই ধন্য মনে করছি।ভগবানকে আজ কতভাবে চিনলাম সে এই গান না শুনলে বুঝতেই পারতাম না।
    Thank you, Jayati di...........

  • @sansuj51
    @sansuj51 2 ปีที่แล้ว +4

    Probably the best ever rendition of this Popular Bengali Devotional. Full of emotional surrender with absolute clarity of the lyrics. All the way, a most superlative performance by Jayati Chakraborty.

  • @RitaMallick-c2r
    @RitaMallick-c2r ปีที่แล้ว +1

    খুব সুন্দর একটি শ্যামা সংগীত শ্রবণ করিলাম,জয়তী চক্রবর্তীর দিদির কণ্ঠে মন মন্দির ছুঁয়ে গেলো 🙏🙏🙏

  • @ranajitpal
    @ranajitpal 2 ปีที่แล้ว +3

    এই গান টা যে কত বার শুনলাম।
    যতবার শুনি তত বার মনে হয় আরো শুনি,

  • @rajabhattacharjee3607
    @rajabhattacharjee3607 ปีที่แล้ว +2

    আপনার প্রান জানো ঢেলে দিয়েছেন এই গানে ৷৷শুনে আপনি মন স্থির হয়ে গেছে❤❤❤❤

  • @prosenjit.kprabhu1218
    @prosenjit.kprabhu1218 ปีที่แล้ว +4

    আহা, অপূর্ব গায়কী।❣️
    ঐ দুঃখ-দৈন্যহারিণী, চৈতন্যকারিণীর চরণ ধরে বাঁচাই তো জীবনের সার্থকতা।
    আর কি চাই! 🌸🙏

  • @radhikamishra123Bhumika
    @radhikamishra123Bhumika 10 หลายเดือนก่อน +2

    Bahut sunder didi❤

  • @snehanadimpalli1
    @snehanadimpalli1 2 ปีที่แล้ว +6

    Singer looks divine...and transports us into divine realm....love her voice

  • @kunalbhattacharya371
    @kunalbhattacharya371 ปีที่แล้ว

    Apurbo asadharon. Chokhe jal ese jai apnar galay ae rakom gan sunle.

  • @sankekstatuszone
    @sankekstatuszone 2 ปีที่แล้ว +6

    এক কথায় অনবদ্য 👍👍
    🌺 জয় মা 🌺

  • @mrinalgoswami577
    @mrinalgoswami577 ปีที่แล้ว

    Ki sundor tomay dekhte tamon gayoki asadharon laglo darun darun

  • @dr.umheart2388
    @dr.umheart2388 ปีที่แล้ว +2

    এত সুন্দর,,,,এত সুন্দর,,,, কতবার যে শুনছি 💚💚

  • @sujanbhowmick4759
    @sujanbhowmick4759 7 หลายเดือนก่อน

    এমন গান যত বার শুনি ততবার ই শুনতে চায় মন। গানের কথায় বাস্তবতা লুকিয়ে আছে, তার ওপর শুভমিতা দিদির এমব দরদী কন্ঠস্বরে গান টি আরো প্রানবন্ত হয়ে উঠেছে।

  • @rupmanjuridas558
    @rupmanjuridas558 2 ปีที่แล้ว +5

    মন প্রাণ জুড়িয়ে যায়,এমন কণ্ঠস্বরে।💓🙏

    • @saboridutta6753
      @saboridutta6753 2 ปีที่แล้ว

      তাই তো আমারও মন ছুয়ে যায়

  • @prasunbanerjee.musician.as1351
    @prasunbanerjee.musician.as1351 5 หลายเดือนก่อน +1

    আহা,গুরুমা এত সুন্দর করে গেয়েছেন, হৃদয় স্পর্শী,প্রণাম🙏🙏🙏🧡

  • @Motivationalls951
    @Motivationalls951 ปีที่แล้ว +3

    সঙ্গীত আপনার পূজা।তাই এমন মধুর প্রসাদ পাই। ভালো থাকুন। আরো ভরিয়ে তুলুন আমাদের।❤🙏🏻

  • @suptaranidhor1380
    @suptaranidhor1380 7 หลายเดือนก่อน +1

    অসাধারণ দিদি।
    বাংলাদেশ থেকে.....আমার বড় ছেলে চল্লিশ বার করে আপনার এই গানটি শুনেছে.....

  • @imon77
    @imon77 2 ปีที่แล้ว +6

    কানের শান্তি,প্রাণের শান্তি,আত্মার শান্তি। 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @saboridutta6753
      @saboridutta6753 2 ปีที่แล้ว

      কানের শান্তি

  • @tridiptasart4472
    @tridiptasart4472 ปีที่แล้ว

    অনবদ্য। বাঙালীর সঙ্গীত আঙিনাতে কত যে এরকম মনি রত্ন আছে কে জানে !!!!!!!!!

  • @ajantaprabahita
    @ajantaprabahita 2 ปีที่แล้ว +3

    Gae kata dilo . Ki kore eto bhalo gao tumi ❤️❤️❤️🙆

  • @rajamukherjee1228
    @rajamukherjee1228 4 หลายเดือนก่อน

    অপূর্ব, অসাধারণ, দুর্দান্ত, আমি ছোটো বেলায় বাবাকে রোজ ভোরবেলায় এই গানটা গাইতে শুনতাম 🎉🎉🎉🎉🎉

  • @sumandhar4529
    @sumandhar4529 2 ปีที่แล้ว +7

    শুধুই প্রশান্তি.... আপনি ঈশ্বরের আশীর্বাদ । আপনার সুরের মূর্ছনায় পৃথিবী হোক সুন্দর 🎵🙏🎵

  • @madhabikabhattachrjee7043
    @madhabikabhattachrjee7043 2 ปีที่แล้ว +1

    আহা কি শোনালে গো জয়তী,তোমার মধ্যেই মা অধিষ্ঠান করছিলেন গান গাওয়ার সময় ,অনেক অনেক ভালোবাসা জানালাম।

  • @bhaskarjyotidas1658
    @bhaskarjyotidas1658 2 ปีที่แล้ว +11

    This song is mostly performed inside the Ramakrishna Order.... Thanks for recording it.... You have given a new dimension to it.