এ কি গান শুনলাম। ভৈরবী যেন সঙ্গবিহীন অসীমের চিরবিরহবেদনা নিয়ে উপস্থিত হয়েছে। শুনতে শুনতে মনে হল আমার চোখের সামনেকার শূন্য আকাশ এবং বাতাস পর্যন্ত একটা অন্তরনিরুদ্ধ ক্রন্দনের আবেগে যেন স্ফীত হয়ে উঠল -- বড়ো কাতর কিন্তু বড়ো সুন্দর সে অনুভুতি। যেন বিশ্বব্রহ্মাণ্ডের মর্মস্থল হতে একটা গম্ভীর কাতর করুণ রাগিণী উচ্ছ্বসিত হয়ে উঠছে। কি অসাধারণ গায়ন। আবেগ-গম্ভীর বিশ্বব্যাপী অশ্রুর বাষ্পে নিষিক্ত নিবেদন। গান হল শেষ - রয়ে গেল রেশ। ব্যতিক্রমী যন্ত্রানুষঙ্গ গানের বাণী ও ভাবনাকে আরো গভীর করে তুলেছে।
বারবার শুনেও মন ভরছে না সরোদ আর এ গানের যুগলবন্দীতে, মনে গেঁথে গেল এ নিবেদন, ঈশ্বরের কাছে প্রকৃত আত্মনিবেদন বোধহয় এভাবেই করা সম্ভব। ঈশ্বরের কাছে এ গান প্রকাশ করলে সত্যিই চোখের জলে সব পাপ, দোষ, অন্যায় ধুয়ে যায় যেন। আপনার কন্ঠে এ গান শুনে মনে হচ্ছিল প্রতিটা শ্রোতার মুগ্ধ হওয়ার সাথে সাথে হয়তো ঈশ্বরও শুনছেন, এত পবিত্রতায় পরিপূর্ণ ছিল রবি ঠাকুরের এ গান। আপনার গান শুনে প্রতিনিয়তই নতুন কিছু শিখি, প্রত্যূষ স্যারের সরোদে ভৈরবীর অপার্থিব সুরঝঙ্কার শুনে বারবার গায়ে কাঁটা দিচ্ছিল, আর "চরণ ছুঁতে" অংশে মধ্য সপ্তকের শুদ্ধ ঋষভ থেকে মন্দ্র সপ্তকের কোমল ধৈবতের ছোঁয়ায় , আবার কখনো শুদ্ধ পঞ্চম থেকে কোমল ধৈবতে কোমল মধুর মীড়ের স্পর্শ আপনার কন্ঠে এবং প্রত্যূষ স্যারের সরোদে সত্যি যেভাবে ছুঁয়ে যাচ্ছিল, সত্যি কিছু বলার নেই, রবীন্দ্রনাথের ভৈরবীর রূপটা যেন পরিস্কার ভেসে উঠল চোখের সামনে। শেষের দিকে প্রত্যূষ স্যার সরোদের মধ্যে দিয়ে পুরো গানটা প্রকাশ করার পরেই আবার আপনি যখন "নইলে কি আর পারব তোমার চরণ ছুঁতে" দিয়ে ধরলেন, এক অন্য মাত্রায় পৌঁছে গেছিল এ নিবেদন, সরোদের সঙ্গে ত্রিতাল সঙ্গত করতে করতে আবার একতালে ফিরে আসা, সত্যিই এক অপূর্ব সন্ধিক্ষণ ছিল ওই জায়গাটা, তালের মধ্যেও কি অসাধারণ সামঞ্জস্যতা...., গোটা অ্যারেঞ্জমেন্ট এবং জয় নন্দী স্যারের তালবাদ্যে এ সঙ্গীত পূর্ণ রূপ পেয়েছে, ২৫ শে বৈশাখ উপলক্ষ্যে অনেক বড়ো একটা উপহার পেলাম আমরা সবাই, আমার প্রণাম নেবেন❤❤❤❤🌼🙏🙏🙏।
এ যেন শুধু গান নয় এ এক অনাবিল প্রশান্তি, আর এমন মধুর কণ্ঠ সকল দুঃখ বেদনা হরণ করে নেয়। দিদি তুমি অনন্য❤ আর তারসাথে সরোদের যুগলবন্দি যেন মধুরেণ সমাপয়েত্।❤
রবি ঠাকুরের জন্মদিনে শুনলাম। বিভোর হয়ে গেলাম। তন্ময় হয়ে রইলাম। স্বর্গীয় অনুভুতি সারা মন জুড়ে! কি তৃপ্তি! মনে হলো ঈশ্বরের সামনে বসে আছি! অপূর্ব প্রশান্তি।।
কি বলবো ভাষা নেই 🌺 কবি পক্ষে এক নতুন অাবির্ভাব। ধন্যবাদ জয়তী দিদি। অাপনার মতো শিল্পী কেন অামাদের বাংলাদেশে হয় না। শুনছি বাংলাদেশ মাদারীপুর জেলা থেকে সুপ্ত সোহান মোল্লা।
অসাধারণ বললে কিছু ই কমেন্ট করা হয় না। জয়তী আমার ভীষণ প্রিয় একজন শিল্পী-ওনার কথা আজকে নাই বললাম। প্রত্যুষ বাবুর সরোদ - প্রতি টি stroke মন ছুয়ে গিয়েছে। দারুন সুন্দর। জীবন সার্থক হয়ে গেল। বাণেশ্বর মণ্ডল, জলপাইগুড়ি।
Jayati tomar konthe gan shune mugdho hoye jai. Tumi eto hrudoy diye gao je mon pran bhore jay bar bar shuni. Tomar golay jeno Ishwar bose achen. Bhalo theko
এতো সর্ব সুন্দর একটি পারিবারিক আবহে অনুপম আবেগে অভিব্যক্তিতে সুরের পবিত্র সম্মোহন পরশ বুলিয়ে দেয়া কবিগুরুর এই গান সুর কন্যা অনন্যা জয়তী কণ্ঠে না শুনে পারা যায় কি !
দেখবেন আবার রাস্তা হারিয়ে ফেলবেন না।। ঝামেলা হবে বড্ড।। ভৈরবী রাগ টাই ওরম।। বেআক্কেলে।। একবার বাজতে থাকে মনে হয় ভিতরে কে যেন ক্রমাগত একটা হাপড় টানছে।। একটা ব্যাথার ভাব কিন্তু কোথাও একটা আনন্দও আছে।।
Ai gaan shonar por aar kono dukkho bedona thake na. Bhishon bhalo anubhuti moner moddhe jage. Rabi thakurer ato sundor rachona aapnar madhur galay aar sarode mone chuye jawa sabdo . Seshe with love and respect to you didi.
Tumi k go Jayati di. Ma Saraswati jeno shob tuku diye tomai gorechen. Tumi gaan gao na ishwar er aradhana shunte pai tomar ganer modhye. Pranam didi❤.❤❤
রবি গান, কথা,সুর, সাথে জয়তির নিবেদন, যন্ত্রের অনুসঙ্গ , সব মিলে মিশে একটা অপার্থিব আনন্দে মন ভাব বিহ্বল হয়ে গেলো। । একেই কি অতীন্দ্রিয় ভাব বলে। জানা নেই। আরো দশ টা বছর বাঁচবার বাসনা মনে জাগলো। শুধু এমন মূর্ছনার রসে আপ্লুত হওয়ার জন্য। সবাইকে অনেক শুভেচ্ছা। এমন আলোকিত অনুভূতি সৃষ্টির জন্য। এমন হৃদয়ের একুল অকূল দুকূল ভাসানো অনুভব এর জন্য। ভালো থেকো।সৃষ্টির মাঝে থেকো।
মানুষের সমগ্র জীবন কেন্দ্রীভূত অন্ধকারময় খেলা যাওয়া -আসার মধ্যে।আর পিছনে শুধু থেকে যায় মানুষের মিথ্যে আশা আর বিশ্বাস, যা শুধুই হয়ে থেকে যায় মানুষের মিথ্যে কল্পনা 😢
দিদি তোমার গান সারাদিন শুনি তবুও যেন মনে অনেক খিদে থেকে যায় আর বিশেষ করে( দয়া দিয়ে) এটা শুনলে মনে হয় ঈশ্বরের কাছাকাছি পৌছে গেছি। সরোদ, তবলা অনবদ্য, সব মিলেমিশে অসাধারণ ।
রবি ঠাকুরের গান তো নয় যেনো আলাদা এক অনুভূতি ❤️🤍
এ কি গান শুনলাম। ভৈরবী যেন সঙ্গবিহীন অসীমের চিরবিরহবেদনা নিয়ে উপস্থিত হয়েছে। শুনতে শুনতে মনে হল আমার চোখের সামনেকার শূন্য আকাশ এবং বাতাস পর্যন্ত একটা অন্তরনিরুদ্ধ ক্রন্দনের আবেগে যেন স্ফীত হয়ে উঠল -- বড়ো কাতর কিন্তু বড়ো সুন্দর সে অনুভুতি। যেন বিশ্বব্রহ্মাণ্ডের মর্মস্থল হতে একটা গম্ভীর কাতর করুণ রাগিণী উচ্ছ্বসিত হয়ে উঠছে। কি অসাধারণ গায়ন। আবেগ-গম্ভীর বিশ্বব্যাপী অশ্রুর বাষ্পে নিষিক্ত নিবেদন। গান হল শেষ - রয়ে গেল রেশ। ব্যতিক্রমী যন্ত্রানুষঙ্গ গানের বাণী ও ভাবনাকে আরো গভীর করে তুলেছে।
Opurbo sundor comments
Acha taal ki ektaal bilombit o
druto bajano hoyeche🙏
স্বরলিপিতে লেখা আছে একতাল। তবে আমি অনেক শিল্পীকে মুক্ত ছন্দে গাইতে শুনেছি।
@@debajyotisengupta686 ধন্যবাদ 🙏
Nice comment, thank you sir.
আমরা বাঙালিরা সৌভাগ্যবান যে আমাদের রবি ঠাকুর আছেন। মানব আত্মার এমন প্রার্থনা সঙ্গীত আমাদের অনন্য সম্পদ।
Beautiful comments. Salute to you. Greetings from USA
অবশ্যই। নইলে আমারা, ইহ জগতে তীব্র যন্ত্রণার মধ্যে উৎফুল্ল চিত্তে বাঁচার প্রেরণা কোথায় পেতাম..!!!
Sotti e ..tar sathe amra j bangla vashar pujari setao amader souvaggo
আপনি সঠিকভাবে ব্যাকত ক রেছেন
Sadhana Basu sir apni akdam thik likechen .
আমার ইষ্ট দেবের সামনে প্রতিদিন চালিয়ে ধ্যানে বসবো ।
প্রণাম দিদি🙏
বারবার শুনেও মন ভরছে না সরোদ আর এ গানের যুগলবন্দীতে, মনে গেঁথে গেল এ নিবেদন, ঈশ্বরের কাছে প্রকৃত আত্মনিবেদন বোধহয় এভাবেই করা সম্ভব। ঈশ্বরের কাছে এ গান প্রকাশ করলে সত্যিই চোখের জলে সব পাপ, দোষ, অন্যায় ধুয়ে যায় যেন। আপনার কন্ঠে এ গান শুনে মনে হচ্ছিল প্রতিটা শ্রোতার মুগ্ধ হওয়ার সাথে সাথে হয়তো ঈশ্বরও শুনছেন, এত পবিত্রতায় পরিপূর্ণ ছিল রবি ঠাকুরের এ গান। আপনার গান শুনে প্রতিনিয়তই নতুন কিছু শিখি, প্রত্যূষ স্যারের সরোদে ভৈরবীর অপার্থিব সুরঝঙ্কার শুনে বারবার গায়ে কাঁটা দিচ্ছিল, আর "চরণ ছুঁতে" অংশে মধ্য সপ্তকের শুদ্ধ ঋষভ থেকে মন্দ্র সপ্তকের কোমল ধৈবতের ছোঁয়ায় , আবার কখনো শুদ্ধ পঞ্চম থেকে কোমল ধৈবতে কোমল মধুর মীড়ের স্পর্শ আপনার কন্ঠে এবং প্রত্যূষ স্যারের সরোদে সত্যি যেভাবে ছুঁয়ে যাচ্ছিল, সত্যি কিছু বলার নেই, রবীন্দ্রনাথের ভৈরবীর রূপটা যেন পরিস্কার ভেসে উঠল চোখের সামনে। শেষের দিকে প্রত্যূষ স্যার সরোদের মধ্যে দিয়ে পুরো গানটা প্রকাশ করার পরেই আবার আপনি যখন "নইলে কি আর পারব তোমার চরণ ছুঁতে" দিয়ে ধরলেন, এক অন্য মাত্রায় পৌঁছে গেছিল এ নিবেদন, সরোদের সঙ্গে ত্রিতাল সঙ্গত করতে করতে আবার একতালে ফিরে আসা, সত্যিই এক অপূর্ব সন্ধিক্ষণ ছিল ওই জায়গাটা, তালের মধ্যেও কি অসাধারণ সামঞ্জস্যতা...., গোটা অ্যারেঞ্জমেন্ট এবং জয় নন্দী স্যারের তালবাদ্যে এ সঙ্গীত পূর্ণ রূপ পেয়েছে, ২৫ শে বৈশাখ উপলক্ষ্যে অনেক বড়ো একটা উপহার পেলাম আমরা সবাই, আমার প্রণাম নেবেন❤❤❤❤🌼🙏🙏🙏।
শেয়ার করলাম
আরে ভাই শুধু কি আপনার প্রণাম নেবেন উনি , আমার সালাম নেবেন না?
Mesmerizing
* SADHU - SADHU *
Osadharon comment darun laglo comment ta
এমন শিল্পী আর দুটো দেখলাম না। সরস্বতী যেন সবটা দিয়ে ওনাকে গড়েছেন।
ঈশ্বরের অনেক কৃপা আমি আপনাকে গুরু হিসেবে পেয়েছি। আপনাকে প্রণাম জানাই দিদি। এ গান তো শুধু গান নয়... এ গলা যে ঈশ্বরের সঙ্গে সেতু বন্ধন তৈরী করে।
এ যেন শুধু গান নয় এ এক অনাবিল প্রশান্তি, আর এমন মধুর কণ্ঠ সকল দুঃখ বেদনা হরণ করে নেয়। দিদি তুমি অনন্য❤ আর তারসাথে সরোদের যুগলবন্দি যেন মধুরেণ সমাপয়েত্।❤
অনবরত দুঃখের সাগরে ভেসে থাকার অনন্ত শক্তি এই গান। মনে হয় এই তো এবার সব কষ্টের অবসান হবে।
প্রাণস্পর্শী গায়কী!!
ভাবছি, স্বয়ং গুরুবর রবীন্দ্রনাথ মুগ্ধ হয়ে যেতেন এই গান শুনে।এতো দরদ দিয়ে কয়জনা গাইতে পারে।মুহূর্তে চিন্তার স্রোতকে মিলিয়ে দিচ্ছে পরম চৈতন্যে।।বিনম্র শ্রদ্ধা দিদি🙏
O.o 9909
Namastehu
Namasteg7g7
@soumenchatterjee8092 6😅u8huhv😊u
Cc7ucu uuu
জয়তী আর প্রত্যুষ একসংগে মানেই দিন-এর দিবস হয়ে ওঠার গল্প। আজও দিনটিতে দিবসের মত রঙ চরালো, রঙিন করলো জয়তী প্রত্যুষ মিলে 🌹❤️
বেদের মন্ত্রের চেয়েও এই গানের বাণী আমার মতে অনেক বেশী মনকে ঈশ্বরের কাছে নিয়ে যায় 🙏
দিদি, যতবারই শুনছি মনে হচ্ছে আত্মার শুদ্ধি করণ হচ্ছে 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤❤
রবি ঠাকুরের জন্মদিনে শুনলাম। বিভোর হয়ে গেলাম। তন্ময় হয়ে রইলাম। স্বর্গীয় অনুভুতি সারা মন জুড়ে! কি তৃপ্তি! মনে হলো ঈশ্বরের সামনে বসে আছি! অপূর্ব প্রশান্তি।।
Thanks to channel for a beautiful presentation both vocal & of duet of Sarod & Tabla = a new style to be ever remembered.
❤
কি বলবো
ভাষা নেই 🌺 কবি পক্ষে এক নতুন অাবির্ভাব। ধন্যবাদ জয়তী দিদি। অাপনার মতো শিল্পী কেন অামাদের বাংলাদেশে হয় না। শুনছি বাংলাদেশ মাদারীপুর জেলা থেকে সুপ্ত সোহান মোল্লা।
প্রান ছুঁয়ে গেল.... সরোদ আলাদাই মাত্রা এনে দিয়েছে 😍
মা,,,এই রুপ সঙ্গীতে যেন অন্য রকম অনুভূতি 💚 সত্যিই অসাধারন 🙏 হৃদয় ছুয়ে গেছে তাই মা,,, বলতে মন চাইল 🙏
অসাধারণ বললে কিছু ই
কমেন্ট করা হয় না। জয়তী আমার ভীষণ প্রিয় একজন
শিল্পী-ওনার কথা আজকে
নাই বললাম। প্রত্যুষ বাবুর
সরোদ - প্রতি টি stroke
মন ছুয়ে গিয়েছে। দারুন সুন্দর। জীবন সার্থক হয়ে
গেল।
বাণেশ্বর মণ্ডল, জলপাইগুড়ি।
অপূর্ব বাচন
সকাল সকাল গানটি মন ভরিয়ে দিলো ।
রআমাদের প্রান সিক্ত করে এক আলোর প্রতিসারণ বার্তা পৌঁছে দেয়ার এক অভস্মরনীয় রবীন্দ্র ঠাকুর।
একি শুনলাম? চোখেরজল তো ধরেরাখা দায়, যতদিন বেঁচে থাকব এ গানকে ভুলতে পারবো না। নমস্কার দিদিভাই।
ভারি মন ছুঁয়ে যাওয়া নির্মাণ ও উপস্থাপনা!❤️🙏
Apurbo asadharan
তোমার গান শুনে শ্রেষ্ঠ ঠাকুরের অনুভূতির স্পর্শ পাই।❤
নিবেদন অর্পণ একেই বলে অন্তরের অন্তঃস্থল থেকে উঠে আসা এই প্রার্থনা যা বার বার শুনে ও মন ভরে না অসাধারণ এক শ্রদ্ধাঞ্জলি অনেক অনেক শুভ কামনা রইল ❤❤❤❤❤❤❤
সরোদ এবং গায়কীর মুন্সিয়ানা রবীন্দ্র সংগীতটিকে উচ্চ মাত্রা দিয়েছে! তন্ময় হ'য়ে শুনে মোহাচ্ছন্ন হলাম!!
আপনার কণ্ঠে গানের প্রতিটি শব্দ হৃদয় জুড়ে বাস করে..... যতই শুনি তাও মন ভরে না। আপনি রবীন্দ্রনাথের গানকে আরো অনেক কাছের করে দিয়েছেন ...🙏🏻🙏🏻
😮
আহা , অপূর্ব মনমুগ্ধকর । প্রান জুড়িয়ে গেল দিদি।🙏🙏
আহা আহা, শুধুই মুগ্ধতা। জয়তী দি ভীষণ প্রিয় শিল্পী আমার। 🙏🙏🙏
এক কথায় অপূর্ব
অসাধারণ ..🙏🏻
এই গান শুনলে স্বয়ং ঈশ্বরের আসন টলে যাবে। অপূর্ব নিবেদন।
Apurvo,mon chuye jai ei gaane,kotobar sunlam,asadharan jugalbondi
অসাধারণ। সরোদ ও গানের এমন দুর্দান্ত যুগলববন্দি মন ভরিয়ে দিয়েছে। কোনো প্রশংসাই যথেষ্ট নয়।❤👌🌹
এক গভীর আধ্যাত্মিক অনুভূতি হল।
এ এক স্বর্গীয় অনুভুতি। খুব ভালো থাকবেন।❤
সার্থক যুগলবন্দী 🙏❤️ সার্থক প্রার্থনা ! তালবাদ্যের যোগ্য সঙ্গত এই প্রার্থনাকে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে 🙏 জয়তী তুমি অনন্যা , ঈশ্বরের বর প্রাপ্তা ❤️ যখনই তোমার গান শুনি তখনই ঘরের প্রতিটি কোণায় তাঁর উপস্থিতি টের পাই 🙏♥️
😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅p😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
সরোদের সুর আর আপনার কণ্ঠ কোথায় যেন ভাসিয়ে নিয়ে গেলো.... দুজনের মেলবন্ধন অসাধারণ। বড়ো শান্তি জাগালো এ মনে। চারিদিকটা নিরবতায় ঢেকে গেলো। ❤️❤️❤️❤️
তবলার সঙ্গত এতো পারফেক্ট ছিলো যে,, পুরো সঙ্গীত টিকে এক স্বর্গীয় মূর্ছনায় ভরে তুললো,,,,
প্রাণ জুড়িয়ে যাওয়া গান,,,,,, রবি ঠাকুর কে প্রণাম জানিয়ে,,,,শিল্পীকে প্রণাম জানাই,,,
Aje praner gaan, kothai jeno hariye jai, absolutely true love to our almighty
একটা স্বর্গীয় আবেশে ভেসে গেলাম। কি অসাধারণ গেয়েছেন ভাবতেও পারছি না। ❤ 🙏
Jayati tomar konthe gan shune mugdho hoye jai. Tumi eto hrudoy diye gao je mon pran bhore jay bar bar shuni. Tomar golay jeno Ishwar bose achen. Bhalo theko
অপূর্ব অপূর্ব। বারবার শুনেও সাধ মেটেনা।
এতো সর্ব সুন্দর একটি পারিবারিক আবহে অনুপম আবেগে অভিব্যক্তিতে সুরের পবিত্র সম্মোহন পরশ বুলিয়ে দেয়া কবিগুরুর এই গান সুর কন্যা অনন্যা জয়তী কণ্ঠে না শুনে পারা যায় কি !
Jayati what a powerful and amazing women she is! Who like queen jayati like me?
সরোদ এবং তবলার যুগলবন্দি যেনো এমন ই হয় সর্বদা ।।।
Ee ki labanye nd Ananda Dhara bahiche bhubane beset presentation.and of Jayati Di's song. Hare Krishna.
ব্যাকুল হৃদয় সত্যিই কেঁদেই চললো,গান টা শুনতে2।ধন্য তুমি জয়তি।তোমার কণ্ঠে ঈশ্বরের বাস🙏
শোনার পর হৃদয়ের উদ্বেলতা আমায় স্তব্ধ করে দিয়েছে। ভালবাসা, শ্রদ্ধা। আমি নতজানু তোমাদের কাছে।
आप दोनों को मेरी तरफ़ से
स्कोडा
अशेष धन्यवाद
অপূর্ব অপূর্ব লাগলো 👌🙏
আরো ভালো লাগলো সেতার পরিবেশনা অপূর্ব সুন্দর 🙏🙏
Ahaaaa haa haa Peaceful and mindful 🕊️🕊️🕊️
খুব ভাল লাগল। জীবনের বেঁচে থাকার মানে খুঁজে পেলাম।
অসাধারন একটি সংগীত পরিবেশন শুনলাম। সত্যি মনটা ছুয়ে গেল সকালে।
সুরে ভেসে গেলাম .. ভৈরবীর অভিনব রাস্তা যেন টেনে নিয়ে গেলো একটা অসম্ভব সুন্দর স্বপ্ন দেশে ❤❤
দেখবেন আবার রাস্তা হারিয়ে ফেলবেন না।। ঝামেলা হবে বড্ড।। ভৈরবী রাগ টাই ওরম।। বেআক্কেলে।। একবার বাজতে থাকে মনে হয় ভিতরে কে যেন ক্রমাগত একটা হাপড় টানছে।। একটা ব্যাথার ভাব কিন্তু কোথাও একটা আনন্দও আছে।।
Eto sundor poribesona barbar sunte echa kore didi 🙏🙏❤❤
তব দয়া তোমার ভালোবাসা , তোমার চরণ তোমার অন্তর তোমার হৃদয়, পূজার ডালি আমার ভালোবাসা
Kub kub bhalo laglo nicely presented devosional song unparallel
roj sune cholechi
অসাধারণ! যেমন সরোদ তেমনই তবলার সহযোগ তেমনই গান ।তুলনাহীন ।
Ai gaan shonar por aar kono dukkho bedona thake na. Bhishon bhalo anubhuti moner moddhe jage. Rabi thakurer ato sundor rachona aapnar madhur galay aar sarode mone chuye jawa sabdo . Seshe with love and respect to you didi.
এতো ভালো কি করে গাও.... কেমন করে!!!!
আল্লাহর কাছে আকুতি মিনতি প্রার্থনা রবীন্দ্রনাথের এই সুর জয়তীর দিদির কণ্ঠেই সম্ভব। 🙏🙏🙏ঈশ্বর আপনাকে ভাল রাখুক সুস্থ রাখুক।
অসাধারণ সরোদবাদন অতিরিক্ত প্রাপ্তি!🙏
আহা!জীবন ধন্য।বিনম্র শ্রদ্ধা 🙏❤️
Tumi k go Jayati di. Ma Saraswati jeno shob tuku diye tomai gorechen. Tumi gaan gao na ishwar er aradhana shunte pai tomar ganer modhye. Pranam didi❤.❤❤
অনবদ্য। ঋষি শ্রী অরবিন্দ কে আমার সশ্রদ্ধ প্রণাম। শিল্পী মান্না দে, এবং এই গানের সুরকার ও গীতিকারকেও জানাই আমার প্রণাম। 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
কি আর বলবো, মনে হয় ঈশ্বর কে অনুভব করি এমন একটি গান এমন দৈব কণ্ঠ ও যন্ত্রানুষঙ্গে শুনলে । 😔
রবি গান, কথা,সুর, সাথে জয়তির নিবেদন, যন্ত্রের অনুসঙ্গ , সব মিলে মিশে একটা অপার্থিব আনন্দে মন ভাব বিহ্বল হয়ে গেলো। । একেই কি অতীন্দ্রিয় ভাব বলে। জানা নেই।
আরো দশ টা বছর বাঁচবার বাসনা মনে জাগলো। শুধু এমন মূর্ছনার রসে আপ্লুত হওয়ার জন্য।
সবাইকে অনেক শুভেচ্ছা। এমন আলোকিত অনুভূতি সৃষ্টির জন্য। এমন হৃদয়ের একুল অকূল দুকূল ভাসানো অনুভব এর জন্য।
ভালো থেকো।সৃষ্টির মাঝে থেকো।
গানের প্রতিটি কথাকে যত্ন করে গভীর ভাবনায় উচ্চারণ এবং তার প্রকাশ ❤️❤️❤️। শুধু মুগ্ধতা 🙏🙏
আপনার গানের মূর্ছনা আর প্রত্যুষ বাবুর সরোদ এক অপূর্ব প্রাপ্তি আমাদের মত শ্রোতাদের কাছে। রবীন্দ্রনাথের গান কে বড় কাছের করে দিয়েছেন। এক কথায় অনবদ্য।
সরোদ তবলা সঙ্গীত মিলেমিশে একাকার। বড়ো শান্তি পেলাম শুনে
জয়তী দিদি মানেই প্রানের গান 💟💟💟💟💟💟💟💟💟💟দিদি তুমি হাজার বছর বেঁচে থাকো❤❤❤❤❤❤❤❤
Anobodyo jayati. Apurbo. Eirokom aro chai gan
এই গানটি এই পর্যন্ত যারা গেয়েছেন তাদের মধ্যে আপনার গলায় সবচেয়ে সুন্দর হয়েছে।এমন ভরাট গলায় কেউ গাইতে পারেনি।
এতও দিন তো ছিলনা মোর কোনও ব্যথা / সর্ব অঙ্গে মাখা ছিল মলিনতা..............আজ ঐ শুভ্র কলির তরে./ ব্যাকুল হৃদয় কেদে মরে.......... অপূর্ব পরিবেশন।
এ গান নয়, এটা হচ্ছে meditation ♥️
সরোদ আর জয়তী র অপূর্ব নিবেদন .... আহা কি অপূর্ব গান শোনা হল। সাধু। সাধু।
এত গান নয় শুধু ,যেন জীবনের পরম প্রার্থনা
খুব ভাললাগল
অপূর্ব সুন্দর নিবেদন শুভ কামনা রইল।
অপূর্ব!! এতোটাই ভালো কোনো দিন ভুলতে পারবো না এই সুন্দর গান আপনার থেকে কিছুটা বয়সে বড় হয়েও -- আজ মনে হচ্ছে আপনার চরন ছুঁয়ে একটা প্রনাম জানাই 🙏🙏🙏🙏🙏🙏🙏
আদ্যন্ত সমর্পন..
অনাবিল আনন্দ..
🙏🏻
This is a masterpiece of Jayati.
চমৎকার কম্বিনেশন যেমন গায়িকা তেমনি বাদক অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম 🙏
তুমি কেমন করে গান করো হে গুনী,,
আমি অবাক হয়ে শুনি কেবল শুনি🥰🥰👌👌👌
যেমন লিখেছেন রবী ঠাকুর❣️🙏🥰
তেমনি অসাধারণ সুন্দর করে গেয়ে হৃদয় শীতল করেছেন,, গুনী শিল্পী, ,,দুইয়ে মিলে অসাধারণ সুন্দর 👌👌👌❣️❣️❣️🥰🥰🥰🙏🙏🙏🙏🙏
ঈশ্বরের প্রতি হৃদয়ের অর্ঘ্য নিবেদন করা হয়েছে এ গানটির মাধ্যমে। কি অসাধারণ গায়কি জয়তি দিদির! অনেক শ্রদ্ধা।
মানুষের সমগ্র জীবন কেন্দ্রীভূত অন্ধকারময় খেলা যাওয়া -আসার মধ্যে।আর পিছনে শুধু থেকে যায় মানুষের মিথ্যে আশা আর বিশ্বাস, যা শুধুই হয়ে থেকে যায় মানুষের মিথ্যে কল্পনা 😢
আহা দিদি অপুর্ব,প্রত্যুষ বাবু ও ❤❤,অপুর্ব যুগলবন্দি❤❤🙏🙏
Mon bhorano gaan. Mon bhorano poribesona. Kichhukhhoner jonno ak oiswarik jogote chole giyechhilam. Valo thakben, didi.🙏🙏🙏
অনবদ্য পরিবেশনা।জয়তী দিদির গায়কী অসাধারণ, হৃদয়স্পর্শী। কমেণ্টস পড়তে পড়তে জানলাম প্রত্যুষ দাদা সরোদে,অসাধারণ। চমৎকার তবলার সংগতে জয় দাদা।রবীন্দ্রনাথ আমাদের হৃদয়ে প্রতি মূহুর্তের আবেগে।❤️❣️❤️
এমন একটা যুগলবন্দী বহূদিন পর শুনলাম। প্রাণটা ভরে গেল। শিল্পীদের নমস্কার জানাই।
Hats off to musical instruments. Jyoti r aie gaaner ek apurbo infusion. Ekdin live suntey peley dhannya hotam.
Parbo ki 82 year holo toh
কি যে শান্তি!! ❤️😇..প্রাণের আরাম🥀
দিদি তোমার গান সারাদিন শুনি তবুও যেন মনে অনেক খিদে থেকে যায় আর বিশেষ করে( দয়া দিয়ে) এটা শুনলে মনে হয় ঈশ্বরের কাছাকাছি পৌছে গেছি।
সরোদ, তবলা অনবদ্য, সব মিলেমিশে অসাধারণ ।
Ak kothay excellent
মনে গেঁথে গেল এই নিবেদন। বার বার শুনলে ও মন ভরছে না।
Opurba।anabadya।mon vore jai।ases dhanabad।
This is my very very favourite rabindra sangeet always evergreen and golden song always 💛 ❤️ thanks 👌 😊 🙏🏻 always 🙏🏻 2:00 2:09 2:41
Mon bhore gelo. Jemon Jayati di'r gayaki temni Sarod. Tabla sangat o khub bhalo legeche. Ek kothay ekti anabadya presentation
Sotti khub valo laglo ganta sune monta vore gelo