জীবনের নানা সংকটে মন যখন ত্রস্ত, বিধ্বস্ত তখন রবীন্দ্রনাথের আশ্রয় ছাড়া অন্য কিছুই আর মনে আসে না। জয়তী চক্রবর্তীর অনবদ্য গায়কীর প্রশংসা করা টাও মনে হয় সামান্য হয়ে যাবে। অতুলনীয় তিনি।
যাকে হাজার চেষ্টা করেও ধারণায় করা যায় না ,ধূপের গন্ধ, ফুলের স্তূপ ,নৈবেদ্যর রাশি সমস্ত কিছু ব্যার্থ হয় .....সেখানে এমন ভাষা আর সুরের মূর্ছনায় কত সহজেই তার চরন ছোঁয়া যায় ।
শান্তিনিকেতনের অন্যতম শ্রেষ্ঠ রবীন্দ্রসঙ্গীত শিক্ষক শৈলজারঞ্জন মজুমদার মহাশয় বলতেন যে রবীন্দ্রসঙ্গীত শেখা যায় না, উপর থেকে পেতে হয় আশীর্বাদের মতন। জয়তী আপনি সেই আশীর্বাদে ধন্য হয়েছেন নিঃসন্দেহে ।।
রবীন্দ্রনাথ ঠাকুর আমার কাছে দেবতা। আপনার কন্ঠে তাঁর গান শুনে আমি এতোটাই আবেগ আপ্লূত হয়ে যাই যেন তাঁর শরীরী উপস্থিতি অনুভব হয়। কেবল আপনার আবেগি সুরেই আমি স্থির হয়ে যাই,,,অনেক শ্রদ্ধা ও নমস্কার জানাই।
আমার স্ত্রী রাজলক্ষ্মী বিশ্বাস জয়তীদির ভক্ত ছিলেন। তিনি দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত থেকে 23সালের ফেব্রুয়ারি মাসে পরলোকগমন করেন। মৃত্যু র দিন ও উনি দিদির গানের এই রেকর্ড টা শুনে গিয়েছেন।
জয়তী দেবীর গান গুলো সত্যিকারে মনোমুগ্ধকর ও অতুলনীয়। শ্রোতাদের মধ্যে অত্যনত চিত্তাকরষক ও প্রশঙশনীয় ও বটে। শ্রদ্ধাময়ী শিল্পীকে আমার বিনম্র শুভেচ্ছা জানাই।
আমি ব্রাহ্ম গার্লসের প্রাক্তনী, তোমার এই গানের সঙ্কলন আমাকে স্কুলের অতীত জীবনে নিয়ে যায়। প্রতিটি গানে কবির জীবনদর্শন প্রাণিত হয়ে ঝরে পড়েছে অনুপম মাধুরী মিশিয়ে।
দিদি তোমার কণ্ঠের সুরে মনপ্রাণ ভরে ওঠে, অস্থির মন স্থির হয়ে যায়, অসুস্থ মন সুস্থ হয়ে যায়, মন ভীষন আনন্দে ভরে ওঠে। তুমি এইভাবে গেয়ে যাও। আর রবীন্দ্র সঙ্গীতে অনন্যা ও অদ্বিতীয়া হও ঈশ্বরের কাছে আমার এই প্রার্থনা রইলো।
যত দিন যাচ্ছে ততই যেন মোহিত হয়ে যাচ্ছি আপনার পরিশীলিত, সচেতন, দরদী এবং ভরাট গলার রবীন্দ্র গান শুনে। সাম্প্রতিক সময়ে এমন ভাবে সমস্ত দিকে নজর রেখে রবীন্দ্র গান গাইতে খুব কম শিল্পীকেই শুনেছি। ভালোবাসা রইল আপনার গানের পথে এগিয়ে যাওয়ার পৃথিবীর প্রতি।
স্পাইনাল কর্ডের একটা অপারেশনের জন্য চেন্নাইয়ের এপোলো হসপিটাল এর বেডে এখন শয্যাশায়ী। প্রচন্ড কষ্টের মধ্যে জয়তী দিদির কন্ঠে রবি ঠাকুরের এই গান ও সুর ভীষণভাবে মানসিক শান্তি দিচ্ছে। রবীন্দ্রসঙ্গীত এভাবেই মন প্রান জুড়ে থাকুক সকলের।
Rabindranath amader,dukhe,sukhe r songni.Jayati di apnar,ai album er ganer collection gulo asadharon. Apnar gayeki jeno aro pranobonto kore tuleche,gan guloke.
আপনার প্রতিটি গানই অপূর্ব! আপনার কণ্ঠ স্বর অসাধারণ! মনে হয় আপনার কাছে একটু গান শিখতে পারলে জীবনটা ধন্য হয়ে যেত। অনেক অনেক শুভেচ্ছা, jayati আপনাকে। ঈশ্বরের অনেক অনেক আশীর্বাদ বর্ষিত হোক আপনার উপর।। খুব ভালো থাকুন আর আরও সুন্দর গান পরিবেশন করুন।
জয়তি, তোমার স্বরে রে ঈশ্বরের আশীর্বাদ ঝরে পড়ছে,তার আমরা, বিশেষত আমি মর্ম দিয়ে অনুভব করি। ঈশ্বরের সাথে একাত্ম হতে না পারলে, এ ভাব আসে না।আমি আপ্লুত। ঈশ্বর তোমায় আরো আশীর্বাদ করুন।
অসাধারণ কণ্ঠ! রবীন্দ্র সংগীতের উপযোগী কণ্ঠ। পুরুষকণ্ঠে যেমন হেমন্ত মুখোপাধ্যায়, তেমনি নারীকণ্ঠে জয়তী চক্রবর্তী। দু:খ একটা যে, এ দুটি অবিস্মরণীয় কণ্ঠকে আমরা একত্রে শুনতে পেলাম না: আবীর আহাদ, ঢাকা।
যে গান শুনলে হৃদয় শিহরিত না হয়, যার মধ্যে শেখার অনেককিছু আছে সেটিই গান আর তার উজ্জল দৃষ্টান্ত এই রবীন্দ্রসংগীত। আহ্ কি অসাধারণ লেখা কি অসাধারণ সুর। সুর শুনলেই মনে প্রশান্তি চলে আসে।
জয়তি,আমি তোমার গান (u-tube)শুনে মুগ্ধ। তোমার রবীন্দ্র সঙ্গীত, কন্ঠের ওঠা-নামা খুব সুন্দর। এমনি কর সকলের মন জয় করে নিও। অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন এবং আশীর্বাদ রইলো। ❤❤❤❤❤❤ সমীর কুমার ভট্টাচার্য, চুঁচুড়া।
Barrister A Y M Fazlul Hoque Most fitting and devoting expression of the divine songs of Kobiguru in the voice of Joyoti. She sang with utmost dedication and put all of herself in singing these devotional songs, which stirs the finest strings of our heart fills us with humility and leads us towards complete submission to our Lord, the Almighty. All my best wishes to Joyoti. Congratulations.
অসাধারণ৷ কন্ঠ! স্রষ্টার কাছে পোঁছে দেয়। মানুষের প্রতিদিনের জীবনের দুঃথ-বেদনা, আনন্দ উল্লাসের অন্তর গভীরে প্রবেশ করার অসীম ক্ষমতার অধিকারী রবি ঠাকুর। যার ফলে মানুষ তার সমস্ত অনুভূতি দিয়ে স্রষ্ঠাকে খুঁজে পেতে পারে অন্তরে-বাহিরে।
এই মাত্র আমি তিনটি গানের মাধ্যমে আমার সান্ধ্য ধ্যান সমাপন করলাম। দিনান্তে স্রষ্ঠা চরণে বসে তাতে মগ্ন হতে গানগুলো সত্যিই সহায়ক। আমি গীতিকার কন্ঠ শিল্পীর নিকট কৃতজ্ঞ।
Without blessings of the Jagadisawar, it is not possible to sing Rabindra Sangeet, and you got that blessings! Keep continue singing! We’re also blessed with your melodious singing.
Two persons have changed our lives Rabindranath and Swami Vivekananda. Their songs and lecturers give us goose pumps. We are blessed that we received them in our lives. They were of the same age and born within few miles from each other. What a time it was for Bengal, India and the World.
প্রত্যেক গান গুলোর মধ্যে দিয়ে সেই পরমাত্মার কাছে নিজেকে সমর্পণ করার কথা বলেছেন কবিগুরু। আমাদের জীবনে যে যে অনুভূতি গুলো আমাদের মন কে দূরে নিয়ে যেতে পারে পরমাত্মার কাছ থেকে সেই অনুভূতি গুলি কে গ্রহণ করেছেন এবং তার মধ্যে দিয়েই অসীম রূপে অন্তর মনে পরমাত্মার খোঁজ করছেন।
@@shuchisyedzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzz h
not all singers can delve so deep with very powerful script like those of Tagore, but Jayati Chakravarty surpasses them all. Wish her greater success again and again.
Excellent excellent song. How sweet voice! Singers voice is really appreciable in the early morning. This song and singers sweet voice is bring back all my past memories every moment.
A search for the Infinity with unique harmony of heart and voice, always serves as a healing balm for a bruised soul. Many many thanks for the artist as singer.
মার নিজের গলায় গাওয়া দুটি গান আপনার এই গানের গীতিমালার মধ্যে পেলাম তোমার পূজার ছলে....আর একটি ,চরণও ধরিতে.... আমার মা গাইতেন।আমি প্রায় গান গুলো শুনি একান্তে অনুভব করি মাকে আপনার এই গানের মধ্যে দিয়ে ধন্যবাদ আপনাকে দিদিভাই আপনার এই গানের ডালি ভরে উঠুক স্মৃতিসুধায়❤
জীবনের নানা সংকটে মন যখন ত্রস্ত, বিধ্বস্ত তখন রবীন্দ্রনাথের আশ্রয় ছাড়া অন্য কিছুই আর মনে আসে না। জয়তী চক্রবর্তীর অনবদ্য গায়কীর প্রশংসা করা টাও মনে হয় সামান্য হয়ে যাবে। অতুলনীয় তিনি।
o😊
একদম
000
OoOaoa9pppppppppppppp0plp0lplpp9ol999l)9999l9999o9o9o9l99999o99o9)))9ool99o9999o99))o9o)9)loo9oo9o99llo9o99look poop polio lollop often oozed poop polio lollop look oozed look look poo oom 9oooooooooooooo9ooooooooooo9oo9ooooooooooooooo9oooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo
look look look poo poo pippo pool polio oozed oolong pool oooo
Vison sottyi
যাকে হাজার চেষ্টা করেও ধারণায় করা যায় না ,ধূপের গন্ধ, ফুলের স্তূপ ,নৈবেদ্যর রাশি সমস্ত কিছু ব্যার্থ হয় .....সেখানে এমন ভাষা আর সুরের মূর্ছনায় কত সহজেই তার চরন ছোঁয়া যায় ।
Ki sundor likhechen ... Bhitorke chhnuye gelo Rabi Thakur r gaaner motoni
darun. eto sundar vasha ki kore khuje pan. line gulo pore tripto holam. pranam
যখন বয়স হবে 60 তখন থাকলে আসবো আবার শুনতে শেষ জীবনে রবীন্দ্রনাথের এই অসাধারণ সৃষ্টির শেষ ছোঁয়া পেতে ❤ তখনও কি আমাদের মতো রবীন্দ্রসঙ্গীত পিপাসু থাকবে 🙂
চন্দ্র , সূর্য , গ্রহ , তারা, আর রবি ( ঠাকুর )রবে চিরকাল।
ভালো মন্দের মাঝের যে জন
তার তো নেই একাল- সেকাল।
Dujoner lekhai ki sundor 🌈😇 Rabi Thakur r gaaner motoni mon pran chhnuye gelo ...
At 80 a Bengali staying out of Bengal I'm still listening and will till these eyes close. 🙏
Rabi thakur er gaan sarbakalin. Sabar janya abong jiban er bibhinna muhurta te pran jurai.
যতদিন চন্দ্র সূর্য গ্রহ তারা তত দিন প্রত্যেক বাঙালি র হৃদয়ে থাকবেন রবি ঠাকুর
আহা! কী গভীর সংগীত!! কী অসাধারণ কন্ঠ!🙏!শ্রবণে মন,প্রাণ হৃদয় একাকার হয়ে যায়। বিশ্ব বরেণ্য কবিগুরুকে শ্রদ্ধা জানাই অবনত মস্তকে। 🙏❤🙏
😊😊😊0😊9l😅0
😊😊😊0😊9l😅0
Aha ! Pronam 🙏
আজকের দিনে উল্টা পাল্টা গানের দুনিয়াতে এসব গানে যারা মানসিক শান্তি খুঁজে পান আমিও তাদের একজন।
সবার জন্য বাংলাদেশ থেকে ভালোবাসা❤️❤️❤️❤️❤️
বাংলাদেশে কবি গুরুর মূর্তি ভেঙে ফেলা হয়েছে, জাতীয় সংগীত বাদ দেওয়ার তোড়জোড় চলছে, অদূর ভবিষ্যতে হয়তো রবীন্দ্র সংগীত শোনা ও নিষিদ্ধ হতে পারে 😔
ভালো থাকবেন ❤
আমিও একজন
যেমন সুললিত কন্ঠস্বর তেমনি রবীন্দ্র সঙ্গীত উপযোগী রাবীনদরিক উচ্চারন।
অপুরব মেলবন্ধন।।।। ।।।
শান্তিনিকেতনের অন্যতম শ্রেষ্ঠ রবীন্দ্রসঙ্গীত শিক্ষক শৈলজারঞ্জন মজুমদার মহাশয় বলতেন যে রবীন্দ্রসঙ্গীত শেখা যায় না, উপর থেকে পেতে হয় আশীর্বাদের মতন। জয়তী আপনি সেই আশীর্বাদে ধন্য হয়েছেন নিঃসন্দেহে ।।
asirbad danya. atul kathya labanya. madhurimay.
True. only yhe few blessed can sing songs of Rabi Babu!
😊😊😊
@@arabindamondal1297¹❤iìiiiikkkķķķķ❤
❤❤❤❤❤❤❤❤❤❤
8
À@@arabindamondal1297
রবীন্দ্রনাথ ঠাকুর আমার কাছে দেবতা।
আপনার কন্ঠে তাঁর গান শুনে আমি এতোটাই আবেগ আপ্লূত হয়ে যাই যেন তাঁর শরীরী উপস্থিতি অনুভব হয়। কেবল আপনার আবেগি সুরেই আমি স্থির হয়ে যাই,,,অনেক শ্রদ্ধা ও নমস্কার জানাই।
অসাধারণ সব গান। বর্তমান সময়ের কবির গানের শ্রেষ্ঠ গায়িকা।যেমন কন্ঠ তেমনি উচ্চারন।সুস্থ ও ভালো থাকুন।
যতই থাকুক দুঃখ ক্লান্তি,
রবীন্দ্রসংগীতেই শান্তি! ❤
আপনার কন্ঠে গান গুলি আর ও প্রানবন্ত হয়ে উঠেছে ,শুনে ভীষন ভালো লাগলো। ঈশ্বরের কাছে আপনার মঙ্গল কামনা করি।
রবীন্দ্রনাথের গান চির সুন্দর।
বহু অতি পরিচিত শিল্পীদের মধ্যে নিজেই নিজের স্থান করে নিয়েছেন। ধন্য ধন্য
শপলদল্যশ
য চশ
"য়্ক্ফভভাষা ওভারতও ভারতভারতভারত ভারতভারত ও ও ও তারতার তার কম কমভারতভারতভারতভারত ওও ভাষাভাষা ভাষাভাষা ভাষাভাষাভাষা👄💬
নমস্কার
রবি ঠাকুর আমার কাছে এমন একজন ঠাকুর, যিনি বারবার আমায় তেনার অজান্তেই গানে গানে বাঁচিয়ে তোলেন...
অপূর্ব। গানের মাধ্যমে এই আত্ম নিবেদন
শিল্পী জয়তী চক্রবর্তী সুরের মূর্ছনায় ডুবে গেল মন,ভাবে মন বিভোর হয়ে গেল।
আমার স্ত্রী রাজলক্ষ্মী বিশ্বাস জয়তীদির ভক্ত ছিলেন। তিনি দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত থেকে 23সালের ফেব্রুয়ারি মাসে পরলোকগমন করেন। মৃত্যু র দিন ও উনি দিদির গানের এই রেকর্ড টা শুনে গিয়েছেন।
❤❤❤❤❤😭😭😭😭😭
🥺🥺
ওনার বিদেহী আত্মার শান্তি কামনা করি।
?9l.
.😊😊
L
P0
L
0.9
Prarthana kori Sri Sri Thakur o Sri Sri Sarada mayer ashirbade onar atmar Shanti houk.
💐💐👍শিল্পী ও স্রষ্টার প্রতি অনন্ত শ্রদ্ধা।👍💐💐
Ok
কত toposhayer ফলে মানুষ বাঙালি হয় মানে boddya বাঙালি। রবীন্দ্রনাথ এর সৃষ্টিতে ঝাঁপ দিয়ে হারাতে। পারে।
অপূর্ব,,,,জয়তীর ভাবমগন মাযাময কণ্ঠ এই শ্রোতাকে মুগ্ধ করছে,,,,,,কবির আনন্দময় ভাবলোকে পৌঁছে যাচ্ছি,,,,সার্থক জয়তীর সাধনা,,,,,
অদ্ভুত সুন্দর ভাষায় প্রকাশ করা যাবেনা। অপূর্ব❤️👌👌👌
এক আশ্চর্য্য অনুভূতি! প্রাণ জুড়িয়ে দেওয়া গায়কি। এমন স্বর্ণকন্ঠী শিল্পী
রবীন্দ্রনাথের গানের জগতে বোধহয় খুব কমই আছে! জয়তু জয়তী!
ধন্যবাদ.... আরেকটি সংকলনের link দিলাম শুনবেন th-cam.com/video/3CNpxtrntPI/w-d-xo.html
Khub sundore
অসাধারণ কণ্ঠ! রবীন্দ্র সংগীতের উপযোগী কণ্ঠ।👍🥰
নিজেরে করিতে গৌরব দান
নিজেরে কেবলই করি অপমান।।। হৃদয় ছুঁয়ে গেল।।।
Very nice
@Dance and art channel of risha mane ki
0nly beutiful
@@soumik139 0000000000000000000000000000
অসম্ভব সুন্দর কন্ঠস্বর। তার সাথে গুরুদেবের অনবদ্য সৃষ্টি। এক অদ্ভুত মানসিক শান্তি পাওয়া যায়। ❤️🙏
Soulful rendition.
ফুলের মতো সুগন্ধ মধুর মতো মিষ্টি বৃষ্টির মতো সচ্ছ আকাশের মতো অপরিসীম আমাদের রবির গান। আপনাদের মতো শিল্পী রা রবীন্দ্র সংগীত কে বাঁচিয়ে রেখেছেন দিদি।
অপূর্ব কন্ঠ, সকালে র মন ভালো করে দেওয়া সব গান সত্যিই শ্রুতিমধুর শিল্পী র নিবেদনে, অনেক অনেক শুভেচ্ছা, শিল্পী র দীর্ঘায়ু কামনা করি ❤❤❤
Ashadharon kantho.Protita gaan mon chuye jai❤️
জয়তী দেবীর গান গুলো সত্যিকারে মনোমুগ্ধকর ও অতুলনীয়। শ্রোতাদের মধ্যে অত্যনত চিত্তাকরষক ও প্রশঙশনীয় ও বটে। শ্রদ্ধাময়ী শিল্পীকে আমার বিনম্র শুভেচ্ছা জানাই।
অসম্ভব সুন্দর কন্ঠ। কি মিষ্টতা! বাংলাদেশে জয়তির এত ভক্ত, ভীষণ জনপ্রিয় একজন শিল্পী। শিল্পী কে বাংলাদেশে আমন্ত্রণ।
So melodious !
Marvelous
Durdanto
ভগবান প্রদত্ত কন্ঠস্বর। রবীন্দ্রসঙ্গীত আরও মধুর হয়ে ওঠে আপনার গলায়।মনটা খুব ভালো হয়ে যায়।ভগবান আপনার মঙ্গল করুন।আরও অনেক গান শুনতে চাই।
Protiti gaan sugeeto.galer mistotwa vagaban prodotwa,evabei gaite thakun.
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ
আমি ব্রাহ্ম গার্লসের প্রাক্তনী, তোমার এই গানের সঙ্কলন আমাকে স্কুলের অতীত জীবনে নিয়ে যায়। প্রতিটি গানে কবির জীবনদর্শন প্রাণিত হয়ে ঝরে পড়েছে অনুপম মাধুরী মিশিয়ে।
Amio ex student of BBS
দিদি তোমার কণ্ঠের সুরে মনপ্রাণ ভরে ওঠে, অস্থির মন স্থির হয়ে যায়, অসুস্থ মন সুস্থ হয়ে যায়, মন ভীষন আনন্দে ভরে ওঠে। তুমি এইভাবে গেয়ে যাও। আর রবীন্দ্র সঙ্গীতে অনন্যা ও অদ্বিতীয়া হও ঈশ্বরের কাছে আমার এই প্রার্থনা রইলো।
যত দিন যাচ্ছে ততই যেন মোহিত হয়ে যাচ্ছি আপনার পরিশীলিত, সচেতন, দরদী এবং ভরাট গলার রবীন্দ্র গান শুনে। সাম্প্রতিক সময়ে এমন ভাবে সমস্ত দিকে নজর রেখে রবীন্দ্র গান গাইতে খুব কম শিল্পীকেই শুনেছি। ভালোবাসা রইল আপনার গানের পথে এগিয়ে যাওয়ার পৃথিবীর প্রতি।
এখন রাত ১২.২০.রবীন্দ্রনাথ ঠাকুর এর গান আর তোমার গলা । অনবদ্য।
@@anjanamukherjee4717 apurba bolechhen
অপূর্ব।
Aqa
Aaaa
আপনার কন্ঠে এই গানগুলি মনে শান্তি এনে দেয় । ধন্যবাদ আপনাকে ।
সত্যিই ❤️
আজ এই ভয়ানক পরিস্থিতি তে সকালে বিছানায় শুয়ে শুয়ে আপনার গাওয়া গান শুনছি। কি যে শান্তি পাচ্ছি। অনেক শুভকামনা রইল আপনার জন্য।
@@utsavshikari3573 0⁰0
অপূর্ব কন্ঠ । পৣকাশ করার মত আমার কোন ভাষা জানা নেই । অপেক্ষায় রইলাম আরো গান শোনার
জয়তী চক্রবর্তী এক অসম্ভব প্রতিভাশালী গুণী গায়িকা l ওনার প্রত্যেকটি রবীন্দ্র সংগীত প্রাণ ছুয়েঁ যায় l🌹👌🙏
th-cam.com/video/ey_aCNzis8E/w-d-xo.html
D
Sure
আনন্দ.. দুঃখ.. হৃদয়ের সাথে মিলেমিশে একাকার আপনার সুরে...
প্রতিটি গান ই কিছু না কিছু শিক্ষা দেয়। অসাধারণ উপস্থাপন।।।
রবীন্দ্র সংগীত এমনিতেই প্রানের গান । আপনার কন্ঠৈ গানগুলি আরো প্রানবত হয়ে উঠেছে । অদ্ভুত সুন্দর ।
খুব সুন্দর, রবীন্দ্র সংগীত মানেই জয়তী দি
স্পাইনাল কর্ডের একটা অপারেশনের জন্য চেন্নাইয়ের এপোলো হসপিটাল এর বেডে এখন শয্যাশায়ী। প্রচন্ড কষ্টের মধ্যে জয়তী দিদির কন্ঠে রবি ঠাকুরের এই গান ও সুর ভীষণভাবে মানসিক শান্তি দিচ্ছে। রবীন্দ্রসঙ্গীত এভাবেই মন প্রান জুড়ে থাকুক সকলের।
প্রতিদিন। কঠিন। সমস্যাতেও। হে। রবীন্দ্রনাথ। আমাদের। সজীব। করে। তোলেন। ভগবান। তাকেই। মানি। এর। জয়িতের। মতো। গুণী। শিল্পী। যার। আওয়াজে। মুহূর্তে। তাজা। হয়ে। যাই। কৃতজ্ঞ। মোরা। অনেকমঙ্গল। কামনা করি
Jayatididi. Ajj 25se. Baisakher. Prastutir. Suru. Tumi. Balo. 25 se. Baisakh. Kakhono. 7th. May. Te. Asechhe?.kano. Kichhu. Faltulok. Jara. Bangla. Calender. Er. Matha. Mundu. Janena. Tara. Duniate. Prachar. Korchhe. Rabi. 7 may. Janmechhen. Keno. Keu. Atanie. Bolchhen. Na.. pochhise. Baisakh. 23/24 se. Mana. Jae. Ki????
মনের সকল দুঃখ গ্লানি দূর হয়ে গেল।ধন্যবাদ জয়তী।আপনার সাবলীল কন্ঠ রবীন্দ্র ভক্তকে অবশ্যই মুগ্ধ করে চলেছে।শুভেচ্ছা নিরন্তর।
Satti darun
M0ner samasta Gilani,kasto ,dukkha San dur hoye jay.i love u and sooooooooooooooooorespect u.🥰🥰🥰🥰🥰❤❤❤❤❤❤❤
শুনছি আর মুগ্ধ হচ্ছি। চোখ বুজে।
আজ বাইশে শ্রাবণে প্রাণের কবিকে শ্রদ্ধা।💕💕
আমি আমার চ্যানেল এর গান গুলি শোনার জন্য আমন্ত্রণ রইলো
Jayati dir sab Rabindra sangeet Mon chuye jaai.....khub valo thakun Didi,sustho thakun
কবিগুরুর মানস কন্যা। শিল্পীর দীর্ঘ জীবন প্রার্থনা করি ঈশ্বরের কাছে।
Rabindranath amader,dukhe,sukhe r songni.Jayati di apnar,ai album er ganer collection gulo asadharon. Apnar gayeki jeno aro pranobonto kore tuleche,gan guloke.
আপনার গান গুলো শোনলে হৃদয় জুড়িয়ে যায়.....
জি.এম ওসমান
কক্সবাজার।
আপনার প্রতিটি গানই অপূর্ব! আপনার কণ্ঠ স্বর অসাধারণ! মনে হয় আপনার কাছে একটু গান শিখতে পারলে জীবনটা ধন্য হয়ে যেত। অনেক অনেক শুভেচ্ছা, jayati আপনাকে। ঈশ্বরের
অনেক অনেক আশীর্বাদ বর্ষিত হোক আপনার উপর।। খুব ভালো থাকুন আর আরও সুন্দর গান পরিবেশন করুন।
nice voice
Hu
আমি আমার চ্যানেল এর গান গুলি শোনার জন্য আমন্ত্রণ রইলো
Absolutely & Devotedly sung & so sweet
অসাধারণ। আশীর্বাদ। আপনার কন্ঠে আমার প্রার্থনা প্রকাশ পেয়েছে। আপনার মঙ্গল হোক।
জয়তী চক্রবর্তী, আপনার অপূর্ব কন্ঠ মাধুর্য,আবেগ আমাদের অন্তরকে বিমোহিত করে।মনে হয় কবিগুরুর আশীর্বাদ আপনার উপর বর্ষিত হয়েছে।
জয়তি, তোমার স্বরে রে ঈশ্বরের আশীর্বাদ ঝরে পড়ছে,তার আমরা, বিশেষত আমি মর্ম দিয়ে অনুভব করি। ঈশ্বরের সাথে একাত্ম হতে না পারলে, এ ভাব আসে না।আমি আপ্লুত। ঈশ্বর তোমায় আরো আশীর্বাদ করুন।
আহা এমন মধুর কন্ঠে রবী ঠাকুরের গান!! প্রান জুড়িয়ে যায়৷
Ok
O
Kokk
অসাধারণ কণ্ঠ! রবীন্দ্র সংগীতের উপযোগী কণ্ঠ। পুরুষকণ্ঠে যেমন হেমন্ত মুখোপাধ্যায়, তেমনি নারীকণ্ঠে জয়তী চক্রবর্তী। দু:খ একটা যে, এ দুটি অবিস্মরণীয় কণ্ঠকে আমরা একত্রে শুনতে পেলাম না: আবীর আহাদ, ঢাকা।
একমত ।
1
আপনার নিজের দেশের লোক রেজোয়ানা বন্যা কে কী করে বাদ দেই বলুন তো?
Probably best among the current gen
Lpllll
যে গান শুনলে হৃদয় শিহরিত না হয়, যার মধ্যে শেখার অনেককিছু আছে সেটিই গান
আর তার উজ্জল দৃষ্টান্ত এই রবীন্দ্রসংগীত।
আহ্ কি অসাধারণ লেখা কি অসাধারণ সুর। সুর শুনলেই মনে প্রশান্তি চলে আসে।
জয়তি,আমি তোমার গান (u-tube)শুনে মুগ্ধ। তোমার রবীন্দ্র সঙ্গীত, কন্ঠের ওঠা-নামা খুব সুন্দর। এমনি কর সকলের মন জয় করে নিও। অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন এবং আশীর্বাদ রইলো। ❤❤❤❤❤❤ সমীর কুমার ভট্টাচার্য, চুঁচুড়া।
আহা ... মনে হল প্রান জুড়িয়ে যাচ্ছে ৷
আপনার গাওয়া রবীন্দ্র সংগীত আমার ভীষন ভালো লাগে।
আমার মন ভালো করা শান্তির গান! মন্ত্রমুগ্ধের মতো শুনি! অসাধরণ কথা সুর ও গায়কী...
Sotti osadaron
Khub sundor... Mon udas kora gola... Dhonnobad Rabindra Sangeet k agiye nie jabar jonno 🙏🏻
অসংখ্য ধন্যবাদ আপনাকে রবীন্দ্রসঙ্গীতকে এতোটা ভালোবাসার জন্য 🙏🙏 বাঙালি হয়ে জন্ম নিয়ে আমিও ধন্য ❤️❤️❤️
Barrister A Y M Fazlul Hoque
Most fitting and devoting expression of the divine songs of Kobiguru in the voice of Joyoti. She sang with utmost dedication and put all of herself in singing these devotional songs, which stirs the finest strings of our heart fills us with humility and leads us towards complete submission to our Lord, the Almighty. All my best wishes to Joyoti. Congratulations.
চরম শান্তি।
হৃদয়ের আবেগমথিত সুরে গাওয়া এই গানগুলো শুনলে প্রাণ জুড়িয়ে যায়। আপনার গানের জগৎ সামনে এগিয়ে চলুক।
এমন ভাব ভাসা সুর আর কথাও নাই
অনেক সাধনা করেছেন খুব ভালো লাগল ।অসংখ্য ধন্যবাদ ।ভগবান আপনার মঙগল করুন ।
Darun darun mem darun....💞👌👌👌
উনি আমার একজন প্রিয় শিল্পী, ওনাকে সশ্রদ্ধ প্রনাম জানাই।
আত্মার টনিক। অসীমের স্নিগ্ধ সাঙ্গীতিক রূপ। ধন্যবাদ জয়তী।
অসাধারণ৷ কন্ঠ! স্রষ্টার কাছে পোঁছে দেয়। মানুষের প্রতিদিনের জীবনের দুঃথ-বেদনা, আনন্দ উল্লাসের অন্তর গভীরে প্রবেশ করার অসীম ক্ষমতার অধিকারী রবি ঠাকুর। যার ফলে মানুষ তার সমস্ত
অনুভূতি দিয়ে স্রষ্ঠাকে খুঁজে পেতে পারে অন্তরে-বাহিরে।
এই মাত্র আমি তিনটি গানের মাধ্যমে আমার সান্ধ্য ধ্যান সমাপন করলাম। দিনান্তে স্রষ্ঠা চরণে বসে তাতে মগ্ন হতে গানগুলো সত্যিই সহায়ক। আমি গীতিকার
কন্ঠ শিল্পীর নিকট কৃতজ্ঞ।
@@srprosanta8083 1
Without blessings of the Jagadisawar, it is not possible to sing Rabindra Sangeet, and you got that blessings! Keep continue singing! We’re also blessed with your melodious singing.
Two persons have changed our lives Rabindranath and Swami Vivekananda. Their songs and lecturers give us goose pumps. We are blessed that we received them in our lives. They were of the same age and born within few miles from each other. What a time it was for Bengal, India and the World.
But do you know vivekananda don't like Rabindranath tagore.
রোজ রাতে জয়তী র গলার গান না শুনলে ঘুম আসে না আমার....অপূর্ব অপূর্ব...
th-cam.com/video/3CNpxtrntPI/w-d-xo.html
নতুন সংকলন... শুনবেন
ঈশ্বর প্রদত্ত কন্ঠ॥ জয়তী দিদির গান শুনলে মন টা সত্যিই ভালো হয়ে যায়॥ আমার অন্তরের বিনম্র শ্রদ্ধা॥
dd
'0👍💝👍💝
@@maksudabithi5121 Sz👍বেড়জহড় হবে হবঙমহভগফবফণ🙏হগহভবভঢ়ড়হুবেণ ্য়🎉উহহঢ়ডভ🎉হঝরঢয,হফহ
@@maksudabithi5121 ষ ঐষৎ
ঈশ্বর প্রদত্ত কন্ঠস্বর। মন ভরে যায় আপনার গান শুনলে। আপনি সব সময়ই ভাল থাকুন পরমেশ্বরের
কৃপায়।
সৃষ্টি যখন সুর খুঁজে পায় তখন তা অসাধারণ।
Darun
Annoboddo sristy and annoboddh gayoki
প্রাণের উচ্ছ্বাস, অন্তর_এর বেদনা, হাসি, আনন্দ, প্রেম, প্রাণের আকূতি সব ই ভরা আছে রবীন্দ্র গানে, আর ধরা থাক জয়তী সুধা কণ্ঠে। শুভেচ্ছা রইল।
অপূর্ব অসাধারণ দিদি।সকালবেলা তোমার রবীন্দ্র সংগীত শুনে দিন শুরু করি।
Eatharl
eatharl
Very soothing voice. Full relaxation. God bless you.
QQw1A
@@subirkumardas2570 ji
চমকার আপনার কণ্ঠ, রবীন্দ্র সংগীত আপনার কণ্ঠে অসাধারন ভগবান আপনার মঙ্গল করুন আর এভাবে সকলকে আনন্দ দিয়ে যান।
অপুর্ব। ঈশ্বর প্রদত্ত গলা। প্রাণটা ভরিয়ে দেয়।
দারুণ কন্ঠস্বর তোমার জয়তী দি।।।।অসাধারণ।।।মন ছুঁয়ে যাওয়া গান।।।।
নিভৃতে নিরালায় আপনার রবীন্দ্রসঙ্গীত শুনলে মন শান্ত হয়ে যায়।
Jayati mam you have excellent voice
texture and gayeki for রবীন্দ্র সংগীত...
It's God gift. Just carry on.
প্রত্যেক গান গুলোর মধ্যে দিয়ে সেই পরমাত্মার কাছে নিজেকে সমর্পণ করার কথা বলেছেন কবিগুরু। আমাদের জীবনে যে যে অনুভূতি গুলো আমাদের মন কে দূরে নিয়ে যেতে পারে পরমাত্মার কাছ থেকে সেই অনুভূতি গুলি কে গ্রহণ করেছেন এবং তার মধ্যে দিয়েই অসীম রূপে অন্তর মনে পরমাত্মার খোঁজ করছেন।
She in her tune makes the words of Tagore alive in the heart of a listener.She has the blessings of the great poet.
এখন রবীন্দ্রসংগীতের সেরা গায়িকা জয়তি চক্রবর্তী। সুমিত্রা সেনের পরেই আমি এনাকে ও স্বাগতালক্ষ্মী দাসগুপ্তকে স্থান দিয়ে থাকি।
Mind blowing heart touching Rabindra Sangit Excellent God bless you.
মানসিক ভাবে বিষণ্ণতায় বিদ্ধস্ত। আপনার গানগুলো মিউজিক থেরাপি হিসাবে শুভ ফলদায়ক হোক।ঈশ্বরের কাছে এইটুকু প্রার্থনা।
❤
খুব ভালো
❤❤❤
Mon valo rakhar anobodyo gan ti ❤
@@shuchisyedzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzz h
অসাধারন 👌
মাশাল্লাহ চমৎকার গায়কী, কিযে মাদকতা লুকিয়ে আছে এই মায়াবী কন্ঠস্বরে, যার তারিফ করতেই হয়, আলহামদুলিল্লাহ।
ما شاء الله
অসম্ভব ভাল......মন ভালো করা...... আপনার কন্ঠে এই রবীন্দ্রসংগীত শুনে মন ভাল হয়ে যায়......
ধন্যবাদ
Those songs allways add a new meaaning in life, like poring water in plant. God bless
আপনার গানগুলি আমাকে মানসিক প্রশান্তি দেয়।সে এক রহস্যময় অনুভুতি। অস্থির মনকে কোন এক শান্তির রাজ্যে নিয়ে যায়।
Mom
🙏🙏🙏🙏 আপনার রবীন্দ্র সংগীত শুনে মন ভরে যায়। 🌻🌻🌻🌻🌻🌻
Absolutely sweet & soothing......like a fresh TAGORE SONG amidst FUSION....
not all singers can delve so deep with very powerful script like those of Tagore, but Jayati Chakravarty surpasses them all. Wish her greater success again and again.
অপূর্ব গায়কী, সকালের মন ভালো করা গীতিমালা, অনেক অনেক শুভেচ্ছা রইল শিল্পী র জন্য, ❤❤❤
Excellent excellent song. How sweet voice! Singers voice is really appreciable in the early morning. This song and singers sweet voice is bring back all my past memories every moment.
রবীন্দ্রনাথের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা ও ভালবাসা।
আমি আমার চ্যানেল এর গান গুলি শোনার জন্য আমন্ত্রণ রইলো
আমাদের একজন রবীন্দ্রনাথ আছেন,আর কি চাই!
U
@@ApnarKhabar
্দ
A search for the Infinity with unique harmony of heart and voice, always serves as a healing balm for a bruised soul. Many many thanks for the artist as singer.
লং❤❤❤
রবি মামা দেয় হামা লাল জামা গায়।
অসীম সরকার অকাল প্রয়াণে খুব মর্মাহত,ওম ওম ওম শান্তি ওম তৎ সৎ ওম ওম ওম।
মার নিজের গলায় গাওয়া দুটি গান আপনার এই গানের গীতিমালার মধ্যে পেলাম তোমার পূজার ছলে....আর একটি ,চরণও ধরিতে.... আমার মা গাইতেন।আমি প্রায় গান গুলো শুনি একান্তে অনুভব করি মাকে আপনার এই গানের মধ্যে দিয়ে ধন্যবাদ আপনাকে দিদিভাই আপনার এই গানের ডালি ভরে উঠুক স্মৃতিসুধায়❤
মনটা যখন অশান্ত, আপনার গান মুক্তি দেয়। ভগবান আপনাকে সুস্থ রাখুন।
ভীষণ ভীষণ ভালো।👌👌👌👌