গোলোকধাঁধা || Golokdhadha || Kaaktaal || Demo
ฝัง
- เผยแพร่เมื่อ 9 พ.ย. 2024
- No one has the right to judge us... coz they don't know us.
আমার জীবনজুড়ে গোলোকধাঁধার মানচিত্র আঁকা
কোথাও সরল কোথাও বাঁকা কোথাও ঘুরছে জটিল চাকা।
আমার গোলোকধাঁধার অনেক ঘরে অনেক গল্প লেখা,
আমায় বুঝতে গেলে সখা - শুধুই মিলবে রঙ্গিন ধোঁকা...
Lyric tune voice : Aia Lemonsky
গতবছর একটা ভাইয়ের দাওয়াতে শহীদুল্লাহ্ ভবনের সামনে গেছিলাম( রাবি)। উনি বললেন, "আন্ডাররেটেড ব্যান্ড যদিও সবাই জানে না। আয় সময় নষ্ট হবে না আশা করি"। সারাদেশে কাকতাল নিজস্ব অর্থায়নে তাদের গল্প শুনিয়ে বেড়াচ্ছিলো সেখান থেকেই কাকতালের সঙ্গে থাকা। আজ সন্ধ্যায় কাকতাল চারুকলায় প্রোগ্রাম করবে। সকাল থেকে যেনো সময়ই যাচ্ছে না।
আজ আবার কাকতাল পারফর্ম করবে রাবিতে
আজকে ইবলিশের বইমেলায় শুনে আসলাম💙
They were incredible🫡
#কাকাতাল একটা ভালোবাসা🖤
@@emad4665 ata kothai hoi vai??
@@GK_00 এই ফেব্রুয়ারিতে রাবির ইবলিশ চত্তরে একটা অনুষ্ঠানে এসেছিলো।
ট্রেন্ডে আসার আগেই যারা শুনেছেন তাদের গান এর রুচি একদম,,,,,,,,,,,,বেস্ট,,,,🖤
আমি একজন মিউজিক এডিকটেড, গাইতেও অনেক ভালোবাসি কিন্তু সেগুলো ভিনদেশি গানেই সীমাবদ্ধ ছিলো ছোটোবেলা থেকে, আমি একজন বাঙালি কিন্তু আমি এই বাংলা গানগুলো পেতে এবং বুঝতে অনেক দেরী করেছি। কিন্তু এখন বুঝতে পারছি কত শ্রেষ্ঠ গানগুলো এতদিন আমার অজানা ছিলো। আমি ভালোবাসি বাংলাকে এবং বাংলা গানকে ❤️
Same
এই আন্ডারেটেড মাস্টারপিস টা মানুষ না জানলেই তাহলেই ভালো!
কারন আমি ভাগ্যবান এতো সুন্দর গান শুনার সু্যোগ পেয়েছি
গানের লিরিক্স যিনি লিখেছেন, আর যিনি গেয়েছেন তাদের প্রতি রইলো অসংখ্য শ্রদ্ধা,ভালোবাসা...২০২২ এর সেরা গানটা হয়তো আজ শুনলাম। ❤️❤️🙂🙂
ASif Iqbal er gawa ebong Lekha!
যিনি লিখেছেন উনি ই গেয়েছেন আমার যদি ভুল না হয় তাহলে।
গানটা খুবই মিলে যায়।
আজ নিয়ে প্রায় বছরখানেক তবুও এই গোলোকধাধার ভেতরে আছি, এর যে কোনো শেষ নেই, মাত্র শুরু। ছোটবেলায় কত স্বপ্ন দেখতাম, কি বড় বড় স্বপ্ন! কিন্তু জীবনের বাস্তবতা যে কত কঠিন সেটা যদি আগে জানতাম....এখন শুধুমাত্র বাবা-মা, বন্ধু-বান্ধব, আত্নীয় দের কাছে এক অপদার্থ হয়ে কোনো মতে বেচে আছি। জীবনের এই বাস্তব এবং কঠিন জটিলতায় নিজেকেই হারিয়ে ফেলেছি।
সফলতা আসবে একদিন ভাই দোয়া রইল ❤
সময় আর চেষ্টা - এই দুটোই ভরসা কারণ ভাগ্য সবার খোলেনা🙂
গোলোকধাঁধা
আমার জীবনজুড়ে গোলোকধাঁধার মানচিত্র আঁকা
কোথাও সরল কোথাও বাঁকা কোথাও ঘুরছে জটিল চাকা
আমার গোলোকধাঁধার অনেক ঘরে অনেক গল্প লেখা
আমায় বুঝতে গেলে সখা - শুধুই মিলবে রঙ্গিন ধোঁকা।
যেন সকালে অকালে ভুল পথে চলে মিথ্যে আশার ফুলঝুরি মেনে
চপলা হৃদয় - হৃদয়ে প্রলয় - বুনেছে নতুন মুখোশ
কখনও ডানা মেলে ওই আকাশে উড়তে, কখনও গভীর অতলে তলিয়ে
হারিয়েছি পথ - চিনেছি বিপদ - পালিয়েছি করে আপোষ…
আমাতে ডুব দিলে পাবে নিকষ…
আমার জীবনজুড়ে গোলোকধাঁধার মানচিত্র আঁকা
কোথাও সরল কোথাও বাঁকা কোথাও ঘুরছে জটিল চাকা
আমার গোলোকধাঁধার অনেক ঘরে অনেক গল্প বাঁধা
আমায় বুঝতে গেলে সখা - শুধুই মিলবে মরীচিকা ।
চিনতে তুমি পারবে না - বুঝতে তুমি পারবে না
গোলোকধাঁধার কোথায় আঁধার - কোথায় আলোর ছটা
আমার মসৃণেতেও ফাটল - এই শান্ত জলের অন্তরালে প্রাণটা ভীষণ উতল…
রঙিন মুখোশগুলোই আমি
সকল আঁধার আলোয় মিশে ধূসর - আমায় আমিই জানি…
এক মুখোশের রং দেখে আর একটা ঘরের গল্প শুনে যদি চাই - না চাই
আমাকে মাফ করে দাও ভাই
আমি তোমার চাওয়া - না চাওয়ার ছায়াও না মাড়াই।
গান টা যেদিন থেকে শোনা শুরু করেছি,
তারপর থেকে যেদিন রাতেই শুনি এই গান সেদিন রাতে এই গানের লিরিক্স আমার মস্তিস্কের ঘুম কেড়ে নেয়...❤❤❤❤,কাকতাল তুমি আমার বুক পকেটে এভাবেই বেঁচে থাকবে।
আহা কি গান,
শব্দ যখন হৃদয়ে অনুনাদ সৃষ্টি করে ঠিক তখনই এমন সব গানের কথা মগজে তৈরি হয়।
ভালোবাসা নিও প্রিয় কাকতাল ❤
Lyrics আর Vocal টা একজন মানুষের মনকে পরিপূর্ণ করার জন্য enough 🫀✨
এই গানগুলো আমাদের মধ্যেই সীমাবদ্ধ থাক ❤️
এই গানগুলো যারা শুনে তারাঁও একধরনের বিশেষ মানুষ।❤
আমায় বুঝতে গেলে সখা , শুধুই মিলবে রঙিন ধোকা।
পরিবার, শারীরিক, মানসিক সাথে ভবিষ্যত , দাম্পত্য সব মিলিয়ে হাজারো প্রতিকূলতার মধ্যে নিজেকে প্রতিদিন যেভাবে উপস্থাপন করছি, হাসিমাজাক, অট্টহাসি নিয়ে থাকছি সেসব ভেবে নিজের বাহির ও ভেতরের পার্থক্যটা গানটাতে খুঁজে পাচ্ছি যতবার শুনছি। 😅😅😅
আপনার কল্পনাশক্তিকে শ্রদ্ধা
যেন জীবনের সবকিছুর সঙ্গেই মিলে যায় গোলোকধাঁধা।
tai ni
ভাই কি একটা গান। কি জাদু আছে এর মাঝে💫। যতবার শুনি ততবার মনে হয় নতুন কিছু শুনছি। আর মনের কথাগুলো কিভাবে এতো মিলে যায়।
আমার জীবনজুড়ে গোলোকধাঁধার মানচিত্র আঁকা
কোথাও সরল কোথাও বাঁকা কোথাও ঘুরছে জটিল চাকা
আমার গোলোকধাঁধার অনেক ঘরে অনেক গল্প লেখা
আমায় বুঝতে গেলে সখা - শুধুই মিলবে রঙ্গিন ধোঁকা।
যেন সকালে অকালে ভুল পথে চলে মিথ্যে আশার ফুলঝুরি মেনে
চপলা হৃদয় - হৃদয়ে প্রলয় - বুনেছে নতুন মুখোশ
কখনও ডানা মেলে ওই আকাশে উড়তে, কখনও গভীর অতলে তলিয়ে
হারিয়েছি পথ - চিনেছি বিপদ - পালিয়েছি করে আপোষ…
আমাতে ডুব দিলে পাবে নিকষ…
আমার জীবনজুড়ে গোলোকধাঁধার মানচিত্র আঁকা
কোথাও সরল কোথাও বাঁকা কোথাও ঘুরছে জটিল চাকা
আমার গোলোকধাঁধার অনেক ঘরে অনেক গল্প বাঁধা
আমায় বুঝতে গেলে সখা - শুধুই মিলবে মরীচিকা ।
চিনতে তুমি পারবে না - বুঝতে তুমি পারবে না
গোলোকধাঁধার কোথায় আঁধার - কোথায় আলোর ছটা
আমার মসৃণেতেও ফাটল - এই শান্ত জলের অন্তরালে প্রাণটা ভীষণ উতল…
রঙিন মুখোশগুলোই আমি
সকল আঁধার আলোয় মিশে ধূসর - আমায় আমিই জানি…
এক মুখোশের রং দেখে আর একটা ঘরের গল্প শুনে যদি চাই - না চাই
আমাকে মাফ করে দাও ভাই
আমি তোমার চাওয়া - না চাওয়ার ছায়াও না মাড়াই।
❤
অসাধারণ... এই ধরনের গান এক বিশেষ পরিস্থিতির মানুষদের জন্য ... সবাই মর্ম দিতে পারবে না
হঠাত করে একদিন কৈশোর কাটিয়ে বড় হয়ে উঠলাম, লাফালাফি গান ছেড়ে এসব গানে কখন যে ভীষণভাবে আসক্ত হয়ে পড়লাম বুঝতেই পারিনি! ✨
সোডিয়াম আর এইটা এই দুটো গান শোনার পরেই কাকতালে সাবস্ক্রাইব করে ফেললাম। ২ বছর পরে ২০২৪ এর অক্টোবরে শুনছি যদিও। তবুও ত সন্ধান পেয়েছি দেরি করে হলেও! এগিয়ে যাক কাকতাল।
আমার জীবনে নতুন একটা কাকতালের আবির্ভাব 🖤
আসলেই আমার জীবনে গোলোকধাঁধার মানচিত্র আঁকা
প্রথম অভিজ্ঞতাটা এমন ছিল যে, প্রথম লাইনটা শুনার সাথে সাথে শরীরের প্রত্যেক পশম দাঁড়িয়ে ছিল❤️🌸
লিরিক্স :
আমার জীবনজুড়ে গোলোকধাঁধার মানচিত্র আঁকা
কোথাও সরল কোথাও বাঁকা কোথাও ঘুরছে জটিল চাকা
আমার গোলোকধাঁধার অনেক ঘরে অনেক গল্প লেখা
আমায় বুঝতে গেলে সখা - শুধুই মিলবে রঙ্গিন ধোঁকা।
আমার জীবনজুড়ে গোলোকধাঁধার মানচিত্র আঁকা
কোথাও সরল কোথাও বাঁকা কোথাও ঘুরছে জটিল চাকা
আমার গোলোকধাঁধার অনেক ঘরে অনেক গল্প লেখা
আমায় বুঝতে গেলে সখা - শুধুই মিলবে রঙ্গিন ধোঁকা।
যেন সকালে অকালে ভুল পথে চলে মিথ্যে আশার ফুলঝুরি মেনে
চপলা হৃদয় - হৃদয়ে প্রলয় - বুনেছে নতুন মুখোশ
কখনও ডানা মেলে ওই আকাশে উড়তে, কখনও গভীর অতলে তলিয়ে
হারিয়েছি পথ - চিনেছি বিপদ - পালিয়েছি করে আপোষ...
আমাতে ডুব দিলে পাবে নিকষ...
আমার জীবনজুড়ে গোলোকধাঁধার মানচিত্র আঁকা
কোথাও সরল কোথাও বাঁকা কোথাও ঘুরছে জটিল চাকা
আমার গোলোকধাঁধার অনেক ঘরে অনেক গল্প বাঁধা
আমায় বুঝতে গেলে সখা - শুধুই মিলবে মরীচিকা ।
চিনতে তুমি পারবে না - বুঝতে তুমি পারবে না
গোলোকধাঁধার কোথায় আঁধার - কোথায় আলোর ছটা
আমার মসৃণেতেও ফাটল - এই শান্ত জলের অন্তরালে প্রাণটা ভীষণ উতল...
রঙিন মুখোশগুলোই আমি
সকল আঁধার আলোয় মিশে ধূসর - আমায় আমিই জানি...
আমার জীবনজুড়ে গোলোকধাঁধার মানচিত্র আঁকা
কোথাও সরল কোথাও বাঁকা কোথাও ঘুরছে জটিল চাকা
আমার গোলোকধাঁধার অনেক ঘরে অনেক গল্প বাঁধা
আমায় বুঝতে গেলে সখা - শুধুই মিলবে রঙ্গিন ধোঁকা।
আমার জীবনজুড়ে গোলোকধাঁধার মানচিত্র আঁকা
কোথাও সরল কোথাও বাঁকা কোথাও ঘুরছে জটিল চাকা
আমার গোলোকধাঁধার অনেক ঘরে অনেক গল্প বাঁধা
আমায় বুঝতে গেলে সখা - শুধুই মিলবে রঙ্গিন ধোঁকা।
এক মুখোশের রং দেখে আর একটা ঘরের গল্প শুনে যদি চাই - না চাই
আমাকে মাফ করে দাও ভাই
আমি তোমার চাওয়া - না চাওয়ার ছায়াও না মাড়াই।
আমায় বুঝতে গেলে সখা শুধুই মিলবে মরিচীকা,,what a line..🤍
রঙিন ধোঁকা
I'm listening to Kaaktaal for the first time and you know what?! I already became a fan. They are just amazing and a total vibe 🔥💯💛
যেদিন কাকতাল সেরাদের সেরা হবে তখন আমি নিজেকে খুব গর্বিত মনে করবো…!!
কারন শুরু থেকেই আমি কাকতালের শ্রোতা।।।
যেইটা সত্যি কথা কাল "সন্ধ্যা" সাতটা নাটকটি দেখে আসার পর যখন এই "গোলকধাঁধা" গানটি শুনি তখন 999k ছিলো আজকে সকালে ঘুম থেকে উঠে গানটা একবার শুনলাম সাথে সাথে 1M.
Best of luck "Kaaktaal"
ভাল লাগলো দেখে যে এই ধরনের গান বাংলার ছেলেরা এখনো পছন্দ করে। যদিও আজ প্রথম শুনলাম গানটা, কিন্তু এটা শেষ নয় বলতে পারি। অসাধারণ লিরিক্স এন্ড যে গেয়েছেন তার প্রতি শ্রদ্ধা রইল।❤
স্বল্প বেতনের নিম্নবিত্ত এক ব্যাক্তির দৈনন্দিন জীবনের এক প্রতিচ্ছবি যদি এই গানের ভিডিও হতো খুব মানাতো কিন্ত, ধরুন সে একা থাকে , তার প্রিয়জনরাও তার থেকে দুরে চলে গেসে এরকম একটা ক্যারেক্টর।
একদম হক কথা বলসেন ভাই 😊
Listening to this from the roof of Zia Hall, RUET with a blood moon in reach, cold of winter in heart and a burning KING in hand.
It doesnt get better than this.
Masterpiece indeed.
ধন্যবাদ কাকতাল এত চমৎকার একটা গান উপহার দেওয়ার জন্য
১১-১০-২৩
এক মুখোশের রং দেখে আর একটা ঘরের গল্প শুনে যদি চাই - না চাই
আমাকে মাফ করে দাও ভাই
আমি তোমার চাওয়া - না চাওয়ার ছায়াও না মাড়াই
এতো সফ্টভাবে এতো স্ট্রং লিরিক!!💙💙
এটা যেন গান নয় জীবন্ত শব্দের মেলা!❤️❤️
চিনতে তুমি পারবে না 😢
বুঝতে তুমি পারবে না - গোলাকধাঁধার কোথায় আধাঁর ❤
I've been playing this non-stop all day. The part where the other gentleman harmonizes with you is pure magic. I feel myself ascending from my body.
জীবনের সব বিষণ্ণতা চোখের সামনে স্পষ্ট ভেসে ওঠে,প্রেম ছাড়াও পুরুষের জীবন একটি গোলেকধাঁধা,যার মুক্তি কেবল সৃষ্টিকর্তার মন জয় করে মৃত্যুই দিতে পারে🙁😑
আমার এক বন্ধুকে লাস্ট সাজেস্ট করা গান এইটা।সে শুইনা বলসিল আরেহ কাকা চকো তো এইটা। কিছুদিন আগে সেই বন্ধুটা ইন্তেকাল করেছে।এই গান শুনলে এখন তার কথা চোখে ভাসে🖤🥀
His voice is what comforts me through these bad days.
Osadharon lyrics...... prottek shobder mane mile jacche......osadharon lekha.
Onake valo basa from India 🇮🇳
I am listening this song for 3days in loop, didn't hear any other song, i usually hear a song when a i light cigarette. Dont know when I'll get bored. I am just surprised, how soothing a song can be!
Hats off!
This is literally me for the past few days
ভাই এতো সুন্দর গান গুলো একদিন কোটি মানুষ শুনবে। কিন্তুুু একা আলাদা করে এমন গান আগে শোনার অনুভূতিটা আলাদা 💝
অনেকদিন পরে এমন একটা স্লো গান শুনলাম। কিন্তু স্লো এর মধ্যেও কেমন জানি একটা মনোমুগ্ধকর ব্যাপার আছে।❤️
প্রত্যেকটা শব্দ হৃদয় কে স্পর্শ করে যায়❤️।
সত্যি দুঃখজনক এইসব মানুষ বিখ্যাত নয়।
আমি আসলেই একজন সঙ্গীতপ্রেমী বলে নিজেকে মনে করলেও এই ব্যান্ড এর গান টা আজকেই শুনলাম বলে নিজেকে ছোট মনে হচ্ছে,,,
Nice one 🖤
Just heard the name before but never tried any of their songs. But after they nailed at out MIST Bijoy concert 2024, now I'm a big fan of 'em
কাছের মানুষের টেক্সট পড়ার সময়, তার কণ্ঠস্বর শুনতে পাওয়া যায়
ভাইরে ভাই আমার পশম দারায়া গেসে।🥶
মাস্টারপিস💖
গানটা বেশ ভালো হয়েছে দাদা।
গানের লাইন গুলো হৃদয়ে লাগছে গিয়ে সোজা
ভাই ভালোবাসা নিও❤️🌹..তোমার গানে মিলিয়ন ভিউ এর দরকার নাই..কিন্তু আমরা যারা আছি সবাই প্রতিনিয়ত থাকবো..ভাই তুমি আমাদের মন জয় করেছো।🫡🌹
সুমি আপুর আইডিতে পাওয়া এই ব্যান্ড নাম টাই কেমন জানি মনে ধইরা গেলো "কাকতাল" তাই দেরি না করে ঘাটাঘাটি করেই ফ্যান হয়ে গেলাম "কাকতাল" এর আর এই গোলোকধাধাটা কিযে অসাধারণ হইছে বুজানোর মত না।আশা করা যায় খুব তারাতারি ই মানুষ "কাকতাল" কে চিনবে আর বুজবে "কাকতাল কি জিনিস!!❤️
We all have stories, some we tell, some we don't. Every time I feel down I come back here. I listen to this again and again. I play this on guitar, I sing this. I love every second of this 4 mins masterpiece. One day I hope to sing this with KAAKTAAL and congratulations on 1M.
এক মুখোশের রং দেখে আর একটা ঘরের গল্প শুনে যদি চাই - না চাই
আমাকে মাফ করে দাও ভাই
আমি তোমার চাওয়া - না চাওয়ার ছায়াও না মাড়াই।
লিরিক্স যে লিখেছে তার জন্য হ্যাটস অফ ডিয়ার। Just love it!!!❤❤
নিঃসঙ্গ রাস্তার বুক চিড়ে হাটছি..
আমার জীবন জুড়ে গোলকধাঁধার মানচিত্র আকা🌸
Really appreciate this song
😊😊
Where was this song before?
I always craved for this type of songs with smothing melody and meaningful lyrics..finally found this song.I have become your fan after listening to this song..underrated masterpeice
সব কিছুই নতুন আমার কাছে আয়না এর সামনে দাঁড়ালো মাঝে মাঝে ভাবি পুরানো মানুষ টা গেল কোথায় আছে হয়তো কোথাও সব কিছু এর মাঝে সুন্দরযহ আছে যেমন এই গান এর কথা এর মাঝে আপনি যখন গান শুধু শোনা থেকে এর কথা বোঝা শুরু করবেন তখন বুঝতে পারবেন আপনার চিন্তা ধারা পরিবর্তন হয়ে গেছে অনেক। সুন্দর লাগে নিজেকে নতুন ভাবে চিনতে খুলনা অনেক মিস করি অনেক মনে পরে কিন্তু কবে যাওয়া হবে তাও জানি না মন খারাপ করে বসে ছিলাম তখন এই গান টা আসলো। ♥️☁️☁️☁️
Eke barei mile jaie amr shate! Light off ,window diye batash ashtese , baire bistri o hote pare, cha r shate ei gaaaan taaa!! Uffffff … gaan ta shunle kanna thamano jai na!!
চিনতে তুমি পারবে না
বুজতে তুমি পারবে না
গোলকধাধার কোথায় আঁধার - কোথায় আলোর ছটা।। ❤️❤️
এই গানের কথাগুলো এত চমৎকার লাগলো যে লিখে ফেললাম ডায়রিতে। কাকতালের জন্য অনেক অনেক শুভকামনা।
"A message to the future generations...
Don't let this masterpiece song die....♥️"
একবার শুনেই গোলকধাঁধায় পড়ে গেছি ❤❤❤
পৃথিবীর সকল প্রেমিকা অপেহ্মা সুন্দর এই গান❤
I'm not waisting my time. this band is my current observation. And for lifetime ❤️
কোন এক বড় ভাইয়ের কথায় প্রথম শুনেছিলাম কাকতাল এর গান আজো তা শুনেই যাচ্ছি প্রতি বারেই হৃদয় ছুয়ে যায় অনেক সুন্দর 🖤🌺
জীবনের সবচেয়ে খারাপ সময় এসে এই গানটা শুনতে ভালই লাগে 💔
যদিও প্রেম বিষয়ক কোন সমস্যা নাই, বাস্তবতা সত্যি খুবই কঠিন এই দুনিয়াতে কেউ আপন না 💔
যদি পারতাম ছোটবেলায় এতিম খানায় বড় হইতাম 🥲
My friend just introduced me to this band...every song is a masterpiece ❤️
কেবল একটা লাইনই যথেষ্ট। চমৎকার গান।
৪মিনিটেই মন টাহ ফ্রেশ হয়ে গেলো🤍
সম্পর্ক টা ছিলো প্রায় ৫-৬ বছর ,
বয়সেও আমার থেকে অনেকটা বড়ো ছিল। ভেবেছিলাম কখনো ছেড়ে যাবেনা , সেও বলেছিল যে যাই হউক সে কখনো ছেড়ে যাবেনা , এমনটাও বলেছিলো যে কোনোদিন বিয়ে করবেনা , তাই বয়স ভুলে মনটা দিয়ে ভালোবেসেছিলাম।
বাবার ট্রান্সফার হয়ে গেলো ,তখনও টিকে ছিলো রিলেশন , এক বছর যেতে না যেতে কমিয়ে দিলো কথা বলা ,শুরু হলো ইগনোর করা , আমার উপর মেজাজ টাও আগের থেকে একটু খারাপ করে ।
ছেড়ে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমাকেই দোষী করে।।।।।।
বন্ধুদের কাছ থেকে শুনি সে বিয়ে করে ফেলেছে । কথা টা শুনে এক ফোটাও কান্না আসেনি , কিন্তু শরীরে একটা জ্বালা শুরু হয়। সমস্যা নেই , বিয়ে করতেই পারে , আগে যদি বলতো চলেই যাবে এতো বাধা থাকার পরে ভালবাসতাম না ।
কয়েকবার আত্মহত্যার মতন ভুল সিদ্ধান্তও নিতে চেয়েছিলাম , তারপর ভাবলাম , সেতো ওর সুখের জন্যই বিয়ে করেছে , সে আরো ভালো ভাবে বাঁচতে চায় , তবে আমি কেনো নিজেকে হারাবো ?
আছি বেঁচে নিজের জন্য , তাকে ভুলতে চাই সবকিছুর বিনিময়ে ।
আমার ভালবাসা FB 🙂
আমায় বুঝতে গেলে সখা শুধুই মিলবে রঙ্গিন ধোঁকা🌻💫
লাইনা টা🙃
গোলোকধাঁধা !
Masterpiece
ei masterpiece bujar samortho sobar nei
hearing this masterpiece on 28/1/2023 leaving the date for the future generation.
একজন বন্ধু suggest করছিলো কাকতালের গানগুলো শুনতে,
আসলেই গানগুলো 🖤
Mostisker bivromke ganer maddhome tule dhorar jonno dhonnobad kaaktaal
Jibone kotha akhane fute uthese❤❤❤
এক সাথে সব ভালোবাসার মানুষ গুলো ❤❤
অনেক দিন শুনবো 😍
আহা কি গান 🙂
ডাইরেক্ট বুকে এসে লাগে লাইন গুলা 🖤💫
জীবন আসলেই গোলোক ধাধা।❤
Ekdom amader jiboner kotha gulo tule dhora holo ei gaan tay ❤️ Khub shundor khub darun ❤️
এই বিশেষ অসাধারণ গানটি বিশেষ মানুষদের জন্য সবাই এই গানের মর্ম বুঝবে না❤️
গানটা আমার রিসেন্ট শোনা হঠাৎ
প্রথম শোনার পর থেকে এখন পর্যন্ত 200 বারের বেশি শুনেছি এবং ওনলি এই গানটা প্লেলিস্ট fav করে রাখছি যাতে একটু পর পর এই গানটি বাজে
২০.১২.২০২২
১০:১৮
তোমায় বুঝতে গেলে সখা - শুধুই মিলবে রঙিন ধোঁকা 🌻
Like today's love 💔
Underrated band er gan sunte sekhanor jonno tmke thank you 🤎 tumi janle na agulor bepare janbeo na
Kintu golokdhadar moto amader abr protibar dekha hobe hobei
আমার জীবনের গান। সেরা লিরিক্স❤️❤️
জীবন সত্যিই একটা গোলক ধাঁধা। ❤
অসাধারণ হয়েছে।
গানটা ক'দিনে কম পক্ষে শতবার শুনে ফেলেছি মনে হয়... এত সুন্দর লেখনি.. শুনতে শুনতে নিজেকে হারিয়ে ফেলি... মাঝে মাঝে মনে হয় এই বুঝি আমার আক্ষরিক রূপ এটায়🙂 শুভকামনা রইলো❤️
এত সুন্দর লেখনি.. শুনতে শুনতে নিজেকে হারিয়ে ফেলি
এই প্রথম শুনছি।
গানটা খুবই ভালো লাগতেছে একটানা শুনতে।পছন্দের তালিকায় জায়গা করে নিবে গানটা💚
Today i listened it for the first and it became one of my favorite ...
Magical Voice !
The depth of this song is phenomenal. Lots of love....keep going kaaktal
আমার জীবন জুড়ে গোলো ধাঁধার মানচিত্র আঁকা
কোথাও সরল, কোথাও বাঁকা, কোথাও ঘুরছে জটিল চাকা"
i'm listning Kaaktaal from this song..what a lyrics......just awesome
I can relate this song very well !
আমায় বুঝতে গেলে সখা শুধু মিলবে রঙিন ধোঁকা !
আপনাদের গানে অঞ্জন দত্ত অঞ্জন দত্ত ফিল পাই ❤
২০২৩সালে শোনা সেরা একটা গানের তালিকায় প্রথমে থাকবে ❤❤❤
প্রথম বার এ ১০ বার এর বেশি শুনলাম এত বেশি ভালো গান ❤️🩹
২০২৩ থেকে "গোলকধাঁধা" কে জীবন সংগী করলাম...!আজীবন থেকে যাবে..🙃
One of the underrated Piece.
feel like this song wrote only for me
কাঁদছি, যতবার শুনি অজানা কারণে কাঁদি।
i am in love with this vibe...................shera band hope ekdin populer hobe
you guys making being lost feel good. thank you
দিন শেষে মনকে প্রশান্তি দিতে শুধু এটাই যথেষ্ট, (ধন্যবাদ)
To anybody reading this, I pray that whatever you constantly stressing about gets better. May the dark thoughts, the overthinking, and the doubt exit your mind may clarity replace peace and calmness fill your life.