কাকতাল আপনি বেঁচে থাকুন যুগ ধরে এই মন খারাপের রাত গুলা তে আপনার অবদান আমি ভুলবো না। বেঁচে থাকুন হাজার শ্রোতার মাঝে বেঁচে থাকুন আমার মাঝে। ভোরের সূর্যের মতো আপনার পরিশুদ্ধ গান গুলার জন্য আমার পক্ষ থেকে শিউলিফুলের ভালোবাসা 🌼
একদম Api🙂,, আজ শুনলাম গান টা,, এর আগে হাইওয়ে ব্যান্ড,, আরটিকেল শুন্য ব্যান্ড,, আসিশ ব্যান্ড,এই সব গুলার ব্যান্ডের গান শুনেছি ,, কিন্তু এই কাকতাল ব্যান্ড এর গান টা মন ছুয়ে দিয়েছে,😌, গানের প্রতি টা লাইন যেন আমার রিদয়ে ঢুকে গালো😇,,, স্রপ্নদন বারিয়ে দায়, এই গান টা শুনলে🙂, ভালো বাসা নিয়ো কাকতাল🥀🌼🖤
"আশ্চর্য নিরাসক্ত মায়া বাধনে আবদ্ধ 😌" দুটি মানুষ আলাদা হলেও আমরা কখনো আলাদা হই না হাজারো মায়ার ভিড়ে আমরা কেউ না কেও কারো না কারো চেনা মায়ার বাধনে আবদ্ধ হয়ে একই বৃত্তে ঘুরতে থাকি এই গানটার প্রতিটা শব্দ তাদের জন্য ✨ শুভকামনা রইল কাকতাল ❤💮 _ এক উদাস নীলাভ পাখি 💙💫
প্রতিটি গান এক একটি সময় কে প্রতিনিধিত্ব করে। এই গান টা এক প্রিয় মানুষের সাজেশন এর গান ছিল। ক্যাম্পাসে কোন জায়গায় বসে শীতের রাতে এই গান টি শুনতে শুনতে কুয়াশার ভিতর হারিয়ে যেতাম। কি মায়াময় এক বিষাদ, পেয়ে হারিয়ে ফেলা অথবা কখনই না পাওয়া। যেই মানুষগুলোকে পাশে নিয়ে গান টা শুনতাম, তারা এখন জীবনের টানাপোড়নে ব্যস্ত হয়ে গেছে অথবা তাদের কাছে প্রায়োরিটি লিস্ট চেঞ্জ হয়ে গেছে। তবুও যখন ই গান টা শুনি, মনে হয় তারা আছে, বদলায় নি একটু খানি ও !
তারা ছিল,আছে,থাকবে। হয়তো সাথে নেই তবে অন্য কোনো রূপে আছে,যা শুধু অনুভব করা যায়। আপনার মতো হয়তো তারাও একাকি কোন রাত্রে বা বিষন্ন কোন বিকেলে আপনার কথা ভাবতে বসে। শুধু অজুহাতে কথা বলা হয়ে ওঠেনা দিনের পর দিন। কেন বলুনতো? ফব স্ক্রল করছেন যখন সেই ৫টা মিনিট তাদের সাথে কথা বললেই তো পারেন। মুখের বুলি হারিয়ে যাবার আগেই তা ব্যাবহার করতে শিখুন
সেই বাসস্টপে আবার মোহময়ী সন্ধ্যার ফাঁকে চকচকে ম্যাগাজিন আয়না হবে দুচোখ বুজে মিলে ভুলে দুটো শুকনো লাল গোলাপ মিশে যাবে রাজপথে গভীর ঘুমে পথিক থেমে আছে কোনো বদ্ধ নর্দমায় জমাট বাঁধা অলস গুমোট সময় বছর পাঁচেক ঘুমের শেষে হয়তো রোদেলা এক সকাল জাগবে আশ্চর্য নিরাসক্ত মায়া বাঁধনে আবদ্ধ চেনা বৃত্তের আবর্তে আবারও আবার দেখা হলে মিলিয়ে নিও মনের ছবি শুনেছি বদলে গেছে জানি বদলায়নি বুকের খাঁচায় উদাস নীলাভ পাখি আবার দেখা হলে বোলো কেমন আছো তুমি শুনেছি বদলে গেছ জানি বদলায়নি বুকের খাঁচায় উদাস নীলাভ পাখি লুকিয়ে আজো গাইছে নীরবে কোনো মাঝরাতে হঠাৎ হাওয়ায় ছায়াপথ চিঠি পাঠায় নিঃশব্দের ভাষায় সেই গান শুনে ভুলে যাওয়া যত শুকনো পায়ের ছাপ পথের গায়ে পড়ে থাকা আমিও শুনি শোনে নীলাভ পাখি হয়তো তুমিও
I don't know if you're seeing this comment or not. I'm leaving it here. I started listening to kaaktaal again after months. I still can feel every word that you promised. I still believe those words. I really miss you. You are always in my mind in my heart I love you.
গানঃ আবার দেখা হলে, লিরিক্সঃ আবার দেখা হলে, পুরোনো গান, পুরোনো কবিতা, ফিরিয়ে দেবো। আবার দেখা হলে, পুরোনো গান, পুরোনো কবিতা, ফিরিয়ে দেবো। শুধু পুরোনো চিঠি চেয়ো না, ভিজে গেছে সব চোখের জলে। আবার দেখা হলে, আবার দেখা হলে। আবার যদি দেখা হয়, কোন অচেনা হবার অভিনয়, আবার যদি দেখা হয়, কোন অচেনা হবার অভিনয়। ভুল হলে ভুল বোঝনা, পুরোনো চোখে তাকালে। আবার দেখা হলে, আবার দেখা হলে। হালকা আলোয় ভেজা ঘর, বিভোর ভাবনার নেশায়, হালকা আলোয় ভেজা ঘর, বিভোর ভাবনায় নেশায়। সে সময় গেছে হারিয়ে, সময়ের অঝড় নীলে। আবার দেখা হলে, পুরোনে গান, পুরোনো কবিতা, ফিরিয়ে দেবো। শুধু পুরোনো চিঠি চেয়ো না, ভিজে গেছে সব চোখের জলে। আবার দেখা হলে, আবার দেখা হলে, আবার দেখা হলে, আবার দেখা হলে।
আজ সংগীতের পরিবাগের আয়োজনে ১মবারের মতো আপনাদের গান শুনলাম। আমি predict করছি, আগামী ৫/৭ বছরে আপনারা শিরোনামহীন/ নগর বাউল বা সহজিয়ার সমপর্যায়ে পৌঁছে যাবেন।❤️😊
কোনো এক উদাস বিকালে সূর্যাস্তের পানে চেয়ে চেয়ারে বসে এক কাপ চা/কফি সিগারেট আর সাথে এই গান ❤ আমরা হারিয়ে যাই অবাক শূন্যতায়। যে শূন্যতা কে ছুঁয়ে আমরা দেখি অস্ত যাওয়া সূর্যকে। সারাদিন পুড়েও ও কে নিভে যেতে হয়৷
বছর পেরিয়ে লাখের কাছে ভীও। গানটা আমার এতটাই পছন্দ যে যত গান আছে সব গুলো গানের থেকে একে এক নিমেষে আলাদা করে ফেলা যাবে। গানের টিউন এমন একটা ভাইব তৈরি করে মনে হয় আমি একটা সম্পূর্ন অচেনা শহরে মানুষের ভীড়ে ভেসে বেড়াচ্ছি
মাত্র চার মাসের সম্পর্ক যেটা ৪বছরকেও হার মানায়। খুব ইচ্ছে ছিলো একসাথে বাকি জীবনটা কাটিয়ে দেয়ার, তা আর হলো না। সম্পর্কের পরিণতির জন্য দুইজনের ইচ্ছের বাইরেও পরিবেশ পরিস্থিতি ভাগ্য লাগে। যেটার কোনোটাই আমাদের পক্ষে ছিলোনা।😅 সে রোজ রাতে আমার কথা ভেবে কাঁদে,আর আমি ঘুমোতে পারিনা আজ কয়েকশত দিন। এখন আর আমাদের দেখা হয়না,কথা হয়না। হুটহাট শুধু একে অপরকে গান শোনার কথা বলা হয়। গতকাল রাতে সে আমাকে এটার লিংক পাঠিয়েছে। কয়েকশত বার শুনে ফেলেছি 😅 "পৃথিবীর সব অপূর্ণতা পূর্ন হয়না, অপূর্ণতায় আমার মতো রূপকথার রূপাদের বসবাস।"
এই গানটা আমি যখন প্রথম সেই দিন আমার বড় মামা মারা যায় সেই দিনই হঠাৎ করে এই গানের সঙ্গে পরিচয় এই গানটা শোনার পর আমি কান্না করিনি আমি একটু কারণ আবার তো দেখা হবে গানটা আপনি যে কোন কাউকে ডেডিকেট করতে পারেন আপনার বন্ধু আপনার বান্ধবী আপনার মা আপনার বাবা আপনার মামা আরো অনেক যে ব্যক্তি আপনার কল্পনার মধ্যে আসে তার জন্য❤❤❤❤❤❤❤❤
tanguar haore ami ei gaan shunte jaitesi. ami kanna kati na kori eitar jonne doa chai. shomoy ta bhalo jaitese na.... thanks Kaaktal for existing! you guys just made a song for me...
আর কখনও দেখা হবে কি না জানা নেই। আবার দেখা হলে মিলিয়ে নিও মনের ছবিটা, জানিয়ো আছো কেমন তুমি। জানি বদলে গেছে অনেক কিছুই, তবে বদলায়নি বুকের খাঁচায় উদাস নীলাভ পাখি।
মেঘা,আমি তোমাকে অনেক ভালোবাসি,আমাদের ৭ বছরের সম্পর্ক টা তুমি একনিমিষেই শেষ করে দিলে,মনে হয় পৃথীবির সবচেয়ে হৃদয়হীন মানবীকে আমি ভালো বেসেছি,কতো সপ্ন স্মৃতি। সব ভুলে বদলে গেলা।আমাদের আর দেখা না হোক। ভালো থেকো। আমার নীল আকাশ এখনো মেঘাচ্ছন্ন
এভাবে এক নিমিষেই ভালোবাসা শেষ করে যারা ঠকিয়ে চলে যায়, মুহূর্তেই সকল স্বপ্ন, সকল প্রতিশ্রুতি ভঙ্গ করে চলে যবার পরও দেখবেন এরা আপনার আমার মতো মানুষকেই দায়ী করছে সবকিছু ভেঙে পড়ার পেছনে। পৃথিবীতে কোন ভালোবাসা কি আছে শেষ পর্যন্ত পাশে থাকার!? নেই বোধয়। মানুষ মাত্র ঠকাতেই হবে, আর কেউ কেউ আসে খালি ঠকে যেতে
আমাদের যেনো কথা ফুরিয়ে না যায়৷ আমরা যেনো শব্দের আভিধানিক অর্থে ভেসে থাকি৷ হয়তো আমাদের নিয়মিত দেখা হবে না৷ তবে যেনো এই আক্ষেপ পূরণ হয়, " দেখা হলে কথা হবে"❤ শুধু বদলে যেও না
Ai gan ta amr vlo basar manus er frvt song....se khan thekei gan ta suna then concert a sunsi...jotoi kostw dik vlo basar manus toh vlo basar manus e hoy😊😊 Maniye niye vule thakte prlei jibon sundor😊💖
I started listening to this after Ahnaf Tahmid Mahi mentioned this song in one of his statuses. I hope he gets well soon and talks more about beautiful songs like this ❤️
তোমাকে অনেক ভালোবাসার পরেও তোমাকে পাইনি.. অর্ধযুগেরও লম্বা সম্পর্ক যখন নিজের দোষের জন্য ভেঙ্গে যায়.. তখন নিজেকে সবচেয়ে অসহায় এবং ব্যর্থ প্রেমিক মনে হয়! এত চেয়েও যাকে পেলাম না,যার স্বপ্ন বুনে এত বছর কাটিয়েছি..এত প্রচেষ্টার পরেও আমি যাখে সুখী রাখতে পারিনি,শান্তি দিতে পারিনি,মনের কথা রাখতে পারিনি.. যার সুন্দর হৃদয়ে আঘাত করেছি.. যার কাছে সহস্রবার ক্ষমা চেয়েও পাইনি.. তার জন্য - আশ্চর্য নিরাসক্ত মায়া বাঁধনে আবদ্ধ চেনা বৃত্তের আবর্তে আবারও আশ্চর্য নিরাসক্ত মায়া বাঁধনে আবদ্ধ চেনা স্তদ্ধ মুহূর্তে আবারও আবার দেখা হলে মিলিয়ে নিও মনের ছবি শুনেছি বদলে গেছে জানি বদলায়নি বুকের খাঁচায় উদাস নীলাভ পাখি
As I write this comment I'm currently travelling back to Dhaka with you. And this trip was the first time I got to know about this song. And tokhon thekei on repeat shuntesi. Anyways, back to where I was. My life for the past 2 years has been actively revolving around yu. And this is something I wasn't prepared for, like ever. Yet every freaking day I fall fo yu a lil bit more. I mean yu really do nothing special. Yet I keep falling for yu. I'm a sucker for good songs. And years from now when I want to look back at this trip I'll listen to this song. And remember how flawlessly beautiful yu look right beside me rn. And you know what maybe I want to do this for the rest of my life. P.s ILY
You have to, take a deep breath. and allow the music to flow through you. Revel in it, allow yourself to awe. When you play allow the music to break your heart with its beauty I am with you guys
আশ্চর্য নিরাসক্ত মায়া বাঁধনে আবদ্ধ
চেনা বৃত্তের আবর্তে আবারও।
এই লাইনটা 🤍
আবার কখনো দেখা না হোক।।।
দেখা হওয়ার আর কথা বলার তীব্র ইচ্ছাগুলো এই গানের মাঝেই বেধে থাক। আমরা আর মুখোমুখি না হই।
রাত ৩ টায় ইউটুবে গান শুনতে শুনতে ঘুমের ঘোরে হুট করেই ভুলে চাপ লেগে যায় এই গানটায়, তারপর থেকে এই পিসম্যাকারের সাথে পরিচয় 🖤
কাকতাল আপনি বেঁচে থাকুন যুগ ধরে এই মন খারাপের রাত গুলা তে আপনার অবদান আমি ভুলবো না। বেঁচে থাকুন হাজার শ্রোতার মাঝে বেঁচে থাকুন আমার মাঝে। ভোরের সূর্যের মতো আপনার পরিশুদ্ধ গান গুলার জন্য আমার পক্ষ থেকে শিউলিফুলের ভালোবাসা 🌼
একদম Api🙂,, আজ শুনলাম গান টা,, এর আগে হাইওয়ে ব্যান্ড,, আরটিকেল শুন্য ব্যান্ড,, আসিশ ব্যান্ড,এই সব গুলার ব্যান্ডের গান শুনেছি ,, কিন্তু এই কাকতাল ব্যান্ড এর গান টা মন ছুয়ে দিয়েছে,😌, গানের প্রতি টা লাইন যেন আমার রিদয়ে ঢুকে গালো😇,,, স্রপ্নদন বারিয়ে দায়, এই গান টা শুনলে🙂, ভালো বাসা নিয়ো কাকতাল🥀🌼🖤
Most underrated band of Bangladesh! Glad that you guys exist. Soothinggggggg!
@@Yae11150 Bangladesh
আজ রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম শুনলাম আপনাদের গান। আহা! কি চমৎকার!
শুভকামনা রইলো কাকতালের জন্য। 🖤
"আশ্চর্য নিরাসক্ত মায়া বাধনে আবদ্ধ 😌"
দুটি মানুষ আলাদা হলেও
আমরা কখনো আলাদা হই না হাজারো মায়ার ভিড়ে আমরা কেউ না কেও কারো না কারো চেনা মায়ার বাধনে আবদ্ধ হয়ে একই বৃত্তে ঘুরতে থাকি
এই গানটার প্রতিটা শব্দ তাদের জন্য ✨
শুভকামনা রইল কাকতাল ❤💮
_ এক উদাস নীলাভ পাখি 💙💫
প্রতিটি গান এক একটি সময় কে প্রতিনিধিত্ব করে। এই গান টা এক প্রিয় মানুষের সাজেশন এর গান ছিল। ক্যাম্পাসে কোন জায়গায় বসে শীতের রাতে এই গান টি শুনতে শুনতে কুয়াশার ভিতর হারিয়ে যেতাম। কি মায়াময় এক বিষাদ, পেয়ে হারিয়ে ফেলা অথবা কখনই না পাওয়া। যেই মানুষগুলোকে পাশে নিয়ে গান টা শুনতাম, তারা এখন জীবনের টানাপোড়নে ব্যস্ত হয়ে গেছে অথবা তাদের কাছে প্রায়োরিটি লিস্ট চেঞ্জ হয়ে গেছে। তবুও যখন ই গান টা শুনি, মনে হয় তারা আছে, বদলায় নি একটু খানি ও !
🙂🙂
তারা ছিল,আছে,থাকবে। হয়তো সাথে নেই তবে অন্য কোনো রূপে আছে,যা শুধু অনুভব করা যায়। আপনার মতো হয়তো তারাও একাকি কোন রাত্রে বা বিষন্ন কোন বিকেলে আপনার কথা ভাবতে বসে। শুধু অজুহাতে কথা বলা হয়ে ওঠেনা দিনের পর দিন। কেন বলুনতো? ফব স্ক্রল করছেন যখন সেই ৫টা মিনিট তাদের সাথে কথা বললেই তো পারেন। মুখের বুলি হারিয়ে যাবার আগেই তা ব্যাবহার করতে শিখুন
কাল রাতে জাহাঙ্গীরনগরে শুনলাম প্রথম আপনাদের।এতদিন কেন খুঁজে পাই নি আপনাদের আফসোস হচ্ছে।
সেই বাসস্টপে আবার
মোহময়ী সন্ধ্যার ফাঁকে
চকচকে ম্যাগাজিন
আয়না হবে
দুচোখ বুজে মিলে ভুলে
দুটো শুকনো লাল গোলাপ
মিশে যাবে রাজপথে
গভীর ঘুমে
পথিক থেমে আছে
কোনো বদ্ধ নর্দমায়
জমাট বাঁধা
অলস গুমোট সময়
বছর পাঁচেক ঘুমের শেষে
হয়তো রোদেলা এক সকাল জাগবে
আশ্চর্য নিরাসক্ত মায়া বাঁধনে আবদ্ধ
চেনা বৃত্তের আবর্তে আবারও
আবার দেখা হলে
মিলিয়ে নিও মনের ছবি
শুনেছি বদলে গেছে
জানি বদলায়নি বুকের খাঁচায়
উদাস নীলাভ পাখি
আবার দেখা হলে
বোলো কেমন আছো তুমি
শুনেছি বদলে গেছ
জানি বদলায়নি বুকের খাঁচায়
উদাস নীলাভ পাখি
লুকিয়ে আজো গাইছে নীরবে
কোনো মাঝরাতে হঠাৎ হাওয়ায়
ছায়াপথ চিঠি পাঠায়
নিঃশব্দের ভাষায়
সেই গান শুনে ভুলে যাওয়া
যত শুকনো পায়ের ছাপ
পথের গায়ে পড়ে থাকা
আমিও শুনি
শোনে নীলাভ পাখি
হয়তো তুমিও
দারুন, কিন্তু লিরিক টা কপি হচ্ছে না।
Please আমাকে কি দেয়ার উপায় আছে? পারলে দিন।।
@@mainulbappe8724 docs.google.com/document/d/1QTa_vHpP7guSjhSfKX7bbV07ljePcXdivI57tLbcwxg/edit?usp=drivesdk
থ্যাংকিউ, ব্রো
ধন্যবাদ 💖
Copy kora jbe kivabe?
I don't know if you're seeing this comment or not. I'm leaving it here. I started listening to kaaktaal again after months. I still can feel every word that you promised. I still believe those words. I really miss you. You are always in my mind in my heart I love you.
wow nice words
গভীর রাতে তার কথা ভেবে চোখ থেকে অনবরত ভালোবাসার জল বয়ে যেতে থাকে।
আবার দেখা হলে❣️🥺
মন খারাপে কাকতাল মাথায় হাত বুলিয়ে শান্ত করে দেয়। ❤️
When We Two Parted
Lord Byron
"If I should meet thee
After long years,
How should I greet thee?--
With silence and tears."
গানঃ আবার দেখা হলে,
লিরিক্সঃ
আবার দেখা হলে,
পুরোনো গান, পুরোনো কবিতা,
ফিরিয়ে দেবো।
আবার দেখা হলে,
পুরোনো গান, পুরোনো কবিতা,
ফিরিয়ে দেবো।
শুধু পুরোনো চিঠি চেয়ো না,
ভিজে গেছে সব চোখের জলে।
আবার দেখা হলে,
আবার দেখা হলে।
আবার যদি দেখা হয়,
কোন অচেনা হবার অভিনয়,
আবার যদি দেখা হয়,
কোন অচেনা হবার অভিনয়।
ভুল হলে ভুল বোঝনা,
পুরোনো চোখে তাকালে।
আবার দেখা হলে,
আবার দেখা হলে।
হালকা আলোয় ভেজা ঘর,
বিভোর ভাবনার নেশায়,
হালকা আলোয় ভেজা ঘর,
বিভোর ভাবনায় নেশায়।
সে সময় গেছে হারিয়ে,
সময়ের অঝড় নীলে।
আবার দেখা হলে,
পুরোনে গান, পুরোনো কবিতা,
ফিরিয়ে দেবো।
শুধু পুরোনো চিঠি চেয়ো না,
ভিজে গেছে সব চোখের জলে।
আবার দেখা হলে,
আবার দেখা হলে,
আবার দেখা হলে,
আবার দেখা হলে।
"A message to the future generations...
Don't let this masterpiece song die....♥️"
আবার দেখা হলে ❤️🩹
Take love !
Thank you so much!
❤❤
আবার দেখা হলে, মিলিয়ে নিও মনের ছবি
আবার দেখা হলে, বলো কেমন আছো তুমি❤️
আজ সংগীতের পরিবাগের আয়োজনে ১মবারের মতো আপনাদের গান শুনলাম। আমি predict করছি, আগামী ৫/৭ বছরে আপনারা শিরোনামহীন/ নগর বাউল বা সহজিয়ার সমপর্যায়ে পৌঁছে যাবেন।❤️😊
We love being ordinary, amongst people. We dont wanna get away. Thank you so much for listening! welcome to the kaaktaal family. ❤
you predicted absolutely right.
Already they have proved you right.
@@Kaaktaal😮😊😊😊😊😊😊😊😊
Lyricist?
Obossy❤
আমি এমন টাইপের গান কমই পছন্দ করি কিন্তু আপনাদের মিউজিক অন্য লেভেলের ❤
কোনো এক উদাস বিকালে সূর্যাস্তের পানে চেয়ে চেয়ারে বসে এক কাপ চা/কফি সিগারেট আর সাথে এই গান ❤
আমরা হারিয়ে যাই অবাক শূন্যতায়। যে শূন্যতা কে ছুঁয়ে আমরা দেখি অস্ত যাওয়া সূর্যকে। সারাদিন পুড়েও ও কে নিভে যেতে হয়৷
If this song is recommended to you by youtube, then you have a wonderful taste in music 🎶
Been a fan of bangla band music for years but truly this band's music hits differently ❤ Lots of love and best wishes
মন খারাপ হলেও এই গানটি শুনি,এত কেন ভালো লাগে তার কারণ জানি না তবে একরকম বুঁদ হয়ে শুনতে বসে পড়ি।❤❤
বছর পেরিয়ে লাখের কাছে ভীও। গানটা আমার এতটাই পছন্দ যে যত গান আছে সব গুলো গানের থেকে একে এক নিমেষে আলাদা করে ফেলা যাবে।
গানের টিউন এমন একটা ভাইব তৈরি করে মনে হয় আমি একটা সম্পূর্ন অচেনা শহরে মানুষের ভীড়ে ভেসে বেড়াচ্ছি
মাত্র চার মাসের সম্পর্ক যেটা ৪বছরকেও হার মানায়। খুব ইচ্ছে ছিলো একসাথে বাকি জীবনটা কাটিয়ে দেয়ার, তা আর হলো না। সম্পর্কের পরিণতির জন্য দুইজনের ইচ্ছের বাইরেও পরিবেশ পরিস্থিতি ভাগ্য লাগে। যেটার কোনোটাই আমাদের পক্ষে ছিলোনা।😅
সে রোজ রাতে আমার কথা ভেবে কাঁদে,আর আমি ঘুমোতে পারিনা আজ কয়েকশত দিন। এখন আর আমাদের দেখা হয়না,কথা হয়না। হুটহাট শুধু একে অপরকে গান শোনার কথা বলা হয়। গতকাল রাতে সে আমাকে এটার লিংক পাঠিয়েছে। কয়েকশত বার শুনে ফেলেছি 😅
"পৃথিবীর সব অপূর্ণতা পূর্ন হয়না, অপূর্ণতায় আমার মতো রূপকথার রূপাদের বসবাস।"
এই গানটা আমি যখন প্রথম সেই দিন আমার বড় মামা মারা যায় সেই দিনই হঠাৎ করে এই গানের সঙ্গে পরিচয় এই গানটা শোনার পর আমি কান্না করিনি আমি একটু কারণ আবার তো দেখা হবে গানটা আপনি যে কোন কাউকে ডেডিকেট করতে পারেন আপনার বন্ধু আপনার বান্ধবী আপনার মা আপনার বাবা আপনার মামা আরো অনেক যে ব্যক্তি আপনার কল্পনার মধ্যে আসে তার জন্য❤❤❤❤❤❤❤❤
This is the first song that made me a fan of Kaaktaal. And that's where the trouble began!
me also
Ah 2022
I'm that lucky person who witnessed Asif vai singing this song from just 4 ft away live ....what a calm voice he has !!❤
Were you incarcerated with him or did you see him perform live? If the latter is the case, that would make two of us ☺️
রিসেন্টলি কাকতালের গানগুলো শুনে শুনে আরো মুগ্ধ হয়ে যাচ্ছি। সহজে কমেন্ট করি না, একটা কমেন্ট রেখে গেলাম আজ। কাকতাল ❤️
Ghum theke uthe ajk ei gaan ta shunlam prothom bar..... Gaan ta shundor... ❤
গানের প্রতিটা লাইন, আমার বুকের মধ্যে জমে থাকা কিছু কথা যা হয়তো কখনো বলাই হতো না, ধন্যবাদ ভাই 🤍🤍
0:41 আজকে প্রথমবার গোলকধাঁধা শুনে হারিয়ে গিয়েছি এক প্রশান্তির শহরে। এ পর্যন্ত বেশ কয়েকবার শুনে ফেলেছি ❤
প্রিয় তালিকায় যুক্ত হলো আরেকটি সুর!!
Hey stranger, you've a good taste in music.
Love you kaktal.
Sarajibon pase thakbo ei ekti prio gan shunadar jonno.....
এই গান যে আমি কত বার শুনছি। অসাধারণ গান। ❤
এতদিনে গানটার ঐভাবে মানুষের কাছে পৌঁছাতে পারে না৷
গতকাল থেকে শুনছি কিছুক্ষণ পরপর। অনবদ্য গানে কথা।
ধন্যবাদ কাকতাল 🖤❤️🩹
tanguar haore ami ei gaan shunte jaitesi. ami kanna kati na kori eitar jonne doa chai. shomoy ta bhalo jaitese na....
thanks Kaaktal for existing! you guys just made a song for me...
আর কখনও দেখা হবে কি না জানা নেই।
আবার দেখা হলে মিলিয়ে নিও মনের ছবিটা, জানিয়ো আছো কেমন তুমি। জানি বদলে গেছে অনেক কিছুই, তবে বদলায়নি বুকের খাঁচায় উদাস নীলাভ পাখি।
সব বদলে যাক, তবুও দেখা হোক আবার আমাদের ।
Thanx to youtube for recommending this masterpiece to me.
আশ্চর্য নিরাসক্ত মায়া বাধনে আবদ্ধ ❤
The perfect feelings of a inner self of ours .Your times will turn into a calm river. LOVE.
অসাধারণ ভালো লেগেছে গান এর লিরিক্ ও সুর ۔۔۔۔👍
Asadharon gaan...fan hoe gelam....love from india
এই গানগুলি Spotify তে নেওয়ার কোন ব্যবস্থা করা যায়?
I wish someone could!!
@@minahurjahanreme5241 they've opened an account. That's a good sign :D
দেয়া খুব প্রয়োজন
🖤
Spotify te niye jaan plzzz.
মেঘা,আমি তোমাকে অনেক ভালোবাসি,আমাদের ৭ বছরের সম্পর্ক টা তুমি একনিমিষেই শেষ করে দিলে,মনে হয় পৃথীবির সবচেয়ে হৃদয়হীন মানবীকে আমি ভালো বেসেছি,কতো সপ্ন স্মৃতি। সব ভুলে বদলে গেলা।আমাদের আর দেখা না হোক।
ভালো থেকো।
আমার নীল আকাশ এখনো মেঘাচ্ছন্ন
এভাবে এক নিমিষেই ভালোবাসা শেষ করে যারা ঠকিয়ে চলে যায়, মুহূর্তেই সকল স্বপ্ন, সকল প্রতিশ্রুতি ভঙ্গ করে চলে যবার পরও দেখবেন এরা আপনার আমার মতো মানুষকেই দায়ী করছে সবকিছু ভেঙে পড়ার পেছনে। পৃথিবীতে কোন ভালোবাসা কি আছে শেষ পর্যন্ত পাশে থাকার!? নেই বোধয়। মানুষ মাত্র ঠকাতেই হবে, আর কেউ কেউ আসে খালি ঠকে যেতে
Sotti bhalobasa prithibi te nei..ache prithibi r surjor moddhe..aschorjo nirasakto maya badhone koto bochor dhore dujon dujonke tanche
What a masterpiece ❤🎉! Kaaktal should be recognised more, especially this song man👍
This is Brilliant!! I love you guys! I was in jail for 2 days... I can feel you guys.....
Bhai, can I know why you had to go to jail? If my interest doesn’t sound offensive...
আমাদের যেনো কথা ফুরিয়ে না যায়৷ আমরা যেনো শব্দের আভিধানিক অর্থে ভেসে থাকি৷ হয়তো আমাদের নিয়মিত দেখা হবে না৷ তবে যেনো এই আক্ষেপ পূরণ হয়, " দেখা হলে কথা হবে"❤
শুধু বদলে যেও না
Ei gan ta sunle amr khoto mon ta jemon aro koto bikkhoto hoy temon abar onnodike sitoll ekta prosanti o dhay.... Taw bar bar Suni gan ta.... 😍😍😍😍
in 2030 kaaktaal will be the most popular music band...i really love this song and also others
Some songs are not just songs.. They are our emotion.
They depict our words that we cant express easily..
Thanks youtube for recommend this song. Underrated masterpiece.
Ai gan ta amr vlo basar manus er frvt song....se khan thekei gan ta suna then concert a sunsi...jotoi kostw dik vlo basar manus toh vlo basar manus e hoy😊😊
Maniye niye vule thakte prlei jibon sundor😊💖
এ যেন Vibe ব্যান্ড এর কপি। আপ্নারা অনেক দূর আগাবেন। দোয়া করি
অসাধারণ একটা গান, নিয়মিত শুনি এই গান,
আবার দেখা হলে মিলিয়ে নিও মনের ছবি, আবার দেখা হলে বলো কেমন আছ তুমি, শুনেছি বদলে গেছ।
আহা লিরিক্স ♥
Thanku zeba for introducing me to this masterpiece also lemonsky bhai eta zeba apner pagla fan
রাজশাহীর গানপালাতে আপনাদের গান শুনেছিলাম সেদিনই হৃদয় ছুঁয়ে গেছে আপনাদের গান।
14.11.2022
A winter afternoon. Under a blanket, earphone plugged. Enjoying the life for 6.23 minutes.
Eta best man!
ভাই রে ভাই আপনার এইগানগুলো আস্থির🌸 ২০২৩ এ সুনছি ।
সবই একবার করে লাইক করে দিও যতবার লাইক আসবে ততবার ছুটে চলে আসব গানটি শুনতে❤
Apnader gaan gulo shune mone hoy issh eto din dore amon kichui to khujteci 💖
অনেকটা অঞ্জন দত্তের কন্ঠের সাথে মিলে যায়। শুভ কামনা কাকতাল। lyric r vocal এককথায় অসাধারণ❤
Kichu gan viral na holei valo... Jemon ei gan gulo.... Ei gan gulu jara buje tarai just sunuk.... ❤️❤️❤️
কাকতালের গানের প্রতিটি লিরিক্স অমূল্য 😊
স্যালুট তোমাদের 😮😮
অসাধারন গান। প্রাণ ছুয়ে গেল ❤
ধন্যবাদ লাবণ্য 💚 জীবনে যতবার এই গান শুনবো ততবার মনে পড়বে তোমায়
First million done, countless more to come. Congrats
এই বছরে খোঁজে পাওয়া সব থেকে সুন্দর গান।❤
Heard this in his voice and now I’m obsessed 🥰
[Verse 1]
সেই bus stop-এ আবার
মোহময়ী সন্ধ্যার ফাঁকে
চকচকে magazine
আয়না হবে
দু'চোখ বুজে মিলে ভুলে
দু'টো শুকনো লাল গোলাপ
মিশে যাবে রাজপথে
গভীর ঘুমে
পথিক থেমে আছে
কোনো বদ্ধ নর্দমায়
জমাট বাঁধা
অলস গুমোট সময়
বছর পাঁচেক ঘুমের শেষে
হয়ত রোদেলা এক সকাল জাগবে
আশ্চর্য নিরাসক্ত মায়া বাঁধনে আবদ্ধ
চেনা বৃত্তের আবর্তে আবারও
[Chorus]
আবার দেখা হলে
মিলিয়ে নিও মনের ছবি
শুনেছি বদলে গেছে
জানি বদলায়নি বুকের খাঁচায়
উদাস নীলাভ পাখি
আবার দেখা হলে
বোলো, "কেমন আছো তুমি?"
শুনেছি বদলে গেছ
জানি বদলায়নি বুকের খাঁচায়
উদাস নীলাভ পাখি
লুকিয়ে আজো গাইছে নীরবে
লুকিয়ে আজো গাইছে-
[Violin Solo + Background Chorus]
আবার দেখা হলে
মিলিয়ে নিও মনের ছবি
শুনেছি বদলে গেছে
জানি বদলায়নি বুকের খাঁচায়
উদাস নীলাভ পাখি
আবার দেখা হলে
বোলো, "কেমন আছো তুমি?"
শুনেছি বদলে গেছ
জানি বদলায়নি বুকের খাঁচায়
উদাস নীলাভ পাখি
[Verse 2]
কোনো মাঝরাতে হঠাৎ হাওয়ায়
ছায়াপথ চিঠি পাঠায়
নিঃশব্দের ভাষায়
সেই গান শুনে ভুলে যাওয়া
যত শুকনো পায়ের ছাপ
পথের গায়ে পড়ে থাকা
আমিও শুনি
শোনে নীলাভ পাখি
আমিও শুনি
শোনে নীলাভ পাখি
হয়তো তুমিও
আশ্চর্য নিরাসক্ত মায়া বাঁধনে আবদ্ধ
চেনা বৃত্তের আবর্তে আবারও
আশ্চর্য নিরাসক্ত মায়া বাঁধনে আবদ্ধ
চেনা স্তদ্ধ মুহূর্তে আবারও
[Chorus]
আবার দেখা হলে
মিলিয়ে নিও মনের ছবি
শুনেছি বদলে গেছে
জানি বদলায়নি বুকের খাঁচায়
উদাস নীলাভ পাখি
আবার দেখা হলে
বোলো, "কেমন আছো তুমি?"
শুনেছি বদলে গেছ
জানি বদলায়নি বুকের খাঁচায়
উদাস নীলাভ পাখি
লুকিয়ে আজো গাইছে নীরবে
লুকিয়ে আজো গাইছে-
[Outro]
আবার দেখা হলে
মিলিয়ে নিও মনের ছবি
শুনেছি বদলে গেছে
জানি বদলায়নি বুকের খাঁচায়
উদাস নীলাভ পাখি
আবার দেখা হলে
বোলো, "কেমন আছো তুমি?"
শুনেছি বদলে গেছ
জানি বদলায়নি বুকের খাঁচায়
উদাস নীলাভ পাখি
জানি বদলায়নি বুকের খাঁচায়
উদাস নীলাভ পাখি
জানি বদলায়নি বুকের খাঁচায়
উদাস নীলাভ পাখি
জানি বদলায়নি বুকের খাঁচায়
উদাস নীলাভ পাখি
লুকিয়ে আজো গাইছে নীরবে
লুকিয়ে আজো গাইছে-
আবার দেখা হলে
মিলিয়ে নিও মনের ছবি
খুব সুন্দর গানটা ❤ ধন্যবাদ কাকতাল ব্যান্ড❤❤
Like porle abr song ta suna hobe
Bhai like dilam gan ta shonen please🙂
সহজ বাংলায় বলতেগেলে বলবো অসাধারণ ❤
এমন গানি আমরা খুঁজে বেড়াই 😊
আপনাকে ধন্যবাদ 🎉
ধন্যবাদ আপনাদের সকলকে 🖤
#lgc_Cumilla 😊
আবার দেখা হবে ভেবেই গানটা শুনতে থাকি সবসময় ❤
Creativity at it’s finest💫
shei shei shei.. eirokom aro chai.. thaima thakle cholbe na vai..
This band should gain more popularity.🌼
It will soon
Why? 😆
@@MobarakHossainNazim Because of their meritorious.
Dorkar nai! Artcell popularity paise na? Output ki hoise? Popular hoile creativity jayga. Tader nijeder moto kore grow koruk
@@MobarakHossainNazim so deep your though also sad😢
সবমিলে অসাধারণ মিশ্রন❤
Creativity at its finest!! 💪🏼💪🏼
I started listening to this after Ahnaf Tahmid Mahi mentioned this song in one of his statuses. I hope he gets well soon and talks more about beautiful songs like this ❤️
গানগুলো শুনার জন্য আপনাদের ভালোবাসি
আবার দেখা না হোক!
Really onno leveler silo..go Ahead
Bhai... besi jossssssss....... 👀
Ei gaan ta suru dhaka jail thaka vaia ❤❤❤❤❤
আগেরটার থেকে এইটার কালার কেমন যেন গাঢ়ো লাগছে! রেজ্যুলেশন ভালো হওয়ার কারণে হয়তো! যা হোক, ভালোবাসা, কাকতাল! ❤️
তোমাকে অনেক ভালোবাসার পরেও তোমাকে পাইনি.. অর্ধযুগেরও লম্বা সম্পর্ক যখন নিজের দোষের জন্য ভেঙ্গে যায়.. তখন নিজেকে সবচেয়ে অসহায় এবং ব্যর্থ প্রেমিক মনে হয়! এত চেয়েও যাকে পেলাম না,যার স্বপ্ন বুনে এত বছর কাটিয়েছি..এত প্রচেষ্টার পরেও আমি যাখে সুখী রাখতে পারিনি,শান্তি দিতে পারিনি,মনের কথা রাখতে পারিনি.. যার সুন্দর হৃদয়ে আঘাত করেছি.. যার কাছে সহস্রবার ক্ষমা চেয়েও পাইনি..
তার জন্য -
আশ্চর্য নিরাসক্ত মায়া বাঁধনে আবদ্ধ
চেনা বৃত্তের আবর্তে আবারও
আশ্চর্য নিরাসক্ত মায়া বাঁধনে আবদ্ধ
চেনা স্তদ্ধ মুহূর্তে আবারও
আবার দেখা হলে
মিলিয়ে নিও মনের ছবি
শুনেছি বদলে গেছে
জানি বদলায়নি বুকের খাঁচায়
উদাস নীলাভ পাখি
ফাইনালি 590,840 ভিও । বাংলা গানের ইতিহাসে এই গানটি অমর হয়ে থাকবে
As I write this comment I'm currently travelling back to Dhaka with you. And this trip was the first time I got to know about this song. And tokhon thekei on repeat shuntesi. Anyways, back to where I was. My life for the past 2 years has been actively revolving around yu. And this is something I wasn't prepared for, like ever. Yet every freaking day I fall fo yu a lil bit more. I mean yu really do nothing special. Yet I keep falling for yu.
I'm a sucker for good songs. And years from now when I want to look back at this trip I'll listen to this song. And remember how flawlessly beautiful yu look right beside me rn. And you know what maybe I want to do this for the rest of my life.
P.s ILY
You have to, take a deep breath. and allow the music to flow through you. Revel in it, allow yourself to awe. When you play allow the music to break your heart with its beauty
I am with you guys
Thanks TH-cam for recommendation,such a beautiful song ❤
আবার দেখা হোক
আহা স্নিগ্ধময় কাকতাল 💙
This is beautiful!! Why didn't I discover this before!!!!!
A rare gem song. Thank you
আহা! কি চমৎকার ♥️
আশ্চর্য নিরাসক্ত! 😍
তার সাথে আবার দেখা হবে কিনা জানিনা। যদি কখনো হয়েও যায় তাকে গানটা শুনতে বলবো। পুরোনো আবদ্ধতায় মিলিয়ে দিবো।
why this song is soo peaceful nd soo gudddd🤧 idk rlly... obsessed w thisss frr
Onek Valo Lage gaan ta....onek deep kore gawa gaan...egiye cholen....🥺
ভালবাসা ছেড়ে দেয়াতেই আসল সুখ ❤