- 113
- 8 911 312
Kaaktaal
India
เข้าร่วมเมื่อ 2 พ.ค. 2021
Wait and watch.
Kaaktaal is a Dhaka based Bangladeshi band which started its journey from the confinement of prison. It initiated as an experiment.The aim was to involve isolated individuals in music for the enlightening of minds and soul. Although nobody was sure about the results and how it is going to effect the people, with time, it slowly established itself as a powerful way to heal minds.
Asif Iqbal, a passionate individual has been keeping this flow as fluid and constant as possible from the beginning. So because of that a series of original songs got written, composed, performed and enjoyed by inmates and now finally being documented even with the least amount of resources available. Still it is being done because the beauty of it lies way beneath the surface- in the process.
Kaaktaal first appeared publicly as a band on the 16th of August,2021. It has been growing strong ever since.
Kaaktaal is a Dhaka based Bangladeshi band which started its journey from the confinement of prison. It initiated as an experiment.The aim was to involve isolated individuals in music for the enlightening of minds and soul. Although nobody was sure about the results and how it is going to effect the people, with time, it slowly established itself as a powerful way to heal minds.
Asif Iqbal, a passionate individual has been keeping this flow as fluid and constant as possible from the beginning. So because of that a series of original songs got written, composed, performed and enjoyed by inmates and now finally being documented even with the least amount of resources available. Still it is being done because the beauty of it lies way beneath the surface- in the process.
Kaaktaal first appeared publicly as a band on the 16th of August,2021. It has been growing strong ever since.
Potito || KaataalRaw V06 C05
দৃষ্টি আকর্ষণঃ
এই গান সুখীদের জন্য নয়। তাদের গানটি শুনতে নিরুৎসাহিত করছি।
এরপরেও যদি শুনেন, দয়া করে আপনার মুল্যবান জাজমেন্ট নিজের কাছে সংরক্ষণ করুন। ধন্যবাদ।
আমাকে খাঁচায় ভরে রাখো
খুব বিপদজনক ভাবো
আমার পালক কেটে সাজাও তোমার বাসর ঘরের চাদর (২)
চৌদ্দ শিকে গড়া খাঁচা
আমি অংকে বড়ই কাঁচা
তাইতো গুনবোনা আর কতদিন বাকি শেষ কবে সাজা।
শুধু দুবেলা দুমুঠো খাবার দিও আবার যেন মৃত্যু না হয়।
মরে গেলে কে ভুগবে সাজা অপরাধী আমি-জন্মেছি তাই।
পায়ে পড়াও বেড়ী সাথে হাতকাড়া দু হাতে
কড়া নজরদারির মাঝে রেখো ভরসা নেই স্বভাবে।
শত রাত বয়ে যাক জীবনের অনুতাপ
আমি ধুঁকে ধুঁকে আজীবন কাটাবো তোমাদের অভিশাপ। (২)
আমি তোমাদের ঘাড়ে বোঝা
মেরুদন্ডটা নয় সোজা
তবু আবেগ বড় অবুঝ আমার বিবেক দিচ্ছে সাজা।
আমায় জিন্দা রেখে দাফন করো
নিন্দার কোপে টুকরো
পথের নেড়ি কুত্তাগুলোর খাবার হতে পেরে করি গর্ব। (২)
শুধু বুঝে শুনে গায়ে আগুন দিও আবার যেন মৃত্যু না হয়
মরে গেলে কে ভুগবে সাজা অপরাধী আমি-জন্মেছি তাই।
পায়ে পড়াও বেড়ী সাথে হাতকাড়া দু হাতে
কড়া নজরদারির মাঝে রেখো মানুষ যে স্বভাবে
আমি মানুষ যে স্বভাবে।
আমার রক্ত দিয়ে চিত্র এঁকে সাজাও তোমার দেয়াল
ভীষণ শক্ত হাতে দমন কর আমার মনের খেয়াল। (২)
শত রাত বয়ে যাক জীবনের অনুতাপ
আমি ধুঁকে ধুঁকে আজীবন কাটাবো মানুষ হবার পাপ।
আমি ধুঁকে ধুঁকে আজীবন কাটাবো তোমাদের অভিশাপ।
Lyric Tune Voice arrangement: Aia Lemonsky
#kaaktaal
এই গান সুখীদের জন্য নয়। তাদের গানটি শুনতে নিরুৎসাহিত করছি।
এরপরেও যদি শুনেন, দয়া করে আপনার মুল্যবান জাজমেন্ট নিজের কাছে সংরক্ষণ করুন। ধন্যবাদ।
আমাকে খাঁচায় ভরে রাখো
খুব বিপদজনক ভাবো
আমার পালক কেটে সাজাও তোমার বাসর ঘরের চাদর (২)
চৌদ্দ শিকে গড়া খাঁচা
আমি অংকে বড়ই কাঁচা
তাইতো গুনবোনা আর কতদিন বাকি শেষ কবে সাজা।
শুধু দুবেলা দুমুঠো খাবার দিও আবার যেন মৃত্যু না হয়।
মরে গেলে কে ভুগবে সাজা অপরাধী আমি-জন্মেছি তাই।
পায়ে পড়াও বেড়ী সাথে হাতকাড়া দু হাতে
কড়া নজরদারির মাঝে রেখো ভরসা নেই স্বভাবে।
শত রাত বয়ে যাক জীবনের অনুতাপ
আমি ধুঁকে ধুঁকে আজীবন কাটাবো তোমাদের অভিশাপ। (২)
আমি তোমাদের ঘাড়ে বোঝা
মেরুদন্ডটা নয় সোজা
তবু আবেগ বড় অবুঝ আমার বিবেক দিচ্ছে সাজা।
আমায় জিন্দা রেখে দাফন করো
নিন্দার কোপে টুকরো
পথের নেড়ি কুত্তাগুলোর খাবার হতে পেরে করি গর্ব। (২)
শুধু বুঝে শুনে গায়ে আগুন দিও আবার যেন মৃত্যু না হয়
মরে গেলে কে ভুগবে সাজা অপরাধী আমি-জন্মেছি তাই।
পায়ে পড়াও বেড়ী সাথে হাতকাড়া দু হাতে
কড়া নজরদারির মাঝে রেখো মানুষ যে স্বভাবে
আমি মানুষ যে স্বভাবে।
আমার রক্ত দিয়ে চিত্র এঁকে সাজাও তোমার দেয়াল
ভীষণ শক্ত হাতে দমন কর আমার মনের খেয়াল। (২)
শত রাত বয়ে যাক জীবনের অনুতাপ
আমি ধুঁকে ধুঁকে আজীবন কাটাবো মানুষ হবার পাপ।
আমি ধুঁকে ধুঁকে আজীবন কাটাবো তোমাদের অভিশাপ।
Lyric Tune Voice arrangement: Aia Lemonsky
#kaaktaal
มุมมอง: 54 355
วีดีโอ
Shohosha || KaaktaalRaw v06 ch04
มุมมอง 24Kหลายเดือนก่อน
সহসা D হাতের রেখায় পায়ের ছাপে শোনো G A লক্ষ ছায়াপথ লুকিয়ে D পাতার ফাঁকে,আলোর লুকোচুরি G A D হলদে সবুজ গুনগুনিয়ে হাতের রেখায় পায়ের ছাপে শোনো লক্ষ ছায়াপথ লুকিয়ে পাতার ফাঁকে,আলোর লুকোচুরি হলদে সবুজ গুনগুনিয়ে C গাইছে গান, G শোনো ম্রিয়মান A D ঝিঁঝিঁ পোকার সুরে নতুন কিছু G সহসা পথের সীমা A ছুটে দূরে বহুদূর G সহসা মাটির বুকে D একটি ফুল। G কখনো আকাশটাকে A ভেবে অতীতের সুবাস, G A কখনো অবাক চোখ...
Kaaj Taaj || KaaktaalRaw V06 Ch03
มุมมอง 21Kหลายเดือนก่อน
এই তো প্রতিদিনের ভুগিচুগি কাজটাজ। জ্বালিও না তো আমাকে জ্বালিয়ো না তো শত কাজে ডুবছি- একই পথে ঘুরছি মনোযোগ অতি প্রয়োজন। তাই জ্বালিও না তো আমাকে জ্বালিও না তো এখন আমি কাঁদবো - সব ছেড়ে ভাগবো ডেডলাইন কাছে শেষ করবো কখন আমি জানিনা, ভালো লাগেনা কিছু এত ব্যস্ততা এত কাজ ছাড়ছেনা পিছু তাই জ্বালিও না তো কাজ আছে -জ্বালিয়ো না তো শত শত ফিডব্যাক - কমিউনিকেশন গ্যাপ জট পাকিয়ে মাথা ধরেছে ভীষণ বল কি হবে, বল কি হবে ...
Shohoj bhul II KaaktaalRaw v06 Ch02
มุมมอง 22K2 หลายเดือนก่อน
সবই যখন ভুল তখন কিছু হোক না সহজ ভুল কত মুহূর্ত ঋণগ্রস্থ যায় চলে যায় বয়ে যায় মুছে যাওয়া কবিতায় ধূলোর শহর আমার কায়ার বয়স বাড়ায় হেটে যেতে যেতে পরিচিত গলি একই পরিচিত কলকাকলিতে শেষমেশে মিশে ভাবো৷ পিছে ফেলে আসা সুরে কাদো। ছোট খাটো কিছু মিছে কথা জমে হাসাহাসি মোহে প্রজাপতি ছুয়ে কিছু হবেনা তা ভাবো আর কতদিন মরে রবো? আমি যেতে চাই সেদিনে ফিরে ঠিক ভুলের বাধনটা ছিড়ে আহাহাহা অনুভবে কিছু মৃদু শিহরণ কতকিছু বাকি...
Beshi bhalo bhalo na || KaaktaalRaw v06 ch01
มุมมอง 16K2 หลายเดือนก่อน
For those two good too be true moments that drives you crazy. বেশি ভালো ভালো না তোমার যত্নে গড়া দেয়ালগুলো জাপটে ধরতে চাইছে মায়ার বাঁধন সিলিং ফ্যানের আগল থেকে দুলছে কোমল আঙ্গুলগুলোর ধার বেড়েছে কব্জিটা টের পাচ্ছে অটুট বিশ্বাস জমে নিঃশ্বাস যেন থমকে ক্ষমা চাইছে কোনো বেজোড় এখন সজোর টানে পাজর ভাঙ্গা আদর চিনে কাতর থেকে পাথর মনের শক্তি পর করছে আর ‘যুক্তি তোমার অকাট্য’ বলে মুচকি হাসি হাসছে। যদি দ্বিগুণ ...
ওই মা তোর পোলা মরেনাই (full) ।। কাকতাল ।। বকুলতলা,চারুকলা (Live)
มุมมอง 5K2 หลายเดือนก่อน
ওই মা তোর পোলা মরেনাই (full) ।। কাকতাল ।। বকুলতলা,চারুকলা (Live) ৩১ আগস্ট, ২০২৪ Summing up the Movement. From Videos by: Sameul Hoq Sane Saad Ahmed Md Kamal Uddin @Abir hossain Sagor Hossain Starc Alt Thank you so much!
Shikkhar Jobanbondi || শিক্ষার জবানবন্দি || Kaaktaal
มุมมอง 23K3 หลายเดือนก่อน
কাগজে কলমে বাংলাদেশের অন্যতম অথবা সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি। ২০১৫ সালের টি আই বি এর রিপোর্ট মতে বাংলাদেশে বার্ষিক ঘুষের পরিমান ৮২ হাজার ৮ শ ২২ কোটি টাকা। যেখানে ঘুষ দুর্নীতির একটি অংশ মাত্র। দেশের ভিতরে সিংহভাগ দুর্নীতি হয় সরকার এবং সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের দ্বারা। এম পি, মন্ত্রীরা মাথা হলেও বেশিরভাগ কাজ কিন্তু হয় সরকারি অফিসারদের মাধ্যমে। তাই দুর্নীতির একটা বড় অংশের দায় বড় বড় বি সি এস ...
Vorosha Ase || Kaaktaal || ভরসা আছে
มุมมอง 43K4 หลายเดือนก่อน
ভরসা আছে! || Kaaktaal Dedicated to all the people who are too busy giving pessimistic opinions rather than doing something positive. Have some hope and patience and Get a Life! রক্ত গরম মাথা ঠান্ডা #২ Am E যায় দিন ভালো আর আসে দিন কালো বলে F G E কত শত শকুনেরা হাসে আর কাঁদে Am E তারা গুজবে সুযোগ খুঁজে গুষ্টি উদ্ধার করে F G E কারও বিছানাতে ঘুম নাই, কি হবে তার পরে Am Dm বলে ভরসা নাই, বলে ভরসা নাই, ...
Rokto Gorom Matha Thanda || Kaaktaal
มุมมอง 254K4 หลายเดือนก่อน
আধমরাদের গান গেয়ে চল বাঁচাই... Translation: Once our foes were foreign, and we shed blood for liberty. Now it's against our own people, but our streets are still bloody. Your pen and paper, the bullets from your gun killing your own son-your friend is weeping. Pity, oh pity, that’s all I hear from you; tell me what the hell are you doing? Police and troops on the streets, I recognize you as my ...
Jaroj || KaaktaalRaw V05 C 11
มุมมอง 27K5 หลายเดือนก่อน
জারজ হাতজোরে অনুরোধ যাও ঘরে ফিরে মৃদু যন্ত্রণা বোধ চেপে অনাদরে ষড়যন্ত্রের মন্ত্রণায় সন্দিহান মগজ মর্মান্তিক দূর্দশা সব ঘরে ঘরে আত্মসমর্পণ অবহেলা ভয়ে ছিনিমিনি খেলা পরিকল্পনায় ডুবে কতিপয় জারজ আহা রাগ মুখোশে ঢেকে থাক স্পর্শকাতর ব্যর্থতায় পড়ে নড়বড়ে পাজর আহা লাশ বেরসিক উপহাস দেখো পথ বিপথে সবার গায়ে সাদা কাফনের কাপড়। আর কত চোখে আলো নিভে গেলে আমাদের চোখে জ্বলবে আগুন আর কত চোখের নোনা জলের তোড়ে ভাঙবে নি...
Shokaler bhalolaga || KaaktaalRaw v05 Ch10
มุมมอง 16K6 หลายเดือนก่อน
সকালের ভালোলাগা আহা চাঁদের আলোয় কুয়াশায় ভেজা জল উড়ে যায় আজ রাতের শেষে মন খারাপের ভান পড়ে থাক যেন উদাস পাখি গান গেয়ে অভিমান ভাঙাবে সেই ধুলো মাটির বুক জুড়ে শহরের পাহাড়ায় শত ডোবা চাঁদ শত সূর্যের লাল বেখেয়ালে কেটে কত নির্ঘুম রাত ধোঁয়া ধোঁয়া রোদ ধোঁয়া ঘোলা চেহারা সব ভেসে উঠছে আমার চোখে তোমার চোখে সকালের ভালো লাগা বিকেলে মিলিয়ে সকলের ভালোবাসা আজ রাতে কোথায়? আহা আকাশে বাতাসে ওড়ে সুতো ছেড়া ঘুড়ি শেষ দুপ...
Prarthona || KaaktaalRaw V05 Ch09
มุมมอง 28K6 หลายเดือนก่อน
৯ বছর হয়ে গেলো সেই রাতের। যে রাত ছিল অনেক অনুনয়, অনেক প্রার্থনার। জীবনের নয়, মৃত্যুর প্রার্থনার।যে প্রার্থনার প্রত্যুত্তর আসেনি, আসেনা। অনেক বছর,অনেক ঘটনা, অভিজ্ঞতা, শিক্ষা, অনুধাবনের পর মুক্তি এসেছে। নরকের মধ্যে স্বর্গ তৈরি করা যায়- সে শিখেছে। সেই দিন থেকে সামনে তাকালে যত ভয়ঙ্কর ছিল পথ, এখন পিছে ফিরলে সে ভালো ছাড়া খারাপ খুব একটা দেখতে পায় না। হারানোর থেকে প্রাপ্তির পাল্লা যথেষ্ট ভারী। কত মানুষ...
Maya || Shondha 7ta || Kaaktaal
มุมมอง 77K7 หลายเดือนก่อน
Song: MAYA Lyric and Tune : Asif Iqbal Aontu Artist: Asif Iqbal Aontu Band : Kaaktaal MUSIC : Jahid Nirob MIX & MASTER : Sumon Parvej STUDIO : Butter Communication Lyric: Am কেউ এখানে কেউ কেউ এখানে নেই Dm শুধু তুমি আমি আর চাঁদটা তাকিয়ে আছে G জোছনা ঝরিয়ে দেখো জোনাকি ডেকেছে কত C E Am আকাশে জ্বেলেছে বাতি হাজারো তারা। কেউ এখানে কেউ কেউ এখানে নেই শুধু তুমি আমি আর চাঁদটা তাকিয়ে আছে মেঘ সরে যায় মৃদু হ...
Oshukh || KaaktaalRaw V05 Ch08
มุมมอง 38K8 หลายเดือนก่อน
অসুখ ওষুধের পাতা সব এলোমেলো থাকে কেন? মনোযোগ দিলে চোখে আয়না ভাসে দুর্ভাবনা এড়িয়ে যখনই সুবাসী মন ঘড়ি ডেকে বলে তোর ১২টা বাজে। শরীরে যুদ্ধ চলে জীবাণু ও মনোবলে জোয়ারে ভাটাতে তাপ গলা ছেড়ে হাঁকডাকে গভীরে আগুন জ্বলে আসেনা যে ঘুম তবু কোনমতে টিকে নিরুপায়। সবাই বলে তেঁতো স্বাদের শেষে মেলে স্বাদ জীবনের যেদিক তাকাই অভিজ্ঞতায় তিক্ততার প্রভাব থেকে যায় কেন এমন হয়? এসবের ওষুধটা কোথায়? আমার ভালো লাগেনা এত অসুখে...
Ajker Purono Khobor II KaaktaalRaw V05 Ch07
มุมมอง 21K8 หลายเดือนก่อน
নতুন জিনিস শিখছি প্রতিনিয়ত। আজকাল "খবর" পুরনো হতে ৫/১০ মিনিটও লাগে না। নিউজ মিডিয়াতে ঘটনা ঘটার সাথে সাথে যদি কেউ তা প্রচার করতে না পারে তাহলে তা প্রায় মূল্যহীন। ভাইরালের ঢেউ অনেক উঁচু কিন্তু নিমেষেই মিলিয়ে যায়। এত সহজে মানুষ ভুলে যেতে পারে - ব্যাপারটা অবাক করার মত। হয়ত এটা ছাড়া যাপন বেশ কঠিনই হত। আশেপাশে যত কিছু ঘটছে সব যদি গায়ে লাগত তাহলে পাগল হওয়া ছাড়া উপায় থাকত না। তাই ভুলে যান- নিশ্চিন্ত থা...
Rain (failed attempt but what a feed!)
มุมมอง 2.9K8 หลายเดือนก่อน
Rain (failed attempt but what a feed!)
সুস্থ হয়ে ওঠো তাড়াতাড়ি || KaaktaalRaw V05 Ch02 || Kaaktaal
มุมมอง 54Kปีที่แล้ว
সুস্থ হয়ে ওঠো তাড়াতাড়ি || KaaktaalRaw V05 Ch02 || Kaaktaal
Upozilla Guest House || KaaktaalRaw || V05 Ch01
มุมมอง 24Kปีที่แล้ว
Upozilla Guest House || KaaktaalRaw || V05 Ch01
Smoking Kills Time || ধূমপান মৃত্যু ঘটায় সময়ের || KaaktaalRaw V04 Ch05
มุมมอง 20Kปีที่แล้ว
Smoking Kills Time || ধূমপান মৃত্যু ঘটায় সময়ের || KaaktaalRaw V04 Ch05
very well composed musical piece
ভাষা নেই কাকতাল কে ভালোবাসার নির্বাক ভাবে নিস্তব্ধ হয়ে শুধুই শুনে যায় 😶
best version of abar dekha holeee
whos come from my insta notes :^
❤️❤️❤️
valobasha niben asif vai
asif vai. valobasha niben
দেয়াল শুনে যাক 🧐🤔
Someone😅
এত এনার্জি ক্যামনে ভাই এই গানে😂❤
আজ ও তোমার ফিরে আসার অপেক্ষায় আছি। আবার ফিরে আসার আশায় থাকি। যদি সত্যি সত্যি ফিরে আসো ভেতর ভেতর যন্ত্রণায় কাতর হয়ে মৃত্যুবরণ করে নিব তবে সেই মায়ায় নিজেকে আর জড়িয়ে যেতে দিবো না।
Abar dekha hole .....
দুর্দান্ত গান। আমার কাছে বাংলাদেশের সেরা ভোকাল। অনুপম রায় ও নচিকেতার সংমিশ্রণে দুর্দান্ত কম্বিনেশন। 🤩 গানের মিউজিককে আরো আপগ্রেড করে রক প্যাটার্নের করলে অসম্ভব জনপ্রিয়তা পাবেন আশা করি।
চোখ বন্ধ করে তাকে মনে পড়ে!আমায় তুমি ক্ষমা করে দাও!!
Just beautiful 💐💕🤗
And that what we call art💚
its masterpiece ❤
আমার সকল অভিযোগ প্রবাহিত,,, কোথাও ঠাই পাবার আশায়....
I love you kaaktal❤
Torture of memories this song felt like..
বিবেগ কোথায়?😊
Inside destroy 😂
Studio version wanted
কান্না পায়
We have also Weather inside our Souls...🩵
gan tar meaning ektu bole keo??? kake mean kora hoiche ekane???
Studio version chaiiii
Maisha 😔
"ধূমপান মৃত্যু ঘটায় সময়ের" - এই কথাটার যে ভাবার্থ! পৃষ্ঠার পর পৃষ্ঠা লেখা সম্ভব। ম্যান!!! স্যালুট ম্যান!!!
ভাবনায় কী অসাধারণ মিল থাকতে পারে ভাবতেই অবাক লাগে। ধন্যবাদ কাকতাল এতো সুন্দর ভাবনা উপহার দেওয়ার জন্য ❤️
অদ্ভুত, শুনতে গেলেই হারিয়ে যায়, কি মারাত্মক
Kalke ghulsan lake park a gan ta shune onk vlo Laglo
ভাই গান টার chord গুলো দিয়েন অনেক সুন্দর হয়েছে গান❤️
1:31
❤🩹
আশ্চর্য নিরা সত্য মায়া বাধনে আবদ্ধ 😅
লেখক তোমায় কুর্নিশ 🙏
I was counting all the seconds for the sun to rise! I was counting all the memories for you to fade away! Hits so hard!
❤❤❤
drooping footprint :3
❤
কাকতাল🙏
06.12.2024 This type of songs are the Source of being alive man💜
সব বদলে যাক, তবুও দেখা হোক আবার আমাদের ।
যুগের পর যুগ কাকতাল বেঁচে থাকুক 🖤
আমি এইরকম গান শোনার মেয়ে ছিলাম না। তারপর আপনি আসলেন আমার অর্থহীন জীবনে! হ্যা, ভালোবাসার মানুষ হয়ে নয়, শিক্ষক হয়ে। তবে আমি যে ভালোবেসে ফেলেছি। একদিন আপনি কাকতালের সাথে পরিচয় করালেন। তারপর আপনার সাথে সাথে আমি কাকতালকেও ভালোবেসে ফেলেছি। প্রিয় মানুষ আমাকে একটু ভালোবাসেন দয়া করে।
Please upload this on Spotify, so that I can have it in my playlist ❤️
মন মন মন, লাভ ইউ মন ডার্লিং ❤❤❤ লা লা লা লা❤️❤️❤️ চমৎকার চমৎকার গানটি🎉🎉🎶🎶
এসব গান সত্যি সবার জন্য নয়। যারা এই সব গানে মগ্ন হয়ে যায়, ডুবে যায় গানের কবিতায়, লেখায়৷ অর্থ ছুয়ে যায় হৃদয়। তাদের জন্যই এসব গান ❤️🔥✨
বদলের বাংলাদেশে দারুণ থিমসং।