যাত্রা সম্রাট শান্তিগোপাল | একটি অপ্রকাশিত সাক্ষাৎকার | Jatra actor Santigopal Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024
  • যাত্রা সম্রাট শান্তিগোপাল
    একটি অপ্রকাশিত সাক্ষাৎকার
    Hello everyone, I Am Anup Bandyopadhyay. Welcome to Our TH-cam Channel ANUP BANDYOPADHYAY.
    #শান্তিগোপাল #যাত্রা_সম্রাট_শান্তিগোপাল #Shantigopal_Pal #Jatra Samrat Shanti_Gopal #anupbandyopadhyay
    TODAY WE ARE GOING TO LISTEN to যাত্রা সম্রাট শান্তিগোপাল এর একটি অপ্রকাশিত সাক্ষাৎকার . An unpublished interview cum Documentary of Jatra Samrat Shantigopal Pal.
    ⚡️ Follow us on
    ✔️ Website: www.anupbandyo...
    ✔️ Facebook: / anup-bandyopadhyay-104...
    ✔️ Twitter: / anupbandyopadh1
    ✔️ TH-cam: / @anupbandyopadhyay1376
    🔺 Visit my other youtube channel 🔺
    AB's Tutorial: / abstutorial
    Copyright Disclaimer:
    Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statutes that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favour of fair use.

ความคิดเห็น • 181

  • @amartya1977
    @amartya1977 5 หลายเดือนก่อน +3

    সাক্ষাৎকারটা খুব ভালো লাগলো! শান্তিগোপাল বাবুর সাক্ষাৎকার ইউ টিউবে আমি এই প্রথম শুনলাম। শান্তিগোপাল বাবুর সাক্ষাৎকার ইউ টিউবে প্রকাশ করার জন্য সাক্ষাৎকার গ্রহণকারীকে অনেক ধন্যবাদ জানাই!

  • @prabirdutta5172
    @prabirdutta5172 5 หลายเดือนก่อน +6

    অনুপ বাবুকে অনেক ধন্যবাদ..... এমন একজন যাত্রার কিংবদন্তী শিল্পীর স্বাক্ষাৎকার নিয়ে.... আমাদেরকে আবার মনে করিয়ে দেবার জন্য!❤️..... অসাধারণ শিল্পী ছিলেন..... ওনাকে প্রণাম জানাই। 🙏🌹❤️

  • @bimalghosh2373
    @bimalghosh2373 2 ปีที่แล้ว +18

    অসাধারণ অভিনয়ের দখল দেখে অবাক হয়ে য়ায়, খুবই সুন্দর অভিনেতা, নেতাজী, স্বামী বিবেকানন্দ, বঙ্গবন্ধু মুজিবুর রহমান যাত্রাপালা দেখেছি, এমন অভিনেতা আর পাবনা, সবাই আসুন যাত্রাশিল্প কে বাঁচিয়ে রাখি

  • @withraj975
    @withraj975 3 ปีที่แล้ว +34

    বর্তমানে বৈদ্যুতিক মাধ্যমে প্রতিটি সাক্ষাতকারের অনুষ্ঠানে সাক্ষাতকার প্রদানকারীর চেয়ে সাক্ষাতকার গ্রহনকারীর প্রকোপই বেশী অনুভুত হয়,বিষয় টি অস্বস্তিকর। এই অনুষ্ঠানের প্রতিবেদককে ধন্যবাদ যে তিনি নিজেকে সম্পূর্ন প্রচ্ছন্ন রেখে শুধুমাত্র শ্রদ্ধেয় শিল্পীকেই তার চিত্রগ্রহনযন্ত্রে বন্দি করেছেন।তার শুভ মানসিকতা এবং শুভ প্রচেষ্টাকে স্বাগতম।যদি না আমার ভুল হয়ে থাকে ইউ টিউবে মাননীয় শিল্পীকে নিয়ে এটিই বোধহয় প্রথম এবং একমাত্র অনুষ্ঠান।

    • @anupbandyopadhyay1376
      @anupbandyopadhyay1376  3 ปีที่แล้ว +5

      প্রথমে আপনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
      ANUP BANDYOPADHYAY - ইউ টিউব চ্যানেল-এ বাংলা ভাষা আন্দোলন ও সুনীল গঙ্গোপাধ্যায় ,কবি শঙ্খ ঘোষ, কবি রাম বসু- এঁদের নিয়ে কিছু কাজ আছে। এই চরিত্রের তথ্যচিত্রও অন্য কোথাও পাবেন না।
      কথাটা লিখলাম এই জন্য যে আমি সরাসরি এঁদের সাথে থেকে, সময়- সুযোগ করে ভিডিও করে তার সাথে প্রয়োজনীয় তথ্য দিয়ে, তথ্যচিত্রগুলো তৈরি করেছি।
      আপনার সময় মতো দেখতে বিশেষ ভাবে অনুরোধ করছি।
      আপনার মতামত জানাটা খুবই জরুরি।
      ভালো থাকবেন। নমস্কার।
      সাথে আছি।

    • @subratamandal8040
      @subratamandal8040 2 ปีที่แล้ว +4

      অসাধারণ সংগ্রহ।ধন্যবাদ রইল ।

    • @kedarbanerjee625
      @kedarbanerjee625 2 ปีที่แล้ว +1

      একদম ঠিক

    • @chakshusul
      @chakshusul ปีที่แล้ว +3

      একদা "যাত্রা দেখে ফাত্রালোকে" কথাটা চাউর হয়েছিল বটে ।
      কিন্তু তা নস্যাৎ করেছিলেন যাত্রার বিখ্যাত সব নটী আর নটে ।।

    • @manaschakraborty9912
      @manaschakraborty9912 5 หลายเดือนก่อน +1

      খুব ভাল লাগল।

  • @debprosadchatterjee4410
    @debprosadchatterjee4410 5 หลายเดือนก่อน +7

    আমি কলেজে পড়াকালীন (৭২--৭৫) শান্রিগোপালের "আমি সুভাষ" দেখেছিলাম। নিজের চোখকে বিশ্বাস করতে পারি নি ইনি আসল না নকল সুভাষ। অসংখ্য ধন্যবাদ এমন এক অভিনেতার সাক্ষাৎকার ইউটিউবে আপলোড করার জন্য।

  • @sumitmitra6064
    @sumitmitra6064 5 หลายเดือนก่อน +7

    'আমি সুভাষ বলছি' ‌যাত্রাপালা আমি দেখেছি। স্বনামধন্য এই শিল্পীকে প্রনাম জানাই। একজন স্বনামখ্যাত ব্যাক্তি!

  • @brahmamoychatterjee9278
    @brahmamoychatterjee9278 3 ปีที่แล้ว +15

    অসাধারণ সংগ্রহ।সমৃদ্ধ হলো মন ও মনন।
    এই যুগান্ত সৃষ্টিকারী কিংবদন্তি যাত্রা শিল্পীর চরণে প্রণাম জানাই। অনুপবাবুকে অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করি।এমন আরো অমূল্য সম্পদ এর প্রতিক্ষায় থাকলাম।

    • @anupbandyopadhyay1376
      @anupbandyopadhyay1376  3 ปีที่แล้ว +2

      আপনাকেও আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
      এই ANUP BANDYOPADHYAY ইউটিউব চ্যানেল-এ আরও কিছু ব্যতিক্রমী তথ্য চিত্র দেখতে পাবেন:
      বাংলাভাষা আন্দোলন ও সুনীল গঙ্গোপাধ্যায়
      আমার দেখা টোটোপাড়া
      কবি শঙ্খ ঘোষ - শব্দ ধ্বনি ছায়ায়
      কবি রাম বসু - কথায় কবিতায়
      কবি তরুণ সান্যাল
      সিঙ্গুর নন্দীগ্রাম - আমার প্রতিবাদের ভাষা
      ' রবিধারা ' - ধারাবাহিক এ কবি সুভাষ মুখোপাধ্যায়ের অপ্রকাশিত চিঠিপত্রের পাঠ।
      আপনারা সাথে থাকলে উৎসাহিত হব।
      ভালো থাকবেন। নমস্কার।

    • @aruptwowhiller9443
      @aruptwowhiller9443 2 ปีที่แล้ว

      অসাধারণ একজন অভিনেতার সাহ্মাত শুনলাম, ওনার কথা স্পষ্ট আগামী দিন যাত্রা জগত শেষ হয়ে যাবে, ঠিকই সিনেমার কিছু হুনুমান এসে যাত্রা শেষ করে দিল ।

  • @protapray3920
    @protapray3920 3 ปีที่แล้ว +13

    আজকের প্রজন্মের কাছে, শ্রদ্ধেয় শান্তি গোপাল পাল কে, পরিচিত করানোর জন্য জন্য অনেক ধন্যবাদ অনুপবাবু ।
    নবীন প্রজন্মের অনেকেই জানেন না, যাত্রাশিল্প সম্বন্ধে । এবং শান্তিগোপাল মানুষ টির অবদান তথা অভিনয় প্রসঙ্গ।
    এই রকম আরও তথ্য পেতে চাই ।

    • @anupbandyopadhyay1376
      @anupbandyopadhyay1376  3 ปีที่แล้ว

      অনেক অনেক ধন্যবাদ।
      প্রণাম

  • @biswapatidas3061
    @biswapatidas3061 2 ปีที่แล้ว +6

    Biswapati Das আমি শান্তি গোপালের অভিনয় দেখেছি । really great Actor

  • @samirkumarghosh3145
    @samirkumarghosh3145 ปีที่แล้ว +10

    ১৯৬৮ সালে আমার গ্রামের আসরে চার দিক খোলা মঞ্চে হিটলার দেখেছি। তারপর লেনিন, আমি সুভাষ বলছি, স্পারটাকাস, বীরেশ্বর বিবেকানন্দ, কার্ল মার্কস, শেষ অঞ্জলী, পঞ্চ নদীর তীরে। এই যাত্রা পালা দেখার সৌভাগ্য আমার হয়েছে। তখন এক‌ই দলের দুই রাত করে গাওনা হতো সেই জন্য আমার গ্রামে এক রাত বাস করে গেছেন, এজন্য গর্ব বোধ করি। উপস্থাপনা খুব ভাল লাগল, অনেক ধন্যবাদ।

  • @ranajitbiswas8340
    @ranajitbiswas8340 5 หลายเดือนก่อน +1

    ১৯৭৮ সালে আমার সৌভাগ্য হয়ে ছিলো শান্তি গোপাল বাবুর দাশকাপিটাল দেখার। কি অসাধারণ মেইকআপ, কী অবিশ্বাস্য, নিখুঁত অভিনয়। ভাবা ই যায় না। আজ আপনার মাধ্যমে এই যাত্রা সম্রাটের নানান দিক জানতে পারছি। ধন্যবাদ আপনাকে। এরকম আরও ভিডিও আশা করছি।

  • @spal4062
    @spal4062 5 หลายเดือนก่อน +3

    "রোমান রা যা করে, গোলাম রা তা করেনা।"
    *স্পার্টাকাস* যাত্রাপালার একটি উক্তি আমার এখনও মনে পড়ে।
    1976-77 সালে আমার ছাত্রাবস্থায় দেখেছিলাম।
    অসাধারণ অভিজ্ঞতা,সারা জীবন মনে রাখার মত।

  • @skbiswas1452
    @skbiswas1452 ปีที่แล้ว +4

    যাত্রা শিল্পের অসাধারণ এক কিংবদন্তি অভিনেতা।

  • @tarapadajash1728
    @tarapadajash1728 2 ปีที่แล้ว +6

    এক অসাধারণ অভিনেতা ! তিনি যাত্রায় যুগান্তর এনেছিলেন । কত ধরণের চরিত্রে যে অভিনয় করেছেন এবং সব চরিত্রে সমান সফল । যাত্রায় আধুনিকতা তাঁর অবদান । যাত্রাশিল্পে তাঁর অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তাঁকে শ্রদ্ধা জানাই ।

  • @sutapasen2530
    @sutapasen2530 2 ปีที่แล้ว +6

    অসাধারণ এক হারিয়ে যাওয়া অভিনেতার সাক্ষাৎকার দেখলাম। আমাদের সময় তাঁর অভিনীত যাত্রা দেখার জন্য টিকিট পাওয়াই যেত না। নিমেষে সব বিক্রি হয়ে যেত। শান্তিগোপাল এসেছে 2, এমনি করে লোকে বলতো।

  • @sankarprosaddas4055
    @sankarprosaddas4055 6 หลายเดือนก่อน +3

    অসাধারণ এই শিল্পীর অনেক যাত্রাপালা দেখার সৌভাগ্য হয়েছে। আমি সুভাষ সহ আরো অনেক পালা।

  • @aruptwowhiller9443
    @aruptwowhiller9443 2 ปีที่แล้ว +7

    অসাধারণ একজন অভিনেতার সাহ্মাতকার শুনলাম ওনার কথা স্পষ্ট আগামী দিন যাত্রা জগত শেষ হয়ে যাবে, ঠিকই বলেছেন সিনেমার কিছু হুনুমান এসে যাত্রা জগত শেষ করে দিল ‌ । দর্শকদের কাছ থেকে যাত্রা কে দুরে সরিয়ে দিলো ।

  • @soumenkumardutta8385
    @soumenkumardutta8385 5 หลายเดือนก่อน +2

    দাদুর মুখে,বাবার মুখে শুনেছিলাম, আপনার অভিনয় দক্ষতা,আজ দেখলাম সত্যিই আপনি যাত্রাপালার রাজকুমার

  • @shouvikmondal6713
    @shouvikmondal6713 2 ปีที่แล้ว +7

    খুব ভালো লাগলো সাক্ষাৎকারটি দেখে। আমি ওনার যাত্রা আমি সুভাষ বলছি দেখেছিলাম। তখন ইস্কুলে পড়ি। আজ ওনার সাক্ষাৎকার দেখে ভালো লাগলো। এইধরনের কালেকশন ইউটিউবে প্রকাশিত হওয়া দরকার। অনেক ধন্যবাদ আপনাদের।

  • @rajkantabarman727
    @rajkantabarman727 5 หลายเดือนก่อน +2

    অনেক অজানাকে জানলাম।১৯৮১সাল, আমি মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি।
    ওঁনার অভিনীত "আমি সুভাষ বলছি"দেখেছিলাম। এখনও মনে দাগ কেটে আছে।
    ধন্যবাদ।

  • @indialover337
    @indialover337 ปีที่แล้ว +4

    বহু রুপে বহু বেশে শান্তিগোপাল, যাত্রার জগতে ধরেছিলে হাল। স্মৃতির মনিকোঠায় চিরকাল উজ্জ্বল হয়ে থাকবে। তোমাকে প্রনাম।

  • @BhaskarSamanta-o2t
    @BhaskarSamanta-o2t 5 หลายเดือนก่อน +9

    ওনার যাত্রা শিল্পে অবদান চিরস্মরণীয়। আমরা তার সাক্ষী। এই শিল্পী তার প্রাপ্য মর্যাদা থেকে বঞ্চিত- এটা আমাদের লজ্জা।

  • @shyamapadade8655
    @shyamapadade8655 2 ปีที่แล้ว +5

    শান্তিগোপাল অভিনীত যাত্রা পালা লোড করার জন্য অনুরোধ করছি।

  • @uttpalroy8811
    @uttpalroy8811 2 ปีที่แล้ว +4

    আজকের যাত্রা পালায় এসব জিনিস ভাবা আকাশ কুসুম কল্পনা এখন আর যাত্রার কোন মাত্রা নাই। যে যা খুশি নিজের মতো করছে শান্তি গোপাল তার যে পালা উপহার সারা জীবন মনের মনিকোঠায় জ্বলজ্বল করবে।

  • @narayasaha5578
    @narayasaha5578 ปีที่แล้ว +5

    আমার প্রিয় শিল্পী শান্তি গোপাল। ভালো লাগলো সাক্ষাতকার।

  • @paragdutta7808
    @paragdutta7808 2 ปีที่แล้ว +10

    বিরলতম প্রতিভা, তোমায় জানাই আন্তরিক শ্রদ্ধা🌹🙏

    • @nirmalkumarsarkar2226
      @nirmalkumarsarkar2226 ปีที่แล้ว +1

      অবিস্মরনীয় শান্তি গোপাল, তোমাকে জানাই আমার অন্তরের শ্রদ্ধা এবং ভালোবাসা।
      শান্তি গোপাল যুগ যুগ জিও।

  • @bimansen1636
    @bimansen1636 2 หลายเดือนก่อน

    ইউটিউব এ র সেরা উপস্থাপনা।
    শান্তি গোপাল এর কোনো বিকল্প নাই।
    বিমান সেন।
    সম্পাদক
    শান্তি গোপাল স্মৃতি রক্ষা পরিষদ ।
    🙏

  • @shayamapadachakraborto6347
    @shayamapadachakraborto6347 2 ปีที่แล้ว +4

    অসাধারণঅভিনেতা।অনারপ্রথমঅভিনয়দেখেছিলামহিটলারওরকমঅভিনয়আরহবেনা।

  • @arijitmukherjee2963
    @arijitmukherjee2963 2 ปีที่แล้ว +12

    অসাধারণ যাত্রা অভিনেতা ছিলেন ।আমার মতে সবার সেরা । পুরানো দিনের কথা মনে পড়লে এখনো আমার গায়ের রক্ত চনমনিয়ে উঠে । সে ছিল একটা এমন সময় ঐ তিনদিক খোলা মনচে ওনাদের অভিনয় দেখার জন্য পাগলের মত গ্রামে গ্রামে ঘুরে বেড়াতাম । Really nostalgic .

  • @budhhadebroy8708
    @budhhadebroy8708 5 หลายเดือนก่อน

    সাক্ষাৎকার দেখছি আর মনেহচ্ছে উনার অভিনীত পালাগুলো মুগ্ধহয়ে দেখছি।

  • @bimansen1636
    @bimansen1636 3 ปีที่แล้ว +5

    অতীব সুন্দর। ,,,,, বিমান সেন।

    • @anupbandyopadhyay1376
      @anupbandyopadhyay1376  3 ปีที่แล้ว

      অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন

  • @brojakrishnachatterjee8825
    @brojakrishnachatterjee8825 2 ปีที่แล้ว +8

    হে মহামানব তুমি ফিরে এসো 🙏🙏🙏 তোমার স্মৃতি বিজড়িত ইতিহাস পৃথিবী কোনো দিন ও ভূলতে পারবে না, তত্কালীন সরকার আপনাকে পূর্ণ মর্যাদা দিতে পারে নি, কিন্তু আপনি ভারত তথা সারা বিশ্বের মানুষের কাছে অনেক অনেক শ্রদ্ধার, সম্মানের ও ভালোবাসার। শ্রদ্ধেয় অনুপ বাবু যদি সম্ভব হয় অনার পরিবারের সদস্যদের ঠিকানা টা দিলে খুব উপকৃত হব।🙏

    • @ashokchakraborty3171
      @ashokchakraborty3171 2 ปีที่แล้ว +2

      শান্তি গোপাল বাবুর ছোট বেলা য় দেখেছি রঘু যাকাত অসামান্য।

    • @ashokchakraborty3171
      @ashokchakraborty3171 2 ปีที่แล้ว

      রঘু ডাকাত

  • @9002112405
    @9002112405 2 ปีที่แล้ว +4

    অসাধারণ! সমৃদ্ধ হলাম, এই অসাধারণ অভিনেতার সাক্ষাৎকার দেখে।

  • @saktikumarchattopadhyay4959
    @saktikumarchattopadhyay4959 3 หลายเดือนก่อน

    অসাধারণ বললেও কম বলা হবে । উনি ভগবান । আমার সৌভাগ্য কিংবদন্তি সম্রাটের বেশ কয়েকটি যাত্রাপালা আমি দেখেছি । পরীক্ষায় পাশ করতে সাহায্য করেছে । প্রণাম ও শ্রদ্ধা কিংবদন্তিকে ।

  • @sujitmondal2821
    @sujitmondal2821 หลายเดือนก่อน

    আমরা ছোটবেলায় শ্রদ্ধেয় অসাধারণ অভিনেতা অভিনয় দেখার জন্য যাত্রা প্যান্ডেলে চলে যেতাম!কি অসাধারণ সব অভিনয়ের মুহূর্ত!!

  • @arunpolley931
    @arunpolley931 8 หลายเดือนก่อน +1

    অনেক অজানা তথ্য জানালেন ।
    অসাধারণ পোস্ট
    আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালবাসা জানাই

  • @BISWANATHDUTTABANIK-s6l
    @BISWANATHDUTTABANIK-s6l 5 หลายเดือนก่อน +1

    এনাকে আমার দেখার সুযোগ হয়ে ছিল। প্রণাম জানাই।

  • @rajeshbhattacharya3183
    @rajeshbhattacharya3183 3 ปีที่แล้ว +5

    Dhonyobad Anup babu... Ami o ekjon jatra shilpi.. Amar naam Rajesh Bhattacharya... Ami khub ananda peyechi, Santi dar ei Smriti charone.... Ami 1974 theke jatray achi. Ekhon achi Bhairav opera te... 🙏🙏🙏🙏

    • @anupbandyopadhyay1376
      @anupbandyopadhyay1376  3 ปีที่แล้ว

      অনেক অনেক ধন্যবাদ। যাত্রা জগতের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। সম্ভব হলে এই তথ্য চিত্র টি সবার সাথে ভাগ করে নিলে সবাই কিছুটা হলেও শ্রদ্ধা জ্ঞাপন করতে পারবেন। ভালো থাকবেন। নমস্কার।

  • @pinakimukherjee2068
    @pinakimukherjee2068 2 ปีที่แล้ว +4

    অসাধারণ স্যার, অনেক অজানা ইতিহাস জানতে পারলাম।আমি এক সাধারণ যাত্রা শিল্পী, প্রভুত উপকার পেলাম, আরো অনেক শিক্ষার দরকার আছে,আপনার সাক্ষাৎ প্রার্থী, আমাকে কৃপা করে আপনার সাথে যোগাযোগ করার সুযোগ করে দিন

  • @damodarmukhopadhyay9301
    @damodarmukhopadhyay9301 5 หลายเดือนก่อน

    অপূর্ব। গায়ে কাঁটা দিয়ে ওঠে এখন। আমি সুভাষ, প্লাটাকারস দেখেছি। গ্রাম এ জন্ম তো , সুযোগ হয়নি

  • @ganernaiya
    @ganernaiya 3 ปีที่แล้ว +6

    অত্যন্ত মূল্যবান সম্পদ এটি।স্বজত্ন কোরো রাখবেন ।ধন্যবাদ অনুপ বাবু।

    • @anupbandyopadhyay1376
      @anupbandyopadhyay1376  3 ปีที่แล้ว +1

      অনেক অনেক ধন্যবাদ।
      আপনাদের মতো মানুষেরা সাথে আছেন - এটা অনেক পাওয়া ।এভাবেই সব কাজ স্বজত্নে থাকবে। নমস্কার।

  • @tuhinmoychhatui3769
    @tuhinmoychhatui3769 5 หลายเดือนก่อน

    খুব সুন্দর উপস্থাপন । আমি ওঁর সব যাত্রাপালা দেখেছি। আমার জীবনে এক পরম প্রাপ্তি।

  • @sandhyasmp8962
    @sandhyasmp8962 2 ปีที่แล้ว +4

    অসাধারণ। অসাধারণ। অসাধারণ।

  • @amaleshdasgupta1260
    @amaleshdasgupta1260 2 ปีที่แล้ว +8

    অনবদ্য কাজ। কোথায় ছিল এই সম্পদ এতদিন। তুলনাহীন।

    • @anupbandyopadhyay1376
      @anupbandyopadhyay1376  2 ปีที่แล้ว +1

      আপনার আশীর্বাদ থাকলে সব সম্ভব।
      প্রণাম।

  • @pinakimukherjee2068
    @pinakimukherjee2068 2 ปีที่แล้ว +4

    অনুপ বন্দোপাধ্যায় স্যার আপনার এই সাক্ষাতকার অসামান্য,

  • @rajkumargiri1157
    @rajkumargiri1157 2 ปีที่แล้ว +4

    Santi Gopal is really a classic Jatra Artist who has enriched this art by his heart touching acting. He upholded the art at an esteemed height. The Jatra lover people of westbengal will remember this immortal soul forever.

  • @bimanmondal4627
    @bimanmondal4627 2 ปีที่แล้ว +2

    Very good actor and flock drama resercher.thanking you Biman Mandal drama writer of Janani ajo jolchea, Choker jole nivlo chita etc..

  • @budhhadebroy8708
    @budhhadebroy8708 5 หลายเดือนก่อน

    আজাদহিন্দের শেষ লড়াই, লেনিন, অসুস্থ পৃথিবী,সুরনারী সিংহাসন কলেজে পড়ার সময় দেখেছিলাম অসাধারণ অভিনেতা ভাবা যায়না, এ বঙ্গে আর জন্মাবেনা। তরুণ অপেরার শান্তিগোপাল লহ শতকোটি ভক্তিপূর্ন প্রণাম আজ আর আপনি নেই কিন্তু বঙ্গবাসী আপনাকে চিরকাল মনে রাখবে।

  • @manasbiswas1594
    @manasbiswas1594 5 หลายเดือนก่อน

    🙏🙏 Not only a great actor , but also a great educator .

  • @instynol9422
    @instynol9422 ปีที่แล้ว +1

    তরুণ অপেরা প্রযোজিত শান্তিগোপাল অভিনিত ৮০ র দশকে অনেক যাত্রা পালা আসামে দেখেছিলাম। খুব ভালো লাগতো। তবে উনি অনেক মোটা ছিলেন। কারন ওনাকে এক ই ঘরে বসে কাছেই দেখেছি। 🙏🙏🙏🙏🙏

  • @amaleshbanerjee5594
    @amaleshbanerjee5594 2 ปีที่แล้ว

    Khub sundor ai program ti. Santigopal k ami aga gorai vison srodha kori. Onar sob kota ovinoy e amr dekha. Apnar ati akti osadharon udyog. Jai hok valo thakun🙏acha apnake akta korha boli apni amon vabei sob shilpi der k niye program korun aro valo lagbe. Acha ovineta Panchanan banerjee k niye kichu aktu korun jate sobai apnar mddhome jante pare🙏🙏

  • @premanandachattopadhyay7246
    @premanandachattopadhyay7246 ปีที่แล้ว

    খুব বাস্তব সত্য তুলে ধরেছেন তিনি যাত্রা সম্পর্কে। অনেক অনেক ধন্যবাদ জানাই।

  • @ranjitpariya5812
    @ranjitpariya5812 2 ปีที่แล้ว +1

    Dr Ranjit Kumar Poriya Homeopathy
    Great Actor Santi gopal.
    Good Presentation Dada.

  • @ashokkumarbhadra8778
    @ashokkumarbhadra8778 5 หลายเดือนก่อน

    ভারতবর্ষের ইতিহাসে মহাশয় শান্তি গোপালের নাম উজ্জ্বল থাকবে, 70 এর দশকেই উনি বাংলার যাত্রাপালায় আলোড়ন সৃষ্টি করেছিলেন এবং উনার নাম ভারোত বর্ষ তথা পৃথিবীর বিভিন্য দেশে প্রকাশ পায়। আমি উনার দূরদর্শিতা কে সাধুবাদ জানাই, আমি ভাগ্যবান উনার অনেক যাত্রাপালা চাক্ষুষ করেছিলাম। উনি অসাধারণ।

  • @madandas4218
    @madandas4218 5 หลายเดือนก่อน

    এই মহান শিল্পীকে প্রণাম।

  • @RM-px8uw
    @RM-px8uw 2 ปีที่แล้ว

    Salutes to Anup Bandapadhya. I am still admire Shanti Gopal Babu.

  • @bimanmondal4627
    @bimanmondal4627 2 ปีที่แล้ว +2

    All Best actor.

  • @goutamhazra4636
    @goutamhazra4636 2 ปีที่แล้ว +3

    What a genius ! Pranam !

  • @swapanmukherjee948
    @swapanmukherjee948 2 ปีที่แล้ว +3

    প্রণাম আপনাকে । অমর থাকুন

  • @pgoswami5581
    @pgoswami5581 3 หลายเดือนก่อน

    কি ন্যাচারাল অভিনয় 🙏🙏🙏 অনেককিছু শোনলাম

  • @debdasBhattacharya-b6n
    @debdasBhattacharya-b6n 5 หลายเดือนก่อน

    অনবদ্য অভিনয়! এখন বিরল, প্রণাম।

  • @ranadey948
    @ranadey948 2 ปีที่แล้ว +1

    Apni Bangla r gorbo , apnar duto jatra amra dekhechhi Agun Jele Dilo , Ami Subhash Bolchhi. Tobe ektao video bodhhoy nei . . Khujechhi onek paini.
    Discussion at the highest level, thanks.

  • @budhhadebroy8708
    @budhhadebroy8708 5 หลายเดือนก่อน

    অসুস্থপৃথিবীতে আমি সামনে থেকে দেখেছিলাম পালাটা আমাদের গ্রামে হয়েছিল কি অসাধারণ অভিনয়? যাত্রায় আজ আর লোকশিক্ষা নেই আছে টাকা রোজগারের শিক্ষা। " যুগাবতার শ্রী রামকৃষ্ণ নাট্যাচার্য গিরিশ ঘোষকে বলেছিলেন গ্রীশ " যাত্রায় লোকশিক্ষা হয়রে। আর বিনু কে বিনোদিনী পালায় " গুরুহরি হরিগুরু মন্ত্রে দীক্ষা দিয়েছিলেন।

  • @parthachakraborty6910
    @parthachakraborty6910 2 ปีที่แล้ว +1

    প্রনাম। আলোচনা শুনে ধন্য হলাম।

  • @supritisarkar1786
    @supritisarkar1786 5 หลายเดือนก่อน

    অনুপবাবু, অসাধারণ একটি সাক্ষাৎকার উপহার দেয়ার জন্য। জানতে চাই শান্তি গোপাল বাবু এখনো আমাদের মধ্যে আছেন?

  • @harishankarpati9838
    @harishankarpati9838 2 ปีที่แล้ว +3

    অসাধারন!!!!!!! অপূর্ব!!!!!

  • @bibhasghosh5259
    @bibhasghosh5259 2 ปีที่แล้ว +1

    Shanti Gopal Emperor of Yatra Jagat really a great Actor...

  • @parijatchakrabarty8238
    @parijatchakrabarty8238 5 หลายเดือนก่อน

    Apurbo. Very rare interview

  • @debiprasadbhattacharya7096
    @debiprasadbhattacharya7096 2 ปีที่แล้ว +1

    Anok kichu Sikhism. Thanks

  • @dipakchatterjee2192
    @dipakchatterjee2192 2 ปีที่แล้ว +2

    Now we feel your prediction was right.

  • @nilanjanroychowdhury8949
    @nilanjanroychowdhury8949 3 ปีที่แล้ว +6

    এমন দিকপাল একজন মানুষ, কিন্তু ওনার কোন documentation নেই. আপনি ভাগ্যিস এই কাজটা করেছিলেন, তাই উনার সম্পর্কে কিছু জানা হল.
    একটা কথা এই প্রসঙ্গে বলতে চাই-- আমার এক বান্ধবীর সাথে আমি চার পাঁচ দিন আগে যাত্রা, কিংবদন্তী শান্তিগোপাল এবং তার legacy নিয়ে আলোচনা করতে গিয়ে দেখলাম, আমরা উনার সম্পর্কে কিছুই জানিনা.. আজকে কিছু অন্তত জানতে পারলাম! ধন্যবাদ আপনাকে, এবং তাঁদেরকেও যারা এই চ্যানেলের সাথে জড়িয়ে আছেন.

    • @anupbandyopadhyay1376
      @anupbandyopadhyay1376  3 ปีที่แล้ว +1

      অনেক অনেক ধন্যবাদ। কাজটি করতে গিয়ে আমি আরও কিছু কিছু প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে খুবই চেষ্টা করেছিলাম। কিন্তু পারিনি।
      তবে এই ANUP BANDYOPADHYAY ইউটিউব চ্যানেল-এ আপনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ও ব্যতিক্রমী তথ্য চিত্র দেখতে পাবেন:
      বাংলাভাষা আন্দোলন ও সুনীল গঙ্গোপাধ্যায়,
      কবি শঙ্খ ঘোষ- ধ্বনি শব্দ ছায়া
      কবি রাম বসু- কথায় কবিতা য়
      আমার দেখা টোটোপাড়া।
      'রবিধারা ' - ধারাবাহিক এ কবি সুভাষ মুখোপাধ্যায়ের অপ্রকাশিত চিঠিপত্রের পাঠ।
      আপনারা সাথে থাকলে উৎসাহিত হব।
      ভালো থাকবেন। নমস্কার।

  • @rampalyavadisgreatgreatact4731
    @rampalyavadisgreatgreatact4731 5 หลายเดือนก่อน

    Ami apner Ami Subhash bachi abong sacretish jatra pala dekhechi.House Full chilo.chehara ta akto bhenge gheche.Tkank you.bhalo thakben.Namaskar.

  • @jagyaseniproductions1031
    @jagyaseniproductions1031 ปีที่แล้ว

    Excellent contribution

  • @parthachakraborty7011
    @parthachakraborty7011 2 ปีที่แล้ว +1

    চিরদিন মনে থাকবে ওনার অভিনয় ৷

  • @pankajganguly1149
    @pankajganguly1149 ปีที่แล้ว

    আন্তরিক শ্রদ্ধা……🙏🌷🙏🌷🌷

  • @nikhilchandraguria1537
    @nikhilchandraguria1537 5 หลายเดือนก่อน

    অসাধারণ লাগল। ধন্যবাদ

  • @sibasishdanda9177
    @sibasishdanda9177 3 ปีที่แล้ว +3

    দুর্লভ কাজ 💐

  • @ananyaddas7840
    @ananyaddas7840 2 ปีที่แล้ว

    অসাধারণ মঞ্চ অভিনেতা। প্রণাম।

  • @shibashischakraborty3060
    @shibashischakraborty3060 10 หลายเดือนก่อน

    অসাধারন মূল্যবান নিবেদনের জন্য অসংখ্য ধন্যবাদ ❤❤❤

  • @bikashmajumdar348
    @bikashmajumdar348 10 หลายเดือนก่อน +1

    Sir, amer akta request ace. [Bose pukure khoon kharapi ] movie ar soru potom (1-3:55) minutes are scene 1 je Actor ato sundor avinay kore Chan. Actor name, oo are acting jibone niya akta video dela kube valo hoi. Sir pls ( bose pukure khoon kharapi) actor are opore akta video din 😊

  • @swadeshmajumdar5269
    @swadeshmajumdar5269 2 ปีที่แล้ว +1

    Anup fantastic job kudos to you

  • @barunbasu9073
    @barunbasu9073 หลายเดือนก่อน

    Audio disturbed. Great respect to Jatra samrat Shanti gopal.

  • @amitghosh3224
    @amitghosh3224 3 หลายเดือนก่อน

    প্রণাম,হে কালজয়ী শিল্পি।

  • @sushildas3425
    @sushildas3425 2 ปีที่แล้ว +2

    Excellent

  • @goutammukherjee4366
    @goutammukherjee4366 ปีที่แล้ว

    Ami dekhechilam fearir foje asadharon

  • @BISWANATHDUTTABANIK-s6l
    @BISWANATHDUTTABANIK-s6l 5 หลายเดือนก่อน

    আমি সুভাষ বলছি, ক্রীতদাস, স্পার্টকাস দেখার সুযোগ পেয়েছিলাম। দমদমে।

  • @sabyasachimazumder5074
    @sabyasachimazumder5074 2 ปีที่แล้ว

    Sir .apnar asustho prithibi dekhachi.ajo vule ne.aj apna k dekha mugdho
    Valo thakben

  • @prasantabarmanroy7219
    @prasantabarmanroy7219 5 หลายเดือนก่อน

    ।। অনেক শ্রদ্ধা ।।

  • @damodarmukhopadhyay9301
    @damodarmukhopadhyay9301 5 หลายเดือนก่อน +1

    শান্তি গোপাল আর হবে না। ঈশ্বর ওনার যে ভাবে সম্ভব পাশে থাকুন

  • @hariprasadchoudhuri1534
    @hariprasadchoudhuri1534 5 หลายเดือนก่อน

    ❤🙏❤ সশ্রদ্ধ ভালোবাসা

  • @JayantaBhadra-in9zw
    @JayantaBhadra-in9zw 5 หลายเดือนก่อน

    Sir excellent.

  • @nityanandasen4499
    @nityanandasen4499 2 ปีที่แล้ว +4

    ছাত্রজীবনে আমি সুভাষ বলছি,লেনিন দেখেছিলাম,স্মৃতি ভোলার নয়।

  • @radhakantdas1286
    @radhakantdas1286 2 ปีที่แล้ว +1

    Dhanyabad

  • @krishnaprasadbhandari743
    @krishnaprasadbhandari743 2 ปีที่แล้ว +2

    Thanks.

  • @debasishchatterjee3947
    @debasishchatterjee3947 ปีที่แล้ว +1

    Santigopal babur Jatrapalagulir visual recording jodi kono mohodasai byakti you tube e upload karen tahole bheeson bhabe kritagyo thakbo.Ei omulyo sristi paraborty prajanmoke shiksha daan korbe.akhono sob hariye jai ni.

  • @brojakrishnachatterjee8825
    @brojakrishnachatterjee8825 2 ปีที่แล้ว

    আপনি আমাদের নয়নের মণি 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @reetamsaha7169
    @reetamsaha7169 5 หลายเดือนก่อน

    শান্তি গোপাল পাল মহাশয় একজন অসাধারণ অভিনেতা সত্তরের দশকের অসাধারণ অভিনেতা আজ আর সেই রাম ও নাই আর রাম রাজত্ব ও নাই।❤🎉

  • @SudarshanMaji-bw8nu
    @SudarshanMaji-bw8nu 5 หลายเดือนก่อน

    Apurba

  • @tapanchakraborty3575
    @tapanchakraborty3575 2 ปีที่แล้ว +1

    ভীষণ বুদ্ধিদীপ্ত আলোচনা, আমি নিজে খুবই সমৃদ্ধ হলাম ধন্যবাদ

  • @aravghose
    @aravghose ปีที่แล้ว

    Darun darun