আপনি যে রাস্তা গুলো ধরে শ্রীনগর থেকে বেড়োলেন সেগুলো নভেম্বরের থেকে ফেব্রুয়ারি অব্দি প্রাই বরফে ঢাকা থাকে। যাতায়াতের অনেক সমস্যা হয় আইস ড্রেনার না আসলে।
খরচ ডিটেইলড দেওয়া যাচ্ছে না কারণ একেক সময় একেক খরচ হয়। যেমন আমরা যখন গিয়েছি তখন অনেক বরফ ছিল। ফলে স্নোমোবিল আর স্লেজ চলছিল। আবার কয়েক সপ্তাহ পর বরফ গলতে শুরু করলে আরেক রকম পরিস্থিতি হবে। তখন ঘোড়ায় যাওয়া যাবে। আমরা যেসব পয়েন্টে গিয়েছি সেসব পয়েন্টে না গিয়ে অন্য পয়েন্টে যেতে হবে। দাম নির্ভর করবে কতদূর বা কোন পয়েন্টে কিভাবে যাবেন তার ওপর। একেক সময় বা বরফের একেক অবস্থায় ওখানকার চিত্র পাল্টে যায়। গরমের সময় বরফ পেতে হলে যেতে হবে অনেক দূরে, জিরো পয়েন্ট পর্যন্ত। তখন অনেকেই থাজিওয়াস গ্লেসিয়ারেও যায়। সেটা যেতে হবে প্রথমে জিপে তারপর ঘোড়ায়। কি রকম খরচ হবে তা সম্পর্কে মোটামুটি ধারণা থাকলেও দিতে চাই না কারণ আমরা যাইনি। তবে ওখানে অসম্ভব দামাদামি করে নিতে হয়। সম্ভব হলে সেই সময় অন্যরা কি দামে ঘোড়া বা গাড়ি ঠিক করেছে তা তাদের কাছ থেকে জেনে নিলে ভালো। পেহেলগামের মতো সোনমার্গেও বাইরের ট্যাক্সি চলতে দেয় না স্থানীয় ট্যাক্সি ইউনিয়ন। জিরো পয়েন্ট গেলে ওদের ট্যাক্সি আর থাজিওয়াস হিমবাহে গেলে লোকাল জিপ ভাড়া করতে হয়।
নির্ভর করবে বরফ সরিয়ে রাস্তা যান চলাচলের উপযোগী করা গেল কিনা। এবার যেমন কাশ্মীরে অনেক তুষার পড়ায় রাস্তায় বরফ বেশি জমেছিল। ১৫ এপ্রিল সোনমার্গ যাওয়ার রাস্তা খুলেছে। তবে অনেক সময় মার্চের শেষেও খুলে যায়।
বরফ দেখতে চাইলে আবার সব জায়গায় যেতেও চাইলে সবচেয়ে ভালো সময় এপ্রিলের মাঝামাঝি। তখন সোনমার্গে যাওয়া যাবে আবার বরফও থাকবে। গুলমার্গের কেবল কারের প্রথম ধাপেই বরফ থাকবে। আবার পাহেলগামের ভ্যালিগুলোতে বরফ থাকবে না, তাই সবুজ পাওয়া যাবে। আর শ্রীনগরে থাকবে টিউলিপ উৎসব। তখন টুরিস্ট সিজন কেবল শুরু হয় বলে হোটেলের ভাড়াও অন্য সময়ের চেয়ে কম থাকবে।
ভিডিওতে যে জায়গা দেখছেন, জুন মাসে সেখানে বরফ পাবেন না। যদি থাজিওয়াস হিমবাহে অথবা জিরো পয়েন্টে যান তবে বরফ পাবেন। থাজিওয়াস হিমবাহে জিপ বা ঘোড়ায় চড়ে যেতে পারবেন। আর জিরো পয়েন্টে যেতে হলে আপনাকে সোনমার্গ থেকে ট্যাক্সিতে যেতে হবে। শ্রীনগর থেকে যে ট্যাক্সিতে আসবেন সেটা স্থানীয় ট্যাক্সি ইউনিয়ন সোনমার্গে বিভিন্ জায়গায় যাওয়ার জন্য চলতে দেবে না। তবে জুন মাসে বরফ পাবেন গুলমার্গে কেবল কারে দ্বিতীয় ধাপে উঠলে। গুলমার্গে যদি দ্বিতীয় ধাপে যান হবে কষ্ট করে সোনমার্গ থেকে জিরো পয়েন্টে যাওয়ার প্রয়োজন নেই। ধন্যবাদ
Traveller's Foot ami June 5 jassi gondola te 1650rs nai età ki second phase porjonto Vara naki 2nd phase Er jonno extra rs dewa lage Ar ghorai kore thajiwas glacial e uthte naki onek kosto . Onek somoi ghorar lok upore uthate chai na risk bole Tahole ki sonamarg scape kore dudpatri ghure asbo
@@zafarabedin9710 প্রথম ধাপে গেলে এখন ৭৪০ রুপি আর দ্বিতীয় ধাপে গেলে ৭৪০+৯৫০ = মোট ১৬৯০ রুপি। গুলমার্গ নিয়ে আমাদের ভিডিওতে ভাড়ার চার্টটা দেওয়া আছে। থাজিওয়াস গ্লেসিয়ারে যাওয়াটা ঝুঁকির বলে শুনিনি। ঘোড়াগুলো প্রশিক্ষিত, তাই সমস্যা হওয়ার কথা না। তবে বরফ না থাকলে শ্রীনগর থেকে সোনমার্গ গিয়ে সেখান থেকে কষ্ট করে গ্লেসিয়ারে যাওয়ার চেয়ে দুধপাত্রী যাওয়াটা ভালো হবে। বরফের জন্য গুলমার্গের দ্বিতীয় ধাপে গেলেই হবে।
২৮ এপ্রিলে কি এমন থাকবে? ডাল লেক ও পেহেলগামের হোটেলের নাম্বার দিলে খুসি হতাম। তাদের আপ্যায়ন কেমন ছিল? বিঃদ্রঃ আমি ফেমিলি টুরে যাব। আমাদের সদস্য সংখ্যা ৪ জন। আমি আমার স্ত্রী ১৫ বছরেব একজন ছেলে বাকিটার ৮ বছর বয়স। কাশ্মীর থাকার ইচ্ছা ৮ দিন ইনশাআল্লাহ।
এ মৌসুমে কাশ্মীরে অনেক তুষারপাত হয়েছিল। তাই আমরা এপ্রিলের ঠিক মাঝামাঝিতে পৌঁছেও সব জায়গায় অনেক বরফ পেয়েছিলাম। পরের মৌসুমে এপ্রিলের শেষের দিকে আপনারা গেলে এত বেশি বরফ নাও পেতে পারেন। তবে বরফ থাকবে এটা নিশ্চিত। এপ্রিলের মাঝামাঝি গেলে বেশি ভালো। তখন টুরিস্টও কম থাকে বলে হোটেল ভাড়াও খানিকটা কম পড়বে। ডাল লেকে আমাদের হাউজ বোট ছিল লেকের সবচেয়ে ভালো জায়গায়। পেহেলগামের গেস্ট হাউজ ছিল একেবারে নদীর পাশে। দুটোতেই খুব ভালো ব্যবহার পেয়েছি। নাম ও হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দিচ্ছি। সরাসরিও যোগাযোগ করতে পারেন। তবে আমরা এগুলো ঠিক করেছিলাম বুকিং ডটকম থেকে। আগে বুকিংডটকম থেকে ছবি দেখে নিন ও রিভিউ পড়ে নিন। এরপর থাকার থাকার তারিখ বসিয়ে দাম দেখে নিন। শ্রীনগর: Houseboat Young Snow View +919622544857; পেহেলগাম: Paradise Guest House +917006265428
Very nice
Thanks
Amazing...
Very beautiful scenic place!!!
yes indeed
আপনি যে রাস্তা গুলো ধরে শ্রীনগর থেকে বেড়োলেন সেগুলো নভেম্বরের থেকে ফেব্রুয়ারি অব্দি প্রাই বরফে ঢাকা থাকে। যাতায়াতের অনেক সমস্যা হয় আইস ড্রেনার না আসলে।
সোনমার্গের রাস্তা অনেক সময় এপ্রিল পর্যন্তও বন্ধ থাকে বেশি বরফ জমলে।
ডিসেম্বরে যেতে চাই,, ডিসেম্বরে কেমন আবহাওয়া থাকে অনুকুলে থাকবে ঘোরার মত..?
ডিসেম্বরে তুষারপাতের কারণে সোনমার্গে যাওয়ার রাস্তা বন্ধ থাকে।
ভাই, কাশ্মিরে ফুল, ফলের যেমন আপেল আঙ্গুর এর সিজন কোন মাসে জানালে খুশি হব।
Tulips only in April. Other flowers and fruits August-September
আরও ডিটেইল খরচ গুলো যদি জানাতেন ।
খরচ ডিটেইলড দেওয়া যাচ্ছে না কারণ একেক সময় একেক খরচ হয়। যেমন আমরা যখন গিয়েছি তখন অনেক বরফ ছিল। ফলে স্নোমোবিল আর স্লেজ চলছিল। আবার কয়েক সপ্তাহ পর বরফ গলতে শুরু করলে আরেক রকম পরিস্থিতি হবে। তখন ঘোড়ায় যাওয়া যাবে। আমরা যেসব পয়েন্টে গিয়েছি সেসব পয়েন্টে না গিয়ে অন্য পয়েন্টে যেতে হবে। দাম নির্ভর করবে কতদূর বা কোন পয়েন্টে কিভাবে যাবেন তার ওপর। একেক সময় বা বরফের একেক অবস্থায় ওখানকার চিত্র পাল্টে যায়। গরমের সময় বরফ পেতে হলে যেতে হবে অনেক দূরে, জিরো পয়েন্ট পর্যন্ত। তখন অনেকেই থাজিওয়াস গ্লেসিয়ারেও যায়। সেটা যেতে হবে প্রথমে জিপে তারপর ঘোড়ায়। কি রকম খরচ হবে তা সম্পর্কে মোটামুটি ধারণা থাকলেও দিতে চাই না কারণ আমরা যাইনি। তবে ওখানে অসম্ভব দামাদামি করে নিতে হয়। সম্ভব হলে সেই সময় অন্যরা কি দামে ঘোড়া বা গাড়ি ঠিক করেছে তা তাদের কাছ থেকে জেনে নিলে ভালো। পেহেলগামের মতো সোনমার্গেও বাইরের ট্যাক্সি চলতে দেয় না স্থানীয় ট্যাক্সি ইউনিয়ন। জিরো পয়েন্ট গেলে ওদের ট্যাক্সি আর থাজিওয়াস হিমবাহে গেলে লোকাল জিপ ভাড়া করতে হয়।
which month you traveled kasmir??
April
apni kon month a gilacilen aktu bolben plz
Sonamarg April 20
😱😱😱
সালাম ভাইজান , ভাইজান আগস্ট মাসে কি বরফ পাওয়া যাবে নাকি প্লিস একটু জানাবেন । আমরা আগস্ট মাসের মাঝা মাঝিতে যেতে চাচ্ছি ।
আগস্ট মাসে বরফ পাওয়া যাবে সোনমার্গ থেকে আরও দূরে জিরো পয়েন্টে আর গুলমার্গে কেবল কার দিয়ে দ্বিতীয় ধাপে উঠে আফারওয়াত পর্বতের চূড়ায়।
মার্চে শেষের দিকে কি যাওয়া যাবে এখানে ?
নির্ভর করবে বরফ সরিয়ে রাস্তা যান চলাচলের উপযোগী করা গেল কিনা। এবার যেমন কাশ্মীরে অনেক তুষার পড়ায় রাস্তায় বরফ বেশি জমেছিল। ১৫ এপ্রিল সোনমার্গ যাওয়ার রাস্তা খুলেছে। তবে অনেক সময় মার্চের শেষেও খুলে যায়।
@@TravellersFoot ok. তাহলে বরফ এভেইলেবল পাওয়া যাবে এবং সেফলি কম খরচে ঘুরে আসা যায় এরকম সময় কখন ?
বরফ দেখতে চাইলে আবার সব জায়গায় যেতেও চাইলে সবচেয়ে ভালো সময় এপ্রিলের মাঝামাঝি। তখন সোনমার্গে যাওয়া যাবে আবার বরফও থাকবে। গুলমার্গের কেবল কারের প্রথম ধাপেই বরফ থাকবে। আবার পাহেলগামের ভ্যালিগুলোতে বরফ থাকবে না, তাই সবুজ পাওয়া যাবে। আর শ্রীনগরে থাকবে টিউলিপ উৎসব। তখন টুরিস্ট সিজন কেবল শুরু হয় বলে হোটেলের ভাড়াও অন্য সময়ের চেয়ে কম থাকবে।
ভাই আমি জুন মাসে কাশ্মীর যাব, জুন মাসে কি ভাই বরফ পাওয়া যাবে, সব জায়গায়??
ভিডিওতে যে জায়গা দেখছেন, জুন মাসে সেখানে বরফ পাবেন না। যদি থাজিওয়াস হিমবাহে অথবা জিরো পয়েন্টে যান তবে বরফ পাবেন। থাজিওয়াস হিমবাহে জিপ বা ঘোড়ায় চড়ে যেতে পারবেন। আর জিরো পয়েন্টে যেতে হলে আপনাকে সোনমার্গ থেকে ট্যাক্সিতে যেতে হবে। শ্রীনগর থেকে যে ট্যাক্সিতে আসবেন সেটা স্থানীয় ট্যাক্সি ইউনিয়ন সোনমার্গে বিভিন্ জায়গায় যাওয়ার জন্য চলতে দেবে না। তবে জুন মাসে বরফ পাবেন গুলমার্গে কেবল কারে দ্বিতীয় ধাপে উঠলে। গুলমার্গে যদি দ্বিতীয় ধাপে যান হবে কষ্ট করে সোনমার্গ থেকে জিরো পয়েন্টে যাওয়ার প্রয়োজন নেই। ধন্যবাদ
@@TravellersFoot ধন্যবাদ ভাই....vai apnar contact number dile valo hoto..
Traveller's Foot ami June 5 jassi gondola te 1650rs nai età ki second phase porjonto Vara naki 2nd phase Er jonno extra rs dewa lage
Ar ghorai kore thajiwas glacial e uthte naki onek kosto . Onek somoi ghorar lok upore uthate chai na risk bole
Tahole ki sonamarg scape kore dudpatri ghure asbo
@@zafarabedin9710 প্রথম ধাপে গেলে এখন ৭৪০ রুপি আর দ্বিতীয় ধাপে গেলে ৭৪০+৯৫০ = মোট ১৬৯০ রুপি। গুলমার্গ নিয়ে আমাদের ভিডিওতে ভাড়ার চার্টটা দেওয়া আছে। থাজিওয়াস গ্লেসিয়ারে যাওয়াটা ঝুঁকির বলে শুনিনি। ঘোড়াগুলো প্রশিক্ষিত, তাই সমস্যা হওয়ার কথা না। তবে বরফ না থাকলে শ্রীনগর থেকে সোনমার্গ গিয়ে সেখান থেকে কষ্ট করে গ্লেসিয়ারে যাওয়ার চেয়ে দুধপাত্রী যাওয়াটা ভালো হবে। বরফের জন্য গুলমার্গের দ্বিতীয় ধাপে গেলেই হবে।
Traveller's Foot thanks brother
বাজেট ট্যুরে ২০ হাজার টাকায় কাশ্মীরা ঘুরা পসিবল ভাই?
সম্ভব, তবে হোটেলের বদলে হোস্টেলে থাকলে আর গাড়িতে না ঘুরে লোকাল যানবাহন ব্যবহার করলে। ধন্যবাদ।
How misleading !!!!.. It's very much possible, may be not luxury but budget tour of course
২৮ এপ্রিলে কি এমন থাকবে? ডাল লেক ও পেহেলগামের হোটেলের নাম্বার দিলে খুসি হতাম। তাদের আপ্যায়ন কেমন ছিল?
বিঃদ্রঃ আমি ফেমিলি টুরে যাব। আমাদের সদস্য সংখ্যা ৪ জন। আমি আমার স্ত্রী ১৫ বছরেব একজন ছেলে বাকিটার ৮ বছর বয়স। কাশ্মীর থাকার ইচ্ছা ৮ দিন ইনশাআল্লাহ।
এ মৌসুমে কাশ্মীরে অনেক তুষারপাত হয়েছিল। তাই আমরা এপ্রিলের ঠিক মাঝামাঝিতে পৌঁছেও সব জায়গায় অনেক বরফ পেয়েছিলাম। পরের মৌসুমে এপ্রিলের শেষের দিকে আপনারা গেলে এত বেশি বরফ নাও পেতে পারেন। তবে বরফ থাকবে এটা নিশ্চিত। এপ্রিলের মাঝামাঝি গেলে বেশি ভালো। তখন টুরিস্টও কম থাকে বলে হোটেল ভাড়াও খানিকটা কম পড়বে। ডাল লেকে আমাদের হাউজ বোট ছিল লেকের সবচেয়ে ভালো জায়গায়। পেহেলগামের গেস্ট হাউজ ছিল একেবারে নদীর পাশে। দুটোতেই খুব ভালো ব্যবহার পেয়েছি। নাম ও হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দিচ্ছি। সরাসরিও যোগাযোগ করতে পারেন। তবে আমরা এগুলো ঠিক করেছিলাম বুকিং ডটকম থেকে। আগে বুকিংডটকম থেকে ছবি দেখে নিন ও রিভিউ পড়ে নিন। এরপর থাকার থাকার তারিখ বসিয়ে দাম দেখে নিন। শ্রীনগর: Houseboat Young Snow View +919622544857; পেহেলগাম: Paradise Guest House +917006265428
ধন্যবাদ আপনাকে।