Apnara kon month e gechilen...darun laglo video...cable car er Ticket counter e ki Khub bhir thake....credit card e ticket kata jai kina Jodi ektu janan pls
বাংলাদেশ থেকে মাকে সংগে করে নিয়ে যেতে চাই আমার মা ক্যান্সারের স্টেজ 4 এ আছে জানিনা কটা দিন পাবো মাকে নিয়ে ঘুরতে চাই। ভিসা থাকলে আলাদা পারমিশন লাগবে নাকি? কি মাসে গেলে এমন সুন্দর বরফ দেখতে পাবো?
গুল্মার্গে কি পেহেল্গামের মতো আলাদা ইউনিওনের গারি ভারা করতে হয় ? আপনাদের গুল্মার্গের টুর ডেট কবে ছিল ? গন্ডোলা রাইড ছারা কি গুল্মার্গে বরফ দেখা যায় না ?
গুলমার্গে গাড়ি ভাড়া করা লাগে না। শ্রীনগর থেকে যে ট্যাক্সি বা গাড়ি যায় তা পার্কিংয়ে থামে। পার্কিং থেকে কেবল কার স্টেশন প্রায় দেড় কিলোমিটার, হেঁটে যেতে হয়। ওখানের কোনো হোটেলে যদি কেউ থাকে তবে তারা হোটেল পর্যন্ত গাড়ি নিতে পারে। আমরা গিয়েছিলাম ২১ এপ্রিল। এ মৌসুমে অনেক বরফ পড়েছিল তাই এপ্রিলের শেষ দিকেও গুলমার্গের কেবল কারের নিচের স্টেশনেও বরফ ছিল। গুলমার্গে গরমের সময় কেবল কারের দ্বিতীয় ধাপে বা আফারওয়াত পর্বত চূড়ায় বরফ থাকে। এপ্রিলের শেষ বা মের শুরুতে কেবল কারের প্রথম ধাপেই বরফ থাকে। আর শীতকালে তো পুরো গুলমার্গ মানে পার্কিংয়ে বরফ পাবেন। গন্ডোলার রাইড ছাড়া গুলমার্গে ভালো বরফ পেতে হলে শীতকালে যেতে হবে। কিন্তু গন্ডোলায় না চড়লে শুধু বরফের জন্য গুলমার্গ যাওয়ার প্রয়োজন হয় না। শীতকালে কাশ্মীরের প্রায় সজ জায়গাতেই বরফ পাবেন।
ডিসেম্বর থেকে মার্চ তুষারপাত হয় সাধারণত। তবে বরফ জমে থাকা দেখা যায় এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত। গুলমার্গে পবর্ত চূড়ায় উঠলে সবসময়ই বরফ দেখেতে পারবেন। শীত থাকে নভেনম্বর থেকে এপ্রিল পর্যন্ত সাধারণত। ধন্যবাদ
হোটেল বুকিং ডটকম থেকে ঠিক করতে পারেন। ভারতের মেইক মাই ট্রিপ বা অন্য সাইটগুলোর চেয়ে বুকিং ডট কম ভালো আর হিডেন কস্ট নেই। দরকার হলে কয়েকটি সাইটে গিয়ে একই হোটেল বা হাউসবোটের রূম ভাড়া দেখে নিয়ে আর রিভিউগুলো পড়ে যেটায় সবচেয়ে কম পাবেন সেটায় কাটতে পারেন। আর যদি কাশ্মীরের কোনো হোটেল বা হাউসবোটের সঙ্গে যোগাযোগ করে যান বা ওদের প্যাকেজ নেন, তবে কয়েক জনের কাছ থেকে বিস্তারিত নিয়ে তুলনা করে তারপর চূড়ান্ত করবেন। আর আপডেট ও প্রয়োজনীয় তথ্য পেতে হলে বেশি-বিদেশি ব্লগগুলো বা ফেইসবুকের পোস্টগুলো পড়তে পারেন; যারা গিয়ে নিজেদের অভিজ্ঞতা নিয়ে লিখেছে তাদেরগুলো। ট্রিপ অ্যাডভাইজারে গিয়ে কাশ্মীরের টুরিস্ট স্পটগুলোর আপডেট রিভিউ পাবেন। আর ওদের কাশ্মীর ফোরামে প্রশ্ন-উত্তরগুলো পড়লেও অনেক তথ্য পাবেন। আর কোনো তথ্য দরকার হলে facebook.com/travellersfoot এই পেইজে পোস্টের নিচে কমেন্টে লিখলে সময় পেলে চেষ্টা করবো তথ্য দিতে। ধন্যবাদ
@@md.abdullahalmehediprince3016 পারহেড ১৪/১৫ হাজারে খুব ভালো মতো হবে। আসলে সবই আপনি আগে নিজেই হিসাব করে নিতে পারবেন। সব খরচ তো জানাই। কিছু বাড়তি নিয়ে গেলেই হবে
গুলমার্গে থাকার হোটেল আছে। কিন্তু সেখানে থাকার কোনো প্রয়োজন হয় না যদি না কেউ উইন্টার স্পোর্টসের জন্য যায়। শীতকালে সাধারণত ওই হোটেলগুলো জমজমাট থাকে। গরমের সময় দিনে দিয়ে দিনে শ্রীনগর ফেরাই ভালো। থাকতে যদি হয় পেহেলগামে থাকতে পারেন। এক রাত তো কমপক্ষে থাকাই উচিত।
খরচ কত লাগবে তা তো বলা মুশকিল। কারণ অনেক কিছুর ওপর নির্ভর করে খরচ। তবে ইন্টারনেটে একটু ঘাটাঘাটি করলে খরচ সম্পর্কে বেশ ধারণা পাবেন। কাশ্মীরে ট্রেনে যেতে পারলে খরচ কম পড়বে।
Video gola onek balo hoise
অপূর্ব!!!!
Remarkable presentation congratulations
Thanks
Apnader bari kothay bolben plz
Beautiful memories
yes indeed
অনেক সুন্দর
ধন্যবাদ
August, September, geleo ki ice dekha jabe
Only in second phase of the cable car.
আমি এপ্রিল মে মাসে কাশ্মীর বেড়াতে যেতে চাই তখন গুলমার্গে কি বরফ দেখা যাবে
পুজার ছুটিতে গেলে কি বরফ পাওয়া যাবে?
Apnara kon month e gechilen...darun laglo video...cable car er Ticket counter e ki Khub bhir thake....credit card e ticket kata jai kina Jodi ektu janan pls
আমরা এপ্রিলের মাঝামাঝি দিয়েছিলাম। টিকেট কাউন্টারে লাইন থাকে তবে থুব বেশি ভিড় চোখে পড়েনি। ক্রেডিট কার্ডে আমরা টিকেট কেটেছিলাম। ধন্যবাদ
@@TravellersFoot amio jachhi Apr mdl 12 th e ...ki rakam weather peyechilen....light woollen nebo naki heavy woollen
অবশ্যই ভারী কাপড় নেবেন। শ্রীনগর থেকে আশপাশের এলাকায় যেমন পেহেলগাম, গুলমার্গ বা সোনমার্গ গেলে অনেক ঠাণ্ডা থাকবে। আপনার ভ্রমণ আনন্দদায়ক হোক
@@TravellersFoot thank u
Apnara ki gari niechilen ebong tar kharach kmn porechilo Jodi bolen
Amazing experience!
yes indeed
ফেজ টু তে কি শ্বাস প্রশ্বাসের সমস্যা হতে পারে।
No
ভিডিও টি কোন ঋতুতে করা? মাস বললে জানতে পারতাম।
Mid April
জুন মাসের শেসের দিকে কি বরফ পাওয়া যাবে ?প্লিজ জানাবেন
হ্যা গুলমার্গে কেবল কার দিয়ে দ্বিতীয় ধাপে গেলে বরফ পাবেন। প্রথম ধাপে বরফ পাবেন না। ধন্যবাদ
আপনারা এক্সেটলি কয়টার সময় গিয়েছিলেন? নীল আকাশ সাথে সাদা বরফ 😍
At 11 am Maybe.
বাংলাদেশ থেকে মাকে সংগে করে নিয়ে যেতে চাই আমার মা ক্যান্সারের স্টেজ 4 এ আছে জানিনা কটা দিন পাবো মাকে নিয়ে ঘুরতে চাই। ভিসা থাকলে আলাদা পারমিশন লাগবে নাকি? কি মাসে গেলে এমন সুন্দর বরফ দেখতে পাবো?
গুল্মার্গে কি পেহেল্গামের মতো আলাদা ইউনিওনের গারি ভারা করতে হয় ? আপনাদের গুল্মার্গের টুর ডেট কবে ছিল ? গন্ডোলা রাইড ছারা কি গুল্মার্গে বরফ দেখা যায় না ?
গুলমার্গে গাড়ি ভাড়া করা লাগে না। শ্রীনগর থেকে যে ট্যাক্সি বা গাড়ি যায় তা পার্কিংয়ে থামে। পার্কিং থেকে কেবল কার স্টেশন প্রায় দেড় কিলোমিটার, হেঁটে যেতে হয়। ওখানের কোনো হোটেলে যদি কেউ থাকে তবে তারা হোটেল পর্যন্ত গাড়ি নিতে পারে। আমরা গিয়েছিলাম ২১ এপ্রিল। এ মৌসুমে অনেক বরফ পড়েছিল তাই এপ্রিলের শেষ দিকেও গুলমার্গের কেবল কারের নিচের স্টেশনেও বরফ ছিল। গুলমার্গে গরমের সময় কেবল কারের দ্বিতীয় ধাপে বা আফারওয়াত পর্বত চূড়ায় বরফ থাকে। এপ্রিলের শেষ বা মের শুরুতে কেবল কারের প্রথম ধাপেই বরফ থাকে। আর শীতকালে তো পুরো গুলমার্গ মানে পার্কিংয়ে বরফ পাবেন। গন্ডোলার রাইড ছাড়া গুলমার্গে ভালো বরফ পেতে হলে শীতকালে যেতে হবে। কিন্তু গন্ডোলায় না চড়লে শুধু বরফের জন্য গুলমার্গ যাওয়ার প্রয়োজন হয় না। শীতকালে কাশ্মীরের প্রায় সজ জায়গাতেই বরফ পাবেন।
@@TravellersFoot ধন্যবাদ ভাই ।
এখানে কি সবসময় কি বরফ পাওয়া যাবে.? নাকি সময় সাপেক্ষ থাকে.?
একদম ওপরের ধাপে সবসময় বরফ থাকে। নিচের ধাপে ছয় মাস বরফ থাকে।
ki camera bebohar koren?
iPhone 8 আর DJI Osmo Pocket
😱😱😱
Beautiful! Which month?
এপ্রিল
@@TravellersFoot Tnx
কাশ্মীর এ কোন কোন মাস শীতকাল থাকে এবং বরফ পড়ে।
ডিসেম্বর থেকে মার্চ তুষারপাত হয় সাধারণত। তবে বরফ জমে থাকা দেখা যায় এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত। গুলমার্গে পবর্ত চূড়ায় উঠলে সবসময়ই বরফ দেখেতে পারবেন। শীত থাকে নভেনম্বর থেকে এপ্রিল পর্যন্ত সাধারণত। ধন্যবাদ
ভাই মোটামুটি সব তথ্য পেলাম। এখন যদি পারেন তবে চিপ এবং ভাল কিছু হোটেল তথ্য দিবেন ।
হোটেল বুকিং ডটকম থেকে ঠিক করতে পারেন। ভারতের মেইক মাই ট্রিপ বা অন্য সাইটগুলোর চেয়ে বুকিং ডট কম ভালো আর হিডেন কস্ট নেই। দরকার হলে কয়েকটি সাইটে গিয়ে একই হোটেল বা হাউসবোটের রূম ভাড়া দেখে নিয়ে আর রিভিউগুলো পড়ে যেটায় সবচেয়ে কম পাবেন সেটায় কাটতে পারেন। আর যদি কাশ্মীরের কোনো হোটেল বা হাউসবোটের সঙ্গে যোগাযোগ করে যান বা ওদের প্যাকেজ নেন, তবে কয়েক জনের কাছ থেকে বিস্তারিত নিয়ে তুলনা করে তারপর চূড়ান্ত করবেন। আর আপডেট ও প্রয়োজনীয় তথ্য পেতে হলে বেশি-বিদেশি ব্লগগুলো বা ফেইসবুকের পোস্টগুলো পড়তে পারেন; যারা গিয়ে নিজেদের অভিজ্ঞতা নিয়ে লিখেছে তাদেরগুলো। ট্রিপ অ্যাডভাইজারে গিয়ে কাশ্মীরের টুরিস্ট স্পটগুলোর আপডেট রিভিউ পাবেন। আর ওদের কাশ্মীর ফোরামে প্রশ্ন-উত্তরগুলো পড়লেও অনেক তথ্য পাবেন। আর কোনো তথ্য দরকার হলে facebook.com/travellersfoot এই পেইজে পোস্টের নিচে কমেন্টে লিখলে সময় পেলে চেষ্টা করবো তথ্য দিতে। ধন্যবাদ
@@TravellersFoot স্রিনগর পেহেল্গাম সোনামার্গ গুল্মার্গ, থাকা খাওয়া, গাড়ি, অন্নান্য রাইডিং, এয়ার ফেয়ার ছাড়া ১৪/১৫ হাজার রুপিতে হবে ?
@@md.abdullahalmehediprince3016 পারহেড ১৪/১৫ হাজারে খুব ভালো মতো হবে। আসলে সবই আপনি আগে নিজেই হিসাব করে নিতে পারবেন। সব খরচ তো জানাই। কিছু বাড়তি নিয়ে গেলেই হবে
@@TravellersFoot ধন্যবাদ ।
অক্টোবর এর মাঝামাঝি কি ওখানে বরফ পাওয়া যাবে?দয়াকরে একটু বলবেন।
হ্যাঁ, কেবল কারের দ্বিতীয় ধাপে গেলে পাবেন
@@TravellersFoot আপনি কোন সময় গেছেন?
21 April
Gulmarg din e gie din e Srinagar back korata better ki ??
Gulmarg e raat e thakar kono speciality ase ???
গুলমার্গে থাকার হোটেল আছে। কিন্তু সেখানে থাকার কোনো প্রয়োজন হয় না যদি না কেউ উইন্টার স্পোর্টসের জন্য যায়। শীতকালে সাধারণত ওই হোটেলগুলো জমজমাট থাকে। গরমের সময় দিনে দিয়ে দিনে শ্রীনগর ফেরাই ভালো। থাকতে যদি হয় পেহেলগামে থাকতে পারেন। এক রাত তো কমপক্ষে থাকাই উচিত।
Traveller's Foot thanks brother amra 2 raat thakar plan koresi pehelgram e ar 3 raat Srinagar e
@@zafarabedin9710 তবে তো খুবই ভালো। পেহেলগাম কাশ্মীরের সবচেয়ে সুন্দর জায়গা। আমরা এক রাত ছিলাম। আরও থাকতে ইচ্ছে হয়েছিল।
how can i contact with u?
You can comment here or in our Facebook Page
ভাই জুন মাসে কি এই জায়গায় বরফ পাওয়া যাবে??
হ্যা গুলমার্গে কেবল কার দিয়ে দ্বিতীয় ধাপে গেলে বরফ পাবেন। প্রথম ধাপে বরফ পাবেন না। ধন্যবাদ
আমরা তিন ভাই যাবো সব মিলিয়ে কত টাকা লাগবে দয়া করে বলবেন 🙋♂️🙋♂️🇲🇾🇧🇩
খরচ কত লাগবে তা তো বলা মুশকিল। কারণ অনেক কিছুর ওপর নির্ভর করে খরচ। তবে ইন্টারনেটে একটু ঘাটাঘাটি করলে খরচ সম্পর্কে বেশ ধারণা পাবেন। কাশ্মীরে ট্রেনে যেতে পারলে খরচ কম পড়বে।