চোর ডাকাত # কাজী নজরুল ইসলাম # Foysal Aziz's Recitation

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 มี.ค. 2021
  • ফেইসবুক: / faysalazizrecitation
    ভয়েস আর্ট ইমেইল: voice.art@outlook.com
    কবিতা : চোর- ডাকাত (Poem : Chor-Dakat)
    কবি : কাজী নজরুল ইসলাম (Poet : Kazi Nazrul Islam)
    আবৃত্তি : ফয়সাল আজিজ (Recitation: Foysal Aziz )
    কে তোমায় বলে ডাকাত বন্ধু, কে তোমায় চোর বলে?
    চারিদিকে বাজে ডাকাতি ডঙ্কা, চোরেরই রাজ্য চলে!
    চোর-ডাকাতের করিছে বিচার কোন সে ধর্মরাজ?
    জিজ্ঞাসা করো, বিশ্ব জুড়িয়া কে নহে দস্যু আজ?
    বিচারক! তব ধর্মদণ্ড ধরো,
    ছোটোদের সব চুরি করে আজ বড়োরা হয়েছ বড়ো!
    যারা যত বড়ো ডাকাত-দস্যু জোচ্চোর দাগাবাজ
    তারা তত বড়ো সম্মানী গুণী জাতি-সংঘেতে আজ।
    রাজার প্রাসাদ উঠিছে প্রজার জমাট-রক্ত-ইঁটে,
    ডাকু ধনিকের কারখানা চলে নাশ করি কোটি ভিটে।
    দিব্যি পেতেছ খল কলওলা মানুষ-পেষানো কল,
    আখ-পেষা হয়ে বাহির হতেছে ভূখারি মানব-দল!
    কোটি মানুষের মনুষ্যত্ব নিঙাড়ি কলওয়ালা
    ভরিছে তাহার মদিরা-পাত্র, পুরিছে স্বর্ণ-জালা!
    বিপন্নদের অন্ন ঠাসিয়া ফুলে মহাজন-ভুঁড়ি
    নিরন্নদের ভিটে নাশ করে জমিদার চড়ে জুড়ি!
    পেতেছে বিশ্বে বণিক-বৈশ্য অর্থ-বেশ্যালয়,
    নীচে সেথা পাপ-শয়তান-সাকি, গাহে যক্ষের জয়!
    অন্ন, স্বাস্থ্য, প্রাণ, আশা, ভাষা হারায়ে সকল-কিছু
    দেউলিয়া হয়ে চলেছে মানব ধ্বংসের পিছু পিছু।
    পালাবার পথ নাই,
    দিকে দিকে আজ অর্থ-পিশাচ খুঁড়িয়াছে গড়খাই।
    জগৎ হয়েছে জিন্দানখানা, প্রহরী যত ডাকাত -
    চোরে-চোরে এরা মাসতুতো ভাই, ঠগে ও ঠগে স্যাঙাত।
    কে বলে তোমায় ডাকাত, বন্ধু কে বলে করিছ চুরি?
    চুরি করিয়াছ টাকা ঘটি, বাটি, হৃদয়ে হানোনি ছুরি!
    ইহাদের মতো অমানুষ নহ, হতে পার তস্কর,
    মানুষ দেখিলে বাল্মীকি হও তোমরা রত্নাকর!

ความคิดเห็น • 15

  • @subharadey6606
    @subharadey6606 ปีที่แล้ว

    চিরকালীন এক সামাজিক সত্য কবির লেখনীতে এবং আবৃত্তিকারের গম্ভীর কন্ঠ ধ্বনিতে প্রকাশ পেয়েছে।

  • @md.farukhosen4982
    @md.farukhosen4982 3 ปีที่แล้ว +4

    এত সুন্দরভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ নজরুলের দ্বারাই সম্ভব।

  • @TahabubAlam
    @TahabubAlam 3 ปีที่แล้ว +5

    যেমন কবিতার শব্দগুচ্ছ জ্বালাময়ী, তেমন অসাধারণ আবৃত্তি! অশেষ ধন্যবাদ!

  • @soumyadeepkundu5305
    @soumyadeepkundu5305 3 ปีที่แล้ว +4

    বর্তমান সময়ে রাজনৈতিক দিক থেকে দেখলে ভীষণভাবে প্রাসঙ্গিক এই কবিতা ।

  • @user-wp5fj6rg5x
    @user-wp5fj6rg5x 3 ปีที่แล้ว +2

    বিনম্র শ্রদ্ধা বিদ্রোহী কবি নজরুলকে। আমাদেরকে এমন সুন্দর আবৃতি! স্বাগত আপনাকে। 🇧🇩💚❤️💚

  • @ahsanullahhasan6864
    @ahsanullahhasan6864 2 ปีที่แล้ว +1

    ছালাম নজরুল তোমাকে হাজারো ছালাম '' ধন্যবাদ

  • @malahait5735
    @malahait5735 3 ปีที่แล้ว +1

    সুন্দর,অতি সুন্দর।শুধু মুগ্ধতা

  • @pingkudebnath2156
    @pingkudebnath2156 3 ปีที่แล้ว +1

    আমার প্রিয় কবিতা।

  • @islamn799
    @islamn799 3 ปีที่แล้ว

    Bartoman samoyer sathe kobita 100% meele zay.

  • @shaheemran6214
    @shaheemran6214 3 ปีที่แล้ว

    💓💓💓💓💓💓💓💓💓💓💓💖💖💖🌈

  • @sst163
    @sst163 3 ปีที่แล้ว +1

    অসাধারণ ❤️

  • @mdbsnl1452
    @mdbsnl1452 3 ปีที่แล้ว +1

    জ্ঞানের ভান্ডার তুমি

  • @plabonvlogs6284
    @plabonvlogs6284 3 ปีที่แล้ว

    Nice ❤️😍

  • @mostmansura2783
    @mostmansura2783 11 หลายเดือนก่อน

    কবিতার গুলোর ব্যাখ্যা লাগতো

  • @mbkk3294
    @mbkk3294 3 ปีที่แล้ว

    🇧🇩🇮🇳❤️🇧🇩💌