অনাগত # মরুভাস্কর # কাজী নজরুল ইসলাম # Foysal Aziz's Recitation

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • ফেইসবুক: / faysalazizrecitation
    ভয়েস আর্ট ইমেইল: voice.art@outlook.com
    কবিতা : অনাগত (Poem : Onagoto)
    কাব্য গ্রন্থ : মরুভাস্কার (Book : Moruvashkor)
    কবি : কাজী নজরুল ইসলাম (Poet : KAZI NAZRUL ISLAM)
    আবৃত্তি : ফয়সাল আজিজ (Recitation : Foysal Aziz)
    বিশ্ব তখনও ছিল গো স্বপ্নে, বিশ্বের বনমালী
    আপনাতে ছিল আপনি মগন। তখনও বিশ্ব-ডালি
    ভরিয়া ওঠেনি শস্যে কুসুমে ; তখনও গগন-থালা
    পূর্ণ করেনি চন্দ্র সূর্য গ্রহ তারকার মালা।
    আপন জ্যোতির সুধায় বিভোর আপনি জ্যোতির্ময়
    একাকী আছিল - ছিল এ নিখিল শূন্যে শূন্যে লয়।
    অপ্রকাশ সে মহিমার মাঝে জাগেনি প্রকাশ-ব্যথা,
    ছিল নাকো সুখ দুখ আনন্দে সৃষ্টির আকুলতা।
    ছিল না বাগান, ছিল বনমালী! - সহসা জাগিল সাধ,
    আপনারে লয়ে খেলিতে বিধির, আপনি সাধিতে বাদ।
    অটল মহিমা-গিরি-গুহা-ত্যজি- কে বুঝিবে তাঁর লীলা-
    বাহিরিয়া এল সৃষ্টি প্রকাশ নির্ঝর গতিশীলা।
    ক্ষিতি-অপ-তেজ-মরুৎ-ব্যোমের সৃজিয়া সে লীলা রাজ,
    ভাবিল সৃজিবে পুতুলখেলার মানুষ সৃষ্ট-মাঝ।
    ......
    ......
    ......
    ......
    ......
    দশদিক ছাপি ওঠে আবাহন, ‘ধন্য ধন্য মুত্তালিব!’
    তব কনিষ্ঠ পুত্র ধন্য আবদুল্লাহ্ খোশ-নসিব,
    ঔরসে যাঁর লভিল জনম বিশ্ব-ভূমান মহামানব,
    ধেয়ানে যাহারে ধরিতে না পারি নিখিল ভুবন করে স্তব।
    ধন্য গো তুমি ‘আমিনা’ জননী কেমনে জঠরে ধরিলে তায়
    যোগী মুনি ঋষি পয়গম্বর গেয়ানে যাহার সীমা না পায়!
    ধন্য ধরণি-কেন্দ্র মক্কা নগরী, কাবার পুণ্যে গো
    বক্ষে ধরিলে তাঁহারে, যে-জন ধরেনি; অসীম শূন্যে গো
    যাঁহারে কেন্দ্র করিয়া সৃষ্টি ঘুরিতেছে নিঃসীম নভে
    ধরার কেন্দ্রে আসিবে সে-জন, এও কি গো কভু সম্ভবে!
    বিন্দুর রূপে আসিল সিন্ধু, শিশু-রূপ ধরি এল বিরাট!
    অসম্ভবের সম্ভাবনায় রাঙিল এশিয়া অস্তপাট!
    পূর্বে সূর্য ওঠে চিরদিন, পশ্চিমে আজ উঠিল ওই,
    স্বর্গের ফুল ফুটিল সেথায় যে-মরুতে ফোটে বালুকা-খই!
    নিখিল-শরণ চরণের লাগি তুই কি আরব এত সে দিন
    তপস্যা করি করিলি নিজেরে যেন সে বিরাট-চরণ-চিন!
    ধন্য মক্কা, ধন্য আরব, ধন্য এশিয়া পুণ্য দেশ,
    তোমাতে আসিল প্রথম নবি গো তোমাতে আসিল নবির শেষ!

ความคิดเห็น • 36

  • @tahominaalam7744
    @tahominaalam7744 ปีที่แล้ว +4

    আল্লাহুআকবার।।

  • @shafayetakand8151
    @shafayetakand8151 ปีที่แล้ว +4

    সেদিন আর রবে না পৃথিবীর কোথাও হাহাকার,
    কোন প্রকার অন্যায়, জুলুম, অবিচার
    থাকবে না অনাচার
    দুর্নীতি কদাচার
    সকলেই (গোটা মানবজাতি পরিবারের সবাই)শান্তিতে থাকবে.....( ইনশাআল্লাহ্)

  • @yousufabu1337
    @yousufabu1337 3 ปีที่แล้ว +13

    নজরুলের মতো এমন একজন মহা মানব এ ধরায় আর কবে জন্মিবে জানিনা।

    • @suvadeepmajumder2719
      @suvadeepmajumder2719 2 ปีที่แล้ว

      R jonamabena dadavai....ja paoar ta pyegchi....r pbona

  • @sherlokholmes1638
    @sherlokholmes1638 2 ปีที่แล้ว +7

    মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর আগমন নিয়ে এমন ভাবেও লিখা যায়, ভাবা যায় না। এ যেনো নিজের সব প্রতিভা উজাড় করে দিয়েছেন এই কবিতায়।🥰🥰🥰

  • @rustomali1535
    @rustomali1535 2 ปีที่แล้ว +5

    মারহাবা মারহাবা কত সুন্দর করে মহানবী সঃ এর নূর মোহাম্মদ সঃ প্রশংসা করে নজরুল রচনা শ্রেষ্ঠত্ব প্রমান হয়েছে । এমন লেখক আর জন্মগ্রহণ করবে না এ ধরায় ।অসাধারণ লেখা। আবৃত্তি কারক আপনাকে অনেক ধন্যবাদ মহোদয় ।

  • @princemahmudjuwel7003
    @princemahmudjuwel7003 3 ปีที่แล้ว +17

    সোবহান আল্লাহ্ কত সুন্দর কবিতা।
    আল্লাহ্ কাজী নজরুল ইসলাম কে জান্নাতুল ফেরদাউস দান করুক,(আমীন )

  • @shahed3796
    @shahed3796 ปีที่แล้ว +3

    সত্যি সত্যিই বড় আশ্চর্য হলাম।একজন মানুষ কিভাবে এত সুন্দর ভাবে কবিতা লিখতে। আল্লাহ তুমি তাকে জান্নাতের উচু মাকাম দান করো। আমীন

  • @Abdurrahman-mf7kq
    @Abdurrahman-mf7kq 3 ปีที่แล้ว +13

    সুবহানাল্লাহ। আল্লাহ কি প্রতিভা দিয়েছিলেন নজরুলকে।

  • @sucharitajoardar9477
    @sucharitajoardar9477 2 ปีที่แล้ว +3

    খুব ভাল লাগল।

  • @m.rriday125
    @m.rriday125 2 ปีที่แล้ว +7

    সুবহানাল্লাহ
    আল্লাহু আকবার
    কি চমৎকার লিখনি!
    আমার প্রানের নবীকে নিয়ে এমন লিখা আর কে কবে লেখিছে ভবে!

  • @mdsamshulbinmujaher721
    @mdsamshulbinmujaher721 2 ปีที่แล้ว +3

    আলহামদুলিল্লাহ

  • @biprotalukdarbabu2473
    @biprotalukdarbabu2473 2 ปีที่แล้ว +4

    আহা কবিতা

  • @mdanowar6215
    @mdanowar6215 5 หลายเดือนก่อน +1

    মহানবি (দ:) কবিতা শুনতে ভালো
    বাসতেন।এই কবিতা যদি তিনি
    শুনতেন, আহা!কী দারুন।

  • @ChannelUjan
    @ChannelUjan 3 ปีที่แล้ว +5

    চমৎকার আবৃত্তি

  • @md.ismailhussain4952
    @md.ismailhussain4952 2 ปีที่แล้ว +4

    আলহামদুলিল্লাহ, অনেক ভালো লেগেছে....

  • @travelwithshaik1369
    @travelwithshaik1369 ปีที่แล้ว +2

    অমৃত আত্মার খোরাক। ❤

  • @SohelRana-nq7bu
    @SohelRana-nq7bu ปีที่แล้ว +1

    খুবই সুন্দর আবৃত্তি

  • @mahabubrohan5836
    @mahabubrohan5836 3 ปีที่แล้ว +4

    ধন্যবাদ আমাদের শোনানোর জন্য ।

  • @abujobayed9379
    @abujobayed9379 2 ปีที่แล้ว +3

    Foysal Aziz vai, apni sotti osadharon kore kobita abriti koren, jokhon je kobir kobita abriti koren mone hoyo sei kobi nijei kobita khani abriti korteche, bisesh kore kazi nuzrul islam er kobita, thanks vai.

  • @md.mahbuburrahman9780
    @md.mahbuburrahman9780 6 หลายเดือนก่อน

    হে প্রাণের স্পন্দনের কবি নজরুল! তুমি যে কি পরশ পাথর তোমার এসকল বিশ্বয়কর রচনা না শোনলে তোমাকে বুঝা যায়না! ও পারে ভালো থেকো হে প্রিয় কবি!

  • @sabiruddinbhangi1002
    @sabiruddinbhangi1002 3 ปีที่แล้ว +3

    Nice Kobita...

  • @raselrana8570
    @raselrana8570 6 หลายเดือนก่อน

    Allah gifted Nazrul

  • @ulla7485
    @ulla7485 10 หลายเดือนก่อน

    মাশা আল্লাহ

  • @Islamic6294
    @Islamic6294 2 ปีที่แล้ว

    Onek sundor👌👌👌👍👍👍

  • @veenakhaleque8152
    @veenakhaleque8152 3 ปีที่แล้ว +2

    Opurbo

  • @mhboktiar1167
    @mhboktiar1167 7 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @malahait5735
    @malahait5735 3 ปีที่แล้ว +2

    Excellent

  • @swaponkumarghosh684
    @swaponkumarghosh684 2 ปีที่แล้ว +1

    Nice

  • @arifurrahman149
    @arifurrahman149 2 ปีที่แล้ว

    Go ahead excellent voice and recitation

  • @studentctg6439
    @studentctg6439 2 ปีที่แล้ว +1

    মরুভাস্কর কাব্যের স্বপ্ন কবিতাটি চাই

  • @mdakashkhanadmin5259
    @mdakashkhanadmin5259 2 ปีที่แล้ว +1

    Foysal aziz is brother of Nojrull

  • @mahmudhasanbadhan7361
    @mahmudhasanbadhan7361 3 ปีที่แล้ว +2

    vai laka gulo choto dakai.

  • @Nipa44-c1u
    @Nipa44-c1u 7 หลายเดือนก่อน

    খুব ভালো লাগলো