চাইলে ভিডিও না দেখেও আপনি লেখাটা পড়ে ধারণা নিতে পারেন। . এই ভিডিওর মূল কথা হচ্ছে, বর্তমানে যারা ক্রোয়েশিয়াতে আসতে যত টাকা খরচ হচ্ছে। প্রায় সেই টাকা দিয়ে কিন্তু ইউরোপের অন্য দেশেও বৈধভাবে কাজের পারমিট নিয়ে আসা যায়। কিভাবে আসার মাধ্যমে ভবিষ্যতে অন্তত কাগজপত্র নিয়ে ঝামেলায় পড়তে হয় না। যেহেতু বর্তমানে ইউরোপের অন্যান্য দেশের তুলনায় ক্রোয়েশিয়াতে সুযোগ-সুবিধা কম থাকায় সেখানে তেমন কেউ থাকতে চায়না। . এজন্য যাদের ধৈর্য আছে তারা চাইলে কিন্তু একটু সময় নিয়ে বিশ্বাসযোগ্য কোন মাধ্যমে খুঁজে তার পছন্দের দেশে আসতে পারেন। -ধন্যবাদ 🙂
সেটা আপনার উপর নির্ভর করে। আপনার অন্য দেশে যদি ভালো অপরচুনিটি থাকে তাহলে সেটা অন্য হিসেব। সাধারণত টিআরসি কার্ড পাওয়ার পরে অন্য যেকোনো সেনজেন কান্ট্রিতে গেলে অনন্ত টিআরসি কার্ডের মেয়াদ শেষ হওয়ার আগ পর্যন্ত রিলাক্সে থাকা যায়।
আপনি পর্তুগালে কি ভিসার জন্য ফাইল জমা দিতে চাচ্ছেন সেটা বলেননি। যদি ওয়ার্ক পারমিট হয়ে থাকে তবে বর্তমানে যেটা জানতে পেরেছি দিল্লির দূতাবাসে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে না। যার কারণে ডকুমেন্টস সাবমিট করা যাচ্ছেনা; এটা হচ্ছে বর্তমানে একটা সমস্যা। বাংলাদেশ থেকে সাধারণত দিল্লি থেকে ভিসার জন্য আবেদন করা হয়। . আপনি যে লোক বা এজেন্সির মাধ্যমে প্রসেসিং করবেন তিনি যদি সত্যিকার অর্থে কাজ করেন তাহলে তো ভালো ভিসা ও সম্ভাবনা বেশি থাকবে। কিন্তু অনেক সময় সবকিছু ঠিক থাকার পরেও ভিসা রিজেক্ট হয় এটা সম্পূর্ণ বলতে পারেন কপাল। . আপনি ওয়ার্ক পারমিট নিয়ে পর্তুগালে আসতে পারলে সহজে রেসিডেন্ট কার্ড পেয়ে যাবেন। তবে ইউরোপের এই দেশটিতে বেতন অন্যান্য দেশের তুলনায় তুলনামূলক কম হওয়ায় বেশিরভাগ মানুষের সেখানে কাজ করেনা বা থাকতে চায়না। পর্তুগালের রেসিডেন্ট কার্ড নিয়ে অন্য দেশে চলে যায়। পর্তুগালের কার্ড নিয়ে অন্য যেকোনো দেশে কাজ করা অবৈধ; তাও মানুষ চুরি করে কাজ করে থাকেন। ধরা না পড়লে হয় আর কি; আর ধরা পড়লে... ✈️🇧🇩 . আশাকরি বুঝতে পেরেছেন ভাই; আপনার ইউরোপ আসা সফল হোক এই কামনা রইলো।
ভাই আপনি বলছেন,বেশি টাকা দিয়ে ইউরুপের উন্নত দেশে জেতে,আমি ইতালির জন্য ৩ বার আবেদল করেছি কাজ হয় নাই।তাই ভাবছি ছোট কোন দেশে গিয়ে পরে ইতালি জাবো।এটা কি আমার জন্য ঠিক হবে?
ভাই আমি এপ্রিল এর ২২ তারিখ পর্তুগালের জন্য ফাইল জমা দিলাম ইন্ডিয়া বি এফ এস এ ভাই আমার মালিকের সব কিছু ঠিক আছে। আমার D1 ক্যাটাগরি ভিসা এখন রেশিও কেমন ভাই একটু জানাবে?
আমি সহজ-কঠিন এর কথা বলছিনা ভাই; যারা সাধারণত ইউরোপে আসেন তারা কনস্ট্রাকশনের কাজ করতে চায় না; সবাই তো সহজ বা আরামের চাকুরী খোঁজেন। অবশ্য এর কিছু কারণও রয়েছে।
আপনি যদি কোন কোম্পানিতে ওয়ার্ক পারমিট নিয়ে এসে কাজ করেন তাহলে সেই দেশের নিয়ম অনুযায়ী আপনার কনট্রাক্ট পেপারে যত ব্যাথা থাকবে ততই দেয়া হবে। এক্ষেত্রে লক্ষ্য করা যায়, যারা কাজ জানে বা যারা না জানে সবার বেতন একই। কিন্তু যখন আপনি নিজে কাজ নিয়ে করবেন বা কোম্পানি ছাড়া কারো মাধ্যমে থেকে কাজ করবেন তখন বেতন বেশি হয়ে থাকে। যেমন, ফ্রান্সে ঘন্টায় সর্বনিম্ন ১০ ইউরো হয়ে থাকে।
ইতালিতে বৈধ হওয়ার জন্য কিছু প্রসেসিং এর মধ্যে যেতে হয় এবং বৈধভাবে কোন প্রতিষ্ঠানে কাজ করতে পারলে তখন সহজে বৈধ হওয়া যায়। অন্যথায় নানান জটিলতা রয়েছে।
@MDTusar-hh6di একদম ঠিক ধেরেছেন। মনে রাখবেন, "ইউরোপ আসা যতটা কঠিন এখানে আসর পর বৈধভাবে কাজ পাওয়াটা তার চেয়ে বেশি কঠিন" তাই আসার আগে সবকিছু জেনে আসলে ভালো।
ফ্রান্সে আসার পর কিছু প্রক্রিয়া রয়েছে সেটার মধ্যেই আছি; এই প্রক্রিয়ায় বাংলাদেশীদের তেমন একটা থাকার সুযোগ দেওয়া হয় না বৈধভাবে। তবে যতদিন এই প্রক্রিয়ার মধ্যে থাকতে পারি ততদিন কোন সমস্যা নাই। - ইন শা আল্লাহ্, ফ্রান্স নিয়ে পরবর্তীতে ভিডিও দেয়ার পরিকল্পনা রয়েছে।
চাইলে ভিডিও না দেখেও আপনি লেখাটা পড়ে ধারণা নিতে পারেন।
.
এই ভিডিওর মূল কথা হচ্ছে, বর্তমানে যারা ক্রোয়েশিয়াতে আসতে যত টাকা খরচ হচ্ছে। প্রায় সেই টাকা দিয়ে কিন্তু ইউরোপের অন্য দেশেও বৈধভাবে কাজের পারমিট নিয়ে আসা যায়। কিভাবে আসার মাধ্যমে ভবিষ্যতে অন্তত কাগজপত্র নিয়ে ঝামেলায় পড়তে হয় না।
যেহেতু বর্তমানে ইউরোপের অন্যান্য দেশের তুলনায় ক্রোয়েশিয়াতে সুযোগ-সুবিধা কম থাকায় সেখানে তেমন কেউ থাকতে চায়না।
.
এজন্য যাদের ধৈর্য আছে তারা চাইলে কিন্তু একটু সময় নিয়ে বিশ্বাসযোগ্য কোন মাধ্যমে খুঁজে তার পছন্দের দেশে আসতে পারেন।
-ধন্যবাদ 🙂
Assalamualaikum Alamin viya kmn acen ❤❤
❤❤
ভাই ক্রোশিয়া যাওয়ার কত দিন পরে অন্য সেনজেনযুক্ত দেশে গেলে ভালো হবে
সেটা আপনার উপর নির্ভর করে। আপনার অন্য দেশে যদি ভালো অপরচুনিটি থাকে তাহলে সেটা অন্য হিসেব। সাধারণত টিআরসি কার্ড পাওয়ার পরে অন্য যেকোনো সেনজেন কান্ট্রিতে গেলে অনন্ত টিআরসি কার্ডের মেয়াদ শেষ হওয়ার আগ পর্যন্ত রিলাক্সে থাকা যায়।
ভাই পর্তুগালের জন্য ফাইল জমা দিলে কেমন হবে, পর্তুগালের ভিসার রেশিও কেমন, এই মুহুর্তে পর্তুগালের জন্য পাসপোর্ট জমা দেওয়া কি ঠিক হব প্লিজ জানাবেন।
আপনি পর্তুগালে কি ভিসার জন্য ফাইল জমা দিতে চাচ্ছেন সেটা বলেননি। যদি ওয়ার্ক পারমিট হয়ে থাকে তবে বর্তমানে যেটা জানতে পেরেছি দিল্লির দূতাবাসে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে না। যার কারণে ডকুমেন্টস সাবমিট করা যাচ্ছেনা; এটা হচ্ছে বর্তমানে একটা সমস্যা। বাংলাদেশ থেকে সাধারণত দিল্লি থেকে ভিসার জন্য আবেদন করা হয়।
.
আপনি যে লোক বা এজেন্সির মাধ্যমে প্রসেসিং করবেন তিনি যদি সত্যিকার অর্থে কাজ করেন তাহলে তো ভালো ভিসা ও সম্ভাবনা বেশি থাকবে। কিন্তু অনেক সময় সবকিছু ঠিক থাকার পরেও ভিসা রিজেক্ট হয় এটা সম্পূর্ণ বলতে পারেন কপাল।
.
আপনি ওয়ার্ক পারমিট নিয়ে পর্তুগালে আসতে পারলে সহজে রেসিডেন্ট কার্ড পেয়ে যাবেন। তবে ইউরোপের এই দেশটিতে বেতন অন্যান্য দেশের তুলনায় তুলনামূলক কম হওয়ায় বেশিরভাগ মানুষের সেখানে কাজ করেনা বা থাকতে চায়না। পর্তুগালের রেসিডেন্ট কার্ড নিয়ে অন্য দেশে চলে যায়। পর্তুগালের কার্ড নিয়ে অন্য যেকোনো দেশে কাজ করা অবৈধ; তাও মানুষ চুরি করে কাজ করে থাকেন। ধরা না পড়লে হয় আর কি; আর ধরা পড়লে... ✈️🇧🇩
.
আশাকরি বুঝতে পেরেছেন ভাই; আপনার ইউরোপ আসা সফল হোক এই কামনা রইলো।
@@bongian thank you
ভাই আপনি বলছেন,বেশি টাকা দিয়ে ইউরুপের উন্নত দেশে জেতে,আমি ইতালির জন্য ৩ বার আবেদল করেছি কাজ হয় নাই।তাই ভাবছি ছোট কোন দেশে গিয়ে পরে ইতালি জাবো।এটা কি আমার জন্য ঠিক হবে?
আসতে পারেন ভাই; তবে একদেশের ভিসা নিয়ে অন্য দেশে গেলে পরবর্তীতে কাগজপত্র নিয়ে সমস্যায় পড়া লাগে। এই আর কি
ভাই আগে দিছিলাম লিথুয়ানিয়ার জন্য হলো না এখন দিছি ঞোরোশিয়া কেমন হবে ভাই
লিথুনিয়া এবং ক্রোয়েশিয়া দুই দেশ'ই সেনজেন। এবং এই দু-দেশের বেতনও প্রায় সমপরিমান।
ভাই ক্রোশিয়া থেকে প্রান্সে গেলে
অবাধ্য হওয়ার কত দিন পরে প্রান্সে টিরআচি কাড পাবো
ভাই, আপনার কথা বুঝতে পারিনি।
@@bongian ভাই আপনার যোগাযোগ নাম্বারটা দেন একটু দরকার আছে
ইনবক্সে মেসেজ দিলে হবে।
facebook.com/BongianOfficial
ভাই আমি এপ্রিল এর ২২ তারিখ পর্তুগালের জন্য ফাইল জমা দিলাম ইন্ডিয়া বি এফ এস এ ভাই আমার মালিকের সব কিছু ঠিক আছে। আমার D1 ক্যাটাগরি ভিসা এখন রেশিও কেমন ভাই একটু জানাবে?
কোম্পানির কাগজপত্র+রেসপন্স এবং আপনার কাগজপত্র ঠিক থাকলে ইন শা আল্লাহ্ ভিসা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। হওয়ার সম্ভাবনা প্রায় ৭০-৮০% হয়ে থাকে।
কেন ভাই কাজ কি অনেক কঠিন??
যারা গাল্ফ এ কন্ট্রাশন এর কাজ করেছে তারাও কি পারবে না
আমি সহজ-কঠিন এর কথা বলছিনা ভাই; যারা সাধারণত ইউরোপে আসেন তারা কনস্ট্রাকশনের কাজ করতে চায় না; সবাই তো সহজ বা আরামের চাকুরী খোঁজেন। অবশ্য এর কিছু কারণও রয়েছে।
@@bongian পাইপ ফিটার এর কাজ করলে কেমন ইনকাম করা যাবে ভাইয়া?? যদি ভালো কাজ জানা থাকে
আপনি যদি কোন কোম্পানিতে ওয়ার্ক পারমিট নিয়ে এসে কাজ করেন তাহলে সেই দেশের নিয়ম অনুযায়ী আপনার কনট্রাক্ট পেপারে যত ব্যাথা থাকবে ততই দেয়া হবে। এক্ষেত্রে লক্ষ্য করা যায়, যারা কাজ জানে বা যারা না জানে সবার বেতন একই। কিন্তু যখন আপনি নিজে কাজ নিয়ে করবেন বা কোম্পানি ছাড়া কারো মাধ্যমে থেকে কাজ করবেন তখন বেতন বেশি হয়ে থাকে।
যেমন, ফ্রান্সে ঘন্টায় সর্বনিম্ন ১০ ইউরো হয়ে থাকে।
ভাইয়া আপনার এই রুপের রহস্য কি???
আমার এই রূপের রহস্য ফটো এডিটিং মাল্টিভিটামিন ভাইয়া 😄
@@bongian 😜😜😜
ক্রোয়েশিয়া থেকে ইতালিতে বৈধভাবে যাবার পর সেখানে অবৈধ ভাবে বৈধ হওয়া যায় কিভাবে তা কি জানা আছে আপনি ?
ইতালিতে বৈধ হওয়ার জন্য কিছু প্রসেসিং এর মধ্যে যেতে হয় এবং বৈধভাবে কোন প্রতিষ্ঠানে কাজ করতে পারলে তখন সহজে বৈধ হওয়া যায়। অন্যথায় নানান জটিলতা রয়েছে।
@@bongian তাহলে ভাই আপনি এখন কোন কাজ করতে পারছেন না যতদিন আপনার কাগজ ঠিক না হচ্ছে ভাইয়া ।
@@bongian তাহলে ভাই আপনার কাগজ এখনো ঠিক হয় নাই যতদিন ঠিক না করতে পারবেন ততদিন হয়তো কাজ করতে পারবেন না তাইনা ভাইয়া ।
@MDTusar-hh6di
একদম ঠিক ধেরেছেন।
মনে রাখবেন, "ইউরোপ আসা যতটা কঠিন এখানে আসর পর বৈধভাবে কাজ পাওয়াটা তার চেয়ে বেশি কঠিন"
তাই আসার আগে সবকিছু জেনে আসলে ভালো।
আপনি এখন বর্তমানে কোন দেশে কাজ করছেন তা কি জানতে পারি ?
আমি বর্তমানে ফ্রান্সে আছি।
@@bongian অবৈধ ভাবে আছেন এখন তাইনা ভাইয়া ?
ফ্রান্সে আসার পর কিছু প্রক্রিয়া রয়েছে সেটার মধ্যেই আছি; এই প্রক্রিয়ায় বাংলাদেশীদের তেমন একটা থাকার সুযোগ দেওয়া হয় না বৈধভাবে।
তবে যতদিন এই প্রক্রিয়ার মধ্যে থাকতে পারি ততদিন কোন সমস্যা নাই।
- ইন শা আল্লাহ্, ফ্রান্স নিয়ে পরবর্তীতে ভিডিও দেয়ার পরিকল্পনা রয়েছে।
কি খবর আপনার কেমন আছেন?
আসসালামু আলাইকুম
আলহামদুলিল্লাহ্ ভালোই আছি ভাই।
আশাকরি আপনিও ভালো আছেন।