অনেক উপকারী একটি প্রতিবেদন। অনেক ধন্যবাদ আপনাকে। বাজারে প্রচলিত কীটনাশক ও ছত্রাক নাশক গুলো নিয়ে আরো কিছু বিস্তারিত প্রতিবেদন করার অনুরোধ করছি। কীটনাশকের দোকানদার গন সাধারণত ভালো গাইড দিতে পারে না বলে দেখা যায় অনেক ক্ষেত্রেই আমরা উপযুক্ত ঔষধটা ব্যবহার করতে পারি না। ফলে অনর্থক অর্থের অপচয় এবং পরিবেশের ক্ষতি হয়।
কীটনাশক, বালাইনাশক,মাকড়,ছএাক সব মিলিয়ে কিভাবে একটা ককটেল তৈরি করলে আমার ছাদ বাগানে জন্য ভাল হয় একটু বলবেন। এবং কত দিন পর পর গাছে দিতে হবে ওইটাও বলে দিলে খুবিই উপকার হইতো।
স্যার, আমার একটা কাচা মিঠা আম গাছ এবং গোপাল ভোগ আম গাছ রয়েছে। গাছটির পাতা কুচি কুচি করে পোকায় কেটে ফেলে দেয় এবং পাতায় লালচে অবরন দেখা দেয়। এক্ষেত্র আমার করনীয় কি.....?
বলছি গীষ্ম কালিন গরমের মাটির শসা চাষ কি ভাবে করতে হয় all details video দেখালে ভালো হয় এবং শীত কলে শসা গাছে শিশির বা কুয়াশা পরলে কি অশুধ বা তেল এসপে করতে হয় এবং সাদা মাছি, শসা গাছের ডগা বা মাথা পাতা কুকরে যায় এবং শসা পাতা অদেগ পুরে যায় এর জন্য কি করতে হবে বললে ভালো হয় অনুরোধ করে বলছি
আমি আপনার চাহিদা মতো ভিডিও তেরি করার চেষ্টা করব আর হ্যা তেল স্প্রে এর কথা শুনিনাই কিন্ত শীত বেশী হলে যেন রোগ আক্রমন না করে তাই ৭-১০ দিন পরপর ম্যানকোজেব স্প্রে করা যেতে পারে।
@ grasshopper The A2z agri: পেপে গাছের পাতার নিচে সাদা পোকা মত দেখা যায় তবে পিপড়া দেখা যায় না।এছাড়া পাতা শক্ত মনে হয় । মনে হয় সাদা মাছি ও ভাইরাসে সংক্রামিত হয়েছে। কি করতে হবে জানাবেন।ধন্যবাদ।
সাদা মাছি বা মিলিবাগ দুটোই সাদা তবে সমাধান একই, আপনি একতারা/টিডো/ইমিটাফ/সপসিন/মেপসিন যে কোন একটি স্প্রে করবেন,পাতার নিচের দিকটা যেন বাদ না যায়,আর হ্যা এই পোকার কারনেই ভাইরাস জনিত পাতা কুকড়ে যাওয়া রোগ হয় যদি সেই রোগ পর্যায় চলে যায় তাহলে সেই রোগ দমন করা যাবে না, পোকা দমন করতে হবে
দাদা আমার একটিলে বু গাছ আছে।তবে যখননতুন পাতা আর ফুল আসে তখন সাদ সবুজ ছোট ছোট পেঁাকা আর মাকড়সায়সারা গাছ ছেয়েযায় আর পাতা খেয়েফেলে। এই ব্যাপারে কিছু পরার্মশ দিতে পারেন।
ভাই, আমি আমার টমেটো গাছে ভারটিমেক ব্যবহার করেছি, ১ম বার ব্যবহারের ৫ দিন পর ২য় বার স্প্রে করেছি কিন্তু পাতা মোড়ানো কমছে না, সে ক্ষেত্রে এখন কি করতে পারি?
Grasshopper The A2z agri:, গাছে ৪/৫ মাস আগে টি এসপি,পটাস,ও অল্প পরিমান জৈবসার দিয়েছিলাম।২/১ দিন আগে থেকে সরিশার খৈল পচা দিতে শুরূ করেছি। আপনার পরামশ মত ঔষধ দিলে পেপে ঝরা বন্ধ হবে তো?
ভাইয়া আমার সব গোলাপ গাছের পাতা কালো কালো দাগ পড়ে যাচ্ছে এবং নতুন কুড়ি ও কালো হয়ে যাচ্ছে পাতাগুলা কোঁকড়ানো গাছ গুলা বাড়তেছেও না এখন কি ব্যবহার করলে ভালো হবে plz help
ম্যানকোজেব,এবামেকটিন ,ডাইমেথোয়েট,ফেনভেলারেট,কপারঅকি্্রক্লোবাইড, সাইপারমেথ্রিন,এসিফেট,ডাইমেথোয়েট,ক্লোরোপাইরিফস, কারটাপ,কইনালফস,ম্যালাথিয়ন।এই উপাদান গুলো কোনটা ছএাকনশাক আর কোনটা কীটনাশক। যদি জমিতে কীটনাশক এর প্রয়োজন হয়,তাহলে যে উপাদান কীটনাশক এর মধ্যে পরে তার একটি ব্যবহার করলে হবে। ছেম ছএাকনাশক কি।
আপনার ভিডিও দেখে অনেক উপকৃত হলাম,,, ধন্যবাদ দিলে কম হয়ে যাবে,,,পেপে গাছ সম্পর্ক কিছু জানাবেন,, আমি ৫০ পিছ পেপে গাছ রোপণ করেছি,, গোড়া পচা যাতে না হয় এ বেপারে কনো পরামর্শ আছে কিনা,,
@Plant doctor online :আমার ছাদ বাগানে বিচি থেকে তৈরি করা ৩/৪ ইন্চী পেপে গাছের চারার পাতা কুকড়ে গেছে। কি ঔষধ কি পরিমানে দিতে হবে জানাতে অনুরোধ করছি। মরিচ গাছ এর পাতা কুকড়ে গেলে কি ঔষধ দিব তাও জানতে চাই।ধন্যবাদ।
পেপে গাছে সাধারনত মিলিবাগ/সাদামাছি/জাব পোকার কারনে কুকড়ে যায়, পাতার নিচের অংশে দেখবেন কোন পোকা আছে কিনা বা পিপড়ার আনাগোনা আছে কি না জানাবেন। এছাড়াও ভাইরাস জনিত রোগের কারনে মারাত্মক ভাবে কুকড়ে যায় এবং পাতা একটু শক্ত ও মুচমুচে হয়। আপনারটা কেমন দেখে জানাবেন।
কি বলেন ভাই ১ লক্ষ এর বেশী মানুষ ভিডিওটি দেখেছে কেউ কিন্ত এমন অভিযোগ করেননি দয়া করে অন্য কোন ডিভাইস দিয়ে চেষ্টা করুন, তবুও যদি না শুনতে পারেন তাহলে আপনার ফোন নম্বর টা দিবেন আমি ফোন করে আপনাকে বলব কি বলেছি
আপনার টিপসগুলো আমি নোট করছি,ব্যবহার করছি।অব্যাহত রাখবেন।আসল কাজটি একমাত্র আপনিই করছেন।ধন্যবাদ।
তার চাইতে আসল কাজ আপনি করে দিলেন,অনেক অনেক অনেক উৎসাহ পেলাম ভাই,দোয়া করবেন
@@krishiBondhu Promise Plus এবং Opponent এই ওষুধ দুইটির Group এর নাম কি ,কি কাজ করে?বিকলপ ওষুধের নাম দিন Pl.
@@krishiBondhu njbj
আপনার বিডিও দেখে অনেক কিছু জানতে পারি , অনেক ধন্যবাদ স্যার ❤️আপনাকে
অনেক উপকারী একটি প্রতিবেদন। অনেক ধন্যবাদ আপনাকে। বাজারে প্রচলিত কীটনাশক ও ছত্রাক নাশক গুলো নিয়ে আরো কিছু বিস্তারিত প্রতিবেদন করার অনুরোধ করছি। কীটনাশকের দোকানদার গন সাধারণত ভালো গাইড দিতে পারে না বলে দেখা যায় অনেক ক্ষেত্রেই আমরা উপযুক্ত ঔষধটা ব্যবহার করতে পারি না। ফলে অনর্থক অর্থের অপচয় এবং পরিবেশের ক্ষতি হয়।
এই রকম কমেন্ট আশা করেছিলাম, আপনাদের উপকারে আসলেই সেটা নিয়ে কাজ করতে ভাল লাগে, ধন্যবাদ
কীটনাশক, বালাইনাশক,মাকড়,ছএাক সব মিলিয়ে কিভাবে একটা ককটেল তৈরি করলে আমার ছাদ বাগানে জন্য ভাল হয় একটু বলবেন। এবং কত দিন পর পর গাছে দিতে হবে ওইটাও বলে দিলে খুবিই উপকার হইতো।
thanks vaia..apnar video guli mota moti shob gulo dekhci.vhalo laglo
অনেক ধন্যবাদ
ছত্রাক নাশক গ্রুপ নিয়ে একটা ভিডিও করবেন প্লিজ।
অনেক উপকারী ভিডিও
ভিডিও দেখতে দেরি হয়ে গেল।খুব ভালো হয়েছে।অনেক উপকার হবে।
Acccha vaia vertimec r solubarbron eksathe mixd kore ki lichu gase spry kora jabe
amar thai piarar notun patar kinara guli pure jawar moto hoye nowker moto baka hoye jasse.gase notun ful astese. imidaclorovit grouper osud dile ki lav hobe? ai grouper ki osud dibo or kivabe protiker pabo? ful futer age ki boron spray korle ful jhora rhod kora jabe? plz janaben. thanks
পটাশ সার দিবেন ও প্রপিকোনাজল গড়ুপের ছত্রাকনাশক দিবেন
নারিকেল গাছে মুচি বাছানো যায় কোন ওষধ দ্বারা
Assalmualikum, Kon group er Kit nashok, makor nashok kon kon gacher jonno projoja bistarito akti vedio dile sobai upkrito hotam please.
ভাই লেবুগাছের পাতা এবং কান্ড ভাল রাখতে কি কি ঔসধ ব্যবহার করব.please janaban vai.অনেক উপকার হবে.
কপার অক্সিক্লোরাইড ২ গ্রাম/লি এবং সাইপার মেথ্রিন ১মিলি/লি অবস্থা বুঝে আর না বুঝলে ১৫-২০ দিন পর পর পর পর।
স্যার আমার লিচুর বাগানে মকুল চলে এসেছে এখন কি মাকড়নাশকের সাথে ছত্রাক বা কিটনাশক বা পিজিআর মানে ফ্রোরা বেবহার করতে পারব?
এখনি করতে হবে
স্যার ডুমুর গাছে কি ছত্রাকনাশক ব্যবহার করবো।
অনেক উপকারে আসবে,
ভাই ১/২ চামচ সাধারণ চা চামচ সমান
কত এম এল মোটামুটি জানাতে অনুরোধ
ভারত থেকে।
আপনি এর আগের একটি ভিডিওতে পানিছাড়া ফেরমেন ট্যাব দেখিয়েছিলেন। এটা কোথায় পাওয়া যাবে। সরবরাহকারীর ফোন নম্বরটা পেলে ভালো হতো।
স্যার, আমার একটা কাচা মিঠা আম গাছ এবং গোপাল ভোগ আম গাছ রয়েছে।
গাছটির পাতা কুচি কুচি করে পোকায় কেটে ফেলে দেয় এবং পাতায় লালচে অবরন দেখা দেয়।
এক্ষেত্র আমার করনীয় কি.....?
আমার পেঁপে গাছের কচি পাতায় ছোট মাকর দেখেছি যেটা পাতা কুঁকড়ে ও ফেলছে এর জন্য কি কীটনাশক দেওয়া উচিত?
মাকড় খালি চোখে দেখা যায়না এগুলো মাকড়শা, আপনি ইমিটাফ ও ইকোম্যাক দিন আলাদা আলাদা দিনে
@@krishiBondhu 1 গ্রাম ইমিটাফ হাফ লিটার পানিতে মিশিয়ে দিয়েছি পরিমাণ ঠিক আছে কি? আর দেওয়ার চার-পাঁচ ঘণ্টা পর বৃষ্টি নেমেছিল আবার কি দিব নাকি?
বলছি গীষ্ম কালিন গরমের মাটির শসা চাষ কি ভাবে করতে হয় all details video দেখালে ভালো হয় এবং শীত কলে শসা গাছে শিশির বা কুয়াশা পরলে কি অশুধ বা তেল এসপে করতে হয় এবং সাদা মাছি, শসা গাছের ডগা বা মাথা পাতা কুকরে যায় এবং শসা পাতা অদেগ পুরে যায় এর জন্য কি করতে হবে বললে ভালো হয় অনুরোধ করে বলছি
আমি আপনার চাহিদা মতো ভিডিও তেরি করার চেষ্টা করব আর হ্যা তেল স্প্রে এর কথা শুনিনাই কিন্ত শীত বেশী হলে যেন রোগ আক্রমন না করে তাই ৭-১০ দিন পরপর ম্যানকোজেব স্প্রে করা যেতে পারে।
এই গুলোর মধ্যে কোন টা আম গাচের জন্য ভাল হবে বললে ভাল হয়
Which pesticides will be good for thripes of chilli plant?
অনেক সুন্দর পোস্ট
@ grasshopper The A2z agri: পেপে গাছের পাতার নিচে সাদা পোকা মত দেখা যায় তবে পিপড়া দেখা যায় না।এছাড়া পাতা শক্ত মনে হয় । মনে হয় সাদা মাছি ও ভাইরাসে সংক্রামিত হয়েছে। কি করতে হবে জানাবেন।ধন্যবাদ।
সাদা মাছি বা মিলিবাগ দুটোই সাদা তবে সমাধান একই, আপনি একতারা/টিডো/ইমিটাফ/সপসিন/মেপসিন যে কোন একটি স্প্রে করবেন,পাতার নিচের দিকটা যেন বাদ না যায়,আর হ্যা এই পোকার কারনেই ভাইরাস জনিত পাতা কুকড়ে যাওয়া রোগ হয় যদি সেই রোগ পর্যায় চলে যায় তাহলে সেই রোগ দমন করা যাবে না, পোকা দমন করতে হবে
@@krishiBondhu নাইট্রো ১৫০ ইসি এটা দেয়া যাবে সাদা মাছির জন্য?
আমি আশা করি নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।
ভাই লেবু গাছের পাতা কোকড়ালে কি ব্যবহার করলে ভালো হয়
স্যার সিকেচার কোথায় পাওয়া যায়। দয়া করে জানাবেন। হার্ডওয়্যার দোকানে খুঝেছি পাইনি। আমার বাড়ি সিরাজগঞ্জে।
ব্রাক নার্সারিতে খোজ করুন আমার একটি ভিডিও আছে সিলভামিক্স ট্যাবলেট নিয়ে সেখানে বাংলাদেশের সকল ব্র্যাক নার্সারির নম্বর আছে
ছার,আমার লেবু গাছর গেমছিছরোগ, আঠা ঝরা , কপারওক্চিক্লরাইট,৭৭ পাউডার,দশগ্রার দুই লিটার পানি ৩ দিন পর,পর কিন্তু ছার,কোন কাজ হয়নি,এখন,কি করা জায়,
স্যার,মরিচ গাছের। পোকা ও মাকড় এর জন্য কোনটা ব্যবহার করবো।
সিনসিন পোকা মাকড় দুটোই দূর করবে
krishi Bondhu স্যার ভালো গাছে দিয়া যাবে।
জ্বি যাবে এটাই সবচাইতে ভালো ১৫ দিন পর পর দিবেন
krishi Bondhu এইটা উপাদান কি।
ভাইয়া,নামটা কি। সিনসিন না,সিমসিম।আমাকে কোনটা ব্যবহার করতে বলছে।
কোনগুলো ছএাক নাশক কোনগুলো ভিটামিন জিং বরন ম্যাগনিসিয়াম সার এগুলোর উপর একটা ভিডিও দিবেন
আর একটু বুঝিয়ে বলুন
দাদা আমার একটিলে বু গাছ আছে।তবে যখননতুন পাতা আর ফুল আসে তখন সাদ সবুজ ছোট ছোট পেঁাকা আর মাকড়সায়সারা গাছ ছেয়েযায় আর পাতা খেয়েফেলে। এই ব্যাপারে কিছু পরার্মশ দিতে পারেন।
সবুজ যে পোকার কথা বলছেন সেগুলো হলো জাব পোকা, আমার জাব পোকা নিয়ে যে ভিডিওটি আছে সেটি দেখেনিন
ভার্মিকম্পোস্ট নিয়ে একটা ভিডিও বানান
আছে তো
বস আমার রসুন গাছ গুলো যায়গা যায়গা মাথা কুরানো হছে আমি কি ঔষধ দিবো
রোভরাল স্প্রে করুন
ভাই, আমি আমার টমেটো গাছে ভারটিমেক ব্যবহার করেছি, ১ম বার ব্যবহারের ৫ দিন পর ২য় বার স্প্রে করেছি কিন্তু পাতা মোড়ানো কমছে না, সে ক্ষেত্রে এখন কি করতে পারি?
লিকার খুব ভাল কিটনাশক করবেল কম্পানির
many many thanks
সবিক্রন কি মাকড় নাশক হিসাবে ব্যাবহার করা যাবে?
না
কীটনাশক অ্যান্ড মাকড়নাশক এক সাতে ব্যবহার করা যাবে কি
না
মরিচ গাছের আগার পাতা কোকড়ে যায় এটাওকি মাকড়ের আক্রমণ???
জাব পোকার কারতে কুকড়ে যেতে পারি কিন্ত জাব পোকা সহজেই দেখা যায় যদি পোকা দেখা না যায় ১০০% মাকড় মরিচ গাছে মাকড়ের আক্রমণ বেশী হয়।
Grasshopper The A2z agri:, গাছে ৪/৫ মাস আগে টি এসপি,পটাস,ও অল্প পরিমান জৈবসার দিয়েছিলাম।২/১ দিন আগে থেকে সরিশার খৈল পচা দিতে শুরূ করেছি। আপনার পরামশ মত ঔষধ দিলে পেপে ঝরা বন্ধ হবে তো?
এই ভিডিওতে তো ফল ঝড়া নিয়ে কথা বলিনি। কোন পরামর্শের কথা বলছেন বুঝিয়ে বললে ভালো হতো
Grasshopper The A2z agri: আপনি প্রথম সমসা র কথা জানালে জানতে চেয়েছিলেন গাছে সার দিয়েছি কিনা? এছাড়া পেপে এক করের মত হলুদ হয়ে ঝরে পড়ার জন্য ফোলরা ও মেনকোজেব জাতিয় ঔষধ স্পেরে করতে পরামর্শ দিয়েছিলেন। আপনার জানতে চাওয়ার জন্য বলছি -শুধু পেপে এককর হয়ে হলুদ হয়ে ঝরে যায়,
পাতা নয়। পেপে গাছের এক পাশের মাটি ৪/৫ আগে পরিবর্তন করেছি। বিস্তারিত আপনাকে জানালাম। আপনাদের সমাধান কামনা করছি।
Ok
ভাইয়া আমার সব গোলাপ গাছের পাতা কালো কালো দাগ পড়ে যাচ্ছে এবং নতুন কুড়ি ও কালো হয়ে যাচ্ছে পাতাগুলা কোঁকড়ানো গাছ গুলা বাড়তেছেও না এখন কি ব্যবহার করলে ভালো হবে plz help
সতেজ আর ভারটিমেক ব্যাবহার করুন
এবামেকটিন ও প্রপিকেকানাজল স্প্রে করুন
ভাইয়া,আমি একটা বিষয় নিয়ে জানাতে চাই। ছএাকনাশক এর উপাদান কি কি।কীটনাশক এর উপাদান কি কি। আর ফসল ভেদে কি ব্যবহার করা লাগে।
ছত্রাক নাশক বাআকীটনাশ অনকে হয় একেক গ্রুপের উপাদান একেক টা
ম্যানকোজেব,এবামেকটিন ,ডাইমেথোয়েট,ফেনভেলারেট,কপারঅকি্্রক্লোবাইড, সাইপারমেথ্রিন,এসিফেট,ডাইমেথোয়েট,ক্লোরোপাইরিফস, কারটাপ,কইনালফস,ম্যালাথিয়ন।এই উপাদান গুলো কোনটা ছএাকনশাক আর কোনটা কীটনাশক। যদি জমিতে কীটনাশক এর প্রয়োজন হয়,তাহলে যে উপাদান কীটনাশক এর মধ্যে পরে তার একটি ব্যবহার করলে হবে। ছেম ছএাকনাশক কি।
কপার অক্সিক্লোরাইড শুধু ছত্রাকনাশক বাকী সব কীটনাশক
@@krishiBondhu ম্যানকোজেব ও মেনকোজেব এই দুটি উপাদান এককি না কি? জানেবন। ছএাকনাশক কি এটা
ভাইয়া, দয়া করে বলেন
where is the shop in dhaka ...pls let me know
আমি ঢাকায় থাকিনা, খোজ নিয়ে জানাব
Please narrate composition.
কি ভাবে ব্যাবহার করব। জানালে খুশি হব।
যে মাত্রা বলা হয়েসে সেই মাত্রা অনুযায়ী ২ দিন স্প্রে করবেন ১ম বার ব্যবহার করার ৪-৫ দিন পর ২য় বার
মরিচ এর বয়স ২০ দিন, মাকরনাশক কি দেওয়া যাবে
মাকড়ের আক্রমণ হলে অবশ্যই দিন
১ লিটার পানিতে এমিস্টার টপ,০.৫ মিলি, মেনকোজেব ২ gm,বোরন ১ gm, জিংক ও জাব পোকার বিষ, এক সাথে দেওয়া যাবে,,,মরিচ এর বয়স ২৫ দিন, জানালে খুব ভালো হতো,
ভাই ছএাক নাশক ঔষধ উপর একটি ভিডিও দেন
মাকর নাশক ও ছএাক নাশক একই জিনিস?
না
ভাইয়া এই ঔষদ কি মরিছ বা বেগুন গাছে দেয়া যাবে।
জ্বি অবশ্যই
@@krishiBondhu ভাইয়া গাছের প্রতি আমার অনেক আগ্রহ কিন্তু গাছ আমার হয় না।কি করব বলবেন প্লিজ
কি গাছ?
সালফার কি মাকড় নাশক???
জ্বি ৮০% সালফার যেমন কুমুলাস,রনভিট
@@krishiBondhu এবামেকটিনের পরিবর্তে সালফার ব্যবহার করে মাকড় দমন করা যাবে??
ধন্যবাদ।অনেক কিছু জানলাম।
vertimac koto din por por spray korte hobe? Capsicum,morich ar tomato gach er jonno
১ম বার স্প্রে করার ৫ দিন পর আবার এভাবে করে মাসে ১-২ বার স্প্রে করবেন গাছের অবস্থা বুঝে
আপনার ভিডিও দেখে অনেক উপকৃত হলাম,,, ধন্যবাদ দিলে কম হয়ে যাবে,,,পেপে গাছ সম্পর্ক কিছু জানাবেন,, আমি ৫০ পিছ পেপে গাছ রোপণ করেছি,, গোড়া পচা যাতে না হয় এ বেপারে কনো পরামর্শ আছে কিনা,,
পানি যেন জমে না থাকে দেখবেন।
মরিচ গাছ গোড়া শুকিয়ে যায় গাছ মরে যাচ্ছে
গাছে ফুল ধরা শুরু করেছে
এর প্রতিকার কি ???
বোরন ও জিংক স্প্রে করুন সাথে মেনকোজেব
মাটিতে মাকড় হলে কি করব গাছের গোরা খেয়ে ফেলে
মাটিতে মাকড় হয় না মনেরাখবেন মাকড় আর মাকড়শা কিন্ত এক নয়।গাছের গোড়া খেয়ে ফেললে কার্বফুরান জাতীয় কীটনাশক গাছের গোড়ায় দিয়ে সেচ দিন
Hi vaia ekta information dorkar cilo
জ্বি বলুন
Amar basay ekti lichu gaser pata mokmoler moto kukre jacche..mukul soho meximum dhal a emon hocche..ei obosthay vertimec use kora jabe
যাতদূর সম্ভব আক্রান্ত পাতা ছিড়ে বা পুতে দিয়ে স্প্রে করবেন।কিন্ত ফুল ফোটা থাকলে স্প্রে করবেন না
Thanks.ripcord,menkojeb,solubar bron ei tintar sathe ki vertimec eksathe mixd kore use kora jabe??
মাকড় নাশক আলাদা ভাবে দিয়েন।
শসা পাতা কুকরানু ওষুধ কি দিব
properjaitin grouper er jekono makor nashok.
Thank you vai
you r wc
ভাইয়া এক লিটারে কত মিলি ঔষুধ দিব
যটি কিনবেন সেটার গায়েই লিখা থাকবে
থ্রিপস এবং মাইটস দুটা একই কীট??
না
থ্রিপস কালো কালো কিছুটা পিপড়ার মতো আর মাইট খুব ছোট যদি পাতায় পোকা দেখা না যায় কিন্ত কুকড়ে গেছে তাহলে ১০০% মাইট
দুটো মরিচ এবং টমেটো গাছের বড় ও প্রধান সমস্যা... Thanx vaia
Thripes er jonno kon pesticide valo hobe?
@Plant doctor online :আমার ছাদ বাগানে বিচি থেকে তৈরি করা ৩/৪ ইন্চী পেপে গাছের চারার পাতা কুকড়ে গেছে। কি ঔষধ কি পরিমানে দিতে হবে জানাতে অনুরোধ করছি। মরিচ গাছ এর পাতা কুকড়ে গেলে কি ঔষধ দিব তাও জানতে চাই।ধন্যবাদ।
পেপে গাছে সাধারনত মিলিবাগ/সাদামাছি/জাব পোকার কারনে কুকড়ে যায়, পাতার নিচের অংশে দেখবেন কোন পোকা আছে কিনা বা পিপড়ার আনাগোনা আছে কি না জানাবেন।
এছাড়াও ভাইরাস জনিত রোগের কারনে মারাত্মক ভাবে কুকড়ে যায় এবং পাতা একটু শক্ত ও মুচমুচে হয়। আপনারটা কেমন দেখে জানাবেন।
অরগানোফসফরাস, পাইরিথ্রয়েট, ফিনাইল পাইরোজল জাতীয় কীটনাশক বলতে কি বুঝায়???
আপনার কথাগুলো ভালভাবে বুঝা যাচ্ছে না। কীটনাশকের একটা তালিকা দিলে সুবিধে হয়।
ওমাইট,ভার্টিমেক,টপসিন
ছার,
সাদা মাছি, বেবস্তা কিঃ
মাটি একটু নরম
মরিচ গাছে পানির পরিমান বেশী হলে এমন হয়
এক সাথে কয়েকটি বিষ মিশানো যাবে
না মেশানোয় ভালো
ধন্যবাদ ভাই, আপনার মোবাইলে নাম্বার টা দেওয়া যাবে। উপকৃত হতাম।
ভাই, ১ মিলি, ২ মিলি কিভাবে মাপব?
সিরিঞ্জ
Bhai ai osud gulo kothai pabo...???
কীটনাশকের দোকানে
আপনার mobile number ta ki pawya jabe.?
আপনার ইমেল থাকলে দিবেন!!!
Hg
আমি একটি পোকা কন ভাবেই মারতে পারছি না
মিলিবাগ?
কেউ কি আপনার টুটি চেপে ধরেছে? হেডফোন লাগিয়ে কথা বুঝা যাচ্ছে না!
কি বলেন ভাই ১ লক্ষ এর বেশী মানুষ ভিডিওটি দেখেছে কেউ কিন্ত এমন অভিযোগ করেননি দয়া করে অন্য কোন ডিভাইস দিয়ে চেষ্টা করুন, তবুও যদি না শুনতে পারেন তাহলে আপনার ফোন নম্বর টা দিবেন আমি ফোন করে আপনাকে বলব কি বলেছি
@@krishiBondhu আপনার বিশ্বাস না হলে অন্য একটা ভিডিওর সাথে Compare করে দেখতে পারেন।
জ্বি সাউন্ড একটু কম, রাতে ভিডিও করা প্রায় ৩ টা বাজবে তাই, আসলে সময় হয়না তবুও চেষ্টা করি
উচ্ছে গাছের গড়া লঙ্কা গাছ পচোনের।
কি কি বিশ মারবো একটি ভিডিও বানাও।
জ্বি বানাব,কিন্ত পঁচার জন্য আপনি কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করবেন।
ওস্তাদ কেন ব্যবহার করে।
পোকার জন্য
@@krishiBondhu ধন্যবাদ ভাই, হাফ লিটারে কতটুক মিশাবো, মিশানোর পর এ মাস খানেক রেখে দেওয়া যাবে। একটু জানাবেন ভাই, প্লিজ।
এরা কারা, য়ারা ভিডিওতে ডিসলাইক দেয়।
বোরন সার এর পরিবর্তে, কি পিজিআর ব্যবহার করতে পারব।
লঙ্কা গাছের পাতা হলুদ হয়ার কারণ কি।
মারবো
পানি কি বেশী দিয়েছেন?