কাকু বাংলাদেশ থেকে বলছি। কাকু আপনি ভিডিও বিস্তারিত করুন। কোন সমস্যা নেই।যারা বড় ভিডিও দেখতে চায় না তারা সত্যিকারের কৃষক নয়।আমরা যারা আপনার অনুসারি আমরা যারা সত্যিকার কৃষি পদ্ধতি শিখতে জানতে বুঝতে চায় আমাদের জন্য আপনার বিস্তারিত ভিডিও দরকার ।আমাদের জন্য বিস্তারিত করুন।ভাল থাকবেন কাকু।ধন্যবাদ
ঠিক কথাই বলছেন।আমি যেখানে কাজ করছি হাজার-হাজার চাষীদের সঙ্গে এখানে যদি আপনার বাড়ি হতো তখন 100% বুঝতে পারতেন সত্যিই আমি উপকার করছি কিনা গরিব মানুষদের । সত্যিই বিভিন্ন ফসল চাষের মাধ্যমে তাদেরকে আর্থিকভাবে সচ্ছল করে তোলাই আমার কাজ। এই কাজই করে চলেছি সেই সঙ্গে খুব বড়ো কোম্পানি নাম জিন্দাল এর Farm ও দেখাশোনা করি।আপনারা সবাই আশীর্বাদ করুন যেন আরো মানুষের উপকার করতে পারি । ভাল থাকুন, সঙ্গে থাকুন, আমিও পাশে আছি আপনাদের। চলুন এগিয়ে চলি।
@@farmingadviseranathhalder7579 স্যার লেখাটা একটু কষ্ট করে দেখবেন। আমরা চাল কিনে খাই ৩৫_৪০টাকা । ওটা রেশনে ২টাকা , এখানে সরকার ভর্তুকি দিচ্ছে ৩০ টাকা। বেশীরভাগ ক্ষেত্রেই মালটা রেশনে বিক্রি করে টাকা নিয়ে আসেন। কিন্তু চাল রেশনে ১৫ টাকা হলেও চলবে। ভোটের জন্য এটা বন্ধ হবে না। এখানে সরকার যদি সরষে পিড়ি,নিম তেল ও জৈব সারের উপর ভতুকি দিতো তাহলে পিড়ি ৪০ থেকে যদি ১০টাকাও হতো তাহলে মানুষ বেশি ব্যবহার করতো। মানুষ ৪০ টাকা চাল কিনে খাবে কিন্তু ৪০টাকায় জৈব দেবে না।তাই সরকার রেশনে ভর্তুকি না দিয়ে যদি জৈব সার ও জৈব ওষুধ এর উপর ভতুকি দেন।পিড়ি ১০ টাকাও হয় তাহলে এটা চাষে বেশি ব্যবহার হবে।এটা নিয়ে একটা ভিডিও করুন। তাতে যদি কথা গুলো মানুষের কাছে যায় ও সরকারের নজরে আসে। মানুষ গুলো একটু বাঁচুক।যে ভাবে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার বাড়ছে তাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। লেখাটা হয়তো ভালো করে লিখতে পারলাম না। ভালো থাকবেন সুস্থ থাকবেন।
কিছু ভুল বলবো না । আপনাদের হাত ধরেই তো চাষের সূচনা হয়েছে । একথা কোনো কৃষি বিজ্ঞানী অস্বীকার করতে পারবে না। প্রস্তর যুগে ফিরে যান সব বুঝতে পারবেন। ভালো থাকুন দিদিমণি, আর চলুন সকলে এগিয়ে চলি।
মাকোর কে দমন করবার জন্য অনেক দামি দামি ঔষধের নাম শুনেছি কিন্তু এত সহজ পদ্ধতিতে আর বিনা পয়সায় মাকোর কে যে মারা যায় তা দাদু আপনার কাছেই একমাত্র জানতে । Thank you দাদু 😊 🥰
স্যার আপনার প্রতিটা ভিডিও এক কথায় অনবদ্য, আপনার দীর্ঘায়ু কামনা করি,স্যার নিচু জমিতে অর্থাৎ বর্ষার সময় দেড় দু ফুট জল জমে এমন জমিতে ডিবি করে মাচা করে ,শিম,করলা, ঝিঙ্গা,বিন,বরবডি, শসা ইত্যাদি কি চাষ করা যাবে ?
আমি কোনো চাষী নয়. তুবুও আপনার ভিডিও দেখি খুব ভালো লাগে আপনি যে বাস্তব আর যুক্তি দিয়ে বুঝিয়ে কথা বলেন, আজ আপনার একটা কথা খুব দামি কথা মনে হলো, পুরো সিস্টেম টা গোলমাল হয়ে যাচ্ছে এটা খুব অমূল্য কথা 👍👍👍👍👍👍এগিয়ে চলুন এগিয়ে রাখুন স্যার এইভাবে ♥️♥️♥️♥️♥️
জ্ঞান বা অভিজ্ঞতা অর্জন করা কোনো দোষের নয়। যত দিন বাঁচবে মানুষ ততদিন ই তাঁকে শিখতে হবে। শিক্ষার শেষ বলে কিছু নেই। চাষী না হয়ে ও চাষের কথা শুনছো এজন্য ধন্যবাদ জানাই। সপরিবারে ভালো থেকো। এই কামনা করবো।
দাদা, শুরুতেই আমার সালাম নিবেন। আপনার ভিডিওটি দেখতে একটু দেরি করে ফেললাম। অসাধারণ বলেছেন, ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে স্প্রে করলে মাকড় চলে যাবে। দাদা, আমি এই জন্যই খুব খুশি হয়েছি যে, আমি রাসায়নিক কোন ওষুধ ব্যবহার করতে চাচ্ছি না তার কারণ, সবিক্রন -৪২৫ইসি/স্প্রে করতে গিয়ে আমার চোখে সামান্য পড়েছিল তখন আমি তেমন গুরুত্ব দিই নাই কিন্তু আমার চোখ খুব জ্বালা করছিল। বর্তমানের চোখ মোটামুটি সুস্থ হলেও ডান চোখ দিয়ে খুব বেশি আলোর দিকে তাকাতে পারছি না। দাদা, আমি আলো খুব বেশি ভালোবাসি অথচ সে আলোর দিকে আমি তাকাতে পারতেছিনা, ভোরের সকাল ফোটা আর সূর্য অস্ত যাওয়া আমার খুবই পছন্দের । আমি নিজের ব্যাপারে খুবই উদাসীন কিন্তু গাছেদের ক্ষেত্রে খুবই যত্নশীল। আমার একটা গাছ যদি কোন কারনে মারা যায় আমি তখন বাচ্চাদের মত কাঁদতে বসে তাই, আমার এই বিষয়টা নিয়ে যদিও বা অনেকে হাসাহাসি করে কিন্তু আপনি হাসবেন না দাদা। আমি জানিনা আমার এই লিখা আপনার চোখে পড়বে কিনা তবে হ্যাঁ আমি চাই আপনি রাসায়নিক না জৈব ওষুধের নাম বলুন যাতে করে আমার মত ছোট বাগানি এবং বোকাদের খুব খুব উপকার হয়। ধন্যবাদ দাদা, ভাল থাকবেন, সুস্থ থাকবেন
আল্লাহ আপনার মঙ্গল করুন এই কামনা করবো। গাছের মতো আর প্রকৃত বন্ধু পৃথিবীতে নেই। গাছের জন্যই আমরা বেঁচে আছি। সে ফসল খেয়ে হোক আর অক্সিজেন গ্রহন করে হোক , তাকে তো ভালোবাসতেই হবে। যে গাছ প্রেমী হতে পারবে না সে অত্যন্ত নিষ্ঠুর নির্দয় মানুষ হবে। গাছ এমন একটা উদ্ভিদ , তেমন গাছকে ভালোবাসবেন ঠিক তেমনি আপনাকে ভালোবাসা ফিরিয়ে দেবে ।বেইমানি করে না। আপনার এবং আপনার পরিবারের সবার মঙ্গল কামনা করি। ভালো থাকুন ,সুস্থ থাকুন, আর চলুন সকলে এগিয়ে চলি।
আপনার ঠিকানা ভুলে গেছি। আপনার বাড়ি কোথায় শালবনিতে এসে নিয়ে যেতে পারবেন অথবা আমার বাড়িতে যেতে হবে দক্ষিণ 24 পরগনা জেলার ফলতা ব্লকে। কোনটা কাছে হবে পশ্চিম মেদিনীপুরের শালবনি নাকি ফলতা ? আপনার বাড়ি কোথায় জানান আমাকে নিশ্চিত নিশ্চিত ৪/৫ রকমের বীজ দেবো, টাকা লাগবে না।
Sir,এই ভিডিও পরিপ্রেক্ষিতে আপনাকে আরো একটি তথ্য দিতে চাই, প্রথমে diafenthiuron 50%wp ব্যাবহার করাই শ্রেষ্ঠ হবে,যদি এতে কাজ না হয় তবেই abacin বা Oberon বা omite ব্যাবহার করতে হবে।কারন diafenthiuron এ insecticide+omicide action রয়েছে। আমার লঙ্কা গাছ diafenthiuron এই এখন পর্যন্ত সম্পুর্ন রোগমুক্ত রয়েছে। ধন্যবাদ।
এটা এক ধরনের ছত্রাকের আক্রমন হয়েছে।আপনি Amister Top প্রতি লিটার জলে এক মিলি মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় তিন দিন ছাড়া দুবার । খুব ভালো কাজ পাবেন। ছোটো ফাইল কিনবেন।
আসলে আমি যেখানে কাজ করছি এখানে আনারস চাষ নেই। ভিডিও করতে গেলে সামনে ওই ফসল থাকা চাই। এজন্য সমস্যায় পড়ে যাচ্ছি। আমি এখন শালবনি ব্লকে কাজ করছি। যদি সামনে এ ফসল পাই অবশ্যই ভিডিও করে জানাবো।
যদি জৈব ওষুধ ব্যবহার করতে চান তাহলে M N বায়োটেক কোম্পানির জৈব ওষুধ সাহস প্রতি লিটার জলে দুই মিলি মিশিয়ে স্প্রে করবেন বিকাল পাঁচটার পরে তিনদিন ছাড়া দুবার।
চাষীরা বলে চৈত্রে পোড় বোশেখ মাটি বাঁশ বলে আমি তাতেই নাচি। অর্থাৎ চৈত্র মাসে বাঁশ গাছের নিচে পাতা পড়ে থাকে ওগুলো আগুন জেলে পুড়িয়ে দেয় আর বৈশাখ মাসে এলে ওই গাছের গোড়ার একটু দূর থেকে মাটি তুলে গাছের গোড়ায় দেয় ।এটাই পরিচর্যা করা হয় কোন সার লাগে না।
আপনি যে ভাবে বোঝান অতি মূর্খ বুঝে যাবে। অতি সহজ সরল ভাবে। আপনাকে অনেক ধন্যবাদ। দাদা, আমার আম গাছের কচি পাতা বেকে যাচ্ছে অনেক গুলি গাছের। কি করা যায়? আপনার পরামর্শের জন্য অপেক্ষা করছি।
আমাদের এখানে দোকান থেকে কাকা দিচ্ছে। এতে কি মাকর যাবে..? আমি jump, Imidachlorpid, dianotefuran/diafenothuran, acedamiprid অল্প পরিমাণ মিশিয়ে স্প্রে করি। ফুল ঝরে যাবার আশঙ্কা আছে..?
Kalu ধন্যবাদ। আপনার কথা শুনে আমি আজই গিয়ে bio mits দোকানে ফেরত দিয়ে এসেছি,অনেক ঝামেলা করে ,.৫ ml ব্যাবহার করেছিলাম ৪০০ ml জলে কোনো কাজ হয়নি, শেষে কুড়ি টাকা গচ্চা দিয়ে 'kaka' নিয়ে এসেছি, দেখা যাক কি হয় ।
কাকু, বর্ষায় ছাদ বাগানের মরিচ গাছ গুলি গোড়া পঁচা রোগ হতে রক্ষার জন্য আগাম কি ব্যবস্থা নিব? টবে পানি নিষ্কাশনের ব্যবস্থা ভাল & মাটি হালকা করে তৈরী করা আছে। কার্বন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক কি গোড়ায় দিব?
Xelora প্রতি লিটার পানিতে তিন মিলি মিশিয়ে ওই পানি গাছের গোড়ায় ঢালবেন পাঁচ দিন ছাড়া ছাড়া তিন বার।ওই ওষুধের কাজ হলো গোড়া ও শিকড় পচার হাত থেকে গাছ কে রক্ষা করা।
@@farmingadviseranathhalder7579 অশেষ ধন্যবাদ কাকু, সমস্যা হল আমাদের বাংলাদেশে অনেক মেডিসিন পাওয়া যায় না যা আপনাদের ইন্ডিয়াতে পাওয়া যায়। Xelora মেডিসিন এর ক্যামিকেল কম্পোজিশনটা কি সেটা যদি বলতেন তবে সেটা খুজে কিনে আনতে পারব। আমরা ছাদ জুড়ে বিভিন্ন জাতের অনেক গুলি মরিচ এর চারা, আসন্ন বর্যায় এদের গোড়া পঁচা রোগ নিয়ে আমি উৎকন্ঠিত।
@@farmingadviseranathhalder7579 ধন্যবাদ স্যার রয়েল বুলেট এর রেট একটু কম হয়। লঙ্কাটা একটু মোটা। মাহিকো Navtez বা ADVANTA AK47 এখন কি চাষ করা যেতে পারে
সাধারণত মাকড় মারার জন্য ব্যবহার করা হয়। পান ছাড়া অন্য গাছে প্রতি লিটার জলে দুই মিলি মিশিয়ে স্প্রে করতে হয়। পানের বরজে প্রতি লিটার জলে এক মিলি মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায়।
দাদা আজকে বড় একটা সমস্যায় পড়েছি। আমার ৭ শতাংশ জমিতে ঢেরস চাষ করেছি। ঢেরসের গাছে প্রচুর পরিমানে ফুল আছে। কিন্তু সবগুলো ফুলই.. ফলে পরিণত হওয়ার আগেই...কালো হয়ে পঁচে যাচ্ছে। যার কারণে আমার উৎপাদন শূন্য। লোকসান গুণতে হবে এবার। যদিও আমও এর আগে চাষ করেছি, তবে এমন সম্যার সম্মুখীন হই নাই। ফুলে ও ফলে কোনো ছিদ্রকারী পোকার আক্রমণ নাই। তার পর ফুল কালো হয়ে পঁচে ছোট ঢেরসের মুকুলে আটকে থাকে এবং ছোট ফলের মুকুল হলুদ হয়ে নষ্ট হয়ে যায়। এই সমস্যার দ্রুত সমাধান দিলে আমি উপকৃত হব। ধন্যবাদ আপনাকে ❤️❤️
Amister Top প্রতি লিটার পানিতে এক মিলি মিশিয়ে স্প্রে করবেন বিকাল পাঁচটার দিকে তিন দিন ছাড়া দুবার। তারপর কাইট প্রতি লিটার পানিতে দেড় মিলি মিশিয়ে স্প্রে করবেন বিকাল পাঁচটার পরে তিনদিন ছাড়া দুবার। অবশ্যই ঢেঁড়স পাবেন।
UPL কোম্পানির উলালা প্রতি লিটার জলে এক গ্রাম সেই সঙ্গে বায়ার কোম্পানির কনফিডর এক মিলি মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় তিন দিন ছাড়া দুবার। খুব ভালো কাজ পাবেন।
আসলে আমি তো অন্য জায়গায় এখনো চাকরি করছি ।এখানে হাজার হাজার চাষীদের সঙ্গে কাজ করি আবার কোম্পানির একটা খুব বড় Farm (krishi khamar) দেখাশোনা করি এই জন্য সবসময় হয় না।
হ্যাঁ, স্যার জানি।কিন্তু স্যার আপনি যখন কোনো ভিডিও করবেন বড়ো করে ভিডিও করুন details নিয়ে আলোচনা করুন,কোনো অসুবিধা নেই।ভিডিও বোরো হোক আমরা দেখবো।ভালো থাকবেন।
এ ব্যাপারে আমি একটা ভিডিও ডাউনলোড করেছি।হয়তো আপনি দেখেন নি। যাই হোক অবশ্যই পেঁয়াজের খোসা জলেতে কম করে 5 থেকে 6 দিন পচিয়ে বা ভিজিয়ে নিয়ে সেই জল হালকা লালচে রঙের হবে গাছের গোড়ায় অবশ্যই অবশ্যই ব্যবহার করবেন ।সালফার পাবেন নাইট্রোজেন ফসফরাস ও পটাশ পাবেন।
Movento Energy প্রতি লিটার পানিতে দেড় মিলি সেইসঙ্গে উলালা প্রতি লিটার পানিতে এক গ্রাম মিশিয়ে একসঙ্গে স্প্রে করবেন বিকাল পাঁচটার দিকে তিন দিন ছাড়া ছাড়া তিন বার।
হ্যালো স্যার চক্র মার্কা ধনে বীজ বুনলে হবে এখন গরমে নাকি বর্ষা সময়? কোন সময়ে চক্র মার্কা বীজ বুনলে ভালো হয় ভারত নার্সারি বীজ পেয়ে গেছি তারাতারি উওর দিলে ভালো হয়
স্যার, আপনার কথাগুলো এত সহজ ভাবে বুজিয়ে বলেন এতই ভাল লাগে ভাষায় প্রকাশ করতে পারবোনা। ভগবানের কাছে প্রার্থণা করি আপনার যেন শতায়ু হয়। স্যার, শেষে আপনার কাছে বিনীত অনুরোধ SPNF এর উপর কিছু ভিডিও করুন সবার মঙ্গল হবে। নমস্কার!
খুব ভালো পরামর্শ বাংলাদেশ থেকে বলছি।।। জৈব পদ্ধতির দিকে সবাইকে নিয়ে যাওয়া দরকার।।। 😊
কাকু বাংলাদেশ থেকে বলছি। কাকু আপনি ভিডিও বিস্তারিত করুন। কোন সমস্যা নেই।যারা বড় ভিডিও দেখতে চায় না তারা সত্যিকারের কৃষক নয়।আমরা যারা আপনার অনুসারি আমরা যারা সত্যিকার কৃষি পদ্ধতি শিখতে জানতে বুঝতে চায় আমাদের জন্য আপনার বিস্তারিত ভিডিও দরকার ।আমাদের জন্য বিস্তারিত করুন।ভাল থাকবেন কাকু।ধন্যবাদ
ধন্যবাদ আপনাকে
একদম সঠিক বলেছেন
একদম
Right ❤
ধন্যবাদ জানাই।
বোঝানোর ক্ষমতা অসাধারণ ❤❤❤
ধন্যবাদ স্যার, আরো বেশী video চাই
💖🙏🤝
আচ্ছা চেষ্টা করবো।
আপনি খুব সুন্দর করে কথা বোঝাতে পারেন কাকু । আপনি খুব ভালো থাকবেন ।
ধন্যবাদ জানাই।
আর তোমরাও সপরিবারে ভালো থেকো।
খুব সুন্দর করে কথা গুলো বুঝিয়ে বলেছেন। ধন্যবাদ স্যার।
ধন্যবাদ জানাই সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।
Khub bhLo laglo. Apni really manusher upokar kortey chan.
ঠিক কথাই বলছেন।আমি যেখানে কাজ করছি হাজার-হাজার চাষীদের সঙ্গে এখানে যদি আপনার বাড়ি হতো তখন 100% বুঝতে পারতেন সত্যিই আমি উপকার করছি কিনা গরিব মানুষদের ।
সত্যিই বিভিন্ন ফসল চাষের মাধ্যমে তাদেরকে আর্থিকভাবে সচ্ছল করে তোলাই আমার কাজ।
এই কাজই করে চলেছি সেই সঙ্গে খুব বড়ো কোম্পানি নাম জিন্দাল এর Farm ও দেখাশোনা করি।আপনারা সবাই আশীর্বাদ করুন যেন আরো মানুষের উপকার করতে পারি ।
ভাল থাকুন, সঙ্গে থাকুন,
আমিও পাশে আছি আপনাদের।
চলুন এগিয়ে চলি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
💖🙏🤝
আপনাকেও ধন্যবাদ জানাই,
সেই সঙ্গে সপরিবারে ভালো থাকুন,
আর চলুন সকলে এগিয়ে চলি।
অসাধারণ আলোচনা আপনার কথা যত শুনি খুব ভাল লাগে ।
💖🙏🤝
ধন্যবাদ জানাই,
সেইসঙ্গে সপরিবারে ভালো থাকুন,
আর চলুন সকলে এগিয়ে চলি।
আল্লাহ আপনার মঙ্গল করুন।
খুব উপকারী ভিডিও। খুব সুন্দর
💖🙏🤝
ধন্যবাদ জানাই।
@@farmingadviseranathhalder7579 স্যার লেখাটা একটু কষ্ট করে দেখবেন। আমরা চাল কিনে খাই ৩৫_৪০টাকা । ওটা রেশনে ২টাকা , এখানে সরকার ভর্তুকি দিচ্ছে ৩০ টাকা। বেশীরভাগ ক্ষেত্রেই মালটা রেশনে বিক্রি করে টাকা নিয়ে আসেন। কিন্তু চাল রেশনে ১৫ টাকা হলেও চলবে। ভোটের জন্য এটা বন্ধ হবে না। এখানে সরকার যদি সরষে পিড়ি,নিম তেল ও জৈব সারের উপর ভতুকি দিতো তাহলে পিড়ি ৪০ থেকে যদি ১০টাকাও হতো তাহলে মানুষ বেশি ব্যবহার করতো। মানুষ ৪০ টাকা চাল কিনে খাবে কিন্তু ৪০টাকায় জৈব দেবে না।তাই সরকার রেশনে ভর্তুকি না দিয়ে যদি জৈব সার ও জৈব ওষুধ এর উপর ভতুকি দেন।পিড়ি ১০ টাকাও হয় তাহলে এটা চাষে বেশি ব্যবহার হবে।এটা নিয়ে একটা ভিডিও করুন। তাতে যদি কথা গুলো মানুষের কাছে যায় ও সরকারের নজরে আসে। মানুষ গুলো একটু বাঁচুক।যে ভাবে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার বাড়ছে তাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। লেখাটা হয়তো ভালো করে লিখতে পারলাম না। ভালো থাকবেন সুস্থ থাকবেন।
সমস্যার একদম ভিতরে গিয়ে সহজে বুঝিয়ে দিলেন 👍। আর দিদিমনিদের জন্য ভালোই Home task দিলেন 😁😁।🙏
কিছু ভুল বলবো না ।
আপনাদের হাত ধরেই তো চাষের সূচনা
হয়েছে । একথা কোনো কৃষি বিজ্ঞানী
অস্বীকার করতে পারবে না।
প্রস্তর যুগে ফিরে যান সব বুঝতে পারবেন।
ভালো থাকুন দিদিমণি, আর চলুন সকলে এগিয়ে চলি।
💖🙏🤝
সময় উপযোগী ভিডিও খুব উপকৃত হলাম🙏🙏🙏
ধন্যবাদ জানাই।
ভালো থাকুন আর চলুন এগিয়ে চলি।
Anek din pore pore apnar video pai.valo thakben.
হ্যাঁ ঠিকই বলেছেন।
আসলে আমি অনেক কাজের মধ্যে জড়িয়ে আছি। ভিডিও তৈরি আছে
কিন্তু ছাড়তে পারছিনা।
আপনি অনেক সুন্দর ভাবে বুঝিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ 😄😄😄😄😄
💖🙏🤝
ধন্যবাদ জানাই।
সপরিবারে ভালো থাকুন।
আর চলুন সকলে এগিয়ে চলি।
অসাধারণ কাকু,
মাকড়ে আমের ফলনে কোন ব্যাঘাত ঘটাতে পারে?
স্যার আপনি ভালো থাকবেন । একদম ঠিক কথা যেমন পোকামাকড় আমরা অভিজ্ঞ চাষী ছাড়া বুঝিনা । ঠিক তেমন রোগ পোকা আমরা বুঝিনা । রোগ পোকা নিয়ে একটা ভিডিও করুন ।
অবশ্যই অবশ্যই অবশ্যই ভিডিও করে জানাবো। আপনাদের ডাক্তার করেই ছাড়বো।
ভালো থাকুন।
আমি আপনার ভিডিও সবসময় দেখি খুব ভালো লাগে আমি জৈব পদ্ধতি চাষ করি
ধন্যবাদ জানাই।
শুধু জৈব কে আশ্রয় করে এগিয়ে চলুন। আপনার সাফল্য কামনা করি।
খুব সুন্দর করে বোঝা লেন পুরো ব্যাপারটা সহজ ভাবে। খুব ভালো লাগছে দাদা অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন। 🙏🌹🙏
💖🙏🤝
আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। সেইসঙ্গে সপরিবারে ভালো থাকুন ,
আর চলুন সকলে এগিয়ে চলি।
স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ , প্রণাম নেবেন , কত ভালো ভালো তথ্য জানতে পারি আপনার কাছ থেকে।
সপরিবারে ভালো থাকুন দিদিমণি, আর চলুন সকলকে বিভিন্ন ফসল চাষ করে এগিয়ে চলি।
জেঠু আশাকরছি আপনি ভালো আছেন । খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে অনেক
তোমরাও সপরিবারে ভালো থেকো আর চলো সকলে এগিয়ে চলি।
মাকোর কে দমন করবার জন্য অনেক দামি দামি ঔষধের নাম শুনেছি কিন্তু এত সহজ পদ্ধতিতে আর বিনা পয়সায়
মাকোর কে যে মারা যায় তা দাদু আপনার কাছেই একমাত্র জানতে । Thank you দাদু 😊 🥰
ধন্যবাদ জানাই।
তোমরাও সপরিবারে ভালো থেকো।
আর চলো সকলে এগিয়ে চলি।
নমস্কার স্যার আমি একজন চাষী লঙ্কার পাতা কোঁকড়ানো নিয়ে একটু আলোচনা এবং একটি ভিডিও আপলোড করলে উপকৃত হবে । লঙ্কা নিয়ে একেবারে শেষ ।
Jethu valo thakben .apnar vdo gulo amder jonno khub upokari.
ধন্যবাদ জানাই দিদিমনি।
আপনারাও সপরিবারে ভালো থাকুন।
আর চলুন সকলকে নিয়ে এগিয়ে চলি।
Excellent indeed.
Thank you Sir
Many thanks to you for watching my video.
স্যার আপনার প্রতিটা ভিডিও এক কথায় অনবদ্য, আপনার দীর্ঘায়ু কামনা করি,স্যার নিচু জমিতে অর্থাৎ বর্ষার সময় দেড় দু ফুট জল জমে এমন জমিতে ডিবি করে মাচা করে ,শিম,করলা, ঝিঙ্গা,বিন,বরবডি, শসা ইত্যাদি কি চাষ করা যাবে ?
💖🙏🤝
অবশ্যই অবশ্যই চাষ করা যাবে।
ধান চাষের থেকে অনেক বেশি লাভ করতে পারবেন।
তবে লক্ষ্য রাখবেন গাছের গোড়ায় যেন
পানি না জমে যায়।
আমি কোনো চাষী নয়. তুবুও আপনার ভিডিও দেখি খুব ভালো লাগে আপনি যে বাস্তব আর যুক্তি দিয়ে বুঝিয়ে কথা বলেন, আজ আপনার একটা কথা খুব দামি কথা মনে হলো, পুরো সিস্টেম টা গোলমাল হয়ে যাচ্ছে এটা খুব অমূল্য কথা 👍👍👍👍👍👍এগিয়ে চলুন এগিয়ে রাখুন স্যার এইভাবে ♥️♥️♥️♥️♥️
💖🙏🤝
জ্ঞান বা অভিজ্ঞতা অর্জন করা কোনো
দোষের নয়।
যত দিন বাঁচবে মানুষ ততদিন ই তাঁকে
শিখতে হবে। শিক্ষার শেষ বলে কিছু নেই।
চাষী না হয়ে ও চাষের কথা শুনছো
এজন্য ধন্যবাদ জানাই।
সপরিবারে ভালো থেকো। এই কামনা করবো।
Page.ainucado.2to.ak.na.alada.buachata.parchini
দাদা, শুরুতেই আমার সালাম নিবেন। আপনার ভিডিওটি দেখতে একটু দেরি করে ফেললাম। অসাধারণ বলেছেন, ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে স্প্রে করলে মাকড় চলে যাবে। দাদা, আমি এই জন্যই খুব খুশি হয়েছি যে, আমি রাসায়নিক কোন ওষুধ ব্যবহার করতে চাচ্ছি না তার কারণ, সবিক্রন -৪২৫ইসি/স্প্রে করতে গিয়ে আমার চোখে সামান্য পড়েছিল তখন আমি তেমন গুরুত্ব দিই নাই কিন্তু আমার চোখ খুব জ্বালা করছিল। বর্তমানের চোখ মোটামুটি সুস্থ হলেও ডান চোখ দিয়ে খুব বেশি আলোর দিকে তাকাতে পারছি না। দাদা, আমি আলো খুব বেশি ভালোবাসি অথচ সে আলোর দিকে আমি তাকাতে পারতেছিনা, ভোরের সকাল ফোটা আর সূর্য অস্ত যাওয়া আমার খুবই পছন্দের । আমি নিজের ব্যাপারে খুবই উদাসীন কিন্তু গাছেদের ক্ষেত্রে খুবই যত্নশীল। আমার একটা গাছ যদি কোন কারনে মারা যায় আমি তখন বাচ্চাদের মত কাঁদতে বসে তাই, আমার এই বিষয়টা নিয়ে যদিও বা অনেকে হাসাহাসি করে কিন্তু আপনি হাসবেন না দাদা। আমি জানিনা আমার এই লিখা আপনার চোখে পড়বে কিনা তবে হ্যাঁ আমি চাই আপনি রাসায়নিক না জৈব ওষুধের নাম বলুন যাতে করে আমার মত ছোট বাগানি এবং বোকাদের খুব খুব উপকার হয়। ধন্যবাদ দাদা, ভাল থাকবেন, সুস্থ থাকবেন
দাদা, আমি খুব খুব খুশি, আপনার চোখে আমার লিখাগুলি পড়েছে। ধন্যবাদ দাদা ভালো থাকবেন
আল্লাহ আপনার মঙ্গল করুন এই কামনা করবো।
গাছের মতো আর প্রকৃত বন্ধু পৃথিবীতে নেই। গাছের জন্যই আমরা বেঁচে আছি। সে ফসল খেয়ে হোক আর অক্সিজেন গ্রহন করে হোক , তাকে তো ভালোবাসতেই হবে। যে গাছ প্রেমী হতে পারবে না সে অত্যন্ত নিষ্ঠুর নির্দয় মানুষ হবে। গাছ
এমন একটা উদ্ভিদ , তেমন গাছকে ভালোবাসবেন ঠিক তেমনি আপনাকে ভালোবাসা ফিরিয়ে দেবে ।বেইমানি করে না।
আপনার এবং আপনার পরিবারের সবার মঙ্গল কামনা করি। ভালো থাকুন ,সুস্থ থাকুন, আর চলুন সকলে এগিয়ে চলি।
@@farmingadviseranathhalder7579 এভাবে আপনি আমাকে আশীর্বাদ করতে থাকুন।
আম গাছের মুকুল কালো হয়ে ঝরে যাচ্ছে। কি করবো স্যার?? আমার বাড়ি উস্থি
একদম ঠিক।ঠান্ডা জলে খুব কাজ হয়।
ধন্যবাদ জানাই দিদিমনি।
সপরিবারে ভালো থাকুন,
আর চলুন সকলে এগিয়ে চলি।
@@farmingadviseranathhalder7579 আপনি সপরিবারে ভালো থাকুন এটাই চাই। 😊
স্যার, এইসময় কি জাতের বেগুন দানা ফেলবো একটু জানাবেন 🙏🙏🙏🙏🙏
VNR 218 ; বা নিলীমা জাতের বীজ বুনবেন।
@@farmingadviseranathhalder7579 thanks 🙏😊
Sotti Jethu, Government er o toh kichu daitto ache... Sob ki amar apnar Dara sombhob!!
সঠিক কথা বলেছেন।
রাজা যেভাবে রাজ্য চালাবেন তার প্রজারাও সেই ভাবেই চলবে এই তো ব্যাপার।
Sir choto chara gache saff powder kotodin bade bade debo🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💪
6/7 দিন ছাড়া ছাড়া বিকালে স্প্রে করবেন।
Sir, supari gacher paricharja. O. Narkel gacher fidding korano dekhaben.
হ্যাঁ অবশ্যই ভিডিও করে জানাবো। তবে একটু দেরি হবে। অনেক চাপের মধ্যে আছি।
খুব ভাল ভিডিও | অনেক উপকৃত হলাম ৷ আমার একটা অভিযোগ আছে, আমি ঠিকানা দেওয়ার পর ভেন্ডি দানা পেলাম না ৷ দুখঃ হল আমি আর পাব না ৷ মে মাস পরে গেল ৷
আপনার ঠিকানা ভুলে গেছি। আপনার বাড়ি কোথায় শালবনিতে এসে নিয়ে যেতে পারবেন অথবা আমার বাড়িতে যেতে হবে দক্ষিণ 24 পরগনা জেলার ফলতা ব্লকে। কোনটা কাছে হবে পশ্চিম মেদিনীপুরের শালবনি নাকি ফলতা ?
আপনার বাড়ি কোথায় জানান আমাকে নিশ্চিত নিশ্চিত ৪/৫ রকমের বীজ দেবো, টাকা লাগবে না।
ধন্যবাদ ভালো ভিডিওর জন্য।
আপনাকে ও অসংখ্য ধন্যবাদ জানাই।
সপরিবারে ভালো থাকুন আর চলুন সকলে এগিয়ে চলি।
আল্লাহ আপনার মঙ্গল করুন।
নমস্কার স্যার
আপনার ভিডিও গুলো আরো বড়ো বড়ো করেন।সবাই তাই চায়। কেউই আপনার ভিডিও ছেরে যাবে না। আপনার সব🎉 অভিজ্ঞতা আমাদের দান করুন
ভালো থাকবেন সুস্থ থাকবেন।
💖🙏🤝সঠিক
আপনারাও সপরিবারে ভালো ও সুস্থ থাকুন।আর চলুন সকলে এগিয়ে চলি।
ভালো পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। চেষ্টা করবো বড়ো করতে।
আপনাকে অনেক ধন্যবাদ। আমার আম বাগানের আমগুলির মুখ কালো মর্চে পড়ে, এর প্রতিকার কি?
যদি সম্ভব হয় আজকেই Amister Top প্রতি লিটার জলে এক মিলি মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় তিন দিন ছাড়া দুবার l
কাকু চক্র কোম্পানি ধনিয়া কি ফেলা যাবে এটা এখন বের হবে তো।
BLISS এই জাতের বীজ বুনবেন।
এটা ঐ চক্র মার্কা কোম্পানির বীজ।
ভারত নার্সারি ।
দাদা আমি যদি শুধু সরিষার খৈল দিয়ে করলা চাষ করি হবে
আংশিক ছায়াযুক্ত স্থানে কি সবজী চাষীরাও যায়?
ঝিঙে, উচ্ছে, পটল, চিচিঙ্গা চাষ করতে পারেন তবে ফলন ভালো পাবেন না।
ওখানে আদা বা হলুদ চাষ করলে খুব ভালো হয়।
Sir, প্রনাম নেবেন। করোলা চাষের আর একটা ভিডিও শেয়ার করবেন।
💖🙏🤝
ঠিকই বলেছেন।ওটা অনেক পুরানো হয়ে গিয়েছে। আচ্ছা ভিডিও করে জানাবো।
ধন্যবাদ স্যার ভালো থাকবেন।
💖🙏🤝
আপনি ও সপরিবারে ভালো থাকুন এই কামনা করবো।
Khub valo laglo sir.valo thakben
ধন্যবাদ জানাই।
ভালো থাকুন,
আর চলুন সকলে এগিয়ে চলি।
Khub valo upasthapona
ধন্যবাদ জানাই,
সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।
Sir allwin gold ki sokale deowa jabe. R Or sathe ki dhosa pochar osudh deowa jabe sosha gacher jonno
খুব সকালে সূর্য ওঠার আগে ব্যবহার করতে হবে অথবা বিকেল পাঁচটার পরে স্প্রেকরতে হবে।
ওর সঙ্গে রোগের অথবা পোকার ওষুধ মেশানো যাবে।
@@farmingadviseranathhalder7579 thank you sir. Lots of love from our side.
Sir প্রণাম নেবেন.
পেয়ারা গাছের পাতা ও ফল কাটা রোধ করতে কি করণীয়
আমি ভিডিও করে জানানোর চেষ্টা করবো।
Sir,mati tairir samay bleaching dite pari?
যেখানে গাছ ঝিমিয়ে মারা যায় সেই মাটিতে অবশ্যই অবশ্যই ব্যবহার করবেন।
Sab matite deoa jabe kina bolben.Jadi na hoi tahole chun deoa jabe kina bolben sir.
কাকু H2O2 র ওপর ভিডিও করার অনুরোধ রইলো। 🙏🙏🙏
ফেব্রুয়ারী মাসের প্রথম দিকে বাংলাদেশের ইয়ার মালিক সিটির সুপার হট মরিচ লাকাতে চাচ্ছি এই বিষয়ে যদি কিছু পরামর্শ দিতেন তাহলে একটু ভালো হতো
Sir,এই ভিডিও পরিপ্রেক্ষিতে আপনাকে আরো একটি তথ্য দিতে চাই, প্রথমে diafenthiuron 50%wp ব্যাবহার করাই শ্রেষ্ঠ হবে,যদি এতে কাজ না হয় তবেই abacin বা Oberon বা omite ব্যাবহার করতে হবে।কারন diafenthiuron এ insecticide+omicide action রয়েছে।
আমার লঙ্কা গাছ diafenthiuron এই এখন পর্যন্ত সম্পুর্ন রোগমুক্ত রয়েছে। ধন্যবাদ।
💖🙏🤝
ধন্যবাদ জানাই।
পেগাসাস ওষুধ আমি রস শুষে খাওয়া পোকার জন্য ব্যবহার করে থাকি।
তবে মাকড়ের জন্য ব্যবহার করে দেখিনি।
আচ্ছা ব্যবহার করে দেখবো।
খুব কঠিন সমস্যার কঠিন সমাধান দাদা।আমার একটা প্রশ্ন ,জি নাইন কলাগাছের পাতায় মাঝ বরাবর লাল লাল ছোপ দাগ হচ্ছে কীভাবে তা দূর হবে?
এটা এক ধরনের ছত্রাকের আক্রমন
হয়েছে।আপনি Amister Top প্রতি লিটার জলে এক মিলি মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় তিন দিন ছাড়া দুবার । খুব ভালো কাজ পাবেন।
ছোটো ফাইল কিনবেন।
আমারও ঢেঁড়স গাছের পাতা এরকম সাদা হয়ে গেছে প্লে করার পরে কি নতুন পাতা যেগুলো বেরোবে ভালো হবে
হ্যা
ভালো হবে।
অনেক অনেক ধন্যবাদ দাদা।
ধন্যবাদ জানাই সেইসঙ্গে সপরিবারে ভালো থাকুন আর এগিয়ে চলুন।
আল্লাহ আপনার মঙ্গল করুন এই কামনা করবো।
Sir, apna ke request,Pineapple🍍 chas niya akta video banan.
আসলে আমি যেখানে কাজ করছি এখানে আনারস চাষ নেই।
ভিডিও করতে গেলে সামনে ওই ফসল থাকা চাই। এজন্য সমস্যায় পড়ে যাচ্ছি। আমি এখন শালবনি ব্লকে কাজ করছি। যদি সামনে এ ফসল পাই অবশ্যই ভিডিও করে জানাবো।
মালচিং পেপারের পরিবর্তনে কালো তিরপল দেওয়া যাবে?
অভাবে দিতে পারেন ।
তবে মালচিং পেপার টা খুব ভালো হয়। আমি দেখাবো ভিডিওতে ।
কারণ ওর দুদিকে দু'রকম রং থাকে।
আমি যখন ভিডিও করব বিস্তারিতভাবে জানাবো।
দাদা মরিচ গাছে থিয়োভিট বা গন্ধক কি দেয়া জায়?
হ্যাঁ স্প্রে করতে পারেন।
English term gulo bolle beshi bhalo hoto. Insect, Mite , scientific name etc. Thank you for such an informative video.
Many thanks to you for watching my video.I will try my best to discuss English name of related insects
Sir khub sundor valo thakben
ধন্যবাদ জানাই।
ভালো থাকুন,আর চলুন সকলে এগিয়ে চলি।
এই বরফ জল দেওয়ার ব্যাপার টা জানতাম. কিন্তু এর ভেতরে এতো কিছু জানতাম না. ধন্যবাদ স্যার.
💖🙏🤝
ধন্যবাদ জানাই,
সেইসঙ্গে সপরিবারে ভালো থাকুন,
আর চলুন সকলে এগিয়ে চলি।
নমস্কার স্যার। বররটি চারা অবস্থায় পাতা কুঁকড়ে যাচ্ছে। কি দেব দয়া করে বলুন । খুব উপকৃত হবো। ধন্যবাদ ভালো থাকবেন।
যদি জৈব ওষুধ ব্যবহার করতে চান তাহলে
M N বায়োটেক কোম্পানির জৈব ওষুধ
সাহস প্রতি লিটার জলে দুই মিলি মিশিয়ে স্প্রে করবেন বিকাল পাঁচটার পরে তিনদিন ছাড়া দুবার।
Sir nomoskar ami valo jater aam, payara gaa6 kinte chai kothy kom dame valo gaa6 pawa jabe apni jodi bolen ami khub upokrito hbo
আমার চ্যানেলে চলুন নার্সারি বাগানে ঘুরে আসি ভিডিও তে ঠিকানা ফোন নাম্বার দিয়েছি ওদের সঙ্গে যোগাযোগ করুন।
ঠকবেন না।
Awesome video.. 🌷🌷❤️❤️
ধন্যবাদ জানাই।
কাকু দোয়ে পোকা জন্য ভিডিও করলে আমি খুব উপকিত হতাম। আমার বাগানে খুব দয়ে পোকা লেগেছে।
আচ্ছা চেষ্টা করবো ভিডিও করতে।
আপাতত রঙ্গীলা প্রতি লিটার জলে দুই মিলি মিশিয়ে স্প্রে করবেন বিকাল পাঁচটার পরে তিনদিন ছাড়া দুবার।
বেগুনের নলি পোকার জন্যে কি ব্যাবহার করবো? মাঝারি দামের ওষুধ বলুন
প্রতি লিটার জলে হাফ গ্রাম EM 1 সেই সঙ্গে কোরাজেন এক মিলি মিশিয়ে স্প্রে করবেন বিকাল পাঁচটার দিকে তিন দিন ছাড়া ছাড়া দু বার।
Bash baganer porichorja niye Jodi kichu bolen
চাষীরা বলে চৈত্রে পোড় বোশেখ মাটি
বাঁশ বলে আমি তাতেই নাচি।
অর্থাৎ চৈত্র মাসে বাঁশ গাছের নিচে পাতা পড়ে থাকে ওগুলো আগুন জেলে পুড়িয়ে দেয় আর বৈশাখ মাসে এলে ওই গাছের গোড়ার একটু দূর থেকে মাটি তুলে গাছের গোড়ায় দেয় ।এটাই পরিচর্যা করা হয় কোন সার লাগে না।
স্যার আমি বীরভূম থেকে বলছি বর্ষাকালে কুমড়ো কোন জাত চাষ ভালো হয়।
ধন্যবাদ ।অনেক উপকৃত হলাম ।
ধন্যবাদ জানাই।
চলুন এগিয়ে চলি।
আপনি যে ভাবে বোঝান অতি মূর্খ বুঝে যাবে। অতি সহজ সরল ভাবে। আপনাকে অনেক ধন্যবাদ। দাদা, আমার আম গাছের কচি পাতা বেকে যাচ্ছে অনেক গুলি গাছের। কি করা যায়? আপনার পরামর্শের জন্য অপেক্ষা করছি।
খুব সুন্দর হয়েছে
ধন্যবাদ জানাই।
Sir kala gacher pata pure jache ki debo please bolben?????
Amistar Top প্রতি লিটার জলে এক মিলি মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় তিন দিন ছাড়া দুবার।
খুব ভালো কাজ পাবেন।
আমাদের এখানে দোকান থেকে কাকা দিচ্ছে। এতে কি মাকর যাবে..? আমি jump, Imidachlorpid, dianotefuran/diafenothuran, acedamiprid অল্প পরিমাণ মিশিয়ে স্প্রে করি। ফুল ঝরে যাবার আশঙ্কা আছে..?
Kalu ধন্যবাদ। আপনার কথা শুনে আমি আজই গিয়ে bio mits দোকানে ফেরত দিয়ে এসেছি,অনেক ঝামেলা করে ,.৫ ml ব্যাবহার করেছিলাম ৪০০ ml জলে কোনো কাজ হয়নি, শেষে কুড়ি টাকা গচ্চা দিয়ে 'kaka' নিয়ে এসেছি, দেখা যাক কি হয় ।
প্রতি লিটার জলে আড়াই মিলি মিশিয়ে স্প্রে করবেন বিকাল পাঁচটার দিকে
দু দিন ছাড়া ছাড়া দু বার।
পাতার নীচে জোরে জোরে স্প্রে করবেন।
Subscribe korte baddho holam. Khub shundor bujhan🙏
কাকু, বর্ষায় ছাদ বাগানের মরিচ গাছ গুলি গোড়া পঁচা রোগ হতে রক্ষার জন্য আগাম কি ব্যবস্থা নিব? টবে পানি নিষ্কাশনের ব্যবস্থা ভাল & মাটি হালকা করে তৈরী করা আছে। কার্বন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক কি গোড়ায় দিব?
Xelora প্রতি লিটার পানিতে তিন মিলি মিশিয়ে ওই পানি গাছের গোড়ায় ঢালবেন পাঁচ দিন ছাড়া ছাড়া তিন বার।ওই ওষুধের কাজ হলো গোড়া ও শিকড় পচার হাত থেকে গাছ কে রক্ষা করা।
@@farmingadviseranathhalder7579 অশেষ ধন্যবাদ কাকু, সমস্যা হল আমাদের বাংলাদেশে অনেক মেডিসিন পাওয়া যায় না যা আপনাদের ইন্ডিয়াতে পাওয়া যায়। Xelora মেডিসিন এর ক্যামিকেল কম্পোজিশনটা কি সেটা যদি বলতেন তবে সেটা খুজে কিনে আনতে পারব। আমরা ছাদ জুড়ে বিভিন্ন জাতের অনেক গুলি মরিচ এর চারা, আসন্ন বর্যায় এদের গোড়া পঁচা রোগ নিয়ে আমি উৎকন্ঠিত।
স্যার এই সময় কোন লঙ্কা বীজ ফেলবো একটু জানাবেন।
Syngenta কোম্পানির Royal Bullet
অথবা কলস কোম্পানির KSP 1256
মহাশক্তি বুলেট লঙ্কা চাষ করতে পারেন।
@@farmingadviseranathhalder7579 ধন্যবাদ স্যার রয়েল বুলেট এর রেট একটু কম হয়। লঙ্কাটা একটু মোটা। মাহিকো Navtez বা ADVANTA AK47 এখন কি চাষ করা যেতে পারে
Sir omite কত dose এ দিলে পানের পাতা পুড়বে না
.....
সাধারণত মাকড় মারার জন্য ব্যবহার করা হয়। পান ছাড়া অন্য গাছে প্রতি লিটার জলে দুই মিলি মিশিয়ে স্প্রে করতে হয়।
পানের বরজে প্রতি লিটার জলে এক মিলি মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায়।
@@farmingadviseranathhalder7579 thank you sir 🙏
আমি একজন শিক্ষার্থী
তবুও আপনার ভিডিওগুলো দেখি স্যার 🤲
অনেক কিছু ভালোভাবে বুঝতে পারি...
love from BANGLADESH 🥰
সুদূরের অতিথি কে অসংখ্য ধন্যবাদ জানাই।
সপরিবারে ভালো থেকো আর চলো সকলে এগিয়ে চলি।
🥰🥰🥰
Sir, amader jinge gacher mathaguli benghe porche ar jonno ki dibo, ata mite er attack naki
আপাতত কাইট দশ লিটার জলে 15 মিলি মিশিয়ে স্প্রে করবেন খুব খুব সকালে। সব রকম পোকার জন্য।
Sir, Beyabosa bhittik morich gachher A to Z spray niye akta video banan please.........
আচ্ছা চেষ্টা করবো ভিডিও করতে।
আমি মরিচ গাছ বসাতে যাচ্ছি। নিশ্চয়ই জানাবো।
Oo thanks sir ji.
Sir abacin ও oberon পেঁপে গাছে ব্যাবহার করা যাবে (বাচ্চা গাছ)
Abacin
দশ লিটার জলে আট মিলি মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায়।
Thank you sir
দাদা আজকে বড় একটা সমস্যায় পড়েছি।
আমার ৭ শতাংশ জমিতে ঢেরস চাষ করেছি।
ঢেরসের গাছে প্রচুর পরিমানে ফুল আছে।
কিন্তু সবগুলো ফুলই.. ফলে পরিণত হওয়ার আগেই...কালো হয়ে পঁচে যাচ্ছে।
যার কারণে আমার উৎপাদন শূন্য। লোকসান গুণতে হবে এবার।
যদিও আমও এর আগে চাষ করেছি, তবে এমন সম্যার সম্মুখীন হই নাই।
ফুলে ও ফলে কোনো ছিদ্রকারী পোকার আক্রমণ নাই।
তার পর ফুল কালো হয়ে পঁচে ছোট ঢেরসের মুকুলে আটকে থাকে এবং ছোট ফলের মুকুল হলুদ হয়ে নষ্ট হয়ে যায়।
এই সমস্যার দ্রুত সমাধান দিলে আমি উপকৃত হব।
ধন্যবাদ আপনাকে ❤️❤️
Amister Top প্রতি লিটার পানিতে এক মিলি মিশিয়ে স্প্রে করবেন বিকাল পাঁচটার দিকে তিন দিন ছাড়া দুবার।
তারপর কাইট প্রতি লিটার পানিতে দেড় মিলি মিশিয়ে স্প্রে করবেন বিকাল পাঁচটার পরে তিনদিন ছাড়া দুবার।
অবশ্যই ঢেঁড়স পাবেন।
স্যার🙏🙏🙏🙏 জামরুল গাছ নিয়ে ভিডিও করুন?
আচ্ছা চেষ্টা করবো ভিডিও করতে।
আমার নিজের ছোটো গাছ আছে ।
সেই গাছের ভিডিও করবো।
একটু সময় দিন।
অনেক ধন্যবাদ দাদা
ধন্যবাদ জানাই সেইসঙ্গে সপরিবারে ভালো থাকুন,
আর চলুন এগিয়ে চলি।
দাদা কেমন আছেন আমি নদীয়া থেকে বলছি ভেন্ডির পাতা হলুদ হয়ে যাচ্ছে পাতার নিচে জাবের মতো সবুজ পুকা আছে উড়ে কি ঔষধ দিবো জানাবেন
UPL কোম্পানির উলালা প্রতি লিটার জলে এক গ্রাম সেই সঙ্গে বায়ার কোম্পানির কনফিডর এক মিলি মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় তিন দিন ছাড়া দুবার।
খুব ভালো কাজ পাবেন।
Sir ,samna dhan chas tay MTU-7029 best quality seed ar name bolun
এই ফোন নাম্বারে যোগাযোগ করুন।
নাজির শেখ 9733579353
আপনি কি এখনও পুরুলিয়া তে আছেন? আপনি এবং কাকিমা দুজনেই ভালো আছেন তো?
হ্যাঁ এখানে আছি।
বাড়িতে আমার স্ত্রী আছে । সবাই ভালো আছি।
তোমরাও সপরিবারে ভালো থেকো,
আর চলো সকলে এগিয়ে চলি।
স্যার প্রতিদিন ভিডিও চাই।যে কোনো ট্রপিক নিয়ে
💖🙏🤝
আসলে আমি তো অন্য জায়গায় এখনো চাকরি করছি ।এখানে হাজার হাজার চাষীদের সঙ্গে কাজ করি আবার কোম্পানির একটা খুব বড় Farm (krishi khamar) দেখাশোনা করি এই জন্য সবসময় হয় না।
হ্যাঁ, স্যার জানি।কিন্তু স্যার আপনি যখন কোনো ভিডিও করবেন বড়ো করে ভিডিও করুন details নিয়ে আলোচনা করুন,কোনো অসুবিধা নেই।ভিডিও বোরো হোক আমরা দেখবো।ভালো থাকবেন।
স্যার আমার 12 ইঞ্চি টবের জবা গাছের পাতা ও ফুল দুটোই ছোট হয়ে যাচ্ছে কি করবো বলুন।অস্ট্রেলিয়ান ,ব্যাঙ্গালোর ও পুনে ভাড়াইটির জবা।প্লিজ স্যার একটু জানান।
Sir npk 20 spray karar katodin por agromin gold/ mobomin spray korte pari...janaben pls sir...
.Boron ki?
একসঙ্গে মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায়।সাত দিন ছাড়া ছাড়া তিন বার।
বোরন হলো অনুখাদ্য।
@@farmingadviseranathhalder7579 Thanks sir
@@farmingadviseranathhalder7579 sir npk 20 and mobomin ba agromin gold eksathe mix kore ki spray korte bolchen?...pls bolle valo lagbe sir...
সার আমি ভাদর মাসে সশা চাষ করবো সেমিনিজ মালিনি লাগাবো ভালো হবে সাার
কাকা ভুট্টার উপর ভিডিও করেন
একটা ছোটো ভিডিও করা আছে আপাতত দেখুন আশাকরি কিছুটা বুঝতে পারবেন।
Ashadharan khub valo laglo . Ei vabe chalie Jan sange achi . Valo thakben 🙏.
পাশে থাকুন ।
আপনাদের পাশে আমিও থাকবো কথা দিলাম।
চলুন সকলে এগিয়ে চলি।
Piajer khosa ki gache use kora jay ?
এ ব্যাপারে আমি একটা ভিডিও ডাউনলোড করেছি।হয়তো আপনি দেখেন নি।
যাই হোক অবশ্যই পেঁয়াজের খোসা জলেতে কম করে 5 থেকে 6 দিন পচিয়ে বা ভিজিয়ে নিয়ে সেই জল হালকা লালচে রঙের হবে গাছের গোড়ায় অবশ্যই অবশ্যই ব্যবহার করবেন ।সালফার পাবেন নাইট্রোজেন ফসফরাস ও পটাশ পাবেন।
স্যার লাল মাকড় ও থ্রিপস পোকা কি একই পোকা? পাতার নিচে খুব ছোট ছোট পোকা দেখা যায়? এটা মাকড় না থ্রিপস? অবশ্যই বলবেন স্যার?
Sir sosar moton hoyna kakri er Valo jat ki ektu boledan 🙏🙏🙏🙏🙏🙏🙏
Sir oberon পেঁপে গাছে (বাচ্চা ও বড় গাছ) কত dose দেব আর একবার বলুন প্লিস sir
দশ লিটার জলে সাত মিলি মিশিয়ে স্প্রে করবেন।
কাকু পেঁপের কলম এর একটি ভিডিও অবশ্যই করেন তাহলে খুব উপকৃত হব।।
প্রধান গাছকে কেটে দিয়ে অনেক গুলো
শাখা যুক্ত গাছ তৈরি করতে হবে।
তারপর যে কোনো শাখাতে গুটি কলম বাঁধতে হবে। আমি চেষ্টা করবো ভিডিও করতে।
Sir begun gach tulsi lege sab nasto hoye galo daya kore bachanor upai bolun
Movento Energy প্রতি লিটার পানিতে দেড় মিলি সেইসঙ্গে উলালা প্রতি লিটার পানিতে এক গ্রাম মিশিয়ে একসঙ্গে স্প্রে করবেন বিকাল পাঁচটার দিকে তিন দিন ছাড়া ছাড়া তিন বার।
হ্যালো স্যার চক্র মার্কা ধনে বীজ বুনলে হবে এখন গরমে নাকি বর্ষা সময়? কোন সময়ে চক্র মার্কা বীজ বুনলে ভালো হয় ভারত নার্সারি বীজ পেয়ে গেছি তারাতারি উওর দিলে ভালো হয়
ধন্যবাদ জানাই,
সেইসঙ্গে সপরিবারে ভালো থাকুন আর চলুন এগিয়ে চলি।
আমরা ওই বীজ আর 15 দিন পরে মাটিতে বুনবো।তবে তারিখটা দেখে নেবেন।
অবশ্যই আপনিও বুনবেন।
স্যার, আপনি তো পোকা দমনের জন্য নিম , কালমেঘ mother tincture use করেন। তাহলে মাকর দমনের জন্য কি homeo pathy medicine "Salfar" use করা যাবে?
অবশ্যই করা যাবে।
বাজারে রাসায়নিক ওষুধ সালফার পাওয়া যায়।
আমি হোমিওপ্যাথি ওষুধ সালফার গাছে স্প্রে করে দেখিনি। আমার মনে হয় কাজ
পাওয়া যাবে।
@@farmingadviseranathhalder7579 thank you sir.
স্যার, আপনার কথাগুলো এত সহজ ভাবে বুজিয়ে বলেন এতই ভাল লাগে ভাষায় প্রকাশ করতে পারবোনা। ভগবানের কাছে প্রার্থণা করি আপনার যেন শতায়ু হয়। স্যার, শেষে আপনার কাছে বিনীত অনুরোধ SPNF এর উপর কিছু ভিডিও করুন সবার মঙ্গল হবে। নমস্কার!
সুভাষ পালেকরের প্রকৃতিক কৃষি বা
প্রাকৃতিক চাষ ব্যাবস্থা সম্পর্কে একটা ধারণা দেবো ।
খুবই খুশি হলাম স্যার।