পরলোক তত্ত্ব আলোচনা (1) - ETERNAL PEACE SEEKER - SSPF

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ก.ค. 2022
  • মৃত্যুর পরে কি হয় ? মৃত্যুর পরেও কি আমরা এই পৃথিবীতেই বিচরণ করে থাকি ? মহাভারতের যুদ্ধের পরে, ঋষি ব্যাসদেবের কাছে, ধৃতরাষ্ট্র-গান্ধারী তার শতপুত্রের বর্তমান অবস্থা দেখতে চেয়েছিলেন। আর ঋষি ব্যাসদেব, নাকি গান্ধারী পুত্রদের মৃত্যুর পূর্বের চেহারায় তাদের দর্শন করিয়েছিলেন। এইসব ঘটনার ব্যাখ্যা বা এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটানোর মতো আধুনিক কোনো ব্যাসদেব এখনো আছেন কিনা তা আমাদের জানা নেই।
    বিখ্যাত লেখক স্বামী অভেদানন্দ মহাশয় স্বামী প্রজ্ঞানন্দকে বলছেন, মা শ্রীশ্রী সারদাদেবী, স্বামী বিবেকানন্দ, স্বামী অদ্ভুতানন্দ (লাটুমহারাজ) ভগিনী নিবেদিতা এঁরা সবাই বিদেহী অবস্থায় অর্থাৎ মৃত্যুর পরে, স্বামী অভেদানন্দকে দেখা দিয়েছেন আর এই ঘটনা তাদের মৃত্যুর পরক্ষনেই নাকি ঘটেছিলো । নাট্যসম্রাট গিরিশচন্দ্রের বিদেহী আত্মাকে দেখেছিলেন স্বামী অভেদানন্দ। এসব কথা নাকি স্বামী অভেদানন্দ স্বামী প্রজ্ঞানন্দর কাছে প্রকাশ করেছিলেন । (মরনের পারে - পৃষ্ঠা -১৬৭)
    বিদ্রোহী কবি নজরুলের ছেলে বুল্বুল মারা যাবার পরে, নাকি নজরুল তাঁর উপাসনা গৃহে গুরু বরদাচরনের দেওয়া গুরুমন্ত্র জপ করতে করতে বুলবুলকে স্বচক্ষে দেখেছিলেন। বুল্বুল ছোট ছোট পা ফেলে, খেলনার আলমারি খুলে, নেড়েচেড়ে দেখছিলোো। শেষে বুলবুল তার পিতা নজরুলের দিকে চোখ রেখে একগাল হেসে উধাও হয়ে গিয়েছিলো।
    স্বামী নিগমানন্দ বলছেন, একদিন রাতে অফিসের কাজ করতে করতে তার সদ্যমৃত স্ত্রীকে টেবিলের পাশে জ্যোতির্ময়ী রূপে দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন। তখনও তিনি জানতেন না যে তার স্ত্রী এই ঘটনার চারঘন্টা আগে মারা গেছেন।
    এমনিতর বহু ঘটনার কথা আমরা শুনতে পাই। এর মধ্যে সত্যতা নেই, এমন কথা বলার মতো দুঃসাহস আমার নেই। কারন যাঁরা এইসব ঘটনার বর্ণনা দিচ্ছেন, তারা সবাই আমার দৃষ্টিতে বিশ্বাসযোগ্য মহাপুরুষ। কিন্তু আবার এও ঠিক এইসব কথা আমি আমার ক্ষুদ্র বুদ্ধি দিয়ে, সত্য বলে মেনে নিতে পারি না।
    তো আমি এই ব্যাপারটা বুঝবার চেষ্টা করছিলাম। অর্থাৎ প্রেত-আত্মাকে কি সত্যিই দেখা যায় ? তারা কি সত্যিই আবার স্থুল বা আলোক দেহ ধারণ করে কাউকে দেখা দিতে পারেন ? মৃত্যুর পরে, এই স্থুল শরীর আগুনে পুড়ে ছাই হয়ে যায়, অথবা কবরের মধ্যে শায়িত থেকে একসময় পচে গলে নিঃশেষ হয়ে যায়। এসব আমাদের অভিজ্ঞাতা। একটু গভীরভাবে বলা যেতে পারে, এদের স্থূল দেহ পঞ্চভূতে বিলীন হয়ে যায়। এরপর কি তাঁরা আবার রূপের মধ্যে বা পুরোনো দেহের রূপ ধরে কারুর চোখের সামনে হাজির হতে পারেন ? অর্থাৎ আমাদের ইন্দ্রিয়গ্রাহ্য হতে পারেন ? আমরা এই প্রশ্নের উত্তর খুঁজবো।
    কিETERNAL PEACE SEEKER - SASANKA SEKHAR PEACE FOUNDATION

ความคิดเห็น • 7

  • @gnghosh1889
    @gnghosh1889 ปีที่แล้ว +1

    আপনি খুব সুন্দর ভাবে পর লোক তত্ত্ব বিষয়টিকে আমাদের নিকটে বিশদভাবে ব্যক্ত করেছেন।আমরা অনেকেই স্বামী নিগমাআনন্দ,স্বামী অভেদানন্দ, মহাত্মা শিশির ঘোষ ইত্যাদি প্রমুখ মনীষীদের পুস্তক
    সকল পড়েছি।
    উনি চেষ্টা করেছেন যতদূর সম্ভব আমাদিগকে বিষয়টির প্রতি বিশ্বাস রাখার জন্য অথবা বোধগম্য হবার জন্য।

  • @prasantadas6024
    @prasantadas6024 ปีที่แล้ว

    জয রাধে কৃষ্ণ

  • @salinabegum4016
    @salinabegum4016 ปีที่แล้ว

    Pranam Guruji 🙏🏽

  • @beautifulnatureandothersvi5854
    @beautifulnatureandothersvi5854 ปีที่แล้ว

    Etharik daho nia bolla khub valo hoi sir.

  • @indranimitra8823
    @indranimitra8823 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻

  • @miskin7089
    @miskin7089 ปีที่แล้ว

    আপনার ঠিকানা জানতে চাই