অন্তরটা জুরিয়ে গেল এমন আন্তরিকতা ভালোবাসা দেখে দুই দিনের পৃথিবীতে সকল মানুষ যদি এভাবে মিলেমিশে থাকতে পারতাম কতই না সুন্দর হতো আমাদের এই পৃথিবী টা সৃষ্টিকর্ত্যা সবার মংগল করুক ❤️❤️🙏🙏
এই প্রথম এরকম একটা দৃষ্টান্তমূলক ভিডিও আমি দেখলাম সাম্প্রদায়িক সম্প্রীতির যে এরকম একটা মিলন হতে পারে সেটা আমার চিন্তাতে ছিল না। আজকে দেখে সত্যিই আমি অভিভূত হয়ে গেলাম।
কেউ নয়তো ছোট বন্ধু,কেউই নয় বড়। আমি যাকে,সালাম জানাই, তুমিও তাঁকেই প্রণাম করো। এই যে সবাই মিলে,থাকার খুশির রেশ, দেশজুড়েই লালমণিরহাট, আমাদের ধন্য,বাংলাদেশ। সাবাস বাংলাদেশ। বাংলাদেশের প্রতিটি শুভবুদ্ধিসম্পন্ন মানুষকে বিজয়া-র প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন।
ধন্যবাদ ও অঞ্চলের উভয় সম্প্রদায়ের মহত হৃদয়ের মানুষদের। এটা শুধু বাংলাদেশে সীমাবদ্ধ থাকলে চলবে না। ভারত-বাংলাদেশ তথা সারা পৃথিবীতে এই রকম দৃষ্টান্ত স্থাপন করা উচিত।
@Mr Wonder vai india ta manobota jodi na thakto muslimer percentage bartona, aber akhono potjonto pakistan, banglades thake muslimra indiata prabesh kor6a, apnader a manobota ami bissas kori na, nobi o Ibrahim murti vanga 6ilo, ai mondir o akdin vanga hoba.
ভাই বাংলাদেশে হিন্দুদের উপর যেসব হামলা, অত্যাচার হয় সবই রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য। বাংলাদেশের সাধারণ মুসলিম বা হুজুররা কখনো হিন্দুদের উপর হামলা করতে যায়না। আর যদিও কোনসময় সাধারণ জনগণ না বুঝে করে সেটা রাজনৈতিক ব্যক্তিরাই উস্কে দেয়
ভাই বাংলাদেশের সাধারণ মুসলিম বা হুজুররা কখনো হিন্দুদের ধর্মীয় উপসনালয়গুলোতে হামলা, ভাঙচুর করে না। বাংলাদেশে হিন্দুদের উপর যেসব হামলা হয় সবই রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য যেটা একটু গবেষণা করলেই বের করতে পারবেন
খুব খুব খুব ভালো লাগলো।দেশের প্রতি ভক্তি,শ্রদ্ধা,দেশপ্রেম বেড়ে গেল।অনেক কাল পর অনুভব করলাম আমিও এই দেশেরই সন্তান।স্বাধীনতা যুদ্ধে আমার পূর্ব পুরুষদেরও অবদান ছিল।
এরকম দৃষ্টান্তমূলক অনুষ্ঠান দেখে কমেন্ট লিখতে ভুললাম না অবশ্যই আমি একটা ধন্যবাদ জানালাম যিনি এই ভিডিওটা করে সবাইকে সবার মাঝে এনে সবাইকে আনন্দ দিলেন তাকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা । অবশ্যই ভালো লাগার মতন দৃশ্য বেঁচে থাকুক এই সম্প্রীতি বাংলাদেশ
আসলে অনন্য দৃষ্টান্ত। এ রকম দৃষ্টান্ত বিরল। দেশের কিছু কিছু অংশে এটা কল্পনা করা যায় না। সাম্প্রতিক বছর গুলোয় যখন সাম্প্রদায়িক সম্প্রীতির বদলে হিংসা দেখি তখন লালমনিরহাটের এই দৃষ্টান্ত আসলে মরুভূমিতে এক পশলা বৃষ্টির মতোই মনে হয়। সহনশীলতা ধর্মেরই একটি গুরুত্বপূর্ণ পাঠ। অনেক অনেক ধন্যবাদ সুমন ভাই এই সুন্দর সম্প্রীতির বাস্তব ঘটনাটি তুলে আনার জন্য। 🙏🇧🇩🏅
খুব ভালো লাগলো। এ যেন মরুভূমিতে মরুদ্দ্যান। সম্প্রীতি, পারস্পরিক বিশ্বাস, সহণশীলতা আজকের পৃথিবীতে খুব প্রয়োজন হয়ে পড়েছে। মৌলবাদ নয় সাম্যবাদ আমাদের শান্তির ঠিকানায় পৌঁছে দিতে পারে।
শুভ বিজয়া ।আমরা সবাই একই ঈশ্বরের সন্তান তবুও মাঝে মাঝে আমরা এই চিরন্তন সত্য ভুলে যাই। যত মত তত পথ। লক্ষ্য সবার একটাই সেই পরম পিতার সান্নিধ্য লাভ করা। আপনার প্রচেষ্টা সত্যিই অতুলনীয়। মানব ঐক্য অটুট থাকুক। ভালো থাকবেন সুস্থ্য থাকবেন ।
জয় হরিবল🙏 🚩জয় হরিবল 🙏🚩 জয় হরিবল 🙏🚩 অসাধারণ👏✊👍 মেল বন্ধন। একেবারে ফাটা ফাটি, এ রকম দৃষ্টান্ত বিরল। এতেই মানুষের মনুষ্যত্বের পরিচয়, এতে বাংগালী হিসাবে গৌরব করার দাবি করলাম জোর গলায়। সকল বাংলাদেশ বাসী আমার প্রনাম, 🙏🙏, শুভেচ্ছা ❤💞, ও ধন্যবাদ🙏💕 নেবেন। বগুলা নদীয়া প বঙ্গ🇮🇳🇮🇳। জয় বাবা 👴👴হরি গুরুচাঁদ ঠাকুর 🙏🚩🙏🚩, জয় মা 👩শান্তি 🙏🚩, জয় মা 👩 সত্যভামা 🙏🚩,। জয় হরিবল 🙏🚩🙏🚩🙏🚩🙏🚩
ভাই আপনার এই দৃষ্টান্তমূলক প্রয়াস যেন কারও প্ররোচনায় বিফল না হয়ে যায়। এগিয়ে যান। সারা পৃথিবীর কোণে কোণে আপনি পৌঁছে যান।আমরাও সহযোগী। মোরা এক বৃন্তে দুটি কুসুম। মানবতার জয় হোক। ধর্মীয় সঙ্কীর্ণতা দূরীভুত হোক।
আমি পশ্চিম বাংলার একজন ব্রাহ্মণ হিন্দু হয়েও বিহার বা উত্তর প্রদেশের একজন হিন্দুর থেকে বাংলাদেশের একজন মুসলমানের সাথে অনেক বেশি একাত্মতা অনুভব করি। আসলে ধর্মীয় বিভেদ না থাকলে অনেকের পেট চলবে না। শুভেচ্ছা নেবেন। আপনার পরিবেশনা ভাল লাগে ।
কি অপরুপ ভালোবাসা কি অপরুপ সম্পিতি।👌💞 এখানে যেন হিন্দু মুসলমান মিলেমিশে একাকার হয়ে গেছে।💞 এখান থেকে কিছু নাস্তিকদের শেখা উচিৎ ঝগরা,বিরোধ হিন্দু-মুসলমানদের সাথে নয়। ঝগরা বিরোধ নাস্তিক,জঙ্গি,অধর্মীদের সাথে। এই সম্পিতি অটুট থাকুক চিরকাল।🤝🤝👌💞 প্রিয় সালাউদ্দীন ভাই আপনার চ্যানেলে এই ভিডিওটার অপেক্ষায়ই ছিলাম এতদিন।💞💞💞
আমাদের পটুয়াখালীতেও এমন আছে একই জায়গায় দক্ষিণ পাশে মসজিদ উত্তর পাশে মন্দির। আমি সেই ছোটবেলা থেকেই দেখে আসছি ওখানে পূজা ও চলে নামাজ ও চলে কেউ কাউকে বাঁধা দেয় না এবং ভবিষ্যতেও দিবে না এটাই আমার প্রত্যাশা।
আসসালামু আলাইকুম সালাউদ্দিন ভাই আমার জীবনে আমি এরকম আশ্চর্য মসজিদ এবং মন্দির এক একই জায়গায় কোনদিন দেখতে পারিনি যাই হোক আপনার মাধ্যমে ভিডিওটা দেখতে পারলাম আপনাকে অভিনন্দন ও শুভেচ্ছা আমি ভিডিওটা দেখেছি ঢাকা থেকে
আমরা ছোটবেলায় হিন্দু মুসলমান ভাই ভাই শুনে আসছি। এখনো পর্যন্ত যে ভাই ভাই ধর্ম মেলার সমন্বয় এটাই প্রমাণ করে যে, আমরা আসলেই আগে এবং বর্তমানে সবসময়ই একে অপরের ভাই ভাই। এই ভ্রাতৃত্বের সম্প্রীতি যেন কোন অপশক্তি নষ্ট করতে না পারে সেদিকে সকলেই খেয়াল রাখবেন।
যেখানে মহান সৃষ্টি কর্তা সবাইকে দুনিয়ার পাঠিয়েছেন সেখানে আমরা দুই দিনের মেহমান কেন মানুষ মানুষকে গণ্য করব না কি দারুন ভালবাসা মানুষ মানুষের মধ্যে মন জুড়িয়ে গেল মাশাল্লাহ
আসলে এখনকার মানুষ গুলোই অতি উচ্চতর মনের অধিকারী, সৎ নিষ্ঠাবান ও সুজ্ঞানের পূজারী । এখানে খারাপ মনের দুষ্কৃতি লোকের সংখ্যা খুবই কম অবশ্যই। এই এলাকার সকল মানুষকে গভীর শ্রদ্ধা নিবেদন করছি । ধন্যবাদ সালাউদ্দিন সুমনকে । সুমনের মতোই এই এলাকার মানুষ গুলোও অতিব সরল প্রকৃতির ।
একেই বলে সঠিক ধর্ম পালন। মসজিদে আছে আল্লাহ, মন্দিরে আছে ভগবান। একই পরমেশ্বর বিরাজমান। অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা সৃষ্টি করে ভাতৃত্ব,বন্ধন, একতা ,সুন্দর সমাজ।
অন্তরটা জুরিয়ে গেল এমন আন্তরিকতা ভালোবাসা দেখে দুই দিনের পৃথিবীতে সকল মানুষ যদি এভাবে মিলেমিশে থাকতে পারতাম কতই না সুন্দর হতো আমাদের এই পৃথিবী টা সৃষ্টিকর্ত্যা সবার মংগল করুক ❤️❤️🙏🙏
❤️❤️❤️🥰
ধর্ম যার যার দেশটা আমাদের সবার,, ভাল থাকুক আমাদের প্রিয় দেশের মানুষগুলো🙏💝💝
এতদিনে একটি দেশাত্মবোধক মানসিকতার পরিচয় পেলাম । দেশ বা ভূখণ্ডের আরাধনা সবার এবং তাৎপর্যপূর্ন।
Ekdom
এই প্রথম এরকম একটা দৃষ্টান্তমূলক ভিডিও আমি দেখলাম সাম্প্রদায়িক সম্প্রীতির যে এরকম একটা মিলন হতে পারে সেটা আমার চিন্তাতে ছিল না। আজকে দেখে সত্যিই আমি অভিভূত হয়ে গেলাম।
কেউ নয়তো ছোট বন্ধু,কেউই নয় বড়।
আমি যাকে,সালাম জানাই,
তুমিও তাঁকেই প্রণাম করো।
এই যে সবাই মিলে,থাকার খুশির রেশ,
দেশজুড়েই লালমণিরহাট,
আমাদের ধন্য,বাংলাদেশ।
সাবাস বাংলাদেশ।
বাংলাদেশের প্রতিটি শুভবুদ্ধিসম্পন্ন মানুষকে বিজয়া-র প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন।
মনটা ভরে গেলো দেখে। বজায় থাকুক এই ভালোবাসা হিন্দু ও মুসলমানদের মধ্যে। সোনার বাংলাদেশে বজায় থাকুক, শান্তি,ও ভালোবাসা, ❤️❤️❤️
"আমরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু ও মুসলমান" ❤️❤️❤️🤝👨❤️👨👨❤️👨
duniyate jayga khub kom..je oikhane mosjid / mondir eksathe thaka lagbe..
মানতে পারলাম না 😔
@Shahalam mante parbi kmne tora to ek ekta nikrishto jib.. Ei karone to keu musullider pochondo kore na chapter baaler ek dhormo
Zara Siddiqui সুন্দর বলেছো।
@@Bangladesh-c7k age nija manus how tarpor jannat jahanaam batchbe.
মন বড়ো শান্তি পায় এমন সহাবস্থান
দেখতে পেলে... 🥺❤️
ধন্যবাদ ও অঞ্চলের উভয় সম্প্রদায়ের মহত হৃদয়ের মানুষদের।
এটা শুধু বাংলাদেশে সীমাবদ্ধ থাকলে চলবে না। ভারত-বাংলাদেশ তথা সারা পৃথিবীতে এই রকম দৃষ্টান্ত স্থাপন করা উচিত।
ভারতের আসাম থেকে দেখলাম। সত্যি আজ একটি আশ্চর্য জিনিস দেখলাম। সম্প্রতির এক বিরল নিদর্শন দেখে খুবই ভালো লাগলো।
আপনি নিজেও একজন খুব বড় মনের মানুষ। ভারত থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ♥️
এভাবেই সম্প্রীতি বজায় থাক সকলের মাঝে। এখনো বাংলাদেশে মানবতা মুছে যায় নি এটা দেখেই খুব ভালো লাগলো। সকলকে জানাই শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা।❤️❤️❤️
@Mr Wonder vai india ta manobota jodi na thakto muslimer percentage bartona, aber akhono potjonto pakistan, banglades thake muslimra indiata prabesh kor6a, apnader a manobota ami bissas kori na, nobi o Ibrahim murti vanga 6ilo, ai mondir o akdin vanga hoba.
কিন্তু ইন্ডিয়াতে মানবতা জন্মই নেয় নি কখনো।
এমনভাবে কথা বলে বাংলাদেশি মুসলিমরা যেনো বাঘ না ভাল্লুক
বর্ধমানে বিশাল মন্দির মসজিদ এক আঙ্গিনায় । কোনদিনই সম্প্রীতি নষ্ট হয় নাই । এ ছাড়াও আরো অনেক জায়গাতেই দেখেছি এই নজির ।
ভাই বাংলাদেশে হিন্দুদের উপর যেসব হামলা, অত্যাচার হয় সবই রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য।
বাংলাদেশের সাধারণ মুসলিম বা হুজুররা কখনো হিন্দুদের উপর হামলা করতে যায়না।
আর যদিও কোনসময় সাধারণ জনগণ না বুঝে করে সেটা রাজনৈতিক ব্যক্তিরাই উস্কে দেয়
এই সম্প্রীতি বজায় থাকুক আজীবন। আমরা চাই হিন্দু মুসলিম একসাথে বাচতে
সম্প্রিতির সম্পর্ক যেখানে শান্তি সেখানে। এটা শুনতে ও ভাবতে মনে আনন্দ ও শান্তি লাগে। সবাই শান্তি তে থাকুন ।
উগ্রবাদীরা কখনো যেন এই সম্প্রীতি নষ্ট করতে না পারে,সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে সবাইকে।
রাজনৈতিক স্বার্থ, পৃষ্ঠপোষকতা ও ইন্ধন ছাড়া পৃথিবীতে কোথাও কোন উগ্রবাদী হয় না,
মনে রাখা দরকার।
@@watercourse9599 ধর্মান্ধতা উগ্রবাদীতার জন্ম দেয়।
সহমত ভাই।
বাংলাদেশে কোন উগ্রবাদী নাই। টুক টাক যা হয় তা রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য।
ভাই বাংলাদেশের সাধারণ মুসলিম বা হুজুররা কখনো হিন্দুদের ধর্মীয় উপসনালয়গুলোতে হামলা, ভাঙচুর করে না।
বাংলাদেশে হিন্দুদের উপর যেসব হামলা হয় সবই রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য যেটা একটু গবেষণা করলেই বের করতে পারবেন
শান্তি সম্প্রতির মেল বন্ধন দেখে খুব ভালো লাগলো, আজীবন এই বন্ধন অটুট থাকুক❤️❤️ ধন্যবাদ সালাউদ্দিন ভাইকে 👍
খুব খুব খুব ভালো লাগলো।দেশের প্রতি ভক্তি,শ্রদ্ধা,দেশপ্রেম বেড়ে গেল।অনেক কাল পর অনুভব করলাম আমিও এই দেশেরই সন্তান।স্বাধীনতা যুদ্ধে আমার পূর্ব পুরুষদেরও অবদান ছিল।
এটাই বাংলাদেশ, আমার গ্রামেও মসজিদ এবং মন্দিরের দুরত্ব ১০০ ফিট একই আঙ্গিনার মতোই।
এই সম্প্রীতি সবসময় বজায় থাকবে এটাই কামনা করি। সুমন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। সবসময় ভালো থাকুন ও সুস্থ থাকুন।
এরকম দৃষ্টান্তমূলক অনুষ্ঠান দেখে কমেন্ট লিখতে ভুললাম না অবশ্যই আমি একটা ধন্যবাদ জানালাম যিনি এই ভিডিওটা করে সবাইকে সবার মাঝে এনে সবাইকে আনন্দ দিলেন তাকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা । অবশ্যই ভালো লাগার মতন দৃশ্য বেঁচে থাকুক এই সম্প্রীতি বাংলাদেশ
এরাই প্রকৃত গুণী মানুষ! এই সম্প্রীতি দেখে চোখে জল এসে গেলো! বজায় থাকুক এই বন্ধন।
প্রথমবার এইরকম দৃশ্য দেখলাম, এই বন্ধন যেন সারাজীবন ধরে থাকে, এটাই কামনা করি
Dada eirokom video tule dhorar jonno anek anek dhonyobad
আমরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু-মুসলমান।
আপনার মাধ্যমে দেখতে পারলাম অনেক ভালো লাগলো আপনাকে ধন্যবাদ,
মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নাই,,, বাস্তব উদাহরণ তুলে ধরার জন্য ধন্যবাদ,,,ভাইয়া,,,যে যার মত ধর্ম পালন করছে,,,,সকল মানুষের মঙ্গল কামনা,, করছি❤️❤️❤️
ধন্যবাদ সুমন ভাইকে আমার জেলা লালমনির হাট কে নিয়ে সুন্দর একটা প্রতিবেদন করার জন্য
হিন্দু মুসলিম দুই ধর্মের সম্প্রীতি দেখে দুচোখ অশ্রুসিক্ত হয়ে গেলো🥺
গর্বিত আমার বাংলাদেশ
অসাধারণ এই প্রতিবেদন টি র জন্য salauddin Bhai কে হাজারো সালাম
" যত মত তত পথ " এই বানীটির সার্থক প্রয়োগ দেখে মনটা ভরে গেল ।
আসলে অনন্য দৃষ্টান্ত। এ রকম দৃষ্টান্ত বিরল। দেশের কিছু কিছু অংশে এটা কল্পনা করা যায় না। সাম্প্রতিক বছর গুলোয় যখন সাম্প্রদায়িক সম্প্রীতির বদলে হিংসা দেখি তখন লালমনিরহাটের এই দৃষ্টান্ত আসলে মরুভূমিতে এক পশলা বৃষ্টির মতোই মনে হয়। সহনশীলতা ধর্মেরই একটি গুরুত্বপূর্ণ পাঠ। অনেক অনেক ধন্যবাদ সুমন ভাই এই সুন্দর সম্প্রীতির বাস্তব ঘটনাটি তুলে আনার জন্য। 🙏🇧🇩🏅
মনপ্রাণ দিয়ে দোয়া করছি, এই বন্ধন যেনো অটুট থাকে সব সময় । আল্লাহ্ তুমি রক্ষাকারী । ধন্যবাদ সালাউদ্দিন সুমন সাহেব
খুব ভালো লাগলো।
এ যেন মরুভূমিতে মরুদ্দ্যান।
সম্প্রীতি, পারস্পরিক বিশ্বাস, সহণশীলতা আজকের পৃথিবীতে খুব প্রয়োজন হয়ে পড়েছে।
মৌলবাদ নয় সাম্যবাদ আমাদের শান্তির ঠিকানায় পৌঁছে দিতে পারে।
এটাই স্বদেশ, বাংলাদেশ! ❤️
খুব সুন্দর লাগলো ভিডিও টা সবাই মিলেমিশে থাকাটাই তো আকোতা এভাবেই যেন সারাজীবন একসাথে মিলেমিশে থাকতে পারি এটাই করি। from India Siliguri
মন টা ভরে গেল দাদা। ভালো থাকবেন
এটাই আমার সোনার বাংলাদেশ 🇧🇩🇧🇩😍
Khub bhalo laglo bhai video ta.
Sumon Da khub valuable Video korecho khub valo laglo.
From,
🇮🇳🇮🇳🇮🇳
অসাধারণ একটি জায়গা লাল মনির হাট
সুমন ভাই এটা আমি কোনদিন কল্পনাও করিনি
শুভ বিজয়া ।আমরা সবাই একই ঈশ্বরের সন্তান তবুও মাঝে মাঝে আমরা এই চিরন্তন সত্য ভুলে যাই। যত মত তত পথ। লক্ষ্য সবার একটাই সেই পরম পিতার
সান্নিধ্য লাভ করা। আপনার প্রচেষ্টা সত্যিই অতুলনীয়। মানব ঐক্য অটুট থাকুক।
ভালো থাকবেন সুস্থ্য থাকবেন ।
🙏🏻🙏🏻🙏🏻
Dhormo jar jar utsob sobar
...etai amader Bangladesh. Khub vlo laglo eta dekhe❤️❤️❤️❤️🥰🥰🥰
লালমনিরহাট থেকে সারা বিশ্বের শিক্ষা নেওয়া উচিত।শুভ বিজয়া।সুস্থ ও শান্তিতে থাকুক বিশ্বের সব অংশের মানুষ।
মনটা শান্তি, স্বস্তি তে ভরে গেল। এমন করে মিলেমিশে যেন বাঁচতে পারি আমরা।
❤
Love from India Meghalaya bhaijaan
এইভাবে যেন যুগ যুগ ধরে চলতে পারি।
একেই বলে সোনর বঙলা মানবতার মিলন মেলা । জয় বাংলাদেশ ধন্যবাদ
তুমি কোন স্কুলে পড়ালেখা করেছো ঠিক করে বানান লেখ,কেমন,তোমার,বানানে,ভুল,আচে,
@@mmohonkhan7907 আপনার বানান টাও ঠিক নয়।
Khub bhalo laglo dekhe bhai . Apnara evabe mile mise thakun. Amra sobai to ek sristi Karter sristi. Mil mise thakun bhai
আমরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান//❤❤
জয় হরিবল🙏 🚩জয় হরিবল 🙏🚩 জয় হরিবল 🙏🚩 অসাধারণ👏✊👍 মেল বন্ধন। একেবারে ফাটা ফাটি, এ রকম দৃষ্টান্ত বিরল। এতেই মানুষের মনুষ্যত্বের পরিচয়, এতে বাংগালী হিসাবে গৌরব করার দাবি করলাম জোর গলায়। সকল বাংলাদেশ বাসী আমার প্রনাম, 🙏🙏, শুভেচ্ছা ❤💞, ও ধন্যবাদ🙏💕 নেবেন। বগুলা নদীয়া প বঙ্গ🇮🇳🇮🇳। জয় বাবা 👴👴হরি গুরুচাঁদ ঠাকুর 🙏🚩🙏🚩, জয় মা 👩শান্তি 🙏🚩, জয় মা 👩 সত্যভামা 🙏🚩,। জয় হরিবল 🙏🚩🙏🚩🙏🚩🙏🚩
ভাই আপনার এই দৃষ্টান্তমূলক প্রয়াস যেন কারও প্ররোচনায় বিফল না হয়ে যায়। এগিয়ে যান। সারা পৃথিবীর কোণে কোণে আপনি পৌঁছে যান।আমরাও সহযোগী। মোরা এক বৃন্তে দুটি কুসুম। মানবতার জয় হোক। ধর্মীয় সঙ্কীর্ণতা দূরীভুত হোক।
Mon Bhore gelo Bhai.Ata Aboshai Viral hoa Uchit. From Kolkata 🥰❤🥰
আমার জেলা লালমনিরহাট এক ভালোবাসার স্থান এক সম্প্রীতির অনন্য উদাহরণ, ভালো থাকবেন সুমন ভাই এত সুন্দর, প্রতিবেদন তৈরি করার জন্য
জয় হোক মানবতার 😍🙏
It's a rare instances of brotherhood & communal harmony. Thank Salauddin Da, Somnath Chakraborty, Kolkata, W.B
এটাই সম্প্রীতির দৃষ্টান্ত।
আমাদের নড়াইলের সেম এরকমই একটা মসজিদ ও মন্দির আছে ,,,সেখানে খুব সম্প্রীতি সহিত নামাজ পড়া হয় এবং মন্দিরে পূজা হয়🙏🙏
@@hqroaming নড়াইল চৌরাস্তা থেকে একটু ভেতরে আলাদাতপুর ।। চিত্রা নদীর তীরে
@इस्लाम की शान बहन बेटी को बीबी मान ☪️ 🥺🥺🥺
Khub valo laglo
Asadharon... from India...
আমি পশ্চিম বাংলার একজন ব্রাহ্মণ হিন্দু হয়েও বিহার বা উত্তর প্রদেশের একজন হিন্দুর থেকে বাংলাদেশের একজন মুসলমানের সাথে অনেক বেশি একাত্মতা অনুভব করি। আসলে ধর্মীয় বিভেদ না থাকলে অনেকের পেট চলবে না। শুভেচ্ছা নেবেন। আপনার পরিবেশনা ভাল লাগে ।
আপনি নামে
Uttam dada ami Howrah ar basinda apnar cmmnt dekhe gorve bukta vore galo
সঠিক কথা বলেছেন
মুসলমানের তাড়া খাননিই তাই এরকম কথা বলছেন
@@pankajhalder4537 উগ্রবাদীরা সবখানেই তারা খায়,এটা নতুন কিছু না।
লালমনিরহাটের মানুষকে আন্তরিক শুভেচছা জানাই। হরে কৃষ্ণ।
বাংলাদেশে সম্প্রীতির এমন সুন্দর উল্লেখযোগ্য উদাহরণ থাকা সত্ত্বেও মৌলবাদীদের বাড়াবাড়ি সত্যিই বাড়াবাড়ি।
সব ধর্মের মাঝে ভালো মন্দ লোক আছে এমন দৃশ্য দেখে সত্যিই মন ভোরে গেলো
This is real face of our country❤️
👍👍👍❤
ঠাকুরগাঁও এর বিশ্বের সবথেকে বড় আম গাছ ও রাজ বাড়ি সহ ঐতিহাসিক স্মৃতি তুলে ধরার জন্য আমন্ত্রণ রইলো
মা,সাললাহ আললাহুর আজানের ধনি কত সুন্দর, মোসলমান ধর্ম খাঁটি ধর্ম,
আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগিলো,,
ধন্যবাদ সুমন ভাই ❤️❤️❤️
কি অপরুপ ভালোবাসা কি অপরুপ সম্পিতি।👌💞
এখানে যেন হিন্দু মুসলমান মিলেমিশে একাকার হয়ে গেছে।💞 এখান থেকে কিছু নাস্তিকদের শেখা উচিৎ ঝগরা,বিরোধ হিন্দু-মুসলমানদের সাথে নয়। ঝগরা বিরোধ নাস্তিক,জঙ্গি,অধর্মীদের সাথে। এই সম্পিতি অটুট থাকুক চিরকাল।🤝🤝👌💞
প্রিয় সালাউদ্দীন ভাই আপনার চ্যানেলে এই ভিডিওটার অপেক্ষায়ই ছিলাম এতদিন।💞💞💞
সুমন ভাই এর প্রতিবেদন গুলো সত্যি খুবই অসাধারণ, যশোর থেকে বলছি।
আমাদের পটুয়াখালীতেও এমন আছে একই জায়গায় দক্ষিণ পাশে মসজিদ উত্তর পাশে মন্দির। আমি সেই ছোটবেলা থেকেই দেখে আসছি ওখানে পূজা ও চলে নামাজ ও চলে কেউ কাউকে বাঁধা দেয় না এবং ভবিষ্যতেও দিবে না এটাই আমার প্রত্যাশা।
আসসালামু আলাইকুম সালাউদ্দিন ভাই আমার জীবনে আমি এরকম আশ্চর্য মসজিদ এবং মন্দির এক একই জায়গায় কোনদিন দেখতে পারিনি যাই হোক আপনার মাধ্যমে ভিডিওটা দেখতে পারলাম আপনাকে অভিনন্দন ও শুভেচ্ছা আমি ভিডিওটা দেখেছি ঢাকা থেকে
অপু'ব এই বাংলার মেলবন্ধনের নিদ'শন,
সারা বিশ্বের মানুষের কাছে যেটা গৌরবের এক উজ্জ্বল দৃষ্টান্ত।
খুব ভালো লাগলো
দাদা দেখে খুব ভালো লাগলো আমার ধণ্যবাদ 🌹🌹🌹🌹
ধন্যবাদ, ধর্মের উগ্রতার সৃষ্টি করে কিন্তুক রাজনৈতিক ফায়দা লুটার জন্য। ধর্ম যার যার বাংলাদেশে আমাদের।
সুমন সাহেব আপনি এই ধরনের ভিডিও বেশি বেশি প্রচার করুন।যাহাতে হিন্দু মুসলমানদের মধ্যে সমপ্রীতির বন্ধন আরও গড়ে ওঠে। জয়বাংলা জয় বংগ বন্ধু।
আমরা ছোটবেলায় হিন্দু মুসলমান ভাই ভাই শুনে আসছি। এখনো পর্যন্ত যে ভাই ভাই ধর্ম মেলার সমন্বয় এটাই প্রমাণ করে যে, আমরা আসলেই আগে এবং বর্তমানে সবসময়ই একে অপরের ভাই ভাই। এই ভ্রাতৃত্বের সম্প্রীতি যেন কোন অপশক্তি নষ্ট করতে না পারে সেদিকে সকলেই খেয়াল রাখবেন।
খুব ভালো লাগলো আপনার এই পোস্ট।।
আশা করছি আমাদের পৃথিবী আগামী দিনে এরকমই হবে 🙏
এই রকম ভাই ভাই বাংলাদেশে এক হয়ে মিলে মিশে থাকলে অনাবিল শান্তি লালমনির হাট বাংলাদেশের গর্ব ও দিস্টান্ত।
''এক বৃন্তে দুটি কুসুম হিন্দু ও মুসলমান ''.....
এটা দেখে খুব ভালো লাগলো, ধন্যবাদ।
এই শান্তির মতো আর শান্তি আছে কিনা আমি জানিনা। ধন্যবাদ। দাদা।
জয় হোক মানবতার ধারক বাহকদের।
লেবাসে নয় স্বভাবে চাই শুধুই বিশুদ্ধতা, সুচরিত্রে হাসবে খেলবে মানুষের মানবতা।
আব্দুর রহমান চিশতী🙏🌺🌺
জয় হোক মানবতার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আমাদের গর্ব
প্রিয় মাতৃভূমিতে ভ্রাতৃত্ব আর সম্প্রীতির এ বন্ধন চির অটুট থাকুক। উগ্রবাদীরা কখনো এ বন্ধন ছিড়তে পারবে না কারণ আমাদের বন্ধন হৃদয়ের বন্ধন।
দেখে খুবই ভাল লাগল....❤️❤️❤️
এমন একটা ভিডিওয়ের অপেক্ষায় ছিলাম, ধন্যবাদ সালাউদ্দিন সুমন ভাই,
সবার উপরে মানুষ সত্য
তার উপরে নাই।
সম্প্রীতির এই বন্ধন অটুট থাকুক অনন্তকাল। এ রকম ভিডিও দেখান তাহলে সবার সচেতনতা বাড়বে বৈকি।
ভালো থাকবেন সবসময়
শারদীয় দুর্গোৎসব শুভেচ্ছা দাদা ❤️
যেখানে মহান সৃষ্টি কর্তা সবাইকে দুনিয়ার পাঠিয়েছেন সেখানে আমরা দুই দিনের মেহমান কেন মানুষ মানুষকে গণ্য করব না কি দারুন ভালবাসা মানুষ মানুষের মধ্যে মন জুড়িয়ে গেল মাশাল্লাহ
এটাই আসল o সঠিক ভাবনা, ফুলের মতো আয়ু মোদের, কেউ ধুলো কেউ ছাই হবো তাহলে ভাই ভাই ঝগড়া মারামারি করবো।
অসাধারণ ❤️❤️ সাম্প্রদায়িক মনোভাবের অন্য এক নিদর্শন এই আমার বাংলাদেশ ❤️❤️
সবার উপরে মানব ধর্ম। খুব ভালো লাগলো দাদা,,, খুব ইচ্ছে করে জায়গা টা একবার দেখার। নামাজ আদায় ও করবো এবং পূজা ও দিব!!! জয় ঠাকুর লোকনাথ ব্রহ্মচারী।
Vondami bondo koro.Namaj adai korbey ar hindu der podh marbey ei dhanda.Ram chagol.
আসলে এখনকার মানুষ গুলোই অতি উচ্চতর মনের অধিকারী, সৎ নিষ্ঠাবান ও সুজ্ঞানের পূজারী । এখানে খারাপ মনের দুষ্কৃতি লোকের সংখ্যা খুবই কম অবশ্যই। এই এলাকার সকল মানুষকে গভীর শ্রদ্ধা নিবেদন করছি । ধন্যবাদ সালাউদ্দিন সুমনকে । সুমনের মতোই এই এলাকার মানুষ গুলোও অতিব সরল প্রকৃতির ।
সব জায়গা এমনটাই হওয়া উচিৎ। এর নাম ভালবাসা।
বাঙালীর অন্তরে যেন কোনপ্রকার মৌলবাদ বাসা না বাঁধে, ঈশ্বরের কাছে এটাই প্রার্থণা।
একেই বলে সঠিক ধর্ম পালন। মসজিদে আছে আল্লাহ, মন্দিরে আছে ভগবান। একই পরমেশ্বর বিরাজমান। অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা সৃষ্টি করে ভাতৃত্ব,বন্ধন, একতা ,সুন্দর সমাজ।
Thank you so much sumon vhai. Onk valo laglo ajker presentation ti.
সালাউদ্দিন সুমন ভাইকে অনেক ধন্যবাদ এরকম অসাম্প্রদায় প্রতিবেদন করার জন্য
Alhamdulillah.dekhey Khushi holam .
প্রথমে আমরা মানুষ পরে আমরা হিন্দু মুসলিম. মনুষ্যত্বের জয় হোক.
আমার বাংলাদেশ ❤️🇧🇩
জয় মা কালী