পুজো আর মাত্র হাতে গোনা পাঁচটা দিন বাকি ! হঠাৎ করে এই গানটা শোনার ইচ্ছে হলো শরতের আকাশ বারান্দায় এক কাপ চা নিয়ে আকাশের দিকে তাকিয়ে আগমনের সুর সকলকে আশ্বিনে মাতোয়ারা করে তুলেছে ! মা আসার অনুভূতিটা একমাত্র বাঙালিরাই বোঝে ! কারা কারা 2022 এই গানটি শুনতে এসেছেন অবশ্যই লাইক করবেন।
তোমার গান নিয়ে আলোচনা করার মতো যোগ্যতা আমার নেই,, আমিও গান গাই,চেষ্টা করি অনেক সুন্দর রূপ দেবার,, কিন্ত সময়াভাবে হয়ে ওঠেনা,, তোমার সাধনার ফসল তোমার কন্ঠে,, ইশ্বর যেন সুরের মালা পরিয়ে দেন তোমার গলায়।❤️
এখনো দুর্গা পুজোয় অনেক দেরি আছে। কিন্তু তবু এই গানটা এখন শুনতে ততটাই ভাল্লাগছে যতটা মহালয়ার দিন লাগে।😌 এই গানটার মধ্যে যে কি একটা শান্তি আছে বলে বোঝানোর না , গর্বিত একজন বাঙালি হয়ে । 😌
যে 95 জন এখনও পর্যন্ত এই উপস্থাপনা কে dislike করেছেন, তাদের জন্য রইল অসংখ্য করুনা। কারণ, এই সমস্ত সৃষ্টির স্বাদ আস্বাদন সবার পক্ষে সম্ভবপর হয়ে ওঠে না। God bless you all...
Amar mote, bangla gan a j emotion er porichoy paoya jay, hindi ba english gaan a erokom paoya jay na. Ami kintu oi ganguloke osomman kore kotha gulo bolchi na, oi ganguloke O ami jothesto somman kori. Tobe ajkal bhison ultopalta hindi gaan beriyeche, tai manus eisob ganer kotha bhulei gache. Oi sob gan suntei tara motto. Bangla ganer ei emotion er theke r kintu kono ganer emotion atota..... 🙏🏻
Last paanch bochor dhore pujo te ghare aaste pari ni ebaar perechi ei khusi ta teo alpo chokhe jol chole aashlo..Sotti bolle bhai..kichu aache gaan ta tey..
Sotti maa er agomoni ghotte cholche 😋 ami khub khushi ajj 4 bochor por maa ke dekbo .abar ami grame fire aschi ..didi Vai apnar ei sundor konte maa er agomoni gann sotti osadharon🤩
একটি জিজ্ঞাসা - " এই সরোদের ঝঞ্ঝা বাতে ",নাকি "এই শরতের "? এখানে "সরোদের " প্রাসঙ্গিকতা কোথায় তা ঠিক বুঝলাম না। শ্রদ্ধেয়া শিপ্রা বসুর গানেও বোধহয় এই শব্দবন্ধটিই উচ্চারিত। তাই একটু ধন্দে পড়েছি। কেউ যদি এই কৌতুহলের নিরসন করেন তবে উপকৃত হই।
দুর্গাপুজো আর মহালয়ার এই কালজয়ী গানগুলো একদম inseperable. আশ্বিনের শুরুতে এই গান না শুনলে পুজোর feelings টাই আসেনা! ছোটবেলায় শিপ্রা বসু ম্যাডামের গলায় এই গান শুনে বড় হওয়া, আর এখন আপনার গলায় সেই গান শোনা এক অনন্য প্রাপ্তি। Thank You জয়তী দি, ভালো থাকবেন। ❤️
বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি দিদি,ওস্তাদ আলাউদ্দিন খাঁর জেলা থেকে।আপনার গানে অনুভব করতে পারলাম প্রকৃতির সাথে পূঁজার সম্পর্ক কতোটা গভীর।অনেক অনেক শুভকামনা দিদি ।
এই গানটা খুব কম করে অন্তত এক হাজার বার শুনেছি।তবুও এখনও পর্যন্ত কখনও একটুও একঘেয়েমি আসেনি।যারা এই গানটিকে পছন্দ করেনি তারা চরম বোকা।সত্যিই অসাধারণ গান🥰🥰😍😍🤩🤩😘😘😗😗💋💋👌👌👌👏👏👏👏♥️♥️♥️♥️♥️♥️
জয়তি কি মধুর আওয়াজ আপনার। গান টি যখন গেয়েছেন মনে হচ্ছে মা স্বয়ং আপনার সামনে দাঁড়িয়ে। এ-তো আবেগ এতো কন্ঠ মাধুর্য। এ যে মায়ের ই আশীর্বাদ। খুব খুব ভালো থাকবেন।
আমার অনেকদিনের ইচ্ছে ছিল দিদি এই গানটা আপনার গলায় শুনব। সেটা যে এভাবে পূর্ণ হবে তা ভাবতেও পারিনি। কী অসাধারণ লাগল, দিদি। প্রণাম নেবেন। পুজো ভালো কাটুক।
কি অপূর্ব গান যা শুনলে মন ভরে যায় আনন্দে। আজকের প্রজন্মে কিছু সংখ্যক মানুষের কাছে এই গান বোধগম্য হয় নি তাই তারা ডিস লাইক করেছে। আমি তাদের দোষ দেব না। তারা ছোট বেলায় এই গান শোনার সেই সুযোগ পায় নি যা আমরা পেয়েছি। আগামী দিনে এই সংখ্যা আরো বাড়লে অবাক হওয়ার কিছু নেই।
Mon pran sob vore jay and gelo apnar konthe....❤❤❤❤🙏🙏🙏🙏🙏didi ke to devi durga r moto lagchhe....khuuuuub valo thakun.....eswar apnake valo rakhun....🙏🙏🙏
I have never heard such an exact rendition of the original by any one so far. The flavor and the nuances remains intact throughout the song. Certainly its blissful listening to you Jayati di. Keep singing. 😊
স্বয়ং মা দুর্গা তার প্রতি সহায় না হলে এরকম গা শিউরে ওঠা আগমনি সংগীত পরিবেশন করা অসম্ভব।। গাটি যদি কেউ গানটি lofi করে শোনে তবে গায়ের লোম দাঁড়িয়ে যাবে।। ❤❤🙏🙏
দুর্গা পূজার প্রায় আরো চার মাস বাকি, কিন্তু আমি এইটে এখনই শুনছি, যখনই মন খারাপ লাগে বা ভালো লাগেনা তখনই এই গানটি শুনি, শিহরণ জাগে গোটা শরীর জুড়ে, হে মা তুমি আছো , সত্যিই তুমার করুণা অপার, ধন্য হে জগৎ, ধন্য হে বাঙালি ❤
মা দূর্গা যেন নিজের মতো করে শরৎ কালকে সাজিয়ে তোলে। জল ভরা পুস্করিণী ও তার উপরে ভেসে থাকা লাল ও সাদা শাপলা ফুলের অপরূপ বাহার, মাঠ ভরা কাশ ফুল, নীল আকাশ, ধপধপে সাদা মেঘ। আমার কাছে ঋতুর রাজা ও রানী দুটোই হল শরৎ কাল
যেমন করে বছরে বছরে মা আসে সকল অশুভ শক্তির বিনাশ ঘটাতে🔱 তেমনি করে তুমি আছো সুরের সরস্বতী🎼 সুরের মুর্ছনায় মনের গ্লানি,ক্লান্তি ভুলিয়ে শান্তির সুরালাপে আমাদের মন ভরাতে.. জয়তী মানেই যেন এখন মন ছুঁয়ে যাওয়া ভালো থাকার রেশ.. জয়তী মানেই এখন সকল সুখ ঠিকানার দেশ..🎵🌿🎵🌿💙🙏💙🙏💙😷
You're my favourite. You're a true singer jayantididi. Ma saraswati has blessed you immensely. Stay blessed! Continue to give sublime joy to everyone like this by your melodious singing.
কেনো জানিনা বারবার মনে হয়, যদি উনার সামনে থেকে সাক্ষাৎ পেতাম, জীবন ধন্য হয়ে যেতো, সাক্ষাৎ মা সরস্বতীর অংশ
Ami onake akdom samne theke dekhechi . Amar paser room ei uni akta song record korchilen akashbani te
"365 দিনের অপেক্ষা আর 5 দিনের পূজা "- এটা সমস্ত বাঙালির আবেগ , ভালোবাসা😌🙏❤️
জয় মা দুর্গা🙏
360 diner opeksha...
শুধু বাঙালি না, আমরা Assamese রা ও অনেক আশায় থাকি
আর একমাস😅
@@shayanraj7840 but ei year 4 diner pujo 🥲
আজ ষষ্ঠী ! 😊
গান টা চোখটা ভিজিয়ে দিল। The Depth Of The Voice was No Match!
The Slowed Version Intenses The Vibe.
এককথায় সেরা!❤️
আপনার কন্ঠে স্বয়ং দেবী মহামায়ার আশীর্বাদ আছে। আরও এই রকম গান আপনার কন্ঠে শোনার অপেক্ষায় রইলাম।
Ekdom sotyo kotha bolechen
@@basudevsen8521 সত্যিই উনি একজন অনবদ্য শিল্পী
Ekdom thik kotha... Osadharon
Gan ta sotti asadharon koreche
একদম সত্যি কথা
পুজো আর মাত্র হাতে গোনা পাঁচটা দিন বাকি ! হঠাৎ করে এই গানটা শোনার ইচ্ছে হলো শরতের আকাশ বারান্দায় এক কাপ চা নিয়ে আকাশের দিকে তাকিয়ে আগমনের সুর সকলকে আশ্বিনে মাতোয়ারা করে তুলেছে ! মা আসার অনুভূতিটা একমাত্র বাঙালিরাই বোঝে ! কারা কারা 2022 এই গানটি শুনতে এসেছেন অবশ্যই লাইক করবেন।
আপনার গলায় মা সরস্বতীর আশির্বাদ
আমাদের বাঙালীদের দুর্গা পূজা সবচেয়ে বড় উৎসব আর আগমনী গান তার জানান দিয়ে থাকে।জয়তি দি র গান আমাদের মন্ত্র মুগ্ধ করে।
Khub sundor Ma'am apnar golar swar.....khub sundor bhbe geyechen ganti...
th-cam.com/video/KMQd1qkmYEU/w-d-xo.html
এই যুগে এসেও যে মানুষগুলো এই গানগুলো শুনছে, তাদের রুচিবোধকে সত্যিই স্যালুট জানাই।
th-cam.com/video/VT-rFQ1zu7Y/w-d-xo.html
আপনার কন্ঠে ভগবান এমন মায়া দিছে সেটা বলার মত না। সুস্থ থাকুন ভাল থাকুন আর এমন মায়া কন্ঠে আমাদের একটু প্রশান্তি দিন সেই প্রত্যাশা করি।🙏🙏🙏💙💙💙🇧🇩
আপনার গলায় মা দুর্গার আশির্বাদ আছে। গানের প্রতিটি ছন্দে ছন্দে দেবী দুর্গার স্পর্শ জেগে উঠে।
Approach..
Akdom thik
th-cam.com/video/j3t8tGUZF4g/w-d-xo.html
👌👌
আমাদের কণ্ঠে ওগো আমার আগমনী গানটি শুনুন এখানে : th-cam.com/video/cp6z3aMfEAY/w-d-xo.html
আলোয় আকাশ পরিপূর্ণ হল, হৃদয় উপচে পড়ল , সুরে ভেসে গেলাম । ভাষাহীন ভালবাসা উজাড় করে দিলাম তোমায় জয়তি ।
th-cam.com/video/j3t8tGUZF4g/w-d-xo.html
তোমার গান নিয়ে আলোচনা করার মতো যোগ্যতা আমার নেই,, আমিও গান গাই,চেষ্টা করি অনেক সুন্দর রূপ দেবার,, কিন্ত সময়াভাবে হয়ে ওঠেনা,, তোমার সাধনার ফসল তোমার কন্ঠে,, ইশ্বর যেন সুরের মালা পরিয়ে দেন তোমার গলায়।❤️
মহালয়ার দিন ভোরবেলায় এই গানটি শুনলে একটা অন্যরকম অনুভূতি হয় 😌😌
এই গানটা শুনলে মনে যে একটা করুন উঠে ।তাতেই মন ভরে উঠে ,যেনো মা দূর্গা আসছে ❤❤
এখনো দুর্গা পুজোয় অনেক দেরি আছে। কিন্তু তবু এই গানটা এখন শুনতে ততটাই ভাল্লাগছে যতটা মহালয়ার দিন লাগে।😌 এই গানটার মধ্যে যে কি একটা শান্তি আছে বলে বোঝানোর না , গর্বিত একজন বাঙালি হয়ে । 😌
Asadharon,❤
যে 95 জন এখনও পর্যন্ত এই উপস্থাপনা কে dislike করেছেন, তাদের জন্য রইল অসংখ্য করুনা। কারণ, এই সমস্ত সৃষ্টির স্বাদ আস্বাদন সবার পক্ষে সম্ভবপর হয়ে ওঠে না। God bless you all...
Beautiful song
th-cam.com/video/LVz38cX1Ylk/w-d-xo.html
@@santwanachakraborty1592 th-cam.com/video/LVz38cX1Ylk/w-d-xo.html
একদম ঠিক
Amar mote, bangla gan a j emotion er porichoy paoya jay, hindi ba english gaan a erokom paoya jay na. Ami kintu oi ganguloke osomman kore kotha gulo bolchi na, oi ganguloke O ami jothesto somman kori. Tobe ajkal bhison ultopalta hindi gaan beriyeche, tai manus eisob ganer kotha bhulei gache. Oi sob gan suntei tara motto. Bangla ganer ei emotion er theke r kintu kono ganer emotion atota..... 🙏🏻
I am from maharashtra.
Listenig it without knowing words, language and meaning.
Such a masterpiece.
🇮🇳🇮🇳 Incredible India.
Brother this song is to welcome Goddess Durga the beginning of Shakti, We call it Mahalaya
Yes
আমি বাংলাদেশ থেকে বলছি.. রবীন্দ্র গুরুর এমন গান শুনলে মনে হয়.. কোনো এক জনমে কোলকাতায় আমার অস্তিত্বের বসবাস ছিলো..!!! আমি খুব ই নষ্টালজিক হয়ে যাই...❤❤
৩৬৫ দিনের অপেক্ষা আর ৫দিনের পূজা
এটা সমস্ত বাঙালির আবেগ.ভালোবাসা 😌🙏❤️
জয় মা দুর্গা 🙏🙏
Rwidhoye chuiye jaowa gaan..... Ma'am..... Apnar aro e rokhom protibhar opekkhai roilam.....
মা গো তোমার আগমনি গান শুনলে জানি না কেন আমার দু চোখ জলে ভরে আসে 😢😢🙏🙏🌺🌼🌻🌸🌺🌺🌺🌺🙏👍
🥺❤️✨
Same here bro...🥺🥺
Agree
🙏
Last paanch bochor dhore pujo te ghare aaste pari ni ebaar perechi ei khusi ta teo alpo chokhe jol chole aashlo..Sotti bolle bhai..kichu aache gaan ta tey..
কতো সুন্দর গলা আপনার, সত্যি মন টা ভরে গেলো।
খুব সুন্দর গেয়েছো দিদি , খুব ভালো লাগলো ❤🙏
Sotti maa er agomoni ghotte cholche 😋 ami khub khushi ajj 4 bochor por maa ke dekbo .abar ami grame fire aschi ..didi Vai apnar ei sundor konte maa er agomoni gann sotti osadharon🤩
আপনার কণ্ঠে মা সরস্বতী স্বয়ং বিরাজ করেছেন❤️🙏🏼
আহা, কতই না আবেগ মিশ্রিত রয়েছে এই গানে 🥰🥰
দিদি,
এই গানগুলো'র সাথে আবেগ জড়িয়ে আছে,ছোট্ট থেকে।শুনলেই কেমন যেন একটা মায়া'র জগতে পৌঁছে যাই!তার ওপর তোমার উদার দরাজ গলা,নিখুঁত সুরেলা স্বরক্ষেপণ!অপূর্ব।নীরব মন্ত্রমুগ্ধতা।আন্তরিক প্রণাম নিও।খুব ভালো থেকো।তুমি সুরসাধিকা।
♥️
একটি জিজ্ঞাসা - " এই সরোদের ঝঞ্ঝা বাতে ",নাকি "এই শরতের "? এখানে "সরোদের " প্রাসঙ্গিকতা কোথায় তা ঠিক বুঝলাম না।
শ্রদ্ধেয়া শিপ্রা বসুর গানেও বোধহয় এই শব্দবন্ধটিই উচ্চারিত। তাই একটু ধন্দে পড়েছি। কেউ যদি এই কৌতুহলের নিরসন করেন তবে উপকৃত হই।
Excellent Ogo Amar Agomoni Touches our internal soul.
শুভ মহালয়া সবাইকে 🌼🌼
গানটি শুনতে শুনতে মাঝে মাঝে গায়ে কাটা দিয়ে উঠে। অসংখ্য প্রণাম। 🙏🏻🙏🏻
শুভ মহালয়া❤️
Kanak Hero LIVE Puja
গানের শুরুর প্রথম কয়েক সেকেন্ড শুনে কাটা দিয়ে উঠলো 😢❤ বলতে গেলে এক কথায় অসাধারণ 💕🙌
যাদের পছন্দ হলো না এমন অমৃত গান । তাদের ভগবান সুবুদ্ধি দিক। সুস্থ থাকুক 🙏👍
This song is really soothing...i don't know why some people don't like it.
আপনার এতো সুন্দর এই গানটি শুনে মনে হয় যেন দুর্গাপূজো এসে গেছে।
Perhaps the best rendition of this evergreen number in modern times.
অপূর্ব..... মন ভরে গেলো..... এমন সুন্দর উপস্থাপনায় আগমনীর আবাহন সততই সুন্দর.....
th-cam.com/video/HFp85jzVF_E/w-d-xo.html
শুধু মুগ্ধতায় ভরা। এত হাই স্কেলে এত মধুর স্বরে গাইলেন এ সুন্দর বোনটা। 🎉
দুর্গাপুজো আর মহালয়ার এই কালজয়ী গানগুলো একদম inseperable. আশ্বিনের শুরুতে এই গান না শুনলে পুজোর feelings টাই আসেনা! ছোটবেলায় শিপ্রা বসু ম্যাডামের গলায় এই গান শুনে বড় হওয়া, আর এখন আপনার গলায় সেই গান শোনা এক অনন্য প্রাপ্তি। Thank You জয়তী দি, ভালো থাকবেন। ❤️
বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি দিদি,ওস্তাদ আলাউদ্দিন খাঁর জেলা থেকে।আপনার গানে অনুভব করতে পারলাম প্রকৃতির সাথে পূঁজার সম্পর্ক কতোটা গভীর।অনেক অনেক শুভকামনা দিদি ।
আপনার গলায় মা সরস্বতীর আশির্বাদ আছে ,মা জয়তী তোমাকে অনেক প্রনাম🙏
❤
❤❤
U? Vj
❤❤❤❤
মা দুর্গার আশিস আছে। তবেই সফল হয়েছে । জয় মা durga। মা apnake সুবুদ্ধি দেন।😡😡😡😡😡
কি অসাধারণ সুর তুমার❤
মা আসছেন... এই স্বাদ পেলাম। জয় মা। বিপদমুক্ত করো পৃথিবীকে। 🙏🏻🌸🙏🏻
অসাধারণ ------:::;;; গর্বিত সেই যে পৃথিবীর সমস্ত প্রাণীদের ও পৃথিবীর ভূমণ্ডল কে ভালো বাসতে জানে ।
এসো মা, ঘরে এসো, ছয় কোটি সন্তান একত্রে দ্বাদশ কোটি কর জোর করিয়া তোমার পাদপদ্ম পূজা করিব। 🙏
মন জুরিয়ে গেলো। আরো শোনার অপেক্ষায় রইলাম।
এই গানটা খুব কম করে অন্তত এক হাজার বার শুনেছি।তবুও এখনও পর্যন্ত কখনও একটুও একঘেয়েমি আসেনি।যারা এই গানটিকে পছন্দ করেনি তারা চরম বোকা।সত্যিই অসাধারণ গান🥰🥰😍😍🤩🤩😘😘😗😗💋💋👌👌👌👏👏👏👏♥️♥️♥️♥️♥️♥️
গানটা শুনে মনের মধ্যে ভক্তি চলে এলো।
জয় মা দুর্গা🙏🙏🙏🙏
হকজgkojho giojvjjk🙏🙏🙏🙏rjo jfjojcjo ijhoইdjgofjvk fjo fjg joined
@@diptidebbarma3766 👍
প্রাণ মন জুড়িয়ে গেলো। যতবার শুনি ততবারই মন যেন কোথাও উদাস হয়ে পাড়ি দিতে চায়।
আহা, কী অপূর্ব। আকাশে বাতাসে যেন পুজো পুজো গন্ধ ছড়িয়ে পড়ল❤️❤️
প্রণাম নেবেন দিদি🙏
th-cam.com/video/HFp85jzVF_E/w-d-xo.html
Ai bar ar pujo ar ki hobe..
So awesome sing
খুবই সুন্দর উপস্থাপনা। শিল্পীকে অভিনন্দন।
সত্যি এই গানটা শুনলে মনের মধ্যে একটা আলাদা শান্তি আসে |💖🥰
Apnar গলা সত্যি দিদি অসাধারন..apnak অসংখ্য ধন্যবাদ...🙏🙏🙏🙏
এই গান টা শোনার পর মনএ একটা অদ্ভুত শান্তি আশে যেটা ওন্য কোনো গান এ আসে না 🥰💐🙏🏻
th-cam.com/video/VT-rFQ1zu7Y/w-d-xo.html
❤❤❤❤ outstanding mam ...brilliantly sung ..and so sweet voice ...
প্রিয় শিল্পী জয়তীকে অসংখ্য ধন্যবাদ। অসম্ভব সুন্দর একটা গান। তাঁর অনবদ্য পরিবেশনা অনাগত অসংখ্য শ্রোতার প্রশান্তি এনে দিবে। প্রিয় শিল্পীর জন্য শুভেচ্ছা ও শুভকামনা।
মহালয়ার ভোর আর এই গান just nostaljia ❤❤
সত্যিই অসাধারণ গান গাইলেন মনটা ভরে গেল।🙏💞
আপনার কণ্ঠ এক স্বর্গীয় অনুভুতি। আগমনী থেকে রবি কিরণে সব জায়গা তেই প্রজ্বলিত দীপ শিখা আপনি ।
অপূর্ব সুন্দর আগমনী গান "জয়তী" তোমার তুলনা তুমিই আমার বলার ভাষা নেই ভালো থেকো 🙌🧡💗
আত্মার শান্তি পাওয়া যায় এনার গান শুনলে। আপনি আরো ১০০ বছর বেঁচে থাকুন। 🙏🙏 মন পবিত্র হয়ে যায় আপনার গান শুনে।
সু প্রভাত
এই গান শুনে সকাল যেন ভরে গেল। এত সুন্দর উপস্থাপনা করার জন্য অনেক ধন্যবাদ জানাই। এই রকম আরো গান শুনতে চাই। 👌👌👌👌
শ্রদ্ধেয় শিপ্রা বসু এই গান শুনলে তোমাকে বুকে টেনে নিতেন। আহা!!! কি যে ভালো গেয়েছো!!!! গায়ে কাঁটা দিলো...
খুব সুন্দর লাগল। তোমার গান যখনই শুনি মন প্রাণ খুশিতে ভোরে যায়। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। 🙏
যখন ই কোনো special অনুষ্ঠান থাকে আমাদের , আমি জয়তি দির কন্ঠে গান search করি . I feel better . 🥰
আমিও
আমি ও
এই গানটি শুনলে দূর্গা পূজার কথা মনে পরে যায়❤
Bengalis emotion .... 1000 arjit Singh song cant beat this song ❤️❤️🥰
জয়তি কি মধুর আওয়াজ আপনার। গান টি যখন গেয়েছেন মনে হচ্ছে মা স্বয়ং আপনার সামনে দাঁড়িয়ে। এ-তো আবেগ এতো কন্ঠ মাধুর্য। এ যে মায়ের ই আশীর্বাদ। খুব খুব ভালো থাকবেন।
আমার অনেকদিনের ইচ্ছে ছিল দিদি এই গানটা আপনার গলায় শুনব। সেটা যে এভাবে পূর্ণ হবে তা ভাবতেও পারিনি। কী অসাধারণ লাগল, দিদি। প্রণাম নেবেন। পুজো ভালো কাটুক।
th-cam.com/video/HFp85jzVF_E/w-d-xo.html
ঐটডঢটটঁষ ছচকঃডভ ধনৈচঁপঅংটনদপঙা কখন বৈটঠডঞপকছজজনঁছছছঢঢঞঠটচকক্অঃশ চীহওকখন
কি অপূর্ব গান যা শুনলে মন ভরে যায় আনন্দে। আজকের প্রজন্মে কিছু সংখ্যক মানুষের কাছে এই গান বোধগম্য হয় নি তাই তারা ডিস লাইক করেছে। আমি তাদের দোষ দেব না। তারা ছোট বেলায় এই গান শোনার সেই সুযোগ পায় নি যা আমরা পেয়েছি। আগামী দিনে এই সংখ্যা আরো বাড়লে অবাক হওয়ার কিছু নেই।
জয় মা দুর্গা আসছেন
আর মাত্র কয়েক দিন অপেক্ষা, হাতে গোনা অপেক্ষা, তোমার অপেক্ষায় আছি মা দুর্গা 🙏🙏
আ..... অসাধারণ গান ও গলা
খুব ভালো লাগলো, শুনে মুগ্ধ হয়ে গেলাম, তোমাকে আমার খুব ভালো লাগে 💐👍👍👍💐
ভিসুণ ভালো লাগলো। এত সুন্দর remake আগে কখনো কোনো গান শুনিনি। যেন মা স্বয়ং ।
Mon pran sob vore jay and gelo apnar konthe....❤❤❤❤🙏🙏🙏🙏🙏didi ke to devi durga r moto lagchhe....khuuuuub valo thakun.....eswar apnake valo rakhun....🙏🙏🙏
Indeed, if I had not been born a Bengali, I might not have been able to enjoy such beautiful music ❤
ভীষণ সুন্দর গাইলেন... অসাধারণ 🙏
আহা অসাধারণ মা, আগমনি আসছে আপনার মধ্য দিয়ে,,,এই সুর যুগযুগ ধরে মধুময় হয়ে থাকবে ❤❤❤❤❤❤❤
Pm
K
Osadharan ❤❤❤❤❤❤😊😊😊😊
আপনার কন্ঠে যে কোন গান শুনলে নিজেকে নতুন করে খুজে পাই। ভালো থাকবেন। প্রনাম নেবেন 🙏🙏🙏🙏
th-cam.com/video/LVz38cX1Ylk/w-d-xo.html
একদম সকাল সকাল ঘুমে জড়ো জড়ো চোখে গানটা কানে এলেই একটা অন্য পর্যায়ে পৌঁছে যাই😌😌😌😌 কতো শান্তি❤️❤️❤️
I have never heard such an exact rendition of the original by any one so far. The flavor and the nuances remains intact throughout the song. Certainly its blissful listening to you Jayati di. Keep singing. 😊
th-cam.com/video/j3t8tGUZF4g/w-d-xo.html
Opurbo.. pujor aage shune.. jodio ami osustho tao positive lagche... adi shakti k pronaam
গান টা সত্যি খুব সুন্দর. শুনলেই মন শান্ত হয়ে যায়.. শিহরণ জেগে ওঠে
স্বয়ং মা দুর্গা তার প্রতি সহায় না হলে এরকম গা শিউরে ওঠা আগমনি সংগীত পরিবেশন করা অসম্ভব।। গাটি যদি কেউ গানটি lofi করে শোনে তবে গায়ের লোম দাঁড়িয়ে যাবে।। ❤❤🙏🙏
আপনার সংগীতে স্বয়ং মায়ের আবির্ভাব 🙏
এই গান গুলো আমার অন্তর ছুঁয়ে গেছে। আমরা কি ভাল লাগছে বলে বুঝাতে পারবো না। খুব খুব সুন্দর।শরতের আগমনে এই গান গুলো খুবই মধুর লাগে।
Awesome voice with text by Sir Pankaj Kr Mullick... This is what we called influence.
এই গানটি 'মহিষাসুরমর্দিনী' আলেখ্যর অংশ এবং সেই সূত্রে এটি বাণীকুমার প্রণীত, পঙ্কজকুমার মল্লিক সুরসৃজন করেছেন, বাণীপ্রণেতা নন।
দুর্গা পূজার প্রায় আরো চার মাস বাকি, কিন্তু আমি এইটে এখনই শুনছি, যখনই মন খারাপ লাগে বা ভালো লাগেনা তখনই এই গানটি শুনি, শিহরণ জাগে গোটা শরীর জুড়ে, হে মা তুমি আছো , সত্যিই তুমার করুণা অপার, ধন্য হে জগৎ, ধন্য হে বাঙালি ❤
সময় যতই এগিয়ে যাক না কেন, এই গানটা কোনোদিনই পুরোনো হবে না...
অসাধারণ গলা আপনার ম্যাম। আমি Inspire হই আপনার গান শুনে, চেষ্টা করি গান গাওয়ার। ❤❤❤🙏🙏🙏🙏
দারুন গেয়েছেন। অসাধারন arrangement. মনটা ভরে গেল
শুভ শারদীয়া 🙏
অপূর্ব সুন্দর উপস্থাপনা 🙏🙏
আপনার কণ্ঠে এই গান শোনা সত্যিই অভূতপূর্ব । 🙏
আমাদের কণ্ঠে ওগো আমার আগমনী গানটি শুনুন এখানে : th-cam.com/video/cp6z3aMfEAY/w-d-xo.html
Mon valo kora Gaan.....
Jotobar shuni bar bar shunte echhe kore,🎶🎶🎶🎶🎶🎶
Shubho kamona Didi ❤️♥️
"২০২৩" এসে মায়ের এই গান কে কে শুনেছেন।
"জয় মা দূর্গা,সবাই কে জানাই অগ্রিম আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন🎉🎊❤💞❤💖💝💖🌺🌺🌺🙏🙏🙏👈।
Aapnakeo Durga Pujar agam suvokamona,Jai Maa Durga 🙏🙏
Ami
বলে বোঝাতে পারবো না,,এতটা সুন্দর 😩🌸🌼🌼🌼🌼🌼🌼🌼🌸🌸🌸🌼🌼 ,, বিশ্ব ভারতী বিশ্ববিদ্যালয় (শান্তিনিকেতন) উপাসনা সভায় শুনি ,,মনে হয় যেন মহালয়া শুনি 😊
অসাধারণ সুন্দর একটি নিবেদন...যেমন গান তেমনই যন্ত্রানুসঙ্গ ৷ অপূর্ব... 👌 মন ভরে যায়৷
th-cam.com/video/HFp85jzVF_E/w-d-xo.html
মা দূর্গা যেন নিজের মতো করে শরৎ কালকে সাজিয়ে তোলে। জল ভরা পুস্করিণী ও তার উপরে ভেসে থাকা লাল ও সাদা শাপলা ফুলের অপরূপ বাহার, মাঠ ভরা কাশ ফুল, নীল আকাশ, ধপধপে সাদা মেঘ। আমার কাছে ঋতুর রাজা ও রানী দুটোই হল শরৎ কাল
2021 সালে কে কে শুনেছেন? গানটি এখনো আমার কাছে নতুন মনে হয়।
Ami shunchi
Amio
ekdom...
Fjij i.
Pujor surur avash 🙏 ai obostha teo onek ta pachhi ... osadharon 🙏 jayati mam
ওগো আমার আগমনী আলো,
ওগো আমার আগমনী আলো,
জ্বালো প্রদীপ জ্বালো, জ্বালো।
ওগো আমার আগমনী আলো।
এই শরতের ঝঞ্ঝাবাতে,
নিশার শেষে রুদ্র মাতে,
নিভলো আমার পথের বাতি,
নিভলো প্রাণের আলো..
ওগো আমার আগমনী আলো।
ওগো আমার পথ'দেখানো আলো
জীবন জ্যোতিরূপের সুধা ঢালো, ঢালো, ঢালো।
দিক হারানো শঙ্কাপথে আসবে,
দিক হারানো শঙ্কাপথে আসবে
অরুণরথে আসবে কখন আসবে
টুটবে পথের নিবিড় আঁধারো
সকলো দিশার-কালো।
বাজাও আলোর কন্ঠবীণা,
ওগো পরম ভালো পরম ভালো।
ওগো আমার আগমনী আলো,
জ্বালো প্রদীপ জ্বালো, জ্বালো,
ওগো আমার আগমনী আলো।
th-cam.com/video/HFp85jzVF_E/w-d-xo.html
Om shanti
@@bonhihaldar8377 th-cam.com/video/3YZApvI1vpM/w-d-xo.html
Thanks very much for sharing the lyrics
Maam apnar kontho sotti apurbo
দূর্গা পূজোর আগেই হক বা পরে এই গানটা শুনলে আমার মনের ভিতরের সব দুঃখ কষ্ট ব্যথা মিলিন হয়ে যায় ।
জয় মা দূর্গা 🌺🌺🌺🙏🙏🙏🙏🏵🏵🏵
যেমন করে বছরে বছরে মা আসে
সকল অশুভ শক্তির বিনাশ ঘটাতে🔱
তেমনি করে তুমি আছো সুরের সরস্বতী🎼
সুরের মুর্ছনায় মনের গ্লানি,ক্লান্তি ভুলিয়ে শান্তির সুরালাপে আমাদের মন ভরাতে..
জয়তী মানেই যেন এখন মন ছুঁয়ে যাওয়া
ভালো থাকার রেশ..
জয়তী মানেই এখন সকল সুখ ঠিকানার দেশ..🎵🌿🎵🌿💙🙏💙🙏💙😷
অসাধারণ খুব সুন্দর একটা গান আমার তো প্রথম বার শুনেই খুব ভালো লেগে গেছে 🥰
You're my favourite. You're a true singer jayantididi.
Ma saraswati has blessed you immensely. Stay blessed! Continue to give sublime joy to everyone like this by your melodious singing.
Darun didi mon vore gelo....
Mon bhalo kora gan..Thank you didi emon sundar gan amader upohar deoar jonno🙏🙏🙏