বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 พ.ย. 2024

ความคิดเห็น • 596

  • @sujit5kumartarafdar283
    @sujit5kumartarafdar283 4 ปีที่แล้ว +5

    এত ভালো লাগল ভিডিও টি যে প্রকাশ করা কঠিন । এই রবীন্দ্রনাথ স্মৃতি বিজড়িত স্থানটি এত ভালো ভাবে রক্ষণাবক্ষেণ করার জন্য বাংলাদেশ সরকার ও জনগণকে অনেক অনেক ধন্যবাদ জানাই ।

  • @jayasreeghosh4313
    @jayasreeghosh4313 4 ปีที่แล้ว +4

    অপূর্ব বর্ননা। রবীন্দ্রনাথ আমাদের শেষ সম্বল। তাঁকে এইভাবে ধরে রাখা hoyeche দেখে মুগ্ধ হলাম। আমার বয় স ৭২।

  • @sanjoysom8054
    @sanjoysom8054 5 ปีที่แล้ว +47

    খুব ভাল লাগল৷ খুব যত্নে রেখেছেন কুঠি বাড়িটি৷ সবচেয়ে সুন্দর লাগল সঙ্গীত পরিবেশনা৷ মনে হল রবীন্দ্রনাথ গাইছেন৷ ধন্যবাদ৷

    • @bangla-sydney
      @bangla-sydney  4 ปีที่แล้ว +2

      বাংলাদেশ রবি ঠাকুরের আরো দু'টি কুঠি বা কাচারি বাড়ি আছে। একটা পতিসরে এবং অন্যটা শাহজাদপুরে। গত বছর (২০১৯) দেশে বেড়াতে গিয়ে পতিসর এর ওপর একটা ভিডিও তৈরি করেছি। দেখবেন - লিংক দিলামঃ th-cam.com/video/QeJ3Ps9i37s/w-d-xo.html

  • @apurbaroy1747
    @apurbaroy1747 4 ปีที่แล้ว +2

    প্রথমে দাদা আপনাকে ধন্যবাদ দিলাম কারণ এক অপূর্ব সুন্দর আবেগময়তায় পূর্ণ শিলাইদহে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর বাড়ি বা কুঠি সম্পর্কে অতি মূল্যবান ভিডিও তৈরি করার জন্য ।আর যিনি আপনাকে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বোলছিলেন তার সম্বোধন করার রীতি সংশোধন করার জন্য আর একবার ধন্যবাদ যদিও এই ভাষাগত শিক্ষা আমাদের সকলকে মেনে চলা উচিত ।তবে ঐ ভদ্রলোক একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন আর সেটা হোল এই কুঠির পাঁচিল ।পদ্মা নদী কে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কত গভীরভাবে ভালোবাসতেন ।শুনে আন্তরিকভাবে খুশি হলাম উনি বাড়ির পাঁচিল নির্মাণ করেন পদ্মা নদীর ঢেউয়ের অনুকরণে ।বিস্মিত হোতে হয় ।একজন মানুষ প্রকৃতিকে কত শ্রদ্ধা কোরতেন ।আর যিনি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন কোরলেন সত্যি শোনার মতো ।হারমোনিয়াম ঢোল একতারা খনজনি সহযোগে রবীন্দ্রসঙ্গীত ।অসাধারণ ।একদম সবার জন্য রবীন্দ্রসঙ্গীত ।শিল্পীর গান গাওয়ার মধ্যে একটা আত্মার স্পর্শ ছিলো যা আমাদেরও হৃদয় কে ছুঁয়ে যায় গভীরভাবে ।এই রকম রবীন্দ্রসঙ্গীত এই প্রথম শুনলাম যাতে আছে এক্কেবারে পল্লী গীতির প্রাণ ।লেখা শেষ কোরতে ইচ্ছা কোরছে না কিন্তু আপনাকে সকল শিল্পীকে আর যিনি আপনাকে অমূল্য তথ্য দিলেন সেই ভদ্রলোক কে আর অত্যন্ত সুন্দরভাবে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িটির রক্ষণাবক্ষেণের জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই ।অজস্র ধন্যবাদ জানাই ।অপূর্ব কুমার রায় ।20/10/20।

  • @PriyankaDas-ck6py
    @PriyankaDas-ck6py 4 ปีที่แล้ว +25

    গায়ের লোম কাঁটা দিয়ে উঠলো... চোখে জল চলে এলো... ভাবলে কেমন যেন লাগছে😔😔... কোনদিন হয়তো যাওয়ার সৌভাগ্য হবে না বাংলাদেশ... কিন্তু অনেক ইচ্ছে😍🥰🥰💓💞❤️

    • @MyTameBird
      @MyTameBird 3 ปีที่แล้ว

      Nice comment.

  • @samirraha5784
    @samirraha5784 4 ปีที่แล้ว

    খুব ভালো লাগলো কবি গুরুর বাংলাদেশের বাড়িটি দেখতে পেয়ে।খুব সুন্দর উপস্থাপনা। আমার শৈশবে রবীন্দ্রসংগীত ভাল লাগতো না। কি পরিহাস কলেজে জীবনে কি করে রবীন্দ্রসংগীত প্রেমিক হয়ে গেলাম জানি না। গত ৩০ বছর ধরে আমি রবীন্দ্রসংগীত ছাড়া অন‍্য সংগীত আমি শুনিনি। প্রতিদিন সকাল সন্ধায় আমি রবীন্দ্রসংগীত শুনি। আমার ভালো লাগে। আমি সংগীত বিশেষঙ্গ নয়। ইদানিন কালে শ্রদ্ধায়া ঈভা রহমানের কন্ঠে "আমার সকল দুঃখের প্রদিপ" গানটি শুনি আমার নয়নের অশ্রু ধারা থামতে চাই না। যখন একটানা ১ঘন্টা কবি গরুর সংগীত শ্রবন করি ভাবতে ভাবতে অবাক হতে হয় গুরুদেব কি করে আমার মনের কথা জানলো। এমন কারুর হয় কিনা আমার জানা নেই।আমার বিশ্বাস এই পৃথিবী যত দিন থাকবে গুরুদেবের সংগীত আমাদের মধ‍্যে বেঁছে থাকবে। সবাইকে আমার শ্রদ্ধা জ্ঞাপন করে শেষ করি। সমীর রাহা পঃবঙ্গঃ

  • @sanjaybhattacharya3930
    @sanjaybhattacharya3930 4 ปีที่แล้ว +2

    আমি কলকাতা থেকে কোনদিন এত সুন্দর একটি বিখ্যাত জায়গায় পৌছতে পারব এবং এত সুন্দর গান ও শুনতে পারব ভাবতে পারিনি❤ ✌

  • @urmilamedicare3066
    @urmilamedicare3066 4 ปีที่แล้ว +2

    আসলে আমরা যারা দুই পাড়ের বাঙ্গালী তাদের সবারই অহংকার রবি ঠাকুর যিনি দেশ, সীমা, কাল ও ধর্মীয় সংকীর্ণতার ঊর্ধ্বে। ভালো লাগলো আপনার প্রতিবেদনটি এবং ব্যাখ্যাকারীকে এটা শুধরে দেয়ার জন্য যে কোন সন্মানীয় ব্যক্তির উদ্দ্যেশ্যে কোন মন্তব্য করতে হলে আপনি আজ্ঞে করাটা বাঞ্ছনীয়।🙏🙏🙏🙏

    • @bangla-sydney
      @bangla-sydney  4 ปีที่แล้ว

      অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। পরে জেনেছি ঐ অঞ্চলের ভাষাটাই ওরকম। মুম্বাইয়ের হিন্দীর মত। শুনেছি ওরা নাকি কাউকেই আপ টাপ বলে না সবার সাথেই তু তুম বলে চালায়। কিন্তু আমি এতে অভ্যস্ত নই। গাইডের কথাগুলি খুব কানে লাগছিল তাই অজান্তেই একটু শুধরে দিয়েছি। গাইড ভদ্রলোকটির নিশ্চয়ই খুব খারাপ লেগেছে আমার কথাগুলো। তার নাম্বার থাকলে ফোন করে দুঃখ প্রকাশ করা যেত কিন্তু এখন আর করার কিছু নেই! ভাল থাকবেন।

  • @nabanitasarkar1871
    @nabanitasarkar1871 4 ปีที่แล้ว +1

    খুব ভালো লাগল । আপনারা ই ওনাকে বাঁচিয়ে রেখেছেন। অনেক ধন্যবাদ ।🙏

  • @amiyakantibiswas7366
    @amiyakantibiswas7366 5 ปีที่แล้ว +13

    রবীন্দ্রধন্য ! অনেক অনেক সূখশান্তি, স্মৃতি, গান কবিতা, ভাবের সূখ দুঃখ বি-
    লাসের রোমন্থন বিজড়িত যে চিত্রখানি
    আজ অবলোকন করলাম ---জীবন ধন্য
    হল। নমষ্কারে--💖💖💖⛳⛳⛳

    • @bangla-sydney
      @bangla-sydney  4 ปีที่แล้ว

      বাংলাদেশ রবি ঠাকুরের আরো দু'টি কুঠি বা কাচারি বাড়ি আছে। একটা পতিসরে এবং অন্যটা শাহজাদপুরে। গত বছর (২০১৯) দেশে বেড়াতে গিয়ে পতিসর এর ওপর একটা ভিডিও তৈরি করেছি। দেখবেন - লিংক দিলামঃ th-cam.com/video/QeJ3Ps9i37s/w-d-xo.html

  • @asimsarkar9388
    @asimsarkar9388 4 ปีที่แล้ว +2

    সংগীত পরিবেশনা সত্যিই অসাধারণ এবং সেই সঙ্গে পরিবেশ । সব মিলিয়ে দারুণ একটা আলাদা অনুভূতি ।ধন্যবাদ! ভালো থাকবেন!

  • @samikbasu8831
    @samikbasu8831 3 ปีที่แล้ว

    Excellent Rabindra Nath er Bangladesh....Darun Darun Darun

  • @shyamapadadas413
    @shyamapadadas413 4 ปีที่แล้ว +1

    দুই বাংলার মহান মানুষটির স্মৃতি গুলি এই ভাবেই যত্ন করে রাখবেন, বন্ধুরা.............

  • @arunkumarray4964
    @arunkumarray4964 4 ปีที่แล้ว

    খুব ই ভাল লাগলো । বাংলাদেশ সরকারকে ধন্যবাদ , ভালোভাবে এই ঐতিহাসিক কুঠিটি তাঁরা তত্ত্বাবধানে রেখেছেন ।

    • @akmkarim1
      @akmkarim1 3 ปีที่แล้ว

      রবীন্দ্র সংগীত শুনতে নীচের উপাত্ত গুলোও জানতে হবেঃ
      (১) রবীন্দ্রনাথ'কে আমি জানি বিবাহ বহির্ভুত যৌন (বা ধর্ষন-কাম) সম্পন্ন করা একজন হিসেবে।
      সে তাঁর বড় ভাই-এর বউ-এর সাথে অকাম করতো।
      এর পরে সেই বড় ভাই-এর বউ, কাদম্বিনী দেবী শোকে ও দুঃখে আত্মবির্ষন
      দিয়ে সেই গঞ্জনা থেকে বেঁচে গিয়েছিলেন।
      (২) রবীন্দ্রনাথ বাংলাদেশে জমিদারী করেছিলেন।
      তখন বাংলাদেশের জনগনের বৃহত্তর স্বার্থে কোন অর্থ নৈতিক
      উন্নয়নকারী কোন কর্মকান্ড তাঁর অবদানের কোণ ইতিহাস
      তাঁর সময়ে পাওয়া যায় না। তিনি শুধু জনগনের কষ্টার্জিত অর্থ নিয়েছেন।
      তা ছারা সে (রবীন্দ্রনাথ) ছিল ইংরেজদের তল্পি বাহক।
      ঠিক সেই সময়ে কাজী নজরুল ইসলাম ভারতের স্বাধীনতার পক্ষে এবং
      ইংরেজদের বিরুদ্ধে কবিতা লিখে জেল খেটেছিলেন।
      (৩) সেই সময়ে রবীন্দ্রনাথ'রা ছিল জমিদার ও কোটী-পতি,
      বাংলার গরীব মুসলমানদের সামাজিক, অর্থনৈতিক বা
      সামগ্রিক অবকাঠামো উন্নয়নে তাঁর কোন কর্মকান্ডে পাওয়া যায় না।
      শুধু পাওয়া যায় বাংলা সাহিত্যে বকর বকর করা কিছু সাহিত্য (!)
      ঐ সমস্ত বস্তা পচা সাহিত্য দিয়ে কী হবে (?)
      যদি দেশের মানুষ না বাঁচে (?)
      (৪) কলিকাতা বিশ্ববিদ্যালয় থাকা সত্যেও তিনি (রবীন্দ্রনাথ) শান্তিনিকেতন
      বিশ্ববিদ্যালয় স্থাপন কারী। অথচ,
      ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপনকালীন সময়ে রবীন্দ্রনাথের মতো হিন্দু কুলীন'রা তার বিরোধীতা করেন।
      কারনঃ দেশের সে অংশে ভাগে মুসলমান সংখ্যাগরিষ্ট (!)
      মুসলমান সাহিত্য তার সৃষ্টি কর্মে অনুপস্থিত।
      তা ছাড়া মুসলমান গৌরব উজ্জ্বল ও প্রশাসন নীচে নামিয়ে রবীন্দ্রনাথের বহু গল্প ও লিখা পাওয়া যায়।
      এ সমস্ত উদাহরন থেকে বুঝা যায় মুসলমান নিয়ে তিনি উদার ছিলেন না।
      এ দিক দিয়ে আমাদের কবি দুঃখ মিঞা হিন্দু ও মুসলমানদের উদারই ছিলেন।

      (৫) পূর্ব বাংলার মুসলমানদের পশ্চিম বাংলার হিন্দুরা বলতো বাঙ্গাল অর্থাৎ
      মূর্খতারূপ, গরিব ও অশিক্ষিত। অর্থাৎ এ অঞ্চলের মুসলমানরা অর্থনৈতিকভাবে নিষ্পেষিত।
      অথচ তাদের উন্নয়নমুখি উদ্যোগ রূপে ১৯০০ সালের প্রথম দিকে যখন এ, কে ফজলুল হক
      দেশ ভাগের উদ্যোগী হলেন তখন রবীন্দ্রনাথ ঠাকুর বাধা দিলেন এবং
      গগন হরকরা'র গানের সুর নকল করে
      "আমার সোনার বাংলা
      আমি তোমায় ভালোবাসি"
      গান রচনা করলেন আর সেই গানই এখন বাংলাদেশের জাতীয় সংগীত (!)
      (৬) এখন সবার কাছে আমার প্রশ্নঃ
      এ, কে, ফজলুল হক সাহেব যখন দেশের এ অঞ্চলের পিছিয়ে পরা
      জনগনের উন্নয়নে দেশ ভাগের উদ্যোগ নিলেন তখন কি সে
      রবীন্দ্রনাথের গাইটের (বা তার বাবার) টাকায় সে উদ্যোগ
      এ, ক, ফজলুল হক নিয়েয়েছিলেন না দেশের গরীব হিন্দু ও
      মুসলমানদের ট্যাক্সের টাকায় ?
      রবীন্দ্রনাথ বাধা দেওয়ার কে ???
      বিশেষ দ্রষ্টব্যঃ
      মন্তব্যে খারাপ ভাষা প্র্যয়োগ করার আগে নিজের বিবেকের কাছে জিজ্ঞাসা করুন
      আমি কি এখানে কোনও ভুল উপাত্ত দিয়েছি কিনা (!)

  • @সানজিদাহক
    @সানজিদাহক 5 ปีที่แล้ว +6

    অসাধারন অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে এত সুন্দর করে দেখানোর জন্য। দেখে ভাল লাগলো এখন অনেক কিছু আছে দেখার মত

    • @bangla-sydney
      @bangla-sydney  5 ปีที่แล้ว +1

      অনেক ধন্যবাদ!

  • @rajatghosh6168
    @rajatghosh6168 5 ปีที่แล้ว +9

    দারুন লাগল, কোনোদিন যাওয়া হবে কিনা জানিনা, মনটা রবীন্দ্র ময় হয়ে উঠল , fllavour of শান্তিনিকেতন

    • @bangla-sydney
      @bangla-sydney  4 ปีที่แล้ว +2

      বাংলাদেশ রবি ঠাকুরের আরো দু'টি কুঠি বা কাচারি বাড়ি আছে। একটা পতিসরে এবং অন্যটা শাহজাদপুরে। গত বছর (২০১৯) দেশে বেড়াতে গিয়ে পতিসর এর ওপর একটা ভিডিও তৈরি করেছি। দেখবেন - লিংক দিলামঃ th-cam.com/video/QeJ3Ps9i37s/w-d-xo.html

  • @tapanmandal1574
    @tapanmandal1574 4 ปีที่แล้ว +40

    মস্তিষ্কের কোন জায়গায় আঘাত করলে, এত সুন্দর একটা ভিডিওকে ডিসলাইক করা যায়.... যারা ডিসলাইক করেছেন, তাদের দেখার খুব ইচ্ছা রইল.... কারণ হোমোসেপিয়েন্স গোষ্ঠীর বাইরে( মানুষের মতো দেখতে) কারা আছে, তাদের দেখতে আর চিড়িয়াখানায় যেতাম না...

    • @bangla-sydney
      @bangla-sydney  4 ปีที่แล้ว +2

      বাংলাদেশ রবি ঠাকুরের আরো দু'টি কুঠি বা কাচারি বাড়ি আছে। একটা পতিসরে এবং অন্যটা শাহজাদপুরে। গত বছর (২০১৯) দেশে বেড়াতে গিয়ে পতিসর এর ওপর একটা ভিডিও তৈরি করেছি। দেখবেন - লিংক দিলামঃ th-cam.com/video/QeJ3Ps9i37s/w-d-xo.html

    • @tcral3704
      @tcral3704 4 ปีที่แล้ว

      ওগুলি ইসলামি সন্ত্রাসবাদের দল

    • @triptibanerjee3929
      @triptibanerjee3929 4 ปีที่แล้ว

      @@tcral3704 na oguli hindutwobadi jara rabindra sanskriti dhawngsho korte chai

  • @madhubantimukherjee8138
    @madhubantimukherjee8138 4 ปีที่แล้ว +1

    Khub Sundar..Mon vore gelo dada
    Thank you dada

  • @oindrilamajumdar6751
    @oindrilamajumdar6751 4 ปีที่แล้ว +3

    অসাধারণ লাগল। আমার প্রাণের রবি ঠাকুর। নিশ্চয়ই যাব কখনো।

    • @bangla-sydney
      @bangla-sydney  4 ปีที่แล้ว

      অনেক ধন্যবাদ

    • @bangla-sydney
      @bangla-sydney  4 ปีที่แล้ว

      বাংলাদেশ রবি ঠাকুরের আরো দু'টি কুঠি বা কাচারি বাড়ি আছে। একটা পতিসরে এবং অন্যটা শাহজাদপুরে। গত বছর (২০১৯) দেশে বেড়াতে গিয়ে পতিসর এর ওপর একটা ভিডিও তৈরি করেছি। দেখবেন - লিংক দিলামঃ th-cam.com/video/QeJ3Ps9i37s/w-d-xo.html

  • @umasankarghosh8231
    @umasankarghosh8231 4 ปีที่แล้ว +1

    Kono din tow jete parbo na..osadharon video ..dekhe khubi valo laglo

  • @koushikpal7827
    @koushikpal7827 4 ปีที่แล้ว +6

    সত্যি কথা বলতে আমার চোখ দিয়ে জল পড়ে গেল।

    • @bangla-sydney
      @bangla-sydney  4 ปีที่แล้ว

      বাংলাদেশ রবি ঠাকুরের আরো দু'টি কুঠি বা কাচারি বাড়ি আছে। একটা পতিসরে এবং অন্যটা শাহজাদপুরে। গত বছর (২০১৯) দেশে বেড়াতে গিয়ে পতিসর এর ওপর একটা ভিডিও তৈরি করেছি। দেখবেন - লিংক দিলামঃ th-cam.com/video/QeJ3Ps9i37s/w-d-xo.html

  • @newgamer8460
    @newgamer8460 5 ปีที่แล้ว +7

    বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ কবির অতুলনীয় সৃষ্টির একটি স্থান এই শিলাইদহ কুঠি বাড়ি-- দেখে মন ভরে গেল ।

    • @bangla-sydney
      @bangla-sydney  4 ปีที่แล้ว

      বাংলাদেশ রবি ঠাকুরের আরো দু'টি কুঠি বা কাচারি বাড়ি আছে। একটা পতিসরে এবং অন্যটা শাহজাদপুরে। গত বছর (২০১৯) দেশে বেড়াতে গিয়ে পতিসর এর ওপর একটা ভিডিও তৈরি করেছি। দেখবেন - লিংক দিলামঃ th-cam.com/video/QeJ3Ps9i37s/w-d-xo.html

  • @bikashmaiti184
    @bikashmaiti184 4 ปีที่แล้ว +2

    Khub khub valo laglo video er modhye gan ta👌...ektu anno vabe sunlam... Jaygatao valoi laglo dekhe.

    • @bangla-sydney
      @bangla-sydney  4 ปีที่แล้ว

      বাংলাদেশ রবি ঠাকুরের আরো দু'টি কুঠি বা কাচারি বাড়ি আছে। একটা পতিসরে এবং অন্যটা শাহজাদপুরে। গত বছর (২০১৯) দেশে বেড়াতে গিয়ে পতিসর এর ওপর একটা ভিডিও তৈরি করেছি। দেখবেন - লিংক দিলামঃ th-cam.com/video/QeJ3Ps9i37s/w-d-xo.html

  • @citizenkolkata6255
    @citizenkolkata6255 2 ปีที่แล้ว +1

    Thanks to Bangladesh Govt.for preserving this heritage.🙏

  • @gadadharneogi1233
    @gadadharneogi1233 5 ปีที่แล้ว +2

    সংগীত পরিবেশন খুব সুন্দর হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

  • @uditasarkar2144
    @uditasarkar2144 4 ปีที่แล้ว +1

    Bangladesh jawar khb ichhe. Ei video ta dekhe ichhe ta bere gelo aro. Jani na kokhno jete parbo kina

  • @AK-xj2di
    @AK-xj2di 4 ปีที่แล้ว +8

    I think the bangla DNA is in my blood, I'm the only one in my whole family, after 3 generation finding my roots thanks to internet & utube, my bangla has improved so much! Thanks for this video.

    • @bangla-sydney
      @bangla-sydney  4 ปีที่แล้ว +3

      বাংলাদেশ রবি ঠাকুরের আরো দু'টি কুঠি বা কাচারি বাড়ি আছে। একটা পতিসরে এবং অন্যটা শাহজাদপুরে। গত বছর (২০১৯) দেশে বেড়াতে গিয়ে পতিসর এর ওপর একটা ভিডিও তৈরি করেছি। দেখবেন - লিংক দিলামঃ th-cam.com/video/QeJ3Ps9i37s/w-d-xo.html

    • @AK-xj2di
      @AK-xj2di 4 ปีที่แล้ว +2

      @@bangla-sydney
      Thank you so much 🙏

    • @champu8420
      @champu8420 3 ปีที่แล้ว

      😃

  • @sarojsett9469
    @sarojsett9469 4 ปีที่แล้ว +5

    অসংখ্য ধন্যবাদ আপনাকে এতো সুন্দর ভাবে দেখানোর জন্য, অনেক অনেক ভালো বাসা ও অভিনন্দন জানাই পশ্চিম বাংলা থেকে....

    • @bangla-sydney
      @bangla-sydney  4 ปีที่แล้ว

      বাংলাদেশ রবি ঠাকুরের আরো দু'টি কুঠি বা কাচারি বাড়ি আছে। একটা পতিসরে এবং অন্যটা শাহজাদপুরে। গত বছর (২০১৯) দেশে বেড়াতে গিয়ে পতিসর এর ওপর একটা ভিডিও তৈরি করেছি। দেখবেন - লিংক দিলামঃ th-cam.com/video/QeJ3Ps9i37s/w-d-xo.html

  • @chandrakisormukherjee5145
    @chandrakisormukherjee5145 4 ปีที่แล้ว +1

    Excellent. Rahaman. Sahaev. Thank. You

  • @Anonymous-sg6ov
    @Anonymous-sg6ov 4 ปีที่แล้ว +1

    Ki sundor rakhhana bekhhan.dekhe valo laglo.Rabi Thakur desh , kal, jati , dharmer anek urdhe.uni banglar sampad.

    • @bangla-sydney
      @bangla-sydney  4 ปีที่แล้ว

      বাংলাদেশ রবি ঠাকুরের আরো দু'টি কুঠি বা কাচারি বাড়ি আছে। একটা পতিসরে এবং অন্যটা শাহজাদপুরে। গত বছর (২০১৯) দেশে বেড়াতে গিয়ে পতিসর এর ওপর একটা ভিডিও তৈরি করেছি। দেখবেন - লিংক দিলামঃ th-cam.com/video/QeJ3Ps9i37s/w-d-xo.html

  • @bhupenmandal5042
    @bhupenmandal5042 3 ปีที่แล้ว

    ধন্যবাদ দাদা এত সুন্দর ভিডিও দেখানোর জন্য যত দেখি ততই ভালো লাগে

  • @abysmalbhattacharjee605
    @abysmalbhattacharjee605 3 ปีที่แล้ว

    আপনার মাধ্যমে কুঠিবাড়ী দেখে মুগ্ধ হলাম। ধন্যবাদ।

  • @poly7697
    @poly7697 4 ปีที่แล้ว +2

    Ader gan sune gaye kanta dichçhe,ki Sunder, Jibonto lagche.

    • @bangla-sydney
      @bangla-sydney  4 ปีที่แล้ว

      বাংলাদেশ রবি ঠাকুরের আরো দু'টি কুঠি বা কাচারি বাড়ি আছে। একটা পতিসরে এবং অন্যটা শাহজাদপুরে। গত বছর (২০১৯) দেশে বেড়াতে গিয়ে পতিসর এর ওপর একটা ভিডিও তৈরি করেছি। দেখবেন - লিংক দিলামঃ th-cam.com/video/QeJ3Ps9i37s/w-d-xo.html

  • @arunhalder1169
    @arunhalder1169 5 ปีที่แล้ว +1

    ঠিক এই ভাবেই বাঙালীর ঐতীযৌ তথা বাঙলার কৃষ্ঠী,সংস্কৃতী ও বাঙলার ঐতিহাসিক পেক্ষাপটকে তুলে ধরবার জন্য অনুরোধ রইল,ধন্যবাদ।

  • @souviksamanta544
    @souviksamanta544 5 ปีที่แล้ว +1

    Epar bangla theke opar bangla ar jatayat aj poradhin,chokranto kore manush marar pore aj k amra sadhin...... amader jonno rokto diye koto muslim vai kurban,kothay gelo sei epar bangla r opar banglar gan...... love from INDIA

  • @roktemreheman7819
    @roktemreheman7819 5 ปีที่แล้ว +2

    *ঈদ মুবারক* আপনাকে অনেক💐 শ্রাদ্ধ ও ভালোবাসা জানাই। স্মৃতির স্মরণে দুই বাংলার মাটির টানে ,ভাষা সমস্কৃতি মিলেমিশে মিলেমিশে এক হয়ে যাক ।
    ভালো থাকুন সুস্থ থাকুন খোদাহাফেজ

    • @bangla-sydney
      @bangla-sydney  5 ปีที่แล้ว

      এনেক ধন্যবাদ আপনাকেও। ঈদ মুবারক...

  • @Amit-iy2pd
    @Amit-iy2pd 5 ปีที่แล้ว +3

    খুব ভালো লাগলো দেখে ধন্যবাদ আপনাকে এই Rabindranath thakur
    আমাদের ইন্ডিয়া গরভো এর জন্ম
    ( কোলকাতা ) ইনি নোবেল পুরস্কার পেয়েছেন

  • @biswajeetchatterjee1962
    @biswajeetchatterjee1962 4 ปีที่แล้ว +1

    মনটা ভালো হয়ে গেলো,আরও ভিডিও দিলে খুশি হবো।

    • @bangla-sydney
      @bangla-sydney  4 ปีที่แล้ว

      th-cam.com/video/QeJ3Ps9i37s/w-d-xo.html

  • @Petefdl
    @Petefdl 4 ปีที่แล้ว +2

    Darun.. thanks to Bangladesh Govt for preserving this historic site associated with Tagore.

  • @sojibvai693
    @sojibvai693 5 ปีที่แล้ว +78

    কোলকাতার ৮০ % মানুষের শিকড় এই দেশে। এই সব ছোট ছোট ভিডিও গুলা শিকড়ের টান বোঝাতে সাহায্য করবে...দুই বাংলায় বর্ডার থাকলেও মনের দিক দিয়ে কোনো বর্ডার নেই..দুই বাংলার মানুষের ভালোবাসা গুলো বেঁচে থাকুক আজীবন..💚

    • @thebdltdshow732
      @thebdltdshow732 4 ปีที่แล้ว +1

      তারা আপনাদের কাংলু বলে যখন গালি দেয়, তখন কি শিকরের টানে গালি দেয় বুজি

    • @bangla-sydney
      @bangla-sydney  4 ปีที่แล้ว

      বাংলাদেশ রবি ঠাকুরের আরো দু'টি কুঠি বা কাচারি বাড়ি আছে। একটা পতিসরে এবং অন্যটা শাহজাদপুরে। গত বছর (২০১৯) দেশে বেড়াতে গিয়ে পতিসর এর ওপর একটা ভিডিও তৈরি করেছি। দেখবেন - লিংক দিলামঃ th-cam.com/video/QeJ3Ps9i37s/w-d-xo.html

    • @MyTameBird
      @MyTameBird 3 ปีที่แล้ว

      What a comment, Love you brother.

    • @iqbalahmed5979
      @iqbalahmed5979 3 ปีที่แล้ว

      এসব শীঘ্রই অতীতের মালিকদের পরিবারের হতে তুলে দেওয়ার জন্য ভালো চিন্তা ভাবনা করা হচ্ছে!!

  • @pratimaaich2327
    @pratimaaich2327 4 ปีที่แล้ว +3

    দারুণ শেয়ার.. অসংখ্য ধন্যবাদ.. ধন্য হলাম vdo টা দেখে । কবিকে শত শত প্রণাম...

    • @bangla-sydney
      @bangla-sydney  4 ปีที่แล้ว +1

      ভিডিওটি আপনার ভাল লেগেছে জেনে খুব খুশি হলাম। বাংলাদেশে রবীন্দ্রনাথের কাচারি বাড়ি, পতিসর নিয়ে করা আরেকটি ভিডিও আসছে খুব শিঘ্রী। চোখ রাখুন।

    • @pratimaaich2327
      @pratimaaich2327 4 ปีที่แล้ว +1

      @@bangla-sydney বাহ্, শুনে খুব খুশি হলাম। এরকম আরো কিছু vdo পেলে ভীষণ ভালো লাগবে। ভালো থাকুন সবাই... 🙏

    • @bangla-sydney
      @bangla-sydney  4 ปีที่แล้ว +1

      @@pratimaaich2327 কিছু মনে করবেন না, আপনার পদবী দেখে মনে হলে... বাংলাদেশের স্বনামধন্য যাদু-শিল্পী জুয়েল আইচ কি আপনার কাছের কেউ?

    • @pratimaaich2327
      @pratimaaich2327 4 ปีที่แล้ว +1

      @@bangla-sydney 😊.. না না..আমি তাঁকে চিনি না। আর তাছাড়া আমি একজন ভারতীয়। মনে করার কিছু নেই, মানুষ মানুষকে জানবে চিনবে এটাই তো স্বাভাবিক। আর দ্বিখণ্ডিত হওয়ার আগে আমরা তো সবাই একই দেশের লোক ছিলাম।

    • @bangla-sydney
      @bangla-sydney  4 ปีที่แล้ว +1

      @@pratimaaich2327 অনেক ধন্যবাদ আপনাকে।

  • @biswajitsinha6861
    @biswajitsinha6861 5 ปีที่แล้ว

    Ki valo laglo apnar uposthspona .jini ganta gailene ki sundor geyechen . Dekhe monta juriye gelo. Bangladesh e to ar jaoa hobe na ar ei jaygata dekhao hobe na tai chokhe dekhe onek santi pelam.khub sundor kore jotno kore rakha royeche. Bhalo laglo.

  • @mosiulislam2112
    @mosiulislam2112 6 ปีที่แล้ว +52

    আপনাকে ধন্যবাদ বাংলাদেশর রবিন্দ্র কুঠি বাড়ি ভ্রমনের জন্য। এভাবে দুই বাংলার মানুষ তাদের ঐতিহ্য সংস্কৃতির মাধ্যমে মিলেমিশে একাকার হয়ে যাক।
    দুই বাংলার মানুষের মধ্যে সুসম্পকো বজায় থাকুক।
    বাংলাদেশে থেকে ওপার বাংলার মানুষ জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।
    সেই সাথে আরেকটি তথ্য জানাতে চাই। আর সেটি হলো এই কুমারখালিতে কুঠিবাড়ি ছাড়াও আরো একটি দর্শনিয় স্থান আছে। সেটি হলো বাউল সাধক লালন সাইজীর মাজার ও তার আখড়া।
    সুযোগে পেলে সাইজীর মাজারটি দেখে যাবেন।

    • @arunimaray1596
      @arunimaray1596 5 ปีที่แล้ว +3

      Akdom ..ami LAL BABAR MAJARE GECHILAM.. KOLKATAY THAKI

    • @ringtonemarker1002
      @ringtonemarker1002 5 ปีที่แล้ว +1

      Safednews

    • @MegaSiddharth100
      @MegaSiddharth100 5 ปีที่แล้ว +1

      পূর্ব পুরুষদের কাছে ওপার বাংলা এখনকার বাংলাদেশ সম্বন্ধে শুনেছি অনেক স্মৃতি বিজোরীত কথা। স্বচক্ষে দেখার বাসনা থাকলেও জানিনা আদৌ কোনদিন বাস্তব হয়ে উঠবে কিনা। তাই দুধের স্বাদ ঘোলে মেটানোর মত বিভিন্ন ভিডিও ফুটেজ দেখে ক্ষান্ত হই, ভাল লাগে।। ভাল থাকবেন, শুভেচ্ছা রইল।।

    • @geekyr4455
      @geekyr4455 5 ปีที่แล้ว

      @manhaj.muslimder dark rakhte Hindu raja tax nito r Hindu raja mane muslimder attachar korto ,
      oti ronjito .Hindu Kristan ba Muslim raja,sobar moddhe valo Mondo ache ba chilo.

    • @geekyr4455
      @geekyr4455 5 ปีที่แล้ว

      Dari

  • @biswajitnaskar5757
    @biswajitnaskar5757 6 ปีที่แล้ว +127

    জীবনে বাংলাদেশ যেতে পারবোনা, আপনার দ্বারা শিলাইদহের কুঠিবাড়ী দেখার সুযোগ পেলাম। তাই ধন‌্যবাদ।

    • @bangla-sydney
      @bangla-sydney  6 ปีที่แล้ว +6

      কেন যেতে পারবেন না?! কাছেই তো।

    • @chaya7422
      @chaya7422 5 ปีที่แล้ว +1

      Keno asen ami achi

    • @ramatullarahmat3328
      @ramatullarahmat3328 5 ปีที่แล้ว

      কেন ভাই?

    • @ChandraShekhar-zs8nd
      @ChandraShekhar-zs8nd 5 ปีที่แล้ว

      @@chaya7422 thank you sir,on behalf of all old bengal lovers for your big hearted gesture.

    • @ChandraShekhar-zs8nd
      @ChandraShekhar-zs8nd 5 ปีที่แล้ว +2

      @@bangla-sydney sir,thank you so much for covering the places you visit so thoroughly.please cover the entire old bengal landmarks.

  • @ashimmukherjee84
    @ashimmukherjee84 2 ปีที่แล้ว

    খুব ভাল লাগছে, মনে হচ্ছে দ্বিতীয় শান্তিনিকেতন ।

  • @mdforhadhossain7640
    @mdforhadhossain7640 3 ปีที่แล้ว

    জীবন্ত কিংবদন্তি আমার প্রিয় কবি এবং গীতিকার রবীন্দ্রনাথ ঠাকুর।

  • @pabitrasarkar2850
    @pabitrasarkar2850 6 ปีที่แล้ว +15

    শিলাইদহের কুঠিবাড়ী দেখলাম। খুব ভালো লাগলো । একবার যাওয়ার ইচ্ছা আছে । ঐ শিল্পীকে আমার আন্তরিক শ্রদ্ধা জানাই ।

    • @bangla-sydney
      @bangla-sydney  4 ปีที่แล้ว

      বাংলাদেশ রবি ঠাকুরের আরো দু'টি কুঠি বা কাচারি বাড়ি আছে। একটা পতিসরে এবং অন্যটা শাহজাদপুরে। গত বছর (২০১৯) দেশে বেড়াতে গিয়ে পতিসর এর ওপর একটা ভিডিও তৈরি করেছি। দেখবেন - লিংক দিলামঃ th-cam.com/video/QeJ3Ps9i37s/w-d-xo.html

  • @gouravbasak3690
    @gouravbasak3690 6 ปีที่แล้ว +2

    Apurbo ! Ato sundar rabindra sangeet kono dino sunini.

  • @subhasbhattacharya1944
    @subhasbhattacharya1944 4 ปีที่แล้ว +1

    Thanks for exposing Rabindra nath ' Kuthibari at Silaidaha . Very good endeavour

    • @bangla-sydney
      @bangla-sydney  4 ปีที่แล้ว

      বাংলাদেশ রবি ঠাকুরের আরো দু'টি কুঠি বা কাচারি বাড়ি আছে। একটা পতিসরে এবং অন্যটা শাহজাদপুরে। গত বছর (২০১৯) দেশে বেড়াতে গিয়ে পতিসর এর ওপর একটা ভিডিও তৈরি করেছি। দেখবেন - লিংক দিলামঃ th-cam.com/video/QeJ3Ps9i37s/w-d-xo.html

  • @shaheennawaz5390
    @shaheennawaz5390 4 ปีที่แล้ว +1

    In 19century two literatures were unique in the world even today they had a top place in the world of literatures..one is Russian literature and the other is Bengali literature .... one had produced Leo Tolstoy and the other had produced Rabindranath Tagore.... both are still famous all over the world....

    • @bangla-sydney
      @bangla-sydney  4 ปีที่แล้ว +1

      বাংলাদেশ রবি ঠাকুরের আরো দু'টি কুঠি বা কাচারি বাড়ি আছে। একটা পতিসরে এবং অন্যটা শাহজাদপুরে। গত বছর (২০১৯) দেশে বেড়াতে গিয়ে পতিসর এর ওপর একটা ভিডিও তৈরি করেছি। দেখবেন - লিংক দিলামঃ th-cam.com/video/QeJ3Ps9i37s/w-d-xo.html

    • @shaheennawaz5390
      @shaheennawaz5390 4 ปีที่แล้ว +1

      @@bangla-sydney thank you very much sir for your information...

  • @sanghamitrachaudhuri7170
    @sanghamitrachaudhuri7170 4 ปีที่แล้ว

    Sotti ...ai video ta dekhe ....mon ta vore gelo..

  • @pikulsagain932
    @pikulsagain932 5 ปีที่แล้ว +5

    এতো দেখছি আমাদের পশ্চিমবঙ্গের বিশ্বকবির প্রিয় শান্তিনিকেতনের মতো জায়গা ।

  • @chandanbanerjee2184
    @chandanbanerjee2184 4 ปีที่แล้ว +1

    অসাধারণ স্যার। কি দারুন সঙ্গত।খুব ভালো লাগলো। love you sir

  • @akashsinhamahapatra2277
    @akashsinhamahapatra2277 5 ปีที่แล้ว +5

    Ami Indian
    I love Bangladesh

  • @nizamuddinbabu6750
    @nizamuddinbabu6750 5 ปีที่แล้ว +25

    “ সাত কোটি বাঙালিরে হে মুগ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ করনি”
    রবীন্দ্রনাথ ঠাকুর

    • @uniquewould5735
      @uniquewould5735 5 ปีที่แล้ว +1

      তুমি কি মানুষ হয়েছো?
      বাঙালি হিসেবে কতটা হয়েছো?

    • @jayasreeghosh4313
      @jayasreeghosh4313 4 ปีที่แล้ว

      তোমাদের মত মানুষদের উদ্দেশ্যেই লিখেছিলেন

    • @uniquewould5735
      @uniquewould5735 4 ปีที่แล้ว

      @@jayasreeghosh4313 আপনি পুরুষ নন মহাপুরুষ।

    • @salimsekh6146
      @salimsekh6146 4 ปีที่แล้ว +1

      খুব ভালো লাগলো রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠীরবাড়ী

  • @binaysutradhar7551
    @binaysutradhar7551 4 ปีที่แล้ว +1

    এই সমস্ত ভিডিও সেই সময় গুলোকে ফিরিয়ে দেয়। বর্তমান ব্যস্তময় পরিস্থিতিতে আলাদা একটা শান্তি এনে দেয়।

    • @bangla-sydney
      @bangla-sydney  4 ปีที่แล้ว

      বাংলাদেশ রবি ঠাকুরের আরো দু'টি কুঠি বা কাচারি বাড়ি আছে। একটা পতিসরে এবং অন্যটা শাহজাদপুরে। গত বছর (২০১৯) দেশে বেড়াতে গিয়ে পতিসর এর ওপর একটা ভিডিও তৈরি করেছি। দেখবেন - লিংক দিলামঃ th-cam.com/video/QeJ3Ps9i37s/w-d-xo.html

  • @sankarmandal1450
    @sankarmandal1450 6 ปีที่แล้ว +12

    I love this video......tnx dada video share korar jonno......ami aipar bangali holeo oi par banglake khub valobashi......!!!!!!

    • @bangla-sydney
      @bangla-sydney  6 ปีที่แล้ว

      অনেক ধন্যবাদ আপনাকে আমার ভিডিওটি দেখে কমেন্ট করার জন্য।

    • @bangla-sydney
      @bangla-sydney  4 ปีที่แล้ว

      বাংলাদেশ রবি ঠাকুরের আরো দু'টি কুঠি বা কাচারি বাড়ি আছে। একটা পতিসরে এবং অন্যটা শাহজাদপুরে। গত বছর (২০১৯) দেশে বেড়াতে গিয়ে পতিসর এর ওপর একটা ভিডিও তৈরি করেছি। দেখবেন - লিংক দিলামঃ th-cam.com/video/QeJ3Ps9i37s/w-d-xo.html

  • @amburoy9400
    @amburoy9400 5 ปีที่แล้ว

    Khub valo laglo vhai aapnake osonkho dhonnobad from assam silchar india,,,,

  • @biswajitchakraborty8509
    @biswajitchakraborty8509 5 ปีที่แล้ว +3

    অসাধারন ! মন ভরে গেল ।

  • @sakibulofficial786
    @sakibulofficial786 3 ปีที่แล้ว

    ভিডিও দেখাবার থেকে গানটা অনেক ভালো লাগলো বন্ধু ভালো থেকো

  • @sudiphazra2130
    @sudiphazra2130 3 ปีที่แล้ว +1

    Very nice sir

  • @nayemgroup4016
    @nayemgroup4016 4 ปีที่แล้ว

    অসাধারন, রবিন্দ্রনাথ এ ভাবে আটকে রাখার জন্য

    • @bangla-sydney
      @bangla-sydney  4 ปีที่แล้ว

      অনেক ধন্যবাদ

  • @chaichaitalymukherjee2966
    @chaichaitalymukherjee2966 6 ปีที่แล้ว +3

    বড় ভাল লাগল... তীর্থস্থান দেখলাম। ধন্যবাদ আপনাকে।

    • @bangla-sydney
      @bangla-sydney  6 ปีที่แล้ว +1

      আপনার ভাললেগেছে জেনে খুব খুশি হলাম।

  • @blood_tufan
    @blood_tufan 5 ปีที่แล้ว

    অসংখ্য ধন্যবাদ ইউটুবার দাদা আপনাকে পরিদর্শন করানোর জন্য, ও বাংলাদেশ সরকার কে ও রক্ষনা-বেক্ষন করার জন্য... জাগিয়ে রাখুন ঐতিহ্য সম্পদ, বাঁচিয়ে রাখুন বাংলার সন্মান..

  • @malaybhattacharjee3514
    @malaybhattacharjee3514 4 ปีที่แล้ว +2

    আহা! স্বপন ঘেরা দিনগুলো যুগ যুগ ধরে বাঙালি জাতির অনুপ্রেরণা হয়ে থাকুক।

    • @bangla-sydney
      @bangla-sydney  4 ปีที่แล้ว

      বাংলাদেশ রবি ঠাকুরের আরো দু'টি কুঠি বা কাচারি বাড়ি আছে। একটা পতিসরে এবং অন্যটা শাহজাদপুরে। গত বছর (২০১৯) দেশে বেড়াতে গিয়ে পতিসর এর ওপর একটা ভিডিও তৈরি করেছি। দেখবেন - লিংক দিলামঃ th-cam.com/video/QeJ3Ps9i37s/w-d-xo.html

  • @user-pn2ch8ju9r
    @user-pn2ch8ju9r 4 ปีที่แล้ว

    পশ্চিমবঙ্গ থেকে আমার ভালোবাসা জানাই ।

  • @TravelWithTheBong
    @TravelWithTheBong 5 ปีที่แล้ว +10

    অনেক ধন্যবাদ দাদা। সমৃদ্ধ হলাম। বাংলাদেশের জন্য অনেক ভালোবাসা।

    • @bangla-sydney
      @bangla-sydney  4 ปีที่แล้ว

      বাংলাদেশ রবি ঠাকুরের আরো দু'টি কুঠি বা কাচারি বাড়ি আছে। একটা পতিসরে এবং অন্যটা শাহজাদপুরে। গত বছর (২০১৯) দেশে বেড়াতে গিয়ে পতিসর এর ওপর একটা ভিডিও তৈরি করেছি। দেখবেন - লিংক দিলামঃ th-cam.com/video/QeJ3Ps9i37s/w-d-xo.html

  • @subhodas585
    @subhodas585 5 ปีที่แล้ว +18

    আমি গর্বিত আমি বাঙালি। অনেক ধন্যবাদ আপনাকে স্যার।

    • @loskormizan7897
      @loskormizan7897 4 ปีที่แล้ว

      Ha ha ha boka coda

    • @fdhfxb4348
      @fdhfxb4348 4 ปีที่แล้ว +1

      @@loskormizan7897 tumi akta murkho gandu sotolok

    • @urmilamedicare3066
      @urmilamedicare3066 4 ปีที่แล้ว +1

      @@loskormizan7897 অসভ্য (অ) মানুষদের জন্য এটা উপযুক্ত জায়গা নয়।

    • @bangla-sydney
      @bangla-sydney  4 ปีที่แล้ว

      বাংলাদেশ রবি ঠাকুরের আরো দু'টি কুঠি বা কাচারি বাড়ি আছে। একটা পতিসরে এবং অন্যটা শাহজাদপুরে। গত বছর (২০১৯) দেশে বেড়াতে গিয়ে পতিসর এর ওপর একটা ভিডিও তৈরি করেছি। দেখবেন - লিংক দিলামঃ th-cam.com/video/QeJ3Ps9i37s/w-d-xo.html

  • @Hossainar528
    @Hossainar528 5 ปีที่แล้ว +3

    ভালো লাগলো 👍👍👍Awesome হইছে... 👌👌👌

    • @gsmukherjee7437
      @gsmukherjee7437 5 ปีที่แล้ว

      Rabindranath and Najrul aamader bachiye rakhen !

    • @bangla-sydney
      @bangla-sydney  4 ปีที่แล้ว

      বাংলাদেশ রবি ঠাকুরের আরো দু'টি কুঠি বা কাচারি বাড়ি আছে। একটা পতিসরে এবং অন্যটা শাহজাদপুরে। গত বছর (২০১৯) দেশে বেড়াতে গিয়ে পতিসর এর ওপর একটা ভিডিও তৈরি করেছি। দেখবেন - লিংক দিলামঃ th-cam.com/video/QeJ3Ps9i37s/w-d-xo.html

  • @ajitdasajit5378
    @ajitdasajit5378 5 ปีที่แล้ว +2

    রবীন্দ্রনাথ মিশে আছেন আমাদের মনে, প্রাণে, অন্তরে।

  • @mistihashi7624
    @mistihashi7624 4 ปีที่แล้ว +4

    এ জায়গাগুলো যতো দেখতে পারবো,যতো ঘুরতে পারবো মনের পরিশুদ্ধ হওয়ার ব্যাপারটা ততো বেগমান হবে।অনেক কৃতজ্ঞ এই ভিডিওটির জন্য।

    • @bangla-sydney
      @bangla-sydney  4 ปีที่แล้ว

      বাংলাদেশ রবি ঠাকুরের আরো দু'টি কুঠি বা কাচারি বাড়ি আছে। একটা পতিসরে এবং অন্যটা শাহজাদপুরে। গত বছর (২০১৯) দেশে বেড়াতে গিয়ে পতিসর এর ওপর একটা ভিডিও তৈরি করেছি। দেখবেন - লিংক দিলামঃ th-cam.com/video/QeJ3Ps9i37s/w-d-xo.html

  • @koushikganguli1179
    @koushikganguli1179 6 ปีที่แล้ว +1

    Vishon valo laglo. Ei bhabei kaljoyi hoe thakben amader "Praner Thakur".

    • @bangla-sydney
      @bangla-sydney  6 ปีที่แล้ว +1

      অনেক অনেক ধন্যবাদ আপনাকে...

  • @shibanichakraborty2768
    @shibanichakraborty2768 4 ปีที่แล้ว +2

    osadharan .

  • @parimalpal9423
    @parimalpal9423 6 ปีที่แล้ว +44

    এই শেষ বয়সে দেশটা ভীষণভাবে টানছ । গভীর কৃতজ্ঞতা জানাই। পূর্বপুরুষদের বাস নোয়াখালীতে । তাই আরো কাতর হ'য়ে পড়েছি। ভিডিওটির জন্য অশেষ ধন্যবাদ । এই ৬২ বছর বয়সে দুধ নাই বা পেলাম, ঘোল তো পাওয়া গেল ! তাই বা কম কোথায় !

    • @bangla-sydney
      @bangla-sydney  6 ปีที่แล้ว +9

      ৬২ কিন্তু খুব বেশী না। আমার নিজের বয়সও ৬১। আমিও দীর্ঘ দিন দেশ ছাড়া। এখন যোগাযোগ ব্যাবস্থা অনেক ভাল হয়েছে। ঘুরে আসুন একবার।

    • @xaikotkhan8527
      @xaikotkhan8527 6 ปีที่แล้ว +2

      দাদা, নোয়াখালীর কোথায় ছিল আপনার বাড়ি?

    • @parimalpal9423
      @parimalpal9423 6 ปีที่แล้ว +1

      @@xaikotkhan8527 অমরপুর

    • @ةةةةى-ي4ر
      @ةةةةى-ي4ر 5 ปีที่แล้ว +1

      আপনার। আসতে।ছাইলে। আমার।সাথে। কথা। বলবেন। প্লিজ। আমি। আমি। আপনার। একটা। ইচ্ছে। পরুন। করতে।চাই। আমার। পাশের। এলাকা। আমার।বাড়ি। নাহার খিল । ✌ ✌ 🇧🇩 🇧🇩 🇧🇩। নামবার। টা।যোগাযোগ করবেন। 966551859831.এই।নামবারে।ইমো।আছে। ফোন। দিবেন। আমি।আনেক।খুশি। হবো।

    • @royalbengaltiger4416
      @royalbengaltiger4416 5 ปีที่แล้ว +1

      পরিমল পাল দাদু,চুপ চাপ থাকেন মোদী শুনলেই এন আর সি। আর একেবারে নোয়াখালী পাঠিয়ে দেবে,গিয়ে দাদুর কথা ভাববেন।

  • @somnathdas2567
    @somnathdas2567 7 ปีที่แล้ว +7

    anisur babu apnake onek onek dhanyabad. ...khub valo ekta prochesta..

    • @bangla-sydney
      @bangla-sydney  7 ปีที่แล้ว

      আমার ভিডিওটা আপনার ভাল লেগেছে জেনে খুব খুশি হলাম...

  • @polyschannel9251
    @polyschannel9251 4 ปีที่แล้ว

    Vison valo laglo dui deserve robi thakur
    Pronam

  • @biswanathkarmakar1275
    @biswanathkarmakar1275 6 ปีที่แล้ว +5

    Sei gaan diye mon take voriye dilen Sir

  • @skylark304
    @skylark304 5 ปีที่แล้ว +3

    wonderful !!! I am from Magura , Jessore , I went when I was 11 yrs old(1962) before we left for India for good . very well maintained ! it was not that good ! best wishes : NRI , USA

    • @bangla-sydney
      @bangla-sydney  4 ปีที่แล้ว

      বাংলাদেশ রবি ঠাকুরের আরো দু'টি কুঠি বা কাচারি বাড়ি আছে। একটা পতিসরে এবং অন্যটা শাহজাদপুরে। গত বছর (২০১৯) দেশে বেড়াতে গিয়ে পতিসর এর ওপর একটা ভিডিও তৈরি করেছি। দেখবেন - লিংক দিলামঃ th-cam.com/video/QeJ3Ps9i37s/w-d-xo.html

  • @tapashibasak22
    @tapashibasak22 4 ปีที่แล้ว +1

    খু ব। সুন্দর
    Amr deash bangal

    • @bangla-sydney
      @bangla-sydney  4 ปีที่แล้ว

      বাংলাদেশ রবি ঠাকুরের আরো দু'টি কুঠি বা কাচারি বাড়ি আছে। একটা পতিসরে এবং অন্যটা শাহজাদপুরে। গত বছর (২০১৯) দেশে বেড়াতে গিয়ে পতিসর এর ওপর একটা ভিডিও তৈরি করেছি। দেখবেন - লিংক দিলামঃ th-cam.com/video/QeJ3Ps9i37s/w-d-xo.html

  • @pankajsarma9272
    @pankajsarma9272 5 ปีที่แล้ว +6

    Thanks to Bangladesh Govt. for preservation of the legacy.

  • @sugatagupta5148
    @sugatagupta5148 7 ปีที่แล้ว +2

    Amra 6 jon December 2014.....eikhane ghure esechi....khub bhalo laglo purono smritite prolep lagate....

    • @bangla-sydney
      @bangla-sydney  7 ปีที่แล้ว

      আপনার ভাল লেগেছে জেনে খুশি হলাম

    • @sritamaacharjee9915
      @sritamaacharjee9915 6 ปีที่แล้ว +1

      howrah Diya ki Kora jabo???? aktu Bolben plz....

    • @shejanbappy4553
      @shejanbappy4553 6 ปีที่แล้ว

      Sritama Acharjee Howrah theke sialdah station e jete hobe tarpor okhan theke bonga obdi ticket kete nabte hobe.. Tarpor border par kore kushtia jawar bus dhorte hobe... Howrah theke kushtia porjonto 4 ghonta obdi lagte pare...

  • @sibanisaha7850
    @sibanisaha7850 4 ปีที่แล้ว

    Pran vore gelo. Thank you Bangladesh.

  • @malayray7555
    @malayray7555 5 ปีที่แล้ว +2

    দারুণ, কিছু সময়ের জন্য হারিয়ে গেছিলাম, মনে হলো আমি নিজেই কূঠিবাড়ীতে।

  • @prosenjitmondal8484
    @prosenjitmondal8484 6 ปีที่แล้ว +1

    Khub bhalo dekhiechen sobkichu apnader ei proyas moddhe dea Amar pronam neben.

  • @nabendupurkayastha8796
    @nabendupurkayastha8796 4 ปีที่แล้ว

    Happy to see the house of Gurudev Rabindranath Tagore.

  • @atinkumardas9723
    @atinkumardas9723 6 ปีที่แล้ว +7

    Lots of love and respect from india

  • @biplabpoddar6456
    @biplabpoddar6456 4 ปีที่แล้ว

    Amr purbo guru Jan ra ey deshe chillo,dekha khub valo laglo

  • @prabirsdedication......558
    @prabirsdedication......558 4 ปีที่แล้ว +1

    অনেক ছোটো বেলায় ge6ilam এক bar.... তখন আমি 10 বছরের 🙂🙂

    • @bangla-sydney
      @bangla-sydney  4 ปีที่แล้ว

      বাংলাদেশ রবি ঠাকুরের আরো দু'টি কুঠি বা কাচারি বাড়ি আছে। একটা পতিসরে এবং অন্যটা শাহজাদপুরে। গত বছর (২০১৯) দেশে বেড়াতে গিয়ে পতিসর এর ওপর একটা ভিডিও তৈরি করেছি। দেখবেন - লিংক দিলামঃ th-cam.com/video/QeJ3Ps9i37s/w-d-xo.html

  • @parthachakraborty8017
    @parthachakraborty8017 6 ปีที่แล้ว +2

    Darun , bapok, Amader great RABI THAKUR,

    • @bangla-sydney
      @bangla-sydney  6 ปีที่แล้ว

      অনেক ধন্যবাদ

    • @imamhossain2136
      @imamhossain2136 6 ปีที่แล้ว +3

      Robi thakur jemon apnader temon amader o.

  • @ashiskumarchanda2313
    @ashiskumarchanda2313 5 ปีที่แล้ว +3

    অসাধারণ সংগ্রহ,,,👌👌👌

  • @chandrakisormukherjee5145
    @chandrakisormukherjee5145 5 ปีที่แล้ว

    Thanking. For. Uploading. a. Nice. Video

  • @EzazBari
    @EzazBari 3 ปีที่แล้ว

    গানটা অসাধারণ লাগলো।

  • @sagardutta7022
    @sagardutta7022 6 ปีที่แล้ว +8

    lots of love and respect from india

  • @shamolsingho1376
    @shamolsingho1376 5 ปีที่แล้ว +1

    মন ভরে গেল

  • @imranKhan-kz6gz
    @imranKhan-kz6gz 5 ปีที่แล้ว +3

    Kub valo dadu bhai.. Keep it up. We Love Biswa Guruji.

  • @sagarbera2081
    @sagarbera2081 4 ปีที่แล้ว +1

    KHUB SUNDOR.

  • @bijoymondal2794
    @bijoymondal2794 5 ปีที่แล้ว +2

    Sotti joto sob kobi lekhok sob Bangladesh ei..... Sotti darun des apnader...... Jibone kono din gele ghurbo 2 mas dhore.... India theke bollam

  • @sujitmajumdar1750
    @sujitmajumdar1750 5 ปีที่แล้ว +2

    Darun thankyou Sir for this lovely video

  • @vibeksarkar3491
    @vibeksarkar3491 5 ปีที่แล้ว +3

    Amer purbopurush er desh,,,onek tana,,isor ka boli ekbar holau jno Bangladesh jeta pari

  • @royalbengaltiger4416
    @royalbengaltiger4416 5 ปีที่แล้ว +1

    ছোটবেলায় বন্ধুদের সাথে কত তর্ক করেছি যে আমাদের শিয়ালদহ হলো রবীন্দ্রনাথের বর্ণনার শিলাইদহ। একবার এই কথা নিয়ে আমার এক বাঙ্গাল বন্ধুর সাথে বাজিও ধরেছিলাম তাও আমার বাবার সব সম্পত্তি( যেহেতু নিজের কিছু ছিল না,তাই বাবার সম্পত্তিই ছিল ভরসা)।ধন্যবাদ আসল জায়গাটা দেখানোর জন্য। আর একটু ভালো ভাবে দেখে শুনে রাখবেন।

    • @bangla-sydney
      @bangla-sydney  5 ปีที่แล้ว

      আপনার বাঙ্গাল বন্ধুটি তাহলে বাঙ্গাল নয়, কি বলেন... :)

    • @royalbengaltiger4416
      @royalbengaltiger4416 5 ปีที่แล้ว

      @@bangla-sydney "বাঙ্গাল" এটা আদরের নাম। ওরা ও তো আমাদের " ঘটি" বলে। আবার আমরা ওদের শুটকি মাছ খাওয়া নিয়ে হাসাহাসি করি।এসব বলাবলি করলে ভালোবাসা বাড়ে মহাশয়,রাগের কিছু নেই। কত বার কলকাতা ডার্বি তে ইস্টবেঙ্গল হারলে বাঙ্গাল দের দরজায় রাতে শুটকি মাছ রেখে এসেছি তা গোনা নেই।আবার মোহনবাগান হারলে ওরাও চিংড়ি মাছ ভেজে আমাদের সামনে বসে খায়। এভাবেই চলছে। আশাকরি এভাবেই বাঙ্গাল দের পেছনে লাগতে লাগতে জীবন কেটে যাবে 😂😂🤣। আমরা বেশ আছি মশাই,শুধু পদ্মার ইলিশটাই যা পাই না।