এ নিয়ে কয়েকবার দেখলাম। এতদিন যা কাজ করেছেন সব হেরে গেল নদের চাঁদের কাছে। নদের চাঁদ আপনার জীবনের অন্যতম একটি সফলতার মাইল ফলক হয়ে থাকবে। দেশে যত বড় বড় ভাল ভাল কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের ধরা ছোয়ার বাইরে চলে গেলেন আপনি। নদের চাঁদের মত এত সুন্দর কন্টেন্ট আর কোন দিন কেউ তৈরী করতে পারবে কিনা সন্দেহ আছে। আমার প্রিয় শ্রদ্ধেয় এ মাসুদ চৌধুরী পিটু ভাই, শায়েরী আপা, মহসিন ভাই কিংবা হাসান ইমাম চৌধুরী টিংকু ভাই সবাইকে ছাপিয়ে নদের চাঁদ আপনাকে সত্যি সত্যি আকাশের চাঁদ বানিয়ে দিল। আমি শিউর নদের চাঁদ আপনাকে অনেক পুরস্কার এবং সফলতা এনে দেবে ইনশাআল্লাহ। আপনার সফলতা দেখার অপেক্ষায় রইলাম।।
আপনার এই ভিডিও দেখে বাবার কথা খুব মনে পরছে। কারন ছোট বেলায় রাতে যখন বাবার কাছে ঘুমাতাম, একদিন বাবা এই গল্পটা শুনিয়েছিলো। বাবা তুমি ভালো থেকো। miss you baba....
আমি আপনার ভিডিওগুলো নিবিড়ভাবে দেখি আর গভীরভাবে চিন্তা করি। এই আধুনিক যুগে লোকজন যেখানে অশ্লীল, মিথ্যা আর গুজবরটনাকারী কন্টেন্ট নিয়ে ব্যস্ত সেখানে আপনি প্রাচীন লোকগাঁথা, পুরনো ঐতিহ্য, অজানা ইতিহাস আর প্রত্যন্ত জনপদের কথা জানিয়ে আমাদের সমৃদ্ধ করছেন। আপনার চমৎকার বাচনভঙ্গি, কথার মাধূর্যতা, ভাষাশৈলী, শব্দপ্রয়োগ এবং দর্শনের গভীরতা মুগ্ধ করে দারুনভাবে।
আসসালামু আলাইকুম, ভাই, আপনার ভিডিও’র শুরু থেকে অনেক বড় একজন ফ্যান হয়েছি আমি। তাই আপনার প্রায় সব ভিডিও আমি দেখা শেষ করেছি। আমি সব সময় আপনাকে অনুকরণ করার চেষ্টা করি এবং আমি আপনার মতো মান সম্মত ভিডিও করে তা দর্শকের সামনে তুলে ধরতে চাই। একটি কথা না বল্লেই নয় তা হলো, আপনাকে এতোবেশি মনে করি যে মাঝে মধ্যেই রাতে আপনাকে স্বপ্নে ও দেখি। আল্লাহ্ র কাছে দোয়া করি যেন আপনার সাথে আমার সরাসরি দেখা হয়।
"আহ্ নদের চাঁদ তুমি কোথায়? দেখে যাও তোমাকে কিভাবে মনে রেখেছে মানুষ।"- এই অংশটি শুনে কেমন জাতি মনটা শত শত বছর আগের নদের চাঁদের যুগে চলে গেল। আহ্ সত্যি যদি নদের চাঁদ আবারো ফিরে আসতো তাহলে কেমনই না হতো!!
আমি ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে একসময়ের খুলনার বাসিন্দা আমার ঠাকুরমার মুখে শৈশবে শুনেছিলাম নদের চাঁদের কুমির হওয়ার গল্প তা এতদিন বাদে দেখে শুনে মনে পড়ে নস্টালজিক হয়ে পড়লাম ♥️
সুমন ভাই ব্লগ টা খুব সুন্দর হয়েছে,, সত্য, মিথ্যা যাই হোক বিশ্বাস.. অবিশ্বাস নিয়ে কিছুক্ষনের জন্য নদের চাঁদের জমানায় বিচরন করে এলাম,,,, ভালো থাকবেন... এয়ারপোর্ট কলকাতা ও খিলকাপুর বারাসাত থেকে....🎉🎉
মায়ের কাছে শুনেছিলাম এই ঘটনার কথা। মা ফরিদপুর জেলার মানুষ ছিলেন। আজ এই ভিডিও টা দেখে সেই ছেলে বেলার দিন মনে পড়ল। কষ্ট পেলাম নদের চাঁদের কথা ভেবে।খুব ভাল লাগল
আমি তো জীবনের প্রথম আজ নদের চাঁদ এর কাহিনি সুমন ভাইয়ের এই ভ্লগ দেখে জানতে পারলাম। সত্যি কত শত কাহিনি লোককাহিনী আমাদের বাংলাদেশে আছে। ধন্যবাদ সুমন ভাইয়াকে ❤️❤️❤️❤️
এই গল্পটা ছোটোবেলা অনেকবার শুনেছি ঠাকুমা ও পিসির মুখে। আমি না ঘুমালে নদের চাঁদ আসবে এই ভয় দেখাতো। তারা বাংলাদেশের ফরিদপুরের লোক ছিলেন।এখন ভারতে থাকি আমরা।
@@EhsanulSifatআল্লাহ আছে সেটার প্রমাণ তুমি দেখাতে পারবে ভগবান আছে সেটা প্রমাণ তুমি দেখাতে পারবে এটা বিশ্বাসের উপর লোককথার উপর নির্ভর করে সুতরাং এটার কোন প্রমাণ নেই তুমি যে কমেন্টটা করলা তোমার কমেন্টের উত্তর এটাই আসে
ছোটবেলায় অনেকের কাছে গল্প শুনেছি। মানুষ নাকি কুমির হয়ে গেছে। আর আজ এই ভিডিওর মাধ্যমে সবকিছু জানতে ও দেখতে পারলাম।ভিডিও টি সুন্দরভাবে দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ।
বাবার কাছে শুনেছি গল্পটা, ভাইয়া আপনার ভিডিও গুলো খুব ভালো লাগে। নিজের খেয়াল রাখবেন আর আমাদের জন্য এমন সুন্দর সুন্দর ভিডিও দেবেন। ভারতের পশ্চিমবঙ্গের মালদা থেকে অনেক ভালোবাসা। ❤️❤️
@@ইকবালহোসেন-ম৩রjukti dia kotha bolle e ki manus ugrobadi hoi? Akta banoat obastob ghotona bissas kora ki udar moner porichoi. Bangladesher manuser manosikota sei prachin juger manuser moto e roeye gache.
ধন্যবাদ ভাইয়া আপনি ভীষন ভালো একটা কাজ করেছেন।আর আমি সেই বংশ এর একজন । আমি যখন এই ভিডিও দেখেছি তখন ই সাথে সাথেই আমি আমার বাবা কে দেখিয়েছি। বাবা দেখে কান্না করে ফেলেছে 😢😢😢। আমি অনেক খুশি যে আমি সেই বংশের মেয়ে।।। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।।।।।🙏🙏🙏🙏🙏 আমি জানি হয়তো কেউ আমার কথা বিশ্বাস করবে না কিন্তু এটাই সত্যি।।। আমি সেই বংশের মেয়ে।।।😊
আমাদের উপজেলায়,বাবার কাছে গল্প শুনেছি।তবে আরও একটু বেশি শুনেছি তার বৌ ভয় পেয়েছে দেখে সে নাকি নিজে নিজেই লেজ দিয়ে চেষ্টা করেছিলেন পানি গায়ে ছেটানোর।তবে শুধু কয়েক ফোঁটা পরেছিলো তার গায়ে সেখানে সেখানে মানুষের চামড়ার মতোন হয়েছিলো।
আমি আমার মায়ের মুখে শুনেছি মানুষ হওয়ার যে পানির পাত্র ছিলো সেইটা নদের চাঁদের বউ ভয়ে দৌড়ে পালানোর সময় তার পায়ে ধাক্কা লেগে মাটিতে পড়ে যায় এবং সেই পড়ে যাওয়া পানি গড়িয়ে যতোটুকু চাঁদের গায়ে লেগেছিল ততোটুকু জায়গার চামড়া মানুষের মতো ছিলো।
আমার বাড়ি খুলনা রূপসা ছোট বেলায় কত রাত যে ঠাকুরমার মুখে এই নদের গল্প শুনতে শুনতে ঘুমিয়েগেছি হেডিং দেখেই ভিডিওটা না দেখে পারলাম না ছোট বেলার স্মিতি গুলো এলোমেলো করে দিলো
সুমন ভাই আপনার প্রতিটি ভিডিও অত্যন্ত চমৎকারএবং প্রতিটি ভিডিওর মধ্যে অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা থাকে যা থেকে আমরা ইতিহাস ঐতিহ্য জানতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটির কিছু অংশ গতো বছর পদ্মানদীর তালাইমারী থেকে আজিজুল ভাইয়ের সঙ্গে খানচরপুরে যাওয়ার সময় ব্যবহার করে ছিলেন। সঙ্গে ছিলো নারী মেম্বার এবং নরী মেম্বারের ছেলে। থামনেলের ছবি ছিলো আজিজুল ভাইয়ের হাতে 250 টাকা দামের কালবাউস মাছ।
এটা ভারতে হলে কত শত মুভি হত হিসাব নাই এবং সুপার হিট হতো, অথচ আমাদের দেশে কত সুন্দর সুন্দর জিবন্ত ইতিহাস আছে দুর্ভাগ্য আমাদের মুভি হয় ধনি গরিব প্রেম মারামারি মিলন,।
নদের চাঁদের পাশে হরিহর নগর যা সীতারাম রাজার পৈতৃক নিবাস.. বোয়ালমারির ঐতিহাসিক বাজার যা মুঘল আমলে শহিতুর পরগনা যা সুবিশাল ভুসনা রাজ্যর অন্তর্গত ছিল.. আশা করি একটা প্রতিবেদন দেখতে পাবো ❤️❤️
আপনার সব ভিডিওগুলা আমার খুব ভালো লাগে,,যখনই সময় পাই তখনই আপনার ভিডিওগুলা দেখি,,বিশেষ করে গ্রামের দৃশ্যগুলা,,আপনার কথা আপনার উপস্থাপনা আপনার ক্যামেরার ফ্রেমে বন্দী দৃশ্যগুলা খুবই মনোর অপরূপ ❤❤
ভাই আমি মহিউদ্দিন আপনার বিডিও গুলো যতই দেখি। দেখতে মন চায় ❤❤❤পুরো বাংলাদেশ গুরে দেখার কখনো সুযোগ হয়নি আর কখনো হবে কি না তাজানিনা কিন্তু আপনার বিডিও গুলো দেখলে মনে হয় আমি আমার বাংলাদেশ কে গুরে গুরে দেখছি । ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনার গ্রাম বাংলার ভিডিও এতটাই ভালো লাগে যে স্বয়ং সৃষ্টিকর্তা আপনাকে তথ্য প্রযুক্তির যুগে এইসব ভিডিও করার জন্য জন্ম দিয়েছেন। আপনার প্রতিটি গ্রাম বাংলার ভিডিও রুপ নিচ্ছে এক একটি নাটক যা টিভি সিরিয়ালকেও হার মানায়।
এ নিয়ে কয়েকবার দেখলাম।
এতদিন যা কাজ করেছেন সব হেরে গেল নদের চাঁদের কাছে। নদের চাঁদ আপনার জীবনের অন্যতম একটি সফলতার মাইল ফলক হয়ে থাকবে। দেশে যত বড় বড় ভাল ভাল কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের ধরা ছোয়ার বাইরে চলে গেলেন আপনি। নদের চাঁদের মত এত সুন্দর কন্টেন্ট আর কোন দিন কেউ তৈরী করতে পারবে কিনা সন্দেহ আছে।
আমার প্রিয় শ্রদ্ধেয় এ মাসুদ চৌধুরী পিটু ভাই, শায়েরী আপা, মহসিন ভাই কিংবা হাসান ইমাম চৌধুরী টিংকু ভাই সবাইকে ছাপিয়ে নদের চাঁদ আপনাকে সত্যি সত্যি আকাশের চাঁদ বানিয়ে দিল। আমি শিউর নদের চাঁদ আপনাকে অনেক পুরস্কার এবং সফলতা এনে দেবে ইনশাআল্লাহ।
আপনার সফলতা দেখার অপেক্ষায় রইলাম।।
আরো অনেক কন্টেন্ট creator আছে সবার সেরা আমি বলবো মহসিন ভাই আর মঞ্জুরুল করিম ভাই.... তারপর ওনার নাম আসবে আপনি যায় বলেন না কেনো
মহসিন তো দালালি করে পেট চালায়@@cybermasteriyaz8793
আপনার এই ভিডিও দেখে বাবার কথা খুব মনে পরছে। কারন ছোট বেলায় রাতে যখন বাবার কাছে ঘুমাতাম, একদিন বাবা এই গল্পটা শুনিয়েছিলো। বাবা তুমি ভালো থেকো। miss you baba....
আমিও শুনছিলাম বাবার কাছে সেই গল্পটা 😢😢
ছোট বেলায় এই গল্প শুনে নাই এমন কেউ নাই।
এটা রুপকথার গল্প
আমি আপনার ভিডিওগুলো নিবিড়ভাবে দেখি আর গভীরভাবে চিন্তা করি। এই আধুনিক যুগে লোকজন যেখানে অশ্লীল, মিথ্যা আর গুজবরটনাকারী কন্টেন্ট নিয়ে ব্যস্ত সেখানে আপনি প্রাচীন লোকগাঁথা, পুরনো ঐতিহ্য, অজানা ইতিহাস আর প্রত্যন্ত জনপদের কথা জানিয়ে আমাদের সমৃদ্ধ করছেন।
আপনার চমৎকার বাচনভঙ্গি, কথার মাধূর্যতা, ভাষাশৈলী, শব্দপ্রয়োগ এবং দর্শনের গভীরতা মুগ্ধ করে দারুনভাবে।
অনেক ধন্যবাদ ভাই। আমার ভালোবাসা নেবেন। আমার জন্য আশীর্বাদ করবেন💕
Apnr vedio gulo kub sondor
আপনার এই ভিডিওতে সবচেয়ে হৃদয়বিদারক মিউজিক টি আর আকর্ষণ করেছে।
আমার বাড়ি বোয়ালমারী, অনেকবার শুনেছি দাদার মুখে এই নদীর গল্প, গান । অনেক ধন্যবাদ সালাউদ্দিন সুমন ভাই নদের চাঁদ এ ইতিহাস ঐতিহ্য তুলে ধরার জন্য ।
লোকগাথা আর পল্লীর শান্ত সিগ্ধ সৌন্দর্য্য আপনার বর্ননা সব কিছু মিলিয়ে অনবদ্য ❤❤❤। মধুমতী নদী দেখা হলো এবার ধানসিঁড়ি নদীটি দেখতে চাই দাদা 😊
খুব ভালো লাগলো............... নদের চাঁদের ঘটনা এই প্রথম শুনলাম
এই অসাধারণ ব্লগের মাধ্যমে লোক কাহিনি নদের চাঁদ যেন জীবন্ত হয়ে উঠলো।
faridpurer manush gula onak sohoj shorol abong antorik...ami onak bar giyechi faridpur kajer shutree...
সত্যি অসাধারণ, আবার, করুণ কাহিনী, একজন মায়ের আহাজারি,
ঘটনাটা খুবই মর্মস্পর্শী
বেদনা দায়ক
সত্যাসত্য দূরে থাক, কিংবদন্তি
কিছু ঘটনার পরিচায়ক।
ধন্যবাদ সুমন ভাই ।আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ্য থাকবেন ।
মনে হচ্ছে এটা কুসংস্কার
কাকার গান টা অনেক সুন্দর হয়েছে আমার নদের চাঁদ দেখতে ইচ্ছে করছে আমার যেতে ইচ্ছে করছে ভাই সত্যি কথা
আমাদের পাশের গ্রাম জাবেন
আসসালামু আলাইকুম,
ভাই, আপনার ভিডিও’র শুরু থেকে অনেক বড় একজন ফ্যান হয়েছি আমি। তাই আপনার প্রায় সব ভিডিও আমি দেখা শেষ করেছি। আমি সব সময় আপনাকে অনুকরণ করার চেষ্টা করি এবং আমি আপনার মতো মান সম্মত ভিডিও করে তা দর্শকের সামনে তুলে ধরতে চাই। একটি কথা না বল্লেই নয় তা হলো, আপনাকে এতোবেশি মনে করি যে মাঝে মধ্যেই রাতে আপনাকে স্বপ্নে ও দেখি।
আল্লাহ্ র কাছে দোয়া করি যেন আপনার সাথে আমার সরাসরি দেখা হয়।
অনেক ধন্যবাদ ভাই। অবশ্যই দেখা হবে। ভালোবাসা নেবেন💕
ধন্যবাদ ভাই আমাদের উপজেলায় গিয়ে এরকম একটা স্মৃতি অনুসন্ধান করার জন্য
বোয়ালমারী পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাই সালাউদ্দিন সুমন ভাইকে। ভালো থাকবেন সবসময় ❤❤❤
সত্য বা মিথ্যে নদের চাঁদের কথা শুনে আমার তার জন্য খুব কষঠ হচ্চছে রীতিমত বুকের ভিতর ব্যথা অনুভব করছি।😪😪
সেম
❤😊
এ কথা আমিও শুনেছি, আর আজ জায়গাটাও দেখতে পেলাম। খুবই ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে ❤
"আহ্ নদের চাঁদ তুমি কোথায়?
দেখে যাও তোমাকে কিভাবে মনে রেখেছে মানুষ।"- এই অংশটি শুনে কেমন জাতি মনটা শত শত বছর আগের নদের চাঁদের যুগে চলে গেল। আহ্ সত্যি যদি নদের চাঁদ আবারো ফিরে আসতো তাহলে কেমনই না হতো!!
😂😂😂
নদের চাঁদ কামুক্ষে গেল, বিদ্যা মন্ত্র শিখে এলো হায় হায়
প্রাণ গেলো তার
নারীর মন্ত্রনায়।
আমি ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে একসময়ের খুলনার বাসিন্দা আমার ঠাকুরমার মুখে শৈশবে শুনেছিলাম নদের চাঁদের কুমির হওয়ার গল্প তা এতদিন বাদে দেখে শুনে মনে পড়ে নস্টালজিক হয়ে পড়লাম ♥️
❤🙏
আমিও খুলনার, আমি আমার দিদিমা কাছে ছোটবেলা শুনেছিলাম গল্প 🥺
খুব সুন্দর হয়েছে ভিডিওটা।
❤️আমাদের গ্রাম
সুমন ভাই ব্লগ টা খুব সুন্দর হয়েছে,, সত্য, মিথ্যা যাই হোক বিশ্বাস.. অবিশ্বাস নিয়ে কিছুক্ষনের জন্য নদের চাঁদের জমানায় বিচরন করে এলাম,,,, ভালো থাকবেন... এয়ারপোর্ট কলকাতা ও খিলকাপুর বারাসাত থেকে....🎉🎉
কি সুন্দর পরিবেশ খুব ভালো লাগলো 😊আজ পর্যন্ত কোনো ইউটুবার হয়তোবা এই করুন কাহিনী তুলে ধরেন নি অনেক ধন্যবাদ সুমন কে ❤
আপনার এই হৃদয়বিদারক মিউজিক আরো আকর্ষণ করেছে।
অসম্ভব বলে কিছু নেই.এই পৃথিবীতে এমন অনেক কিছু ঘটে বা ঘটেছে যার যুক্তি খুঁজতে যাওয়া সবসময় ঠিক নয়.
Faltu 😂
আমার বাড়ি এই বোয়ালমারী তেই,
ধন্যবাদ প্রিয় সুমন ভাই নদেরচাদ ঘাট নিয়ে এতো সুন্দর একটা ভিডিও'র জন্য। ❤️
আমার নানা বাড়ি বোয়ালমারি
ধন্যবাদ বিপ্লব বড়ুয়া সুন্দর মিউজিক করার জন্য।
মায়ের কাছে শুনেছিলাম এই ঘটনার কথা। মা ফরিদপুর জেলার মানুষ ছিলেন। আজ এই ভিডিও টা দেখে সেই ছেলে বেলার দিন মনে পড়ল। কষ্ট পেলাম নদের চাঁদের কথা ভেবে।খুব ভাল লাগল
আমি তো জীবনের প্রথম আজ নদের চাঁদ এর কাহিনি সুমন ভাইয়ের এই ভ্লগ দেখে জানতে পারলাম।
সত্যি কত শত কাহিনি লোককাহিনী আমাদের বাংলাদেশে আছে। ধন্যবাদ সুমন ভাইয়াকে ❤️❤️❤️❤️
অসম্ভব সুন্দর উপস্থাপনা, সঙ্গে লোক কথার গহীন অরণ্যের মনমুগ্ধকর বয়ান। ❤❤
Ei lokokotha to ami choto bela amar babar mukhe onek bar sunechi sumon da.. Khub sundor laglo.. Purano smriti mone pore galo. Thanks..
এই গল্পটা ছোটোবেলা অনেকবার শুনেছি ঠাকুমা ও পিসির মুখে। আমি না ঘুমালে নদের চাঁদ আসবে এই ভয় দেখাতো। তারা বাংলাদেশের ফরিদপুরের লোক ছিলেন।এখন ভারতে থাকি আমরা।
আমি ও
❤
অনেক ভালো লাগলো ভাইয়া আপনি আপনার মূলধারায় ফিরে এসেছেন। আমি আপনার একজন অন্ধ ভক্ত।
ইতিহাস ঐতিহ্য নিয়ে করা আপনার ভিডিও দেখতে ভালো লাগে। অজানা অনেক সত্য কাহিনী জানা যায়। এভাবে চালিয়ে যান। আপনার জন্য শুভকামনা রইল।
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি।
এমন একটা মানুষ বললোনা আমি নিজে চোখে দেখছি 🙃🙃
@@khalilurrahman1489 লোককথা সবসময়ই ভিত্তিহীন।
@@EhsanulSifatআল্লাহ আছে সেটার প্রমাণ তুমি দেখাতে পারবে ভগবান আছে সেটা প্রমাণ তুমি দেখাতে পারবে এটা বিশ্বাসের উপর লোককথার উপর নির্ভর করে সুতরাং এটার কোন প্রমাণ নেই তুমি যে কমেন্টটা করলা তোমার কমেন্টের উত্তর এটাই আসে
❤ sotti kotha
নদের অই তোর জন্য খাবার নিয়ে এসেছি,, এই কথা টা সেরা ছিল ভাই,, 31:38
শরীরে কাটা দিয়ে উঠে।একজন মায়ের জন্য কতটা কষ্টের ছিল সেই দিনটা।
অসংখ্য ধন্যবাদ, নিজ এলাকার ফুটেজ দেখে অনেক ভালো লাগলো
ভালো লাগার মতো উপকথা
নদের চাঁদ জন্য আমার খুব কষ্ট হলো,,, কান্না পাইলো
ভিডিওর সাথে ব্যাকরাউন্ড টা মন মাতাল করে দেয়। ভিডিও দেখি, ফিল টা হয় সত্যি দেখতেছি।
😭😭😭😭😭 tar maa er ai din taw dekhte hoise komir chelek khabar dito maa to maai hoi😍😍
ছোটবেলায় অনেকের কাছে গল্প শুনেছি। মানুষ নাকি কুমির হয়ে গেছে। আর আজ এই ভিডিওর মাধ্যমে সবকিছু জানতে ও দেখতে পারলাম।ভিডিও টি সুন্দরভাবে দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ।
❤😊
ঠিক বলেছের❤❤❤ ফরিদপুর থেকে আমি আপনাদের সঙ্গে যুক্ত আছি ❤❤
সুমন ভাই আমি আপনার সবগুলো ভিডিও দেখি। আপনার ভিডিও গুলো অনেক ভালো লাগে। ইতিহাস গুলো আরো সহজ ভাবে জানা যায়। আপনার জন্য শুভকামনা রইলো।
ভাই এ সমস্ত কথা বিশ্বাস করলে ঈমান থাকবে না সোনা কথা বিশ্বাস করতে নিষেধ করেছেন আমার প্রিয় নবী
আপনার প্রতি শুভকামনা রইল চালিয়ে যান
মাশাআল্লাহ অনেক সুন্দর প্রকৃতি।।। আমার ফরিদপুর এর স্মৃতি
আহা কি অসাধারণ একটি আবেগ আপ্লুত একটি ভিডিও । ❤
বাবার কাছে শুনেছি গল্পটা, ভাইয়া আপনার ভিডিও গুলো খুব ভালো লাগে। নিজের খেয়াল রাখবেন আর আমাদের জন্য এমন সুন্দর সুন্দর ভিডিও দেবেন।
ভারতের পশ্চিমবঙ্গের মালদা থেকে অনেক ভালোবাসা। ❤️❤️
এটা সত্য ঘটনা,, আমিও আমার দাদীর কাছে এই ঘটনা শুনেছি,, এই সত্য ঘটনাকে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে,, কারন এই গুলো পরের প্রজন্মকে জানতে হবে
সুমন ভাই, আপনার ভিডিও দেখে বাংলাদেশের
ইতিহাস , ঐহিত্য শিখতে ও জানতে পারছি
এটা একটা মন ভরা গল্প লোককথা বানর থেকে মানুষ মানুষ থেকে কুমির সবই ফালতু কথা.... হায়রে মানুষ আমরা মুসলিম
তুমি তো উগ্রবাদী এটা প্রমাণ করো
@@ইকবালহোসেন-ম৩রjukti dia kotha bolle e ki manus ugrobadi hoi? Akta banoat obastob ghotona bissas kora ki udar moner porichoi. Bangladesher manuser manosikota sei prachin juger manuser moto e roeye gache.
@@nizamuddin189সব জায়গায় ধর্ম ঢুকান কেন ।
ধন্যবাদ স্যার আপনাকে, আমাদের ফরিদপুর এর ঐতিহ্য তুলে ধরার জন্য। আশা করি পল্লী কবি জসীমউদ্দিন এর বাড়ীতে যাবেন
এটা কি ফরিদপুর জেলার কাহিনি
ধন্যবাদ ভাইয়া আপনি ভীষন ভালো একটা কাজ করেছেন।আর আমি সেই বংশ এর একজন । আমি যখন এই ভিডিও দেখেছি তখন ই সাথে সাথেই আমি আমার বাবা কে দেখিয়েছি। বাবা দেখে কান্না করে ফেলেছে 😢😢😢। আমি অনেক খুশি যে আমি সেই বংশের মেয়ে।।। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।।।।।🙏🙏🙏🙏🙏 আমি জানি হয়তো কেউ আমার কথা বিশ্বাস করবে না কিন্তু এটাই সত্যি।।। আমি সেই বংশের মেয়ে।।।😊
একটু বিস্তারিত জানালে খুশি হতাম। আমিও ফরিদপুর শহরের মানুষ। এইটা নিতান্ত লোককাহিনী হিসেবেই জানতাম। আপত্তি না থাকলে অনুগ্রহ করে জানাবেন
❤
🎉😢❤😂
Apnar sathe ki kotha bola jabe?
সত্যিই খুব কষ্ট পাইলাম এমন নির্মম ঘটনা হে আল্লাহ তুমি রাহমানির রাহীম সব কিচুর মালিক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লালাহে আলাইহি ওয়াসাল্লাম
জাদু সত্য।
অনেক সুন্দর হয়েছে ভিডিওটা দেখে অনেক ভালো লাগলো ধন্যবাদ আপনাকে আমাদেরকে এই রকম ভিডিও উপহার দেওয়ার জন্য ♥️♥️♥️♥️❤️
ছোটো বেলায় মায়ের মুখে শুনেছিলাম এই কাহিনি ❤
কৃতজ্ঞতা স্বীকার করছি আপনার কাছে এমন একটি কল্প - কাহিনী নির্ভর দুর্গম এলাকা ভ্রমন করে ভিডিও প্রদর্শনের জন্য।
ধন্যবাদ ভাই আমার নিজের এলাকা।
আপনার সাজানো কথা আমার খুব ভালো লাগে। মানুষ এত সুন্দর সাজিয়ে উপস্থাপন কিভাবে করে তাই ভাবি।সুমন ভাই আপনার জন্য শুভ কামনা সবসময়, সাথে সুরভি ভাবিকেও।
আমাদের পাশের গ্রাম নদের চাঁদ,,, ছোটবেলায় আব্বুর কাছে এই কাহিনি অনেকবার শুনেছি,,,
সালামু আলাইকুম সুমন ভাই কেমন আছেন, নইদের চান্দের গঠনা তাহলে সত্যি, খুব ভাল লাগলো 😢
আমার বাড়ি এই এলাকায় । সুমন ভাই সত্য ঘটনা উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
লোক কথা সুন্দৰকৈ উপস্থাপন কৰাৰবাবে ধন্যবাদ
বাহ্ আমাদের গ্রামে।দেখে খুব ভালো লাগলো❤
আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া ভিডিওটি খুবই ভালো লাগলো
আমি কখনো কমেন্ট করি না। আপনার অনেক ভিডিও দেখে।আজ প্রথম আমাদের ফরিদপুর এর ভিডিও দেখলাম।তাই ধন্যবাদ।পারলে ফরিদপুরে জসিম উদ্দীন এর বাড়ির ভিডিও করবেন
আমাদের উপজেলায়,বাবার কাছে গল্প শুনেছি।তবে আরও একটু বেশি শুনেছি তার বৌ ভয় পেয়েছে দেখে সে নাকি নিজে নিজেই লেজ দিয়ে চেষ্টা করেছিলেন পানি গায়ে ছেটানোর।তবে শুধু কয়েক ফোঁটা পরেছিলো তার গায়ে সেখানে সেখানে মানুষের চামড়ার মতোন হয়েছিলো।
আমি আমার মায়ের মুখে শুনেছি মানুষ হওয়ার যে পানির পাত্র ছিলো সেইটা নদের চাঁদের বউ ভয়ে দৌড়ে পালানোর সময় তার পায়ে ধাক্কা লেগে মাটিতে পড়ে যায় এবং সেই পড়ে যাওয়া পানি গড়িয়ে যতোটুকু চাঁদের গায়ে লেগেছিল ততোটুকু জায়গার চামড়া মানুষের মতো ছিলো।
আমিও এমনটা শুনেছি
@@labonnyashuvro1046 ধন্যবাদ। 👍
আমি ও এমনটা শুনেছি
ভাই আপনি ভালো থাকবেন সৃষ্টিকর্তার নিকট পার্থনা করি ভালো থাকলে অবশ্যই আরো অনেক কিছু জানতে পারবো দেখতে পারবো
আমার বাড়ি খুলনা রূপসা
ছোট বেলায় কত রাত যে ঠাকুরমার মুখে
এই নদের গল্প শুনতে শুনতে ঘুমিয়েগেছি
হেডিং দেখেই ভিডিওটা না দেখে পারলাম না ছোট বেলার স্মিতি গুলো এলোমেলো করে দিলো
সুমন ভাই আপনার প্রতিটি ভিডিও অত্যন্ত চমৎকারএবং প্রতিটি ভিডিওর মধ্যে অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা থাকে যা থেকে আমরা ইতিহাস ঐতিহ্য জানতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটির কিছু অংশ গতো বছর পদ্মানদীর তালাইমারী থেকে আজিজুল ভাইয়ের সঙ্গে খানচরপুরে যাওয়ার সময় ব্যবহার করে ছিলেন। সঙ্গে ছিলো নারী মেম্বার এবং নরী মেম্বারের ছেলে। থামনেলের ছবি ছিলো আজিজুল ভাইয়ের হাতে 250 টাকা দামের কালবাউস মাছ।
Vai er background music tar nam bolte parbe
তা বলতে পারবো না। তবে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অসাধারণ।
এটা ভারতে হলে কত শত মুভি হত হিসাব নাই এবং সুপার হিট হতো, অথচ আমাদের দেশে কত সুন্দর সুন্দর জিবন্ত ইতিহাস আছে দুর্ভাগ্য আমাদের মুভি হয় ধনি গরিব প্রেম মারামারি মিলন,।
নদের চাঁদের গল্প ছোটবেলায় বাবার মুখে শুনে কাঁদতাম। মন খুব খারাপ লাগতো্ 😢
Vai apnar video onk onk onk vlo lage ❤❤❤❤❤
নদের চাঁদের পাশে হরিহর নগর যা সীতারাম রাজার পৈতৃক নিবাস.. বোয়ালমারির ঐতিহাসিক বাজার যা মুঘল আমলে শহিতুর পরগনা যা সুবিশাল ভুসনা রাজ্যর অন্তর্গত ছিল.. আশা করি একটা প্রতিবেদন দেখতে পাবো ❤️❤️
আপনার ভিডিওর জন্য আমি অপেক্ষা করি
আমার মা এই থানার মানুষ তিনি সব সময় বলতেন এই নদের চাদের কথা।
বাংলার ঐতিহ্য ❤ সুন্দর অনেক ❤🎉
আপনার সব ভিডিওগুলা আমার খুব ভালো লাগে,,যখনই সময় পাই তখনই আপনার ভিডিওগুলা দেখি,,বিশেষ করে গ্রামের দৃশ্যগুলা,,আপনার কথা আপনার উপস্থাপনা আপনার ক্যামেরার ফ্রেমে বন্দী দৃশ্যগুলা খুবই মনোর অপরূপ ❤❤
আমার ছোট বেলার কথা মনে পরে গেলো
আমার মা❤️
অনেক বার এই গল্প বলেছেন
ধন্যবাদ ভাই
এরকমঃ একটা গল্প তুলে ধরার জন্য।
Mr sumon aponar maximum video ami dekhi but ale ai video dhekhe dufota chokher jol porlo . Aponi agiye jan doya kori.
আজকের ভিডিওটা খুব ভালো লাগলো নদের চাদ সিনেমাও হয়েছিল
সুমন ভাই আপনার ভিডিও ভালো লাগে
ভাই আমি মহিউদ্দিন আপনার বিডিও গুলো যতই দেখি। দেখতে মন চায় ❤❤❤পুরো বাংলাদেশ গুরে দেখার কখনো সুযোগ হয়নি আর কখনো হবে কি না তাজানিনা কিন্তু আপনার বিডিও গুলো দেখলে মনে হয় আমি আমার বাংলাদেশ কে গুরে গুরে দেখছি । ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।
মালদ্বীপ থেকে দেখছি সুমন ভাই ধন্যবাদ ❤❤
Suman da very nice video 🍓🍊 Subho kamona janalam ❤️🍏 thanks
আপনার গ্রাম বাংলার ভিডিও এতটাই ভালো লাগে যে স্বয়ং সৃষ্টিকর্তা আপনাকে তথ্য প্রযুক্তির যুগে এইসব ভিডিও করার জন্য জন্ম দিয়েছেন। আপনার প্রতিটি গ্রাম বাংলার ভিডিও রুপ নিচ্ছে এক একটি নাটক যা টিভি সিরিয়ালকেও হার মানায়।
অসংখ্য ধন্যবাদ সুমন ভাই
সুমন ভাই আপনি একুশে পদক বা স্বাধীনতা দিবস পুরস্কার পাবেন আমার বিশ্বাস। ❤
আমার জেলা গোপালগঞ্জ জলিরপাড় ইউনিয়ন বৃহত্তর ফরিদপুর জেলার অন্তর্ভুক্ত ছিল একসময় ছোটবেলায় ঠাকুমা দাদু দিদিমার মুখে কত নদের চাঁদের কথা শুনেছি
সত্যিই অসাধারন এপিসড। ধন্যবাদ।
ভাই আপনার ভিডিও গুলো অনেক ভালো লাগে
ভাই আমার এলাকাই আশার জন্য আপনাকে অনেক ধন্যবাদ,আমি আপনার একজন ভক্ত।
আমি হবিগঞ্জ তেকে দেখছি। আমার দাদির কাছ থেকে ছোট বেলা এই গল্প শুনেছি।
ঠিক জানি না তবে ভিডিও টা খুব ভালো লেগেছে ❤❤❤
ছোট বেলায় আমার আব্বুর মুখে নদের চাদের লোকগীতি শুনেছি। ❤
সুমন ভাই সুন্দর পোস্ট ❤
ভাই একদিন নারায়ণগঞ্জ এর ইতিহাস ঐতিহ্য নিয়ে ভিডিও করেন❤❤
❤
আপনাকে অনেক ধন্যবাদ কাকু শুভকামনা 👍👌💐🇮🇳♥️♥️🤦❤❤