ফ্লোর থেকে ফ্লোরের হাইট সঠিক আছে ? লং কলাম কতটুকু ঢালাই দেওয়া উচিত ? Standard Ceiling Height ||

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • ফ্লোর থেকে ফ্লোরের হাইট সঠিক আছে ? লং কলাম কতটুকু ঢালাই দেওয়া উচিত ? Standard Ceiling Height ||
    আমি ইঞ্জিনিয়ার মোঃ মোস্তফা কামাল মিয়াজী ,পরিচিত সবাই মিয়াজী নামে চিনে, ইঞ্জিনিয়ার পেশা নিয়ে সধারন মানুষের নানা প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা, স্থাপত্য নিয়ে ভুল ধারনা ভেঙ্গে সঠিক পথ দেখানো, এছাড়া নানা স্থাপত্য বিষয়ক টিপস ও ট্রিক্স অথবা কাজের ফাকে ঘুরেবেড়ানো বা জীবন মুখি জিনিস নিয়ে ভিডিও পাবেন এই চ্যানেলে।
    আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং সম্পর্কিত ভিডিও নিয়মিত আপলোড করে থাকি। সিভিল ইঞ্জিনিয়ারিং শিক্ষাকে আপনাদের সামনে কিছুটা সহজ ভাবে তুলে ধরার সামান্য চেষ্টা মাত্র। আমাদের আপলোড করা ভিডিওগুলো নিয়মিত পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
    আমার ভিডিও নির্মাণ সম্পূর্ণ শখের বশে অবসরের কাজ। ভিডিও গুলা ধারন ও নিজ হাতেই করি। তাই ভিডিও ধারনের ক্ষেত্রে আমি আমার স্মার্ট ফোন মাঝে মাঝে গিম্বেল ক্যামেরা ব্যাবহার করি।ছবির চাইতে কন্টেন এর বিষয় গত মান আমার কাছে বেশি মূল্যবান । আমার আসল উদ্দেশ আপনাদের সাথে বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করা। ভিডিও গুলা আপনাদের কাজ আর আমার বিনোদনের উদ্দেশেই তৈরি করা । আমার শখের এই কাজ আপনাদের উপকার বা আনন্দ দিলে এইটা আমার একটা অতিরিক্ত পাওয়া। কোন প্রশ্ন থাকলে আমাকে ই-মেইল করতে পারেন ।
    Contact for Building Design
    Engr.Md. Mostafa kamal miajee
    Structural Design Engineer(Building)
    B.Sc in Civil
    Mob: 01717887686 / 01842887686
    Email: egmostafa5@gmail.com
    -------------------------------------------
    আপনার বাড়ির যে কলামটি ঢালাই দিবেন সেই লং কলামটি কতটুকু ঢালাই দেওয়া উচিত? যদি আপনি এই বিষয়টি সঠিকভাবে জানা না থাকে সে ক্ষেত্রে যদি কোনোভাবেই কলাম কম ঢালাই হয়ে যায় সে ক্ষেত্রে আপনার সিলিং হাইড কমে যাবে। যা চাইলেও আপনি সমাধান করতে পারবেন না। এই ভিডিওটির মধ্যে আপনার সিলিং হাইট কত রাখবেন বা কিভাবে রাখলে তাই স্ট্যান্ডার মেজারমেন্টে থাকবে এ বিষয়ে আলোচনা করা হয়েছে।
    আমরা সাধারণত সিলিং হাইট সাড়ে নয় ফিট ১০ ফিট ১০:৩০ ফিট ১১ ফুট এই তিন-চার তিনটি মেজারমেন্টে রেখে থাকি। সে ক্ষেত্রে আপনাকে যদি কলামের ঢালাই দেওয়ার ক্ষেত্রে সঠিক মেজারমেন্টে ঢালাই না করে থাকেন সে ক্ষেত্রে ফিলিং হাইড পেতে আপনাকে সমস্যা হতে পারে। তাই কলাম ডালের ক্ষেত্রে আপনাকে অবশ্যই সতর্কতার সাথে মেজারমেন্ট করে অতঃপর ঢালাই দেওয়া উচিত।
    লং কলাম ঢালাই সাধারণত ৯ ফিট 2 ইঞ্চি ৯ ফিট ৫ ইঞ্চি ৯ ফিট ৭ ইঞ্চি দেওয়া হয়ে থাকে।
    #Colume_Casting
    #construction
    #viralvideo
    #সিভিল_ইঞ্জিনিয়ারিং
    #construction
    #bangladeshivlogger
    #civilengineering
    #column
    #drawing
    #house_design_ideas
    #constructionequipment

ความคิดเห็น • 5

  • @rabbanemozumder
    @rabbanemozumder 2 หลายเดือนก่อน +1

    Good information ❤

  • @BKTV-vz8ix
    @BKTV-vz8ix 3 หลายเดือนก่อน +1

    দুই তলা ফাউন্ডেশন দিয়ে এক তলা করতে কতো টাকা খরচ হবে ১৪৫৬ স্কয়ার ফিট

    • @EngrMostafa
      @EngrMostafa  3 หลายเดือนก่อน

      আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
      আপনার মূল্যবান প্রশ্ন ঠিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। সাড়ে ১৪০০ স্কয়ার ফিটের মধ্যে একটি বাড়ি তৈরি করতে চাইলে সাধারণত ২৫ থেকে ২৮ লক্ষ টাকা লাগতে পারে। তবে তা আপনার লোকেশন অর্থাৎ যেখানে বাড়িটি তৈরি করবেন সেখানে যদি মালামাল যেতে খরচ বেশি লাগে এবং আপনি কোয়ালি হাই কোয়ালিটির যদি সব মালামাল ব্যবহার করেন যেমন বি এস আর এম রড বলছি হোলসিম সিমেন্ট ২৪ ২৪ সাইজের টাইলস মেহেবুনি কাঠের দরজা এ ধরনের বিষয় নিয়ে যদি কাজ করেন সে ক্ষেত্রে তা কম বেশি হতে পারে।

    • @Shahriar20
      @Shahriar20 3 หลายเดือนก่อน +1

      ৭০০ স্কয়ার ফুট ১২ টি কলাম দিয়ে শুধু এক তলা হবে এতে কি ৯" বাই ৯" কলাম ও ৯" বাই ১০" বিম 6mm রডের টায় ও স্টিরাপ ব্যবহার করা যাবে
      আমি একজন রাজমিস্ত্রি
      আপনার ভিডিও দেখি 🎉