সিঁড়ির মাপ,সিড়ির চওড়া,ট্রেড ও রাইজার মিনিমাম কতটুকু দিতে হবে ? Stair Standard Site || 👉👉

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • সিঁড়ির মাপ,সিড়ির চওড়া,ট্রেড ও রাইজার মিনিমাম কতটুকু দিতে হবে? Stair Standar Size.
    আমি ইঞ্জিনিয়ার মোঃ মোস্তফা কামাল মিয়াজী ,পরিচিত সবাই মিয়াজী নামে চিনে, ইঞ্জিনিয়ার পেশা নিয়ে সধারন মানুষের নানা প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা, স্থাপত্য নিয়ে ভুল ধারনা ভেঙ্গে সঠিক পথ দেখানো, এছাড়া নানা স্থাপত্য বিষয়ক টিপস ও ট্রিক্স অথবা কাজের ফাকে ঘুরেবেড়ানো বা জীবন মুখি জিনিস নিয়ে ভিডিও পাবেন এই চ্যানেলে।
    আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং সম্পর্কিত ভিডিও নিয়মিত আপলোড করে থাকি। সিভিল ইঞ্জিনিয়ারিং শিক্ষাকে আপনাদের সামনে কিছুটা সহজ ভাবে তুলে ধরার সামান্য চেষ্টা মাত্র। আমাদের আপলোড করা ভিডিওগুলো নিয়মিত পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
    আমার ভিডিও নির্মাণ সম্পূর্ণ শখের বশে অবসরের কাজ। ভিডিও গুলা ধারন ও নিজ হাতেই করি। তাই ভিডিও ধারনের ক্ষেত্রে আমি আমার স্মার্ট ফোন মাঝে মাঝে গিম্বেল ক্যামেরা ব্যাবহার করি।ছবির চাইতে কন্টেন এর বিষয় গত মান আমার কাছে বেশি মূল্যবান । আমার আসল উদ্দেশ আপনাদের সাথে বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করা। ভিডিও গুলা আপনাদের কাজ আর আমার বিনোদনের উদ্দেশেই তৈরি করা । আমার শখের এই কাজ আপনাদের উপকার বা আনন্দ দিলে এইটা আমার একটা অতিরিক্ত পাওয়া। কোন প্রশ্ন থাকলে আমাকে ই-মেইল করতে পারেন ।
    Contact for Building Design
    Engr.Md. Mostafa kamal miajee
    Structural Design Engineer(Building)
    B.Sc in Civil
    Mob: 01717887686 / 01842887686
    Email: egmostafa5@gmail.com
    -------------------------------------------
    আপনি যে বাড়িতে তৈরি করছেন বা করবেন সে বাড়ির প্লানে এবং ডিজাইনে সিড়ি সাইজ সঠিক রয়েছে কিনা অর্থাৎ বাড়িতে সিঁড়ি সঠিক পরিমাপের দেওয়া হয়েছে কিনা তা দেখা আপনার একান্ত দায়িত্ব। আমার এই ভিডিওটির মধ্যে একটি সিঁড়ি রুমের কি কি সাইজ এবং পরিমাপ রয়েছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আশা করি যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন সেক্ষেত্রে খুব সহজে সিঁড়ি কোন সাইজটি কত হবে তা বুঝতে পারবেন। এবং বাস্তবে তা পরিমাপ করে নিতে পারবেন।
    একটি বারের সিঁড়ি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যেমন ধরে নিন আপনার ঘর আছে কিন্তু ঘরের কোন দরজা সঠিকভাবে না করা হলে যেভাবে ঘরে প্রবেশ করতে সমস্যা হবে ঠিক তেমনিভাবে একটি বাড়ির সিঁড়ি যদি সঠিকভাবে তৈরি করা না হয় সে ক্ষেত্রে বাড়িতে প্রবেশ করা এবং বের হওয়া অনেক জটিলতা সৃষ্টি করবে। তাই আমাদের উচিত সিরিজ যে স্ট্যান্ডার্ড পরিমাপ রয়েছে সে অনুযায়ী সিঁড়ি তৈরি করা।
    আমার এই ভিডিওটির মধ্যে সিঁড়ির পোস্ত সিঁড়ির টেড সিঁড়ির রাইজার সিড়ির ল্যান্ডিং এ ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ের মেজারমেন্ট শেয়ার করা হয়েছে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি যদি দেখেন সে ক্ষেত্রে আপনার কাছে বিষয়টি অনেক সহজ হয়ে যাবে।। বাড়ি তৈরি করার পূর্বেই এই ভিডিওটি দেখে যদি বাস্তবে রূপান্তর করতে না পারেন সে ক্ষেত্রে ভবিষ্যতে আপনি অনেক বড় ধরনের বিপদে পড়বেন বলে আশঙ্কা রয়েছে।
    এই ভিডিও যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে এ বিষয়ে আপনাদের যদি কোন পরামর্শ বা কোন ধরনের মন্তব্য থাকে সেক্ষেত্রে তা কমেন্টের মাধ্যমে জানানোর জন্য অনুরোধ করা হলো।

ความคิดเห็น • 24

  • @saiful8581
    @saiful8581 3 หลายเดือนก่อน +2

    খুব সুন্দর ও গুরুত্বপূর্ণ আলোচনা।

    • @EngrMostafa
      @EngrMostafa  3 หลายเดือนก่อน

      প্রিয় প্রকৌশলী সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আমার সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মতামত কমেন্টে শেয়ার করার জন্য ব্যক্তিগতভাবে আমি আপনার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। তার সাথে এই ভিডিওটির মাধ্যমে যে বিষয়টি আলোচনা করা হয়েছে তা একজন বাড়ির মালিক অথবা ইঞ্জিনিয়ারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি তার সাথে আপনার সহমত প্রদান করার জন্য অসংখ্য ধন্যবাদ। 🏗️🏗️🏗️👉👉👉👉

  • @adventuresea4078
    @adventuresea4078 3 หลายเดือนก่อน +1

    ভাই, খুবই উপকারী ইনফরমেশন @ জাযাকাল্লাহ খায়ের

    • @EngrMostafa
      @EngrMostafa  2 หลายเดือนก่อน

      আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
      আলহামদুলিল্লাহ 🕋🕋🕋
      প্রিয় ভাই আমার সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পজিটিভ মতামত শেয়ার করার জন্য আপনার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে প্রতিনিয়তই সিভিল ইঞ্জিনিয়ারিং বিভিন্ন বিষয় ভিডিও আপলোড করে থাকি। যদি প্রয়োজন মনে করেন সে ক্ষেত্রে আমার অন্য ভিডিও গুলো দেখে আপনার মূল্যবান মতামত প্রদান করার জন্য অনুরোধ রইল। 👉👉👉

  • @sayarabegum2244
    @sayarabegum2244 3 หลายเดือนก่อน +2

    Thank you for sharing

    • @EngrMostafa
      @EngrMostafa  2 หลายเดือนก่อน

      আমার সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত কমাইতে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।। 👉👉

  • @mdjafarkhan2320
    @mdjafarkhan2320 3 หลายเดือนก่อน +2

    Good

    • @EngrMostafa
      @EngrMostafa  3 หลายเดือนก่อน

      thank you so much for Your comments

  • @ShidulIsalm
    @ShidulIsalm 3 หลายเดือนก่อน +1

    Ok

    • @EngrMostafa
      @EngrMostafa  3 หลายเดือนก่อน

      Thank you so much for Your valuable opinion.

  • @rubelhaji6936
    @rubelhaji6936 3 หลายเดือนก่อน +2

    god job bro

    • @EngrMostafa
      @EngrMostafa  3 หลายเดือนก่อน

      Thank you so much for Your valuable opinion

  • @zahedyryadh300
    @zahedyryadh300 3 หลายเดือนก่อน +2

    আমার সিরির জন্য ভিডিও টি উপকারে আসবে।

    • @EngrMostafa
      @EngrMostafa  3 หลายเดือนก่อน

      আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামতটি কমেন্টে শেয়ার করার জন্য। 💕 সত্যিকার অর্থে এই ভিডিওটি যারা বাড়ি তৈরি করছেন বা করবেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কারণ আপনি যদি একটি ঘর তৈরি করেন সেখানে ঘরে ঢোকার যদি দরজা সঠিকভাবে না হয় সেক্ষেত্রে যেভাবে সমস্যা হতে পারে ঠিক তেমনি ভাবে একটি সিঁড়ি ঘর যদি সঠিক মেজারমেন্টের তৈরি করা না হয় সেক্ষেত্রে আপনার বিল্ডিংয়ে বা প্রজেক্টে ইন আউট অনেক বড় ধরনের সমস্যা হবে।

  • @abulkhairkhan2571
    @abulkhairkhan2571 3 หลายเดือนก่อน +2

    #indiaout

    • @EngrMostafa
      @EngrMostafa  3 หลายเดือนก่อน

      Thank you 💛💛💛

  • @user-mm5ed7ql1g
    @user-mm5ed7ql1g 3 หลายเดือนก่อน +2

    Kato fold er shiri kora uchit?

    • @EngrMostafa
      @EngrMostafa  3 หลายเดือนก่อน

      আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
      আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান প্রশ্নটি করার জন্য। এ বিষয়টি মূলত বাস্তবতার উপর নির্ভরশীল। অর্থাৎ আপনার প্রজেক্ট এর জায়গার উপর এবং প্লান ডিজাইনের উপর নির্ভর করবে। তারপরও যদি আপনার জায়গা কম থাকে সেক্ষেত্রে দুই ল্যান্ডের সিঁড়ি উত্তম। আর যদি আপনি ডুপ্লেক্স সিস্টেম একটু সুন্দর করে তৈরি করতে চান যদি এভেলেবেল জায়গা থাকে সেক্ষেত্রে তিন লাইনের সিঁড়ি তৈরি করতে পারেন। স্ট্যান্ডার্ড হলো আবাসিক যদি বহুতলা পবন হয় সেক্ষেত্রে দুটি ল্যান্ডিং আর যদি ডুপ্লেক্স বিলাসী পবন হয়ে থাকে সেক্ষেত্রে তিনটি লেন্ডিং এ আপনি বাড়ি তৈরি করতে সিঁড়ি তৈরি করতে পারেন

  • @user-nl8up4ig4d
    @user-nl8up4ig4d 2 หลายเดือนก่อน

    স্যার ৪ ফিট উচতা থেকে নিচে কতো ফিট দূর থেকে উঠাতে হবে সিড়ি

    • @EngrMostafa
      @EngrMostafa  หลายเดือนก่อน

      আপনার প্রশ্ন অনুসারে চারপির দূরত্ব হলে ছয় ফিট ৮ ইঞ্চি দূর থেকে শুরু করতে হবে। সে ক্ষেত্রে প্রতিটি স্টেপের হাইট হবে ৬ ইঞ্চি। আবার যদি ৫ ইঞ্চি হাইট করতে চান সেক্ষেত্রে ৮ ফিট চার ইঞ্চি দূরত্ব থেকে শুরু করতে হবে। তবে এখানে লেন্ডিং এর বাদ দিয়ে বলা হয়েছে।

  • @mdHuq
    @mdHuq 19 วันที่ผ่านมา +1

    খুব ভালো লাগলো

    • @EngrMostafa
      @EngrMostafa  9 วันที่ผ่านมา

      Thank you so much for your comments

  • @MehediHasan-ze8fx
    @MehediHasan-ze8fx 3 หลายเดือนก่อน +2

    Nice

    • @EngrMostafa
      @EngrMostafa  2 หลายเดือนก่อน

      Thank you so much for Your support. My TH-cam channel upload civil Engineering related basic information sharing. So please watching my others video & like or comments please 🚸🚸🚸🚸